Author

Topic: বাংলা (Bengali) - page 169. (Read 5722732 times)

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 29, 2023, 02:16:35 AM
এটা সত্যি যে বিটকয়েন ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি সতর্ক থাকতে হবে, আমি এমনো শুনেছি যে আমাদের দেশে কিছু গ্রাম বা এলাকা রয়েছে যেখানে প্রতিটা পরিবারের মানুষ বিটকয়েনটল্ক বা বিটকয়েন এর সাথে জরিত, আর এটার উপরে নির্ভর করেই তাদের পরিবার চালোনা করে থাকে, আমার ব্যাক্তিগত ভাবে তাদের কয়েকজনের সাথে কথা হয়েছিলো এবং দেখাও হয়েছে।
কোন এলাকা ভাই? পাবলিকে না বলে মেসেজ দিয়ে বলা যায়? শুনে খুবই অবাক হচ্ছি যে এইরকম পুরো একটা এলাকা জুড়ে বিটকয়েনটক মেম্বার রয়েছে। সম্ভব হলে জানাবেন।

হ্যা  ভাই আছে আমি ইনবক্স করছি আপনাকে।

এমটিএফই-ফাঁদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও ইপিজেডের শ্রমিকেরাও
https://www.prothomalo.com/bangladesh/district/ce69kypewa


এক "এমটিএফই" রূপপুর খেয়ে দিতে লাগছিলো আমাদের সামনে আরো অনেক কিছু দেখতে হবে, যার জন্যে আমরা হয়ত কেউ প্রস্তুত না এখনো ।  Grin Grin Cheesy
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 29, 2023, 01:57:55 AM
আসসালামু আলাইকুম
আমি একজন বিটকয়েন টেল্ক ব্যবহারকারী। আমি সাধারণত বান্টি কাজ করে থাকি। আমি অনেক সময় দেখেছি যে, একজন বান্টি ব্যবহারকারী অন্য আরেকজন বান্টি ব্যবহারকারীর কিছু তথ্য ব্যবহার করে প্রুফ হিসেবে দিয়ে থাকে। এর কারণে অনেক সময় তাদের দুইটি একাউন্টটি রেড ট্রাস্ট দেওয়া হয়। এর জন্য দুইজন বান্টি ব্যবহারকারীর দায়ী থাকে না, যখন একজন অন্যজনের তথ্য চুরি করে প্রুফ হিসেবে দিয়ে থাকে তখনই এমনটা হয়ে থাকে।
এক্ষেত্রে যে ব্যক্তির তথ্য চুরি করা হয় তার একাউন্টটিও রেড ট্রাস্ট দেওয়া হয়। অথচ তিনি দায়ী থাকে না।
#এমন অবস্থায় তার করণীয় কি?
#আর কয়টি রেড ট্রাস্ট খেলে তার একাউন্ট একদম নষ্ট হয়ে যাবে।

আশা করি এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন।

আপনি যদি আপনার দিক থেকে সৎ হয়ে থাকেন আর আপনার কাছে যদি পর্যাপ্ত প্রমান থাকে যে আপনার তথ্য আসলেই অন্য একজন চুরি করেছে তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কেউ যদি আপনার কাজ চুরি করে তাহলে আপনি আপনার বাউন্টি ম্যানেজারকে সেটা জানাবেন। সব ঠিকঠিক থাকলে কিছু হবে না।

এখন আসি আপনি বল্লেন দুজনকেই দায়ী করা হয় এবং রেড ট্রাস্ট দেয়া হয়। আপনার এই কথাটা ভুল। যাদের এরকম রেড ট্রাস্ট দেয়া হয়েছে তাদের আইডি একটু ভালোভাবে চেক করুন। দেখা যাবে দুই আইডির মালিকই একজন। শুধুমাত্র ১টা বা ২টা না অনেক সময় ৫-৬টা আইডি থেকেও অনেকে লোভে পড়ে বাউন্টি সাবমিট করে। কিন্তু তারা ভুল করে বসে পেমেন্ট আড্রেস দেয়ার সময়। দেখা হয় এমন ৩-৫ টা আক্যাউন্টে সব আলাদা, কাজের লিংক আলাদা কিন্তু যে আড্রেসে পেমেন্ট নিবে সেটা এক। এরা মূলত বাউন্টি চিটার। আমি এমন অনেক কেস দেখেছি।

এখন আপনার বিষয় বলি। আপনি যদি শুধু একটি আইডি ব্যবহার করেন। আর নিয়ম মেনে কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর কেউ আপনার পোস্ট চুরি করলে বাউন্টি ম্যানেজারকে জানাবেন। তিনি সর্লভ করে দিবে।

কয়টি রেড ট্রাস্টএ আইডি নষ্ট হয় বলতে পারিনা। কিন্তু আপনার উচিত একটাও না খাওয়া। আপনার আইডিতে সমস্যা থাকলে কেউ সেটা ভালো চোখে দেখবে না। আশা করি বুঝতে পেরেছেন। সততার সাথে কাজ করুন! Happy Bounty.
newbie
Activity: 672
Merit: 0
August 29, 2023, 12:59:23 AM
আসসালামু আলাইকুম
আমি একজন বিটকয়েন টেল্ক ব্যবহারকারী। আমি সাধারণত বান্টি কাজ করে থাকি। আমি অনেক সময় দেখেছি যে, একজন বান্টি ব্যবহারকারী অন্য আরেকজন বান্টি ব্যবহারকারীর কিছু তথ্য ব্যবহার করে প্রুফ হিসেবে দিয়ে থাকে। এর কারণে অনেক সময় তাদের দুইটি একাউন্টটি রেড ট্রাস্ট দেওয়া হয়। এর জন্য দুইজন বান্টি ব্যবহারকারীর দায়ী থাকে না, যখন একজন অন্যজনের তথ্য চুরি করে প্রুফ হিসেবে দিয়ে থাকে তখনই এমনটা হয়ে থাকে।
এক্ষেত্রে যে ব্যক্তির তথ্য চুরি করা হয় তার একাউন্টটিও রেড ট্রাস্ট দেওয়া হয়। অথচ তিনি দায়ী থাকে না।
#এমন অবস্থায় তার করণীয় কি?
#আর কয়টি রেড ট্রাস্ট খেলে তার একাউন্ট একদম নষ্ট হয়ে যাবে।

আশা করি এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন।



hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 29, 2023, 12:03:36 AM
তাই শুধুমাত্র একজনকে ডিসেবল না করে, ফুল থ্রেড ডিসেবল করা হয়তো বেটার। এমন হবে কিনা কে জানে, মনে হয়না! আপনার কি মনে হয় Theymos কিছু করবে এর সমাধানে?

আরে না, এসবের কিছুই হবে না। এগুলো যারা থ্রেড ক্রিয়েট করছে তারা নিজেরাও জানে যে থেমোস এরকম কোনো চেন্জ করবে না। এমনিতেই এটা নিয়ে একটা হাইপ ক্রিয়েট করলো যাতে করে শিট পোষ্টার রা আর মেরিট না পায়। এই থ্রেড ক্রিয়েট করার পর কে পোষ্ট করলো বা কে করলো না, সেটা মূল ব্যাপার না, আসল ব্যাপার হচ্ছে যারা মেরিট সোর্স, তারা সবাই এখানে এটেনশন দিলো, সবাই জানলো ব্যাপারটা। এখন মেরিট দেয়ার ব্যাপারে সবাই খুব সতর্ক থাকবে।

আর যদি কোনো চেন্জ আসে, তো আসতেও পারে। ওয়াল অবজারভারের ওনারশিপ এর আগেও একবার চেন্জ করা হইছিলো। কিন্তু ইনফু ফ্রন্ট তো থ্রেড একেবারেই মোডারেট করে না। যাই হোক, আমার মনে হয় না কোনো চেন্জ আসবে। থেমোস আসলে চায়না নতুন করে কোনো রিস্ট্রাইকশন দিতে। 
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 28, 2023, 10:15:27 PM
ফোরামের গ্লোবাল বোর্ড গুলো তে কি হচ্ছে আপনারা কি খেয়াল রাখেন? ওয়াল অবজারভার থ্রেড এর মেরিট সিষ্টেম ডিজেবল করার জন্য নুতিলদাহ মেটা তে থ্রেড খুলেছে ৪ দিন হলো। বব ও একই থ্রেড খুলেছে আরেকজনের মেরিট ডিজেবল করার জন্য। ওয়াল অবজারভার থ্রেড থেকে সহজে মেরিট পাওয়া যেতো ভালো পোষ্ট করলে। কিন্তু সেখানে শিটপোষ্টিং এতা বেশি বেড়ে গেছে, কারো আর এই ব্যাপারটা সহ্য হচ্ছে না। বাংলাদেশের ই বেশি পাবলিক সেখানে গিয়ে একটা টুইট পোষ্ট করে আবার চলে আসে। আপনি যদি কনভারসেশনে না ইনভল্ভ হোন, শুধু টুইট পোষ্ট করে চলে আসেন একটা মেরিটের আশায়, তাহলে কেমনে হবে? আমি ইদানিং সেখানে পোষ্ট করা বন্ধ করে দিয়েছি। আর আমি কখনো এ ধরনের পোষ্ট ও করি না। যেসব জিনিস রিলেভেন্ট, ডিসকাশন করার মতো, শুধু তেমন পোষ্ট করবেন। সবার প্রতি অনরোধ থাকবে, ওয়াল অবজারভারে পোষ্ট করার দরকার নাই। আপনার পোষ্ট এর যদি কোয়ালিটি থাকে, তাহলে করতে পারেন। কোয়ালিটি থাকলে সব যায়গা থেকেই মেরিট পাবেন।

মজার বিষয় হলো WO বন্ধের থ্রেড খোলার পর থেকে সেই টুইটার কপি পেস্ট ইউজারগুলো গায়েব হয়ে গেছে। যদি ভালো করে লক্ষ করেন বুঝতে পারবেন। আমি আবার আরেকটা জিনিস দেখলাম JayJuanGee  কে WO তে মেরিট দেয়া থেকে মানা করার হয়েছে। হ্যা এ কথা সত্য তিনি অনেক মেরিট দিয়ে থাকেন। বাট আমার মনে হয়না তিনি সিটপোস্টে কিছু দেয়। এটা শুধুমাত্র আমার ধারনা। সেদিন একটা ছোট্ট পোস্ট করেছিলাম, ২০২৩ এর শেষে বিটকয়েনের দাম কোন পর্যায়ে থাকতে পারে! সেখানে তিনি আমাকে মনে হয় একটা ছোটখাট রচনা লিখে দিয়েছিলেন। হ্যা ইদানিং WO তে অনেক সিট পোস্টে মেরিট চলে যাচ্ছে। তাই শুধুমাত্র একজনকে ডিসেবল না করে, ফুল থ্রেড ডিসেবল করা হয়তো বেটার। এমন হবে কিনা কে জানে, মনে হয়না! আপনার কি মনে হয় Theymos কিছু করবে এর সমাধানে?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 28, 2023, 07:47:18 PM
ফোরামের গ্লোবাল বোর্ড গুলো তে কি হচ্ছে আপনারা কি খেয়াল রাখেন? ওয়াল অবজারভার থ্রেড এর মেরিট সিষ্টেম ডিজেবল করার জন্য নুতিলদাহ মেটা তে থ্রেড খুলেছে ৪ দিন হলো। বব ও একই থ্রেড খুলেছে আরেকজনের মেরিট ডিজেবল করার জন্য। ওয়াল অবজারভার থ্রেড থেকে সহজে মেরিট পাওয়া যেতো ভালো পোষ্ট করলে। কিন্তু সেখানে শিটপোষ্টিং এতা বেশি বেড়ে গেছে, কারো আর এই ব্যাপারটা সহ্য হচ্ছে না। বাংলাদেশের ই বেশি পাবলিক সেখানে গিয়ে একটা টুইট পোষ্ট করে আবার চলে আসে। আপনি যদি কনভারসেশনে না ইনভল্ভ হোন, শুধু টুইট পোষ্ট করে চলে আসেন একটা মেরিটের আশায়, তাহলে কেমনে হবে? আমি ইদানিং সেখানে পোষ্ট করা বন্ধ করে দিয়েছি। আর আমি কখনো এ ধরনের পোষ্ট ও করি না। যেসব জিনিস রিলেভেন্ট, ডিসকাশন করার মতো, শুধু তেমন পোষ্ট করবেন। সবার প্রতি অনরোধ থাকবে, ওয়াল অবজারভারে পোষ্ট করার দরকার নাই। আপনার পোষ্ট এর যদি কোয়ালিটি থাকে, তাহলে করতে পারেন। কোয়ালিটি থাকলে সব যায়গা থেকেই মেরিট পাবেন।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 28, 2023, 12:20:51 PM
বিটকয়েন সম্পর্কে হয়তো আমরা সবাই জানি। আসলে বিটকয়েন হল একটি ডিসেন্ট্রালাইজড বি - কেন্দ্রিক মুদ্রা। যা পিয়ার- টু- পিয়ার লেনদেন করা হয়
বর্তমানে আমরা সবাই যেমনভাবেই হোক কিছু না কিছু বিটকয়েন উপার্জন করে থাকি। এমনকি একজনের সাথে আরেকজনের সাথে লেনদেনও করে থাকি।

তবে এই বিটকয়েনের সর্বপ্রথম লেনদেন হয়েছিল সাতোশি নাকামোতো এবং হাল ফিনি নামক এক ব্যক্তির মধ্যে। ধারণা করা হয় এটাই হয়তো বিটকয়েন সৃষ্টির ইতিহাসে প্রথম ট্রানজেকশন। ইতিহাসে বলা হয় সাতোশি নাকামতো হাল ফিনিকে দশ বিটকয়েন দেয়। আজকে সেই বিটকয়েনের প্রথম লেনদেনকারি হাল ফিনির মৃত্যুর নয় বছর পূর্ণ হল।
বিটকয়েনে অনেক অবদান রয়েছে হাল ফিনির। তাকে বলা হয় সাতোশি নাকামোতো দলের এক জন সদস্য। তিনি বিটকয়েন নিয়ে ভবিষ্যৎবাণী করেছে, বিটকয়েন $১০ মিলিয়ন ডলার হবে। হয়তো বিটকয়েন এর দাম একদিন $১০ মিলিয়ন ডলার দেখতে পেতে পারি। যতদিন বিটকয়েন টিকে থাকবে, ততদিন হাল ফিনি ভদ্রলোক কে মানুষ মনে রাখবে।

source tweet
sr. member
Activity: 798
Merit: 377
August 28, 2023, 12:01:01 PM
বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা ডলারে কিভাবে থাকবে? আপনার টাকা বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা বিটকয়েনেই থাকবে।
আমি যেভাবে বুঝেছিলাম, যদি বিটকয়েনে বিনিয়োগ করি তাহলে বিটকয়েনের দাম ১ বিটকয়েন = $২৬০০০ ডলার প্রায়। কিন্তু বিটকয়েন টাকায় থাকে না, ডলারে বিটকয়েন এর দাম শো করে, কেননা বিটকয়েন পুরো বিশ্বব্যাপী। আমি এভাবে মনে করে বলেছিলাম।

আপনি যেকোনো ডলার যদি বিনিয়োগ করেন আপনার ডলার ডলার থাকবে শুধু পয়েন্ট হবে। এত বোঝানোর কিছু নেই তাহলে আপনি USDT অথবা USD ,BUSD যাই হোক না কেন আপনি মনে রাখবেন আপনি কোথায় বিনিয়োগ করেছেন এটাই সবচেয়ে বড় কথা। আপনি যদি বিটকয়েন ে বিনিয়োগের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন এখানে বিটকয়েনের ডিজিট বা পয়েন্ট গুলো আপনার কাছে আছে কিনা সেটাই সবচেয়ে বড় লক্ষ্য।

আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন?
আমি আমার এক ফ্রেন্ড কে বলেছিলাম বিটকয়েন এর কথা কিন্তু তার মাধ্যমে দুই একজন লোকে শুনেছে। তাই তারা এটা মনে করে জুয়া খেলা। আমি শুধু বিটকয়েনে বিনিয়োগ করছি এমন নয়। বর্তমানে আমি প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো জব করছি। তেমন ভাবে কেউ জানে না।

@Bd officer আপনি অবশ্যই আপনার প্রাইভেসি রক্ষা করে চলুন তা না হলে বিপদের সম্মুখীন হয়ে যাবেন। আপনি বিটকয়েন ফোরাম বা বিটকয়েন সম্পর্কে জেনে মহাভারত অশুদ্ধ করেন নাই যে আপনি পৃথিবীর সব জানেন। অতএব জীবনে প্রাইভেসি রক্ষা করে চললে কোন বিপদের সম্মুখীন হবেন না কারণ বেশি কথা বললে আপনার নিজের লোকরাই আপনার বিপদের কারণ হবে। যেহেতু আমার সোনার বাংলাদেশে বিটকয়েন অবৈধ তাই কখনো বেশি চালাকি করে চলবেন না।
অনেকেই বলে
"অল্প বয়সে পাকলে বা***ল
দুংখ থাকে চিরকাল।।।।।।
newbie
Activity: 10
Merit: 2
August 28, 2023, 11:42:07 AM
বিটকয়েন সম্পর্কে হয়তো আমরা সবাই জানি। আসলে বিটকয়েন হল একটি ডিসেন্ট্রালাইজড বি - কেন্দ্রিক মুদ্রা। যা পিয়ার- টু- পিয়ার লেনদেন করা হয়
বর্তমানে আমরা সবাই যেমনভাবেই হোক কিছু না কিছু বিটকয়েন উপার্জন করে থাকি। এমনকি একজনের সাথে আরেকজনের সাথে লেনদেনও করে থাকি।

তবে এই বিটকয়েনের সর্বপ্রথম লেনদেন হয়েছিল সাতোশি নাকামোতো এবং হাল ফিনি নামক এক ব্যক্তির মধ্যে। ধারণা করা হয় এটাই হয়তো বিটকয়েন সৃষ্টির ইতিহাসে প্রথম ট্রানজেকশন। ইতিহাসে বলা হয় সাতোশি নাকামতো হাল ফিনিকে $১০ মিলিয়ন বিটকয়েন দেয়। আজকে সেই বিটকয়েনের প্রথম লেনদেনকারি হাল ফিনির মৃত্যুর নয় বছর পূর্ণ হল।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 28, 2023, 10:35:12 AM
আজকাল আমাদের লোকাল থ্রেডের বেশ উন্নতি হচ্ছে। সম্প্রতি আমাদের লোকাল বোর্ডের Learn Bitcoin, Z_MBFM, Tiger420 ভাইদের রেঙ্ক আপ হয়েছে। তাই আমি ভাবলাম একটা রেঙ্ক লিস্ট তৈরি করি।

Bangladesh Board Members


       Legendary             Hero            Sr. Member             Full Member        Member             Jr. Member
_________________       _________________   _________________       _________________    _________________     _________________
    Little Mouse             Crypto Library            Learn Bitcoin                Z_MBFM                    Bd officer                   Tiger420
   GazetaBitcoin                                                   Shishir99               Bitcoin_people            DYING_S0UL               Poorman2
                                                                                    LDL                        RewFrew              2Pizza410000BTC        Essential10
                                                                                                                   Popkon6                  synchronym
                                                                                                                   Dimitri94
                                                                                                                    Fuso.hp
                                                                                                                  Negotiation
আপনার সামান্য ভুল হয়েছে। আপনি GazetaBitcoin কে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সদস্য হিসেবে লিস্ট করেছেন। আসলে সে আমাদের কমিউনিটির সদস্য নন। মাঝে মাঝে সে এখানে পোস্ট করে তার পোস্টের অনুবাদের বিশ্লেষণ করার জন্য।
আপনাকে ধন্যবাদ কেননা এই ধরনের লিস্ট এখন পর্যন্ত কেউ করেনি ‌‌। আপনার এই পোস্টের জন্য পরবর্তীতে আরও ভালো ভাবে আপডেট করে পোস্ট করা হবে যেমনি পোস্ট করা হয় অনন্যা লোকাল বোর্ড।

Legendary Member: Little Mouse, Shasan, BitCoinDream, malekbaba

Hero Member: Crypto Library, Mahdirakib ,

Sr Member: LDL, Learn Bitcoin, Shishir99, Rana590, Review Master, Tjtonmoy, NicNacCoin

Full Member: Bitcoin People, Dimetri94, Popkon6, Z_MBFM, Fuso.hp, Negotiation, RewFrew, BD Crypto , wtsimis

Member: Bd officer, DYING_S0UL, 2Pizza410000BTC, synchronym, roksana.hee, Suzume, Worsh , First Registration ,Mr.corol

Jr member: Poorman2, Essential10, Tiger420

বাংলা কমিউনিটিতে আরও শত শত মেম্বার আছে যারা কমিউনিটিতে বর্তমানে এক্টিভ না কিন্তু গ্লোবালে তারা সবসময় একটিভ থাকে। তাই তাদের নাম এখানে আনতে পারলাম না। পরবর্তীতে যদি কোনদিন সময় পাই তাহলে সবার নাম উল্লেখ করে দেবো।
newbie
Activity: 28
Merit: 1
August 28, 2023, 10:29:20 AM
আজকাল আমাদের লোকাল থ্রেডের বেশ উন্নতি হচ্ছে। সম্প্রতি আমাদের লোকাল বোর্ডের Learn Bitcoin, Z_MBFM, Tiger420 ভাইদের রেঙ্ক আপ হয়েছে। তাই আমি ভাবলাম একটা রেঙ্ক লিস্ট তৈরি করি।

                                                                       Bangladesh Board Members
                                                                                

                  Legendary                                                               Hero                                                                      Sr. Member                  
           _________________                                                 _________________                                                      _________________
                 Little Mouse                                                          Crypto Library                                                             Learn Bitcoin
                    Shasan                                                                                                                                                           Shishir99
                BitCoinDream                                                                                                                                                         LD


                Full Member                                                             Member                                                              Jr. Member                  
           _________________                                                 _________________                                                      _________________
                  Z_MBFM                                                                   Bd officer                                                                    Tiger420
                  Popkon6                                                                 DYING_S0UL                                                               Poorman2
                   Fuso.hp                                                             2Pizza410000BTC                                                         Essential10
            Bitcoin_people                                                             synchronym
              Negotiation
                Dimitri94
                RewFrew
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 28, 2023, 09:51:19 AM
বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
এটা একদম সত্য কথা ভাই যে আপনি যখনই বিটকয়েন ব্যবহার করবেন অবশ্যই এর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসির প্রয়োজন আছে। তাছাড়া আমি যদি বিটকয়েন বিনিয়োগ করি তাহলে আমার এলাকার লোক কেন এটি সম্পর্কে জানবে যদি নিজের প্রাইভেসি নিজেই তৈরি না করতে পারি তাহলে তো লোকেরা এরকম খারাপ প্রসঙ্গ করতেই পারে। যেহেতু আমাদের দেশে বিটকয়েন এর কোন অনুমোদন নেই এবং আইনি অপরাধ তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি থাকতে হবে এবং বিটকয়েন বিনিয়োগ করতে হবে তাছাড়া আমাদের নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।

আপনার কাছের মানুষরাই আপনার সবচাইতে বেশি সমস্যার সৃষ্টি করবে।

বিটকয়েন রিলেটিভ কোনো বিষয় কাউকে না বলাই বেটার বলে আমি মনে করি। ভাই বিশ্বাস করেন বা না করেন, অনেকে সমস্যা করবে করে এসব জানতে পারলে। এজন্য এ বিষয়ে সর্বোচ্চ প্রাইভেসি মেইনটেন করে চলাফেরা করি। আমি ৩-৪ বছর ধরে এইসব সম্পর্কে জানি। আজ পর্যন্ত কেউ জানেনা আমাদের ফ্যামিলির ইনকাম সোর্স কি! সবই করতেছি, চলাফেরা, বাজারসাজার, দৈনন্দিন জীবন সব কিন্তু কেউ কিছু জানেনা। আশেপাশের লোক আমাদের দেখে অনেক জ্বলে, অনেকে বলে এতো টাকা কিভাবে আসে, বাট বলিনা। আর এখানকার লোকেরাও ভালোনা। কারোর ভালো কারোর সহ্য হয়না, কেউ দেখতে পারেনা। দিনশেষে নিজের ফ্যামিলি নিয়ে খুব শান্তিতে আছি।

আর বাংলাদেশে বিটকয়েন বা ক্রিপ্টো এখনো অবৈধ আমি যতোদূর জানি। তাই এগুলো প্রাইভেট রাখাই বেটার। এজন্য একাধিক ফোন ব্যবহার করি। ক্রিপ্টো রিলেটিভ ফোন, ল্যাপটপ সবসময় বাসায় থাকে। বাহিরে গেলে অন্য ফোন। আবার কিছুদিন ধরে দেখি পুলিশ নাকি মোবাইল চেক করতেছে, এতে করে সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ।

আর আমি মনে করি আশে পাশের মানুষদের এসব বলা উচিত না। এরা বোঝে কম চিল্লাই বেশি। যদি একান্তই জানাতে চান তাহলে নিজের পরিবারকে এ বিষয়ে জানানো উচিত সতেচন করা উচিত। ঘরের বাহিরে আমি এ বিষয়ে বিন্দুমাত্র কিছু বলিনা বা জানিনা।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 28, 2023, 09:02:59 AM
এটা সত্যি যে বিটকয়েন ব্যাবহারের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি সতর্ক থাকতে হবে, আমি এমনো শুনেছি যে আমাদের দেশে কিছু গ্রাম বা এলাকা রয়েছে যেখানে প্রতিটা পরিবারের মানুষ বিটকয়েনটল্ক বা বিটকয়েন এর সাথে জরিত, আর এটার উপরে নির্ভর করেই তাদের পরিবার চালোনা করে থাকে, আমার ব্যাক্তিগত ভাবে তাদের কয়েকজনের সাথে কথা হয়েছিলো এবং দেখাও হয়েছে।
কোন এলাকা ভাই? পাবলিকে না বলে মেসেজ দিয়ে বলা যায়? শুনে খুবই অবাক হচ্ছি যে এইরকম পুরো একটা এলাকা জুড়ে বিটকয়েনটক মেম্বার রয়েছে। সম্ভব হলে জানাবেন।

আমি যেভাবে বুঝেছিলাম, যদি বিটকয়েনে বিনিয়োগ করি তাহলে বিটকয়েনের দাম ১ বিটকয়েন = $২৬০০০ ডলার প্রায়। কিন্তু বিটকয়েন টাকায় থাকে না, ডলারে বিটকয়েন এর দাম শো করে, কেননা বিটকয়েন পুরো বিশ্বব্যাপী। আমি এভাবে মনে করে বলেছিলাম।
ডলারে যে দাম দেখছেন সেটা তো বিটকয়েনের দাম, সেটা হতে পারে ডলারে, টাকায় কিংবা অন্য যে কোন কারেন্সিতে। যেমন আপনি বাইন্যান্স পিটুপিতে গেলে বিটকয়েনের বর্তমান দাম টাকায় দেখতে পারবেন। কিংবা গুগলে যদি বিটকয়েন টু বিডিটি দিয়ে সার্চ করেন তাহলেও বিটকয়েনের দাম টাকায় দেখতে পাবেন। তার মানে কি আপনি টাকায় বিনিয়োগ করেছেন? এই দামটা তো ভ্যালুয়েশন। আপনি যখন বিটকয়েন হোল্ড করছেন তখন সেটা অন্য কোন কারেন্সি নয় স্ব্যং বিটকয়েনই। আপনি যদি ডলার ব্যাকড কারেন্সি যেমন ইউ.এস.ডি.টি হোল্ড করেন তাহলে বলতে পারবেন আপনি ডলারে রেখেছেন। যদি গোল্ড ব্যাকড কারেন্সি যেমন প্যাক্স গোল্ড কিংবা টেথার গোল্ডে বিনিয়োগ করেন তাহলে বলতে পারবেন গোল্ডে বিনিয়োগ করেছেন যদিও গোল্ড ব্যাকড কারেন্সির অনেক হেরফের রয়েছে। আদৌ কি তারা প্রতিটা কয়েনের বিপক্ষে র-গোল্ড সংরক্ষণ করে কি না এইরকম একটা প্রশ্ন থেকেই যায়।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 28, 2023, 08:12:24 AM
বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা ডলারে কিভাবে থাকবে? আপনার টাকা বিটকয়েনে বিনিয়োগ করলে সেটা বিটকয়েনেই থাকবে।
আমি যেভাবে বুঝেছিলাম, যদি বিটকয়েনে বিনিয়োগ করি তাহলে বিটকয়েনের দাম ১ বিটকয়েন = $২৬০০০ ডলার প্রায়। কিন্তু বিটকয়েন টাকায় থাকে না, ডলারে বিটকয়েন এর দাম শো করে, কেননা বিটকয়েন পুরো বিশ্বব্যাপী। আমি এভাবে মনে করে বলেছিলাম।
আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন?
আমি আমার এক ফ্রেন্ড কে বলেছিলাম বিটকয়েন এর কথা কিন্তু তার মাধ্যমে দুই একজন লোকে শুনেছে। তাই তারা এটা মনে করে জুয়া খেলা। আমি শুধু বিটকয়েনে বিনিয়োগ করছি এমন নয়। বর্তমানে আমি প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো জব করছি। তেমন ভাবে কেউ জানে না।
sr. member
Activity: 616
Merit: 322
August 28, 2023, 07:40:07 AM
বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
বাংগালী এরকমই বিশেষ করে বয়স্কদের মধ্যে এটা বসচেয়ে বেশি দেখা যায়। কারণ বয়স্কদের মধ্যে টেকনিক্যাল জ্ঞান নাই বললেই চলে। এ কারণে তারা এসব বিশ্বাস করতে চায় না। আর তারা যা বোঝে তাই বলে। তাই এইসব বিষয় নিয়া বিভ্রান্ত হবার কিছু নাই আবার আছেও কারন এখনো আমাগো সাজে আসে পাসে বয়স্ক মানুষ অনেক আছে। তাই তারা সবাই যদি এরকম বলতে থাকে তাইলে সমস্যা হতে পারে। কারন এখনকার পুলিশ হলো ডাকাতের মতো তারা সবসময় চাইয়া থাকে কই থিকা টাকা খাওয়া পারবো তাই এরকম কিছুর খোজ পাইলে হামলা দিতে দ্বিধাবোধ করবো না। কারন এলাকায় আইলে বয়স্করা না বুঝেও উলটা পালটা রিপোর্ট দিয়া দিবো৷ এইসব বিষয় বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। তাই প্রত্যেকেই বিটকয়েনে ইনভেস্ট বা ট্রেডিং বিষয় হাইড রাখার চেষ্টা করা উচিৎ এতে নিজে নিরাপদ থাকা যাবে।
hero member
Activity: 840
Merit: 522
August 28, 2023, 06:34:17 AM
আমাদের দেশে পথ শিশুদের সংখ্যা অনেক বেশি এদের উন্নতি হচ্ছে না কারন এদের দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে অনেকেই ব্যবসা করতেছে। সরকারের একার পক্ষে এদের নিয়ে কিছু করা সম্ভব নয়। যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই সমস্যা সমাধানের মাধ্যমে। তারা নিজেরা সংস্থা তৈরি করতে পারে যেখান থেকে তারা ফান্ড কালেক্ট করে এদের সাহায্য করবে নিজেদের মতো করে এদের শিক্ষা দেওয়ার দিক দেখতে পারে। প্রয়োজনে রাস্তার পাশেই হাতে কলমে শিক্ষা দিয়ে সাহায্য করবে। তাদের নিয়ে সেমিনার করতে পারে যেখানে তাদের শিখানো হবে বুঝানো হবে কিভাবে কি করলে তারা আসলেই উন্নতি কর‍তে পারবে। তার থেকেও বড় কথা আমরা মানুষেরা আগে ওদের ভালোবাসতে শিখি কারন আমরা ওদের মানুষ বলেও গন্য করি না। সমবয়সী ছেলে মেয়েদের ওদের সাথে মিশতে দেই না। খারাপ ব্যবহার করি যার জন্য ওরা ওদের এই অসহায় জীবন কেই ওদের ভাগ্য বলে মনে করে।

অনলাইনে আমরা একটি কাজের অনেক সমালোচনা করতে পারি বা ওই কাজের বিরোধিতা করতে পারি কিন্তু আমাদের চোখের সামনে যখন ওই ধরনের কাজ হয়ে থাকে তখন আমরা সেই কাজের কখনো প্রতিবাদ করি না। ফেসবুকে ইমোশনাল কোন গান দিয়ে যখন রাস্তার শিশুদের নিয়ে ভিডিও করা হয় তখন আমরা সেই পোষ্টের কমেন্টে গিয়ে নিজেদের আবেগ প্রকাশ করে থাকি কিন্তু যখন বাস্তবে চলার পথে সেই রাস্তার শিশুরাই আমাদের কাছে সাহায্য চায় তখন আমরা তাদের এড়িয়ে চলি। অনলাইনে লেখালেখি করে আমরা কখনোই শিশু শ্রম বন্ধ করতে পারবো না কারণ ফ্যামিলি অতিরিক্ত অভাবে না থাকলে কখনোই শিশুদের কর্ম ক্ষেত্রে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেয় না। শিশুদের শিশু শ্রম থেকে বের করে নিয়ে আসতে হলে আগে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে। যে শিশুর রাস্তায় কাজ করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করলে দেখা যাবে হয়তো তার পরিবারের ওইরকম কোন ব্যক্তি নেই যে ইনকাম করে তাদের ফ্যামিলি পরিচালনা করবে। দেশে বেকারত্বের হার কমাতে হবে এবং প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তবেই দেশে শিশু শ্রমের পরিমাণ কমে যাবে।

সমস্যা হচ্ছে বাংলাদেশে প্রতারকের সংখ্যা অনেক বেশি। যেখানে অরিজিনাল ভিকটিম আছে, সেখানে প্রতারক ও আছে। বাংলাদেশের রাস্তাঘাটে যেসব বাচ্চারা কাজ করে বা ভিক্ষা করে, এরা সবাই কিন্ত নিজেদের ফ্যামিলির জন্য কাজ করে না। এর মধ্যে প্রায় অর্ধেক বাচ্চারা তাদের ইনকামের পুরো টাকাই তাদের কোনো একজন ওস্তাদের হাতে তুলে দেয়। এদের বাবা মা নেই, অনেকেই নিজের বাবা মার নাম ও জানে না। এরা থাকে কোনো বড় ভাইয়ে আন্ডারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এসব বড় ভাইরা শিশুদের কে দিয়ে ছিনতাই সহ নানান অপরাধ মুলক কাজে লাগিয়ে দেয়। তবে কিছু রিয়েল আছে যারা পরিবারের কষ্ট লাঘব করার জন্য কাজ করে। কিন্ত সেটা কেস বাই কেস ভেরিফিকেশন করা ছাড়া হেল্প করা সম্ভব নয়। ধরেন আমি ভেরিফিকেশনের কাজটা করে দিলাম, একটা পরিবারকে স্বাভলম্বি করা আমার মতো সাধারন মানুষের কাজ নয়। এগিয়ে আসতে হবে যারা কর্ম সংস্থান তৈরী করে দিতে পারবে তাদের। সরকার একা কিন্তু সব করতে পারবে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 28, 2023, 05:47:46 AM
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 28, 2023, 05:39:25 AM
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 28, 2023, 05:12:28 AM
বিটকয়েনে বিনিয়োগ সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করি।
কিপ্টো মার্কেটে সবচেয়ে ফেভারিট ও সর্বোচ্চ দাম কয়েনটির নাম হচ্ছে বিটকয়েন। আমার প্রসঙ্গে বলি, আমি যদিও কিছু পরিমাণ বিটকয়েনে বিনিয়োগ করেছি। এখন আমাদের এলাকার আশেপাশের লোকজন যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান ধারনা নেই। তারা আমার প্রসঙ্গে বলে আমি নাকি জুয়া খেলি। আচ্ছা বিটকয়েন বিনিয়োগ করা কি জুয়া খেলা? আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা একটা ব্যবসা মতই প্রায়। কেননা আমি অর্থ দিয়ে বিটকয়েন নামক সম্পদ ক্রয় করছি, এবং লাভ হলে বিটকয়েন বিক্রি করব, এবং কি ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে, যদি আমি একটা ব্যবসা করি, আমি আমার অর্থ দিয়ে মাল ক্রয় করলাম, এখানে লাভ হলে বিক্রি করব, কিন্তু শুধু যে লাভ হবে এমন নয় ক্ষতি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো বলা যেতে পারে বিটকয়েনে বিনিয়োগ করা একটি ব্যবসার মতো। আপনারা কি মনে করেন?


আমার প্রথম কথা হলো মানুষ জানলো কিভাবে আপনি বিটকয়েন ব্যাবহার করেন আর ওখানে ইনভেষ্ট করেছেন? আপনি তো এখানেই প্রাইভেসি ধরে রাখতে পারেন নি। আপনার পরিচিত লোকজন তো এগুলো জানার কথা না। এখন আপনি যদি আগে থেকেই মানুষকে বলে দেন যে আপনি ওখানে ইনভেষ্ট করেন, বা আপনি বিটকয়েন লেনদেন করেন, আইন অনুযায়ী তো আপনি অপরাধী, যে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে। বিটকয়েন ব্যাবহারের মূল উদ্দেশ্যই হলো প্রাইভেসি, আর আপনি যদি নিজের প্রাইভেসি ধরে রাখতে না পারেন, তাহলে তো সমস্যা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝেনা। গ্রামের মুরুব্বিরা এখনো বিশ্বাস করে না অনলাইনে ইনকাম করা যায়। তারা বলে কম্পিউটার দিয়া যদি টাকা ইনকাম করা যাইতো, তাইলে মানুষ এতো পরিশ্রম করে কাজ করতো না। সবাই এগুলাই করতো। এখন ওনাদের এগুলো বুঝাবে কে?
এটা একদম সত্য কথা ভাই যে আপনি যখনই বিটকয়েন ব্যবহার করবেন অবশ্যই এর জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসির প্রয়োজন আছে। তাছাড়া আমি যদি বিটকয়েন বিনিয়োগ করি তাহলে আমার এলাকার লোক কেন এটি সম্পর্কে জানবে যদি নিজের প্রাইভেসি নিজেই তৈরি না করতে পারি তাহলে তো লোকেরা এরকম খারাপ প্রসঙ্গ করতেই পারে। যেহেতু আমাদের দেশে বিটকয়েন এর কোন অনুমোদন নেই এবং আইনি অপরাধ তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রাইভেসি থাকতে হবে এবং বিটকয়েন বিনিয়োগ করতে হবে তাছাড়া আমাদের নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যদিও তার প্রসঙ্গে এলাকার লোকজন বলেছে সে জুয়া খেলে টাকা ইনকাম করছে তবে এটা মোটেও ভালোর লক্ষণ নয়, কেননা সমাজে এরকম যদি কোন ব্যক্তির উপর আঙ্গুল হয় তাহলে অবশ্যই সমস্যার সৃষ্টি করতে পারে সমাজ থেকে। কেননা এরকম প্রসঙ্গ যদি এলাকা থেকে একজন ব্যক্তির নামে উঠে তাহলে অবশ্যই এটি খারাপ লক্ষণ হবে কেননা জুয়া খেলা মোটেও ভালোলক্ষণ নয় আর যদিও অল্প একটু হয় তাহলে সমাজ থেকে আরো বেশি পরিমাণ বাড়িয়ে বলে থাকে। তাই বিটকয়েন বিনিয়োগ করে অবশ্যই প্রাইভেসির প্রয়োজন সবচেয়ে বেশি। তাছাড়া বর্তমান সমাজের মুরুব্বীরা বিটকয়েন সম্পর্কে জানে না এবং তারা অনলাইন থেকে ইনকাম করা যায় এ বিষয়ে বুঝেনা তবে যদি তাদের জুয়া খেলার কথা বলা হয় তাহলে তারা অবশ্যই এটি খারাপভাবে নিবে। মুরুব্বীরা এ বিষয়ে জানি যে জুয়া খেলে ইনকাম করা যায় তাই আমাদের এমন কোন কাজ করা উচিত নয় যাতে করে বিটকয়েন বিনিয়োগ করলে এলাকার কেউ না জানে তাহলে অবশ্যই এটিকে জুয়া হিসেবে চালিয়ে দিবে এলাকার কিছু ভাইরাস লোকজনে। Roll Eyes
sr. member
Activity: 490
Merit: 294
August 28, 2023, 04:43:16 AM
আমরা যখন বাহিরে চলাফেরা করি বা কোন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বের হয় তখন আমরা দেখতে পাই রাস্তায় অনেক শিশুরা বিভিন্ন পেশায় নিয়োজিত  আছে কিন্তু এই বয়সে তাদের পড়ালেখার করার কথা কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের ফ্যামিলির কারণে এ ধরনের কাজ করে বেড়ায় কেউবা চায়ের দোকানে কাজ করে কেউ বা ঝাল মুড়ি বিক্রি করে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন লক্ষ্য করি যদি সেখানে দেখতে পাবো অনেক বাচ্চারা  কাজ করে ওদেরকে দেখে আমার মনে হয় ওদের জন্য আমাদের কিছু করা দরকার আমাদের দেশের সরকারও যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কিন্তু তার একক চেষ্টা কোন কিছু হবে না যদি আমরা সরকারকে একটু সহযোগিতা করি তাহলে আমাদের  এ সমাজে যারা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন গুলা আছে আমরা যদি একটু সহযোগিতা করি বা এ পথ শিশুদের জন্য আমরা কিছু কিছু করে অর্থ সহযোগিতা করে যদি একটা ফান্ড তৈরি করা যায় সেখান থেকে যদি কিছু কিছু শিশুদেরকে আমরা স্কুলে পাঠানোর মাধ্যমে তাদের কিছু সহযোগিতা করতে পারে তাহলে মনে হয় এতে করে ওদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে এবং আমাদের দেশ জাতি গঠনেও সহায়ক হবে তাই আমার মনে হয় আমাদের সকলেরই উচিত যারা শিশুদের জন্য কাজ করবে তাদের সহযোগিতা করা।
আমাদের দেশে পথ শিশুদের সংখ্যা অনেক বেশি এদের উন্নতি হচ্ছে না কারন এদের দিয়ে অনেক ধরনের কাজ করিয়ে অনেকেই ব্যবসা করতেছে। সরকারের একার পক্ষে এদের নিয়ে কিছু করা সম্ভব নয়। যুব সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই সমস্যা সমাধানের মাধ্যমে। তারা নিজেরা সংস্থা তৈরি করতে পারে যেখান থেকে তারা ফান্ড কালেক্ট করে এদের সাহায্য করবে নিজেদের মতো করে এদের শিক্ষা দেওয়ার দিক দেখতে পারে। প্রয়োজনে রাস্তার পাশেই হাতে কলমে শিক্ষা দিয়ে সাহায্য করবে। তাদের নিয়ে সেমিনার করতে পারে যেখানে তাদের শিখানো হবে বুঝানো হবে কিভাবে কি করলে তারা আসলেই উন্নতি কর‍তে পারবে। তার থেকেও বড় কথা আমরা মানুষেরা আগে ওদের ভালোবাসতে শিখি কারন আমরা ওদের মানুষ বলেও গন্য করি না। সমবয়সী ছেলে মেয়েদের ওদের সাথে মিশতে দেই না। খারাপ ব্যবহার করি যার জন্য ওরা ওদের এই অসহায় জীবন কেই ওদের ভাগ্য বলে মনে করে।

অনলাইনে আমরা একটি কাজের অনেক সমালোচনা করতে পারি বা ওই কাজের বিরোধিতা করতে পারি কিন্তু আমাদের চোখের সামনে যখন ওই ধরনের কাজ হয়ে থাকে তখন আমরা সেই কাজের কখনো প্রতিবাদ করি না। ফেসবুকে ইমোশনাল কোন গান দিয়ে যখন রাস্তার শিশুদের নিয়ে ভিডিও করা হয় তখন আমরা সেই পোষ্টের কমেন্টে গিয়ে নিজেদের আবেগ প্রকাশ করে থাকি কিন্তু যখন বাস্তবে চলার পথে সেই রাস্তার শিশুরাই আমাদের কাছে সাহায্য চায় তখন আমরা তাদের এড়িয়ে চলি। অনলাইনে লেখালেখি করে আমরা কখনোই শিশু শ্রম বন্ধ করতে পারবো না কারণ ফ্যামিলি অতিরিক্ত অভাবে না থাকলে কখনোই শিশুদের কর্ম ক্ষেত্রে প্রবেশ করানোর সিদ্ধান্ত নেয় না। শিশুদের শিশু শ্রম থেকে বের করে নিয়ে আসতে হলে আগে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে। যে শিশুর রাস্তায় কাজ করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করলে দেখা যাবে হয়তো তার পরিবারের ওইরকম কোন ব্যক্তি নেই যে ইনকাম করে তাদের ফ্যামিলি পরিচালনা করবে। দেশে বেকারত্বের হার কমাতে হবে এবং প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তবেই দেশে শিশু শ্রমের পরিমাণ কমে যাবে।
Jump to: