নিউজ শেয়ার করা অপরাধে কিছু না, বাট ইদানিং এমন হারে নিউজ শেয়ার হচ্ছে যা কোনো রকম কাজে আসতেছেনা। অনেকে আছে শুধুমাত্র নিউজই শেয়ার করে যাচ্ছে আর শেষে একটা সোর্স মেরে দিচ্ছে, বাট যখন একটা বিষয় শেয়ার করবেন তখন সেখানে নিজেদের মতামত যুক্ত করার চেষ্টা করবেন। একটা জিনিস খেয়াল করুন, আপনারা যখন একটা নিউজ শেয়ার দিচ্ছেন তখন কি অন্যরা সেটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছে? না!!!! আমার চোঁখে এমন কিছু পড়ে নি। একটা নিউজ যখন শেয়ার করবেন তখন সে বিষয়ে কন্সট্রাকটিভ আলোচনা সমালোচনা হাওয়া উচিত।
ইদানিং বাংলা থ্রেড আমার কাছে কি মনে হইতেছে জানেন? এটা হলো একটা নিউজ রিপোর্টারদের গ্রুপ যেখানে সারাদিন নিউজই শেয়ার হয়, দর্শক বলতে কেউ নাই।এমন কিছু শেয়ার করেন যেটা অন্যদের মাঝে আগ্রহ জন্মাবে। যেমন আজকে আমি বাজারে গিয়েছিলাম যেখানে জিনিসের দাম দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তাই সেই বিষয় বর্ননা করে একটা পোস্ট করেছিলাম, যেখানে অনেকেই তাদের মত প্রকাশ করেছে, বর্তমান বাজার অবস্থা নিয়ে। বিষয়টা এমন হওয়া উচিত।
সিনিয়ররা আগেও অনেকবার এ বিষয়ে সর্তক করেছিল সবাইকে। নিউজ শেয়ারের এই বিষয়টা শুধু লোকালে নয়, রেপুটেড গ্লোবাল মেম্বারদের চোঁখের পড়ছে। তারা ভাবে বাংলা বোর্ডে বেশিরভাগই অল্ট একাউন্ট। মোটকথা তারা আমাদের ভালো চোঁখে দেখে না। তাই এসব কাজকাম বন্ধ করুন। যদি মনে করেন, নিউজ শেয়ার দিয়ে হাজার হাজার মেরিট কামাবেন, তাহলে আপনার জন্য সমবেদনা।
দয়া করে থ্রেড টারে আর স্প্যাম কইরেন না। আমি সবার কমেন্ট কোট করে দিলাম, পড়ে নিয়েন।নোট: এতো যে কথা বল্লাম কি ফায়দা হলো? আবার একজন সোর্স ইমেজ নিউজ পোস্ট মেরে দিলো। ওয়াও
Thanks for the warning. For a long time, I thought that this local board was a small group of 5-10 people with several alt accounts.
I would be more careful before sending Merits to that board
In addition, they create low-quality themes, adding only a link and a picture. A newcomer who knows about forum image hosting from the very first days brings a smile.
To stop this chaos, I have tagged a few enterprising people who post news simply by copying and pasting, and as soon as they stop doing this, I will remove the neutral tag from them.
The forum is not against alternative accounts, but when it looks very defiant and shameless, you need to respond somehow.
OP You've raised a serious topic anyway I won't be committing to what your community members are doing but I would lie to say News posting with a special format is perfect spam.
A News Headline
A Screenshot or Thumbnail
A source
A typical comment on News
The problem is our locals follow each other too much. They copy posting styles, check where you get merits and how you get that, and even copy usernames. They want to earn some quick merits and rank up quickly. I saw a post where a new member with a very small number of activities was looking for a tool to translate posts from English to Bengali besides Google Translator.