অবশেষে মনে হয় আমিও ছোটখাটো একটি ** ধরা খেয়ে গেলাম। MTFE তে ইনভেস্ট করতে চেয়েছিলাম কিন্তু এটি করিনি স্কাম ভেবে কিন্তু পরবর্তীতে আবার catley তে ইনভেস্ট করলাম এখান থেকেই ছোটখাটো করে খেলাম
।
কি বলবো ভাই দুঃখের বিষয় হাসবো না কাঁদবো কোনটাই বুঝতে পারতেছি না এত তাড়াতাড়ি প্রতারণা করবে কেউ কল্পনাও করতে পারিনি।
যদিও তারা বলে দিয়েছে সাময়িক সময়ের জন্য সেল বন্ধ করেছে তবে আমরা ভাবতে পারি এটি সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছে।
স্ক্যাম মানে স্ক্যাম ১০০% সিওর হবে এটা
আসলে জীবনে ধরা না খেলে কখনোই চালাক হওয়া যায় না তাই ছোটখাটো করে দু একটা ধরা খেতেই হয়
।
সবাই সতর্কতা অবলম্বন করুন এবং এরকম প্লাটফর্ম গুলোতে বিনিয়োগ করা বন্ধ করুন তাহলে জীবন ভালো থাকবে ধন্যবাদ।
ভালো একটা নিউজ দিলেন তো, আমি মাত্রই LDL ভাইকে বল্লাম যে ২ বছর কেনো? ২ মাস থাকবে কি না দেখেন। আমার মনে হয় না ৩-৪ মাসের বেশি টিকবে। এদিকে catly অলরেডি সেল করার অপশন বন্ধ করে দিয়েছে। সুতরাং যারা একবার ইনভেষ্ট করেছে, তাদের টাকাও আটকে গেলো। মারহাবা
কি বলবো এবার বলেন, আমরা কেনো ভাবতে যাই যে একটা সাইট কতোদিন লাষ্টিং করবে? সাইটের লাষ্টিং ডিপেন্ড করে তারা কতো টাকা কামিয়েছে আর সেই সাইটের মালিকের টারগেট এর ওপর। একজন স্ক্যামারের যদি টারগেট থাকে যে সে ১০ হাজার ডলার হলেই তার সাইট ক্লোজ করে দিবে, সে তখনই ক্লোজ করবে। যদি সে ৩ দিনে ১০ হাজার ডলার কামায়, তাহলে ৩ দিন পরেই বন্ধ করে দিবে। এগুলা ডিপেন্ড করে তাদের ইচ্ছার ওপর। এখনো কেউ যদি বলেন যে ভাই মাত্র আসছে, ভাগার টাইম হতে হতে আমার প্রফিট চলে আসবে। তাদের কে বলতে চাই Rest In Peace Buddy!
আসলেই ভাই স্ক্যামারদের মন মানসিকতা থাকে আলাদা তারা তাদের লক্ষ্য পূরণ হলেই সবাইকে বোকা বানিয়ে চলে যায়। তাদের টার্গেট অনুযায়ী যদি কয়েকদিন প্রজেক্ট চালায় তাহলে তাদের প্রচুর পরিমাণ লাভ হয় এবং যারা এতে বিনিয়োগ করে তখন স্কাম করে তাদের শুধু বাঁশ দিয়ে চলে যায়।
Catley প্রজেক্টটি তারা যেভাবে চলছিল প্রতিনিয়ত তাদের যেভাবে লাভ হতো সেই অনুযায়ী বিশ্বাস করেছে লোকেরা বিশ্বস্ত একটি প্রজেক্ট মনে করে অনেক লোকে এখানে বিনিয়োগ করেছে।
তবে আমি বোকার মত একটি কাজ করেছি হয়তো লোভে পড়েছিলাম যখন ১৫ দিন শেষ হয়েছিল তখন স্টাকিং খুলে দিয়েছিল তখন যদি সবগুলো তুলে নিয়ে আসতাম তাহলে হয়তো আমার ক্ষতি হতো না তবে আমার লোভ আমাকে এটা করতে দেয়নি।
যাইহোক আমি যে ১৫ দিন ডলারগুলো স্টাকিং এ রেখেছিলাম সেখানে আমি হিসাব করে দেখলাম বরং লস হয়েছে লাভ কমই হয়েছে যেখানে $0.0044 করে টোকেন কিনতে হয় আর সেল করতে গেলে $0.0033 করে সেল করতে হয় এখানেই বোঝা যায় অনেক লস হয়ে যায়।
তবে এই হিসাবটা যদি আগে থেকে করতাম তাহলে অনেকটা সতর্ক হতাম এবং এখানে ইনভেস্ট করতাম না তবে যখন লস খাই তখনই এমন বুদ্ধি আসে মাথায় এর আগে আসে না। যেমন চোর পালালে বুদ্ধির অভাব হয় না ঠিক তেমনই হয়েছে।
যাইহোক যেহেতু আমরা এর আগে অনেক প্রজেক্ট দেখেছি অনেকেই প্রতারণার ফাঁদে পা দিয়েছিল তবে আমি এই প্রথম কোন প্রজেক্ট থেকে প্রতারণা ফাঁদে পা দিয়ে আমার অর্থ হারিয়েছে তবে ভবিষ্যতে আর এমন প্রজেক্টে বিনিয়োগ করার কথা চিন্তা করব না।
আর যারা এমন ইনভেস্ট করে প্রতিদিন লাভ করার উদ্দেশ্যের কথা চিন্তা করছে তারা এরকম চিন্তা মাথা থেকে নামিয়ে বড় সেগুলো বিটকয়েনে বিনিয়োগ করে রাখুন তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত হতে হবে।