Author

Topic: বাংলা (Bengali) - page 130. (Read 5299438 times)

newbie
Activity: 14
Merit: 1
October 15, 2023, 10:41:26 PM
ইউরোপীয় সংসদ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে 2035 সালের মধ্যে পেট্রোল/ডিজেল গাড়ি বিক্রি হবে না।

সম্প্রতি অনুমোদিত একটি নিষেধাজ্ঞা অনুসারে, 2035 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কোনো নতুন জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি বিক্রি করা হবে না । ইউরোপীয় সংসদ আনুষ্ঠানিকভাবে একটি আইন অনুমোদন করেছে যা 2035 সাল থেকে ইইউতে নতুন পেট্রোল এবং ডিজেল গাড়ি বিক্রি নিষিদ্ধ করে।

এই পদক্ষেপটি বৈদ্যুতিক যানবাহনে স্থানান্তরের গতি বাড়ানোর প্রচেষ্টা হিসাবে আসে। ল্যান্ডমার্ক আইনে গাড়ি নির্মাতাদের CO2 নির্গমন 100 শতাংশ কমাতে হবে।
বিক্রি হওয়া নতুন গাড়ি থেকে CO2 নির্গমনে 100 শতাংশ হ্রাস পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি 27-দেশের ব্লকে বিক্রি করা অসম্ভব করে তুলবে। যে আইনটি পর্যায়ক্রমে কার্যকর হবে তার জন্য 2030 থেকে নতুন গাড়ির জন্য CO2 নির্গমনে 55 শতাংশ কমাতে হবে, যা বর্তমান 37.5 শতাংশের তুলনায় অনেক বেশি লক্ষ্যমাত্রা।
উৎস
sr. member
Activity: 434
Merit: 350
October 15, 2023, 10:25:51 PM
সেনেগালে বিটকয়েন

দিনের পর দিন বিটকয়েনের প্রসার বিশ্বব্যাপী আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তার আরেকটি প্রমাণ পাওয়া গেল পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে।
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার, এখন একটি বার্ষিক প্যান-আফ্রিকান বিটকয়েন সম্মেলনের আয়োজন করে এবং এতে উৎসাহিত হয়ে সেনেগালের 10 জনেরও বেশি ব্যবসায়ী বিটকয়েন গ্রহণ করে, একটি স্থানীয় পিয়ার-টু-পিয়ার বিটিসি বিনিময় এবং এটি একটি উদীয়মান বিটকয়েন সম্প্রদায় বলে দাবি করা হয়।

সেনেগালে বিটকয়েনের অগ্রগতি যে গতিতে চলছে তা সত্যিই বিস্ময়কর। সেদেশের প্রথম "বাস্তব জীবনে" বিটকয়েন মিটআপের মাত্র 10 মাস পরে শহরটি ডাকারবিটিসি ডেস কনফারেন্সের আয়োজন করে। এটা সত্যি অভাবনীয়।

এখান থেকে নেওয়া
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
October 15, 2023, 10:25:29 PM
সোনার দাম বেড়ে ভরিতে আবারও লাখ টাকা ছাড়ালো

পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৫৪৩ টাকা (প্রতি ভরি)। আজ পর্যন্ত যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা।

রোববার (১৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বে‌ড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ৫৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে গত ১১ অ‌ক্টোবর সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ১২ অক্টোবর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৯৯ হাজার ৩৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ৭৬৮ টাকায় বিক্রি হয়েছে।
https://sunbd24.com/281879/


চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, চিনি, ফলমূল, সমস্ত খাদ্য দব্য, সোনা, রুপা, গাড়ি, বাড়ি, জমি, জমা ইত্যাদি এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এভাবে যদি দেশের সবকিছু মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে তাহলে ডিমের খোসার মতো দেশ হয়ে যাবে। যদিও ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের দেশটি ডিমের খোসার মতো হয়েছে ভিতরে কিছু নেই বাইরে চকচকা। সামান্য কিছু আছে তাও প্রতিনিয়ত যেভাবে দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে কয়েকদিন পর দেখা যাবে সেই ডিমের খোসা ও একেবারে ভেঙ্গে যাবে। Grin Grin
newbie
Activity: 14
Merit: 1
October 15, 2023, 09:44:52 PM
এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?

প্রথমত আপনার বিটকয়েন কিনে রাখা সঠিক হবে কেননা বিটকয়েনের দাম বর্তমান সময়ে অনেক কম। তাছাড়া সামনে আসছে বিটকয়েন হালবিং। বিটকয়েন হালবিং এর পর বিটকয়েনের দাম অবশ্যই বৃদ্ধি পাবে।
দ্বিতীয়ত ব্যাংকের জমা রাখা অনেক রিস্কি কেননা আমাদের বাংলাদেশে কয়েকদিন পরে পরে ব্যাংকগুলো তাদেরকে দেউলিয়া ঘোষণা করে। আপনি যে ব্যাংকে আপনার টাকা রাখবেন সেই ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করে তাহলে আপনি আপনার টাকা আর ফেরত পাবেন না। তৃতীয়ত ঃ জমি জমা এবং জুয়েলারি কেনার জন্য কিন্তু অনেক টাকার প্রয়োজন। তবে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের জমির দামের পরিমাণ অনেক বেশি। অন্যদিকে সোনার দাম ও অনেক। তাই আপনার উচিত হবে জমি জমা কেনার পরিবর্তে বিটকয়েনে বিনিয়োগ করা। কারণ বিটকয়েনের দাম ডাবল হলে আপনার প্রফিট ডাবল হয়ে যাবে।
চতুর্থতম বাংলাদেশের এখন মার্কিন ডলার রেট অনেক বেশি প্রায় ১২০ টাকার মতো। আমরা ২০২৩ সালের শুরুর দিকে এই ডলার বিক্রি করেছি মাত্র 90 থেকে 91 টাকায় কিন্তু এখন এই ডলারের দাম বৃদ্ধি পেয়ে ১১৮ টাকায় পৌঁছেছে। হয়তো ভবিষ্যতে এই ডলারের দাম বাংলাদেশি টাকায় আরো বেশি হতে পারে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 15, 2023, 09:32:00 PM
ফেরারি হলো একটি নামিদামি গাড়ির ব্র্যান্ড।মার্কিন যুক্তরাষ্ট্রের ফেরারি ব্র্যান্ডের গাড়ি যারা কিনবে তারা গাড়ির দাম ক্রিপ্টো দিয়ে পরিশোধ করতে পারবেন
ফেরারি (RACE.MI) মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিলাসবহুল স্পোর্টস কারগুলির জন্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থপ্রদান গ্রহণ করা শুরু করেছে এবং তার ধনী গ্রাহকদের অনুরোধের পর স্কিমটি ইউরোপে প্রসারিত করবে, এর বিপণন ও বাণিজ্যিক প্রধান রয়টার্সকে জানিয়েছেন .

বিটকয়েন এবং অন্যান্য টোকেনের অস্থিরতা তাদের বাণিজ্যের জন্য অবাস্তব করে তোলে বলে বেশিরভাগ ব্লু-চিপ কোম্পানি ক্রিপ্টো থেকে দূরে সরে গেছে। প্যাচি রেগুলেশন এবং উচ্চ শক্তির ব্যবহারও অর্থপ্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোর বিস্তারকে বাধা দিয়েছে। বিস্তারিত
ক্রিপ্টো সুবিধার যোগ করার মধ্যে প্রথম কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি হলো ইভি নির্মাতা টেসলা, যারা সবচেয়ে জনপ্রিয় কয়েন বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করার সুবিধা এনেছিল। কোম্পানির সিইও ইলন মাস্ক পরিবেশগত কারনে বন্ধ করে দেন। বিশ্বের সিংহভাগ ব্লু-চিপ কোম্পানিও বিটকয়েন সহ আরও অন্যান্য টোকেন এর মাধ্যমে লেনদেন করার সুবিধা এনেছিলো। কিন্তু নিয়ন্ত্রকদের বাধা ও অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে এখনো চালু করতে পারে নি।

ফেরারি হচ্ছে ইতালির স্পোর্টস কার নির্মাতা কোম্পানি। ফেরারির বাজার ও বানিজ্য গ্যালিয়েরা রয়টার্সকে বলেন, বিভিন্ন নতুন সফটওয়্যার ও নবায়নযোগ্য উৎস ব্যবহারের মাধ্যমে তাদের কার্বন নিঃসরণের প্রচেষ্টায় সহায়তা করছে ক্রিপ্টো। তাদের লক্ষ ২০৩০ সালে কার্বন নিঃসরণ শুন্যতে আনা। ফেরারি বলেছেন তাদের বেশিরভাগ গ্রাহক কিটোতে বিনিয়োগ করেছে, তাদের অনুরোধে এমন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। আরও তরুণ প্রজন্মের অনেকেই ক্রিপ্টোর মাধ্যমে তাদের ঠিক অবস্থার পরিবর্তন করেছে।

যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম ফেরারি গাড়ি ক্রিপ্টো মাধ্যমে কেনা যাবে। তবে ক্রিপ্টোর মধ্য ইথার, বিটকয়েন, ইউ এস ডি টি মতো কয়েনের মাধ্যমে লেনদেন করা যাবে। তবে যায়গায় ভিন্নতার কারনে অন্য ব্যবস্থা নিতে পারে। যারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করবে তাদের কোন অতিরিক্ত খরব প্রদান করতে হবে না। তারা সাথে সাথে ক্রিপ্টো মুদ্রাকে তাদের স্থানীয় মুদ্রায় পরিনত করবে। যার ফলে ক্রিপ্টো মুদ্রার দাম উঠানামা করলেও তাদের কোন ক্ষতি হবে না।

Source > তথ্যটি আমি bdnews24 থেকে মুল বিষয় টুকু শেয়ার করেছি, কিছু কিছু অংশ কপি করা হয়েছে।


এখন এই ফেরারি কোম্পানি অনেক গাড়ি ক্রিপ্টোর মাধ্যমে ব্রিক্রি করতে যাচ্ছেন, তারা আবার সাথে সাথে ক্রিপ্টো মুদ্রা সেল করে দিবেন। এতে কি ক্রিপ্টো মার্কেটের কোন দাম কম বেশি হবে কিনা?
full member
Activity: 532
Merit: 163
October 15, 2023, 10:53:12 AM
sr. member
Activity: 546
Merit: 309
October 15, 2023, 09:25:20 AM
আমরা তো সাধারণত বিনাঞ্চ অ্যাপে গিয়ে আমাদের বিভিন্ন টোকেন অথবা ডলার ক্রয় এবং বিক্রয় করে থাকি এমনকি সেখানে আমরা ফিউচার ট্রেড করতে পারি।
কিন্তু বিনাঞ্চ সম্প্রতি তাদের এক্সচেঞ্জে কপি ট্রেডিং নামে একটি ট্রেডিং চালু করেছে আসলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার ফোনে এই কপি ট্রেডিং অপশন খুঁজে পাচ্ছি না। Copy Trading কি শুধু ডেক্সটপ এর মাধ্যমে করা যায় নাকি ফোনের মাধ্যমে করা যাবে।

ভাই এই Copy Trading ফোনের মাধ্যমে করা যাবে it's simple.
আপনার যদি বিনাঞ্চ অ্যাপ লেটেস্ট ভার্সন না থাকে তাহলে আপনি প্রথমে আপনার বিনাঞ্চ এক্সচেঞ্জ  অ্যাকাউন্ট এর অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিবেন।
আমি আপনাকে একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি প্রথমে আপনি আপনার বিনাঞ্চ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তারপর দেখবেন নিচের দিকে Futures লেখা আছে।

তারপর আপনি ফিউচার (Futures) লেখায় ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং সেখানে উপরে ডানের কোনাতে দেখতে পারবেন কপি ট্রেডিং (Copy Trading) নামে একটি লেখা রয়েছে। ওইখানে ক্লিক করবেন।
আপনি কি এটা ট্রাই করছেন যেটা আপনি নিজে ট্রাই করে দেখেননি সেটা কেন অন্যকে সাজেস্ট করেন? বাংলাদেশ থেকে বিনান্সের Copy Trade করা যায় না। এটা কয়েকটি দেশের জন্য সীমাবদ্ধ এখন পর্যন্ত। আপনি সেখানে যান দেখতে পাবেন একটা ওয়ার্নিং নোটিস যে আপনার দেশের জন্য এটা  গ্রহণযোগ্য না.


https://www.binance.com/en/support/faq/binance-futures-copy-trading-service-list-d898460abbd14bd8aab54954ca0d606a
এই লিংক থেকে দেখতে পারবেন যে কোন কোন দেশের জন্য বিনান্সের কপি ট্রেডিং অপশন চালু আছে।
newbie
Activity: 2
Merit: 0
October 15, 2023, 09:16:11 AM
   Web 3 কি?
 কেউ যদি একটু বুঝিয়ে বলতেন

WEB 3.0 আসলে ইন্টারনেটের তৃতীয় প্রজন্ম বলা যায়। মনে করা হচ্ছে এই ক্ষেত্রে ইন্টারনেট এমন হবে যাতে তা চালাতে কারও অনুমতির প্রয়োজন হবে না। যে কোনও মানুষ যে কোনও সার্ভিস ব্যবহার করতে পারবেন। এর লক্ষ্যই হল ইন্টারনেট ব্যবহারকে আরও স্বায়ত্তশাসিত এবং আধুনিক করে তোলা।

এইখানে ক্লিক করুন
newbie
Activity: 27
Merit: 0
October 15, 2023, 08:53:26 AM
   Web 3 কি?
 কেউ যদি একটু বুঝিয়ে বলতেন
sr. member
Activity: 490
Merit: 294
October 15, 2023, 08:33:14 AM
আচ্ছা, বাংলাদেশ থ্রেড এ অফ টপিক নিয়ে সমস্যা আছে নাকি? গতকাল আমি একটা পোষ্ট করেছিলাম যেটা ফোরাম মোডারেটর ডিলেট করে দিয়েছেন। আমি মূলত একটা পোষ্ট এর রিপ্লাই দিয়েছিলাম। এই ব্যাপার টা আমার কাছে একদম ই নতুন মনে হলো। কেউ কি রিপোর্ট করেছে নিাকি কোনো মোডারেটর চেক করে নিজেই ডিলেট করেছেন? আর ডিলেট করার কারন কি হতে পারে? আমার ধারনা ছিলো যেহেতু আমরা একটা থ্রেডের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এখানে সকল বিষয়েই পোষ্ট করতে পারবো। এখন ক্রিপ্টো কারেন্সি ছাড়া অন্য ব্যাপারে আলাপ করার জন্য তো আমি অন্য কোনো থ্রেড ক্রিয়েট করতে পারবো না। আর এখানে তো ক্রিপ্টো চাড়াও সকল ব্যাপারেই আলাপ হচ্ছে। তবে আমার পোষ্ট ডিলেট হওয়ার কারন কি?
আপনি যে পোস্টে কমেন্ট করেছিলেন হয়তো সেই পোস্ট এর বিরুদ্ধে কেউ মডারেটরের কাছে রিপোর্ট করেছিল এজন্যই মডারেটর সেই পোস্ট ডিলিট করে দিয়েছে। কোন পোস্ট স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয় না মূলত মডারেটর ম্যানুয়ালি পোস্ট ডিলিট করে থাকেন। ক্রিপ্ট কারেন্সির বাইরেও আমাদের এই সেকশনে অনেক আলোচনা হয়ে থাকে কিন্তু বাংলা সেকশন থেকে খুব একটা পোস্ট ডিলিট হতে আমি দেখে নিই কিন্তু সম্প্রতি কিছু পোস্ট মডারেটর কর্তৃক ডিলেট হচ্ছে। যেহেতু এটা আমাদের লোকাল সেকশন তাই অবশ্যই আমরা এখানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে পারি। সম্ভবত আপনি যে পোস্টে কমেন্ট করেছেন সেই পোষ্ট হয়তো শিশু এবং স্মার্টফোন রিলেটেড ছিল। যিনি পোস্ট তৈরি করেছিলেন তিনি বর্তমানে যা ঘটছে শিশুদের সাথে সেগুলোই তুলে ধরেছিলেন। যাই হোক মডারেটর হয়তো মনে করেনি এই পোস্ট এই সেকশনের জন্য সঠিক এজন্যই হয়তো তিনি এই পোস্ট ডিলিট করেছেন। আমরা যারা কমেন্ট ব্যতীত নতুন পোস্ট তৈরি করবো আমাদের লোকাল সেকশনে অবশ্যই খেয়াল রাখবো যাতে আমাদের পোস্ট অফ টপিক না হয় কারণ অফ টপিক পোস্ট হলে যে ব্যক্তি পোস্ট তৈরি করবে তার পোস্ট ডিলিট করার সাথে সাথে তার ওই পোস্টে যে ব্যক্তি কমেন্ট করবে তার পোস্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
hero member
Activity: 770
Merit: 482
October 15, 2023, 08:17:14 AM
আচ্ছা, বাংলাদেশ থ্রেড এ অফ টপিক নিয়ে সমস্যা আছে নাকি? গতকাল আমি একটা পোষ্ট করেছিলাম যেটা ফোরাম মোডারেটর ডিলেট করে দিয়েছেন। আমি মূলত একটা পোষ্ট এর রিপ্লাই দিয়েছিলাম। এই ব্যাপার টা আমার কাছে একদম ই নতুন মনে হলো। কেউ কি রিপোর্ট করেছে নিাকি কোনো মোডারেটর চেক করে নিজেই ডিলেট করেছেন? আর ডিলেট করার কারন কি হতে পারে? আমার ধারনা ছিলো যেহেতু আমরা একটা থ্রেডের মধ্যেই সীমাবদ্ধ, আমরা এখানে সকল বিষয়েই পোষ্ট করতে পারবো। এখন ক্রিপ্টো কারেন্সি ছাড়া অন্য ব্যাপারে আলাপ করার জন্য তো আমি অন্য কোনো থ্রেড ক্রিয়েট করতে পারবো না। আর এখানে তো ক্রিপ্টো চাড়াও সকল ব্যাপারেই আলাপ হচ্ছে। তবে আমার পোষ্ট ডিলেট হওয়ার কারন কি?
sr. member
Activity: 490
Merit: 294
October 15, 2023, 07:33:41 AM
বিটকয়েন কিনবো কিনা?
ক্রিপ্ট কারেন্সি সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে তা না জেনে কিভাবে আপনাকে সাজেস্ট করব যে আপনি এ সময় কি করবেন। আপনি যদি মনে করেন আপনার ক্রিপ্ট কারেন্সি সম্পর্কে ভালো ধারণা আছে এবং বিনিয়োগ সম্পর্কেও আপনি যথেষ্ট জানেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে এই সময়ে বিটকয়েন ক্রয় করা। আমরা ২০২৩ সালের শেষের দিকে রয়েছি তিন মাস পরে আমরা ২০২৪ সালে বাজার করব এবং অভিজ্ঞদের মতামত অনুযায়ী ২০২৪ সালের শুরুর দিকে অথবা 2024সালের মাঝামাঝি সময়ে বিটকয়েন এর মার্কেটে বড় একটি পরিবর্তন আসতে পারে সে ক্ষেত্রে আপনি এই সুযোগ নিতে পারেন।
ব্যাংকে জমা রাখবো কিনা?
অর্থনীতিবিদ যারা আছেন তাদের মতে সামনে বড় ধরনের বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে তারপর আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান আছে পাশাপাশি নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরাইল এবং হামাস সংকট তাই এই মুহূর্তে ব্যাংকে টাকা রাখাকে আমি নিরাপদ মনে করছি না। আমাদের দেশের অনেক ব্যাংক আছে যারা অনেক বেশি ঋণগ্রস্ত এবং তাদের দেউলিয়া ঘোষণা করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার তাই এই সময়ে ব্যাংকে টাকা রাখাও আপনার জন্য নিরাপদ হবে না।
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
জমিজমা অথবা স্বর্ণ কিনতে অনেক বেশি পরিমাণ অর্থের প্রয়োজন, আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে জমির মূল্য অনেক কিন্তু আপনার এলাকায় জমির দাম কিরকম তা আমার জানা নেই তবে আমার মনে হয় বিটকয়েনে বিনিয়োগ করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন বা একজন বিনিয়োগকারী প্রথম অবস্থায় যে পরিমাণ অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করে তার কয়েক গুণ বেশি অর্থ প্রয়োজন হবে জমি কিনতে অথবা স্বর্ণ ক্রয় করতে। আপনারা যদি ভাল আর্থিক সাপোর্ট থেকে থাকে তাহলে জমি কেনা আপনার জন্য ভালো একটি সিদ্ধান্ত হতে পারে।
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
কয়েক বছরের ব্যবধানে আমাদের দেশে ডলারের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, একটা সময় ব্যাংক রেট অনুযায়ী ডলারের মূল্য ছিল আশি থেকে 85 টাকা কিন্তু এখন ডলারের মূল্য বৃদ্ধি পেয়ে ১১০ থেকে ১১৫ টাকা হয়েছে তাই আপনি যদি মনে করেন আপনি বর্তমানে ব্যাংক রেটে ডলার কিনে রাখবেন তাহলে আপনাকে অবশ্যই দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। দীর্ঘ সময় অপেক্ষা করা ছাড়া আপনার ডলার ক্রয় করে খুব একটা লাভ আপনি করতে পারবেন না। দেশের অর্থনৈতিক অবস্থার যদি আবারো অবনতি হয় তাহলে নিশ্চিত থাকেন ডলারের মূল্য আবারও বৃদ্ধি পাবে কিন্তু সেই বৃদ্ধির জন্য অবশ্যই যথেষ্ট সময়ের প্রয়োজন।
full member
Activity: 532
Merit: 163
October 15, 2023, 05:40:11 AM
ইসরাইল এবং ফিলিস্তিন এর মধ্যে প্রতিনিয়তই কিন্তু ছোটখাটো যুদ্ধ হয়ে থাকে। আসলে ফিলিস্তিন মূলত মুসলিম দেশ মুসলিমদের অন্যতম পবিত্র একটি মসজিদ হলো আল-আকসা। এই আল আকসা মসজিদে ইহুদি পন্থীরা নানারকম অপবিত্র ও অসামাজিক কার্যক্রম করে থাকে যার জন্য ফিলিস্তিনের মানুষদের সাথে তাদের ঝগড়া লেগে থাকে। ইহুদিরা জোর করে এই আল আকসা মসজিদ দখল করে নিয়েছিল তবে বর্তমানে এই যুদ্ধের মাধ্যমে আল আকসা মসজিদ ইহুদিদের হাতে থেকে মুক্ত হয়েছে।
ইসরায়েল ও ফিলিস্তিনের এর যুদ্ধটা অনেক আগে থেকেই শুরু হয়েছে  কিন্তু এই যুদ্ধের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষ নিয়ে তিনি বলেছেন ইসরাইলের নিরস্তম মানুষের উপর যেভাবে হামাস হামলা করছেন নিঃসন্দেহে এটা হচ্ছে একটি শয়তানের কাজ। তার এই উক্তিতেই মনে হচ্ছে সে ইসরাইলকে ওপেনলি উসকাচ্ছে যুদ্ধ করার জন্য আর কোনভাবে যদি এ যুদ্ধ অগ্রসর হয় তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে । ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের মূল কারণ হচ্ছে মসজিদুল আল আকসা কে কেন্দ্র করে হয়েছে।
 
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 15, 2023, 05:35:15 AM
~snip~
বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
আপনার বিটকয়েনের উপর এরকম পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সাম্প্রতিক সময়ে বিটকয়েন অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ তবুও অনেক মানুষ গোপনীয়তা রক্ষা করে বিটকয়েনের সাথে জড়িত আছে। আমি আপনাকে পরামর্শ দিতে চাই, যদি আপনার টাকা হতো তাহলে আমি অবশ্যই আপনাকে বিটকয়েনে বিনিয়োগ করার পরামর্শ দিতাম। কিন্তু টাকা গুলো আপনার ভাইয়ের আপনার ভাই হয়তো টাকার মালিক। আপনার পরিবারের ন্যায় নীতি কেমন জানি না? বিটকয়েনে বিনিয়োগ করা ব্যাংকে টাকা রাখার চেয়ে অনেক ভালো। আমাদের দেশে মুদ্রাস্ফীতি অনেক বেশি, আরও বেড়ে যাবে। বিটকয়েনে বিনিয়োগ করলে মুদ্রাস্ফীতি কবল থেকে কিছু টা সেভ রাখা যাবে। আপনার ভাই এর কাছে অনুমতি নিন যদি আপনার ভাই বিটকয়েন বিনিয়োগ করা কে সমর্থন করে তাহলে আপনি বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন। আপনার ভাই কে বিটকয়েন সম্পর্কে সকল ধরনের ধারণা দেন। দেখুন আপনার ভাই বিটকয়েনে বিনিয়োগে আগ্রহী হয় কিনা। যদি আপনার ভাই শেষ পর্যায়ে রাজি না হয়, তাহলে আপনার ভাইয়ের ভবিষ্যতের চিন্তা করে  স্বর্ণের বিনিয়োগ করার চেয়ে জমি কেনা আমি ভালো মনে করি। জমি দাম বর্তমানে অনেক উর্ধ্বমুখী, আমার ব্যক্তিগত প্রসঙ্গ থেকেই বলছি আমি ২ বছর আগে জমি কিনেছিলাম ৬ লাখ টাকা দিয়ে বর্তমানে বাজার মুল্য ৮ লাখ টাকা। দেখেন আপনি চিন্তাভাবনা করে আপনার পরিবারকে বিটকয়েন সম্পর্কে ধারণা দিতে পারেন কিনা। এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আরও অনেকেই পরামর্শ দিবেন। আপনার যার পরামর্শ ভালো মনে হবে আপনি সে রকম ভাবে করতে পারেন। অথবা আপনি নিজে থেকেই বেটার যেটা মনে করেন করতে পারেন। কারো কথায় বিটকয়েনে বিনিয়োগ করা উচিত নয়, যেহেতু বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, আপনি ক্ষতির সম্মুখীন হয়ে দোষারোপ করতে পারেন।
sr. member
Activity: 504
Merit: 266
October 15, 2023, 05:06:36 AM
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিটকয়েন প্রত্যক্ষভাবে জনপ্রিয়তা না পেলেও পরোক্ষভাবে বিটকয়েন অনেক জনপ্রিয়। প্রতিনিয়ত বাংলাদেশের অনেক মানুষ বিটকয়েনের সাথে পরোক্ষভাবে যুক্ত হচ্ছে। আমিও সেরকম একটি বিটকয়েন ব্যবহারকারী হতে চলেছি তবে বুঝতে পারছি না আমার এটি করা উচিত হচ্ছে কিনা। আমার পরিবারের একজন খুব সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী সে তিন মাস যাবত মালয়েশিয়া রয়েছে এবং এই মাসের ৩ তারিখে প্রথম বেতন পাঠিয়েছে। পরিচিত একজনের মারফত মালয়েশিয়া থাকায় বেতন মোটামুটি ভালই তুলতে পেরেছে। ধার দেনা করে না যাওয়ায় পরিবারের উপর কোন চাপ নেই। সংসারের বড় ছেলে হওয়ায় উপার্জিত টাকার দায়িত্ব বা আমার উপরই নির্ভর করছে। তবে আমি বিটকয়েনের সাথে পরিচিত হওয়ায় বৈদেশিক রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করার জন্য পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমার পরিবারে শুধুমাত্র আমি বাদে সবাই বিটকয়েন এর বিপরীতে অবস্থান নিচ্ছে। তারা এই সমস্ত অদৃশ্য ও অবাস্তব কয়েনকে বিশ্বাস করতে চায় না কিন্তু আমি নিজে তো বুঝি এই কয়েনটির ভবিষ্যত কেমন। যদিও প্রথম মাসের কিছু টাকা সরিয়ে আলাদা করে রাখছি কিন্তু বিটকয়েন কিনতে ভয় পাচ্ছি যদি ভবিষ্যতে আমার বাবা-মায়ের কথায় যদি সত্য হয় তাহলে আমার নেগেটিভ প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আমি দ্বিধাদ্বন্দ্বে রয়েছি প্রবাসীর রেমিটেন্সের টাকা বিটকয়েনে বিনিয়োগ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে?

তাছাড়া আমার পরিবারের সবাই ব্যাংকে গচ্ছিত টাকা রাখতে চাচ্ছে যেটা আমি মোটেই পক্ষপাত করছি না। বর্তমান বাংলাদেশের যে অবস্থা তাতে করে ব্যাংকে টাকা রাখার চেয়ে না রাখা অনেক ভালো। বাংলাদেশের টাকার মান প্রতিনিয়ত যে হারে হ্রাস পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা রাখলে তা ভবিষ্যতে কমতে কমতে নিঃশেষ হয়ে যেতে পারে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে নড় বড়ে অবস্থা তাতে টাকা রাখলে সে টাকা নিজে পাব বলে বিশ্বাস হয়না।
আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত যে হারে দ্রব্যমূলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে ব্যাংকে টাকা না রেখে যদি ইস্টাবল ডলার করে রাখা যায় তাতেও খারাপ হবে না। তবে একটি বিষয় জানার খুব আগ্রহ হলো আমার আশেপাশে বেশ কয়েকজন ডলার কিনে রাখছে তাতে করে বাংলা টাকার মান যে হারে হ্রাস পাচ্ছে দু'বছর পরে ১২০ টাকা রেটে কিনে রাখলে অনেক প্রফিট আসবে।

এই মুহূর্তে কি করব ভেবে পাচ্ছিনা তাই আপনাদের পরামর্শ একান্ত কাম্য।

বিটকয়েন কিনবো কিনা?
ব্যাংকে জমা রাখবো কিনা?
জমি জমা/সোনা কিনে রাখা উচিত হবে কিনা?
বাংলাদেশের ব্যাংক রেটে ডলার কেনা ঠিক হবে কিনা?
jr. member
Activity: 33
Merit: 4
October 15, 2023, 03:52:42 AM
একজন মানুষ কতটা সাধারণ হলে এই কথাগুলো বলতে পারে। আপনারা সবাই হয়তো বিষয়টি অন্যভাবে নিতে পারেন।
৭৫ বছরের জীবনে প্রথম সামনাসামনি ট্রেন দেখে বললেন, ‘রেলগাড়ি দেখার স্বপ্ন পূরণ হইল
ট্রেনে ওঠা তো দূরে থাক, ৭৫ বছরের জীবনে সামনাসামনি কোনো দিন ট্রেন দেখেননি। তাই ১০ অক্টোবর সকাল সকাল বেরিয়েছিলেন ট্রেন দেখবেন বলে। পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে উদ্বোধনী ট্রেনটি দুই চোখ ভরে দেখলেন জাজিরার নূর মোহাম্মদ সিকদার। তাঁর কাছে প্রথম ট্রেন দেখার অনুভূতি। এটাই ছিল তার জীবনের প্রথম ট্রেন দেখার অনুভূতি।


নূর মোহাম্মদ সিকদারের দেওয়া বিবৃতি;
আমি গ্রামের মানুষ। শরীয়তপুরের জাজিরা উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে মেসের আলী মুন্সীকান্দি গ্রামে আমার বাড়ি। পাশেই পদ্মা। জীবনে বহুবার নদীর ভাঙন দেখছি। ঠিকানাও বদলাইতে হইছে বারবার। চরাঞ্চলে বড় হইছি বাপ-দাদার সাথে খেতে-খামারে কাজ করে। কোনো দিন স্কুলে যাওয়া হয় নাই। গ্রামে পায়ে হাঁটার রাস্তা ছিল। আর নৌকায় করে দূরে যাইতাম। ঢাকাতেও গেছি কয়েকবার, নৌকায় করে।
এরপর ঢাকার সাথে যোগাযোগ সহজ হইল। বিভিন্ন সময় ঢাকায়ও গেছি। কিন্তু রেলগাড়ি চলাচল করে এমন এলাকায় আত্মীয়স্বজন নাই যে গাড়িতে চড়ব। আবার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো দিন স্টেশনে গিয়ে রেলগাড়ি দেখারও সুযোগ হয় নাই। এই জন্য নাটক-সিনেমা ছাড়া বাস্তবে কোনো দিন রেলগাড়ি দেখি নাই।পদ্মা সেতু চালু হওয়ার পর পাশের গ্রাম দিয়ে রেললাইনের কাজ হইতেছিল। যাওয়া–আসার সময় অনেকবার দেখছি রেললাইন। এরপর শুনলাম মাঝেমধ্যে রেলগাড়িও আসছে। কিন্তু কখন আসে, কখন যায়, সেটা তো আর আমার মতো বুড়া মানুষের জানা সম্ভব না। তাই প্রধানমন্ত্রীর উদ্বোধনের খবর শোনার পর থেকেই আগ্রহ নিয়ে ছিলাম।এখান থেকে নেওয়া



sr. member
Activity: 434
Merit: 350
October 15, 2023, 03:15:51 AM
আপনি ফোরামের নিয়ম বহির্ভূত একটি ভুল করেছেন যেখানে আপনি হুবহু কপি পেস্ট করে পোস্ট করেছেন যা আপনার একান্তই করা উচিত হয়নি। আপনি অতি দ্রুত নিচের সোর্স লিংক যোগ করে দিন। তা না হলে আপনি অতি দ্রুত শাস্তির সম্মুখীন হতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

সোর্স: https://www.fxbangladesh.com/kb/%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82/
অনেক ধন্যবাদ ❤️। আংশিক ভুল হয়েছিল। এখন ঠিক করে নিয়েছি। আসলে সোর্স লিংক দিতে আমার মনে ছিল না।
sr. member
Activity: 504
Merit: 266
October 15, 2023, 03:10:04 AM
কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।


কপি ট্রেডিং হচ্ছে মুলত এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ব্যবহারকারীকে নিজ থেকে ট্রেড করতে হয়না। মুলত যারা ট্রেড করতে না পারেন কিংবা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু ভালো প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে ভালো একজন ট্রেডারকে কপি করতে পারেন। এতে করে সেই ট্রেডারের গৃহীত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকবে। নিজ থেকে আপনার, ট্রেড করার কোনও প্রয়োজন নেই।

আপনি এই পোস্ট লক্ষ্য করলে বিস্তারিত জানতে পারবেন

আপনি ফোরামের নিয়ম বহির্ভূত একটি ভুল করেছেন যেখানে আপনি হুবহু কপি পেস্ট করে পোস্ট করেছেন যা আপনার একান্তই করা উচিত হয়নি। আপনি অতি দ্রুত নিচের সোর্স লিংক যোগ করে দিন। তা না হলে আপনি অতি দ্রুত শাস্তির সম্মুখীন হতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

সোর্স: https://www.fxbangladesh.com/kb/%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82/

আপনাকে একটি পরামর্শ দিচ্ছি আপনি কোন সোর্স থেকে কোন লেখা কপি করে আনলে অবশ্যই নিচে যেখান থেকে কপি করে আনলেন ওই লিঙ্ক যুক্ত করে দেবেন তা না হলে যে কেউ আপনার নামে রিপোর্ট করলে অবশ্যই ব্যান খেয়ে যাবেন। অনেকেই দুইএক লাইন কপি করেও ব্যান হয়ে যাওয়ার রেকর্ড রয়েছে।
sr. member
Activity: 434
Merit: 350
October 15, 2023, 03:03:44 AM
কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।


কপি ট্রেডিং হচ্ছে মুলত এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ব্যবহারকারীকে নিজ থেকে ট্রেড করতে হয়না। মুলত যারা ট্রেড করতে না পারেন কিংবা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু ভালো প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে ভালো একজন ট্রেডারকে কপি করতে পারেন। এতে করে সেই ট্রেডারের গৃহীত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকবে। নিজ থেকে আপনার, ট্রেড করার কোনও প্রয়োজন নেই।
উৎস

আপনি এই পোস্ট লক্ষ্য করলে বিস্তারিত জানতে পারবেন
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 15, 2023, 02:38:14 AM
3kpk3 একটি ফ্রি রেফেল নিয়ে এসেছেন। এই রেফেলে যদি জয়ী হওয়া যায় তাহলে ১২ ডলার বিটকয়েন ফ্রী পাওয়া যাবে।

ভাই আপনি এতো এতো রেফেলের খোঁজ পান কিভাবে? 🥴 সপ্তাহে একটা না একটা রেফেলের খোঁজ নিয়ে হাজির হন।

কিন্তু বিনাঞ্চ সম্প্রতি তাদের এক্সচেঞ্জে কপি ট্রেডিং নামে একটি ট্রেডিং চালু করেছে

কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।
Jump to: