আমার ভাই প্রশ্ন একটাই এরা যদি বিটকয়েনকে অবৈধ ঘোষণা করে তাহলে ক্রিপ্টোকারেন্সি কী?
এরা আসলে কি মাল নিয়ে এতো বড় বড় দায়িত্ব পালন করছেন?
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি একে অন্যের পরিপূরক বিষয়টি ক্লিয়ার করে আগে জানা উচিত ছিল।
ভাই কয়েকদিন আগে দেখলেন না বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে ফ্রিল্যান্সারদের নিয়ে তাল্মাতাল অবস্থা বানায়ে ফেলছিলো, পরে আবার পুনোরাই সার্কুলার দিয়ে বলছে ফ্রিল্যান্সার রা বাদ থাকবে, ভাই একবার চেয়ারে বসতে পারলেই হলো, কারো মাথা ঠিক থাকেনা, কখন যে কে কি বলে কোনো ঠিক নাই, কারো কথার সাথে কারো কথার মিল নাই, এক মন্ত্রী একটা কথা বললে আরেক মন্ত্রী বলে আমি কিছু জানিনা। চলিত মাষেই বাংলাদেশ এর অবস্থা কোথায় যেয়ে ঠেকে বলা মুসকিল।
যারা ইনকাম করতেছেন একটু সতর্ক থাকেন কারন দেশে যদি জরুরী অবস্থা জারী করে তাইলে জীনিষ পত্রের দাম আরো অনেক বেড়ে যাবে। ইনকাম করুন, তাতে কোন সমস্যা নেই কিন্তু কেউ সব সম্বল এখনই শেষ কইরেন না। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখুন। এই ভাই যে কঠিন সময়ের কথা বলছেন তা অবশ্যই সামনের দিনগুলোতে আসতে পারে। দেশের রাজনীতিক আমলারা যে পরিমাণ টাকা বিদেশ পাচার করেছে এবং বাংলাদেশ সরকার যে পরিমাণ টাকা চুরি করে ছাপিয়েছে তার খেসারত বাংলাদেশ দিতেছে, ভবিষ্যতেও দিতে হবে। আজকেও খোলা বাজারে ডলার ১২০ টাকা রেটে বিক্রি করা হচ্ছে এটা কি ইঙ্গিত দিচ্ছে? অচিরেই সুদূর ভবিষ্যতে ইন্দোনেশিয়ার মত আমাদেরও দশ হাজার টাকা ও এক লক্ষ টাকার নোট বের হবে। তখন আমাদের কাগজের টাকা ব্যবহার করার প্রয়োজন হবে না বরং আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং বাজার করতে পারবো।
কয়েকদিন আগে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সার্টিফিকেটের বিষয় নিয়ে আলোচনা করা হলে দেখা গেছে যে উনি ছিলেন কৃষির উপর ডিগ্রী নেওয়া তাহলে আপনারা পাবেন বাংলাদেশ আকাশ গবেষণা কেন্দ্রে যদি কৃষি কর্মকর্তা নিযুক্ত হয় তাহলে সে ক্ষেত্রে আপনার কি ধরনের সার্ভিস পাব।
আমার ভাই প্রশ্ন একটাই এরা যদি বিটকয়েনকে অবৈধ ঘোষণা করে তাহলে ক্রিপ্টোকারেন্সি কী?
এরা আসলে কি মাল নিয়ে এতো বড় বড় দায়িত্ব পালন করছেন?
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি একে অন্যের পরিপূরক বিষয়টি ক্লিয়ার করে আগে জানা উচিত ছিল।
যে লোকটা এত বড় একটি দায়িত্ব থেকে এ সকল কথাগুলো বলেছে তার আসলে ভার্চুয়াল কারেন্সি সম্পর্কে কোন ধারনা নেই। এমনকি সে এ বিষয়ে দক্ষতা নেই। তাই অদক্ষ লোক দিয়ে এ ধরনের বক্তৃতা শোনাই যেতে পারে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা সকালে কথা বললে সেটা বিকেলে চেঞ্জ করে ফেলে তাতেই কোন সমস্যা নেই অথচ এই লোকটা ভার্চুয়াল কারেন্সি নিয়ে একটু কথা বলছে এটাও আমাদের কোন সমস্যা হবে না।