Author

Topic: বাংলা (Bengali) - page 139. (Read 5301853 times)

sr. member
Activity: 434
Merit: 350
October 01, 2023, 10:17:23 PM

আমার যেটা মনে হয় এখানে আমাদের সরকারের দোষ নাই তেমন যারা প্লিসি কেমার তাদের উপরে পুরো দেশটাই এখন নির্ভর করছে, মুল সমস্যা তৈরী হইছিল বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করছিলো,  এখানে "ফ্রিল্যান্সার" উল্যেখ করা নেই , সকল বৈদেশিক মুদ্রার কথা বলা আছে গেঞ্জাম টা এখানেই লাগছে। এখন বলছে মুল ধারার ফ্রিল্যান্সার দের ১০% শতাংশ দিতে হবেনা, মানে যাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড থাকবে তাদের দিতে হবেনা।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন টা একটু পরেন তাদের ওয়েব সাইটে আছে, সবকিছু আপনার মাথার উপরে দিয়ে যাবে।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক
তিনি বলেছেন যে, বাংলাদেশ ব্যাংক ও NBR এর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো ধরনের উৎসে কর দিতে হবে না। তারা আয়করের আওতার বাইরে থাকবেন। এমনকি ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদের ৪ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়, যা দেশের অর্থনীতিতে অবদান রাখে।

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 01, 2023, 09:56:34 PM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।
এইটা দেখুন- https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fbl

ভাই গতকালকেই এটা দেখেছি। তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।


আমার যেটা মনে হয় এখানে আমাদের সরকারের দোষ নাই তেমন যারা প্লিসি কেমার তাদের উপরে পুরো দেশটাই এখন নির্ভর করছে, মুল সমস্যা তৈরী হইছিল বাংলাদেশ ব্যাংক যে প্রজ্ঞাপন জারি করছিলো,  এখানে "ফ্রিল্যান্সার" উল্যেখ করা নেই , সকল বৈদেশিক মুদ্রার কথা বলা আছে গেঞ্জাম টা এখানেই লাগছে। এখন বলছে মুল ধারার ফ্রিল্যান্সার দের ১০% শতাংশ দিতে হবেনা, মানে যাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড থাকবে তাদের দিতে হবেনা।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন টা একটু পরেন তাদের ওয়েব সাইটে আছে, সবকিছু আপনার মাথার উপরে দিয়ে যাবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 01, 2023, 02:03:44 PM
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এ মাসের পোস্ট  এবং মেরিট একটিভিটি  তুলে ধরলাম  দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের থেকে এ মাসে  পোস্ট একটিভিটি  খুব একটা না বাড়লেও  মেরিট  পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে।
যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা যারা এই কাম ব্যাক করার জন্য কন্ট্রিবিউট করেছেন।  সামনের মাসে আরো বেশি উন্নতি দেখতে চাই।  Grin

সেপ্টেম্বর মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 391টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 214টি



আগস্ট মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 372টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 146টি


upgraded


প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [40]
2. DYING_S0UL [38]
3. Subbir [36]
4. Crypto Library [21]
5. Bd officer [18]
6. Z_MBFM [18]
7. roksana.hee [18]
8. HelliumZ [17]
9. Little Mouse [16]
10. Shishir99 [15]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
নভেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
full member
Activity: 532
Merit: 163
October 01, 2023, 01:43:55 PM
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়।
আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার  এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
বাউন্টি ক্যাম্পেইন বলতে বর্তমানে সোশ্যাল ক্যাম্পেইন করাটাকে আমি মনে করি শুধু নিজের সময় টাকে নষ্ট করা। বর্তমানে এমন প্রজেক্ট খুবই কম রয়েছে যারা ইউজারদের অথেন্টিক্যালি যে প্রাইস পুল দেওয়া থাকে সেটাই দেয়, বেশিরভাগই বলা চলে এক প্রকারের ইস্কাম করে বাউন্টি হান্ডারস্টদের সাথে।
আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে  মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে।
যাইহোক বর্তমানে যদি অ্যাসক্রো করা সোশ্যাল ক্যাম্পেইনও হয় তাহলেও অনেক সময় দেখবেন সেটা করেও কোন লাভ হয় না কারণ যা টোকেন দেয় সেগুলো একদম ভ্যালুলেস থাকে , এগুলো শুধু আমি একটু পর্যবেক্ষণ করে দেখেছি। তবে অ্যাসক্রো করা রয়েছে ইউএসডিটিতে অথবা বিটকয়েনে অথবা অন্য কোন টপ লেভেলের কয়েনে সেইসব ক্যাম্পেইন করতে পারেন। তাছাড়া আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এই সোশ্যাল ক্যাম্পেইন গুলো করার থেকে ফোরাম এক্সপ্লোর করে নিজের জ্ঞান বৃদ্ধি করে নিজের রেঙ্ক বৃদ্ধি করে সিগনেচার ক্যাম্পেইন করুন সেটাতে আমি মনে করি অন্তত সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন থেকে কয়েকগুণ ভালো হবে।
ভাই আগে অনেক অনেক অনেক ভালো বাউন্টি কাম্পেইন আসতো। ছোট বড় ভাই ব্রাদার সবাইকে দেখতাম জাস্ট বাউন্টি করে হাজার হাজার লাখ লাখ টাকা কামাইতো। এমনকি একজনকে বাউন্টির টাকা দিয়ে বাড়ি গাড়ি ক্রয় করতে দেখছি। তখনই যুগ ছিল। এই আর কতদিনই বা হবে ৩-৫ বছর আগে (আমি করতাম না, অনেক বিজি ছিলাম তখন পড়াশোনা নিয়ে)। আর বর্তমানে যেসব বাউন্টি চলে, তার বেশিরভাগই শিটকয়েন যার কোনো ভ্যালু নাই, বা যার সোসিয়াল মিডিয়া স্টেক অনেক কম। সপ্তাহে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, রেডিটে ৩ বেলা ৫ টা পোস্ট শেয়ার লাইক ++ করে মাত্র ৫-১০ স্টেক পাওয়া যায়। আমি মনে করি, বাউন্টি সেক্টরটা নষ্ট করছে, স্প্যামররা। একেকজন ১০-২০ টা করে একাউন্ট থেকে বাউন্টি করলে, কোম্পানি তো মুখ সরে নিবেই। এমন হাজার হাজার ফেক ইউজারের থেকে কিছু হাতে গোনা অথেনটিক ইউজার থাকা ভালো। আপনার শেষ কথাটা ঠিক, সিগ্নেচারের বিকল্প নেই। যারা বাউন্টি করে, তারা মূলত অলস কিসিমের লোক। অন্যদিকে সিগেন্চারে তো সেই সুযোগ নেই, উল্টাপাল্টা স্প্যাম পোস্ট দিলেই আউট, তার সাথে প্রতিজনের পোস্ট রুগুলার মনিটর করা হয়, সাথে লিমিটেড স্লট তো আছেই।
যদি আমরা এক বছর আগেও ফিরে যাই তখনো বাউন্টি অবস্থা মোটামুটি ভালো ছিল কিন্তু এখন এমন অবস্থা বাউন্টি যদি কেউ করতে চায় তাহলে তার এমবি কিনতে যে খরচটা হয় তার সে খরচ টা উঠবে না। আগে শুনতে পেতাম যে বাউন্টি করে অনেক মানুষ ভালো ইনকাম করছে বর্তমান সে সময় টায় আর নেই। এখন যে বাউন্টি আসে তার বেশিরভাগ বাউন্টিগুলাই স্ক্যাম্প হয়ে যায়। যারা বাউন্টি কাম্পেইন করতো তারা সবাই চাইবে বাউন্টি অবস্থা আগের মত হোক এতে করে সবার জন্যই ভালো হবে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 01, 2023, 12:54:22 PM
তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।
এইটা একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেট ঈদের পরে আন্দোলনের ডাক দেয়, যেই সিন্ডিকেট বলে আগামী এক মাসের মধ্যে দেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে। তারা এখনো একই প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করছে। আমি এইবারের কাহিনী নিজ চোখে দেখেছি।

আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে  মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে।
তখন আইসিও যুগ ছিল। আসলে এইটা হবে ২০১৭-১৮ সাল। ১৯ এ এসে আর তেমন কিছু ছিল না। ১৭-১৮ সালের দিকে যে কোন নতুন আইসিও আসলেই মানুষ বিনিয়োগ করেছে। একদম কোনরকম যাচাইবাছাই ছাড়া। যার কারনে প্রতিটা প্রজেক্ট তাদের সফটক্যাপ এবং হার্ড ক্যাপ রিচ করত খুব সহজেই। তারা ভুগিচুগি একটা প্রজেক্ট দাড় করিয়ে তাদের কয়েন/টোকেন মার্কেটে নিয়ে এসে পাম্প করিয়ে নিজেরাই ডাম্প করত। এর মধ্যে বাউন্টি হান্টাররাও তাদের পাওয়া কয়েন টোকেন বিক্রয় করে ভালো এমাউন্ট পেত। অল্প কিছু বাউন্টি করেও মানুষ লাখের উপর কামিয়েছে। এই ফোরামের একজন তো বাউন্টি করেই মিলিয়ন ডলার কামিয়েছেন।
এখন আর সেসব দিন নেই। ভালো প্রজেক্ট ফোরামে বাউন্টি আনে না, খারাপ প্রজেক্ট এইখানে আসে কিন্তু মানুষ এখন বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 01, 2023, 12:52:38 PM
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়।
আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার  এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
বাউন্টি ক্যাম্পেইন বলতে বর্তমানে সোশ্যাল ক্যাম্পেইন করাটাকে আমি মনে করি শুধু নিজের সময় টাকে নষ্ট করা। বর্তমানে এমন প্রজেক্ট খুবই কম রয়েছে যারা ইউজারদের অথেন্টিক্যালি যে প্রাইস পুল দেওয়া থাকে সেটাই দেয়, বেশিরভাগই বলা চলে এক প্রকারের ইস্কাম করে বাউন্টি হান্ডারস্টদের সাথে।
আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে  মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে।
যাইহোক বর্তমানে যদি অ্যাসক্রো করা সোশ্যাল ক্যাম্পেইনও হয় তাহলেও অনেক সময় দেখবেন সেটা করেও কোন লাভ হয় না কারণ যা টোকেন দেয় সেগুলো একদম ভ্যালুলেস থাকে , এগুলো শুধু আমি একটু পর্যবেক্ষণ করে দেখেছি। তবে অ্যাসক্রো করা রয়েছে ইউএসডিটিতে অথবা বিটকয়েনে অথবা অন্য কোন টপ লেভেলের কয়েনে সেইসব ক্যাম্পেইন করতে পারেন। তাছাড়া আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এই সোশ্যাল ক্যাম্পেইন গুলো করার থেকে ফোরাম এক্সপ্লোর করে নিজের জ্ঞান বৃদ্ধি করে নিজের রেঙ্ক বৃদ্ধি করে সিগনেচার ক্যাম্পেইন করুন সেটাতে আমি মনে করি অন্তত সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন থেকে কয়েকগুণ ভালো হবে।
ভাই আগে অনেক অনেক অনেক ভালো বাউন্টি কাম্পেইন আসতো। ছোট বড় ভাই ব্রাদার সবাইকে দেখতাম জাস্ট বাউন্টি করে হাজার হাজার লাখ লাখ টাকা কামাইতো। এমনকি একজনকে বাউন্টির টাকা দিয়ে বাড়ি গাড়ি ক্রয় করতে দেখছি। তখনই যুগ ছিল। এই আর কতদিনই বা হবে ৩-৫ বছর আগে (আমি করতাম না, অনেক বিজি ছিলাম তখন পড়াশোনা নিয়ে)। আর বর্তমানে যেসব বাউন্টি চলে, তার বেশিরভাগই শিটকয়েন যার কোনো ভ্যালু নাই, বা যার সোসিয়াল মিডিয়া স্টেক অনেক কম। সপ্তাহে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, রেডিটে ৩ বেলা ৫ টা পোস্ট শেয়ার লাইক ++ করে মাত্র ৫-১০ স্টেক পাওয়া যায়। আমি মনে করি, বাউন্টি সেক্টরটা নষ্ট করছে, স্প্যামররা। একেকজন ১০-২০ টা করে একাউন্ট থেকে বাউন্টি করলে, কোম্পানি তো মুখ সরে নিবেই। এমন হাজার হাজার ফেক ইউজারের থেকে কিছু হাতে গোনা অথেনটিক ইউজার থাকা ভালো। আপনার শেষ কথাটা ঠিক, সিগ্নেচারের বিকল্প নেই। যারা বাউন্টি করে, তারা মূলত অলস কিসিমের লোক। অন্যদিকে সিগেন্চারে তো সেই সুযোগ নেই, উল্টাপাল্টা স্প্যাম পোস্ট দিলেই আউট, তার সাথে প্রতিজনের পোস্ট রুগুলার মনিটর করা হয়, সাথে লিমিটেড স্লট তো আছেই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 01, 2023, 12:39:58 PM
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়।
আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার  এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
বাউন্টি ক্যাম্পেইন বলতে বর্তমানে সোশ্যাল ক্যাম্পেইন করাটাকে আমি মনে করি শুধু নিজের সময় টাকে নষ্ট করা। বর্তমানে এমন প্রজেক্ট খুবই কম রয়েছে যারা ইউজারদের অথেন্টিক্যালি যে প্রাইস পুল দেওয়া থাকে সেটাই দেয়, বেশিরভাগই বলা চলে এক প্রকারের ইস্কাম করে বাউন্টি হান্ডারস্টদের সাথে।
আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে  মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে।
যাইহোক বর্তমানে যদি অ্যাসক্রো করা সোশ্যাল ক্যাম্পেইনও হয় তাহলেও অনেক সময় দেখবেন সেটা করেও কোন লাভ হয় না কারণ যা টোকেন দেয় সেগুলো একদম ভ্যালুলেস থাকে , এগুলো শুধু আমি একটু পর্যবেক্ষণ করে দেখেছি। তবে অ্যাসক্রো করা রয়েছে ইউএসডিটিতে অথবা বিটকয়েনে অথবা অন্য কোন টপ লেভেলের কয়েনে সেইসব ক্যাম্পেইন করতে পারেন। তাছাড়া আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে এই সোশ্যাল ক্যাম্পেইন গুলো করার থেকে ফোরাম এক্সপ্লোর করে নিজের জ্ঞান বৃদ্ধি করে নিজের রেঙ্ক বৃদ্ধি করে সিগনেচার ক্যাম্পেইন করুন সেটাতে আমি মনে করি অন্তত সোশ্যাল বাউন্টি ক্যাম্পেইন থেকে কয়েকগুণ ভালো হবে।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
October 01, 2023, 12:38:11 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৩১ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-531st-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5468771
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 01, 2023, 09:25:08 AM

তাছাড়া বর্তমানে অনেক ম্যানেজার জন্ম নিয়েছে নতুন যারা হান্টারদের সাথে কেলেঙ্কারি করার উদ্দেশ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে এবং যদিও প্রজেক্ট থেকে তাদের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু হান্টারদের পেমেন্ট দেয় না, তাদের কাজ করা থেকে বিরত থাকুন যে সকল ম্যানেজাররা পেমেন্ট করে তাদের কাজ করুন।

ভাই ওনার কথায় ও যক্তি আছে। বেশিরভাগ ম্যানেজার ফান্ড এসক্রো না করেই বাউন্টি পরিচালনা করে। তারা নিজেদের পারিশ্রমিক পেলেই ক্যাম্পেইন রান করে দেয়। তারপর বাউন্টি হান্টার রা জাহান্নামে যাক। এরকম একটা ভাবে থাকেন ওনারা। সবাই এক না। তবে বর্তমান কন্ডিশন এরকমই। আর বাউন্টি হান্টারগুলাও দুধে ধোয়া তুলশিপাতা না। তারা একটা ক্যাম্পেইনে ৫-১০ টা আইডি নিয়ে ঢুকে পরে। বাংলা ভাষায় খাবলা খাইতে চায় আরকি।
যারা যা পায় তাই খায় টাইপ ইউজার, যারা ১০-১৫ টা আইডি দিয়ে লোভে পড়ে বাউন্টি করে তারাই পরে মারা খায়। আর এরকম করে কদিনই বা চলবে। অন্যদিকে এমন সুন্দর সুন্দর বাউন্টি ম্যানেজারের ক্যাম্পেইনে এমন সুন্দর সুন্দর মানুষরাই যায়।

আমি মনে করি, যেকোনে বাউন্টি/সিগেন্চার হোক না কেনো, একজন রেপুটেড ম্যানেজারের টা করা উচিত। আর এখন বেশিরভাগ অথেনটিক বাউন্টি/সিগ্নেচার  এসক্র না করে পরিচালনা হয়না। এসক্র থাকলে একটা আশ্বাস থাকে, না আমার টাকা মারা যাবেনা।
hero member
Activity: 770
Merit: 482
October 01, 2023, 08:34:15 AM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।
এইটা দেখুন- https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fbl

ভাই গতকালকেই এটা দেখেছি। তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।

তাছাড়া বর্তমানে অনেক ম্যানেজার জন্ম নিয়েছে নতুন যারা হান্টারদের সাথে কেলেঙ্কারি করার উদ্দেশ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট করে এবং যদিও প্রজেক্ট থেকে তাদের পেমেন্ট দিয়ে দেয় কিন্তু হান্টারদের পেমেন্ট দেয় না, তাদের কাজ করা থেকে বিরত থাকুন যে সকল ম্যানেজাররা পেমেন্ট করে তাদের কাজ করুন।

ভাই ওনার কথায় ও যক্তি আছে। বেশিরভাগ ম্যানেজার ফান্ড এসক্রো না করেই বাউন্টি পরিচালনা করে। তারা নিজেদের পারিশ্রমিক পেলেই ক্যাম্পেইন রান করে দেয়। তারপর বাউন্টি হান্টার রা জাহান্নামে যাক। এরকম একটা ভাবে থাকেন ওনারা। সবাই এক না। তবে বর্তমান কন্ডিশন এরকমই। আর বাউন্টি হান্টারগুলাও দুধে ধোয়া তুলশিপাতা না। তারা একটা ক্যাম্পেইনে ৫-১০ টা আইডি নিয়ে ঢুকে পরে। বাংলা ভাষায় খাবলা খাইতে চায় আরকি।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
October 01, 2023, 08:25:37 AM
আমি ফোরামে নতুন এবং এখন পর্যন্ত আমি ফোরামের কাঠামো বুঝতে শুরু করেছি কিন্তু আমার চ্যালেঞ্জ হল যে আমার কাছে এখন ক্রিপ্টো সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। আমি ইউটিউবে কিছুটা গবেষণা করেছি কিন্তু তাদের তথ্যগুলি কিছুটা বিভ্রান্তিকর মনে হয়েছে আমার কাছে । আমি সত্যিই ক্রিপ্টোকারেন্সির মূল বিষয়গুলি শিখতে চাই এবং তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাই এই ফোরাম থেকে বিশেষজ্ঞের কাছ থেকে আমার অবশ্যই নির্দেশনা প্রয়োজন।
আপনাকে বিটকয়েনটক ফরমে এবং আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে স্বাগতম। আপনার একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখতে পেলাম আজকেই একাউন্ট ক্রিয়েট করেছেন। আপনি নতুন আপনাকে বিটকয়েন ফরমের সকল নিয়মকানুন গুলি ভালোভাবে পড়তে হবে এবং মেনে চলতে হবে। বিশেষ করে আমাদের এই লোকাল থ্রেডে যারা নতুন আসে তারাই কপি পেস্ট করে বাংলা থ্রেডের বদনাম সরিয়ে ফেলেছে। আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি কখনো কোন ধরনের বিটকয়েনটক ফরমের নিয়ম কানুন গুলি অমান্য করবেন না। কোন ধরনের কপি পেস্ট ইত্যাদি করে লোকাল থ্রেডের দুর্নাম ছড়াবেন না। আপনি আমার কথায় কোন রাগ করবেন না এর আগে অনেক নতুন ব্যবহারকারী এসে এ ধরনের কার্যকলাপ করে বাংলা থ্রেডের দুর্নাম ছড়িয়েছে। আপনার যদি কোন বিষয়ে অজানা থাকে তাহলে এখানে প্রশ্ন করবেন, আশা করি কেউ না কেউ সমাধান দেওয়ার চেষ্টা করবে। আপনি নতুন তাই এই থ্রেডের প্রথম পেজে ফরমের সকল নিয়ম কানুনগুলি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পড়ে নিবেন।
ধন্যবাদ আপনাকে Smiley
jr. member
Activity: 33
Merit: 4
October 01, 2023, 08:20:41 AM
আমি ফোরামে নতুন এবং এখন পর্যন্ত আমি ফোরামের কাঠামো বুঝতে শুরু করেছি কিন্তু আমার চ্যালেঞ্জ হল যে আমার কাছে এখন ক্রিপ্টো সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। আমি ইউটিউবে কিছুটা গবেষণা করেছি কিন্তু তাদের তথ্যগুলি কিছুটা বিভ্রান্তিকর মনে হয়েছে আমার কাছে । আমি সত্যিই ক্রিপ্টোকারেন্সির মূল বিষয়গুলি শিখতে চাই এবং তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাই এই ফোরাম থেকে বিশেষজ্ঞের কাছ থেকে আমার অবশ্যই নির্দেশনা প্রয়োজন।

নতুন সদস্য হিসেবে আপনাকে আমাদের ফোরামে স্বাগতম জানাচ্ছি। আশা করি ফোরামের নিয়ম নীতি মেনে চলবেন এবং কাজ করবেন। আপনি BitCoinDream ভাইয়ের দেওয়া নিয়ম গুলো ফলো করলে উপকৃত হবেন।

https://bitcointalksearch.org/topic/m.7033740



এছাড়া আপনি  Ratimov ভাই এর পোস্টটি পড়ে উপকৃত হবেন।

https://bitcointalksearch.org/topic/--5364418
sr. member
Activity: 434
Merit: 350
October 01, 2023, 08:11:44 AM
আমি ফোরামে নতুন এবং এখন পর্যন্ত আমি ফোরামের কাঠামো বুঝতে শুরু করেছি কিন্তু আমার চ্যালেঞ্জ হল যে আমার কাছে এখন ক্রিপ্টো সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। আমি ইউটিউবে কিছুটা গবেষণা করেছি কিন্তু তাদের তথ্যগুলি কিছুটা বিভ্রান্তিকর মনে হয়েছে আমার কাছে । আমি সত্যিই ক্রিপ্টোকারেন্সির মূল বিষয়গুলি শিখতে চাই এবং তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে চাই এই ফোরাম থেকে বিশেষজ্ঞের কাছ থেকে আমার অবশ্যই নির্দেশনা প্রয়োজন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
October 01, 2023, 07:55:39 AM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।
এইটা দেখুন- https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fbl
জুনায়েদ আহমেদ পলক অনেক জ্ঞানী একজন লোক। আর সে ICT প্রতিমন্ত্রী হওয়াতে বাংলাদেশে ফ্রিলান্সারদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হইতেছে। আর সে বিটকয়েন নিয়েও কোনো নেগেটিভ চিন্তা করে না। তার মধ্যেও বিটকয়েন নিয়া পজেটিভ চিন্তা দেখা যায়। আমি তার অনেক প্রোগ্রাম দেখি আমার কাছে ব্যাক্তিগতভাবে তারে অনেক ভালো লাগে। ফ্রিলান্সিং এর টাকা কর মুক্ত করাটা অনেক ভালো একটা সিদ্ধান্ত কারন বাংলাদেশের উন্নয়নের জন্য ফ্রিলান্সারদের ফাইনানশিয়াল ফ্রিডম অনেক পজেটিভ একটা ইফেক্ট ফেলবো। ২ বছর আগেও বাংলাদেশের মানুষ ফ্রিলান্সিং এর প্রতি তরটা আগ্রহী ছিলো না। এখন প্রতিটা ঘরে ঘরে ফ্রিলান্সার তৈরি হইতেছে। এখন বাংলাদেশ বিটকয়েনের দিকে একটু নজর দিলে আরো ভালো হয়।

পরিশেষে প্রতিমন্ত্রী নিজেই ব্যাপার টা হ্যান্ডেল করছেন, কারন এখন ট্যাক্স বসালে কেউ বৌধ ভাবে ডলার আনবেনা, আর রিজার্ভ আরো ক্ষতির সম্মুখীন হবে।
sr. member
Activity: 546
Merit: 309
October 01, 2023, 06:55:36 AM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।
এইটা দেখুন- https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fbl
জুনায়েদ আহমেদ পলক অনেক জ্ঞানী একজন লোক। আর সে ICT প্রতিমন্ত্রী হওয়াতে বাংলাদেশে ফ্রিলান্সারদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হইতেছে। আর সে বিটকয়েন নিয়েও কোনো নেগেটিভ চিন্তা করে না। তার মধ্যেও বিটকয়েন নিয়া পজেটিভ চিন্তা দেখা যায়। আমি তার অনেক প্রোগ্রাম দেখি আমার কাছে ব্যাক্তিগতভাবে তারে অনেক ভালো লাগে। ফ্রিলান্সিং এর টাকা কর মুক্ত করাটা অনেক ভালো একটা সিদ্ধান্ত কারন বাংলাদেশের উন্নয়নের জন্য ফ্রিলান্সারদের ফাইনানশিয়াল ফ্রিডম অনেক পজেটিভ একটা ইফেক্ট ফেলবো। ২ বছর আগেও বাংলাদেশের মানুষ ফ্রিলান্সিং এর প্রতি তরটা আগ্রহী ছিলো না। এখন প্রতিটা ঘরে ঘরে ফ্রিলান্সার তৈরি হইতেছে। এখন বাংলাদেশ বিটকয়েনের দিকে একটু নজর দিলে আরো ভালো হয়।
newbie
Activity: 770
Merit: 0
October 01, 2023, 03:34:55 AM
আপনার কথা ঠিক আছে ভাই।
কিন্তু আমি ম্যানেজারদের কোনোভাবে দোশ দিচ্ছি না।
আমি ঔ সকল ম্যানেজারদের কথায় বলছি ভাই। যারা স্ক্যাম করে৷
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
October 01, 2023, 02:54:26 AM
newbie
Activity: 770
Merit: 0
October 01, 2023, 02:23:37 AM
আমি একজন ছোট ইউজার।
আমি একটি কথা বলতে চায় যারা কিনা নতুন বাউন্টি ম্যানেজার আছেন বা কাজ শুরু করতে চাচ্ছেন।
আপনারা একটি প্রকল্প পরিচালনা করার আগে ভালোভাবে সেই প্রকল্প সম্পর্কে জেনে নিন৷ আসলে সেই প্রকল্পটি কেমন৷ তারা স্ক্যাম করবে কিনা। আরও অনেক বিষয় জানা প্রয়োজন।
আপনি যখন একটি মিথ্যা প্রকল্প বা স্ক্যাম প্রকল্প পরিচালনা করবেন, এবং শিকারিরা সেখানে কষ্ট করে কাজ করে তার পারিশ্রমিকটা সে যদি না পায়, তাহলে আমি বলবো এটা ভালো দিক না। একজন শিকারি এখানে কাজ করে কিছু টাকা উপার্জনের জন্য । আর সেটাই যদি না পায় তাহলে এর চেয়ে দুঃখ জনক কিছু হতে পারে না।
এমন অনেক বাউন্টি ম্যানেজার আছেন যারা কিনা এসব স্ক্যাম বা নরমাল প্রকল্প যাই বলেনন না কেনো, ম্যানেজার রা কিন্তু প্রকল্প পরিচালনার জন্য ঠিকি তাদের ইনকাম গুলো পাচ্ছে, কিন্তু যখন কোনো প্রকল্প স্ক্যাম করে তখন শিকারিরা শুধু শুধু কষ্ট করে কাজ করে আর তাদের পারিশ্রমিক পাই না।
তবে এই কাজটা সব ম্যানেজার করে এটা আমি বলছি না। বাউন্টি কমিউনিটিতে প্রায় সব ম্যানেজার ভালোভাবে কাজ করে যাচ্ছে৷
 কিন্তু কিছু ম্যানেজার এমন আছে। আমি সেই সব ম্যানেজারদের শুধু এইটুকু বলতে চায়, আপনারা চেষ্টা করুন ভালো প্রকল্প গুলো পরিচালনা করার। যাতে শিকারিরা কাজ করে অন্তত কিছু হলেও তাদের পারিশ্রমিক টা পাই। আমি কথাগুলো বাধ্য হয়ে বললাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। একটা ক্যামপেইন এ ১ মাস কাজ করার পর সেটা থেকে যদি প্রেমেন্ট না পাওয়া যায়, তাহলে অনেক খারাপ লাগে৷ যারা এমন পরিস্থিতিতে পরছেন, তারাই এটা বুঝবেন।


যাইহোক, অনেক কথা বলছি,
অনুগ্রহ করে আমার কথায় কেউ কিছু মনে করবেননা। ভুল হলে ক্ষমা করবেন।
জানিনা কতটুকু সঠিক বলেছি।

আপনাদের সবার যাত্রা শুভ হোক।
বাউন্টি ম্যানেজারদের সাফল্য কামনা করছি, দোয়া রইলো, বাউন্টি শিকারিদের ভালো কিছু উপহার দিয়ে যেতে পারেন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 30, 2023, 03:35:54 PM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।
এইটা দেখুন- https://www.facebook.com/100071567358648/posts/pfbid0Z4Xo2JxFuwDuWas4ft2JQUuwPceKzS1XLZGq6Yq2wFw6MpLeLZz9GpWmSh3my6X5l/?app=fbl
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 30, 2023, 12:36:54 PM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।

ভাই আমি সব ধরনের রেফারেন্স আগের পোস্টে দেবার চেস্টা করেছি, প্রজ্ঞাপন বা আদেশ দুই ধরনের হয়ে থাকে তা আমরা সবাই জানি, একটা হচ্ছে "মৌখিক" বা "ক্ষনস্থায়ী" আর একটা হচ্ছে "লিখিত" বা "স্থায়ী", এবার আসি আসল কথায় বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন তা "লিখিত" আমি আগের পোস্টে লিংক সহো অরিজিনাল কপি দিয়েছি, এখন কনফিউশন হচ্ছে কর আইনে ২০২৪ সাল পর্যন্ত ফ্রিল্যান্সারদের জন্যে কর মৌকুফ করা আছে আর বাংলাদেশ ব্যাংক সেই একোই আইন ও একোই ধারা নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ঝামেলাটা এখানেই।


Bangladesh Awami League এর ফেসবুক পেজ এ পোস্ট করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন মিথ্যা এটা কেউ বলছেনা, এখন যেহেতু মন্ত্রীর কাছেউ বিষয়টি পৌছে গেছে সে জন্যে তারা "ফ্রিল্যান্সারদেরকে" বাদ রাখতে চাচ্ছে।

আসলে কোনটি বিশ্বাস করব এটাও ভেবে পাচ্ছি না তবে এ কথা সত্য যে সরকার বৈদেশিক রেমিটেন্স এর উপরে ১০% কর ধার্য করেছে কিন্তু সেটা যে ফ্রিল্যান্সারদের উপরে এই শিরোনামটি মিথ্যা।
আজকে শনিবার ৩০ শে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক একথা নিশ্চিত করেছেন যে

ভাই একটা দেশের সেন্ট্রাল ব্যাংক এমনিতে ফাজলামু করে কোনো "প্রজ্ঞাপন" দেয়না সেটা পরলেই বুঝতে পারবেন, দুইদিন কিন্তু সবাই চুপ ছিলো , এখন একটা চাপে পরে গেছে এখন কেউ জানলেও তারা না জানার ভান করে বসে থাকবে  Grin Grin Grin একটা "প্রজ্ঞাপন" জারি করতে বেশ কয়েকটা মিটিং এর প্রোয়োজন হয়, আর সাইবার সেল এমন একটা যায়গা যেখানে বাইরের কারো পক্ষ্যে এমন কাজ করা সম্ভাব না।

আমিও চায়না যে এই "প্রজ্ঞাপন" কার্যকর হোক কারন হচ্ছে অনেকের ইঙ্কাম হয়তো সারা মাসে ২০০ থেকে ৩০০ ডলারের মতো। তাদের জন্যে এটা অনেক চাপ হয়ে যাবে।

Edited.
Jump to: