Author

Topic: বাংলা (Bengali) - page 133. (Read 5701809 times)

sr. member
Activity: 616
Merit: 322
October 21, 2023, 05:11:20 AM
OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।

নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।
আপনে আমার মনের কথা বলে ফেলেছেন ভাই। আমি জানি না ট্রান্সলেশন নিয়ে এদের এতো মাথা বেথা শুরু হলো কেনো। ট্রান্সলেট নিয়ে গ্লোবালে কোনো কথা হয় না। ট্রান্সলেটকে সবাই সাপর্ট করে। গ্লোবালে যেসব নিয়ে কথা হয় তা হলো এই (সোর্স লিংক পোস্ট করে যাওয়া কিছু জ্ঞানী ব্যাক্তিদের নিয়া আর এক যায়গায় মেরিট দিতে দেখলে দল বাইদা সেখানে ঝাপাইয়া পড়ার বিষয়গুলা নিয়ে) হঠাৎ কইরা দুই এক জনের এমন ট্রান্সলেট নিয়ে এমন পেট কামরা কামরি শুরু হইছে কেনো। আর এখানে যে ট্রান্সলেট করে আমার মনে হয় না যে  অর্জিনাল পোস্টদাতার অনুমতি ছাড়া করে। যদি তারা এটা করার জন্য অনুমতি দেয় তাইলে আমাগো এখানে কিছু পুন্ডিদদের এতো মাথা ব্যাথা কেনো এটা বুঝি না।

আপনারা কি নিজেরা ভেবে দেখেছেন যে কমিউনিটি অলরেডি দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কেউ যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ ই করেন না কেনো, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে। এসব মেনেই কমিউনিটিতে চলতে হবে। কেউ যদি রাগ করে কমিউনিটিতে পোষ্ট না করে, তাকে কি কেউ জোর করতে পারবে? আর এই কমিউনিটিও তো কারো একার না যে আপনারা একজনের কথায় কমিউনিটি তে পোষ্ট করবেন না।

যারা ক্রিটিসাইজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য এবং ভূলগুলো ধরিয়ে দেয়ার জন্য।

OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।

নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।

অনেকের মতে এইসবের জন্য আমাদের বোর্ডের সুনাম বাড়তেসে। আমার মনে হয় ফোরামে একটা অটো ট্রান্সলেশন এন্ড রিপোস্ট বাটন রাখা উচিত। ফোরামের সুনাম বৃদ্ধি আরো বেগবান হবে। যারা এসব করে দ্রুত রাঙ্ক আপ করেছে তাদের অনেকেই আর বোর্ডে দেখা যায়না ফুল মেম্বার হবার পর। আমি আমাদের বোর্ডে একটা ইনফোরমেটিভ পোস্ট যে করবো সেটা কতগুলো নিউজ শেয়ার পোস্ট এর নিচে পরে যাবে। কেউ একটা টপিক নিয়ে পোস্ট করলে সেই বিষয়ে আলোচনা করার চাইতে সবাই নিজেদের টপিক সামনে আনতে বেশি আগ্রহী।
Theymos কে বলেন এমন একটা বাটন বানাতে নয়লে আপনি এটার জন্য একটা জাভা স্ক্রিপ্ট কোড লিখে তার কাছে পাঠান।  আপনি এমনভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি এখানে ইনফোরমেটিভ পোস্ট করে ভইরা ফেলছেন কিন্তু আপনার পোস্ট সবাই উল্টাপাল্টা পোস্ট করে ডাইকা ফালাইছে। কোনোদিনতো আপনারে এখানে পোস্ট করতে দেখি না আপনার ৭১৫ টা পোস্টের মধ্যে বাংলাতে করছেন মাত্র ২৩ টা আর ভাব নিতেছেন যে আপনিই হয়তবা বাংলাদেশ টপিকটার op. যাইহোক বলতে গেলে অনেক কিছু বলা যায় তবে কথা আর বাড়াতে চাইতেছি না। তাই আমি মনে করি আপনার এমন খোচা মারা কথা এখানেই বন্ধ করা উচিৎ। দোআ করি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক

Z_MBFM  Smiley
full member
Activity: 504
Merit: 212
October 21, 2023, 04:39:25 AM
sr. member
Activity: 546
Merit: 268
October 21, 2023, 04:13:13 AM

OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।


নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।
ছোট হয়ে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমাদের কমিউনিটির নাম চেঞ্জ করতে হবে না বরং এখানে সকল গঠনমূলক আলোচনা করায় যাবে।
যেহেতু এখানে বাংলাদেশ লোকাল লেখা এখানে আমরা বাংলাদেশের যাবতীয় জিনিস নিয়ে আলোচনা করতে পারব। যেহেতু বাংলাদেশে বিটকয়েন বৈধতা পায়নি সেও তো এখানে বিটকয়েন নিয়ে খুব একটা বেশি আলোচনা করা সম্ভব নয়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যা ঘটবে সেটাই নিউজ আকারে প্রকাশ করব। আমাদের দেশে তো আর বিটকয়েন নিয়ে আলোচনা হয় না তাই আমরা খুব একটা বিটকয়েনের উপর গঠনমূলক বাংলাদেশী আলোচনা এখানে করতে পারবো না।
তবে নিউজ শেয়ার যদি গঠনমূলক হয় তবে আলোচনা করা যাবে। এখানে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন রাজনীতি অর্থনৈতিক সমস্যা চলমান ঘটনা পরিবর্তনশীল কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা যেতে পারে। অন্যান্য লোকাল বোর্ডে ও রাজনৈতিক চলমান সংকট নিয়ে আলোচনা করতে দেখা যায়।
কনস্ট্রাক্টিভ ভালো উপকারী অনুবাদ মূলক পোস্ট হলেও এখানে কোন সমস্যা নেই কিন্তু সেই অনুবাদগুলো হতে হবে মাসে অথবা 15 দিনে বা সপ্তাহে একদিন কিন্তু প্রতিনিয়ত এরকম অনুবাদ আসলে আসলে একটু বিরক্তি কর লাগে যা নিউজ শেয়ার এর মতোই মনে হয়।
যদি এখানে অনুবাদ মূলক পোস্টগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে এখানে সকল প্রকার আলোচনা করাও যাবে। কেননা বাংলাদেশ থ্রেড শুধুমাত্র বিটকয়েন নিয়ে সীমাবদ্ধ থাকবে না এখানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। মাঝেমধ্যে খেলাধুলা নিয়ে পোস্ট করলেও খারাপ হবে না কেননা এটি বিটকয়েন ফোরামের একটি গুরুত্বপূর্ণ অংশ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 21, 2023, 03:58:48 AM
আপনারা কি নিজেরা ভেবে দেখেছেন যে কমিউনিটি অলরেডি দুই তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে? কেউ যদি ভালো কাজ করেন বা খারাপ কাজ ই করেন না কেনো, সেটা নিয়ে ক্রিটিসিজম হবে। এসব মেনেই কমিউনিটিতে চলতে হবে। কেউ যদি রাগ করে কমিউনিটিতে পোষ্ট না করে, তাকে কি কেউ জোর করতে পারবে? আর এই কমিউনিটিও তো কারো একার না যে আপনারা একজনের কথায় কমিউনিটি তে পোষ্ট করবেন না।

যারা ক্রিটিসাইজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য এবং ভূলগুলো ধরিয়ে দেয়ার জন্য।

OP কে রিকোয়েস্ট করব আমাদের এই কমিউনিটি থ্রেডের নাম চেঞ্জ করে " অনুবাদের বাংলাদেশ" দেওয়ার জন্য।

নিউজ কপি পেষ্ট এর বাংলাদেশ দিলেও মন্দ হবে না। এগুলো নিয়ে গ্লোবালে অলরেডি আলোচনা হচ্ছে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 21, 2023, 02:58:35 AM
full member
Activity: 504
Merit: 212
October 21, 2023, 01:25:50 AM
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি।
ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন
গ্লোবাল বোর্ড এর মেগা পোস্টগুলো ট্রান্সলেট করার মাঝে জেলাস হবার কি আছে! গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে কিছু কারেকশন করলেই ট্রান্সলেটর হওয়া যায় না। আমাদের বোর্ডে Learn Bitcoin এবং   DYING_S0UL ছাড়া কাওকে ট্রান্সলেশন এর স্ট্যান্ডার্ড ফলো করতে দেখিনা। আর কি রেপুটেশন বাড়তেসে সেটা গ্লোবাল মেম্বারদের আমাদের বোর্ড সম্পর্কে কথা শুনলেই বুঝা যায়।

আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না।

আপনার কথায় বুঝা যাচ্ছে Little Mouse ভাই ও আপনাদের দেখে জেলস অনুভব করছেন।  Grin


Quote
হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  Wink তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে।

বাংলা বোর্ড এ কেন পোস্ট করিনা তা বলেছি আবার বলার প্রয়োজন দেখিনা। আপনারা তো অনেক জ্ঞানী মানুষ আপনারা খালি অনুবাদ আর নিউজ শেয়ার বাদ দিয়ে কন্সট্রাক্টিভ আলোচনা করেন না কেনো ? আপনারা সিনিয়ররা এসব করেন দেখেই নতুনরা শুরু করে। Little Mouse ভাই এর একটা কথাই বলতে চাই আমি "খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না" যদিও এটা আমাদের বোর্ড এর কেউ ফলো করেন না।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 21, 2023, 01:22:31 AM
খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।
@DVlog এর কথা শুনে মনে হচ্ছে নতুনদের কোন কিছু নিয়ে ঘাটাঘাটি বা রিচার্জ করা ভুল। তার কারণ হচ্ছে তারাই সবকিছু করবে শুধু নতুনরা বসে বসে দেখবে। যেহেতু এটা আমাদের বাংলা ভাষার একটি নিজস্ব বোর্ড সেহেতু আমরা এখানে নিজের মতো করে নিজের ভাষায় আমাদের প্রতিভা গুলো তুলে ধরতে পারবো।@DVlog আপনি যেহেতু এত জ্ঞানী এবং অভিজ্ঞ তাহলে এখানে নিয়মিত একটিভ থাকুন এবং আমাদের মত জুনিয়রদের পরামর্শ দিন কিভাবে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করতে পারব। আমরা নিজের প্রচেষ্টায় কোন কিছু করলে আপনাদের চোখে ভুল ধরা পড়ে। তাহলে আপনারাই প্রচেষ্টা করুন আমরা তা দেখে শিখি।

নিউজ শেয়ার করা কোনো প্রতিভার মধ্যে পড়ে না। এটা জাস্ট একটা কপি পেস্ট মেথড। এখানে প্রতিভা দেখানোর কিছু নেই। যেকোনো কেউ চাইলেই করতে পারে।

DVlog ভাইয়ের কথা বাদ দেন, যদি রিসার্চ করার ইচ্ছা থাকে তাহলে Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলো ফলো করুন। এই কিছুদিন আগেই তিনি একটা সুন্দর পোস্ট করেছিলেন PGP নিয়ে।

অন্যের পোস্ট চেক করার আগে নিজের পোস্ট চেক করুন। আপনি মাত্র ফোরামে জয়েন করেছেন আর বড়বড় কথা বলা শুরু করে দিয়েছেন। আর আপনি চাইলেই একজন ফুল মেম্বারের বিষয়ে এভাবে বলতে পারেন না। যদি বলারই প্রয়োজন হয় তাহলে উপরের বা সমতুল্য রাঙ্কের কেউ বলতে পারেন, যেমন Z_MBFM ভাই বলেছেন। ওনাদের দুজনের যোগ্যতা আছে বলেই ওনারা আজ ফুল মেম্বার। কেউই উড়তে উড়তে ফুল মেম্বারে যায়না। এত সহজ হলে হতোই।

আর অনুবাদ তো আমি নিজেও করেছি এর আগে, কই কোনো রেপুটেড মেম্বারতো বলে নি কোনো সমস্যা আছে। সমস্যা তখন হয় যখন কেউ সরাসরি Google Translator থেকে অনুবাদ করে দেয়। আমি নিজে দেখছি এটা, অনেকবার তাদের মানাও করছি। অর্থ দেখতে পারেন গুগল করে, বাট ভাষা নিজের হতে হবে। আমি আর Learn Bitcoin ভাই আজ অবধি যত অনুবাদ করছি তার সবগুলো প্রথমে GazetaBitcoin দ্বারা আপ্রুভ করা হয়েছে। তার অনুমতি ছাড়া একটা অনুবাদও পোস্ট করার সাধ্য নেই আমাদের।

আপনার যদি একান্তই গাইডলাইন লাগে তাহলে বাংলা বোর্ডের পূর্ববর্তী পোস্টগুলো পড়ুন। ৪৫০+ পেজ আছে ভাই। অন্তত প্রথম পেজ টা পড়েন। আশা করি সিনিয়র জুনিয়র কারোর দরকার হবেনা আপনার।

আর আমার নিজেরও অনেক লাকিংস আছে। অনেকে অনেক কথাই বলে। বাট কখনো তাদের সাথে এই টোন নিয়ে কথা বলি নাই।
jr. member
Activity: 77
Merit: 6
October 21, 2023, 01:12:01 AM
sr. member
Activity: 546
Merit: 268
October 21, 2023, 12:41:02 AM
মূল কথা হলো তাদের কাছে কিন্তু আমাদের মত ছোট ইউজারদের মত এত কম পরিমাণ ডলার নেই। আমরা যারা ছোট ট্রেডার বা ইউজার আছি তাদের কাছে ১০০ ডলার অনেক কিছু। কোন কয়েন নিয়ে ট্রেড করার পর যদি সেটা বেড়ে ১১০ বা ১২০ হয় তখন আমরা সাথে সাথে বিক্রি করে দেই তখন মনে হয় এটাই আমাদের অনেক কিছু এবং আমাদের কাছে অনেক দাম বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে আমাদের মেন্টালিটি এবং আবেগ। আপনি যে ট্রেডারের কথা বললেন তার হয়তো লক্ষ লক্ষ বা কোটি কোটি ডলার থাকতে পারে যার জন্য সে বিটকয়েন বিক্রি করার প্রয়োজন মনে করেনি। যদি আমাদের কাছেও অমন লক্ষ লক্ষ বা কোটি কোটি ডলার থাকে তাহলে আমরাও বিটকয়েন হোল্ড করে রাখতাম তখন আমাদের আবেগ এবং ইমোশন দুটোই কন্ট্রোল হত।
ইমোশনের জায়গা মূলত এখানেই কেননা আমাদের কাছে ১০ ডলার বা পাঁচ ডলার অনেক কিছু। যেমন আমি কিছুদিন একটি বেটিং সাইটে কিছু বাজি ধরতাম সেখানে আমি দুই ডলার বা পাঁচ ডলারের উপরে নিতাম না কিন্তু কিছু কিছু জুয়ারু আছে যারা মাত্র ১০ ডলারের জন্য এক হাজার ডলার পর্যন্ত বাজি ধরতে পারে। তাই তাদের ইমোশন এর সাথে আমাদের ইমোশন কখনো তুলনা হবে না। ঠিক ট্রেডিং এর ক্ষেত্রেও এরকমই যারা বড় ট্রেডার তারা কোন কয়েন বা টোকেনের উপর সর্বনিম্ন 1 হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ করতে  পারে। তাদের ক্ষেত্রে ১০-৫ ডলার কোন ঘটনা নয় তাই ইমোশন তাদের ক্ষেত্রে যে ভঙ্গিমায় কাজ করে আমাদের সাথে তার উল্টা কাজ করে। যার যতটুকু ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে তার ততটুকুই ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে। আমাদের ১০ ডলারের লাভ এবং তাদের ১০০০ ডলারের লাভ সমান ইমোশনে কাজ করে না।
newbie
Activity: 8
Merit: 0
October 20, 2023, 11:58:52 PM
খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।
@DVlog এর কথা শুনে মনে হচ্ছে নতুনদের কোন কিছু নিয়ে ঘাটাঘাটি বা রিচার্জ করা ভুল। তার কারণ হচ্ছে তারাই সবকিছু করবে শুধু নতুনরা বসে বসে দেখবে। যেহেতু এটা আমাদের বাংলা ভাষার একটি নিজস্ব বোর্ড সেহেতু আমরা এখানে নিজের মতো করে নিজের ভাষায় আমাদের প্রতিভা গুলো তুলে ধরতে পারবো।@DVlog আপনি যেহেতু এত জ্ঞানী এবং অভিজ্ঞ তাহলে এখানে নিয়মিত একটিভ থাকুন এবং আমাদের মত জুনিয়রদের পরামর্শ দিন কিভাবে আমরা আমাদেরকে ডেভেলপমেন্ট করতে পারব। আমরা নিজের প্রচেষ্টায় কোন কিছু করলে আপনাদের চোখে ভুল ধরা পড়ে। তাহলে আপনারাই প্রচেষ্টা করুন আমরা তা দেখে শিখি।

আমরা সাধারণত যারা ছোট ছোট ট্রেডার তারা সহজে আবেগ কন্ট্রোল করতে পারব না। বিশেষ করে ধরুন আমি ১০০ ডলার বিনিয়োগ করলাম কিছুদিন পর দেখলাম আমার ওয়ালেটে ১৩০ ডলার শো করছে। যেহেতু আমি একটি ছোট ট্রেডার তাই আমার কাছে এখানে ৩০ ডলার অনেক বেশি এখানে আমার আবেগ কাজ করবে না। তাই যতই আবেগের কথা বলি না কেন ৩০ ডলার প্রফিট মানে অনেক কিছু তাই আমি কোন কিছু তোয়াক্কা না করে বিক্রি করে দেব। তাই বিশেষ করে যেখানে বিবেক কাজ করে সেখানে আবেগের কোন জায়গা নেই। তাছাড়া যারা বড় বড় ট্রেডার তাদের অবশ্যই এরকম আবেগ কন্ট্রোল করার সিস্টেম জানা আছে। মনে করেন মাইকেল সেলার এক লক্ষ 58 হাজারের উপরে বিটকয়েন ওয়ালেটে সঞ্চয় করে রেখেছেন। তার প্লান সে এটি হোল্ড করে রাখবে তাই বিটকয়েন ৭০ হাজার ওঠার পরও তিনি কিন্তু বিটকয়েন বিক্রি করেননি। তাই তাদের ক্ষেত্রে বিবেক আবেগ দুটোই সমানভাবে কাজ করে কিন্তু কখনো বিবেকের কাছে আবেগ জয়লাভ করে না বরং তারা ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে বলেই বর্তমানে তারা পৃথিবীর বড় বড় ইনভেস্টারদের মধ্যে একজন।
মূল কথা হলো তাদের কাছে কিন্তু আমাদের মত ছোট ইউজারদের মত এত কম পরিমাণ ডলার নেই। আমরা যারা ছোট ট্রেডার বা ইউজার আছি তাদের কাছে ১০০ ডলার অনেক কিছু। কোন কয়েন নিয়ে ট্রেড করার পর যদি সেটা বেড়ে ১১০ বা ১২০ হয় তখন আমরা সাথে সাথে বিক্রি করে দেই তখন মনে হয় এটাই আমাদের অনেক কিছু এবং আমাদের কাছে অনেক দাম বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে আমাদের মেন্টালিটি এবং আবেগ। আপনি যে ট্রেডারের কথা বললেন তার হয়তো লক্ষ লক্ষ বা কোটি কোটি ডলার থাকতে পারে যার জন্য সে বিটকয়েন বিক্রি করার প্রয়োজন মনে করেনি। যদি আমাদের কাছেও অমন লক্ষ লক্ষ বা কোটি কোটি ডলার থাকে তাহলে আমরাও বিটকয়েন হোল্ড করে রাখতাম তখন আমাদের আবেগ এবং ইমোশন দুটোই কন্ট্রোল হত।
sr. member
Activity: 616
Merit: 322
October 20, 2023, 09:54:24 PM
প্রশ্ন:- একটি বিটকয়েন টল্ক একাউন্ট মাল্টিপুল একাউন্ট কিনা, এটি চেক করার জন্য এমন কোন ওয়েবসাইট আছে কি?
হ্যা বিটকয়েন টল্ক একাউন্ট মাল্টিপুল একাউন্ট আছে কিনা এটা চেক করার জন্য আপনি
1. https://bpip.org/Profile?id=3506304
2. https://loyce.club/
3. https://ninjastic.space/user/id/191192
এই তিনটি টুলস এর মাধ্যেমে আপনে চেক করতে পারবেন যদি কারো মাল্টিপুল একাউন্ট থাকে।তবে বিটকয়েন টল্ক একাউন্ট গুলো যদি একই  ওয়ালেট একাদিক একাউন্ট গুলোতে ব্যাবহার করে তাহলে আপনে এই টুলস গুলোর মাধ্যেমে খুবই সহজেই সনাক্ত করতে পারবেন মাল্টিপুল একাউন্ট ব্যাবহার করে নাকি।
দারুন ভাই আপনে একাউন্ট খুলেই একেবারে সকল টুলস সম্পর্কে জানেন। আপনার পোস্ট সন্দেহজনক যে আপনি ফোরামে নতুন না যাইহোক যেহেতু একাধিক একাউন্ট ব্যবহার করা কোনো অপরাধ না তাই আপনি এটা করতেই পারে। তবে আমার কথা হলো কোনো স্কাম, স্পাম, প্লাগারিসম পোস্ট এগুলোর সাথে জরাইয়েন না তাহলেই হবে। বাংলাদেশ বোর্ডে এসে এখন অনেক ভালো লাগে যে শিট পোস্ট কমে যাচ্ছে ধীরে ধীরে এবং পোস্টের মান বৃদ্ধি পাইতেছে।


আমাদের বোর্ড এর নাম বাংলাদেশ না রেখে বাংলাদেশ অনুবাদ বোর্ড অথবা বাংলাদেশ নিউজ শেয়ার বোর্ড রাখা উচিত। অনেকেই শুধু নিউজ শেয়ার করেন আবার অনেকে শুধু মেগা পোস্ট গুলো অনুবাদ করছেন। এসব করা খারাপ তা বলছি না তবে যে বিষয় টা শেয়ার করতেসেন সেগুলো আমাদের বোর্ড এর জন্য উপযোগী কিনা সেটা ভেবে দেখেন না। @Z_MBFM ভাই অনেক কষ্ট করে সুন্দর একটা অনুবাদ করেছেন কিন্তু এটা আমাদের বোর্ড এর মেম্বারদের কি কাজে লাগবে সেটা কি যাচাই করে দেখেছেন? এতো বড়ো অনুবাদ পোস্ট এর জন্য আলাদা টপিক করা দরকার হয় যাতে সহজেই এটা কেউ খুঁজে পায় কিন্তু আপনাদের এই সব অনুবাদ তো অনেক নিচে চলে যাবে। আপনাদের কষ্টই বৃথা। কথাগুলো আপনাকে মেনশন করে সবার উদ্দেশে বলা যারা এরকম করছেন। আপনার কাজ কে ছোট করা উদ্দেশ্য নয়। আপনার একটা অনুবাদ পোস্ট ইমেজ সহ এত বড়ো হয়েছে যে স্ক্রল করতে করতে দিন শেষ।
আমরা এখনো লোকাল বোর্ড পাইনাই তাই আমাদের এই সমস্যা পোহাতেই হইবো কিছু করার নাই৷ তবে আপনি যে কথাটা বললেন তার পক্ষে আমি না কারন যেহেতু বাংলাদেশের লোকাল বোর্ড নাই তাই এই একটা টপিকের মধ্যেই সকল ধরনের পোস্ট করা হয় তাই কোনো নির্দিষ্ট জিনিস উল্লেখ করে টপিকের নাম রাখাটা যৌক্তিক না। এখনকার নামই ঠিক আছে। আর সবার বেশি বেশি এখানে পোস্ট করে যান তাইলে লোকাল বোর্ডের জন্য আবেদন করা যাবে তখন যা ইচ্ছা নাম দিয়া দিয়া টপিক খুলতে পারবেন। তাই যে নামে এই টপিক দীর্ঘদিন ধরে পরিচিত সেই টপিকের নাম পরিবর্তন করার পক্ষে আমি না।

Quote
আমি জানি যারা এসব করছেন মেরিট এর জন্য করছেন। আবার আপনারা অনুবাদ করতেই পারেন যদি আপনাদের এই বিষয়ে দক্ষতা থাকে কিন্তু এ জন্য গ্লোবাল বোর্ড এর সব টপিক অনুবাদ করার কারণ দেখিনা। যেসব বিষয়ে নতুন মেম্বার রা বার বার সমস্যায় পড়তেসেন বা অনুসন্ধান করতেছে সে সব টপিক অনুবাদ করেন আর আপনাদের নিজেদের গ্লোবাল বোর্ড এ কোনো টপিক থাকলে সেসব টপিক দরকারি হলে সেসব অনুবাদ করেন। আমাদের বাঙালিদের যোগ্যতা কি খালি অনুবাদ করা আর টুইটার নিউজ শেয়ার দেওয়া ?
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই বিষয় নিয়া একটু বেশিই জেলাস। ট্রান্সলেশন এর ব্যাপারটা আপনি নেগেটিভ নিচ্ছেন কেনো? আপনি করতে পারতেছেন না এর জন্য নাকি ট্রান্সলেট করায় কিছু মেরিট দেওয়া হচ্ছে এর জন্য? হা বুঝতে পারতেছি আপনি এমন মন্তব্য কেনো করলেন তবে পাবলিক প্লেসে না বলি।
ট্রান্সলেট করার কারনে বাংলা বোর্ডের যে কি পরিমান রেপুটেশন বাড়তেছে তা বলে শেষ করা যাবে না। যেমন

- এখনে রেপুটেবল মেম্বারদের পোস্ট ট্রান্সলেট করার তারা মেরিট দেওয়ার উদ্দেশ্যই হোক রিভিউ করার তারা কিন্তু এখানে ভিজিট করতেছেন, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট
- এই ট্রান্সলেট গুলা তারা তাদের টপিকের নিচে লিস্ট করে রাখতেছেন এর কারণে সেই টপিক গুলা যারা পড়তেছে  তারা দেখতেছে যে এগুলো বাংলাতে ট্রান্সলেট করা হচ্ছে । আর এভাবে আমাদের বাংলা টপিকেরও রেপুটেশন অনেক বাড়তেছে  
- আমরা যখন লোকাল বোর্ডের জন্য আবেদন করব তখন এই ট্রান্সলেট গুলাই আমাদের অনেকটা বেশি সাপোর্ট দেবে লোকাল বোর্ড পাওয়ার জন্য এবং তাদের পোস্ট ট্রান্সলেট করা হইতেছে তারাও সাপোর্ট করবো তখন
- ট্রান্সলেট করার জন্য মেরিট পাওয়া যাইতেছে এক্ষেত্রে কারো ব্যাঙ্ক আপ হইতাছে  আমার সঙ্গে সঙ্গে তার Smerit জেনারেট হইতেছে যেহেতু আমাদের বাংলাতে কোনো মেরিট সোর্স নাই। তাই এই Smerit গুলাই আমাদের বাংলাতে বিতরণ করে আমাদের অ্যাকাউন্ট গুলা একটি ভালো পজিশনে নেওয়া সম্ভব হইতেছে। আর একটা লোকাল বোর্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে বোর্ডের মধ্যে অধিক পরিমাণে বড় অ্যাকাউন্ট থাকা আবশ্যক এক্ষেত্রে সাপোর্টটা বেশি পাওয়া যায়

আরো অনেক কিছুই আছে বেশি বড় করে পোস্ট করলে আবার আপনারা পড়তে যাবেন না। তবে আপনার কথার প্রেক্ষিতে কথাগুলো বলতে হল। আপনিতো বাংলার জন্য তেমন কিছুই করতেছেন না আপনি ব্যস্ত আছেন সিগনেচার রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য কারণ আপনার উদ্দেশ্যে হল এটা আর এ কারণে আপনি গ্লোবালে ছোট ছোট পোস্ট করে যাচ্ছে আমি আপনার পোস্ট হিস্টরি দেখছি সেগুলো দেখে আপনারা তেমন অজ্ঞানী মানুষ মনে হয় নাই তবে এখানে এসে যে কথাটা বললেন তাতে ভাবছিলাম আপনি অনেক জ্ঞানী হবেন    Cool আমি কারো বিপক্ষে কথা বলতে চাই না কারণ আমরা সবাই বাঙ্গালী আর বাংলাতে ভালো কিছু করার জন্য সবাইকে একজোট  থাকতে হবে । তাই দয়া করে কিছু মনে করবেন না এই কথায়


Quote
এসব বন্ধ করে সবাই মিলে কন্সট্রাক্টিভ আলোচনা করি। আমার লোকাল বোর্ডে পোস্ট না করার অনেকগুলো কারণ এর মধ্যে এটা একটা। আমরা যদি নিজেদের উন্নত করার চেষ্টা না করি তাহলে আমরা কোনো দিনই আমাদের বোর্ড পাবো না। Little Mouse ভাই যদি নিজের যোগ্যতাই DT মেম্বার হতে পারে আমাদের চেষ্টা না করার কারণ দেখিনা। মেরিট এর পিছনে না দৌড়ায়ে নিজেদের নলেজ বাড়ান মেরিট আপনাদের পিছনে দৌড়াবে।
হ ভাই আপনার পেছনে অনেক মেরিট দৌড়াইছে আমি তা দেখছি  Wink তবে এখানেও আমার নতুন করে কিছু বলার নাই কারন উপরে অনেক কিছুই বলেছি। আর আপনি যে কন্সট্রাক্টিভ পোস্টের কথা বলতেছেন তা আপনি কেনো করেন না? বাংলা থেকে দূরে থাকেন কেনো আর গ্লোবালেও তো আপনার কন্সট্রাক্টিভ পোস্ট খুইজা পাইনা। আপনি এখানে কন্সট্রাক্টিভ পোস্ট করে সবাইকে শেখান কিভাবে কন্সট্রাক্টিভ পোস্ট করতে হয়। ভাই Tv এর সামনে বসে খেলোয়াড়দের খেলায় অনেক মন্তব্য করা যায় তবে যে মাঠে নামে সেই বোঝে কত ঠেনা। অন্যরা যা মনে হয় তাই পোস্ট করুক আপনি তো এখানে এসে কন্সট্রাক্টিভ পোস্টগুলো করতে পারেন অন্ততপক্ষে বাংলাদেশের স্বার্থে। কিন্তু আপনাকে তো দেখা যায় না আর হঠাৎ করে এসে মাঝে মাঝে এমন কথা বলেন যা নতুনদের মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করে।




Quote
অনেক নতুন মেম্বার দেখতেসি ফোরাম এ যোগ দিয়েই টুলস খুজতেছে কিভাবে মাল্টি একাউন্ট খুঁজে বের করা যায় , আবার অনেকে অনুবাদ করার টুলস খুজতেছে! এরা যে কেমন নতুন মেম্বার তা বুঝাই যাচ্ছে। আমাদের লোকাল বোর্ড এর বিষয়ে যেটুকু আশা ছিলো একসময় এখন মনে হচ্ছে সেটা কোনোদিনই পূরণ হবে না।
খুঁজুকনা তাতে সমস্যা কি? সবাই যার যার মত বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করুক তাহলেইতো বাংলাতে নতুনত্ব দেখা যাবে। আপনি কি মনে করেন যে সবাই হাত গুটিয়ে বসে থাকলে নতুন কিছু নিয়ে রিসার্চ না করলে সবার জ্ঞান এমনই অর্জন হবে? আপনার প্রত্যেকটা কথায় অনেক ভারী তবে আমি আপনার সাথে কোনভাবেই একমত হতে পারলাম না।
newbie
Activity: 11
Merit: 15
October 20, 2023, 09:19:16 PM
বাংলায় অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেটর বাদে আমি অন্য কি উপায়ে অনুবাদ করতে পারি যদি কেউ একটু বুঝিয়ে বলতেন?

অগ্রিম ধন্যবাদ।
Google Translate ছাড়াও আরো কিছু অ্যাপ আছে যেমন Microsoft Translator, iTranslate, U-Dictionary আরো আছে কিন্তু এইগুলাই বেশি জনপ্রিয় আপনে এগুলোর মাধ্যেমে বাংলায় অনুবাদ খুবই সহজেই করতে পারবেন। আর যদি আপনি অন্য কারো পোস্ট ট্রান্সলেট করতে চান। তাহলে নিজের ভাষায় করেন ট্রান্সলেটর ব্যবহার করে কিছু কিছু ওয়ার্ড আপনি নিজেই বুঝতে পারবেন না। কারণ আমরা সঠিক বাংলাতে অভ্যস্ত না। আর এ কারণে আমরা সঠিক বাংলা বুঝি না কারণ আমরা আঞ্চলিক ভাষায় অভ্যস্ত
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
October 20, 2023, 08:20:09 PM
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন -


  • অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
  • ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে  আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
  • কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
  • মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড  করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
উপরে কথাগুলো একজন বিনিয়োগকারী জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনোদকারীকে অবশ্যই বেশ কতগুলো বিষয় খেয়াল রেখে ট্রেডিং বা হোল্ডিং করতে হবে। ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ অবশ্যই বর্জন করতে হবে। আবেগ বা ভয় নিয়ে ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই লোকসানের সম্মুখীন হতেই হবে। আপনি যেখানে কোন একটি টোকেন হোল্ড করেছেন কিন্তু বেশ কয়েকদিন পর দেখলেন আপনার কিছু পরিমাণ প্রফিট এসেছে ওই সময় যদি আপনি আবেগের বশবর্তী হয়ে আপনার পুরো টোকেন বিক্রি করে দেন সে ক্ষেত্রে আপনার টোকেন পরবর্তীতে আরো বেশি পরিমাণে পাম্প করলে শুধুমাত্র আবেগের জন্য অনেক সময় বড় ধরনের প্রফিট মিস করতে হয়। তাই আবেগ নিয়ে ই কখনো ট্রেড করতে চাওয়ার উচিত নয়।
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি আবেগ দিয়ে  ক্রিপ্টো ট্রেডিং করা যাবে না কারণ আমরা যদি আবেগ দিয়ে ট্রেডিং করার চেষ্টা করি তাহলে আমাদের সিদ্ধান্তটা সঠিক হবে না। আমরা যখন কোন কিছুতে ট্রেডিং করার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমরা যদি বেশি আবেগপ্রবণতা হয়ে পড়ি সেটাও আমাদের জন্য অনেকটা ক্ষতিকর । ট্রেডিং করতে গেলে আবেগ বা ভয় পেলে চলবে না আমাদেরকে অনেক সতর্কতার  সঙ্গে ট্রেডিং করতে হবে। আমরা যদি কোন কিছু ট্রেডিং করি অতিরক্ত লাভের আশা করা যাবে না যেমন আমি ও কয়েন ইনভেস্ট করলাম এটা করার জন্য আমি  কোটিপতি হয়ে যাবে এরকম মনোভাব রাখা যাবে না। যদি এরকম মনোনিবেশ নিয়ে আমরা কোন কিছুতে ট্রেডিং করি তাহলে ব্যবসা করতে গেলে ঝুকি তো থাকবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু সব সময় যে আমি এই মনোভাব নিয়ে ব্যবসা করলে  ক্ষতি হয়ে যায়।
আমরা সাধারণত যারা ছোট ছোট ট্রেডার তারা সহজে আবেগ কন্ট্রোল করতে পারব না। বিশেষ করে ধরুন আমি ১০০ ডলার বিনিয়োগ করলাম কিছুদিন পর দেখলাম আমার ওয়ালেটে ১৩০ ডলার শো করছে। যেহেতু আমি একটি ছোট ট্রেডার তাই আমার কাছে এখানে ৩০ ডলার অনেক বেশি এখানে আমার আবেগ কাজ করবে না। তাই যতই আবেগের কথা বলি না কেন ৩০ ডলার প্রফিট মানে অনেক কিছু তাই আমি কোন কিছু তোয়াক্কা না করে বিক্রি করে দেব। তাই বিশেষ করে যেখানে বিবেক কাজ করে সেখানে আবেগের কোন জায়গা নেই। তাছাড়া যারা বড় বড় ট্রেডার তাদের অবশ্যই এরকম আবেগ কন্ট্রোল করার সিস্টেম জানা আছে। মনে করেন মাইকেল সেলার এক লক্ষ 58 হাজারের উপরে বিটকয়েন ওয়ালেটে সঞ্চয় করে রেখেছেন। তার প্লান সে এটি হোল্ড করে রাখবে তাই বিটকয়েন ৭০ হাজার ওঠার পরও তিনি কিন্তু বিটকয়েন বিক্রি করেননি। তাই তাদের ক্ষেত্রে বিবেক আবেগ দুটোই সমানভাবে কাজ করে কিন্তু কখনো বিবেকের কাছে আবেগ জয়লাভ করে না বরং তারা ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে বলেই বর্তমানে তারা পৃথিবীর বড় বড় ইনভেস্টারদের মধ্যে একজন।
ছোট ট্রেডাররা বেশিরভাগ সময় যদি লসের সম্মুখীন হয় তখন তাদের অনেকটা আবেগ কাজ করে এবং সেটা কন্ট্রোল করতে পারে না। আপনি যদি ১০০ ডলার বিনিয়োগ করেন সেখান থেকে যদি প্রফিট ৩০ ডলার লাভ করেন তবে অবশ্যই আপনি নিজেকে একজন ভালো ব্যবসায়ী হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু আসলে ছোট ট্রেডার হিসেবে আপনার এই ৩০ ডলার অনেক বেশি সেজন্যই আপনার তখন আবেগ কাজ করবে না বরং নিজেকে সফল মনে হবে কিন্তু আসলে এটা বিপরীত হতে পারে। আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের বাংলাদেশী একটি ডায়লগ ভাইরাল হয়েছে যেখানে সেই ব্যক্তি বলেছে তার আবেগ কাজ করেছে কিন্তু বিবেক কাজ করে নাই Grin। ঠিক সেইভাবে যদি আপনার ৩০ ডলার লাভ করে আবেগ কাজ না করে, পরবর্তীতে যদি লস খেয়ে আবেগ বিবেক দুটোই কাজ করে তাহলে তো সমস্যা। বিশ্বের বড় বড় ইনভেস্টাররা আসলে আবেগ কি জিনিস সেগুলো বোঝেনা তারা বিটকয়েন ধরে রেখেছে এটাই তাদের আবেগ। মাইকেল সেলার একজন বিখ্যাত বিনিয়োগকারী এবং বিটকয়েন ধারক তিনি যে পরিমাণ অর্থ হোল্ড করে রেখেছে আমরা তার ১০০ গুণের এক গুন ও হোল্ড করতে পারবো না, কেননা যখন দাম বাড়বে অনেক অর্থ দেখাবে আবার যখন কমবে অনেক কম দেখাবে সেজন্যই আমাদের আবেগটা তখন উত্রেয়ে পড়বে। আমি বিনিয়োগ করেছি তবে কতদিন ধরে রাখতে পারব এটা তা জানি না নিজের আবেগগুলো কন্ট্রোল করতে পারব কিনা সে সম্পর্কে আমার এতটা ধারণা নেই তবে আমি চেষ্টা করবো আমার ইমোশন গুলো কন্ট্রোল করে দীর্ঘ দিন ধরে রাখার। যেহেতু আমি বিটকয়েন এ বিনিয়োগ করেছি তাই সেগুলো দীর্ঘদিন ধরে রাখার চেষ্টা করব বিটকয়েনে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় সেজন্যই সকলের বিটকয়েনের ওপর আস্থা রাখে এবং ইমোশনাল কম হয়।
sr. member
Activity: 546
Merit: 268
October 20, 2023, 07:29:31 PM
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন -


  • অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
  • ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে  আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
  • কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
  • মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড  করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
উপরে কথাগুলো একজন বিনিয়োগকারী জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনোদকারীকে অবশ্যই বেশ কতগুলো বিষয় খেয়াল রেখে ট্রেডিং বা হোল্ডিং করতে হবে। ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ অবশ্যই বর্জন করতে হবে। আবেগ বা ভয় নিয়ে ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই লোকসানের সম্মুখীন হতেই হবে। আপনি যেখানে কোন একটি টোকেন হোল্ড করেছেন কিন্তু বেশ কয়েকদিন পর দেখলেন আপনার কিছু পরিমাণ প্রফিট এসেছে ওই সময় যদি আপনি আবেগের বশবর্তী হয়ে আপনার পুরো টোকেন বিক্রি করে দেন সে ক্ষেত্রে আপনার টোকেন পরবর্তীতে আরো বেশি পরিমাণে পাম্প করলে শুধুমাত্র আবেগের জন্য অনেক সময় বড় ধরনের প্রফিট মিস করতে হয়। তাই আবেগ নিয়ে ই কখনো ট্রেড করতে চাওয়ার উচিত নয়।
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি আবেগ দিয়ে  ক্রিপ্টো ট্রেডিং করা যাবে না কারণ আমরা যদি আবেগ দিয়ে ট্রেডিং করার চেষ্টা করি তাহলে আমাদের সিদ্ধান্তটা সঠিক হবে না। আমরা যখন কোন কিছুতে ট্রেডিং করার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমরা যদি বেশি আবেগপ্রবণতা হয়ে পড়ি সেটাও আমাদের জন্য অনেকটা ক্ষতিকর । ট্রেডিং করতে গেলে আবেগ বা ভয় পেলে চলবে না আমাদেরকে অনেক সতর্কতার  সঙ্গে ট্রেডিং করতে হবে। আমরা যদি কোন কিছু ট্রেডিং করি অতিরক্ত লাভের আশা করা যাবে না যেমন আমি ও কয়েন ইনভেস্ট করলাম এটা করার জন্য আমি  কোটিপতি হয়ে যাবে এরকম মনোভাব রাখা যাবে না। যদি এরকম মনোনিবেশ নিয়ে আমরা কোন কিছুতে ট্রেডিং করি তাহলে ব্যবসা করতে গেলে ঝুকি তো থাকবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু সব সময় যে আমি এই মনোভাব নিয়ে ব্যবসা করলে  ক্ষতি হয়ে যায়।
আমরা সাধারণত যারা ছোট ছোট ট্রেডার তারা সহজে আবেগ কন্ট্রোল করতে পারব না। বিশেষ করে ধরুন আমি ১০০ ডলার বিনিয়োগ করলাম কিছুদিন পর দেখলাম আমার ওয়ালেটে ১৩০ ডলার শো করছে। যেহেতু আমি একটি ছোট ট্রেডার তাই আমার কাছে এখানে ৩০ ডলার অনেক বেশি এখানে আমার আবেগ কাজ করবে না। তাই যতই আবেগের কথা বলি না কেন ৩০ ডলার প্রফিট মানে অনেক কিছু তাই আমি কোন কিছু তোয়াক্কা না করে বিক্রি করে দেব। তাই বিশেষ করে যেখানে বিবেক কাজ করে সেখানে আবেগের কোন জায়গা নেই। তাছাড়া যারা বড় বড় ট্রেডার তাদের অবশ্যই এরকম আবেগ কন্ট্রোল করার সিস্টেম জানা আছে। মনে করেন মাইকেল সেলার এক লক্ষ 58 হাজারের উপরে বিটকয়েন ওয়ালেটে সঞ্চয় করে রেখেছেন। তার প্লান সে এটি হোল্ড করে রাখবে তাই বিটকয়েন ৭০ হাজার ওঠার পরও তিনি কিন্তু বিটকয়েন বিক্রি করেননি। তাই তাদের ক্ষেত্রে বিবেক আবেগ দুটোই সমানভাবে কাজ করে কিন্তু কখনো বিবেকের কাছে আবেগ জয়লাভ করে না বরং তারা ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে বলেই বর্তমানে তারা পৃথিবীর বড় বড় ইনভেস্টারদের মধ্যে একজন।
full member
Activity: 546
Merit: 164
October 20, 2023, 01:42:50 PM
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন -


  • অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
  • ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে  আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
  • কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
  • মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড  করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
উপরে কথাগুলো একজন বিনিয়োগকারী জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনোদকারীকে অবশ্যই বেশ কতগুলো বিষয় খেয়াল রেখে ট্রেডিং বা হোল্ডিং করতে হবে। ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ অবশ্যই বর্জন করতে হবে। আবেগ বা ভয় নিয়ে ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই লোকসানের সম্মুখীন হতেই হবে। আপনি যেখানে কোন একটি টোকেন হোল্ড করেছেন কিন্তু বেশ কয়েকদিন পর দেখলেন আপনার কিছু পরিমাণ প্রফিট এসেছে ওই সময় যদি আপনি আবেগের বশবর্তী হয়ে আপনার পুরো টোকেন বিক্রি করে দেন সে ক্ষেত্রে আপনার টোকেন পরবর্তীতে আরো বেশি পরিমাণে পাম্প করলে শুধুমাত্র আবেগের জন্য অনেক সময় বড় ধরনের প্রফিট মিস করতে হয়। তাই আবেগ নিয়ে ই কখনো ট্রেড করতে চাওয়ার উচিত নয়।
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি আবেগ দিয়ে  ক্রিপ্টো ট্রেডিং করা যাবে না কারণ আমরা যদি আবেগ দিয়ে ট্রেডিং করার চেষ্টা করি তাহলে আমাদের সিদ্ধান্তটা সঠিক হবে না। আমরা যখন কোন কিছুতে ট্রেডিং করার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমরা যদি বেশি আবেগপ্রবণতা হয়ে পড়ি সেটাও আমাদের জন্য অনেকটা ক্ষতিকর । ট্রেডিং করতে গেলে আবেগ বা ভয় পেলে চলবে না আমাদেরকে অনেক সতর্কতার  সঙ্গে ট্রেডিং করতে হবে। আমরা যদি কোন কিছু ট্রেডিং করি অতিরক্ত লাভের আশা করা যাবে না যেমন আমি ও কয়েন ইনভেস্ট করলাম এটা করার জন্য আমি  কোটিপতি হয়ে যাবে এরকম মনোভাব রাখা যাবে না। যদি এরকম মনোনিবেশ নিয়ে আমরা কোন কিছুতে ট্রেডিং করি তাহলে ব্যবসা করতে গেলে ঝুকি তো থাকবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু সব সময় যে আমি এই মনোভাব নিয়ে ব্যবসা করলে  ক্ষতি হয়ে যায়।
full member
Activity: 504
Merit: 212
October 20, 2023, 01:11:33 PM
আমাদের বোর্ড এর নাম বাংলাদেশ না রেখে বাংলাদেশ অনুবাদ বোর্ড অথবা বাংলাদেশ নিউজ শেয়ার বোর্ড রাখা উচিত। অনেকেই শুধু নিউজ শেয়ার করেন আবার অনেকে শুধু মেগা পোস্ট গুলো অনুবাদ করছেন। এসব করা খারাপ তা বলছি না তবে যে বিষয় টা শেয়ার করতেসেন সেগুলো আমাদের বোর্ড এর জন্য উপযোগী কিনা সেটা ভেবে দেখেন না। @Z_MBFM ভাই অনেক কষ্ট করে সুন্দর একটা অনুবাদ করেছেন কিন্তু এটা আমাদের বোর্ড এর মেম্বারদের কি কাজে লাগবে সেটা কি যাচাই করে দেখেছেন? এতো বড়ো অনুবাদ পোস্ট এর জন্য আলাদা টপিক করা দরকার হয় যাতে সহজেই এটা কেউ খুঁজে পায় কিন্তু আপনাদের এই সব অনুবাদ তো অনেক নিচে চলে যাবে। আপনাদের কষ্টই বৃথা। কথাগুলো আপনাকে মেনশন করে সবার উদ্দেশে বলা যারা এরকম করছেন। আপনার কাজ কে ছোট করা উদ্দেশ্য নয়। আপনার একটা অনুবাদ পোস্ট ইমেজ সহ এত বড়ো হয়েছে যে স্ক্রল করতে করতে দিন শেষ।

আমি জানি যারা এসব করছেন মেরিট এর জন্য করছেন। আবার আপনারা অনুবাদ করতেই পারেন যদি আপনাদের এই বিষয়ে দক্ষতা থাকে কিন্তু এ জন্য গ্লোবাল বোর্ড এর সব টপিক অনুবাদ করার কারণ দেখিনা। যেসব বিষয়ে নতুন মেম্বার রা বার বার সমস্যায় পড়তেসেন বা অনুসন্ধান করতেছে সে সব টপিক অনুবাদ করেন আর আপনাদের নিজেদের গ্লোবাল বোর্ড এ কোনো টপিক থাকলে সেসব টপিক দরকারি হলে সেসব অনুবাদ করেন। আমাদের বাঙালিদের যোগ্যতা কি খালি অনুবাদ করা আর টুইটার নিউজ শেয়ার দেওয়া ?

এসব বন্ধ করে সবাই মিলে কন্সট্রাক্টিভ আলোচনা করি। আমার লোকাল বোর্ডে পোস্ট না করার অনেকগুলো কারণ এর মধ্যে এটা একটা। আমরা যদি নিজেদের উন্নত করার চেষ্টা না করি তাহলে আমরা কোনো দিনই আমাদের বোর্ড পাবো না। Little Mouse ভাই যদি নিজের যোগ্যতাই DT মেম্বার হতে পারে আমাদের চেষ্টা না করার কারণ দেখিনা। মেরিট এর পিছনে না দৌড়ায়ে নিজেদের নলেজ বাড়ান মেরিট আপনাদের পিছনে দৌড়াবে।



অনেক নতুন মেম্বার দেখতেসি ফোরাম এ যোগ দিয়েই টুলস খুজতেছে কিভাবে মাল্টি একাউন্ট খুঁজে বের করা যায় , আবার অনেকে অনুবাদ করার টুলস খুজতেছে! এরা যে কেমন নতুন মেম্বার তা বুঝাই যাচ্ছে। আমাদের লোকাল বোর্ড এর বিষয়ে যেটুকু আশা ছিলো একসময় এখন মনে হচ্ছে সেটা কোনোদিনই পূরণ হবে না।
full member
Activity: 448
Merit: 130
October 20, 2023, 12:44:21 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Help Bitcoin help Ukraine!
~~
@DYING_S0UL, কোন একটি পোষ্ট অনুবাদ করা বলতে আমরা কি বুঝি নির্দিষ্ট একটি সেকশনের পোস্ট আমাদের লোকাল ভাষায় অনুবাদ করা যা আপনি এই পোস্ট এর ক্ষেত্রে করেছেন কিন্তু যখনই আমি এই ধরনের একটি পোস্ট অনুবাদ করি তখন আপনি আমার পোস্টে হাজারটা ভুল খুঁজে বের করেন কিন্তু আপনি আপনার এই পোস্টে সেম কাজ করেছেন, আপনার ক্ষেত্রে যদি পোস্ট অনুবাদ করা সঠিক হয় তাহলে আমার ক্ষেত্রে কেন ভুল?
sr. member
Activity: 490
Merit: 294
October 20, 2023, 12:29:40 PM
আমরা যারা ক্রিপ্টো ট্রেডিং করি, তাদের সব সময় আবেগ কে নিয়ন্ত্রণ করা দরকার, কারন আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি ক্রিপ্টো তে অনেক ক্ষতিতে পরবেন আবেগ নিয়ে ট্রেড না করে বাস্তববাদী হয়ে ট্রেড করার চেষ্টা করুন -


  • অতিরিক্ত লাভের আশা করা যাবে না যে আপনি একটা কয়েনে ইনভেস্ট করেই ধনী হয়ে যাবেন
  • ধরেন আপনি কোন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন কোন কারনে মার্কেট কিছুটা নিচে চলে গেল সেটা দেখে ভয় না পেয়ে বা আবেগেরবশত না হয়ে  আপনি আগে ওই টোকেনটা কন্ডিশন দেখেন এটা কি কন্ডিশনে আছে তার পরে ঠান্ডা মাথায় সিদ্দ্যান্ত নেন ।
  • কোন কয়েন বা টোকেন এ ইনভেস্ট করার পরে সেটা বারে বারে দেখা থেকে বিরত থাকুন আপনি একটা নির্দিষ্ট টার্গেট দিয়ে সেল অর্ডার বসিয়ে রাখুন
  • মার্কেটের কন্ডিশন বুজে ট্রেড  করুন হুটহাট কারো কথায় আবেগের বসে ইনভেস্ট করে বসবেন না
উপরে কথাগুলো একজন বিনিয়োগকারী জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বিনোদকারীকে অবশ্যই বেশ কতগুলো বিষয় খেয়াল রেখে ট্রেডিং বা হোল্ডিং করতে হবে। ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন বা আবেগ অবশ্যই বর্জন করতে হবে। আবেগ বা ভয় নিয়ে ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই লোকসানের সম্মুখীন হতেই হবে। আপনি যেখানে কোন একটি টোকেন হোল্ড করেছেন কিন্তু বেশ কয়েকদিন পর দেখলেন আপনার কিছু পরিমাণ প্রফিট এসেছে ওই সময় যদি আপনি আবেগের বশবর্তী হয়ে আপনার পুরো টোকেন বিক্রি করে দেন সে ক্ষেত্রে আপনার টোকেন পরবর্তীতে আরো বেশি পরিমাণে পাম্প করলে শুধুমাত্র আবেগের জন্য অনেক সময় বড় ধরনের প্রফিট মিস করতে হয়। তাই আবেগ নিয়ে ই কখনো ট্রেড করতে চাওয়ার উচিত নয়।
ট্রেডিং হচ্ছে একটি ব্যবসা এবং সেই ব্যবসার সাথে সরাসরি একজন ব্যক্তির অর্থ জড়িত তাহলে কেন একজন ব্যক্তি তার ব্যবসায়িক ক্ষেত্রে নিজের রাগ আবেগ ব্যবহার করে সিদ্ধান্ত নিবে। আমাদের যখন রাগ হয় তখন আমরা কি রেখে কি বলি সেটাই আমরা জানি না এবং নিজেদের প্রতি আমাদের কন্ট্রোল থাকে না ওই সময় যদি আমরা ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে সেটা ১০০% ভুল হবে এতে কোন সন্দেহ নেই। কোন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ওই সময় সিদ্ধান্ত নেয়া উচিত যে সময় আপনার মস্তিষ্ক কোন প্রেসার থাকবে না এবং আপনি খুবই ভালো মেজাজ থাকবেন। ট্রেডিং খবই সেনসিটিভ একটি বিষয় এবং সঠিক নিয়মকানুন না মেনে ট্রেডিং করলে ট্রেডিং তখন ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা হয় তাই এই ঝুঁকি এড়াতে অবশ্যই একজন ট্রেডার্সকে ট্রেডিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভের চেষ্টা করতে হবে পাশাপাশি ঠান্ডা মস্তিষ্কে মার্কেট পর্যবেক্ষণ করে তারপর ট্রেডিং সম্পর্কে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
newbie
Activity: 28
Merit: 2
October 20, 2023, 11:55:48 AM


https://talkimg.com/images/2023/10/20/TXm3W.jpeg

এই কারনে বিটকয়েনের দাম বাড়লেও অন্য কয়েনের দাম কমতেছে!!
Bitcoin Dominance 51%+
member
Activity: 196
Merit: 14
October 20, 2023, 11:23:57 AM
বাংলায় অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেটর বাদে আমি অন্য কি উপায়ে অনুবাদ করতে পারি যদি কেউ একটু বুঝিয়ে বলতেন?

অগ্রিম ধন্যবাদ।
Jump to: