Author

Topic: বাংলা (Bengali) - page 145. (Read 5715488 times)

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
October 05, 2023, 05:41:48 PM



এই যদি হয় England v/s  New Zealand  এর খেলা তাহলে আমাদের বাংলাদেশে কি করবে? আমি তাই ভাবতেছি।
প্রথম ম্যাচে এ পর্যায়ে খেলা তাহলে বাকিগুলো কি হবে। আজকের খেলায় এই দুই ব্যাটসম্যান অনেকটা চমকে দিয়েছে এটা খুবই স্মরণীয় থাকবে এই ওয়ালকাপে।

আজকের খেলাটি হয়তোবা অনেকেই দেখেছেন। দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন
আমার কাছে খেলাটি অনেক সুন্দর লেগেছে
 
New Zealand জন্য শুভকামনা এগিয়ে যাক
বাংলাদেশ লোকাল যদি আলাদা স্বতন্ত্র লোকাল পায় তাহলে আপনি ওই সময় খেলাধুলা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন। এখানে যদি খেলাধুলা নিয়ে আলোচনা করা হয় তাহলে গুরুত্বপূর্ণ পোস্টগুলো আড়ালে চলে যায়। আমাদের লোকালে অবশ্যই গুরুত্বপূর্ণ ভালো পোস্ট গুলোই আলোচনা করা উচিত। এর আগের পোস্টে @Z_MBFM এই কথাটাই বলেছেন যা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের লোকালে অবশ্যই গ্লোবাল থেকে ২-৪ জন এখানে এসে উঁকি ঝুঁকি মেরে যায়। এরা যদি জগাখিচুড়ি মার্কা পোস্ট দেখতে পায় তাহলে অবশ্যই আমাদের কার্যনীতি নিয়ে প্রশ্ন তুলবে যেটা মোটেই কাম্য নয়। এখানে তাই খেলাধুলা ও রাজনৈতিক বিষয় নিয়ে একটু কম আলোচনা করাই ভালো।
sr. member
Activity: 616
Merit: 322
October 05, 2023, 12:40:34 PM

এই যদি হয় England v/s  New Zealand  এর খেলা তাহলে আমাদের বাংলাদেশে কি করবে? আমি তাই ভাবতেছি।
প্রথম ম্যাচে এ পর্যায়ে খেলা তাহলে বাকিগুলো কি হবে। আজকের খেলায় এই দুই ব্যাটসম্যান অনেকটা চমকে দিয়েছে এটা খুবই স্মরণীয় থাকবে এই ওয়ালকাপে।

আজকের খেলাটি হয়তোবা অনেকেই দেখেছেন। দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন
আমার কাছে খেলাটি অনেক সুন্দর লেগেছে
 
New Zealand জন্য শুভকামনা এগিয়ে যাক
ভাই এই ফোরামে ডিস্কাসনের জন্য আলাদা আলাদা টপিকের জন্য আলাদা আলাদা সেকশন ভাগ করা আছে আপনারা যদি যেহে হেনে যা তা পোস্ট করেন সেইটা হয় স্পামিং, অফ টপিক। বাংলাদেশ টপিকটা এখন কিছুটা এক্টিভ হইছে অনেক বড় মেম্বারাও এখন মাঝে মাঝে বাংলাতে উকি দিতে আসে তাই আওরা কাওরা পোস্ট কইরেন না।

ODI নিয়া কথা বলার জন্য Gambling Discussion এ যান সেখানে যত ইচ্ছা এইগুলো নিয়া মন্তব্য করেন - https://bitcointalksearch.org/topic/odi-cricket-and-general-cricketing-discussion-self-mod-5168386
newbie
Activity: 28
Merit: 2
October 05, 2023, 10:37:54 AM




https://talkimg.com/images/2023/10/05/PeGLz.jpeg

এই যদি হয় England v/s  New Zealand  এর খেলা তাহলে আমাদের বাংলাদেশে কি করবে? আমি তাই ভাবতেছি।
প্রথম ম্যাচে এ পর্যায়ে খেলা তাহলে বাকিগুলো কি হবে। আজকের খেলায় এই দুই ব্যাটসম্যান অনেকটা চমকে দিয়েছে এটা খুবই স্মরণীয় থাকবে এই ওয়ালকাপে।

আজকের খেলাটি হয়তোবা অনেকেই দেখেছেন। দেখে অনেক কিছুই বুঝতে পেরেছেন
আমার কাছে খেলাটি অনেক সুন্দর লেগেছে
 
New Zealand জন্য শুভকামনা এগিয়ে যাক
sr. member
Activity: 616
Merit: 322
October 05, 2023, 09:49:46 AM
সাতোশি ও হাল ফিন্নি দুজন একই ব্যক্তি, আপনার কি মতামত?
আচ্ছা সাতোশি নাকামোতো(Satoshi Nakamoto)বিটকয়েন এর আবিষ্কারক কিন্তু তার যে প্রথম মাইনিং করা বিটকয়েন যা সে প্রথম ট্রান্সফার করেছিল সেই ট্রান্সফার করা কিন্তু প্রথম হাল ফিন্নি(Hal Finney) এর ওয়ালেটে করা হয়েছিল। Satoshi Nakamoto যদি Hal Finney এর সাথে যোগাযোগ না থাকতো তাহলে কিভাবে সে Hal Finney এর ওয়ালেটে 10 BTC পাঠালেন।
সাতোশি নাকামোতো একজন ব্যেক্তি না হয়ে যদি গ্রুপকে মনে করি তাহলে হাল  ফিন্নি সেখানকার একজন সদস্য হিসেবে মনে করলে আমার মনে হয় ভুল হবে না। তবে হাল ফিন্নি তা সম্পূর্ণভাবে অস্বিকার করেছেন। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন তিনি সেটিকে ডিনাই করেছেন এবং তিনি বলেছিলেন যে তার সাথে সাতোশি নাকামোতোর শুধুমাত্র অনলাইনে যোগযোগ হয়েছে। তার আসল পরিচয় সম্পর্কে  তিনি কিছুই জানেন না। তবে অনেকেই সন্দেহ করেন যে বিটকয়েনের প্রথম ট্রানজেশনের বেনিফিসিয়ারি হিসেবে হাল ফিন্নি ছিলেন। সেই ক্ষেত্রে তার সাতোশির সাথে অবশ্যই ঘনিস্ট যোগ সুত্র ছিল। আমি মনে করি অনলাইনের যোগাযোগের মাধ্যম ভাল ছিল কোনভাবে পরিচয় হয়ে যাওয়ার পর নাকামুতো তার বিটকয়েন আবিস্কারের প্রথম ট্রানজেকশনটি করেন। এক্ষেত্রে তাকে সাতোশি নাকামোতো হিসেবে সন্দেহ করা যায় না।
সাতোশি নাকামোতো ইমেইল ব্যবহার করতো এবং সব ধরনের প্রাইভেসি মেইনটেইন করে সে ইমেইল ব্যবহার করে তার প্রয়োজনীয় লোকেদের সাথে যোগাযোগ করতো। যেমন সে বেশ কিছুদিন gmx ব্যবহার করেছে তার একটি পুরোনো ইমেইল ছিলো [email protected] যা পরবর্তীতে সম্ভবত অন্য কারো কন্ট্রোলে চলে গেছে। GMX এর মেইল যদি কেউ দীর্ঘদিন ব্যবহার না করে সে ক্ষেত্রে সেই ইমেইল এক্সপায়ার হয়ে যায় আবার একটি ইমেইল ডিলিটও করা যায় আর সেই নামে আরেকজন সেই ইমেইলটি আবারো অন্য কেউ খুলতে পারে। সাতোশির পুরানো ইমেইলটির সাথে ঠিক এমনই ঘটে যা Theymos ও ২০১৪ সালে এই ফোরামে একটা পোস্টের মাধ্যমে জানাইছে। আর যেহেতু হাল ফিন্নি একজন বড় ধরনের একজন সফটওয়্যার ডেভলপার ছিলো তাই হতে পারে সাতোশি তার কোনো হেল্পার জন্য তাকে টার্গেট করে এবং ইমেইলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে এবং সম্পূর্ণ এনোনিমাস হিসেবে থেকেই হাল ফিন্নি এর কাছ থেকে কাজ হাসিল করে দেয়।

সাতোশির ইমেইল এর বিষয় নিয়ে Theymos যে পোস্ট করেছিলো তা হলো



তাছাড়া Hal Finney একমাত্র ব্যক্তি তিনি সর্বপ্রথম বিটকয়েন সফটওয়্যার ব্যবহার করে। তিনি যদি বিটকয়েনের আবিষ্কারক না হতেন তাহলে সে কিভাবে সর্বপ্রথম বিটকয়েন সফটওয়্যার ব্যবহার করেন।
হাল ফিন্নি তার ক্যারিয়ারে একজন সফটওয়ার ডেভলোপার হিসেবে কাজ করেছেন। তাই প্রোগ্রামিং বিষয়ে তার অধিক জ্ঞান ছিল। সাতোশির সাথে যেহেতু তার যোগাযোগ ছিল তিনি তার থেকে বিটকয়েন সফটওয়ার ব্যবহার সম্পর্কে জানতে পারেন।

তবে আমার কাছে একটি জায়গাতে সন্দেহ প্রবন মনে হয় তা হল যে সাতোশি নাকামোতো এনোনিমাস হয়ে যান অন্যদিকে হাল ফিন্নি অসুস্থায় ভুগে 2014 সালে মারা যান। দুজন ব্যেক্তির মধ্যে কিছুটা সাদৃশ্য আছে তবে যার কোন প্রমান নেই।
হবার পারে Hal Finney সাতোশির ব্যাক্তিত্ব সম্পর্কে কিছু হলেও জানত তবে ২০১৪ সাল পর্যন্ত বিটকয়েন নিয়ে এতটা হাইপ না উঠায় কোন দেশ থেকে বা কারো পক্ষ থেকে তার ওপর কোনো চাপ সৃষ্টি করা হয় নাই  এদিকে সে আগস্টের ২৮ ২০১৪ সালে মারা যায়। আর এরপর আর কারো মাধ্যমেই সাতোশির ব্যাক্তিত্ব সম্পর্কে জানা সম্ভব হয়নাই। সাতোশি তার মতো এনোনিমাস হিসাবেই রইয়া গেছে। এখন এটাও বলা মুশকিল যে সে বাইচা আছে নাকি মারা গেছে। ভাবতে গেলে Hal Finney এর দিকেও সাতোশি হিসেবে আংগুল ওঠে কারন আগস্টের ২৮ তারিখ Hal Finney মারা গেলো আর সেপ্টেম্বরের ৮ তারিখে সাতোশির ইমেইল থিকা Theymos ইমেইল পাইলো যে সে যদি কিছু বিটকয়েন না পাঠায় তাইলে তারে হিটম্যান দিয়া মাইরা ফালাইবো। তার মানে সাতোশির ইমেইল অন্য কেও কন্ট্রোল করছে তখন।
full member
Activity: 546
Merit: 164
October 05, 2023, 03:21:54 AM
শিশু নির্যাতন  দিন দিন বাংলাদেশে বেড়ে যাচ্ছে শিশুরা কারো কাছে নিরাপদ নয়। আমার এখানে একটা পাঁচ বছরের শিশু তার পাশের ফ্ল্যাট রেখে তার মা বাহিরে কিছু কাজ করতে গিয়েছিল সেই মেয়েকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। ঘটনাটি খুবই ন্যাক্কার জনক তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে ছোট একটা বাচ্চাও কারো কাছে নিরাপদ না তার মা ছাড়া। শিশু নির্যাতনের বৈশ্বিক প্রতিবেদনের পরিস্থিতি ২০২০ অনুসারে প্রতিবছর বিশ্বে প্রায় 100  কোটি শিশু শারীরিক যৌন ও মানসিক নির্যাতনের শিকার হয়। এর ফলে শিশুরা তো আহত হয় কেউ কেউ আবার বাক প্রতিবন্ধী হয়ে যায় আবার অনেক শিশুরা মারাও যায় তাই আমাদের সকলেরই উচিত শিশুদের প্রতি সহনশীলতা আচরণ করা।প্রতিদিন অসংখ্য শিশু ঘরে এবং বাইরে নানা ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন মুখ বুজে সহ্য করছে। আমাদের এই সমাজে আমরা প্রত্যেকে যদি সচেতন হই তাহলে এ শিশু নির্যাতন কিছুটা হলেও বন্ধ হবে।কেউ কি বলতে পারে এর শেষ কোথায় কবে শেষ হবে শিশু নির্যাতন।
newbie
Activity: 28
Merit: 2
October 05, 2023, 01:32:31 AM

https://talkimg.com/images/2023/10/05/PD1a5.jpeg

আবারো শুরু হয়ে গেল ICC World Cup 2023
আজ থেকে শুরু এবারের বিশ্বকাপ গেল চার বছর পর অনুষ্ঠিত হবে আজকের ম্যাচটি যে দুই দল আজকে ম্যাচটি উদ্বোধন করবেন এক প্রান্তে রয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। বাংলাদেশের সময় দুপুর ২:৩০ এ  ০৫-১০-২০২৩ আজ বৃহস্পতিবার। ম্যাচটি উদ্বোধন হবে ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদী ইস্টেডিয়ামে।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ  
তারিখ                প্রতিপক্ষ                    সময়              
৭ অক্টোবর    =    আফগানিস্তান    =   সকাল ১১টা                          
১০ অক্টোবর  =   ইংল্যান্ড              =   সকাল ১১টা                                                            
১৩ অক্টোবর  =   নিউজিল্যান্ড       =   দুপুর ২:৩০                                                                    
 ১৯ অক্টোবর =   ভারত                 =   দুপুর ২:৩০                                        
                                                            
অক্টোবর নভেম্বর  জুড়ে হবে ক্রিকেটের মহাযুদ্ধ। ভারতের দশটি শহরে  হবে খেলা

প্রাইজমানি
মোট এক কোটি মার্কিন ডলার আর্থিক পুরস্কার থাকছে।
চ্যাম্পিয়ন       : ৪ মিলিয়ন ডলার
রানার্স আপ    : ২ মিলিয়ন ডলার
সেমিফাইনাল : ৮ লাখ ডলার
sr. member
Activity: 476
Merit: 359
October 04, 2023, 11:21:40 PM
আমি অনেককে দেখেছি যে তারা তাদের পোস্টে যদি কোন কিছু লিংক দিচ্ছে তাহলে তাদের লিংক পুরোপুরি না ভেসে শুধু সোর্স লেখা ভেসে উঠছে। আমি আমার পোষ্টের ভিতর এভাবে লিংক অ্যাড করতে চাই কিন্তু কিভাবে করতে হয় সেটা আমি জানিনা। যদি কেউ এই বিষয়ে সাহায্য করতেন তাহলে একটু শিখতে পারতাম আর কি।

আমি আপনাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি আপনার প্রশ্নের মাধ্যমে আমি আপনাকে বুঝাচ্ছি।

যেমন ধরুন আপনি যদি আপনার পোস্টে লিঙ্ক এড করতে চান তাহলে আপনি আপনার পোস্ট লিখবেন। তারপর যখন আপনি পোষ্টের লিংক দিবেন তখন আপনি আমি যে এই বৃত্ত চিহ্নিত ছবি দেখাচ্ছে এখানে ক্লিক করবেন।


এখানে ক্লিক করার পর তারপর আপনার পোষ্টের ভিতর দেখবেন যে এমন লেখা উঠেছে।


তারপর আপনি সেখানে আপনার কারসর রেখে সোর্স লিখবেন।



সোর্স লেখার পর আপনার বাম পাশে [url =লিংক]Source[/url]

এরকম লেখা থাকবে আপনি [url =Link]Source[/url] আপনি একটু স্পেস দিয়ে লিংক বসাবেন। আমি আপনার বোঝার সুবিধার্থে এমনি যে কোন একটা লিংক দিয়ে দেখিয়ে দিচ্ছি।


আমি আশা করব যে আপনি সঠিক ভাবে বুঝতে পেরেছেন।

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 04, 2023, 11:19:59 PM
আমি অনেককে দেখেছি যে তারা তাদের পোস্টে যদি কোন কিছু লিংক দিচ্ছে তাহলে তাদের লিংক পুরোপুরি না ভেসে শুধু সোর্স লেখা ভেসে উঠছে। আমি আমার পোষ্টের ভিতর এভাবে লিংক অ্যাড করতে চাই কিন্তু কিভাবে করতে হয় সেটা আমি জানিনা। যদি কেউ এই বিষয়ে সাহায্য করতেন তাহলে একটু শিখতে পারতাম আর কি।
আপনাকে খুবই সহজ ভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি নিচের দুটি ফটো ফলো করুন


Code:
[url=নিউজ লিংক দিবেন]টাইটেল লিখে দিবেন[/url]
jr. member
Activity: 33
Merit: 4
October 04, 2023, 11:04:40 PM
আমি অনেককে দেখেছি যে তারা তাদের পোস্টে যদি কোন কিছু লিংক দিচ্ছে তাহলে তাদের লিংক পুরোপুরি না ভেসে শুধু সোর্স লেখা ভেসে উঠছে। আমি আমার পোষ্টের ভিতর এভাবে লিংক অ্যাড করতে চাই কিন্তু কিভাবে করতে হয় সেটা আমি জানিনা। যদি কেউ এই বিষয়ে সাহায্য করতেন তাহলে একটু শিখতে পারতাম আর কি।
full member
Activity: 770
Merit: 184
October 04, 2023, 02:35:26 PM
সাতোশি ও হাল ফিন্নি দুজন একই ব্যক্তি, আপনার কি মতামত?
আচ্ছা সাতোশি নাকামোতো(Satoshi Nakamoto)বিটকয়েন এর আবিষ্কারক কিন্তু তার যে প্রথম মাইনিং করা বিটকয়েন যা সে প্রথম ট্রান্সফার করেছিল সেই ট্রান্সফার করা কিন্তু প্রথম হাল ফিন্নি(Hal Finney) এর ওয়ালেটে করা হয়েছিল। Satoshi Nakamoto যদি Hal Finney এর সাথে যোগাযোগ না থাকতো তাহলে কিভাবে সে Hal Finney এর ওয়ালেটে 10 BTC পাঠালেন।
সাতোশি নাকামোতো একজন ব্যেক্তি না হয়ে যদি গ্রুপকে মনে করি তাহলে হাল  ফিন্নি সেখানকার একজন সদস্য হিসেবে মনে করলে আমার মনে হয় ভুল হবে না। তবে হাল ফিন্নি তা সম্পূর্ণভাবে অস্বিকার করেছেন। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন তিনি সেটিকে ডিনাই করেছেন এবং তিনি বলেছিলেন যে তার সাথে সাতোশি নাকামোতোর শুধুমাত্র অনলাইনে যোগযোগ হয়েছে। তার আসল পরিচয় সম্পর্কে  তিনি কিছুই জানেন না। তবে অনেকেই সন্দেহ করেন যে বিটকয়েনের প্রথম ট্রানজেশনের বেনিফিসিয়ারি হিসেবে হাল ফিন্নি ছিলেন। সেই ক্ষেত্রে তার সাতোশির সাথে অবশ্যই ঘনিস্ট যোগ সুত্র ছিল। আমি মনে করি অনলাইনের যোগাযোগের মাধ্যম ভাল ছিল কোনভাবে পরিচয় হয়ে যাওয়ার পর নাকামুতো তার বিটকয়েন আবিস্কারের প্রথম ট্রানজেকশনটি করেন। এক্ষেত্রে তাকে সাতোশি নাকামোতো হিসেবে সন্দেহ করা যায় না।
তাছাড়া Hal Finney একমাত্র ব্যক্তি তিনি সর্বপ্রথম বিটকয়েন সফটওয়্যার ব্যবহার করে। তিনি যদি বিটকয়েনের আবিষ্কারক না হতেন তাহলে সে কিভাবে সর্বপ্রথম বিটকয়েন সফটওয়্যার ব্যবহার করেন।
হাল ফিন্নি তার ক্যারিয়ারে একজন সফটওয়ার ডেভলোপার হিসেবে কাজ করেছেন। তাই প্রোগ্রামিং বিষয়ে তার অধিক জ্ঞান ছিল। সাতোশির সাথে যেহেতু তার যোগাযোগ ছিল তিনি তার থেকে বিটকয়েন সফটওয়ার ব্যবহার সম্পর্কে জানতে পারেন।

তবে আমার কাছে একটি জায়গাতে সন্দেহ প্রবন মনে হয় তা হল যে সাতোশি নাকামোতো এনোনিমাস হয়ে যান অন্যদিকে হাল ফিন্নি অসুস্থায় ভুগে 2014 সালে মারা যান। দুজন ব্যেক্তির মধ্যে কিছুটা সাদৃশ্য আছে তবে যার কোন প্রমান নেই।

hero member
Activity: 840
Merit: 522
October 04, 2023, 11:43:07 AM
তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।
এইটা একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেট ঈদের পরে আন্দোলনের ডাক দেয়, যেই সিন্ডিকেট বলে আগামী এক মাসের মধ্যে দেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে। তারা এখনো একই প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করছে। আমি এইবারের কাহিনী নিজ চোখে দেখেছি।

সোশ্যাল মিডিয়ায় কিছু ছড়িয়ে দেয়া এখন অনেক সহজ। আর বিষয়টা একটু স্পর্শকাতর হলে তো আর কোনো কথাই নাই। বাংলাদেশের মানুষ নেগেটিভ নিউজ খায় বেশি। কিন্তু সবচাইতে খারাপ ব্যাপারটা হলো প্রথম সারির মিডিয়াগুলো এগুলো তে জয়েন করছে। ঈদের পরে আন্দোলনের কথা শুনে হাসি পাইলো। আমি বুঝেছি আপনি কাদের কথা বলেছেন। তবে সব দলেই আইডল হওয়ার মতো কিছু ব্যাক্তিত্য থাকে যাদের দেখে মানুষ রাজনীতিতে ইনভল্ব হয়। একটা দলের সব নেতা কর্মী ভালো হয় না। মাশরাফীর কথা দেখেন, তার এলাকায় সে তুমুল জনপ্রিয়। তবুও কিন্তু আরো প্রার্থী আছে যারা মনোনয়ন পেতে চায়। এর কারন কি? এরা মাশরাফির জন্য খেতে পারছে না। এরা খেতে হলে নিজে খমতায় এসে খেতে হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 04, 2023, 10:40:37 AM
PGP নিয়ে বাংলায় একদম ব্যাসিক একটা টিউটোরিয়াল লিখবো বলে মনস্থির করেছিলাম। শারিরীক অসুস্থতার কারনে লিখে উঠতে পারছিলাম না। আপাতত মনস্থির করলাম লিখেই শেষ করবো। আমি আগেই বলে নিচ্ছি এটা একদম ব্যাসিক একটা টিউটোরিয়াল। কারন আমি নিজেই এটা অল্প কিছুদিন আগে শিখেছিলাম। এই টিউটোরিয়ালটি শুধুমাত্র উইন্ডোজ ও এস ব্যাবহারকারীদের জন্য। যদিও ম্যাক এর ইউ আই প্রায় একই রকম।

পিজিপি কি?
পিজিপিএর ফুল ফরম হলো প্রিটি গুড প্রাইভেসি। এটা এমন একটা টেকনোলোজি যেটা ব্যাবহার করে আপনি নির্দিষ্ট কাউকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে পারবেন। এই ম্যাসেজ সেই নির্দিষ্ট ব্যাক্তি বা ফিংগারপ্রিন্ট হোল্ডার ব্যাতিত অন্য কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। পিজিপি কোনো গুরুত্বপূর্ণ জানতে এই পোষ্ট টি পড়তে পারেন।

পিজিপি সফটওয়্যার ডাউনলোড
আমরা শিখার জন্য জিপিজিফোরউইন সফটওয়্যারটি ডাউনলোড করবো। সফটওয়্যারটি ডাউনলোড করতে https://www.gpg4win.org/get-gpg4win.html এই লিংক এ ক্লিক করে প্রবেশ করুন। এখানে ডিফল্ট ভাবে পেপাল সিলেক্ট করা থাকবে এবং ১৫ ডলার সিলেক্ট করা থাকবে, আপনি শূন্য ডলারে ক্লিক করে তারপর ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।

Code:
-----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----

mDMEZMghNBYJKwYBBAHaRw8BAQdA+IDRMqmKdzj0eiBee8MjUJ71Sl11HJDEKwuv
eONy9We0ImJpdGNvaW5naXJsIGNsdWIgPGJnY0Bub2VtYWlsLmNvbT6IkwQTFgoA
OwIbAwULCQgHAgIiAgYVCgkICwIEFgIDAQIeBwIXgBYhBFDZejW2cobfuR3fPWOx
Ut7+xyg9BQJkyCG+AAoJEGOxUt7+xyg9E5MA+wS51d5leJ0noKkZlEfAjEqBt/ca
li0mfmKfw9U5LXLrAQC3ncYEyJHrzlNXAav1myyvKZEXQ1WAGafIHeRdcleJALg4
BGTIITQSCisGAQQBl1UBBQEBB0ChNUGhTHWOLKkMNBXFG6/Rl/wWrZ4ad3ppaKtA
Cs3BLwMBCAeIeAQYFgoAIAIbDBYhBFDZejW2cobfuR3fPWOxUt7+xyg9BQJkyCHK
AAoJEGOxUt7+xyg9l9YA/RKyt4OQVeDb1coppNdMVsptCnfB+66fShrn1ij7n9XA
AP4ntoJBo0w4PDIbuCEtOPRjUAk+pC3iaaC2Dq1hU4b+Bw==
=wFDZ
-----END PGP PUBLIC KEY BLOCK-----

যাকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাবেন, তার পাবলিক কি টি কপি করবেন, আমি এখানে বিটকয়েনগার্ল এর কি টি কপি করে নিলাম।
তারপর নিচের স্ক্রিনশট এর মতো Tools থেকে Clipboard এবং Certificate Import এ ক্লিক করুন।

Quote

তারপর আমরা যাকে মেসেজ পাঠাবো, তার পাবলিক কি কে সার্টিফাইড করতে হবে। প্রথমে এড করা সার্টিফিকেট এ রাইট বাটনে ক্লিক করুন, তারপর নিচের স্ক্রিনশটের মতো করে সার্টিফাই বাটনে ক্লিক করুন, আবারো নিচের সার্টিফাই বাটনে ক্লিক করুন।

Quote

এবার আমরা মেসেজ পাঠানোর জন্য রেডি। প্রথমেই আপনি যা লিখে পাঠাতে চান, সেটা একটা নোড প্যাড এ লিখুন। তারপর সেটা কপি করুন।
তারপর নিচের স্ক্রিনশট এর মতো Tools থেকে Clipboard এবং Encrypt ক্লিক করুন।

Quote

তারপর Add Recipient এ ক্লিক করুন এবং মাত্র এড করা সেই Recipient টি সিলেক্ট করুন। তারপর ওকে বাটনে ক্লিক করে, নেক্সট বাটনে ক্লিক করুন।

Quote

তারপর নিচের স্ক্রিনশটের মতো দেখবেন আপনার এনক্রিপশন সাকসেসফুল হয়েছে। এনক্রিপ্টেড মেসেজ টি পাওয়ার জন্য নতুন একটা নোটপ্যাড ওপেন করুন, এবং পেষ্ট করুন। আমার এনক্রিপ্টেড মেসেজটি ছিলো:

Code:
-----BEGIN PGP MESSAGE-----

hF4DHD+iqLgO/5wSAQdAq7qgEoJoP7rfOj+44ZYLEFrMKl/f9KIprBolHBOm8VYw
PqMupm0cvQ4Z2uGCcXdybANA667QhcvXN1qxlqhlphoq3/XAFQJ5Dpr9hjLGqng3
1GkBCQIQ8KhbbwpLONAb+Rk5LJOK+LMc6Z+f6Y47mjlpzp3CbvT1Rz/au5j7CzWq
oS4+YCtYymST4MPICZqsW3HGLB0yKobD8ohnDcFeh/n0YUHIyy2wNEAraqfvfs/K
dMRqnki4E0IdpPY=
=vbm7
-----END PGP MESSAGE-----

BitcoinGirl.Club চাইলেই আমার মেসেজটি ডিক্রিপ্ট করে দেখতে পারবেন।

আমি সাধারনত টিউটোরিয়াল লিখি না। তবুও এটা লিখেছি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাই। কোনো ভূল হলে ধরিয়ে দিবেন, শুধরে নেয়ার চেষ্টা করবো।





LDL
hero member
Activity: 742
Merit: 671
October 04, 2023, 10:40:32 AM
নোবেল পুরস্কারের চেয়েও ক্লাস নেওয়া গুরুত্বপূর্ণ ছিল



যদিও এই লেখাটি এই কমিউনিটিতে অফটপিক তবুও এখানে শেয়ার করছি। অনেকেই হয়তো অনলাইন পত্রিকায় এই খবরটি পেয়ে থাকবেন আবার অনেকেই এই খবরটি নাও পেতে পারেন। তবে এই পোস্টটি একটি নোবেল পুরস্কার জয়ী শিক্ষিকাকে নিয়ে লেখা যা গত মঙ্গলবার নোবেল পুরস্কার জয়ী তালিকা প্রকাশের পর ঘটেছে। এই বছর ইলেকট্রন পদার্থবিজ্ঞানে যে তিনজন নোবেল পুরস্কার পায় তাদের মধ্যে সুইডেনে লুন্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার এর নাম উঠে আসে।
চিরাচরিত নিয়মে যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে ফোন মারফত জানিয়ে দেওয়ার জন্য লোক নিয়োগ করা থাকে। সবাইকে ফোনের মাধ্যমে নোবেল পুরস্কার এর বিষয়টি কনফার্ম করা হয়।
ঠিক একই নিয়মে নোবেল পুরস্কার কনফার্ম করার জন্য অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার কে ফোন করা হয় একাধিকবার কিন্তু কোন রেসপন্স করা হয়নি। রেসপন্স না করার কারণ ও ছিল কেননা এই অধ্যাপক তখন ক্লাস নেওয়ার কাজে ব্যস্ত ছিলাম এজন্য একাধিকবার ফোন মিসকল ওঠা সত্ত্বেও তিনি ফোন রিসিভ করতে পারেননি।
পরবর্তীতে ক্লাস বিরতিতে অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার একাধিক মিসকল দেখার পর পরবর্তীতে ফোন আসলে তিনি তা রিসিভ করেন এবং ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন বলে বলে দেন। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ ওই অধ্যাপিকার কাছে ২ মিনিট অনুমতি চাইলে সময় দেওয়ার পরিবর্তে বলেন তাড়াতাড়ি বলুন আমাকে আবার ক্লাসে ফিরে যেতে হবে।
যেখানে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার দেওয়ার জন্য তাকে একাধিকবার ফোন করা হলেও যখন সে পরিচয় পাওয়ার পরেও তার ক্লাসের গুরুত্ব কে অগ্রাধিকার দিয়েছেন এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্মরণীয় একটি ঘটনা হয়ে থাকে। যারা আদর্শ মানুষ তারা কখনো তার নিজের দায়িত্বকে অবহেলা করে না এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য কোন অজুহাত দেখায় না।
অথচ এই নোবেল পুরস্কার যদি কোন বাঙালি জাতিকে দেখানো হতো এবং ফোন করে বলা হতো আপনি নোবেল পুরস্কার পেয়েছেন তখন সে কি হুলস্থুল কান্ড দেখিয়ে দিতেন সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের কিছু স্বনামধন্য মানুষ রয়েছেন যারা নোবেল পুরস্কারের লোভে জাতীয় স্বার্থকে নিজের স্বার্থ হিসেবে চালিয়ে দিয়েছে । অথচ বাংলাদেশের কত ভালো সৌভাগ্য উনাদের নাম নোবেল পুরস্কারের তালিকায় আসার কোন সম্ভাবনাই ছিল না।
এই অধ্যাপিকার কালকের এই কাহিনীটি আমাদের শিখিয়ে দিয়েছে আমি যে কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি সেটা পৃথিবীর সবচেয়ে বড় কর্ম। এই কর্মের কাছে নোবেল পুরস্কার তুচ্ছ।

সোর্স
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
October 04, 2023, 06:16:02 AM
কোন দেশের মাটিতে এই বিশ্বকাপ যাবে সেটা বলা খুবই কঠিন তবে আমরা চাইবো যাতে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ টি আসে এই আশা নিয়েই আমরা ক্রিকেট খেলা দেখব। অবশ্যই আমরা বাংলাদেশের কাছ থেকে ভালো কিছু আশা করতে চাই যদি বাংলাদেশের প্রত্যেকটি খেলোয়াড় ভালো খেলে এবং আল্লাহ তা'আলা যদি আমাদের বাংলাদেশের অপর রহমত দান করে তবে অবশ্যই আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে।
তবে দুঃখের বিষয় একটি এই বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়ের লিস্টে অভিজ্ঞ খেলোয়ার তামিল ইকবাল নেই, খারাপ লাগার একটি বিষয় এটি। যেখানে বাংলাদেশের খারাপ সময়ের মধ্যে তামিম ইকবাল পাশে ছিল এবং বাংলাদেশের ক্রিকেট টিমে তার যথেষ্ট সুনাম রয়েছে এবং বাংলাদেশের হয়ে তিনি অনেক ভালো করেছে। আর আজ এই বিশ্বকাপের সেই অভিজ্ঞ একজন খেলোয়াড় কে রাখা হয়নি বরং তাকে বাদ দেওয়া হয়েছে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না।
যাইহোক তবুও এই বিশ্বকাপে যাতে বাংলাদেশ দল- ভালো করতে পারে, সেজন্য বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল, এবং আমাদের বিটকয়েনটল্ক ফোরামের সকল সদস্যদের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা বাংলাদেশ টিমের প্রতি। Cheesy

আপনি খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা বড় টুর্নামেন্টে অভিজ্ঞ খেলোয়াড়দের মূল্যায়ন করা হয় সবচেয়ে বেশি। কিন্তু বাংলাদেশে তার উল্টো ঘটনা ঘটে। আপনি ইংল্যান্ড দলের দিকে একটু লক্ষ্য করে দেখবেন তাদের অভিজ্ঞ সম্পূর্ণ খেলোয়ার সবচেয়ে বেশি। তারা কিন্তু বেন স্টোকস কে অবসর ভাঙ্গিয়ে তাদের বিশ্বকাপের মূল স্কোয়াডে রেখেছে। বেন স্টোকস ছিল ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা খেলোয়াড়। সেখানে বাংলাদেশের মতো ছোট দল তারা তাদের সেরা ওপেনার তামিম ইকবালকে বলতে গেলে চক্রান্ত করে বাদ দিয়ে দিয়েছে। আসলে বাংলাদেশের ক্রিকেটে এখন রাজনীতি ঢুকে পড়েছে যার জন্য এই অবস্থা তাদের।

মনের আবেগ নিয়ে বাংলাদেশের খেলা দেখব এটা ঠিক কিন্তু বাংলাদেশ হয়তো খুব বেশি জিতলে দুই থেকে একটা ম্যাচ জিতবে। বিশ্বকাপ নেওয়া তো দূরের কথা বাংলাদেশ এখন কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ আছে। 🥺
ভাই আপনার কথা আমি সম্পূর্ণ সমর্থন করি। ভাই কি আর করব কিছু করার নেই শুধু চেয়ে চেয়ে দেখতে হবে। আমরা বাঙালি আমাদের বাংলাদেশে বসবাস এজন্য আমরা অবশ্যই বাংলাদেশের সাপোর্ট নিয়ে থাকবো এবং খেলা দেখব। কিন্তু যা সত্য তা বলতেই হবে কারণ হচ্ছে বাংলাদেশে অভিজ্ঞ খেলোয়ারদের বাদ রেখে সম্পূর্ণ নতুন স্কোয়াড দিয়ে এবার বাংলাদেশ টিম ঘোষণা করেছে। এই নতুন টিম নিয়ে বাংলাদেশ যে বেশি দূর এগিয়ে যেতে পারবে না তা শতভাগ সিওর দিয়ে বলা যাচ্ছে। যে সমস্ত দেশের ক্রিয়াঙ্গনে রাজনীতিতে ভরপুর সে সমস্ত দেশের ক্রীড়াঙ্গন সব সময় পিছিয়ে থাকবে এটাই স্বাভাবিক। তবে জানি না বাংলাদেশ কতদূর এগিয়ে যেতে পারবে তবে আশা রাখি যেন ভালো কিছু করতে পারে।
newbie
Activity: 28
Merit: 2
October 04, 2023, 05:21:54 AM
Where Is BTC ETH Headed in Q3 2023? These Are the 3 Crucial Factors to Watch!

(1)
https://talkimg.com/images/2023/10/04/P8952.jpeg
ক্রিপ্টোকারেন্সির রাজা, বিটকয়েন (বিটিসি) এর দামের গতিবিধি আজ একই স্তরে চলতে থাকে, তবে 2023 সালের শেষ প্রান্তিকে এই ডিজিটাল সম্পদের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন বেশ কয়েকটি কারণ রয়েছে।
BTC-এর মূল্যকে প্রভাবিত করতে পারে এমন মূল কারণগুলির মধ্যে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক সংকট, এবং ফেডারেল রিজার্ভ (Fed) দ্বারা সুদের হার বৃদ্ধির পর সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ।  যাইহোক, এটি লক্ষণীয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক 2023 সালের শেষ না হওয়া পর্যন্ত আরও দুটি ফেডারেল ওপেন মার্কেট কমিটি (FOMC) সভা করবে, যার সময় তারা সুদের হার কমাতে হবে কি না তা সিদ্ধান্ত নেবে।
উপরন্তু, নিয়ন্ত্রক উন্নয়নগুলিও দেখার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ বিশ্বব্যাপী বেশিরভাগ সরকার এখনও ডিজিটাল সম্পদের জন্য ব্যাপক নিয়ন্ত্রক কাঠামো বাস্তবায়নের জন্য সংগ্রাম করছে।

তা সত্ত্বেও, একটি স্পট BTC ETF অনুমোদিত হলে সমগ্র ক্রিপ্টো বাজার ইতিবাচকভাবে সাড়া দিতে পারে, কারণ এটি বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে প্রবৃদ্ধি চালানোর সম্ভাবনা রাখে, বিশেষ করে BlackRock-এর মতো কিছু বড় আর্থিক জায়ান্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের পণ্য চালু করার আগ্রহ প্রকাশ করে।  , বাজারের মনোভাবও BTC-এর জন্য স্বল্প-মেয়াদী মূল্য বৃদ্ধিকে ট্রিগার করতে পারে, যখন প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গ্রহণযোগ্যতার হার, উন্নয়নের সাথে, অতিরিক্ত উপাদান যা ডিজিটাল সম্পদের উচ্চতাকে চালিত করতে পারে।

এটি লেখার সময় পর্যন্ত, বিটিসি মূল্য গত 24 ঘন্টায় 0.57% কমে $27,307 হয়েছে, যার বাজার মূলধন $532 বিলিয়ন, কিন্তু এটি এখনও গত সপ্তাহে 4.13% বৃদ্ধি নিবন্ধন করেছে।  - সাহসী প্রাইম -


(2)
https://talkimg.com/images/2023/10/04/P87Ez.jpeg
গতকাল নিউইয়র্ক সেশনে আর্থিক বাজার জাপানি ইয়েনের একটি তীব্র আন্দোলনের দ্বারা কেঁপে উঠেছিল, কারণ এর দাম কয়েক মিনিটের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ¥150.00 থেকে ¥147.40 এ নেমে গেছে৷  বাজার বিশ্বাস করে যে ব্যাংক অফ জাপান (বিওজে) বাজারে হস্তক্ষেপ করেছে, যেমনটি পূর্বে প্রত্যাশিত ছিল।  তবে এ বিষয়ে বিওজে থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
মার্কিন ডলারের জন্য, এটি গতকালের ট্রেডিংয়ে তার শক্তি বজায় রেখেছে, যদিও গতির সামান্য ক্ষতি হয়েছে।  গতকাল নিউইয়র্ক অধিবেশন চলাকালীন ফোকাস ছিল US জব ওপেনিংস এবং লেবার টার্নওভার সার্ভে (JOLTS) আগস্টের ডেটা, যা পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।  ADP কর্মসংস্থান প্রতিবেদন এবং পরবর্তীতে নন-ফার্ম পে-রোল (NFP) ডেটা প্রকাশের আগে এটিকে একটি প্রাথমিক ইতিবাচক সূচক হিসাবে দেখা হয়েছিল।
ইতিবাচক তথ্যটি 10-বছরের ইউএস ট্রেজারি বন্ডের ফলনকে 2007 সাল থেকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে, 4.80% এ পৌঁছেছে।  একইভাবে, মার্কিন ডলার সূচক গত বছরের নভেম্বরের পর থেকে সর্বোচ্চ স্তরে উঠেছিল, প্রায় 107.30-এ পৌঁছেছে। ইউএস ডলারের তুলনায় ইউরোপীয় এবং এশিয়ান মুদ্রা দুর্বল ছিল।  আজ সকালে এশিয়ান অধিবেশন চলাকালীন নিউজিল্যান্ডে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের দিকেও মনোযোগ দেওয়া হয়েছিল, যেখানে সুদের হার 5.50% বজায় রাখা হয়েছিল।
ঘোষণার পর নিউজিল্যান্ডের ডলার প্রাথমিক পতনের সম্মুখীন হয়েছে, যখন বাজার কেন্দ্রীয় ব্যাঙ্কের আরও বিবৃতির অপেক্ষায় ছিল৷ নিউইয়র্ক সেশনে আজ রাতে, ADP কর্মসংস্থান ডেটা শুক্রবার মার্কিন NFP রিপোর্টের আগে অন্তর্দৃষ্টির জন্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে৷
উপরন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ISM নন-ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (PMI) ডেটা 10 PM এ প্রকাশিত হবে।  - সাহসী প্রাইম -

(3)
$28,500 ছাড়িয়ে যাওয়ার পরে, সমস্ত ক্রিপ্টোকারেন্সির রাজা, বিটকয়েন (BTC) এর দাম $27,500 জোনের নীচে নেমে গেছে বলে মনে হচ্ছে কারণ 10 বছরের মার্কিন সরকারী বন্ডের ফলন 16 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে৷
অধিকন্তু, অত্যন্ত প্রত্যাশিত Ethereum (ETH) ফিউচার এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF) বিনিয়োগকারীদের আগ্রহ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে, প্রথম দিনেই ট্রেডিং ভলিউম হ্রাস পেয়েছে৷ ডেক্সটরিটি ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার মাইকেল সাফাইয়ের মতে, বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই যদি  ETF লঞ্চের পরেও ক্রিপ্টো মূল্য নাটকীয়ভাবে প্রতিক্রিয়া দেখায় না, কারণ ডিজিটাল সম্পদ থেকে এটিই আশা করা উচিত।  শুধু তাই নয়, 10 বছরের ইউএস ট্রেজারির ফলন 4.70% বৃদ্ধির কারণে সুদের হার বাড়তে থাকলে পুরো ক্রিপ্টো বাজার অনিশ্চিত থাকতে পারে।
এটা অনস্বীকার্য যে BTC সহ ক্রিপ্টো বাজার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সাক্ষী হয়েছে যা মার্কিন সরকারের সিদ্ধান্তের মতো কারণগুলির দ্বারা প্রভাবিত হয়েছে, কিন্তু QCP ক্যাপিটাল উদ্বিগ্ন যে ডিজিটাল সম্পদের চাহিদার পরিবর্তনের কারণে মন্দার সম্মুখীন হতে পারে। যাইহোক, QCP তার হেজ করার পরিকল্পনা করেছে।  বাজি, কারণ এটি আশা করে যে বিটিসি প্রতিরোধের অঞ্চল সম্ভবত প্রায় $29,000 থেকে $30,000 ধরে রাখতে পারে।
লেখার সময় পর্যন্ত, বিটিসি মূল্য গত 24 ঘন্টায় 1.38% কমে $27,467 হয়েছে, যার বাজার মূলধন $535 বিলিয়ন, কিন্তু তারপরও গত সপ্তাহে 4.60% লাভ দেখাচ্ছে। এদিকে, ETH প্রায় 3.33 কমেছে  গত 24 ঘন্টায় % থেকে $1,664, $200 বিলিয়ন বাজার মূলধন সহ, এবং Ripple (XRP) 1.87% কমে $0.51 হয়েছে কিন্তু গত সাত দিনে 1.86% বৃদ্ধি পেয়েছে৷  - সাহসী প্রাইম -

বাংলায় অনুবাদ করে দেয়া হয়েছে..
এটি সংরক্ষণ Linkedin থেকে

https://www.linkedin.com/pulse/where-btc-headed-q4-2023-4-crucial-factors-watch-bold-prime-ltd?utm_source=share&utm_medium=member_android&utm_campaign=share_via
sr. member
Activity: 476
Merit: 359
October 04, 2023, 04:30:47 AM
অ্যাকাউন্টটি 2018 সাল থেকে সুপ্ত ছিল এবং বিটকয়েন সম্প্রদায়ের কমিউনিটি নোটের সাথে তাৎক্ষণিকভাবে ট্যাগ করা হয়েছিল।


বিটকয়েনের রহস্যময় স্রষ্টা সাতোশি নাকামোটো কি অবশেষে তার তৈরি করা ক্রিপ্টো দৃশ্যে ফিরে এসেছেন? না, কিন্তু টুইটার অ্যাকাউন্ট @satoshi আপনাকে তাই ভাবতে চায়, মঙ্গলবার 2008 সালের শ্বেতপত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি নতুন পোস্ট দিয়ে। নাকামোটোর নাম এবং একটি "ভেরিফায়েড অ্যাকাউন্ট" নীল চেকমার্ক সম্বলিত একটি অ্যাকাউন্টের আপাত পুনঃসক্রিয়তা নীল চেকমার্কের মানকে প্রশ্নবিদ্ধ করে। "বিটকয়েন একটি প্রেডিকেট মেশিন," সোমবার পোস্ট করা সাতোশি নাকামোটো নামের অ্যাকাউন্টটি। "পরবর্তী মাসগুলিতে, আমরা বিভিন্ন দিক অন্বেষণ করব যা স্পষ্টভাবে সাদা কাগজের মধ্যে ছিল না।"
এই সপ্তাহে অ্যাকাউন্টে এটি দ্বিতীয় পোস্ট ছিল। এই টুইটগুলির আগে, শেষ কার্যকলাপ ছিল অক্টোবর 2018 সালে।
Source
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
October 04, 2023, 12:01:26 AM
আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে  মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে।
আমার জানামতে ২০১৭ সাল ছিলো বাউন্টির জন্য একটা স্বর্নযুগ তখন নাকি প্রায় বাউন্টিই প্রজেক্ট সাকসেস হতো আর হিউজ পরিমান প্যামেন্ট পাওয়া যাইতো। সিগনেচার ক্যাম্পেন তো একটা নির্দিষ্ট ইনকামের সোর্স কিন্তু বাউন্টি ছিলো টাকার ক্ষনি। তয় এখন বাউন্টি একেবারে শেষ যারা করে তাগো থেকে শোনা যায় যে প্রায় বাউন্টিই নাকি স্কাম হয়।

ভাই, দুঃখের কথা আর বলব কার কাছে! আমার গ্রামের বাসায় সবাই বান্টির কাজ করত। ২০১৭ সালে তারা সবাই অনেক টাকা কামাইছে। আমি গ্রামের বাসায় গিয়ে শুধু গল্প শুনছি যে কেউ ৫০ হাজার, কেউ ১ লক্ষ আবার কেউ ৩ লক্ষ টাকা পায়ছে। যাদের নুন আন্তে পান্তা ফুরায় তারা নাকি প্লেনে করে ঘুরে বেড়ায়। তারপরে ২০১৮ সালে আমি একটা মোবাইল কিনি এবং বান্টির কাজ করি। আমি যখন থেকে বান্টির কাজ শুরু করি তখন থেকেই বান্টিতে কুফা লাইগা গেছে। এখন আমার বান্টির কাজ করতে যে পরিমাণ এমবি খরচ হয় তার দামও ওঠে না।
jr. member
Activity: 35
Merit: 3
October 03, 2023, 01:41:58 PM
তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।
এইটা একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেট ঈদের পরে আন্দোলনের ডাক দেয়, যেই সিন্ডিকেট বলে আগামী এক মাসের মধ্যে দেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে। তারা এখনো একই প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করছে। আমি এইবারের কাহিনী নিজ চোখে দেখেছি।
Syndicate আবার কি ভাই? পুরাটাই foreign funding এ বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত। পয়সা দিয়ে media তে propaganda করছে।
sr. member
Activity: 616
Merit: 322
October 03, 2023, 12:37:16 PM
তার একটা ভিডিও বার্তায় শোনলাম তিনি বলছেন যে আপনারা গুজবে কান দিয়ে আমাদের সরকার এবং একটা মন্ত্রনালয়কে দোষ দেয়া ঠিক হচ্ছে না। আপনারা যাচাই বাছাই না করে গুজবে কান দিয়ে সরকার এবং আমাকে কথা শোনাচ্ছেন। এখন ব্যাপার হলো বাংলাদেশের প্রথম সারির টিভি মিডিয়া এবং অনলাইন মিডিয়াগুলো যদি গজব ছড়াতে সাহায্য করে, সেখানে সাধারন মানুষকে দোষ দিয়ে কি লাভ? তারা তো নিউজ থেকে দেখেই সমালোচনা করছে।
এইটা একটা সিন্ডিকেট, যেই সিন্ডিকেট ঈদের পরে আন্দোলনের ডাক দেয়, যেই সিন্ডিকেট বলে আগামী এক মাসের মধ্যে দেশ শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়ে যাবে। তারা এখনো একই প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা করছে। আমি এইবারের কাহিনী নিজ চোখে দেখেছি।
আমরা বাংগালী জাতি অনেক বেশি আবেগি তাই আমরা একটা জিনিস কেউ আবেগ দিয়ে বললে খুব সহজেই বিশ্বাস করি। আর আমাদের দেশে ভাই সিন্ডিকেট দিয়ে ভরা। সবাই আছে যার যার আখের গোছানোর চেষ্টায়। ধনীরা সিন্ডিকেট করে গরিবের উপর জুলুম করে আর তারা হাজার হাজার কোটি টাকা কামাই করে তার ছেলে পেলে সব বিদেশে লেখা পড়া করায় বিদেশে ২য় বাড়ি বানায়। আর পায়ের উপর পা তুলে খায়। আর হায় হুতাশে মরে সব গড়িব আর অসহায় মানুষ। কিছুই করার বা বলার নাই আপনি প্রকাশ্যে কিছু বলবেন তো আপনি টার্গেটে পরিনত হবেন আপনার সাথে যা অচ্ছা ঘটতে পারে।

আমি আমার পরিচিত লোকজনদের কাছ থেকে শুনেছি যে ২০১৮ ২০১৯ তখন অনেকটা লাভজনক ছিল এই বাউনটি ক্যাম্পেইন করে তখন বলে অনেকে  মাসে ঘরে লাখ টাকার উপরেও কামিয়েছে এই সোশ্যাল ক্যাম্পেইন করে।
আমার জানামতে ২০১৭ সাল ছিলো বাউন্টির জন্য একটা স্বর্নযুগ তখন নাকি প্রায় বাউন্টিই প্রজেক্ট সাকসেস হতো আর হিউজ পরিমান প্যামেন্ট পাওয়া যাইতো। সিগনেচার ক্যাম্পেন তো একটা নির্দিষ্ট ইনকামের সোর্স কিন্তু বাউন্টি ছিলো টাকার ক্ষনি। তয় এখন বাউন্টি একেবারে শেষ যারা করে তাগো থেকে শোনা যায় যে প্রায় বাউন্টিই নাকি স্কাম হয়।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
October 03, 2023, 12:36:11 PM
Jump to: