Author

Topic: বাংলা (Bengali) - page 173. (Read 5308565 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 08, 2023, 09:35:30 AM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 08, 2023, 07:55:56 AM
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
আপনি মাত্র ১১টা পোস্ট করেছেন এরমধ্যেই মেরিট পাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। এই মেরিট সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। আপনি যদি পূর্বের পোস্টগুলি পড়ার চেষ্টা করতেন তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। যাইহোক আপনাকে হতাশ হলে চলবে না চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে করতেই এক সময় মেরিট অর্জন করতে পারবেন। আপনি ভালো মানসম্মত, ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করুন। আপনাকে মেরিট এর পিছনে দৌড়াতে হবে না আপনার পোস্ট যদি ভালো হয় সিনিয়র সদস্যরা আপনা আপনি আপনার পোস্টে মেরিট দিয়ে দিবে। তাই নিয়মিত ফরমে এক্টিব থাকবেন, সিনিয়র ভাইয়েদের অনুসরণ করুন  ইনশাল্লাহ একসময় সফলতা পেয়ে যাবেন।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
August 08, 2023, 07:47:00 AM
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।

বিটকয়েনটকে মেরিট অর্জন করা হয় মানসম্পন্ন পোস্ট এবং বিষয়বস্তুর অবদানের উপর ভিত্তি করে যা অন্য ব্যবহারকারীরা মূল্যবান বলে মনে করেন। অর্থপূর্ণ আলোচনায় জড়িত হন, আপনার অন্তর্দৃষ্টি ভাগ করুন এবং সহায়ক তথ্য প্রদান করুন। স্প্যাম বা নিম্নমানের পোস্ট এড়িয়ে চলুন। সময়ের সাথে সাথে, অন্যান্য ব্যবহারকারীরা আপনার অবদানকে মূল্যবান মনে করলে তারা আপনাকে মেধা পয়েন্ট দিয়ে পুরস্কৃত করতে পারে। মনে রাখবেন, এটি মানের বিষয়ে, পরিমাণ নয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 08, 2023, 07:25:03 AM
বাউনটিতে পেমেন্ট করে এরকম দু'চারটা ম্যানেজার আছে বাকি সবাই নিরীহ বাওনটি হান্টারদের সাথে প্রতারণা করে। বাউন্টি ডিটেকটিভ টিম অনেক সৎ এবং তাদের হান্টারদের পেমেন্ট করে। আশা করি আপনি আপনার বাউন্টি লাইফ নিয়ে সুখে থাকুন।

এখানে আসলে দোষ টা কাকে দিবো বলেন। প্রথমত বাউন্টি ম্যানেজার রা তাদের ক্যাম্পেইনে অলরেডি বলে দেয় যে ফান্ড ইস্ক্রো করা নাই। আমরা শুধু ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করছি, পেমেন্ট বাউন্টি শেষ হলে সেই কোম্পানি রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করবে। অনেক বাউন্টির শেষে দেখা যায় যে সেই প্রজেক্ট আর বাউন্টি হান্টারদের পেমেন্ট করে না। এখানে ক্যাম্পেইন ম্যানেজারের আসলে কিছু করার নেই। কারন তারা এসব প্রজেক্ট এর সাথে যুক্ত থাকে না।

আবার অন্য দিক দিয়ে আপনি তাদের কে দোষ দিতে পারেন যে, তাহলে তারা এসক্রো ছাড়া ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে কেনো? এজন্যই তো কোম্পানি গুলো স্ক্যাম করতে পারে। কথাটা খানিকটা সঠিক। কিন্তু একজন ম্যানেজার এটা না করলেও এমন অনেকেই আছে যারা এসক্রো ছাড়া ক্যাম্পেইন রান করে দিবে। সুতরাং এসক্রো এর দোহাই দিয়ে ক্যাম্পেইন ছেড়ে দিলে আসলে তাদের লস।
newbie
Activity: 12
Merit: 0
August 08, 2023, 07:13:11 AM
প্রাণের বড় ভাইয়েরা, আমি এখানে আমার মেরিট বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করছি কিন্তু আমি কিছুতেই সফল হতে পারছি না। তাই আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কিছু টিপস দিন যাতে আমি আমার মেরিট বাড়াতে পারি।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 08, 2023, 07:03:44 AM
আসসালামু আলাইকুম
আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো  সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট  পাওয়া যায় না। কিন্তু  ডিটেকটিভ  নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট  দিবে, তার জন্য  হাজার হাজার মানুষ অপেক্ষা করে  যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট  করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়।

Detective: https://t.me/Bounties
অলাইকুম আসসালাম।
আপনি বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসেছেন এর জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তবে এখানে আপনার মত ইউজারদের অনেক প্রয়োজন কিন্তু আপনারা একটা বা দুইটা মেরিট হলেই এই থ্রেড চিরতরে পরিত্যাগ করেন এটা আসলে কাম্য নয়। আপনারা বাউন্টিতে কাজ করেন ভালো কথা মাঝে মাঝে এখানে দু-চারটা পোস্ট করলে সমস্যা হয় না। আশা করি আপনারা নতুন যারা এখানে এসেছেন আপনারা এখানে নিয়মিত একটিভ থাকবেন।

বাউনটিতে পেমেন্ট করে এরকম দু'চারটা ম্যানেজার আছে বাকি সবাই নিরীহ বাওনটি হান্টারদের সাথে প্রতারণা করে। বাউন্টি ডিটেকটিভ টিম অনেক সৎ এবং তাদের হান্টারদের পেমেন্ট করে। আশা করি আপনি আপনার বাউন্টি লাইফ নিয়ে সুখে থাকুন।
full member
Activity: 602
Merit: 144
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 08, 2023, 06:51:27 AM
আসসালামু আলাইকুম
আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো  সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট  পাওয়া যায় না। কিন্তু  ডিটেকটিভ  নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট  দিবে, তার জন্য  হাজার হাজার মানুষ অপেক্ষা করে  যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট  করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়।

Detective: https://t.me/Bounties
আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি মূলত বাউন্টি সম্পর্কে বলতে চেয়েছেন। আসলে সত্যি কথা বলতে বাউন্টি আর আগের মতো জনপ্রিয় নেই। এখন কোম্পানিগুলো আরো অনেক মাধ্যমে তাদের প্রজেক্ট গুলো লাউঞ্জ করছে যেমন মাইনিং এপস। মাইনিং এপস এখন বাউন্টির বাজার অনেকটা দখল করে দিছে। তারপরও অনেকে বাউন্টি থেকে ভালো ইনকাম করছে। তবে আপনি যে বাউন্টি ম্যানেজারের কথা বলেছেন বাউন্টি ডিটেকটিভ তারা অত্যন্ত ভালো। তাদের প্রজেক্ট গুলোতে পেমেন্ট নিশ্চয়তা রয়েছে বলে আমি জানি।
newbie
Activity: 224
Merit: 0
August 08, 2023, 06:37:03 AM
আসসালামু আলাইকুম
আমরা সবাই বিটকয়েনের সাথে পরিচিত।এই বিটকয়েনে অনেক গুলো  সাইড বা টিম আছে কিন্তু সকল সাইডে কাজ করে ১০০% পেমেন্ট  পাওয়া যায় না। কিন্তু  ডিটেকটিভ  নামক একটা টিম যারা তাদের কাজের আগে বলে দেয় যে তারা ১০০% পেমেন্ট  দিবে, তার জন্য  হাজার হাজার মানুষ অপেক্ষা করে  যে কবে ডিটেকটিভ আসবে কারণ তারাই তো ১০০% পেমেন্ট  করবে। আরেক টা কথা হলো এই বিটকয়েনের জগতে সব গুলো সাইডের এডমিন, বাউন্ডি মেনেজার তারা সবাই অনেক ভালো। তাদের কথা বলার ধরণ অনেক ভালো। যায় কারণে দিন দিন মানুষ এই বিটকয়েনের জগতে আসতে চায়।

Detective: https://t.me/Bounties
newbie
Activity: 5
Merit: 0
August 08, 2023, 01:35:57 AM
member
Activity: 168
Merit: 65
August 07, 2023, 11:41:05 PM

মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা।
ভাই আপনার কথা শতভাগ সত্য বলে আমার কাছে মনে হচ্ছে।
আমাদের মধ্যে ব্যাপকভাবে সচেতনতার অভাব আছে। আমি রিসেন্ট একটি ইন্সিডেন্টের কথা মনে করে দিতে চাচ্ছি eMovie. আমার পরিচিত অনেক বন্ধু তাদের সর্বস্ব এখানে হারিয়েছে এবং হারানোর পরে প্রশাসন এখানে দৃষ্টিপাত করেছে। তাই নিঃসন্দেহে বলা যায় এ সকল ক্ষেত্রে আইনের ফাঁকফোকর অনেক আছে যা সংশোধন করে একটি সুরক্ষিত ব্যবস্থা গড়ে তোলা অতীব জরুরী।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 07, 2023, 07:54:16 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৩ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-523rd-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5462261
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!



LDL
hero member
Activity: 742
Merit: 671
August 07, 2023, 07:42:33 PM

আসলেই ভাই MTFE তে কেউ বিনিয়োগ করবেন না কেননা এই পু****মারা কোম্পানি মানুষকে কিভাবে ঠকাচ্ছে দেখেন। এই কোম্পানি সপ্তাহে দুই দিন ছুটির দিন পালন করে। তাহলে মাসে ২২ দিন চালু থাকে। আবার সপ্তাহে একদিন প্রফিটের পরিবর্তে লস দেখায়। তাহলে মাসে প্রফিট দেয় ১৮ দিন। যেদিন লস দেখায় সেদিন প্রফিট তো আর দেয় না এবং সেদিন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় প্রতিদিন যা প্রফিট দেয় তার চেয়ে বেশি কেটে নেয়। তাহলে মাসে আরো ৪ দিন প্রফিট কেটে নেওয়ার কারণে বাদ পড়ে যাবে। তাহলে মাসে প্রফিট পেলাম 14 দিন।
মোটকথাMTFE কোম্পানি পুরোটাই মানুষকে eye wash করছে যা আমরা মোটেই তের পাচ্ছিনা। তবে এই কোম্পানি উড়াল দেবে কিনা তা জানি না কিন্তু মানুষকে যেভাবে বোকা বানিয়ে পু **** মারছে তাতে উড়াল দিলে MTFE কোম্পানির লস হবে। মানুষকে এভাবে বোকা বানানো কোম্পানিগুলো কিন্তু আসলে আমরাই প্রশ্রয় দিচ্ছি। একটু ভেবেচিন্তে দেখলে এই কোম্পানিগুলো মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে।
আপনি ভাই কথাটা ঠিকই বলেছেন যে আইনের লোকের পেট না ভরিয়ে এই সমস্ত কোম্পানিগুলো অবাধে ব্যবসা-বাণিজ্য করতে পারত না। আগে যদি সংশোধন করতেই হয় তাহলে আইনের লোকদের সংশোধন করা উচিত। গ্রামের একটা প্রবাদ আছে না

যে সরষে দিয়ে ভূত তাড়াবো সরষের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমন হবে।

শনিবার ও রবিবার বন্ধের আগে আমার ব্যালেন্স ছিল ২১৭ ডলার কিন্তু আজকে কোম্পানি আমাকে প্রফিট এর পরিবর্তে লস দেখিয়ে সাত ডলার কেটে নিয়ে ২১০ ডলার ব্যালেন্স রেখেছে। শালার কোম্পানি এভাবেই ২৩মারবে।



মাস শেষে Shasan ভাইয়ের ২৩০ ডলার ঋণ পরিশোধ করতে পারবো কিনা সন্দেহ আছে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 07, 2023, 10:37:03 AM
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।



এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
আচ্ছা ভাই উপরের ছবিগুলোতে বেশিরভাগ মানুষগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে টুপি পাঞ্জাবি ফতুয়া পড়ুয়া। সিরাজগঞ্জে বসবাস করায় আমি এই সকল টুপি দারিয়ালা লোকদের সম্পর্কে জানি। আমি সাধারণত সরকার বিরোধী রাজনীতি দলের সাথে যুক্ত। বাড়িতে অর্ধেক লোক জামাত-শিবিরের রাজনীতি করে তাই সাধারণত এই টুপি দাড়িওয়ালা লোকদের দুঃখ সম্পর্কে কিছুটা হলেও বুঝি।
বেশিরভাগ টুপি দাড়িওয়ালা লোকেরা উপরের সেমিনারে অংশগ্রহণ করেছে অথচ প্রশাসনের লোকেরা এই সকল লোকদের গতি প্রকৃতি সম্পর্কে জানেনা এটা আপনারা বিশ্বাস করেন। এইটা যদি কোন ইসলামিক শিক্ষামূলক সেমিনার হতো তাহলে এদেরকে জামাত শিবির বিএনপির লোক বলে চালিয়ে দিত। অথচ কিভাবে বর্ণিল পরিবেশে সেমিনার করছে অথচ এদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নীরব। মানে কি, প্রশাসনকে আগে পেট ভরিয়েছে তারপর সেমিনারের ব্যবস্থা করেছে। ধন্যবাদ আর কিছু লিখলাম না।

রাজনৈতিক কিছু কথা চলে আসায় আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 07, 2023, 10:25:34 AM
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 07, 2023, 10:20:10 AM
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।

অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না।
ভাই বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি যে এই দেশে আপনি পজিটিভ কোন কিছুর মূল্যায়ন পাবেন না। বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আপনি কোনদিনও সৎ বিচার পাবেন না। আপনি কি মনে করেছেন এদেশে প্রশাসনের লোকদের না কিনে তারা এত বড় বিজনেস চালাচ্ছে? অবশ্যই আপনি খতিয়ে দেখুন না কেন প্রশাসনের লোক তো অবশ্যই আছে সাথে রাজনীতি মহলের বড় বড় রাগোভ বোয়াল এখানে জড়িত আছে। আপনি সৎভাবে এটার যতই প্রতিবাদ করুন না কেন এখানে অসৎ ভাবে বসে আছে বড় মহলের বিশিষ্টজনেরা।
বাংলাদেশে কোন বিজনেস আইনের লোকদের ফাঁকি দিয়ে করা সম্ভব না অথচ MTFE এর মত একটি এমএলএস বিজনেস প্রতিষ্ঠান কিভাবে শত শত মানুষ কে নিয়ে পার্টি করে সংবাদ সম্মেলন করে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন না কেন আইনে।র লোকরা এসব পার্টির তত্ত্বাবধায় করে। এবং দিনশেষে লক্ষ লক্ষ টাকা পকেটে পুষিয়ে নেয়।
আমার রাজশাহী বিভাগে এই সকল এমএলএস বিজনেস কোম্পানির ভক্ত বেশি কিন্তু আমার আশেপাশে এই সমস্ত ভক্ত দেখতে পাচ্ছি না। আর পাইলেও কি করব নিজের টাকা সে ইনভেস্ট করবে এতে আমার কি। আমি যদি তাদেরকে নিষেধ করতে যাই তাহলে উল্টো তারা আমার সাথে ফাপর নেবে। তাই তাদের নিজের খেয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না।

@learn bitcoin বড় ভাই আপনাকে পরামর্শ দেওয়ার কোন যোগ্যতা আমার নেই কিন্তু একটা বিষয় বলি যেটা আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিলিয়ে দেখতে পারেন।
আপনি যখন এগুলো নিয়ে আইনের লোকের কাছে ডায়েরি করতে যাবেন তখন আইনের লোকেরা আপনাকে বাহবা দিলেও পরবর্তীতে তারা এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন মহলে আলাপ আলোচনা করবে এবং পরবর্তীতে তারা পদক্ষেপের পরিবর্তে উল্টো আপনার সাথে অন্যরকম কিছু করতে পারে। বাংলাদেশে আইনের লোকদের সাথে এসব বিষয়ে কোন কিছু শেয়ার করতে যাবেন না। আমি আপনি যেভাবে আছি সেভাবেই থাকি না কেন অহেতুক এসব বিষয় নিয়ে আমার আপনার মূল্যবান সময় নষ্ট করতে যাব কেন। যেহেতু আমি আর আপনি বিনিয়োগ তো করছি না, বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে আপনার বিনিয়োগ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে লোকসানের সম্মুখীন হলে কেউ দায়ী থাকবে না। সুতারা আমি আর আপনি ভালো থাকলেই দুনিয়া ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 07, 2023, 08:15:43 AM
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।

অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 07, 2023, 08:07:20 AM
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।



এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 07, 2023, 04:34:17 AM
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
August 06, 2023, 04:14:32 PM
যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ‍ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে।
ভাই দুটোই একই থিওরির উপর ভিত্তি করে পরিচালিত হয় অর্থাৎ গ্রাহকের টাকা দিয়েই গ্রাহককে সেবা দেওয়া বা প্রফিট দেওয়া। অর্থাৎ ১০ জনের ইনভেস্ট করা টাকা দিয়ে তিন জনকে প্রফিট দেয়া হচ্ছে ই-কমার্স রিলেটেড এমএলএম সাইট গুলোর কাজ। অন্যদিকে প্রথমদিকের সবাইকেই কিছুটা রিটার্ন দিয়ে একটা সময় পুরো টাকা নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে MTFE সাইটের পরিকল্পনা। অর্থাৎ দুটি ক্ষেত্রেই গ্রাহক ভুক্তভোগী হবে। তবে যদি কোম্পানির লাভের চিন্তা করেন সে ক্ষেত্রে ই-কমার্স রিলেটেড সাইটের থেকে সরাসরি ইনভেস্টমেন্ট স্কিম সাইটগুলো বেশি লাভ করে থাকে। কেননা তারা রেফার বোনাস এর লোভে ফেলে সবাইকে ইনভেস্ট করাতে উদ্বুদ্ধ করে এবং খুব অল্প পরিমানে রিটার্ন দিয়ে একটা বড় এমাউন্ট নিয়ে তারা পালিয়ে যেতে পারে।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হয়তো ই-কমার্স সাইটগুলো একটা সুষ্ঠু পরিকল্পনার অভাবে দিনে দিনে এই ফাঁদে জড়িয়ে পড়েছে যদিও তাদের নিজেদের পরিকল্পনা থাকতেও পারে ভবিষ্যতে টাকা মেরে দিয়ে দেশ ছেড়ে পালাবার যেমনটা ইওরেঞ্জ করার চেষ্টা করেছে।

যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।
আমার জানামতে কোন অথরিটি বা সরকার এ ধরনের পারমিশন দিবে না। কেননা তারা কোনভাবেই তাদের আয়ের উৎস দেখাতে পারবে না। আর আমি আপনার দেয়া ইনফরমেশন এর উপর আস্থা রাখতে পারছিনা। আমার মনে হয়না তারা কোন ধরনের সার্টিফিকেট বা পারমিশন পেয়েছে। আর MTFE যদি ১/২ বছরের গ্যারান্টিও থাকত তাহলে তাদের কর্মচারীরাই সবার আগে সমস্ত জমি জমা বিক্রি করে MTFE বা এইধরনের প্লাটফর্ম এ টাকা ইনভেস্ট করে দ্বিগুয়ের বেশি প্রফিট করে বের হয়ে যেত। এমনকি বিশ্বের বড় বড় ধনকুবের  তাদের র‍্যাংকিং বাড়ানোর জন্য বড় এমাউন্ট এখানে ইনভেস্ট করত। যেহেতু তাদের আয়ের কোন যথাযথ ও যুক্তিযুক্ত উৎস নেই তাই তারা অবশ্যই ভবিষ্যৎ স্ক্যাম করবে এটা নিশ্চিত আর এটা যেকোন সময় হতে পরে। এমন না যে যতদিন তাদের লাইসেন্স আছে ততদিন নিশ্চিন্তে চলবে।
full member
Activity: 742
Merit: 157
August 06, 2023, 02:00:34 PM
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।
এটাও এক প্রকার Ponzi Sceme । কতো সহজে তারা মানুষের বিশ্বাস অর্জন করে ফেলে। প্রথমে সবাইকে ফ্রিতে পেমেন্ট দেয়া শুরু করলো, এখন অনেক মানুষ এটা ধুমসে ইনভেষ্ট করছে, আমার মনে হয়না এটা খুব বেশি দিন রান করবে। তবে যারা আগে ইনভেষ্ট করেছে, তারা প্রফিট এই থাকবে। কিন্তু যারা অন্যদের পেমেন্ট দেখে নতুন করে ইনভেষ্ট করছে, তারা লস করবে বলে মনে হচ্ছে।
যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ‍ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে। যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।
Jump to: