Author

Topic: বাংলা (Bengali) - page 144. (Read 5302808 times)

jr. member
Activity: 448
Merit: 2
September 22, 2023, 10:39:26 AM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
September 22, 2023, 10:16:08 AM
গ্লোবালে অর্থনীতি নিয়ে আলোচনা হলেও আমাদের এই থ্রেডে অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় না। কিভাবে আমরা আমদের জীবন চালাবো কিভাবে আমাদের সংসারে উন্নতি করবো? যাইহোক আমার এলাকার বুজুর্গ মুরুব্বী  আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, তা হলো যদি আমি ১ টাকা ইনকাম করি ৭৫ পয়সা ব্যয় করতে বলেছেন। এবং অবশিষ্ট ২৫ পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বলেছেন, (আপনি আরো বেশি সঞ্চয় করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার)। এই উপদেশ টি যুক্তিসঙ্গত মনে করি। এই উপদেশ টি আমি মনে করি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা যদি আপনার সংসার উন্নতি করতে চান তাহলে আপনাকে আয়ের থেকে ব্যয় কমিয়ে রাখতে হবে। যার দেখবেন আয়ের থেকে ব্যয় বেশি সেই ব্যাক্তি দেখবেন ঋণগ্রস্ত হয়ে আছেন। যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে সেই ব্যক্তির সংসারে কখনো দরিদ্রতা ছাড়ে না। আমরা যদি ১ টাকা কামাই করি যদি ২৫ পয়সা সঞ্চয় করার জন্য রেখে দেই। এখন এই ২৫ পয়সার থেকে ১০ পয়সা বিটকয়েনে বিনিয়োগ করে রাখা অনেক ভালো মনে করি। এবং বাকি ১৫ পয়সা যেকোন ভৌত সম্পদের মধ্যে রাখতে পারেন বা টাকাই ব্যাংকে রাখতে পারেন। আমি সম্পূর্ণ টাকা বিটকয়েনে বিনিয়োগ করার পরামর্শ কখনো দিবো না, কারন বিটকয়েনে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। আবার সম্পুর্ন টাকা ব্যাংকে রাখা উচিত না কারন আমাদের দেশে দিন দিন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে চলেছে। আপনার টাকার মুল্য দিন দিন হাড়াতে থাকবে। সঞ্চয়ের অর্ধেকের বেশি টাকা ভৌত সম্পদ রাখা ভালো, আপনি যদি ব্যাংকে রাখতে চান রাখতে পারেন আমি ব্যাংকে রাখা ভালো মনে করি না, ভৌত সম্পদে বা বাংকে রাখার পর বাকি টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখলে, ভবিষ্যতে আপনি অনেক লাভবান হতে পারেন। তাই যা কামাই করুন তার থেকে অল্প পরিমান ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। সঞ্চয়ের কিছু টাকা আপনি বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন।

এই বিষয়ে আপনাদের মতামত কী শেয়ার করুন?

সোর্স: আমার এলাকার মুরুব্বি দেওয়া উপদেশ এর উপর ভিত্তি করে ও economics বোর্ড থেকে জ্ঞান অর্জন করে আমার নিজের মতো করে পোস্ট টি লিখেছি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 22, 2023, 09:57:25 AM
আইফোন কিনার কোনো যৌক্তিক কারণ দেখিনা ভাই। আমার কাছে টোটালি ওয়েস্ট অফ ম্যানি মনে হয়। হ্যা আপনার যদি লাখ লাখ টাকা থাকে, কোথায় হুদাই টাকা উড়াবেন খুজে পাননা সেক্ষেত্রে কিনতেই পারেন। কিন্তু আপনার আমার মতো মানুষের এইসব আইফোন কিনার থেকে সেই টাকা দিয়ে ফল কিনে খাওয়া বেশি বেটার বলে মনে করি। ফল খাওয়া দ্বারা টাকাটা ভালো কাজে লাগানোর কথা মিন করছি। আর ভাই এখনকার আইফোন গুলোত যত হারে সিপিইউ পাওয়ার, ক্যামেরা পাওয়ার, রাম রোম লাগানো হয় সেটা আদেও নরমাল ইউজারদের প্রয়োজন হয়না। প্রতিবছর খালি কালার চেন্জ করে নিউ নিউ ফোন লঞ্চ করে  Grin।  আমি সেই কত আগের একটা ফোন চালাই, কখনো এমন মনে হয়নাই যে আমার আইফোনের দরকার।

আইফোন কেনার পর সাধারনত এর গ্রাহকরা এ্যাপল এর একটা ইকো সিষ্টেম এ ঢোকার ঝুকিতে পড়ে। আপনি আইফোন কেনার পর আপনার যেটা দরকার হবে সেটা হলো এয়ারপড! হুদাই এক্সপেন্সিভ একটা জিনিস। তারপর আপনার লাগবে এ্যপল ওয়াচ! সেটা আপনার আইফোনের সাথে পেয়ার করে বেশ কিছু ফিচারের সুবিধা নিতে পারবেন। আই ফোন কেউ কেউ শো অফ করার জন্য কেনে, অনেকে আবার শখ করে কেনে। অনেকে আবার কাজের জন্য কিনে। অনেক গেমার আছে যারা আই ফোন কিনে ভালো মোবাইল গেমস খেলার জন্য আর ষ্ট্রিমিং করার জন্য। আই ফোনে গেম গুলো অনেক ষ্ট্যাবল হয়ে থাকে। তবে এটা কিনতে যেমন খরচ, কোনো কিছু ড্যামেজ হলে মেরামত করতেও খরচ।

আইফোন,আইপ্যাড,ম্যাকবুক, এ্যাপেল ওয়াচ (iWatch), এগুলা আসলে একটা ডিভাইস আরেকটা ডিভাইস এর সাথে খুব সহজে কানেক্ট করা যায়, ফাইল থেকে ডেটা সবকিছুই খুব সহজে হ্যান্ডেল করা যায়, মনে করেন আপনি কোনো কারনে ম্যাকবুকে আপনার একটা ফাইল সেভ করতে ভুলে গেছেন দেখবেন সেটা দেখবেন অই অবস্থাই থেকে গেছে এবং আইফোন থেকে সেটা ম্যানেজ করতে পারবেন, আবার আপনার আইপ্যাড এর একটা ডিজাইন করেছেন সেটা আবার আপনার ম্যাকবুক থেকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন। এ্যপেল এর প্রোডাক্ট অনেক লং লাস্টিং করে, ভালোভাবে ব্যাবহার করতে পারলে খুব সহজে কিছু হয়না।

আর সিকিউরিটি নিয়ে তো কোনো কিছু বলারই নাই, এ্যাপেল যেভাবে সবকিছু খুব সহজ কানেক্ট করে অন্য কোনো ডিভাইস তা পারেনা। এই জন্যে এ্যাপেল কে কেউ টিক্কা দিতে পারেনি।

আরো অনেক ফিউচার আছে একটু ইউটিউব করলেই পেয়ে যাবেন, আমিও বিভিন্ন্য ভিডিও দেখেই এগুলা যেনেছি। 
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 22, 2023, 08:15:58 AM
আইফোন কিনার কোনো যৌক্তিক কারণ দেখিনা ভাই। আমার কাছে টোটালি ওয়েস্ট অফ ম্যানি মনে হয়। হ্যা আপনার যদি লাখ লাখ টাকা থাকে, কোথায় হুদাই টাকা উড়াবেন খুজে পাননা সেক্ষেত্রে কিনতেই পারেন। কিন্তু আপনার আমার মতো মানুষের এইসব আইফোন কিনার থেকে সেই টাকা দিয়ে ফল কিনে খাওয়া বেশি বেটার বলে মনে করি। ফল খাওয়া দ্বারা টাকাটা ভালো কাজে লাগানোর কথা মিন করছি। আর ভাই এখনকার আইফোন গুলোত যত হারে সিপিইউ পাওয়ার, ক্যামেরা পাওয়ার, রাম রোম লাগানো হয় সেটা আদেও নরমাল ইউজারদের প্রয়োজন হয়না। প্রতিবছর খালি কালার চেন্জ করে নিউ নিউ ফোন লঞ্চ করে  Grin।  আমি সেই কত আগের একটা ফোন চালাই, কখনো এমন মনে হয়নাই যে আমার আইফোনের দরকার।

আইফোন কেনার পর সাধারনত এর গ্রাহকরা এ্যাপল এর একটা ইকো সিষ্টেম এ ঢোকার ঝুকিতে পড়ে। আপনি আইফোন কেনার পর আপনার যেটা দরকার হবে সেটা হলো এয়ারপড! হুদাই এক্সপেন্সিভ একটা জিনিস। তারপর আপনার লাগবে এ্যপল ওয়াচ! সেটা আপনার আইফোনের সাথে পেয়ার করে বেশ কিছু ফিচারের সুবিধা নিতে পারবেন। আই ফোন কেউ কেউ শো অফ করার জন্য কেনে, অনেকে আবার শখ করে কেনে। অনেকে আবার কাজের জন্য কিনে। অনেক গেমার আছে যারা আই ফোন কিনে ভালো মোবাইল গেমস খেলার জন্য আর ষ্ট্রিমিং করার জন্য। আই ফোনে গেম গুলো অনেক ষ্ট্যাবল হয়ে থাকে। তবে এটা কিনতে যেমন খরচ, কোনো কিছু ড্যামেজ হলে মেরামত করতেও খরচ।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 22, 2023, 07:38:26 AM

Quote
প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ।
কেন কোন দুঃখে আপনি আপনার নিজের পোস্টেই মেরিট দিবেন? যদি নিজেই নিজের অ্যাকাউন্টে মেরিট দেন তাইলে অন্যরা কিভাবে আপনার পোস্ট এটি ভালো পোস্ট হিসেবে গণ্য করে মেরে দেবে আপনি নিজেই তো নিজের বিচার করলেন তাইলে। আর ফোরাম এই অপশন রাখেনাই আপনি নিজেই নিজের একাউন্ট দিয়া সেই অ্যাকাউন্টে মেরিট দিতে পারবে না তবে আপনার যদি কোন আল্টাকরণ থাকে তাহলে দিতে পারবেন। তাই যদি ধরা খান তাহলে একাউন্টে রেট খাইতে পারেন Merit Abuser হিসেবে ।

ভাই যাদেরকে সয়তানে নাড়াচাড়া করে তারা ছাড়া এইসব কাজ কর্ম কেউ করার চেস্টা করেনা, Cheesy কারন তারা জানে যে এ্যাকাউন্টে পরে সমস্যা হবে, ভাই আপ্নারা মেরিট নিয়ে এতো হতাস হয়েন না রেগুলার পোস্ট করতে থাকেন তাহলে আর আপনার পোস্টের মাধ্যমে যদি অন্যদের হেল্প হয়, বা পোস্টের মান ভালো হয় তাহলে সময় লাগতে পারে কিন্তু মেরিট পাবেন তাতে কোনো সন্দেহ নাই।

আমার এ্যাকাউন্ট রেজিস্টার করা October 07, 2019 এই দিনে কিন্তু আমার ফুল মেম্বার হতে ৪বছরের মতো লেগে গেছে, অনেকেই আবার এই সময়ের মধ্যে ভালো পোস্ট করে লেজেন্ডারিও হয়ে গেছেন, সবাই একটু বেশি সময় দেন তাহলে দেখবেন মেরিট পাচ্ছেন।
sr. member
Activity: 546
Merit: 309
September 21, 2023, 09:24:08 PM
আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?
মেম্বারশিপ কমে যাওয়ার কারন হচ্ছে তার পোস্ট ডিলিট হওয়া। ভাই একটা র‍্যাঙ্ক রিচ করার জন্য মেরিটের পাশাপাশি প্রয়োজন হয় এক্টিভিটির আর activity হয় একটি নির্দিষ্ট সময়ের পর পর পোস্টের উপর ভিত্তি করে। এক্টিভিটি হওয়ার জন্য অবশ্যই আপনার সমপরিমাণ পোস্ট থাকা বাধ্যতামূলক আবার অনেক সময় বেশি পরিমাণে পোস্ট থাকলেও সেই সময় পরিমাণ এক্টিভিটি হয় না কারোর এক্টিভিটি শুধুমাত্র ১৪ দিন পর পর ১৪ টা করে বাড়ে। আর যদি কারো এক্টিভিটির থেকে পোস্ট ডিলিট হয়ে কমে যায় যেমন জুনিয়র মেম্বার হতে লাগে ৩০ এক্টিভিটি আর ১ টা মেরিট যদি কোন জুনিয়র মেম্বারের পোস্ট ডিলেট হইয়া ২৯ টা হয় তারপরে তার এক্টিভিটিও কমে যাবে আর র‍্যাংক ডাউন হবে। তবে আবার ১ টা পোস্ট করে ৩০ এক্টিভিটি মিল হলে আবারও জুনিয়র মেম্বার হবে।

আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?

বিটকয়েনটক আইডির মেম্বারশিপ পরিবর্তন হওয়ার কারণ হতে পারে সেই আইডিটা অনেকদিন ধরে এই সাইটে লগ-ইন না করা। বিটকয়েনটকের নিয়মানুযায়ী, যদি কোনো মেম্বার ৩০ দিনের বেশি সাইটে লগ-ইন না করে, তাহলে তার মেম্বারশিপ কমে যায়।
ভাই যেটা জানেন না সেটার ভুল ভাল উত্তর দেন কেন? আপনি এটা কোথায় দেখছেন যে ৩০ দিনের বেশি সময় এই ফোরামে লগইন না করলে rank কমে যায়? ভাই যে জিনিসটা আপনি কনফার্ম জানবেন সেই জিনিসটা অন্যদের জানাবেন ভুলভাল কিছু এখানে পোস্ট করে অন্যদের বিভ্রান্ত করবেন না।

Quote
প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ।
কেন কোন দুঃখে আপনি আপনার নিজের পোস্টেই মেরিট দিবেন? যদি নিজেই নিজের অ্যাকাউন্টে মেরিট দেন তাইলে অন্যরা কিভাবে আপনার পোস্ট এটি ভালো পোস্ট হিসেবে গণ্য করে মেরে দেবে আপনি নিজেই তো নিজের বিচার করলেন তাইলে। আর ফোরাম এই অপশন রাখেনাই আপনি নিজেই নিজের একাউন্ট দিয়া সেই অ্যাকাউন্টে মেরিট দিতে পারবে না তবে আপনার যদি কোন আল্টাকরণ থাকে তাহলে দিতে পারবেন। তাই যদি ধরা খান তাহলে একাউন্টে রেট খাইতে পারেন Merit Abuser হিসেবে
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 21, 2023, 11:53:12 AM
আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?

বিটকয়েনটক আইডির মেম্বারশিপ পরিবর্তন হওয়ার কারণ হতে পারে সেই আইডিটা অনেকদিন ধরে এই সাইটে লগ-ইন না করা। বিটকয়েনটকের নিয়মানুযায়ী, যদি কোনো মেম্বার ৩০ দিনের বেশি সাইটে লগ-ইন না করে, তাহলে তার মেম্বারশিপ কমে যায়।

এরকম আইডির রেঙ্ক আপ করার জন্য আবার Merit আর Activity লাগবে।

প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ।

না নিজের পোস্টে নিজে মেরিট দিতে পারবেন না। হ্যাঁ আপনি মেরিট দেয়ার ঐ ওয়েবপেজ পর্যন্ত যেতে পারবেন, কিন্তু মেনিট সেন্ড বাটনে চাপ দিলে ইরর সো করবে।

আমি এ বিষয় নিয়ে একটি টপিক ও তৈরি করেছিলাম, চাইলে সেটা পড়তে পারেন।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
September 21, 2023, 11:00:21 AM
আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?

বিটকয়েনটক আইডির মেম্বারশিপ পরিবর্তন হওয়ার কারণ হতে পারে সেই আইডিটা অনেকদিন ধরে এই সাইটে লগ-ইন না করা। বিটকয়েনটকের নিয়মানুযায়ী, যদি কোনো মেম্বার ৩০ দিনের বেশি সাইটে লগ-ইন না করে, তাহলে তার মেম্বারশিপ কমে যায়।

এরকম আইডির রেঙ্ক আপ করার জন্য আবার Merit আর Activity লাগবে।

প্রশ্ন : আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা নিজের পোস্টে কী নিজেই মেরিট দেওয়া যায়? এ সম্পর্কে কারও জানা থাকলে জানাবেন প্লিজ।
jr. member
Activity: 448
Merit: 2
September 21, 2023, 10:52:54 AM
আমি বর্তমানে দেখতেছি অনেক বিটকয়েনটক আইডির মেম্বারশিপ রেঙ্ক বাড়ার পরিবর্তে কম তেছে। অনেকে জুনিয়র মেম্বার থেকে নিউবি হয়েগেছে। আমার প্রশ্ন হচ্ছে : এরকম কেন হয়? আবার কি নিউবি থেকে জুনিয়র মেম্বারে যাওয়া সম্ভব?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 21, 2023, 10:43:39 AM
sr. member
Activity: 546
Merit: 309
September 21, 2023, 09:46:13 AM
hero member
Activity: 770
Merit: 482
September 21, 2023, 08:18:49 AM
এটা কি আসলে সত্যি নাকি ফেক। আমারে এক বড় ভাই বলল যে এখান থেকে বেশ ইথার নামক টোকেন পাওয়া যায়। এমনকি অনেকের ইতিমধ্যে এই টোকেন পেয়েছে।
এবং এটার কাজ করার প্রসেস হচ্ছে যে প্রথমে জিমেইল দিয়ে সাইনআপ করে তারপর নিজের twitter account এর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আমি বলতে চাই টুইটার একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে যেহেতু লগইন করতে হয় তাহলে তো টুইটার তাদের হয়ে যাওয়ার কথা।
অভিজ্ঞতের পরামর্শ চাচ্ছি এটা কি সত্যি আসল নাকি ফেক।

সেই বড় ভাইকে বলেন বিস্তারিত জানানোর জন্য। আপনি যে স্ক্রিনশট শেয়ার করলেন সেখানে তো তেমন কিছু দেখতে পেলাম না। না কোনো ব্যালেন্স, না কোনো ট্রানজেকশন। তো এটা দেখে আসলে কোনো ফায়দা নাই। কোনো ওয়েবসাইটে লগইন করার জন্য যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড দিতে হয়, আমি মনে করি সেটা ফিশিং ওয়েবসাইট। আপনি পাসওয়ার্ড দেয়ার পর সেই একাউন্ট হ্যাক হয়ে যাবে। কোনো ওয়েবসাইটে যদি সোশ্যাল মিডিয়া দিয়ে লগইন করার সিষ্টেম থাকে, তাহলে তাদের ওয়েবসাইটের লগো দেয়া থাকে যেটাতে ক্লিক করলে আপনাকে সেই সোশ্যাল মিডিয়ায় রিডিরেক্ট করে নিয়ে যাবে এবং পারমিশন চাইবে। পারমিশন দেয়ার আগে খেয়াল করবেন যে কি কি একসেস নিচ্ছে। লিংক দেখে মোটেই কোনো প্রফেশনাল ওয়েবসাইট মনে হচ্ছে না। চেক করার জন্যেও ট্রাই করার কোনো ইচ্ছে নেই।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
September 21, 2023, 08:17:27 AM
গ্লোবালে কয়েকদিন আগে আমি একটি পোস্ট দেখেছিলাম ভাবলাম আমাদের এই লোকাল থ্রেডে শেয়ার করি। প্রতিবছর অ্যাপল আইফোন এর নতুন সিরিজ রিলিজ করে থাকে। এবারো iPhone 15 রিলিজ করবে সম্ভবত আগামী কাল রিলিজ করা হবে। আমাদের এখানে হয়তো অনেকেই সখ পুরুন করার জন্য আইফোন কেনার প্রস্তুতি নিয়ে রয়েছে, আপনাদের মাঝে কি কেউ আইফোন কিনতে ইচ্ছুক? আমাদের বাংলাদেশ অনেকেই প্রস্তুতি নিয়ে রয়েছে আইফোন কিনবে। যদি আজকে আইফোন কিনে একদিন ব্যবহার করেন আগামী কাল এর দাম মার্কেট প্রাইজ থেকে কিছুটা কমে যাবে। দিন যাবে আপনার আইফোনের মুল্য হাড়াতে থাকবে। আইফোনের মুল্য কী বৃদ্ধি পাবে? যাইহোক আমি নিউজে আইফোন প্রো ম্যাক্স এর প্রাইজ ২ লাখ টাকা দেখলাম। জানি না সঠিক দাম কিনা। যদি আইফোন প্রাইজ প্রায় $১৭০০ ডলার প্রায় (কম বেশি হতে পারে) যা দিয়ে আপনি ০.০৬৫ প্রায় (কম বেশি হতে পারে) বিটকয়েন কিনতে পারবেন। আপনি বিটকয়েন কিনে রাখলে বিটকয়েনের দাম দিন যাবে বৃদ্ধি পাবে। এছাড়া আগামী বছর বিটকয়েন হালভিং ডে। আপনি যদি আইফোনের মুল্য দিয়ে বিটকয়েন কিনে রাখেন পরবর্তী ২০২৫ সালে দেখা যাবে আপনি সেই বিটকয়েন দিয়ে ২ টা বা বেশিই আইফোন কেনার অর্থ প্রফিট পেতে পারেন। যাইহোক আইফোন কেনার চেয়ে কিন্তু নরমল ফোন ও ব্যবহার করা যায়। তাই আইফোন কে বর্জন করি বিটকয়েন বেছে নিই।

সোর্স: আমি এই ট্রপিক অনুযায়ী আমার নিজের মতো করে লিখে পোস্ট করেছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 21, 2023, 01:57:45 AM
১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না?
বিদেশ থেকে অলরেডি ইমপোর্ট যেগুলো করা হয়েছে, সেগুলো আপনার দেশের আইন অনুযায়ী বৈধ না হলে বা দেশে এর কোনো কোম্পানি না থাকলে আপনি লিগ্যালি সেগুলো এক্সপোর্ট করতে পারবেন না। ধরেন আমাদের দেশে বিটকয়েন মাইনারের কোনো ফ্যাক্টরি নাই। অবৈধ পথে কিছু মাইনার ইমপোর্ট করা হয়েছে। এসব কোম্পানীর ক্ষেত্রে লাইসেন্স থাকা বাধ্যতা মূলক। এক্সপোর্ট করার জন্য অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যেহেতু বাংলাদেশে কারো এগুলোর লাইসেন্স নাই, এই নামে কোনো কোম্পানীও বাংলাদেশে নাই, আপনি চাইলেই সেগুলো রপ্তানি করতে পারবেন না। বিশ্বের অনেক দেশে গাজা বৈধ, এরকম হলে বাংলাদেশ গাজা না পুড়িয়ে সেসব দেশে গাজা রপ্তানি করে দিতো  Grin Grin আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।

২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই?
রিসাইকেল কোষ্ট মোটামোটি ভালেই হবে। কিন্তু রিসাইকেল করার পরে কি কেম কোয়ালিটি আসবে সেটা আমরা জানি না। আর রিসাইকেল করার প্রযুক্তি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না।

৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না?
ব্যাবহার করতে গেলে রিসাইকেল করতে হবে। এ প্রযুক্তি বাংলাদেশে আছে বলে মনে হয় না। আর রিসাইকেল করার পর সেটার যে দাম থাকবে, এই দামে বা এই খরচে নতুন করে এ্যালকোহল বানানো যাবে। এজন্য হুদাই খরচ করে লো কোয়ালিটির এলকোহল বানানোর প্রয়োজনীয়তা নেই।

jr. member
Activity: 33
Merit: 4
September 20, 2023, 10:58:52 PM
https://www.friend.tech/




এটা কি আসলে সত্যি নাকি ফেক। আমারে এক বড় ভাই বলল যে এখান থেকে বেশ ইথার নামক টোকেন পাওয়া যায়। এমনকি অনেকের ইতিমধ্যে এই টোকেন পেয়েছে।
এবং এটার কাজ করার প্রসেস হচ্ছে যে প্রথমে জিমেইল দিয়ে সাইনআপ করে তারপর নিজের twitter account এর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আমি বলতে চাই টুইটার একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে যেহেতু লগইন করতে হয় তাহলে তো টুইটার তাদের হয়ে যাওয়ার কথা।
অভিজ্ঞতের পরামর্শ চাচ্ছি এটা কি সত্যি আসল নাকি ফেক।
full member
Activity: 742
Merit: 157
September 20, 2023, 02:57:02 PM
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 20, 2023, 11:43:36 AM
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন।

তো মূল কথায় আসি, আমি আজ একটা
নিউজ
দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে।

আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?

বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না।

মদ খাওয়া ও বিক্রির অনুমতি পাবেন যারা.
উপরে থেকে অনেক কিছুই জানতে পারবেন।  Cheesy
 Grin Grin Grin Cheesy Cheesy মদ খাওয়া বাংলাদেশে কোন অপরাধ না বরং মদ খেয়ে মাতলামো করা একটা অপরাধ, আমরা জখন মদ খাওয়া শুরু করি তখন আমাদের কোন লিমিট থাকেনা, কিন্তু বলা হয়ে থাকে শীত প্রাধান দেশগুলোতে ৫০ থেকে ১০০ গ্রাম মদ খায় কারণ শরীরকে গরম রাখার জন্যে ।  Cheesy

আর আমাদের দেশের মানুষ মদ খায় পরিবেশ গরম করার জন্যে  Grin যায় হোক মদ যেহেতু আমাদের মুসলিম ধর্মে হারাম এবং বাংলাদেশি বেশিরভাগ মুসলিম তাই এটা নিয়ে আমরা আর বেশিদূর না আগাই।
jr. member
Activity: 33
Merit: 4
September 20, 2023, 10:35:42 AM

আপনার দেওয়া নিউজে যে মদ গুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মদ নয়। সেগুলো হলো ভারতের যেগুলো প্রায় প্রতি বছরই সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয় এবং দেখা যায় প্রচুর পরিমাণে ধরা খায় এবং প্রায় উৎসব আকারে এগুলো ধ্বংস করা হয়। আমাদের দেশীয় মদ গুলো কিন্তু এভাবে ধ্বংস করা হয় না।



বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই।

অবশ্যই নিয়ম আছে মধ্যপানের ব্যাপারে। যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়াএ দেশে মদ নিষিদ্ধ এবং এদেশের মুসলিম নাগরিকদের জন্য মদ্যপান করা অবৈধ বটে। কোন মুসলিম চিকিৎসা প্রয়োজন ব্যতীত কোন মধ্য পান করতে পারবে না। ভাই মদ্যপান নিয়ে অনেক নিয়ম কানুন রয়েছে বলতে গেলে প্রায় শেষ হবে না।
newbie
Activity: 20
Merit: 0
September 20, 2023, 09:06:35 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 20, 2023, 08:46:02 AM
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন।

তো মূল কথায় আসি, আমি আজ একটা
নিউজ
দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে।

আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?

বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না।

১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না?
২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই?
৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না?
৪. ইত্যাদি ইত্যাদি। (সব পয়েন্ট উল্লেখ করা সম্ভব না)


আমার এমন প্রশ্ন করার কারণ কি?

সম্প্রতি আমি নিউজে দেখেছি, বাংলাদেশি মদ কোম্পানি কেরু নাকি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। তো তাদের এসব মদও তো কেউ না কেউ কনজিউম করতেছে। দেশি মদ ছাড়াও কিন্তু বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ (বৈধ অবৈধ পরের বিষয়) বিভিন্ন বার সহ অনেক জায়গায় বিক্রি হয়। হ্যাঁ এখানে হয়তো লাইসেন্স এর একটা বিষয় রয়েছে। কেরু বৈধ ভাবে তাদের ব্যবসা করেতেছে, আর যেগুলো মদ ধরা পড়ছে সেগুলো সব অবৈধ। বাট মদ তো মদ ই। হোক সেটা দেশি বা বিদেশি, মদের উপাদান তো আর চেন্জ হচ্ছে না, হয়তো আ্যালকোহলের মাত্রা আলাদা হতে পারে, বাট জিনিসটা তো যেই লাউ সেই কদুই। আশা করি বুঝতে পেরেছেন কি মিন করছি।

হয়তো বাংলাদেশে এখন এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বা এসব হ্যানডেল করার মতো জনবল নেই। পৃথিবীর অন্যন্য দেশে এসব কিভাবে কি করা হয় তাও আমি জানিনা। আমি প্রায়ই একটা বিদেশি ভিডিও দেখতাম যেখানে এয়ারপোর্টে থাকা কাস্টমস্ অফিসারা মদ, সিগারেট, বা মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করতো। নিশ্চয় তারা এসব ফালায় দেয় না। কিছু না কিছু তো অবশ্যই করে।

আপনাদের মাথায় কখনো কি এমন প্রশ্ন এসেছে? আমার মাথায় প্রায়ই এমন প্রশ্ন ঘোরে, বাট উত্তর পাই না। এটা কিন্তু কোনো মজার বিষয় না, একবার ভালোভাবে চিন্তা করে দেখুন তো। Wink

আমি কোনো বিধিমালা জানতে চাইনা, বরং নষ্ট না করে আল্টারনেটিভ কোনো রাস্তা ছিল কিনা তা জানতে চাই।
Jump to: