সেম সিচুয়েশন। আসতে ইচ্ছা হয়না। এসব এবিউজের মধ্যে আমি জড়াতে চাইনা বা কোনো ভাবে দাগ লাগুগ তা চাইনা, তাই ইনভল্বমেন্ট কমায় দিসি। পুরানো মেম্বার (যেমন আপনি) যাদের সাথে আগে থেকে কথা হতো, শুধু তাদের রিপ্লাই করার চেষ্টা করি। নয়তো একদিন দেখবো কোনো এক গ্লোবাল মেম্বার ট্যাগ মেরে বসে আছে। অলরেডি অনেকরেই ট্যাগ/লিস্ট করছে স্প্যামার হিসেবে তারা।
আপনি শেষে যে কথা বলছেন ঐটা বলে লাভ নাই। এপর্যন্ত অনেকবার বলা হইছে। প্রতিবারই এসব এবিউজ নিয়ে সর্তক করা হয়, আর প্রতিবারই এসব সর্তকের পরে নতুন পন্থায় এবিউজ চালু হয়, আর প্রতিবারই বাংলা বোর্ডের নাম পানির নিচে ডোবে। নন স্টপ সাইকেল।
ধরে নেন আমি বাংলাদেশ থ্রেড এ পর পর ৪ মাস এক টানা টপ পোষ্টার ছিলাম। এমন নয় যে আমি এখান থেকে কিছু পাই নি বা দেইনি। আমার ম্যাক্সিমাম পোষ্ট আমার লোকাল থ্রেড এর এবং এখানেই আমি সবচাইতে বেশি মেরিট শেয়ার করেছি। কেনো একটা মেম্বারের মেরিট হিষ্টোরি দেখলেই বুঝতে পারবেন যে ওনারা আসলে কি করছেন। ওনাদের মেরিট হিষ্টোরি তে কোনো প্রমিনেন্ট মেম্বার নেই। ঘুরে ফিরে এক বা একাধিক অল্ট একাউন্ট এর মেরিট দিয়ে নিজের একাউন্ট গ্রো করছে।
আমি যদি বাংলাদেশ থ্রেড এ একবারেই পোষ্ট না করি, আমার কি খুব ক্ষতি হয়ে যাবে? আর যারা এবিউজ করে যাচ্ছে, তাদের যদি এক্সপোজ করে দেই, আমার কি খুব ক্ষতি হবে? আপনারা মনে রাইখেন, আপনারা Little Mouse নামে একজন কে পেয়েছিলেন। যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারতেন। আবার উনি আপনাদের কে আগলেও রেখেছেন। এটাও মনে রাইখেন।
ভাই, ভাবি এবং মেয়ের কি অবস্থা এখন?
আলহামদুলিল্লাহ ভাই। ওনারা সুস্থ হচ্ছে আস্তে আস্তে।