এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?
ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না।
ভাই বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি যে এই দেশে আপনি পজিটিভ কোন কিছুর মূল্যায়ন পাবেন না। বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আপনি কোনদিনও সৎ বিচার পাবেন না। আপনি কি মনে করেছেন এদেশে প্রশাসনের লোকদের না কিনে তারা এত বড় বিজনেস চালাচ্ছে? অবশ্যই আপনি খতিয়ে দেখুন না কেন প্রশাসনের লোক তো অবশ্যই আছে সাথে রাজনীতি মহলের বড় বড় রাগোভ বোয়াল এখানে জড়িত আছে। আপনি সৎভাবে এটার যতই প্রতিবাদ করুন না কেন এখানে অসৎ ভাবে বসে আছে বড় মহলের বিশিষ্টজনেরা।
বাংলাদেশে কোন বিজনেস আইনের লোকদের ফাঁকি দিয়ে করা সম্ভব না অথচ MTFE এর মত একটি এমএলএস বিজনেস প্রতিষ্ঠান কিভাবে শত শত মানুষ কে নিয়ে পার্টি করে সংবাদ সম্মেলন করে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন না কেন আইনে।র লোকরা এসব পার্টির তত্ত্বাবধায় করে। এবং দিনশেষে লক্ষ লক্ষ টাকা পকেটে পুষিয়ে নেয়।
আমার রাজশাহী বিভাগে এই সকল এমএলএস বিজনেস কোম্পানির ভক্ত বেশি কিন্তু আমার আশেপাশে এই সমস্ত ভক্ত দেখতে পাচ্ছি না। আর পাইলেও কি করব নিজের টাকা সে ইনভেস্ট করবে এতে আমার কি। আমি যদি তাদেরকে নিষেধ করতে যাই তাহলে উল্টো তারা আমার সাথে ফাপর নেবে। তাই তাদের নিজের খেয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না।
@learn bitcoin বড় ভাই আপনাকে পরামর্শ দেওয়ার কোন যোগ্যতা আমার নেই কিন্তু একটা বিষয় বলি যেটা আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিলিয়ে দেখতে পারেন।
আপনি যখন এগুলো নিয়ে আইনের লোকের কাছে ডায়েরি করতে যাবেন তখন আইনের লোকেরা আপনাকে বাহবা দিলেও পরবর্তীতে তারা এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন মহলে আলাপ আলোচনা করবে এবং পরবর্তীতে তারা পদক্ষেপের পরিবর্তে উল্টো আপনার সাথে অন্যরকম কিছু করতে পারে। বাংলাদেশে আইনের লোকদের সাথে এসব বিষয়ে কোন কিছু শেয়ার করতে যাবেন না। আমি আপনি যেভাবে আছি সেভাবেই থাকি না কেন অহেতুক এসব বিষয় নিয়ে আমার আপনার মূল্যবান সময় নষ্ট করতে যাব কেন। যেহেতু আমি আর আপনি বিনিয়োগ তো করছি না, বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে আপনার বিনিয়োগ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে লোকসানের সম্মুখীন হলে কেউ দায়ী থাকবে না। সুতারা আমি আর আপনি ভালো থাকলেই দুনিয়া ভালো।