Author

Topic: বাংলা (Bengali) - page 146. (Read 5303499 times)

newbie
Activity: 20
Merit: 0
September 19, 2023, 11:55:02 AM
 মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.

https://www.talkimg.com/images/2023/09/19/6rrYa.png
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 19, 2023, 10:56:17 AM
টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু?
আপনার প্রশ্নটি শুনে আসলে আমার খুবই ভালো লাগলো এইসব বিষয়ে আলোচনাই আমি মূলত বেশি পছন্দ করি,  ট্রেডিং ইমোশন বলতে আমাদের আবেগকে বুঝায় যেমন আবেগের বসে আপনি  ট্রেডিং করবেন যেমন  মার্কেটে একটু পাম্প দিতেছে  দেখেই  ইনভেস্ট করতে গেলেন ,  আবার ভয় পেয়ে কোন কিছু থেকে  তাড়াতাড়ি সেল করে দিলেন।  তো বুঝতেই পারছেন কতটুকু প্রভাব পড়তে পারে  আবেগের বসে  ট্রেড করে আমার অনেক বন্ধু রয়েছে  বিশাল এমাউন্টের টাকা হারিয়েছে,  বেশিদিন আগের কথা নয় Luna  এর ইন্সিডেন্ট মনে আছে?
অ্যামাউন্ট শুনলে হয়তো অবাক হবেন একজন পঞ্চাশ হাজার ইউএসডিটি  আর একজন বিশ হাজার  ইউএসডিটি। এক কথায় তাদের সবকিছু শেষ হয়ে গেছে । এবার বুঝলেন ভাই এটা কতটুকু প্রভাব ফেলে। ট্রেডিং মূলত টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল  এনালাইসিস মিলে  করা হয় এখানে ইমোশনের জায়গা আসলেই ভেজাল।
মূলত আবেগের বসে ট্রেডিং করাকেই ট্রেডিং  ইমোশন বলে।
এ ব্যাপারে অনেক জায়গায় সুন্দর সুন্দর আর্টিকেল রয়েছে। academy.binance.com এর থেকে একটা আর্টিকেলের লিংক দিয়ে দিলাম।  ইংরেজিতে আছে আশা করি আপনার সমস্যা হবে না  বুঝতে পারবেন যদি কোন সমস্যা হয় আবার এখানে পোস্ট করবেন আমি আছি আরো অনেকে আছে উত্তর দেওয়ার জন্য। How to Trade Without Emotions

তাছাড়া ফরএক্স ট্রেডিং  এর ক্ষেত্রে বলেছে  তবে আমি মনে করি এটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রেও  কাজে দিবে।
ট্রেডে ইমোশন কন্ট্রোল করার 10 টি কার্যকর উপায়

ট্রেড করা ভাই বহুৎ কঠিন ,  আগে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস শেখার পর   তারপরেই  ট্রেডিং  এর ইমোশন কন্ট্রোল করা যাবে।



jr. member
Activity: 33
Merit: 4
September 19, 2023, 10:54:58 AM

টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু?

আপনাদের সবার উত্তর এর জন্য অপেক্ষায় থাকলাম। আপনাদের প্রশ্ন গুলো এইভাবে লিখে জানান দেখবেন সবাই এক্টিভ হয়েছে এবং আমরা সবাই নতুন কিছু শিখতে পারছি প্রতিনয়ত।

ট্রেডিং এর ক্ষেত্রে মাইন্ড সেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই ইমোশন ট্রেডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমোশন কে কন্ট্রোল করে যদি ট্রেডিং করা যায় তাহলে মনে হয় অবশ্যই সাকসেসফুল হওয়া যায়।
ট্রেডিং করার জন্য আমাদের মধ্যে যে ইমোশন তৈরি হয় সেটা হচ্ছে লোভ, লোভে পড়ে কিন্তু আমরা ট্রেডিং করি। আমাদের মাঝে লোভ এই জন্য তৈরি হয় যে আমরা যদি কোন কয়েন কিনি এবং সেই কয়েনের যদি দাম বৃদ্ধি পায় তাহলে তো আমি প্রফিট পাব। ট্রেডিং করার জন্য আমাদের মাঝে আরেকটি ইমোশন তৈরি হয় সেটা হচ্ছে ভয়। আমরা যখন কোন কিছুতে ট্রেড করি তখন সেটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে অর্থাৎ সবুজ হবে নাকি লাল হবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটি দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আসলে মূল কথা হলো ট্রেডিং নেওয়ার পর মার্কেটের কি অবস্থা হবে সেটা জানার জন্য আমাদের মাঝে ভয় ভীতি কাজ করে। তারপর হল আশা এবং অনুশোচনা। যেমন ধরুন আপনি কোন একটি কয়েন ১০ ডলার দিয়ে কিনলেন কেনার পরে দেখা গেল আপনার দুই ডলার লাভ হলো তখন আপনি মনে মনে  অনুশোচনায় পড়ে বলতেছেন হয়তো কয়েনটি ৯ ডলার দিয়ে কিনলে আমার তিন ডলার লাভ হতো। ভাই আমি এ পর্যন্ত জানি সঠিক হয়েছে কিনা বলবেন।
sr. member
Activity: 1008
Merit: 366
September 19, 2023, 10:30:33 AM
আমিও ঠিক এমনটাই বলতে চাচ্ছি যে অনেকেই এখন ভুল করবে এবং সেটা সংশোধন করে দিতে হবে, আর যারা বোঝে এবং সঠিক টা জানে তাদেরকে সেটা বলতে হবে, তাহলে দেখবেন যারা ভুল করছে তারা ভুল কম করবে বা ভুল করবে না, তখন তারা ভালো কিছু করতে পারবে, যারা হচ্ছে উল্টাপাল্টা কাজকর্ম করার জন্য আসছেন, তারা দেখবেন যে খুব দ্রুত এখান থেকে ঝরে গেছে ভালো কিছু তো দূরে থাক।

আমি আগের একটি আলোচনায় বলেছিলাম, আবার বলছি যদি মিস করে জান সেটি। বিষয়টি হচ্ছে যে আমরা যারা জানি তারা বিষয় গুলোকে অনেক সিম্পল এবং সহজ মনে করি। কারণ বিষয়টি সম্পর্কে আমাদের ধারনা আছে। আমিও একটি উধাহরন দেই। আমরা যখন ক্লাস ১ থেকে ২ তে গেছি, আমাদের কাছে ক্লাস ১ এর পড়া কিন্তু সহজ মনে হইত। আবার ২ থেকে ৩ তে গেলে ক্লাস ২ এর পড়া সহজ লাগতো। এর কারণ আমরা বিষয় সম্পর্কে আগে থেকেই অবগত এবং আমাদের এক্সপেরিয়েন্স আছে। কিন্তু আমরা কখনও ক্লাস ২ এর বিষয় নিয়ে আর কথা বলি না ক্লাস ৩ তে গিয়ে। আমরা ক্লাস ৩ এর বিষয় নিয়ে আলোচনা করি এবং শিখি।
আমি বলতে চাচ্ছি যে, ক্লাস ২ এর বিষয় নিয়ে কেউ আমাদের কাছে জানতে না চাইলে আমরা কিন্তু তাতে গুরুত্ব দিব না, কারণ ওই বিষয়ে আমরা জানি। ফোরামের লজিকটা ও কিন্তু একই ভাবে কাজ করে। আমারা জানি না কে কতটুকু জানে। আমরা যা জানি তা আমাদের কাছে সহজ মনে হয় এবং মনে হয় যে অন্যরা ও ওই বিষয়ে জানে। এখন আমাদের কাছে কেউ জানতে না চাইলে আমরা কিন্তু জানা বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না বা আন্যদের জানাবোনা।

তো আমার কথা হচ্ছে, আপনারা আমাদের বলেন আপনারা কোন বিষয়ে জানতে চান। না বলা পর্যন্ত কিন্তু ভালো একটা টপিক বা উত্তর দেওয়া সম্ভব না। আপানাদের জানার আগ্রহ বড়ান, প্রশ্ন করতে শেখেন। দেখেন আপনাদের প্রশ্নের পরিপেক্ষিতে কিন্তু অন্যরা এক্টিভ হবেন। অন্যরা প্রশ্নটি দেখে হয়ত নিজেদের মত রিসার্স করবেন। তখন কিন্তু সবার শেখা হবে। এই বিষয় টা আমি লোকাল কমিউনিটি তে অনেক কম দেখি। এই জন্য পোস্ট করার টপিক খুজে পাই না। এটাই মূল কারণ আমার সাইলেন্ট থাকার।

আমি নিজে বলে যদি নিজেই সেই কাজ টা না করি তাহলে কেমন লাগে বলেন? তাই শুরু টা আমি করলাম।

টপিকঃ ট্রেডিং এ ইমোশন কি? এটি কিভাবে কন্ট্রোল করা যায়? ট্রেডিং এ ইমোশন এর প্রভাব কতটুকু?

আপনাদের সবার উত্তর এর জন্য অপেক্ষায় থাকলাম। আপনাদের প্রশ্ন গুলো এইভাবে লিখে জানান দেখবেন সবাই এক্টিভ হয়েছে এবং আমরা সবাই নতুন কিছু শিখতে পারছি প্রতিনয়ত।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
September 19, 2023, 10:18:21 AM
১০০০ ডলারে যদি লিজেন্ট মেম্বার একাউন্ট পাওয়া যায়। ৭০০ ডলারে যদি হিরো মেম্বার একাউন্ট পাওয়া যায়। তাহলে বিটকয়েনটক ফোরামে স্ক্যামারদের অভাব থাকার কথা না। আমার মনে হয়, আমরা যদি সবাই সচেতন হই এবং এই স্ক্যামারদের কাছ থেকে কোন একাউন্ট না কিনি তাহলে বিটকয়েনটক বাংলাদেশ ফোরাম প্রকৃত ব্যবহারকারীদের জন্য উপকারী হবে।

আপনি একাউন্ট সেলারের সাথে যোগাযোগ করলেন কিভাবে? আর আপনার যোগাযোগ করার উদ্দেশ্য কি ছিলো? অন্য মানুষকে কিছু বুঝাতে গিয়ে নিজে ফেসে যাবেন। ফোরামে এর আগে একজন একাউন্ট সেলারের সাথে বায়ার সেজে কথা বলে অনেকগুলো একাউন্ট এক্সপোজ করেছিলো। সে যতোই ভালো করুক, সেটা ছিলো আন এথিক্যাল এবং এটা নিয়ে মতবেদ আছে। আপনি যে একাউন্ট সেলারের কাছ থেকে আইডির দাম জানতে চাইলেন, হতে পারে সে একজন স্ক্যামার। সে যে আপনাকে একাউন্ট দিবে সেটার কোনো গ্যারান্টি নাই। আপনি নিজেই বললেন যদি সচেতন হই আর যদি একাউন্ট না কিনি, আরে ভাই যদি হবে কেনো? যে পথের দিকে পা দিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসেন। যে কেউ দেখলেই প্রশ্ন করবে আপনি সেখানে গেলেন কেনো? অবশ্যই আপনি কিনতে গিয়েছিলেন? আর আপনি যে কারনেই গিয়েছেন না কেনো, আপনি অন্য কাউকে বুঝাতে পারবেন না। সুতরাং অতি উৎসাহী হয়ে নিজের আইডি নষ্ট করবেন না।

আসলে ভাই এটি ১০০% সত্য যে এরকম অ্যাকাউন্ট সেলার এর অভাব নাই আমাকে দুইজন ব্যক্তি টেলিগ্রামে অনেক এসএমএস করে আইডি বিক্রি করার জন্য। কিন্তু আমি তাদের সেই প্রতারণার ফাঁদে কখনোই পা দেবো না, আমি কখনোই ঔ অচেনা ব্যক্তিদের কথা মত আইডি কিনতে যাব না বরং আমি যদি নিজের জ্ঞান দিয়ে আইডি তৈরি করি সেটাই আমার জন্য বেস্ট হবে। এটা সত্য বলেছেন যে যদি কোন ব্যক্তি অ্যাকাউন্ট কিনতে চায় তাহলে অবশ্যই সে ক্ষতি করার জন্য এই উদ্যোগ নিয়ে থাকে সেজন্য সতর্ক থাকা সবচেয়ে বেশি জরুরি।
তাছাড়া যদি কোন অচেনা ব্যক্তির কাছ থেকে কোন ব্যক্তি অ্যাকাউন্ট কেনার জন্য প্রস্তুতি নেয় তাহলে হয়তো সে স্কামারের প্রতারণায় অবশ্যই পরবে। কেহ এই গ্যারান্টি দিতে পারবেনা যে কোন ব্যক্তির কাছ থেকে অ্যাকাউন্ট কিনলে সেই ব্যক্তি অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে দিবে কিনা।
আমি কখনোই এই একাউন্ট বাই করিনি তাই আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু কয়েকজন ব্যক্তি আমাকে অ্যাকাউন্ট কেনার জন্য অনেক অ্যাকাউন্টের লিংক দেয় কিন্তু সেগুলো আমি দেখি না। বরং আমি তাদেরকে মানা করে দেই যে আমি আইডি কিনবো না কেননা আমি কখনোই তাদেরকে বিশ্বাস করতে পারিনা অবশ্যই তারা আমার সাথে প্রতারণার বড় ধরনের ফাঁদ পাতার চেষ্টা করে কিন্তু তাদেরকে আমি কোন রিসপন্স করি না।
সেজন্যই যাদেরকে আইডি কেনার জন্য লোকেরা মেসেজ দেয় তাদেরকে কখনোই রিসপন্স করবে না তবে তারা আপনাকে আর মেসেজ দিবে না এবং আইডি কেনার জন্য বলবে না আর যদি কেউ এরকম আইডি কেনার উদ্দেশ্য গ্রহণ করে তবে অবশ্যই সে প্রতারণা শিকার হবে এটা নিশ্চিত।
sr. member
Activity: 546
Merit: 309
September 19, 2023, 09:43:21 AM
গ্লোবালে বাংলাদেশ নিয়ে সুনাম হোক কিংবা দুর্নাম আলোচনা তো হয় এটাই বড় বিষয় । বাঙালি এটি কেয়ার করে না যে কেউ তাদের নিয়ে খারাপ বলছে কিংবা ভালো কথা হচ্ছে এটাই অনেক বড় কিছু   Cheesy
এখানে চিল্লাইয়া কোন লাভ নাই কারণ বাঙালি কোনভাবেই কথা শোনার পাত্র নয়। বাংলা থ্রেড অনেক একটিভ হয়েছিল এবং যেভাবে বাংলা থ্রেডের উন্নতি হচ্ছিল তাতে মনে হয়েছিল বাঙালি হয়তোবা অবশেষে একটি কাজের কাজ করতে যাচ্ছে। তবে যে একটু ভালো হতে শুরু করেছে অমনি কয়েকজন মিলে একাউন্ট বানানোর কারখানায় হিসেবে বাংলা থ্রেডকে বেছে নিয়েছে আর প্রতিনিয়ত নিজেই নিজের একাউন্টে মেরিট ট্রান্সফার করে অ্যাকাউন্ট বানিয়ে যাচ্ছে এবং স্প্যামিং করে যাচ্ছে। এদের বলে কোন লাভ নেই ভাই।

এখানের আরো কিছু সমস্যা আছে। আমার মনে হয় কে কোথা থেকে মেরিট পেলো, সেটা বাংলাদেশ থ্রেড এর অন্য মেম্বার রা চেক করে। এবং অন্যজন যেখান থেকে মেরিট পেলো, আরেকজন বা তারই অল্ট একাউন্ট দিয়ে সেখানেই গিয়ে আবার পোষ্ট করে। ব্যাপারটা এরকম যে আপনি একটা যায়গায় পোষ্ট করে মেরিট পেলেন, আমি আপনার প্রোফাইল চেক করে দেখলাম যে আপনি মেরিট পেয়েছেন, এবার আমি সেই থ্রেড এ পোষ্ট করলাম এই আশায় যে আমিও আপনার মতো মেরিট পাবো। এরকম টা করার ফলে হয় কি, মানুষ মনে করবে যে একাউন্ট গুলো এই থ্রেড এসে পোষ্ট করেছে, সব গুলো একাউন্ট একই ব্যাক্তির। এখন অনেক সময় এটা সঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। এরকম একটা কেস আমি রেপুটেশন বোর্ড এ দেখেছি। কোথাও মেরিট দেখলেই বাংলাদেশি সবাই ঝাপিয়ে পড়ে। মনে করে এটা মেরিটের সাগর, এখান থেকে আমিও একটু নেই, সমস্যা কি?
কথাটা খারাপ বলেন নাই আর রিসেন্ট মেরিট দেখার জন্য কারো প্রোফাইল ভিজিট করতে হয় না। আপনি যদি শুধু বাঙালিরদের প্রোফাইলে কে মেরিট দিল সেটা দেখতে চান তাহলে আপনাকে কারো প্রোফাইল ভিজিট করতে হবে কিন্তু আপনি যদি পুরো ফোরাম কে রিসেন্টলি কাকে মেরিট দিল  সেটা দেখতে চান এই ক্ষেত্রে একটি লিংক রয়েছে যেখানে ক্লিক করলে আপনি এটি দেখতে পারবেন। অনেকে আছে যারা কোথায় মেরিট দেওয়া হচ্ছে সেটা খুঁজে বেড়ায় এবং সেখানে পোস্ট করে। একটি মেরিট পাওয়ার আশায় আর এটি করতে গিয়েই স্পামিং করে যার কারণে বাঙালিদের নামে অনেকেই সুনাম করে বেড়ায়  Sad

রিসেন্ট মেরিট ট্রানজেকশন দেখার জন্য যে লিংক রয়েছে আমি সেটা এখানে পোস্ট করতে চাই তবে আবার ভয় লাগে যে আবার যেন কোন ধরনের স্প্যামিং  শুরু হয়। আমি তবুও এটি এখানে দিয়ে দিচ্ছি তবে সবার কাছে অনুরোধ থাকবে। যেন কেউ সেই টপিকগুলোতে গিয়ে স্পেনিং না করে

রিসেন্ট মেরিট দেখতে পাবেন এখনে - https://bitcointalk.org/index.php?action=merit;stats=recent
hero member
Activity: 770
Merit: 482
September 19, 2023, 08:51:43 AM
গ্লোবালে বাংলাদেশ নিয়ে সুনাম হোক কিংবা দুর্নাম আলোচনা তো হয় এটাই বড় বিষয় । বাঙালি এটি কেয়ার করে না যে কেউ তাদের নিয়ে খারাপ বলছে কিংবা ভালো কথা হচ্ছে এটাই অনেক বড় কিছু   Cheesy
এখানে চিল্লাইয়া কোন লাভ নাই কারণ বাঙালি কোনভাবেই কথা শোনার পাত্র নয়। বাংলা থ্রেড অনেক একটিভ হয়েছিল এবং যেভাবে বাংলা থ্রেডের উন্নতি হচ্ছিল তাতে মনে হয়েছিল বাঙালি হয়তোবা অবশেষে একটি কাজের কাজ করতে যাচ্ছে। তবে যে একটু ভালো হতে শুরু করেছে অমনি কয়েকজন মিলে একাউন্ট বানানোর কারখানায় হিসেবে বাংলা থ্রেডকে বেছে নিয়েছে আর প্রতিনিয়ত নিজেই নিজের একাউন্টে মেরিট ট্রান্সফার করে অ্যাকাউন্ট বানিয়ে যাচ্ছে এবং স্প্যামিং করে যাচ্ছে। এদের বলে কোন লাভ নেই ভাই।

এখানের আরো কিছু সমস্যা আছে। আমার মনে হয় কে কোথা থেকে মেরিট পেলো, সেটা বাংলাদেশ থ্রেড এর অন্য মেম্বার রা চেক করে। এবং অন্যজন যেখান থেকে মেরিট পেলো, আরেকজন বা তারই অল্ট একাউন্ট দিয়ে সেখানেই গিয়ে আবার পোষ্ট করে। ব্যাপারটা এরকম যে আপনি একটা যায়গায় পোষ্ট করে মেরিট পেলেন, আমি আপনার প্রোফাইল চেক করে দেখলাম যে আপনি মেরিট পেয়েছেন, এবার আমি সেই থ্রেড এ পোষ্ট করলাম এই আশায় যে আমিও আপনার মতো মেরিট পাবো। এরকম টা করার ফলে হয় কি, মানুষ মনে করবে যে একাউন্ট গুলো এই থ্রেড এসে পোষ্ট করেছে, সব গুলো একাউন্ট একই ব্যাক্তির। এখন অনেক সময় এটা সঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। এরকম একটা কেস আমি রেপুটেশন বোর্ড এ দেখেছি। কোথাও মেরিট দেখলেই বাংলাদেশি সবাই ঝাপিয়ে পড়ে। মনে করে এটা মেরিটের সাগর, এখান থেকে আমিও একটু নেই, সমস্যা কি?
sr. member
Activity: 546
Merit: 309
September 19, 2023, 05:29:33 AM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।
গ্লোবালে বাংলাদেশ নিয়ে সুনাম হোক কিংবা দুর্নাম আলোচনা তো হয় এটাই বড় বিষয় । বাঙালি এটি কেয়ার করে না যে কেউ তাদের নিয়ে খারাপ বলছে কিংবা ভালো কথা হচ্ছে এটাই অনেক বড় কিছু   Cheesy
এখানে চিল্লাইয়া কোন লাভ নাই কারণ বাঙালি কোনভাবেই কথা শোনার পাত্র নয়। বাংলা থ্রেড অনেক একটিভ হয়েছিল এবং যেভাবে বাংলা থ্রেডের উন্নতি হচ্ছিল তাতে মনে হয়েছিল বাঙালি হয়তোবা অবশেষে একটি কাজের কাজ করতে যাচ্ছে। তবে যে একটু ভালো হতে শুরু করেছে অমনি কয়েকজন মিলে একাউন্ট বানানোর কারখানায় হিসেবে বাংলা থ্রেডকে বেছে নিয়েছে আর প্রতিনিয়ত নিজেই নিজের একাউন্টে মেরিট ট্রান্সফার করে অ্যাকাউন্ট বানিয়ে যাচ্ছে এবং স্প্যামিং করে যাচ্ছে। এদের বলে কোন লাভ নেই ভাই।

jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
September 19, 2023, 03:19:52 AM
আমার জানতে চাওয়া বিষয়টি আমরা এই কাস্টম কার্ড দিয়ে কি করব?

ইউনিজয়ন কাস্টম কার্ড হলো একধরনের ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট, যেখানে বিটকয়েন (BTC) রাখা যায়। এই কার্ডের সামনের দিকে একটি BTC ঠিকানা, QR-কোড, সিরিয়াল নাম্বার, এবং ব্লক সময় থাকে। এই কার্ডের পিছনের দিকে একটি hologram, QR-কোড, এবং private key থাকে। private key দিয়েই আপনি আপনার BTC অ্যাক্সেস করতে পারবেন। আপনি চাইলে আপনার BTC অন্য wallet এ ট্রান্সফার করতে পারবেন। এই কার্ডে 1mBTC লোড করা থাকবে, যার দাম হলো 0.001 BTC। এটা আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ তাই আমরা কি ওই কার্ড খোলামেলাভাবে ব্যবহার করতে পারব?

বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি নিষেধ তাই আপনি এই কার্ড বিশেষ কোনো কাজ করার জন্য ব্যবহার করতে পারবেন না। আপনি শুধু এই কার্ডে BTC রাখতে পারবেন বা অন্য wallet এ ট্রান্সফার করতে পারবেন।

কাস্টম কার্ড ওয়ালেট হিসাবে ব্যবহার করা যায় কি?

এই কার্ড wallet হিসেবে ব্যবহার করা যায় কিন্তু আপনার নিজের রিস্ক নেওয়া লাগবে। আপনি যদি এই কার্ডে BTC রাখেন তাহলে আপনার নিজের responsibility হবে কার্ডটি সুরক্ষিত রাখা। যদি এই কার্ডটি হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার BTC ফিরে পাওয়া যাবে না।
full member
Activity: 420
Merit: 130
September 19, 2023, 02:48:46 AM
Unijoin Custom card এর পক্ষ থেকে একটি ফ্রি রেফেল চালানো হচ্ছে যেখানে ১৯ টি কার্ড ফ্রিতে দেওয়া হবে।
খুব সম্ভবত অল্প কিছুদিনের মধ্যেই ফ্রি রেফেল শেষ হয়ে যাবে। তাই যারা এখন পর্যন্ত লটারি ধরেননি তারা অতিসত্বর লটারি ধরে রাখতে পারেন।
তো আমার জানতে চাওয়া বিষয়টি আমরা এই কাস্টম কার্ড দিয়ে কি করব?
যেহেতু আমাদের বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ তাই আমরা কি ওই কার্ড খোলামেলাভাবে ব্যবহার করতে পারব?
কাস্টম কার্ড ওয়ালেট হিসাবে ব্যবহার করা যায় কি?
full member
Activity: 490
Merit: 119
September 19, 2023, 12:22:09 AM

আপনি সেখানে গেলেন কেনো? অবশ্যই আপনি কিনতে গিয়েছিলেন? আর আপনি যে কারনেই গিয়েছেন না কেনো, আপনি অন্য কাউকে বুঝাতে পারবেন না। সুতরাং অতি উৎসাহী হয়ে নিজের আইডি নষ্ট করবেন না।


জি ভাই, আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমার এরকমটা করা উচিত হয় নাই। কিন্তু ভাই আমি তো কাউকে নক করি নাই, আমার কাছে পূর্বের মেসেজও আছে। আর এদের পাতানো ফাঁদে পা দেয়ার মত এতটা বোকা আমি না, ভাই। যাই হোক ভাই, আমি বুঝতে পারছি এ সমাজে কারো ভালো করাটা সত্যি অন্যায়। যে ভালো করতে চায়, তার নিজেরই ক্ষতি হয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 18, 2023, 08:39:03 PM
১০০০ ডলারে যদি লিজেন্ট মেম্বার একাউন্ট পাওয়া যায়। ৭০০ ডলারে যদি হিরো মেম্বার একাউন্ট পাওয়া যায়। তাহলে বিটকয়েনটক ফোরামে স্ক্যামারদের অভাব থাকার কথা না। আমার মনে হয়, আমরা যদি সবাই সচেতন হই এবং এই স্ক্যামারদের কাছ থেকে কোন একাউন্ট না কিনি তাহলে বিটকয়েনটক বাংলাদেশ ফোরাম প্রকৃত ব্যবহারকারীদের জন্য উপকারী হবে।

আপনি একাউন্ট সেলারের সাথে যোগাযোগ করলেন কিভাবে? আর আপনার যোগাযোগ করার উদ্দেশ্য কি ছিলো? অন্য মানুষকে কিছু বুঝাতে গিয়ে নিজে ফেসে যাবেন। ফোরামে এর আগে একজন একাউন্ট সেলারের সাথে বায়ার সেজে কথা বলে অনেকগুলো একাউন্ট এক্সপোজ করেছিলো। সে যতোই ভালো করুক, সেটা ছিলো আন এথিক্যাল এবং এটা নিয়ে মতবেদ আছে। আপনি যে একাউন্ট সেলারের কাছ থেকে আইডির দাম জানতে চাইলেন, হতে পারে সে একজন স্ক্যামার। সে যে আপনাকে একাউন্ট দিবে সেটার কোনো গ্যারান্টি নাই। আপনি নিজেই বললেন যদি সচেতন হই আর যদি একাউন্ট না কিনি, আরে ভাই যদি হবে কেনো? যে পথের দিকে পা দিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসেন। যে কেউ দেখলেই প্রশ্ন করবে আপনি সেখানে গেলেন কেনো? অবশ্যই আপনি কিনতে গিয়েছিলেন? আর আপনি যে কারনেই গিয়েছেন না কেনো, আপনি অন্য কাউকে বুঝাতে পারবেন না। সুতরাং অতি উৎসাহী হয়ে নিজের আইডি নষ্ট করবেন না।

লিংক সঠিক তাই উল্লেখ করেছি কিনা সেটা একটু কনফার্ম করে দিয়েন Learn Bitcoin ভাই.

জি ভাই, আমি এটার কথাই বলেছিলাম।
full member
Activity: 490
Merit: 119
September 18, 2023, 01:06:15 PM
আজকাল কে ক্রিপ্টো খবর পড়ে না? ক্রিপ্টো কারেন্সি নিয়ে কৌতুহলী মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই, এই বিষয়গুলো নিয়ে মানুষের জানার আগ্রহও অনেক বেড়েছে।

অনেকে আছে ঘুম থেকে উঠে ক্রিপ্টো-কারেন্সি নিউজ নিয়ে বসে পড়েন। এটা একটা ভালো অভ্যাস আমাদের জন্য, যে কিছু কিছু মানুষ ক্রিপ্টো খবর মানুষকে জানাতে খুব পছন্দ করে। তাই @seoincorporation ভাই,  - এর পোস্ট লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ক্রিপ্টো-কারেন্সি সকল খুঁটিনাটি আপডেট নিয়ে নতুন একটি সাইট তৈরি করেছেন। সাইটটা যেমন সুন্দর দেখতে, সেরকম তথ্য গুলোও পরিপূর্ণ। সকাল সকাল এক কাপ টাটকা কফির সাথে ক্রিপ্টো-কারেন্সি খবর পড়া সত্যি একটি ভালো অভ্যাস।

এই খবরটি আরো কিছু সাইট থেকে খবর সংগ্রহ করে, @coindesk, @cointelegraph, ও অন্যান্য। তাই এই সাইটটার লিংক আমার বাঙালি কমিউনিটিতে শেয়ার করলাম।


আশা করি, সাইটটা ক্রিপ্টো-কারেন্সি নিউজ পিপাসু মানুষদের মনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 18, 2023, 12:13:56 PM
কোন আলোচনাগুলোর কথা বলছেন একটু নির্দিষ্টভাবে বলবেন?
এ ব্যাপারে আসলে আমিও অবগত ছিলাম না আমাদের লোকাল থ্রেডের  টপিকটা  আমি ট্র্যাক করে রেখেছি আপনার এই  পোস্ট পড়ে একটু ডিটেইলস যাচাই করলাম।

গ্লোবাল বোর্ডে আলোচনা  বলতে Learn Bitcoin  ভাই যেটি হয়তো বুঝিয়েছেন সেটি রেপুটেশন চাইল্ড বোর্ডে গিয়ে দেখতে পারবেন, মোটামুটি বলতে গেলে অনেকটা হট টপিকের মতনই হয়েছিল। লিংক সঠিক তাই উল্লেখ করেছি কিনা সেটা একটু কনফার্ম করে দিয়েন Learn Bitcoin ভাই.
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 18, 2023, 11:49:46 AM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।
কোন আলোচনাগুলোর কথা বলছেন একটু নির্দিষ্টভাবে বলবেন?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 18, 2023, 09:17:43 AM
এরা প্রথমে টারগেট করেছেলো স্টুডেন্টদেরকে বিশেষ করে "রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের" স্টুডেন্টদের এখানে তারা সফলতা অর্যন করে, এভাবে আসেপাসের সব জায়গাতে এজেন্ট দেয় (তবে মজার ব্যাপার হচ্ছে এদের এজেন্ট বেশিরভাগ ছিলো "মেয়ে বা মহিলা"), যে কারনে  তারা দ্রুত সফলতা অর্জন করে, এভাবেই আসে পাসের গ্রাম পর্যায়ের সকলকে আকৃষ্ট করে ফেলে।
ব্যাপারটা যদি আসলেই এমন হয় যে তারা এইভাবে স্ক্যাম করেছে তাহলে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত । কারন আমি নিজেও শুরুর দিকে কিছু কয়েনে ইনভেস্ট করে স্ক্যামের শিকার হয়েছি, জানি ফিলিংস টা কেমন।
যাইহোক 300 কোটি টাকা এটা কিন্তু কম নয় এইভাবে যে তারা এটা একটা অনেক বড় এমাউন্ট এইভাবে আশেপাশের লোকজন থেকে এত টাকা কিভাবে তারা সংগ্রহ করল এটাই তো আমি বুঝতেছি না। যাইহোক বাংলাদেশের আইন ব্যবস্থার ওপর থেকে ভরসা অনেক আগে থেকেই নেই স্ক্যামার রয়েছে অনেক স্ক্যামার রয়েছে কিছুদিন আগেই তো একটা বড় স্ক্যাম ঘটে গেল।
যাইহোক কিছু হলেই যারা বিটকয়েনের সাথে জড়িত তাদেরকে নানান ভাবে ফাঁসানো হচ্ছে বর্তমানে, আমার তো বর্তমানে এটা নিয়েও সন্দেহ এবং ভয় হয় যে আমার দুই একটা বন্ধু আমার আরনিং সম্পর্কে কিছু জানে তাদের সাথে কোনদিন কোন তর্কাতর্কি হলে মামলা করে বসলে না হয়, করি সিগনেচার আর্নিং আউট ট্রেডিং দিয়ে দিবে স্ক্যামারের খেতাব।
তবে যদি সত্যি এ ধরনের ঘটনা ঘটে থাকে তারা মানুষজনদের ঠকিয়ে টাকা নিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের উচিত শাস্তি হওয়া উচিত আর পয়েন্ট আউট করা উচিত কোন কোন কারণে বা কিভাবে এগুলো হচ্ছে। এইসব যখন আমাদের আইন সংস্থার নিকট বোধগম্য হবে তখনই হয়তো আমাদের দেশেও বৈধতা পাবে। তবে আমার মনে হয় এখানে আমাদের দেশে অতি উৎসাহিত আইন সংস্থার লোকজন এই বিটকয়েন কে মূলত বৈধতা যেন না দেওয়া হয় এজন্যই এভাবে উপস্থাপন করেন আর সাংবাদিকদের কথা কি বলব অলরেডি উপরে Little Mouse ভাই বলে গিয়েছেন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 18, 2023, 08:33:39 AM
নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নিউজটাতে বিস্তারিত কিছুই আসলে শেয়ার করা হয় নি। কিভাবে তারা এতগুলো টাকা বিটকয়েনে বিনিয়োগের নাম করে মানুষ থেকে নিয়েছে কিংবা মানুষই কি বিশ্বাসে দিয়েছে। কোন প্রতিষ্ঠান ছিল কি না, এইসবের কোন বিস্তারিত নাই। সবচেয়ে বড় কথা এই দেশের হলুদ মিডিয়া কখনো এইটা তুলে ধরে না যে যাদের গ্রেফতার করা হয় তাদের থেকে যদি কোন কয়েন উদ্ধার হয়ে থাকে সেগুলোর শেষ ঠিকানা আসলে কোথায়। এই ব্যাপারে কোন মিডিয়া অতীতের কোন ঘটনাতেও কিছু লিখতে দেখলাম না।

এরা প্রথমে টারগেট করেছেলো স্টুডেন্টদেরকে বিশেষ করে "রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের" স্টুডেন্টদের এখানে তারা সফলতা অর্যন করে, এভাবে আসেপাসের সব জায়গাতে এজেন্ট দেয় (তবে মজার ব্যাপার হচ্ছে এদের এজেন্ট বেশিরভাগ ছিলো "মেয়ে বা মহিলা"), যে কারনে  তারা দ্রুত সফলতা অর্জন করে, এভাবেই আসে পাসের গ্রাম পর্যায়ের সকলকে আকৃষ্ট করে ফেলে।
...........
স্টেশন রোড "শিরোইল,বোয়ালিয়া, রাজশাহী" এখানে তাদের একটা এজেন্ট দেয়া হয় যে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে ডিপোজিট করে দিতো, যখন এ্যাপটি বন্ধ হয়ে যায় তখন বিকাশের এজেন্ট পালিয়ে যান, তার কিছুদিন পরে ডিবি পুলিশ তারেদ ২-৩ জনকে ধরেছিলো, (এই ঘটনাটি কয়েকমাস আগের।)।
........
পুলিশ যেহেতু এটার সমাধান করতে পারছিলেন না, এর পরে শুরু আরো জটিলতা, এর পরে ডিবি রাজশাহী মেট্রোপলিটন, র‍্যাব-৫, ও এনএসআই, সবার যৌথ অভিজানে এগুলা ধরা হয়েছে, আরো কয়েকটা স্ক্যামার গ্রুপ আছে যাদেরকে নজরদারীতে রাখা হয়েছে।

এর আগেও কোনো একটা পত্রিকা এটার নিউজ করছিলো সেটা আমি এখন খুজে পাচ্ছিনা।

সোর্সঃ তথ্য স্থানীয় প্রশাসন রাজশাহী মেট্রো ও আমার নিজের মতো করে লিখা, (কেউ কোনো তথ্য মিল পেলে বা সোর্স পেলে জানাবেন আমি সেটার সোর্স লিং দিয়ে দেবো)।


এটা খারাপ লাগার মতো কোনো বিষয় ও না। কেউ যদি কমিউনিটি তে না পোষ্ট করে সেটার জন্য আমরা কাউকে জোর করতে পারবো না। আমাদের কমিউনিটি তে পোষ্ট করলে কারো মান সম্মান বাড়ে না। আরো কমে। ইদানিং সেটাই বুঝা যাচ্ছে। কাউকে প্রতিদিন পোষ্ট করতে হবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই। প্রতিদিন স্পাম পোষ্ট করার চাইতে সপ্তাহে ১ টা বা ২ টা দরকারি পোষ্ট করব সেটাই আরো ভালো।
এইটা তো আমারও কথা। আমি জানি আমার থেকে অনেকে এইখানে জ্ঞানী আছেন তারা প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছেন। সেইখানে আমার স্পাম পোস্ট করার দরকার কি? যদি দেখি কেউ হেল্প করতে পারছে না বা ওই টপিক এ কারো ইন্টারেস্ট নাই তখন নিজের মত অনলাইন ঘেটে এবং নিজে আগে ট্রাই করে নিজে এক্সপেরিয়েন্স করে তারপর হেল্প করার ট্রাই করি। সেইখানেও মাঝে মাঝে আমার ভূল হয় যা অন্যরা ধরিয়ে দেন বা সঠিক তথ্য টা শেয়ার করেন।

এই জন্য আমি সাইলেন্ট থাকার ট্রাই করি। যখন আপনি সাইলেন্ট থাকার স্কিল টা নিজের করে নিতে পারবেন তখনই আপনি বেশি শিখতে পারবেন। এইটা আমি বিশ্বাস করি। তাই চেস্টা করি যেইটুক পারি সাহায্য করতে এবং অন্য দের থেকে শিখতে। ট্রাই করে দেখেতে পারেন।

ভাই যদি বর্তমানের পরিবেশ এর কথা চিন্তা করে বলেন তাহলে ঠিক আছে, আমিও  একমত।
প্রতিটা জায়গাতে ভালো বা মন্ধ সকল কে নিয়েই কাজ করতে হবে এগুলা প্রকিতির নিয়ম, বাস্তব জীবনের দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন ভালো কিছু কখোনোই দ্রুত আসেনা, আপ্নারা বা আমরা সবাই যদি চুপ হয়ে যায় অনেকেই বুঝবেনা, যে তারা আশলে ভুল নাকী সঠিক, আর আমরা যদি কম আলোচনা করি তাহলে অনেকেই শিখতেও পারবে কম। যখন বাংলাদেশ নামে লোকাল বোর্ড আমরা পেয়ে যাবো সেদিন হয়তো সবাই আনান্দ পাবো, আর এখানেই আমাদের সার্থকতা।

উদাহরণঃ
বাংলাদেশের প্রতিবছরে বিসিএস এর জন্য আবেদন করে প্রায় কয়েক লক্ষ মানুষ, কিন্তু বছর শেষে সুপারিশ প্রাপ্ত হয় ১০০০ বা তার কিছু বেশি মানুষজন, এখন আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখেন সফলতার হার কত কম এখন প্রতিটা ক্ষেত্রেই এমন হয়ে থাকে।

এখন যদি মনে করেন যে যারা পড়াশোনা কম করে বা পড়াশোনা করে না, তাদেরকে আপনি সুযোগ দেবেন না কম করে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট রাখবেন, তাহলে দেখবেন যে অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হবে আবার অনেকে অনেক কষ্ট করে যে পড়াশোনা করে তারাও পিছিয়ে যাবে।

যদিও কোটা সংস্কার আন্দোলনের পর থেকে প্রথম শ্রেণীতে কোটা তুলে নেওয়া হয়েছে, তারপরেও অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে কোটা দেওয়া হয়ে থাকে এবং বাংলাদেশের পিছিয়ে পরা গুষ্টি বা অন্যান্য আদিবাসী আছেন তাদের ক্ষেত্রে অনেক সুযোগ দেওয়া হয়ে থাকে, একটা কোটা দেওয়া হয়ে থাকে এবং প্রত্যন্ত অঞ্চল যেখানে সুযোগ সুবিধা কম এবং তেমন একটা আধুনিক হয়ে ওঠেনি সেই সকল জেলাগুলো একটু বেশি কোটা পেয়ে থাকে তার কারণ সবাই চায় তারা যেন উঠে আসতে পারে এবং তাদেরকে তুলে নেওয়ার চেষ্টা করে।

আমিও ঠিক এমনটাই বলতে চাচ্ছি যে অনেকেই এখন ভুল করবে এবং সেটা সংশোধন করে দিতে হবে, আর যারা বোঝে এবং সঠিক টা জানে তাদেরকে সেটা বলতে হবে, তাহলে দেখবেন যারা ভুল করছে তারা ভুল কম করবে বা ভুল করবে না, তখন তারা ভালো কিছু করতে পারবে, যারা হচ্ছে উল্টাপাল্টা কাজকর্ম করার জন্য আসছেন, তারা দেখবেন যে খুব দ্রুত এখান থেকে ঝরে গেছে ভালো কিছু তো দূরে থাক।
 
সোর্সঃ পাবলিক সার্ভিস কমিশন-বাংলাদেশ, ও নিজের মতো করে লিখা।
hero member
Activity: 770
Merit: 482
September 18, 2023, 08:08:07 AM
বাংলাদেশ লোকাল থ্রেড দিনে দিনে এগিয়ে যাচ্ছে। এই থ্রেডে অনেক এসেছেন আবার চলে গেছেন। তাই আমি ভাবলাম বাংলা লোকাল থ্রেডে বর্তমানে অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ পোস্টদাতার একটা তালিকা তৈরি করি।

এই যে এই পোষ্ট টা করলেন, এটার কি কোনো দরকার ছিলো?
প্রতি মাস শেষে এমনিতেই তো সেরা ১০ জন পোষ্ট কারীর তালিকা প্রকাশ করা হয়। তাছাড়া কেউ এসব তথ্য দেখতে চাইলে থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়েও দেখতে পারে। সবচাইতে বড় কথা হলো আপনি যদি কোনো এন্যালাইসিস বা অন্য কোনো দরকারি পোষ্ট এর সাথে এই তালিকা দিতেন, তাহলে বুঝতাম যে না কোনো একটা কাজে এটা পোষ্ট করেছেন। এই যে দরকার ছাড়া হুদাই একটা জিনিস পোষ্ট করে দিলেন যেটা আদতে কারো কোনো কাজে আসলো না, এগুলোকেই মূলত স্প্যাম হিসাবে ধরা হয়। এমন কোনো ডিসকাশনে জড়ান যেটা থেকে কিছু শিখতে পারেন অথবা কাউকে কিছু শিখাতে পারেন। শক্ত কথা একটু তেতো লাগে, কিন্তু আশা করি কথাটা কাজে লাগবে কোনো একদিন।
sr. member
Activity: 1008
Merit: 366
September 18, 2023, 07:02:05 AM
এটা খারাপ লাগার মতো কোনো বিষয় ও না। কেউ যদি কমিউনিটি তে না পোষ্ট করে সেটার জন্য আমরা কাউকে জোর করতে পারবো না। আমাদের কমিউনিটি তে পোষ্ট করলে কারো মান সম্মান বাড়ে না। আরো কমে। ইদানিং সেটাই বুঝা যাচ্ছে। কাউকে প্রতিদিন পোষ্ট করতে হবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই। প্রতিদিন স্পাম পোষ্ট করার চাইতে সপ্তাহে ১ টা বা ২ টা দরকারি পোষ্ট করব সেটাই আরো ভালো।
এইটা তো আমারও কথা। আমি জানি আমার থেকে অনেকে এইখানে জ্ঞানী আছেন তারা প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছেন। সেইখানে আমার স্পাম পোস্ট করার দরকার কি? যদি দেখি কেউ হেল্প করতে পারছে না বা ওই টপিক এ কারো ইন্টারেস্ট নাই তখন নিজের মত অনলাইন ঘেটে এবং নিজে আগে ট্রাই করে নিজে এক্সপেরিয়েন্স করে তারপর হেল্প করার ট্রাই করি। সেইখানেও মাঝে মাঝে আমার ভূল হয় যা অন্যরা ধরিয়ে দেন বা সঠিক তথ্য টা শেয়ার করেন।

এই জন্য আমি সাইলেন্ট থাকার ট্রাই করি। যখন আপনি সাইলেন্ট থাকার স্কিল টা নিজের করে নিতে পারবেন তখনই আপনি বেশি শিখতে পারবেন। এইটা আমি বিশ্বাস করি। তাই চেস্টা করি যেইটুক পারি সাহায্য করতে এবং অন্য দের থেকে শিখতে। ট্রাই করে দেখেতে পারেন।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 18, 2023, 05:04:25 AM
নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নিউজটাতে বিস্তারিত কিছুই আসলে শেয়ার করা হয় নি। কিভাবে তারা এতগুলো টাকা বিটকয়েনে বিনিয়োগের নাম করে মানুষ থেকে নিয়েছে কিংবা মানুষই কি বিশ্বাসে দিয়েছে। কোন প্রতিষ্ঠান ছিল কি না, এইসবের কোন বিস্তারিত নাই। সবচেয়ে বড় কথা এই দেশের হলুদ মিডিয়া কখনো এইটা তুলে ধরে না যে যাদের গ্রেফতার করা হয় তাদের থেকে যদি কোন কয়েন উদ্ধার হয়ে থাকে সেগুলোর শেষ ঠিকানা আসলে কোথায়। এই ব্যাপারে কোন মিডিয়া অতীতের কোন ঘটনাতেও কিছু লিখতে দেখলাম না।
Jump to: