Author

Topic: বাংলা (Bengali) - page 171. (Read 5308283 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
August 11, 2023, 05:31:08 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: What happens when your identity is stolen -- real story || Avoid CEXs!


তাই আপনি কি এখনও কেন্দ্রীয় একচেন্জগুলো ব্যবহার করতে ইচ্ছুক?

ভাষানুবাদ টি অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান পরিপ্রেক্ষিতে বিশেষ করে আমরা যখন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করার সময় নিজেদের পার্সোনাল বিষয় কেওয়াইসি করার সময় ব্যবহার করে থাকি সেগুলো কতটা নিরাপদ উপরে গল্পটি পড়লে এর গুরুত্ব অনুধাবন করা যায়।
আমাদের পার্সোনাল যে কোন ইনফরমেশন Centralised exchange হ্যাক হয়ে গেলে হ্যাকাররা তা হ্যাক করে নিতে পারে এবং তারা কোটি কোটি ডলারের বিনিময়ে ডার্ক ওয়েবে বিক্রি করে দিতে পারে। পৃথিবীর সকল অপরাধীর অপরাধের স্বর্গরাজ্য বলা হয় ডার্ক ওয়েব কে। তাই এই সমস্ত ভয়াবহ পরিস্থিতি যাতে আমাদের না ঘটতে পারে সে বিষয়ে সচেতন থাকার জন্য এই অনুবাদটি করা হয়েছে।
আশা করি আমাদের বাংলাদেশে যারা একটিভ আছেন আর যারা in একটিভ আছেন তারা এই পোস্টটি পড়ে নিজেদের সাথে মিলিয়ে নিন। আজ থেকে যারা বিভিন্ন এয়ার্ডপের করার সময় নিজেদের পার্সোনাল বিষয় শেয়ার করে থাকি তারা মূলত এই পোস্ট দেখে সচেতন হন এবং সংকল্পবদ্ধ হন যাতে পরবর্তী জীবনে নিজেদের কোন ইনফরমেশন যেগুলা হ্যাক হয়ে গেলে জীবনের কল্পনাতীত দুর্বিষহ দুর্যোগ আসতে পারে এই সকল কর্মকান্ড থেকে বিরত থাকবো।
তবে আমি সাধারণত Centralised exchange হিসাবে বাইনান্স এক্সচেঞ্জ ব্যবহার করে থাকি কেননা এই এক্সচেঞ্জ এর মাধ্যমে আমি আমার সিগনেচার পেমেন্ট P2P ট্রেডিং এর মাধ্যমে আমাদের দেশীয় টাকায় রূপান্তর করি।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
August 11, 2023, 04:38:29 AM
আমার পোস্টটি বাংলা ভাষায় অনুবাদ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ DYING_S0UL! আমি খুব খুশি যে আমার লেখা সারা বিশ্বের মানুষের কাছে পৌছে যাচ্ছে। আপনি অনেক ভালো কাজ করেছেন।

আমি আন্তরিকভাবে আশা করি যে এই থ্রেডে উপস্থাপিত বাঙালি ব্যবহারকারীরা এই দুঃখজনক ঘটনার মাধ্যমে কেন্দ্রীয় একচেন্জগুলোর বিপদ সম্পর্কে সচেতন হবেন। আমি আরও আশা করবো যে কোনো ৩য় পক্ষকে নিজের ব্যক্তিগত তথ্য দেয়ার আগে আপনারা দুবার ভাববেন।

এমন পরিস্থিতিতে এমনকি পুলিশও আপনাকে সাহায্য করবে না। আপনি এসময় কি করতে পারেন? আপনি যদি আপনার নামও পরিবর্তন করেন তাও সমস্যার সমাধান হবে না, কারণ এটি কর্তৃপক্ষের কাছে আরও বেশি সন্দেহের কারণ হতে পারে। সবসময় গ্রেপ্তার হওয়ার ভয় নিয়ে বেঁচে থেকে কি লাভ? যাইহোক, কেন্দ্রীয় এক্সচেঞ্জ ব্যবহার করার সময় এটি ঘটতে পারে, কারণ একচেন্জগুলোর ক্ষেত্রে সবসময় হ্যাকের সম্ভবনা থাকে। আর এর থেকেও খারাপ হয় যখন তারা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করে দেয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 11, 2023, 04:09:27 AM
আমি আশা করি আমার লেখা আপনাদের মন স্পর্শ করবে, হৃদয় ছুঁয়ে যাবে এবং এই সাথে আমার মতো যারা নতুন, তারা তাদের যাত্রায় উদ্বুদ্ধ থাকবেন।
বিটকয়েনটক ফোরামে আপনাকে স্বাগতম। লেখা গুলোতে আমি পান্ডিত্য খুজে পেয়েছি। আমার কেনো জানি মনে হচ্ছে লেখা গুলো আপনার নিজের লেখা নয়। আমার মনে হচ্ছে আপনি হয়তো কোনো এ আই অথবা ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করেছেন। আমি ভুল হতেই পারি। তবে এটা যদি সত্যিই আপনার লেখা হয়ে থাকে, আমি নিশ্চিন্তে বলতে পারি আমরা একজন ফিউচার লিজেন্ডারি পেতে যাচ্ছি যিনি অনেক দূর এগিয়ে যাবেন।

তবে একই সাথে এটাও বলে রাখি, লেখাগুলো যদি আপনার নিজের না হয়ে থাকে, তাহলে আমার মনে হয় না এই প্যাক্টিস করে আপনি খুব বেশি দূরে যেতে পারবেন। এগিয়ে যেতে হলে যেটা প্রয়োজন সেটা হলো নিজে কন্টেন্ট তৈরী করা। ধৈর্য সহকারে পোষ্ট করা।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 11, 2023, 04:05:47 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: What happens when your identity is stolen -- real story || Avoid CEXs!




নিচে একজন রোমানিয়ান নাগরিকের সাথে ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে তার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পর তার জীবন দুঃস্বপ্নে পরিণত হয়।

এই প্রতিবেদনটি মূলত একটি সতর্কবার্তা। আপনাদের মাঝে যারাই কেন্দ্রীয় একচেন্জগুলো ব্যবহার করেন তাদের এই বিষয়টি জানা জানা দরকার যে, এই একচেন্জগুলো যেকোনো সময় হ্যাকের শিকার হতে পারে। এতে যে শুধুমাত্র তাদের টাকাপয়সা হারানোর ভয় থাকে তাইই নয় এরই সাথে তাদের ব্যক্তিগত তথ্য চুরিরও সম্ভাবনা থাকে। আর যখন হ্যাকাররা তাদের তথ্য তাদেরই বিরুদ্ধেই ব্যবহার করে তখন বিষয়টা আরও খারাপের দিকে এগিয়ে যায়। আরও ভয়ানক বিষয় যে তাদের এইসব তথ্য মাএ ১-৫ ডলারের মধ্যে ডার্কওয়েবে বিভিন্ন অপরাধীদের কাছে বিক্রি করা হয়।



রোমান নিউজপেপার Adevărul এ প্রকাশিত একটি সাম্প্রতিক প্রতিবেদনে এমনই একজনের ঘটনা প্রকাশ করে। এখানে ৩৬ বছর বয়সি C.T নামক একজনের গল্প তুলে ধরা হয় যিনি গত ৮ বছর ধরে জার্মানিতে বসবাস করছে।

C.T এর প্রধান পেশা Mannheim ভিত্তিক একজন গাড়ি চালক হলেও তিনি এর পাশাপাশি ভ্লগার হিসেবেও কাজ করতেন। পরবর্তীতে চোররা তার নাম নিয়ে খুব আগ্রহী হয়ে ওঠেন।

তার জীবনের আসল দুঃস্বপ্ন শুরু হয় ২০১৮ তে, যখন Hungry তে তাকে গাড়ি চুরির অপরাধে গ্রেফতার করা হয়। পুলিশ ডাটাবেজে তার নামে ২২,০০০ হাজার ইউরো মূল্যের গাড়ি চুরির তথ্য পাওয়া যায়। স্পষ্টত তিনি এর প্রতিবাদ করেন এবং নিজেকে নিরপরাধ প্রমানের চেষ্টা চালান। এর পরে তাকে শহরের বিচার সভায় যোগাযোগ করতে বলা হয়, যেখানে তিনি আজ পর্যন্ত কখনো পাই রাখেননি।

কয়েক মাস পর জার্মানিতে থাকাকালীন, রোমানিয়ান পুলিশ তাকে জানায় তার ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে এবং এরজন্য তাকে থানায় যেতে বলা হয়। এখানে তার ছবি, আঙুলের ছাপ সহ লাই ডিটেক্টর পরীক্ষা নেয়া হয়।

এরপর থেকেই তার সমস্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। তিনি যতবার রোমানিয়ায় গাড়ি চালান ততবারই তাকে কাস্টম অফিসে থামানো হয়। এর ফলে তিনি অনেক অপমানিত বোধ করেন, কারণ সবাই তাকে অপরাধী ভাবা শুরু করে। এর থেকে পরিত্রাণের জন্য প্রতিবার তাকে আবারো তার নিরপরাধ হওয়ার গল্পটি পুনরাবৃত্তি করতে হয়।

বেশ কিছুদিন পর অস্ট্রিয়া পুলিশ জানায় যে তার চুরি করা তথ্য চোরটি ধরা পড়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে।

এতকিছু হওয়ার পড়ে আবারো চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মান পুলিশের সাথে তার এর একটি ঘটনা ঘটে। একদিন ৬ টার দিকে কাজে থাকা অবস্থায় জার্মান পুলিশ তাকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাসায় হানা দেয়। প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন তার নামে নাকি ৩৮,০০০ ইউরোর একটি নৌকা চুরির অভিযোগ আছে। অগসবার্গ পুলিশের তদন্ত থেকে জানা যায় যে, তাদের কাছে C.T এর সকল তথ্যের মিল থাকলেও শুধুমাত্র ছবির অমিল ছিল। পুলিশ তাকে চুরির দিন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে তার ছবি এবং গুগল লোকেশন থেকে প্রমান করেন তার এসবের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না।

আইনজীবীরা তাকে তার নাম পরিবর্তনের পরামর্শ দিলেও তিনি এখনো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। প্রতিবেদনের শেষে তিনি জানান, এসব নিয়ে তিনি কতটা ভয়ে ছিলেন, যখন তিনি জানতে পারেন কেউ তার নামে কোনো ব্যাংকে লোন নিয়েছে বা তার নামে কেউ গ্রেফতার হয়েছে।



উপরের লেখা ঘটনাটি অবিশ্বস্ত হলেও সত্য। একজনের ব্যক্তিগত  তথ্য অন্যজনের কাছে কিভাবে যায় সেটি গুরুত্বপূর্ন না। গুরুত্বপূর্ণ হলো কেউ যদি এসব কেন্দ্রীয় একচেন্জ ব্যবহার করে তাহলে সর্বদাই তার তথ্য চুরির সম্ভাবনা থাকে। হ্যাকাররা যেকোনো সময় এসব তথ্য চুরি করতে সক্ষম। এমনকি একচেন্জগুলোও মাঝে মাঝে তাদের ইউজারদের তথ্য বিক্রি করে দেয়, যা কয়েনবেজের ক্ষেত্রে ঘটেছে। এই একচেন্জগুলো কোনো ছোটখাটো একচেন্জ নয় বরং এগুলো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয় একচেন্জের একটি। এমন জনপ্রিয় একচেন্জগুলোই তাদের ইউজারের তথ্য বিক্রির দায়ে ধরা খেয়েছে।

তাই আপনি কি এখনও কেন্দ্রীয় একচেন্জগুলো ব্যবহার করতে ইচ্ছুক?
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 11, 2023, 03:52:58 AM
newbie
Activity: 28
Merit: 1
August 11, 2023, 03:46:55 AM
এক নতুন অধ্যায়, এক নতুন আবেগ, এক নতুন দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি! আমি আমার বিটকয়েনটক প্রয়াসে নতুন পর্বে অগ্রসর হতে প্রস্তুত। আমি নতুন আবেগের সাথে নতুন সম্ভাবনা মুখে পথ চলতে যাচ্ছি। আমি বিটকয়েনটকে নতুন উচ্চতম শৃঙ্গ ধায়িবার প্রস্তাবনা করতে চলেছি, যেখানে আমি আত্মবিশ্বাসে ভরা, নতুন উল্লাস এবং নির্ভেজতা অনুভব করতে পারি। বিটকয়েনে আমি এক নতুন অধ্যায়ে কাঁচা পাতা প্রদর্শন করতে যাচ্ছি, একটি নতুন শীর্ষে সান্নিদ্ধ্য এবং নিরংকুশতার মাধ্যমে আমার পরিশ্রম এবং প্রতিবদ্ধতা নিশ্চিতভাবে আমাকে সাফল্যে পৌঁছাতে সাহায্য করবে। বিটকয়েনটকে নতুন উচ্চাকাঙ্খিত শীর্ষ পাহাড়গুলো আঘাত করে, সাক্ষরিক হচ্ছি সেই শীর্ষে যেখানে সততা এবং সহজলভ্যতা একসাথে মেলে। নতুন অধ্যায়ে, প্রশান্তি এবং উৎসাহে আমি নিজেকে লেখার প্রস্তাবনা করছি এমন একটি অবস্থানে যেখানে নতুন সমৃদ্ধির সাথে বিকাশ, নতুন জ্ঞান অর্জন এবং সাহস সমন্বয় পেতে পারি। নিজের প্রয়াসে নতুন পূর্ণিমায় প্রস্তুত হতে, নতুন শীর্ষে এগিয়ে যাওয়ার প্রস্তাবনা করতে এবং নতুন আবেগে নিজেকে অভিযান করতে আমি উদ্বুদ্ধ ও প্রণয়িন। নতুন অধ্যায়ে, আমি আমার শক্তি এবং আগ্রহ একত্রিত করে একটি বেশি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।

আমি আশা করি আমার লেখা আপনাদের মন স্পর্শ করবে, হৃদয় ছুঁয়ে যাবে এবং এই সাথে আমার মতো যারা নতুন, তারা তাদের যাত্রায় উদ্বুদ্ধ থাকবেন।
hero member
Activity: 770
Merit: 482
August 10, 2023, 07:59:11 PM
আচ্ছা, আপনাদের কে ধন্যবাদ উত্তর দেয়ার জন্য। এখানের থ্রেড এর একজন কে আমি ব্যাক্তিগত ভাবে চিনি এবং তার সাথে দেখাও করেছি। তার কথাতেই মূলত আবার ফোরামে আসছি আর এখানেও পোস্ট করছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো। আর ক্যাম্পেইনের কথা যদি বলেন, আমি যখন ফোরামে আসি, তখন সিগনেচার পেমেন্ট ছিলো মান্থলি মনে হয়। এখন তো সাপ্তাহিক দেখলাম। আগে বাউন্টি গুলোতে কাজ করতাম। তখন তেমন পেমেন্ট পাওয়া যেতো না। ফোরামে ব্যাক করে দেখি মেরিট ছাড়া ক্যাম্পেইনে এপ্লাই করা যায় না। অনেক আগে একবার বাংলাদেশি কয়েকজন (wtsimis, Mahdirakib, naim027) কে প্রাইভেট মেসেজে জিজ্ঞেস করেছিলাম কিভাবে কি করা যায়। ওনারা হেল্প করেছে তখন। কিন্তু সময়ের অভাবে ফোরামে একটিভ থাকি নি। বাউন্টি নিয়ে তো আর শখে পড়ে থাকি নি, ভালো ক্যাম্পেইনে থাকতে গেলে ভালো মেরিট পেতে হবে আর একটিভ থাকা লাগবে। আমি তো সেই সময় টাই পাচ্ছি না।
full member
Activity: 490
Merit: 119
August 10, 2023, 01:57:00 PM
~

আপনি নিজেই তো বাংলাদেশী ভাই ব্রাদারদের বিশ্বাস করেন না। আপনি কি জানেন বাংলাদেশে এই লোকাল থ্রেডের ভাই ব্রাদার সিনিয়র যারা আছেন, এরা কতটা হেল্পফুল মাইন্ডেড? বিশেষ করে বাংলাদেশ লোকাল  থ্রেডের সিনিয়র বড় ভাই লিটল মাউস, এসহাসান ভাই, এলডিএল ভাই, ক্রিপ্টো লাইব্রেরী ভাই, লার্ন বিটকয়েন ভাই, বিটকয়েন পিপুল ভাইসহ আরো অনেকে বাংলাদেশ লোকাল থ্রেডে যারা আছে তারা সবাইকেই প্রচন্ড পরিমাণে সাহায্য সহযোগিতা করেন। আপনি যেকোন বিষয়ে প্রশ্ন করা মাত্র সিনিয়র ভাইয়েরা আপনাকে প্রশ্নের সুন্দর উত্তর জানিয়ে দিবেন। ভাই আপনার প্রতি পরামর্শ হলো, যে আগে নিজের মাতৃভাষাকে সম্মান করতে শেখেন। দেশ মাতৃকার প্রেম যার মনে নেই, সে দেশের কি উন্নয়ন করতে পারে বলেন ভাই? যাই হোক ভাই আমার কথায় কষ্ট নিবেন না!

আপনার প্রশ্নের সঠিক উত্তর লিটিল মাউস ভাই, এসহাসান ভাই, লার্ন বিটকয়েন ভাই, এলডিএল ভাই দিতে পারবেন।

আর হ্যাঁ এটা সত্য যে সবাই এখন সিগনেচার ক্যাম্পেইনের পিছনে দৌড়াচ্ছে ভাই, বাউন্টি নিয়ে কেউ পড়ে নাই।
sr. member
Activity: 546
Merit: 309
August 10, 2023, 12:07:16 PM
অনেকেই হয়তো জানেন আমি বাংলাদেশি। কিন্তু এখানে কখনো পোষ্ট করিনি। বাংলাদেশ নিয়ে ফোরামে কয়েকদিন পর পর হই হুল্লোড় শুরু হয়ে যায়। এর দোষ আসলে কার? আপনারা কি ভাবে দেখেন এই ব্যাপার টা? আমি ইন্ডিয়ার বাংলা থ্রেড এ অনেক আগে পোষ্ট করেছি। কিন্তু বাংলাদেশের থ্রেড এ পোষ্ট করিনি কিছু মানুষের টারগেট হবো তাই। আমি ফোরামে তেমন একটিভ ছিলাম না। আগে মূলত বাউন্টির কাজ করে পেমেন্ট গুলো পাই নি। এখনো একটা বাউন্টি তে আছি আর ম্যানেজার আমার গত সপ্তাহের ষ্টেক আপডেট করেনি। ফরমে রিপোর্ট করলাম, টেলিগ্রামে মেসেজ দিলাম, ওনাকে আর কিভাবে এটা জানানো যাবে? ফোরামের ক্যাম্পেইন গুলো কি আসলেই পেমেন্ট করে? ম্যানেজারের নাম Julerz
আপনি কারো টার্গেট হবেন না ভাই একজন মানুষ কারো টার্গেট হয় সেই সময় যখন সে অনেক বড় হতে শুরু করে। বাংলাদেশে এখন অনেক বড় এবং বুদ্ধিমান ইউজার আছে তাই আপনাকে কেউ টার্গেট বানাবে না।
যেখানে সবাই এখন ব্যাস্ত সাপ্তাহিক পেমেন্ট সহ সিগনেচার ক্যাম্পেন নিয়ে সেখানে আপনি এখনো বাউন্টি নিয়ে পড়ে আছেন এতেই বোঝা যাচ্ছে যে আপনি একজন সিনিয়র মেম্বার হলেও আপনি এই ফোরাম বিষয়ে এখনো নুভ। কথাগুলো শুনতে হয়তবা খারাপ লাগলো কিন্তু বাস্তবতা এইটাই ভাই
hero member
Activity: 770
Merit: 482
August 10, 2023, 10:37:22 AM
অনেকেই হয়তো জানেন আমি বাংলাদেশি। কিন্তু এখানে কখনো পোষ্ট করিনি। বাংলাদেশ নিয়ে ফোরামে কয়েকদিন পর পর হই হুল্লোড় শুরু হয়ে যায়। এর দোষ আসলে কার? আপনারা কি ভাবে দেখেন এই ব্যাপার টা? আমি ইন্ডিয়ার বাংলা থ্রেড এ অনেক আগে পোষ্ট করেছি। কিন্তু বাংলাদেশের থ্রেড এ পোষ্ট করিনি কিছু মানুষের টারগেট হবো তাই। আমি ফোরামে তেমন একটিভ ছিলাম না। আগে মূলত বাউন্টির কাজ করে পেমেন্ট গুলো পাই নি। এখনো একটা বাউন্টি তে আছি আর ম্যানেজার আমার গত সপ্তাহের ষ্টেক আপডেট করেনি। ফরমে রিপোর্ট করলাম, টেলিগ্রামে মেসেজ দিলাম, ওনাকে আর কিভাবে এটা জানানো যাবে? ফোরামের ক্যাম্পেইন গুলো কি আসলেই পেমেন্ট করে? ম্যানেজারের নাম Julerz
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 10, 2023, 08:36:35 AM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি আপনার টোকেন উথড্র করতে পারছেন না বলে এটাকে কেলেঙ্কারি মনে করছেন।

আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে JB কয়েন নিয়ছ। এটা মূলত রেজিস্ট্রেশন করার পর ফ্রিতে দেওয়া হয় বোনাস হিসেবে। যার বর্তমানে কোন ভ্যালু নেই। এই JB কয়েন কিন্তু ডেইলি টাস্ক, এবং লেবেল আপের মাধ্যমে ও ফ্রিতে পাওয়া যায়।
@Apolinario ভাইটি কি কারনে BC.game সাইটটিকে স্ক্যাম বলছেন সেটা কিন্তু ক্লিয়ার করে বলেননি। তাছাড়া দীর্ঘদিন ধরে এই সাইটটি চলে আসছে তাতে কোন নেগেটিভ রিভিউ আমরা জানিনা তবু আপনি যে কোন একটি কারণে হয়তো স্ক্যাম ঘোষণা করছেন।
আপনি যদি সত্যিই এই সাইটটি থেকে প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি প্রমান সহকারে উপস্থাপন করুন।
আপনি অহেতুক একটি সাইটটিকে খারাপ বললে সেটি মেনে নেওয়া যায় না। তাছাড়া এই সাইটটির একটি প্রমোশন ক্যাম্পেইন আমাদের এই ফোরামে চলছে । আপনি যদি সত্যিই প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি প্রমান সহকারে Scam Auctions থ্রেডে গিয়ে টপিক খুলতে পারেন।
এটা কখনো কেউ মেনে নেবে না ভাই যে BC.game এর মত একটি জনপ্রিয় ক্যাসিনো প্ল্যাটফর্ম স্ক্যাম। দীর্ঘ বছর যাবৎ এই ক্যাসিনোসাইটটি চলে আসছে কেউ এখনো কোনো খারাপ মন্তব্য করেনি বা নেগেটিভ কোন রিভিউ দেখা যায়নি। Apolinario আপনি কিভাবে বুঝলেন এই ক্যাসিনো প্লাটফর্ম স্কাম যেখানে বড় বড় জ্ঞানীরা রয়েছে তারা এখনো এই সাইটটি সম্পর্কে পজেটিভ কথা বলছি সেখানে আপনি কিভাবে নেগেটিভ ভাবে সাইটটি স্ক্যাম ঘোষণা করেছেন??
Apolinario আপনি যদি এখানে বাজি রেখে কোনভাবে প্রতারণা শিকার হন তাহলে অবশ্যই আপনাকে প্রমাণ সহকারে সেটি সংরক্ষণ করতে হবে তাছাড়া আপনি যদি একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম এর নামে নেগেটিভ ঘোষণা দেন তাহলে অবশ্যই আপনি এর জন্য আপনার অ্যাকাউন্ট নেগেটিভ ফিডব্যাক দিতে পারে।
তাছাড়া আমি মনে করি এই জনপ্রিয় ক্যাসিনো প্লাটফর্মটি কখনোই কারো সাথে প্রতারণা করবে না বর্তমানে এই সাইটটি বিটকয়েনটল্ক ফোরামে সাক্ষর প্রচারণ চলছে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 10, 2023, 07:06:15 AM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি আপনার টোকেন উথড্র করতে পারছেন না বলে এটাকে কেলেঙ্কারি মনে করছেন।

আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে JB কয়েন নিয়ছ। এটা মূলত রেজিস্ট্রেশন করার পর ফ্রিতে দেওয়া হয় বোনাস হিসেবে। যার বর্তমানে কোন ভ্যালু নেই। এই JB কয়েন কিন্তু ডেইলি টাস্ক, এবং লেবেল আপের মাধ্যমে ও ফ্রিতে পাওয়া যায়।
@Apolinario ভাইটি কি কারনে BC.game সাইটটিকে স্ক্যাম বলছেন সেটা কিন্তু ক্লিয়ার করে বলেননি। তাছাড়া দীর্ঘদিন ধরে এই সাইটটি চলে আসছে তাতে কোন নেগেটিভ রিভিউ আমরা জানিনা তবু আপনি যে কোন একটি কারণে হয়তো স্ক্যাম ঘোষণা করছেন।
আপনি যদি সত্যিই এই সাইটটি থেকে প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি প্রমান সহকারে উপস্থাপন করুন।
আপনি অহেতুক একটি সাইটটিকে খারাপ বললে সেটি মেনে নেওয়া যায় না। তাছাড়া এই সাইটটির একটি প্রমোশন ক্যাম্পেইন আমাদের এই ফোরামে চলছে । আপনি যদি সত্যিই প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি প্রমান সহকারে Scam Auctions থ্রেডে গিয়ে টপিক খুলতে পারেন।
newbie
Activity: 5
Merit: 0
August 10, 2023, 06:28:20 AM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি আপনার টোকেন উথড্র করতে পারছেন না বলে এটাকে কেলেঙ্কারি মনে করছেন।

আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে JB কয়েন নিয়ছ। এটা মূলত রেজিস্ট্রেশন করার পর ফ্রিতে দেওয়া হয় বোনাস হিসেবে। যার বর্তমানে কোন ভ্যালু নেই। এই JB কয়েন কিন্তু ডেইলি টাস্ক, এবং লেবেল আপের মাধ্যমে ও ফ্রিতে পাওয়া যায়।
member
Activity: 112
Merit: 34
August 10, 2023, 02:52:50 AM
আপনাকে অনেক ধন্যবাদ। ফোরামে পোষ্ট না করার বিশেষ কোনো কারন আছে কি?
ফোরামে পোস্ট না করার পিছনে বিশেষ কোন কারণ নেই ভাই। আসলে পোস্ট না করার পিছনে একটি মজার কারণ রয়েছে। কোন বিষয় নিয়ে পোস্ট করতে গেলে দেখা যায় ফোরামের অন্য সদস্য সে বিষয়ে পোস্ট দিয়ে ফেলেছে বিষয়টা খুবই হাস্যকর। তাই পরে বুঝে উঠতে পারি না যে কি বিষয় নিয়ে পোস্ট দিব। আবার একটি উপকারী দিকও আছে আপনাদের মত সিনিয়র মেম্বাররা যখন নতুন মেম্বারদের সমস্যা পোস্টের মাধ্যমে সমাধান করে দেন তখন আমি সেগুলো পরে আমার সমস্যার সমাধান করে ফেলি। আর যেগুলো বিষয় নিয়ে একটু সমস্যার সম্মুখীন হই সেগুলো নিয়েও এই বাংলা লোকাল থ্রেডে আলোচনা করা হয় এর জন্য বেশি পোস্ট করি না। তবে এখন থেকে বাংলা লোকাল থ্রেডে নিয়মিত পোস্ট এবং একটিভ থাকার চেষ্টা করব।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 10, 2023, 01:47:57 AM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

ধরুন, আমি নীতিমত্তভাবে বুঝেছি। Bc.games একটি কেলেঙ্কারী প্ল্যাটফর্ম হতে পারে এবং এটি ব্যবহার করা বেশ জোখমপূর্ণ হতে পারে। আপনি এটি ব্যবহার করতে থাকলে সাবধান থাকতে হবে। বিশেষভাবে, এই ধরনের কেলেঙ্কারী প্ল্যাটফর্মগুলি অধিকাংশই পুরোপুরি অবৈধ কাজে ব্যবহার হয়ে থাকতে পারে, যেমন অকানুকূল মূল্যে গেম বেচা, ধার্মিক প্রচার এবং মানবাধিকারের উপলব্ধি ব্যতিত অন্যান্য কাজ। এই প্ল্যাটফর্মগুলির সাথে জড়িত হওয়া সতর্কতা প্রদান করে যাতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা অর্থ হারিয়ে না যায়।

ভাই এইসব কি আজাইরা লিখছেন? আপনার কাছে রিকুয়েস্ট থাকবে এইসব গুগল Translator বা ChatGPT বা কপি পেস্ট করে ফোরাম টা স্প্যাম কইরেন না। বিশেষ করে আমাদের বাঙালি থ্রেডে কোনো ভাবেই না। এতে করে অন্যান্য থ্রেডের ইউজাররা আমাদের সম্পর্কে খারাপ ভাবে। এতে করে আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হয়। অনেক কষ্ট করে এই থ্রেডটা এতোদূর আনা হইছে। যদি বাঙালি হয়ে থাকেন বাঙালির মতো কথা বলেন, পোস্ট করেন।

এগুলো কি পোষ্ট করতেছেন ভাই? কেনো প্রকার অটো ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা নিষেধ। আপনি এই পোষ্ট এ কি বলতে চেয়েছেন আপনি নিজে জানেন তো? আমি তো কিছুই বুঝতে পারি নাই। ওপরে দেখলাম একটানা ২ টি পোষ্ট করছেন। এক টানা একের অধিক পোষ্ট করা যাবে না। দয়া করে ফোরামের রুলস ভায়োলেট করবেন না। তাহলে হুদাই একদিন ব্যান খেয়ে বসে থাকবেন তখন আর বসেব মেরিট দিয়ে কিছুই হবে না। শর্টকাট রাস্তায় মেরিট আর্ন করার চিন্দা বাদ দিয়ে অরিজিনাল কনটেন্ট জেনারেট করুন।

ভাই ওনি মূলত Bounty Hunter। ওনার পোস্টগুলো চেক করে তাই বোঝা যায়। মানসম্মত কোনো পোস্ট দেখলাম না। শুধু সোসিয়াল লিংক আর সোসিয়াল লিংক। ওনাকে দেখে মনে হয়না ওনি কিছু শিখতে আসছেন। হুদাই স্প্যাম পোস্ট করছে।

নেগেটিভ ট্যাস্ট আর ফিডব্যাক খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম। যেহেতু বল্লেন চিন্তার তেমন কিছু নেই তাই আর কথা বাড়ালাম না।
যদিও কোনো প্রজেক্ট দেখতে স্ক্যাম এরমতো মনে হয়, সেগুরো তে জয়েন করবেন না। তাছাড়া কিছু অভিয়াস জিসি আছে যেমন পন্জি স্কিম, এম এল এম, এসব কিন্তু ফোরামে স্প্রিডিং করা যাবে না। এগুলোর লিংক শেয়ার করলে নেগেটিভ ট্যাগ খেতে পারেন। এগুলো শেয়ার করলে কেউ বসে থাকবে না যে সেটা স্ক্যাম প্রজেক্ট ছিলো কি না। সবাই ধরেই নেয় যে এসব প্রজেক্ট স্ক্যাম। কারন আমার মনে হয় না এরকম কোনো প্রজেক্ট লং লাস্টিং ছিলো।

হ্যা ভাই এইজন্যই প্রশ্নটা করেছিলাম। আমি এখনো কোনো সিগনেচারে জয়েন করি নাই, তাই জয়েন করার আগে কি কি করনীয় আর কি কি জানা প্রয়োজন সেটা নিয়েই একটি ঘাটাঘাটি করতেছিলাম। আর আমি তো আর জেনেশুনে স্ক্যাম প্রমোট করতে যাবো না।

যাই হোক আর একটা প্রশ্ন। আপনি যেহেতু অনেক সিনিয়র তাই আপনার কাছেই বলি, আপনি কি কোনো ভালো সিগনেচার সম্পর্কে জানেন বা জড়িত আছে? মানে ভালো আর ট্রাস্টেট, স্ক্যাম না এমন!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 10, 2023, 01:33:50 AM
হ্যা ভাইয়া আমি ঐটা নিয়েই একটু কনফিউজড ছিলাম। কেউই তো জানবে না যতক্ষণ না প্রজেক্টটা স্ক্যাম করে। আর অন্য কেউ না দেখলেও ডিটি মেম্বাররা তো রেগুলার মনিটর/চেক করে কোথাও কোনো স্ক্যাম প্রমোট হচ্ছে কিনা। নেগেটিভ ট্যাস্ট আর ফিডব্যাক খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম। যেহেতু বল্লেন চিন্তার তেমন কিছু নেই তাই আর কথা বাড়ালাম না। BTW আবারো স্বাগতম Sr. Member এ রাঙ্ক আপ হওয়ায়।  Grin
যদিও কোনো প্রজেক্ট দেখতে স্ক্যাম এরমতো মনে হয়, সেগুরো তে জয়েন করবেন না। তাছাড়া কিছু অভিয়াস জিসি আছে যেমন পন্জি স্কিম, এম এল এম, এসব কিন্তু ফোরামে স্প্রিডিং করা যাবে না। এগুলোর লিংক শেয়ার করলে নেগেটিভ ট্যাগ খেতে পারেন। এগুলো শেয়ার করলে কেউ বসে থাকবে না যে সেটা স্ক্যাম প্রজেক্ট ছিলো কি না। সবাই ধরেই নেয় যে এসব প্রজেক্ট স্ক্যাম। কারন আমার মনে হয় না এরকম কোনো প্রজেক্ট লং লাস্টিং ছিলো।

Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।
যেই জিনিস টা জানেন না, সেটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে হয় না। Bc.games থ্রেড এ আমি আপনার পোষ্ট দেখলাম। যে JB Coin কয়েন এর জন্য আপনি তাদের কে স্ক্যাম সাইট বলছেন কারন আপনি JB Coin উইথড্র করতে পারছেন না, সে কয়েন এর কোনো ব্লকচেইন ই নাই। এটার কোনো ভ্যালুও নাই। এটা হচ্ছে Bc.games এর একটা টোকেন মানি যেটা দিয়ে প্লেয়ার রা গেমস গুলো চেক করে থাকে।

@Learn Bitcoin অভিনন্দন ভাই আপনাকে সিনিয়র মেম্বারের পদ অর্জন করার জন্য। আপনি বাংলা লোকাল থ্রেডের একজন একটিভ মেম্বার। আমি কোন পোস্ট করি না ঠিকই কিন্তু আপনার প্রায়ই পোস্টই আমি দেখি যেগুলো গুণগত পোস্ট হয় এজন্যই আপনি অল্প সময়ের মধ্যে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। দুয়া করি ভাই আপনি ভবিষ্যতে এর থেকে আরও বড় পদ অর্জন করবেন। আপনার কাছে থেকে আমার মত ছোট ইউজারদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে ধৈর্য ধরে থাকলে এবং গুনগত মানের পোস্ট করলে একদিন বড় হওয়া যায়। আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনাকে অনেক ধন্যবাদ। ফোরামে পোষ্ট না করার বিশেষ কোনো কারন আছে কি?
member
Activity: 112
Merit: 34
August 10, 2023, 12:34:26 AM
@Learn Bitcoin অভিনন্দন ভাই আপনাকে সিনিয়র মেম্বারের পদ অর্জন করার জন্য। আপনি বাংলা লোকাল থ্রেডের একজন একটিভ মেম্বার। আমি কোন পোস্ট করি না ঠিকই কিন্তু আপনার প্রায়ই পোস্টই আমি দেখি যেগুলো গুণগত পোস্ট হয় এজন্যই আপনি অল্প সময়ের মধ্যে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। দুয়া করি ভাই আপনি ভবিষ্যতে এর থেকে আরও বড় পদ অর্জন করবেন। আপনার কাছে থেকে আমার মত ছোট ইউজারদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে ধৈর্য ধরে থাকলে এবং গুনগত মানের পোস্ট করলে একদিন বড় হওয়া যায়। আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 10, 2023, 12:08:32 AM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

ধরুন, আমি নীতিমত্তভাবে বুঝেছি। Bc.games একটি কেলেঙ্কারী প্ল্যাটফর্ম হতে পারে এবং এটি ব্যবহার করা বেশ জোখমপূর্ণ হতে পারে। আপনি এটি ব্যবহার করতে থাকলে সাবধান থাকতে হবে। বিশেষভাবে, এই ধরনের কেলেঙ্কারী প্ল্যাটফর্মগুলি অধিকাংশই পুরোপুরি অবৈধ কাজে ব্যবহার হয়ে থাকতে পারে, যেমন অকানুকূল মূল্যে গেম বেচা, ধার্মিক প্রচার এবং মানবাধিকারের উপলব্ধি ব্যতিত অন্যান্য কাজ। এই প্ল্যাটফর্মগুলির সাথে জড়িত হওয়া সতর্কতা প্রদান করে যাতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা অর্থ হারিয়ে না যায়।

এগুলো কি পোষ্ট করতেছেন ভাই? আপনাকে একটা মেরিট দিয়েছিলাম ভালো পোষ্ট দেখে, আর আপনি এসব শুরু করে দিলেন? প্রথম পেইজ থেকে রুলস গুলো আবার পড়ে নিবেন। ফোরামে কেনো প্রকার অটো ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা নিষেধ। আপনি এই পোষ্ট এ কি বলতে চেয়েছেন আপনি নিজে জানেন তো? আমি তো কিছুই বুঝতে পারি নাই। ওপরে দেখলাম একটানা ২ টি পোষ্ট করছেন। এক টানা একের অধিক পোষ্ট করা যাবে না। দয়া করে ফোরামের রুলস ভায়োলেট করবেন না। তাহলে হুদাই একদিন ব্যান খেয়ে বসে থাকবেন তখন আর বসেব মেরিট দিয়ে কিছুই হবে না। শর্টকাট রাস্তায় মেরিট আর্ন করার চিন্দা বাদ দিয়ে অরিজিনাল কনটেন্ট জেনারেট করুন।
newbie
Activity: 3
Merit: 0
August 09, 2023, 05:12:41 PM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 09, 2023, 12:59:20 PM
কোনো কারণবশত যদি কোম্পানি টি বেআইনি বা স্ক্যাম হয়ে থাকে অথবা মেনেজারাও খারাপ হয়ে থাকে (কথার কথা)। সেক্ষেত্রে করণীয় কি? আমার আ্যাকাউন্টে তো তখনো তাদের সিগনেচার ঝুলতেছে।
আপনি আপনার এলাকায় একটা প্রজেক্ট প্রমোট করছেন। যখন আপনি জানতে পারলেন যে প্রজেক্টটা আসলে স্ক্যাম, তখন আপনি কি করবেন? জেনেশুনে আপনার এলাকার মানুষকে স্ক্যাম খাওয়াবেন নাকি ভাববেন যে আমার জন্য অন্য কেউ যেন ক্ষতির শিকার না হয়।
একই থিওরি এইখানেও চিন্তা করতে হবে। যখনই আপনি জানতে পারবেন আপনি যে প্রজেক্ট প্রমোট করছেন সেটা স্ক্যাম, সেই ক্যাম্পেইন থেকে সরে আসবেন। সিম্পল। জেনেশুনে স্ক্যাম প্রমোট করলে মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না অবশ্যই।

প্রথমটা হচ্ছে AI কী আর দ্বিতীয়টা হচ্ছে পোস্টগুলো কোথায় পোস্ট করব।
এ আই কি এইটা গুগল মকরলে খুভ সহজেই উত্তর পেয়ে যাবেন কিংবা ইউটিউবে বাংলায় অনেক কন্টেন্ট পাবেন।
আর সিগ্নেচার ক্যাম্পেইনের পোস্ট কোথায় করবেন? ওইটা আপনার ক্যাম্পেইনের নিয়মের মধ্যেই লেখ্যা থাকবে। কোন বোর্ডে পোস্ট করলে কাউন্ট করবে কিংবা করবে না এইসব লেখা থাকবে। বাউন্টির সিগ ক্যাম্পেইন করলে মোটামুটি বেশিরভাগ বোর্ডের পোস্ট কাউন্ট করবে।
Jump to: