Author

Topic: বাংলা (Bengali) - page 139. (Read 5705870 times)

sr. member
Activity: 546
Merit: 268
October 15, 2023, 03:10:04 AM
কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।


কপি ট্রেডিং হচ্ছে মুলত এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ব্যবহারকারীকে নিজ থেকে ট্রেড করতে হয়না। মুলত যারা ট্রেড করতে না পারেন কিংবা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু ভালো প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে ভালো একজন ট্রেডারকে কপি করতে পারেন। এতে করে সেই ট্রেডারের গৃহীত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকবে। নিজ থেকে আপনার, ট্রেড করার কোনও প্রয়োজন নেই।

আপনি এই পোস্ট লক্ষ্য করলে বিস্তারিত জানতে পারবেন

আপনি ফোরামের নিয়ম বহির্ভূত একটি ভুল করেছেন যেখানে আপনি হুবহু কপি পেস্ট করে পোস্ট করেছেন যা আপনার একান্তই করা উচিত হয়নি। আপনি অতি দ্রুত নিচের সোর্স লিংক যোগ করে দিন। তা না হলে আপনি অতি দ্রুত শাস্তির সম্মুখীন হতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

সোর্স: https://www.fxbangladesh.com/kb/%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82/

আপনাকে একটি পরামর্শ দিচ্ছি আপনি কোন সোর্স থেকে কোন লেখা কপি করে আনলে অবশ্যই নিচে যেখান থেকে কপি করে আনলেন ওই লিঙ্ক যুক্ত করে দেবেন তা না হলে যে কেউ আপনার নামে রিপোর্ট করলে অবশ্যই ব্যান খেয়ে যাবেন। অনেকেই দুইএক লাইন কপি করেও ব্যান হয়ে যাওয়ার রেকর্ড রয়েছে।
sr. member
Activity: 476
Merit: 359
October 15, 2023, 03:03:44 AM
কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।


কপি ট্রেডিং হচ্ছে মুলত এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে ব্যবহারকারীকে নিজ থেকে ট্রেড করতে হয়না। মুলত যারা ট্রেড করতে না পারেন কিংবা অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু ভালো প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি চাইলে ভালো একজন ট্রেডারকে কপি করতে পারেন। এতে করে সেই ট্রেডারের গৃহীত এন্ট্রিগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রেডিং প্রোফাইলে যুক্ত হতে থাকবে। নিজ থেকে আপনার, ট্রেড করার কোনও প্রয়োজন নেই।
উৎস

আপনি এই পোস্ট লক্ষ্য করলে বিস্তারিত জানতে পারবেন
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 15, 2023, 02:38:14 AM
3kpk3 একটি ফ্রি রেফেল নিয়ে এসেছেন। এই রেফেলে যদি জয়ী হওয়া যায় তাহলে ১২ ডলার বিটকয়েন ফ্রী পাওয়া যাবে।

ভাই আপনি এতো এতো রেফেলের খোঁজ পান কিভাবে? 🥴 সপ্তাহে একটা না একটা রেফেলের খোঁজ নিয়ে হাজির হন।

কিন্তু বিনাঞ্চ সম্প্রতি তাদের এক্সচেঞ্জে কপি ট্রেডিং নামে একটি ট্রেডিং চালু করেছে

কপি ট্রেডিংটা আবার কি? প্রথম শুনলাম। কেউ কি বিস্তারিত জানেন? বা ব্যবহার করেছেন এই ফিচারস্? জানলে বইলেন।
sr. member
Activity: 476
Merit: 359
October 15, 2023, 02:20:57 AM
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ তৈরি করা হয়েছিল যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে এবং আর কোন বড় যুদ্ধ সংঘটিত না হয়।জাতিসংঘ চাইলে অবশ্যই এই যুদ্ধ বিরোধী দিতে পারে কিন্তু কেন তারা এই বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না সে বিষয়টা আমি বুঝতে পারছি না।
ইসরাইল এবং ফিলিস্তিন এর মধ্যে প্রতিনিয়তই কিন্তু ছোটখাটো যুদ্ধ হয়ে থাকে। আসলে ফিলিস্তিন মূলত মুসলিম দেশ মুসলিমদের অন্যতম পবিত্র একটি মসজিদ হলো আল-আকসা। এই আল আকসা মসজিদে ইহুদি পন্থীরা নানারকম অপবিত্র ও অসামাজিক কার্যক্রম করে থাকে যার জন্য ফিলিস্তিনের মানুষদের সাথে তাদের ঝগড়া লেগে থাকে। ইহুদিরা জোর করে এই আল আকসা মসজিদ দখল করে নিয়েছিল তবে বর্তমানে এই যুদ্ধের মাধ্যমে আল আকসা মসজিদ ইহুদিদের হাতে থেকে মুক্ত হয়েছে।
কিন্তু ইসরাইল এবং হামাসের যুদ্ধে আমি জাতিসংঘের নিশ্চুপ অবস্থান লক্ষ্য করছে।
জাতিসংঘ চাইলেই যুদ্ধ থামাতে পারে এটা ঠিক। তবে বরাবরের মতো ইসরাইলিদের হাতে  ফিলিস্তিনিরা নিপীড়িত, লাঞ্ছিত হয়ে আসছে। এমনকি ইসরাইলিদের সৈন্যদের কাছে অনেক ফিলিস্তিনি শিশুসহ প্রায় অনেক লোক মারা গেছে।জাতিসংঘ কিন্তু অনেক গুলো বড় দেশের সমন্বয়ে একটি সংঘ। যেমন সৌদি আরব, রাশিয়া চীন,ইরাক,ইরান, যুক্তরাষ্ট্রসহ, তুর্কি সহ আরো অন্যান্য উন্নত এবং বড় দেশগুলো। এই বড় বড় রাষ্ট্রগুলোর মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এখন ফিলিস্তিনের পক্ষে। জাতিসংঘ যদি ভুল করে ইসরাইলের সাথে হাত মিলায় তাহলে যেসব দেশ ফিলিস্তিনিদের সাপোর্ট করছে বিশেষ করে মধ্য প্রাচ্যের অধিকাংশ দেশগুলো মুসলিম তারা অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট করবে। আর এই মধ্যপ্রাচ্যের দেশগুলো র অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে তেল যা সারা বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। যদি জাতিসংঘের বিরোধিতার কারণে এই তেলের সরবরাহ ব্যাহত হয় তাহলে বিশ্ব বাজারে ভয়াবহতা নেমে আসতে পারে এমনকি অর্থনৈতিক মন্দার সৃষ্টি হতে পারে। হয়তো এর জন্যই জাতিসংঘ এখনও নিশ্চুপ রয়েছে।
sr. member
Activity: 490
Merit: 294
October 15, 2023, 01:45:54 AM
jr. member
Activity: 33
Merit: 4
October 14, 2023, 11:26:01 PM
ট্রেজার অনবোর্ড ক্রিপ্টো নতুনদের সাহায্য করার জন্য দুটি নতুন ডিভাইস চালু করেছে
ট্রেজার, একটি হার্ডওয়্যার ক্রিপ্টো ওয়ালেট কোম্পানি, এই সপ্তাহে বিটকয়েন আমস্টারডাম কনফারেন্সে দুটি নতুন পণ্য আত্মপ্রকাশ করেছে — এবং আমরা সেগুলিকে প্রথমবার দেখতে পেয়েছি।

Trezor Safe 3, একটি হার্ডওয়্যার ক্রিপ্টো ওয়ালেট, এবং Trezor Keep Metal, ওয়ালেট পাসওয়ার্ডের জন্য একটি "ভুল-প্রমাণ" ব্যাকআপ সমাধান, কোম্পানির 10 বছর পূর্তি উদযাপনে চালু করা হয়েছে৷

নতুন ক্রিপ্টো ওয়ালেটটি বিশেষভাবে নতুন ডিজিটাল সম্পদের প্রবেশকারীদের জন্য ডিজাইন করা হয়েছে "সর্বোচ্চ নিরাপত্তা এবং ব্যবহারের সহজতার উপর দৃষ্টি নিবদ্ধ করে," Trezor-এর CEO Matěj Žák, TechCrunch কে বলেছেন।

হার্ডওয়্যার ক্রিপ্টো ওয়ালেট হল একটি — যদি না হয় —  আপনার ডিজিটাল সম্পদগুলি সংরক্ষণ করার সবচেয়ে নিরাপদ উপায়, কারণ সেগুলি সাধারণত ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে না, একটি অনলাইন আক্রমণের ঝুঁকিকে বাধা দেয়৷ এছাড়াও কখনও কখনও কেন্দ্রীভূত বিনিময়ের পরিবর্তে ক্রিপ্টোকারেন্সিগুলিকে ওয়ালেটে রাখা যুক্তিযুক্তভাবে ভাল, যেখানে সেগুলিকে হিমায়িত করা যেতে পারে। এখানে
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 14, 2023, 05:59:42 AM
বিজ্ঞানীরা চাঁদের ভিতরে কী আছে তা নিশ্চিত করেছেন
ভাই এই ধরনের নিউজে আমাদের লোকাল থ্রেডের উন্নতি আশা করা যায় না। বিজ্ঞানীরা চাঁদের ভিতরে কি আছে তা বের করলে বিটকয়েনের কোন দাম বাড়বে না। আমাদের বাংলাদেশের কোন উপকার হবে না, আমাদের বাংলাদেশের কেউ চাঁদে যাচ্ছে না। এই সব পোস্ট করা যাবে না এমন নয়, ভাই চেষ্টা করুন ক্রিপ্টো-রিলেটেড পোস্ট করার। আপনার এই পোস্টে উপকার হতো যদি বিজ্ঞানীরা চাঁদে যাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করে কিনতেন। তাহলে উপকার হতো আমরাও অবাক হতাম বিজ্ঞানীরা চাঁদে যাওয়ার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বিটকয়েন দিয়ে কিনেছে।

আমাদের নিজস্ব লোকাল বোর্ড পেতে হলে আরো কাজ করতে হবে। আজকে Rikafip এর একটা থ্রেডে প্রশ্ন করেছিলাম, ২০২৩ এর মধ্যে আমাদের লোকাল বোর্ড পাওয়ার কোনো আশা আছে নাকি। তার মতে, আপাতত সেই সম্ভাবনা অনেক কম। তবে যদি একটিভ থাকতে পারি সবাই মিলে তাহলে কিছু একটা আশা করা যায়।
ধন্যবাদ ভাই খুবই সুন্দর একটি প্রশ্ন করেছিলেন। সুন্দর একটি উত্তর আমাদের সম্মুখীন নিয়ে এসেছেন। আমাদের লোকাল বোর্ড খুবই শিগ্রই পাবো, আশা করি ২০২৪ সালে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা আমি এই বিষয়ে জানি না, লোকাল বোর্ডে ছাড়া কি মেরিট সোর্স নিযুক্ত করা হয় না? আসলে আমি মনে করি আমাদের লোকাল বোর্ডে বেশি প্রয়োজন জন, তবুও যদি খুবই তারাতারি যদি একজন মেরিট সোর্স আমাদের থ্রেডে নিযুক্ত করা হতো তাহলে অনেক বেটার হতো। আপনাদের মতামত কী? আসলে আমাদের মেরিট সোর্স এই কারনে প্রয়োজন, অনেকেই অনেক ভালো ভালো পোস্ট করেন কিন্তু পাপ্ত মেরিট পোস্টে পাচ্ছে না, ভালো পোস্টে মেরিট পায় না আমি বলছি না অবশ্যই পায়, কিন্তু খুবই কম পেয়ে থাকে, মেরিট গুলো আমাদের মাঝে থেকে দেওয়া হয়। আবার অনকেই খুবই সুন্দর ভাবে গ্লোবাল থেকে ভালো পোস্ট গুলো আমাদের লোকাল ভাষায় অনুবাদ করে দেন। তারা অনেক কষ্ট করেন আমি মনে করি তাদের পোস্টে পাপ্ত মেরিট পায় না, শুধু যার পোস্ট ট্রান্সলেট করেন সেই এসে মেরিট দিয়া যায়, দুই একটা আমাদের মাঝে থেকে দেওয়া হয়। আমি মনে করি আমাদের একটা মেরিট সোর্স খুবই ধরকার।  এই বিষয়ে আগেও আলোচনা হয়েছে মনে হয়, এখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন তাদের মতামত কী?

কোন এক সংসদ সদস্যকে হয়তো প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কেন বাংলাদেশে বিটকয়েনের বৈধতা দিচ্ছেন না উত্তরে ওই সংসদ সদস্য বলেছিল বাংলাদেশের যদি বিটকয়েনের অনুমোদন দেওয়া হয় তাহলে অল্প দিনের মধ্যেই বাংলাদেশের মানুষ তার জমি জমা এবং বাড়িঘর হারাবে। যখন কোন সংসদ সদস্য এ ধরনের কথা বলে তখন আপনাকে নিশ্চিত হতে হবে যে আমাদের দেশে বিটকয়েনের বৈধতা নিয়ে বাংলাদেশে কখনোই ভাবছেনা, দুদকের তদন্তে মাঝে মাঝে যে সমস্ত নিউজ বের হয়ে আসে তাতে আমার মনে হয় বাংলাদেশের যদি বিটকয়েনের অনুমোদন দেওয়া হয় তাহলে যে সকল রাজনৈতিক নেতা আছে তারা ১৫ দিনের মধ্যে দেশের সমস্ত অর্থ বিটকয়েনের মাধ্যমে কনভার্ট করে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিবে। আমরা বাংলাদেশে যেভাবে বিটকয়েন ব্যবহার করছি হয়তো ভবিষ্যতেও আমাদের সেভাবেই বিটকয়েনের ব্যবহার করতে হবে। রাজার ছেলে যেমন রাজা হয় তেমনি যতই সরকার পরিবর্তন হোক না কেন সকলের মনে একটা ধারনা থাকে যদি বাংলাদেশ অনুমোদন দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস হবে। এরকম ধারণা যতদিন চলতে থাকবে ততদিন বাংলাদেশের বিটকয়েন অনুমোদন পাবে না।
এখানে অন্যান্য দেশের থেকে আমাদের বাংলাদেশ অনেক ব্যতিক্রম আজীবন ব্যতিক্রম থাকবে। কারন আমরা বাঙালি খারাপ ভালো না, সরকারের আমাদের উপর আত্মবিশ্বাস নাই। এই কারনে আমাদের দেশে বিটকয়েন বৈধ করা নিয়ে কোন চিন্তা ভাবনা করছে না। আসলে আমাদের দেশে যদি বিটকয়েন বৈধ করা হয়, অবশ্যই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে বিটকয়েন বৈধ করা হয়েছে, অনেক দেশে শোনা যায় বিনা ট্যাক্স বিটকয়েনের উপর কোন ট্যাক্স নেওয়া হয় না। আস্তে আস্তে বিটকয়েন আরো জনপ্রিয়তা অর্জন করলে, আরো পৃথিবীর বিভিন্ন দেশে বিটকয়েন বৈধ করলে। মনে হয় আমাদের দেশের বিটকয়েন নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আশা করা যায় হয়তো কোন একদিন আমরা বিটকয়েন আমাদের দেশে বৈধতা পাবে। বৈধ না করায় আমরা একটা বিষয় সুবিধা পেয়ে থাকি। বিটকয়েনের উপর কোন ট্যাক্স দিতে হচ্ছে না। যাইহোক সবাই গোপনীয়তা বজায় রেখে কাজ করি।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়েরা আমার। বিপদের সময়ে আসলে যেটা দরকার হয়, সেটা হলো সাহস আর দোয়া।
ভাই দুয়া করি অতিশিগ্রই আপনার পরিবার যেন সুস্থ হয়ে উঠেন।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 14, 2023, 03:27:08 AM
ভাই আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে আমাদের বাংলাদেশ বোর্ড পেতে আরো বেশ কিছু সময় লেগে যাবে, আবার সবাই যদি টেকনিক্যাল পোস্ট বেশি করে তাহলে আবার দ্রুত পাবার সম্ভাবনা আছে, কিছুদিন আগে @Little Mouse ভাই বলেছিলেন বাংলাদেশে টেকনিক্যাল পোস্ট খুব কম হয়। আমার মনে হয় এটাও একটা কারন হতে পারে। 

টেকনিক্যাল পোষ্ট এর জন্য টেকনিক্যাল প্রশ্ন তো করতে হবে। কেউ তো তেমন প্রশ্ন করছে না। অনেক সময় অন্যের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা নতুন কিছু শিখি। এখানে কেউ যদি প্রশ্নই না করে, তবে আন্দাজে কি পোষ্ট করবো বলেন ভাই। গত সপ্তাহে পিজিপি নিয়ে একটা বাংলা টিউটোরিয়াল লিখলাম, আমার মনে হয় না কেউ মনোযোগ দিয়ে পড়েছে। পড়লেও কেউ এই ব্যাপারে ইন্টারেষ্টেড বলে মনে হয় না। আমি কষ্ট করে পোষ্ট লেখার পর যখন দেখি কেউ কোনো উত্তর দেয় না বা অন্য কিছু জানতে চায় না, তো সে পোষ্ট করে কারো লাভ হলো কি না কিভাবে বুঝবো? চোরে না শোনে ধর্মের কাহিনী। আমি যতোই টেকনিক্যাল আলোচনা করতে যাই না কেনো, যাদের এই ব্যাপারে কোনো ইন্টারেষ্ট নেই, তারা একবার তাকিয়েও দেখবে না।
newbie
Activity: 20
Merit: 0
October 14, 2023, 03:19:14 AM
আলহামদুলিল্লাহ,,,
ইদানিং দেখি যে আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের অনেক নতুন সদস্য এসেছে। আশা করি সবাই আমাদের এই লোকাল বোর্ডের সকল নিয়মকানুন অনুসরণ করবেন। তাহলে একদিন আপনাদের একাউন্টের ঠিকই রেংক হবে।আপনারা যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত থাকেন তাহলে সেগুলো জানাবেন এবং কোন প্রশ্ন জানার থাকলে সে বিষয়ে প্রশ্ন করবেন।নিয়মিত একটিভ থাকবেন, তাহলে দেখবেন সবাই আপনার পাশে আছে।
jr. member
Activity: 33
Merit: 4
October 14, 2023, 03:16:13 AM
ফেরারি হলো একটি নামিদামি গাড়ির ব্র্যান্ড।মার্কিন যুক্তরাষ্ট্রের ফেরারি ব্র্যান্ডের গাড়ি যারা কিনবে তারা গাড়ির দাম ক্রিপ্টো দিয়ে পরিশোধ করতে পারবেন
ফেরারি (RACE.MI) মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিলাসবহুল স্পোর্টস কারগুলির জন্য ক্রিপ্টোকারেন্সিতে অর্থপ্রদান গ্রহণ করা শুরু করেছে এবং তার ধনী গ্রাহকদের অনুরোধের পর স্কিমটি ইউরোপে প্রসারিত করবে, এর বিপণন ও বাণিজ্যিক প্রধান রয়টার্সকে জানিয়েছেন .

বিটকয়েন এবং অন্যান্য টোকেনের অস্থিরতা তাদের বাণিজ্যের জন্য অবাস্তব করে তোলে বলে বেশিরভাগ ব্লু-চিপ কোম্পানি ক্রিপ্টো থেকে দূরে সরে গেছে। প্যাচি রেগুলেশন এবং উচ্চ শক্তির ব্যবহারও অর্থপ্রদানের মাধ্যম হিসেবে ক্রিপ্টোর বিস্তারকে বাধা দিয়েছে। বিস্তারিত
member
Activity: 94
Merit: 28
October 14, 2023, 02:29:37 AM
বিনান্সের সিইও চ্যাংপেং ঝাও বিটকয়েন হালভিংয়ের বিষয়ে মন্তব্য প্রকাশ করেছেন



চ্যাংপেং "সিজেড" ঝাও, বিনান্সের প্রতিষ্ঠাতা এবং সিইও, আসন্ন বিটকয়েন হালবিং হওয়ার বিষয়ে তার চিন্তাভাবনা প্রকাশ করেছেন। বিনান্স ফিড ব্যবহার করে, এক্সচেঞ্জের X-এর মতো সামাজিক ফিড, ঝাও ব্যাখ্যা করেছেন যে বিটকয়েনের দাম অর্ধেক হওয়ার সাথে সাথে দ্বিগুণ হবে।।
অনেকেই অনেক মন্তব্য করেছে যে বিটকয়েন এর দাম 2024 হালবিং এর পর বিটকয়েন এর দাম অনেক বৃদ্ধি পাবে। আমি নিজেও বিশ্বাস করি 2024 সালে হালবিং এর পর বিটকয়েন এর দাম বৃদ্ধি পাবে। অতীত এর পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে হালবিং এর পর পরেই বিটকয়েন এর দাম বেড়ে যায় । কিন্তু 2024 সালের হালবিং এর পর মনে হয় না যে এতো টা বৃদ্ধি পাবে। 2021 সালের বিটকয়েন এর দাম সর্বোচ্চ ৬৯ হাজার ডলার উঠেছিল। 2024 হালবিং এর পর কি সর্বোচ্চ মূল্য 69000 ডলার অতিক্রম করতে পারবে?
sr. member
Activity: 476
Merit: 359
October 14, 2023, 01:39:00 AM
আমরা তো সাধারণত বিনাঞ্চ অ্যাপে গিয়ে আমাদের বিভিন্ন টোকেন অথবা ডলার ক্রয় এবং বিক্রয় করে থাকি এমনকি সেখানে আমরা ফিউচার ট্রেড করতে পারি।
কিন্তু বিনাঞ্চ সম্প্রতি তাদের এক্সচেঞ্জে কপি ট্রেডিং নামে একটি ট্রেডিং চালু করেছে আসলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার ফোনে এই কপি ট্রেডিং অপশন খুঁজে পাচ্ছি না। Copy Trading কি শুধু ডেক্সটপ এর মাধ্যমে করা যায় নাকি ফোনের মাধ্যমে করা যাবে।

ভাই এই Copy Trading ফোনের মাধ্যমে করা যাবে it's simple.
আপনার যদি বিনাঞ্চ অ্যাপ লেটেস্ট ভার্সন না থাকে তাহলে আপনি প্রথমে আপনার বিনাঞ্চ এক্সচেঞ্জ  অ্যাকাউন্ট এর অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিবেন।
আমি আপনাকে একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি প্রথমে আপনি আপনার বিনাঞ্চ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তারপর দেখবেন নিচের দিকে Futures লেখা আছে।


তারপর আপনি ফিউচার (Futures) লেখায় ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং সেখানে উপরে ডানের কোনাতে দেখতে পারবেন কপি ট্রেডিং (Copy Trading) নামে একটি লেখা রয়েছে। ওইখানে ক্লিক করবেন।

newbie
Activity: 3
Merit: 0
October 14, 2023, 01:25:38 AM
আমরা তো সাধারণত বিনাঞ্চ অ্যাপে গিয়ে আমাদের বিভিন্ন টোকেন অথবা ডলার ক্রয় এবং বিক্রয় করে থাকি এমনকি সেখানে আমরা ফিউচার ট্রেড করতে পারি।
কিন্তু বিনাঞ্চ সম্প্রতি তাদের এক্সচেঞ্জে কপি ট্রেডিং নামে একটি ট্রেডিং চালু করেছে আসলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমার ফোনে এই কপি ট্রেডিং অপশন খুঁজে পাচ্ছি না। Copy Trading কি শুধু ডেক্সটপ এর মাধ্যমে করা যায় নাকি ফোনের মাধ্যমে করা যাবে।
sr. member
Activity: 476
Merit: 359
October 13, 2023, 11:34:02 PM
হামাসের হামলা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া ব্যাপক মানবিক ক্ষতি করছে। ক্রমবর্ধমান সংঘাত তেলের দাম বাড়ালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসতে পারে।
ইতিমধ্যে বৈশ্বিক বাজারে তেলের দাম কিছুটা ভেড়ে গেছে। তেলের দাম বাড়লে অবশ্যই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসবে এটা স্বাভাবিক। আমি সাধারণভাবে বলছি বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয় সৌদি আরবে। তবে আরও বেশ কিছু দেশ রয়েছে যারা তেল উৎপাদনে অনেকে এগিয়ে। তবে তেল উৎপাদনের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো সেরা এবং তাদের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলো কিন্তু মুসলিম দেশ। হামাস এবং ইসরাইলের মধ্যকার যুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র মনে করেছে যে ইরান হামাসের সাথে যোগ দিয়েছে এটা অবশ্য এখনো সঠিকভাবে কেউ বলতে পারেনি।আরও কিছু কারণে বাজার অস্থির হয়েছে সেটা হলো ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র হাত বাড়িয়ে দিলে ইরাক ও ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর হুমকি দিয়েছে। যদি এই তেল উৎপাদনকারী দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা আরো বেশি বৃদ্ধি পায় তাহলে তেলের দাম আরো বৃদ্ধি পাবে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
October 13, 2023, 11:14:24 PM
আমাদের নিজস্ব লোকাল বোর্ড পেতে হলে আরো কাজ করতে হবে। আজকে Rikafip এর একটা থ্রেডে প্রশ্ন করেছিলাম, ২০২৩ এর মধ্যে আমাদের লোকাল বোর্ড পাওয়ার কোনো আশা আছে নাকি। তার মতে, আপাতত সেই সম্ভাবনা অনেক কম। তবে যদি একটিভ থাকতে পারি সবাই মিলে তাহলে কিছু একটা আশা করা যায়।

Can we expect to get our own local board for Bangladesh by the end of 2023 or maybe 2024? Do you think, if we have any hope for that?
Based on from what I have seen, chances to get youur own local board by the end of 2023 are not good but then again you never so all you can do really is remain active and eventually you will get your own local board like Nigerians did

ভাই আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে আমাদের বাংলাদেশ বোর্ড পেতে আরো বেশ কিছু সময় লেগে যাবে, আবার সবাই যদি টেকনিক্যাল পোস্ট বেশি করে তাহলে আবার দ্রুত পাবার সম্ভাবনা আছে, কিছুদিন আগে @Little Mouse ভাই বলেছিলেন বাংলাদেশে টেকনিক্যাল পোস্ট খুব কম হয়। আমার মনে হয় এটাও একটা কারন হতে পারে। 
jr. member
Activity: 33
Merit: 4
October 13, 2023, 10:42:40 PM
মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে

হামাসের হামলা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া ব্যাপক মানবিক ক্ষতি করছে। ক্রমবর্ধমান সংঘাত তেলের দাম বাড়ালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসতে পারে
অতীতের মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো, গত সপ্তাহে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তাতে বিশ্ব অর্থনীতিকে ব্যাহত করার সম্ভাবনা রয়েছে - এবং এমনকি আরও দেশগুলিকে আকৃষ্ট করা হলে এটিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে।

সেই ঝুঁকি বাস্তব, কারণ জঙ্গি গোষ্ঠীর আক্রমণের জবাবে ইসরায়েলের সেনাবাহিনী গাজা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে৷ গাজায় হামাসের হামলা এবং চলমান ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই কয়েক হাজার ছাড়িয়ে গেছে।সেখানে উদ্বেগ রয়েছে যে লেবানন এবং সিরিয়ার মিলিশিয়ারা যারা হামাসকে সমর্থন করে যুদ্ধে যোগ দেবে।
একটি তীক্ষ্ণ বৃদ্ধি ইস্রায়েলকে ইরানের সাথে সরাসরি সংঘর্ষে নিয়ে যেতে পারে, হামাসকে অস্ত্র ও অর্থ সরবরাহকারী, যেটিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে মনোনীত করেছে। সেই পরিস্থিতিতে, ব্লুমবার্গ ইকোনমিক্স অনুমান করে যে তেলের দাম প্রতি ব্যারেল $150-এ বাড়তে পারে এবং বৈশ্বিক প্রবৃদ্ধি 1.7%-এ নেমে যেতে পারে - একটি মন্দা যা বিশ্ব উৎপাদন থেকে প্রায় $1 ট্রিলিয়ন নেয়।এখানে
full member
Activity: 448
Merit: 130
October 13, 2023, 08:58:10 PM
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
October 13, 2023, 01:22:13 PM
3kpk3 একটি ফ্রি রেফেল নিয়ে এসেছেন। এই রেফেলে যদি জয়ী হওয়া যায় তাহলে ১২ ডলার বিটকয়েন ফ্রী পাওয়া যাবে। এবং এখানে অংশগ্রহন করাও খুব সহজ। শুধুমাত্র ইউজারনেম এবং বিটকয়েন ওয়ালেট দেওয়া লাগবে। তবে শর্ত হচ্ছে গত ১২০ দিনের ভিতরে কমপক্ষে তিনটি মেরিট পাওয়া বাধ্যতামূলক। তাই যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা দেরি না করে অংশগ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।
sr. member
Activity: 616
Merit: 322
October 13, 2023, 12:43:20 PM
আমাদের নিজস্ব লোকাল বোর্ড পেতে হলে আরো কাজ করতে হবে। আজকে Rikafip এর একটা থ্রেডে প্রশ্ন করেছিলাম, ২০২৩ এর মধ্যে আমাদের লোকাল বোর্ড পাওয়ার কোনো আশা আছে নাকি। তার মতে, আপাতত সেই সম্ভাবনা অনেক কম। তবে যদি একটিভ থাকতে পারি সবাই মিলে তাহলে কিছু একটা আশা করা যায়।

Can we expect to get our own local board for Bangladesh by the end of 2023 or maybe 2024? Do you think, if we have any hope for that?
Based on from what I have seen, chances to get youur own local board by the end of 2023 are not good but then again you never so all you can do really is remain active and eventually you will get your own local board like Nigerians did
গুড আপনার প্রশ্ন করার কিউরিওসিটির প্রশংসা করি আমি। আমাদের বাংলা ভোট আগের থেকে অনেক বেশি এক্টিভ এখন। আর বড় বড় মেম্বারদের পোস্ট এখানে ট্রান্সলেট করায় অনেক বড় বড় রেপুটেবল মেম্বারাও আমাদের বাংলা বোর্ডে আসতে শুরু করেছে। এগুলো আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। এভাবে কোন প্রকার স্প্যামিং না করে যদি আমাদের বাংলা বোর্ড অ্যাক্টিভ ভাবে চালিয়ে যেতে পারি তাহলে আমাদের একটি লোকাল বোর্ড পাওয়ার আশা একদিন পূরণ হবে ইনশাল্লাহ্। গত মাসে আমাদের লোকাল বোর্ডে পোস্ট হয়েছে ৩৯১ টা আমাদের টার্গেট হওয়া উচিত যে চলতি মাসে আমাদের পোস্ট হওয়া উচিত ৪৫০+ এভাবেই ধীরে ধীরে পোস্ট সংখ্যা বাড়াতে হবে।

                      What is the Metaverse

মেটাভার্স কি মেটাভার্স বলতে কী বোঝায় এবং এটি কিভাবে কাজ করে


ভাই মেটাভার্স হলো একটা নতুন প্রযুক্তি যেখানে আপনি ভার্চুয়ালি কোন কিছু উপভোগ করতে পারবেন একদম বাস্তবতার মত। তবে এক্ষেত্রে আপনাকে VR ব্যবহার করতে হবে। আর মেটাভার্স প্রযুক্তি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে আপনি বাসায় বসেই অফিসের সমস্ত কাজ করতে পারেন অফিসের ফিল নিয়ে। আবার আপনি বাসায় বসেই কোন জায়গার বাস্তবিক ভ্রমণের স্বাদ পেতে পারেন। যেমন ধরেন আপনি বাসায় বসে অফিসের কাজ করতেছেন আর আপনার চোখে লাগানো আছে VR আর আপনি মেটাভার্স এর মাধ্যমে অফিসের সকল কলিকদের সাথে অ্যাড আছেন সে ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে আপনি বাসায় আছেন আপনার মনে হবে আপনি অফিসে বসেই কাজ করছেন। Facebook (META) মেটাভার্স নিয়ে কাজ করতেছে যার ফলে ভবিষ্যতের ফেসবুক আরো বেশি এডেকটিভ হবে।
sr. member
Activity: 476
Merit: 359
October 13, 2023, 10:37:23 AM
আমাদের নিজস্ব লোকাল বোর্ড পেতে হলে আরো কাজ করতে হবে। আজকে Rikafip এর একটা থ্রেডে প্রশ্ন করেছিলাম, ২০২৩ এর মধ্যে আমাদের লোকাল বোর্ড পাওয়ার কোনো আশা আছে নাকি। তার মতে, আপাতত সেই সম্ভাবনা অনেক কম। তবে যদি একটিভ থাকতে পারি সবাই মিলে তাহলে কিছু একটা আশা করা যায়।

Can we expect to get our own local board for Bangladesh by the end of 2023 or maybe 2024? Do you think, if we have any hope for that?
Based on from what I have seen, chances to get youur own local board by the end of 2023 are not good but then again you never so all you can do really is remain active and eventually you will get your own local board like Nigerians did
আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন তাকে করেছিলেন আসলে আমাদের সবার স্বপ্ন যে আমাদের নিজস্ব একটি লোকাল বোর্ড হবে। যেমন সৌদি আরবের লোকাল নিজস্ব বোর্ড রয়েছে, ভারতের নিজস্ব লোকাল বোর্ড রয়েছে আরো অন্যান্য দেশের ও নিজস্ব লোকাল বোর্ড রয়েছে। তাহলে আমাদের বাংলাদেশের হবে না কেন। অন্যান্য দেশের মানুষ যদি তাদের ট্যালেন্ট এবং পরিশ্রমের দ্বারা তাদের নিজস্ব লোকাল বোর্ড পায় তাহলে আমরাও আমাদের ট্যালেন্ট এবং পরিশ্রম এর মাধ্যমে আমাদের লোকাল বোর্ড পাওয়ার চেষ্টা করব। সকলের সম্মিলিত চেষ্টায় হয়তো আমাদের এই সবার স্বপ্ন টা সত্যি হবে কোন একদিন।
                     What is the Metaverse

মেটাভার্স কি মেটাভার্স বলতে কী বোঝায় এবং এটি কিভাবে কাজ করে


Metaverse (মেটাভার্স) হল একটি স্থায়ী, অনলাইন ভিত্তিক 3D মহাবিশ্বের একটি ধারণা যা একাধিক ভিন্ন ভিন্ন ভার্চুয়াল স্পেসকে একত্রিত করে। আপনি এটিকে ইন্টারনেটের ভবিষ্যতের পুনরাবৃত্তি হিসাবে ভাবতে পারেন। মেটাভার্স ব্যবহারকারীদের এই 3D স্পেসগুলিতে একসাথে কাজ করতে,দেখা করতে,গেম খেলতে এবং সামাজিকীকরণের জন্য ব্যবহৃত হয়।
মেটাভার্স সম্পূর্ণরূপে বিদ্যমান নয়,তবে কিছু প্ল্যাটফর্মে মেটাভার্সের মতো উপাদান রয়েছে। ভিডিও গেমগুলি বর্তমানে অফারে নিকটতম মেটাভার্স অভিজ্ঞতা প্রদান করে। ইন-গেম ইভেন্টগুলি হোস্ট করা এবং ভার্চুয়াল অর্থনীতি তৈরি করার মাধ্যমও বলতে পারেন।
Jump to: