Author

Topic: বাংলা (Bengali) - page 132. (Read 5299981 times)

sr. member
Activity: 434
Merit: 350
October 13, 2023, 05:09:08 AM



গত সম্ভবত ৩-৪ দিন হবে আমার বাইনান্স একাউন্টে উপরের ওই ছোট করে লেখাগুলো উঠে থাকে ফলে বাইন্যান্স একাউন্টের P2P কোন ট্রেডিং অর্ডার আসে না। আমি বেশ কয়েকবার আমার মোবাইল অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে পুনরায় ইন্সটল করে লগইন করলেও একই সমস্যা থেকে যায়। এটা কি আমার পার্সোনাল কোন সমস্যা কিনা বুঝতে পারছি না। যদি কারো একাউন্টে এরকম লেখা ওঠার পরেও ট্রেডিং করতে পারতেছেন তাহলে আমাকে একটু হেল্প করবেন। তাছাড়া কেউ যদি এর সমাধান জানেন তাহলেই হেল্প করলে খুবই উপকৃত হতাম। বিশেষ করে তিন-চারদিন ধরে আমি একাউন্ট থেকে কোন ডলার সেল দিতে পারছি না। তাছাড়া এই সমস্যাটি কি কোন আপডেট জনিত কারণে হচ্ছে কিনা সেটাও জানতে পারতেছি না। তাই কেউ জানলে আমাকে একটু সাহায্য করবেন।

আমারও একাউন্ট এরকম সমস্যা হয়েছিল আমি আপনাকে যেভাবে বলছি এভাবে আপনার সেটিং পরিবর্তন করুন ঠিক হয়ে যাবে।

1️⃣Binance অ্যাপ খুলুন
2️⃣বাম কোণায় থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন » তারপর সেটিংসে যান
3️⃣ভাষা নির্বাচন করুন » ভাষা ইংরেজি ব্রিটেন থাকলে শুধুমাত্র ইংরেজিতে পরিবর্তন করুন ✅.... তারপর চেক করুন ঠিক হয়ে যাবে।
এভাবে করলে আপনার একাউন্ট ঠিক আগের মত হয়ে যাবে। ধন্যবাদ
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
October 13, 2023, 03:34:07 AM
--

---

----

---

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়েরা আমার। বিপদের সময়ে আসলে যেটা দরকার হয়, সেটা হলো সাহস আর দোয়া। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশি আমার পরিবারের জন্য। কালকে সারা রাত মেয়েকে আমার কোলে নিয়ে বসে ছিলাম। আমার ওয়াইফ তো বড় মানুষ, সে ব্যাথা সহ্য করে থাকতে পারে। কিন্তু আমার ২ বছরের অবুঝ বাচ্চা তো কষ্ট সইতে পারছে না। চোখের সামনে এরকম আপন জনের রক্ত দেখে কেউ সইতে পারে না। সারা রাত মেয়ে থেমে থেমে কান্না করেছে। আমার কোলে ছাড়া কোথাও থাকতে চাচ্ছে না। কিছু করতেও পারছি না। আবার বেচে থাকতে হলে টাকার প্রয়োজন, একটু কাজ না করলেও হচ্ছে না। সব দিক থেকেই যেনো প্রয়োজনীয়তা টানছে।
আশা করি ভাই আপনি এই মুহূর্তে কিছুটা হলে স্বস্তি পেয়েছেন। বিপদের সময় আসলে দোয়াটাই সবচেয়ে বড় বিষয় এবং আপনাকে সাহস রাখতে হবে। আমরা আপনার পরিবারের জন্য সব সময় আল্লাহতালার কাছে দোয়া করি যাতে দ্রুত আপনার সন্তান এবং আপনার স্ত্রী সুস্থ হয়ে যায়। আসলে আপনি অনেকটা কষ্টের মধ্যে দিন পার করতেছেন নিজের মেয়ের রক্ত দেখে কোন বাবাই তার মাথা ঠিক রাখতে পারেনা এটা খুবই কষ্টের। সন্তানের কষ্টটা শুধু তার মা বাবাই বুঝে, যাইহোক ভাই আপনার জন্য দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আপনার ধৈর্য শক্তি আরো বৃদ্ধি করে দেয়। এবং আপনি আপনার পরিবারের খেয়াল অবশ্যই রাখবেন এবং আমরাও আপনার পরিবারের জন্য সব সময় দোয়া করি এবং আপনার জন্য দোয়া করি যেন আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 13, 2023, 03:24:18 AM
--

---

----

---

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়েরা আমার। বিপদের সময়ে আসলে যেটা দরকার হয়, সেটা হলো সাহস আর দোয়া। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশি আমার পরিবারের জন্য। কালকে সারা রাত মেয়েকে আমার কোলে নিয়ে বসে ছিলাম। আমার ওয়াইফ তো বড় মানুষ, সে ব্যাথা সহ্য করে থাকতে পারে। কিন্তু আমার ২ বছরের অবুঝ বাচ্চা তো কষ্ট সইতে পারছে না। চোখের সামনে এরকম আপন জনের রক্ত দেখে কেউ সইতে পারে না। সারা রাত মেয়ে থেমে থেমে কান্না করেছে। আমার কোলে ছাড়া কোথাও থাকতে চাচ্ছে না। কিছু করতেও পারছি না। আবার বেচে থাকতে হলে টাকার প্রয়োজন, একটু কাজ না করলেও হচ্ছে না। সব দিক থেকেই যেনো প্রয়োজনীয়তা টানছে।
member
Activity: 196
Merit: 14
October 12, 2023, 09:14:15 PM
আসুন আমরা সবাই একটু হার্ড ওয়ার্ক করি আর ২০২৪ এর মধ্যে আমাদের থ্রেড কে ১ নাম্বার এ নিয়ে যাই। আমরাও দেখিয়ে দেই আমরাও পারি।
আসুন আমরা অফ টপিক খুব গুরুত্বপূর্ণ না হলো পোষ্ট করা থেকে বিরত থাকি এবং আমরা যে যা জানি সেই জিনিস গুলা শেয়ার করি তাহলে আমরা অনেকেই অনেক কিছু শিখতে পারবো।

আসুন দেখি কার মধ্যে কেমন ট্যালেন্ট আছে যে যার ট্যালেন্ট এবং ইচ্ছা এবং এই প্লাটফর্ম থেকে আপনার প্রত্যাশা কি তা প্রকাশ করে যান। যেমন আমার ট্যালেন্ট এবং সপ্ন।

ট্যালেন্ট :- একবার কোনো কিছু দেখলে তা অল্পতেই শিখে যাই। কোনো দিন ও পরিক্ষায় ফেইল করি নাই।

সপ্ন:- এই প্লাটফর্ম এ নিজের একটা ভালো অবস্থান তৈরি করা এবং নিজের ক্যারিয়ার গঠন করা। আর এই বাংলা থ্রেডটাকে বিশ্বের বুকে তুলে ধরা।

আমি আমার নিজস্ব সপ্ন এবং ট্যালেন্ট প্রকাশ করে গেলাম আশা করছি আপনাদের গুলাও প্রকাশ করে যাবেন ধন্যবাদ।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 12, 2023, 12:42:43 PM
সবাইকে ধন্যবাদ সাহায্য করার জন্য। আমি আসলে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই বিটকয়েনটকে আসা হয়নি, কারোর রিপ্লাইও দেয়া হয়নি।

আমি Binance আর Kucoin এর কাহিনি কমবেশি জানি। কিন্তু আমি KYC নিয়ে একটু কনসার্ন। বলতে পারেন এই জিনিসটা আমার পছন্দ না। তাই ইচ্ছা করেন ব্যবহার করতাম না। যদি একেবারে ঠ্যাকায় পড়তে হয়, সেক্ষেত্রে হয়তো ইউজ করতে পারি।

এতদিন এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমেই সব লেনদেন করে নিতাম। কিন্তু আর কতদিন। টুকটাক লেনদেন করা সম্ভব কিন্তু যখন টাকার পরিমাণ বিশাল হয়, তখন বাজে সমস্যা। অনেকে অনেক প্রশ্ন করে, সন্দেহ করে, জেলাস হয়। এজন্য বিষয়টা গোপনীয়ভাবে করার জন্যই প্রশ্নটা করেছিলাম।

একটা কথা মানেন আর না মানেন, বাঙালিদের ক্ষেত্রে, আমরা একজনের ভালো অন্যজন সহ্য করতে পারিনা। ক্ষতি চেয়ে বসি। এজন্য নিজের লেনদেন টা নিজেই করতে চাই।

@Learn Bitcoin @Crypto Library @Bd officer @Bitcoin_people @LDL
@Fuso.hp @popkon6 @Z_MBFM ....
sr. member
Activity: 546
Merit: 309
October 12, 2023, 12:41:01 PM
সকল ক্রেডিট তার যে এটির (লেখক): 1miau
মেইন টপিক: Important to know: Difference Coin / Token and shady marketing practices



শিটকয়েনের তুলনায় বিটকয়েনের একটি বড় সুবিধা রয়েছে: আপনি জানেন এটি একটি ভেলুয়েবল কয়েন।  বিটকয়েনের অত্যধিক মার্কেটিং এর প্রয়োজন নেই (বিটকয়েনের কাছে বিপণনের তহবিল দেওয়ার জন্য প্রি-মাইনড স্ট্যাশও নেই কারণ বিটকয়েনের প্রয়োজন নেই), বিটকয়েন নিজেই একটি ভেলুয়েবল মুদ্রা।
 বিটকয়েন একটি মুদ্রা বা টোকেন হলে গবেষণার প্রয়োজন নেই।
 সুতরাং, একটি মুদ্রা এবং একটি টোকেনের মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ।  Smiley

বিদ্যমান প্ল্যাটফর্মগুলিতে নতুন প্রকল্প চালু হওয়ার কারণে, লোকেরা কীভাবে একটি ক্রিপ্টোকারেন্সি সঠিকভাবে ডাকবে যায় তা নিয়ে বিভ্রান্তি শুরু করে।  এই বিষয়ে আমরা বিপণন বাজওয়ার্ডগুলিকে ডিবাঙ্ক করতে যাচ্ছি, যেগুলি প্রতারণামূলক উপায়ে শিট ক্রিপ্টোকারেন্সিগুলিকে উত্সাহিত করতে ঘন ঘন ব্যবহার করা হয়৷

এখন পর্যন্ত, বিভিন্ন নতুন প্রকল্প আমাদের শিটকয়েন শিল্প থেকে "সমৃদ্ধ" করে চলেছে কিন্তু এটিকে ঘিরে একটি খুব বড় সমস্যা দেখা দিয়েছে, "কয়েন" বা "টোকেন" এর মতো বিভিন্ন পদ প্রত্যেকের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।  এই উদ্দেশ্যে, একটি "কয়েন" এবং একটি "টোকেন" আসলে কী এবং কেন একটি ক্রিপ্টোকারেন্সি একটি মুদ্রা বা টোকেন কিনা তা নিয়ে গবেষণা করা খুবই গুরুত্বপূর্ণ।


কয়েন

একটি মুদ্রা একটি স্বাধীন ব্লকচেইনের উপর ভিত্তি করে একটি আসল ক্রিপ্টোকারেন্সি, যার ব্লকচেইন অন্যান্য ব্লকচেইন থেকে স্বাধীনভাবে পরিচালিত হয়।
 এই ব্লকচেইনটি অবিলম্বে চালু করা হয়েছে, কপি করা হয়েছে বা ফর্ক করা হয়েছে কিনা তা বিবেচ্য নয়।
 একটি মুদ্রা সেই  ব্লকচেইনে লেনদেন ফি এর জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করে।
 কয়েনের উদাহরণ হল: Bitcoin, Bitcoin Cash, Litecoin, Ethereum, Ethereum Classic, Cardano, Avalanche, Waves, Tezos and Dogecoin, ইত্যাদি



টোকেন

একটি টোকেন একটি ব্লকচেইনের উপর ভিত্তি করে যা টোকেন তৈরি হওয়ার আগে থেকেই বিদ্যমান ছিল।  এই টোকেনটিকে এই ব্লকচেইনের সমস্ত বৈশিষ্ট্য অনুসরণ করতে হবে যার উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে, টোকেন পাঠাতে আপনার মূল প্ল্যাটফর্মের কিছু কয়েন প্রয়োজন এবং এই টোকেনের সমস্ত লেনদেন এই বিদ্যমান ব্লকচেইনে রেকর্ড করা হয়।
টোকেনগুলির জন্য সবচেয়ে পরিচিত প্ল্যাটফর্ম হল Ethereum [ETH]।  এটিতে ইথেরিয়াম টোকেন তৈরি করা যেতে পারে, যার লেনদেনগুলি ইথেরিয়াম ব্লকচেইনে রেকর্ড করা হয়।  ফি Ethereum কয়েনর মাধ্যমে প্রদান করা হয়.
টোকেনের অন্যান্য উদাহরণের মধ্যে রয়েছে ওয়েভস টোকেন, যা Waves [WAVES] এর উপর ভিত্তি করে তৈরি।  ওয়েভ কয়েনে ফি প্রদান করা হয়।
 Binance টোকেন, যা Binance [BNB] এর উপর ভিত্তি করে।  ফি Binance কয়েন প্রদান করা হয়.
 সুতরাং, আপনি যদি একটি টোকেন সরাতে চান তবে আপনার সর্বদা কিছু আসল প্ল্যাটফর্ম কয়েন প্রয়োজন।




বিটকয়েন ছাড়া অন্য সব কয়েনকে তাই "Altcoins" বলা হয়।  এটি এমন একটি সময়ে ফিরে আসে যখন নতুন প্রকল্পগুলির সর্বদা তাদের নিজস্ব ব্লকচেইন ছিল।  "Altcoin" শব্দটি তাই ন্যায়সঙ্গত ছিল।  এখন, বিশেষ করে Ethereum-এর প্রবর্তন থেকে, অনেক প্রকল্প আবির্ভূত হয়েছে, যেগুলি হয় Ethereum blockchain-এ তাদের সম্পূর্ণ অস্তিত্বের জন্য থাকবে অথবা পরে অবশেষে তাদের নিজস্ব ব্লকচেইনে চলে যাবে।  ততক্ষণ পর্যন্ত, তারা ইথেরিয়াম ব্লকচেইনে রয়েছে।
সুতরাং, নির্ভুলতার জন্য, এই পণ্যগুলিকে "Altcoins" এর পরিবর্তে "Alttokens" বলা হয় যতক্ষণ না তারা এখনও একটি টোকেন থাকে।  এই ধরনের পণ্যগুলির জন্য জনপ্রিয় শব্দটি তখন সেই অনুযায়ী "শিটকয়েন" এর পরিবর্তে "শিটোকেন" হবে।



মিথ্যা প্রচারণা ক্রেতাদের প্রতারিত করছে

যদিও "কয়েন" শব্দটি আরও মূল্যবান বৈশিষ্ট্যের উদ্রেক করে, "টোকেন" শব্দটি বরং নিম্ন মানের।  ফলস্বরূপ, অনেক প্রকল্প তাদের পণ্যকে "কয়েন" হিসাবে বিজ্ঞাপন দিচ্ছে যখন বাস্তবে এটি (এখনও) একটি "টোকেন"।  এটি দ্বারা প্রতারিত হওয়া উচিত নয় কারণ প্রকল্পগুলি প্রায়শই তাদের অকেজো বাজে প্রজেক্ট শিল করার জন্য এটি করছে।

এটি একটি বড় রেড ফ্লাগ হওয়ায় প্রকল্পগুলি এড়ানো উচিত।  Lips sealed

এছাড়াও, প্রতিযোগী প্রকল্প থেকে প্রতিযোগী প্রকল্পগুলিকে ট্র্যাশ করার জন্য একটি নতুন কৌশল রয়েছে।  একটি বিপথগামী প্রচেষ্টায়, প্রতিযোগী মুদ্রাটিকে একটি টোকেন হিসাবে লেবেল করা হয়, কিন্তু বাস্তবে, এটি একটি মুদ্রা কারণ এটি তার নিজস্ব ব্লকচেইনের উপর ভিত্তি করে।  কিন্তু প্রতিযোগী প্রকল্পগুলি এটিকে ট্র্যাশ করার জন্য একটি টোকেন হিসাবে লেবেল করছে এবং প্রতিযোগী মুদ্রা কেনা থেকে সম্ভাব্য ক্রেতাদের ভয় দেখানো এবং নিরুৎসাহিত করার প্রচেষ্টা প্রদান করছে।
এমনকি প্রতিযোগী প্রকল্পগুলির জন্য "এজেন্ট" নিয়োগ করা এবং প্রতিযোগীদের বিপণন বিভাগে এই ধরনের এজেন্টদের স্থাপন করা হতে পারে, যেখানে বিপণন সামগ্রীতে, এই এজেন্টরা ভুলভাবে "কয়েন" শব্দটিকে "টোকেন" এ পরিবর্তন করে প্রতিযোগী মুদ্রাকে কল করে খারাপ দেখায়।  এটা "টোকেন"। Cheesy



ICO, ITO, শিটকয়েন এবং শিটটোকেন

প্রায়শই ব্যবহৃত শব্দ "টোকেন বিক্রয়" একটি সময় থেকে উদ্ভূত হয়েছে, যখন অনেক আইসিও ইথেরিয়াম ব্যবহার করছিল এবং ফলস্বরূপ, সম্পদ বিক্রির সময় টোকেন হয়েছে।  একটি ভাল নির্ভুলতার জন্য, এটিকে ICO (প্রাথমিক মুদ্রা অফার) এর পরিবর্তে ITO (প্রাথমিক টোকেন অফার) বলা উচিত, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই টোকেনগুলি এই সময়ে অফার করা হয়।  এগুলি শেষ পর্যন্ত মুদ্রায় পরিণত হয়।

যদিও এটি যুক্তি দেওয়া যেতে পারে, যে একটি ICO, যেখানে টোকেন দেওয়া হয় তার অর্থও হবে যে, এই টোকেনগুলি অবশ্যই পরে কয়েনে পরিণত হবে এবং টোকেন হিসাবে তাদের অবস্থা কেবলমাত্র অস্থায়ীভাবে এবং বিক্রয়টি শুধুমাত্র একটি ইভেন্ট হিসাবে কাজ করে যাতে প্রথম দিকের রেকর্ডিং থাকে।  ক্রিপ্টোকারেন্সি, এটা তর্ক করা যায় না যে একটি টোকেন একটি মুদ্রা, যখন কোন অনন্য ব্লকচেইন নেই, যেখানে এটি ভিত্তি করে।

সুতরাং, আমাদের তথ্যগুলি সঠিকভাবে পাওয়া এবং একটি মুদ্রা বা টোকেন হলে ক্রিপ্টোকারেন্সির দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ এবং যদি এটি বিষ্ঠা হয় (যা বেশিরভাগ ক্ষেত্রে হয়), এটিকে যথাক্রমে শিটকয়েন বা শিটটোকেন বলুন।
 আমাদের সমস্ত প্রযুক্তিগত বিবরণ সঠিকভাবে সম্বোধন করতে হবে।
sr. member
Activity: 490
Merit: 294
October 12, 2023, 12:10:24 PM
@DYING_S0UL যেহেতু আমি KuCoin এক্সচেঞ্জে একাউন্ট করেছি তাই আমি এই এক্সচেঞ্জ নিয়েই আপনাকে ধারণা দিচ্ছি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবেন করার পরে Main Wallet থেকে আপনাকে ট্রেড এই স্থানে নিতে হবে এবং সেখানে আপনি যেকোন স্টেবল কয়েনের রূপান্তর করতে পারেন।
আমিও সহজ ভাবে কিছু এড করে দেই। কু-কয়েনে btc বা যে কোন কয়েন ডিপোজিট করা হলে সরাসরি funding account আসে ট্রেড করার জন্য প্রথমে অবশ্যই funding account  থেকে ট্রান্সফার করে Trading account নিতে হবে। তা না হলে ট্রেড করতে পারবেন না। ট্রেড করা ছাড়াই P2P সরাসরি BTC সেল করা যায়, কিন্তু রেট কম পাওয়া যায় তাই ট্রেড করে BTC থেকে USDT করে নিলে ভালো হয় রেট বেশি পাওয়া যায়। কু-কয়েনে আপনি মাত্র ৫ টি কয়েন p2p লেনদেন করতে পারবেন। যেমন USDT, BTC, USDC, KCS, ETH, এই কয়েন ব্যতীত p2p সেল করা যায় না। যেমন ধরে নিন আপনার কাছে matic আছে আপনাকে ট্রেড করে USDT করতে হবে। যাইহোক বাইন্যান্সে মনে হয় অনেক গুলো কয়েন p2p লেনদেন করতে পারবেন, ku coin এর চেয়ে অনেক বেশি।
আর একটা বিষয় হচ্ছে আপনি যদি p2p লেনদেন করেন USDT এর জায়গায় USDC সেল করেন তাহলে অবশ্যই দাম অনেক কম। সেজন্য আপনি বেশি রেটে সেল করতে চাইলে usdt তে কনভার্ট করে নিন তাহলে অবশ্যই ভালো দাম পাবেন। BTC, ETH, KCS, USDC, এইগুলাতে সেল করলে সব সময় রেট কম থাকে যার কারণে আপনার টাকার পরিমাণ তাই আপনি ট্রেডিং অথবা কনভার্ট করে ইউএসডিটি তৈরি করে তারপর সেল করুন তবে ভালো রেটে বিক্রি করতে পারবেন আপনার ডলারগুলো।
Kucoin এ Binance এর মতোই সেইম রেট থাকে ডলারের এবং যে কয়েকটি লেনদেন করা যায় পিটুপিতে সবগুলো মূল্যের সাথে Binance p2p এর মূল্যের সাথে কম্পায়ার করে।
Binance এ p2p লেনদেনের জন্য কয়েন অনেকগুলো রয়েছে তাই আপনি সেখানে থাকা যে কয়েন গুলো ডিপোজিট করবে সেগুলো কনভার্ট না করেই লেনদেন করতে পারবেন।
Kucoin এ মোট ৫ টি কারেন্সি রয়েছে p2p লেনদেন করার জন্য, কিন্তু Binance ১০ টি কারেন্সি রয়েছে। Binance and kucoin দুই এক্সচেঞ্জেই p2p লেনদেন দ্রত হয়, এবং আপনি যখন আপনার ডলার সেল দিবেন তার আগে দেখে নিবেন কোন বায়ার সবচেয়ে বেশি ট্রেডিং করেছে, অনেকে আছে অল্প ট্রেডিং করেছে এবং ডলারের রেট অনেক লোভনীয় করে রাখে সেখানে কখনোই আপনার লেনদেন করবেন না করবেন না ঝুঁকি রয়েছে।
p2p লেনদেনের ক্ষেত্রে বুঝতে সবথেকে সহজ হয় নিজস্ব কারেন্সি ইউ এস ডি টি তে কনভার্ট করে p2p এর মাধ্যমে বিক্রয় করলে। বিটিসি অথবা অন্যান্য কারেন্সির মাধ্যমে যখনই p2p লেনদেন করতে যাই তখনই দাম নিয়ে আমাদের বোঝা পড়াটা একটু কঠিন হয় তাই যদি বিটিসি অথবা অন্যান্য কারেন্সিকে সরাসরি ইউ এস ডি টি তে রূপান্তর করে বিক্রয় করা যায় তাহলে সেটা অনেক সহজ হবে এবং লেনদেন করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ হবে। আমি যতবার p2p লেনদেন করেছি তার প্রত্যেকবারই আমি আমার বিটকয়েন অথবা অন্যান্য কারেন্সি আগে ইউ এস ডি টিতে রূপান্তর করে নিয়েছি তারপর আমি সেই ইউ এস ডি টি p2p লেনদেন করেছি যা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আমার মনে হয় এভাবে লেনদেন করাটা আমার কাছে সহজ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে/হবে।
full member
Activity: 742
Merit: 157
October 12, 2023, 11:34:48 AM
গত 24 ঘন্টায় বিটকয়েনের দাম কিছুটা হ্রাস পেয়েছে যা 2 শতাংশের মধ্যে রয়েছে। হয়তো আমাদের মধ্যে অনেকেই আতঙ্কিত ছিলেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর আবার নতুন করে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হল তাতে ক্রিপ্টোকারেন্সি কি আবার বিয়ারিশ থেকে আরও বেয়ারিশ হবে? এই প্রশ্নটা আমার মধ্যেও ছিল তবে এই মুহুর্তে আমার এই কনফিউশনটি ইতমধ্যে দুর হয়েছে। গত কয়েকদিন ধরে ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্থ সংগ্রহ করছে ফিলিস্তিন এবং ইসরায়েল। আর এই সত্যটি প্রকাশ হয়ে গিয়েছে। ইসরাইল দাবি করেছে তারা ফিলিস্তিনের(হামাসের) বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একাউন্ট গুলো তারা জব্দ করেছে। তাদের সাইবার ইউনিট গুলো ক্রিপ্টো নিয়ে ব্যাপকভাবে তল্লাসি চালিয়েছে এবং বেশ কিছু একাউন্ট তারা ফ্রিজ করা করেছে এবং ইসরাইল ইতমধ্যে বাইন্যান্স একচেঞ্জের কাছে সেই জব্দকৃত অর্থ ফেরত চেয়ে আবেদনও করেছে। তারা তাদের সরকারী কোষাগারে সেই অর্থ পাওয়ার জন্য আশা করছে। যদিও এই অর্থ দাবি করা অনৈতিক। কারন একজনের একাউন্টের অর্থ অন্য কেউ দাবি করতে পারেনা।

এখান থেকে যে বিষয়টি আবারও উপলব্ধি করা দরকার তা হল ক্রিপ্টোকারেন্সির জন্য সেন্ট্রালাইজড প্লাটফরম ব্যবহার পরিহার করা উচিত। যুদ্ধ বা যে কোন কারনে যদি পরাশক্তিধর দেশ গুলো বা কোন সরকার কোন সেন্ট্রালাইজড একচেঞ্জ গুলোকে চাপ প্রয়োগ করে তাহলে তারা সেই একাউন্ট গুলো জব্দ করতে পারে বা ফ্রিজ করতে পারে যা ব্যবহারকারীর জন্য অসুবিধাজনক। তাই প্রতিটি ক্রিপ্টো ব্যবহারকারীকে অবশ্যই ডিসেন্ট্রালাইজড একাউন্ট ব্যবহার করা উচিত। যাতে এমন কোন পরিস্থিতিতে কাউকে বিপদে পরতে না হয়।

ক্রিপ্টো যে পতনের দিকে যাচ্ছে না এর বড় কারন হল সাম্প্রতিক সময়। বিশ্বে দুটি বড় যুদ্ধ একই সাথে চলছে কিন্তু ক্রিপ্টো তার নিজের অবস্থানে আছে। সাময়িকভাবে আতঙ্কিত হওয়ার জন্য কিছুটা দাম হ্রাস পেলেও তা এখন স্থির অবস্থায় আছে। ফলে আমরা নিশ্চিত হতে পারি যে যত ধরনের সমস্যায় সৃস্টি হোক সেখানে ক্রিপ্টোর প্রতি মানুষের পজিটিভ ধারনা আছে। পৃথিবীর সব দেশ থেকে চাইলে সরাসরি ক্রিপ্টোর মাধ্যমে দ্রুত অর্থ প্রদান করার জন্য এই মাধ্যমটি শুরু থেকে প্রশংসা পেয়েছে। যুদ্ধকবলিত দেশ গুলোতে ক্রিপ্টোর ব্যবহার আরও বৃদ্ধি পায় ফলে আমরা নিশ্চিত হতে পারি যে কোন যুদ্ধ বা মহামারি যাই ঘটুক ক্রিপ্টো তার যথাযথ পজিশন ধরে রাখবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি?


full member
Activity: 532
Merit: 163
October 12, 2023, 10:47:07 AM
member
Activity: 196
Merit: 14
October 12, 2023, 10:43:50 AM
full member
Activity: 742
Merit: 157
October 12, 2023, 10:29:04 AM
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
October 12, 2023, 10:24:48 AM
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 12, 2023, 09:26:13 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 12, 2023, 09:14:56 AM
জানি না এখানে ব্যাক্তিগত ব্যাপার গুলো শেয়ার করা ঠিক হবে কি না। আজকে আমার বিবাহের ৭ বছর পূর্ণ হয়েছে। আর বিবাহ বার্ষিকী উপলক্ষে আজকে পরিবার নিয়ে বাইকে করে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরে ফিরে বাড়ি ফেরার পথে একটা কালভার্টের ভাংগা অংশে বাইক পড়ে, এতে করে বাইকে ঝাকুনির তৈরী হয় এবং এতে করে আমার ওয়াইফ আমার ২ বছরের বাবু সহ বাইকের পেছন থেকে রাস্তায় পড়ে যায়। বাইক ৬০+ স্পিডে ছিলো আর অনেক টুকু যায়গা টেনে হিচরে যায়ম যার কারনে শরীরের অনেক যায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার ২ বছরের অবুঝ মেয়ে টা অনেক বেশি ব্যাথা পেয়েছে। শরীরের অনেক যায়গায় চামড়া উঠে গেছে। আমি বাইক কন্ট্রোল করতে পেরেছিলাম যার কারনে আমি বাইক থেকে পড়িনি। এখন আমার মনে হচ্ছে আমি কেনো পড়ে গেলাম না, তবুও ওরা ব্যাথা না পেতো, চোখের সামনে এরকম রক্ত মাখা শরীর আর বউ বাচ্চার কান্না কে কতো টুকু সহ্য করতে পারবে আমি জানি না। কিন্তু আমার কলিজায় কোনো ভাবেই নিতে পারছি না। নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। আমি আরো আস্তে বাইক চালাতে পারতাম, হয়তো তাহলে এরকম হতো না। বার বার মনে হচ্ছে এই অসুস্থতা আল্লাহ আমাকে দিয়ে ওদের ভালো রাখতো। তবে এও সত্যি যে, আমি আল্লাহ তায়া’লার ফায়সালায় আমি খুশি। আলহামদুলিল্লাহ! কারণ আল্লাহ ছোট বিপদ দিয়ে বড় বিপদ গুলো দূর করে দেয়। এর চেয়ে খারাপ কিছু হতে পারতো। সবার কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 12, 2023, 08:26:57 AM



গত সম্ভবত ৩-৪ দিন হবে আমার বাইনান্স একাউন্টে উপরের ওই ছোট করে লেখাগুলো উঠে থাকে ফলে বাইন্যান্স একাউন্টের P2P কোন ট্রেডিং অর্ডার আসে না। আমি বেশ কয়েকবার আমার মোবাইল অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে পুনরায় ইন্সটল করে লগইন করলেও একই সমস্যা থেকে যায়। এটা কি আমার পার্সোনাল কোন সমস্যা কিনা বুঝতে পারছি না। যদি কারো একাউন্টে এরকম লেখা ওঠার পরেও ট্রেডিং করতে পারতেছেন তাহলে আমাকে একটু হেল্প করবেন। তাছাড়া কেউ যদি এর সমাধান জানেন তাহলেই হেল্প করলে খুবই উপকৃত হতাম। বিশেষ করে তিন-চারদিন ধরে আমি একাউন্ট থেকে কোন ডলার সেল দিতে পারছি না। তাছাড়া এই সমস্যাটি কি কোন আপডেট জনিত কারণে হচ্ছে কিনা সেটাও জানতে পারতেছি না। তাই কেউ জানলে আমাকে একটু সাহায্য করবেন।
sr. member
Activity: 504
Merit: 266
October 12, 2023, 06:27:28 AM
স্যার একজন Scemer নতুন বিটকয়েন আইডি দিয়ে আমার আইডিতে Complen করছে আইডি Trust খাওয়ানোর জন্য ইচছা করে আপনি কি আমাকে Help করতে পারবেন...?
কি কারনে আপনার বিরুদ্ধে কমপ্লেইন করেছে সেটা কিন্তু আপনি উল্লেখ করেননি। আপনি মূলত অনেক আগের একজন ইউজার অথচ আপনি কোন বিষয় নিয়ে কিভাবে হেল্প পেতে হয় এই সাধারণ জ্ঞানটুকু রাখেন না। আপনি হয়তো একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাউন্টি ক্যাম্পেইনে যোগ হয়েছেন। এজন্য কেউ একজন আপনার বিরুদ্ধে কমপ্লেইন করতে পারে এজন্য এখানকার কেউ আপনাকে সাহায্য করবে বলে মনে হচ্ছে না। তাই আপনি একান্ত সাহায্য পেতে হলে রেপুটেশন বোর্ডে টপিক খুলতে পারেন। হয়তো গ্লোবালের কেউ আপনাকে সাহায্য করতে পারে।
member
Activity: 196
Merit: 14
October 12, 2023, 12:57:30 AM
sr. member
Activity: 434
Merit: 350
October 12, 2023, 12:07:13 AM
sr. member
Activity: 504
Merit: 266
October 11, 2023, 10:09:37 PM
আমি একটা পোস্ট ট্রান্সলেট করেছিলাম, সেটার নাম ছিলো ১২ বছর পরেও মানুষ জানে না বিটকয়েন কেনো ভালো এবং কিভাবে ব্যাবহার করতে হয়। ভাই, বিটকয়েন আবিষ্কার এর উদ্দেশ্য কি ছিলো সেটা কি জানেন? আমাদের ফোরামে পোস্ট করে ইনকাম করা কি ছিলো তখন? বিটকয়েন তো বানানোই হয়েছিলো যেন মানুষের প্রাইভেসি রক্ষা করা যায়। মানুষকে যেনো ৩য় পক্ষের সহায়তা নিতে না হয়। কিন্তু বাংলাদেশ এর মতো আকাইম্মা দেশে যে এটা ব্যান করে রাখবে সেটা কি সাতোশি জানতো?

প্রাইভেসি নিয়ে ভয় আছে বলেই মানুষকে বিটকয়েন আবিষ্কার করতে হয়েছে। আর আপনি বলছেন প্রাইভেসি নিয়ে ভয় থাকলে এই প্ল্যাটফর্মে আশা ঠিক হয়নি। সাতোশি আপনার কথা শুনলে আত্ম হত্যা করতো ভাই। যাই হোক, যার যেমন বুঝ, যে যেমন ভাবে নেয়। আমি কখনোই কাউকে বলবো না যে ভাই আপনি কে ওয়াই সি করে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ লেনদেন করেন।

প্রসঙ্গ যদি আসে বিটকয়েন ব্যান রাখা, তাহলে আমাদের বাংলাদেশ ই সেরা।
আপনার এই পোস্টের মাধ্যমে আমার কিছু অন্তরে মধ্যে থাকা থাকা মনের প্রকাশ করলাম। ওয়ান ইলেভেন সরকারের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আমার দেশের অনেক দায়িত্বশীল রাজনৈতিক ব্যাক্তিরা বলেছিল যে শেখ হাসিনার সুযোগ্য সন্তান সফটওয়্যার এবং আইটি বিশেষজ্ঞ,ঐনি ক্ষমতা গ্রহণ করলে দেশের অনেক উন্নতি হবে। আমরাও খুশিতে বাগবাগ। কিন্তু ঐ সুযোগ্য পুত্র বাংলাদেশের জন্য একটি উন্নয়নমুলক কাজ করেছেন কিনা খুঁজে পাচ্ছি না।
সাতোশি নাকামোতা মূলত বিটকয়েন আবিষ্কার করেছেন ব্যাক্তিগত প্রাইভেসি রক্ষার জন্য, এখন মূলত হচ্ছে তাই। বিটকয়েন লেনদেনের ক্ষেত্রে আমাদের প্রাইভেসি রক্ষা হচ্ছে কিন্তু আমাদের দেশের জনগণ একথা বুঝতে পারলেও সরকারি রাজনৈতিক দলের লোকগুলো মাঝে মাঝে বিটকয়েনের সম্পর্কে এমন অজানা তথ্য তুলে ধরেন যা শুনলে পায়ের পাতা রাগে গরম হয়ে যায়।
বিটকয়েন ও বিটকয়েনের আবিস্কারক সম্পর্কে তারা মিথ্যাচার করেন। অহেতুক মিথ্যাচার করে লাভ আছে? আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা কেউ শোনে না। এদেশের সরকারের দপ্তর থেকে হাজারো প্রতিবেদন প্রকাশ করলেও বিটকয়েনের কোন সমস্যা করতে পারবে না। হ্যা তবে আমাদের দেশে যদি বিটকয়েনের বৈধতা দেয়া হতো তাহলে আমরা ভয়ে ভয়ে বিটকয়েন ক্রয় বিক্রয় করতাম না। বিটকয়েন তখন রেমিট্যান্সের একটি অংশ হিসেবে বিবেচিত হতো।
আমাদের প্রানপ্রিয় দেশনেত্রীর সুযোগ্য সন্তান গত ১৫ বছরের বিটকয়েনের উপর একটি পদক্ষেপ গ্রহণ করেনি। তাহলে আইটি বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিক হিসেবে আমাদের কি দিল।
দেশের একমাত্র একজন রাজনৈতিক নেতা জুনায়েদ আহমেদ পলক এমপি সাহেব মাঝে মাঝে বিটকয়েন নিয়ে কথা বললেও পরবর্তীতে ফলস্বরূপ কিছু পাইনি। তাই এদেশে যদি রাজনৈতিক দলগুলোর পরিবর্তনও হয় তাহলেও বিটকয়েন নিয়ে আমরা কোন পজিটিভ কিছু পাব না। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাজনীতিবিদরা বিটকয়েনকে দেশের প্রপার্টি হিসেবে মেনে নিচ্ছে অথচ আমাদের দেশে বিটকয়েন নিয়ে আইন ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধাচরণ আমাদের ব্যাপকভাবে মর্মাহত করে।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
October 11, 2023, 09:23:53 PM
@DYING_S0UL যেহেতু আমি KuCoin এক্সচেঞ্জে একাউন্ট করেছি তাই আমি এই এক্সচেঞ্জ নিয়েই আপনাকে ধারণা দিচ্ছি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবেন করার পরে Main Wallet থেকে আপনাকে ট্রেড এই স্থানে নিতে হবে এবং সেখানে আপনি যেকোন স্টেবল কয়েনের রূপান্তর করতে পারেন।
আমিও সহজ ভাবে কিছু এড করে দেই। কু-কয়েনে btc বা যে কোন কয়েন ডিপোজিট করা হলে সরাসরি funding account আসে ট্রেড করার জন্য প্রথমে অবশ্যই funding account  থেকে ট্রান্সফার করে Trading account নিতে হবে। তা না হলে ট্রেড করতে পারবেন না। ট্রেড করা ছাড়াই P2P সরাসরি BTC সেল করা যায়, কিন্তু রেট কম পাওয়া যায় তাই ট্রেড করে BTC থেকে USDT করে নিলে ভালো হয় রেট বেশি পাওয়া যায়। কু-কয়েনে আপনি মাত্র ৫ টি কয়েন p2p লেনদেন করতে পারবেন। যেমন USDT, BTC, USDC, KCS, ETH, এই কয়েন ব্যতীত p2p সেল করা যায় না। যেমন ধরে নিন আপনার কাছে matic আছে আপনাকে ট্রেড করে USDT করতে হবে। যাইহোক বাইন্যান্সে মনে হয় অনেক গুলো কয়েন p2p লেনদেন করতে পারবেন, ku coin এর চেয়ে অনেক বেশি।
আর একটা বিষয় হচ্ছে আপনি যদি p2p লেনদেন করেন USDT এর জায়গায় USDC সেল করেন তাহলে অবশ্যই দাম অনেক কম। সেজন্য আপনি বেশি রেটে সেল করতে চাইলে usdt তে কনভার্ট করে নিন তাহলে অবশ্যই ভালো দাম পাবেন। BTC, ETH, KCS, USDC, এইগুলাতে সেল করলে সব সময় রেট কম থাকে যার কারণে আপনার টাকার পরিমাণ তাই আপনি ট্রেডিং অথবা কনভার্ট করে ইউএসডিটি তৈরি করে তারপর সেল করুন তবে ভালো রেটে বিক্রি করতে পারবেন আপনার ডলারগুলো।
Kucoin এ Binance এর মতোই সেইম রেট থাকে ডলারের এবং যে কয়েকটি লেনদেন করা যায় পিটুপিতে সবগুলো মূল্যের সাথে Binance p2p এর মূল্যের সাথে কম্পায়ার করে।
Binance এ p2p লেনদেনের জন্য কয়েন অনেকগুলো রয়েছে তাই আপনি সেখানে থাকা যে কয়েন গুলো ডিপোজিট করবে সেগুলো কনভার্ট না করেই লেনদেন করতে পারবেন।
Kucoin এ মোট ৫ টি কারেন্সি রয়েছে p2p লেনদেন করার জন্য, কিন্তু Binance ১০ টি কারেন্সি রয়েছে। Binance and kucoin দুই এক্সচেঞ্জেই p2p লেনদেন দ্রত হয়, এবং আপনি যখন আপনার ডলার সেল দিবেন তার আগে দেখে নিবেন কোন বায়ার সবচেয়ে বেশি ট্রেডিং করেছে, অনেকে আছে অল্প ট্রেডিং করেছে এবং ডলারের রেট অনেক লোভনীয় করে রাখে সেখানে কখনোই আপনার লেনদেন করবেন না করবেন না ঝুঁকি রয়েছে।


Jump to: