ভাই ওয়ালেটে থাকা BTC বা USDC বা অন্যান্য ক্রিপ্টোকে কিভাবে BDT তে কনভার্ট করে Nagod বা Bkash এ আনেন বলতে পারবেন? আমার কখনো প্রয়োজন পড়েনি, তাই ট্রাইও করিনি। বাট এখন একটু জানার প্রয়োজন ছিল।
Agoradesk দিয়ে করা যায়। বাট সেটায় রেট কম দেয় একটু। তাই ট্রাই করিনি।
আমি একদম সিম্পল একটা উপায় বলে দেই, সরাসরি ইউটিউবে যান এবং সার্চ দেন কিভাবে আপনি বিটকয়েন বা ইউএসডিটি বাইনান্সে p2p এর মাধ্যমে সেল করতে হয়। বেশি কিছু না আমার এই লেখাটি কপি পেস্ট করে দিলেও চলবে। আর না হয় লিখবেন হাউ টু সেল বিটকয়েন অর ইউসডিটি অন বাইনান্স বাংলা ভার্সন
। আশা করি ভিডিও আকারে অনেক টিউটোরিয়াল পাবেন। তবে ভাই স্ক্যামারদের হাত থেকে বিরত থাকবেন চাইলে আমার ব্যক্তিগত কিছু পরামর্শ ব্যবহার করতে পারেন।
- প্রথমেই যেটি বলবো সেটি হল রেট বেশি দেখে লোভে পড়বেন না।
- তারপর ট্রেড সংখ্যা দেখে ট্রেড করবেন, এক্ষেত্রে সর্বনিম্ন ৩০০ বা ৪০০ট্রেড করেছে এমন ট্রেডারদের সিলেক্ট করতে পারেন, এর উপর হলে সর্বোত্তম এবং নিচের গুলোকে এভোয়েড করবেন। (আমি সব সময় হাজারের কাছে ট্রেড করেছে এমন ট্রেডার এর সাথে লেনদেন করি)
- তারপর ঐ ট্রেডার এর ট্রেডিং হিস্টোরি এবং ফিডব্যাক গুলো চেক করুন
- অনেক সময় এভারেস্ট রিলিজ টাইমও খেয়াল করা উচিত ফাস্ট ট্রানজেকশনের জন্য
- যতটা পারেন মেসেজিং এ কম কথা বলবেন এবং ক্রয় করার সময় ওই ট্রেডার যদি ডিসপ্লে কৃত নাম্বার ব্যতীত অন্য নাম্বারে টাকা পাঠাতে বলে তাহলে ওই ট্রেডটি এভয়েড করুন।
- আর সর্বশেষ এপস এবং মেসেজ এ টাকা আসার নোটিফিকেশন না আসা পর্যন্ত রিলিজ করবেন না।
~~
ভাই প্রাইভেসি নিয়ে কোথায় যাব ভাই, p2p বা ব্যাংকে লেনদেন করা মানেই ঝামেলা যতদিন না পর্যন্ত ক্রিপ্ত কারেন্সি বৈধতা হয়। কারণ ব্যাংক ট্রান্সফারিং এর সময় আমার আপনার ব্যাংকের তথ্য অপরপক্ষের নিকট তো নিকট চলে যাচ্ছেই, কারণ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া টাকা ট্রান্সফার হবে কিভাবে
আর তথ্য যাওয়া মানেই শেষ, ধরেন আমার নিকটে আপনি ইউএসডিটি সেল করলেন আমাকে একদিন পুলিশে ধরল আর তারা তো চেক করবেই আমার এই অ্যাকাউন্ট থেকে কোন কোন একাউন্টে ট্রান্সফার হয়েছে। সব সময় এই ভয়ে চলি যে, কখন র্যাব এসে বলে নাট*কির পোলা দরজা খোল
,
যদিও আমার মতন চনুপটিদের নিয়ে তাদের কতটুকু কার্যক্রম চলমান রয়েছে জানিনা।
তবে এভাবেই চলছে ভয়ে ভয়ে জীবন, চলতে থাকবে যতদিন না পর্যন্ত হয় ক্রিপ্টোকারেন্সি অবৈধ বারণ।