Author

Topic: বাংলা (Bengali) - page 129. (Read 5700728 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 24, 2023, 07:19:18 AM
ভাই দেশটা রসাতলে চলে গেছে। সরকার শুধু উপরে উপরে সবাই কে দেখায় সবকিছু নিয়ন্ত্রণে আছে। দেখায় ফিটফাট বাট আসলে সদরঘাট। আর হয়তো বেশিদিন নাই, যখন বাংলাদেশও শ্রীলংকার মতো দেউলিয়া হয়ে যাবে। ইতিমধ্যেই IMF এর কাছে যে পরিমাণ ঋণি বাংলাদেশ তা পরিশোধ করতে সাধারণ মানুষের রক্ত বেচা লাগবে। দেশটা মনে হয় তাদের বাপের। শত শত কোটি কোটি টাকা দিয়ে যে উন্নয়ন করছে তাতে শুধুমাত্র উচ্চশ্রেণীর মানুষদের ফয়দা হইছে, নিম্নবিত্ত, গরিবদের জীবনের মানে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।

আজ বাজারে গেছিলাম, সাধারণত সব বাজারসাজার আমিই করি। আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উধ্বগতি, তারপরে আজ দেখলাম দাম আবার বাড়ছে। ৪৫ টাকায় আলু কিনা সাধ্যের বাহিরে অনেকের, আজ শুনি ৫০ টাকা কেজি। ২ দিন আগেও ডিম এক কেস ছিল ৩৬০ করে আজ শুনি ৩৮০ টাকা। ইন্ডিয়ান পিয়াজ ৭৫ টাকা, দেশিটা ৯০ টাকা। দেশে নাকি আলু পেয়াজের যথেষ্ট মজুদ আছে। লল। আদা রসুনের কথা আর কি বলবো, এক দাম ২০০ টাকা কেজি। ২৫০ গ্রাম করে কেনা ছাড়া উপায় নাই। প্যাকেট তেল চলে ৯৬০, হাহা। মাছ মাংসের কথা বাদ দিলাম, ঐটা বড়লোকি ব্যাপার স্যাপার।

আজ আমরা কই ছিলাম আর কই আছি। আমাদের ভবিষ্যৎ কোথায়? যারা বড় বড় গদিতে বসে আছে, উচু উচু এসি বিল্ডিং এ থাকে, মার্সেডিসে চলে তারা কেমনে বুঝবে আমাদের কষ্ট। তারা কেমনে বুঝবে কি পরিমাণ অসহায় আমরা।

বিশ্বাস করেন ভাই, আজ আমার কি পরিমাণ যে খারাপ লাগছে বাজার করতে যেয়ে। রাগে, ক্ষোভে মরে যেতে ইচ্ছা হয় মাঝে মাঝে।একটা জিনিস কিনতে গেলে ১০০ টা দোকান ঘুরতে হয় ১০০ বার ভাবছে হয়, নিবো কিনা নিবোনা। মানুষ কিভাবে যে বেঁচে আছে, তা উপরওয়ালা ছাড়া আর কেউ জানেনা।
sr. member
Activity: 476
Merit: 359
October 24, 2023, 05:08:25 AM
লোকাল বোর্ড এবং গ্লোবাল বোর্ড নিয়ে আমাদের এই বিটকয়েন ফোরাম। প্রত্যেক মাসেই @Rikafiq
নামক একজন ব্যক্তি বিটকয়েন ফোরামের সকল লোকাল বোর্ডের পোস্ট,মেরিট এবং একটিভ সদস্য সংখ্যা নিয়ে আলাপ আলোচনা করে এবং একটি পোস্ট তৈরি করে। যেখানে দেখানো হয় বিভিন্ন লোকাল বোর্ডের সদস্যদের কার্যক্রম এবং একটিভ সংখ্যা।

সেপ্টেম্বর ২০২৩ এর লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা
এখানে উল্লেখিত ১৮টি লোকাল বোর্ডের মোট পোষ্ট সংখ্যা হয়েছে ১৮৭৪১টি। তার মধ্যে সবচেয়ে বেশি পোস্ট করা হয়েছে রাশিয়ান লোকাল বোর্ডে। রাশিয়ান লোকাল বোর্ডের লোকেরা সেপ্টেম্বর মাসে ৬০০০ প্লাস পোস্ট করেছে। আমাদের বাংলাদেশের তথা বাংলা লোকাল বোর্ড সর্বোচ্চ পোস্ট কারীর দিক থেকে ১১ নাম্বারে রয়েছে। বাংলাদেশের লোকাল বোর্ডের পোস্ট সংখ্যা হয়েছে ৩৯১ টি।



২০২৩ সালের সেপ্টেম্বর মাসের লোকাল বোর্ডের একটিভ সদস্য সংখ্যা
একটিভ সদস্য সংখ্যার দিক থেকেও রাশিয়ানদের আধিপত্য রয়েছে তাদের লোকাল বোর্ডে সবচেয়ে বেশি সদস্য একটিভ রয়েছে। রাশিয়ানদের একটিভ সদস্য সংখ্যা ৪৪৫ অন্যদিকে বাংলাদেশের মাত্র ৪৫ জন। আমরা আশা করতে পারি ভবিষ্যতে আমাদের একটিভ সদস্য সংখ্যা আরো বৃদ্ধি পাবে আমাদের লোকাল বোর্ডে।


২০২৩ সালের সেপ্টেম্বর মাসের লোকাল বোর্ডের সদস্যদের পোস্টের পরিমাণ
সেপ্টেম্বর মাসে গ্রিক লোকাল বোর্ড  সবচেয়ে বেশি পোস্ট করেছে সেই বোর্ডের সদস্যরা। তারা প্রায় শত করা ৫৭% পোস্ট করেছে।


সেপ্টেম্বরে যতগুলো মেরিট আদান প্রদান করা হয়েছে লোকালবোর্ড গুলোর মধ্যে।
এখানে উল্লেখিত ১৮টি লোকাল বোর্ডের মধ্যে ৯৮৩৫টি মেরিট স্থানান্তরিত হয়েছে সদস্যদের মধ্যে।
তার মধ্যে রাশিয়ান বোর্ডের সবচেয়ে বেশি মেরিট স্থানান্তরিত হয়েছে। রাশিয়ান বোর্ডের সদস্যদের মধ্যে মেরিট আদান প্রদান হয়েছে সর্বমোট 2137 টি। ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলা লোকাল বোর্ডে মেরিট আদান প্রদান করা হয়েছে ২২৭টি।


২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আমাদের বাংলা লোকাল বোর্ডের সর্বোচ্চ পোস্টকারী একটিভ সদস্য গুলো হল:
1. Learn Bitcoin [40]
2.  DYING_S0UL [38]
3.  Subbir [36]
4. Crypto Library [21]
5. Bd officer [18]
6. Z_MBFM [18]
7.  roksana.hee [18]
8.  HelliumZ [17]
9. Little Mouse [16]
10.  Shishir99 [15]

পোস্টটি করতে এখান থেকে সাহায্য নেওয়া হয়েছে:
full member
Activity: 546
Merit: 164
October 24, 2023, 04:28:19 AM
sr. member
Activity: 616
Merit: 322
October 24, 2023, 03:36:29 AM
এটা অনেকটা কার্যকরী বিশেষ করে যারা ইমোজি লাভার। তবে এগুলো বাংলাতে শেয়ার করে কোন লাভ নাই আপনি বাংলা থেকে আপনার ন্যায্য কোন কিছু পাবেন না। কারণ হলো এখানে সব সময় স্বজনপ্রীতি চলে আর আল্ট অ্যাকাউন্টগুলো বড় করে সিগনেচারে লাগানোর চেষ্টা চলে। আমি আপনার উপরের ২ পেজ আর পরের পোস্টগুলো দেখেন। কেমন পোস্টে মেরিট দেওয়া হইতেছে কিন্তু আপনি কষ্ট করে JS কোড লিখে এমন একটা স্ক্রিপ্ট বানাইছেন তবে আপনার পোস্টে কোনো মেরিট নাই। Learn Bitcoin এর আগে এক পোস্টে বলছিলো যে বাংলাদেশের কমিউনিটি ২-৩ ভাগে ভাগ হইয়ে যাচ্ছে আমি বলবো যাচ্ছে না ইতিমধ্যে হইয়ে গেছে। আর বাংলা বোর্ডের পতন শুরু হইয়া গেছে।

বাংলা বোর্ডটার অবস্থা হইছে (আল্টকয়েনটক) এর মতো একটা সময় ছিলো ঐ ফোরামটা অনেক এক্টিভ ছিলো এর পর সেখানে বাউন্টি, সিগনেচার যাওয়া শুরু করলো আর শুরু হইলো একজন আরেকজনের পেছনে লাগা এভাবে ফোরাম ছাড়তে শুরু করলো ইউজাররা আর এখন পুরা ফোরামি প্রায় ইনএক্টিভ হইয়া গেছে। আমাগো বাংলা বোর্ডটাও কিছুদিন অনেক গরম ছিলো তবে দলে দলে ভাগ হইয়া যাওয়ায় কেমন জানি হইয়া যাইতেছে।
full member
Activity: 490
Merit: 119
October 24, 2023, 01:03:14 AM
মার্কেট এনালাইসিস করতে না পারলে ফিউচার ট্রেডিং ছেড়ে দেন। ফিউচার ট্রেডিং করে আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। ফিউচার ট্রেডিং ছেড়ে দেন পারলে স্পট ট্রেডিং করেন যদিও কম প্রফিট হবে তারপর ও আপনার তহবিল হারানোর সম্ভাবনা নেই।


@2Pizza410000BTC ভাই, আপনার এই পরামর্শটা আমার সত্যি খুব ভালো লেগেছে। ফিউচার ট্রেডিং অবশ্যই লাভজনক যদি মার্কেট রিসার্চটা সঠিকভাবে করতে পারেন। ফিউচার ট্রেডিংয়ে লাভ লস যে কোন কিছু হতে পারে। অবশ্যই ফিউচার ট্রেডিংয়ে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আর আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে অবশ্যই ফিউচার ট্রেডিং আপনার জন্য না। আপনি স্পট ট্রেডিং করতে পারেন, স্পট ট্রেডিং কিন্তু আপনার মূলধন হারানো সম্ভব না নাই। আমি নিজেও অল্পস্বল্প স্পট ট্রেডিং করেছি পূর্বে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
October 24, 2023, 12:29:52 AM
sr. member
Activity: 546
Merit: 268
October 24, 2023, 12:20:14 AM
full member
Activity: 490
Merit: 119
October 23, 2023, 11:59:31 PM

পরবর্তীতে আপনি আরেকটু ভালোভাবে গবেষণা করে তারপরে ফিউচার ট্রেডিং করতে যাবেন। মনে রাখবেন ভাগ্য সব সময় ফেভার করে না। আপনি হতাশ না হয়ে যে পরিমাণ বিটকয়েন আছে এই মুহূর্তে ওই পরিমাণ বিটকয়েন হোল্ড করে রেখে দিন। কে বলতে পারে ওই পরিমাণ বিটকয়েন আপনার বর্তমানে যে লস খেয়েছেন সেই লসটা রিকভারি করে দেবে।

@LDL ভাইয়ের সাথে আমিও একমত পোষণ করছি। @Bitcoin_people ভাই একটু ধৈর্য ধরেন, মার্কেট রিসার্চ করে একটু অপেক্ষা করেন। খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। একটা কথা গ্রামবাংলায় প্রচলিত আছে, আল্লাহ যখন কাউকে দেন, তখন কাঁচা খোলার সময় থাকে না; কিন্তু তার ভাগ্যের চাকা খুলে যায়!!! আলহামদুলিল্লাহ,  আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন ভালো কিছু হবে!!! আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন!
member
Activity: 196
Merit: 14
October 23, 2023, 11:55:57 PM
সবাই সবার প্রথম উপার্জন এখানে শেয়ার করতেছেন তাই আমিও আমার ছোট একটা উপার্জন শেয়ার করতে আসলাম।
আমার প্রথম উপার্জন ছিলো ৭৬৪৮ টাকা

তবে আমি আমার এই উপার্জন কে আল্লাহ এর দান মনে করি কেননা আমি আমার এই উপার্জন দিয়ে আমার বাবার চিকিৎসায় সাহায্য করতে পেরেছি।
আমার বাবার জন্য ঔষুধ আর ফ্যামিলির জন্য কিছু বাজার ও করতে পেরেছি।
আমি যখন আমার এই উপার্জন দিয়ে প্রথম বাজার করলাম এবং বাসার কেউ জানতো না হুট করে সব কিনে এনে সবাইকে চমকে দিলাম সবাই অবাক হয়ে বলেছিলো আমি টাকা কই পেলাম তখন আমি আমার মা এর হাতে কিছু টাকা দিতে বললাম মা এটি আমার প্রথম উপার্জন অনলাইন থেকে মা। মা আমায় মোবাইল টেপার জন্য অনেক বকা দিতো আমি শুধু বলতাম মা দেইখো আমি একদিন দেখাবো কেনো আমি এত ফোন টিপি। আর আমি তা করে দেখিয়েছি। আর আমি আমার এই প্রথম উপার্জন টা পেয়েছি একটা এয়ারড্রপ থেকে । এয়ারড্রপটি ছিলো টুইটার এয়ার ড্রপ।

আসলে আমি আগে ভাবতাম কিভাবে এখান থেকে ইনকাম করা যায় কিন্তু কোনোদিন কল্পনাও করিনি যে এত গুলো টাকা আমি পাবো।

আসলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আর আমি এখনো এখান থেকে সিগনেচার ক্যাম্পেইন এ জয়েন হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারিনি সেটার জন্য মেম্বার র‍্যাংক লাগবে মিনিমাম। তার জন্য আমার পর্যাপ্ত মেরিট নেই। তবে আশা করছি খুব শিগ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে। ইনশআল্লাহ একদিন আমিও পারবো। আমি করে দেখিয়ে দিবো।

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
October 23, 2023, 11:54:33 PM
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 23, 2023, 11:39:14 PM

মার্কেট Q4 বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা ছিল



আপনি যেহেতু দেখতে পেয়েছেন কিনা জানিনা বিগত কয়েক মাস ধরে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বরে বিটকয়েন মার্কেট কিন্তু বড় ধরনের বেয়ার মার্কেট দিয়েছিল। এবং সেই বিয়ার মার্কেট বেশ কিছুদিন স্থায়ী ছিল। তবে অতীতের বছরগুলোতে খেয়াল করে দেখা যায় যে প্রতি দুই বছর পর পর অক্টোবরের শেষের দিকে এসে বিটকয়েনের বাজার বৃদ্ধি পায়। যদিও এটা মানুষের একটি অনুমানযোগ্য ধারণা তবুও কয়েক বছর ধরে এরকম সিচুয়েশনে লক্ষ্য করা যাচ্ছে। আপনি এই সময় এসে বিটকয়েনের উপর ফিউচার ট্রেডিং করতে গেলেন অথচ লং না নিয়ে শর্ট মেরে দিলেন পরিশেষে বিটকয়েনের ট্রেডিং আপনাকে বড় ধরনের লস খাইয়ে দিল।

সবার যে গতি আমার/আপনার একই গতি



আপনার পোস্ট দেখে আমি একটু ঘাটাঘাটি করতে গেলাম। এই নিউজটি আমার সকালে চোখে পড়েছিল কিন্তু অতটা গুরুত্ব দেইনি। দেখুন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে 300 মিলিয়ন ডলারের বিটকয়েন অলরেডি লিকুইডেশন খেয়ে গেছে। আপনি মনে করেন এই 300 মিলিয়নের ভিতরে আপনার 500 ডলারের উপরে বিটকয়েন লিকুইয়েশন খেয়েছেন। আরে ভাই ফিউচারে লাভ হলে ভাই কাউরে বলতেন না অথচ লোকসান খেয়েছেন এজন্য এটা ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন। ধৈর্য ধরুন হতাশ হবেন না। আপনার ফিউচার ট্রেডিংয়ে শর্ট নেওয়াটা উপযুক্ত সময় ছিল না। পরবর্তীতে আপনি আরেকটু ভালোভাবে গবেষণা করে তারপরে ফিউচার ট্রেডিং করতে যাবেন। মনে রাখবেন ভাগ্য সব সময় ফেভার করে না। আপনি হতাশ না হয়ে যে পরিমাণ বিটকয়েন আছে এই মুহূর্তে ওই পরিমাণ বিটকয়েন হোল্ড করে রেখে দিন। কে বলতে পারে ওই পরিমাণ বিটকয়েন আপনার বর্তমানে যে লস খেয়েছেন সেই লসটা রিকভারি করে দেবে।
sr. member
Activity: 546
Merit: 268
October 23, 2023, 11:25:31 PM
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
October 23, 2023, 11:16:51 PM
আজকে নিজেরে কি বলে দাবি করবো বুঝতে পারতেছি না বোকা নাকি বো*** ই। Roll Eyes আগামীকাল রাতে বিটকয়েন মার্কেটের অবস্থা দেখে আমি ভেবেছিলাম হয়তো এখান থেকেই বিটকয়েন মার্কেটে নিচের দিকে নামতে পারে হতে পারে এটা সর্বোচ্চ হাইপ। কিন্তু তা না হয়ে বরং আমি যখন ফিউচার ট্রেডিং এ গিয়ে শর্ট নিলাম ঠিক তারপর থেকে বিটকয়েন মার্কেটে স্রোতের বেগে বাড়তে থাকে যেখানে আমি $৩১৩০০ তে শর্ট নিয়েছিলাম সেখানে বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বাড়তে বাড়তে $৩৬৪৩৪ এ গিয়েছিল। যেখানে আমাকে বিটকয়েনে লিকুইডেশন প্রাইস দিয়েছিল $৩৬৪৩৬ আমি তো ভাই এটা দেখার পর পুরাই মরা অবস্থা জীবনন্ত মারা। যাইহোক আল্লাহতালা যে আমাকে অতধুর পর্যন্ত গিয়ে ফিরে আসতে দিয়েছি এটাই অনেক। যেখানে আমি $713 ডলার দিয়ে ট্রেড নিয়েছিলাম সেখানে বিটকয়েনের মূল্য উর্ধ্বমুখী হয়ে ৫১২ ডলার লস হওয়ার পর আমি কেটে দেই যাতে আমি সমস্ত অর্থ না হারাই। এখন আমার ফান্ডে $২০০ এর মতো আছে, একবারে সম্পূর্ণ অর্থ না হারিয়ে অল্প কিছু রয়েছে, দুঃখের বিষয় হল সবগুলো ছিল আমার জীবনের উপার্জনের কিছু সংগ্রহ করে রাখা ডলার। তার চেয়ে বড় দুঃখ হচ্ছে আমি কয়েকদিন আগে sahasn ভাইয়ের কাছ থেকে $200 লোন এনেছি ওই লোনসহ আমার জমানো অর্থ ও শেষ প্রায়। আমি আজকে এমন হতবাগার মতো কাজ করেছি যা সত্যিই দুঃখজনক, যাই হোক কে যানতো যে বিটকয়েন এর মার্কেট এভাবে বৃদ্ধি পাবে। নিজের উপর নিজেরই রাগ উঠতেছে কিছুই করার নেই, আপনাদের কাছে একটু আবেগ শেয়ার করলাম। Roll Eyes

sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 23, 2023, 10:29:37 PM
সবই বুঝলাম ভাই কিন্তু নিজের পার্সোনাল ইনফরমেশন গুলো কখনোই অনলাইন প্লাটফর্মে শেয়ার করবেন না.  হোক সেটা এক বা দুই ডলার.  আমার মতে এখানে দেওয়া ছবিটা সরিয়ে ফেলাই ভালো. কিছু মনে করবেন না তবে এইটা আপনার ভালোর জন্যই বলছি.
কথা গুলো অনেক সুন্দর বলেছেন, নিজের ব্যাক্তিগত তথ্য যত সেভ রাখা যায় ততই ভালো। তার পিকচার টি ফলো করলাম সেখানে এমন কোন তথ্য দেখতে পেলাম না, যে তাকে সেই তথ্য ফলো করে আইনের লোকেরা সনাক্ত করতে পারবে। যাইহোক সবাই সতর্ক থাকুন এবং সাবধানে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত।

মূলত এই carving contest শুরু হলো তো আমাদের ফোরামে যে কোন একটি থ্রেডে পোস্ট করা হবে। পুরো অক্টোবর মাস ধরে কি Halloween 🎃 উদযাপিত হয় নাকি নির্দিষ্ট কোন একটি তারিখ আছে সেই তারিখে উদযাপিত হয়।
আমি এই হ্যালোউইন ডে নিয়ে একটা পোস্ট লিখেছিলাম হয়তো দেখছেন কিনা জানি না। হ্যালোউইন ডে পুরো অক্টোবর মাস ধরে উদযাপন করা হয় না। প্রতিবছর অক্টোবর মাসের ৩১ তারিখে উদযাপন করা হয়ে থাকে। আমাদের এই ফরামে এবার কন্টেস্ট আসবে কিনা জানি না। তবে ৩১ অক্টোবর হ্যালোউইন ডে পালন করা হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 23, 2023, 12:06:12 PM


আমি অনেক আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে কিছু  বিটকয়েন টক হিডেন ইমোজি  ছিল।  আজকের এই পোস্ট সেই ইমোজিগুলোকে  কিছু JS এর কোডের মাধ্যমে  বর্তমানের ইমোজিগুলোর  পাশে এড করতে পারবেন।
শুরুতেই বলে নেই এটা শুধু যারা ইমোজি ব্যবহার করতে বেশি পছন্দ করেন তাদের জন্য।  আমি নিজেও ইমোজি লাভার  তাই হালকা স্ক্রিপ্ট এর মাধ্যমে  এই ছোট্ট প্রচেষ্টা করা। যদিও স্ক্রিপটি  এর ভুলগুলো ঠিক করার  জন্য  চ্যাট  জিপিটি  এর সাহায্য নিয়েছি।
1. যাই হোক এটি করার জন্য আপনাকে প্রথমে  এই এক্সটেনশন গুলো এড করে নিতে হবে আপনার ব্রাউজারে Tampermonkey এবং  Greasemonkey

2. তারপর ব্রাউজার এ গিয়ে এক্সটেনশন অপশন থেকে Tampermonkey  এ ক্লিক করে ক্রিয়েট এ নিউ অপশন এ ক্লিক করতে হবে।


3. তারপর  তারপর আপনাকে নিচে দেওয়া লিংকে থেকে কোড গুলো কপি করে জাস্ট পেস্ট করতে হবে  তারপর সেভ করলেই,  দেখতে পাবেন যে ইমোজিগুলো অ্যাড হয়ে গিয়েছে।


4. আর যারা মোবাইল ইউজার আছেন  তারাও এই পোস্টটি ফলো করতে পারেন  তবে এখানে আপনাকে মোবাইল ব্রাউজার হিসেবে  সেইসব ব্রাউজারকে চুজ করতে হবে,  যেগুলো  ডেস্কটপ এক্সটেনশন সাপোর্ট করে।  এদিক থেকে আমি বলব আপনারা Kiwi  ব্রাউজার ব্যবহার করতে পারেন।

codes:
https://pastebin.com/jP6NeqeU

এই পোস্টের ইংলিশ ভার্সন

আমার আরো কিছু পোস্ট যা অনেক নতুনদের কাজে লাগতে পারে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 23, 2023, 11:48:30 AM
আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কেউ হয়তো বিষয়টা পজেটিভলি নিতে পারেন আবার কেউ হয়তো নেগেটিভলি। যে যেভাবেই নেন, বিষয়টা জরুরি।

তো মূল কথায় আসি। একটু আগে দেখলাম DVlog ভাই ইমেজ রিসাইজিং নিয়ে অনেক সুন্দর রেফারেন্স পোস্ট করেছেন। এটা আসলেই আমাদের জন্য দরকার ছিলো। কমবেশি আমরা সবাই কোনোরকম রিসাইজিং না করেই পোস্ট করে দেই। এতে ছবিগুলো দেখতেও খারাপ লাগে আবার জায়গাও অনেক খায়।

তার ঠিক রেফারেন্স পোস্টের পরেই কিছু ইউজারের পোস্ট দেখলাম যেখানে তারা একজনের জীবনের প্রথম ইনকাম নিয়ে নানারকম কথাবার্তা বলতেছে। বিষয়টা ভালো। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, যখন একজন অন্যজনকে রিপ্লাই দিচ্ছেন তখন সম্পূর্ন লেখা, ছবি কোট করে পোস্ট করতেছেন, যা দরকার ছিলোনা। "কোট", "~Snip~", "[...]" এমন কিছু লিখেই আপনি আপনার মনে ভাব প্রকাশ করতে পারতেন। এতে জায়গা অনেক কম লাগতো, এক পেজেই অনেকগুলো পোস্ট আটাইতো।

আমার এই কথা বলার কারণ হলো আমাদের এখনো লোকাল বোর্ড নাই। আমরা যাই পোস্ট করি একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়ে যায়। এতে পূর্ববর্তী ইউজারের পোস্ট ধামাচাপা পড়ে যায়। যেমন, DVlog ভাইয়ের ক্ষেত্রে দেখলাম। এতে করে তার এই দরকারি পোস্টটি অনেকের চোঁখে পড়বেই না।

আমি আশা করি আপনারা বুঝছেন আমি কি বুঝাতে চেয়েছি। আমি কারোরই কোনো সমালোচনা করতেছিনা। আপনি কিভাবে পোস্ট করবেন সেটা আপনার ব্যাপার। বাট আমি যেভাবে বল্লাম সেভাবে করলে হয়তো পোস্টগুলো আরো সুন্দর পরিপাটি দেখায়, আমার মতে। আমি নিজেও আপনাদের মতো অনেকসময় পোস্ট করি। এখনো করি। বাট এরপর থেকে চেষ্টা করবো না করার।
sr. member
Activity: 476
Merit: 359
October 23, 2023, 11:30:53 AM
Bitcoin Halloween বা আমরা যেটাকে Bitcoin Pumpkin Carving Contests নামে জানি সেটা কি শুরু হয়ে গেল নাকি।
আজকে আমার ফোনের জিমেইলে একটি মেইল এসেছে
Bitcoin Halloween 🎃 সম্পর্কে সেখানে অনেক কিছু বলা হয়েছে।
আমি আপনাদের সামনে তার সামান্য কিছু নমুনা তুলে ধরছি। এটা কি সত্যি নাকি আমি বুঝতে পারছি না।
মূলত এই carving contest শুরু হলো তো আমাদের ফোরামে যে কোন একটি থ্রেডে পোস্ট করা হবে। পুরো অক্টোবর মাস ধরে কি Halloween 🎃 উদযাপিত হয় নাকি নির্দিষ্ট কোন একটি তারিখ আছে সেই তারিখে উদযাপিত হয়।
sr. member
Activity: 1008
Merit: 366
October 23, 2023, 11:26:23 AM
~snip
সবই বুঝলাম ভাই কিন্তু নিজের পার্সোনাল ইনফরমেশন গুলো কখনোই অনলাইন প্লাটফর্মে শেয়ার করবেন না.  হোক সেটা এক বা দুই ডলার.  আমার মতে এখানে দেওয়া ছবিটা সরিয়ে ফেলাই ভালো. কিছু মনে করবেন না তবে এইটা আপনার ভালোর জন্যই বলছি.
বাংলাদেশে কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি এখনো লিগাল না. সুতরাং এই সকল ইনফরমেশন আইন বিভাগ থেকে কেউ পেলে এই সূত্র ধরে আপনাকে ঝামেলায় ফেলতে পারে.  এছাড়া আশেপাশের লোকদের থেকেও সাবধান.  আজ বন্ধু আছে তবে কাল শত্রু ও হয়ে যেতে পারে.  নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি.  অনলাইনে আপনার ডিটেইলস খুঁজে বের করা হয়তো কঠিন তবে অসম্ভব কিছু না. 

অপরদিকে আশেপাশের মানুষ আপনার ক্ষতি করতে চাইলে এই বিষয়টাকে কিন্তু অনেক খারাপ ভাবে আপনার বিপরীতে ব্যবহার করতে পারে.  সুতরাং সাবধান.

আমি জানি প্রথম নিজে আয় করা টাকা থেকে যে ইমোশন আসে তা কন্ট্রোল করা অনেক কঠিন.   কিন্তু নিজের ইনফরমেশন আপনি যত সেফ রাখতে পারবেন আপনার জন্য ততটাই ভালো.  ভুল কিছু বলে থাকলে অথবা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন.
full member
Activity: 546
Merit: 164
October 23, 2023, 10:51:50 AM
sr. member
Activity: 476
Merit: 359
October 23, 2023, 10:19:01 AM
আমাদের বাংলা বোর্ডের অনেক সদস্য আছে যাদের বর্তমান ফ্যামিলি পরিচালনা হচ্ছে সিগনেচারের টাকা দিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মেম্বার সিগনেচার থেকে প্রত্যেক মাসে তুলনামূলক ভালো পরিমাণ অর্থ ইনকাম করে। ছাত্র জীবনে যারা বিটকয়েনের সাথে জড়িয়ে পড়েছে এবং যারা সিগনেচার থেকে প্রত্যেক সপ্তাহে কিছু অর্থ উপার্জন করছে তাদের পক্ষে পরবর্তীতে চাকরি করা কষ্ট হবে। অনেকেই হয়তো এখন সিগনেচার করে ভালো পরিমাণ অর্থ ইনকাম করছে যার কারণে তারা শুধুমাত্র সিগনেচারকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিতে পারে। আমার মনে হয় বিটকয়েনে সিগনেচার আমাদের পার্ট টাইম চাকরি হওয়া উচিত, আমাদের আগে একটি ফুলটাইম জব নিশ্চিত করতে হবে। আমরা যারা লেখাপড়ার সাথে যুক্ত আছি তাদের অবশ্যই লেখাপড়া চালিয়ে যাওয়া উচিত এবং যারা অন্য পেশায় জড়িত আছি তাদের অন্য কাজ ঠিকমতো চালিয়ে পাশাপাশি বিটকয়েন টক ফোরামে সময় দিতে হবে।
যারা সিগনেচার ক্যাম্পেইনের টাকা দিয়ে নিজের ফ্যামিলির খরচ চালাচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।কারণ তারাই হয়তো তাদের ফ্যামিলির এখন একমাত্র উপার্জনকারী।একটা সত্যি কথা কি, বিটকয়েন ফোরামে যুক্ত থাকার মূল উদ্দেশ্যই হচ্ছে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। তবে যারা এই সিগনেচার ক্যাম্পেইনের সাথে যুক্ত তাদের অধিকাংশই কিন্তু ছাত্র। যারা সিগনেচার করে বর্তমান সময়ে অর্থ উপার্জন করছে তারা যদি এটাকে তাদের জীবনের পেশা হিসেবে বেছে নেয় তাহলে তারা ভুল করবে।এই সিগনেচার ক্যাম্পেইন করে কিন্তু আমাদের কোন স্কিলের ডেভেলপমেন্ট বা উন্নতি হচ্ছে না। তাই আমাদের উচিত নিজেদেরকে ডেভেলপমেন্ট করা এবং অন্য কিছু শেখা যেমন ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন এইসব শেখা যাতে করে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়। আপনার কথামতো আমাদের সবার উচিত এটাকে পার্ট টাইম জব হিসেবে নেওয়া। আমরা আমাদের ক্যারিয়ার এবং ফিউচারে কি করব সেই সম্পর্কে নিজেদের লেখাপড়া বা চাকরির প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত।
Jump to: