Author

Topic: বাংলা (Bengali) - page 122. (Read 5957685 times)

legendary
Activity: 2324
Merit: 2420
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 07, 2023, 10:16:11 AM
১০০*২=২০০
-বাদ দেয়া হয়েছে -
৮১৯২০০*২=১৬৩৮৪০০
আমার এই জার্নির প্রথম বিনিয়োগ করা হয়েছে ✅
কিছুদিন আগে আমি ১০০ ডলার বিনিয়োগ করেছি। ১০০ ডলারের ENJIN ক্রয় করেছি। তারা এই মাসের ১৩ তারিখ তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে। আমি আশা করছি আমার এই জার্নির প্রথম স্টেপ খুব শীঘ্রই ডান হবে।
যারা আমার সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, তারা আমার টেলিগ্রামে নক দিন। আপনার ফান্ড আপনার কাছেই থাকবে। আপনার ফান্ড আমাকে দিতে হবে না। শুধু সবাই মিলে আলোচনা করতে পারবো যেটা আমাদেরকে কিছু ভালো প্রজেক্ট খুজে পেতে সহায়তা করবে।

বিনিয়োগ- Enjin
দাম- $০.২৩৩
বিক্রয় লক্ষ্য- $০.৪৬৬
আপডেটঃ
এখনো ২এক্স হিট না করলেও গত এক সপ্তাহে enjin এর দামে ব্যাপক পরিবর্তন এসেছে। আজকে $০.৩৩+ দাম ইঠেছিল। আমরা আশা করতে পারি অতি শীঘ্রই আমাদের স্টেপ ১ সম্পন্ন হবে।
full member
Activity: 560
Merit: 164
November 07, 2023, 08:26:33 AM
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
বেশ কিছুদিন ধরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সমালোচনা হচ্ছে। তাতে এবার যোগ দিল অ্যাঞ্জেলা ম্যাথিউস এর টাইম আউটের ঘটনাটি। তবে আমার কাছে মনে হয় শাকিব যে কাজটি করেছে নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ওই ম্যাচটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ওই ম্যাচটা জেতার খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। তাই হয়তো বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রত্যেকটা পদক্ষেপ দেখে শুনে নিয়েছেন এবং ওই ম্যাচটিতে তিনি ব্যাটিং বোলিং ভালো পারফরম্যান্স করেছেন। ম্যান অবদ্য ম্যাচ শাকিব আল হাসান হয়েছে। পরিশেষে গতকালকের ম্যাচটি বাংলাদেশ জয়লাভ করার জন্য বাংলাদেশ টিমকে অভিনন্দন।
sr. member
Activity: 504
Merit: 369
November 07, 2023, 07:03:40 AM
full member
Activity: 490
Merit: 119
November 07, 2023, 06:32:34 AM
আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।

আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।


ক্রমিক|একনজরে দেখে আসুন|বোর্ড|
1
sr. member
Activity: 504
Merit: 369
November 07, 2023, 06:06:10 AM
অ্যাঞ্জেলা ম্যাথিউস একথাও বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটকে নিচে নামাচ্ছে। তবে ম্যাথিউস ভাই আপনি মনে করবেন ক্রিকেটকে বাংলাদেশ নিচে নামাচ্ছে না। আপনি দলে থাকা অবস্থায় এক সময় ইংল্যান্ডের বিরুদ্ধে এইরকম একটি ঘটনা ঘটিয়েছিলেন তখন কি আপনার বিবেকটা কাজ করেছিল না।
হ্যাঁ মূলত ওই সিরিজটা হচ্ছিল শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মধ্যে সম্ভবত ২০০৯ সালের দিকে। তখন ইংল্যান্ড দল ব্যাটিং করছিল এবং জস বাটলার নন স্ট্রাইক প্রান্তে ছিল আর তখন বোলিং এ ছিলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস। ম্যাথিউস বল করার সময় জস বাটলার  ক্রীজ থেকে বের হয়ে গেলে সে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেয় যেটাকে বলে মানকাড আউট। ওই ম্যাচে যশ বাটলার এঞ্জেলো ম্যাথিউস এর কাছে সুপারিশ করেছিল আউট না দিতে কিন্তু সে তা গ্রাহ্য করেছিল না। হয়তো সেদিন তার বিবেক তার কাছে ছিল না। Grin একজন বলার খুবই ছোট মনের হলে সে ব্যাটসম্যানকে মানকাড আউট করে যেমনটি প্রতিনিয়ত ভারতীয় বোলারদের কাছে থেকে দেখা যায়। আমি বলতে চাই যে, অ্যাঞ্জেলা ম্যাথিউস সাকিব আল হাসানকে নিয়ে কি সমালোচনা করবে ওর সাকিব আল হাসানের সমান যোগ্যতা নেই।
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
যেকোনো খেলোয়ারের কাছে আগে দেশ বড় এবং দেশের সম্মান বড়। কালকে সাকিব আল হাসান যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা অবশ্যই বাংলাদেশ দলের স্বার্থে নিয়েছে। এঞ্জেলো ম্যাথিউস কে যখন টাইম আউট দেওয়া হয় তখন সে শাকিবের সাথে কথা বলার সময় সুপারিশ করেছিল যে আউট না দিতে শাকিব সে সময় আউট না দিলেও পারতো। আউট না দিলে হয়তো শাকিব সেই সময় হিরো হয়ে যেত কিন্তু তার মাথায় একটা কথা সব সময় ছিল যে আজকে বাংলাদেশ যদি না জিতে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেনা। অনেকে সমালোচনা করছে তবে সমালোচনার থেকে বেশি অনেকে সুনাম করছে সাকিব আল হাসানের। ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার হারশা বগলে এক বিবৃতিতে বলেছেন যে, শাকিব আল হাসান সঠিক কাজটি করেছে সে নিয়মবহির্ভূত কোন কাজ করেনি।সো এ বিষয়ে সমালোচনা করার কোন যুক্তি নেই।
sr. member
Activity: 546
Merit: 268
November 07, 2023, 06:05:10 AM
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
কালকের ম্যাচে হয়তো শ্রীলংকা জয়লাভ করলে এই বিষয় নিয়ে এতটা আলোড়ন সৃষ্টি হতো না কিন্তু শ্রীলঙ্কা পরাজিত হয়েছে এজন্যই বিষয়টি নিয়ে এত ঘোলা পানি হচ্ছে। তবে শাকিব আল হাসানকে নিয়ে এঞ্জেলা ম্যাথিউস সংবাদ সম্মেলনে তাকে নিয়ে বেশ কিছু সমালোচনা করেছে। অ্যাঞ্জেলা ম্যাথিউস একথাও বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটকে নিচে নামাচ্ছে। তবে ম্যাথিউস ভাই আপনি মনে করবেন ক্রিকেটকে বাংলাদেশ নিচে নামাচ্ছে না। আপনি দলে থাকা অবস্থায় এক সময় ইংল্যান্ডের বিরুদ্ধে এইরকম একটি ঘটনা ঘটিয়েছিলেন তখন কি আপনার বিবেকটা কাজ করেছিল না। যা হোক জাতীয় স্বার্থের জন্য এরকম ছোট একটি কাজ করলেও তার আত্মসম্মান কখনো ক্ষুন্ন হবে না কেননা তিনি তো এই কাজটা শুধু তার নিজের ক্যারিয়ার জন্য করেনি।
আমাদের জন্য আপনি একটি আইডল হয়ে থাকবেন কেননা ক্রিকেট ইতিহাসে আপনিই একমাত্র ব্যাটার যাকে বিশ্ব প্রথম টাইম আউট হিসাবে চিনবে। ম্যাথিউস ভাই কিছু মনে করবেন না আপনার জন্য শুভকামনা রইল কেননা আপনার দেখাদেখি আর কেউ উইকেটে আসতে দেরি করবে না।
member
Activity: 64
Merit: 26
November 07, 2023, 05:55:33 AM
সাকিব আল হাসান কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার নাম। তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা হচ্ছে। কেন তিনি অ্যাঞ্জেলা ম্যাথিউস কে টাইম আউটের আবেদন করলেন? দেয়ালে পিঠ ঠেকে গেলে ছোট্ট বিষয় গুলো কত যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা আরেকবার প্রমাণ করলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  তার মাথায় নিশ্চিতভাবে শুধু চ্যাম্পিয়ন্স টফির ব্যাপারটা কাজ করছিল।তিনি তো বাংলাদেশের গর্ব।  অসাধারণ উপস্থিত জ্ঞান পাশাপাশি ক্রিকেটীয় আইন জানার প্রমাণ দিলেন এই  অলরাউন্ডার। তিনি তো বেআইনি  কিছু করেননি তিনি যেটা করেছেন দেশের জন্য দলের জন্য করেছেন। সেটা যদি সবাই বুঝতে পারত তাহলে আজ তাকে নিয়ে এত সমালোচনা হত না। অ্যাঞ্জেলা ম্যাথিউস আউট এর ব্যাপারটা শাকিব নিজেও জানত এই আউটটা নেওয়ার পর অনেক সমালোচনা হবে ।কিন্তু সে নিজের সমালোচনা হবে সেটা জেনেও দলের স্বার্থে এই ত্যাগ টুকু স্বীকার করেছে।এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অবশ্যই সে একজন অভিজ্ঞ অধিনায়কের এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন।আমার মনে হয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদম ঠিক আছে।
sr. member
Activity: 546
Merit: 268
November 07, 2023, 04:31:23 AM

আপনি ফুল মেম্বার হয়েছেন সেজন্য আপনাকে অভিনন্দন। গত মাসে আপনি মেম্বার ছিলেন এবং মেম্বার থেকে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পোস্ট করেছিলেন আশা করছি আপনি ফুল মেম্বার হয়ে বাংলায় আপনার পোস্ট এর পরিমাণ কমিয়ে দিবেন না। আগে যেরকম একটিভ থাকতেন আশা করছি এখনো সে রকম একটিভ থাকবেন।
ইনশাআল্লাহ ফোরামে যতদিন আছি ততদিন আপনাদের সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। ফোরামের উন্নতি সাধনে আপনাদের সবার পাশাপাশি আমিও এখানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করব। অনেকেই শুধুমাত্র র‍্যাঙ্ক চেঞ্জ হওয়ার সাথে সাথেই এখানে এক্টিভিটি কমিয়ে দেয় কিন্তু আমি এরকম কাজ করব না যতদিন সম্ভব এখানে আমি একটিভ থাকার চেষ্টা করব। যদি আপনাদের একান্ত সহযোগিতা পাই তাহলে এখানে আমিও আপনাদের মত কনস্ট্রাক্টিভ পোস্ট করার চেষ্টা করব। যদিও আমি একজন ক্ষুদ্র ইউজার তবুও আমি আপনাদের পোস্টগুলো পড়ে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। কেননা গ্লোবাল থেকে আমি যতই তাদের ভালো পোস্ট পড়ি না কেন আমার মাতৃ ভাষার মত এত সহজে ও ওগুলো বোঝা সম্ভব নয়। তাই সর্বদা একবার হলেও দিনে আমার কমিউনিটিতে আসার চেষ্টা করি।
sr. member
Activity: 728
Merit: 371
November 06, 2023, 11:28:08 PM
ভাই আপনি কোট করতে কিছু টা ভুল করে ফেলেছেন। পোস্ট এডিট করে ঠিক করে দিলে ভালো হবে। ২ জনের পোস্ট আপনি একত্রে করে ফেলেছেন।
দুইজনের প্রশ্নের উত্তর যদি আমি একই পোষ্টের মাধ্যমে দিতে পারি তাহলে দুইটা পোস্ট আলাদা করে কোট করার কি দরকার সেটাই আমি বুঝিনা। আমি যে উত্তরটা দিয়েছি সেই উত্তর পড়ার আগে আপনি আমি যে দুইজন ইউজারকে কোট করেছি তাদের পোস্ট পড়েন তাদের দুজনের পোস্ট ভালোভাবে পড়ার পর আমার উত্তরটা পড়েন আশা করছি আপনি বুঝতে পারবেন দুইজনের উত্তর আমি একসাথে থেকে সক্ষম হয়েছি।
সবাই আমাকে শুভেচ্ছা দিয়েছেন এজন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক খুশি হয়েছি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
~~
আপনি ফুল মেম্বার হয়েছেন সেজন্য আপনাকে অভিনন্দন। গত মাসে আপনি মেম্বার ছিলেন এবং মেম্বার থেকে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পোস্ট করেছিলেন আশা করছি আপনি ফুল মেম্বার হয়ে বাংলায় আপনার পোস্ট এর পরিমাণ কমিয়ে দিবেন না। আগে যেরকম একটিভ থাকতেন আশা করছি এখনো সে রকম একটিভ থাকবেন।
sr. member
Activity: 546
Merit: 268
November 06, 2023, 10:18:35 PM
সবাই আমাকে শুভেচ্ছা দিয়েছেন এজন্য আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক খুশি হয়েছি এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অবশ্য কালকে উচিত ছিল আমার আপনাদের শুভেচ্ছার কুশল বিনিময় করার কিন্তু ছোট্ট একটি ঝামেলার কারণে রিপ্লে দিতে কিছুটা দেরি হয়ে গেল। এই কমিউনিটির প্রত্যেকটা বড় ভাই অনেক হৃদয়বান এবং উপকারী তারা সর্বদা ছোট ইউজারদের সাহায্য সহযোগিতার মাধ্যমে পদোন্নতি করার জন্য সাহায্য সহযোগিতা করে থাকেন। তারা সব সময় নিজেদের সাধ্যমত চেষ্টা করে বাংলা কমিউনিটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি প্রত্যেক ইউজারকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে কমিউনিটির বড় ভাইদের ছায়াতলে থেকে এই কমিউনিটি সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা যেন বিপদে আপদে বড় ভাইদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারি এবং তাদের গাইডলাইন যাতে সব সময় মেনে চলতে পারি সেই আশা রাখছি।

ধন্যবাদ সবাইকে।
full member
Activity: 560
Merit: 164
November 06, 2023, 12:29:38 PM
অভিনন্দন @HelliumZ আপনাকে ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করার জন্য। আপনি খুব তাড়াতাড়ি  ফুল মেম্বারের র‍্যাংক অর্জন করেছেন অভিনন্দন আপনাকে। নিশ্চয় আপনার জার্নিটা সহজ ছিল না অনেক পরিশ্রম এরপর ফুল মেম্বার এর র‍্যাংক অর্জন করেছেন। একটা আইডি তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয় আইডির পিছনে অনেক সময় দিতে হয়। অবশেষে আপনার সাকসেসফুল আপনি ফুল মেম্বার হয়েছেন। আপনি অনেক বেশি বাংলায় একটিভ থাকেন এতে করে আমাদের জন্য অনেক উপকার হয়। আশা করব আপনি আগামীতেও বাংলায় লোকাল বোর্ডে বেশি বেশি একটিভ থাকবেন। ভবিষ্যতে আপনি আরো উচ্চতর রেঙ্ক অর্জন করুন এই প্রত্যাশা রইল।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 06, 2023, 11:23:14 AM
যদিও আমার কাছে এই মুহূতে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই। জানুয়ারির দিকে কেনার চিন্তা ভাবনা করতেছি। তবুও এটা ব্যাকআপ প্লান হিসেবে রাখছে চাচ্ছি। ৫-৬ হাজারে ৩-৫ বছরের ওয়ারান্টি সহ এগুলো কেনা কেমন হবে? কেউ কি এসব ব্যবহার করছেন বা এমন পদ্ধতি? Little Mouse, Crypto Library, Learn Bitcoin, LDL ভাই।  Smiley
[1] https://www.ryanscomputers.com/transcend-esd310-512gb-usb-type-a-and-type-c-otg-black-portable-ssd
আপনি দুইটা অপশন দিয়েছেন এর মধ্যে আমি মনে করি ট্রানসেন্ডের এই ভার্সনটা নিলে ভালো হবে এটাতে ইউএসবি এবং টাইপ সি এ দুটোই রয়েছে আর যদি দেখেন রিড রাইট স্পিড মোটামুটি ভালো লেগেছে। এই ডিভাইসটা আমার ভালো লেগেছে আমি নিজেও চিন্তা করতেছিলাম যে আমার জন্য একটা পোর্টেবল এসএসডি কিনব ওই পোর্টেবল এস এসডিকে ভার্চুয়াল বক্স দিয়ে কম্পিউটার অপারেটিং সিস্টেম গুলো ইনস্টল করতে চেয়েছিলাম। যাইহোক আমিও এখন এটা নেওয়ার চিন্তাভাবনা করব কারণ সাইজে ছোট ইউজ করা সুবিধা হবে।

Indirectly: উপরের প্রসেস পেরা লাগলে, আপনি ক্লাউড সার্ভার থেকে সরাসরি রিমোটলি লিনাক্স বা উইন্ডোজ চালাতে পারবেন। হ্যা দুইটাই চালানো যায়। এগুলোকে RDP (Remote Desktop Protocol) বলে। তবে এগুলো পেইড। RDP কিনতে হয়। আপনি আপনার পছন্দ মাফিক, RAM, ROM, CPU, Net Connection ইত্যাদি সিলেক্ট করে কিনতে পারবেন। ছাএদের জন্য সুবিধা আছে, যদি আপনি কোনো ভালো ভার্সিটিতে পড়েন, তাহলে সেখানকার edu মেইল ব্যবহার করে ফ্রি RDP ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে Microsoft সুবিধা দেয়।
ক্লাউড সার্ভার কতটুকু নিরাপদ হতে পারে এটা নিয়ে যদিও আমার প্রশ্ন রয়েছে। আচ্ছা আজ থেকে দুই তিন বছর আগে edu মেইল ক্রিয়েট করা শিখেছিলাম। অবশ্য তখন আমি হাই স্কুলে পড়ি কোন কারনে যেন শিখেছিলাম কিন্তু এখন ওই ভিডিওটার কথা মনে নেই। মূল কথা এখানে তো অপশন অবশ্যই রয়েছে যে ভার্সিটিতে না পড়েও edu mail ক্রিয়েট করা যেতে পারে। যদিও কিভাবে ক্রিয়েট করা যায় সেই সব সোর্সগুলো বর্তমানে আমার মনে নেই । তবে আমি মনে করি সবার একটা edu mail থাকা প্রয়োজন কারণ এই মেইল এর মাধ্যমে অনেক সফটওয়্যার বা সার্ভিস এর ক্ষেত্রে সুবিধা ভোগ করা যায়।
sr. member
Activity: 504
Merit: 369
November 06, 2023, 10:44:40 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 06, 2023, 10:16:42 AM
যাই হোক যেহেতু কে জানি বললো বানায় রাখা ভালো তাই বানায় রাখেন। কেউ না কেউ নিশ্চয় দেখবে। তবে আগে চেষ্টা করেন ENG এ বানাতে। এখানে দর্শক বেশি।  Wink

হঠাৎ করে মাথায় আসলো যে এনড্রয়েড এ তো লিন্যাক্স রান করা যায় শুনেছিলাম, কেমন হয় সেখানে যদি ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনষ্টল করে সেটাতে পিজিপি ট্রাই করি? এক সাথে দুইটা কাজ হবে। পিজিপি এর কাজের পাশাপাশি লিন্যাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করা যাবে। বাংলাদেশ থ্রেড এ মোবাইলের এটা পোষ্ট করা যায় মনে হয়। কারন আমার মনে হয় আমাদের থ্রেড এর বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার। জানি না এগুলো আসলেই কারো কাজে আসবে কি না। তবে মোবাইলে যদি লিন্যাক্স ইনষ্টল করতে পারি, তাহলে একটা পোষ্ট লেখবো।

হ্যা আপনি এনড্রয়েডও লিনাক্স চালাতে পারবেন বাট লিমিটেড ফাংশনালিটি পাবেন। এক্ষেত্রে আপনি Directly আর Indirectly দুভাবেই এটা করতে পারবেন।

Directly: সরাসরি যদি ফোনেই ইনস্টল করতে চান তাহলে প্রথমে চুজ করতে হবে লিনাক্সের কোন ডিসট্রো ব্যবহার করবেন। Kali Nethunter আমি রেকমেন্ড করি। এরপর লাগবে Termux। এখানেই মূলত আসল কাহিনি ঘটে। Github থেকে রিপোজিটরি clone করে, প্যাকেজ গুলো নামায়ে সব টুলস ইনস্টল করতে হয়। সব হয়ে গেলে, LocalHost এর মাধ্যমে VNC দিয়ে লিনাক্সে ঢুকতে পারবেন।
 
এই প্রসেসে ফোনে অনেক জায়গার প্রয়োজন পড়বে ১৫-২০ জিবি। অথবা NetHunter এর lite ভার্সন ট্রাই করতে পারেন। ঐটা ছোট। তবে ভালো ফোন লাগবে অবশ্যই, নয়তো ঠিকমতো রান করবে না। আর সাথে একটা মাউস, কারন ফোনে লিনাক্স স্ক্রল করা অনেক ঝামেলা।


Indirectly: উপরের প্রসেস পেরা লাগলে, আপনি ক্লাউড সার্ভার থেকে সরাসরি রিমোটলি লিনাক্স বা উইন্ডোজ চালাতে পারবেন। হ্যা দুইটাই চালানো যায়। এগুলোকে RDP (Remote Desktop Protocol) বলে। তবে এগুলো পেইড। RDP কিনতে হয়। আপনি আপনার পছন্দ মাফিক, RAM, ROM, CPU, Net Connection ইত্যাদি সিলেক্ট করে কিনতে পারবেন। ছাএদের জন্য সুবিধা আছে, যদি আপনি কোনো ভালো ভার্সিটিতে পড়েন, তাহলে সেখানকার edu মেইল ব্যবহার করে ফ্রি RDP ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে Microsoft সুবিধা দেয়।

এখানে অনেক টেকনিকাল টার্ম আছে যা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়। অনেকে না বুঝতেও পারেন। আমি এসব নিয়ে কমবেশি জানি, ঘাটাঘাটি করি, তাই সর্ট করে বললাম। কারো কোনো প্রশ্ন থাকলে বইলেন, ক্লিয়ার করে দেয়ার চেষ্টা করবো।
sr. member
Activity: 504
Merit: 369
November 06, 2023, 10:03:23 AM
কি একটা অবস্থা! মাইকিং করে শিক্ষার্থী পেটানোর ঘোষনা দেয়া হচ্ছে। আপনাদের কেউ আছে নাকি আশে পাশে। আমার অনেক পরিচিত ছোট ভাই ব্রাদার, রিলেটিভ এখানে পড়ে।

https://www.facebook.com/100071055412572/posts/pfbid0Kg4tjPrPfYobH1k5MZXDtndHxyJ3CX5ZxdKSvUfYxJAUcRetJegWX38uQ16oEaKil/?app=fbl
ভাই আপনার উল্লেখিত ভিডিও দেখে আমার কলেজে ঘটে যাওয়া একটি ঘটনার কথা মনে পড়লো। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং ইয়ার চেঞ্জ পরীক্ষা দিচ্ছি আমাদের নিজস্ব কলেজ ক্যাম্পাসে। প্রত্যেক কলেজেই ছাত্র রাজনীতি আছে।
সেই রাজনীতি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এবং এটি এমন এক পর্যায়ে চলে যায় যে, আমাদের পরীক্ষা স্থগিত করতে বাধ্য করতে হয়। যখন পরীক্ষা স্থগিত করার পর আমরা রুম থেকে বের হই তখন দেখি রাস্তায় এর পক্ষের লোক রাম দা, চাপাটি, কুড়ালসহ আরো বিভিন্ন হাতিয়ার নিয়ে দৌড়াচ্ছে। সেটা সত্যিই অনেক ভয়াবহ দিন ছিল তবে সৌভাগ্য ছিল যে কেউ কাউকে হতাহত করতে পারেনি তার আগেই পুলিশ এসেছিল। ঐদিন আমাদের কলেজের অনেকেই অনেক ভয় পেয়েছিল।
হঠাৎ করে মাথায় আসলো যে এনড্রয়েড এ তো লিন্যাক্স রান করা যায় শুনেছিলাম, কেমন হয় সেখানে যদি ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনষ্টল করে সেটাতে পিজিপি ট্রাই করি? এক সাথে দুইটা কাজ হবে। পিজিপি এর কাজের পাশাপাশি লিন্যাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করা যাবে। বাংলাদেশ থ্রেড এ মোবাইলের এটা পোষ্ট করা যায় মনে হয়। কারন আমার মনে হয় আমাদের থ্রেড এর বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার। জানি না এগুলো আসলেই কারো কাজে আসবে কি না। তবে মোবাইলে যদি লিন্যাক্স ইনষ্টল করতে পারি, তাহলে একটা পোষ্ট লেখবো।
ভাই আমাদের এখানে বেশিরভাগই মোবাইল ফোন ইউজ করে। এটা করলে হয়তো শিখতে পারবো নতুন অভিজ্ঞতা হবে সবার। লিনাক্স কি সত্যি মোবাইলে ইন্সটল করা যাবে আমি তো শুনেছি যে শুধু কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা যায়। মোবাইলে ইন্সটল করা যায় কিনা সেটা জানিনা যদি হয় সেটা তো ভালো। আপনার সেই মূল্যবান পোষ্টের অপেক্ষায় রইলাম।
member
Activity: 64
Merit: 26
November 06, 2023, 09:46:54 AM
অভিনন্দন @HelliumZ ভাই। আপনি ফুল মেম্বার রেংক অর্জন করেছেন।  বাংলা থ্রেডে আপনার পোস্টগুলো তথ্য বহুল  এবং শিক্ষনীয়। আপনার পোস্টগুলো পড়লেই বোঝা যায় আপনি অনেক অভিজ্ঞ এবং আপনি আরো বড় রেংেক পৌঁছাতে পারেন সেই শুভকামনা রইল। আপনি সবসময় লোকাল থ্রেডে পোস্ট করবেন। আপনার পোস্ট থেকে আমরা নতুন যারা আছি অনেক কিছু শিখতে পারবো আশা করি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 06, 2023, 09:41:09 AM
যাই হোক যেহেতু কে জানি বললো বানায় রাখা ভালো তাই বানায় রাখেন। কেউ না কেউ নিশ্চয় দেখবে। তবে আগে চেষ্টা করেন ENG এ বানাতে। এখানে দর্শক বেশি।  Wink

হঠাৎ করে মাথায় আসলো যে এনড্রয়েড এ তো লিন্যাক্স রান করা যায় শুনেছিলাম, কেমন হয় সেখানে যদি ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনষ্টল করে সেটাতে পিজিপি ট্রাই করি? এক সাথে দুইটা কাজ হবে। পিজিপি এর কাজের পাশাপাশি লিন্যাক্স নিয়ে একটু ঘাটাঘাটি করা যাবে। বাংলাদেশ থ্রেড এ মোবাইলের এটা পোষ্ট করা যায় মনে হয়। কারন আমার মনে হয় আমাদের থ্রেড এর বেশিরভাগ মানুষ মোবাইল ইউজার। জানি না এগুলো আসলেই কারো কাজে আসবে কি না। তবে মোবাইলে যদি লিন্যাক্স ইনষ্টল করতে পারি, তাহলে একটা পোষ্ট লেখবো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 06, 2023, 09:29:10 AM
তো কথা হলো আমি ভাবতেছি একটা External Portable SSD (250-500 GB) কিনবো। Ryans এ দেখলাম, তাদের কাছে বেশ কিছু ভালো ভালো মানের এসএসডি আছে। সাইজে খুবই ছোট, দেখতেও সুন্দর, পোর্টেবল, এই একটা পেনড্রাইভের মতো হবে। তার উপর কম্পিউটার আর ফোনে দুইটাই সাপোর্ট করে। মানে একপাশে USB পোর্ট আরেক পাশে Type-C পোর্ট। এসএসডি গুলোর read-write স্পিডও ভালো। আরামসে যেকোনে ভার্সনের উইন্ডোজ মেরে ব্যবহার করতে পারবেন। ফোনে বা ল্যাপটপে ক্রিপ্টো রিলেটেট কিছু না রেখে, একটা এক্সটারনাল ড্রাইভে সব রাখা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। কোনো সমস্যা হলেও, খুব সহজে সব সরায় ফেলা যাবে।
ভাই এটটা বুঝি না, কখনো এই ধরনের কোন কিছুই কখনো ব্যবহার করি নাই। বর্তমানে ফোন উইজ করতেছি। কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অনেক সুবিধা পেতাম।
আপনি কি বোঝেননি আমি নিজেও বুঝলাম না  Tongue। নির্দিষ্ট করে বললে বুঝতাম কোন পার্টটা বোঝেননি।

কম্পিউটার বা ল্যাপটপ স্টোরেজ ডিভাইস হিসেবে, HDD বা SSD ব্যবহার করা হয়, সেখানে আপনি সব ফাইল টাইল, সর্ফটওয়ার ইনস্টল করেন। এগুলোর মধ্যে SSD বেশি ভালো, ফাস্ট, তবে দাম একটু বেশি। তো আমি একটা পোর্টেবল SSD কিনে তাতে Windows ইনস্টল করে ক্রিপ্টো রিলেটেড যা আছে সব ঐখানে রেখে দিতে চাচ্ছিলাম। আপনি আপনার SSD, USB কেবল দিয়ে পিসিতে কানেক্ট করে সহজেই Windows 10, 11 বুট করে চালাতে পারবেন। কাজ শেষে আবার ডিসকানেক্ট করে দিলেন। মেইন পিসিতে কিছু থাকলো না। এই আর কি। SSD এর সাইজ আহামরি বড় হয়না, পেনড্রাইভ/পাওয়ার ব্যাঙ্কের মতো অনেকটা।

যদি কোনো ভাবে কোনো বিপদ হয়, ক্রিপ্টো নিয়ে, তখন সহজেই সব তথ্য সরায় ফেলতে পারবেন। কারন আপনি তো আপনার মেইন পিসিতে ক্রিপ্টো রিলেটেট কিছু রাখেন নি। মানে সেফ গার্ড হিসেবে ব্যবহার করলেন আর কি। হয়তো বুঝছেন ব্যাপার টা।

sr. member
Activity: 728
Merit: 371
November 06, 2023, 09:12:31 AM
অভিনন্দন @HelliumZ ভাই আপনাকে এত দ্রুত সময়ের মধ্যে ফোরাম ফুল মেম্বার এর রেংক অর্জন করার জন্য। নিজের প্রতিভা থাকলে এই ফোরাম থেকে সফলতা অর্জন করা খুব একটা কঠিন কাজ নয় তার প্রমাণ @HelliumZ। প্রথম ৭৫ মেরিট আপনি তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে অর্জন করেছেন কিন্তু তার পরের ২৫ মেরিট আপনি আরো দ্রুত অর্জন করেছেন। আজকে সকালেও আমি আপনার প্রোফাইল ভিজিট করেছি এবং আজকে সকালেও আমি দেখেছি আপনার ফুল মেম্বার হতে আরো সাত মেরিট প্রয়োজন ছিল কিন্তু আপনি আজকে দিনের মধ্যে তা সংগ্রহ করতে পেরেছেন। ফুল মেম্বার হতে আপনি যতগুলো পোস্ট করেছেন তার মধ্যে বেশিরভাগ পোস্টগুলোই হয়তো বাংলা সেকশনে করেছেন এবং আপনার করা প্রত্যেকটি লোকাল সেকশনের পোস্ট আমি ভালোভাবে পড়েছি এবং প্রত্যেকটি পোস্ট পড়ে মনে হয়েছে আপনার প্রত্যেকটি পোস্টে তথ্য লুকিয়ে আছে এবং অবশ্যই আপনি তথ্যবহুল পোস্ট করেছেন। অভিনন্দন ভাই আপনাকে।
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
November 06, 2023, 09:12:13 AM
তো কথা হলো আমি ভাবতেছি একটা External Portable SSD (250-500 GB) কিনবো। Ryans এ দেখলাম, তাদের কাছে বেশ কিছু ভালো ভালো মানের এসএসডি আছে। সাইজে খুবই ছোট, দেখতেও সুন্দর, পোর্টেবল, এই একটা পেনড্রাইভের মতো হবে। তার উপর কম্পিউটার আর ফোনে দুইটাই সাপোর্ট করে। মানে একপাশে USB পোর্ট আরেক পাশে Type-C পোর্ট। এসএসডি গুলোর read-write স্পিডও ভালো। আরামসে যেকোনে ভার্সনের উইন্ডোজ মেরে ব্যবহার করতে পারবেন। ফোনে বা ল্যাপটপে ক্রিপ্টো রিলেটেট কিছু না রেখে, একটা এক্সটারনাল ড্রাইভে সব রাখা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। কোনো সমস্যা হলেও, খুব সহজে সব সরায় ফেলা যাবে।
ভাই এটটা বুঝি না, কখনো এই ধরনের কোন কিছুই কখনো ব্যবহার করি নাই। বর্তমানে ফোন ইউজ করতেছি। কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অনেক সুবিধা পেতাম।

snip~
ভাই আপনি কোট করতে কিছু টা ভুল করে ফেলেছেন। পোস্ট এডিট করে ঠিক করে দিলে ভালো হবে। ২ জনের পোস্ট আপনি একত্রে করে ফেলেছেন।


যদি সময় পাই, এন্ড্রয়েড ইউজারদের জন্য দেখবো। শুধুমাত্র কেউ ইন্টারেস্টেড হলে। নয়তো হুদাই সময় নষ্ট।
ভাই সময় পেলে লিখার চেষ্টা করবেন। আরও অনেকেই তারা কি বলবে জানি না, যেহেতু আমি নিজে ফোন ইউজ করি, আমার পক্ষে ভালো হবে।


Congratulations @HelliumZ।
আজকে আমাদের লোকাল থ্রেডে একজনের পদোন্নতি হয়েছে এটা অনেক ভালো লাগছে। @HelliumZ ভাই কে বিশেষ ভাবে অভিনন্দন জানাই। আপনি আরও অনেক বড় র‍্যাংকে পদোন্নতি করবেন এই প্রত্যাশা করি।
Jump to:
© 2020, Bitcointalksearch.org