Author

Topic: বাংলা (Bengali) - page 125. (Read 5965042 times)

sr. member
Activity: 728
Merit: 371
November 04, 2023, 05:01:03 AM
#helppost
গতকাল আমি আমার একাউন্ট থেকে ১৭$ withdraw দেই কিন্তু তখন থেকে প্রোসেসিং দেখাচ্ছে কিন্তু withdraw হচ্ছে না। অনেক চেষ্টা করলাম trust wallet থেকে swap করার জন্য কিন্তু তাও হচ্ছে না। দয়া করে কেও একটু সাহায্য করুন🥹


https://polygonscan.com/address/0xc14b29765567f378418353988f733e65751a07e9#tokentxns
কিছু এক্সচেঞ্জ মাঝেমধ্যে মেটিক ডিপোজিট অফ করে দেয় এটা হয়তো একটা কারণ হতে পারে আপনার উইড্র প্রসেসিং দেখানোর। বাইনানস এক্সচেঞ্জ এ  আমি মাঝে মাঝে এ বিষয়টি লক্ষ্য করেছি। প্রথমত আপনি আমাদের নিশ্চিত করুন আপনি কোন এক্সচেঞ্জ এ আপনার ম্যাটিক ডিপোজিট করেছেন। আপনি যখন আমাদের নিশ্চিত করবেন যে আপনি কোন ক্রিপটো এক্সচেঞ্জে আপনার ম্যাটিক ডিপোজিট করেছেন তাহলে আমরা বুঝতে পারবো সেই এক্সচেঞ্জে ম্যাটিক ডিজেবল করা আছে কিনা অথবা আপনি নিজেও এক্সচেঞ্জের টোকেন লিস্টে গিয়ে এ বিষয়টি চেক করতে পারেন। যদি ম্যাটিক ডিপোজিট সাময়িক সাসপেন করা থাকে তাহলে যখন নতুন করে ম্যাটিক ডিপোজিট উন্মুক্ত করা হবে তখন আপনার উইথড্র সফল হবে আশা করছি।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 04, 2023, 01:29:37 AM
ধন্যবাদ ভাই আপনারা যারা নিজেদের মতো করে সাহায্য করার চেষ্টা করেছেন। আসলে এখানে সমস্যাটা trust wallet এর। সকাল এ trust wallet এর telegram group এ এই সমস্যার বিস্তারিত ওদের বলি তারপর ওনারা সমস্যাটা সমাধান করার জন্য তাদের একটি Article দেয়। কারো যদি এইরকম সমস্যা হয় তাহলে এইজায়গা থেকে Article গুলা পরে সহজেই সমস্যার সমাধান করতে পারবেন।
হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম আপনার ট্রাস্ট ওয়ালেটে টেকনিক্যালি সমস্যা হয়েছিল। তবে আপনার সমস্যা সমাধান হয়েছে কি? এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকে তবে চিন্তার কিছুই নেই। আসলে এখানে কেউ যদি সমস্যায় পড়ে যায় আর সেই সমস্যা সমাধান করা আমাদের কর্তব্য। যেকোনো সমস্যা হলে এখানে আপনি উপস্থাপনা করবেন আশা করি যেটুকু সাহায্য করতে পারব ততটুকু সাহায্য করবো।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 04, 2023, 01:02:33 AM
#helppost
গতকাল আমি আমার একাউন্ট থেকে ১৭$ withdraw দেই কিন্তু তখন থেকে প্রোসেসিং দেখাচ্ছে কিন্তু withdraw হচ্ছে না। অনেক চেষ্টা করলাম trust wallet থেকে swap করার জন্য কিন্তু তাও হচ্ছে না। দয়া করে কেও একটু সাহায্য করুন🥹


https://polygonscan.com/address/0xc14b29765567f378418353988f733e65751a07e9#tokentxns
এখানে আমি জানতে চাচ্ছি আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে ডলার কোন exchang এ পাঠিয়েছেন? যদি এক্সচেঞ্জে টেকনিক্যালি কোন সমস্যা থাকে তাহলে আপনার ডলার পেন্ডিং এ থাকবে অথবা যে এক্সচেঞ্জে পাঠিয়েছেন সেই এক্সচেঞ্জের যদি pos usdt ডিপোজিট সাসপেন্ড করা থাকে তাহলে আপনার একাউন্টে ডলার পেন্ডিং দেখাবে। তবে আপনি যদি ভুল না করে থাকেন তাহলে আপনার ডলার আপনার একাউন্টেই থাকবে কোন সমস্যা হবে না। যদিও সময় লাগবে তবে আপনার পেন্ডিং ক্যানসেল হয়ে যাবে। এ নিয়ে চিন্তা করবেন না পরবর্তীতে অবশ্যই জানাবেন আপনার ডলার পেন্ডিং ক্যানসেল হয়েছে কিনা।
sr. member
Activity: 504
Merit: 369
November 04, 2023, 12:42:34 AM
9. Fuso.hp [21]
অন্যান্য মাস এর তুলনায় সেপ্টেম্বর মাসে আমি আমাদের এই বাংলা সেকশনে যথেষ্ট একটিভ ছিলাম এবং আমি নিয়মিতই বাংলা সেকশনে পোস্ট করার চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস ছিল মাস শেষে মোট পোস্ট গণনা করা হলে সেখানে আমার নাম সেরা দশের মধ্যে থাকবে। ২১ পোস্ট করে সেরা ১০ জনের মধ্যে থাকতে পেরে যথেষ্ট ভালো লাগছে। তবে যারা সর্বোচ্চ পোস্টদাতার তালিকার দিক দিয়ে এক থেকে তিন নাম্বারের মধ্যে আছেন তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসনীয় কারণ তারা এই মাসে বাংলা সেকশনে সর্বোচ্চ পোস্ট করেছে। তাদের মতো করে বাংলা সেকশনের অন্যান্য সদস্যরাও যদি এভাবে পোস্ট করতে থাকে তাহলে এক মাস শেষে দেখা যাবে আমাদের বাংলা সেকশন এর পোস্ট সংখ্যা অনেক বেশি হয়েছে অন্যান্য লোকাল সেকশনের তুলনায়।
আমাদের বাংলা সেকশনের শীর্ষ ১০ জন পোস্টদাতাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শীর্ষ ১০ জন পোস্টদাতাদের মধ্যে দেখি আমি রয়েছি এক নাম্বারে। WOW 😳। এটা দেখে খুবই ভালো লাগলো। গত মাসের তুলনায় আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি পোস্ট করা হয়েছে। আমি এর আগে একটি পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে পোস্ট হয়েছে ৩৯১ টি।
সেপ্টেম্বর ২০২৩ এর লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা
এখানে উল্লেখিত ১৮টি লোকাল বোর্ডের মোট পোষ্ট সংখ্যা হয়েছে ১৮৭৪১টি। তার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট করা হয়েছে রাশিয়ান লোকাল বোর্ডে। রাশিয়ান লোকাল বোর্ডের লোকেরা সেপ্টেম্বর মাসে ৬০০০ প্লাস পোস্ট করেছে। আমাদের বাংলাদেশের তথা বাংলা লোকাল বোর্ড সর্বোচ্চ পোস্ট কারীর দিক থেকে ১১ নাম্বারে রয়েছে। বাংলাদেশের লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা হয়েছে ৩৯১ টি।
আর অক্টোবর মাসে মোট পোস্ট হয়েছে ৫৫১টি যেটি @Crypto Library ভাই বলেছেন। এটি একটি নতুন রেকর্ড হয়তো আমাদের এই লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা এবং একটি মেম্বারের সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। সবাই যদি নিয়মিত একটিভ থাকে গঠনমূলক পোস্ট করে তাহলে পোস্ট সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

#helppost
গতকাল আমি আমার একাউন্ট থেকে ১৭$ withdraw দেই কিন্তু তখন থেকে প্রোসেসিং দেখাচ্ছে কিন্তু withdraw হচ্ছে না। অনেক চেষ্টা করলাম trust wallet থেকে swap করার জন্য কিন্তু তাও হচ্ছে না। দয়া করে কেও একটু সাহায্য করুন🥹


https://polygonscan.com/address/0xc14b29765567f378418353988f733e65751a07e9#tokentxns
আপনি হয়তো ভুল এক্সচেঞ্জ এর ডিপোজিট অ্যাড্রেস এ আপনার ডলার ডিপোজিট করতে চেয়েছিলেন। যার জন্য আপনার ডলার গুলি এখন আপনার ওয়ালেটে রয়েছে।আপনার একাউন্টে যদি সামান্য পরিমাণ Matic থাকে তাহলে আপনি আপনার ভেরিফাইড করা Binance একাউন্টে যাইয়া Wallet ক্লিক করবেন Wallet ক্লিক করার পর দেখবেন ডিপোজিট অপশন রয়েছে সেখানে আপনি বিভিন্ন টোকেন ডিপোজিট করতে পারবেন। এখন আপনার Deposit করা দরকার হলো ইউএসডিটি (USDT) লিখে সার্চ করলে সেখানে বিভিন্ন নেটওয়ার্ক দেখাবে আপনি সেখানে polygon নেটওয়ার্ক select করে ডিপোজিট এড্রেস কপি করে আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে সেই অ্যাড্রেসে ডলারগুলো সেন্ড করবেন। তারপর কিছুক্ষণ পরে আপনার ডিপোজিট সাকসেসফুল হবে এবং আপনার ভেরিফাইড করা Binance একাউন্টের জিমেইল একটি মেইল আসবে।Kucoin exchange এ পলিগণ প্লাটফর্মের USDT ডিপোজিট করা যায় না।
sr. member
Activity: 728
Merit: 371
November 04, 2023, 12:27:06 AM
9. Fuso.hp [21]
অন্যান্য মাস এর তুলনায় সেপ্টেম্বর মাসে আমি আমাদের এই বাংলা সেকশনে যথেষ্ট একটিভ ছিলাম এবং আমি নিয়মিতই বাংলা সেকশনে পোস্ট করার চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস ছিল মাস শেষে মোট পোস্ট গণনা করা হলে সেখানে আমার নাম সেরা দশের মধ্যে থাকবে। ২১ পোস্ট করে সেরা ১০ জনের মধ্যে থাকতে পেরে যথেষ্ট ভালো লাগছে। তবে যারা সর্বোচ্চ পোস্টদাতার তালিকার দিক দিয়ে এক থেকে তিন নাম্বারের মধ্যে আছেন তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসনীয় কারণ তারা এই মাসে বাংলা সেকশনে সর্বোচ্চ পোস্ট করেছে। তাদের মতো করে বাংলা সেকশনের অন্যান্য সদস্যরাও যদি এভাবে পোস্ট করতে থাকে তাহলে এক মাস শেষে দেখা যাবে আমাদের বাংলা সেকশন এর পোস্ট সংখ্যা অনেক বেশি হয়েছে অন্যান্য লোকাল সেকশনের তুলনায়।
member
Activity: 65
Merit: 14
November 03, 2023, 10:15:44 PM
full member
Activity: 560
Merit: 164
November 03, 2023, 09:47:19 PM
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
2. synchronym [41]

অক্টোবর মাসে ১০ পোস্ট দাতার মধ্যে একজন হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি চেষ্টা করব আগামীতেও সেরা ১০ জনের মধ্যে যেন থাকতে পারি। বাংলায় লোকাল বোর্ডে বেশি বেশি একটিভ থাকার চেষ্টা করব ভালো মানের পোস্ট দেওয়ার চেষ্টা করব। বাংলা লোকাল বোর্ডে অনেক সিনিয়র ভাইয়েরা আছে যারা অনেক ভালো মানের পোস্ট করে হয়তোবা তারা এখন খুব একটা একটিভ থাকেন না। অবশ্যই সেই সিনিয়র ভাইদেরকে বলবো আপনারা বাংলায় বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন কারণ আপনাদের ভালো পোষ্টের মাধ্যমে আমরা যারা নতুন ইউজার তারা অনেক কিছু শিখতে পারি। তাই আপনাদের ভালো মানের পোস্ট থেকে আমাদের বঞ্চিত করবেন না। আপনারা বেশি বেশি বাংলায় লোকাল বোর্ডে একটিভ থাকবেন আর নতুন ইউজার দেরকে ভালো মানের পোস্ট পড়ার সুযোগ করে দিবেন। আমাদের মত নতুন ইউজারদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আগামীতে আরো ভালো মানের পোস্ট করতে পারি।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 03, 2023, 09:45:04 PM
#helppost
গতকাল আমি আমার একাউন্ট থেকে ১৭$ withdraw দেই কিন্তু তখন থেকে প্রোসেসিং দেখাচ্ছে কিন্তু withdraw হচ্ছে না। অনেক চেষ্টা করলাম trust wallet থেকে swap করার জন্য কিন্তু তাও হচ্ছে না। দয়া করে কেও একটু সাহায্য করুন🥹

যেহেতু আপনি টাস্ট ওয়ালেট থেকে উইথড্র দিয়েছেন হতে পারে আপনার এটি কোন কিছু ভুল হয়েছে যার জন্য এত সময় নিতেছে। আপনি যদি পলিগন নেটওয়ার্ক থেকে আপনার ডলারগুলো উইথড্র করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এক্সচেঞ্জে পলিগন এড্রেস দিতে হবে। আপনি যদি ট্রন এড্রেস ব্যবহার করেন তাহলে আপনার ডলারগুলো সেখানে উইদ্র হবে না। আপনার ডলারগুলোর যে এক্সচেঞ্জে উইথড্র করেছেন সেই এক্সচেঞ্জ এর অনলাইন সাপোর্ট এর সাথে কথা বলুন, কথা বলে আপনার এই কনফার্মেশন সাকসেস করে নিতে পারেন যদি সঠিক অ্যাড্রেস ব্যবহার করেন। আর যদি আপনার এটি কিছু একটা ভুল হয়ে যায় তাহলে হয়তো আপনার এই ডলারগুলো হারাতে হবে, যাইহোক আপনি আগে সাপোর্টের সাথে কথা বলে দেখুন যে এক্সচেঞ্জে আপনি ডলারগুলো নিতে যাচ্ছেন। তাছাড়া পলিগণ নেটওয়ার্ক থেকে কোন কিছু উইথড্রো করলে এত সময় নেয় না বরং অল্প সময়ের মধ্যেই সেটি সাকসেস হয়। তাছাড়া আপনার ট্রানজেকশনও দেখাচ্ছে না যদি আপনি এখানে ট্রানজেকশন শেয়ার করতে পারেন তাহলে হয়তো কেউ না কেউ আপনাকে সাহায্য করতে পারবে, তাই আপনার ট্রানজেকশনটি আগে শেয়ার করুন।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 03, 2023, 09:12:51 PM

আমি যদি বাংলাদেশ থ্রেড এ একবারেই পোষ্ট না করি, আমার কি খুব ক্ষতি হয়ে যাবে? আর যারা এবিউজ করে যাচ্ছে, তাদের যদি এক্সপোজ করে দেই, আমার কি খুব ক্ষতি হবে? আপনারা মনে রাইখেন, আপনারা Little Mouse নামে একজন কে পেয়েছিলেন। যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারতেন। আবার উনি আপনাদের কে আগলেও রেখেছেন। এটাও মনে রাইখেন।

ভাই আপনি যদি বাংলা থ্রেডে পোস্ট না করেন তাহলে আপনার কোন ক্ষতি হবে না, বরং আমাদের বাংলা লোকাল বোর্ডে যে সমস্ত ইউজার রয়েছে নতুন তাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। কেননা আপনাদের মত পুরাতন ইউজার এবং জ্ঞানী ইউজারদের অবশ্যই প্রয়োজন আছে এই ফোরামে আপনারা যদি এখানে শিক্ষামূলক গঠন পোস্ট না করেন তাহলে আমরা কেহই জানতে পারবো না। আপনি পর্যাপ্ত পরিমাণ করেছেন আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য এবং আপনার কাছ থেকে আরও আশা করি ভবিষ্যতের জন্য আপনি আরো কিছু শিখাতে সাহায্য করেন আমাদের। আর Little Mouse‌‌ ভাই যদি আমাদের লোকাল বোর্ডে না থাকতো তাহলে হয়তো এতদিন আমাদের এই লোকাল বোর্ড এতদূর নিয়ে আসা সম্ভব হতো না। ২০২৩ সালের শুরুতে খুব একটা লোক এই লোকাল বোর্ডে ছিল না কিন্তু আপনাদের মত অভিজ্ঞ ব্যক্তিরা ধীরে ধীরে সবাইকে আহ্বান জানিয়েছেন এবং অনেক বাংলাদেশী ভাইয়েরা এখানে এসেছে। তাই আপনাদের মত পুরাতন ইউজারদের সব সময় প্রয়োজন এই বাংলা লোকালে, আপনাদের মত পুরাতন ইউজারদের পেয়ে আমরা অবশ্যই খুশি, আপনারা যদি বাংলা লোকাল বোর্ডগুলোতে ভালো ইনফরমেশন না দিতেন তাহলে হয়তো আমরা এ পর্যন্ত আসতে পারতাম না। যাইহোক আপনাদের পর্যাপ্ত পরিমাণ খ্যাতি রয়েছে এই বাংলা লোকাল বোর্ডে এবং ভবিষ্যতে আরো আপনাদের কাছ থেকে আমরা আশা করব ধন্যবাদ ভাইয়েরা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
November 03, 2023, 08:13:28 PM

ভাই গ্রাম্য ভাষায় একটা কথা আছে "ইঁদুরের ডরে বউ নেংটা রাখা যাবে না"
এখানে প্রতিনিয়ত নতুন নতুন সদস্য যোগ হচ্ছে কিন্তু কয়টা @Little Mouse, @Learn Bitcoin (ভাই আপনার নামটা একটি ছোট করে @LB ব্যবহার করলাম) উৎপন্ন হচ্ছে বলুন। কেউ কেউ শুধুমাত্র পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য পোস্ট করে থাকে কিন্তু তাদের পোস্ট পড়ে আমরা কি শিখতে পারি বলেন?
আমাদের নতুন সদস্য অবশ্যই দরকার কিন্তু আমাদের পুরাতন সদস্যদের সব সময় দরকার কেননা তাদের ইন্সট্রাকশন ও মূল্যবান ইনফরমেশন আমাদেরকে নতুন কিছু শেখাতে সহায়তা করে।
Alt একাউন্টের বিষয়টা এখানে নতুন নয় কেননা গ্লোবালের যে সকল সদস্যরা আমাদের বাংলাদেশকে হেয় চোখে দেখে তারা মূলত Bounty Abusedএর কারণেই দেখে থাকেন। বিশেষ করে আপনারা যদি নিচের থ্রেডটি লক্ষ্য করেন তাহলে বিষয়গুলো সুইস্পষ্টভাবে বুঝতে পারবেন। এগুলো ভাই অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি আপনি যতই স্ট্রাগল করি না কেন এই সমস্ত কর্মকাণ্ড থামিয়ে রাখতে পারব না ভাই।

তাই @LB ভাই আপনি অভিমান না করে আগের মত আমাদের গাইডলাইন দিবেন ভাই। মনে রাখবেন ভাই যুগে যুগে শতশত মানুষ জন্মায় কিন্তু মহামানব কোটিতেও মেলে না। তেমনি শতশত ইউজার এখানে থাকলেও @Little Mouse, @Learn Bitcoin কিন্তু একবারই জন্মে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 03, 2023, 07:34:16 PM
সেম সিচুয়েশন। আসতে ইচ্ছা হয়না। এসব এবিউজের মধ্যে আমি জড়াতে চাইনা বা কোনো ভাবে দাগ লাগুগ তা চাইনা, তাই ইনভল্বমেন্ট কমায় দিসি। পুরানো মেম্বার (যেমন আপনি) যাদের সাথে আগে থেকে কথা হতো, শুধু তাদের রিপ্লাই করার চেষ্টা করি। নয়তো একদিন দেখবো কোনো এক গ্লোবাল মেম্বার ট্যাগ মেরে বসে আছে। অলরেডি অনেকরেই ট্যাগ/লিস্ট করছে স্প্যামার হিসেবে তারা।

আপনি শেষে যে কথা বলছেন ঐটা বলে লাভ নাই। এপর্যন্ত অনেকবার বলা হইছে। প্রতিবারই এসব এবিউজ নিয়ে সর্তক করা হয়, আর প্রতিবারই এসব সর্তকের পরে নতুন পন্থায় এবিউজ চালু হয়, আর প্রতিবারই বাংলা বোর্ডের নাম পানির নিচে ডোবে। নন স্টপ সাইকেল।

ধরে নেন আমি বাংলাদেশ থ্রেড এ পর পর ৪ মাস এক টানা টপ পোষ্টার ছিলাম। এমন নয় যে আমি এখান থেকে কিছু পাই নি বা দেইনি। আমার ম্যাক্সিমাম পোষ্ট আমার লোকাল থ্রেড এর এবং এখানেই আমি সবচাইতে বেশি মেরিট শেয়ার করেছি। কেনো একটা মেম্বারের মেরিট হিষ্টোরি দেখলেই বুঝতে পারবেন যে ওনারা আসলে কি করছেন। ওনাদের মেরিট হিষ্টোরি তে কোনো প্রমিনেন্ট মেম্বার নেই। ঘুরে ফিরে এক বা একাধিক অল্ট একাউন্ট এর মেরিট দিয়ে নিজের একাউন্ট গ্রো করছে।

আমি যদি বাংলাদেশ থ্রেড এ একবারেই পোষ্ট না করি, আমার কি খুব ক্ষতি হয়ে যাবে? আর যারা এবিউজ করে যাচ্ছে, তাদের যদি এক্সপোজ করে দেই, আমার কি খুব ক্ষতি হবে? আপনারা মনে রাইখেন, আপনারা Little Mouse নামে একজন কে পেয়েছিলেন। যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারতেন। আবার উনি আপনাদের কে আগলেও রেখেছেন। এটাও মনে রাইখেন।

ভাই, ভাবি এবং মেয়ের কি অবস্থা এখন?

আলহামদুলিল্লাহ ভাই। ওনারা সুস্থ হচ্ছে আস্তে আস্তে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
November 03, 2023, 04:14:00 PM
প্রথম দশজন পোস্টদাতা
1. cryptoWODL [52]
2. synchronym [41]
3. HelliumZ [37]
4. DYING_S0UL [33]
5. Learn Bitcoin [30]
6. Z_MBFM [28]
7. Bd officer [21]
8. Bitcoin_people [21]
9. Fuso.hp [21]
10. BD Technical [19]
প্রথমে আমি অক্টোবর মাসের উঠে আসা ১০ জন সদস্যদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের সফলতাও পেয়েছেন। আশা করি নভেম্বর মাসে আপনারা এই ১০ জনের তালিকার মধ্যে থাকবেন সেই সাথে আমিও আশা করি আপনাদের তালিকার মধ্যে থাকবো। বাংলা লোকাল বোর্ডের প্রত্যেকটা সদস্যের মধ্যে যদি প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয় তাহলে আমাদের এই লোকাল বোর্ড অনেক এগিয়ে যাবে এবং ভালো পজিশন তৈরি করবে। আমি আশা করি আমাদের এই লোকাল বোর্ডের প্রত্যেকটা ব্যক্তি তাদের মনের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবে ১০ জন ব্যক্তির লিস্টে থাকার জন্য। এগিয়ে যাক আমাদের এই বাংলা লোকাল বোর্ড। সেই সাথে আমি আবারো আমাদের বাংলা লোকাল বোর্ডের প্রত্যেকটা সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ।
member
Activity: 64
Merit: 26
November 03, 2023, 11:19:54 AM
jr. member
Activity: 150
Merit: 3
SSF Games - Redefining Blockchain Gaming
November 03, 2023, 09:56:09 AM
Bitcoin Amsterdam Levels Fight League খেলায় বাংলাদেশী বংশভৃত শাহ কামালি ফিলিস্তিনের পতাকা নিয়ে নেদারল্যান্ডে মিক্সড মার্শাল আর্ট এমএমএ ফাইটারে নেমে আলোচনায় উঠে পড়েছে বাংলাদেশী বংশগত এই খেলোয়াড়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহপাড়ায় জন্ম শাহ কামালির। মাত্র এক মিনিট সময়ের মধ্যে প্রতিপক্ষ খেলোয়ার কে তিনি পরাজিত করে ফেলেন। শুধু ফাইটের জন্যই তিনি আলোচনায় উঠে আসেননি তিনি বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা নিয়ে ফাইট করতে এসেছেন।
যার মাধ্যমে প্রকাশ পায় বাংলাদেশীরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে। শাহ কামালির এমন কর্মকাণ্ডকে বিশ্বের শান্তিরক্ষায় এবং এই নির্মম নির্যাতন ও যুদ্ধ বন্ধের একটি মাইল ফলক প্রকাশ করে।
আল্লাহ এই দুনিয়াতে তুমি তোমার রহমতের দ্বারা শান্তি বর্ষিত কর এবং এই নির্মম নির্যাতন ও যুদ্ধ কে বন্ধ করার ব্যবস্থা করে দাও । ……আমিন
সোর্স লিংক :




# https://youtu.be/u1RMZyyNMYA?si=6_mQx3EgRowLmIhG
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
November 03, 2023, 09:11:10 AM
Quote
8. Bitcoin_people [21]

অক্টোবর মাসের টপ ১০ জন পোস্টে তার মধ্যে আমি রয়েছে এটা দেখে অনেকটা ভালো লাগলো, আমি এই মাসে খুব একটা বেশি পোস্ট দেই নি তবুও যে ১০ জনের মধ্যে একজন হতে পেরেছি এটাই অনেক। বর্তমানে আমাদের বাংলা লোকাল বোর্ডে অনেক নতুন ইউজারের আগমন হয়েছে এটা দেখে আরো ভালো লাগতেছে ইউজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বাংলা লোকাল বোর্ড ও আলোকিত হচ্ছে বলে মনে হয়। যাইহোক ধীরে ধীরে নতুন ইউজার বাংলা লোকাল বলে আসুক এবং আমাদের বাংলা বোর্ড কে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাক এটাই আশা করি এবং সকলের সুস্থ কামনা করি।
তবে একটা বিষয় লক্ষ্য করলাম সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে পোষ্টের পরিমাণ এবং মেরিট সেন্ট এর বিষয়টি অনেক কম হয়েছে। তবে গত মাসে আমরা অনেকগুলো পোস্ট করেছিলাম মোট 551 টি, যেখানে আমি ভেবেছিলাম হয়তো এই মাসে আরও বেশি পোস্ট হবে লোকাল বোর্ডে। কিন্তু অক্টোবর মাসে পোস্ট এর সংখ্যা অনেকটা কমে গিয়েছে 391 পোস্ট হয়েছে মাত্র, তবে আমরা আশা করতে পারি সামনের মাসে অবশ্যই পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে।
যদি আমরা টানা কয়েক মাস পোস্ট এর সংখ্যা বৃদ্ধি করতে পারি তাহলে হয়তো আমাদের লোকাল ভোট ভালো একটি অবস্থানে স্থান দখল করতে পারবে, আমাদের পাশের বোর্ড পাকিস্তানে অনেক পোস্ট হয়ে থাকে প্রতি মাসে সেই অনুসারে আমরা অবশ্যই পোস্ট করার চেষ্টা করব। যদি আমরা প্রতিনিয়ত ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে পারি তাহলে অবশ্যই অন্য সকল বোর্ডের যে এগিয়ে যেতে পারবো।
ধন্যবাদ সবাইকে অবশ্যই বাংলা লোকাল করে সময় দিবেন এবং সকলকে সাহায্য সহযোগিতা করবে।
sr. member
Activity: 728
Merit: 371
November 03, 2023, 08:55:44 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।


বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সিস্টেম অনেকটাই উন্নতি করতে সক্ষম হয়েছে, কিছু মোবাইল অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট একটি ব্যাংক একাউন্ট থেকে বাংলাদেশের যেকোনো ব্যাংক একাউন্টে সহজে টাকা ট্রান্সফার করা যাচ্ছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১ অ্যাপ  থেকে অন্য অ্যাপে টাকা লেনদেন করতেও খুব একটা পরিমাণ চার্জ প্রযোজ্য হয় না। ব্যাংকিং সিস্টেমগুলো প্রতিযোগিতার মাধ্যমে মার্কেটে টিকে রয়েছে। ইসলামী ব্যাংকের আলাদা মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে ডাচ বাংলা ব্যাংকের আলাদা মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম আলাদা হলেও এর কাজ কিন্তু একই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 03, 2023, 06:44:47 AM
5. Learn Bitcoin [30]
ফাইনালি আমাকে অনেকে মিলেই বিট করেছেন। সবাইকে ধন্যবাদ একটিভ থাকার জন্য। পর পর একটানা ৪ মাস ১ নাম্বারে থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম। তাই আপনাদের সবাইকে একটা চান্স দিলাম আমাকে বিট করার জন্য। মজা করলাম  Grin Grin

যাই হোক। বাংলাদেশ থ্রেডের কিছু নেগেটিভ একটিভিটি আমাকে এখানে একটিভ হওয়ার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। চোখের সামনে এবিউজ হচ্ছে, আমরা সবাই এটা দেখছি। কিন্তু নিজেদের রেপুটেশন খারাপ হবে বলে কিছু বলছি না। মাঝে মাঝে মনে হয় নাম গুলো উল্লেখ করে বলি, তবুও যদি একটু লজ্জা শরম হয় মানুষের। আমার মনে হয় একই কারনে বাংলাদেশ থ্রেড এর আরো মেম্বার রা থ্রেড এ একটিভ হতে চায় না। এমন হতে থাকলে আপনারাই থাকবেন এখানে। আমিও আর আসবো না।
হা হা। বরাবর আমি আর আপনি আবারো আগে পিছে Grin। এবার মনে হয় সব্বোচ্চ পোস্ট কাউন্ট দেখলাম একজন সিংগেল ইউজারের দ্বারা। এর আগে কি কখনো হাফ সেন্চুরি হইছে? আমার মনে হয়না। যাই হোক ভালোই লাগলোWink

সেম সিচুয়েশন। আসতে ইচ্ছা হয়না। এসব এবিউজের মধ্যে আমি জড়াতে চাইনা বা কোনো ভাবে দাগ লাগুগ তা চাইনা, তাই ইনভল্বমেন্ট কমায় দিসি। পুরানো মেম্বার (যেমন আপনি) যাদের সাথে আগে থেকে কথা হতো, শুধু তাদের রিপ্লাই করার চেষ্টা করি। নয়তো একদিন দেখবো কোনো এক গ্লোবাল মেম্বার ট্যাগ মেরে বসে আছে। অলরেডি অনেকরেই ট্যাগ/লিস্ট করছে স্প্যামার হিসেবে তারা।

আপনি শেষে যে কথা বলছেন ঐটা বলে লাভ নাই। এপর্যন্ত অনেকবার বলা হইছে। প্রতিবারই এসব এবিউজ নিয়ে সর্তক করা হয়, আর প্রতিবারই এসব সর্তকের পরে নতুন পন্থায় এবিউজ চালু হয়, আর প্রতিবারই বাংলা বোর্ডের নাম পানির নিচে ডোবে। নন স্টপ সাইকেল।



ভাই, ভাবি এবং মেয়ের কি অবস্থা এখন?
sr. member
Activity: 546
Merit: 268
November 03, 2023, 05:54:49 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।


আপনি কি এই card আপনার নিজের টা এখানে শেয়ার করেছেন না অন্য কোন ডিমো কার্ড এখানে শেয়ার করেছেন?
নিজের কোন ব্যক্তিগত তথ্য এখানে শেয়ার করবেন না। এখানে কিছু ব্যাক্তিগত তথ্য আপনার অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে।এই TakaPay Card এর কিছু ডিজিট আপনার ব্যক্তিগত তথ্য বের করার জন্য যথেষ্ট।তাই আপাতত কোন তথ্য শেয়ার করার আগে অবশ্যই আপনার সিকিউরিটির বিষয়টি ভেবে দেখবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 03, 2023, 04:41:52 AM
5. Learn Bitcoin [30]

ফাইনালি আমাকে অনেকে মিলেই বিট করেছেন। সবাইকে ধন্যবাদ একটিভ থাকার জন্য। পর পর একটানা ৪ মাস ১ নাম্বারে থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম। তাই আপনাদের সবাইকে একটা চান্স দিলাম আমাকে বিট করার জন্য। মজা করলাম  Grin Grin

যাই হোক। বাংলাদেশ থ্রেডের কিছু নেগেটিভ একটিভিটি আমাকে এখানে একটিভ হওয়ার থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে। চোখের সামনে এবিউজ হচ্ছে, আমরা সবাই এটা দেখছি। কিন্তু নিজেদের রেপুটেশন খারাপ হবে বলে কিছু বলছি না। মাঝে মাঝে মনে হয় নাম গুলো উল্লেখ করে বলি, তবুও যদি একটু লজ্জা শরম হয় মানুষের। আমার মনে হয় একই কারনে বাংলাদেশ থ্রেড এর আরো মেম্বার রা থ্রেড এ একটিভ হতে চায় না। এমন হতে থাকলে আপনারাই থাকবেন এখানে। আমিও আর আসবো না।
sr. member
Activity: 504
Merit: 369
November 03, 2023, 04:23:08 AM
আমরা অনেকেই আমাদের টাকাগুলো বিভিন্ন কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে উত্তোলন করি। সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড।
বাংলাদেশের সরকার সম্প্রীতি একটি নতুন কার্ডের উল্লেখ করেছেন এবং সেই কার্ড ইতিমধ্যে তিনটি ব্যাংক সাপোর্ট করেছে। সেই কার্ডের নাম হচ্ছে,"TakaPay"কার্ড। এই কার্ডের মাধ্যমে যে ব্যাংকগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে সেগুলো হচ্ছে Brac Bank, City Bank এবং Sonali Bank। TakaPay মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত "ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ" যা ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় সেভা প্রদান করবে।

Jump to: