যদিও আপনার আইডিয়াটা আমারটার থেকে কিছুটা ভিন্ন, তবুও আপনারটা আরো লিজেন্ডারি মানের একটা আইডিয়া। আপনি যে উদাহারন দিলেন, এভাবে আমরা চাইলেই লোকাল থ্রেড কে একটা বোর্ড বানিয়ে ফেলতে পারি। কেউ পোষ্ট করলে তার পোষ্ট এর নিচে ক্যাটাগরির নাম উল্লেখ করে দিতে পারে। তবে সব পোষ্ট ওখানে যায়গা পাওয়ার মতো নয়। শুধুমাত্র সিলেক্টেড কিছু পোষ্ট সেখানে যায়গা পেতে পারে।
আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
আপনি যে আইডিয়ার কথা বলেছেন সেটাও আমি বুঝেছি, সেটা তো আমরা করতেই পারব সমস্যা নেই সেখানে। আর হ্যাঁ আসলেই এ আপনার আইডিয়া এবং আমার আইডিয়া এই দুইটাতেই আমি মনে করি আমাদের সিনিয়র পারসন যারা রয়েছে তাদেরকে রাখা উচিত।
কারণ কোন পোস্টকে রাখতে হবে কোন পোস্টকে রাখা যাবে না সেটা এক্সপেরিয়েন্স ওয়ালা লোকজনেই ভালো বুঝতে পারবেন। এক্ষেত্রে আমরা Little Mouse ভাই এর দৃষ্টি আকর্ষণ করতে পারি।
তবে হ্যাঁ যে কেউ একজন পোস্টগুলো একত্রিত করে অনেকটা রিপোর্ট আকারে পোস্ট করতে পারে। তবে সিলেক্টর হিসেবে সিনিয়র পারসন হিসেবে একজনকে রাখাটা ভালো হবে। আমি শুধু এটা আপনার আইডিয়ার পাশাপাশি আমি যে আইডিয়া দিয়েছি সে ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য।
আর হ্যাঁ Learn Bitcoin ভাই মাসের ওই ভালো ইম্পরট্যান্ট পোস্টগুলো আপনি করলে আমার তাতে দ্বিমত নাই। কারণ আমি মনে করি, কোয়ালিটি ফুল পোস্ট জাজ করার সক্ষমতা আপনার ভালোভাবেই রয়েছে।
আমরা লোকাল বোর্ড এখন না পাই , কিন্তু লোকাল বোর্ডের ভাইব তো ক্রিয়েট করার চেষ্টা করতেই পারি তাই না?