Author

Topic: বাংলা (Bengali) - page 140. (Read 5302065 times)

hero member
Activity: 770
Merit: 482
September 30, 2023, 11:52:55 AM
তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

আইসিটি মন্ত্রী যে বললো আমি দ্বায়িত্ব নিয়ে বলছি, ফ্রিল্যান্সারদেরকে কোনো কর দিতে হবে না। আরো অনেক সূত্র থেকেই জানা গেছে যে এগুলো ভূয়া তথ্য প্রচার করা হচ্ছে। অবাক করার ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবাং টিভি মিডিয়াগুলো সূত্র যাচাই বাছাই না করে, বাংলাদেশ ব্যাংক বা অথেনটিক কোনো সূত্র থেকে না জেনে একে অন্যের দেখাদেখি খবর প্রচার করছে। যার কারনে ফ্রিল্যান্সারদের গ্রুপগুলোতে এক প্রকার ক্ষোভ চলছে। সরকার সাধারনত রেমিটেন্স এ প্রনোদনা দিয়ে থাকে। সেখানে যদি কর ধার্য করা হয়, সেটা দেশের সরকারের জন্য কখনোই ভালো হবে না। এতে করে বৈধ পথে টাকা আসা বন্ধ হয়ে যাবে। মানুষ খরচ বাচানোর জন্য বিকল্প অবৈধ পথ গুলো বেছে নিতে শুরু করবে। যেটা দেশের জন্যও খারাপ হবে, আর ফ্রিল্যান্সারদের জন্যও খারাপ হবে।
sr. member
Activity: 518
Merit: 268
September 30, 2023, 10:31:36 AM
sr. member
Activity: 1008
Merit: 366
September 30, 2023, 07:40:56 AM
আপনার আইডিয়াটা তো ঠিকই আছে, তবে এই আইডিয়া আমাদের থ্রেড এ কাজে লাগাতে গিয়ে আবার নতুন করে ঝামেলা পাকায় কি না, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। সবাই বলবে আমার অল্ট একাউন্ট নাই, কিন্তু তলে তলে অনেকেরই আছে। এমনিতেই তো আমাদের থ্রেড এ মেরিট এবিউজ হওয়ার এলিগেশন লেগে থাকে, আবার এটা করতে গিয়ে নতুন কোনো ঝামেলা বাড়ার সম্ভাবনাও আছে।
এ জন্যই তো স্ট্রিক্ট রুলস লাগবে। এমন কিছু রুলস থাকতে হবে যার ফলে কেউ যেন মেরিট এবিউজ করতে না পারে। ধরেন পুরনো আইডি ছাড়া নতুন আইডি তে মেরিট আদান প্রদান করা যাবে না। মিনিমান র‍্যাংক একটা সেট করতে হবে। লিমিটেড মেরিট সেন্ড এর একটা রুলস যেমন এক পোস্ট এ একজন সর্বচ্চ ২-৩ টি মেরিট দিতে পারবে এমন। আর আমরা সকলে করলে সেখানে কোনো ঝামেলা হবার কথা নয়। ঝামেলা তখনই হয় যখন ২/৩ টা একাউন্ট একজন আরেকজন এর সাথে মেরিট আদান প্রদান করে।

অনেক কিছু ভেবে চিন্তে আইডিয়া টা উপস্থাপন করলাম। কিছু অতিরিক্ত সমাধান যদি আপনাদের মাথায় আসে তাহলে জানাবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 30, 2023, 04:06:47 AM
পোস্ট এর কোয়ালিটি ম্যাটার তো আছেই তবে কেউ যেন মাল্টিপাল একাউন্ট করে এইটার এডভান্টেজ নিতে না পারে তার জন্য এই রুলস।
আমার কাছে ১2 টা sMerit আছে। চাইলে শুরু করতে পারেন। এই বিষয়ে মতামত দেন, যদি আইডিয়া টা ভালো হয় তাহলে শুরু করব।

আপনার আইডিয়াটা তো ঠিকই আছে, তবে এই আইডিয়া আমাদের থ্রেড এ কাজে লাগাতে গিয়ে আবার নতুন করে ঝামেলা পাকায় কি না, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। সবাই বলবে আমার অল্ট একাউন্ট নাই, কিন্তু তলে তলে অনেকেরই আছে। এমনিতেই তো আমাদের থ্রেড এ মেরিট এবিউজ হওয়ার এলিগেশন লেগে থাকে, আবার এটা করতে গিয়ে নতুন কোনো ঝামেলা বাড়ার সম্ভাবনাও আছে।

PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের সকলের জানা উচিত। এইটার বিস্তারিত গাইডলাইন এবং কেন প্রয়োজন সেটা নিয়ে লিখতে পারেন। আশা করছি অল্প কিছু মানুষ হলেও এইটা নিয়ে আগ্রহী হবে।

ধন্যবাদ ভাই। যেহেতু আমি উইনডোজ ইউজার, আপাতত উইনডোজ এ কিভাবে ব্যাবহার করবে, সেটার স্ক্রিনশট সহ বিস্তারিত একটা পোষ্ট লিখবো। তবে পোষ্ট খুব বেশি ডিপ ডিটেইলস হবে না, কারন আমি নিজেই নতুন শিখেছি। তবে এর কনসেপ্ট টা আমার কাছে ইন্টারেষ্টিং মনে হয়েছে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 30, 2023, 03:47:33 AM
অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন।
আমি যতদুর জানি এইটা ভুয়া। ফ্রিল্যান্সিং ইনকামের উপরে এইরকম কোন কর ধার্য করা হয় নি।



ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স থেকে দিতে হবে ১০ শতাংশ কর।

Quote
আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (এফইপিডি) মো. সরোয়ার হোসেন গতকাল বুধবার এ নির্দেশনা দেন।

জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে নির্দেশনাটি যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর কমিশনারের কার্যলয় থেকে চিঠি দেওয়া হয়েছিল।

তাতে বলা হয়, বিদেশে থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।

সোর্সঃ The Daily Star Bangla





এইটা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। এখানে দেখুন। 


এটা হচ্ছে মুল যে চিঠি বা প্রজ্ঞাপন,

ভাই The Daily Star একেবারে কোনো ফেইক নিউজ সহজে করেনা এখনো এটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, কালকে কয়েকজন (ট্যাক্স কর্মকর্তা) এটা ভুয়া বলেছিলো এবং ফেইসবুকে পোস্ট করেছিলো অনেকেই রেফারেন্স হিসেবে যখন মুল চিঠি টি কমেন্ট করে পরে তারা কোনো যোক্তিক উত্তর না দিতে পেরে পোস্ট ডিলেট করে দিয়েছে ।



এখন যদি আপনি এটা দেখেন তাহলে বাংলাদেশ ব্যাংকের যে প্রজ্ঞাপন সেটার সাথে সাংঘ্ররশিক।

আমরা যা সাধারনত জেনে থাকি যে সর্বশেষ প্রজ্ঞাপনই হলো চূড়ান্ত প্রজ্ঞাপন তাহলে ১০% দেয়া লাগবে, আর ফ্রিল্যান্সার আইডি কার্ড ও অন্য কোনো উপায়ে যদি আবার প্রজ্ঞাপন দেয় তাহলে সেটা বাদ যাবে।

তবে এখন পর্জন্ত ১০% শতাংশ দেয়া লাগবেনা এটার পক্ষে সঠিক কেউ কোনো উত্তর দেয়নি। আমাদেরকে হয়তো আগামি কালকে পর্জন্ত অপেক্ষা করতে হবে প্রেস ব্রিফিং এর জন্যে।

ধন্যবাদ ।


sr. member
Activity: 490
Merit: 294
September 30, 2023, 02:39:16 AM
বাংলাদেশে ক্রিপটো কারেন্সির প্রতারণা বেড়েই চলেছে
ওমরসানী মৌসুমী দম্পতির ছেলে ফারদিনের  2 কোটি টাকা আত্মসাৎ
~কাট~
বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন প্রতারণা বা অপরাধমূলক কাজ সম্পর্কে বাংলাদেশের শীর্ষস্থানীয় মিডিয়াগুলোর প্রতিবেদন হরহামেশাই দেখা যায়। কিছুদিন পর পর যদি এই ধরনের কার্যক্রম প্রচারিত হয় তাহলে অবশ্যই বিটকয়েন এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠিন পদক্ষেপ নিবে এমনটাই স্বাভাবিক। অনেকদিন আগে আমি এক রাজনৈতিক নেতার বক্তব্য শুনি সেখানে তাকে বিটকয়েন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি ভাবে বলেন আমাদের দেশে কিছু পরিমাণ ই-কমার্স প্রতিষ্ঠানে আমাদের দেশের মানুষ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে যদি আমাদের দেশে ক্রিপ্তকারেন্সির বৈধতা দেওয়া হয় তাহলে মানুষ তার বাড়িঘর বিক্রি করে বিটকয়েনে বিনিয়োগ করবে। আমি ওই সময়টাতে এই কথাটার এতটা গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছি তিনি কেন কথা বলেছিলেন। আমরা হয়তো জানি বিটকয়েনের মাধ্যমে খুবই কম পরিমাণ অপরাধমূলক কাজ হয় কিন্তু আমাদের দেশের মিডিয়াগুলো মানুষের কাছে এইটা বোঝায় যে বিটকয়েনের মাধ্যমে সবথেকে অপরাধমূলক কাজ বেশি হয় এবং বিটকয়েন বিনিয়োগ করে মানুষ সর্বস্বান্ত হয়।

চিত্রনায়ক ওমর সানি এবং মৌসুমীর ছেলে যে কাজ করেছে যদি এই ধরনের কাজ ভবিষ্যতে নিয়মিত অন্য সকল সেলিব্রিটিরা করে থাকে তাহলে বাংলাদেশ সরকার বিটকয়েন সম্পর্কে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 30, 2023, 01:42:42 AM
PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের সকলের জানা উচিত। এইটার বিস্তারিত গাইডলাইন এবং কেন প্রয়োজন সেটা নিয়ে লিখতে পারেন। আশা করছি অল্প কিছু মানুষ হলেও এইটা নিয়ে আগ্রহী হবে।

অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন।
আমি যতদুর জানি এইটা ভুয়া। ফ্রিল্যান্সিং ইনকামের উপরে এইরকম কোন কর ধার্য করা হয় নি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 30, 2023, 01:32:11 AM
GazetaBitcoin কে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাঝে এতো সুন্দর সুন্দর টপিক তুলে ধরার জন্য। আমি মনে করি এই টপিকগুলো সবার একবার হলেও পড়া উচিত। এজন্য তার সকল টপিক অনুবাদ সহ একসাথে লিস্ট করে দিলাম। আশা করি সবাই টপিকগুলো পড়বেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন।

এরই সাথে Learn Bitcoin ভাইকে ধন্যবাদ জানাই অনুবাদগুলো করার জন্য। এখানে বেশিরভাগ অনুবাদ তার দ্বারা করা এবং কিছু আমার দ্বারা, DYING_S0UL



































আমি জানি এটা বাংলা বোর্ড, তারপরও ইংরেজি টাইটেল সহ লিস্ট তৈরি করা যুক্তিসংগত মনে হয়েছে। Smiley
full member
Activity: 490
Merit: 119
September 30, 2023, 12:44:51 AM
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 29, 2023, 10:06:11 PM
sr. member
Activity: 784
Merit: 372
September 29, 2023, 09:08:33 PM
sr. member
Activity: 518
Merit: 268
September 29, 2023, 05:44:36 PM

এরা করলে নিউজ হয় আর আমরা করলে জেল। ওয়েলকাম টু বাংলাদেশ।


ভাই আমরাও ফ্রিল্যান্সিং করি কিন্তু আমাদের টা অক্ষির অগোচরে এবং তাদের টা অক্ষির সামনে।
অবশ্যই তাদের জন্য সরকার ইতোমধ্যেই ১০% ট্যাক্স ধার্য করেছেন। যদিও এটা সাময়িকভাবে তাদের ইনকামের উপর নেতিবাচক প্রভাব পড়বে তবুও এটি তাদের জন্য এটি একটি বৈধ স্ট্যাটাস।
কিন্তু আমাদের টা আমরা প্রকাশ্যে জাহির করতে পারিনা। সরকার আপাতত আমাদের ইনকামকে বৈধতা দেবে না।
তাদের ইনকামের বৈধতা দেওয়ায় সরকারের সুবিধাগুলো দেখুন।
আপনার শেয়ার করা ছবিতে যে লোকটির ইনকাম প্রতিমাসের ১৬ লক্ষ টাকা তাদের কাছ থেকে সরকার প্রতি মাসে কি পরিমাণ ট্যাক্স পাচ্ছে সেটা একটু অনুমান করে দেখুন।
১৬০০০০০ টাকায় প্রতিমাসে  ১৬০০০০ হাজার টাকা ট্যাক্স পাবে তাহলে তাদের ইনকামে সরকার বাহবা দিবে না আমাদের ইনকামে সরকার বাহবা দেবে একটু ভেবে দেখুন।
sr. member
Activity: 1008
Merit: 366
September 29, 2023, 01:09:04 PM
~কাট
আপনাদের আইডিয়া গুলো দেখে ভালো লাগছে। আমি নিজে কিছু কন্ট্রিবিউট করতে চাই কিন্তু কিছু ব্যাস্ততার কারনে সময় দিতে পারছি না। সামনে পরীক্ষা সাথে আরও কিছু ব্যাস্ততা আছে। আমার একটা আইডিয়া ছিলো। শেয়ার করলাম ভালো লাগলে ফিডব্যাক জানাবেন। আমাদের লোকাল কমিউনিটি তে মেরিট সোর্স নেই, আমরা গ্লোবাল থেকে যা মেরিট পাই তার সবটুকু লোকাল এ ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেস্টা করি। অনেকে ভালো পোস্ট করেও মেরিট পান না।

গ্লোবালে এক এর অধিক থ্রেড রয়েছে যেখানে আপনার বেস্ট পোস্ট গুলো উপস্থাপন করে মেরিট সোর্স এর কাছে থেকে মেরিট নেওয়া যায়। কিন্তু অনেক ভালো ভালো পোস্ট লোকাল কমিউনিটি তে আছে যেগুলো ওইসব থ্রেড এ উপস্থাপন করা যায় না ভাষার সিমাবদ্ধতার কারনে। সেক্ষেত্রে কেমন হত যদি আমরা লোকাল থ্রেড এ আপনাদের বেস্ট পোস্ট গুলো পেয়ে মেরিট সেন্ড করতে পারতাম? আমার আইডিয়া টা হচ্ছে আপনারা আপনাদের বেস্ট পোস্ট গুলো একটি লিস্ট করে আমাদের কাছে উপস্থাপন করেন। আমাদের কাছে sMerit থাকলে সবাই পোস্টটি তে মেরিট দিবো।

এটির কিছু রুলস থাকা দরকার। কারণ সব পোস্টে মেরিট দেওয়া সম্ভব না। রুলস হতে পারে ২ টা বেস্ট পোস্ট। মাসে এক বার। মিনিমাম আইডি রিকয়ারমেন্ট মেম্বার/ফুল মেম্বার ইত্যাদি।
পোস্ট এর কোয়ালিটি ম্যাটার তো আছেই তবে কেউ যেন মাল্টিপাল একাউন্ট করে এইটার এডভান্টেজ নিতে না পারে তার জন্য এই রুলস।

আমার কাছে ১2 টা sMerit আছে। চাইলে শুরু করতে পারেন। এই বিষয়ে মতামত দেন, যদি আইডিয়া টা ভালো হয় তাহলে শুরু করব।



এরা করলে নিউজ হয় আর আমরা করলে জেল। ওয়েলকাম টু বাংলাদেশ।

newbie
Activity: 20
Merit: 0
September 29, 2023, 10:12:06 AM
আলহামদুলিল্লাহ,
 আজ কঠোর নিরাপত্তার সাথে সড়কপথে পাবনায় পৌঁছালো রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরোনিয়াম। এই ইউরেনিয়াম জ্বালানি গুলো স্বদেশ গ্রুপ এর লড়ি যুক্ত ড্রাম ট্রাকে  করে আনা হয়। এসময় সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
যা জানিয়ে দিচ্ছে বাংলাদেশের উন্নতির শিকল সীমারেখা। ঠিক একদিন বাংলাদেশের কাছেও থাকবে উন্নত মানের পারমাণবিক বোমা সহ বিভিন্ন সরঞ্জাম।এর মাধ্যমে প্রকাশ পাবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ যা বিশ্বের উন্নত রাষ্ট্রের দৃষ্টান্ত প্রকাশ করবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 29, 2023, 07:59:15 AM
যদিও আপনার আইডিয়াটা আমারটার থেকে কিছুটা ভিন্ন, তবুও আপনারটা আরো লিজেন্ডারি মানের একটা আইডিয়া। আপনি যে উদাহারন দিলেন, এভাবে আমরা চাইলেই লোকাল থ্রেড কে একটা বোর্ড বানিয়ে ফেলতে পারি। কেউ পোষ্ট করলে তার পোষ্ট এর নিচে ক্যাটাগরির নাম উল্লেখ করে দিতে পারে। তবে সব পোষ্ট ওখানে যায়গা পাওয়ার মতো নয়। শুধুমাত্র সিলেক্টেড কিছু পোষ্ট সেখানে যায়গা পেতে পারে।

আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
আপনি যে আইডিয়ার কথা বলেছেন সেটাও আমি বুঝেছি,  সেটা তো আমরা করতেই পারব সমস্যা নেই সেখানে।  আর হ্যাঁ আসলেই এ  আপনার আইডিয়া এবং আমার আইডিয়া  এই দুইটাতেই  আমি মনে করি আমাদের সিনিয়র পারসন যারা রয়েছে  তাদেরকে  রাখা উচিত।

কারণ কোন পোস্টকে রাখতে হবে  কোন পোস্টকে রাখা যাবে না  সেটা  এক্সপেরিয়েন্স ওয়ালা  লোকজনেই ভালো বুঝতে পারবেন।  এক্ষেত্রে আমরা Little Mouse  ভাই  এর  দৃষ্টি আকর্ষণ করতে পারি।
তবে  হ্যাঁ  যে কেউ একজন পোস্টগুলো  একত্রিত করে  অনেকটা রিপোর্ট আকারে পোস্ট করতে পারে। তবে সিলেক্টর হিসেবে  সিনিয়র পারসন হিসেবে একজনকে রাখাটা ভালো হবে।  আমি শুধু এটা আপনার আইডিয়ার পাশাপাশি আমি যে আইডিয়া  দিয়েছি  সে ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য।

আর হ্যাঁ Learn Bitcoin  ভাই মাসের  ওই ভালো ইম্পরট্যান্ট পোস্টগুলো আপনি  করলে আমার তাতে দ্বিমত নাই।  কারণ আমি মনে করি,  কোয়ালিটি ফুল  পোস্ট জাজ করার  সক্ষমতা আপনার ভালোভাবেই রয়েছে।  Wink
আমরা লোকাল বোর্ড এখন  না পাই ,  কিন্তু  লোকাল বোর্ডের  ভাইব তো  ক্রিয়েট করার চেষ্টা করতেই পারি তাই না?
hero member
Activity: 770
Merit: 482
September 29, 2023, 07:50:56 AM

ভাই আমি আপনার গেমবিলিং সেকশনে
https://bitcointalksearch.org/topic/m.62909857
এই পোষ্টের উত্তর দিয়েছিলাম যেখানে আপনি বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটের স্কোয়াড একটি শিক্ষামূলক সফর ছাড়া অন্য কিছু নয়। বিষয়টি ১০০% সত্য কেননা বাংলাদেশ অতীতে যতগুলো ম্যাচ হেরেছে এবং পরাজয় শেষে সংবাদ সম্মেলনে এসে মুখস্থ করা সেই কতগুলো বাক্য পটপট করে বলে দেয়। আমি আজকে অনেক খোঁজাখুঁজি করে আপনার কথার সত্যতা প্রমাণের জন্য একটি ভিডিও এখানে শেয়ার করলাম। যদিও ভিডিওতে বাংলাদেশের ক্রিকেটে একদম সত্য কাহিনি উঠে এসেছে তবুও শুধুমাত্র বিনোদনের জন্য এখানে তুলে ধরা হলো। কেউ বিষয়টি সিরিয়াসলি নেবেন না।

https://fb.watch/nl6mdgBk6h/?mibextid=NnVzG8

বাংলাদেশের ১৫ জন স্কোয়াডে তিন জন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে এবং বাকি আট জন যাদের কারো কারো ওডিআই ম্যাচ খেলার কোন অভিজ্ঞতাই নেই অথচ বাংলাদেশ স্কোয়াডে তাদের নাম লিস্ট করা হয়েছে। আজব দেশ আজব স্কোয়াড। এটা এক ধরনের পিকনিকও বলা চলে।

সরি ভাই আমি আপনার পোষ্ট খেয়াল করিনি। আসলে আমি কোনো নটিফিকেশন বট ব্যাবহার করি না তো, তাই কেউ কোট করলে বা মেনশন করলেও বুঝতে পারি না। যাই হোক, ক্রিকেট নিয়ে যদি বলেন, এটা আসলেই বাংলাদেশের জন্য একটা শিক্ষাসফর হতে যাচ্ছে। কারন বাংলাদেশের টিম টা মূলত তারুন্য নির্ভর যাদেরিএক্সপেরিয়েন্স অনেক কম। যদিও তানজিম সাকিব, তানজিদ তামিমদের যুব বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। আশা করি তাদের সেই এক্সপেরিয়েন্স এখানে কাজে দিবে। তবে ক্রিকেট পাড়ায় যা ঘঠেছে, তা জঘন্য পর্যায়ে চলে গেছে। সাকিবের ইন্টারভিউ দেখেই বুঝা যাচ্ছে সাকিব কতোটা তামিম বিদ্বেশী হয়ে লেগে আছে। শুধুমাত্র ব্যাক্তিগত কোন্দলে তামিমকে ভরকিয়ে দিয়ে দল থেকে বাদ দিয়ে দিলো।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 29, 2023, 07:48:30 AM
বাংলাদেশে ক্রিপটো কারেন্সির প্রতারণা বেড়েই চলেছে
ওমরসানী মৌসুমী দম্পতির ছেলে ফারদিনের  2 কোটি টাকা আত্মসাৎ



নিউজ

কয়েকদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলোতে ও মিডিয়াগুলোতে MTFE নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। কিন্তু বর্তমানে এ বিষয়ে আর আলোচনা হয় না বললেই চলে। কিন্তু আজকে একটি অনলাইন পত্রিকায় ক্রিপ্টোকারেন্সির প্রতারণা বিষয়ে একটি নিউজ দেখতে পেলাম যেখানে বাংলাদেশের একসময়ের জনপ্রিয় তারকা জুটি ওমর সানির ছেলে Cryptocurrency/ Bitcoin এর মাধ্যমে জালিয়াতির শিকার হয়েছে। দু চার লক্ষ টাকা নয় বরং দুই কোটি টাকার উপরে প্রতারণার শিকার হয়েছে। বিষয়ে তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরো ঘটনার বিস্তারিত জবানবন্দি দিয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।



তবে একজন শিক্ষিত তারকা জুটির ছেলে হয়ে তিনি কিভাবে একটি প্রতারণা চক্রের জালে পা দিলেন এই বিষয় নিয়ে একটু চিন্তাভাবনার বিষয় আছে। ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এর আগে ওই চক্রের সকল ব্যাংক একাউন্ট চেক করে পুরো ঘটনা একটি রহস্যময় জেনেও কেন পরবর্তীতে তিনি অতিরিক্ত মুনাফার লোভে টাকা ইনভেস্ট করলেন এটা আরেকটি গবেষণার বিষয়।
আমরা যদি প্রতারক চক্রকে আরো বেশি টাকা আত্মসাৎ করার সুযোগ করে দেয় তাহলে তো তারা আত্মসাৎ করবেই।
প্রতারক চক্র জানে বাংলাদেশের যেকোনো ধরনের দুর্নীতির সুষ্ঠ কোন তদন্ত হয় না এবং তদন্ত হলেও পরবর্তীতে কোন বিচার ব্যবস্থা গ্রহণ করা হয় না বা জবাবদিহিতার প্রয়োজনীয়তা না থাকায় স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে ক্রিপটো কারেন্সির মাধ্যমে প্রতারণা বেড়েই চলেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 29, 2023, 06:54:33 AM
আমি একটা আলাদা ভাবে কথা বলতে চাই জানি না আমার যুক্তিটা কেমন হবে। এমনও হতে পারে অনকেই পোস্ট দিতে চাইবেন, নির্দিষ্ট করে দেওয়াটা এই বিষয় টা কেমন হবে? মানে এমন ব্যক্তি নির্দিষ্ট করে দেন যে ভালো মানের পোস্ট গুলো চিহ্নিত করতে পারবে, নিয়মিত এক্টিভ থাকে। আপনারা যারা সিনিয়র তারা বিবেচনা করতে পারেন।

ভালো কথা বলেছেন। সবার সব আইডিয়া থাকে না। পোষ্ট জাজ করার জন্য অবশ্যই ভালো আইডিয়া থাকা জরুরী। আমি একটা পোষ্ট এর সাথে একমত মানেই যে পোষ্ট টা ভালো, আমি একমত না বলে পোষ্ট টা খারাপ, ব্যাপারটা এমন নয়। মাসে শেষে কে পোষ্ট গুলো একসাথে করবে সেটা আপনারাই ডিসাইড করে দিলে ভালো হবে। আপনাদের কারো সমস্যা না থাকলে সামনের মাসে আমি করতে পারি, অথবা আপনারা কাউকে মনোনীত করতে পারেন।


PGP নিয়ে এই পোষ্ট টা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। আমিও পড়েছি। তবে আমি কখনো পিজিপি ব্যাবহার করিনি। কাল রাতে টুল্স ইনস্টল করেছি এবং ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেষ্টিং মনে হয়েছে। মজার ব্যাপার হলো আপনি পাবলিকলি আপনার পিজিপি মেসেজ টি পোষ্ট করছেন, কিন্তু যাকে উদ্দেশ্য করে পোষ্ট করেছেন, মানে যাকে রিসিপিয়েন্ট হিসেবে দিয়েছেন, সেই ব্যাক্তি ছাড়া এই মেসেজ আর কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। দারুন না ব্যাপারটা? এই ব্যাপারে একটা বিস্তারিত পোষ্ট করবো কি?
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
September 29, 2023, 06:45:29 AM
আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
এটা অনেক ভালো একটা আইডিয়া। অনেকে আছেন যারা নিয়মিত লোকাল থ্রেডে এক্টিভ থাকে না আবার দেখা যায় অনেক নতুন মেম্বার থ্রেডে আসে, তাদের জন্য আপনার আইডিয়া টা অনেক গুরুত্বপূর্ণ।

আমি একটা আলাদা ভাবে কথা বলতে চাই জানি না আমার যুক্তিটা কেমন হবে। এমনও হতে পারে অনকেই পোস্ট দিতে চাইবেন, নির্দিষ্ট করে দেওয়াটা এই বিষয় টা কেমন হবে? মানে এমন ব্যক্তি নির্দিষ্ট করে দেন যে ভালো মানের পোস্ট গুলো চিহ্নিত করতে পারবে, নিয়মিত এক্টিভ থাকে। আপনারা যারা সিনিয়র তারা বিবেচনা করতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 29, 2023, 05:18:58 AM
আপনি যেভাবে লিষ্ট করেছেন, এভাবে না করে, প্রত্যেকটা পোষ্ট এর একটা করে টাইটেল দিয়ে মাস শেষে এক পোষ্ট এ এগুলো সংগ্রহ করা যেতে পারে। এতে করে পোষ্ট গুলো নেভিগেট করা অনেক সহজ হবে। আপনার উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তবে আপনার এই পোষ্ট থেকেই আমার আইডিয়াটা তৈরী হলো। তবে এর নাম মেরিট হান্টিং পোষ্ট হবে না। এর নাম হবে ইনফরমেটিভ পোষ্ট আরকাইভ! সকলেই এই ব্যাপারে মতামত জানাতে পারেন।
ব্যাপারটা আসলেই সুন্দর হবে আমার মাথায় এর আগে থেকে একটা আইডিয়া ছিল। যদিও ফোরামে সরাসরি শেয়ার করা হয়নি।  কথাগুলো বলার আগে প্রথমেই বলে নেই আমাদের লোকাল থ্রেডটা কিন্তু অন্যান্য লোকাল বোর্ড থেকে অনেকটা গুছানো। যেমন নতুন একজন ব্যক্তি যে ইংরেজি কম বুঝে কিন্তু এই ফোরাম সম্পর্কে বা এই ফোরামে কাজ করতে চায় তার জন্য প্রাথমিক যা যা দরকার তা কিন্তু সুন্দরভাবে এডিট এর মাধ্যমে আমাদের লোকাল থ্রেড এ উপস্থাপিত রয়েছে।
এখন আমার আইডিয়াটা হলো গিয়ে আপনি যেমন ইনফরমেটিভ পোস্ট আর্কাইভ নাম বললেন এই ধরনের আরো কয়েকটা লিংক যদি আমাদের থ্রেডের টপিক  এর প্রথম পেজে  BitCoinDream ভাই এডিট করে বসিয়ে দেয় তাহলে আমাদের লোকাল থ্রেডটা অনেকটা লোকাল বোর্ডের মতন করা যাবে, মানে বিষয়টি আর একটু বুঝিয়ে বলি আমাদের ফোরাম এর মেটাবোর্ডে সাধারণত কি রিলেটেড আলোচনা হয়? - এখানে ফোরাম রিলেটেড বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়।
তো আমাদের প্রথম পেজে যদি এরকম কয়েকটা পোস্টের লিংক বসানো যেত -

যদিও আপনার আইডিয়াটা আমারটার থেকে কিছুটা ভিন্ন, তবুও আপনারটা আরো লিজেন্ডারি মানের একটা আইডিয়া। আপনি যে উদাহারন দিলেন, এভাবে আমরা চাইলেই লোকাল থ্রেড কে একটা বোর্ড বানিয়ে ফেলতে পারি। কেউ পোষ্ট করলে তার পোষ্ট এর নিচে ক্যাটাগরির নাম উল্লেখ করে দিতে পারে। তবে সব পোষ্ট ওখানে যায়গা পাওয়ার মতো নয়। শুধুমাত্র সিলেক্টেড কিছু পোষ্ট সেখানে যায়গা পেতে পারে।

আর আমি যেটা বলেছিলাম সেটা একটু অন্য রকম। ধরেন সেপ্টেম্বর মাসের সব গুলো পোষ্ট চেক করে সেরা ইনফরমেটিভ কয়েকটা পোষ্ট এর লিংক একটা পোষ্ট এ কম্বাইন্ড করে মাস শেষে পোষ্ট করে রাখা। এতে করে অনেক গুরুত্বপূর্ণ পোষ্টগুলো খুজে পেতে সুবিধা হবে।
Jump to: