ChatGPT এর ভবিষ্যৎ বানীবর্তমান পৃথিবীতে চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। যদিও আমরা বাংলাদেশিরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই/ Chat GPT টেকনোলজি নিয়ে এতটা সজাগ নয় কিন্তু পৃথিবীতে এসব দিক থেকে কোন দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের ৯৯% মানুষ এই বিষয়গুলো সম্পর্কে কোন ধারণা রাখেনা রাখবেই বা কেমনে করে কেননা আমাদের এই বিষয়গুলো নিয়ে আইসিটি বা কোন টেকনোলজির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় না।
যাহোক চ্যাট জিপিটি আসলে মূলত কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার কোন মাথাব্যথা নেই কিন্তু অনেকেই দেখি এ আই রোবট বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে মোনালিসার চেহারা কেমন ছিল। বিজ্ঞানী প্লুটো কেমন ছিল? আজকের খেলায় কোন দল জয়লাভ করবে? আজকের খেলায় ম্যানচেস্টার সিটি কয়টি গোল দেবে? এই সমস্ত এডভান্স পিডিকশন ChatGPT থেকে নিয়ে বর্তমানে অনলাইন জুয়াগুলোতে ব্যাপক হারে বেট করা হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে ChatGPT থেকে দেওয়া তথ্যের সাথে সম্পূর্ণ মিলে যায়। তখন মানুষ চ্যাট জিপিটিকে ভগবান মানতে শুরু করে।
কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি চ্যাট জিপিটিকে কোন নিজস্ব ক্ষমতা নেই বরং এটি মানুষের দেওয়া ইন্সট্রাকশন মতোই কাজ করে। আমরা রোবট সম্পর্কে কিছুটা জানি যার নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই বরং মানুষের দেওয়া ইন্সট্রাকশন মত রোবট কাজ করে। তাই মানুষ আগে থেকে রোবটের মধ্যে যে ইন্সট্রাকশন দিয়ে রাখে সেই ইনস্ট্রাকশন মতোই রোবট আউটপুটে ইনফরমেশন দিয়ে দেয়।
যাহোক আজকের একটি টুইটার পোস্ট দেখে এ আই রোবটের কিছু পিডিকশন নিয়ে বিস্তারিত কিছু বলবো।
The Bitcoin Therapist নামক একটি টুইটার প্রোফাইল থেকে চ্যাটজিপিটি কে দেওয়া বিটকয়েনের দামের উপর একটি ভবিষ্যৎবাণী তুলে ধরেছে যা আপনাদের সাথে শেয়ার করলাম।
চ্যাট জিপিটিতে ২০২৪ ,২০২৮,২০৩২ ও ২০৫০ সালে বিটকয়েনের দাম কিরূপ হবে তার একটি ভবিষ্যৎবাণী চ্যাটজিপিটি প্রোভাইড করেছে।
২০২৪ সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ টেন্ডে ৫০ হাজার থেকে দেড় লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে বলে ChatGPT পজিটিভ আশাবাদী করেছে। তবে আবার মার্কেট যদি নেগেটিভ দিকে প্রবাহিত হয় তাহলে বিটকয়েনের দাম বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে থাকবে বলে রক্ষণশীল মতবাদ প্রকাশ করছে।
২০২৮ সালে বিটকয়েনের দাম এক লক্ষ ডলার থেকে ৫ লক্ষ ডলারের উপরেও থাকতে পারে এই মন্তব্য করেছে এবং মার্কেট যদি নিম্নমুখী ট্রেন্ডে থাকে তাহলে বিটকয়েনের দাম 20000 থেকে এক লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে।
২০৩২ সালে বিটকয়েনের দাম ১ লক্ষ ডলার থেকে এক মিলিয়ন ডলারের উপরেও থাকতে পারে তবে যদি মার্কেট কোন কারনে নিম্নমুখী হয় তাহলে দুই লক্ষ ডলারেও নেমে আসতে পারে।
কিন্তু ২০৫০ সালের পিডিকশনে হয়তো পৃথিবীতে ChatGPT থাকবে কিন্তু আমরা কতিপয় বান্দা যারা বাংলা কমিউনিটিতে একটিভ আছি তারা হয়তো বেঁচে নাও থাকতে পারি। তাই এটা নিয়ে Chat GPT যাই বলুক না কেন আমরা যেহেতু বেঁচে থাকব না সেহেতু এটি নিয়ে নাই আলোচনা করলাম। ২০৫০ নিয়ে আমাদের নাতি পুতিরা আলাপ আলোচনা করবে।