Author

Topic: বাংলা (Bengali) - page 168. (Read 5722732 times)

newbie
Activity: 672
Merit: 0
August 30, 2023, 01:53:36 AM
  🎦"BUSD" নিউজ🔻🔻
এই বছরের 13 ফেব্রুয়ারিতে, ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) BUSD এর ইস্যুকারী হিসাবে Paxos কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায় করেন যার কারণে,
 ক্রিপ্টো এক্সচেঞ্জ বিনান্স অ্যাপের একটি আনুষ্ঠানিক ঘোষণা অনুসারে, এক্সচেঞ্জ ব্যবহারকারীদের বলে যে, এটি 2024 সালে তার স্টেবলকয়েন, BUSD, সমর্থন করা বন্ধ করবে এবং Paxos কোম্পানি ফেব্রুয়ারি 2024 এর মধ্যে BUSD অধিগ্রহণ সম্পূর্ণ না করা পর্যন্ত পরিষেবাগুলি পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

⏩বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া নিউজ লিংকঃ
Binance.com:- https://www.binance.com/en/feed/post/216379
Cointelegraph.com:-
https://cointelegraph.com/news/paxos-to-stop-minting-busd-stablecoins-for-binance
Coindesk.com:-
 https://www.coindesk.com/business/2023/02/13/paxos-to-stop-minting-stablecoin-busd-following-regulatory-action/
Coincu.com:-
https://coincu.com/214437-binance-will-stop-supporting-busd-in-2024/
Blockworks.co:-
https://blockworks.co/news/paxos-to-cease-minting-new-busd-and-end-relationship-with-binance
Cryptopotato.com:-
https://cryptopotato.com/heres-when-paxos-will-stop-minting-binance-usd-busd/
Coingeek.com:-
https://coingeek.com/paxos-ordered-to-cut-ties-with-binance-will-stop-minting-busd-stablecoin/

নিউজটি সম্পন্ন বাংলায় কপিরাইট করা।
hero member
Activity: 840
Merit: 522
August 29, 2023, 11:18:58 PM
ব্রেকিং নিউজ 🔶🔶

আপনার যদি বিনান্সে BUSD থাকে, তাহলে অনুগ্রহ করে এটি বিক্রি করুন এবং এটিকে USDT-তে রূপান্তর করুন।
SEC মামলার কারণে Binance Binance থেকে BUSD সরিয়ে দেবে

দয়া করে সোর্স টা দিবেন প্লিজ। আমি আপনার পোষ্ট দেখার পর প্রায় সব গুলো টপ রেটেড নিউজ ওয়েবসাইট ঘেটে এমন কোনো নিউজের সত্যতা পাই নি। আপনি কোথা থেকে এটা জানলেন? আমি যতো গুলো নিউজ পেয়েছি সব গুলোই পুরাতন এবং বাইনান্স এর BUSD এর সাথে রিলেটেড কিছু পিয়ার রিমুভাল নোটিস। কিন্তু BUSD রিমুভ করবে এরকম কোনো নিউজ আমার চোখে পরে নাই। হতে পারে ভুয়া নিউজ। তবে সোর্স এর ওপর ডিপেন্ড করবে এটা কতটা বিশ্বাসযোগ্য। একটা স্টাবল কয়েন মার্কেট থেকে সরিয়ে নেয়া অতোটাও সহজ হবে না। আর সরিয়ে নিলে অনেক ইউজার বিপদে পড়ে যাবে। এমন অনেক মানুষ আছে যাদের কয়েন কোথায় পড়ে আছে তারা সেটার খোজ ও রাখে না। আর বাইনান্স যদি গ্রাহকদের কথা চিন্তা না করে, তাহলে যে কোনো সময় রিমুভ করে দিতে পারবে।

full member
Activity: 490
Merit: 119
August 29, 2023, 11:07:44 PM


ফুল মেম্বার পদোন্নতি পাওয়ায় @Bd officer ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আপনার নতুন পদোন্নতি পাওয়ায় উৎফুল্ল এবং আনন্দিত। আপনার সামনের নতুন আরেকটা চ্যালেঞ্জের দরজা উন্মুক্ত হলো। আপনার সার্বিক মঙ্গল কামনা করি।
newbie
Activity: 28
Merit: 2
August 29, 2023, 10:43:48 PM
ব্রেকিং নিউজ 🔶🔶

আপনার যদি বিনান্সে BUSD থাকে, তাহলে অনুগ্রহ করে এটি বিক্রি করুন এবং এটিকে USDT-তে রূপান্তর করুন।
SEC মামলার কারণে Binance Binance থেকে BUSD সরিয়ে দেবে
hero member
Activity: 840
Merit: 522
August 29, 2023, 06:53:14 PM
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
ভাই ধৈর্য হারা হবেন না। ফোরামে বেশি বেশি সময় দিন। ভালো মানের এবং তথ্য বহুল পোস্ট করুন তাহলে এমনিতেই মেরিট পেয়ে যাবেন। এর জন্য আপনাকে ফোরামে বেশি বেশি সময় দিতে হবে। বড়ো বড়ো র্্যাংক হোল্ডাররা যে ভাবে একটিভ থাকে এবং তথ্য বহুল পোস্ট করে সেগুলো ফলো করুন এবং সেরকম মানের পোস্ট করুন তাহলে মেরিট পেতে সমস্যা হবে না। আর আপনি মাত্রই ফোরামে এসেছেন এখনি ব্যস্ত হওয়ার দরকার নাই। জাস্ট ধৈর্য ধরে লেগে থেকে ভালো ভালো পোস্ট করুন।

আপনি তো ফোরামেও নতুন না বা এই থ্রেড এ ও নতুন না। আপনি পোষ্ট টা কোট করেছেন সেটা আরো ২২ দিন আগের আর এই পোষ্টে অলরেডি অনেকেই রিপ্লাই দিয়েছে। দয়া করে পোষ্ট এর তারিখ দেখে রিপ্লাই দিলে অনেক বেশি ভালো হয়। আপনি যদি পুরাতন পোষ্টগুলো কোট করে রিপ্লাই দেন যেগুলো অনেক আগেই রিপ্লাই পেয়েছে, আমার মনে হয় না এতে কোনো ক্রেডিবিলিটি আছে। আমার কথায় কিছু মনে করবেন না। এগুলো শুধুই বন্ধুত্বপূর্ণ সাজেশন।


কাল রাতের বিটকয়েন পাম্প টা অনেকের জন্য সোনায় সোহাগা হয়ে এসেছে। যদিও আমি ট্রেডার না, তবে ট্রেডারদের জন্য মারকেট নিউজ সম্পর্কে আপডেট রাখা জরুরী। আগামী আরো কয়েক ঘন্টা বিটকয়েন বুলিশ থাকবে মনে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে ফিয়ার এন্ড গ্রিড ইনডেক্স বলছে এখনো ফিয়ার!
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 29, 2023, 04:14:31 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৬ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-526th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5464751
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!


full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 29, 2023, 02:54:28 PM
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
ভাই ধৈর্য হারা হবেন না। ফোরামে বেশি বেশি সময় দিন। ভালো মানের এবং তথ্য বহুল পোস্ট করুন তাহলে এমনিতেই মেরিট পেয়ে যাবেন। এর জন্য আপনাকে ফোরামে বেশি বেশি সময় দিতে হবে। বড়ো বড়ো র্্যাংক হোল্ডাররা যে ভাবে একটিভ থাকে এবং তথ্য বহুল পোস্ট করে সেগুলো ফলো করুন এবং সেরকম মানের পোস্ট করুন তাহলে মেরিট পেতে সমস্যা হবে না। আর আপনি মাত্রই ফোরামে এসেছেন এখনি ব্যস্ত হওয়ার দরকার নাই। জাস্ট ধৈর্য ধরে লেগে থেকে ভালো ভালো পোস্ট করুন।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 29, 2023, 11:00:42 AM
@Bd officer ভাই আপনি যদি একান্ত ধন্যবাদ দিতেই চান তাহলে আমি কয়েকজন মেম্বারকে মেনশন করে দেব তাদেরকে দিয়ে দিন।
@Learn Bitcoin, @Little Mouse, @NicNacCoin , @2Pizza410000BTC @DYING_S0UL
আমি আমার জীবনের একটা সফলতা অর্জন করেছি, এটা অনেকের কাছে ছোট মনে হলেও আমার কাছে বিশাল সফলতা অর্জন করা। এই সফলতা পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে আমাদের লোকাল কমিউনিটির সদস্যবৃন্দ। লোকাল কমিউনিটির ভাইয়েদের কে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই কমিউনিটির ভাইয়েরা যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি কখনো ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে সক্ষম হতাম না। আপনাদের প্রতি আমার আন্তরিক ভালবাসা। আমি দেখেছি এই লোকাল থ্রেড থেকে অনেকেই রেংক আপ করে কমিউনিটিতে আর আসে না। আমি কখনোই এ ধরনের কাজ করবো না। আমি কোনদিন আমাদের এই লোকাল থ্রেড ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আপনাদের সাথেই থাকব সিনিয়র ভাইয়েদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবো। আমি সবসময় চেষ্টা করব আমাদের লোকাল কমিউনিটির সদস্যদের সাহায্য সহযোগিতা করার। কমিনিউটির সকল ভাইয়েদের প্রতি আমার শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 29, 2023, 10:53:17 AM
Good News Everyone Grin

Grayscale, SEC এর বিরুদ্ধ তাদের মামলা জিতার পর বিটকয়েনের দাম ২৭,৪০০ ডলারে চলে আসে।


Gary Gensler দীর্ঘদিন ধরে ক্রিপ্টো কারেন্সির পিছনে লেগে আছে যদি এক্ষেত্রে তাহার মামলা করা প্রত্যেকটি কেসে তার বিপরীত পক্ষ জিতেছে আজও তার ব্যতিক্রম ঘটেনি। Grayscale আজকে 29 আগস্ট একটি রায় পেয়েছে যে তার সমস্ত ফান্ডকে বিটকয়েন ETF রূপান্তরিত করার জন্য বিটকয়েন SEC (Securities Exchange Commission) এর বিরুদ্ধে যে মামলা করেছে তার রায় গ্রেস্কেলের পক্ষে এসেছে। কোর্ট এটাও নিশ্চিত করেছে যে গ্রেস্কেল যে তার সমস্ত ফান্ড বিটকয়েন ইটিএফে রূপান্তরিত করে ফেলেছে এমনটি নয় বরং তারা আজকের এই মামলার রায় পেয়ে সেই পথটা অনেকটা মজবুত করেছে।



আজকের এই মামলার রায় শুনে গ্রেস্কেলের GBTC এর দাম প্রায় ১৯% বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে বিটকয়েনের বাজারও ২৫ হাজার ৯০০ থেকে ২৭৭০০ পর্যন্ত উন্নত হয়েছে। তাহলে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বিটকয়েনের বাজার মূলত সুসংবাদের উপর নির্ভর করে যদি বাজারে সুসংবাদ আসে তাহলে বিটকয়েন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় এবং যখন দূ:সংবাদ আসে মার্কেট দ্রুতগতিতে নিম্নমুখী হয়। মার্কেটের গতিপ্রকৃতি সম্পূর্ণ পজেটিভ ও নেগেটিভ অ্যানাউন্স এর উপর নির্ভর করে।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 29, 2023, 10:16:57 AM
Good News Everyone Grin

Grayscale, SEC এর বিরুদ্ধ তাদের মামলা জিতার পর বিটকয়েনের দাম ২৭,৪০০ ডলারে চলে আসে।

https://twitter.com/WatcherGuru/status/1696536520407290301?t=hEG9fqQwNRH_uDwoecYDUg&s=19

hero member
Activity: 840
Merit: 522
August 29, 2023, 06:55:34 AM
আসসালামু আলাইকুম
আমি একজন বিটকয়েন টেল্ক ব্যবহারকারী। আমি সাধারণত বান্টি কাজ করে থাকি। আমি অনেক সময় দেখেছি যে, একজন বান্টি ব্যবহারকারী অন্য আরেকজন বান্টি ব্যবহারকারীর কিছু তথ্য ব্যবহার করে প্রুফ হিসেবে দিয়ে থাকে। এর কারণে অনেক সময় তাদের দুইটি একাউন্টটি রেড ট্রাস্ট দেওয়া হয়। এর জন্য দুইজন বান্টি ব্যবহারকারীর দায়ী থাকে না, যখন একজন অন্যজনের তথ্য চুরি করে প্রুফ হিসেবে দিয়ে থাকে তখনই এমনটা হয়ে থাকে।
এক্ষেত্রে যে ব্যক্তির তথ্য চুরি করা হয় তার একাউন্টটিও রেড ট্রাস্ট দেওয়া হয়। অথচ তিনি দায়ী থাকে না।
#এমন অবস্থায় তার করণীয় কি?
#আর কয়টি রেড ট্রাস্ট খেলে তার একাউন্ট একদম নষ্ট হয়ে যাবে।

আশা করি এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন।

আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, সেটা প্রমান করার অনেক উপায় আছে। যেমন যে কপি করেছে, সে তো পরে পোষ্ট করেছে। যিনি মেইন মালিক তার পোষ্ট এর সময় এবং যিনি কপি করেছে, তার পোষ্ট এর সময় মিলালেই বের হয়ে যাবে কে কপি করেছে। আর সাধারনত যিনি কপি করেন, তিনি একই লোকের কাজ বার বার কপি করেন না। বিভিন্ন সময় বিভিন্ন জনের কাজ কপি করে থাকে। এখন যদি এমন হয় অন্য একজন লোক বার বার আপনার সোশ্যাল মিডিয়া বা এড্রেস কপি করে প্রুফ অফ অথেনটিকেশন পোষ্ট করছে, তাহলে সেটা নিশ্চই আপনার একাউন্ট। কেউ তো আর অন্যের এড্রেস বার বার কপি করবে না।

আপনি নির্দোষ অবস্থায় রেড ট্যাগ খেলে সেটা আপনি আপিল করতে পারেন রিভিউ করার জন্য। আশা করি যিনি ট্যাগ করেছেন, উনি আবার রিভিউ করবে। আর কয়টা রেট ট্যাগ খেলে একাউন্ট নষ্ট হয় সেটার কোনো লিমিট নেই। বিটকয়েনটক একাউন্ট ব্যান না হলে আপনি পোষ্ট করতে পারবেন সেটা যতো রেড ট্যাগ ই থাকুক না কেনো। সমস্যা হলো বাউন্টি ক্যাম্পেইন বা অন্যান্য ক্যাম্পেইন রেড ট্যাগ খাওয়া একাউন্ট তাদের ক্যাম্পেইনে একসেপ্ট করে না।


Bd officer, আপনার কাংখিত রেংক এ পৌছে গেছেন। আপনাকে কংগ্রাচুলেশন্স!
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 29, 2023, 04:42:15 AM


আরো একজন বাংলাদেশি ফুল মেম্বার হলো শুভ কামনা রইলো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 29, 2023, 04:09:10 AM
Congratulations

Greetings and congratulations @Bd officer
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে,
দীর্ঘ দিন ধৈর্য ধরে অপেক্ষার পর আপনি ফোরামে ফুল মেম্বার র‍্যাঙ্ক অর্জন করতে সক্ষম হয়েছে।
আপনি এগিয়ে যান সেই প্রার্থনা করি।

newbie
Activity: 22
Merit: 0
August 29, 2023, 03:37:59 AM
Congratulations
@Bd officer / Full member

অনেক কষ্টের পরে আপনি ফুল মেম্বার হয়েছেন। এতে আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডে আর একটা ফুল মেম্বার তৈরি হল। এভাবে সামনের দিকে এগিয়ে যান। আর বাংলাদেশ লোকাল বোর্ডে একটিভ থাকার চেষ্টা করবেন । যাতে করে আমরা ছোটরাও একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারি। সিনিয়রদের সহযোগিতা।
sr. member
Activity: 798
Merit: 377
August 29, 2023, 03:22:23 AM
ফোরামের গ্লোবাল বোর্ড গুলো তে কি হচ্ছে আপনারা কি খেয়াল রাখেন? ওয়াল অবজারভার থ্রেড এর মেরিট সিষ্টেম ডিজেবল করার জন্য নুতিলদাহ মেটা তে থ্রেড খুলেছে ৪ দিন হলো। বব ও একই থ্রেড খুলেছে আরেকজনের মেরিট ডিজেবল করার জন্য। ওয়াল অবজারভার থ্রেড থেকে সহজে মেরিট পাওয়া যেতো ভালো পোষ্ট করলে। কিন্তু সেখানে শিটপোষ্টিং এতা বেশি বেড়ে গেছে, কারো আর এই ব্যাপারটা সহ্য হচ্ছে না। বাংলাদেশের ই বেশি পাবলিক সেখানে গিয়ে একটা টুইট পোষ্ট করে আবার চলে আসে। আপনি যদি কনভারসেশনে না ইনভল্ভ হোন, শুধু টুইট পোষ্ট করে চলে আসেন একটা মেরিটের আশায়, তাহলে কেমনে হবে? আমি ইদানিং সেখানে পোষ্ট করা বন্ধ করে দিয়েছি। আর আমি কখনো এ ধরনের পোষ্ট ও করি না। যেসব জিনিস রিলেভেন্ট, ডিসকাশন করার মতো, শুধু তেমন পোষ্ট করবেন। সবার প্রতি অনরোধ থাকবে, ওয়াল অবজারভারে পোষ্ট করার দরকার নাই। আপনার পোষ্ট এর যদি কোয়ালিটি থাকে, তাহলে করতে পারেন। কোয়ালিটি থাকলে সব যায়গা থেকেই মেরিট পাবেন।

nutildah: https://bitcointalksearch.org/topic/request-disable-merits-in-the-wall-observer-thread-5464370

BobLawblaw: https://bitcointalksearch.org/topic/request-disable-jayjuangee-in-the-wall-observer-thread-5464606

এই দুইটি থ্রেট তৈরি করেছে শিট পোস্টার দের সতর্ক জন্য তাই ভুলেও কেউ আমাদের বাংলা লোকাল বোর্ডের কেউ ওখানে যাবেন না। এবং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে JJG কে নিয়ে কারণ তিনি ছোট বড় সবাইকে মানসম্মত পোস্ট দেখে মেরিট প্রদান করে থাকেন। আমি দেখেছি একে অপরের দেখা দেখি সবাই এই ধরনের শীট পোস্ট করে থাকে তাই এই সকল বিষয় থেকে দূরে থাকবেন এবং সতর্ক থাকবেন।



@Congratulations Bd Officer
আমাদের বাংলা লোকাল বোর্ডের একজন মেম্বার পদ মর্যাদা অর্জন করে পূর্ণ সদস্য হয়েছে তাকে অভিনন্দন জানাই। @Bd officer র‍্যাংক পরিবর্তন করতে দেখলে অবশ্যই ভালো লাগে কারণ আমাদের কমিউনিটিতে সুনামধন্য ইউজারদের আগমন হচ্ছে। দোয়া করি আরো উচ্চ পদ অর্জন করুন কারণ সামনে আর আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাপক সময় রয়েছে। পূর্ণ সদস্য হওয়ার পর আপনার দায়িত্বশীল আরো বেশি হওয়া দরকার।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 29, 2023, 03:13:45 AM
ফোরামের গ্লোবাল বোর্ড গুলো তে কি হচ্ছে আপনারা কি খেয়াল রাখেন? ওয়াল অবজারভার থ্রেড এর মেরিট সিষ্টেম ডিজেবল করার জন্য নুতিলদাহ মেটা তে থ্রেড খুলেছে ৪ দিন হলো। বব ও একই থ্রেড খুলেছে আরেকজনের মেরিট ডিজেবল করার জন্য। ওয়াল অবজারভার থ্রেড থেকে সহজে মেরিট পাওয়া যেতো ভালো পোষ্ট করলে। কিন্তু সেখানে শিটপোষ্টিং এতা বেশি বেড়ে গেছে, কারো আর এই ব্যাপারটা সহ্য হচ্ছে না। বাংলাদেশের ই বেশি পাবলিক সেখানে গিয়ে একটা টুইট পোষ্ট করে আবার চলে আসে। আপনি যদি কনভারসেশনে না ইনভল্ভ হোন, শুধু টুইট পোষ্ট করে চলে আসেন একটা মেরিটের আশায়, তাহলে কেমনে হবে? আমি ইদানিং সেখানে পোষ্ট করা বন্ধ করে দিয়েছি। আর আমি কখনো এ ধরনের পোষ্ট ও করি না। যেসব জিনিস রিলেভেন্ট, ডিসকাশন করার মতো, শুধু তেমন পোষ্ট করবেন। সবার প্রতি অনরোধ থাকবে, ওয়াল অবজারভারে পোষ্ট করার দরকার নাই। আপনার পোষ্ট এর যদি কোয়ালিটি থাকে, তাহলে করতে পারেন। কোয়ালিটি থাকলে সব যায়গা থেকেই মেরিট পাবেন।
ওয়াল অবজারভেশন মেগাথ্রেডটি প্রকৃতপক্ষে বিটকয়েনের মার্কেটের analysis করার জন্য মূলত খোলা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই থ্রেডটি বেশ কয়েকজন স্বনামধন্য ইউজার দ্বারা পরিচালিত হয়ে আসছে। আমি এক সময় এই মেগাথ্রেডে অনেক একটিভ থেকে ছিলাম। আমি এক সপ্তাহের মধ্যে 60 টির মতো পোস্ট করেছিলাম এবং এর জন্য সাসমুন ভদ্রলোকটি আমাকে একটি ওয়ার্নিং দিয়েছিল আমি সেই ওয়ার্নিং খাওয়ার পর থেকে এই Mega thread পোস্ট করা বাদ দিয়ে দিয়েছি। তবে পোস্ট করা নিয়ে কত যে তিরস্কার খেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আমি যখন একটিভ ছিলাম তখন খুব অল্প পরিমাণে ছোট ছোট ইউজার অ্যাকটিভ ছিল কিন্তু বর্তমানে একটি পেজের ভিতরে সর্বনিম্ন ছয় থেকে সাত জন ছোট ছোট ইউজার অ্যাকটিভ থাকে।
তবে প্রথমদিকে খুব একটা বেশি সমস্যা হয়নি এখন ছোট ছোট ইউজার দেখলে বড় বড় ইউজাররা মাথা হট করে ফেলে। তাই আপাতত আমাদের বাংলাদেশিরা ওখানে না পোস্ট করাই ভালো। তাছাড়া কিছু বাউন্টি হান্টাররা ওখানে গিয়ে পোস্ট করায় আরো বিতর্কিত হয়েছে।


এমটিএফই-ফাঁদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও ইপিজেডের শ্রমিকেরাও
https://www.prothomalo.com/bangladesh/district/ce69kypewa


এক "এমটিএফই" রূপপুর খেয়ে দিতে লাগছিলো আমাদের সামনে আরো অনেক কিছু দেখতে হবে, যার জন্যে আমরা হয়ত কেউ প্রস্তুত না এখনো ।
MTFE 2021 সাল থেকে নিয়মিত পেমেন্ট করে আসছিল। তাছাড়া তারা জনসাধারণের মাঝে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে জনসাধারণ বুঝতে পারেনি তাদের ছলচাতুরি। আমি নিজেও ৫৩০ ডলারের উপরে ধরা খেয়ে বসে আছি।
MTFE মানুষজনকে এমন ভাবে বুঝিয়েছে যে এটি সম্পূর্ণ হালাল পন্থায় AI ট্রেড করে আপনাকে প্রফিট দিচ্ছে। আবার তারা মাঝে মাঝে সপ্তাহে দুদিন লস দেখায় এবং এই লস দেখানোর পরে বলে প্রত্যেক ব্যবসায়ে লাভ /ক্ষতি আছে যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়ে ছিল। তাই একশ্রেণীর আল্লাহ ভক্ত ধর্মপ্রাণ মুসলমান নর-নারীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছিল। দিনমজুর, রিকশা চালক থেকে শুরু করে ছাত্রছাত্রী ও বিদেশী প্রবাসীরা এখানে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে শুরু করেছিল। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা সঞ্চয় করে রেখেছিল তারাও মূলত এখানে ইনভেস্ট করে সর্বশান্ত হয়ে গেছে। তবে তাদের ক্ষতির পরিমাণটা আমি মুখে বলে বোঝাতে পারবো না।

তবে ভবিষ্যতে আরো নতুন রূপে প্রতারকরা আসতে পারে সে বিষয়ে আপনারা সবাই সাবধান থাকবেন। বাংলাদেশে এরকম প্রতারণা নতুন কিছু না।



@Bd officer ভাই আপনি যদি একান্ত ধন্যবাদ দিতেই চান তাহলে আমি কয়েকজন মেম্বারকে মেনশন করে দেব তাদেরকে দিয়ে দিন।
@Learn Bitcoin, @Little Mouse, @NicNacCoin , @2Pizza410000BTC @DYING_S0UL
উপরে মেনশন করা ভাইয়েরা আপনার জন্য যথেষ্ট করেছে।
আমি সরাসরি নাম বলবো না তবে তার অবদান আপনি কখনো শেষ করতে পারবেন না। তিনি আমাকে মেসেজ দিয়ে আপনার বিষয়টিকে আমার সাথে শেয়ার করেছেন এবং আপনাকে ফুল মেম্বার হওয়ার জন্য সার্বিক সহযোগিতা করতে বলেছে। যদিও আমার কাছে যথেষ্ট রকমের sMerits ছিল না বিদায় আপনাকে সে রকম আমি সাহায্য করতে পারি নি। কিন্তু ওই ভাই আপনাকে যে পরিমাণ সাহায্য করেছে তার কৃতজ্ঞতা আপনি কখনো শোধ করতে পারবেন না।
আশা করি আপনি বাংলা কমিউনিটির জন্য সর্বদা সচেষ্ট থাকবেন। এবং এটাও মনে রাখবেন আপনি আজ পদমর্যাদা অর্জন করতে পেরেছেন যেমন আপনাকে অন্যরা সাহায্য করেছে ঠিক অন্যের পদমর্যাদা অর্জনের জন্য আপনাকেও সাহায্য করতে হবে।
full member
Activity: 546
Merit: 164
August 29, 2023, 03:08:54 AM
@Bd officer ভাই নিশ্চয় আপনার এই জার্নিটা খুব একটা সহজ ছিল না অনেক পরিশ্রমের মাধ্যমে আপনি আজকে ফুল মেম্বারের এর রেংক অর্জন করেছেন অভিনন্দন জানাই আপনাকে আপনি যখন পোস্ট করতেন আমরা সবাই আপনার পোস্টকে ফলো করতাম অনেক সুন্দর পজেটিভ পোস্ট করেছেন আমরা যারা নতুন আছি অবশ্যই আপনার কাছ থেকে অনেক  অনেক কিছু শিখতে পেরেছি আগামী তো আশা করব আপনি আরো ভালো ভালো পোস্ট দিবেন যার মাধ্যমে আমরা আরো ভালো কিছু শিখতে পারবো অবশ্যই আমরা যারা নতুন আছি সবাই জানে আপনার মত ভালো মানের পোস্ট করতে পারি
full member
Activity: 448
Merit: 130
August 29, 2023, 02:53:21 AM
@Bd officer ভাই আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেক প্রচেষ্টার পর আপনি মেম্বার থেকে ফুল মেম্বারের মত পদ অর্জন করেছেন। আপনাকে বাংলা লোকাল থ্রেডের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আপনি যেন ভবিষ্যতে আরও বড় র‍্যাংক অর্জন করতে পারেন তার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার মত জুনিয়র মেম্বারদের সবসময় আপনি সাহায্য করবেন এই কামনা করি। আপনার কাছ থেকে আমাদের শেখা উচিত যে কিভাবে একটিভ থাকলে এই ফুল মেম্বার র‍্যাংক অর্জন করা যায়। আবারও অভিনন্দন ভাইয়া আপনাকে।
sr. member
Activity: 490
Merit: 294
August 29, 2023, 02:49:18 AM
@Bd officer অভিনন্দন ভাই আপনাকে ফোরাম ে ফুল মেম্বারের গুরুত্বপূর্ণ একটি ব্যাংক অর্জন করার জন্য। বাংলা বোর্ড থেকে আমরা আরো একজন নতুন সদস্যকে দেখলাম যিনি ফুল মেম্বারের রেংক অর্জন করেছে। বাংলা বোর্ড এ আমি আপনাকে সবসময় নিয়মিত একটিভ দেখেছি। আপনি পরিশ্রম করেছেন তাই সফলতা ধরা দিয়েছে। যাদের ধৈর্য শক্তি কম এবং যারা ফোরামে বেশি সময় দেয় না তাদের আপনার থেকে শিক্ষা নেওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি ঐ সকল সদস্যকে যারা আপনাকে ুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জনে সহায়তা করেছে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 29, 2023, 02:41:13 AM

BD officer
ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য Congratulations 🎉🎉

বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেড আরেকজন ফুল মেম্বার সদস্য পেল। BD officer কে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য আমাদের বাংলা কমিউনিটির পক্ষ থেকে জানানো হলো অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।
ফুল মেম্বার পদমর্যাদা পাওয়ার পর মনে করবেন না আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। আপনি ফুল মেম্বার পদমর্যাদা অর্জনের আগে যেভাবে সক্রিয় থেকেছেন ঠিক সেভাবে ফুল মেম্বার পদমর্যাদা লাভের পর আপনাকে বাংলা কমিউনিটিতে সর্বদা অ্যাক্টিভ পাব।



Jump to: