Author

Topic: বাংলা (Bengali) - page 134. (Read 5300340 times)

sr. member
Activity: 504
Merit: 266
October 09, 2023, 02:46:20 PM
কোন ইস্যু বা কারণ ছাড়া ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনো বড় ধরনের ডাম্পিং দেয় না অথবা কোন ভাল এনাউন্সমেন্ট ছাড়াও মার্কেট কখনো বড় ধরনের পাম্পিং দেয় না। মার্কেটে হঠাৎ করে আজকে ইথেরিয়াম বড় ধরনের ডাম্পিং দিয়েছি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আজকে ইথেরিয়ামের কো ফাউন্ডার/ ইথেরিয়াম তিমি তার মজুদ করা ইথেরিয়াম থেকে ১৭০০ ইথিরিয়াম বিক্রি করে দিয়েছে যার বর্তমান বাজার মূল্য $২.৭ মিলিয়ন ডলার।





Vitalik Buterin ভাইজান কেনই বা তার হোল্ড করা ইথেরিয়াম বিক্রি করে দিলেন কোন অ্যানাউন্সমেন্ট ছাড়াই এটাই মার্কেটে একটি ছোট প্রভাব পড়েছে যার কারণে বিটকয়েনসহ একাধিক পপুলার কয়েনগুলো বড় ধরনের ডাম্পিং করেছে। যারা ছোট ছোট ইনভেস্টর আছেন তারা যদি বড় বড় ইনভেস্টরদের টোকেন বিক্রি করে দেওয়ার মতো ঘটনা দেখে তখন তারা নিজেরাও নিজেদের হোল্ড করা বিটকয়েন ও ইথিরিয়াম এর উপর বিশ্বাস হারিয়ে ফেলে। ফলে তড়িঘড়ি করে মজুদ করা সম্পদ বিক্রি করে দিলে মার্কেটে সাময়িকভাবে ডাম্পিং অবস্থা বিরাজ করে।
sr. member
Activity: 546
Merit: 309
October 09, 2023, 01:26:40 PM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 09, 2023, 01:05:58 PM
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

জ্যাক-ও'-ল্যান্টার্ন
Halloween হ্যালোউইন ডে কি? এই বিষয়টি আমি লক্ষ্য করার পর জানার চেষ্টা করি। আমি গুগলে অনুসন্ধান করি অবশেষে জানতে পেরেছি। জানি না এই বিষয়ে এখানে আগে আলোচনা হয়েছে কিনা? আমি ভাবলাম আমাদের এখানে এই হ্যালোউইন ডে নিয়ে আলোচনা হলো, আবার নাকী এই হ্যালোউইন ডে উপলক্ষে আমাদের বিটকয়েন টক ফরমে কুমড়া কনটেস্ট দেওয়া হয়। আমাদের এখানে কি সকলেই হ্যালোউইন ডে কী জানেন? হ্যালোউইন শব্দটির উৎপত্তি হয় ১৯৭৫ সালে খ্রিস্টান ধর্ম থেকে। হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব, যা ৩১ অক্টোবর পালন করা হয়ে থাকে। যেভাবে উদযাপন করে থাকে ট্রিক-অর-ট্রিটিং, পরিচ্ছদ ভোজসভা, জ্যাক-ও'-ল্যান্টার্ন তৈরি, অগ্ন্যুৎসব প্রজ্বলন, ভবিষ্যৎ কথন, আ্যপ‌্ল ববিং, ভুতুড়ে বাড়িতে ভ্রমণ ইত্যাদি। এই হ্যালোউইন ডে পালিত হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, পুয়ের্তো রিকো, এবং যুক্তরাজ্য। এছাড়া এশিয়ার জাপানে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও হ্যালোইন পালিত হয়। আমি অনুসন্ধান করে দেখেছি কুমড়া কনটেস্ট এ জ্যাক-ও'-ল্যান্টার্ন তৈরি করা হয়। জ্যাক-ও'-ল্যান্টার্ন হলো কুমড়ো খোদাই করে আর্ট করে, ভিতরে বাতী দেওয়া কে বোঝানো হয়। যাইহোক এই হ্যালোউইন ডে, কুমড়া কনটেস্ট আমাদের লোকাল থ্রেডের অনেকেই অংশগ্রহণ করেছিলেন। এই বছর আসবে কিনা জানি না। যদিও আসে এই উৎসবটি যেহেতু খ্রিস্টানদের এখন আমরা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কনটেস্টে অংশগ্রহণের করি তাহলে কি ইসলামের বিরোধী কোন কাজ করা হবে কিনা বা মুসলমান হয়ে কি আমাদের কনটেস্টে অংশগ্রহণের করা উচিত?

আমি গুগল থেকে অনুসন্ধান করে হ্যালোউইন উইকিপিডিয়া থেকে তথ্যে সংগ্রহ করেছি, এবং কিছু লেখা সরাসরি কপি করেছি, বিস্তারি জানতে এখানে ক্লিক করুন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 09, 2023, 12:09:42 PM
একটা বাস্তবিক কথা বলতে চাই এখানে যে অনুবাদের বিষয়বস্তু তুলে ধরা হয় একজন সৎ সাহস রেখে বলতে পারবেন না পুরোটা পড়েছেন এবং ওই অনুবাদ পড়ে কোন কিছু শিখেছেন।
কিছু মনে করবেন না। আপনাকে ভুল প্রমাণ করে আমি বলতে চাই যে আমি লার্ন বিটকয়েন (ভাই আপনার একটা সংক্ষিপ্ত নাম দরকার যেটা বাংলায় ব্যবহার করা যায়  Grin) ভাইয়ের বেশ কিছু টপিক পড়েছি। পিজিপি নিয়ে আর্টিকেল কিংবা রস নিয়ে আর্টিকেল এইসব। কোন আর্টিকেল যদি আমার আগ্রহের টপিক হয় আমি পড়া শুরু করি। যদি বাজে অনুবাদ হয় পড়ার আগ্রহ থাকে না। অন্যথায় পড়া হয়। তবে হ্যা, বেশিরভাগই পড়া হয় না। আর পরে কিছু না কিছু তো অবশ্যই শিখেছি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 09, 2023, 11:59:50 AM
আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না।
আমি এখানে অনুবাদের বিপরীতে কোন কিছু বলতে চাই না বরং অনুবাদ করা হোক সেটা মাসে অন্তত একটি পোস্ট অথবা ১৫ দিনে একটি পোস্ট। কিন্তু কিছু কিছু সপ্তাহে তিন থেকে চারটি অনুবাদও চোখে পড়ে। একটা বাস্তবিক কথা বলতে চাই এখানে যে অনুবাদের বিষয়বস্তু তুলে ধরা হয় একজন সৎ সাহস রেখে বলতে পারবেন না পুরোটা পড়েছেন এবং ওই অনুবাদ পড়ে কোন কিছু শিখেছেন। যে ইউজার অনুবাদ করে সেই মূলত ওই অনুবাদটা পড়ে বাকি সবাই একটা লাইনও পড়েনা।
@Learn Bitcoin দীর্ঘদিন ধরে অনুবাদ করে আসছিল ঠিক আছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে অনুবাদ এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেউ চাইলে অনুবাদ করতে পারে। আসলে এই কমিউনিটিতে অনুবাদ একটি বিরক্তিকর অবস্থায় পরিণত হয়েছে। তারা অনুবাদ করছেন তারা কখনো কি ভেবেছেন এগুলো আমাদের এখানে খাবে কিনা? অহেতুক আমাদের এখানে অনুবাদ করে কোন লাভ নেই বরং একটি বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয়।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 09, 2023, 11:37:13 AM
আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না।
সাম্প্রতিক সময়ে আমাদের এইখানে অনুবাদ ভয়াবহ আকার ধারণ করেছে। সত্যি বলতে আমি এতটাই বিরক্ত বোধ করছি যে দেখলেই মনে হচ্ছে ইগ্মোর করি। আগে আপনি কিংবা আর একজন করত সেইটা মোটামুটি পড়া হইত, এখন দেখলেই বিরক্ত লাগে। আর খুব প্রয়োজনীয় টপিক ছাড়া অনুবাদ করারও মানে হয় না।
full member
Activity: 532
Merit: 163
October 09, 2023, 09:36:57 AM
আমাদের বাংলাদেশ থ্রেড টা কেনো জানি সোশ্যাল মিডিয়ার মতো মনে হচ্ছে। দরকারি তেমন কোনো পোস্ট চোখে পড়ছে না। থ্রেড এ ঢুকে কমেন্ট করার মতো ইন্টারেস্টিং তেমন কিছু চোখে পড়ছে না। এখানে যেকোনো বিষয় নিয়ে পোস্ট করক যাবে এটা জানি, কিন্তু তার মানে কি এই যে ম্যাক্সিমাম পোস্ট হবে এই সোর্স সেই সোর্স থেকে? রাজনীতি, খেলাধুলা সব ই আছে এখানে, নেই শুধু ক্রিপ্টো রিলেটেড পোস্ট গুলো। এই ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। সবাই যদি এভানে আবোল তাবোল পোস্ট করি, ভালো পোস্ট আসবে কই থেকে? সব তো আমরা আমরাই, বাইরের লোক এসে তো পোস্ট করে দিয়ে যাবে না।
খেলাধুলা নিয়ে সবসময় পোস্ট করা হয় না, বিশ্বকাপ সামনে রেখে শাকিব আল হাসান এবং তামিম ইকবালকে কেন্দ্র করে বড় ধরনের ইস্যু তৈরি হয়েছিল যার কারণেই সাকিব আল হাসানকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল সেটা নিয়েই হয়তো কয়েকটা পোস্ট করা হয়েছে।

অন্যরা কে কি করলো সে বিষয় না দেখে আমরা কি করলাম সেটা দেখতে হবে। আপনি কেন অন্যজনের উপর ভরসা করবেন, আপনি নিজেই একটি ইনফরমেটিভ পোস্ট তৈরি করুন যাতে আপনার পোস্ট কেন্দ্র করে সকলেই ভাল কমেন্ট করতে পারে।
সত্যি বলতে সিগনেচার ক্যাম্পেইনে যোগ দেওয়ার পূর্বে সকলেই অনেক বেশি পরিমাণ পোস্ট করে এই ফোরামে কিন্তু যখনই তারা কোন সিগনেচার ক্যাম্পেইনে একসেপটেড হয় তখনই তাদের বাংলা বোর্ডে খুঁজে পাওয়া যায় না। অনেক সদস্যই আছে যাদের পোস্ট বিবেচনা করলে দেখা যাবে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার আগের তুলনায় সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার পরে তাদের পোস্টের সংখ্যা খুবই কম।
গ্লোবাল সেকশনে পোস্ট করার পাশাপাশি অবশ্যই আমাদের লোকাল বোর্ডে সকল সদস্যের নিয়মিত একটিভ থাকতে হবে তবেই আমাদের এই সেকশন আবারও আলোচনা করার মত ভালো একটি জায়গা হবে।
নিঃসন্দেহে আপনার কথাটি অনেক যুক্তিসঙ্গত কারণ অনেক সিনিয়র আছে যারা সিগনেচার ক্যাম্পেইনে যোগদান করার পরে হয়তো তারা বাংলা লোকাল বোর্ডে একটিভ থাকেন না। কিন্তু তারা যদি বাংলা লোকাল বোর্ডের নিয়ম মত একটিভ থাকেন অনেক নতুন ইউজাররা তাদের কাছ থেকে অনেক ভালো মানের পোস্ট পাবে। তাই সিনিয়র ভাইদের কাছে অনুরোধ তারা সকলেই জানি বাংলা লোকাল বোর্ডে একটিভ থাকেন। এতে করে দেখা যাবে তাদেরও অনেক পজিটিভ এবং বিশেষ করে আমাদের বাংলা লোকাল বোর্ডের তাদের একটিভ অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা মনে হয় যদি তারা সিগনেচার ক্যাম্পেইনে করলেও তবুও বাংলা লোকাল বোর্ডে তাদের একটিভ অনেক জরুরী।
sr. member
Activity: 490
Merit: 294
October 09, 2023, 07:51:11 AM
আমাদের বাংলাদেশ থ্রেড টা কেনো জানি সোশ্যাল মিডিয়ার মতো মনে হচ্ছে। দরকারি তেমন কোনো পোস্ট চোখে পড়ছে না। থ্রেড এ ঢুকে কমেন্ট করার মতো ইন্টারেস্টিং তেমন কিছু চোখে পড়ছে না। এখানে যেকোনো বিষয় নিয়ে পোস্ট করক যাবে এটা জানি, কিন্তু তার মানে কি এই যে ম্যাক্সিমাম পোস্ট হবে এই সোর্স সেই সোর্স থেকে? রাজনীতি, খেলাধুলা সব ই আছে এখানে, নেই শুধু ক্রিপ্টো রিলেটেড পোস্ট গুলো। এই ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। সবাই যদি এভানে আবোল তাবোল পোস্ট করি, ভালো পোস্ট আসবে কই থেকে? সব তো আমরা আমরাই, বাইরের লোক এসে তো পোস্ট করে দিয়ে যাবে না।
খেলাধুলা নিয়ে সবসময় পোস্ট করা হয় না, বিশ্বকাপ সামনে রেখে শাকিব আল হাসান এবং তামিম ইকবালকে কেন্দ্র করে বড় ধরনের ইস্যু তৈরি হয়েছিল যার কারণেই সাকিব আল হাসানকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল সেটা নিয়েই হয়তো কয়েকটা পোস্ট করা হয়েছে।

অন্যরা কে কি করলো সে বিষয় না দেখে আমরা কি করলাম সেটা দেখতে হবে। আপনি কেন অন্যজনের উপর ভরসা করবেন, আপনি নিজেই একটি ইনফরমেটিভ পোস্ট তৈরি করুন যাতে আপনার পোস্ট কেন্দ্র করে সকলেই ভাল কমেন্ট করতে পারে।
সত্যি বলতে সিগনেচার ক্যাম্পেইনে যোগ দেওয়ার পূর্বে সকলেই অনেক বেশি পরিমাণ পোস্ট করে এই ফোরামে কিন্তু যখনই তারা কোন সিগনেচার ক্যাম্পেইনে একসেপটেড হয় তখনই তাদের বাংলা বোর্ডে খুঁজে পাওয়া যায় না। অনেক সদস্যই আছে যাদের পোস্ট বিবেচনা করলে দেখা যাবে সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার আগের তুলনায় সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার পরে তাদের পোস্টের সংখ্যা খুবই কম।
গ্লোবাল সেকশনে পোস্ট করার পাশাপাশি অবশ্যই আমাদের লোকাল বোর্ডে সকল সদস্যের নিয়মিত একটিভ থাকতে হবে তবেই আমাদের এই সেকশন আবারও আলোচনা করার মত ভালো একটি জায়গা হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 09, 2023, 07:46:04 AM
 আমাদের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটা হলো অন্য কে অতিরিক্ত ফলো করা। আমরা ভালো কিছু ফলো করি না। আমরা শুধু চেক করি অই লোক টা মেরিট পেলো কোন পোস্ট থেকে? কিভাবে পেলো? কি করে পেলো? এই ফলো করার রেজাল্ট অনেক ভয়াবহ। একজন একটা কাজ করে মেরিট পেয়েছে বলে যে আপনি করলে আপনি পাবেন, ব্যাপার টা সেরকম না। প্রায় অনেকদিন আগে একটা থ্রেড দেখলাম পোস্ট করলেই সেই থ্রেড এর ক্রিয়েটর ১০ টা করে মেরিট দিচ্ছে। তো বাংলাদেশের অনেক মানুষ সেখানে পোস্ট করেছে এবং অনেকে মেরিট ও পেয়েছে। কয়েক সপ্তাহ আগে দেখলাম সেটা নিয়ে গ্লোবালে থ্রেড ওপেন করে একজন বলছে যে এই একাউন্ট গুলো এক জনের। নইলে সবাই মিলে এই থ্রেড এ পোস্ট করলো কেনো আর সবাইকে থ্রেড ক্রিয়েটর মেরিট দিলো কেনো? সব সময় ফলো করা ভালো রেজাল্ট নিয়ে আসে না। মাঝে মাঝে খারাপ রেজাল্ট ও নিয়ে আসে। সুতরাং, মেরিট দেখলেই ঝাপিয়ে পড়ার দরকার নাই।
sr. member
Activity: 504
Merit: 266
October 09, 2023, 04:13:01 AM


"ওপেন সোর্স সোলো মাইনিং পুল" - @skot ভাই, সকল বিটকয়েন মাইনারদের কথা চিন্তা করে, "সোলো মাইনিং পুল" নামে একটি মাইনিং নিয়ে এসেছেন। "ওপেন সোর্স মাইনিং" সম্প্রদায়ে আপনার অন্যবদ্ধ সৃষ্টির জন্য আপনাকে অভিনন্দন।  "সোলো মাইনিং পুল" সেটআপ করা যতটা সহজ তার থেকে বেশি সহজ এটাকে ব্যবহার করা। এটা সত্যি বিটকয়েন মাইনিং সম্প্রদায়ের জন্য একটা বড় সুযোগ। অফিসিয়াল সাইট লিংকে প্রবেশ করুন: https://web.public-pool.io/ এটা মূলত ওপেন সোর্স মাইনিং পুল। এটি স্টারাটাম সার্ভার এবং জিইউআই এর সাথে কাজ করে।

অনুপ্রেরণায়

এই মাইনিং পুলটি মোবাইল দিয়ে করা যাবে কিনা পরামর্শ চাচ্ছি। তাছাড়া আপনি যদি এটা করে থাকেন তাহলে আমাদের বলুন কিভাবে কাজ করতে হয়। আমি একজন মোবাইল ফোন থেকে বিটকয়েনটক ব্যবহার করি সেক্ষেত্রে মোবাইল ফোনে আমি যদি এটি লগইন করি তাহলে মোবাইল ফোনের ডিভাইসের কোন ক্ষতি হবে?
full member
Activity: 490
Merit: 119
October 09, 2023, 01:37:54 AM


"ওপেন সোর্স সোলো মাইনিং পুল" - @skot ভাই, সকল বিটকয়েন মাইনারদের কথা চিন্তা করে, "সোলো মাইনিং পুল" নামে একটি মাইনিং নিয়ে এসেছেন। "ওপেন সোর্স মাইনিং" সম্প্রদায়ে আপনার অন্যবদ্ধ সৃষ্টির জন্য আপনাকে অভিনন্দন।  "সোলো মাইনিং পুল" সেটআপ করা যতটা সহজ তার থেকে বেশি সহজ এটাকে ব্যবহার করা। এটা সত্যি বিটকয়েন মাইনিং সম্প্রদায়ের জন্য একটা বড় সুযোগ। অফিসিয়াল সাইট লিংকে প্রবেশ করুন: https://web.public-pool.io/ এটা মূলত ওপেন সোর্স মাইনিং পুল। এটি স্টারাটাম সার্ভার এবং জিইউআই এর সাথে কাজ করে।

অনুপ্রেরণায়
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
October 08, 2023, 02:03:06 PM
দারুন তো। আমি গত বছর একটিভ ছিলাম না। তো এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। দেখে ভালো লাগলো যে নতুন মেম্বার রাও ফোরামের আগের বছরের কন্টেস্ট এর খোজ রাখেন। নাকি নতুন একাউন্ট এর পেছনে পুরাতন লোক? আচ্ছা পুরাতন হলেও সমস্যা নাই। শুধু মাত্র এবিউজ কইরেন না কিছু, তাহলেই হবে।
আমি ফোরামের আনাচে কানাচে হওয়া অনেক পুরাতন ঘটনা জানি, এর কারণ হচ্ছে আমি অনেক পড়েছি। যদিও এখন খুব বেশি পড়া হয় না। এই কথা এইখানে বলার উদ্দেশ্য হল নতুন হলেও অনেকেই জানতে পারে যদি তারা যথেষ্ট স্টাডি করে। তবে, এইখানে আমি আপনার সাথে অনেকটা একমত যে অনেকেই আসলে এবিউজ করে যেটা আমরা গত কনটেস্টেও কিছুটা বুঝতে পেরেছি।

ভাই এখানে সত্যি কথা বলতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের পুরো ফোরামটা পরিচালনা করে, আর এটা মনে করার অনেকগুলা কারণও আছে, আমার মনে হয় একটা পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে কিছু কিছু অঞ্চল বা কিছু কিছু পরিবার আছে যাদের সবারই প্রত্যেকের নামে একটা করে একাউন্ট আছে যদিও নাম গুলো ফেক বা অরজিনাল নাও হতে পারে, তবে এটা আছে, আর যদি Bounty সেকশনে যান তাহলে তো বাংলাদেশী ছাড়া অন্য কাউকে খুঁজেই পাবেন না খুব মুশকিল বাংলাদেশের ছাড়া অন্য কাউকে খুঁজে বের করা.

এবার আসে আসল কথায়, অনেকে আছেন অনেক অল্প সময়ে অনেক বেশি পড়াশোনা করতে পারেন এবং যাদের ধৈর্য একটু বেশি তারা অল্প সময়ে অনেক কিছু জানতে পারে,  তবে যদি একাউন্ট একেবারে নতুন হয় এবং অল্প কয়েকদিন আগে জয়েন করেছে তাহলে গভীরভাবে জানা সম্ভব না,  তবে আপনার সাথেও একমত যে যদি অতিরিক্ত পড়াশোনা করতে থাকে বা সহযোগী কাউকে পেয়ে থাকে তাহলে অতি দ্রুত অনেক কিছু জানা সম্ভব।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 08, 2023, 12:46:58 PM
একটি সতর্ক বার্তা

ভুলেও কেউ Binance App এ Vpn ব্যাবহার করে প্রবেশ করবেননা। একাউন্ট ব্যান হওয়ার সম্ভবনা আছে৷
ভাই কোনোরকম সোর্স ছাড়া এমন বিভ্রান্তিকর পোস্ট করা থেকে বিরত থাকবেন।
আমরা অনেকেই VPN ব্যবহার করি। শুধুমাত্র একচেন্জ গুলোতে নয় বরং বিটকয়েনটকেও। আমি নিজেও অনেক সময় VPN বা TOR চালাই প্রয়োজন মাফিক। এতোদিন ধরে চালাই কখনো কোনো সমস্যা হয়নি। আর বাইনান্সে KYC করা এখন বাধ্যতামূলক। তাই তারা আগে থেকেই আপনার সকল তথ্য জানে। হুদাই ব্যান করার কারন দেখিনা। অনেক সময় লক করে দেয় সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে, তবে সেটা আনলক করা যায়।
আমার মনে হয় সে Ban or restricted  হয়েছে, এজন্যই এখানে এসেছে এটা বলার জন্য।
যাইহোক খারাপ কিছু বলে নাই, আমি মনে করি সেন্ট্রালাইজ যত এক্সচেঞ্জার রয়েছে  অথবা গ্যাম্বলিং  বা অনলাইন যত ক্যাসিনো রয়েছে  সকল ক্ষেত্রেই ভিপিএন ব্যবহার করাটা রিস্কি।  আর ওরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার  সো সবকিছু ওদের কন্ট্রোলে  যদি আপনার একাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয় বা ব্যানও করে দেয় কিছু করার নেই,  যতই কিওয়াইসি এর অপশন থাকে,  মাঝেমধ্যে এটা নিয়েও সমস্যা করে।
আর ভাই  বাইনান্স ইউজের জন্য ভিপিএন ব্যবহার করতে হবে কেন এটাই তো বুঝলাম না? বাইনান্স তো বাংলাদেশ অ্যাভেলেবল রয়েছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 08, 2023, 10:11:44 AM
একটি সতর্ক বার্তা

ভুলেও কেউ Binance App এ Vpn ব্যাবহার করে প্রবেশ করবেননা। একাউন্ট ব্যান হওয়ার সম্ভবনা আছে৷
ভাই কোনোরকম সোর্স ছাড়া এমন বিভ্রান্তিকর পোস্ট করা থেকে বিরত থাকবেন।

আমরা অনেকেই VPN ব্যবহার করি। শুধুমাত্র একচেন্জ গুলোতে নয় বরং বিটকয়েনটকেও। আমি নিজেও অনেক সময় VPN বা TOR চালাই প্রয়োজন মাফিক। এতোদিন ধরে চালাই কখনো কোনো সমস্যা হয়নি। আর বাইনান্সে KYC করা এখন বাধ্যতামূলক। তাই তারা আগে থেকেই আপনার সকল তথ্য জানে। হুদাই ব্যান করার কারন দেখিনা। অনেক সময় লক করে দেয় সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে, তবে সেটা আনলক করা যায়।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 08, 2023, 10:04:53 AM
দারুন তো। আমি গত বছর একটিভ ছিলাম না। তো এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। দেখে ভালো লাগলো যে নতুন মেম্বার রাও ফোরামের আগের বছরের কন্টেস্ট এর খোজ রাখেন। নাকি নতুন একাউন্ট এর পেছনে পুরাতন লোক? আচ্ছা পুরাতন হলেও সমস্যা নাই। শুধু মাত্র এবিউজ কইরেন না কিছু, তাহলেই হবে।
আমি ফোরামের আনাচে কানাচে হওয়া অনেক পুরাতন ঘটনা জানি, এর কারণ হচ্ছে আমি অনেক পড়েছি। যদিও এখন খুব বেশি পড়া হয় না। এই কথা এইখানে বলার উদ্দেশ্য হল নতুন হলেও অনেকেই জানতে পারে যদি তারা যথেষ্ট স্টাডি করে। তবে, এইখানে আমি আপনার সাথে অনেকটা একমত যে অনেকেই আসলে এবিউজ করে যেটা আমরা গত কনটেস্টেও কিছুটা বুঝতে পেরেছি।
member
Activity: 196
Merit: 14
October 08, 2023, 10:01:12 AM
এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।

আমারো এমনই মনে হচ্ছে। এখন আর আগের মতো পোস্ট হচ্ছে না। যারা বিগত কয়েকমাস ধরে এক্টিভ ছিল, ভালো রেঙ্ক আপ করেছিল, তাদের অনেকরেই বাংলা ফোরামে আগের মতো আর দেখিনা। এমন না যে তারা বিটকয়েনটক বাদ দিয়ে দিসে। জাস্ট বাংলাতে আসে না। আমি নিজেই আগের মতো আসতে পারিনা, কিছু সমস্যার কারণে।

Quote
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

সোর্সটা হবে? কোন কনটেস্টের এর কথা বলতেছেন, বুঝতেছিনা। পিজ্জা কনটেস্ট, সিগ্নেচার কনটেস্ট এসব শুনছি বাট কুমড়া কনটেস্ট কখনো শুনি নাই।
কুমড়া কন্টেস্ট এটা আসলে বাংলায় বললে কেমন যানি শোনায়। কিন্তু হ্যা এই কুমড়া মানে Pumpkin Contest গত বছর ৭ অক্টোবর শুরু হয়েছিলো। সেখানে আমাদের এই থ্রেড এর অনেকেই অংশ গ্রহন করেছিলো। তার মধ্যে Tjtonmoy, LDL, এর মত সিনিয়র ভাইয়েরা। আসলে এটি অক্টোবর এ শুরু হয় এ বছরো শুরু হবে তবে একটু দেরি হচ্ছে সামনেই শুরু হবে।

newbie
Activity: 770
Merit: 0
October 08, 2023, 09:17:56 AM
একটি সতর্ক বার্তা

ভুলেও কেউ Binance App এ Vpn ব্যাবহার করে প্রবেশ করবেননা। একাউন্ট ব্যান হওয়ার সম্ভবনা আছে৷
hero member
Activity: 770
Merit: 482
October 08, 2023, 07:39:33 AM
Bitcoin Pumpkin Carving Contests এর কথা বলা হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে এই কনটেস্ট শুরু হয়েছিল এবারও হয়তো হতে পারে।

দারুন তো। আমি গত বছর একটিভ ছিলাম না। তো এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। দেখে ভালো লাগলো যে নতুন মেম্বার রাও ফোরামের আগের বছরের কন্টেস্ট এর খোজ রাখেন। নাকি নতুন একাউন্ট এর পেছনে পুরাতন লোক? আচ্ছা পুরাতন হলেও সমস্যা নাই। শুধু মাত্র এবিউজ কইরেন না কিছু, তাহলেই হবে।

আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

এভাবে সত্যি কথা বলতে নেই ভাইয়া। তাহলে যারা এগুলো করবে, তারা মনে মনে কষ্ট পাবে। আপনি নিশ্চয়ই চান না যে কেউ আপনার কারনে কষ্ট পাক। আমাদের থ্রেড এ কি কখনো কোনো কন্টেস্ট হয়েছে? নাকি আমাদের এখানে মাল্টি একাউন্ট এর জন্য কেউ কিছু করার সাহস করেন না?
sr. member
Activity: 434
Merit: 350
October 08, 2023, 01:43:04 AM
কোন কনটেস্টের এর কথা বলতেছেন, বুঝতেছিনা। পিজ্জা কনটেস্ট, সিগ্নেচার কনটেস্ট এসব শুনছি বাট কুমড়া কনটেস্ট কখনো শুনি নাই।

Bitcoin Pumpkin Carving Contests এর কথা বলা হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে এই কনটেস্ট শুরু হয়েছিল এবারও হয়তো হতে পারে।

সোর্সটা হবে?
https://bitcointalksearch.org/topic/--5416347 এই লিংকে প্রবেশ করলে আপনি বিস্তারিত জানতে পারবেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 07, 2023, 09:17:59 PM
এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।

আমারো এমনই মনে হচ্ছে। এখন আর আগের মতো পোস্ট হচ্ছে না। যারা বিগত কয়েকমাস ধরে এক্টিভ ছিল, ভালো রেঙ্ক আপ করেছিল, তাদের অনেকরেই বাংলা ফোরামে আগের মতো আর দেখিনা। এমন না যে তারা বিটকয়েনটক বাদ দিয়ে দিসে। জাস্ট বাংলাতে আসে না। আমি নিজেই আগের মতো আসতে পারিনা, কিছু সমস্যার কারণে।

Quote
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

সোর্সটা হবে? কোন কনটেস্টের এর কথা বলতেছেন, বুঝতেছিনা। পিজ্জা কনটেস্ট, সিগ্নেচার কনটেস্ট এসব শুনছি বাট কুমড়া কনটেস্ট কখনো শুনি নাই।
Jump to: