Author

Topic: বাংলা (Bengali) - page 128. (Read 5327403 times)

jr. member
Activity: 77
Merit: 6
October 19, 2023, 01:52:02 AM
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন -


  • অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
  • ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে  আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
  • কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
  • মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড  করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
sr. member
Activity: 532
Merit: 268
October 19, 2023, 01:12:06 AM
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা  হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক  ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা তারা নেট রান রেটে অনেক পিছিয়ে রয়েছে। আজকে পয়েন্ট টেবিল লক্ষ্য করে দেখলাম বাংলাদেশ ৬ নাম্বারে রয়েছে।
ESPNcricinfo
তবে আজকের ম্যাচে বাংলাদেশ ফেভারিট দল হিসেবে মাঠে নামবে তার অন্যতম কারণ হলো তারা এশিয়া কাপে ভারতকে হারিয়েছে এমনকি তার আগে একটি সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। আমরা অবশ্যই চাই বাংলাদেশ আজকে জয়লাভ করুক এবং পয়েন্ট টেবিলের নিচের স্থান শক্তপোক্ত করুক।
ESPNcricinfo
বাংলাদেশের মিরপুর কে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য বলা হয়। এখানে অস্ট্রেলিয়া ,ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ,ওয়েস্ট ইন্ডিজ ,শ্রীলঙ্কা ,ভারত, পাকিস্তানসহ আরো অনেক দল সিরিজ পরাজিত হয়ে গেছে। তাই মিরপুরের রেজাল্ট নিয়ে এবারের বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করা সম্ভব হবে না। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে পরাজিত করা কখনো সহজ হবে না বরং একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের জন্য। যেখানে পাকিস্তানের মত দল সামান্য 191 রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার মত একটি দল ১৯৯ রানে আউট হয়ে যাচ্ছে। হয়তো তাদের চেয়ে একটু ভালো খেলবে কিন্তু ইন্ডিয়াকে হারানোর মতো দল বিশেষ করে এবারের বিশ্বকাপের আসরে সম্ভব হবে না। যদিও পরিসংখ্যানে মোট বাংলাদেশ ও ভারত 40 বারের মতো দেখা হয়েছে 31 বার ইন্ডিয়া জিতেছে এবং বাংলাদেশ মোট আটটিতে জিতেছে। বাকি একটি খেলা কোন ফলাফল হয়নি । বিশ্বকাপের আসরে বাংলাদেশের সাথে ভারতের চারবার দেখা হয়েছে তিনবার ভারত জয়লাভ করেছে এবং একবার বাংলাদেশ জয়লাভ করেছে। যেবার বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল সেই বছর ভারতে ক্রিকেটারদের চরমভাবে অপমানিত করা হয়েছিল এবং ক্রিকেট ভক্তদের এতটাই আক্রমণাত্মক  দেখা গিয়েছিল যে ক্রিকেটারদের বাড়ি পর্যন্ত প্রশাসনের লোক দিয়ে পাহারা দেওয়া হয়েছিল। ঠিক এই পুনরাবৃত্তি যদি ভারতের মাটিতে বাংলাদেশের সাথে ঘটে তাহলে কি ফলাফল আসতে পারে একটু ভেবে দেখুন। আমরা ভক্তরা যতই বাংলাদেশকে নিয়ে জয়ের স্বপ্ন দেখি না কেন ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে সেটা সম্ভব হচ্ছে না।
sr. member
Activity: 434
Merit: 350
October 19, 2023, 12:51:56 AM
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা  হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক  ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।
আজকের ম্যাচ বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা তারা নেট রান রেটে অনেক পিছিয়ে রয়েছে। আজকে পয়েন্ট টেবিল লক্ষ্য করে দেখলাম বাংলাদেশ ৬ নাম্বারে রয়েছে।
ESPNcricinfo
তবে আজকের ম্যাচে বাংলাদেশ ফেভারিট দল হিসেবে মাঠে নামবে তার অন্যতম কারণ হলো তারা এশিয়া কাপে ভারতকে হারিয়েছে এমনকি তার আগে একটি সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। আমরা অবশ্যই চাই বাংলাদেশ আজকে জয়লাভ করুক এবং পয়েন্ট টেবিলের নিচের স্থান শক্তপোক্ত করুক।
ESPNcricinfo
full member
Activity: 532
Merit: 163
October 19, 2023, 12:27:46 AM
কাউকে সাহায্য করলে নিজের কখনো জ্ঞান কমে না। তাই ভাই কারো কোনো সাহায্য বা আপনার কোনো ইনফরমেশন এ যদি কারো ভালো হয় তাহলে দয়া করে সেই জিনিসটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন।

যারা @Hhampuz এর বাঊন্টি Ethernity Cloud করছিলা প্রায় ২ বছর আগে শেষ হয়েছে, সেই ক্যাম্পেইন এর ETNY টোকেন এই সপ্তাহের শেষে ETNY To ECLD তে Swapp করতে পারবেন। তাই যাদের কাছে আছে তারা একটু খোজ রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাউন্টি লিংক এবং তাদের অফিসিয়াল গ্রুপ লিংক নিচে দিয়ে দিচ্ছি।

Bounty Link :- https://bitcointalksearch.org/topic/bounty-ethernitycloud-round-ii-social-media-bounty-40k-etny-6-weeks-5366916
Group Link :- https://t.me/ethernitycloud


শুভ কামনা সবার জন্য।
হামপুজ আবার বাউন্টি ম্যানেজ করেছে। হ্যাঁ নিঃসন্দেহে একটি উপকারী পোষ্ট কেননা অনেকেই অতীতে বাউন্টি করেছিল কিন্তু তারা হয়তো এখন বিরত রয়েছে। নতুন আপডেট আসলে তারা নাও জানতে পারে । এই পোস্টের মাধ্যমে আমরা এই প্রজেক্ট এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারব এবং এক্সচেঞ্জ লিস্ট হবে কি হবে না এটাও জানতে পারবো।



">অফ টপিক

এটা সত্যি কথা যে, এক সময় পাকিস্তান এবং ভারতের খেলা মানে বাংলাদেশ টানটান উত্তেজনা অনুভব করত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি উত্তেজনা অনুভব করে ভারত-বাংলাদেশের খেলায়। "পাকিস্তান এবং ভারতের খেলায় উত্তেজনাটা এখন আর আগের মত নাই।" পাকিস্তান-বাংলাদেশ বা বাংলাদেশ-ভারতের খেলাই বেশি উত্তেজনা অনুভব করে মানুষ।
আজকে সে কাঙ্খিত বাংলাদেশ ভারত ম্যাচ। এই ম্যাচে অনেক উত্তেজনা বিরাজ করবে কেননা বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশ সাপোর্ট করবেই পাশাপাশি পাকিস্তানি সাপোর্টাররাও বাংলাদেশকে সাপোর্ট করবে। অস্ট্রেলিয়ার সাপোর্টার ও বাংলাদেশকে সাপোর্ট করবে কেননা অস্ট্রেলিয়া ইতিমধ্যে ভারতের সাথে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে অনেক অবনমিত অবস্থায় রয়েছে। ইংল্যান্ডেও একই সাথে ইন্ডিয়ার পরাজয় চাইবে এটাই স্বাভাবিক। সুপার4 পয়েন্ট টেবিলে রেংকিং এ থাকতে হলে উপরের দলগুলো দুর্বল দলগুলোর সাথে পরাজিত হলেই কেবল সম্ভব।
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ টানা দুই ম্যাচ টানা  হারে সাত পেয়েছে তাই এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে হলে ভারতের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার সম্ভাবনা নেই। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা বাংলাদেশ ভারতের ম্যাচ হলেই তারা যেন খুবই আগ্রহ নিয়ে খেলা দেখতে বসি। অনেক  ক্রিকেট ভক্ত আছে যারা বলে যে ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবে। আগে ভারত পাকিস্তানের ম্যাচ হলে অনেক উত্তেজনা বিরাজ করতো ক্রিকেট ভক্তদের মাঝে এখন পাকিস্তান ভারতের ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারতের ম্যাচ বেশি উত্তেজনাময় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। আমরা যারা ক্রিকেট ভক্ত আছে অবশ্যই আমরা চাইবো বাংলাদেশে আজকে অনেক ভালো খেলুক এবং ভারতের সাথে জয়লাভ করুক।
newbie
Activity: 14
Merit: 1
October 18, 2023, 11:19:25 PM
জানি না এই বিষয়ে এখানে পোস্ট করা উচিত হবে কিনা? আমি কয়েক দিন হলো বিয়ে করেছি, Grin গ্লোবালে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই। আমি আমার স্ত্রীকে বিটকয়েন সম্পর্কে শিখিয়েছি এবং তাকে কিছু বিটকয়েন উপহার দিয়েছি। যাইহোক আমার স্ত্রীকে বিটকয়েন শেখানোর সময় তিনি বিটকয়েন এর লগো দেখেছিলেন। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন মেয়েদের কাজ কী? Grinএবং এক পর্যায়ে আমাকে উপহার দেওয়ার জন্য বিটকয়েনের লগো দিয়ে পকেট রুমাল বানানের উৎসাহ জাগে। আমার আর কী করার কথা না শুনলে তো Grin। আমি তাকে তার প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। এক পর্যায়ে রুমাল বানিয়ে ফেলেছেন Grin। আমি আমার স্ত্রীর এই রকম উপহার পেয়ে মুগ্ধ হয়েছি। যদিও এখন পকেট রুমাল এর ব্যবহার নেই। তবুও স্ত্রীর বানানো উপহার পকেটে রাখা লাগবে।

সত্যিই আপনি অনেক ভাগ্যবান। কারণ এরকম বউয়ের হাতে গিফট কয়জনেই বা পায়। আপনার যে রকম এখন অনুভূতি হচ্ছে যাদের বউ নেই তাদের হয়তো এরকম অনুভূতি হচ্ছে না। Grin
আপনার স্ত্রীর কারুশিল্পের দক্ষতা অনেক ভালো তা আপনাকে দেওয়া এই রুমাল দেখে বোঝা যাচ্ছে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 18, 2023, 10:34:40 PM
জানি না এই বিষয়ে এখানে পোস্ট করা উচিত হবে কিনা? আমি কয়েক দিন হলো বিয়ে করেছি, Grin গ্লোবালে একটা পোস্ট দিয়েছিলাম। হয়তো অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই। আমি আমার স্ত্রীকে বিটকয়েন সম্পর্কে শিখিয়েছি এবং তাকে কিছু বিটকয়েন উপহার দিয়েছি। যাইহোক আমার স্ত্রীকে বিটকয়েন শেখানোর সময় তিনি বিটকয়েন এর লগো দেখেছিলেন। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন মেয়েদের কাজ কী? Grinএবং এক পর্যায়ে আমাকে উপহার দেওয়ার জন্য বিটকয়েনের লগো দিয়ে পকেট রুমাল বানানের উৎসাহ জাগে। আমার আর কী করার কথা না শুনলে তো Grin। আমি তাকে তার প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে কিনে এনে দিয়েছিলাম। এক পর্যায়ে রুমাল বানিয়ে ফেলেছেন Grin। আমি আমার স্ত্রীর এই রকম উপহার পেয়ে মুগ্ধ হয়েছি। যদিও এখন পকেট রুমাল এর ব্যবহার নেই। তবুও স্ত্রীর বানানো উপহার পকেটে রাখা লাগবে।

sr. member
Activity: 532
Merit: 268
October 18, 2023, 10:09:35 PM
কাউকে সাহায্য করলে নিজের কখনো জ্ঞান কমে না। তাই ভাই কারো কোনো সাহায্য বা আপনার কোনো ইনফরমেশন এ যদি কারো ভালো হয় তাহলে দয়া করে সেই জিনিসটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন।

যারা @Hhampuz এর বাঊন্টি Ethernity Cloud করছিলা প্রায় ২ বছর আগে শেষ হয়েছে, সেই ক্যাম্পেইন এর ETNY টোকেন এই সপ্তাহের শেষে ETNY To ECLD তে Swapp করতে পারবেন। তাই যাদের কাছে আছে তারা একটু খোজ রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাউন্টি লিংক এবং তাদের অফিসিয়াল গ্রুপ লিংক নিচে দিয়ে দিচ্ছি।

Bounty Link :- https://bitcointalksearch.org/topic/bounty-ethernitycloud-round-ii-social-media-bounty-40k-etny-6-weeks-5366916
Group Link :- https://t.me/ethernitycloud


শুভ কামনা সবার জন্য।
হামপুজ আবার বাউন্টি ম্যানেজ করেছে। হ্যাঁ নিঃসন্দেহে একটি উপকারী পোষ্ট কেননা অনেকেই অতীতে বাউন্টি করেছিল কিন্তু তারা হয়তো এখন বিরত রয়েছে। নতুন আপডেট আসলে তারা নাও জানতে পারে । এই পোস্টের মাধ্যমে আমরা এই প্রজেক্ট এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারব এবং এক্সচেঞ্জ লিস্ট হবে কি হবে না এটাও জানতে পারবো।



">অফ টপিক

এটা সত্যি কথা যে, এক সময় পাকিস্তান এবং ভারতের খেলা মানে বাংলাদেশ টানটান উত্তেজনা অনুভব করত। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বেশি উত্তেজনা অনুভব করে ভারত-বাংলাদেশের খেলায়। "পাকিস্তান এবং ভারতের খেলায় উত্তেজনাটা এখন আর আগের মত নাই।" পাকিস্তান-বাংলাদেশ বা বাংলাদেশ-ভারতের খেলাই বেশি উত্তেজনা অনুভব করে মানুষ।
আজকে সে কাঙ্খিত বাংলাদেশ ভারত ম্যাচ। এই ম্যাচে অনেক উত্তেজনা বিরাজ করবে কেননা বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশ সাপোর্ট করবেই পাশাপাশি পাকিস্তানি সাপোর্টাররাও বাংলাদেশকে সাপোর্ট করবে। অস্ট্রেলিয়ার সাপোর্টার ও বাংলাদেশকে সাপোর্ট করবে কেননা অস্ট্রেলিয়া ইতিমধ্যে ভারতের সাথে পরাজিত হয়ে পয়েন্ট টেবিলে অনেক অবনমিত অবস্থায় রয়েছে। ইংল্যান্ডেও একই সাথে ইন্ডিয়ার পরাজয় চাইবে এটাই স্বাভাবিক। সুপার4 পয়েন্ট টেবিলে রেংকিং এ থাকতে হলে উপরের দলগুলো দুর্বল দলগুলোর সাথে পরাজিত হলেই কেবল সম্ভব।
newbie
Activity: 14
Merit: 1
October 18, 2023, 09:44:31 PM
কাউকে সাহায্য করলে নিজের কখনো জ্ঞান কমে না। তাই ভাই কারো কোনো সাহায্য বা আপনার কোনো ইনফরমেশন এ যদি কারো ভালো হয় তাহলে দয়া করে সেই জিনিসটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন।

যারা @Hhampuz এর বাঊন্টি Ethernity Cloud করছিলা প্রায় ২ বছর আগে শেষ হয়েছে, সেই ক্যাম্পেইন এর ETNY টোকেন এই সপ্তাহের শেষে ETNY To ECLD তে Swapp করতে পারবেন। তাই যাদের কাছে আছে তারা একটু খোজ রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাউন্টি লিংক এবং তাদের অফিসিয়াল গ্রুপ লিংক নিচে দিয়ে দিচ্ছি।

Bounty Link :- https://bitcointalksearch.org/topic/bounty-ethernitycloud-round-ii-social-media-bounty-40k-etny-6-weeks-5366916
Group Link :- https://t.me/ethernitycloud


শুভ কামনা সবার জন্য।
যারা এই বাউন্টি করছে তারা এ সম্পর্কে অবশ্য অবগত রয়েছে। তবে এখানে উল্লেখ করেছেন এটা ভালো দিক।
member
Activity: 196
Merit: 14
October 18, 2023, 07:37:57 PM
কাউকে সাহায্য করলে নিজের কখনো জ্ঞান কমে না। তাই ভাই কারো কোনো সাহায্য বা আপনার কোনো ইনফরমেশন এ যদি কারো ভালো হয় তাহলে দয়া করে সেই জিনিসটা এখানে শেয়ার করার চেষ্টা করবেন।

যারা @Hhampuz এর বাঊন্টি Ethernity Cloud করছিলা প্রায় ২ বছর আগে শেষ হয়েছে, সেই ক্যাম্পেইন এর ETNY টোকেন এই সপ্তাহের শেষে ETNY To ECLD তে Swapp করতে পারবেন। তাই যাদের কাছে আছে তারা একটু খোজ রাখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বাউন্টি লিংক এবং তাদের অফিসিয়াল গ্রুপ লিংক নিচে দিয়ে দিচ্ছি।

Bounty Link :- https://bitcointalksearch.org/topic/bounty-ethernitycloud-round-ii-social-media-bounty-40k-etny-6-weeks-5366916
Group Link :- https://t.me/ethernitycloud


শুভ কামনা সবার জন্য।
newbie
Activity: 8
Merit: 0
October 18, 2023, 02:36:20 PM
@DYING_S0UL Congratulations 🎉 নতুন পদমর্যাদা অর্জন করার জন্য। আমাদের বাংলা থ্রেড আরো একজন অভিজ্ঞ লোক দ্বারা পূর্ণ হলো।
sr. member
Activity: 532
Merit: 268
October 18, 2023, 02:18:16 PM

আপনার ছবিটার সাথে ঠিক @Z_MBFM ভায়ের ছবিটার সাথে কিছুটা মিল আছে। ধরুন আপনি বা আমি মার্কেটে প্রবেশ করলাম একটা নির্দিষ্ট দামে, যখন কিনবেন তখন থেকে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত আপনার কয়েন হোল্ড করে রাখবেন ততদিন পর্যন্ত মার্কেট সমান্তরাল গতিতে থাকবে। যখনই আপনি আপনার হোল্ড করা কয়েন বিক্রি করে দিবেন ঠিক তার কয়েকদিন পর অথবা ওই দিনই দেখবেন মার্কেটের কি অবস্থা। অর্থাৎ হোল্ড করার সময় বাড়বে না বরং ঠিক যখন বিক্রি করে দিবেন তখন মার্কেট উর্ধ্বমুখী হতে থাকবে।


ট্রেড Vs হোল্ডিং






@DYING_S0UL ফোরামে পদোন্নতি করায় অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার পদোন্নতি আমাদের সামনের দিনগুলোতে অনুপ্রেরণা দিবে এবং আপনার মত আমরাও যেন পদোন্নতি পেতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা দিবেন ইনশাআল্লাহ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 18, 2023, 12:31:26 PM
ভাইরে ভাই সঠিক সময় মার্কেটে প্রবেশ করেছিলাম কিন্তু যখন দেখলাম ১৪ ডলার লাভ হয়েছে তখন আর মাথায় ভূত চেপে বসলো। ধর তক্তা মার পেরেক নীতি অনুসরণ করে ক্লিক করলাম এবং ১৪ ডলার লাভে বিক্রি করে দিলাম। বিক্রি করার পরের অবস্থা আপনারাই দেখে বিবেচনা করেন হোল্ডিং করা আমার পক্ষে সম্ভব কিনা। অবশ্যই এই ব্যাপার নিয়ে লিটল মাউস বাই অনেক আগে আমাকে Enjin টোকেন ক্রয় করতে বলেছিল কিন্তু এতদিন লম্বা হোল্ড করতে হবে এই ধৈর্যটা আমার মধ্যে নেই। জীবনে অনেক ধৈর্যের পরীক্ষায় হেরে গেছি তাই নতুন করে ধৈর্য ধরে আমার পক্ষে সম্ভব নয়। মাত্র ১৪ ডলারের প্রফিটের ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি নাই আর মিলিয়ন ডলার লাভ হলে আমার পক্ষে দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব হবে না তাই আমায় দিয়ে মিলিয়ন ডলারের স্বপ্ন মনে লালন করা কখনো সম্ভব হবে না।
আসলে লিটল মাউস ভাইয়ের দেখানো স্ট্র্যাটেজিটা কিন্তু যৌক্তিক কিন্তু বিষয় হলো গিয়ে কয়েন্স সিলেকশন করতে গিয়ে যদি ওই  ধাপ গুলোর একটি ধাপে লসের সম্মুখীন হন তাহলে সমস্যাটা হবে।
যাইহোক আপনি তো দারুন লাভ করেছেন একদিনে ১৪ ডলার খারাপ না তো। এমন করে যদি আপনার নিয়মিত প্রফিট হয় তাহলে এটাও খারাপ না। আসলে আমি নিজেও খুব অধৈর্য প্রকৃতির একটা মানুষ তারপরেও এইসব শর্ট টার্ম ট্রেডিং যত বারই করতে গিয়েছি ততোবারই আমার লস এর সম্মুখীন হতে হয়েছে কারন আমি টেকনিক্যাল এনালাইসিসের বেশি কিছু জানিনা। তাই লং টার্ম স্ট্র্যাটেজি ফলো করতেছি এখন দেখিয়েতে করে ভবিষ্যতে কোন ভালো ফলাফল আসে কিনা  Roll Eyes

আপনি তো ভাই পুরা পোস্ট কপি করছেন পোস্টে যে কিছু বানান ভূল আছে তাও আপনি সংশোধন করেননি। আপনি তো নিজেও মনে হচ্ছে বোঝেন না যে ফিউচার ট্রেডিং কিভাবে কাজ করে। ১২৫x লিভারেজ শুধুমাত্র বিটকয়েনের জন্যেই নেওয়া যায় অন্যান্য কয়েন বা টোকেনের জন্য আপনি সর্বোচ্চ ২০x লিভারেজে ট্রেড করতে পারবেন। আর বাকি বিবরণ ঠিক আছে। আপনি এই পোস্ট অন্যের থেকে কপি করেছেন তাই এটা উল্লেখ করা উচিৎ ছিলো আপনার। যেভাবে পোস্টটা করছেন তাতে প্লাগারিসম হিসেবে গন্য হবে। আপনে এই কাজ প্রথম করেন নাই গ্লোবালে যেয়েও আপনি এমন কাজ করছেন যার কারনে একটা ন্যাচারাল  ট্যাগও খাইছেন।
বাহ জিনিসটা তো মাত্র খেয়াল করলাম তিনি আল্ট কয়েন টক এর পোস্ট থেকে হুবুহু কপি করেছে। আমি তো তাকে জ্ঞানী মানুষ ভেবে বসেছিলাম সোর্সটা আমার চোখেই পড়েনি এজন্য। যাইহোক নতুন যারা আছেন মেরিট পাওয়ার জন্য এইসব পদ্ধতি অবলম্বন না করে নিজস্ব কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করুন। এইভাবে নতুন একাউন্ট দিয়ে পোস্ট করলে গ্লোবালের দিটি মেম্বাররা এভাবেই জার্নি শুরু হওয়ার আগেই ন্যাচারাল দিয়ে রাখবেই।


DYING_S0UL ব্রাদার অভিনন্দন আপনাকে ফুল মেম্বার কমিউনিটিতে । অন্যের দীর্ঘ যাত্রার জন্য শুভেচ্ছা রইল।
sr. member
Activity: 546
Merit: 309
October 18, 2023, 11:59:17 AM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 18, 2023, 11:34:15 AM

@DYING_S0UL ভাইকে বিশেষভাবে অভিনন্দন,  আপনি আজকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আমাদের এই লোকাল সম্প্রদায়ের একজনের রেংক আফ করা মানেই, আমাদের লোকাল থ্রেড আরও একটু উন্নতির দিকে এক পা এগিয়ে যায়। ভাই আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি ফুল মেম্বার হওয়ার আগে যেভাবে একটিভ ছিলেন আশা করি এখনো আপনি সেরকমভাবেই একটিভ থাকার চেষ্টা করবেন। আপনার প্রতি দুয়া আপনি আরও অনেক বড় হন।
sr. member
Activity: 434
Merit: 350
October 18, 2023, 11:27:41 AM
এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি বাইনারি অপশন ট্রেড কি? আমরা তো অনেকেই অনেক রকমের ট্রেড করে থাকি। যেমন ফিউচার ট্রেড, তাছাড়া কোন কয়েন কিনে Long term trade and short term trade. আমি আজকে আমার টিক টক অ্যাপ এ ভিডিও দেখার সময় একটি ভিডিও দেখলাম বাইনারি ট্রেড নিয়ে। সেখানে দেখতে পারলাম যে মাত্র দুই থেকে তিন মিনিট এর মধ্যে হাজার হাজার ডলার তারা ইনকাম করছে। এখন আমার মনে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করে।
আমি বাইনারি ট্রেড সম্পর্কে পরিপূর্ণ জানিনা তবে আমার এক বন্ধু এই ট্রেড করে যার কাছে আমি এই সম্পর্কে কিছুটা শুনেছি এমনকি তার দেওয়া লিংক থেকে আমি একাউন্টও করেছিলাম কিন্তু আমি এগুলো করিনি এখনো। হ্যাঁ আমরা Future trade, কোন কয়েন কিনে long term ট্রেড করি ঠিক কিন্তু এইসব ট্রেড এর সাথে বাইনারি ট্রেড এর কোন মিল নেই। কারণ এই ট্রেড হয় দুটি কারেন্সির মাধ্যমে মানে দুটি দেশের দুই কারেন্সি। সাধারণত টেলিগ্রাম এ গ্রুপের সিগন্যাল কপি করে এই ট্রেড করে। Binary trade করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশল। এমনকি এই ট্রেড হয়ে থাকে খুব অল্প সময়ের মধ্যে। আপনি যদি এই ট্রেডে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে প্রচুর কৌশলী হতে হবে তা না হলে আপনি প্রফিট করতে পারবেন না তার অন্যতম কারণ হচ্ছে এই ট্রেড হয়ে থাকে অল্প সময়ের জন্য। আমাদের দেশের মানুষ এই ট্রেড করে তবে আমাদের দেশের নিজস্ব কারেন্সিতে এ ট্রেড হয় না। Binary trade সম্ভবত ২০০৮ সাল থেকে শুরু হয়। Binary trade সম্পর্কে আমার যেটুকু জানা ছিল আমি সেটুকু তুলে ধরলাম হয়তো আরও বড় যারা আছে তারা ভালোভাবে আপনাকে বোঝাতে পারবে এই ট্রেড সম্পর্কে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 18, 2023, 11:17:23 AM
টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন? ১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।

ভাই আবারো একটি Bump মেরে দিলাম। আশা করতেছি যে নতুন আপডেট জানাবেন। এখন কি অবস্থা, কতদূর টার্গেট পূরণ হলো ইত্যাদি। অনেকদিন তো কিছু শুনিনা। রিপ্লাইয়ের আশায় রইলাম। Smiley
লিটল মাউস ভাইয়ের কোটেশনটা দেখে আমার আজকের একটি ট্রেডিং এর ঘটনা মনে পড়ে গেল। আমাদের জন্য ভাই মিলিয়ন ডলারের স্বপ্ন দেখা একটি  অলিক বস্তু মাত্র। কিভাবে আমার মাথায় ধরে না। ১০০ ডলার দিয়ে এক মিলিয়ন ডলার হবে কেমনে? হয়তো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে হবে যেটা আমার পক্ষে কখনো করা সম্ভব না। একটি পারিবারিক খরচের জন্য ধার করে ৩০ হাজার টাকা এনেছিলাম এবং সেই টাকাটা পরিশোধ করতে কয়েকদিন হল Shasan ভাইয়ের কাছ থেকে ৩০০ ডলার এনেছিলাম লোন। কিন্তু যার কাছ থেকে ধার করে পারিবারিক খরচ করেছিলাম সেই লোকটার টাকাটা কিছুদিন পরে নেবে বলে জানিয়ে দেয়। তাই ভাবছিলাম তো কয়েকদিন পরে টাকা লাগবে তাই দু চারটা ট্রেড করি এর জন্য বাইনান্সে OOKI (OOKI Dao) @0.001817 রেটে প্রায় 200 ডলার দিয়ে ক্রয় করি যখন মার্কেটে ডাম্পিং সিটেশনে ৩০% এর কাছে ছিল। ভাইরে ভাই সঠিক সময় মার্কেটে প্রবেশ করেছিলাম কিন্তু যখন দেখলাম ১৪ ডলার লাভ হয়েছে তখন আর মাথায় ভূত চেপে বসলো। ধর তক্তা মার পেরেক নীতি অনুসরণ করে ক্লিক করলাম এবং ১৪ ডলার লাভে বিক্রি করে দিলাম। বিক্রি করার পরের অবস্থা আপনারাই দেখে বিবেচনা করেন হোল্ডিং করা আমার পক্ষে সম্ভব কিনা। অবশ্যই এই ব্যাপার নিয়ে লিটল মাউস বাই অনেক আগে আমাকে Enjin টোকেন ক্রয় করতে বলেছিল কিন্তু এতদিন লম্বা হোল্ড করতে হবে এই ধৈর্যটা আমার মধ্যে নেই। জীবনে অনেক ধৈর্যের পরীক্ষায় হেরে গেছি তাই নতুন করে ধৈর্য ধরে আমার পক্ষে সম্ভব নয়। মাত্র ১৪ ডলারের প্রফিটের ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি নাই আর মিলিয়ন ডলার লাভ হলে আমার পক্ষে দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব হবে না তাই আমায় দিয়ে মিলিয়ন ডলারের স্বপ্ন মনে লালন করা কখনো সম্ভব হবে না।



sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 18, 2023, 11:01:43 AM
টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন? ১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।

ভাই আবারো একটি Bump মেরে দিলাম। আশা করতেছি যে নতুন আপডেট জানাবেন। এখন কি অবস্থা, কতদূর টার্গেট পূরণ হলো ইত্যাদি। অনেকদিন তো কিছু শুনিনা। রিপ্লাইয়ের আশায় রইলাম। Smiley
sr. member
Activity: 532
Merit: 268
October 18, 2023, 10:57:34 AM

এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি বাইনারি অপশন ট্রেড কি? আমরা তো অনেকেই অনেক রকমের ট্রিড করে থাকি। যেমন ফিউচার ট্রেড, তাছাড়া কোন কয়েন কিনে Long term trade and short term trade. আমি আজকে আমার টিক টক অ্যাপ এ ভিডিও দেখার সময় একটি ভিডিও দেখলাম বাইনারি ট্রেড নিয়ে। সেখানে দেখতে পারলাম যে মাত্র দুই থেকে তিন মিনিট এর মধ্যে হাজার হাজার ডলার তারা ইনকাম করছে। এখন আমার মনে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করে।
Binary trading বিষয়টাও আমার কাছে নতুন তবে বড় ভাইয়েরা যারা আছেন তারা হয়তো কিছুটা বলতে পারবে।Spot trading, পিটুপি, margin trading, Future trading , Copy trading এগুলো নিয়ে এখানে অনেক আলোচনা হয়েছে আমরা সেটা জানি কিন্তু বাইনারি ট্রেডিং নিয়ে এখানে আলোচনা এ পর্যন্ত হয়নি।
@Little Mouse,@Learn Bitcoin এই অভিজ্ঞতা সম্পন্ন ভাইয়েরা হয়তো কিছুটা পরামর্শ দিতে পারে। আমরা তাদের উপযুক্ত উত্তরের জন্য অপেক্ষা করবো।
ভাই টিক টকের ভিডিওতে মাত্র তিন মিনিটের ভিডিওতে লক্ষ লক্ষ টাকা লাভ দেখাতে পারে কিন্তু ভাই বাস্তবে কি এতটাই সম্ভব। আপনাকে টিকটকে শুধু লাভ দেখিয়েছে কিন্তু লোকশানের ভিডিওটা যদি আপনি দেখতেন তাহলে বুঝতে পারতেন। অনেক সময় ভিডিওতে শুধু পজিটিভ ভিডিও দেওয়া হয় কিন্তু এর নেগেটিভ কোন ইম্প্যাক্ট জনগণের সামনে তুলে ধরা হয় না। এটাই হচ্ছে ট্রেডিং স্ট্রাটিজি।
newbie
Activity: 8
Merit: 0
October 18, 2023, 10:51:42 AM
sr. member
Activity: 532
Merit: 268
October 18, 2023, 10:05:30 AM
Jump to: