কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।
কপি ট্রেডিং হচ্ছে মুলত এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ব্যবহারকারীকে নিজ থেকে ট্রেড করতে হয়না। মুলত যারা ট্রেড করতে না পারেন কিংবা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু ভালো প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে ভালো একজন ট্রেডারকে কপি করতে পারেন। এতে করে সেই ট্রেডারের গৃহীত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকবে। নিজ থেকে আপনার, ট্রেড করার কোনও প্রয়োজন নেই।
উৎসআপনি এই পোস্ট লক্ষ্য করলে বিস্তারিত জানতে পারবেনফোরামের প্রিভিয়াস কিছু আলোচনায় চোখ বুলাচ্ছিলাম সেখানে আমাদের মাঝে এক ভাই @DYING_S0UL (ভাইকে অভিনন্দন ফুলমেম্বার র্যাংক অর্জন এবং ফোরামে কন্সট্রাকটিভ আলোচনায় ভাল কন্ট্রবিউশন রাখার জন্য) তার একটি প্রশ্নের দিকে হঠাৎ চোখ পরে যায়। তিনি জানতে চেয়েছিলেন কপি ট্রেডিং সম্পর্কে ইতমধ্যে @cryptoWODL ভাই ভাল একটি রিপ্লাই দিয়েছে। বর্তমান সময়ে কপি ট্রেডিং এর বেশ জনপ্রিয়তা বেড়েছে এবং ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন প্লাটফরমেই কপি ট্রেডিং নিয়ে নানা আলোচনা চলছে। হয়তো নতুন অনেকেই এখনো বিষয়টি জানে না তাদের উদেশ্য লেখার চেস্টা করলাম।
কপি ট্রেডিং কি?কপি ট্রেডিং হল এমন একধরনের ট্রেড কে বুঝায় যেই ট্রেডে সাধারনত অন্য কোন ব্যেক্তিদ্বারা কোন ট্রেডকে কপি করা হয়। অর্থাৎ একজন ব্যেক্তি ট্রেড করছে তাকে আপনি ফলো করছেন। তিনি যেই সব ট্রেড গুলো নিচ্ছেন কপি ট্রেডিং এর মাধ্যমে অটোমেটিকালি আপনার সেই সব ট্রেড নেওয়া হচ্ছে। তিনি যদি তার ট্রেডে লাভাবান হন তাহলে আপনিও লাভবান হবেন। বিপরীতে তার লস হলে আপনারও লস হবে। এখানে আপনাকে সামান্য পরিমান চার্য ধার্য করা হবে। যদি কোন প্লাটফরমে 10 শতাংশ নেয় তাহলে আপনি 90 শতাংশ প্রফিট পাবেন। এটি একটি ট্রেডিং চার্য হিসেবে মনে করতে পারেন।
কিভাবে কপি ট্রেড করা যায়? কপি ট্রেড করা খুবই সহজ একটি কাজ। বিশেষ করে যাদের বাইন্যান্স একাউন্ট আছে তারা অবশ্যই কপি ট্রেডিং করার একটি অপশন খুজে পাবেন। যার মাধ্যমে আপনি কপি ট্রেড করতে পারেন। সাধারন আপনার বাইন্যান্স মোবাইল এপ্লিকেশনটি অন করার পর ফিউচার অপশনটিতে ক্লিক করলেই উপরের ডান কর্নারে কপি ট্রেডিং অপশনটি খুজে পাবেন। সেখানে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ি ট্রেডিং করার সুবিধা পাবেন।
কপি ট্রেডিং এর কিছু সুবিধা # কপি ট্রেডিং এর মাধ্যমে একজন ট্রেডার ট্রেডিং সম্পর্কে আইডিয়া না থাকলেও তিনি কোন অভিজ্ঞ ট্রেডারকে ফলো করার মাধ্যমে লাভবান হতে পারেন। অনঅভিজ্ঞ হলেও বভিষ্যতে একজন ভাল ট্রেডার হয়ে উঠতে পারেন। তবে এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনি সেই ট্রোডারকে কিভাবে ফলো করছেন। যদি তার ট্রেডিং পজিশন এবং ট্রেডিং এর সময় এবং অন্যান্য কারন গুলো মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করতে পারেন তাহলে সহজেই সফল ট্রেডার হওয়ার সম্ভাবনা থাকে।
# কপি ট্রেডিং এর মাধ্যমে আপনি আপনার সময় সেভ করতে পারেন কারন আপনাকে ট্রেড নিতে কোন গবেষনা করতে হবে না। যাকে কপি করবেন তারই গবেষনা করতে হবে। ফলে আপনার কোন সময়েরও অপচয় হবে না।
# আপনি বিভিন্ন ট্রেডারের বিভিন্ন কৌশল সম্পর্কেও জানতে পারবেন।
এর কিছু অসুবিধাও রয়েছে যা অবশ্যই মনে রাখা উচিত# কপি ট্রেডিং করলে সেখানে ঝুকি বিদ্যমান থাকে। যাকে কপি করা হচ্ছে তার উপর নির্ভর করতে হবে। তিনি লস করছেন আপনার লস স্বীকার করে নিতে হবে।
# যেহেতু কপি ট্রেডিং করতে হলে আপনাকে নির্দিস্ট পরিমান চার্য দিতে হয় সেহেতু স্বাভাবিকভাবেই আপনাকে লাভের কিছুটা ছাড় দিতে হবে।
কপি ট্রেডিং এর ভাল এবং মন্দ বিচার করে একজন ট্রেডারকে সীধান্ত নিতে হবে যে এটি তার জন্য উপযুক্ত কি না? যদি তিনি মনে করেন এটি তার জন্য একটি ভাল অপারচুনিটি তাহলে তিনি কপি ট্রেডিং শুরু করতে পারেন। যে কোন ট্রেডিংয়ে ঝুকি আছে তাই ট্রেডারকে অবশ্যই ঝুকি স্বীকারই করেই উদ্যোগ নিতে হবে। কপি ট্রেডিং শুরু করার আগে অবশ্যই যাকে কপি করার চিন্তা করছেন তার ট্রেডিং সক্রান্ত ডাটা গুলি ভালভাবে পর্যবেক্ষন করতে হবে। পাশাপাশি আপনি যেই পরিমান অর্থ হারাতে প্রস্তুত সেই পরিমান অর্থ সেখানে রাখতে পারেন।
আমি কাউকে কপি ট্রেডিং এর জন্য পরামর্শ দিচ্ছি না তবে যদি কেউ কপি ট্রেডিং করার ইচ্ছা পোষন করেন তাহলে উক্ত বিষয়গুলো বিবেচনা করে সীধান্ত নিতে পারেন।