Author

Topic: বাংলা (Bengali) - page 166. (Read 5722171 times)

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 02, 2023, 08:57:51 AM
কোট

ভাইরে ভাই আমি নিজেও তো টেনশনে পড়ে গেলাম। আজ দুপুরের দিকে সম্ভবতো ঐ টেলিগ্রাম x ওয়ালা পোস্টটি আমার চোখে পড়ে। যেহেতু আমি নিজেও আকজন ভুক্তভোগী তাই কমেন্ট করে বসি। এখন ভয়ে আছি আমাকেও তাদের সাথে কোনোভাবে কানেক্টেড করে দেয় কিনা! কি একটা অবস্থা।

আর ইদানিং নতুন নতৃন ২০-২৫ আক্টিভিটি, ৫-৭ মেরিট ওয়ালা মেস্বারের বেশ আগমন দেখছি লোকাল বোর্ডে। এসব মেম্বারদের মেরিট দেয়া থেকে বা সব ক্ষেএে সর্তক থকবেন সবাই বলে আমি আশা করি। মানুষ এমমি এমনি আর বলেনা সঙ্গ দোষে লোহা ভাসে, দুই এক জনের জন্য পুরো বোভের রেপুটেশন নষ্ট হচ্ছে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 02, 2023, 08:40:01 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 02, 2023, 08:28:10 AM


আপনি কি টপিকটি অনুবাদ করার আগে GazetaBitcoin এর অনুমতি নিয়েছেন?



আপনি দুইটা জায়গায় হয়তো ভুল করেছে। বোল্ড করেননি।

আপনি লিখেছেন:

লেখক: GazetaBitcoin
মেইন টপিক: A Declaration of the Independence of Cyberspace - We all should read it

কিন্তু হওয়ার কথা:

লেখক: GazetaBitcoin
মেইন টপিক: A Declaration of the Independence of Cyberspace - We all should read it




আমার নিজেরও বিষয়টা কেমনজানি লেগেছে। ভাবলাম ভাবলাম কিছু একটা লিখবো তার আগেই learn Bitcoin ভাই পোস্ট করে দিয়েছে। আমি এবং learn Bitcoin ভাই দুজনই ই একটা প্রসেসের মাধ্যমে পার হয়ে পোস্টগুলো করার যোগ্যতা লাভ করি। যদি আপনি GazetaBitcoin ভদ্যলোকের অনুমতি ছাড়াই পোস্টটি করেন তাহলে আপনার উচিত পোস্টাটি ডিলিট করা বা PM এ ওনার কাছে পারমিশন চাওয়া।

আবাক হওয়া বিষয় তিনি কম রাঙ্কের কাউকে এসব কাজ করতে দেন না  আপনি কিভাবে সুযোগ পেলেন আমি বুঝতেছিনা। আমি যখন তার সাথে কন্টাক্ট করি তখন আমার মেরিট, আক্টিভিটি আর পোস্টের গুন ভালো থাকায় সুযোগ দেয়। কিন্তু আপনার পোস্টে আমি কিছু বাউন্টি পোস্ট লক্ষ করেছি। আমি এখানে টোটালি কনফিউজড।  

লোট: আমি যতদূর জানি Gazeta  নিউবাই দির দিয়ে তার কাজ করান না।(পূবে ঘটিত কপি পেস্ট চিটিং ইত্যাতি কারণে)
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 02, 2023, 08:14:00 AM


আপনি কি টপিকটি অনুবাদ করার আগে GazetaBitcoin এর অনুমতি নিয়েছেন? ট্রান্সলেশন টা সেমি অটোমেটেড মনে হচ্ছে। কিছু কিছু যায়গায় সংশোধন করার মতো। GazetaBitcoin এর যেকোনো টপিক ট্রান্সলেট করার আগে তার অনুমতি নিতে হবে। প্রত্তেকটা ট্রান্সলেশন করার পর সেটার প্রিভিউ ওনাকে দিয়ে চেক করিয়ে তারপর পোষ্ট করতে হবে। আপনি যদি অনুমতি না নিয়ে থাকেন, তাহলে ওনামে প্রাইভেট মেসেজ করুন।

এখানে আপনি পজেটিভলি নাকি নেগেটিভলি বল্লেন সেটা আমি বুঝলাম না। বাট আমরা যে কজনই আছি তারা সকলে এটিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো। যাই হোক আপনি সিনবাদের প্রাইজ প্রেডিকশন নিয়েে একটা চপিক বললেন। সেটা কিভাবে কি, কি কি রিকয়ারমেন্ট প্রয়োজন এসব বিস্তারিত যদি লিংক আকারে প্রভাইড করতের তাহলে বেশ উপকার হতো। ধন্যবাদ।

আমি আসলে নেগেটিভ বা পজেটিভ কোনোটাই মিন করি নাই। এটা একটা নিউট্রাল মন্তব্য!
সিনবাদ বিগত কয়েকমাস যাবৎ বিটকয়েন প্রাইস প্রেডিকশন চ্যালেন্স দিয়ে আসছে এবং ক্লোজ প্রেডিকশন যারা করেন, তারাই মাস শেষে উইনার হিসেবে সিলেক্ট হোন।

গত মাসের প্রেডিকশন থ্রেড: https://bitcointalksearch.org/topic/sinbadio-mixer-august-price-prediction-challenge-5461992
চলতি মাসের প্রেডিকশন থ্রেড: https://bitcointalksearch.org/topic/sinbadio-mixer-september-bitcoin-price-prediction-challenge-5465305
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 02, 2023, 05:52:47 AM
[quote a

যাই হোক, লোকাল থ্রেড আগের মতোই আছে। তেমন কোনো পরিবর্তন আসলে দেখা যাচ্ছে না। খুব বেশি পরিবর্তন আশাও করছি না। তবে কয়েকজন খুব ভালো করছেন, আপনাদের ধন্যবাদ লোকাল থ্রেড এ কন্ট্রিবিউট করার জন্য। কালকে সিনবাদের বিটকয়েন প্রাইস প্রেডিকশন কন্টেস্ট এর উইনার এনাউন্স হলো, ৩ জন উইনারের মধ্যে আমিও একজন। মন টা ভালো ছিলো, কিন্তু অসুস্থতা সব বরবাদ করে দিলো।
এখানে আপনি পজেটিভলি নাকি নেগেটিভলি বল্লেন সেটা আমি বুঝলাম না। বাট আমরা যে কজনই আছি তারা সকলে এটিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো। যাই হোক আপনি সিনবাদের প্রাইজ প্রেডিকশন নিয়েে একটা চপিক বললেন। সেটা কিভাবে কি, কি কি রিকয়ারমেন্ট প্রয়োজন এসব বিস্তারিত যদি লিংক আকারে প্রভাইড করতের তাহলে বেশ উপকার হতো। ধন্যবাদ।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 02, 2023, 02:46:13 AM
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মাসের শুরুতে জ্বর ছিল  জ্বর যে কয়েকদিন ছিল না তার থেকে বেশি মাথা নিয়ে এখন প্রবলেমে আছি .  মাথা নিয়ে ওঠা বসা করা কাজ করা সবগুলোই প্রচুর কঠিন হয়ে পড়েছে আমার জন্য।  তারপরেও   এই মাসের একটিভিটিটা  তৈরি করার  চেষ্টা করলাম।
যাই হোক বিগত মাসের থেকে পারফরম্যান্স এ মাসে  একটু ভালো হয়েছে এজন্য ভালো  লাগছে।  সবাই এভাবে চালিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে  উঠি।  

আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আজকে আমার মেয়ের জন্মদিন৷ অনেক কিছু করার প্ল্যান ছিলো। বাইরে একটু ঘুরতে যাবো ভেবেছিলাম। আজকে ভোর থেকেই ডায়রিয়া আর বমি হচ্ছে। সকাল থেকে কয়েকটা স্যালাইন খেয়েছি, এখন একটু ভালো লাগছে, তবে মনে হয় না পুরোপুরি সুস্থ হতে পারবো আজকে।

যাই হোক, লোকাল থ্রেড আগের মতোই আছে। তেমন কোনো পরিবর্তন আসলে দেখা যাচ্ছে না। খুব বেশি পরিবর্তন আশাও করছি না। তবে কয়েকজন খুব ভালো করছেন, আপনাদের ধন্যবাদ লোকাল থ্রেড এ কন্ট্রিবিউট করার জন্য। কালকে সিনবাদের বিটকয়েন প্রাইস প্রেডিকশন কন্টেস্ট এর উইনার এনাউন্স হলো, ৩ জন উইনারের মধ্যে আমিও একজন। মন টা ভালো ছিলো, কিন্তু অসুস্থতা সব বরবাদ করে দিলো।

আপনারা দুজনই অসুস্থ। আপনাদের জন্য আমি আমার অন্তরের অন্তস্তল থেকে আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা যেন অনেক দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। আবার আমাদের সাথে আলাপ-আলোচনা এবং সিনিয়র-জুনিয়র সবাইকে সাহায্য করতে পারেন। বাংলাদেশ লোকাল থ্রেডকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। এটাই আমার প্রত্যাশা। আমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন।

আর কোনো সিনিয়র মেম্বার যদি জানে যে Merit Dashboard কী এবং কীভাবে ব্যবহার করে সেটা যেন আমাকে একটু বুঝিয়ে দেন।
আমি নিজেও অসুস্থ, ঠিকমতে চলতেও পারিনা। খাওয়া দাওয়া তো দূরের কথা। বমি বমি আসে। যেকোন সময় মাথা ঘুরে পড়ে যাবো মনে হয়। ঘুমে চোখ খুলতে পারিনা।

La revedere
newbie
Activity: 28
Merit: 1
September 02, 2023, 02:28:32 AM
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মাসের শুরুতে জ্বর ছিল  জ্বর যে কয়েকদিন ছিল না তার থেকে বেশি মাথা নিয়ে এখন প্রবলেমে আছি .  মাথা নিয়ে ওঠা বসা করা কাজ করা সবগুলোই প্রচুর কঠিন হয়ে পড়েছে আমার জন্য।  তারপরেও   এই মাসের একটিভিটিটা  তৈরি করার  চেষ্টা করলাম।
যাই হোক বিগত মাসের থেকে পারফরম্যান্স এ মাসে  একটু ভালো হয়েছে এজন্য ভালো  লাগছে।  সবাই এভাবে চালিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে  উঠি।  

আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আজকে আমার মেয়ের জন্মদিন৷ অনেক কিছু করার প্ল্যান ছিলো। বাইরে একটু ঘুরতে যাবো ভেবেছিলাম। আজকে ভোর থেকেই ডায়রিয়া আর বমি হচ্ছে। সকাল থেকে কয়েকটা স্যালাইন খেয়েছি, এখন একটু ভালো লাগছে, তবে মনে হয় না পুরোপুরি সুস্থ হতে পারবো আজকে।

যাই হোক, লোকাল থ্রেড আগের মতোই আছে। তেমন কোনো পরিবর্তন আসলে দেখা যাচ্ছে না। খুব বেশি পরিবর্তন আশাও করছি না। তবে কয়েকজন খুব ভালো করছেন, আপনাদের ধন্যবাদ লোকাল থ্রেড এ কন্ট্রিবিউট করার জন্য। কালকে সিনবাদের বিটকয়েন প্রাইস প্রেডিকশন কন্টেস্ট এর উইনার এনাউন্স হলো, ৩ জন উইনারের মধ্যে আমিও একজন। মন টা ভালো ছিলো, কিন্তু অসুস্থতা সব বরবাদ করে দিলো।

আপনারা দুজনই অসুস্থ। আপনাদের জন্য আমি আমার অন্তরের অন্তস্তল থেকে আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা যেন অনেক দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। আবার আমাদের সাথে আলাপ-আলোচনা এবং সিনিয়র-জুনিয়র সবাইকে সাহায্য করতে পারেন। বাংলাদেশ লোকাল থ্রেডকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। এটাই আমার প্রত্যাশা। আমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন।

আর কোনো সিনিয়র মেম্বার যদি জানে যে Merit Dashboard কী এবং কীভাবে ব্যবহার করে সেটা যেন আমাকে একটু বুঝিয়ে দেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 02, 2023, 02:03:50 AM
ধরেন আপনি ৫০০ টাকার বাজেটের মধ্যে ডিম কিনতে চান। ধরেন ডিমের দাম বাংলাদেশে প্রতিনিয়ত আপডাউন হচ্ছে। আপনি পাঁচটি ক্যাটাগরিতে ডিম কিনলেন ।
১ম ক্যাটেগরি ৪০ টাকা হালি ১৫ টি ডিম= ১৫০ টাকা
২য় ক্যাটেগরি ৪৮ টাকা হালি ১০ টি ডিম= ১২০ টাকা
৩য় ক্যাটেগরি ৩৬ টাকা হালি ১০ টি ডিম= ৯০ টাকা
৪র্থ ক্যাটেগরি ৫২ টাকা হালি ৮ টি ডিম = ১০৪ টাকা
৫ম ক্যাটেগরি ৩৬ টাকা হালি ৪ টি ডিম =৩৬ টাকা

মোট টাকা=৫০০
মোট ডিম=৪৭
Average Cost =৫০০÷৪৭ =১০.৬৪ টাকা

আপনার এই উদাহরণটা একটু জটিল আসলে। আপনি বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে বিভিন্ন টাকার + বিভিন্ন এমাউন্টের ডিম ক্রয় করছেন। আপনি কিভাবে জানেন কখন কতটি ডিম ক্রয় করা উচিত। ডলার কস্ট এভারেজিং এ সাধারণত আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ফিক্স করতে হবে যেটা আপনি আপনার নির্ধারণ করা ফ্রিকুয়েন্সিতে বিনিয়োগ করবেন।
যেমন, ধরে নেন আপনি প্রতি মাসে ১ হাজার টাকার বিটকয়েন ক্রয় করবেন। এইখানে আপনি কত টুকু বিটকয়েন পাবেন না নিশ্চিত নয় কিন্তু প্রতি মাসে কত বিনিয়োগ করবেন সেটা আপনি ফিক্স করে রেখেছেন। এখন আপনি যদি এর বেশি বিনিয়োগ করেন সেটা আসলে ডলার কস্ট এভারেজিং মে্থডে এক্সাক্টলি থাকে না।
মনে করুন, বিটকয়েনের দাম ১০০০ টাকা। তাহলে আপনি ১ হাজার টাকায় ১ টি বিটকয়েন পাবেন। পরের মাসে আপনার কাছে এক্সট্রা টাকা আছে বলেই যদি আপনি ২ হাজার টাকার বিটকয়েন নিয়ে নেন (সেটা আপনার জন্য ভালো), তাহলে আপনার দাম এভারেজ হওয়ার চেয়ে বেশি/কম হওয়ার সম্ভাবনা থাকছে না?
যাই হোক, যারা DCA মেথডে বিটকয়েনের রিটারন কেমন সেটা দেখতে চান তারা এই ওয়েবসাইট অনুসরণ করতে পারেন- https://dcabtc.com/
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 01, 2023, 11:11:00 PM
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মাসের শুরুতে জ্বর ছিল  জ্বর যে কয়েকদিন ছিল না তার থেকে বেশি মাথা নিয়ে এখন প্রবলেমে আছি .  মাথা নিয়ে ওঠা বসা করা কাজ করা সবগুলোই প্রচুর কঠিন হয়ে পড়েছে আমার জন্য।  তারপরেও   এই মাসের একটিভিটিটা  তৈরি করার  চেষ্টা করলাম।
যাই হোক বিগত মাসের থেকে পারফরম্যান্স এ মাসে  একটু ভালো হয়েছে এজন্য ভালো  লাগছে।  সবাই এভাবে চালিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে  উঠি।  

আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইলো। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আজকে আমার মেয়ের জন্মদিন৷ অনেক কিছু করার প্ল্যান ছিলো। বাইরে একটু ঘুরতে যাবো ভেবেছিলাম। আজকে ভোর থেকেই ডায়রিয়া আর বমি হচ্ছে। সকাল থেকে কয়েকটা স্যালাইন খেয়েছি, এখন একটু ভালো লাগছে, তবে মনে হয় না পুরোপুরি সুস্থ হতে পারবো আজকে।

যাই হোক, লোকাল থ্রেড আগের মতোই আছে। তেমন কোনো পরিবর্তন আসলে দেখা যাচ্ছে না। খুব বেশি পরিবর্তন আশাও করছি না। তবে কয়েকজন খুব ভালো করছেন, আপনাদের ধন্যবাদ লোকাল থ্রেড এ কন্ট্রিবিউট করার জন্য। কালকে সিনবাদের বিটকয়েন প্রাইস প্রেডিকশন কন্টেস্ট এর উইনার এনাউন্স হলো, ৩ জন উইনারের মধ্যে আমিও একজন। মন টা ভালো ছিলো, কিন্তু অসুস্থতা সব বরবাদ করে দিলো।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 01, 2023, 10:34:59 PM

এপ্রিল, মে এবং জুন মাসে অনেক বেশি মেরিট শেয়ার করা হয়েছিল। যদিও তুলনামুলক পোস্টের সংখ্যাও বেশি। এইখানে একটা ব্যাপার আমার মনে হচ্ছে যে যখন অনেক বেশি মেরিট শেয়ার হয় তখন বেশকিছু নতুন মুখ মনে হয় পোস্ট করা শুরু করে দু একটা মেরিট পাওয়ার ধান্দায়। পেলে চলে যায়, না পেলেও বিরক্ত হয়ে আর আসে না।
কেউ কি প্রতি মাসে আলাদা কতজন ব্যবহারকারী এই টপিকে পোস্ট করছে তার তালিকা বের করতে পারবেন? যদি পারেন এইখানে সুন্দরভাবে পোস্ট করতে পারেন।

আসসালামু আলাইকুম,

ভাই আমি চেস্টা করলাম কিন্তু পারলাম না ফিল্টার করতে এমন কোনো টুলস আছে কিনা আমার জানা নাই, টোটাল নাম থেকে রেগুলার ইউজার বাদ দিলেই বের করা সম্ভব। প্রতি মাসে কতোজন নতুন কিন্ত এভাবে এক মাসের ভালো ভাবে বের করা যাবে কিন্তু প্রতি মাসের টা একটু কঠিন। যদি টুলস থাকে তাহলে সহজ হবে ।  

২০২৩ সালে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত প্রতিমাসে কতজন ইউজার পোস্ট করেছিলো তা নিচে দেওয়া হলো।
১. জানুয়ারি মাসে পোস্ট করেছেন ২৯ জন
২. ফেব্রুয়ারি মাসে পোস্ট করেছেন ৩৮ জন
৩. মার্চ মাসে পোস্ট করেছেন ৫৮ জন
৪. এপ্রিল মাসে পোস্ট করেছেন ৫৭ জন
৫. মে মাসে পোস্ট করেছেন ৪২ জন
৬ জুন মাসে পোস্ট করেছেন ৭৩ জন
৭. জুলাই মাসে পোস্ট করেছেন ৫১ জন
৮ আগস্ট মাসে পোস্ট করেছেন ৪৯ জন

ধন্যবাদ @Bd officer, জুন মাসে সবথেকে বেশি ইউজার পোস্ট করেছিলো।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 01, 2023, 12:46:05 PM
কেউ কি প্রতি মাসে আলাদা কতজন ব্যবহারকারী এই টপিকে পোস্ট করছে তার তালিকা বের করতে পারবেন? যদি পারেন এইখানে সুন্দরভাবে পোস্ট করতে পারেন।
২০২৩ সালে জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত প্রতিমাসে কতজন ইউজার পোস্ট করেছিলো তা নিচে দেওয়া হলো।
১. জানুয়ারি মাসে পোস্ট করেছেন ২৯ জন
২. ফেব্রুয়ারি মাসে পোস্ট করেছেন ৩৮ জন
৩. মার্চ মাসে পোস্ট করেছেন ৫৮ জন
৪. এপ্রিল মাসে পোস্ট করেছেন ৫৭ জন
৫. মে মাসে পোস্ট করেছেন ৪২ জন
৬ জুন মাসে পোস্ট করেছেন ৭৩ জন
৭. জুলাই মাসে পোস্ট করেছেন ৫১ জন
৮ আগস্ট মাসে পোস্ট করেছেন ৪৯ জন
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
September 01, 2023, 12:36:55 PM
কেউ কি প্রতি মাসে আলাদা কতজন ব্যবহারকারী এই টপিকে পোস্ট করছে তার তালিকা বের করতে পারবেন? যদি পারেন এইখানে সুন্দরভাবে পোস্ট করতে পারেন।

আগস্ট মাসে আলাদা ২০জন ব্যবহারকারী এই টপিকে পোস্ট করেছে। আমার তৈরি তালিকাটা আমি নিচে দিয়ে দিলাম।

1. Shishir99
2. Nothingtodo
3. Fuso.hp
4. Popkon6
5. Lion02
6. Jack051
7. murgichurer baba
8. Offline33
9. Talevin1234
10. Eternal Truth
11. Rasel29@#
12. Akc22
13. M.Rr
14. EKRAA
15. Nasrin@
16. M15_Lover_10
17. DVlog
18. halim50_
19. Apolinario
20. Blackboy.1

Source
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 01, 2023, 11:34:49 AM

এপ্রিল, মে এবং জুন মাসে অনেক বেশি মেরিট শেয়ার করা হয়েছিল। যদিও তুলনামুলক পোস্টের সংখ্যাও বেশি। এইখানে একটা ব্যাপার আমার মনে হচ্ছে যে যখন অনেক বেশি মেরিট শেয়ার হয় তখন বেশকিছু নতুন মুখ মনে হয় পোস্ট করা শুরু করে দু একটা মেরিট পাওয়ার ধান্দায়। পেলে চলে যায়, না পেলেও বিরক্ত হয়ে আর আসে না।
কেউ কি প্রতি মাসে আলাদা কতজন ব্যবহারকারী এই টপিকে পোস্ট করছে তার তালিকা বের করতে পারবেন? যদি পারেন এইখানে সুন্দরভাবে পোস্ট করতে পারেন।
newbie
Activity: 28
Merit: 1
September 01, 2023, 11:02:31 AM
কাট

Poorman2 ভাইকে ধন্যবাদ চমৎকার ভাবে বোঝানোর জন্য। আসলে আমারো এই বিষয়ে একটু সমস্যা ছিল। আমার আরেকটা সমস্যা ছিল। সেটা হচ্ছে Merit Dashboard কী এবং সেটা কিভাবে ব্যবহার করে?

ভাই এটা হয়তো আমার লাইনের বাহিরে প্রশ্ন করা হলো তারপরেও করতেছি। ভাই আপনি আসলে কোন বোর্ডের মেম্বার? আমি আপনাকে পাকিন্তানি বোর্ডে পোস্ট করতে দেখেছি আজ, তাও আবার বাংলায় (পরে অবশ্য ইডিট করে ফেলেছেন)। কিন্তু ১ মিনিটের জন্যে হলেও যদি কারো চোখে পড়ে সেটা? হতেই পারে তারা সেটা খারাপ ভাবে নিলো বা এমন কিছু! এর আগেও ঐ বোর্ডে পোস্ট করেছেন দেখলাম। এমন টা কেনো? আমি বলতেছিনা একাধিক বোর্ডে পোস্ট করা যাবে না। আমি নিজেও একবার নাইজেরিয়া বোর্ডে পোস্ট করেছিলাম, কিন্তু সেটা ভুলে। ঐখানে তারা ইংরেজিতে পোস্ট করেছিল। আমি ভেবেছিলাম হয়তো ইন্টারন্যাশনাল বোর্ড। আপনি এখানে এটা বুঝায় দিলে একটু ভালো হতো।

আমি আপনাকে এই প্রশ্নগুলো করলাম কারণ আমি আজকে আমার বটে নোটিফিকেশন পাইছি। তাও আবার পাকিন্তান নামে। প্রথমে দেখে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম, পাকিস্তানি বোর্ডে আমাকে কে আবার মেনশন করলো। পরে দেখি আপনি।

আরে ভাই, আমি আসলে একজন বাঙালি, বাংলাদেশেই বাস করি এবং বাংলাদেশ লোকাল থ্রেডের মেম্বার । কিন্তু আমি অল্প অল্প উর্দুতে কথা বলতে পারি। তাই ভাবলাম আমি যেহেতু উর্দু পারি তাহলে পাকিস্তান থ্রেডেও কিছু পোস্ট করি। আর তখন ভুল ক্রমে বাংলায় লিখে ফেলেছিলাম। পরে তা ঠিক করেছি।

Merit Dashboard কী আর কীভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে সিনিয়ররা যদি কিছু বলতেন তাহলে অনেক উপকৃত হবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 01, 2023, 09:22:27 AM
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মাসের শুরুতে জ্বর ছিল  জ্বর যে কয়েকদিন ছিল না তার থেকে বেশি মাথা নিয়ে এখন প্রবলেমে আছি .  মাথা নিয়ে ওঠা বসা করা কাজ করা সবগুলোই প্রচুর কঠিন হয়ে পড়েছে আমার জন্য।  তারপরেও   এই মাসের একটিভিটিটা  তৈরি করার  চেষ্টা করলাম।
যাই হোক বিগত মাসের থেকে পারফরম্যান্স এ মাসে  একটু ভালো হয়েছে এজন্য ভালো  লাগছে।  সবাই এভাবে চালিয়ে যান আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে  উঠি।

আগস্ট মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 372টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 146টি
(পরিবর্তিত)


জুলাই মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ২৮৬টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = ৫২টি




প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [46]
2. DYING_S0UL [43]
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [26]
5. Bd officer [24]
6. LDL [16]
7. Lion02 [14]
8. Shishir99 [14]
9. Z_MBFM [14]
10. Little Mouse [13]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের অ্যাক্টিভিটি ২০২৩
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
অক্টোবর মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 01, 2023, 07:41:56 AM
কাট

Poorman2 ভাইকে ধন্যবাদ চমৎকার ভাবে বোঝানোর জন্য। আসলে আমারো এই বিষয়ে একটু সমস্যা ছিল। আমার আরেকটা সমস্যা ছিল। সেটা হচ্ছে Merit Dashboard কী এবং সেটা কিভাবে ব্যবহার করে?

ভাই এটা হয়তো আমার লাইনের বাহিরে প্রশ্ন করা হলো তারপরেও করতেছি। ভাই আপনি আসলে কোন বোর্ডের মেম্বার? আমি আপনাকে পাকিন্তানি বোর্ডে পোস্ট করতে দেখেছি আজ, তাও আবার বাংলায় (পরে অবশ্য ইডিট করে ফেলেছেন)। কিন্তু ১ মিনিটের জন্যে হলেও যদি কারো চোখে পড়ে সেটা? হতেই পারে তারা সেটা খারাপ ভাবে নিলো বা এমন কিছু! এর আগেও ঐ বোর্ডে পোস্ট করেছেন দেখলাম। এমন টা কেনো? আমি বলতেছিনা একাধিক বোর্ডে পোস্ট করা যাবে না। আমি নিজেও একবার নাইজেরিয়া বোর্ডে পোস্ট করেছিলাম, কিন্তু সেটা ভুলে। ঐখানে তারা ইংরেজিতে পোস্ট করেছিল। আমি ভেবেছিলাম হয়তো ইন্টারন্যাশনাল বোর্ড। আপনি এখানে এটা বুঝায় দিলে একটু ভালো হতো।

আমি আপনাকে এই প্রশ্নগুলো করলাম কারণ আমি আজকে আমার বটে নোটিফিকেশন পাইছি। তাও আবার পাকিন্তান নামে। প্রথমে দেখে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম, পাকিস্তানি বোর্ডে আমাকে কে আবার মেনশন করলো। পরে দেখি আপনি।
newbie
Activity: 28
Merit: 1
September 01, 2023, 06:59:32 AM
কাট

Poorman2 ভাইকে ধন্যবাদ চমৎকার ভাবে বোঝানোর জন্য। আসলে আমারো এই বিষয়ে একটু সমস্যা ছিল। আমার আরেকটা সমস্যা ছিল। সেটা হচ্ছে Merit Dashboard কী এবং সেটা কিভাবে ব্যবহার করে?
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
September 01, 2023, 01:57:59 AM

ওকি আমি আবার এতোগুলো পোস্ট কবে করলাম!!!  Huh যাই হোক এই ninjastic কিভাবে ব্যবহার করে কেউ যদি একটু বুঝায় দিতেন ভালো হতো। আমি কখনো ঐটা ব্যবহার করিনি। আগা মাথা কিছুই বুঝতেছিনা কই দিয়ে কি হবে।

প্রথমে আপনাকে Ninjastic.space ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর একটি পেজ উপস্থাপন হবে সেই পেজটির ডানপাশে  Post ID নামে একটি অপশন থাকে ওখানকার তীর চিহ্নের উপর ক্লিক করলে কতগুলো অপশন দেখাবে যেমন, Post ID, Topic ID, Address, Username, User ID এর মধ্য থেকে আপনি যেকোনো একটি অপশন থেকে সার্চ করতে পারেন। বিশেষ করে আমরা প্রায় সকলেই Username দিয়ে সার্চ করে থাকি. Username দিয়ে সার্চ করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ উপস্থাপন হবে। আর এই পেজে ওই আইডির টোটাল তথ্য উপস্থাপন হবে।
এই পেজে  Boards Activity, Merit, Topics, Address সবকিছু শো করবে। কোন বোর্ডে কয়টি পোস্ট করেছেন তা পারসেন্টেস সহ শো করবে আপনি চাইলে সেই বোর্ডের উপর ক্লিক করে ভিউ এর মাধ্যমে দেখতে পারবেন।
আমি আপনার আইডি DYING_S0UL ব্যবহার করে দুটি ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম.
আশা করি আপনি এখন সবকিছু বুঝতে পারবেন।





sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 01, 2023, 01:26:00 AM
newbie
Activity: 672
Merit: 0
September 01, 2023, 12:26:26 AM
Jump to: