Author

Topic: বাংলা (Bengali) - page 122. (Read 5298380 times)

sr. member
Activity: 434
Merit: 350
October 23, 2023, 10:19:01 AM
আমাদের বাংলা বোর্ডের অনেক সদস্য আছে যাদের বর্তমান ফ্যামিলি পরিচালনা হচ্ছে সিগনেচারের টাকা দিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মেম্বার সিগনেচার থেকে প্রত্যেক মাসে তুলনামূলক ভালো পরিমাণ অর্থ ইনকাম করে। ছাত্র জীবনে যারা বিটকয়েনের সাথে জড়িয়ে পড়েছে এবং যারা সিগনেচার থেকে প্রত্যেক সপ্তাহে কিছু অর্থ উপার্জন করছে তাদের পক্ষে পরবর্তীতে চাকরি করা কষ্ট হবে। অনেকেই হয়তো এখন সিগনেচার করে ভালো পরিমাণ অর্থ ইনকাম করছে যার কারণে তারা শুধুমাত্র সিগনেচারকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিতে পারে। আমার মনে হয় বিটকয়েনে সিগনেচার আমাদের পার্ট টাইম চাকরি হওয়া উচিত, আমাদের আগে একটি ফুলটাইম জব নিশ্চিত করতে হবে। আমরা যারা লেখাপড়ার সাথে যুক্ত আছি তাদের অবশ্যই লেখাপড়া চালিয়ে যাওয়া উচিত এবং যারা অন্য পেশায় জড়িত আছি তাদের অন্য কাজ ঠিকমতো চালিয়ে পাশাপাশি বিটকয়েন টক ফোরামে সময় দিতে হবে।
যারা সিগনেচার ক্যাম্পেইনের টাকা দিয়ে নিজের ফ্যামিলির খরচ চালাচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।কারণ তারাই হয়তো তাদের ফ্যামিলির এখন একমাত্র উপার্জনকারী।একটা সত্যি কথা কি, বিটকয়েন ফোরামে যুক্ত থাকার মূল উদ্দেশ্যই হচ্ছে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। তবে যারা এই সিগনেচার ক্যাম্পেইনের সাথে যুক্ত তাদের অধিকাংশই কিন্তু ছাত্র। যারা সিগনেচার করে বর্তমান সময়ে অর্থ উপার্জন করছে তারা যদি এটাকে তাদের জীবনের পেশা হিসেবে বেছে নেয় তাহলে তারা ভুল করবে।এই সিগনেচার ক্যাম্পেইন করে কিন্তু আমাদের কোন স্কিলের ডেভেলপমেন্ট বা উন্নতি হচ্ছে না। তাই আমাদের উচিত নিজেদেরকে ডেভেলপমেন্ট করা এবং অন্য কিছু শেখা যেমন ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন এইসব শেখা যাতে করে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়। আপনার কথামতো আমাদের সবার উচিত এটাকে পার্ট টাইম জব হিসেবে নেওয়া। আমরা আমাদের ক্যারিয়ার এবং ফিউচারে কি করব সেই সম্পর্কে নিজেদের লেখাপড়া বা চাকরির প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
October 23, 2023, 10:11:02 AM
sr. member
Activity: 490
Merit: 294
October 23, 2023, 09:59:28 AM
full member
Activity: 504
Merit: 212
October 23, 2023, 09:40:23 AM
আমার মনে হয় আমাদের বোর্ডের অনেক মেম্বার নতুন হবার কারণে ইমেজের resize বা ইমেজ align করা নিয়ে ভালো ধারণা নেই। সরাসরি কোনো resizing ছাড়া ইমেজ পোস্ট করার কারণে অনেক বাজে দেখায় অনেক সময় এমনকি পুরো পেজ কভার হয়ে যায় একটা ইমেজ দিয়ে। তাই এবিষয়ে সবারই ধারণা থাকা উচিত যেহেতু প্রায় সবাই কমবেশি ইমেজ শেয়ার দিচ্ছেন। আমি ফোরামে ইমেজ resizing এর বিষয়ে এই পোস্ট তা পেয়েছি এবং আমার কাছে মনে হয় এইটা থেকেই এই বিষয়ে যথেষ্ট ধারণা পাওয়া সম্ভব। আমি OP লিঙ্ক যুক্ত করে দিচ্ছি এইখানে কেউ চাইলে সরাসরি অরিজিনাল পোস্ট টা দেখতে পারেন। অরিজিনাল পোস্ট এ ছবি রিমুভ হয়ে যাবার কারণে আমি কিছুটা এডিট করেছি এবং ওরিজিনাল পোস্টে ইমেজ resize ছাড়াও অন্য বিষয়ে বলা আছে যা আমি টপিক ঠিক রাখার জন্য অন্য বিষয় গুলো রিমুভ করে দিয়ে ইমেজ এর বিষয়টা শুধু রেখেছি। কেউ যদি এর চাইতে ভালো এবং সহজ পোস্ট পেয়ে থাকেন তাহলে শেয়ার করতে পারেন।

অরিজিনাল পোস্ট লিংক : https://bitcointalksearch.org/topic/m.37748469


1) ImagesThe first option is simply add link to image, which will lead to over-sized images in some cases and might hurt readers' fingers because they have to scroll computer mouse to see contents of your topics. Doing this will show full-size of your original images, which are really annoying for readers.The second option is to adjust your image's size a bit by adding width and height (width=x, height=y; x, y are which width and height of image you want to show) like this:

Code:
[img width=100]https://www.talkimg.com[/img]
Code:
[img width=100 heigth=100]https://www.talkimg.com[/img]

Then you will get more user-friendly image like this one:and this one:Furthermore, you can adjust image size by change the number after
Code:
[img witdth=yourexpectedwidth, height=yourexpectedheight]

You can also add a simple brief description of the image "You can add as many words as you like" * Displays on mouseover.
Code:
[acronym=Brief description of the image][url=https://www.talkimg.com][img width=100 height=50]https://www.talkimg.com[/img][/url][/acronym]
Now, let's move a little bit further by adding simultaneously links to image, video (Youtube videos, for example). You will be directed to Youtube video by clicking on the image below. So, how to do this?
Code:
[url=https://www.youtube.com/watch?v=B6DZkUmSnHQ][img width=200]https://www.talkimg.com[/img][/url]
The most important thing is never do this:
Code:
[img][url=LinkToVideo]LinkToImage[/url][/img]
You should remember to do like this (always put
Code:
[url=LinkToDownload]KeyWords[/url]
outside
Code:
[img]LinkToImage[/img]
FullCodes:
Code:
[url=LinkToVideo][img]LinkToImage[/img][/url]
If you would like to align your attached images in central place of threads, please use those codes:
Code:
[center][url=LinkToWhatYouWant][img width=x]LinkToWhereYouUploadYourImage[/img][/url][/center]

You can adjust the length and width this code:
Code:
[img width=100 height=50]https://www.talkimg.com[/img]
add a simple brief description of the image "You can add as many words as you like" * Displays on mouseover.
Code:
[acronym=Brief description of the image][url=https://www.talkimg.com][img width=100 height=50]https://www.talkimg.com[/img][/url][/acronym]
sr. member
Activity: 784
Merit: 372
October 23, 2023, 07:29:08 AM
full member
Activity: 532
Merit: 163
October 23, 2023, 07:05:41 AM
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
আপনি ভাগ্যবান কারণ মেম্বার রেঙ্কে আপনি সিগনেচার করার সুযোগ পেয়েছেন। খুবই কম পরিমাণ সদস্য মেম্বার রাঙ্ক থেকে সিগনেচার করার সুযোগ পায়। বেশিরভাগ ম্যানেজার এর সিগনেচার ক্যাম্পেইনগুলোর জন্য সর্বনিম্ন যোগ্যতা ফুল মেম্বার রাখে তাই মেম্বাররা সাধারণত বেশিরভাগ সিগনেচারগুলোতেই কাজ করার সুযোগ পায় না।

@CryptopreneurBrainboss কে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত মেম্বারদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য। তার ক্যাম্পেইনে আমাদের বাংলা বোর্ড থেকে বেশ কিছু মেম্বার কাজ করার সুযোগ পেয়েছে।
প্রথম পেমেন্ট এর পরিমাণ যতই কম হোক না কেন সেই আনন্দ থাকে অনেক বেশি। প্রথম পেমেন্টে আপনি পাঁচ ডলার সমপরিমাণ বিটিসি রিসিভ করেছেন এই পেমেন্টের কথা আপনার দীর্ঘদিন মনে থাকবে এবং পরবর্তীতে আপনি অনলাইন থেকে যতই পেমেন্ট পান না কেন প্রথম পেমেন্টের মত খুশি আপনার আর কখনোই লাগবে না।
আপনাকে সহ বাংলা বোর্ডের ওইসব ভাইদের অভিনন্দন জানাচ্ছি যারা মেম্বার অথবা ফুল মেম্বার হিসেবে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়ে প্রথম পেমেন্ট রিসিভ করেছে।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ছোট ইউজারদের নিয়ে আপনি এত সুন্দর একটা পোস্ট করেছেন সত্যি আমার অনেক ভালো লেগেছে। কারণ এই ছোট ইউজার থাকা অবস্থায় সিগনেচারে কাজ করে প্রথম পেমেন্টটা সত্যিকার অর্থে অনেক অনেক ভালো লাগে ভবিষ্যতে লাইফে হয়তো আরও ইনকাম করবে কিন্তু আজকের যে ইনকামটা এটা সারা জীবন মনে থাকবে। @CryptopreneurBrainboss অনেক ধন্যবাদ কারণ আমাদের  মেম্বার রেঙ্কে সিগনেচারের কাজ করার  সুযোগ করে দিয়েছে এটা আমাদের জন্য খুবই আনন্দের। তাই@CryptopreneurBrainboকে মেম্বার রেঙ্কে সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
sr. member
Activity: 504
Merit: 266
October 23, 2023, 06:54:42 AM
অল্প হলেও নিজের উপার্জন , গর্বে বুকটা ভরে গেছে



জানিনা অনেকে এখানে উপার্জন করে তাদের অনুভূতিটা কেমনে শেয়ার করে থাকে। দেখলাম দুই একজন তাদের অনুভূতির কথা খুব সুন্দর ভাবে এখানে উপস্থাপন করেছে।

আমিও চেষ্টা করছি আমার বিটকয়েন ফোরামে জীবনের প্রথম উপার্জন নিয়ে। অল্প হলেও আত্মতুষ্টি আছে। বিটকয়েন ফ্রম থেকে আজকে আমি ২০ ডলারের একটু উপরে উপার্জন করেছি একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে। খুব ভালো লাগছে সেই উপার্জনের টাকা দেখে। দু চারজন বন্ধুদেরকে বলেছি এখান থেকে আমি জীবনের পয়লা ২০ ডলার পেলাম। যদিও বন্ধুরা মাঝেমধ্যে জোর করে ট্রিট দিতে বাধ্য করে কিন্তু আজ বন্ধুরা ট্রিট না নিয়ে সরাসরি আমাদের বাড়িতেই পোড়া মুরগির মাংস খাওয়ার আবদার করেছে।
তবে আমি আপাতত তাদের এই আবদার নাকচ করে দিয়ে এই দুই হাজার টাকা দিয়ে বাবা তো দেশের বাইরে থাকে তার জন্য না হয় মায়ের জন্য একটি ১২০০ টাকা দিয়ে শাড়ি কিনবে ভাবছি। এবং বাকি ৮০০-৯০০ টাকা দিয়ে এলাকায় ছোট বাচ্চাদের একটি ফুটবল কিনে দেওয়ার প্লান করছি।

যাহোক সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো আপনার সাহায্য ও অনুপ্রেরণায় আজ আমার বিটকয়েনের উপার্জন সম্ভব হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

HelliumZ
full member
Activity: 490
Merit: 119
October 23, 2023, 06:35:42 AM
পাবলিক নতুন নতুন একাউন্ট খুলে হুদাই আজাইরা স্প্যাম করে করে একাউন্ট এর র‌্যাংক বাড়াতো। তারপর আসলো মেরিট সিস্টেম। মেরিট সিষ্টেম আসার পর স্প্যামারদের মাথায় হাত। কোয়ালিটি পোষ্ট না করে আর কেউ র‌্যাংক আপ করতে পারবে না।

প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?
hero member
Activity: 770
Merit: 482
October 23, 2023, 06:27:34 AM
হাল ফিন্নি এবং সাতোশি নাকামোতো-র মধ্যে যে ১০ বিটিসি লেনদেনটা হয়েছিল। মূলত সাতোশি হালফিন্নকে ১০ বিটিসি দিয়েছিল, কেন দিয়েছিল? সাতোশি নাকামোতো বেশ কিছু ব্যক্তিকে বিটকয়েন পাঠিয়েছিল, তাদের মধ্যে হাল ফিন্নির নাম কেন উঠে আসলো? অন্য সবার নাম কেন উঠে আসলো না? এই বিষয়টা নিয়ে আমার কনফিউশন দূর হচ্ছে না।
যেহেতু হাল ফিনি বিটকয়েনের একজন কোডার বা ডেভেলপার ছিলো, সে কমিউনিটিতে পরিচিত মুখ। অন্য যাদের কাছে বিটকয়েন পাঠিয়েছিলো, তারা হয়তো অতোটা পরিচিত নয় যে তাদের নাম সবার মনে থাকবে। এখন আপনি যদি বলেন কেনো পাঠিয়েছিলো, সেটার উত্তর তো আমরা কেউ জানি না। হতে পারে টেষ্ট করার জন্য। তখন ১০ বিটকয়েন তো ১০ টাকাও ছিলো না। প্রতি ১০ মিনিটের ব্লক থেকেই তখন ৫০ বিটকয়েন জেনারেট হতো।

আর একটা বিষয় মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। আমি শুনেছিলাম, বিটকয়েনটক ফোরামে মেরিটের ব্যবস্থা পূর্বে ছিল না, কিন্তু পরবর্তীতে মেরিটের ব্যবস্থাটা কেন করা হয়েছিল? এর উদ্ভাবক কে ছিল? এবং প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?

ফোরামে একসময় স্প্যাম পোষ্ট এর কোনো অভাব ছিলো না। যে কেউ পোষ্ট করে করে একটিভিটি বাড়িয়ে রেংক আপ করতে পারতো। কেউ ২৫০ পোষ্ট করলে তার একটিভিটি ২৫০ হলেই সে সিনিয়র মেম্বার হয়ে যেতো। যার কারনে পাবলিক নতুন নতুন একাউন্ট খুলে হুদাই আজাইরা স্প্যাম করে করে একাউন্ট এর র‌্যাংক বাড়াতো। তারপর আসলো মেরিট সিস্টেম। মেরিট সিষ্টেম আসার পর স্প্যামারদের মাথায় হাত। কোয়ালিটি পোষ্ট না করে আর কেউ র‌্যাংক আপ করতে পারবে না।
sr. member
Activity: 434
Merit: 350
October 23, 2023, 03:47:47 AM
সাতোশি নাকামোতো বেশ কিছু ব্যক্তিকে বিটকয়েন পাঠিয়েছিল, তাদের মধ্যে হাল ফিন্নির নাম কেন উঠে আসলো?
ক্যালিফোর্নিয়া নিবাসী হাল ফিনি এবং সাতোশি নাকামতোর মধ্যে যে বিটকয়েন লেনদেন হয়েছিল ছিল সম্ভবত ওইটাই ছিল সর্বপ্রথম বিটকয়েন লেনদেন তার জন্য হয়তো হাল ফিনির নাম সবার আগে উঠে এসেছে।
full member
Activity: 504
Merit: 212
October 23, 2023, 03:38:11 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 23, 2023, 03:35:01 AM
আমাদের জেনারেশন কি সৃজনশীলতা ভুলে গেছে। জীবনটাই কপি পেস্ট হয়ে গেছে মনে হচ্ছে।  Embarrassed
আসলে এদের মাঝেও প্রতিভা লুকিয়ে থাকতে পারে। হতে পারে এদেরই কেউ একজন লিজেন্ডারি মেম্বার হবে ফোরামে। আমি ফোরামে বেশ কিছু নাম দেখেছি যেগুলো মূলত দেখতে প্রায় একই রকম, যেমন লিটল মাউস এর পাশাপাশি আছে বিটিসি মাউস, লজিটেক মাউস, আরো কোনো ইন্দুর আছে নাকি আমার জানা নাই। স্টার নিয়ে একটা গ্রুপ আছে, যেমন ডার্ক স্টার, ব্ল্যাক স্টার, আবার ব্ল্যাক বস ইত্যাদি ইত্যদি। কিন্তু আমি যাদের নাম বললাম, তারা সবাই ফোরামে এসটাবলিস্ট হয়ে গেছে। একসময় তারাও জুনিয়র ছিলো। সমস্যা হলো যখন মানুষ নামের সিমিলারিটি দেখে মনে করে এটা আমার অল্ট একাউন্ট কি না। কিন্তু একই কমিউনিটি থেকে যখন এরকম নামের ইউজার আসবে, তখন সন্দেহ করা স্বাভাবিক।
full member
Activity: 490
Merit: 119
October 23, 2023, 03:04:57 AM
হাল ফিন্নি এবং সাতোশি নাকামোতো-র মধ্যে যে ১০ বিটিসি লেনদেনটা হয়েছিল। মূলত সাতোশি হালফিন্নকে ১০ বিটিসি দিয়েছিল, কেন দিয়েছিল? সাতোশি নাকামোতো বেশ কিছু ব্যক্তিকে বিটকয়েন পাঠিয়েছিল, তাদের মধ্যে হাল ফিন্নির নাম কেন উঠে আসলো? অন্য সবার নাম কেন উঠে আসলো না? এই বিষয়টা নিয়ে আমার কনফিউশন দূর হচ্ছে না।

আর একটা বিষয় মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। আমি শুনেছিলাম, বিটকয়েনটক ফোরামে মেরিটের ব্যবস্থা পূর্বে ছিল না, কিন্তু পরবর্তীতে মেরিটের ব্যবস্থাটা কেন করা হয়েছিল? এর উদ্ভাবক কে ছিল? এবং প্রথম মেরিট লেনদেনটা কাদের মধ্যে হয়েছিল?

যদি সিনিয়র @LittleMouse, @LDL ভাই জেনে থাকেন আমাকে একটু জানালে উপকৃত হইতাম।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 23, 2023, 02:26:16 AM
এই বিটকয়েনটক থেকে অনেকেই অনেক ভাবে উপার্জন করেছেন এবং বর্তমানে উপার্জন করতেছেন, আমি নিজেও এই বিটকয়েনটক ফরাম থেকে উপার্জন করতেছি।

অনেকেই আছেন যাদের শুধু মাত্র সংসার চালানোর জন্য একমাত্র আয়ের উৎস হচ্ছে এই বিটকয়েনটক সিংনেচার এবং বাউন্টি আবার কেউ এয়ারড্রপ যাইহোক বাউন্টি ও এয়ারড্রপ বর্তমানে ভালো না। একমাত্র সিংনেচার ক্যাম্পাইনে শুধু মাত্র ভালো তবে এর মাঝে যারা ভালো কোন ক্যম্পেইনে যুক্ত হয়েছেন। জানিনা এমন কখনো হবে কী না? আমিও চাই না এরকম কখনো হোক। যদি কখনো এই ফরাম থেকে সিগনেচার বন্ধ হয়ে যায়। তখন কি হবে যারা শুধু মাত্র এই সিংনেচার এর উপর ভড়সা করে পারিবারিক চাহিদা পুরন করেন? যেমন, Negotiation ভাই তিনি উল্লেখ করেছিলেন যে তিনি চাকরি করতেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন তিনি এই সিংনেচার থেকে ইনকাম করে সংসার চালাচ্ছেন। যদি সিংনেচার ক্যাম্পাইন বন্ধ হয় তিনি কি করবেন? যাইহোক এই সকল কথা বলার একমাত্র উদ্দেশ্য হলো সকলের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা যারা সিংনেচার করে ইনকাম করেন আমি মনে করি তাদের উচিত কোন জব বা ছোট ব্যবসা করা এবং পাশাপাশি সিংনেচার করুন। এতে ভবিষ্যতে আপনার ও আপনার সন্তানদের জন্য ভালো হতে পারে। তবে এর মাঝে যারা পড়াশোনা করেন তাদের জন্য খুবই পারফেক্ট এই সিংনেচার ক্যম্পেইন, কিন্তু তাদের উচিত পড়াশোনা ঠিক রেখে এই ফরামে সময় দেওয়া। এই ফরামে সিংনেচার এর পাশাপাশি কে কি কাজ করেন, জব নাকী ব্যবসায় বা ইত্যাদি আরও অনেক কাজ রয়েছে। আপনারা কি শেয়ার করবেন সিংনেচার এর পাশাপাশি কে কি করেন?

ভাই হাসির একটা ঘটনা শেয়ার করি। আপনি যদি বিয়ে করতে যান। পাত্রী পক্ষ যদি জিজ্ঞেস করে ছেলে কি করেন?  ভাই আপনি যদি কোন কাজ বা চাকরি বা ব্যবসা না করেন। যদি বলেন আমি মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইন থেকে ইনকাম করি। তাহলে দেখবেন যারা বুঝে না তারা বলবে ছেলে জুয়া খেলায় "" টাকা কি"""বললাম না বুঝে নিয়েন। অনলাইন ইনকাম করে বিয়ে করাও অনেক কষ্টকর যা আমি বুঝেছি  Grin। আসল কথা আমরা জুয়া না খেললেও জুয়ার সাইড গুলো প্রচার করে থাকি Grin

অনেকেরে দেখা যায় আমি মনে হয় কাউকে প্রশ্ন করতে দেখেছি বলছে বিটকয়েনে বিনিয়োগ করে তার ক্যারিয়ার গড়তে চান। আমি মনে হয় সেই টপিকে রিপ্লে করেছিলাম। এই ধরনের যারা চিন্তা ভাবনা করেন আসলে একটি ভুল ধারনা। যারা বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞানী তারাই বলে, এবং আমিও বলবো বিটকয়েন বিনিয়োগ এমন অর্থ দিয়ে করুন যা আপনার হাড়িয়ে গেলে কোন আর্থিক সমস্যার পড়তে না হয়, বিনিয়োগ থেকে লস খেলে পূর্বের মতো জীবন যাপন কর‍তে পারেন। অনেকেরই দেখা যায়, তার বাবার সম্পত্তি বিক্রি, কেউ মায়ের রেখে যাওয়ার মুলধন, ইত্যাদি আরও অনেক আছে। এসব চিন্তাভাবনা করা উচিত নয়, নিজে ইনকাম করে বিটকয়েনে বিনিয়োগ করুন। নিজে ক্যারিয়ার গড়ুন, ভালো একটা চাকরি করুন বা জব করুন এবং মুনাফা অর্জন করে সঞ্চয় করুন এবং পাশাপাশি বিটকয়েনে বিনিয়োগ করুন।
full member
Activity: 448
Merit: 130
October 23, 2023, 01:37:22 AM

ভাই আর কি কি ইউজারনেম আসতে পারে?
এমনিতেই Learn Crypto সবাই বলছে এটা নাকি আমার একাউন্ট হতে পারে। আজকে আবার Learn gambling চলে আসছে। বাহ! ভালোই তো!
এদের সম্পর্কে কি বলবেন ভাই, যারা এই ধরনের কথা বলে যে Learn gambling, Learn Bitcoin, Learn Crypto একজনের একাউন্ট তাদের সাধারণ জ্ঞানের অভাব আছে। একজন ইউজার যদি তার alt একাউন্ট তৈরি করে তাহলে কেন সে পূর্বের একাউন্টের নাম এর সাথে মিলিয়ে একাউন্ট তৈরি করবে কি প্রয়োজন আছে এরকম করে একাউন্ট তৈরি করার।
কিছুদিন আগে গ্লোবাল সেকশনে BD নিয়ে অনেক কাটা ছেঁড়া হয়েছে এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, কিছু বড় সদস্য তো বলেই বসেছেন যে নামের পূর্বে যতগুলো অ্যাকাউন্টে BD উল্লেখ করা আছে সবগুলো একজনের একাউন্ট, আমি বুঝতে পারি না তারা কোন যুক্তিতে এ ধরনের কথা বলে। আবার যারা অন্য সদস্যের ইউজারনেম এর সাথে মিল রেখে একাউন্ট তৈরি করেন তারা আসলে কি উদ্দেশ্যে এইভাবে অ্যাকাউন্ট তৈরি করেন? একাউন্ট খুলতে একটা ইউজারনেম যদি আপনাদের কপি করতে হয় তাহলে আপনারা পোস্টে কি লিখবেন। আপনাদের মনে কখনো ইউনিক চিন্তা ভাবনা আসবে না। যেভাবে ইউজারনেম কপি করা শুরু করেছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা এরকম ইউজার নামের আইডি দেখতে পাবো যারা জনপ্রিয় ম্যানেজারদেরকে কপি করে আইডি তৈরি করছে।
member
Activity: 196
Merit: 14
October 23, 2023, 12:33:01 AM
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।



আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।।
  অভিনন্দন ভাই তোমাকে দোয়া করি তুমি সামনে আরো এগিয়ে যাও।
sr. member
Activity: 490
Merit: 294
October 23, 2023, 12:00:57 AM
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।
আপনি ভাগ্যবান কারণ মেম্বার রেঙ্কে আপনি সিগনেচার করার সুযোগ পেয়েছেন। খুবই কম পরিমাণ সদস্য মেম্বার রাঙ্ক থেকে সিগনেচার করার সুযোগ পায়। বেশিরভাগ ম্যানেজার এর সিগনেচার ক্যাম্পেইনগুলোর জন্য সর্বনিম্ন যোগ্যতা ফুল মেম্বার রাখে তাই মেম্বাররা সাধারণত বেশিরভাগ সিগনেচারগুলোতেই কাজ করার সুযোগ পায় না।

@CryptopreneurBrainboss কে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত মেম্বারদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য। তার ক্যাম্পেইনে আমাদের বাংলা বোর্ড থেকে বেশ কিছু মেম্বার কাজ করার সুযোগ পেয়েছে।
প্রথম পেমেন্ট এর পরিমাণ যতই কম হোক না কেন সেই আনন্দ থাকে অনেক বেশি। প্রথম পেমেন্টে আপনি পাঁচ ডলার সমপরিমাণ বিটিসি রিসিভ করেছেন এই পেমেন্টের কথা আপনার দীর্ঘদিন মনে থাকবে এবং পরবর্তীতে আপনি অনলাইন থেকে যতই পেমেন্ট পান না কেন প্রথম পেমেন্টের মত খুশি আপনার আর কখনোই লাগবে না।
আপনাকে সহ বাংলা বোর্ডের ওইসব ভাইদের অভিনন্দন জানাচ্ছি যারা মেম্বার অথবা ফুল মেম্বার হিসেবে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হয়ে প্রথম পেমেন্ট রিসিভ করেছে।
full member
Activity: 490
Merit: 119
October 22, 2023, 11:43:05 PM


তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ।

আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।


এটা সত্যিই অনেক বড় তৃপ্তির একটা জায়গা যে, "জীবনের প্রথম ইনকাম, সত্যি..."। আশা করব, জীবনের প্রথম ইনকামের টাকা অবশ্যই ভালো কোন কাজে খরচ করবেন! @LDL ভাই যদিও বলে দিয়েছেন, যে এই টাকা থেকে আপনার বাবা-মায়ের জন্য কোন গিফট কিনে দিলে তারা খুশি হত। আসলেই বাবা-মায়ের খুশির উপর আর কোন খুশি হয় না। বাবা-মা যে সন্তানকে কতটা ভালোবাসে! আসলে যে প্রকৃত সন্তান, সেই বিষয়টা বুঝতে পারে!!! বিশেষ করে বাবার কথা, না বললেই না...! সব সন্তান শুধু বাবার উপরের শাসনটা দেখে কিন্তু বাবার ভিতরের মনটা অনেক সন্তানই বুঝতে পারে না। সন্তানের কিছু হলে বাবা নামক ব্যক্তিটা যে কতটা কষ্ট পায় সে কথা বলে বোঝানো যায় না।

গত এক সপ্তাহ আগে আমার বড় ছেলেটার ছোটখাটো এক্সিডেন্ট হয়, সেই এক্সিডেন্টের কথাটা শুনেই আমি যে কতটা কষ্ট পেয়েছি, কাউকে বুঝাইতে পারবো না। বুকের ভিতর থেকে কি যেন এক অজানা কষ্ট অশ্রু হয়ে বেরিয়ে আসে।।। ভালো থাক পৃথিবীর সব বাবা-মা।

পরিশেষে @Suzume ভাইরে, একটা কথাই বলবো, যত ব্যস্ততার মাঝেই হোক ফোরাম একটু সময় দিয়েন।



সেন্টিবেল মেরিট না থাকাই ভাইরে মেরিটটা দিতে পারলাম না।।।
sr. member
Activity: 434
Merit: 350
October 22, 2023, 10:34:29 PM
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।



আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।।
জীবনে প্রথম কিছু অর্জন করার ফিলিংসটা সবার মাঝে আসুক এটা আমি সহ আরো অন্যান্য যারা প্রথম অর্জন করতে পারেনি তাদের সবারই কাম্য। আজকে আপনার অনুভূতিটা সত্যিই অসাধারণ হয়তো আপনি অনেক খুশি আছেন প্রথম উপার্জন করতে পেরে। আসলে বড় ভাইদের কাজই হল ছোটদেরকে উপদেশ দিয়ে সঠিকভাবে গড়ে তোলা। প্রত্যেক বড়দের আদর্শেই অনুপ্রাণিত হয়ে ছোটরা গড়ে উঠবে তাহলেই ফোরাম সুন্দর হবে। আসলে আমি যতই দেখেছি যে যারা বড় বড় ব্যক্তিত্ব তাদের হিংসে বা অহংকার কম হয়। তবে আবার এমন কিছু ব্যক্তি আছে যাদের অহংকারই সবকিছু এবং তারা অহংকার সবকিছুতেই দেখায়। আপনাকে ধন্যবাদ সঠিক মানুষের সঠিক উপদেশে নিজেকে গড়ে তোলার জন্য।

আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।
প্রত্যেক ছেলে মেয়ের জীবনে মা-বাবার স্থান সবার উপরে থাকে। মা বাবাকে হাসিখুশি রাখা প্রত্যেক সন্তানের কর্তব্য হওয়া উচিত এবং মা-বাবা যাতে খুশি থাকে সে অনুযায়ী কাজ করা উচিত।
@Suzume আপনার এই উপার্জিত প্রথম টাকা দিয়ে যদি আপনার বাবা মার জন্য কিছু কিনে নিয়ে যান তখন দেখবেন তাদের মুখে একটি প্রশান্তির হাসি ফুটেছে যেটা দেখে আপনার মন খুশিতে ভরে যাবে এবং অন্যরকম একটি অনুভূতি কাজ করবে তখন মনে হবে আপনি হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 22, 2023, 10:25:36 PM
কী ভাবে শুরু করবো টা বুঝতে পারছি না।। কিন্তু আমি আজ অনেক আনন্দিত।। কারণ আমি আজ সর্ব প্রথম Bitcointalk থেকে signiture এর মাধ্যমে Bitcoin উপার্জন করেছি।। এইটা আমার জন্য অনেক আনন্দের।। যদিও এইটি পরিমাণ এ খুব কম কিন্তু এইটি আমার কাছে অনেক কারণ এইটি আমার Bitcointalk থেকে প্রতম উপার্জন।।



আমাদের লোকাল বোর্ড এর বড় ভাই @LDL ভাই কে অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো তার সাথে আমার খুব একটি পরিচয় নেই শুরু থেকে আজ পর্জন্ত টেলিগ্রামে শুধুমাত্র দুই বার কথা হয়েছে কিন্তু তিনি আমার জন্য অনেক উপকারী একটি মানুষ ।। তার উপদেশ গুলো অনেক কাজে এসেছে।। তিনি এত বরমাপ এর ব্যাক্তি হওয়া সত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই এবং তিনি অনেক বন্ধু সুলভ মানুষ।। @LDL ভাই অনেক ধন্যবাদ ভাই ছোট ভাই হিসাবে উপদেশ গুলো দেওয়ার জন্য।।
ধন্যবাদ ভাই। জীবনের প্রথম কিছু অর্জন করা এবং সেটা অন্যের মাঝে শেয়ার করা সত্যিই অনেক আনন্দের মুহূর্ত। এরকম মুহূর্ত যাদের জীবনে আসে নাই তারা এই মুহূর্তে এই আনন্দের তাৎপর্য খুব একটা বেশি বুঝতে পারবে না। রেপিটেশনে দেখলাম @Negotiation ভাই বিটকয়েন ফোরাম ের উপলক্ষে দিয়ে বার্থডে পার্টি আয়োজন করেছে। সত্যি ভাই বলতে গেলে এরকম মুহূর্তগুলো অসাধারণ হয়ে থাকে। অনেকে আছে যারা এই ফোরাম থেকে অর্জন করা যায় এ রকম কথা বিশ্বাস করে না। কিন্তু তারা পরবর্তীতে এই ফোরামে প্রবেশ করে টাকা অর্জনের মাধ্যমে সেই অবিশ্বাস্য মন্তব্য গুলো পরবর্তীতে বিশ্বাসযোগ্য মন্তব্যে পরিনত করেছে।
@Suzume আপনার জীবনের প্রথম উপার্জনের অনুভূতি আমাদের মধ্যে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তবে আপনাকে কিছু উপদেশ দিচ্ছি লেখাপড়ার পাশাপাশি সামান্য কিছু সময় দিবেন এখানে। মনে রাখবেন আগে আপনার পড়ালেখা তারপর সময় পেলে একটু এখানেই দেওয়ার চেষ্টা করবেন।আজে বাজে ফাংশনে সময় নষ্ট করবেন না।

আপনার জীবনের প্রথম উপার্জন দিয়ে আপনার বাবা-মা যদি বেঁচে থাকে তাদেরকে কোন গিফট দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার বাবা-মা খুশি তো স্বয়ং আল্লাহ পাক খুশি।
Jump to: