Author

Topic: বাংলা (Bengali) - page 144. (Read 5715620 times)

sr. member
Activity: 476
Merit: 359
October 06, 2023, 10:09:08 PM
ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের আজকের ম্যাচে সাকিব আল হাসান একটি অবিস্মরণীয় সাফল্য পেতে যাচ্ছে । সাকিব আল হাসান মাত্র ৪১ টি রান সংগ্রহ করলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পিছনে ফেলে একদিনের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সেরা 6 নাম্বার উঠে আসবে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি সেরা অর্জন বলা চলে যা অতীতের কেউ করে দেখাতে পারেনি। ৪১টি রান সংগ্রহ করলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলকে পিছনে ফেলে শীর্ষ ষষ্ঠ অবস্থায় উঠে আসবে।

সাকিব আল হাসান হল বাংলাদেশ ক্রিকেটের একটি উজ্জ্বল নক্ষত্র।সাকিব আল হাসান এর আগেও অনেক ইতিহাস তৈরি করেছেন। আমি একটি কারণ বলছি সেটি হল ক্রিকেটের তিন ফরমেটে তিনি একসময় এক নাম্বার অলরাউন্ডার ছিলেন। যা আজ পর্যন্ত বিশ্বের কোন ক্রিকেটার করতে পারেনি সেটা সাকিব আল হাসান করেছিলেন। তবে আজকে যদি সে ৪১ রান করতে পারে সে আরও একটি মাইল ফলক স্পর্শ করবে।
sr. member
Activity: 546
Merit: 268
October 06, 2023, 10:01:51 PM
বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে সাকিব আল হাসান একটি উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে শাকিব আল হাসানকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় হইছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট সাকিব তামিমদের অবদান কখনো ভুলতে পারবেনা। সেরকম একটি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে সাকিব আল হাসান। এখানে বাংলাদেশের এসিভমেন্ট হিসাবে উল্লেখ করছি তবুও এটি ক্রিকেটের বিষয়ে আলোচনা এখানে না করাই ভালো।



ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের আজকের ম্যাচে সাকিব আল হাসান একটি অবিস্মরণীয় সাফল্য পেতে যাচ্ছে । সাকিব আল হাসান মাত্র ৪১ টি রান সংগ্রহ করলে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের পিছনে ফেলে একদিনের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সেরা 6 নাম্বার উঠে আসবে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি সেরা অর্জন বলা চলে যা অতীতের কেউ করে দেখাতে পারেনি। ৪১টি রান সংগ্রহ করলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইলকে পিছনে ফেলে শীর্ষ ষষ্ঠ অবস্থায় উঠে আসবে। আমরা সাকিব আল হাসানের এই সাফল্য অর্জনের প্রতীক্ষায় রইলাম।

Source: Most runs https://www.espncricinfo.com/records/trophy/batting-most-runs-career/world-cup-12
staff
Activity: 2436
Merit: 2347
October 06, 2023, 02:04:35 PM
ক্রিপ্টো বাজারে Altcoins এর দাম বৃদ্ধি



আপনার পোস্টটি অনেক হেল্পফুল । আমি এটি পড়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের ক্রিপ্টো মার্কেটের অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম । কিন্তু একটি বিষয় নিয়ে বলতে চাই ,এটা হচ্ছে binance এর ইংরেজি একটি পোষ্ট যা আপনি সম্পুর্ণ কপি করে ইংরেজি থেকে বাংলা তে অনুবাদ করে করে পোস্ট করেছেন। আমার ধারণা অনুযায়ী এটা চুরি যদিও (সোর্স) লিংক আছে।  আমি মনে করি যদি গুগল বা অন্য কোথাও থেকে পোস্ট নেওয়া হয় সেটা quote কোড দ্বারা অন্তর্ভুক্ত করতে হবে । এবং সেই পোস্ট অনুযায়ী প্রশ্ন করতে হবে অথবা নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে ।
আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

A link to the source is sufficient. There is no need to reinvent the wheel.

উৎসের একটি লিঙ্ক যথেষ্ট। চাকা পুনরায় উদ্ভাবনের প্রয়োজন নেই।
full member
Activity: 546
Merit: 164
October 06, 2023, 01:14:36 PM
আমি একজন বাংলাদেশী। Bitcointalk ফোরামে বাংলা ভাষায় মাধ্যেমে কথা বলতে পেরে খুব খুশি হয়েছি ।আমি এই ফোরামে  কিছু দিন আগে একাউন্টটি তৈরি করছি । আশা রাখি , এই থ্রেডে এর সিনিয়র ভাইয়েরা সাহায্য করবেন । আমি শুরুর দিকে ফোরামের নিয়ম অনুসরণ করেছি।

আমি এই ফোরামে আসছি বিভিন্ন দিক থেকে অভিজ্ঞ হওয়ার জন্য । আমার জ্ঞান অর্জনের প্রথম ধাপটি হচ্ছে বাংলা থ্রেড। কারণ আমি নিজের ভাষায় সমস্ত প্রশ্ন , টপিক নিয়ে আলোচনা করতে পারবো।

আমি বাংলা থ্রেডকে নিয়ে অনেক proud feel করি কারণ বাংলাদেশি অনেক ভাইয়েরা উচ্চ পদমর্যাদা অর্জন করেছেন। এবং তারা এই থ্রেডকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে । আর এভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে , ভবিষ্যতে আমরা বাংলা বোর্ড পেয়ে যাবো। Bangladesh
প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ বাংলা ফোরাম নিয়ে এত সুন্দর একটি পোস্ট করার জন্য। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা তাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাংলা ভাষার প্রতি তাদের অনেক ভালোবাসা তাতে করে যদি আমরা  বাংলায় পোস্ট করতে পারে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। বাংলা ফোরাম  অনেক সিনিয়র ভাইয়েরা আছে যারা বাংলা ফোরাম থেকে অনেক ভালো কিছু করেছে। তাই আমরা বাংলা ফোরামের যদি ভালো মানের পোস্ট করতে পারি  এখান থেকে আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। শুভকামনা রইল আপনার জন্য আপনি ভবিষ্যতে আরো ভালো মানের পোস্ট করুন।
newbie
Activity: 11
Merit: 0
October 06, 2023, 12:43:45 PM
ক্রিপ্টো বাজারে Altcoins এর দাম বৃদ্ধি



আপনার পোস্টটি অনেক হেল্পফুল । আমি এটি পড়ে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের ক্রিপ্টো মার্কেটের অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম । কিন্তু একটি বিষয় নিয়ে বলতে চাই ,এটা হচ্ছে binance এর ইংরেজি একটি পোষ্ট যা আপনি সম্পুর্ণ কপি করে ইংরেজি থেকে বাংলা তে অনুবাদ করে করে পোস্ট করেছেন। আমার ধারণা অনুযায়ী এটা চুরি যদিও (সোর্স) লিংক আছে।  আমি মনে করি যদি গুগল বা অন্য কোথাও থেকে পোস্ট নেওয়া হয় সেটা quote কোড দ্বারা অন্তর্ভুক্ত করতে হবে । এবং সেই পোস্ট অনুযায়ী প্রশ্ন করতে হবে অথবা নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে ।
আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
October 06, 2023, 12:19:44 PM
ক্রিপ্টো বাজারে Altcoins এর দাম বৃদ্ধি


কয়েনডেস্কের মতে: বিটকয়েন সোমবারের প্রথম দিকে $28,000 এর উপরে দাম বৃদ্ধি পায় , যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ মূল্য চিহ্নিত করেছে।।বিশ্লেষকরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETFs) এবং এই বৃদ্ধির পিছনে মূল চালক হিসাবে মৌসুমী প্রবণতা কথা উল্লেখ্য করেছেন ।। গত সপ্তাহে, জাপানি এক্সচেঞ্জ বিটব্যাঙ্কের ব্যবসায়ীরা ইতিমধ্যেই বিটকয়েনের জন্য $28,000 থ্রেশহোল্ডের উপর ফোকাস করছে।। $28,500 স্তরটি পূর্বে বুল মার্কেট একটি উল্লেখযোগ্য সমর্থন চিহ্নিতকারী হিসাবে কাজ করেছে এবং আগামী সপ্তাহগুলিতে এটি একটি প্রতিরোধ স্তরে রূপান্তরিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে ।।এদিকে দেখা যাচ্ছে  অল্টকয়েনের মধ্যে ইথার (ETH) গত 24 ঘন্টায় $1,700ছাড়িয়েছে, এ ছাড়াও Binance Coin (BNB) এবং Cardano (ADA) 3.3% বৃদ্ধি পেয়েছে।। পলিগন (MATIC) 5.5% বৃদ্ধি পেয়েছে, সোলানার এসওএল টোকেনগুলি 14.5% বৃদ্ধি পেয়ে প্যাকে নেতৃত্ব দিচ্ছে, মূলত এর নেটওয়ার্কে একটি সতেজ ব্যবসায়ী আশাবাদের কারণে।।বিটকয়েন এবং ইথারের ঊর্ধ্বগতি সম্ভবত ক্রিপ্টো ফিউচারে সংক্ষিপ্ত লিকুইডেশনের কারণে হয়েছে।। এই ডেটা ইঙ্গিত করে যে গত রবিবারে ক্রমবর্ধমান দামের বিরুদ্ধে ঝুঁকির মধ্যে প্রায় $94 মিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যার ফলে একটি 'সংক্ষিপ্ত চাপ' এর সৃষ্টি হয়েছে।।প্রায় 30,000 বিয়ারিশ বেটের লিকুইডেশন রেকর্ড করা হয়েছে, প্রাথমিকভাবে ক্রিপ্টো এক্সচেঞ্জ (OKX)। এই প্রক্রিয়ার মধ্যে একটি এক্সচেঞ্জের মাধ্যমে একজন ব্যবসায়ীর লিভারেজড অবস্থান জোরপূর্বক বন্ধ করা জড়িত, যা ব্যবসায়ীর প্রাথমিক মার্জিনের আংশিক বা সম্পূর্ণ ক্ষতির কারণে শুরু হয়।। এটি ঘটে যখন একজন ট্রেডার একটি লিভারেজড পজিশনের জন্য মার্জিন প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয় বা ট্রেড খোলা রাখার জন্য পর্যাপ্ত তহবিলের অভাব হয়ে থাকে ।।বাজার বিশ্লেষকরা, যেমন XS.com-এর সামের হাসন, রবিবারের লাভে অবদান রাখার কারণ হিসাবে ঐতিহ্যগত ঋতুত্বকে তুলে ধরেন।। ক্রিপ্টো সম্প্রদায়ের মধ্যে "আপটোবার" নামে পরিচিত, বিটকয়েন 2013 সাল থেকে মাত্র দুবার মাসিক ক্ষতি রেকর্ড করেছে।। আর্থিক জায়ান্ট VanEck দ্বারা ইথার ফিউচার এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF) এর প্রস্তাবের পর স্বল্পমেয়াদী চাহিদার প্রত্যাশিত বৃদ্ধির কারণে গত সপ্তাহে ক্রিপ্টো বাজারগুলি প্রধানত উন্নীত হয়েছিল।।

সোর্স
newbie
Activity: 11
Merit: 0
October 06, 2023, 12:05:46 PM
<..........>
তবে সাহায্য তো অবশ্যই ভালো কিছুর জন্য হতে হবে খারাপ কিছু করে সাহায্য চাইলে আপনি সাহায্য নাও পেতে পারেন। যেমন স্ক্যামিং, স্পামিং, ইত্যাদ করা যাবে না। সব সময়ই ভালো মানের ইনফরমেটিভ পোস্ট করবেন তাতে আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পোস্টে সাড়া দেওয়ার জন্য। আমি সব সময় চেষ্টা করবো ভালো কিছু করার । আপনার কথায় যুক্তি আছে কেননা মানুষ বর্তমান সময়ে খারাপ কাজ বেশি করে থাকে ।আপনি আমার ওপর আস্থা রাখতে পারেন । আমি সব সময় ভালোর দিকেই অগ্রসর হব ,খারাপের দিকে নয়। আমি স্ক্যামিং সম্পর্কে অনেক তথ্য জানি যেমন : স্ক্যামিং কি ।কিন্তু স্প্যামিং সম্পর্কে ধারণা নেই । যদি কেউ বলেন স্প্যামিং কি ? তাহলে অনেক উপকৃত হবো।

<___>

আমাদের মাতৃভাষার মাধ্যমে আমরা ক্রিপ্টো কারেন্সি বিষয়ক সকল কিছুর প্রশ্ন করতে পারছি এবং তার উত্তর জানতে পারছি। আমরা আশা করি অবশ্যই বাংলা থ্রেড ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যা এটা ঠিক আমাদের নিজস্ব ভাষা ব্যবহারের মাধ্যমে সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছি। আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই । আমি মনে করি সবার আগে ক্রিপ্টো সম্পর্কে সকল ধারণা রাখতে হবে। আমি  কয়েক পেজ আগের পোস্ট গুলো পড়ে যতটুকু বুঝলাম সবচেয়ে বেশি অর্থনৈতিক নিয়ে আলোচনা করা হয়েছে। যাইহোক পড়ে অনেক ভালো লাগলো।
sr. member
Activity: 476
Merit: 359
October 06, 2023, 11:54:44 AM
আমি একজন বাংলাদেশী। Bitcointalk ফোরামে বাংলা ভাষায় মাধ্যেমে কথা বলতে পেরে খুব খুশি হয়েছি ।আমি এই ফোরামে  কিছু দিন আগে একাউন্টটি তৈরি করছি । আশা রাখি , এই থ্রেডে এর সিনিয়র ভাইয়েরা সাহায্য করবেন । আমি শুরুর দিকে ফোরামের নিয়ম অনুসরণ করেছি।

আমি এই ফোরামে আসছি বিভিন্ন দিক থেকে অভিজ্ঞ হওয়ার জন্য । আমার জ্ঞান অর্জনের প্রথম ধাপটি হচ্ছে বাংলা থ্রেড। কারণ আমি নিজের ভাষায় সমস্ত প্রশ্ন , টপিক নিয়ে আলোচনা করতে পারবো।

আমি বাংলা থ্রেডকে নিয়ে অনেক proud feel করি কারণ বাংলাদেশি অনেক ভাইয়েরা উচ্চ পদমর্যাদা অর্জন করেছেন। এবং তারা এই থ্রেডকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে ।

আপনাকে এখানে স্বাগতম জানাচ্ছি। বাংলা থ্রেড নিয়ে অবশ্যই আমাদের সবারই গর্ববোধ করা উচিত কারণ আমরা এখানে আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি এবং যা জানতে চাই সেটা নিজের মনের ভাষা দিয়ে অন্যের কাছে বলতে পারি। এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট এজন্য বলছি কারণ আমাদের মাতৃভাষার মাধ্যমে আমরা ক্রিপ্টো কারেন্সি বিষয়ক সকল কিছুর প্রশ্ন করতে পারছি এবং তার উত্তর জানতে পারছি। আমরা আশা করি অবশ্যই বাংলা থ্রেড ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে
ভবিষ্যতে আমরা বাংলা বোর্ড পেয়ে যাবো। Bangladesh
এবং আমরা নিজস্ব একটা বোর্ড পাব এটা আমরা আশা ব্যক্ত করতে পারি।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
October 06, 2023, 11:45:54 AM
আমি একজন বাংলাদেশী। Bitcointalk ফোরামে বাংলা ভাষায় মাধ্যেমে কথা বলতে পেরে খুব খুশি হয়েছি ।আমি এই ফোরামে  কিছু দিন আগে একাউন্টটি তৈরি করছি । আশা রাখি , এই থ্রেডে এর সিনিয়র ভাইয়েরা সাহায্য করবেন । আমি শুরুর দিকে ফোরামের নিয়ম অনুসরণ করেছি।

আমি এই ফোরামে আসছি বিভিন্ন দিক থেকে অভিজ্ঞ হওয়ার জন্য । আমার জ্ঞান অর্জনের প্রথম ধাপটি হচ্ছে বাংলা থ্রেড। কারণ আমি নিজের ভাষায় সমস্ত প্রশ্ন , টপিক নিয়ে আলোচনা করতে পারবো।

আমি বাংলা থ্রেডকে নিয়ে অনেক proud feel করি কারণ বাংলাদেশি অনেক ভাইয়েরা উচ্চ পদমর্যাদা অর্জন করেছেন। এবং তারা এই থ্রেডকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে । আর এভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে , ভবিষ্যতে আমরা বাংলা বোর্ড পেয়ে যাবো। Bangladesh
এই বিটকয়েন ফোরামে আগমন করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে অবশ্যই আপনি এগিয়ে যাবেন এই প্রত্যাশা সবসময়ই করি। এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে সব সময় ভালো পথ অনুসরণ করতে হবে। আপনার নিজের পথ নিজেকেই অনুসরণ করতে হবে তবে এখানে আপনি সমস্যায় পরলে অবশ্যই সাহায্য চাইবেন ইনশাল্লাহ আশা করি সাহায্য সকলেই করবে। তবে সাহায্য তো অবশ্যই ভালো কিছুর জন্য হতে হবে খারাপ কিছু করে সাহায্য চাইলে আপনি সাহায্য নাও পেতে পারেন। যেমন স্ক্যামিং, স্পামিং, ইত্যাদ করা যাবে না। সব সময়ই ভালো মানের ইনফরমেটিভ পোস্ট করবেন তাতে আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন।
newbie
Activity: 11
Merit: 0
October 06, 2023, 11:16:38 AM
আমি একজন বাংলাদেশী। Bitcointalk ফোরামে বাংলা ভাষায় মাধ্যেমে কথা বলতে পেরে খুব খুশি হয়েছি ।আমি এই ফোরামে  কিছু দিন আগে একাউন্টটি তৈরি করছি । আশা রাখি , এই থ্রেডে এর সিনিয়র ভাইয়েরা সাহায্য করবেন । আমি শুরুর দিকে ফোরামের নিয়ম অনুসরণ করেছি।

আমি এই ফোরামে আসছি বিভিন্ন দিক থেকে অভিজ্ঞ হওয়ার জন্য । আমার জ্ঞান অর্জনের প্রথম ধাপটি হচ্ছে বাংলা থ্রেড। কারণ আমি নিজের ভাষায় সমস্ত প্রশ্ন , টপিক নিয়ে আলোচনা করতে পারবো।

আমি বাংলা থ্রেডকে নিয়ে অনেক proud feel করি কারণ বাংলাদেশি অনেক ভাইয়েরা উচ্চ পদমর্যাদা অর্জন করেছেন। এবং তারা এই থ্রেডকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে । আর এভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে , ভবিষ্যতে আমরা বাংলা বোর্ড পেয়ে যাবো। Bangladesh
jr. member
Activity: 33
Merit: 4
October 06, 2023, 10:45:26 AM

সাইবারপাঙ্ক এবং সাইফারপাঙ্ক একই জিনিস নয়। যদিও "সাইবার" এবং "সাইফার" শব্দগুলি একই রকম, তবে তারা বিভিন্ন জিনিসকে নির্দেশ করে। "সাইবার" সাধারণত প্রযুক্তি বা কম্পিউটার নেটওয়ার্ককে বোঝায়।
অন্যদিকে "সাইফার" কোড বা এনক্রিপশনকে বোঝায়।
"সাইবারপাঙ্ক"হল একটি বিজ্ঞান কল্পকাহিনী যা 1980-এর দশকে প্রথম আবির্ভূত হয়েছিল, এটি একটি ডাইস্টোপিয়ান ভবিষ্যত দ্বারা সংজ্ঞায়িত করা হয় যেখানে অত্যাধুনিক প্রযুক্তি প্রায়শই খারাপ উদ্দেশ্যের জন্য নিযুক্ত করা হয় এবং যেখানে সমাজ নির্মম কর্পোরেশন বা সরকার দ্বারা শাসিত হয়। সাইবারপাঙ্ক প্রায়শই একটি জঘন্য, শহুরে পরিবেশকে চিত্রিত করে যেখানে অক্ষরগুলি কম্পিউটার সিস্টেমে হ্যাক করতে বা তাদের শারীরিক সক্ষমতা উন্নত করতে প্রযুক্তি ব্যবহার করার সময় আইন ভঙ্গ করে ।
অন্যদিকে 1990-এর দশকে "সাইফারপাঙ্ক" আন্দোলনের উত্থান দেখা যায়, ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তা রক্ষার জন্য ক্রিপ্টোগ্রাফি এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহারকে কেন্দ্র করে একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনই হলো সাইফারপাঙ্ক। সাইফারপাঙ্করা মনে করে যে, ব্যক্তিগত স্বায়ত্তশাসন এবং রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখার জন্য সরকারী বা কর্পোরেট নজরদারির অধীন না হয়ে অনলাইনে যোগাযোগ এবং ব্যবসা পরিচালনা করার জন্য তাদের ক্ষমতা প্রয়োজন।
যদিও সাইবারপাঙ্কে প্রচলিত কিছু হতাশাজনক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি সাইফারপাঙ্ক দ্বারা ভাগ করা হয়েছে, এই আন্দোলনটি একটি মুক্ত এবং বিকেন্দ্রীভূত সমাজকে লালন করার জন্য প্রযুক্তি ব্যবহার করার সাথে একটি ভয়ঙ্কর ভবিষ্যতের চিত্রিত করার চেয়ে বেশি উদ্বিগ্ন।
উৎস
sr. member
Activity: 476
Merit: 359
October 06, 2023, 10:20:10 AM
হংকং-এ খুচরা স্টেবলকয়েন ট্রেডিং এখনও অনুমোদিত নয়, হংকংয়ের কর্মকর্তারা এই কথা বলেছেন


আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত হংকং খুচরা বিনিয়োগকারীদের স্টেবলকয়েন বাণিজ্য করার অনুমতি দেবে না, যা 2024 সালের শেষ নাগাদ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যেহেতু হংকং স্বতন্ত্র বিনিয়োগকারীদের জন্য ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং গ্রহণের সাথে অগ্রসর হচ্ছে, একজন স্থানীয় কর্মকর্তা জোর দিয়েছিলেন যে খুচরা স্টেবলকয়েন ট্রেডিং এখনও অনুমোদিত নয়।
হংকং টেথার ( USDT ) বা USD Coin ( USDC ) এর মতো স্টেবলকয়েনগুলির জন্য প্রবিধান গ্রহণ করেনি, যার অর্থ খুচরা বিনিয়োগকারীরা এই সম্পদগুলিকে লেনদেন করতে পারবেন না, হংকং-এর আর্থিক পরিষেবা এবং ট্রেজারি সচিব, ক্রিশ্চিয়ান হুই অনুসারে৷
স্থানীয় সংবাদ সংস্থা মিং পাও জানিয়েছে , 6 অক্টোবর একটি অনলাইন বিনিয়োগ কমিটির বৈঠকে এই কর্মকর্তা হংকংয়ে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণের বিষয়ে মন্তব্য করেছেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
sr. member
Activity: 546
Merit: 268
October 06, 2023, 09:33:39 AM
আমার ভাই প্রশ্ন একটাই এরা যদি বিটকয়েনকে অবৈধ ঘোষণা করে তাহলে ক্রিপ্টোকারেন্সি কী?
এরা আসলে কি মাল নিয়ে এতো বড় বড় দায়িত্ব পালন করছেন?
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি একে অন্যের পরিপূরক বিষয়টি ক্লিয়ার করে আগে জানা উচিত ছিল।

ভাই কয়েকদিন আগে দেখলেন না বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে ফ্রিল্যান্সারদের নিয়ে তাল্মাতাল অবস্থা বানায়ে ফেলছিলো, পরে আবার পুনোরাই সার্কুলার দিয়ে বলছে ফ্রিল্যান্সার রা বাদ থাকবে, ভাই একবার চেয়ারে বসতে পারলেই হলো, কারো মাথা ঠিক থাকেনা, কখন যে কে কি বলে কোনো ঠিক নাই, কারো কথার সাথে কারো কথার মিল নাই, এক মন্ত্রী একটা কথা বললে আরেক মন্ত্রী বলে আমি কিছু জানিনা। চলিত মাষেই বাংলাদেশ এর অবস্থা কোথায় যেয়ে ঠেকে বলা মুসকিল। যারা ইনকাম করতেছেন একটু সতর্ক থাকেন কারন দেশে যদি জরুরী অবস্থা জারী করে তাইলে জীনিষ পত্রের দাম আরো অনেক বেড়ে যাবে।
ইনকাম করুন, তাতে কোন সমস্যা নেই কিন্তু কেউ সব সম্বল এখনই শেষ কইরেন না। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখুন। এই ভাই যে কঠিন সময়ের কথা বলছেন তা অবশ্যই সামনের দিনগুলোতে আসতে পারে। দেশের রাজনীতিক  আমলারা যে পরিমাণ টাকা বিদেশ পাচার করেছে এবং বাংলাদেশ সরকার যে পরিমাণ টাকা চুরি করে ছাপিয়েছে তার খেসারত বাংলাদেশ দিতেছে, ভবিষ্যতেও দিতে হবে। আজকেও খোলা বাজারে ডলার ১২০ টাকা রেটে বিক্রি করা হচ্ছে এটা কি ইঙ্গিত দিচ্ছে? অচিরেই সুদূর ভবিষ্যতে ইন্দোনেশিয়ার মত আমাদেরও দশ হাজার টাকা ও এক লক্ষ টাকার নোট বের হবে। তখন আমাদের কাগজের টাকা ব্যবহার করার প্রয়োজন হবে না বরং আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং বাজার করতে পারবো।
কয়েকদিন আগে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্রে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সার্টিফিকেটের বিষয় নিয়ে আলোচনা করা হলে দেখা গেছে যে উনি ছিলেন কৃষির উপর ডিগ্রী নেওয়া তাহলে আপনারা পাবেন বাংলাদেশ আকাশ গবেষণা কেন্দ্রে যদি কৃষি কর্মকর্তা নিযুক্ত হয় তাহলে সে ক্ষেত্রে আপনার কি ধরনের সার্ভিস পাব।
আমার ভাই প্রশ্ন একটাই এরা যদি বিটকয়েনকে অবৈধ ঘোষণা করে তাহলে ক্রিপ্টোকারেন্সি কী?
এরা আসলে কি মাল নিয়ে এতো বড় বড় দায়িত্ব পালন করছেন?
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি একে অন্যের পরিপূরক বিষয়টি ক্লিয়ার করে আগে জানা উচিত ছিল।
যে লোকটা এত বড় একটি দায়িত্ব থেকে এ সকল কথাগুলো বলেছে তার আসলে ভার্চুয়াল কারেন্সি সম্পর্কে কোন ধারনা নেই। এমনকি সে এ বিষয়ে দক্ষতা নেই। তাই অদক্ষ লোক দিয়ে এ ধরনের বক্তৃতা শোনাই যেতে পারে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা সকালে কথা বললে সেটা বিকেলে চেঞ্জ করে ফেলে তাতেই কোন সমস্যা নেই অথচ এই লোকটা ভার্চুয়াল কারেন্সি নিয়ে একটু কথা বলছে এটাও আমাদের কোন সমস্যা হবে না।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
October 06, 2023, 08:35:00 AM
আমার ভাই প্রশ্ন একটাই এরা যদি বিটকয়েনকে অবৈধ ঘোষণা করে তাহলে ক্রিপ্টোকারেন্সি কী?
এরা আসলে কি মাল নিয়ে এতো বড় বড় দায়িত্ব পালন করছেন?
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি একে অন্যের পরিপূরক বিষয়টি ক্লিয়ার করে আগে জানা উচিত ছিল।

ভাই কয়েকদিন আগে দেখলেন না বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে ফ্রিল্যান্সারদের নিয়ে তাল্মাতাল অবস্থা বানায়ে ফেলছিলো, পরে আবার পুনোরাই সার্কুলার দিয়ে বলছে ফ্রিল্যান্সার রা বাদ থাকবে, ভাই একবার চেয়ারে বসতে পারলেই হলো, কারো মাথা ঠিক থাকেনা, কখন যে কে কি বলে কোনো ঠিক নাই, কারো কথার সাথে কারো কথার মিল নাই, এক মন্ত্রী একটা কথা বললে আরেক মন্ত্রী বলে আমি কিছু জানিনা। চলিত মাষেই বাংলাদেশ এর অবস্থা কোথায় যেয়ে ঠেকে বলা মুসকিল। যারা ইনকাম করতেছেন একটু সতর্ক থাকেন কারন দেশে যদি জরুরী অবস্থা জারী করে তাইলে জীনিষ পত্রের দাম আরো অনেক বেড়ে যাবে।
sr. member
Activity: 616
Merit: 322
October 06, 2023, 07:41:40 AM
জাপানিজ হোন্ডা কোম্পানি  বিটকয়েন এবং ইথারিয়াম পেমেন্ট সমর্থন করে।

হোন্ডা কোম্পানি মূলত জাপানিজ অটোমোবাইল প্রস্তুতকারক একটি কোম্পানি। এই কোম্পানির সদর দপ্তর মিনাটো (জাপান) এ অবস্থিত। যেটি বিশ্বের মধ্যে দশটি বড় কোম্পানির মধ্যে ৭ নম্বরে রয়েছে।

Honda (HMC) হল একটি জাপান ভিত্তিক বহুজাতিক অটোমোবাইল, মোটরসাইকেল এবং পাওয়ার ইকুইপমেন্ট প্রস্তুতকারী কোম্পানি। এটি যাত্রীবাহী গাড়ি, ট্রাক, ভ্যান, অল-টেরেন যানবাহন, মোটরসাইকেল এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরি করে। হোন্ডা কোম্পানি যেসব যানবাহন তৈরি করে সেইসব যানবাহনের মডেলগুলির মধ্যে রয়েছে সিভিক, অ্যাকর্ড, ইনসাইট হাইব্রিড, ওডিসি এবং আরও অনেক কিছু। তাদের এই কোম্পানির গাড়ি যেসব গ্রাহক কিনবে তারা FCF পে এর মাধ্যমে বিটকয়েন বা ইথেরিয়াম দিয়ে তাদের পণ্য ক্রয় করতে পারবে।

যারা এই কোম্পানির যানবাহন ক্রয় করতে চায় তারা তাদের ক্রিপ্টো কারেন্সি দিয়ে মনের আশা পূরণ করতে পারবে।
এই সব নিউজ বিটকয়েন ইউজারদের জন্য ভালো খবর। আমি এইটা নিয়া একটা পোস্ট ২ তারিখেই দেখছি Economics বোর্ডে আমি মনে করি আপনেও সেখান থেকেই এই বিষয়টা দেখছেন। সেটিকে এখানে পোস্ট করছেন তাই এখানে আপনার সেই পোস্ট সোর্স লিংক হিসেবে দেওয়া উচিৎ আছিলো নয়লে আপনি যদি বিনান্স এর করা এনাউন্সমেন্ট থেকে এই বিষয়টা জানতে পারেন তাইলে সেইটা সোর্স হিসেবে দেওয়া উচিৎ ছিলো। কারন এই ফোরামে সোর্স ছাড়া কোনো নিউজকে ভ্যালিড হিসেবে গন্য করা হয় না আর যদি আপনার পোস্ট অন্য কারো সাথে মিলা যায় তাইলে মনে করেন প্লাগারিসম হিসেবে ব্যান খাওয়া যাবেন তাই এই বিষয়গুলা খুবই সেনসেটিভ। এই কথা নিয়া এর আগেও চিল্লাইছি আর জারে বলছিলাম আমি দেখছি যে উলটা ফাফর নিছে। তাই কিছু বলতে চাই না তবে কিছু হলে আমাগো বাংলাদেশের বদনাম হয় তাই নির্লজ্জর মতো বার বার চিল্লাই।

Tesla অনেক আগে থিকাই বিটকয়েন প্যামেন্ট হিসেবে গ্রহন করা শুরু করছে এখন Honda এর মতো অটোমোবাইল কম্পানি বিটকয়েনের দিকে নজর দিলো। ধীরে ধীরে আরো বড় বড় কম্পানিগুলো বিটকয়েনের দিকে নজর দিবো। বিটকয়েন ভবিষ্যতের যে কতটা সম্ভাবনাময়ী এসেট তা আমরা কল্পনাও করা পারতেছি না। বার বার সুযোগ হাতছাড়া করতেছি আমরা এখনো বিটকয়েনের দাম কম আছে তাই DCA অনুসরণ কইরা সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে তার বিটকয়েনে কিছু কিছু ইনভেস্ট কইরা রাখাটা  অনেক গুরুত্বপূর্ণ যদি কেউ বিটকয়েন নিয়ে কেউ সিরিয়াস থেকে থাকে।
sr. member
Activity: 476
Merit: 359
October 06, 2023, 05:15:06 AM
জাপানিজ হোন্ডা কোম্পানি  বিটকয়েন এবং ইথারিয়াম পেমেন্ট সমর্থন করে।

হোন্ডা কোম্পানি মূলত জাপানিজ অটোমোবাইল প্রস্তুতকারক একটি কোম্পানি। এই কোম্পানির সদর দপ্তর মিনাটো (জাপান) এ অবস্থিত। যেটি বিশ্বের মধ্যে দশটি বড় কোম্পানির মধ্যে ৭ নম্বরে রয়েছে।


Honda (HMC) হল একটি জাপান ভিত্তিক বহুজাতিক অটোমোবাইল, মোটরসাইকেল এবং পাওয়ার ইকুইপমেন্ট প্রস্তুতকারী কোম্পানি। এটি যাত্রীবাহী গাড়ি, ট্রাক, ভ্যান, অল-টেরেন যানবাহন, মোটরসাইকেল এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ তৈরি করে। হোন্ডা কোম্পানি যেসব যানবাহন তৈরি করে সেইসব যানবাহনের মডেলগুলির মধ্যে রয়েছে সিভিক, অ্যাকর্ড, ইনসাইট হাইব্রিড, ওডিসি এবং আরও অনেক কিছু। তাদের এই কোম্পানির গাড়ি যেসব গ্রাহক কিনবে তারা FCF পে এর মাধ্যমে বিটকয়েন বা ইথেরিয়াম দিয়ে তাদের পণ্য ক্রয় করতে পারবে।

যারা এই কোম্পানির যানবাহন ক্রয় করতে চায় তারা তাদের ক্রিপ্টো কারেন্সি দিয়ে মনের আশা পূরণ করতে পারবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
October 06, 2023, 05:05:43 AM
Don't Judge A book with its Cover pages.
বিস্তারিত না পড়ে শিরোনাম দেখে অবাক হবেন না।



এটা আসলে সুসংবাদ বলব না দুঃসংবাদ বলবো এটা ভেবে পাচ্ছিনা তবে সম্পূর্ণ নিউজ পড়ে এটা একটা পাগলামো বলে ধরে নিচ্ছি। বাংলাদেশ সিকিউরিটি and এক্সচেঞ্জ কমিশন(BSEC) পুঁজিবাজারে ক্রিপ্টোকারেন্সি আনতে যাচ্ছে শিরোনামটি পড়লে খুব ভালোই লাগলো যে এত সকল আলোচনা সমালোচনার পর বাংলাদেশ হয়তো বিটকয়েন অনুমোদন দিতে যাচ্ছে। কিন্তু পরে বিস্তারিত জানার পর মনের আনন্দটা মাটি হয়ে গেল। বেচারা বলছে কি আর শিরোনামে লিখছে কি যেটা সম্পূর্ণ পাকিস্তানি ক্রিকেট এর মত মনে হচ্ছে।

কালকে ইংল্যান্ড যেভাবে অতীত রেকর্ড দেখিয়ে শিরোনামে পারবে বলে সবাই মনে করেছিল ঠিক তেমনি খেলা শেষে পরাজয়ের একটি তিক্ত অভিজ্ঞতা নিয়েছি। আজকেও এশিয়ানগেমসেপাকিস্তানের হয়ে যদিও বলা উচিত হচ্ছে না তবুও বলছি ৩০ ডলার বাজি ধরেছিলাম ঠিক এভাবে শিরোনাম দেখে কিন্তু শেষমেশ আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে এই খবরের মতই ভিতরের বাস্তব চিত্র দেখিয়ে দিলেন।

screenshot এর এই লোকটার নাম ডঃ শামসুদ্দিন যিনি বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার তিনি চট্টগ্রামে একটি স্টক এক্সচেঞ্জে বক্তৃতা কালে একথা বলেন যে বাংলাদেশ অতিসত্বর পুঁজিবাজারে ক্রিপটো কারেন্সির মত অ্যাসেট আনতে যাচ্ছে যার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে।

আবার পরবর্তীতে তিনি একথাও বলেছেন যে বিটকয়েন ও ইথেরিয়ামসহ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা রীতিমতো ঝুঁকিসাপেক্ষ কেননা বিটকয়েনের কোন মালিক নেই বরং এই বিটকয়েন ব্যবহার করে মানুষ বিনিয়োগকারীদের বিনিয়োগ মেরে দিচ্ছে। তিনি আরোও যোগ করেন যে তার পাশ্ববর্তী দেশ ভারত ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে ফলে বাংলাদেশও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে আগ্রহী।

আমার ভাই প্রশ্ন একটাই এরা যদি বিটকয়েনকে অবৈধ ঘোষণা করে তাহলে ক্রিপ্টোকারেন্সি কী?
এরা আসলে কি মাল নিয়ে এতো বড় বড় দায়িত্ব পালন করছেন?
বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি একে অন্যের পরিপূরক বিষয়টি ক্লিয়ার করে আগে জানা উচিত ছিল।

বিস্তারিত পড়ে আসুন: ক্লিক
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
October 06, 2023, 04:39:57 AM
খেলাধুলার ব্যাপারে পোস্ট করায় সবাই কনসার্ন দেখছি। এটা যেহেতু একটা থ্রেড, এখানে কিন্তু কোনো কিছুই অফ টপিক নয়। এখানে আলোচ্য যেকোনো ব্যাপারে ডিসকাশন হতে পারে। তবে যেহেতু এটা ক্রিপ্টো ফোরাম, এখানে ক্রিপ্টো নিয়েই থাকা ভালো। তার মানে কিন্তু এই নয় যে কেউ খেলাধুলা নিয়ে পোস্ট করতে পারবে না। বাংলাদেশের যদি আলাদা সাব বোর্ড থাকতপ, সেখানে কিন্তু গ্যাম্বলিং এর আলাদা যায়গা থাকতো, যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরে সীমাবদ্ধ, আর আমি চাচ্ছি আমার লোকাল দের নিজের ভাষায় আলোচনা করতে, এখন আমি কোথায় পোস্ট করবো? সুতরাং এভাবে কাউকে নিষেধ না করাই ভালো মনে করি।
আসলেই ভাই, খেলাধুলা বিষয়টি নিয়েও আলোচনা করা প্রয়োজন আমাদের লোকাল বোর্ডে খেলাধুলার ব্যাপারে আলাদা করে কোন টপিক তৈরি করার মত সিস্টেম নেই তাই লোকাল পড়ে এখানেই পোস্ট এবং আলোচনা করবে এটাই স্বাভাবিক। যেহেতু আমাদের বাংলাদেশ এই আইসিসি ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে এবং তারা খেলতেছে সেক্ষেত্রে লোকেরা গেম্বলিং নিয়ে কয়েকটি পোস্ট করবেই। তাছাড়া সারা বছরই তো আর এই খেলা নিয়ে পোস্ট করে না এটাও আমাদেরকে বুঝতে হবে মাত্র কয়েকদিন তারপর আর কেউ এই খেলাধুলা নিয়ে আলোচনা করবেন। যতদিন বিশ্বকাপে আমাদের বাংলাদেশ টিকে থাকবে ঠিক ততদিনই দুই একজন ব্যক্তি ক্রিকেট খেলা নিয়ে পোস্ট করতে পারে কিন্তু এ বিষয়ে তাদেরকে মানা করা ঠিক হবে না। তাছাড়া যদি আলাদা একটি বোর্ড থাকত আমাদের বাংলাদেশের জন্য তবে টপিক তৈরি করা যেত কিন্তু আলাদা করে কোন জায়গা নেই সেজন্য এখানে পোস্ট করতে হয়। তাছাড়া অনেক লোকাল বোর্ড তাদের দেশের খেলা নিয়ে পোস্ট করে এবং সেখানে আলোচনা করে এটা আলোচনা করলে কোন খারাপ প্রভাব পড়ে না তাদের উপর। তাছাড়া পাকিস্তান বোর্ডে অনেক খেলা নিয়ে আলোচনা হয় কিন্তু সেখানে কোন নিষেধ করা হয় না তাই আমি মনে করি খেলাধুলা নিয়ে আমাদের বোর্ডে আলোচনা করলেও কোন সমস্যা হবে না। তাই আমরা খেলাধুলা নিয়েও আলোচনা করতে পারি যেহেতু আমাদের বাংলাদেশ একটি সাংস্কৃতিক দেশ যেখানে অনেক খেলাধুলা প্রচলন রয়েছে এবং সারা বিশ্ব জানে বাংলাদেশের অনেক জনপ্রিয় খেলা আছে সেগুলো নিয়ে আলোচনা করলে কোন সমস্যা হবে না। তাই আমরা যতদিন ক্রিকেট খেলা রয়েছে বিশ্বকাপের এতদিন অবশ্যই খেলাধুলা নিয়ে আলোচনা করতে পারি এতে কোন না করাটাই ভালো হবে।
আপনি ঠিক বলেছেন ভাই আসলেই সকলে আলোচনা করবে এখানে নিষেধ প্রয়োজন নেই যার ইচ্ছা সে অবশ্যই খেলাধুলা নিয়ে আলোচনা করবে এটা সবার জন্যই ভালো হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 06, 2023, 04:25:24 AM
খেলাধুলার ব্যাপারে পোস্ট করায় সবাই কনসার্ন দেখছি। এটা যেহেতু একটা থ্রেড, এখানে কিন্তু কোনো কিছুই অফ টপিক নয়। এখানে আলোচ্য যেকোনো ব্যাপারে ডিসকাশন হতে পারে। তবে যেহেতু এটা ক্রিপ্টো ফোরাম, এখানে ক্রিপ্টো নিয়েই থাকা ভালো। তার মানে কিন্তু এই নয় যে কেউ খেলাধুলা নিয়ে পোস্ট করতে পারবে না। বাংলাদেশের যদি আলাদা সাব বোর্ড থাকতপ, সেখানে কিন্তু গ্যাম্বলিং এর আলাদা যায়গা থাকতো, যেহেতু আমরা একটা থ্রেডের ভেতরে সীমাবদ্ধ, আর আমি চাচ্ছি আমার লোকাল দের নিজের ভাষায় আলোচনা করতে, এখন আমি কোথায় পোস্ট করবো? সুতরাং এভাবে কাউকে নিষেধ না করাই ভালো মনে করি।

আমাদের উচিত এখানে গুরুত্বপূর্ণভাবে পোস্ট করা এবং আমাদের বাংলা লোকাল বোর্ডকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া।

মেরিট এবিউজ করে বাংলা থ্রেড কে উড়িয়ে দিলেও খারাপ হয় না। আপনি যে একটা মেরিট পেয়েছেন, আর যে একাউন্ট থেকে পেয়েছেন, যে পোস্ট এ পেয়েছেন, মনে করবেন না দুনিয়ায় কেউ কিছুই বুঝে না। আগে নিজেকে ঠিক করেন। ঘরে মোম বাতি জালিয়ে তারপর আমরা মসজিদের চিন্তা করবো।
sr. member
Activity: 476
Merit: 359
October 06, 2023, 04:16:28 AM






এই যদি হয় England v/s  New Zealand  এর খেলা তাহলে আমাদের বাংলাদেশে কি করবে? আমি তাই ভাবতেছি।
প্রথম ম্যাচে এ পর্যায়ে খেলা তাহলে বাকিগুলো কি হবে। আজকের খেলায় এই দুই ব্যাটসম্যান অনেকটা চমকে দিয়েছে এটা খুবই স্মরণীয় থাকবে এই ওয়ালকাপে।

আজকের খেলাটি হয়তোবা অনেকেই দেখেছেন। দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন
আমার কাছে খেলাটি অনেক সুন্দর লেগেছে
 
New Zealand জন্য শুভকামনা এগিয়ে যাক

ভাই আমি দেখেছি আপনি বেশ কয়েকটি পোস্ট এখানে করেছেন খেলাধুলা নিয়ে আসলে এইটা খেলাধুলা নিয়ে ডিসকাশন করার থ্রেড নয়। খেলাধুলা নিয়ে ডিসকাশন করার জন্য আলাদা একটা থ্রেড রয়েছে আপনি সেখানে আলাপ আলোচনা করতে পারেন এ বিষয়ে। আমাদের উচিত এখানে গুরুত্বপূর্ণভাবে পোস্ট করা এবং আমাদের বাংলা লোকাল বোর্ডকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া।
Jump to: