Author

Topic: বাংলা (Bengali) - page 170. (Read 5723005 times)

sr. member
Activity: 798
Merit: 377
August 28, 2023, 04:06:41 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 28, 2023, 04:01:21 AM
বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 28, 2023, 03:43:36 AM
ChatGPT এর ভবিষ্যৎ বানী

বর্তমান পৃথিবীতে চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। যদিও আমরা বাংলাদেশিরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই/ Chat GPT টেকনোলজি নিয়ে এতটা সজাগ নয় কিন্তু পৃথিবীতে এসব দিক থেকে কোন দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের ৯৯% মানুষ এই বিষয়গুলো সম্পর্কে কোন ধারণা রাখেনা রাখবেই বা কেমনে করে কেননা আমাদের এই বিষয়গুলো নিয়ে আইসিটি বা কোন টেকনোলজির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় না।
যাহোক চ্যাট জিপিটি আসলে মূলত কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার কোন মাথাব্যথা নেই কিন্তু অনেকেই দেখি এ আই রোবট বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে মোনালিসার চেহারা কেমন ছিল। বিজ্ঞানী প্লুটো কেমন ছিল? আজকের খেলায় কোন দল জয়লাভ করবে? আজকের খেলায় ম্যানচেস্টার সিটি কয়টি গোল দেবে? এই সমস্ত এডভান্স পিডিকশন ChatGPT থেকে নিয়ে বর্তমানে অনলাইন জুয়াগুলোতে ব্যাপক হারে বেট করা হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে ChatGPT থেকে দেওয়া তথ্যের সাথে সম্পূর্ণ মিলে যায়। তখন মানুষ চ্যাট জিপিটিকে ভগবান মানতে শুরু করে।
কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি চ্যাট জিপিটিকে  কোন নিজস্ব ক্ষমতা নেই বরং এটি মানুষের দেওয়া ইন্সট্রাকশন মতোই কাজ করে। আমরা রোবট সম্পর্কে কিছুটা জানি যার নিজস্ব কোন বুদ্ধিমত্তা নেই বরং মানুষের দেওয়া ইন্সট্রাকশন মত রোবট কাজ করে। তাই মানুষ আগে থেকে রোবটের মধ্যে যে ইন্সট্রাকশন দিয়ে রাখে সেই ইনস্ট্রাকশন মতোই রোবট আউটপুটে ইনফরমেশন দিয়ে দেয়।
যাহোক আজকের একটি টুইটার পোস্ট দেখে এ আই রোবটের কিছু পিডিকশন নিয়ে বিস্তারিত কিছু বলবো। The Bitcoin Therapist নামক একটি টুইটার প্রোফাইল থেকে চ্যাটজিপিটি কে দেওয়া বিটকয়েনের দামের উপর একটি ভবিষ্যৎবাণী তুলে ধরেছে যা আপনাদের সাথে শেয়ার করলাম।
চ্যাট জিপিটিতে ২০২৪ ,২০২৮,২০৩২ ও ২০৫০ সালে বিটকয়েনের দাম কিরূপ হবে তার একটি ভবিষ্যৎবাণী চ্যাটজিপিটি প্রোভাইড করেছে।



২০২৪ সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ টেন্ডে ৫০ হাজার থেকে দেড় লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে বলে ChatGPT পজিটিভ আশাবাদী করেছে। তবে আবার মার্কেট যদি নেগেটিভ দিকে প্রবাহিত হয় তাহলে বিটকয়েনের দাম বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে থাকবে বলে রক্ষণশীল মতবাদ প্রকাশ করছে।

২০২৮ সালে বিটকয়েনের দাম এক লক্ষ ডলার থেকে ৫ লক্ষ ডলারের উপরেও থাকতে পারে এই মন্তব্য করেছে এবং মার্কেট যদি নিম্নমুখী ট্রেন্ডে থাকে তাহলে বিটকয়েনের দাম 20000 থেকে এক লক্ষ ডলারের মধ্যে থাকতে পারে।

২০৩২ সালে বিটকয়েনের দাম ১ লক্ষ ডলার থেকে এক মিলিয়ন ডলারের উপরেও থাকতে পারে তবে যদি মার্কেট কোন কারনে নিম্নমুখী হয় তাহলে দুই লক্ষ ডলারেও নেমে আসতে পারে।

কিন্তু ২০৫০ সালের পিডিকশনে হয়তো পৃথিবীতে ChatGPT থাকবে কিন্তু আমরা কতিপয় বান্দা যারা বাংলা কমিউনিটিতে একটিভ আছি তারা হয়তো বেঁচে নাও থাকতে পারি। তাই এটা নিয়ে Chat GPT যাই বলুক না কেন আমরা যেহেতু বেঁচে থাকব না সেহেতু এটি নিয়ে নাই আলোচনা করলাম। ২০৫০ নিয়ে আমাদের নাতি পুতিরা আলাপ আলোচনা করবে।


full member
Activity: 448
Merit: 130
August 28, 2023, 12:37:07 AM
আমরা যখন বাহিরে চলাফেরা করি বা কোন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বের হয় তখন আমরা দেখতে পাই রাস্তায় অনেক শিশুরা বিভিন্ন পেশায় নিয়োজিত  আছে কিন্তু এই বয়সে তাদের পড়ালেখার করার কথা কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের ফ্যামিলির কারণে এ ধরনের কাজ করে বেড়ায় কেউবা চায়ের দোকানে কাজ করে কেউ বা ঝাল মুড়ি বিক্রি করে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন লক্ষ্য করি যদি সেখানে দেখতে পাবো অনেক বাচ্চারা  কাজ করে ওদেরকে দেখে আমার মনে হয় ওদের জন্য আমাদের কিছু করা দরকার আমাদের দেশের সরকারও যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কিন্তু তার একক চেষ্টা কোন কিছু হবে না যদি আমরা সরকারকে একটু সহযোগিতা করি তাহলে আমাদের  এ সমাজে যারা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন গুলা আছে আমরা যদি একটু সহযোগিতা করি বা এ পথ শিশুদের জন্য আমরা কিছু কিছু করে অর্থ সহযোগিতা করে যদি একটা ফান্ড তৈরি করা যায় সেখান থেকে যদি কিছু কিছু শিশুদেরকে আমরা স্কুলে পাঠানোর মাধ্যমে তাদের কিছু সহযোগিতা করতে পারে তাহলে মনে হয় এতে করে ওদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে এবং আমাদের দেশ জাতি গঠনেও সহায়ক হবে তাই আমার মনে হয় আমাদের সকলেরই উচিত যারা শিশুদের জন্য কাজ করবে তাদের সহযোগিতা করা।
আমাদের দেশে পথ শিশুদের সংখ্যা অনেক বেশি এদের উন্নতি হচ্ছে না কারন এদের দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে অনেকেই ব্যবসা করতেছে। সরকারের একার পক্ষে এদের নিয়ে কিছু করা সম্ভব নয়। যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই সমস্যা সমাধানের মাধ্যমে। তারা নিজেরা সংস্থা তৈরি করতে পারে যেখান থেকে তারা ফান্ড কালেক্ট করে এদের সাহায্য করবে নিজেদের মতো করে এদের শিক্ষা দেওয়ার দিক দেখতে পারে। প্রয়োজনে রাস্তার পাশেই হাতে কলমে শিক্ষা দিয়ে সাহায্য করবে। তাদের নিয়ে সেমিনার করতে পারে যেখানে তাদের শিখানো হবে বুঝানো হবে কিভাবে কি করলে তারা আসলেই উন্নতি কর‍তে পারবে। তার থেকেও বড় কথা আমরা মানুষেরা আগে ওদের ভালোবাসতে শিখি কারন আমরা ওদের মানুষ বলেও গন্য করি না। সমবয়সী ছেলে মেয়েদের ওদের সাথে মিশতে দেই না। খারাপ ব্যবহার করি যার জন্য ওরা ওদের এই অসহায় জীবন কেই ওদের ভাগ্য বলে মনে করে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 27, 2023, 12:53:19 PM
তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা?
এইটা তাদের অজ্ঞতা এবং এর পাশাপাশি সরকার কিংবা আমাদের হলুদ মিডিয়ার কারনেই হচ্ছে। আপনি যদি বিটকয়েন নিয়ে যতগুলো প্রতিবেদন আছে সবগুলো দেখেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে সেসব প্রতিবেদন দেখেন তাহলেই বুঝবেন সরকার এবং মিডিয়া ক্রিপ্টোকারেন্সিকে জনগণের কাছে কিভাবে উপস্থাপন করতে চায়। এইটা একটা সম্মিলিত এবং ইচ্ছাকৃত কিংবা উদ্দেশ্য প্রনোদিত প্রচেষ্টা। আর তারা এই ক্ষেত্রে সফলও হয়েছে। বেশিরভাগ মানুষের কাছে ক্রিপ্টোকারেন্সি মানে ডার্কওয়েব কিংবা অনলাইনে জুয়ার কারেন্সি।

Quote
এখন যদি আমি বিটকয়েনে বিনিয়োগ করে রাখি আমার টাকা ডলারে থাকবে।
বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা ডলারে কিভাবে থাকবে? আপনার টাকা বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা বিটকয়েনেই থাকবে। আর ডলারের অবস্থা যে ভালো তা কিন্তু নয়। আমেরিকান ডলার ধীরে ধীরে তার মুল্যমান হারাচ্ছে এবং এইটা যে কোন ফিয়াট মানির জন্য সত্য। আপনি মুদ্রাস্ফীতির কথা চিন্তা করলে বিটকয়েন এবং গোল্ড এর উপরে বিনিয়োগ করুন। গোল্ড বলতে র-গোল্ড মানে বার, বিস্কুট এইগুলোতে। আমার বর্তমান প্ল্যান হল বিটকয়েন এবং ১৫-২০ টা ১ কিলো সিলভার বার ক্রয় করা। সিলভারগুলো দীর্ঘদিনের জন্য হোল্ড করা। টাকা জমা রাখার মত বোকামি আর কিছুই হরে পারে না অবশ্যই।

Quote
আর বিশেষ করে বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হলেও, ব্যাংকে টাকা রাখাত চেয়ে ভালো।
হু নিডস ব্যাংক? আমার কোন ব্যাংক একাউন্ট নেই এবং আমি চাইও না ভবিষ্যতে একাউন্ট করতে। মোবাইল ব্যাংকিং আছে শুধুমাত্র নগদ লেনদেনের জন্য। আর ব্যাংকে টাকা রাখা? প্রথমত, মুদ্রাস্ফীতির জন্য দীর্ঘদিন রাখার কোন মানেই হয় না। আর ব্যাংকে টাকা রাখলে সেগুলো নিজের থাকে না, ঠিক যেমনটা আমরা ক্রিপ্টোতে বলি, "নট ইউর কী, নট ইউর কয়েন।"
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 27, 2023, 08:23:01 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 27, 2023, 08:01:31 AM
কেউ যদি জেনেও ফোরামের রুলস না মানে, তখন আসলে আমাদের তেমন কিছু করার থাকে না। নিজে থেকে চেষ্টা করার পর কেউ আসলে হেরে যায় না। যাই হোক, আমাকে নিয়ে কয়েকজন অনেকগুলো ভালো কথা বলেছেন, আমি আসলে এতাটাও ডিজার্ভ করি না। Talevin1234, Z_MBFM এবং LDL ভাইকে ধন্যবাদ। আর Z_MBFM ভাইকে কংগ্রাচুলেশন্স!


একটা মজার ঘটনা শেয়ার করি। আমি স্পোর্টসবেট এর প্রেডিকশন থ্রেড থেকে সাউদাম্পটন এর জার্সি জিতেছি। তো স্টিভ আমাকে পি এম করেছিলো আমার শিপিং এড্রেস দেয়ার জন্য এবং ফোন নাম্বার সহ। গতকালকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর হেড অফিস থেকে কল দিয়ে বললো আপনার একটা পার্সেল আছে, লোকাল ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিবেন। ভেবেছিলাম জার্সি চলে আসছে, গিয়ে দেখি DHL থেকে লেটার অফ এরাইভাল দিয়েছে এবং লেটার অথরিটি চাইছে সেটা রিলিজ করার জন্য। তো আমি কাষ্টমার কেয়ারে কল দিয়ে তাদের ইমেইলে এড্রেস নিয়ে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিলাম।

কিছুক্ষন আগে এক ভদ্রলোক কল দিয়ে বলতেছে আপনার কোন দেশ থেকে পার্সেল আসছে, ভ্যালু কতো ইত্যাদি, তো আমি ভেবেছি DHL থেকেই কল দিলো নাকি। পরে আমাকে বলতেছে একটা পাঠালো কেনো? বেশি পাঠালো না কেনো? আমি বললাম মানে কি? আমার যে কয়টা লাগবে আমি সে কয়টা নিবো। আপনি কোথা থেকে কল দিছেন? (কারন আমি জানি DHL এর লোকজন কখনোই এসব প্রশ্ন করবে না)। আবার বলতাছে ভ্যালু ৭৫ ইউরো দিলো কেনো? ভ্যালু ২-৩ ইউরো দিতো, তাহলে তো খরচ কম হইতো। আপনার এইটা নিতে তো ৮ হাজার টাকা লাগবে!

আমি আবারো বললাম আপনি কে? কোথা থেকে কল দিছেন? ভদ্রলোক বললো উনি এয়ারপোর্ট কাস্টমস থেকে কল দিয়েছেন। ওনারা প্রোডাক্ট রিলিজ করেন। তো আমি বললাম, আমার এগুলো কিছুই করা লাগবে না, সব করবে DHL, আপনার আর কিছু বলার আছে? উনি বলে DHL এগুলো করবে না, আপনার প্রোডাক্ট DHL ছাড়িয়ে নিতে পারবে না। আর ওদের দিয়ে নিলেও পেমেন্ট করা লাগবে। আমি বললাম এটা আমার ফ্রেন্ড পাঠাইছে এবং সে সকল প্রকার পেমেন্ট করে দিছে।

তারপর ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বলে রেখে দিলো। বাংলাদেশ কোন অবস্থানে আছে চিন্তা করেন। ৭৫ ইউরোর টি-শার্ট রিলিজ করার জন্য ৮ হাজার টাকা কাষ্টমস এ লাগবে  Embarrassed
newbie
Activity: 28
Merit: 2
August 27, 2023, 06:34:06 AM
[...]
উপরের ইউজারের বিরুদ্ধে আপনারা সঠিক পদক্ষেপ নিবেন বলে আমি আশা করি। তার লেখাটি আমার কাছে সম্পূর্ন Google Translated মনে হয়েছে। এজন্য আমি আপনাদের মেনশন করেছি। আশা করি বিষয়টি নজরে আনবেন।
Quote from: LDL
কোট
ভাই আমার এই পোস্টটি করছি কাউকে ছোট করার জন্য নয় বরং এই পোষ্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কিছু কিছু কাজ করার জন্য সকলেই পারফেক্ট না। আমার এই পোষ্টের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তুলে ধরার চেষ্টা করব যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা সবাই জানেন @GazetaBitcoin এই ভদ্রলোকের বেশ কয়েকটি পোস্ট বাংলায় সাবলীল ভাষায় বোধগম্য ভঙ্গিমায় অনুবাদ করেছেন আমাদেরই কমিউনিটির একজন জনপ্রিয় ও খুব জ্ঞানী যাকে আমি সবসময় একজন এফেক্টিভ মেম্বার হিসেবে জানি তিনি হলেন @Learn Bitcoin ভাই। এই ভাইয়ের প্রত্যেকটি পোষ্ট আমি ফোরামে যদি একটিভ থাকি তাহলে বাংলায় একবার ঘুরে এসে পড়ার চেষ্টা করি এবং কিছু না কিছু ভাল ইনফরমেশন তাহার পোষ্টের মধ্যে পাওয়া যায়। তিনি বাংলায় অনেকগুলো পোস্ট অনুবাদ করেছেন যাহা @GazetaBitcoin দেখেও শুনে তার প্রশংসা করেছেন বেশ কয়েকবার।
তারপর আসলাম আমাদের একজন নতুন খুব সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে @DYING_S0UL এই ভাই। তিনি হয়তো দুই বা তিনটি পোস্ট বাংলা অনুবাদ করেছেন যাহা অনেক সুন্দর হয়েছে এবং তারও প্রশংসা @GazetaBitcoin এই কমিউনিটিতে করেছেন সেটা আমরা সবাই জানি।


ধন্যবাদ সবাইকে।

LDLভাই আমি আপনার কথায় অনেক কিছু  শিখতে ও বুঝতে পারলাম ধন্যবাদ জানাই ভাই আপনাকে। হ্যাঁ ভাই আমিও একজন নতুন ইউজার আমি সব সময় চেষ্টা করি  ভালো কিছু দেখার বা শুনা।  আমি এই Learn Bitcoin ভাইয়ের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আমি তার প্রোফাইলে প্রতিনিয়ত চাই, এবং গিয়ে তার পোস্টগুলো আমি পড়ে আসি কিছু শেখার জন্য, তিনি অনেক সুন্দর সুন্দর কথা আমাদের মাঝে
উপস্থাপন করেন, তার পোস্টগুলো বেশিরভাগই কার্যকারী, তাই আমি Learn Bitcoin ভাইকে স্যালুট জানাই, এইভাবে আমাদের মাঝে বা পাশে থাকলে আমরা আরো বহুদূর এগিয়ে  যেতে পারবো ইনশাআল্লা🤲।
আরো অনেক সিনিয়র ভাইয়েরা আছে,  তাদের পোস্টগুলো দেখলে আমি অবাক হয়ে যাই আমার অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে...  এবং তাদের পোস্ট দেখে অনেক কিছুর হেল্প পেয়েছি, ইনশাল্লাহ আরো পাবো এ আশা করছি....
LDL ভাই আপনিও অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন.  আপনার পোস্ট  আমার অনেক ভালো লাগে, এবং কিছু শিখতে পারি  পোস্টগুলো দেখে।

 DYING_S0UL ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাই আপনার জন্য অনেক অনেক শুভ কামনা করি, আপনিও অনেক দূরে এগিয়ে যান।

সকল সিনিয়র বা জুনিয়র  মেম্বারদের কে শুভকামনা জানাই.......
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 27, 2023, 06:33:51 AM
বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?

আমি বাংলাদেশী হিসেবে বাংকে টাকা রাখার চেয়ে বিটকয়েনে বিনিয়োগ কর ভালো, যদিও আমাদের বাংলাদেশে অবৈধ সতর্কতা অবলম্বন করে বিনিয়োগ করলে করা যায়। এখন প্রশ্ন আসে কেন বিনিয়োগ করা ভালো? আমাদের দেশে দিন দিন ক্রমাগতভাবে মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। কয়েক মাস আগেও $১=৮৬ টাকা ছিল, বর্তমানে $১=১০৫-১১০ টাকা প্রায়। জানি না ভবিষ্যতে $১= কত হবে? এখন যদি আমি বিটকয়েনে বিনিয়োগ করে রাখি আমার টাকা ডলারে থাকবে। আমাদের দেশে মুদ্রাস্ফীতি বেড়ে গেলেও যদি আমি বিটকয়েনে বিনিয়োগ করে রাখি, তাহলে আমার বিটকয়েনে বিনিয়োগকৃত টাকার উপর প্রভাব পড়বে না। আপনারা কি মনে করেন আমার ধারনা কি সঠিক?

এখন অনেকেরই দেখা যায় স্কাম সাইট গুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন একেবারে নিঃস্ব হয়ে গেছে। কয়েক দিন আগে MTFE স্কাম করে হাজার হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। যারা এই ধরনের স্কাম সাইড গুলিতে বিনিয়োগ করতে চান। আমি যাদের পরামর্শ দিব আপনারা যদি বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই বিটকয়েন বেশি চয়েজ করতে পারেন। কেননা বিটকয়েন ১৩-১৪ বছর ধরে টিকে আছেন, বিটকয়েনে বিনিয়োগ করলে হয়তো এতটা নিঃস্ব হয়ে যাবেন না। আর বিশেষ করে বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হলেও, ব্যাংকে টাকা রাখাত চেয়ে ভালো।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 27, 2023, 05:14:49 AM
[...]
উপরের ইউজারের বিরুদ্ধে আপনারা সঠিক পদক্ষেপ নিবেন বলে আমি আশা করি। তার লেখাটি আমার কাছে সম্পূর্ন Google Translated মনে হয়েছে। এজন্য আমি আপনাদের মেনশন করেছি। আশা করি বিষয়টি নজরে আনবেন।
Quote from: LDL
কোট
ভাই আমার এই পোস্টটি করছি কাউকে ছোট করার জন্য নয় বরং এই পোষ্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কিছু কিছু কাজ করার জন্য সকলেই পারফেক্ট না। আমার এই পোষ্টের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তুলে ধরার চেষ্টা করব যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা সবাই জানেন @GazetaBitcoin এই ভদ্রলোকের বেশ কয়েকটি পোস্ট বাংলায় সাবলীল ভাষায় বোধগম্য ভঙ্গিমায় অনুবাদ করেছেন আমাদেরই কমিউনিটির একজন জনপ্রিয় ও খুব জ্ঞানী যাকে আমি সবসময় একজন এফেক্টিভ মেম্বার হিসেবে জানি তিনি হলেন @Learn Bitcoin ভাই। এই ভাইয়ের প্রত্যেকটি পোষ্ট আমি ফোরামে যদি একটিভ থাকি তাহলে বাংলায় একবার ঘুরে এসে পড়ার চেষ্টা করি এবং কিছু না কিছু ভাল ইনফরমেশন তাহার পোষ্টের মধ্যে পাওয়া যায়। তিনি বাংলায় অনেকগুলো পোস্ট অনুবাদ করেছেন যাহা @GazetaBitcoin দেখেও শুনে তার প্রশংসা করেছেন বেশ কয়েকবার।
তারপর আসলাম আমাদের একজন নতুন খুব সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠতেছে @DYING_S0UL এই ভাই। তিনি হয়তো দুই বা তিনটি পোস্ট বাংলা অনুবাদ করেছেন যাহা অনেক সুন্দর হয়েছে এবং তারও প্রশংসা @GazetaBitcoin এই কমিউনিটিতে করেছেন সেটা আমরা সবাই জানি।

কিন্তু এই ভাইয়ের মত নতুন দুই একজন@EKRAA এসে যদি @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি ছাড়াই পোস্ট অনুবাদ করেন তাহলে কি বিষয়টি ভালো দেখালো। আপনাকে বলছি আপনি হুট করে এসে কারো পোস্ট অনুমতি ছাড়া বাংলায় অনুবাদ করবেন না। অনুমতি ছাড়া ভাষান্তর করলে সেটা হবে এক প্রকারের অপরাধ। তাছাড়া আপনি হুবহু google ট্রান্সলেশন যেয়ে কপি পেস্ট করে যাহা পেয়েছেন হুবহু সেটাই এখানে পোস্ট করেছেন। এটা কোন ম্যানার হল, আপনি অচিরেই এই সমস্ত ভুলের জন্য পস্তাতে হবে। আপনারা এখানে একটিভ হয়েছেন বেশ ভালো কিন্তু শুরুতেই এসে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাবেন না। কেননা আপনি যতই নিজেকে যোগ্য মনে করেন সেটা আপনার দ্বারা প্রমাণিত করতে হলে নিজের ভেতরের কিছু সত্তার পরিবর্তন করতে হবে। আগে ফোরামে সময় দিন তারপর নিজের ভিতরে কিছু পরিবর্তন আনুন দেখবেন একদিন না একদিন আপনি সাফল্য অর্জন করবেন।

@DYING_S0UL ভাই আপনি আপনার কাজ চালিয়ে যান আপনি একদিন @Learn Bitcoin ভাইয়ের মত বড় হতে পারবেন সেই শুভকামনা রইল। আপনি এই সমস্ত ব্যাপার নিয়ে টেনশন করবেন না কেননা নতুনেরা যারাই আসুক Learn Bitcoin ও আপনার মত এত ভালোভাবে সাবলীল ও প্রাঞ্জল ভাষায় কেউ বোঝাতে পারবে না।

ধন্যবাদ সবাইকে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 27, 2023, 04:18:37 AM
[...]
উপরের ইউজারের বিরুদ্ধে আপনারা সঠিক পদক্ষেপ নিবেন বলে আমি আশা করি। তার লেখাটি আমার কাছে সম্পূর্ন Google Translated মনে হয়েছে। এজন্য আমি আপনাদের মেনশন করেছি। আশা করি বিষয়টি নজরে আনবেন।

পোস্টের শেষে [বি.দ্র:=পোস্টটি google ট্রান্সলেট করা]
এটি লিখে আপনি কি প্রমান করতে চান?। এই কমিউনিটিতে Google Translater পোস্ট সম্পূর্ন নিষিদ্ধ। হোক সেটা যত ভালোই পোস্ট। আশা করি আপনি আপনার পোস্টের ভাষা ঠিক করবেন নয়তো পোস্টটি সরায়ে দিবেন। কারণ আমার মনে হয় এমন পোস্ট করা মানে অন্যদের কাছে আমাদের বদনাম করা।
Quote from: BitCoinDream
কোট
Quote from: Learn Bitcoin
কোট
Quote from: LDL
কোট
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
August 27, 2023, 03:10:03 AM
[...]

আপনাকে আবারো ধন্যবাদ DYING_S0UL আমার টপিকটি অনুবাদ করার জন্য। আপনি  চমৎকার কাজ করেছেন! এবং আমি অনেক খুশি যে আমার পোস্টগুলো এই ফোরামের বাঙালি মেম্বারদের কাছে পৌছে যাচ্ছে Smiley

আমার বর্তমান এই বিষয়টি ঐতিহাসিক বিষয়গুলোর মধ্যে একটি, যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে: ফিল জিমারম্যান এবং তার আবিষ্কার PGP। তার এই আবিষ্কারটি ক্রিপ্টোগ্রাফির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সমস্ত ক্রিপ্টোগ্রাফি PGP এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফিল আসলেই একজন জিনিয়াস ছিলেন এবং তাকে ছাড়া আজ এই ক্রিপ্টোগ্রাফি কোথায় থাকতো বা আমাদের ব্যক্তিগত যোগাযোগ কীভাবে হতো কেউই বলতে পারতাম না।

তিনি তার সময়ের একজন দানব ছিলেন এবং আজ আমরা সকলেই তার সৃষ্টি থেকে উপকৃত হচ্ছি। এজন্য আমি মনে করি সকল বিটকয়েনারদের এই প্রবন্ধটি পড়া উচিত। আমাদের কখনই সেসব মানুষদের ভুলে যাওয়া উচিত নয় যারা আমাদের বিনামূল্যে ক্রিপ্টোগ্রাফি, এবং এর অ্যাক্সেস এবং ব্যবহারের সুযোগ করে দিয়ে গেছেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 27, 2023, 02:41:48 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Phil Zimmermann's thoughts about PGP - We all should read them




ইতিপূর্বে আমি এবং bitmover, যথাক্রমে The Crypto Anarchist ManifestoThe Cypherpunk Manifesto টপিক দুটি উপস্থাপন করেছি। এই টপিক দুটি ছাড়াও আরো একটি টপিক যা সবার পড়া উচিত বলে আমি মনে করি। এই টপিকটিতে PGP (Pretty Good Privacy) এর সৃষ্টিকর্তা Phil Zimmermann নিজেই বর্ণনা করেছেন: কেন আমি PGP তৈরি করেছি

এই প্রবন্ধটা ১৯৯১ এর জুনের দিকে লেখা হয়েছিল এবং ঠিক আট বছর পর ১৯৯৯ এ এটার সংস্করণ করা হয়।

এই প্রবন্ধটা Phil এর উদ্বেগ প্রকাশ করে সকল ধরণের প্রাইভেসি নিয়ে - ব্যক্তিগত আলোচনা থেকে শুরু করে ব্যক্তিগত ইমেইল, পোস্টকার্ড এবং আরো যা আছে।

"প্রাইভেসির অধিকার বিল অফ রাইটস্ এ অস্পষ্টভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সংবিধান প্রণয়ন করে তখন এর প্রতিষ্ঠাতারা ব্যক্তিগত কথোপকথনের অধিকার নিয়ে তেমন কিছুই উল্লেখ করেননি।", Phil শুরু থেকেই এটি বলে আসছিলেন।

তিনি তার বুদ্ধিমত্তার মাধ্যমে সবাইকে দেখান যে প্রাইভেসির অধিকার সবার রয়েছে! কিন্তু দুঃখের বিষয় অনেকেই তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়না। এই প্রবন্ধটি যারা পড়বে তারা এ বিষয়ে উৎসাহ হবে বলে আমি মনে করি। এটা আমাদের বুঝায় যারা আমাদের প্রাইভেসি নষ্ট করতে চায় তাদের জন্য আমাদের দরজা কেন বন্ধ রাখা উচিত। এটা আমাদের দেখায়, মানুষের কোনো কিছু লুকানোর না থাকলেও, কেন তার "না!" বলার অধিকার থাকা উচিত। এটা আমাদের নিজস্ব প্রাইভেসি রক্ষায় আমাদের চোঁখ খোলার চেষ্টা করে যা কিনা আমাদের নিজেদের দেহের মতোই মূল্যবান।

"যদি আপনি আসলেই একজন আইন মেনে চলা নাগরিক হয়ে থাকেন যার কোন কিছু লুকানোর নেই, তাহলে আপনি কেন আপনার পেপার মেইল পোস্টকার্ডে পাঠান না? যখন ড্রাগ টেস্টের দাবি করা হয় তখন কেনো সেটা স্ব-ইচ্ছায় গ্রহন করেননা? বা পুলিশদেরই বা কেন একজনের ঘর তল্লাশিতে ওয়ারেন্ট লাগে? আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? আপনি যদি আপনার মেইল খামের মধ্যে লুকিয়ে রাখেন, এর মানে এই কি আপনি নাশকতায় জড়িত বা মাদক কারবারি বা আপনি কি পাগল? আইন মেনে চলা নাগরিকের কি তাদের ইমেইল এনক্রিপ্ট করার প্রয়োজন আছে?"

উপরের প্রশ্নগুলো সবই তাত্ত্বিক প্রশ্ন। এসত্ত্বেও প্রশ্নগুলো করার প্রয়োজন ছিল যেনো মানুষ তাদের পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারে - এটা এমন একটি অবস্থা যেখানে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো (যা অভিজাতদের হাতিয়ার) ব্যক্তিগত তথ্যের জন্য ক্ষুধার্ত, সাথে তাদের আর্থিক তথ্য এবং তাদের এই ক্ষুধা মেটানোর জন্য তারা বিভিন্ন নজরদারি প্রতিষ্ঠা গড়ে তুলেছে যা প্রযুক্তির বিকাশের সাথে সাথে আরো আরো বিকাশিত হয়েছে। অন্যের কথোপকথন শোনা থেকে শুরু করে ফোন লাইন বাগিং করা বা ইমেইল ইন্টারসেপ্ট করা সবই সম্ভব। এগুলোর মাঝে কোন পার্থক্যই নেই: হ্যাঁ হয়তো পদ্ধতিতে পরিবর্তন এসেছে, কিন্তু উদ্দেশ্য আগেরটাই রয়ে গেছে - সরকার তাদের নাগরিকের সবকিছু জানতে চায়, হোক সেটা ভালো বা খারাপ

"PGP মানুষদের তাদের নিজস্ব প্রাইভেসি তাদের নিজেদের হাতে তুলে নেয়ার ক্ষমতা দেয়। বর্তমানে এটার সামাজিক প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। এজন্য আমি এটা লিখেছি", Phil সবশেষে এটা বলেন। আমাদের সবার উচিত তার কথাগুলো শোনা!

"যদি প্রাইভেসিই বেআইনি করা হয়, তাহলে বহিরাগতদের শুধুমাত্র প্রাইভেসি থাকবে" -- Phil Zimmermann.



P.S: PGP সম্পর্কে আরো জানতে চাইলে, nullius এর লেখা চমৎকার পোস্ট দুটি (এখানে এবং এখানে) দেখতে পারেন।

ধন্যবাদ, nullius, আপনাকে আপনার লেখাগুলোর জন্য! আপনি আমাকে এই পোস্টটি লিখতে অনুপ্রাণিত করেছেন।
newbie
Activity: 10
Merit: 2
August 26, 2023, 01:01:54 PM
@Z_MBFM

ভাই Congratulation to become a full member


আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন রেঙ্ক অর্জন করার জন্য। অতি দ্রুত আপনি এই মাইলফলক স্পর্শ করার জন্য আপনাকে সু স্বাগতম। আমাদের এই ফোরামে আর একজন ফুল মেম্বার যুক্ত হল এবং আপনাদের দাঁড়াই আমাদের এই ফোরাম যেন আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়।

full member
Activity: 770
Merit: 184
August 26, 2023, 12:54:36 PM
@Z_MBFM ভাই Congratulations  
অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলা ফোরামে যদি কয়েকজন দ্রুত ফুলমেম্বার হওয়া সদস্য থাকে তার মধ্যে আপনিও অন্যতম একজন। খুব স্বল্প সময়ে আপনি আপনার মেধা দিয়ে যে ভাবে ফুল মেম্বার হয়েছেন তা সত্যিই অনেকেরই জন্যই তা এখন অনুকরনীয়। আমরা সবাই দেখেছি যে আপনি ফুল মেম্বার হওয়ার জন্য মেরিটের রিকোয়ারমেন্ট আগেই পুর্ণ করেছেন শুধু কয়েকটি একটিভিটি বাকি ছিল। আজকে আপনার সেই কাঙ্খিত র‌্যাংকটি অর্জন হল। আপনি বাংলা লোকাল বোর্ডে নিয়মিত ছিলেন আগামিতেও থাকবেন ইনশাআল্লাহ। সর্বপরী আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

Z_MBFM ভাই এর পোস্টগুলো আমি খেয়াল করেছি তিনি অনেক জ্ঞানী একজন লোক। সে যদি চেষ্টা করে তাহলে ভবিষ্যতে আরো অনেক বড় র‍্যাংক অর্জন করতে পারবে। তার Full Member অতিক্রম করার জন্য তাকে Congratulation.
আমি খুব বেশি কিছু এখনো জানি না। তবে বাংলা বোর্ডের এক্টিভ মেম্বারদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন Little Mouse, Learn Bitcoin  আর আপনি LDL ভাইও ভালো জ্ঞানী একজন লোক। আমি সবে মাত্র চেষ্টা করছি। তবে কতটুকু ভালো করতে পারবো আমি নিজেই এখনো কনফিউজড !
সত্যিকার অর্থে যারা বেশি জানে বা ভাল জানে তারা কখনই সেটিকে প্রকাশ করে না বরং তারা মনে করে তারা কিছুই জানেন না। এছাড়া উপরে যাদের কথা উল্লেখ করেছেন নিসন্দেহে তারা অনেক জ্ঞানি মানুষ। Little Mouse, Learn Bitcoin এরা বাংলা লোকাল বোর্ডের জন্য রত্ন বলা যায়। Crypto Library, LDL ভাইদেরও তুলনা হয় না। তারা পরিশ্রমি এবং যোগ্যতা সম্পন্ন ব্যেক্তিত্ব। সেই সাথে আপনি নবাগত হলেও একজন প্রতিভাবান তা অস্বিকার করার ওয়ে নেই।

sr. member
Activity: 616
Merit: 322
August 26, 2023, 12:00:48 PM
Bd officer
2Pizza410000BTC
Crypto Library
DYING_S0UL
LDL
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দিত জানানোর জন্য। আমি আরো আগে হয়তবা Full Member হতে পারতাম কিন্তু কিছুদিন এক্টিভিটি আটকে ছিলো কারন একাউন্টের নির্দিষ্ট বয়স হইছিলো না। যাইহোক আজকে আমারো অনেক ভালো লাগতেছে Full Member হতে পেরে।

আপনার লেখাগুলো স্বাভাবিক মনে হচ্ছে না, বাঙালি হয়েও আপনার লেখা বাংলা পড়তে কষ্ট হচ্ছে। আপনি যদি Google Translator বা যেকোন AI Translator ব্যবহার করে থাকেন তাহলে এসব পরিহার করুন। ফোরামে এসব translator ব্যবহৃত পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম copy paste পোস্টও করা যাবেনা। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি বাংলা থ্রেডের রুলস্ না জানেন তাহলে নিচের লিংকগুলো ফলো করুন।
ভাই তার কথা কি বলবো, তিনি দেখা যাচ্ছে আমাদের বাংলা লোকাল থ্রেডে বাংলা পোস্ট করছেন, আবার দেখি পাকিস্তান লোকাল থ্রেডে গিয়ে উর্দু ভাষায় পোস্ট লেখালেখি করছেন। তিনি আসলে আমাদের বাংলাদেশী নাকি পাকিস্তানি বুঝা যাচ্ছে না?

চাইলেই এই আইডি টা উড়িয়ে দেয়া যায়। উনি একাধারে অনেকগুলো রুলস ভায়োলেট করতেছেন যেমন, কপি/পেষ্ট, এ-আই ব্যাবহার, অটোমেটিক ট্রান্সলেটর ইউজ, একাধারে মাল্টিপল পোষ্ট। জানি না আরো কিছু করতেছে নাকি। তবে উনি যদি এসব পোষ্ট করে মেরিট পায়, আমার মনে হয় না উনি এসব করা বন্ধ করবে। উনি অলরেডি পাকিস্তান থ্রেড থেকে একটা মেরিট ও পেয়েছে যা ওনাকে আরো পোষ্ট করার জন্য অনুপ্রেরনা দেবে। আমার আগের পোষ্ট এ ওনাকে সোর্স এড করতে বলেছিলাম, এখনো পোষ্ট এ সোর্স এড করেনি। আপনারা কি মনে করেন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশীর আইডি চান্দে পাঠানো প্রয়োজন? সবাই আসলে ২য় চান্স ডিজার্ভ করে। কিন্ত কেউ যদি তার আশে পাশে কি হচ্ছে, ওনাকে কে কি লিখছে তার পরোয়া না করে, তখন ব্যাপারটা কেমন লাগে?
বাংগালীর স্বভাব কখনোই পরিবর্তন হবে না কথা আছে না কয়লা ধুইলে ময়লা যায় না। আমি বেস কিছু বিষয় নিয়ে মাঝে মাঝে চিল্লা চিল্লি করছি কিন্তু তার পরের দিনই খেয়াল করছি যে সেগুলো আরো ঘটতেছে৷ সবাই আছে যার যার মতো পোস্ট করার ব্যাস্তে। ধৈর্য ধরে একটি পোস্টকে কখনই কেউ পড়তে চায় না। একটি বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে পোস্টের আকার বড় হইয়া যায় আর একটি বড় পোস্ট হলেই সেই পোস্ট একটু সময় নিয়া কেউ পড়ে না। আর সেই একই ভূল বাড় বাড় করতেই থাকে। এর জন্য মাঝে মাঝে রাগ হয় যে বাংলাতে আর আসবো না৷ কিন্তু দেশের টানে আবারো আইসা পরি। এখানে আসলেই মেজাজ খারাপ হইয়া যায়। আমাদের বাংলাদেশের বড় বড় অনেক একাউন্ট আছে আমি কিছু একাউন্ট চিনিও আমি তাদের নাম বলবো না। তারা এখানে আসে না এইসব কারনেই।

Z_MBFM ভাই এর পোস্টগুলো আমি খেয়াল করেছি তিনি অনেক জ্ঞানী একজন লোক। সে যদি চেষ্টা করে তাহলে ভবিষ্যতে আরো অনেক বড় র‍্যাংক অর্জন করতে পারবে। তার Full Member অতিক্রম করার জন্য তাকে Congratulation.
আমি খুব বেশি কিছু এখনো জানি না। তবে বাংলা বোর্ডের এক্টিভ মেম্বারদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছেন Little Mouse, Learn Bitcoin  আর আপনি LDL ভাইও ভালো জ্ঞানী একজন লোক। আমি সবে মাত্র চেষ্টা করছি। তবে কতটুকু ভালো করতে পারবো আমি নিজেই এখনো কনফিউজড !
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 26, 2023, 09:30:32 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 26, 2023, 08:29:39 AM
Congratulations @Z_MBFM brother, মেম্বার থেকে ফুল মেম্বারে পৌছার জন্য। আমরা সবাই ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এই কমিউনিটির উন্নয়নে অবদান রাখায়। এবং আশা করি ভবিষ্যতেও এই কমিউনিটির উন্নয়নে কাজ করবেন এবং সবাইকে সাহায্য করবেন। I Wish you for the best, এগিয়ে যান।  Smiley



p.s: আমি বাংলা ফোরামে বাংলাই পোস্ট করি, বাট এটা off topic হওয়ায় ইংরেজিতে করেছিলাম।
newbie
Activity: 28
Merit: 1
August 26, 2023, 08:12:32 AM
আপনার লেখাগুলো স্বাভাবিক মনে হচ্ছে না, বাঙালি হয়েও আপনার লেখা বাংলা পড়তে কষ্ট হচ্ছে। আপনি যদি Google Translator বা যেকোন AI Translator ব্যবহার করে থাকেন তাহলে এসব পরিহার করুন। ফোরামে এসব translator ব্যবহৃত পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম copy paste পোস্টও করা যাবেনা। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি বাংলা থ্রেডের রুলস্ না জানেন তাহলে নিচের লিংকগুলো ফলো করুন।
ভাই তার কথা কি বলবো, তিনি দেখা যাচ্ছে আমাদের বাংলা লোকাল থ্রেডে বাংলা পোস্ট করছেন, আবার দেখি পাকিস্তান লোকাল থ্রেডে গিয়ে উর্দু ভাষায় পোস্ট লেখালেখি করছেন। তিনি আসলে আমাদের বাংলাদেশী নাকি পাকিস্তানি বুঝা যাচ্ছে না?

চাইলেই এই আইডি টা উড়িয়ে দেয়া যায়। উনি একাধারে অনেকগুলো রুলস ভায়োলেট করতেছেন যেমন, কপি/পেষ্ট, এ-আই ব্যাবহার, অটোমেটিক ট্রান্সলেটর ইউজ, একাধারে মাল্টিপল পোষ্ট। জানি না আরো কিছু করতেছে নাকি। তবে উনি যদি এসব পোষ্ট করে মেরিট পায়, আমার মনে হয় না উনি এসব করা বন্ধ করবে। উনি অলরেডি পাকিস্তান থ্রেড থেকে একটা মেরিট ও পেয়েছে যা ওনাকে আরো পোষ্ট করার জন্য অনুপ্রেরনা দেবে। আমার আগের পোষ্ট এ ওনাকে সোর্স এড করতে বলেছিলাম, এখনো পোষ্ট এ সোর্স এড করেনি। আপনারা কি মনে করেন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশীর আইডি চান্দে পাঠানো প্রয়োজন? সবাই আসলে ২য় চান্স ডিজার্ভ করে। কিন্ত কেউ যদি তার আশে পাশে কি হচ্ছে, ওনাকে কে কি লিখছে তার পরোয়া না করে, তখন ব্যাপারটা কেমন লাগে?

অলরেডি আমি তার বিরুদ্ধে অভিযোগ লিখেছি। তাকে অনেকবার বলা হয়েছে তাও তিনি শুধরাচ্ছেন না। তার আইডিটা ব্যান করা উচিত। এভাবেই যদি তার মেরিট বাড়তে থাকে, তাহলে অন্যরাও এভাবে মেরিট বাড়াতে যাবে। কিন্তু এভাবে বেশিদিন টিকে থাকা যায় না। তার জন্য নতুনরা ভুল পথে অনুসরণ করবে। আর বাঙালি জাতির উন্নতি হবে না। সুতরাং তার আইডিটা ব্যান করে নতুনদেরকে এ বিষয়ে সাবধান করতে হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 26, 2023, 08:08:47 AM
@Z_MBFM ভাইকে বিশেষভাবে অভিনন্দন, মেম্বার থেকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। আমি আপনার উজ্জল ভবিষ্যৎ কামনা করি

এগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে যখন  আমাদের বাংলা কমিউনিটির কেউ নতুন Rank অর্জন করে। আমরা প্রতিনিয়তই দেখতেছি যে নতুন নতুন মেম্বাররা অনেক মেরিট পাচ্ছে আর নতুন নতুন র‍্যাংক অতিক্রম করতেছে। Z_MBFM ভাই এর পোস্টগুলো আমি খেয়াল করেছি তিনি অনেক জ্ঞানী একজন লোক। সে যদি চেষ্টা করে তাহলে ভবিষ্যতে আরো অনেক বড় র‍্যাংক অর্জন করতে পারবে। তার Full Member অতিক্রম করার জন্য তাকে Congratulation. এর পাশাপাশি আরো যারা ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছেন তাদেরকেও অভিনন্দন আশা করি তারাও অনেক ভালো কিছু করতে পারভে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ লোকাল বোর্ডের জন্য আবেদন করা যাবে। পাকিস্তান অনেক এগিয়ে গেছে তারা খুব শিগগিরই  লোকাল বোর্ড পেতে পারে। আমাদেরও চেষ্টা করতে হবে একজোট হয়ে আর লোকাল বোর্ড পেতে হবে
Jump to: