Author

Topic: বাংলা (Bengali) - page 145. (Read 5329348 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 21, 2023, 01:57:45 AM
১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না?
বিদেশ থেকে অলরেডি ইমপোর্ট যেগুলো করা হয়েছে, সেগুলো আপনার দেশের আইন অনুযায়ী বৈধ না হলে বা দেশে এর কোনো কোম্পানি না থাকলে আপনি লিগ্যালি সেগুলো এক্সপোর্ট করতে পারবেন না। ধরেন আমাদের দেশে বিটকয়েন মাইনারের কোনো ফ্যাক্টরি নাই। অবৈধ পথে কিছু মাইনার ইমপোর্ট করা হয়েছে। এসব কোম্পানীর ক্ষেত্রে লাইসেন্স থাকা বাধ্যতা মূলক। এক্সপোর্ট করার জন্য অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয়। যেহেতু বাংলাদেশে কারো এগুলোর লাইসেন্স নাই, এই নামে কোনো কোম্পানীও বাংলাদেশে নাই, আপনি চাইলেই সেগুলো রপ্তানি করতে পারবেন না। বিশ্বের অনেক দেশে গাজা বৈধ, এরকম হলে বাংলাদেশ গাজা না পুড়িয়ে সেসব দেশে গাজা রপ্তানি করে দিতো  Grin Grin আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।

২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই?
রিসাইকেল কোষ্ট মোটামোটি ভালেই হবে। কিন্তু রিসাইকেল করার পরে কি কেম কোয়ালিটি আসবে সেটা আমরা জানি না। আর রিসাইকেল করার প্রযুক্তি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না।

৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না?
ব্যাবহার করতে গেলে রিসাইকেল করতে হবে। এ প্রযুক্তি বাংলাদেশে আছে বলে মনে হয় না। আর রিসাইকেল করার পর সেটার যে দাম থাকবে, এই দামে বা এই খরচে নতুন করে এ্যালকোহল বানানো যাবে। এজন্য হুদাই খরচ করে লো কোয়ালিটির এলকোহল বানানোর প্রয়োজনীয়তা নেই।

jr. member
Activity: 33
Merit: 4
September 20, 2023, 10:58:52 PM
https://www.friend.tech/




এটা কি আসলে সত্যি নাকি ফেক। আমারে এক বড় ভাই বলল যে এখান থেকে বেশ ইথার নামক টোকেন পাওয়া যায়। এমনকি অনেকের ইতিমধ্যে এই টোকেন পেয়েছে।
এবং এটার কাজ করার প্রসেস হচ্ছে যে প্রথমে জিমেইল দিয়ে সাইনআপ করে তারপর নিজের twitter account এর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। আমি বলতে চাই টুইটার একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে যেহেতু লগইন করতে হয় তাহলে তো টুইটার তাদের হয়ে যাওয়ার কথা।
অভিজ্ঞতের পরামর্শ চাচ্ছি এটা কি সত্যি আসল নাকি ফেক।
full member
Activity: 742
Merit: 157
September 20, 2023, 02:57:02 PM
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 20, 2023, 11:43:36 AM
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন।

তো মূল কথায় আসি, আমি আজ একটা
নিউজ
দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে।

আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?

বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না।

মদ খাওয়া ও বিক্রির অনুমতি পাবেন যারা.
উপরে থেকে অনেক কিছুই জানতে পারবেন।  Cheesy
 Grin Grin Grin Cheesy Cheesy মদ খাওয়া বাংলাদেশে কোন অপরাধ না বরং মদ খেয়ে মাতলামো করা একটা অপরাধ, আমরা জখন মদ খাওয়া শুরু করি তখন আমাদের কোন লিমিট থাকেনা, কিন্তু বলা হয়ে থাকে শীত প্রাধান দেশগুলোতে ৫০ থেকে ১০০ গ্রাম মদ খায় কারণ শরীরকে গরম রাখার জন্যে ।  Cheesy

আর আমাদের দেশের মানুষ মদ খায় পরিবেশ গরম করার জন্যে  Grin যায় হোক মদ যেহেতু আমাদের মুসলিম ধর্মে হারাম এবং বাংলাদেশি বেশিরভাগ মুসলিম তাই এটা নিয়ে আমরা আর বেশিদূর না আগাই।
jr. member
Activity: 33
Merit: 4
September 20, 2023, 10:35:42 AM

আপনার দেওয়া নিউজে যে মদ গুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের মদ নয়। সেগুলো হলো ভারতের যেগুলো প্রায় প্রতি বছরই সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয় এবং দেখা যায় প্রচুর পরিমাণে ধরা খায় এবং প্রায় উৎসব আকারে এগুলো ধ্বংস করা হয়। আমাদের দেশীয় মদ গুলো কিন্তু এভাবে ধ্বংস করা হয় না।



বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই।

অবশ্যই নিয়ম আছে মধ্যপানের ব্যাপারে। যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়াএ দেশে মদ নিষিদ্ধ এবং এদেশের মুসলিম নাগরিকদের জন্য মদ্যপান করা অবৈধ বটে। কোন মুসলিম চিকিৎসা প্রয়োজন ব্যতীত কোন মধ্য পান করতে পারবে না। ভাই মদ্যপান নিয়ে অনেক নিয়ম কানুন রয়েছে বলতে গেলে প্রায় শেষ হবে না।
newbie
Activity: 20
Merit: 0
September 20, 2023, 09:06:35 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 20, 2023, 08:46:02 AM
ভাইয়েরা আমার একটা সিলি প্রশ্ন ছিল। কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে যদি একটু বুঝায় বলতেন।

তো মূল কথায় আসি, আমি আজ একটা
নিউজ
দেখলাম যেখানে অবৈধ মদ ধ্বংস করার দৃশ্য দেখানো হয়েছে। এ নিউজটা আমি এর আগেও দেখেছি তখনও একই প্রশ্ন জাগে আমার মনে।

আমার প্রশ্ন হলো, এগুলো নষ্ট না করে কি অন্য কোন উপায়ে রিসাইকেল বা প্রক্রিয়াকরণ করা যেতো না?

বাংলাদেশে মদ এবং মদ রিলেটেড বস্তুর কি আইন আছে তা আমার জানা নেই। আর আমি এখানে কোনো আইন বা বিধিবিধান নিয়ে কোনো প্রশ্নও তুলতেছিনা। বরং গোটা মানবজাতির জন্য যেটা ভালো হবে সেটা বোঝার চেষ্টা করতেছি। জাস্ট চিন্তা করুন পৃথিবীতে ৩য় বিশ্বযৃদ্ধ শুরু হয়ে গেলে। তখন সকল প্রকার রিসোর্স নিয়ে কিন্তু একজন অরেকজনের সাথে মারামারি করবে, শুধু মাএ খাদ্য বস্ত্র বাসস্থান নয় বরণ সবকিছু। আর মদ বা আ্যালকোহল যাই বলেন না কেনো, এটা কিন্তু শুধু মাত্র কনজিউম করার বস্তু নয়, এর কিন্তু আরো এক্সটারনাল ব্যবহার আছে। মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে, ফার্মাসি, বড় বড় ইন্ড্রাস্ট্রিয়াল কাজে, জীবাণুনাশক হিসেবে, জ্বালানি হিসেবে। সোজা বাংলায় এর ইউজকেস অনেক যা লেখে শেষ হবে না।

১. এসব মদ কি বিদেশে ইমপোর্ট করা যায় না?
২. এসব কি রিসাইকেল করার কোন উপায় নাই?
৩. এসব কি মেডিকেল রিলেটেড বা বিভিন্ন ইন্ড্রাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা উপযোগী করা যায় না?
৪. ইত্যাদি ইত্যাদি। (সব পয়েন্ট উল্লেখ করা সম্ভব না)


আমার এমন প্রশ্ন করার কারণ কি?

সম্প্রতি আমি নিউজে দেখেছি, বাংলাদেশি মদ কোম্পানি কেরু নাকি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। তো তাদের এসব মদও তো কেউ না কেউ কনজিউম করতেছে। দেশি মদ ছাড়াও কিন্তু বিদেশি বিভিন্ন ব্যান্ডের মদ (বৈধ অবৈধ পরের বিষয়) বিভিন্ন বার সহ অনেক জায়গায় বিক্রি হয়। হ্যাঁ এখানে হয়তো লাইসেন্স এর একটা বিষয় রয়েছে। কেরু বৈধ ভাবে তাদের ব্যবসা করেতেছে, আর যেগুলো মদ ধরা পড়ছে সেগুলো সব অবৈধ। বাট মদ তো মদ ই। হোক সেটা দেশি বা বিদেশি, মদের উপাদান তো আর চেন্জ হচ্ছে না, হয়তো আ্যালকোহলের মাত্রা আলাদা হতে পারে, বাট জিনিসটা তো যেই লাউ সেই কদুই। আশা করি বুঝতে পেরেছেন কি মিন করছি।

হয়তো বাংলাদেশে এখন এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বা এসব হ্যানডেল করার মতো জনবল নেই। পৃথিবীর অন্যন্য দেশে এসব কিভাবে কি করা হয় তাও আমি জানিনা। আমি প্রায়ই একটা বিদেশি ভিডিও দেখতাম যেখানে এয়ারপোর্টে থাকা কাস্টমস্ অফিসারা মদ, সিগারেট, বা মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করতো। নিশ্চয় তারা এসব ফালায় দেয় না। কিছু না কিছু তো অবশ্যই করে।

আপনাদের মাথায় কখনো কি এমন প্রশ্ন এসেছে? আমার মাথায় প্রায়ই এমন প্রশ্ন ঘোরে, বাট উত্তর পাই না। এটা কিন্তু কোনো মজার বিষয় না, একবার ভালোভাবে চিন্তা করে দেখুন তো। Wink

আমি কোনো বিধিমালা জানতে চাইনা, বরং নষ্ট না করে আল্টারনেটিভ কোনো রাস্তা ছিল কিনা তা জানতে চাই।
sr. member
Activity: 1008
Merit: 366
September 20, 2023, 08:02:01 AM
একদম ঠিক বলছেন ভাই  ইমোশন কন্ট্রোল আগে,  তবে  ট্রেডিং এর সম্পর্কে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল নলেজ না থাকলে সে যদি ট্রেডিং করে,  তাহলে তো এটা অনেকটা জুয়া মতনই ভাবা যায় এইজন্য আর কি বললাম।

এইবার বুঝতে পেরেছি আপনি কি বুঝাইতে চেয়েছেন। আগে নলেজ, তারপর ইমোশন কন্ট্রোল এবং তারপর এক্সপেরিয়েন্স। হ্যা এই বিষয়ে আমি একমত। কারণ নলেজ না থাকলে আপনি কোন বিষয়ে ইমোশন কন্ট্রোল করবেন? আগে জানতে হবে, তারপর সেই বিষয়ে ইমোশন কন্ট্রোল করতে শিখতে হবে এবং তারপর এর প্রয়োগ করে ফলাফল পাবো আমরা।



আমি আগের পোস্ট এ ইমোশন কন্ট্রোল এর উপায় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। নিচে কিছু উপায় লিখলাম, আপনাদের আরো কিছু জানা থাকলে আমাকে জানাবেন।


`সর্বপ্রথম আমাদের শিখতে হবে। ক্রিপ্ট কারেন্সি কি, ব্লকচেইন কি, এগুলা কিভাবে কাজ করে। কোন কয়েন নিয়ে আপনি শর্ট অথবা লং টার্ম এর মধ্যে বেশি প্রফিট করতে পারবেন এগুলো নিয়ে রিসার্চ করতে হবে।

`আপনার ইনভেস্ট থেকে কত সময়ে আপনি কত প্রফিট পেতে চান তার একটি নির্দিষ্ট টার্গেট করতে হবে। তবে তা অবশ্যই এনালাইসিস এর মাধ্যমে করতে হবে। অন্যথায় আপনি কম বা বেশি লাভ পেলে হয় regret ফিল করবেন অথবা বেশি পেলে greedy ফিল করবেন। এথেকে আপনার মধ্যে ইমোশন এর সৃষ্টি হবে। এইজন্য টার্গেট এনালাইসিস এর থেকে কম রেখে টার্গেট পূরণ হওয়ার সাথে সাথে ট্রেড ক্লোজ করে দিতে হবে।

`রিস্ক ম্যানেজমেন্ট, এটি আসলে কি? সবসময় বলা হয় আপনি অই টুকু অর্থ দিয়ে ট্রেড করেন যা আপনি হারাতে প্রস্তুত। আপানর দৈনন্দিন কাজ এবং বেঁচে থাকার জন্য প্রয়জনীয় অর্থ দিয়ে কখনই ট্রেড করবেন না। যেটি হারালে আপনার দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলবে না সেটি দিয়ে ট্রেড করুন। যদিও আমরা ওই অর্থ দিয়ে করি তা সত্বেও কি কেউ নিজ ইচ্ছায় টাকা হারাতে চাইবে? ক্রিপ্ট মার্কেট এর কথা বলা যায়না। যেকোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। আপনার ট্রেড লস এর দিকে চলে যেতে পারে হাজার এনালাইসিস করার পরও। রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা স্টপ লস এবং টেক প্রফিট সেট করা কে বুঝি। এতে করে একটি নির্দিষ্ট পরিমান লস এবং লাভ এর আগেই ট্রেড ক্লোজ হয়ে যাবে। এর ফলে আমরা লস এর পরিমান কমাইতে পারব যেনো আমরা পরের ট্রেড এর জন্য যথেষ্ট অর্থ রাখতে পারি। আর টেক প্রফিট হচ্ছে টার্গেট সেট করার মতই। যা আপনি এনালাইসিস করেছেন যেন ফলাফল একই থাকে এবং দাম বেশি হইলেও যেন আমরা লোভ এ না পরি।

`আপনি যেই ট্রেডিং রুলস ফলো করতেছেন ওইটাই মেনে চলুন। এর বাইরে যাবেন না ট্রেডটি ক্লোজ হওয়া পর্যন্ত। এর বাইরে গেলেই ফলাফল ভিন্ন আসবে এবং ইমোশন এর শিকার হবেন।

`সর্বশেষ বিষয় হচ্ছে হারতে শিখুন। আপনাকে সিখতে হবে যে লস করলে কেমন লাগে এবং এটি বার বার এক্সপেরিয়েন্স করতে করতে আপনি এটিতে আর ইমোশোনালি প্রভাবিত হবেন না। এজন্য ট্রেডিং জার্নি কম অর্থ দিয়ে শুরু করতে বলা হয়েছে। আগে ট্রায়াল দিয়ে শিখুন, পরিচিত হয়ে নিন, তারপর আপনি যখন পাকা হয়ে যাবেন তখন  বেশি এমাউন্ট দিয়ে প্রপার ভাবে ট্রেডিং করুন।

২/১ টা বিষয় আপাতত মাথায় নেই এখন, তবে এগুলাই সাধারনত ফলো করলে আশা করি ইমোশন এর উপর ভালো কন্ট্রোল আনতে পারবেন। আপনাদের জানা কিছু থাকলে অবশ্যই জানাবেন।

hero member
Activity: 770
Merit: 482
September 20, 2023, 06:25:32 AM
আরে ভাই কী করব, জীবনটাই বেদনার! আমি শুধু একজনের আইডিতে ডলার sent করেছি। কারণ আমি ডলার বিক্রি করতে পারি না তাই আমি আমার এক ভাইয়ের কাছ থেকে আমার ডলারগুলো বিক্রি করে নিতাম। তার বাসা আমার বাসার পাশে। তার নাম Rasel Mahmud। এতে আমার কোনো দোষ নেই। তবুও আমাকে Red Trust দিল।😭😭😭

আমি দেখলাম আপনার প্রোফাইলে আপাতত কোনো ট্যাগ নাই। নেগেটিভ ট্যাগ রিমুভ করে আপনাকে নিউট্রাল ট্যাগ দেয়া হয়েছে। তবে রেফার্নেস চেক করে দেখলাম আপনি এ আই ব্যাবহার করে পোষ্ট করছেন যে কারনে আপনাকে আপতত নিউট্রাল ট্যাগ দিয়েছে। ধরে নিলাম আপনি বাউন্টি চিটিং করেন নাই, কিন্তু বাংলা থ্রেড এ এতো পোষ্ট পড়ার পরেও কেনো আপনি এ আই ব্যাবহার করছেন? আপনি যদি কখনো রেংক আপ করেন আর আপনার প্রোফাইলে এই ফিডব্যাক থাকে, তাহলে আপনি ভালো কোনো ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন না। কি দরকার ফোরামে হুদাই ক্যাচাল করার? ডলার সেল করার জন্য ফোরামে অনেক বাংলাদেশি আছে যাদের ভালো রেপুটেশন আছে। আপনি তাদের কাছে বিক্রি করতে পারেন অথবা তাদের হেল্প নিতে পারেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 20, 2023, 06:14:46 AM
মাঝে মাঝে দেখি বাংলাদেশ লোকাল বোর্ডের কিছু নতুন সদস্য জেনারা অল্প কিছুদিন ধরে আসছে তারা মাঝে মাঝে ভালোই একটিভ থাকেন আবার দেখি অনেক পোস্ট গুলাও করে থাকে আবার দেখি খুব তাড়াতাড়ি তারা তাদের আইডিটি নষ্ট করে দেয় , আসলে বুঝি না তারা কি কখনো নিয়ম অনুযায়ী চলে না নাকি তারা নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে বারবার  ঠকে.
আজ দেখলাম অনেকগুলো আইডিকে টাস্ট দেওয়া হয়েছে তার মধ্যে @Tiger420  ভাই রয়েছে. আপনি একজন  বাউন্টি ইউজার, আপনি স্বাভাবিকভাবে বাউনটির কাজ করে থাকেন. আপনার অনেক সতর্কতা থাকা উচিত ছিলআমি দেখলাম আপনি সহ আরো অনেক জনকে একসঙ্গে ট্রাস্ট দেয়া হয়েছে. তারা সবাই আপনার মতই একই ভুল করেছিল.সম্ভবত আপনারা সকলেই একই ওয়ালেটে টোকেন ডিপোজিট করেছিলেন . তাই আপনাদের সকলকেই রেড ট্রাস্ট দেয়া হয়েছে.



সোর্সটা দিয়েন তো বা পোস্টে যোগ কইরেন।
full member
Activity: 490
Merit: 119
September 20, 2023, 04:11:37 AM
কিছু সুবিধাবাদী লোক মনে করেছিল যে তারা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ চালিয়ে বড়লোক হবেন। তাদের মধ্যে একজন চার্লি শ্রেম (ইয়াঙ্কি (বিটইন্সট্যান্ট))। তিনি একজন তরুণ উদ্যমী, যিনি কলেজে পড়ার সময়ে বিটকয়েন এডপ্ট করেছেন। পরে তিনি BitInstant চালু করেন, যা প্রথম ক্রিপ্টো এক্সচেঞ্জগুলির মধ্যে একটা এবং এক সময় পুরো  বিটকয়েন লেনদেনের প্রায় ৩০% সেখানেই হতো। পরবর্তীতে লাইসেন্সবিহীন মানি ট্রান্সফার ব্যবসা পরিচালনায় সহায়তা করার জন্য তাকে জেল খাটতে হয়। তাকে "বিটকয়েনের প্রথম অপরাধী"ও বলা হয়।

শ্রেমের কেস এর পর থেকে, বিটকয়েনারদের সাথে প্রশাসন আরও কঠোর হতে শুরু করে। ২০১৮ সালের এর একটা আর্টিকেল এ জানানো হয়েছে যে "তথাকথিত "বিটকয়েন মাভেন", যিনি লাইসেন্সবিহীন বিটকয়েন-ফর-ক্যাশ এক্সচেঞ্জ ব্যবসা এবং বিটকয়েন লন্ডারিং করার কথা স্বীকার করেছেন [...] তাকে আজ ১২ মাস এবং এক দিনের ফেডারেল কারাগারে সাজা দেওয়া হয়েছে, $20,000" জরিমানা এবং ৩ বছরের সুপারভাইজ্ড রিলিজ দেয়া হয়েছে।

মানি লন্ডারিং সত্যিই এক ধরনের ভয়ানক অপরাধ। এটা অন্যদিক দিয়ে বললে, এটা একটা দেশের জন্য অর্থনৈতিক হুমকি। এত বড় অন্যায় বা অপরাধের শাস্তি কম দেয়া হয়েছে বলে আমার মনে হয়। BitInstant থেকে টোটাল বিটকয়েনের ৩০% লেনদেন করে থাকেন! তার মানে এই সাইডের জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল। আসলে বিষয়টা হচ্ছে যে, "মানুষের সুখে থাকতে ভুতে কিলায়।" সেই সাথে আরো একটা কথা বলা যায়, "লোভে পাপ, পাপে মৃত্যু।" পৃথিবীতে অনেক বড় মনের মানুষ আছে। যারা অনেক প্রফিট থাকা সত্ত্বেও জনগণের সুযোগ-সুবিধা কোথায় চিন্তা করেন। "আল্লাহ যার কপালে যতটুকু দিয়েছেন, ততটুকু নিয়ে সুখে থাকাই উত্তম।"

যদি সে মানি লন্ডারিং এর মত অপরাধটা না করতো‌, তাহলে সে বিটকয়েনের একজন সফল ব্যবসায়ী হয়ে যেতেন।

সত্যি এই লেখাটা দারুন ছিল। অনেক জ্ঞান সম্পন্ন ছিল। ধন্যবাদ দিয়ে ছোট করবো না @Learn Bitcoin ভাই এবং এই কন্টেন্টের মূল লেখক @GazetaBitcoin ভাইকে।
jr. member
Activity: 33
Merit: 4
September 20, 2023, 01:51:36 AM
আজকে আমি আমার ভেরিফাইড করা বাইনান্স এক্সচেঞ্জ এ কিছু পরিমাণ ইথেরিয়াম ডিপোজিট করতে চাচ্ছিলাম আমার ট্রাস্ট ওয়ালেট থেকে। কিন্তু আমি ডিপোজিট করতে পারছি না।

এরকম লেখা হচ্ছে লাল রঙের স্পট ওয়ালেটে গিয়ে ডিপোজিট এড্রেসে ক্লিক করার পর।


Do not define your Binance deposit address as the receiving address for validator rewards. validator rewards sent from the node to Binance deposit address is it not supported and will not be credited. This will lead to asset loss.
যার বাংলা হল আপনার Binance ডিপোজিট ঠিকানাকে বৈধকারী পুরস্কারের জন্য প্রাপ্তির ঠিকানা হিসাবে সংজ্ঞায়িত করবেন না। নোড থেকে Binance ডিপোজিট ঠিকানায় পাঠানো ভ্যালিডেটর পুরষ্কার কি এটি সমর্থিত নয় এবং জমা করা হবে না। এর ফলে সম্পদের ক্ষতি হবে।


ফাইনান্স কি এটাকে সাসপেন্ডেড করেছে।



jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
September 20, 2023, 01:33:47 AM
আমি শুধুমাত্র একটি টেলিগ্রাম একাউন্ট ব্যবহার করি। আমি প্রথমতো বুঝতে পারিনাই যে আমার নম্বর দিয়ে অন্য কেউ টেলিগ্রাম ব্যবহার করছে।যখন আমি বিটকয়েনটল্ক একাউন্ট খুলি, তখন আমি টেলিগ্রাম একাউন্টও খুলি কিন্তু দেখি যে আমার টেলিগ্রাম একাউন্ট  @zoosman2 নামে খুলা রয়েছে। পরে আমি আমার টেলিগ্রাম একাউন্টটি পূর্ণদ্ধার করি কিন্তু আমি বুঝতে পারিনাই যে আমার টেলিগ্রাম একাউন্ট টি বাউন্টির কাজে ব্যবহার করা হয়েছে। এতে আমার দোষ কোথায়?
যার কারণে আমার একাউন্টে একটি নেগেটিভ টাস্ট দেয়া হয়।
আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে  যে আমার কোন ভুল নেই।
এখন আমার কি করা উচিত। সবার কাছে সহায়তা কামনা করছি।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
September 20, 2023, 01:08:05 AM
[...]

আমার আরো একটা টপিক অনুবাদ করার জন্য ধন্যবাদ Learn Bitcoin! আপনি আরো একটি চমৎকার কাজ করেছেন!

এই টপিকটা বিটকয়েনারদের উপর সরকারের চলমান অত্যাচারের ফলাফল রিলেটেড একটা দার্শনিক বিতর্ক। আর কত সময় লাগবে বিটকয়েনারদের বিটকয়েনকে যেভাবে বানানো হয়েছে সেভাবে ব্যাবহার করা শুরু করার জন্য? কারো কাছেই এর উত্তর নেই, কিন্তু আমি বিশ্বাস করি যে এটা আজ বা কাল ঘটবে... ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে সরকারের এমন অপরাধীর মতো বিচার হওয়াকে কেউ আজীবন সহ্য করতে পারে না।
newbie
Activity: 10
Merit: 2
September 20, 2023, 12:10:30 AM

আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে, সব এক্সচেঞ্জেই কি P2P লেনদেন করা যায় ?

আপনার প্রশ্নের উত্তরে আমি একটি এক্সচেঞ্জের নাম বলতে পারি সেটি হল WazirX এক্সচেঞ্জ। তবে এটা হল ভারত ভিত্তিক কেন্দ্রীভূত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যা ২০১৮ সালে চালু করা হয়। WazirX এক্সচেঞ্জ এর পিটুপিতে ফিয়াট মুদ্রার মাধ্যমে USDT কেনা যায়। তবে বর্তমানে WazirX P2P -তে USDT কেনার জন্য আপনি আটটি ফিয়াট মুদ্রা ব্যবহার করতে পারবেন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 20, 2023, 12:02:35 AM
Mohammad Mohsin PPM-লোভে লাভ, লাভে ঘোড়ার ডিম!

https://www.facebook.com/watch/?v=688289933324567

জনাব Mohammad Mohsin PPM - Mirpur Model Police Station, Dhaka, Bangladesh, তিনি একজন পুলিশ এর কর্মকর্তা তিনি নতুন যে স্ক্যাম হতে চলেছে, সেটা নিয়ে সবাইকে সতর্ক করেছেন এবং এগুলা থেকে বিরত থাকতে বলেছেন। উনার ভিডিও বার্তাটির লিংক উপরে দেয়া হয়েছে, সবাই সর্তক থাকুন।
jr. member
Activity: 33
Merit: 4
September 19, 2023, 11:52:54 PM
আচ্ছা এমন কোন উপায় আছে কী যা KYC মুক্ত ও অধিক নিরাপদ ভাবে P2P লেনদেন করা যায় এই বিষয়ে আমি জানতে চাই? বাইন্যান্স বা কুকয়েনের মতো সে আমাকে আগে টাকা দিবে এরপর আমি রিলিজ করে দিবো এই রকম কী কোন সাইড আছে?
বাইন্যান্স এবং কুকয়েন এগুলো হলো মূলত সেন্টালাইজড এক্সচেঞ্জ।
এগুলোতে কেওয়াইসি করা ছাড়া পিটুপিতে লেনদেন করা সম্ভব না। এই এক্সচেঞ্জ গুলোতে আমরা যখন আমাদের বিটিসি, ইউএসডিটি, বিএনবি এবং ইথার বিক্রি করি তখন আমাদের আগে আমাদের দেশীয় মুদ্রা দেয় এবং তারপর আমরা রিলিজ করে দেই। আমার জানামতে এই এক্সচেঞ্জগুলোতে আমরা টাকা পাওয়ার পর রিলিজ দিতে হয়। তাছাড়া অন্য কোন এক্সচেঞ্জে হয়তো এখনো দেওয়া হয় না।

আপনাদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে, সব এক্সচেঞ্জেই কি P2P লেনদেন করা যায় ?
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 19, 2023, 10:51:46 PM
আচ্ছা এমন কোন উপায় আছে কী যা KYC মুক্ত ও অধিক নিরাপদ ভাবে P2P লেনদেন করা যায় এই বিষয়ে আমি জানতে চাই? বাইন্যান্স বা কুকয়েনের মতো সে আমাকে আগে টাকা দিবে এরপর আমি রিলিজ করে দিবো এই রকম কী কোন সাইড আছে?

যদিও আমিও সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ব্যাবহার করার বিপক্ষে, তবে আমিও না বুঝেই বাইনান্স এ একাউন্ট করে কে ওয়াই সি করে ফেলেছি। এখানে আমার ব্যাক্তিগত তথ্য অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এবার আসি আপনার প্রশ্নে, এরকম রিলায়েবল প্লাটফর্ম আমিও খুজছি। আগে টাকা দিয়ে দিবে এমন কোনো প্ল্যাটফর্ম এর খোজ আমার কাছে নাই। তবে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার বিটকয়েন সেন্ড করে লোকাল পেমেন্ট মেথডে টাকা নিতে পারেন। তবে সেগুলো লেজিট কি না, সেটা যাচাই করা আপনার নিজেরই দায়িত্ব। ফ্রি মারকেট এ রেপুটেশন বিল্ড করা নিয়ে আমার একটা ট্রান্সলেশন ছিলো, এখন মোবাইলে থাকায় লিংক দিতে পারছি না।

বিটকয়েনটক ফোরামের মতো যায়গায় রেপুটেশন বিল্ড করা জরুরী। রেপুটেশন থাকলে আপনি বিশ্বাসের সাথে অন্যদের সাথে লেনদেন করতে পারেন। এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম।

ভাই এটা শুধু আপনি বা আমি না আরো অনেকেই খুজে কারন বিন্যান্স অনেক এ্যাকাউন্ট পার্মানেন্ট ডিজেবল করে দিয়েছে অতিতে, এবং যে অর্থ থাকে সেগুলোও আর কখোনো ব্যাক দেয়না। কেউ যদি ট্রেডও থাকে তাহলে আমি বলবো যে, সব অর্থ কোনো সময়ই বিন্যান্স এ রাখা উচিৎ না, যখন আপনার এ্যাকাউন্ট লক বা ডিজেবল করবে তখন দেখা যাবে আপনার সব অর্থই একবারে চলে যাবে। এই কারনে ভিন্ন্য ভিন্ন্য জায়গাতে একাউন্ট করে কিছু অর্থো আলাদা করে রাখতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 19, 2023, 10:06:17 PM
আচ্ছা এমন কোন উপায় আছে কী যা KYC মুক্ত ও অধিক নিরাপদ ভাবে P2P লেনদেন করা যায় এই বিষয়ে আমি জানতে চাই? বাইন্যান্স বা কুকয়েনের মতো সে আমাকে আগে টাকা দিবে এরপর আমি রিলিজ করে দিবো এই রকম কী কোন সাইড আছে?

যদিও আমিও সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ব্যাবহার করার বিপক্ষে, তবে আমিও না বুঝেই বাইনান্স এ একাউন্ট করে কে ওয়াই সি করে ফেলেছি। এখানে আমার ব্যাক্তিগত তথ্য অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এবার আসি আপনার প্রশ্নে, এরকম রিলায়েবল প্লাটফর্ম আমিও খুজছি। আগে টাকা দিয়ে দিবে এমন কোনো প্ল্যাটফর্ম এর খোজ আমার কাছে নাই। তবে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার বিটকয়েন সেন্ড করে লোকাল পেমেন্ট মেথডে টাকা নিতে পারেন। তবে সেগুলো লেজিট কি না, সেটা যাচাই করা আপনার নিজেরই দায়িত্ব। ফ্রি মারকেট এ রেপুটেশন বিল্ড করা নিয়ে আমার একটা ট্রান্সলেশন ছিলো, এখন মোবাইলে থাকায় লিংক দিতে পারছি না।

বিটকয়েনটক ফোরামের মতো যায়গায় রেপুটেশন বিল্ড করা জরুরী। রেপুটেশন থাকলে আপনি বিশ্বাসের সাথে অন্যদের সাথে লেনদেন করতে পারেন। এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা খুবই কম।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
September 19, 2023, 09:48:59 PM
সরকার এক দশকের বেশি সময় ধরে বিটকয়েনারদেরকে অত্যাচার করছে। পৃথিবী জুড়ে সরকার রা বিটকয়েনারদের কে কোনো প্রকার সহযোগিতা না করেই তাদের কষ্ট উপার্জিত টাকা কেড়ে নিতে তাদের কাছ থেকে এক প্রকার চাদাবাজি শুরু করেছে এটা জেনে যে বিটকয়েনাররা ক্রিপ্টো ট্রানজেকশন থেকে সত্যিকারের ফিয়াট মানি আয় করে। মানুষ কাজ করে, কাজের জন্য বেতন পায়, কিন্তু রাষ্ট্র সেটার অংশ চায়।
অন্যান্য দেশের সরকার বিটকয়েন তাদের দেশে বৈধ করে দিয়ে কর বা (tax) এর মাধ্যমে অত্যাচার করে। ওই রকম দেশের জন্য একটা সুবিধা রয়েছে কোন ধরনের আইনের ঝামেলা নেই। কিন্তু আমাদের দেশে আমরা বিটকয়েন বৈধ করা ছাড়াই অত্যাচারিত হচ্ছি অনেক সতর্ক থাকতে হয়। আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হলে হয়তো আমাদের উপর সরকার নানা ভাবে অত্যাচার শুরু করবে, অন্যন্য দেশের তুলনায় বেশি আমাদের সমস্যার পড়তে হবে। আমাদের দেশে বিটকয়েন বৈধ না করাই মনে হয় আমরা অনেক ভালো আছি শুধু একটু সতর্কতা মেনে চলতে হবে।

Quote
ক্রিপ্টো এক্সচেঞ্জ এর পরিমান বেড়েছে এবং তাদের ইউজাররাও বিটকয়েনের মূল নীতি : পিয়ার-টু-পিয়ার/এননিমিটি/ছদ্মনাম/থার্ড পার্টি থেকে মুক্তি না বুঝেই এর বিরুদ্ধে কাজ করছে। ক্রিপ্টো এক্সচেঞ্জের সাথে নতুন আইনও বের হয়েছে, এবং তারা তাদের গ্রাহকদের কাছ থেকে KYC তথ্য কালেক্ট করতে এক্সচেঞ্জকে বাধ্য করছে।
এই বিষয়ে পোস্ট পড়ে অনেক উপকৃত হয়েছি। যাইহোক যারা জানে না এক্সচেঞ্জারে বিটকয়েন রাখলে নিজের নিয়ন্ত্রণে থাকে না। তারা এই বিষয়ে জানতে পারবেন। আচ্ছা আমি যদি বিটকয়েন সেল দিতে চাই তাইলে তো আমাকে এক্সচেঞ্জ ব্যবহার করতে হবে। আমি আমার স্থানীয় মুদ্রা অর্থ নেওয়ার জন্য এক্সচেঞ্জারের মাধ্যমে p2p লেনদেন করতে হবে। আচ্ছা এমন কোন উপায় আছে কী যা KYC মুক্ত ও অধিক নিরাপদ ভাবে P2P লেনদেন করা যায় এই বিষয়ে আমি জানতে চাই? বাইন্যান্স বা কুকয়েনের মতো সে আমাকে আগে টাকা দিবে এরপর আমি রিলিজ করে দিবো এই রকম কী কোন সাইড আছে?
Jump to: