Author

Topic: বাংলা (Bengali) - page 143. (Read 5712334 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 08, 2023, 10:11:44 AM
একটি সতর্ক বার্তা

ভুলেও কেউ Binance App এ Vpn ব্যাবহার করে প্রবেশ করবেননা। একাউন্ট ব্যান হওয়ার সম্ভবনা আছে৷
ভাই কোনোরকম সোর্স ছাড়া এমন বিভ্রান্তিকর পোস্ট করা থেকে বিরত থাকবেন।

আমরা অনেকেই VPN ব্যবহার করি। শুধুমাত্র একচেন্জ গুলোতে নয় বরং বিটকয়েনটকেও। আমি নিজেও অনেক সময় VPN বা TOR চালাই প্রয়োজন মাফিক। এতোদিন ধরে চালাই কখনো কোনো সমস্যা হয়নি। আর বাইনান্সে KYC করা এখন বাধ্যতামূলক। তাই তারা আগে থেকেই আপনার সকল তথ্য জানে। হুদাই ব্যান করার কারন দেখিনা। অনেক সময় লক করে দেয় সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে, তবে সেটা আনলক করা যায়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 08, 2023, 10:04:53 AM
দারুন তো। আমি গত বছর একটিভ ছিলাম না। তো এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। দেখে ভালো লাগলো যে নতুন মেম্বার রাও ফোরামের আগের বছরের কন্টেস্ট এর খোজ রাখেন। নাকি নতুন একাউন্ট এর পেছনে পুরাতন লোক? আচ্ছা পুরাতন হলেও সমস্যা নাই। শুধু মাত্র এবিউজ কইরেন না কিছু, তাহলেই হবে।
আমি ফোরামের আনাচে কানাচে হওয়া অনেক পুরাতন ঘটনা জানি, এর কারণ হচ্ছে আমি অনেক পড়েছি। যদিও এখন খুব বেশি পড়া হয় না। এই কথা এইখানে বলার উদ্দেশ্য হল নতুন হলেও অনেকেই জানতে পারে যদি তারা যথেষ্ট স্টাডি করে। তবে, এইখানে আমি আপনার সাথে অনেকটা একমত যে অনেকেই আসলে এবিউজ করে যেটা আমরা গত কনটেস্টেও কিছুটা বুঝতে পেরেছি।
member
Activity: 196
Merit: 14
October 08, 2023, 10:01:12 AM
এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।

আমারো এমনই মনে হচ্ছে। এখন আর আগের মতো পোস্ট হচ্ছে না। যারা বিগত কয়েকমাস ধরে এক্টিভ ছিল, ভালো রেঙ্ক আপ করেছিল, তাদের অনেকরেই বাংলা ফোরামে আগের মতো আর দেখিনা। এমন না যে তারা বিটকয়েনটক বাদ দিয়ে দিসে। জাস্ট বাংলাতে আসে না। আমি নিজেই আগের মতো আসতে পারিনা, কিছু সমস্যার কারণে।

Quote
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

সোর্সটা হবে? কোন কনটেস্টের এর কথা বলতেছেন, বুঝতেছিনা। পিজ্জা কনটেস্ট, সিগ্নেচার কনটেস্ট এসব শুনছি বাট কুমড়া কনটেস্ট কখনো শুনি নাই।
কুমড়া কন্টেস্ট এটা আসলে বাংলায় বললে কেমন যানি শোনায়। কিন্তু হ্যা এই কুমড়া মানে Pumpkin Contest গত বছর ৭ অক্টোবর শুরু হয়েছিলো। সেখানে আমাদের এই থ্রেড এর অনেকেই অংশ গ্রহন করেছিলো। তার মধ্যে Tjtonmoy, LDL, এর মত সিনিয়র ভাইয়েরা। আসলে এটি অক্টোবর এ শুরু হয় এ বছরো শুরু হবে তবে একটু দেরি হচ্ছে সামনেই শুরু হবে।

newbie
Activity: 770
Merit: 0
October 08, 2023, 09:17:56 AM
একটি সতর্ক বার্তা

ভুলেও কেউ Binance App এ Vpn ব্যাবহার করে প্রবেশ করবেননা। একাউন্ট ব্যান হওয়ার সম্ভবনা আছে৷
hero member
Activity: 840
Merit: 522
October 08, 2023, 07:39:33 AM
Bitcoin Pumpkin Carving Contests এর কথা বলা হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে এই কনটেস্ট শুরু হয়েছিল এবারও হয়তো হতে পারে।

দারুন তো। আমি গত বছর একটিভ ছিলাম না। তো এই ব্যাপারে আমার তেমন কিছু জানা নাই। দেখে ভালো লাগলো যে নতুন মেম্বার রাও ফোরামের আগের বছরের কন্টেস্ট এর খোজ রাখেন। নাকি নতুন একাউন্ট এর পেছনে পুরাতন লোক? আচ্ছা পুরাতন হলেও সমস্যা নাই। শুধু মাত্র এবিউজ কইরেন না কিছু, তাহলেই হবে।

আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

এভাবে সত্যি কথা বলতে নেই ভাইয়া। তাহলে যারা এগুলো করবে, তারা মনে মনে কষ্ট পাবে। আপনি নিশ্চয়ই চান না যে কেউ আপনার কারনে কষ্ট পাক। আমাদের থ্রেড এ কি কখনো কোনো কন্টেস্ট হয়েছে? নাকি আমাদের এখানে মাল্টি একাউন্ট এর জন্য কেউ কিছু করার সাহস করেন না?
sr. member
Activity: 476
Merit: 359
October 08, 2023, 01:43:04 AM
কোন কনটেস্টের এর কথা বলতেছেন, বুঝতেছিনা। পিজ্জা কনটেস্ট, সিগ্নেচার কনটেস্ট এসব শুনছি বাট কুমড়া কনটেস্ট কখনো শুনি নাই।

Bitcoin Pumpkin Carving Contests এর কথা বলা হয়েছে। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে এই কনটেস্ট শুরু হয়েছিল এবারও হয়তো হতে পারে।

সোর্সটা হবে?
https://bitcointalksearch.org/topic/--5416347 এই লিংকে প্রবেশ করলে আপনি বিস্তারিত জানতে পারবেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 07, 2023, 09:17:59 PM
এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।

আমারো এমনই মনে হচ্ছে। এখন আর আগের মতো পোস্ট হচ্ছে না। যারা বিগত কয়েকমাস ধরে এক্টিভ ছিল, ভালো রেঙ্ক আপ করেছিল, তাদের অনেকরেই বাংলা ফোরামে আগের মতো আর দেখিনা। এমন না যে তারা বিটকয়েনটক বাদ দিয়ে দিসে। জাস্ট বাংলাতে আসে না। আমি নিজেই আগের মতো আসতে পারিনা, কিছু সমস্যার কারণে।

Quote
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।

সোর্সটা হবে? কোন কনটেস্টের এর কথা বলতেছেন, বুঝতেছিনা। পিজ্জা কনটেস্ট, সিগ্নেচার কনটেস্ট এসব শুনছি বাট কুমড়া কনটেস্ট কখনো শুনি নাই।
newbie
Activity: 44
Merit: 0
October 07, 2023, 12:57:40 PM
আমি আসলে তাদেরকে দোষ দিতে চাই না দোষটা আসলে আমার মানে আমাদের বিগত কয়েকদিন যাবত লোকাল থ্রেডে পোস্টই করা হয় নাই এইসবের কারণে।  পোস্ট দেখে জাস্ট পড়ে যাওয়াটা কে ভালো মনে করছি। নিজেকে দোষী মনে হইতেছে কারণ নিজেই ভাল কোন কিছু শেয়ার করতে পারি নাই এখানে। Roll Eyes
আসলে এই সব পোস্ট যে করা যাবে না এমনটা বলতেছি না,  কারণ  আমাদের বাংলাদেশের যদি লোকাল বোর্ড থাকতো তাহলে হয়তো  এগুলোর জন্য আলাদা আলাদা বোর্ডই থাকতো। 
যাইহোক আপনাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে ভাই করেন  কিন্তু মাঝেমধ্যে  বিটকয়....
ভাই আপনাদের সাথে জয়েন হলাম।
দোয়া আর সাপোর্ট প্রত্যাশি।
আমার একাউন্টটি অনেক পুরনো কিন্তু ব্যবহার করা হয় নাই।
এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 07, 2023, 12:17:14 PM
আমাদের বাংলাদেশ থ্রেড টা কেনো জানি সোশ্যাল মিডিয়ার মতো মনে হচ্ছে। দরকারি তেমন কোনো পোস্ট চোখে পড়ছে না। থ্রেড এ ঢুকে কমেন্ট করার মতো ইন্টারেস্টিং তেমন কিছু চোখে পড়ছে না। এখানে যেকোনো বিষয় নিয়ে পোস্ট করক যাবে এটা জানি, কিন্তু তার মানে কি এই যে ম্যাক্সিমাম পোস্ট হবে এই সোর্স সেই সোর্স থেকে? রাজনীতি, খেলাধুলা সব ই আছে এখানে, নেই শুধু ক্রিপ্টো রিলেটেড পোস্ট গুলো। এই ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। সবাই যদি এভানে আবোল তাবোল পোস্ট করি, ভালো পোস্ট আসবে কই থেকে? সব তো আমরা আমরাই, বাইরের লোক এসে তো পোস্ট করে দিয়ে যাবে না।
আমি আসলে তাদেরকে দোষ দিতে চাই না দোষটা আসলে আমার মানে আমাদের বিগত কয়েকদিন যাবত লোকাল থ্রেডে পোস্টই করা হয় নাই এইসবের কারণে।  পোস্ট দেখে জাস্ট পড়ে যাওয়াটা কে ভালো মনে করছি। নিজেকে দোষী মনে হইতেছে কারণ নিজেই ভাল কোন কিছু শেয়ার করতে পারি নাই এখানে। Roll Eyes
আসলে এই সব পোস্ট যে করা যাবে না এমনটা বলতেছি না,  কারণ  আমাদের বাংলাদেশের যদি লোকাল বোর্ড থাকতো তাহলে হয়তো  এগুলোর জন্য আলাদা আলাদা বোর্ডই থাকতো। 
যাইহোক আপনাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে ভাই করেন  কিন্তু মাঝেমধ্যে  বিটকয়েনটক ফোরাম বা  ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আলাপ-আলোচনা করিয়েন।

এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।
আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।
ধুর মিয়া আপনি খালি আসল জায়গায় হাত দেন।  Tongue
sr. member
Activity: 616
Merit: 322
October 07, 2023, 11:26:47 AM
আমাদের বাংলাদেশ থ্রেড টা কেনো জানি সোশ্যাল মিডিয়ার মতো মনে হচ্ছে। দরকারি তেমন কোনো পোস্ট চোখে পড়ছে না। থ্রেড এ ঢুকে কমেন্ট করার মতো ইন্টারেস্টিং তেমন কিছু চোখে পড়ছে না। এখানে যেকোনো বিষয় নিয়ে পোস্ট করক যাবে এটা জানি, কিন্তু তার মানে কি এই যে ম্যাক্সিমাম পোস্ট হবে এই সোর্স সেই সোর্স থেকে? রাজনীতি, খেলাধুলা সব ই আছে এখানে, নেই শুধু ক্রিপ্টো রিলেটেড পোস্ট গুলো। এই ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। সবাই যদি এভানে আবোল তাবোল পোস্ট করি, ভালো পোস্ট আসবে কই থেকে? সব তো আমরা আমরাই, বাইরের লোক এসে তো পোস্ট করে দিয়ে যাবে না।
এগুলা হওয়ার কারন আছে এখানে বলার মতো তেমন কেউ নাই আর দুই এক জন যারা চিল্লায় তাদের চিল্লানোর কোনো দাম নাই। ইদানিং কেন নতুন একাউন্ট এর সংখ্যা এত বেড়ে চলেছে আর কেনইবা তারা শুধুমাত্র সোর্স পোস্ট করে যাইতেছে তা আমি খুব স্পষ্টভাবেই বুঝতে পারতেছি। তবে কিছুই করার নাই কারণ আমরাতো বাঙালি জাতি আমরা এইসব ছাড়তে পারবোনা কখনই। এখন যে নতুন অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবগুলোই মাল্টি একাউন্ট এইগুলা কোনোটাই নতুন কোনো সদস্য না।

আপনাদের কি মনে আছে অক্টোবর মাসে Halloween আর এই হ্যালোইনের উপলক্ষে ফোরামে একটা কুমড়া কনটেস্ট হবে। আর এ কারণেই এসব অ্যাকাউন্ট তৈরি করা হইতেছে কুমড়া কন্টেস্টে জয়েন কইরা মেরিট ফারমিং করার জন্য। আমি যা বললাম এগুলো সবাই নোট করে রাখতে পারেন এবারের কুমড়া কনটেস্টে হয়তোবা এমনও হতে পারে যে আমাগো বাংলাদেশ বোর্ড খ্যাতির চোদনে সোনার মেডেল পাবে। কথাটা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন। চিল্লাইয়া কোনো লাভ নাই তাই চিল্লান বাদ দিতেছি ধীরে ধীরে।
sr. member
Activity: 602
Merit: 369
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 07, 2023, 10:42:38 AM

৪. বাংলা লোকাল থ্রেডে তো কোনো মডারেটর নেই। তবুও সিনিয়র কোনো মেম্বারকে মডারেটর মনোনীত করা। যেমন : Learn Bitcoin বা Little Mouse ভাই।  মডারেটররা বাংলা লোকাল থ্রেডের স্প্যামিং,প্লাগিয়ারিস্ম, স্ক্যাম পোস্ট করতে নিষেধ করবে।
আপনি মনে হয় ভুল দেখেছেন খেয়াল কি করছেন? সকল লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের জন্য আগে শুধু Cyrus মডারেটর ছিলেন, নতুন মডারেটর Xal0lex নিযুক্ত করা হয়েছে। এছাড়া আপনি হয়তো খেয়াল করেন নি কেউ যদি কপি পেস্ট করেন তাহলে Xal0lex ধরিয়ে দেন। আশা করি বুঝতে পেরেছেন।

Quote
৫. বাংলা লোকাল থ্রেডের মেম্বার বাড়ানোর জন্য লোকজনদের বাংলা লোকাল থ্রেডে আসার জন্য  অনুপ্রাণিত করতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা লোকাল থ্রেডকে সবার সামনে তুলে ধরতে হবে।
এটা কিভাবে পসিবল হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আপনি কি বুঝিয়েছেন? কোথাও আমাদের থ্রেড কে তুলে ধরতে হবে না। ভালো মানসম্মত ক্রিপ্টো রিলেটেড পোস্ট করুন, নিয়মিত সকলে এক্টিব থাকার চেষ্টা করুন তাহলে আশা করি ভালো কিছু পাবো। ভালো একটা পজিশনে যেতে পারলে লোকাল বোর্ডের জন্য আবেদন করলে হয়তো লোকাল বোর্ডে পেতে পারি।
hero member
Activity: 840
Merit: 522
October 07, 2023, 10:31:05 AM
 আমাদের বাংলাদেশ থ্রেড টা কেনো জানি সোশ্যাল মিডিয়ার মতো মনে হচ্ছে। দরকারি তেমন কোনো পোস্ট চোখে পড়ছে না। থ্রেড এ ঢুকে কমেন্ট করার মতো ইন্টারেস্টিং তেমন কিছু চোখে পড়ছে না। এখানে যেকোনো বিষয় নিয়ে পোস্ট করক যাবে এটা জানি, কিন্তু তার মানে কি এই যে ম্যাক্সিমাম পোস্ট হবে এই সোর্স সেই সোর্স থেকে? রাজনীতি, খেলাধুলা সব ই আছে এখানে, নেই শুধু ক্রিপ্টো রিলেটেড পোস্ট গুলো। এই ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরী। সবাই যদি এভানে আবোল তাবোল পোস্ট করি, ভালো পোস্ট আসবে কই থেকে? সব তো আমরা আমরাই, বাইরের লোক এসে তো পোস্ট করে দিয়ে যাবে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 07, 2023, 07:44:25 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছে। যারা এখনো জয়েন হননি চাইলে জয়েন হতে পারেন। জয়েন হওয়ার আগে অবশ্যই নিয়ম পড়ে নিবেন।

https://bitcointalksearch.org/topic/free-raffle-531st-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5468771

WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953



sr. member
Activity: 476
Merit: 359
October 07, 2023, 07:23:26 AM
ইসরায়েলে ২০ মিনিটে ৫ হাজার রকেট ছুড়েছে হামাস


অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে। এই সময়ে বৃহত্তর তেল আবিব এলাকা পর্যন্ত আগত আগুনের সতর্কতা সাইরেন শোনা গেছে। এএফপির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় গাজার একাধিক স্থান থেকে রকেট ফায়ার শুরু হয়। এটি প্রায় আধা ঘন্টা অব্যাহত ছিল।

আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, হামাসের সামরিক বাহিনী আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, প্রথম ২০ মিনিটে গাজা থেকে ইসরায়েলে ৫ হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে।
এইখানে থেকে নেওয়া
jr. member
Activity: 462
Merit: 2
October 07, 2023, 05:13:10 AM
বিটকয়েনটক ফোরামের লোকাল থ্রেডগুলো বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই থ্রেডগুলোতে নিজের মাতৃভাষাতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করা হয়। এর ফলে যারা ইংরেজিতে কথা বলতে পারে না তারাও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেককিছু জানতে পারে। এই থ্রেডগুলোতে নিজের মাতৃভূমির মানুষরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে জানা, শেখা, বোঝার জন্য পোস্ট করে। এই থ্রেডগুলোতে সবাই একে অপরকে সাহায্য করে।

আমাদের বাংলা লোকাল থ্রেড আগের থেকে একটু একটিভ হয়ছে। আগের তুলনায় পোস্টের সংখ্যাও বেড়েছে। পোস্টগুলো মানও একটু উন্নত হয়েছে। আগের থেকে এখন মেরিট আদান-প্রদানও বেড়েছে। আগের থেকে ইউজারদের সংখ্যা একটু বেড়েছে।

বাংলা লোকাল থ্রেডের উন্নয়নের জন্য কি কি করা উচিত?

আমার মনে হয় বাংলা লোকাল থ্রেডের উন্নয়নের জন্য নিচে লেখা কিছু কাজ করা উচিৎ :

১. বাংলা লোকাল থ্রেডে নিয়মিত তথ্যমূলক,  আলোচয় বিষয় সম্পর্কিত, গঠনমূলক এবং ভালো পোস্ট করা উচিৎ।

২. বাংলা লোকাল থ্রেডে ভালো পোস্টগুলোতে মেরিট দেওয়া উচিৎ। এর মাধ্যমে এি থ্রেডের গুণমান বাড়বে।

৩. বাংলা লোকাল থ্রেডে এক্টিভ মেম্বার বাড়ানোর জন্য কুইজ, বিতর্ক, গিভওয়ের ইত্যাদির ব্যবস্থা করা উচিৎ। এই রকম করলে বাংলা লোকাল থ্রেডে আসার জন্য মেম্বাররা আকৃষ্ট হবে।

৪. বাংলা লোকাল থ্রেডে তো কোনো মডারেটর নেই। তবুও সিনিয়র কোনো মেম্বারকে মডারেটর মনোনীত করা। যেমন : Learn Bitcoin বা Little Mouse ভাই।  মডারেটররা বাংলা লোকাল থ্রেডের স্প্যামিং,প্লাগিয়ারিস্ম, স্ক্যাম পোস্ট করতে নিষেধ করবে।

৫. বাংলা লোকাল থ্রেডের মেম্বার বাড়ানোর জন্য লোকজনদের বাংলা লোকাল থ্রেডে আসার জন্য  অনুপ্রাণিত করতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা লোকাল থ্রেডকে সবার সামনে তুলে ধরতে হবে।

এই ধরনের কাজ করতে পারলে বাংলা লোকাল থ্রেড একদিন অবশ্যই লোকাল বোর্ডে পরিণত হবে।
sr. member
Activity: 476
Merit: 359
October 07, 2023, 04:47:24 AM
member
Activity: 94
Merit: 28
October 06, 2023, 10:55:44 PM
ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের আজকের ম্যাচে সাকিব আল হাসান একটি অবিস্মরণীয় সাফল্য পেতে যাচ্ছে । সাকিব আল হাসান মাত্র ৪১ টি রান সংগ্রহ করলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পিছনে ফেলে একদিনের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সেরা 6 নাম্বার উঠে আসবে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি সেরা অর্জন বলা চলে যা অতীতের কেউ করে দেখাতে পারেনি। ৪১টি রান সংগ্রহ করলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলকে পিছনে ফেলে শীর্ষ ষষ্ঠ অবস্থায় উঠে আসবে।

সাকিব আল হাসান হল বাংলাদেশ ক্রিকেটের একটি উজ্জ্বল নক্ষত্র।সাকিব আল হাসান এর আগেও অনেক ইতিহাস তৈরি করেছেন। আমি একটি কারণ বলছি সেটি হল ক্রিকেটের তিন ফরমেটে তিনি একসময় এক নাম্বার অলরাউন্ডার ছিলেন। যা আজ পর্যন্ত বিশ্বের কোন ক্রিকেটার করতে পারেনি সেটা সাকিব আল হাসান করেছিলেন। তবে আজকে যদি সে ৪১ রান করতে পারে সে আরও একটি মাইল ফলক স্পর্শ করবে।
সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটে ২ ফরমেটে এক নাম্বারে রয়েছে। কিন্তু টেস্ট ফরমেটে তিন নাম্বার অবস্থান রয়েছে, এর কারণ হলো বাংলাদেশর বেশি টেস্ট সিরিজ খেলা হয় না। যদি পর্যাপ্ত পরিমাণে টেস্ট সিরিজ খেলতে পারতো তাহলে অবশ্যই সাকিব আল হাসান তিন ফরমেটে শীর্ষ এক নাম্বারে থাকতো।

সাকিব আল হাসান বিশ্বকাপের ম্যাচ গুলিতে ভালো খেলে থাকেন, আমরা গত বিশ্বকাপে দেখেছি সাকিব আল হাসান অনেক ভালো খেলেছিলেন, বিশ্বকাপের মোস্ট রানে সাকিব আল হাসান শীর্ষে ৬ নাম্বারে রয়েছে, আমি একটা ভবিষ্যৎবাণী করতে পারি সাকিব আল হাসান মোস্ট রানে ৩ নাম্বার পজিশনে যাওয়াটা খুবই কষ্টকর, তবে চার নাম্বার পজিশনে অবশ্যই আসতে পারবে।
sr. member
Activity: 476
Merit: 359
October 06, 2023, 10:32:55 PM
উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৫ জন গ্রেফতার



উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান, ৫ জন গ্রেফতার
বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২২
সিআইডির হেফাজতে দেশি-বিদেশি মুদ্রাসহ গ্রেফতারকৃত ব্যক্তিরা
সিআইডির হেফাজতে দেশি-বিদেশি মুদ্রাসহ গ্রেফতারকৃত ব্যক্তিরা

রাজধানীর উত্তরায় মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, নিয়মের ব্যক্তিক্রম করে বৈদেশিক মুদ্রা কেনাবেচা এবং বৈদেশিক মুদ্রা কেনার জন্য বাংলাদেশি টাকা হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মানি এক্সচেঞ্জ ও বৈধ মানি এক্সচেঞ্জের অবৈধ লেনদেনের বিরুদ্ধে সিআইডি’র অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর  গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি টিম উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের লতিফ ইম্পেরিয়াল মার্কেটের আল-মদিনা ইন্টারন্যাশনাল কম্পিউটার অ্যান্ড স্টেশনারি এবং কুশল সেন্টারের  মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জে অভিযান চালানো হয়। আরো পড়ুন




sr. member
Activity: 490
Merit: 294
October 06, 2023, 10:26:33 PM
বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে সাকিব আল হাসান একটি উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে শাকিব আল হাসানকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় হইছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট সাকিব তামিমদের অবদান কখনো ভুলতে পারবেনা। সেরকম একটি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে সাকিব আল হাসান। এখানে বাংলাদেশের এসিভমেন্ট হিসাবে উল্লেখ করছি তবুও এটি ক্রিকেটের বিষয়ে আলোচনা এখানে না করাই ভালো।



ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের আজকের ম্যাচে সাকিব আল হাসান একটি অবিস্মরণীয় সাফল্য পেতে যাচ্ছে । সাকিব আল হাসান মাত্র ৪১ টি রান সংগ্রহ করলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পিছনে ফেলে একদিনের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সেরা 6 নাম্বার উঠে আসবে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি সেরা অর্জন বলা চলে যা অতীতের কেউ করে দেখাতে পারেনি। ৪১টি রান সংগ্রহ করলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলকে পিছনে ফেলে শীর্ষ ষষ্ঠ অবস্থায় উঠে আসবে। আমরা সাকিব আল হাসানের এই সাফল্য অর্জনের প্রতীক্ষায় রইলাম।

Source: Most runs https://www.espncricinfo.com/records/trophy/batting-most-runs-career/world-cup-12
সাকিব আল হাসানকে নিয়ে কেন আপনি সমালোচনা করবেন, সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করার মত কারণ আমি খুঁজে পাই না, ব্যক্তিগত জীবনে সে কেমন সে বিষয় নিয়ে আমাদের এত বেশি মাথা না গামালেও চলবে। তার তার ক্রিকেটের দক্ষতার জন্য আমরা তাকে চিনেছি তার ব্যক্তিগত লাইফের জন্য না। আর যারা বলেন সাকিব আল হাসানের টাকার প্রতি লোভ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই শাকিব আল হাসান যদি অর্থ লোভী হয় তাহলে কি আপনি দুধের দোয়া তুলসী পাতা।
অর্থের লোভ কার নাই, সকলেরই অর্থের লোভ রয়েছে কিন্তু সকলেই অর্থ ইনকামের সুযোগ তৈরি করতে পারে না। এই এক যুগে শাকিব আল হাসান ক্রিকেটে যা দিয়েছে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তা কেও দিতে পারেনি। যখন আমরা একটা সময় টানা ২০ থেকে ৩০ টা ম্যাচ পরাজিত হতাম এবং টিভির সামনে আসা নিয়ে বসে থাকতাম যে কবে একটা ম্যাচ জিতব সেই জয়ের ধারা কিন্তু সাকিব আল হাসান আমাদের এনে দিয়েছে।

অনেকেই দেখলাম সাকিব আল হাসানের কমেন্ট বক্সে গিয়ে মীরজাফর, শোরুম আল হাসান, রাজাকার এইসব বলে সাকিব আল হাসানকে আখ্যায়িত করছে, যারা এই ধরনের কাজগুলা করছেন তারা কি ক্রিকেট বোঝেন আমার তো মনে হয় না যে আপনারা ক্রিকেট বোঝেন।
তামিম এর বিষয় নিয়ে যারা সাকিব আল হাসানের সমালোচনা করছে সাকিব আল হাসানকে নিয়ে বিভিন্ন খারাপ ভিডিও তৈরি করছে তাতে কি আমাদের দেশের সম্মান বাড়ছে না কমছে। তামিম আমাদের দেশের জন্য সুপারহিরো সাকিব আল হাসান ও আমাদের দেশের জন্য সুপারহিরো তাই একজনকে ছোট করে আর একজনকে বড় করার কোন মানে হয় না।

যে দলটা নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে সে দলটা আমাদের তাই আমাদের উচিত সমালোচনা না করে তাদেরকে সাপোর্ট করা যাতে তারা বিশ্বকাপে অনেক ভালো করে কিছু করতে পারে।
sr. member
Activity: 476
Merit: 359
October 06, 2023, 10:09:08 PM
ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের আজকের ম্যাচে সাকিব আল হাসান একটি অবিস্মরণীয় সাফল্য পেতে যাচ্ছে । সাকিব আল হাসান মাত্র ৪১ টি রান সংগ্রহ করলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পিছনে ফেলে একদিনের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সেরা 6 নাম্বার উঠে আসবে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি সেরা অর্জন বলা চলে যা অতীতের কেউ করে দেখাতে পারেনি। ৪১টি রান সংগ্রহ করলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলকে পিছনে ফেলে শীর্ষ ষষ্ঠ অবস্থায় উঠে আসবে।

সাকিব আল হাসান হল বাংলাদেশ ক্রিকেটের একটি উজ্জ্বল নক্ষত্র।সাকিব আল হাসান এর আগেও অনেক ইতিহাস তৈরি করেছেন। আমি একটি কারণ বলছি সেটি হল ক্রিকেটের তিন ফরমেটে তিনি একসময় এক নাম্বার অলরাউন্ডার ছিলেন। যা আজ পর্যন্ত বিশ্বের কোন ক্রিকেটার করতে পারেনি সেটা সাকিব আল হাসান করেছিলেন। তবে আজকে যদি সে ৪১ রান করতে পারে সে আরও একটি মাইল ফলক স্পর্শ করবে।
Jump to: