Author

Topic: বাংলা (Bengali) - page 133. (Read 5299981 times)

sr. member
Activity: 784
Merit: 372
October 11, 2023, 09:05:38 PM
@DYING_S0UL যেহেতু আমি KuCoin এক্সচেঞ্জে একাউন্ট করেছি তাই আমি এই এক্সচেঞ্জ নিয়েই আপনাকে ধারণা দিচ্ছি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবেন করার পরে Main Wallet থেকে আপনাকে ট্রেড এই স্থানে নিতে হবে এবং সেখানে আপনি যেকোন স্টেবল কয়েনের রূপান্তর করতে পারেন।
আমিও সহজ ভাবে কিছু এড করে দেই। কু-কয়েনে btc বা যে কোন কয়েন ডিপোজিট করা হলে সরাসরি funding account আসে ট্রেড করার জন্য প্রথমে অবশ্যই funding account  থেকে ট্রান্সফার করে Trading account নিতে হবে। তা না হলে ট্রেড করতে পারবেন না। ট্রেড করা ছাড়াই P2P সরাসরি BTC সেল করা যায়, কিন্তু রেট কম পাওয়া যায় তাই ট্রেড করে BTC থেকে USDT করে নিলে ভালো হয় রেট বেশি পাওয়া যায়। কু-কয়েনে আপনি মাত্র ৫ টি কয়েন p2p লেনদেন করতে পারবেন। যেমন USDT, BTC, USDC, KCS, ETH, এই কয়েন ব্যতীত p2p সেল করা যায় না। যেমন ধরে নিন আপনার কাছে matic আছে আপনাকে ট্রেড করে USDT করতে হবে। যাইহোক বাইন্যান্সে মনে হয় অনেক গুলো কয়েন p2p লেনদেন করতে পারবেন, ku coin এর চেয়ে অনেক বেশি।

আমি KuCoin এক্সচেঞ্জ সম্পর্কে ধারণা দিয়েছি যেটা আমি আমার পোষ্টের প্রথমে উল্লেখ করেছি কিন্তু কয়েনে সরাসরি Main Wallet ডলার গিয়ে জমা হয় এবং সেখান থেকে ট্রেড করার জন্য আপনি সরাতে পারেন এবং বিক্রি করার জন্য আপনি সরাতে পারেন সেটা আপনার ইচ্ছা। তবে ডলার Main Wallet জমা হয়।


দ্বিতীয় ধাপ
ট্রেড করা শেষ হলে অবশ্যই আপনি Main Wallet এসে P2P এই অপশনে ক্লিক করবেন। এবং পরবর্তী স্টেপে চলে যাবে এবং সেখানে আপনি বিকাশ অথবা নগদ একাউন্ট পছন্দ করে বেছে নিতে পারেন।
ট্রেড করা শেষ হলে আপনাকে অবশ্যই trading account থেকে ট্রান্সফার করে funding account নিতে হবে। তা না হলে আপনি p2p সেল করতে পারবেন না।

Binance এক্সচেঞ্জ অবশ্যই বেশি কয়েন গ্রহণ করেছে কারণ তাদের ইউজার সংখ্যা বেশি বর্তমান পজিশনে প্রথম স্থানে রয়েছে। তবে আমি বিনাঞ্চ থেকে প্রতারিত হয়েছি P2P লেনদেনের মধ্যে (এবং আমার কিছুটা অলসতাও ছিল যার কারণে প্রতারিত হয়েছি কারণ নগদ একাউন্টে মেসেজ এসেছিল কিন্তু সেটা ছিল প্রাইভেট মেসেজ। কিন্তু মূল ব্যালেন্স এ গিয়ে আমি চেক করছিলাম না যার কারণে আমি নিজেই রিলিজ দেওয়ার পর প্রতারণার শিকার। তাই এরকম ভুল কেউ করবেন না অবশ্যই সরাসরি ব্যালেন্স চেক দিবেন তারপর রিলিজ করবেন)।
@Z_MBFM একটি কথা উল্লেখ করে গেছে এটা অবশ্যই সত্য এবং কম লেনদেন গুলোর অ্যাকাউন্টে ডলার বিক্রি না করাই ভালো। কারণ তারা সবার চেয়ে বেশি মূল্য দিয়ে গ্রাহককে আকৃষ্ট করার চেষ্টা করে। অবশ্যই প্রতারণার কোন সিস্টেম আমি KuCoin এক্সচেঞ্জে খুঁজে পাইনি।

লেনদেনের সময় অবশ্যই আপনি সজাগ থাকবেন এবং আবারো বলছি ব্যালেন্স চেক না করে কখনোই রিলিজ করবেন না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 11, 2023, 09:03:00 PM
ভাই যাদের  প্রাইভেসি নিয়ে এতই ভয় তাহলে এই প্লাটফর্ম গুলাতে এবং ক্রিপ্টো জগৎ এ আশা টা  তাদের উচিত হয়নি। আর ভাই আমরা এখানে সঠিক ভাবেই কাজ করে যাচ্ছি আমরা কারো মূলধন চুরি করছি না বা কারো ক্ষতিও করছি না। একটা জিনিস ভাবুন এই পি২পি আশাতে আপনাকে ডলার বিক্রি করতে কোনো বেগ পেতে হচ্ছে না। কারোর দূর্নীতির শিখার হতে হচ্ছে না। চাইলে নিজের ইচ্ছা মত যখন খুশি তখন বায় সেল করতে পারতেছেন তাও আবার ভালো দাম এ। আর আপনি যদি নিজের প্রাইভেসি গোপন রেখে ৩য় পক্ষের মাধ্যমে বিক্রি করতে যান তাহলে ন্যায্য দাম পাবেন না। সে ক্ষেত্রে আপনাকে কিছু পরিমান লস দিতেই হবে।

আমি একটা পোস্ট ট্রান্সলেট করেছিলাম, সেটার নাম ছিলো ১২ বছর পরেও মানুষ জানে না বিটকয়েন কেনো ভালো এবং কিভাবে ব্যাবহার করতে হয়। ভাই, বিটকয়েন আবিষ্কার এর উদ্দেশ্য কি ছিলো সেটা কি জানেন? আমাদের ফোরামে পোস্ট করে ইনকাম করা কি ছিলো তখন? বিটকয়েন তো বানানোই হয়েছিলো যেন মানুষের প্রাইভেসি রক্ষা করা যায়। মানুষকে যেনো ৩য় পক্ষের সহায়তা নিতে না হয়। কিন্তু বাংলাদেশ এর মতো আকাইম্মা দেশে যে এটা ব্যান করে রাখবে সেটা কি সাতোশি জানতো?

প্রাইভেসি নিয়ে ভয় আছে বলেই মানুষকে বিটকয়েন আবিষ্কার করতে হয়েছে। আর আপনি বলছেন প্রাইভেসি নিয়ে ভয় থাকলে এই প্ল্যাটফর্মে আশা ঠিক হয়নি। সাতোশি আপনার কথা শুনলে আত্ম হত্যা করতো ভাই। যাই হোক, যার যেমন বুঝ, যে যেমন ভাবে নেয়। আমি কখনোই কাউকে বলবো না যে ভাই আপনি কে ওয়াই সি করে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ লেনদেন করেন।

লিনাক্স এ অভ্র দিয়ে লেখা প্রথম পোস্ট এটা। লিনাক্স কাস্টমাইজ করে ম্যাক এর ফিল নিচ্ছি।  Cool

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 11, 2023, 02:58:16 PM
@DYING_S0UL যেহেতু আমি KuCoin এক্সচেঞ্জে একাউন্ট করেছি তাই আমি এই এক্সচেঞ্জ নিয়েই আপনাকে ধারণা দিচ্ছি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবেন করার পরে Main Wallet থেকে আপনাকে ট্রেড এই স্থানে নিতে হবে এবং সেখানে আপনি যেকোন স্টেবল কয়েনের রূপান্তর করতে পারেন।
আমিও সহজ ভাবে কিছু এড করে দেই। কু-কয়েনে btc বা যে কোন কয়েন ডিপোজিট করা হলে সরাসরি funding account আসে ট্রেড করার জন্য প্রথমে অবশ্যই funding account  থেকে ট্রান্সফার করে Trading account নিতে হবে। তা না হলে ট্রেড করতে পারবেন না। ট্রেড করা ছাড়াই P2P সরাসরি BTC সেল করা যায়, কিন্তু রেট কম পাওয়া যায় তাই ট্রেড করে BTC থেকে USDT করে নিলে ভালো হয় রেট বেশি পাওয়া যায়। কু-কয়েনে আপনি মাত্র ৫ টি কয়েন p2p লেনদেন করতে পারবেন। যেমন USDT, BTC, USDC, KCS, ETH, এই কয়েন ব্যতীত p2p সেল করা যায় না। যেমন ধরে নিন আপনার কাছে matic আছে আপনাকে ট্রেড করে USDT করতে হবে। যাইহোক বাইন্যান্সে মনে হয় অনেক গুলো কয়েন p2p লেনদেন করতে পারবেন, ku coin এর চেয়ে অনেক বেশি।

দ্বিতীয় ধাপ
ট্রেড করা শেষ হলে অবশ্যই আপনি Main Wallet এসে P2P এই অপশনে ক্লিক করবেন। এবং পরবর্তী স্টেপে চলে যাবে এবং সেখানে আপনি বিকাশ অথবা নগদ একাউন্ট পছন্দ করে বেছে নিতে পারেন।
ট্রেড করা শেষ হলে আপনাকে অবশ্যই trading account থেকে ট্রান্সফার করে funding account নিতে হবে। তা না হলে আপনি p2p সেল করতে পারবেন না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 11, 2023, 02:38:10 PM
ভাই যাদের  প্রাইভেসি নিয়ে এতই ভয় তাহলে এই প্লাটফর্ম গুলাতে এবং ক্রিপ্টো জগৎ এ আশা টা  তাদের উচিত হয়নি। আর ভাই আমরা এখানে সঠিক ভাবেই কাজ করে যাচ্ছি আমরা কারো মূলধন চুরি করছি না বা কারো ক্ষতিও করছি না। একটা জিনিস ভাবুন এই পি২পি আশাতে আপনাকে ডলার বিক্রি করতে কোনো বেগ পেতে হচ্ছে না। কারোর দূর্নীতির শিখার হতে হচ্ছে না। চাইলে নিজের ইচ্ছা মত যখন খুশি তখন বায় সেল করতে পারতেছেন তাও আবার ভালো দাম এ। আর আপনি যদি নিজের প্রাইভেসি গোপন রেখে ৩য় পক্ষের মাধ্যমে বিক্রি করতে যান তাহলে ন্যায্য দাম পাবেন না। সে ক্ষেত্রে আপনাকে কিছু পরিমান লস দিতেই হবে।
ভাই তো দারুন একটা কথা বললেন প্রাইভেসি নিয়ে ভয় থাকলে এই প্ল্যাটফর্ম বা ক্রিপটোজগৎ এ আসা উচিত হয়নি। কিন্তু আমি তো জানতাম এই জগৎটাই মানে বিটকয়েন তৈরি হয়েছে প্রাইভেসি রক্ষার জন্য। যেহেতু প্রাইভেসি রক্ষার জন্য এই সকল কর্মকান্ড তাই অবশ্যই সেখানে প্রাইভেসি নিয়ে ভয় রয়েছে ভয় থাকার কারণেই এই ক্রিপ্টো জগৎটা সৃষ্টি। জানিনা ভাই আপনি কি কাজ , তবে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ তাই এর সাথে আমরা যারা জড়িত রয়েছে তারা সবাই বাংলাদেশের সরকারের নিকটে অবৈধ কার্যক্রম করতেছি এখানে আমাদের কথার কোন দাম নেই ভাই।
আর আমি মনে করি কখনোই ফুল প্রাইভেসি রক্ষা করে ক্রিপ্টো কারেন্সি থেকে ফিয়াট কারেন্সি তে রূপান্তরিত করা সম্ভব না। আসলে এখানে আমরা এখানে কারো মূলধন চুরি করছি না এটা সঠিক এখানে জাস্ট ক্রিপ্ত কারেন্সি টাই।


তবে p2p যেমন একটা সুবিধা তেমন অসুবিধাও আছে এখানে অনেক সময় DB, CID চেক করে আবার মাঝে মাঝে তারাও অর্ডার ক্রিয়েট করে রাখে বড় বড় ক্রিপ্টো ইউজারদের ধরার জন্য তাই এখানে ক্রয় বিক্রয়ে সতর্ক থাকবেন আর যার ৩০ দিনে সফল ট্রেড নূর্নতম ১০০+ তাদের সাথে লেনদেন করবেন ডলার প্রতি কিছু পয়সা কম পাইকেও। এটা আপনাকে সেফটি দেবে
এই জিনিসটাই আসলে আমি পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম বারবার, এর আগেও কয়েকবার করেছি। কেননা মাঝখানে এমন হয়েছিল যে অনেক মানুষজনকে এইভাবেও ধরপাকড় করা হচ্ছিল, আপনি যদিও কোন ইস্ক্যামের সাথে জড়িত না থাকেন তারপরেও এখানে হ্যারেজমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছেই কারণ বর্তমানে এই সব বিষয় নিয়ে বারবার সতর্কবার্তা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। গত কিছুদিন আগেও আমার মোবাইলে একটা নোটিফিকেশন এসেছিল এই রিলেটেড অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধের জন্য।
sr. member
Activity: 546
Merit: 309
October 11, 2023, 12:02:14 PM
ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।

Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।

@DYING_S0UL যেহেতু আমি KuCoin এক্সচেঞ্জে একাউন্ট করেছি তাই আমি এই এক্সচেঞ্জ নিয়েই আপনাকে ধারণা দিচ্ছি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবেন করার পরে Main Wallet থেকে আপনাকে ট্রেড এই স্থানে নিতে হবে এবং সেখানে আপনি যেকোন স্টেবল কয়েনের রূপান্তর করতে পারেন।

প্রথম ধাপ



দ্বিতীয় ধাপ
ট্রেড করা শেষ হলে অবশ্যই আপনি Main Wallet এসে P2P এই অপশনে ক্লিক করবেন। এবং পরবর্তী স্টেপে চলে যাবে এবং সেখানে আপনি বিকাশ অথবা নগদ একাউন্ট পছন্দ করে বেছে নিতে পারেন।


তৃতীয় ধাপ
যেকোনো ব্যক্তির একাউন্টে আপনি ডলার বিক্রি করতে পারবেন কিন্তু
অবশ্যই আপনিSell অপশনে গিয়ে ক্লিক করবেন।

যেহেতু আমি ডলার বিক্রি করছি না এই কারণে লাল চিহ্ন এসেছে। তাই অবশ্যই আপনি এইভাবে বিক্রি করতে পারবেন।


এবং পরবর্তীতে আরেকটি অপশন চলে আসবে সেটি আপনি নিজেই করতে পারবেন এবং মেসেজ দিতে হবে অথবা (মেসেজ না দিলেও চলবে)। এবং আপনি নির্ভয় এটি ট্রাই করতে পারেন আমি অবশ্যই আশাবাদী আপনি এভাবে সাকসেসফুল হতে।
Kucoin এবং Binance এর প্রসেস প্রায় একই ধরনের এগুলোতে ডলার বিক্রি করাটা সহজ আর কুইকলি হয়। p2p service চালু হবার পর থিকা আমাগো বাংলাদেশের ক্রিপ্টো ইউজারদের ভোগান্তি অনেক কমছে আগে গ্রুপে গ্রুপে যাইয়া ডলার বিক্রি করা লাগতো আবার অনেক স্কাম হতো। আগে ডলার দিকে টাকা দিতো না আবার কিনতে গেলে আগে টাকা দিলে ডলার দিতো না। এরকম ঝামেলা আমি কয়েকবার ফেস করছি কারন আমি ক্রিপ্টো নিয়া ঘাটাঘাটি শুরু করছি ২০১৭ সাল থেকে।

তবে p2p যেমন একটা সুবিধা তেমন অসুবিধাও আছে এখানে অনেক সময় DB, CID চেক করে আবার মাঝে মাঝে তারাও অর্ডার ক্রিয়েট করে রাখে বড় বড় ক্রিপ্টো ইউজারদের ধরার জন্য তাই এখানে ক্রয় বিক্রয়ে সতর্ক থাকবেন আর যার ৩০ দিনে সফল ট্রেড নূর্নতম ১০০+ তাদের সাথে লেনদেন করবেন ডলার প্রতি কিছু পয়সা কম পাইকেও। এটা আপনাকে সেফটি দেবে
sr. member
Activity: 784
Merit: 372
October 11, 2023, 11:14:31 AM
ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।

Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।

@DYING_S0UL যেহেতু আমি KuCoin এক্সচেঞ্জে একাউন্ট করেছি তাই আমি এই এক্সচেঞ্জ নিয়েই আপনাকে ধারণা দিচ্ছি। আপনি আপনার এক্সচেঞ্জে ডলার ডিপোজিট করবেন করার পরে Main Wallet থেকে আপনাকে ট্রেড এই স্থানে নিতে হবে এবং সেখানে আপনি যেকোন স্টেবল কয়েনের রূপান্তর করতে পারেন।

প্রথম ধাপ



দ্বিতীয় ধাপ
ট্রেড করা শেষ হলে অবশ্যই আপনি Main Wallet এসে P2P এই অপশনে ক্লিক করবেন। এবং পরবর্তী স্টেপে চলে যাবে এবং সেখানে আপনি বিকাশ অথবা নগদ একাউন্ট পছন্দ করে বেছে নিতে পারেন।


তৃতীয় ধাপ
যেকোনো ব্যক্তির একাউন্টে আপনি ডলার বিক্রি করতে পারবেন কিন্তু
অবশ্যই আপনিSell অপশনে গিয়ে ক্লিক করবেন।

যেহেতু আমি ডলার বিক্রি করছি না এই কারণে লাল চিহ্ন এসেছে। তাই অবশ্যই আপনি এইভাবে বিক্রি করতে পারবেন।



এবং পরবর্তীতে আরেকটি অপশন চলে আসবে সেটি আপনি নিজেই করতে পারবেন এবং মেসেজ দিতে হবে অথবা (মেসেজ না দিলেও চলবে)। এবং আপনি নির্ভয় এটি ট্রাই করতে পারেন আমি অবশ্যই আশাবাদী আপনি এভাবে সাকসেসফুল হতে।
full member
Activity: 532
Merit: 163
October 11, 2023, 09:30:52 AM
পি টু পি লেনদেন সিস্টেম চালু হওয়াতে মানুষ এখন থার্ড পার্টি লেনদেন মোটেও পছন্দ করে না। যেহেতু মুহূর্তের মধ্যে পি টু পি লেনদেন সম্পূর্ণ করা যায় তাই এই লেনদেন ব্যবস্থা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

থার্ড পার্টির সাথে লেনদেন করাটা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। কারণ আপনি চেনেন না জানেন না এমন একজনকে যদি আপনি আপনার ডলার পাঠিয়ে দেন সেল করার জন্য তাহলে সে আপনার ডলার মেরে দিতে পারে। তবে সবাই এরকম করে না তবে কিছু কিছু মানুষ আছে যাদের জন্ম হয়েছে চুরি করার জন্য বা স্কাম করার জন্য। অন্যদিকে বিন্যান্স এর পিটুপি লেনদেন করাটা খুবই সহজ এবং অতি দ্রুত ডলার থেকে টাকায় কনভার্ট করা যায় যার জন্য এটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষ অত্যধিক পরিমাণে এখন এই বিনাঞ্চের পিটুপিতে তাদের ডলার ক্রয় এবং বিক্রয় করে থাকে।
পি টু পি এ লেনদেন এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে পি টু পি এর লেনদেন অনেক দ্রুত হয়  এই দ্রুত  হওয়ার কারণে  সবার কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।পি টু পি লেনদেন হবার পর থেক এখন আর থার্ড পার্টির কাছে ডলার বিক্রি করে না পি টু পি এর লেনদেনটা  খুবই সহজ। থার্ড পার্টির কাছে ডলার সেল দেওয়া আমার কাছে একটু রিস্ক মনে হয়  তার কারণ আমি যখন কাউকে চিনবো না তার মাধ্যমে যদি আমি ডলার লেনদেন করি তাহলে আমার ডলার টা মার যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই আমি নিজেই ব্যক্তিগতভাবে পি টু পি লেনদেন করি এবং সবাইকে লেনদেন করা পরামর্শ দিব।
sr. member
Activity: 504
Merit: 266
October 11, 2023, 04:11:10 AM
member
Activity: 196
Merit: 14
October 11, 2023, 03:05:59 AM
P2P/Peer2Peer/Person2/Person যাই বলুন না কেন এই ক্ষেত্রে প্রাইভেসি নেই বললেই চলে। এক্ষেত্রে আপনার বায়ারের সাথে আমি যেভাবে লেনদেন করেন না কেন তার একটা ডকুমেন্ট দুজনের কাছেই থেকে যায় এক্ষেত্রে যদি আপনার বায়ারকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আপনার আমার তথ্য অতি সহজেই বের করতে পারবে। তাছাড়া বায়ার এতোও ভালো মানুষ নয় যে আইনের আওতায় আসার পরও সে অন্যের তথ্য গোপন করে রাখবে।

আমি সাধারণত কুকয়েনের মাধ্যমে P2P ডলার সেল করে থাকি। P2P লেনদেন হিস্টরিতে আমার কোন সেরকম তথ্য দেখতে পেলাম না, এমন কি আমার নগদ বা বিকাশ নাম্বার আমার p2p হিস্টোরিতে দেখতে পেলাম না। হয়তো বায়ারের p2p হিস্টোরিতে আমার নগদ একাউন্ট নাম্বার থাকতে পারে। বায়ার আমার আপনার ব্যক্তিগত তথ্য কখনো বের করতে পারবে না। বায়ার একটা বিষয়ে আপনাকে আমাকে আইনের লোকের কাছে তথ্য ফাঁস করে দিতে পারবে, শুধু নাম্বারে লেনদেন মেসেজ উপর ভিত্তি করে। আরও কি কোন পদক্ষেপ নিতে পারবে বায়ার যা আমাকে আপনাকে আইনের লোকের কাছে ধরিয়ে দিতে পারবে?

আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত কোন ঝামেলায় জড়িত হইনি। আল্লাহ যেন ক্রিপ্টো লেনদেন কাউকে কখনো কোন বিপদে না ফেলেন। আমাদের সকলেই সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আমীন।।
তবে আপনি কুকয়েন বা বাইনান্স এক্সচেঞ্জ যেখানেই লেনদেন করুন না কেন আপনার ব্যাক্তিগত তথ্য ও ডিটেইলস বের করতে একটুও বেগ পেতে হবে না। আপনি যে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক একাউন্ট ব্যবহার করছেন তার তো তথ্য আছে তাই না! এসব একাউন্টের মাধ্যমে আপনার যাবতীয় তথ্য বের করা সম্ভব।
আপনার একাউন্ট যখন টাকা দেয় তখন কিন্তু আপনাকে আপনার বায়ার একাউন্ট (নগদ,রকেট, বিকাশ,ব্যাংক) একাউন্ট কনফার্ম করার জন্য আপনার একাউন্ট দিয়ে থাকে যা দেখে আপনি কনফার্ম করেন হ্যা এটাই আমার একাউন্ট। তাহলে বায়ার কেমনে আপনার ইনফরমেশন বের করতে পারবে না।যখন বায়ার বিপদে পড়বে তখন আপনা আপনি যাদের সাথে লেনদেন করেছে তাদের ইনফরমেশন ট্যাগ করতে পারে আর কি।
তাই আপাতত আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক এই কামনাই করি সবসময়।
বাইনান্স এবং কুকয়েন এ P2P  আশাতে মানুষ এর কতটা উপকার হয়েছে একবার ভেবেছেন। আর আপনারা আছেন নিজের প্রাইভেসি নিয়ে। ভাই যাদের  প্রাইভেসি নিয়ে এতই ভয় তাহলে এই প্লাটফর্ম গুলাতে এবং ক্রিপ্টো জগৎ এ আশা টা  তাদের উচিত হয়নি। আর ভাই আমরা এখানে সঠিক ভাবেই কাজ করে যাচ্ছি আমরা কারো মূলধন চুরি করছি না বা কারো ক্ষতিও করছি না। একটা জিনিস ভাবুন এই পি২পি আশাতে আপনাকে ডলার বিক্রি করতে কোনো বেগ পেতে হচ্ছে না। কারোর দূর্নীতির শিখার হতে হচ্ছে না। চাইলে নিজের ইচ্ছা মত যখন খুশি তখন বায় সেল করতে পারতেছেন তাও আবার ভালো দাম এ। আর আপনি যদি নিজের প্রাইভেসি গোপন রেখে ৩য় পক্ষের মাধ্যমে বিক্রি করতে যান তাহলে ন্যায্য দাম পাবেন না। সে ক্ষেত্রে আপনাকে কিছু পরিমান লস দিতেই হবে।

সব শেষে ভাই সবার জন্যই দোয়া করি সবাই ভালো ভাবে কাজ করুক এবং সবাই সুরক্ষিত থাকুন।

আর আমার কথায় কেও কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
full member
Activity: 490
Merit: 119
October 11, 2023, 12:01:43 AM
আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডটি দিন দিন আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। যেসব ইউজারদের কারণে এই সমৃদ্ধি লাভ করছে বাংলাদেশ লোকাল থ্রেড বা যেসব পোস্টের জন্য এই লোকাল থ্রেডটি সমৃদ্ধ লাভ করছে। সেসব পোষ্টের একটি তালিকা তৈরি করা হলো।

আমি অসংখ্য ধন্যবাদ জানাই @Little Mouse ভাই এবং @LDL ভাইকে যারা আমাকে এই পোস্টটি তৈরি করতে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আর একজন ব্যক্তির কথা না বললেই না @Learn Bitcoin ভাই যার পরামর্শ অনুযায়ী এই পোস্টের টাইটেল নির্ধারণ করা হয়েছে। আমি আশা করব তারা সব সময় আমাকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।


ক্রমিক|একনজরে দেখে আসুন|বোর্ড|
1
sr. member
Activity: 434
Merit: 350
October 10, 2023, 11:12:08 PM
পি টু পি লেনদেন সিস্টেম চালু হওয়াতে মানুষ এখন থার্ড পার্টি লেনদেন মোটেও পছন্দ করে না। যেহেতু মুহূর্তের মধ্যে পি টু পি লেনদেন সম্পূর্ণ করা যায় তাই এই লেনদেন ব্যবস্থা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

থার্ড পার্টির সাথে লেনদেন করাটা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। কারণ আপনি চেনেন না জানেন না এমন একজনকে যদি আপনি আপনার ডলার পাঠিয়ে দেন সেল করার জন্য তাহলে সে আপনার ডলার মেরে দিতে পারে। তবে সবাই এরকম করে না তবে কিছু কিছু মানুষ আছে যাদের জন্ম হয়েছে চুরি করার জন্য বা স্কাম করার জন্য। অন্যদিকে বিন্যান্স এর পিটুপি লেনদেন করাটা খুবই সহজ এবং অতি দ্রুত ডলার থেকে টাকায় কনভার্ট করা যায় যার জন্য এটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষ অত্যধিক পরিমাণে এখন এই বিনাঞ্চের পিটুপিতে তাদের ডলার ক্রয় এবং বিক্রয় করে থাকে।
sr. member
Activity: 490
Merit: 294
October 10, 2023, 09:17:15 PM
ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।

Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।
পি টু পি লেনদেন সিস্টেম চালু হওয়াতে মানুষ এখন থার্ড পার্টি লেনদেন মোটেও পছন্দ করে না। যেহেতু মুহূর্তের মধ্যে পি টু পি লেনদেন সম্পূর্ণ করা যায় তাই এই লেনদেন ব্যবস্থা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। কিছুসংখ্যক  এক্সচেঞ্জ আপনাকে পি টু পি লেনদেনের সুবিধা দিবে। আমার জানামতে বাইনান্স এবং কু-কয়েন সাধারণত এই লেনদেনের সুবিধা দিয়ে থাকে। আপনার যদি এই দুটি এক্সচেঞ্জ এর মধ্যে যেকোনো একটি এক্সচেঞ্জ থাকে তাহলে আপনি সহজেই পি টু পি লেনদেন করতে পারেন তার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে এই এক্সচেঞ্জগুলোতে।
প্রথমেই এই এক্সচেঞ্জগুলোতে কিছু স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে যাবে এবং আপনাকে সেই নিরাপত্তা সফলভাবে সম্পন্ন করতে হবে। এই ভেরিফিকেশনগুলো সম্পূর্ণ করার পর আপনি আপনার নগদ একাউন্ট অথবা বিকাশ একাউন্ট পি টু পি লেনদেন মাধ্যমে যুক্ত করে পি টু পি অপশনে গিয়ে সেল অপশন বেছে নিবেন তারপর আপনার যে কারেন্সি বিক্রয় করার প্রয়োজন সেই কারেন্সি নির্দিষ্ট একটি বাই অর্ডারে বিক্রি করে দিবেন, নির্দিষ্ট বাই অর্ডারে বিক্রয় করার পূর্বে একটা বিষয় মাথায় রাখবেন যে যে সমস্ত ইউজার ৫০০ প্লাস লেনদেন করেছে এবং যাদের লেনদেন পারসেন্টেন্স ৯৯%
থেকে ১০০% তাদের সাথে লেনদেন করার চেষ্টা করবেন। টাকা আপনার একাউন্টে আসলে তারপর আপনি যত দ্রুত সম্ভব আপনার অর্ডার রিলিজ করে দিবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 10, 2023, 09:09:07 PM
P2P/Peer2Peer/Person2/Person যাই বলুন না কেন এই ক্ষেত্রে প্রাইভেসি নেই বললেই চলে। এক্ষেত্রে আপনার বায়ারের সাথে আমি যেভাবে লেনদেন করেন না কেন তার একটা ডকুমেন্ট দুজনের কাছেই থেকে যায় এক্ষেত্রে যদি আপনার বায়ারকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আপনার আমার তথ্য অতি সহজেই বের করতে পারবে। তাছাড়া বায়ার এতোও ভালো মানুষ নয় যে আইনের আওতায় আসার পরও সে অন্যের তথ্য গোপন করে রাখবে।

আমি সাধারণত কুকয়েনের মাধ্যমে P2P ডলার সেল করে থাকি। P2P লেনদেন হিস্টরিতে আমার কোন সেরকম তথ্য দেখতে পেলাম না, এমন কি আমার নগদ বা বিকাশ নাম্বার আমার p2p হিস্টোরিতে দেখতে পেলাম না। হয়তো বায়ারের p2p হিস্টোরিতে আমার নগদ একাউন্ট নাম্বার থাকতে পারে। বায়ার আমার আপনার ব্যক্তিগত তথ্য কখনো বের করতে পারবে না। বায়ার একটা বিষয়ে আপনাকে আমাকে আইনের লোকের কাছে তথ্য ফাঁস করে দিতে পারবে, শুধু নাম্বারে লেনদেন মেসেজ উপর ভিত্তি করে। আরও কি কোন পদক্ষেপ নিতে পারবে বায়ার যা আমাকে আপনাকে আইনের লোকের কাছে ধরিয়ে দিতে পারবে?

আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত কোন ঝামেলায় জড়িত হইনি। আল্লাহ যেন ক্রিপ্টো লেনদেন কাউকে কখনো কোন বিপদে না ফেলেন। আমাদের সকলেই সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আমীন।।
তবে আপনি কুকয়েন বা বাইনান্স এক্সচেঞ্জ যেখানেই লেনদেন করুন না কেন আপনার ব্যাক্তিগত তথ্য ও ডিটেইলস বের করতে একটুও বেগ পেতে হবে না। আপনি যে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক একাউন্ট ব্যবহার করছেন তার তো তথ্য আছে তাই না! এসব একাউন্টের মাধ্যমে আপনার যাবতীয় তথ্য বের করা সম্ভব।
আপনার একাউন্ট যখন টাকা দেয় তখন কিন্তু আপনাকে আপনার বায়ার একাউন্ট (নগদ,রকেট, বিকাশ,ব্যাংক) একাউন্ট কনফার্ম করার জন্য আপনার একাউন্ট দিয়ে থাকে যা দেখে আপনি কনফার্ম করেন হ্যা এটাই আমার একাউন্ট। তাহলে বায়ার কেমনে আপনার ইনফরমেশন বের করতে পারবে না।যখন বায়ার বিপদে পড়বে তখন আপনা আপনি যাদের সাথে লেনদেন করেছে তাদের ইনফরমেশন ট্যাগ করতে পারে আর কি।
তাই আপাতত আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক এই কামনাই করি সবসময়।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 10, 2023, 08:50:47 PM
P2P/Peer2Peer/Person2/Person যাই বলুন না কেন এই ক্ষেত্রে প্রাইভেসি নেই বললেই চলে। এক্ষেত্রে আপনার বায়ারের সাথে আমি যেভাবে লেনদেন করেন না কেন তার একটা ডকুমেন্ট দুজনের কাছেই থেকে যায় এক্ষেত্রে যদি আপনার বায়ারকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আপনার আমার তথ্য অতি সহজেই বের করতে পারবে। তাছাড়া বায়ার এতোও ভালো মানুষ নয় যে আইনের আওতায় আসার পরও সে অন্যের তথ্য গোপন করে রাখবে।

আমি সাধারণত কুকয়েনের মাধ্যমে P2P ডলার সেল করে থাকি। P2P লেনদেন হিস্টরিতে আমার কোন সেরকম তথ্য দেখতে পেলাম না, এমন কি আমার নগদ বা বিকাশ নাম্বার আমার p2p হিস্টোরিতে দেখতে পেলাম না। হয়তো বায়ারের p2p হিস্টোরিতে আমার নগদ একাউন্ট নাম্বার থাকতে পারে। বায়ার আমার আপনার ব্যক্তিগত তথ্য কখনো বের করতে পারবে না। বায়ার একটা বিষয়ে আপনাকে আমাকে আইনের লোকের কাছে তথ্য ফাঁস করে দিতে পারবে, শুধু নাম্বারে লেনদেন মেসেজ উপর ভিত্তি করে। আরও কি কোন পদক্ষেপ নিতে পারবে বায়ার যা আমাকে আপনাকে আইনের লোকের কাছে ধরিয়ে দিতে পারবে?

আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত কোন ঝামেলায় জড়িত হইনি। আল্লাহ যেন ক্রিপ্টো লেনদেন কাউকে কখনো কোন বিপদে না ফেলেন। আমাদের সকলেই সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 10, 2023, 07:37:51 PM
ভাই প্রাইভেসি নিয়ে কোথায় যাব ভাই, p2p  বা ব্যাংকে লেনদেন করা মানেই  ঝামেলা  যতদিন না পর্যন্ত ক্রিপ্ত কারেন্সি বৈধতা হয়।  কারণ ব্যাংক ট্রান্সফারিং এর সময়  আমার আপনার  ব্যাংকের  তথ্য অপরপক্ষের নিকট তো নিকট চলে যাচ্ছেই, কারণ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া টাকা ট্রান্সফার হবে কিভাবে  
আর তথ্য যাওয়া মানেই শেষ, ধরেন আমার নিকটে আপনি  ইউএসডিটি সেল করলেন  আমাকে একদিন পুলিশে ধরল আর তারা তো চেক করবেই আমার এই অ্যাকাউন্ট থেকে কোন কোন একাউন্টে ট্রান্সফার হয়েছে।  সব সময় এই ভয়ে চলি যে, কখন র‍্যাব এসে বলে  নাট*কির পোলা দরজা খোল ,
যদিও আমার মতন চনুপটিদের নিয়ে  তাদের কতটুকু  কার্যক্রম চলমান রয়েছে জানিনা।
তবে এভাবেই চলছে ভয়ে ভয়ে জীবন, চলতে থাকবে যতদিন না পর্যন্ত হয় ক্রিপ্টোকারেন্সি অবৈধ বারণ।
P2P/Peer2Peer/Person2/Person যাই বলুন না কেন এই ক্ষেত্রে প্রাইভেসি নেই বললেই চলে। এক্ষেত্রে আপনার বায়ারের সাথে আমি যেভাবে লেনদেন করেন না কেন তার একটা ডকুমেন্ট দুজনের কাছেই থেকে যায় এক্ষেত্রে যদি আপনার বায়ারকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আপনার আমার তথ্য অতি সহজেই বের করতে পারবে। তাছাড়া বায়ার এতোও ভালো মানুষ নয় যে আইনের আওতায় আসার পরও সে অন্যের তথ্য গোপন করে রাখবে।
আমরা যারা ফেসবুকে বা কোন মেসেঞ্জারে অপরিচিত কারো সাথে সরাসরি লেনদেন করি সেক্ষেত্র আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত কেননা এক্ষেত্রে অনেক আইনের লোকেরা ছদ্মবেশে ডলার লেনদেন কারিদের তথ্য নিয়ে নিশ্চিত হয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।।
তাই যারা এলাকাভিত্তিক ডলার কেনাবেচার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে নিরাপত্তা একটু বেশি। তারা যদিও রেট একটু কম দেয় তবু তাদের সাথে লেনদেন করলে আইনগত ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে। তারা আপনার প্রাইভেসি রক্ষা করে চলার চেষ্টা করবে এবং আপনাকে কিভাবে সেভ করা যায় সে বিষয়ে সে অনুমতি থাকবে এটাই আর কি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 10, 2023, 03:00:03 PM
ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।
Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।
আমি একদম  সিম্পল একটা উপায় বলে দেই,  সরাসরি ইউটিউবে যান এবং সার্চ দেন কিভাবে আপনি বিটকয়েন বা ইউএসডিটি  বাইনান্সে p2p  এর মাধ্যমে সেল করতে হয়। বেশি কিছু না আমার এই লেখাটি কপি পেস্ট করে দিলেও চলবে।  আর না হয় লিখবেন হাউ টু সেল বিটকয়েন অর ইউসডিটি  অন বাইনান্স বাংলা ভার্সন।  আশা করি ভিডিও আকারে অনেক টিউটোরিয়াল পাবেন। তবে ভাই স্ক্যামারদের হাত থেকে বিরত থাকবেন চাইলে  আমার ব্যক্তিগত কিছু পরামর্শ ব্যবহার করতে পারেন।
  • প্রথমেই যেটি বলবো সেটি হল রেট বেশি দেখে  লোভে পড়বেন না।
  • তারপর ট্রেড সংখ্যা দেখে ট্রেড করবেন,  এক্ষেত্রে সর্বনিম্ন ৩০০ বা ৪০০ট্রেড  করেছে  এমন ট্রেডারদের  সিলেক্ট করতে পারেন,  এর উপর হলে সর্বোত্তম এবং নিচের গুলোকে  এভোয়েড করবেন। (আমি সব সময় হাজারের কাছে ট্রেড করেছে এমন ট্রেডার এর সাথে লেনদেন করি)
  • তারপর ঐ ট্রেডার এর  ট্রেডিং হিস্টোরি  এবং ফিডব্যাক গুলো  চেক করুন
  • অনেক সময় এভারেস্ট  রিলিজ টাইমও খেয়াল করা উচিত ফাস্ট ট্রানজেকশনের জন্য
  • যতটা পারেন  মেসেজিং এ কম কথা বলবেন এবং  ক্রয় করার সময় ওই ট্রেডার যদি  ডিসপ্লে কৃত নাম্বার ব্যতীত অন্য নাম্বারে টাকা পাঠাতে বলে তাহলে ওই ট্রেডটি এভয়েড করুন।
  • আর সর্বশেষ  এপস এবং মেসেজ এ  টাকা আসার নোটিফিকেশন না আসা পর্যন্ত  রিলিজ করবেন না।
~~
ভাই প্রাইভেসি নিয়ে কোথায় যাব ভাই, p2p  বা ব্যাংকে লেনদেন করা মানেই  ঝামেলা  যতদিন না পর্যন্ত ক্রিপ্ত কারেন্সি বৈধতা হয়।  কারণ ব্যাংক ট্রান্সফারিং এর সময়  আমার আপনার  ব্যাংকের  তথ্য অপরপক্ষের নিকট তো নিকট চলে যাচ্ছেই, কারণ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া টাকা ট্রান্সফার হবে কিভাবে  
আর তথ্য যাওয়া মানেই শেষ, ধরেন আমার নিকটে আপনি  ইউএসডিটি সেল করলেন  আমাকে একদিন পুলিশে ধরল আর তারা তো চেক করবেই আমার এই অ্যাকাউন্ট থেকে কোন কোন একাউন্টে ট্রান্সফার হয়েছে।  সব সময় এই ভয়ে চলি যে, কখন র‍্যাব এসে বলে  নাট*কির পোলা দরজা খোল ,
যদিও আমার মতন চনুপটিদের নিয়ে  তাদের কতটুকু  কার্যক্রম চলমান রয়েছে জানিনা।
তবে এভাবেই চলছে ভয়ে ভয়ে জীবন, চলতে থাকবে যতদিন না পর্যন্ত হয় ক্রিপ্টোকারেন্সি অবৈধ বারণ।
sr. member
Activity: 434
Merit: 350
October 10, 2023, 08:25:25 AM
ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।
আপনার যদি Binance & Kucoin exchange থাকে এবং সেগুলো যদি ভেরিফাইড করা থাকে তাহলে আপনি সেখানে BTC বা USDC,USDT, ETH, BNB সহ আরো অন্যান্য ক্রিপ্টো ডিপোজিট করবেন। তারপর সেগুলো আপনার Deposit Wallet থেকে Transfer করে Funding Wallet এ নিতে হবে।

তারপর তাদের P2P অপশনে গিয়ে আপনি নগদ এবং বিকাশ নাম্বার এড করে আপনার নিজস্ব ক্রিপ্টো গুলো সেল করে নিজস্ব দেশিও মুদ্রায় কনভার্ট করতে পারবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 10, 2023, 08:11:41 AM
ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।
Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।

যদি সেন্ট্রালাইজড এক্সচেন্জ এ একাউন্ট থাকে, তাহলে সেখানে সেল করতে পারেন। আর যদি না থাকে, তবে আমি রিকোমেন্ড করবো আর একাউনট না করার জন্য। Agoradesk এ রেট কম এটা সত্য, তবে কোনো প্রকার ব্যাক্তিগত তথ্য সেখানে শেয়ার করতে হবে না। আপনি সেল করার জন্য আরো কিছু বাংলাদেশি লোকাল এক্সচেন্জ ব্যাবহার করতে পারেন। তবে সেগুলোতেও রেট কম পাবেন। এখন আপনি যদি প্রাইভেসি নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাকে একটু কম রেট এই সেল করতে পারেন। আবার লিটল মাউস ভাইয়ের কাছেও সেল করতে পারেন। ওনার কাছ থেকে রেট জেনে নিতে পারেন। অনেক সময় আমিও কিনে থাকি। কিন্তু আমি সব সময় কিনি না। আর আমার কাছেও রেট তেমন ভালো পাবেন না। কারন দিন শেষে আমি অন্য কারো কাছে সেল করবো ১০ টাকা প্রফিট করার জন্য।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 10, 2023, 07:30:32 AM
ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।

Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
October 09, 2023, 08:41:53 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩২ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-532d-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5469655
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



Jump to:
© 2020, Bitcointalksearch.org