বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে সাকিব আল হাসান একটি উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে শাকিব আল হাসানকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় হইছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট সাকিব তামিমদের অবদান কখনো ভুলতে পারবেনা। সেরকম একটি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে সাকিব আল হাসান। এখানে বাংলাদেশের এসিভমেন্ট হিসাবে উল্লেখ করছি তবুও এটি ক্রিকেটের বিষয়ে আলোচনা এখানে না করাই ভালো।
ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের আজকের ম্যাচে সাকিব আল হাসান একটি অবিস্মরণীয় সাফল্য পেতে যাচ্ছে । সাকিব আল হাসান মাত্র ৪১ টি রান সংগ্রহ করলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পিছনে ফেলে একদিনের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সেরা 6 নাম্বার উঠে আসবে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি সেরা অর্জন বলা চলে যা অতীতের কেউ করে দেখাতে পারেনি। ৪১টি রান সংগ্রহ করলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলকে পিছনে ফেলে শীর্ষ ষষ্ঠ অবস্থায় উঠে আসবে। আমরা সাকিব আল হাসানের এই সাফল্য অর্জনের প্রতীক্ষায় রইলাম।
Source: Most runs
https://www.espncricinfo.com/records/trophy/batting-most-runs-career/world-cup-12সাকিব আল হাসানকে নিয়ে কেন আপনি সমালোচনা করবেন, সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করার মত কারণ আমি খুঁজে পাই না, ব্যক্তিগত জীবনে সে কেমন সে বিষয় নিয়ে আমাদের এত বেশি মাথা না গামালেও চলবে। তার তার ক্রিকেটের দক্ষতার জন্য আমরা তাকে চিনেছি তার ব্যক্তিগত লাইফের জন্য না। আর যারা বলেন সাকিব আল হাসানের টাকার প্রতি লোভ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই শাকিব আল হাসান যদি অর্থ লোভী হয় তাহলে কি আপনি দুধের দোয়া তুলসী পাতা।
অর্থের লোভ কার নাই, সকলেরই অর্থের লোভ রয়েছে কিন্তু সকলেই অর্থ ইনকামের সুযোগ তৈরি করতে পারে না। এই এক যুগে শাকিব আল হাসান ক্রিকেটে যা দিয়েছে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তা কেও দিতে পারেনি। যখন আমরা একটা সময় টানা ২০ থেকে ৩০ টা ম্যাচ পরাজিত হতাম এবং টিভির সামনে আসা নিয়ে বসে থাকতাম যে কবে একটা ম্যাচ জিতব সেই জয়ের ধারা কিন্তু সাকিব আল হাসান আমাদের এনে দিয়েছে।
অনেকেই দেখলাম সাকিব আল হাসানের কমেন্ট বক্সে গিয়ে মীরজাফর, শোরুম আল হাসান, রাজাকার এইসব বলে সাকিব আল হাসানকে আখ্যায়িত করছে, যারা এই ধরনের কাজগুলা করছেন তারা কি ক্রিকেট বোঝেন আমার তো মনে হয় না যে আপনারা ক্রিকেট বোঝেন।
তামিম এর বিষয় নিয়ে যারা সাকিব আল হাসানের সমালোচনা করছে সাকিব আল হাসানকে নিয়ে বিভিন্ন খারাপ ভিডিও তৈরি করছে তাতে কি আমাদের দেশের সম্মান বাড়ছে না কমছে। তামিম আমাদের দেশের জন্য সুপারহিরো সাকিব আল হাসান ও আমাদের দেশের জন্য সুপারহিরো তাই একজনকে ছোট করে আর একজনকে বড় করার কোন মানে হয় না।
যে দলটা নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে সে দলটা আমাদের তাই আমাদের উচিত সমালোচনা না করে তাদেরকে সাপোর্ট করা যাতে তারা বিশ্বকাপে অনেক ভালো করে কিছু করতে পারে।