Author

Topic: বাংলা (Bengali) - page 174. (Read 5308565 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 06, 2023, 10:44:10 AM
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ই অরেঞ্জের Brand Ambassador ছিলেন মাশরাফি বিন মর্তুজা

প্রথম কথা হলো, যতো নামী দামি সেলিব্রেটির কথাই বলেন না কেনো, একটা প্রোজেক্ট কখনোই লসে বেশি দিন রান করতে পারবে না।
তাছাড়া মাশরাফি কেনো, কোনো সেলিব্রেটিই জানে না যে কোন কোম্পানি স্ক্যাম করবে আর কোনটা করবে না। সাধারন মানুষকে স্ক্যাম কোম্পানির কাজের প্যাটার্ন বুঝতে হবে। যে কোনো অফার দেখে যদি মনে হয় যে এতা কমে কিভাবে দিচ্ছে, ধরে নিবেন যে এটাই স্ক্যাম। আমি নেট এ ইভ্যালির কাজের প্যাটার্ন নিয়ে পড়েছিলাম। ধরেন তারা একদিনে ১০০ টি ইয়ামাহা বাইকের অর্ডার পেলো। প্রতিটা ইয়ামাহা বাইকের দাম ২ লাখ ৫০ হাজার। কিন্তু ইভ্যালি থেকে কিনলে পাচ্ছেন ২ লাখ টাকায়। দারুন অফার, তাই না?

এটাই তাদের ট্র্যাপ। ২ লাখ টাকা করে ১০০ টা বাইকের অর্ডার পেলো ১ টা ব্ল্যাক ফ্রাইডে তে। তারা মোট ক্যাশ পেলো ২ কোটি টাকা। এবার তারা ইয়ামাহা কোম্পানি থেকে ২০ টা বাইক নিলো ৫০ লাখ টাকায়। এখানে ইয়ামাহায় পরিশোধ করলো ৩০ লাখ আর বাকি রাখলো ২০ লাখ। তাদের মোট খরচ কতো হলো? শুধু ৩০ লাখ টাকা। তারা এই ২০ টা বাইক ডেলিভারি দিবে। বাকি ৮০ টা ডেলিভারি পেন্ডিং থাকবে। পরের শুক্রবার আবারো ১০০ বাইকের অর্ডার পেলো, এবারো একই কাজ করলো। প্রতি ব্যাচ অর্ডার থেকে ২০% পন্য ডেলিভারি দিবে। গ্রাহকের কাছ থেকে টাকা নিচ্ছে, আবার বাইক কোম্পানির কাছেও বাকিতে মাল নিচ্ছে। এভাবে কোম্পানির দায় হবে কয়েক হাজার কোটি টাকা। এদিকে ডেলিভারি দেয়ার জন্য গ্রাহক রা অভিযোগ করতে থাকবে আর ওরা কপি পেষ্ট রেসপন্স করতে থাকবে। একদিন হুট করে কোম্পানি গায়েব।

সাধারন মানুষের বোঝা উচিৎ, যেখানে যারা উৎপাদন করে, তারা ২ লাখ ২০ হাজারে দিতে পারে না, অন্য কোম্পানি ২ লাখে দেয় কিভাবে? নিজের কাছে প্রশ্ন করতে হবে। যদি সঠিক উত্তর থাকে, তাহলে টাকা দিবেন, না থাকলে দিবেন না।

আবারে এসব স্ক্যাম আসবে, অন্য কোনো নামে, অন্য কোনো মোড়কে! আর আমরা বোকা জাতি আবারো ঝাপিয়ে পড়বো! দোষ সাকিব আল হাসানের বা মাশরাফির!
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 06, 2023, 10:35:19 AM
ই-অরেন্জ এর ব্যাপার টা সঠিক জানি না। তবে এস পি সি যে কোম্পানি টা মাশরাফির সাথে চুক্তি করেছিলো, তারা মাশরাফিকে কোনো টাকা দেয় নি। তারা বলেছিলো মাশরাফির নড়াইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবে। আর এতেই মাশরাফি রাজি হয়েছে ব্রান্ড এম্বাসেডর হতে। মাশরাফি কি ই-অরেন্জ এর ব্রান্ড এম্বাসেডর ছিলো?
ওই সময় বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে ই অরেঞ্জ এর ব্যাপারে মাশরাফির এই এম্বাসিডরের বিষয়গুলো প্রচার করেছিল। তবে ভিতরে ভিতরে কি ঘটেছে জানিনা তবে মাশরাফি e orange ব্যাপারে যথেষ্ট আগ্রহি ছিলেন। এই সকল বিষয় নিয়ে মাশরাফি অনেক কথাবার্তা বলেছে যা নথিপত্রে এখন আপনারা অনলাইনে পাবেন। ই অরেন্জজের অনেক গ্রাহকেরা মাশরাফির বাড়ি পর্যন্ত ঘেরাও করতে প্লান করেছিল। অবশ্য মাশরাফি বিন মর্তুজা এই ব্যাপারটা বুঝে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি যদি এই বিষয়ে সার্চ দিতে যান তাহলে হাজার হাজার প্রমাণপত্র পেয়ে যাবেন। একটি প্রমাণ আপাতত আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম।
https://fb.watch/mftylnfrpl/?mibextid=Nif5oz

https://www.tbsnews.net/bangladesh/mashrafe-assures-help-e-orange-customers-getting-pending-deliveries-289324
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 06, 2023, 10:26:33 AM

আমি কখনো কোন রেফারেল প্রোগ্রাম অথবা MLS এর প্রতারণার ফাঁদে পা দেইনি। আমরা সাধারণত যারা একটু কম বুঝি তারা মাগনা আলকাতরা লুঙ্গি পেতে নেই এই অবস্থার মত শুধুমাত্র ফ্রিতে যদি কিছু পাই সেখানেই কেবল কাজ করি কোন বিনিয়োগ করিনা। আমি বেশ কয়েকদিন হল Catly নামক একটি airdrop করেছিলাম সেখানে তারা ৫০০ Catly দিয়েছিল এবং সাথে সাথে স্টাকিং হয়ে ১৫ টা করে টোকেন প্রতিদিন হয়।
এই প্রজেক্ট কেমন হবে সেটা বলতে পারবো না তবে যতদিন এভাবে বোনাস দেয় ততদিন পেতে থাকি। তবে আমি এই প্রজেক্টটি নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছিলাম সেখানে কিছু রিভিউ তাদের পক্ষে এবং কিছু রিভিউ তাদের বিপরীতে কথা বলেছে। অনেকেই প্রজেক্টটি ভালো বলেছে আবার অনেকেই এই প্রজেক্ট সম্পর্কে খারাপ বলেছে। তবে কোন দ্বিধা দ্বন্দ্বের কারণ নেই ইনভেস্ট না করলে হয়। যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই ভালোভাবে গবেষণা ও বিস্তারিত জেনে শুনেই নিজের ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন।
$CATLY এই প্রজেক্টটি ভালো হবে বলে আমাকে একজনে বিনিয়োগ করার কথা বলেছে এবং আমিও কিছু বিস্তারিত গবেষণা করেছি দেখে ভালই মনে হচ্ছে তবে আমার মনের মধ্যে একটু খটকা আছে। তবে আমি যেহেতু বিনিয়োগ করেছি তাই এখনো ভয়ের মধ্যে রয়েছি যদি প্রজেক্ট স্কাম হয়ে যায় তাহলে কিছু করার থাকবে না ১৫ দিন পর পর অটো স্টার্টিং ছাড়ে তাছাড়া স্টাকিং ছাড়ানো সম্ভব নয়। যদিও এই এয়ারডপ শুধুমাত্র বিনান্স ইউজারদের জন্য তাই অনেক লোকে এই প্রোজেক্টি বিশ্বস্ত মনে করে বিনিয়োগ করছে। আমিও কিছু রিভিউ দেখেছি তার মধ্যে কয়েকটি ভালো রিভিউ দেখলাম দেখে ভালো লাগলো কিন্তু পরবর্তীতে যে প্রজেক্ট টিম কি করে সেটা বলা কঠিন। যদি প্রজেক্ট ভালো হয় তাহলে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য ভালো আর যদি স্ক্যাম করে তাহলে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য খুবই খারাপ হবে। তবে এই মুহূর্তে যেহেতু প্রজেক্ট টিম ভালো সার্ভিস দিচ্ছে সেই অনুযায়ী যদি তারা পরবর্তীতে এগিয়ে যায় তাহলে হয়তো প্রজেক্ট সাকসেস হতে পারে, আবার যদি তারা সবগুলো অর্থ মেনে নিয়ে চলে যায় তাহলে কিছুই করার থাকবে না আমাদের শুধু খালি হাতে সবকিছু গুছিয়ে নিয়ে আসতে হবে। Grin
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 06, 2023, 10:21:43 AM
যদিও আমি এ ধরনের সাইট সম্পর্কে সচেতন ছিলাম এবং ইভেলিকে আমি আগে থেকেই খুবই রিস্কি ভাবতাম।

ইভালির কথা আর বইলেননা ভাই। মনটাই খারাপ হয়ে গেলো। ইভালির মতো এতো নামকরা ব্রান্ড যে স্ক্যাম করে বসবে কেই বা জানতো। ইভালিতে আমার ১৫-২০ হাজার টাকার অর্ডার ছিল। সব জলে গেছে। আপনার কতো টাকার ক্ষতি হয়?
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 06, 2023, 10:18:01 AM

আমি কখনো কোন রেফারেল প্রোগ্রাম অথবা MLS এর প্রতারণার ফাঁদে পা দেইনি। আমরা সাধারণত যারা একটু কম বুঝি তারা মাগনা আলকাতরা লুঙ্গি পেতে নেই এই অবস্থার মত শুধুমাত্র ফ্রিতে যদি কিছু পাই সেখানেই কেবল কাজ করি কোন বিনিয়োগ করিনা। আমি বেশ কয়েকদিন হল Catly নামক একটি airdrop করেছিলাম সেখানে তারা ৫০০ Catly দিয়েছিল এবং সাথে সাথে স্টাকিং হয়ে ১৫ টা করে টোকেন প্রতিদিন হয়।
এই প্রজেক্ট কেমন হবে সেটা বলতে পারবো না তবে যতদিন এভাবে বোনাস দেয় ততদিন পেতে থাকি। তবে আমি এই প্রজেক্টটি নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছিলাম সেখানে কিছু রিভিউ তাদের পক্ষে এবং কিছু রিভিউ তাদের বিপরীতে কথা বলেছে। অনেকেই প্রজেক্টটি ভালো বলেছে আবার অনেকেই এই প্রজেক্ট সম্পর্কে খারাপ বলেছে। তবে কোন দ্বিধা দ্বন্দ্বের কারণ নেই ইনভেস্ট না করলে হয়। যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই ভালোভাবে গবেষণা ও বিস্তারিত জেনে শুনেই নিজের ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন।

ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।
এটাও এক প্রকার Ponzi Sceme । কতো সহজে তারা মানুষের বিশ্বাস অর্জন করে ফেলে। প্রথমে সবাইকে ফ্রিতে পেমেন্ট দেয়া শুরু করলো, এখন অনেক মানুষ এটা ধুমসে ইনভেষ্ট করছে, আমার মনে হয়না এটা খুব বেশি দিন রান করবে। তবে যারা আগে ইনভেষ্ট করেছে, তারা প্রফিট এই থাকবে। কিন্তু যারা অন্যদের পেমেন্ট দেখে নতুন করে ইনভেষ্ট করছে, তারা লস করবে বলে মনে হচ্ছে।
হ্যাঁ ভাই তবে আগেভাগে যারা বিনিয়োগ করবে তারা হয়তো লাভে থাকবেন। এজন্য আমি ১৪ হাজারের মতো টোকেন ক্রয় করেছি । ৫০ ডলারের মধ্যে এখন পর্যন্ত সাড়ে7 ডলার পেয়েছি। প্রতিদিন যে আমাকে দেড় ডলার পরিমাণ স্ট্যাকিং দেয় তা আমি সাথে সাথে সেল দিয়ে দিই। এভাবে যতদিন থাকে ততদিন যদি বিনিয়োগ করা ৫০ ডলার পরিমাণ উঠে আসে তাতে খারাপ হবে না। অবস্থা বেগতিক দেখে সাথে সাথে আমার সকল টোকেন বিক্রি করে দেব। ১৫ দিনে যদি ২০ ডলার পরিমান উঠে আসে তাতে কিছুটা লাভই থাকবে। যাহোক স্ক্যাম প্রজেক্ট সম্পর্কে বেশি লেকচার না দেওয়াই ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 06, 2023, 10:12:30 AM
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।
এটাও এক প্রকার Ponzi Sceme । কতো সহজে তারা মানুষের বিশ্বাস অর্জন করে ফেলে। প্রথমে সবাইকে ফ্রিতে পেমেন্ট দেয়া শুরু করলো, এখন অনেক মানুষ এটা ধুমসে ইনভেষ্ট করছে, আমার মনে হয়না এটা খুব বেশি দিন রান করবে। তবে যারা আগে ইনভেষ্ট করেছে, তারা প্রফিট এই থাকবে। কিন্তু যারা অন্যদের পেমেন্ট দেখে নতুন করে ইনভেষ্ট করছে, তারা লস করবে বলে মনে হচ্ছে।

@Learn Bitcoin ভাই আপনার হয়তো তারিখের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিটকানেক্ট খুব সম্ভবত 2016-2018 সালে তাদের অপরাধের বিস্তার করেছিল। ১৬ই জানুয়ারি ২০১৮ সালে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং জনগণের মেরে দেওয়া টাকা রিফান্ড করার জন্য বাধ্য করা হয়।
এখানে হয়তো আপনার সালের উল্লেখ ভুল হয়েছে।
বিটকানেক্ট উইকিপিডিয়া: https://en.m.wikipedia.org/wiki/Bitconnect
এবার আমি অসলেই কনফিউজ্ড হয়ে গেলাম। আমাকে কি অন্য কোনো প্রজেক্ট এর কথা বললো? আমাকে উনি যেটার কথা বললো, বিটকানেক্ট বলেই মনে হলো। অনেক দিন আগের কথা, তাই সঠিক মনে করতে পারছি না। তবে যেটাই হোক, সে প্রজেক্ট স্ক্যাম করেছে।

তবে মাশরাফি মিন মুর্তজা এই কাজটা আসলে টাকার লোভে করেছিলেন। অথবা এমনও তো হতে পারে যে মাশরাফি মনে করেছিলেন যে প্রজেক্ট জেনুইন এবং মার্কেট থেকে উধাও হবে না। এই ভরসা থেকেও হয়তো সে প্রমোট করতে পারে। যেটা জানি না সেটা এভাবে না বলাই ভালো।
ই-অরেন্জ এর ব্যাপার টা সঠিক জানি না। তবে এস পি সি যে কোম্পানি টা মাশরাফির সাথে চুক্তি করেছিলো, তারা মাশরাফিকে কোনো টাকা দেয় নি। তারা বলেছিলো মাশরাফির নড়াইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবে। আর এতেই মাশরাফি রাজি হয়েছে ব্রান্ড এম্বাসেডর হতে। মাশরাফি কি ই-অরেন্জ এর ব্রান্ড এম্বাসেডর ছিলো?
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
August 06, 2023, 09:53:03 AM
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), ইথিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক বুটেরিন , এই সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাশরাফির ব্যাপারটা ঠিক আছে। টাকার লোভে কোনরকম জাস্টিফিকেশন/অনুসন্ধান ছাড়াই সে এইরকম একটা ভন্ড কোম্পানির সাথে যুক্ত হয়েছে যেটা মোটেও মুচিত হয় নি। সাধারন মানুষ তাদের ভরসা করে আর সেটাকেই পুজি করে সে ফ্রড একটা কোম্পানি প্রমোট করেছে।
আমি নিজেও ইওরেঞ্জের একজন ভুক্তভোগী। নিজের শখের ল্যাপটপটি ইঅরেঞ্জ এ অর্ডার করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিলাম। যদিও আমি এ ধরনের সাইট সম্পর্কে সচেতন ছিলাম এবং ইভেলিকে আমি আগে থেকেই খুবই রিস্কি ভাবতাম। কিন্তু শুধুমাত্র মাশরাফির বিজ্ঞাপনের জন্য এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া আমাকে বেশি প্রলোভিত করেছে। তখন তিনি রানিং সংসদ সদস্য ছিলেন তাই এমনটা কখনো আশা করিনি যদিও তারপরও অনেকটা সন্দেহ ছিল প্লাটফর্ম টি নিয়ে। আর সরকারের একটি ব্রাঞ্চ করা উচিত এইসব ভাইরাল স্ক্যাম প্ল্যাটফর্ম গুলোকে শুরু থেকেই চিহ্নিত করে জনগণকে সচেতন করে দেয়ার বা আইনের আওতায় আনার যাতে সাধারণ মানুষ নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে যায় আর একযোগে এত ভাইরাল না হয়।

তাই আমার মতে ক্রিপ্টো তে বা যে কোন ইনভেস্টমেন্ট সেক্টরে কারোর দ্বারা উদ্বুদ্ধ হয়ে কখনোই একটা সন্দেহজনক ডিসিশন নেয়া ঠিক নয়। যখন আপনি কোম্পানি সম্পর্কে পুরোপুরি জানবেন এবং তাদের আয়ের উৎস ও আপনার প্রফিট জেনারেট করার পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন তখন হয়তো ভেবে দেখতে পারেন। আরেকজন সংসদ সদস্য ও শিক্ষিত ব্যক্তিদের এই ধরনের প্রোমোশনে জড়ানোটা সত্যিই দুঃখজনক। এ থেকে একটা শিক্ষা পেলাম তা হল প্রলুব্ধ হয়ে শুধু আমরা সাধারণরা না অনেক উচ্চ ব্যক্তিরাও ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই এখন আমাদের সময় আমাদের শিক্ষাগুলোকে বাস্তবে কাজে লাগানোর।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 06, 2023, 08:39:18 AM
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), ইথিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক বুটেরিন , এই সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাশরাফির ব্যাপারটা ঠিক আছে। টাকার লোভে কোনরকম জাস্টিফিকেশন/অনুসন্ধান ছাড়াই সে এইরকম একটা ভন্ড কোম্পানির সাথে যুক্ত হয়েছে যেটা মোটেও মুচিত হয় নি। সাধারন মানুষ তাদের ভরসা করে আর সেটাকেই পুজি করে সে ফ্রড একটা কোম্পানি প্রমোট করেছে।
কিন্তু, ভিটালিকের কথা যে বললেন? উনি কিভাবে বিটকানেক্ট এর সাথে জড়িত ছিল? যতদুর মনে পরে ভিটালিক বিটকানেক্ট প্রজেক্টকে স্ক্যাম বলে টুইটারে পোস্ট করেছিল। সে কি এই কোম্পানির সাথে জড়িত ছিল? যদি রেফারেন্স সহ জানাতেন ভালো হত।
@Little Mouse ভাই আমার বুঝতে ভুল হয়েছিল সেজন্য বোধহয় আমি উপস্থাপন করতে ভুল করেছি।
Vitalik Buterin বিটকানেক্টের সাথে যুক্ত ছিলেন না।
আমি সরি ভাই।
তবে মাশরাফি মিন মুর্তজা এই কাজটা আসলে টাকার লোভে করেছিলেন। অথবা এমনও তো হতে পারে যে মাশরাফি মনে করেছিলেন যে প্রজেক্ট জেনুইন এবং মার্কেট থেকে উধাও হবে না। এই ভরসা থেকেও হয়তো সে প্রমোট করতে পারে। যেটা জানি না সেটা এভাবে না বলাই ভালো।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 06, 2023, 08:29:31 AM

যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।

আমি সাধারনত এসব এয়ারড্রপে জয়েন করি না। তবে গতকাল দেখলাম এই এয়ারড্রপ টা পেমেন্ট দিচ্ছে। কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে ফান্ড উইথড্র দিতে পারবেন। ফ্রি মানি পেতে তো সবারই ভালো লাগে। হাজারে ২-৪ টা এয়ারড্রপ পেমেন্ট করে। এটাও পেমেন্ট করতেছে আপাতত, তবে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।


আসলে আমিও এই একাউন্টটি করেছি এবং এখানে $100 ডলার সমপরিমাণ আমি বিনিয়োগ করেছি প্রতিদিন আমার $2.54 করে পাই এবং সেটি সঙ্গে সঙ্গে উইদ্র দেই সেটি Binance এ সরাসরি চলে আসে। এটি মূলত রেফার কমিশন পাওয়া যায় যদি আপনার রেফার থেকে কাউকে রেফার দেন সে যদি বিনিয়োগ করে তবেই আপনি কমিশন পাবেন তাছাড়া পাবেন না। আর এই টোকেনটি বাই ব্যাক করে যেহেতু স্টাকিং করলে প্রতিদিন যে পরিমাণ আপনি এখানে বিনিয়োগ করবেন সেই অনুযায়ী আপনাকে স্টাকিং বোনাস দিবে। তবে আমরা যখন এই টোকেনটি সেল করি তখন এর দাম আমাদেরকে কমিয়ে দেয় , যেখানে আমরা বাই করলে $0.004 করে কিনতে হয় কিন্তু যখন বিক্রি করি তখন তারা $0.0033 করে দেয়। এই টোকেনটি তাদের 70% Earn করা হলে হয়তো এক্সচেঞ্জ লিস্ট করবে তবে বর্তমানে 35% এর কাছাকাছি হয়েছে। যদিও এটি বর্তমানে অনেক লোকের এখানে স্ট্যাকিং করছে এবং প্রতিদিন ভালো পরিমাণ টোকেন বিনিয়োগ করা হচ্ছে দেখা যাক তারা তাদের প্রজেক্টে কত দূর নিয়ে যেতে পারে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 06, 2023, 07:52:40 AM
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), ইথিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক বুটেরিন , এই সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাশরাফির ব্যাপারটা ঠিক আছে। টাকার লোভে কোনরকম জাস্টিফিকেশন/অনুসন্ধান ছাড়াই সে এইরকম একটা ভন্ড কোম্পানির সাথে যুক্ত হয়েছে যেটা মোটেও মুচিত হয় নি। সাধারন মানুষ তাদের ভরসা করে আর সেটাকেই পুজি করে সে ফ্রড একটা কোম্পানি প্রমোট করেছে।
কিন্তু, ভিটালিকের কথা যে বললেন? উনি কিভাবে বিটকানেক্ট এর সাথে জড়িত ছিল? যতদুর মনে পরে ভিটালিক বিটকানেক্ট প্রজেক্টকে স্ক্যাম বলে টুইটারে পোস্ট করেছিল। সে কি এই কোম্পানির সাথে জড়িত ছিল? যদি রেফারেন্স সহ জানাতেন ভালো হত।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 05, 2023, 08:20:24 PM
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 05, 2023, 07:27:22 PM

যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।

আমি সাধারনত এসব এয়ারড্রপে জয়েন করি না। তবে গতকাল দেখলাম এই এয়ারড্রপ টা পেমেন্ট দিচ্ছে। কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে ফান্ড উইথড্র দিতে পারবেন। ফ্রি মানি পেতে তো সবারই ভালো লাগে। হাজারে ২-৪ টা এয়ারড্রপ পেমেন্ট করে। এটাও পেমেন্ট করতেছে আপাতত, তবে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।

full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
August 05, 2023, 05:03:40 PM
Welcome to me.
i am new here,BTC
আপনাকে বিটকয়েন ফোরামের বাংলা থ্রেডে স্বাগতম। আমাদের লোকালে আরো একজন নতুন ইউজার পেয়ে আমরা আনন্দিত। আর আপনি এই থ্রেডে ইংরেজিতে পোস্ট না করে বাংলায় লিখলে বিষয়টা সামঞ্জস্যপূর্ণ হবে। আর অবশ্যই এই ধরনের দুই তিন ওয়ার্ডের ছোট ছোট পোস্ট করা থেকে বিরত থাকবেন যেগুলো মিনিংফুল না। যেমন ধরুন আপনি এখানে কোন কিছু জিজ্ঞাসা করতে পারতেন বা আপনার মতামত বা অভিজ্ঞতা শেয়ার করতে পারতেন তা না করে আপনি যে নতুন শুধু এটা জানানোর জন্য পোস্ট না করলেও চলত। পোস্টটি আমার কাছে Hi, Hello , Good Morning এই টাইপের লেগেছে।

আশা করি আপনি ফোরামের রুলস গুলো সম্পর্কে পড়েছেন যেগুলো সবাইকেই মানতে হয় এবং এগুলো না ভাঙ্গে আপনার অ্যাকাউন্ট ব্যান বা রেস্ট্রিক্ট হয়ে যাবে। না পড়ে থাকলে নিচে পড়ে নিন:


এছাড়া DYING_S0UL ভাই বাংলায় কিছু গুরুত্বপূর্ণ টপ িক শেয়ার করেছে যেগুলো নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পোস্টগুলো পড়ে আপনার সুন্দর একটি ফোরাম জার্নি শুরু করবেন। আর কোন কিছু না বুঝলে বা কনফিউশন থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কিন্তু দয়া করে মিনিংলেস পোস্ট করবেন না। আপনার জন্য শুভকামনা রইল।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 05, 2023, 12:38:25 PM
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো। উনি আমাকে বললো এটার দাম এখন কম, একটা তারিখের পর এই কয়েন কতো ডলার করে যেনো হবে বলেছিলো। উনি বিভিন্ন যায়গা থেকে ডলার কিনে কিনে সেখানে মোট ১২০০ ডলারের মতো ইনভেষ্ট করে। তো উনার দেয়া তারিখে চলে যাওয়ার পর জিগােইলাম ভাই কি অবস্থা আপনার কয়েনের? উনি আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। বা কি বলেছিলো আমার সঠিক মনে নাই। আজ অব্দি ওনাকে এই ব্যাপারে আর জিগাই নাই। আজকে এটার নাম দেখে জানলাম যে এটা স্ক্যাম।

আমার কাছে তখন কোনো যলার ছিলো না ইনভেষ্ট করার মতো। যদি থাকতো, আমিও হয়তো ইনভেষ্ট করে ফেলাতাম। অই ভাই দেখতাম কয়দিন পর পর ডলার কিনতো। জিগাইলেই বলতো উনি ট্রেড করে লস করছে, তাই আরো ডলার লাগবে।
@Learn Bitcoin ভাই আপনার হয়তো তারিখের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিটকানেক্ট খুব সম্ভবত 2016-2018 সালে তাদের অপরাধের বিস্তার করেছিল। ১৬ই জানুয়ারি ২০১৮ সালে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং জনগণের মেরে দেওয়া টাকা রিফান্ড করার জন্য বাধ্য করা হয়।
এখানে হয়তো আপনার সালের উল্লেখ ভুল হয়েছে।
বিটকানেক্ট উইকিপিডিয়া: https://en.m.wikipedia.org/wiki/Bitconnect
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 05, 2023, 12:28:18 PM
newbie
Activity: 2
Merit: 0
August 05, 2023, 11:06:12 AM
Welcome to me.
i am new here,BTC
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 05, 2023, 09:35:19 AM
আপনি কাউকে এইভাবে পোস্ট না করার জন্য বলতে পারেন না। তাছাড়া একজন মানুষ যদি এইখানে নেগেটিভ ট্রাস্ট খায়, তাহলে সেটা তোলার জন্য হলেও তার উচিত ফোরামে অবদান রাখা। তাহলে যারা নেগেটিভ ট্রাস্ট দিবে তারা ক্ষমা করে ট্রাস্ট উইথড্র করতে পারে।
এটা অনেকটা ডিপেন্ড করে থাকে মানুষটা কি কারনে ট্যাগ খেয়েছে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আসলে ফোরামের অনেক মেম্বার রা রিভার্স করে না। আবার কিছু ফোরাম মেম্বার ই আছে সিলি মেটার এ ট্যাগ মেরে বসে থাকে। আপনি তাকে কোনো ভাবেই কনভিন্স করতে পারবেন না। তবে এটা সত্যি আমরা কাউকে পোষ্ট না করার জন্য বলতে পারি না।

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো।
বিটকানেক্ট ২০১৮ সালের দিকে ফল করছে। এইটা স্ক্যাম প্রজেক্ট ছিল কিন্তু লোভের বশবর্তী হয়ে অনেকেই বিনিয়োগ করছে। ২০২১/২২ সালে তো এইটাতে বিনিয়োগ পাগলেও করবে না ভাই। এইটার অস্তিত্ব আছে কিনা সেটাই তো সন্দিহান।
সেই বড় ভাই তখন মাত্র নতুন ক্রিপ্টোতে ঢুকেছে। তবে বেশি টাকা পয়সা ওয়ালা মানুষ নতুন নতুন মার্কেট এ ঢুকলে যে অনেক বিপদে পড়ে, সেটা ওনাকে দেখেই বুঝেছি। ধনি মানুষ, মিরপুরে বাড়ি আছে, এরকম কয়েক হাজার ডলার গেলে ওনার কিছুই হবে না। আর সময়ের ব্যাপারটা বলবো, আমি এর আগে বিটকানেক্ট এর নাম ই শুনি নাই। উনি আমাকে বললো যে উনি ইনভেষ্ট করছে, আমি করবো কি না। যেহেতু আমার কাছে ডলার নাই, আমি এই প্রজেক্ট নিয়ে ঘেটেও দেখি নাই।

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 05, 2023, 09:26:40 AM
আমি আপনাদের অনুরোধ করছি বাংলাদেশে এরকম কানেক্টেড একাউন্ট নিয়ে এসে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।
আপনি কাউকে এইভাবে পোস্ট না করার জন্য বলতে পারেন না। তাছাড়া একজন মানুষ যদি এইখানে নেগেটিভ ট্রাস্ট খায়, তাহলে সেটা তোলার জন্য হলেও তার উচিত ফোরামে অবদান রাখা। তাহলে যারা নেগেটিভ ট্রাস্ট দিবে তারা ক্ষমা করে ট্রাস্ট উইথড্র করতে পারে।

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল?
এইটা অনেক বিতর্কিত একটা বিষয়। একটা বিটকয়েন সম্পর্কিত গ্রুপে এডমিন হওয়ার সুবাধে প্রায়ই এই ধরনের পোস্ট পেয়ে থাকি।
যাই হোক, জাকির নায়েককে আমরা অনেকেই চিনি এবং তার ধর্মীয় জ্ঞান কতটা উচু লেভেলের সে কথাও আমরা মোটামুটি জানি। জাকির নায়েক বলেছেন, স্পট ট্রেডিং হালাল কিন্তু ফিউচার ট্রেডিং হারাম। কেন? সেটার জন্য অনেক আলোচনা রয়েছে। দেখে নিতে পারেন- https://www.youtube.com/watch?v=ROPivnxOXSU
এইটা ফরেক্সের আলোকে কিন্তু একই ব্যাপার।

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো।
বিটকানেক্ট ২০১৮ সালের দিকে ফল করছে। এইটা স্ক্যাম প্রজেক্ট ছিল কিন্তু লোভের বশবর্তী হয়ে অনেকেই বিনিয়োগ করছে। ২০২১/২২ সালে তো এইটাতে বিনিয়োগ পাগলেও করবে না ভাই। এইটার অস্তিত্ব আছে কিনা সেটাই তো সন্দিহান।

আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
ওরা যতদিন অন্যান্য মানুষের টাকা দিয়ে ট্রেডিং করে কিংবা অন্য যে কোন মাধ্যমে লাভবান হয়ে পারবে ততদিন মানুষকে লাভ দিবে। যখনই দেখবে তারা লাভ করতে পারছে না তখনই সময় বুঝে তারা কেটে পরবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 05, 2023, 09:00:29 AM
আমরা আমাদের আদি পুরুষ আদম হাওয়ার ইতিহাস সবাই জানি। আমাদের ভিতরে এক প্রকার লুকায়িত শয়তানি শক্তি থাকে যা সামান্য একটু নাড়াচাড়া পেলেই শয়তানের প্ররোচনায় ভুল করে বসি। আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
আপনাকে কি বলবো ভাই, আমার এলাকায় কেউ এসব সাইটে ইনভেষ্ট করার আগে মোটামোটি ৮০% লোক আমার সাথে পরামর্শ করে নেয়। এমন অনেক হইছে যে আমি না করার পর অনেকে ইনভেষ্ট করে ধরা খাইছে। আবার এমন হইছে যে আমি না করার পর আর ইনভেষ্ট করে নাই, পরে যখন স্ক্যাম হয় তখন বেলে ওর কথা শুনে বেচে গেছি। রিং আইডি নিয়া আমার এলাকায় অনেক মাতামাতি হইছিলো। সব চাইতে কষ্টের ব্যপার হলো, যেখানে আমি সবাইকে নিষেধ করি এসব যায়গায় ইনভেষ্ট করার জন্য, সেখানে আমার আপন ছোট ভাই এসব সাইটে ইনভেষ্ট করে কয়েকবার ধরা খাইছে। আমার সাথে বলে না ভয়ে। কিন্তু আমার ওয়াইফ এগুলা আমার সাথে শেয়ার করে থাকে।

যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।

আমি সাধারনত এসব এয়ারড্রপে জয়েন করি না। তবে গতকাল দেখলাম এই এয়ারড্রপ টা পেমেন্ট দিচ্ছে। কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে ফান্ড উইথড্র দিতে পারবেন। ফ্রি মানি পেতে তো সবারই ভালো লাগে। হাজারে ২-৪ টা এয়ারড্রপ পেমেন্ট করে। এটাও পেমেন্ট করতেছে আপাতত, তবে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
August 05, 2023, 08:54:27 AM
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স
আমরা আমাদের আদি পুরুষ আদম হাওয়ার ইতিহাস সবাই জানি। আমাদের ভিতরে এক প্রকার লুকায়িত শয়তানি শক্তি থাকে যা সামান্য একটু নাড়াচাড়া পেলেই শয়তানের প্ররোচনায় ভুল করে বসি। আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।


আমার পরামর্শ হচ্ছে যতোটা দ্রুত সম্ভব আপনি , ডলার উইথড্রো করে নেন কারন বিভিন্ন্য প্লাটফর্ম এর অনেকেই এটা নিয়ে সতর্ক করছেন, এই মাস হয়তো পুরোপুরি নাও যেতে পারে তারা পালিয়ে যেতে পারে ।

Quote
MTFE একটি প্রতারণার নাম। এরা ইনভেস্টের নাম করে স্রেফ প্রতারণার একটা ব্যবসা করছে। ৫০ ডলার ইনভেস্ট করে মাসে ১৫০ ডলার ইনকাম, তার বেশি দিলে আরও ইনকাম এটা একটা প্রতারণার মডেল।
এই সাইটের বৈশিষ্ট টিপিক্যাল এমএলএম সাইটের মতই। মানে প্রথম দিকের ইউজার টাকা পায়, তারা প্রচারণা করে যে টাকা পেয়েছে, মাঝের দিকের ইউজাররাও মোটা অংকের প্রফিট করে এবং শেষের দিকের ইউজাররা লোভে পড়ে ধরা খায়।
এইসব প্রতারণার কথা আমাদের কথিত ইনফ্লুয়েন্সাররা মুখেও আনেন না। তারা পাবলিকলি এসব বলতে লজ্জা পান। কিন্তু এসব প্রতারণার কথা আলোচনা না হওয়ার কারনে বিদেশি এসব বিভিন্ন এপসের ফাঁদে পড়ে মানুষ অনেক টাকা-পয়সা হারাচ্ছেন। এদের টার্গেটেড ইউজার হল এমবি কিনে ভিডিও দেখা পাবলিক, এদের মধ্যে রিকশাচালক, শ্রমিক, ছাত্র, চাকুরীজীবি রয়েছেন।
মানুষেরও দোষ আছে, কিন্তু আমাদেরও এগুলা নিয়ে কথা বলা উচিত। তাহলে প্রতারণা করার সুযোগই পাবেনা এরা। আমাদের ফ্রিল্যান্সার/আইটি বিভিন্ন সংগঠন/ফেসবুক গ্রুপসহ বিভিন্ন কমিউনিটি হয়েছে যাদের এগুলা নিয়ে কথা বলা উচিত। দেশে বিভিন্ন ইভেন্ট হচ্ছে এখন, সেখানেও এসব প্রতারণা ধরা নিয়ে সেশন হওয়া উচিত। যেহেতু এদের প্যাটার্ন একই তাই কারও নাম উল্লেখ না করেও এদের প্রতারণা সম্পর্কে মানুষকে সাবধান করা যায়।
দিনশেষে সবাইকে সাবধান হতে হবে। মানুষকে ইন্টারনেট-শিক্ষিত করতে হবে। বেসিক কমনসেন্স শেখাতে হবে।
স্ট্যাটাসটি শেয়ার করে আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে সাবধান করুন।


Source


যেকোনো সময় ডলার আটকে দিতে পারে, এইসব থেকে আমাদের বিরত থাকাই ভালো।
Jump to: