Author

Topic: বাংলা (Bengali) - page 174. (Read 5724229 times)

hero member
Activity: 840
Merit: 522
August 21, 2023, 08:51:31 AM
আচ্ছা, এমটিএ্ফই এর মতো এরকম একটা ওয়েবসাইট বানাতে তো মাত্র ৭০০-৮০০ ডলার হলেই যথেষ্ট, অনেক ক্ষেত্রে এতো টাকা লাগেও না। অনলাইনেই বিভিন্ন ফোরামে এগুলোর ক্র্যাক ভার্শন ফ্রি স্ক্রিপ্ট পাওয়া যায়, আজকে যদি আমি একটা ওয়েবসাইট খুলি আপনারা কি ইনভেষ্ট করবেন? একটা ব্যাপার দেখে অবাক হচ্ছি, এমটিএ্ফই চলে যাওয়ার পর বড় বড় পাবলিক ফিগার রা, সোহাগ ৩৬০ এর মতো ইউটিউবার রা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করেছে। ওনারা আগে কোথায় ছিলো? ওনারা একজন পাবলিক ফিগার হিসাবে আগেই কেনো মানুষকে সতর্ক করলো না?

আমরা সাধারন মানুষ। আমরা বিভিন্ন যায়গায় লেখালেখি করলেও আমাদের লেখা মানুষ পড়ে না। পড়লেও আমাদের কথা কেউ বিশ্বাস করে না। টেক রিলেটেড ইউটিউবার, পাবলিক ফিগার, ওনারা আগে থেকেই কেনো এসব ব্যাপারে সতর্ক করে না? নিউজ বের হবার পর ওনারা সবাই পোষ্ট করা শুরু করে।
newbie
Activity: 10
Merit: 2
August 21, 2023, 08:49:11 AM
MTFE Embarrassed

https://talkimg.com/images/2023/08/21/MthL8.jpeg

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।

ভাই ইউটিউবারদের দোষ দিয়ে কোন লাভ হবে না কেননা তারা আপনাকে বলেনি যে আপনি অ্যাকাউন্ট করুন এবং বিনিয়োগ করুন।

আপনি হয়তো কোথাও MTFE নিয়ে আলোচনা শুনেছেন অথবা কারো কাছে শুনেছেন যে এখানে বিনিয়োগ করলে প্রচুর বেনিফিট পাওয়া যায় তাই আপনি লোভে উদ্বুদ্ধ হয়ে এখানে এসব ইউটিউবারদের ভিডিও দেখে অ্যাকাউন্ট করেছেন। তারা কিন্তু এটাও বলেনি যে আপনি ডলার নিয়ে সেখানে ডিপোজিট করুন এবং হোল্ড করে রাখুন। আপনি নিজের ইচ্ছায় এসব করেছেন এবং ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটার দায়ভার আপনার নিজেকেই নিতে হবে।

এখন এসব ইউটিউবারদের দোষ দিয়ে এবং তাদের আনফলো দিয়ে কোন লাভ হবে না। কেননা একটা কথা চিরন্তন সত্য যে "লোভে পাপ, পাপে মৃত্যু"।

তাই সকলেরই এসব স্কাম সাইট গুলো থেকে বিরত থাকা উচিত। তা না হলে ভবিষ্যতে আরো ক্ষতির সম্মুখীন হতে পারেন।
sr. member
Activity: 798
Merit: 377
August 21, 2023, 05:19:57 AM
MTFE Embarrassed



যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।

কেন আমি ইউটিউবারদের উপর দোষ দিব।
আপনি তো জেনে, বুঝে, আলোচনা করে, ওয়েবসাইট দেখে বিনিয়োগ করেছেন তারা তো সরাসরি (বিনিয়োগের শুরুতে) আপনার ওয়ালেট থেকে ডলার নেয়নি। অপরিচিত একটি জায়গা বিনিয়োগ করার পূর্বে মুহূর্তে অবশ্যই চিন্তা করা উচিত সাইটটি কিভাবে আপনাকে এত অর্থ বেনিফিট দিচ্ছে। তার কাজ কি এবং লক্ষণ গুলো দেখে আপনাকে সতর্ক হতে হবে অন্যথায় এসব ইউটিউবারদের কখনো দোষ দেওয়া উচিত না।

ইউটিউবারগুলো লাইক কমেন্ট এবং শেয়ারের আশায় তারা বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে তাই তাদেরক ভিডিও দেখে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং বিভিন্ন মানুষ কমেন্ট করেছে তাদেরকে ফলো করতে হবে পজেটিভ অথবা নেগেটিভ কোন পর্যায়ের কমেন্ট বেশি হচ্ছে। আমি কমেন্টগুলো দেখেছি অনেকেই অনেক ধরনের মতবাদ সৃষ্টি করেছে তাই এরকম জায়গায় কখনো ভিডিও দেখে বিনিয়োগ করা উচিত নয়।
newbie
Activity: 28
Merit: 2
August 21, 2023, 04:54:42 AM
MTFE Embarrassed

https://talkimg.com/images/2023/08/21/MthL8.jpeg

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 21, 2023, 01:05:38 AM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।

ভাই যারা বুঝেনা তারা তো বুঝেনা। কিন্তু যাদের আগে এই এক্সপেরিয়েন্স হয়েছে, তারা কেনো আবারো এগুলো তে পা দিচ্ছে সেটা যদি ইনভেষ্টিগেশন করেন, তাহলে প্রথম কারন চলে আসে কমিশন আয় করা। আর ২য় কারন হলো অনেকে ভাবে যে এটা একটা নির্দিষ্ট সময় অব্দি চলবে আর আমি এরা স্ক্যাম করার আগেই টাকা উইথড্র করে চলে আসবো। একটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী, যারা এমটিএফই তে জয়েনকরছে, তারা মোটামোটি সবাই জানে যে এটা যে কোনো সময় স্ক্যাম করবে। কিন্তু তারা সেখানে ইনভেষ্ট করেছে এবং আরো মানুষকে জয়েন করিয়েছে কারন তারা অন্যকে জয়েন করালে কমিশন পাচ্ছে। নিজে লাভ করার জন্য অন্যকে কোরবানি করে দেয়ার মতো একটা ব্যাপার। ওনারা মনে করছে এটা স্ক্যাম করার আগেই ওনারা টাকা তুলে নিয়ে বের হয়ে যাবে।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 21, 2023, 12:52:39 AM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।

প্রতারকরা কখনোই বিশ্বস্ত লোক হতে পারেনা এটা আমাদেরকে জানতে হবে। আমরা প্রায় দেখতে পাই অনেক প্রজেক্ট বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং একসময় তারা লোকেদের কে তাদের প্রজেক্ট সম্পর্কে বিশ্বাস করার জন্য বিভিন্ন ধরনের লোভনীয় কাজ করে, আর আমরা বাঙালি যারা আছি তারাই এই প্রতারকদের ফাঁদে পা দিয়ে অবশেষে দেখা যায় তেল মাখা বাঁশ পিছন দিয়ে যায়। আমরা এর আগেও অনেকগুলো স্ক্যাম প্রজেক্ট দেখেছি যারা বিভিন্নভাবে লোকেদের অর্থ মেরে চলে গিয়েছে সেগুলো দেখেও আমাদের শিক্ষা হয় না, আসলে আমাদের ভেতরের লোভ সামলাতে পাড়িনা আমরা যার জন্য আমাদের এই ধরনের প্রতারণার শিকার হতে হচ্ছে।
যদিও আমি খুব একটা বেশি অর্থ হারাইনি তবে আমার কাছে এটাই অনেক পরিমাণ, তবে যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছিল তারা যেভাবে ধোকা খেয়েছে সত্যিই সেটা দুঃখজনক আবার মাঝে মাঝে হাস্যকর মনে হয়  Grin। আসলে আমরা বাঙালি জাতি জেনেশুনেই এরকম প্রতারকদের ফাঁদে পা দেয় আর অবশেষে প্রতারকদের দোষ দিয়ে থাকি মূলত দোষ আমাদের কেননা আমরা যদি ইনভেস্ট না করি তাহলে আমাদের কোন ক্ষতি হবে না, তবুও আমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল না মারলে আমাদের পেটের ভাত হজম হয় না। Cheesy
যাইহোক এই রকম লোকদের শিক্ষা হওয়া উচিত যারা লোভ সামলাতে না পারে, তবে আমি জীবনে বেঁচে থাকতে এই ধরনের স্কাম প্রজেক্টে বিনিয়োগ করবো না আমার শিক্ষা হয়েছে  Grin
আমাদের বাঙালি জাতিকে এটা বুঝতে হবেরে ভাই
প্রতারক is প্রতারক
প্রতারকরা কখনোই বিশ্বস্ত ব্যক্তি হতে পারে না Sad Grin
full member
Activity: 770
Merit: 184
August 21, 2023, 12:04:20 AM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।
ভাই এই ধরনের কাজ গুলো কিন্তু বিশ্বের অন্য দেশগুলোতে বেশি হয় না। এশিয়ার কয়েকটি দেশে সবচেয়ে বেশি হয়। তাদের মধ্যে বাংলাদেশে সবচেয়ে এগিয়ে। জানা গেছে যে গত কয়েনদিন আগে এম টি এফ স্ক্যামিং এ সবচেয়ে বেশি প্রতারনার স্বীকার হয়েছে বাংলাদেশ যেখানে 90 ভাগ বিনিয়োগকারী প্রতারীত হয়েছে। এই প্রতিষ্ঠানটি যে স্ক্যাম করবে তা অনেকেরই জানা ছিল এমকি যারা বিনিয়োগ করেছিল তাদেরও। তাহলে প্রশ্ন হল কেন তারা বিনিয়োগ করেছিল? এর উত্তরে তারা বলেছিল যে তারা মাত্র আড়াই মাসের মধ্যে তাদের টাকা উঠিয়ে ফেলতে সক্ষম হবেন। তারা মনে করেছিল যেহেতু কোম্পানিটি এক বছরের বেশি সময় যাবৎ পেমেন্ট দিয়ে আসছে আর 2-3 মাস কি দিতে পারবে না? অবশেষে দীর্ঘদিন চলা কম্পানিটি চলে গেল। দুঃখ লাগে সেই সব বিনিয়োগকারীদের দেখে যারা তাদের বাড়ীর দলিল, গোবাfদি পশু সহ স্বর্নালংকার নানা কিছু বিক্রি এবং বন্ধক রেখে সেখানে বিনিয়োগ করেছিলেন।

আমি এখানে দুটি বিষয় উবলব্দি করলাম যে আমাদের দেশের মানুষ কেন বার বার প্রতারিত হয় ?
প্রথমত এই দেশের মানুষের স্বল্প সময়ে অধিক অর্থ পাওয়ার লোভ কাজ করে এবং দ্বিতীয়ত যে বিষয়টি কাজ করে তাহল কাজ না করে কিভাবে অর্থ ইনকাম করা যায়। এই ধরনের ধারনা থেকে আমাদের দেশের মানুষ যখন বেরিয়ে আসতে পারবে তখন তারা এই ধরনের প্রতারনার স্বিকার হওয়া থেকে মুক্ত হতে পারবে। কিছু মানুষ এখানে 30 লাখ টাকার মতও বিনিয়োগ করেছে তারা যদি বিটকয়েন বা অন্য কোন ক্রিপ্টোতে বিনিয়োগ করত তহালে অত্যন্ত তাদের নিস্ব হতে হত না।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 20, 2023, 09:43:22 PM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 20, 2023, 01:16:17 AM

আবার এমন অনেক সাইট নিয়ে অনেককে কথা বলতে দেখতেছি এখনো যে মাত্র ৩০০ টাকা দিয়া একাউন্ট খুলে লাইফটাইম কাজ করে টাকা ইনকাম করা যায়। আমার কথা হল আমি যদি কাজই করি তাহলে আমি ইনভেস্ট কেন করব ভাই? আমি পরিশ্রম করবো পরিশ্রমের বিনিময়ে টাকা নেব তাহলে সে ক্ষেত্রে ইনভেসমেন্ট এর প্রয়োজন কেন? সবাই যদি এরকম চিন্তা করে তাহলে এইসব ফাঁদে কেউ পা দিব না। কিন্তু এরকম চিন্তা করে কয়জন আর এ কারণেই বাঙালি জাতির এই অবস্থা

হ্যা আমাদের মধ্যে অনেকেই আছে যারা এসব স্ক্যাম সম্পর্কে অবগত। তারা ভালো করেই জানে যে এরা স্ক্যাম করবো, টাকা মেরে দিবে। এসব জানা সত্ত্বেও তারা এসবে ইনভেস্ট করে। তারা কেনো এমন করে! সব করে লোভ পড়ে। লোভ অনেক খারাপ জিনিস ভাই।

আমি আমার এক বন্ধুর কথাই বলি ভাই। সে অনেকদিন ধরে এসবে ইনভেস্ট করে আসছে। প্রতিনিয়ত সভা-সমাবেশ ইত্যাদিতে যায় ফেসবুকে ডে দেয়, আলহামদুলিল্লাহ্‌ হাবিজাবি। এসব আমার কাছে সম্পূর্ণ হাস্যকর মনে হতো। কিন্তু দিনশেষে যতই লোভী হোক বন্ধু তো আমারই। তাই আমি ওকে অনেকবার এসব করতে মানা করি, টাকা উঠায় নিতে বলি, সব কিছু বোঝাই। ও নিজেও জানতো এসব স্ক্যাম, সব স্বীকারও করে। কিন্তু টাকা উঠায় নি। সে ভাবছিল, এসব প্রজেক্ট মিনিমাম ৩-৬ মাস থাকবে। তাই ২-১ মাসে লাভ করে এখান থেকে শটকে পড়বে। কিন্তু এতো তাড়াতাড়ি যে কোম্পানিটা সবাইকে ধরা দিয়ে চলে যাবে বুঝতে পারেনি। শেষমেষ ৬০-৭০ হাজার টাকার লস খাইলো সে। খারাপই লাগে দেখলে, ছেলেটার বাবা নাই, মা ২য় বিয়ে করছে।

ছেলেটা যে দালালের মাধ্যমে এই সাইটে ঢুকেছিল সে ৭-৮দিন আগে একটা অফারও দেয় যে সে তাকে এখন নগদ ৩০ হাজারের মতো দিবে, এবং পরবর্তীতে তার যে লাভ হবে তার ৪০% দিতে হবে। আমি সাথে সাথে বলছিলাম, ভাই অফারটি নিয়ে নে। তাও কিছু ক্ষতি কমবে। কে শোনে কার কথা। নিজের পায়ে নিজে কুড়াল মারলো তাও আবার জেনেশুনে।

sr. member
Activity: 616
Merit: 322
August 19, 2023, 10:54:30 PM
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 19, 2023, 10:47:41 PM
যারা কোনো কিছু না যেনেই ইনভেষ্ট করে ধরা খাচ্ছে, তাদের জন্য একটু মায়া হয় যে তারা তো জানতো না যে এগুলো স্ক্যাম। আবার আরেকটা ব্যাপার হলো তারা কাউকে জিগায় না যে ইনভেষ্ট করবে কি না। কিন্তু আমরা যারা অনলাইনে টুকিটাকি কাজ করি আর এসব এম এল এম পন্জি সাইট গুলার ব্যাপারে অবগত আছি, আমরা কেনো ইনভেষ্ট করছি ভাই? আমাদের জন্য কেউ কি মায়া দেখাবে? এমন তো না যে আমরা জানি না এগুলা স্ক্যাম ওয়েবসাইট। আমরা জেনে বুঝে কেনো মারা খাচ্ছি?

এর আগে আমার এলাকায় টু লাইক নামের এক কোম্পানির বিস্তার ঘটে। আমি মোটামোটি সবাইকে নিষেধ করছিলাম। আমার কথা কেউ শোনে নাই। তারপর দেখি বালিশে মুখ লুকায়া কান্না করে আর বলে বন্ধু তর কথা শুনলে আজকে এই অবস্থা হইতো না। কি একটা অবস্থা।

অনেকেই খামারের গরু বিক্রি করে ইনভেস্ট করেছে, আবার কেউ তার বউয়ের যে অলংকার ছিলো সেগুলো বন্দক রেখে ইনভেস্ট করেছে, আরো কতো মানুষ যে কতো ভাবে ইনভেস্ট করেছে তার কোনো ঠিক ঠিকানা নাই । সবথেকে বড় কথা হচ্ছে সতর্ক করা সর্তেও অনেকেই তাদের ফান্ড উইথড্র দেয়নি, "বাংলাদেশ" এই টপিকেও অনেক আলোচনা হইছে সবাই বলছে এটা স্ক্যাম করবে কিন্ত অনেকেই কারো কথা শুনেনাই।

আরো সবথেকে বড় কথা হচ্ছে এইসব স্ক্যামার গ্রুপ গুলা যেভাবে বিজনেস পরিচালনা করে সেগুলা কোনো বিজনেস ক্যাটেগোরিতে পরেনা । আর এগুলা বুঝতে অনেক বড় বিদ্যান হোতে হয়না । কাকে কি বোঝাবেন ভাই কিছুদিন পরে আরেকটা কোম্পানি আশলে দেখবেন সেখানেও সবাই ইনভেস্ট করেছে ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 19, 2023, 09:39:01 PM
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 19, 2023, 09:24:22 PM
অবশেষে মনে হয় আমিও ছোটখাটো একটি ** ধরা খেয়ে গেলাম। MTFE তে ইনভেস্ট করতে চেয়েছিলাম কিন্তু এটি করিনি স্কাম ভেবে কিন্তু পরবর্তীতে আবার catley তে ইনভেস্ট করলাম এখান থেকেই ছোটখাটো করে খেলাম  Grin
কি বলবো ভাই দুঃখের বিষয় হাসবো না কাঁদবো কোনটাই বুঝতে পারতেছি না এত তাড়াতাড়ি প্রতারণা করবে কেউ কল্পনাও করতে পারিনি।
যদিও তারা বলে দিয়েছে সাময়িক সময়ের জন্য সেল বন্ধ করেছে তবে আমরা ভাবতে পারি এটি সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে।
স্ক্যাম মানে স্ক্যাম ১০০% সিওর হবে এটা
আসলে জীবনে ধরা না খেলে কখনোই চালাক হওয়া যায় না তাই ছোটখাটো করে দু একটা ধরা খেতেই হয় Grin

সবাই সতর্কতা অবলম্বন করুন এবং এরকম প্লাটফর্ম গুলোতে বিনিয়োগ করা বন্ধ করুন তাহলে জীবন ভালো থাকবে ধন্যবাদ।

ভালো একটা নিউজ দিলেন তো, আমি মাত্রই LDL ভাইকে বল্লাম যে ২ বছর কেনো? ২ মাস থাকবে কি না দেখেন। আমার মনে হয় না ৩-৪ মাসের বেশি টিকবে। এদিকে catly অলরেডি সেল করার অপশন বন্ধ করে দিয়েছে। সুতরাং যারা একবার ইনভেষ্ট করেছে, তাদের টাকাও আটকে গেলো। মারহাবা  Cheesy কি বলবো এবার বলেন, আমরা কেনো ভাবতে যাই যে একটা সাইট কতোদিন লাষ্টিং করবে? সাইটের লাষ্টিং ডিপেন্ড করে তারা কতো টাকা কামিয়েছে আর সেই সাইটের মালিকের টারগেট এর ওপর। একজন স্ক্যামারের যদি টারগেট থাকে যে সে ১০ হাজার ডলার হলেই তার সাইট ক্লোজ করে দিবে, সে তখনই ক্লোজ করবে। যদি সে ৩ দিনে ১০ হাজার ডলার কামায়, তাহলে ৩ দিন পরেই বন্ধ করে দিবে। এগুলা ডিপেন্ড করে তাদের ইচ্ছার ওপর। এখনো কেউ যদি বলেন যে ভাই মাত্র আসছে, ভাগার টাইম হতে হতে আমার প্রফিট চলে আসবে। তাদের কে বলতে চাই Rest In Peace Buddy!  Cry
আসলেই ভাই স্ক্যামারদের মন মানসিকতা থাকে আলাদা তারা তাদের লক্ষ্য পূরণ হলেই সবাইকে বোকা বানিয়ে চলে যায়। তাদের টার্গেট অনুযায়ী যদি কয়েকদিন প্রজেক্ট চালায় তাহলে তাদের প্রচুর পরিমাণ লাভ হয় এবং যারা এতে বিনিয়োগ করে তখন স্কাম করে তাদের শুধু বাঁশ দিয়ে চলে যায়।
Catley প্রজেক্টটি তারা যেভাবে চলছিল প্রতিনিয়ত তাদের যেভাবে লাভ হতো সেই অনুযায়ী বিশ্বাস করেছে লোকেরা বিশ্বস্ত একটি প্রজেক্ট মনে করে অনেক লোকে এখানে বিনিয়োগ করেছে।
তবে আমি বোকার মত একটি কাজ করেছি হয়তো লোভে পড়েছিলাম যখন ১৫ দিন শেষ হয়েছিল তখন স্টাকিং খুলে দিয়েছিল তখন যদি সবগুলো তুলে নিয়ে আসতাম তাহলে হয়তো আমার ক্ষতি হতো না তবে আমার লোভ আমাকে এটা করতে দেয়নি। Angry
যাইহোক আমি যে ১৫ দিন ডলারগুলো স্টাকিং এ রেখেছিলাম সেখানে আমি হিসাব করে দেখলাম বরং লস হয়েছে লাভ কমই হয়েছে যেখানে $0.0044 করে টোকেন কিনতে হয় আর সেল করতে গেলে $0.0033 করে সেল করতে হয় এখানেই বোঝা যায় অনেক লস হয়ে যায়।
তবে এই হিসাবটা যদি আগে থেকে করতাম তাহলে অনেকটা সতর্ক হতাম এবং এখানে ইনভেস্ট করতাম না তবে যখন লস খাই তখনই এমন বুদ্ধি আসে মাথায় এর আগে আসে না। যেমন চোর পালালে বুদ্ধির অভাব হয় না ঠিক তেমনই হয়েছে।
যাইহোক যেহেতু আমরা এর আগে অনেক প্রজেক্ট দেখেছি অনেকেই প্রতারণার ফাঁদে পা দিয়েছিল তবে আমি এই প্রথম কোন প্রজেক্ট থেকে প্রতারণা ফাঁদে পা দিয়ে আমার অর্থ হারিয়েছে তবে ভবিষ্যতে আর এমন প্রজেক্টে বিনিয়োগ করার কথা চিন্তা করব না। Grin
আর যারা এমন ইনভেস্ট করে প্রতিদিন লাভ করার উদ্দেশ্যের কথা চিন্তা করছে তারা এরকম চিন্তা মাথা থেকে নামিয়ে বড় সেগুলো বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত হতে হবে।
sr. member
Activity: 616
Merit: 322
August 19, 2023, 12:30:39 PM
একটি দুঃখের বিষয় হচ্ছে আমি ৫৩০ ডলার বিনিয়োগ করার পর কয়েকদিনে প্রফিট আসে প্রায় ৫৮৪ ডলারের মত হয়। কিন্তু কোম্পানি আমাকে এখন ৭৩০ ডলারের ঋণ দেখিয়েছে।



এবার ঠেলা সামলান ঋণ পরিশোধ করেন না হলে আপনার বিরুদ্ধে মামলা হবে আপনাকে পুলিশ ধরবে   :ড

বিষয়টা খুবই হাস্যকর সালারা স্কাম কইরা এখন উলটা সবাইরে ঋণী দেখাইয়া আবার থ্রেট দিতাইছে Lol. এটা অনেক বড় স্কামার গ্রুপ এড়া ঠিকই নিজেগো পরিচয় গোপন রাখছে আর প্রমোশন করাইছে সব বাংগালী, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান আরো কিছু দেশের বোকার দলেগো দিয়া। CEO হয়ে কিছু কমিশন পাওয়ার লোভে এড়া সেমিনার মারাইছে এখন এড়া সব ঝামেলায় পড়বো। কম্পানির কাউকে খুজে পাইবো না জনগন এবং  প্রশাসন দোরবো এদের। এদের শিক্ষা হওয়া উচিত
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 19, 2023, 10:32:13 AM
অবশেষে মনে হয় আমিও ছোটখাটো একটি ** ধরা খেয়ে গেলাম। MTFE তে ইনভেস্ট করতে চেয়েছিলাম কিন্তু এটি করিনি স্কাম ভেবে কিন্তু পরবর্তীতে আবার catley তে ইনভেস্ট করলাম এখান থেকেই ছোটখাটো করে খেলাম  Grin
কি বলবো ভাই দুঃখের বিষয় হাসবো না কাঁদবো কোনটাই বুঝতে পারতেছি না এত তাড়াতাড়ি প্রতারণা করবে কেউ কল্পনাও করতে পারিনি।
যদিও তারা বলে দিয়েছে সাময়িক সময়ের জন্য সেল বন্ধ করেছে তবে আমরা ভাবতে পারি এটি সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে।
স্ক্যাম মানে স্ক্যাম ১০০% সিওর হবে এটা
আসলে জীবনে ধরা না খেলে কখনোই চালাক হওয়া যায় না তাই ছোটখাটো করে দু একটা ধরা খেতেই হয় Grin

সবাই সতর্কতা অবলম্বন করুন এবং এরকম প্লাটফর্ম গুলোতে বিনিয়োগ করা বন্ধ করুন তাহলে জীবন ভালো থাকবে ধন্যবাদ।

ভালো একটা নিউজ দিলেন তো, আমি মাত্রই LDL ভাইকে বল্লাম যে ২ বছর কেনো? ২ মাস থাকবে কি না দেখেন। আমার মনে হয় না ৩-৪ মাসের বেশি টিকবে। এদিকে catly অলরেডি সেল করার অপশন বন্ধ করে দিয়েছে। সুতরাং যারা একবার ইনভেষ্ট করেছে, তাদের টাকাও আটকে গেলো। মারহাবা  Cheesy কি বলবো এবার বলেন, আমরা কেনো ভাবতে যাই যে একটা সাইট কতোদিন লাষ্টিং করবে? সাইটের লাষ্টিং ডিপেন্ড করে তারা কতো টাকা কামিয়েছে আর সেই সাইটের মালিকের টারগেট এর ওপর। একজন স্ক্যামারের যদি টারগেট থাকে যে সে ১০ হাজার ডলার হলেই তার সাইট ক্লোজ করে দিবে, সে তখনই ক্লোজ করবে। যদি সে ৩ দিনে ১০ হাজার ডলার কামায়, তাহলে ৩ দিন পরেই বন্ধ করে দিবে। এগুলা ডিপেন্ড করে তাদের ইচ্ছার ওপর। এখনো কেউ যদি বলেন যে ভাই মাত্র আসছে, ভাগার টাইম হতে হতে আমার প্রফিট চলে আসবে। তাদের কে বলতে চাই Rest In Peace Buddy!  Cry
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 19, 2023, 10:00:31 AM
অবশেষে মনে হয় আমিও ছোটখাটো একটি ** ধরা খেয়ে গেলাম।
কি বলবো ভাই দুঃখের বিষয় হাসবো না কাঁদবো কোনটাই বুঝতে পারতেছি না এত তাড়াতাড়ি প্রতারণা করবে কেউ কল্পনাও করতে পারিনি।
যদিও তারা বলে দিয়েছে সাময়িক সময়ের জন্য সেল বন্ধ করেছে তবে আমরা ভাবতে পারি এটি সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে।
স্ক্যাম মানে স্ক্যাম ১০০% সিওর হবে এটা
আসলে জীবনে ধরা না খেলে কখনোই চালাক হওয়া যায় না তাই ছোটখাটো করে দু একটা ধরা খেতেই হয় Grin

আপাতত একটু কান্দেন ভাই। আপনার জন্য সমবেদনা। ভাগ্যিস আমি গরিব তাই চাইলেও এসব ফাউল সাইটে ইনভেস্ট করতে পারবো না। Grin

এখনো সময় আছে, সবাই সর্তক হয়। দিনশেষে আবার সাইট আসবে।
 
নিজের টাকা অন্যের আমানতে রেখে সেটাকে ইনভেস্ট বলে কাজ করা এটা আমার কাছে যুক্তিসংগত মনে হয়না। নিজের টাকা নিজে রাখবো, হোল্ড করবো, সেভ করবো, ক্রয় বিক্রয় করবো সব নিজের ম্যানিবাগ থেকে। তাও অন্য কোনো সাইটের ভরসায় রাখবো না।

নিউজ : https://www.facebook.com/kalbelanewsonline/videos/826802729169181/?app=fbl
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 19, 2023, 09:44:06 AM
অবশেষে মনে হয় আমিও ছোটখাটো একটি ** ধরা খেয়ে গেলাম। MTFE তে ইনভেস্ট করতে চেয়েছিলাম কিন্তু এটি করিনি স্কাম ভেবে কিন্তু পরবর্তীতে আবার catley তে ইনভেস্ট করলাম এখান থেকেই ছোটখাটো করে খেলাম  Grin
কি বলবো ভাই দুঃখের বিষয় হাসবো না কাঁদবো কোনটাই বুঝতে পারতেছি না এত তাড়াতাড়ি প্রতারণা করবে কেউ কল্পনাও করতে পারিনি।
যদিও তারা বলে দিয়েছে সাময়িক সময়ের জন্য সেল বন্ধ করেছে তবে আমরা ভাবতে পারি এটি সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে।
স্ক্যাম মানে স্ক্যাম ১০০% সিওর হবে এটা
আসলে জীবনে ধরা না খেলে কখনোই চালাক হওয়া যায় না তাই ছোটখাটো করে দু একটা ধরা খেতেই হয় Grin

সবাই সতর্কতা অবলম্বন করুন এবং এরকম প্লাটফর্ম গুলোতে বিনিয়োগ করা বন্ধ করুন তাহলে জীবন ভালো থাকবে ধন্যবাদ।
sr. member
Activity: 798
Merit: 377
August 19, 2023, 09:31:04 AM
অবশেষে MTFE Scammed। এটি সম্ভবত সবথেকে বেশি প্রফিট মেকিং স্ক্যাম প্রজেক্ট ছিল। যাদের হাজার বার মানা করা সত্ত্বেও এটির পিছনে বিনিয়োগ ও সমর্থন জানিয়েছিলেন তাদের জন্য শুভকামনা এবং আকাশ ভরা তাঁরা। আসলে আমরা বাঙালি শুধরাবার নয়। শত শত বার মারা খাওয়ার পরেও আমরা বাঙালি বিশেষ করে শিক্ষা নেইনা। এজন্যই এদেশে বলে "উচিত কথার ভাত নাই।" Smiley



MTFE সকল বিনিয়োগকারীর সম্পর্কে বলতে চাই?
এদের অর্থ হারিয়েছে আরো হারিয়ে যাওয়া উচিত কারণ এর আগেও অনেক সাইট এভাবেই স্কাম হয়েছে তবুও এদের শিক্ষা হয়নি। এরকম সাইট অনেক রয়েছে প্রথমে মানুষের মন রক্ষা করে প্রজেক্ট এর মালিক রা প্রচুর অর্থ মানুষের মাঝে বিলিয়ে দেয় কিন্তু কিছুদিন পর তারা এভাবে ওয়েবসাইট শাটডাউন করে চলে যায়। এরকম একটি ধোকাবাজির খেলা হাজারো বাঙালি ভাইয়েরা ক্ষতির সম্মুখীন হয়েছে তবে আমি মনে করি অবশ্যই এর পরবর্তী সময়ে যেকোন ো সেকশনে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই একে অপরের সাথে যোগাযোগ করবে।

পরামর্শ: যে সকল ভাইয়েরা এই ধোকাবাজির খেলায় লোকসানের সম্মুখীন হয়েছে তাদেরকে আমি বলতে চাই আপনারা বিটকয়েনের সাথে লেগে থাকুন। ছোট ছোট ট্র্রেড করে বহু অর্থ আয় করা যায়। অন্য কোন চিন্তা ভাবনা না করে অবশ্যই নিশ্চিন্তে বিটকয়েন এর সাথে লেনদেন করুন কখনো সম্পদ সম্পূর্ণ হারিয়ে যাবে না এটা সত্য।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 19, 2023, 09:24:08 AM
বি দ্র: যারা Catly নিয়ে তেল মারতে আসবে তাদের কথা শুনবেন না। এই প্রজেক্টটি হয়তো এক বছর দুই বছর পেমেন্ট করবে তারপর হিউজ পরিমাণ বিনিয়োগ পেলে এ কোম্পানিটিও চলে যাবে। MTFE এর একজন CEO দেখলাম Catly এর উপর ইউটিউব ভিডিও আপলোড করেছিল কিন্তু আপলোড করার সাথে সাথে তিনি ভিডিও ডিলিট করে দিয়েছিলেন।
তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে MTFE যখন থেকে ইসকাম করার তালবাহানা শুরু করলো ঠিক তখন থেকে Catly এর প্ল্যানিং এর পরিবর্তন করতে শুরু করেছে। দুটো কোম্পানির প্রোফিটের পরিমাণ এক কিন্তু কৌশল ভিন্ন। তারা পরবর্তীতে যে পরিমাণ টোকেন minted করার সিদ্ধান্ত নিয়েছে তাতে করে দু বছরের মত বিজনেস করতে পারবে এবং হিউজ পরিমাণ প্রফিট পেলে এই কোম্পানিটিও উধাও হয়ে যাবে । তাই যারা বিনিয়োগ করবেন তারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন।

ধন্যবাদ সবাইকে।

ভুলের শুরুটা তো ভাই এখানেই। আপনি মনে করতেছেন Catly দুই বছর থাকবে। অনেকে এটা শুনেই ইনভেষ্ট করবে কারন প্রফিট তুলে নেয়ার জন্য দুই বছর না, দুই মাস ই যথেষ্ট। কোনো প্রজেক্ট ই ২ মাসের বেশি লাষ্টিং করে না। আর Catly ও ৩-৪ মাসের বেশি থাকবে না এটা আমি বলে দিলাম আপনি লিখে রাখেন। এসব প্রজেক্ট থেকে এক পয়সা ইনভেস্ট না করে যদি ১০ টাকা ইনকাম করা যায়, তাহলে সেটা পেয়েই খুশি থাকতে হবে। লোভে পড়ে ইনভেষ্ট করবেন তো ধরা খাবেন। একটা জিনিস দেখবেন যে আপনি যেটাতে ইনভেষ্ট না করবেন, সেটা অনেকদিন মারকেট এ থাকবে, যেই আপনি ইনভেষ্ট করবেন, কয়দিন পরেই ভাগবে। ব্যাপারটা এরকম ই মনে হয়। আসলে যতোদিন এ আপনি একটা প্রজেক্ট এর খোজ পেয়েছেন, ততদিনে এরা হিউজ লাভ করে ফেলেছে।

একটা পোষ্ট করেছিলাম,
এটা কোট করলাম

লাইসেন্স ২০ বছর নিয়ে রাখলেই কি ভাই? কোম্পানি যদি স্ক্যাম করে, তাদের ২০২৪ বা ২৫ অব্দি যে লাইসেন্স আছে, তারা সেটার দিকে তাকাবে না। ইভ্যালি বা অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটগুলো বাংলাদেশে লাইসেন্স নিয়েই তাদের কার্যক্রম শুরু করেছিলো। তারাও মানুষকে স্ক্যাম করেছে। স্ক্যাম করে ফেললে লাইসেন্স সেই স্ক্যাম আটকাতে পারবে না। আর তারা যে লাইসেন্স এর কথা বলছে সেটা আদৌ আছে কি না সেটা কেউ জানে না। প্রতারক রা আপনার বিশ্বাস অর্জনের জন্য অনেক কিছুই করবে। এস পি সির মতো প্রতিস্ঠান বাংলাদেশে লাইসেন্স পায় কিভাবে? ঘেটে দেখা গেছে ওরা একটা ট্রেড লাইসেন্স নিয়ে কাজ শুরু করেছিলো।

MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 19, 2023, 12:21:18 AM

বি দ্র: যারা Catly নিয়ে তেল মারতে আসবে তাদের কথা শুনবেন না। এই প্রজেক্টটি হয়তো এক বছর দুই বছর পেমেন্ট করবে তারপর হিউজ পরিমাণ বিনিয়োগ পেলে এ কোম্পানিটিও চলে যাবে। MTFE এর একজন CEO দেখলাম Catly এর উপর ইউটিউব ভিডিও আপলোড করেছিল কিন্তু আপলোড করার সাথে সাথে তিনি ভিডিও ডিলিট করে দিয়েছিলেন।
তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে MTFE যখন থেকে ইসকাম করার তালবাহানা শুরু করলো ঠিক তখন থেকে Catly এর প্ল্যানিং এর পরিবর্তন করতে শুরু করেছে। দুটো কোম্পানির প্রোফিটের পরিমাণ এক কিন্তু কৌশল ভিন্ন। তারা পরবর্তীতে যে পরিমাণ টোকেন minted করার সিদ্ধান্ত নিয়েছে তাতে করে দু বছরের মত বিজনেস করতে পারবে এবং হিউজ পরিমাণ প্রফিট পেলে এই কোম্পানিটিও উধাও হয়ে যাবে । তাই যারা বিনিয়োগ করবেন তারা দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন।

ধন্যবাদ সবাইকে।
আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই তবুও আপনি ফোরামের একজন সম্মানিত সদস্য @লিটল মাউস ভাইয়ের কাছ থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনি নিজের জ্ঞানে রিক্স নিয়ে বিনিয়োগ করেছেন এর জন্য আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। যাহোক পরবর্তীতে আপনি এরকম প্রতারক প্রজেক্ট থেকে বিরত থাকবেন।

তাছাড়া কেটলি catly এই প্রজেক্টের এয়ার্ডোব সর্বপ্রথম আমি এখানে শেয়ার করেছিলাম এবং আমি নিষেধ করছি কেউ না বুঝে বিনিয়োগ করবেন না। আমি অবশ্যই লিংকটি রেফারেল মুছে ফেলেছি। আমি এ পর্যন্ত কাউকে আমার রেফারেল লিংক থেকে বিনিয়োগ করার জন্য পরামর্শ দেইনি। @ldl ভাই আপনি এই বিষয়ে সতর্কতামূলক পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেহেতু এই সমস্ত প্রজেক্ট থেকে প্রতারিত হয়েছেন তাই আপনার পরামর্শ এখানে খুবই গুরুত্ব সহকারে মেনে চলা হবে।
Jump to: