জানতামই না, ফোরামের নিজস্ব ডেডিকেটেড হোস্টিং সাইট আছে।
ফোরামের নিজস্ব হস্টিং সাইট কোথায় আছে? ভুল তথ্য ছড়াবেন না।
BBcode এর কথা তো বাদই দিলাম। ঐটা আয়ত্ব করতে আমার মিনিমাম ১৫-২০ দিন লাগছিল। আর এদের দেখি কি সুন্দর পরিপাটি মার্জিন মারা ডিজাইন ওয়ালা BBcode এর ব্যবহার দেখায়, কেমনে বোল্ড করে, ইটালিক করে, সাইজ করে সব পারে।
এইটা কোন রিজন হতে পারে না। আপনি জানেন না মানে যে অন্য কেউ জানবে না তা তো সঠিক নয়। SMF বর্তমানে জনপ্রিয় না হলেও একটা সময় সবচেয়ে জনপ্রিয় ফোরাম সফটওয়্যার ছিল। আমি নিজেও এই ফোরাম ব্যবহারের আগে আরো দুইটি একই ধরনের ফোরাম ব্যবহার করেছি।
ভাই আপনি হয়তো আমার লেখা ভালোভাবে পড়েননি। আমি ঐখানে ডেডিকেটেড শব্দটা ব্যবহার করছি। হ্যা talkimg হয়তো ফোরামের অফিসিয়াল ইমেজ হোস্টিং সাইট না। বাট talkimg ফোরামের জন্যই আলাদাভাবে ডিজাইন করা হইছে। আমার নিজস্ব বলা ঠিক হইনি হয়তো, বাট কোনো এক দিক থেকে নিজস্ব বলা যায়। যেমন: BIP, Ninjastic, LoyceVclub, Talkimg এগুলো অফিসিয়াল সাইট না। বাট অফিসিয়াল সাইটের সাব-সাইটের সমতুল্য বলা যায় কোন এক সেন্স থেকে। আমি কোন মিনিং করে কথাটা বলছিলাম হয়তো বুঝছেন।
আর BBcode এর কথাটা সবার ক্ষেত্রে এক না। আপনি একজনের লেখার ধরন, স্টাইল দেখলে অনেককিছু ধরতে পারবেন। কে সিটপোস্টে করতেছে, কে মেরিট ফার্মিং করতেছে হালকা হলেও বোঝা যায়।
এদের কম বেশি সবার লেখার প্যাটার্ন এক। এটা আমার কথা না। রেপুটেড গ্লোবাল মেম্বারদের কথা। আপনি মানেন আর না মানেন।
আমি বোল্ড করে কোট করে দিলাম lovesmayfamilis এর কথাটা।
I present a new image hosting service, specially designed for BitcoinTalk and the entire community.
After a few years of noticing how many images do not appear correctly in the forum or are very slow to load, not to mention the images that stop appearing after a few months or years, the TalkImg project was born.
In addition, they create low-quality themes, adding only a link and a picture. A newcomer who knows about forum image hosting from the very first days brings a smile.
To stop this chaos, I have tagged a few enterprising people who post news simply by copying and pasting, and as soon as they stop doing this, I will remove the neutral tag from them.