Author

Topic: বাংলা (Bengali) - page 167. (Read 5307259 times)

legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
August 18, 2023, 05:00:58 AM
আমার চার টপিক এর সিরিজের দ্বিতীয় অংশ আপনার ভাষায় অনুবাদ করার জন্য আপনাকে ধন্যবাদ Learn Bitcoin! আমি সম্মানিত যে আমার টপিক অন্য লোকাল ভাষায় অনুবাদ করা হয়েছে!

আমি ৪ টা টপিকের এই সিরিজটা কে খুব দরকারি বলে মনে করি, কারণ এটা আরও বেশি মানুষকে বিটকয়েন, এর ইতিহাস জানতে এবং এই ঘটনাটা আরও সহজে বুঝতে সাহায্য করতে পারে।

এই টপিকটি সেই বিপদ গুলিকে তুলে ধরেছে যেগুলো অনেক দেশ মুখোমুখি হবে যখন সরকার সিডিবিসি ইস্যু করা শুরু করবে৷ অনেকে এটাকে প্রশংসা করতে পারে যে রাষ্ট্র জনগনকে ক্রিপ্টোকারেন্সি অফার করবে, কিন্তু এই টপিক আমাদের বুঝতে সাহায্য করবে যে কোনো সরকারই তার নাগরিকদের জন্য ক্রিপ্টোকারেন্সি ইস্যু করবে না। সব সরকারই শুধু মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদেরকে স্বাধীন থাকতে সাহায্য করে না। সুতরাং এই ব্যাপারটা কে সতর্কতা হিসেবে নিবেন। সিডিবিসির যুগ আসছে এবং আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে এবং চলুন সরকার যেনো আমাদের বোকা না বানাতে পারে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 18, 2023, 04:45:37 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Cryptocurrency vs digital money issued by the State




একটা ভূত আধুনিক বিশ্বকে তাড়া করছে, ক্রিপ্টো নৈরাজ্যের ভূত - টিম মে

আমি এই টপিকটি আমার অন্য একটি টপিক এর ”দ্বিতীয় পার্ট” হিসেবে শুরু করছি - সরকার ট্রেডারদের পেছনে লেগেছে! আংশিকভাবে, এই থ্রেডটি পড়ে (এর টাইটেল) ইনফ্লুয়েন্স হয়ে: বিশ্বের সরকারগুলো কেনো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে না?

সরকার ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে চায় না; অন্তত ডিসেন্ট্রালাইজ্ড গুলো না। কারণ তাদের সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে - ব্যক্তিগত তথ্য থেকে ডেটা এবং টাকা। সরকারের ইস্যু করা আই ডি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না - আপনি স্কুলে যেতে পারবেন না, আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনি বিয়ে করতে পারবেন না এবং আরো অনেক কিছুই করতে পারবে না। সরকারের তার সকল নাগরিকের আর্থিক ইনফরমেশন সহ সকল তথ্য দরকার। এ কারণে সরকার যতটা সম্ভব নগদ টাকা উঠিয়ে ক্রেডিট/ডেবিট কার্ডে নিয়ে আসছে। ক্যাশ টাকা ট্র্যাক করা কঠিন, যেখানে ডিজিটাল লেনদেনগুলো ব্যাংক সব সময় সংরক্ষন করে, যারা আসলে সরকারের হাত, চাইলেই কতৃপক্ষকে মানুষের সকল তথ্য দিয়ে দেয়।

ক্রিপ্টোর হাইপ বুঝতে পেরে, বুঝতে পেরেছে যে মানুষ ডিজিটাল কারেন্সির দিকে ঝুকছে, সরকার তার নাগরিকদের একই সুবিধা দেয়ার উদ্দ্যেশ্যে বড় বা ছোট আকারে ব্যাবস্থা গ্রহন করা শুরু করছে। কিন্তু ডিসেন্ট্রালাইজ্ড ক্রিপ্টোকারেন্সি না, যেগুলো এননিমাস বা ছদ্মনামী - তারা সেন্ট্রালাইজ্ড ক্রিপ্টোকারেন্সি অফার করতে চায়, এক ধরনের টাকা যা ট্র্যাক করা যাবে, যা আপনার রিয়েল নামের সাথে সম্পৃক্ত এবং যার দাম ফ্রি মারকেট এর পরিবর্তে সরকারের মাধ্যমে নির্ধারিত হবে৷ যেমন ধরুন ভেনিজুয়েলার পেট্রো, রাশিয়ার ক্রিপ্টোরুবেল, জাপানের জে-কয়েন, চীন ইত্যাদি।

অবশ্যই সরকারের ইস্যু করা ডিজিটাল কারেন্সি ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ বিপরীত এবং এদের মধ্যে ভেদাভেদ অনেক বেশী, যা সবগুলো গননা করাও কঠিন:
- ক্রিপ্টোকারেন্সিগুলো হলো ব্যাংক এবং সরকারের দাসত্ব থেকে মানুষকে মানুষকে স্বাধীনতা দেয়ার জন্য, মধ্যাস্থতাকারী কে উঠিয়ে দিয়ে পিয়ার টু পিয়ার ট্রান্সফারকে সহজ করার জন্য; সরকারের ইস্যু করা ডিজিটাল কারেন্সি বিশ্যস্ত তৃতীয় পক্ষ (ব্যাংক) এর ওপর ভিত্তি করে তৈরী করা হয়েছে, এগুলো মানুষকে কৃতদাস বানানোর জন্য বানানো জন্য , তাদেরকে স্বাধীনতার মোহ দেয়ার জন্য করা হয়েছে, প্রকৃত পক্ষে তারা নির্যাতিত;
- ক্রিপ্টোকারেন্সিগুলো এননিমিটি / ছদ্মনামি প্রোভাইড করছে এবং ইউজাররা সেগুলোর প্রকৃত মালিক, কারণ তারা তাদের প্রাইভেট কী নিজের কাছে রাখছে; সরকারের বানানো ডিজিটাল মুদ্রা মানুষকে প্রাইভেট কী অফার করবে না, সেগুলো ট্র্যাক করা যাবে এবং সম্ভবত, মাইনিং করা যাবে না (এর পরিবর্তে, এটা ব্যাংক এর হাতে থাকবে);
- মুদ্রাস্ফীতি এড়াতে (বেশিরভাগ) ক্রিপ্টোকারেন্সিতে একটা নির্দিষ্ট সংখ্যক কয়েন থাকে; সরকারের বানানো ডিজিটাল মুদ্রার কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না, কারণ সরকার ইনফ্লাসন চাইছে এবং ডিফ্লা্শন না, কারণ ইনফ্লাসন হল একটা পরোক্ষ ট্যাক্স যা অনেক মানুষ না জেনেই সাপোর্ট করছে। পরোক্ষ ট্যাক্স আরোপের তুলনায় জনগণকে প্রত্যক্ষ ট্যাক্স দিতে বাধ্য করা কঠিন; যদি পরোক্ষ ট্যাক্সও আদায় না হয়, সরকারের কাজ সহজ হয়ে যায়;
- ক্রিপ্টোকারেন্সির মান ট্রেডিং মারকেট এর মাধ্যমে নির্ধারিত হয় (বা, অন্তত, এভাবেই হওয়া উচিত; এখন হোয়েলদের নিয়ে না ভাবি); সরকারের কারেন্সির মান দেশ প্রতিষ্ঠিত করে।

এবং তালিকা আরো বড় হতে পারে।

প্রকৃতপক্ষে, রাষ্ট্রের বানানো ডিজিটাল কারেন্সি এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে একমাত্র মিল হল উভয়ই ফিয়াট অর্থ থেকে মুক্তি পেতে চায়। কিন্তু, স্পষ্টতই, সম্পূর্ণ ভিন্ন কারণে: ক্রিপ্টোকারেন্সিগুলো আসল সিস্টেমকে পরিবর্তন করতে চায়, যা গোড়াতেই দূর্নীতিগ্রস্থ, যেখানে সরকার সিস্টেমটা রাখতে চায়, কিন্তু একটি ভিন্ন ফিনান্সিয়াল ইন্সট্রুমেন্ট দিয়ে, যা মানুষকে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের ভুল ধারণা দিবে।

ক্রিপ্টো নৈরাজ্যের প্রতিষ্ঠাতা, সাইফারপাংক রা এই ভবিষ্যৎ অনেক আগেই দেখেছে। আপনি যদি তাদের কেউ হয়ে থাকেন যারা সরকারের দুর্নীতিগ্রস্ত ফিয়াট মুদ্রা রিজেক্ট করেছেন, তাহলে সরকারের বানানো ডিজিটাল মুদ্রা ব্যবহার করে নিজেকে প্রতারিত হতে দেবেন না!

উঠে পড়ুন, আপনার কাঁটাতারের বেড়া ছাড়া আপনার হারানোর কিছু নেই! (টিম মে, দ্যা ক্রিপ্টো এনারকিস্ট ম্যানিফেসটো, ১৯৮৮)

[চলবে]
newbie
Activity: 28
Merit: 1
August 18, 2023, 01:03:00 AM
কাট

ভাই আপনার বানানে অনেক ভুল আছে সেই ভুলগুলো ঠিক করেন। আপনার বানান ভুলের জন্য অর্থটা পরিবর্তন হয়ে যায় তাই আপনার কথা বুঝতে একটু সমস্যা হয়।
newbie
Activity: 28
Merit: 2
August 18, 2023, 12:34:40 AM

আচ্ছা MTFE কি চলে গেছে?


ভাই আমি আগেই বলেছিলাম কোন থার্ড পার্টি অ্যাপস এ ওয়েব সাইটে ইনভেস্ট করবেন না।  কারণ এখনকার থার্ড পাটি ওয়েবসাইট বা অ্যাপস আপনাকে প্রথমে লোভে ফেলবে । তারপরে আস্তে আস্তে অনেক মানুষকে ইনভাইট করে প্রথমে আপনাদেরকে টাকা দিবে তারপরে সে প্রজেক্ট স্ক্যাম  করে দিবে। তেমনই তো হয়েছে MTFE কারণ ভাই আমাদের বাঙালি মানুষগুলোই অতিরিক লোভ লোভে পড়ে যেকোনো ধরনের ওয়েবসাইটে ইনভেন্ট করে বসে। এই জন্য তারা লস খেয়ে  বসে, আমি আগেই বলেছিলাম MTFE ভালো না এটি স্ক্যাম প্রজেক্ট।
 

 সত্যি যদি গিয়ে থাকে আমার সেই সকল ভাইদের জন্য কস্ট হচ্ছে যাদের কষ্টের টাকা। আমি বার বার নিষেধ করছি আমার কথা শুনেন নাই।  ভাইরে আমি তো আপনার ভালোর জন্য বলছিলাম । যাই হোক আমি আপনাদের  অনেক ভালবাসি কারন আপনাদের জন্য আমি হয়তো আপনাদের সিনিয়র অবদি যাইতে  পারবো তাই 
আমি চাইনা আপনাদের টাকা নস্ট হোক। সঠিক ভাবে ট্রেড না করে লোভে পড়ে টাকা নষ্ট করবেন না।

আর হ্যাঁ দেখে শুনে বুঝে শুনে ট্রেনিং করবেন
আর থার্ড পার্টি অ্যাপসে ইনভেস্ট করবেন না।
full member
Activity: 490
Merit: 119
August 17, 2023, 10:27:14 PM

এটি আসলেই লজ্জাজনক যে পুতিন এসব করছেন। ২য় বিশ্বযুদ্ধের পর তিনিই সবচেয়ে বড় যুদ্ধ শুরু করছেন। এজন্য পুটিনকে হিটলারের সাথে মিল রেখে " Putler" বলা একদম ন্যায়সঙ্গত।

আমার কাছে পুতিনকে "Putler" বলাটা যৌক্তিক বলে মনে হয়েছে। কারণ আমরা সবাই জানি, যে যুদ্ধ-বিগ্রহ কখনোই কোন দেশের জন্য বা কোন মানুষের জন্য শান্তি বয়ে আনে না। সমঝোতা এবং যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে যদি কোন সমস্যার সমাধান করা যায়, তাহলে সেটা যুদ্ধ-বিগ্রহ মারামারি-হানাহানি থেকে হাজার গুণ শ্রেষ্ঠ। আর একাবিংশ শতাব্দীর মত, এই সময়ে এসেও যদি মানুষ মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ নিয়ে পড়ে থাকে, তাহলে পৃথিবীর মানবতার উন্নয়ন কিভাবে সম্ভব? যাইহোক, @GazetaBitcoin ভাই আপনার রাজনৈতিক ব্যাখ্যা সত্যি প্রতিটা দেশের মানুষের জন্য, বিশেষ করে যারা বিটকয়েন ব্যবহার করেন তাদের জন্য একটা যৌক্তিক প্রেজেন্টেশন।

~

@GazetaBitcoin ভাই, আপনি সঠিকভাবে বিটকয়েন প্রয়োগের মাধ্যমে যুদ্ধের কার্যক্রমকে স্থগিত করার মত সুন্দর একটা আলোচনা করেছেন এবং এটি কিভাবে রাশিয়ানরা পুতিনের কার্যক্রমে সমর্থন জানাতে পারে এবং এটি কীভাবে বিপক্ষে দক্ষতা সৃষ্টি করতে পারে সেটি ব্যাখ্যা করেছেন। এটি একটি সাহায্য প্রদান করার উপায় হতে পারে এবং ইউক্রেনের বিশেষ সম্প্রদায় ও জনগণের সহিত সামর্থ্য বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনার উদ্যোগগুলি সুন্দর, সুন্দর উদাহরণ এবং বিটকয়েন এর মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সাধারণ মানুষদের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
August 17, 2023, 02:39:27 AM
[...]

এটা আমার জন্য খুবই আনন্দের যে আমার এই রাজনৈতিক পোস্টটি সারা বিশ্বের মানুষের কাছে তাদের নিজস্ব ভাষায় পৌঁছে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ DYING_S0UL! এই অনুবাদটি করার জন্য।

1miau এবং আমি একসাথে এই নির্যাতিত ইউক্রেনীয় মানুষেরদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি সম্পূর্ণ যুদ্ধের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, যে কোনো ধরণের সহিংসতার বিরুদ্ধে। এই বিষয়টি তুলে ধরার মাধ্যমে আমি যুদ্ধে আক্রান্ত দরিদ্র ইউক্রেনীয় মানুষদের সাহায্য করার চেষ্টা করছি। আমি 1miau কে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই বিষয়ে লিখতে বলার জন্য। আমি ২৪ শে ফেব্রুয়ারি এটি প্রকাশ করতে পেরে অনেক খুশি কারণ এ দিনটিতে যুদ্ধের একবছর পূর্তি হয়।

আমার এই পোস্টটি বাংলায় অনুবাদ করার জন্য অনেক ধন্যবাদ। আমি আশা করি এই পোস্টের মাধ্যমে বাঙালিরা বিটকয়েন ব্যবহার করে ইউক্রেনবাসীদের সাহায্য করবে এবং এটিকে আরো বেশি শক্তিশালী করে তুলবে।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 17, 2023, 01:53:11 AM
শিশুদের জন্য বিটকয়েনের কাটুন  Grin আমি দেখলাম আজকে অনেক ভালো লাগলো তাই সবার মাঝে শেয়ার করলাম।
আপনাদের যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে অবশ্যই দেখাবেন  Tongue
আমার কোনো কিছু নেই তাই শিশুদের মতো আমিও বিটকয়েন এর কাটুন দেখি  Grin

https://www.youtube.com/live/_ekzsZZGfsk?feature=share
newbie
Activity: 1
Merit: 0
August 17, 2023, 12:44:22 AM
আমি Reddit এ নতুন কাজ শুরু করেছি।
subreddit Comment কিভাবে করে আমি এটা জানিনা। আশা করি যারা জানেন, তারা আমাকে সাহায্য করবেন। 
ধন্যবাদ।

আপনাকে কেউ কিন্তু এখানে বাউন্টি ক্যাম্পেইনের সোশ্যাল মিডিয়ায় কাজ কিভাবে করতে হয় সেটা শিখাবে না। তাই এসব প্রশ্ন করা থেকে বিরত থাকা উচিত।

তবে আপনি এখানে কিভাবে নিজেকে অভিজ্ঞ সম্পন্ন করে তুলবেন এমনকি কিভাবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞানলাভ করতে পারবেন সে বিষয়ে প্রশ্ন করতে পারেন আশা করি এখানকার সিনিয়ররা অবশ্যই সাহায্য করবে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 16, 2023, 10:50:07 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Help Bitcoin help Ukraine!




ঠিক এক বছর আগে ২৪ ফেব্রুয়ারি ২০২২, পুতিন  ইউক্রেন আক্রমণ করে। এই দিনটি সমস্ত ইউক্রেনবাসী এবং গোটা মানবজাতির জন্য দুঃখময় দিন।

1miau এর সাজেশন করা বিটকয়েন ম্যাগাজিনের একটি আর্টিকেল সম্প্রতি আমার বেশ নজর কেড়েছে। এই ম্যাগাজিনটিতে মূলত বিটকয়েন সম্পর্কে দুর্দান্ত সব আর্টিকেল প্রকাশ করে থাকে। তবে এরই সাথে দার্শনিক বা স্বাধীনতাবাদী বিভিন্ন আর্টিকেলগুলোও এখানে প্রকাশ করা হয়।

এই আর্টিকেলটি বেশ বড়, সম্ভবতো আমার পড়া সবথেকে বড় একটি আর্টিকেল, যেটিতে প্রায় ১৪ হাজারের মতো শব্দসংখ্যা রয়েছে। যদিওবা এটি পড়তে আমার অনেক সময়ই লেগেছিল তবুও সর্বশেষে এটি আমাকে ইউক্রেনের পক্ষে সমর্থনে অনুপ্রেরণা দিয়েছে। এখানে ইউক্রেনের অতীত সম্পর্কে বলা হয়েছে, তাদের অতীতের সকল সংগ্রাম যা এখনো বর্তমানেও অব্যাহত রয়েছে। এই সংগ্রামের কারণ একেক সময় একেক হলেও ক্ষতির পরিমাণ কিন্তু কখনো কমেনি বরং আগের মতোই রয়েছে।

আর্টিকেলটি মূলত ইউক্রেনে বিটকয়েনের গ্রহণযোগ্যতা এবং যুদ্ধকালীন যুদ্ধনায়ক বা ইউক্রেনীয় বিটকয়েনারদের গল্প তুলে ধরেছে। এখানে একটি গল্প আমার কাছে বেশ হৃদয়স্পর্শী মনে হয়েছে, যেখানে আমরা Naumenko নামক এক যুদ্ধনায়কের সাথে পরিচিত হয়েছি:

Quote
নাওমেনকো ২০১৮ সাথে Greg Maxwell এবং Pieter Wuille এর মতো বিশাল বিটকয়েন জায়েন্টদের সাথে Blockstream নামক একটি প্রতিষ্ঠানে ইন্টানি হিসেবে কাজ করার সুযোগ পান। পরবর্তীতে তিনি Maxwell এবং Wuille কে সাথে নিয়ে বিটকয়েনের উন্নয়নের জন্য সহ-লেখক হিসেবে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। বিটকয়েনের এই নতুন আপগ্রেডটির নাম ছিল Erlay। তাদের প্রস্তাবিত নতুন এই আপগ্রেডটির মাধ্যমে বিটকয়েন নেটওয়ার্ককে আরও দক্ষ এবং স্থিতিস্থাপক করে তোলা সম্ভব বলে জানা যায়।

আক্রমণের মাত্র কয়েকদিন আগেই, নাওমেনকো বিটকয়েনের এই নতুন বাস্তবায়নটি “CoinPool,” এ প্রকাশ করেন। এটি একাধিক ইউজারদের একই “UTXO,” বা ব্যয়যোগ্য বিটকয়েনের অংশবিশেষকে ব্যবহারের সক্ষমতা প্রদান করবে বলে জানা যায়। এরই সাথে Lightning Network এর ব্যবহার, এটিকে আরো স্কেলযোগ্য এবং অধিক গোপনীয়তা যুক্ত করার সুযোগ করে দেয়। CoinPool ছিল ডেভেলপার Antoine Riard এর বছরের পর বছরের কর্মের ফল।

২৪ ফেব্রুয়ারি নাওমেনকো যুদ্ধের কথা শুনে রিতিমতো কেঁপে ওঠেন। তার বন্ধরা তাকে বারবার টেক্সট দিয়ে বলে দেশে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এরই মাত্র ১২ ঘন্টা আগেও তিনি তার বৈদ্যুতিক যানে চড়ে একটি কফি শপি বই পড়েছিলেন। তখন আবহাওয়া ছিল ধূসর, সবকিছু কেমনযেন হতাশার রূপ ধারণ করেছিল, রাস্তাঘাটও ছিল প্রায় ফাঁকা। ভোর ৫ টার দিকে তিনি ঝাঁকুনি দিয়ে জেগে উঠলেন। যুদ্ধের শুরু বুঝতে পেরে তিনি তড়িঘড়ি করে তার ব্যাগপত্র গুছিয়ে মেট্রোরেলের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখান থেকে তিনি সোভিয়েত যুগে নির্মিত পারমাণবিক হামলা প্রতিরোধী একটি বাঙ্কারে আশ্রয় নিলেন।

মোট তিন দিন দুই রাত তাকে সেই বাঙ্কারটিতে থাকতে হয়েছিল। মেট্রোরেলে যাওয়ার সময় এক বৃদ্ধ মহিলা তাতে মাস্ক পড়তে বলেন। নাওমেনকো অবাক হয়ে মহিলাটির উদ্দেশ্যে বলেন, COVID-19 অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, এখন যুদ্ধ শুরু হয়েছে। তার সাথে আরো বিপুল পরিমাণ লোক যুদ্ধ থেকে বাঁচতে এই আশ্রয়স্থলটিতে অবস্থান নেয়। সবাইই থাকা খাওয়ার জন্য বালিশ-কম্বল ও খাবারের মজুদ নিয়ে আসে। যুদ্ধের প্রাথমিক অবস্থায় সবাইকে ভূগর্ভস্থে অবস্থান নিতে হলেও বেশ কিছুদিন পর প্রয়োজনের তাগিদে সবাইকেই বের হয়ে আসতে হয়।

যখন নাওমেনকোর আশ্রয়কেন্দ্রটি ছাড়ার সময় হয় তখন সে তার বন্ধুদের সাথে দেখা করে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা শহর ছেড়ে চলে যাবে। এসময় তারা শহর ছাড়ার উদ্দেশ্যে গোলাপী রঙের একটি BMW করে পশ্চিমের দিকে রওনা দেয়। তখন রুশ আর্মি Kyiv এর আশেপাশের শহরগুলোতে অবস্থান নেয় এবং বেসমারিক নাগরিকদের হত্যা করা শুরু করে। বাহির থেকে তারা স্পষ্ট গুলির শব্দ শুনতে পাচ্ছিল। এমন পরিস্থিতিতে সময় মূখ্য ভূমিকা পালন করেছিল।

বর্ডার অতিক্রম করে রোমানিয়ায় যাবার ঠিক পূর্বে নাওমেনকো তার বন্ধুদের অনুরোধ করেন তাকে যেন ইউক্রেনের একটি শহরে নামিয়ে দেয়া হয়। তিনি ইউক্রেনে থেকে যুদ্ধে সাহায্য করতে চেয়েছিলেন।

পুতিনের আর্মি ইউক্রেনের জন্য বেশ কষ্ট ও দূর্দাশা বয়ে অনে। রুশ আর্মি শহরের পর শহর বোমা হামলা চালিয়ে ঘরবাড়ি উড়িয়ে দেয়। কিছু কিছু শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। Mariupol নামক একটি শহর যার জনসংখ্যা একসময় ৫ লক্ষের বেশি ছিল, সেটি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্যাটেলাইট থেকে ধারণকৃত ছবি থেকে দেখা যায় রুশ আর্মি Mariupol এ গণকবর খনন করেছে, যা সম্ভবতো হত্যাকৃত ইউক্রেনীয় নাগরিকদের মাটিচাপা দিতে ব্যবহার করা হবে। এটি একটি যুদ্ধোপরাধ।
পুতিনের এই যুদ্ধে সবাই আক্রান্ত হয়। এমনকি যারা  ইউক্রেনের পশ্চিম  অংশে অবস্থায় করে তাদেরকেও আশ্রয়স্থলে যেতে হয়েছিল। কারণ রাশিয়া প্রতিদিনই এসব অংশে রকেট হামলা চালিয়ে আসছিল। এটি আসলেই একটি ভয়াভয় পরিস্থিতি। কারণ যেকোনো সময় আপনি এবং আপনার বাড়িঘর রকেট হামলার শিকার হতে পারেন।

পুতিন ইউক্রেনসহ তার নিজের দেশে জন্য দুঃখ বয়ে আনেন। ফলে তার নিজের দেশও ব্যাপক ক্ষয়ক্ষরিত শিকার হয়। তিনি ৩ লক্ষের বেশি যুবকদের একদম কোনো প্রশিক্ষণ বা প্রস্তুতি ছাড়াই যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেন। যুদ্ধের ভাষায় এই যুদ্ধকৌশলকে বলে "cannon fodder"।
অনেক রাশিয়ানই দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সীমান্তে থাকা রুশ রক্ষীদের হাতে তারা ধরা পড়ে যায়। এসময় তাদের কারারুদ্ধ করে আবার যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইনে পাঠানো হয়।

এটি আসলেই লজ্জাজনক যে পুতিন এসব করছেন। ২য় বিশ্বযুদ্ধের পর তিনিই সবচেয়ে বড় যুদ্ধ শুরু করছেন। এজন্য পুটিনকে হিটলারের সাথে মিল রেখে " Putler" বলা একদম ন্যায়সঙ্গত। পুতিন এই যুদ্ধের মাধ্যমে নতুন করে Soviet Union 2.0 তৈরি করে তার কমিউনিস্টকে পুনঃপ্রতিষ্ঠা করতে চান।

বিটকয়েন কিভাবে আমাদের পুতিনেন শাসন থেকে মু্ক্তি দিবে?

Alex Gladstein তার Currency of last resort আর্টিকেলটিতে, বিটকয়েন কিভাবে পুতিনের এই রক্তাক্ত যুদ্ধের অবসান ঘটাতে পারে তার বর্ননা দিয়েছেন। বিটকয়েন পুতিনের একনায়কত্ব থেকে পরিত্রাণ পেতে বা অন্ততপক্ষে তাকে দুর্বল করতে সাহায্য করতে পারে।
অবশ্যই, এটি সহজ হবে না এবং বিটকয়েন একা পুতিনকে ইউক্রেন আক্রমণ করা থেকে আটকাতে পারবে না কিন্তু বিটকয়েন পুতিনের এই শাসনের আক্ষরিক অর্থে বন্ধের সমাধানের একটি অংশ হতে পারে। Cheesy

বিটকয়েন কিভাবে অবদান রাখবে:

  • রাশিয়ানরা বিটকয়েন ব্যবহারের মাধ্যমে পুতিনের যুদ্ধের বিপক্ষে সমর্থন জানাতে পারবে, কারণ আমরা সবাই জানি পুতিন সবচেয়ে বেশি তার ক্ষমতা হারাতে ভয় পায়। তিনি একজন স্বৈরশাসক এবং তাকে গণতান্ত্রিকভাবে অপসারণ করা সম্ভব নয়, তাই জনগণকে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের দাবি পুনরুদ্ধার করতে বিটকয়েনের ব্যবহার শুরু করতে হবে। বিটকয়েন অনেক শক্তিশালী একটি গণতান্ত্রিক হাতিয়ার, আর এটি যদি রাশিয়ানরা রুবেল এর পরিবর্তে ব্যবহার করে তাহলে পুতিনন সরকার কোনোভাবেই এটিকে নিষিদ্ধ করতে পারবেনা।
  • ইউক্রেনের মিত্র হিসেবে, রাশিয়ার জাতীয় মুদ্রা, রাশিয়ান রুবেলকে দুর্বল করতে আমাদের কাজ করা উচিত। এতে করে পুতিনের পক্ষে নতুন করে অস্ত্র কেনা বা তৈরি করা সম্ভব হবে না। ফলস্বরূপ রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে কম লোক নিহত হবে এবং ইউক্রেন রাশিয়ান সৈন্যদের ইউক্রেনের বাহিরে ঠেলে দিতে পারবে।
  • পুতিন যদি জোড় করেই এভাবে শাসন করতে থাকে, তাহলে রাশিয়ানদের কর দিতে অস্বীকার জানানো উচিত কারণ এসব দেশে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। এটি করার মাধ্যমে, জনগণ একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পুতিন সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে। পূর্ব জার্মানিও ঠিক একইভাবেই ক্ষমতা হারায়।
  • ইউক্রেনকে সাহায্য পাঠাতে বিটকয়েন যে সাহায্য করতে পারে তা icopress or JohnnyUA এর উদ্যোগ থেকে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে।



কিছুদিন আগে আমি একটি টপিক লিখেছিলাম যেখানে বিটকয়েন কিভাবে করোনা ভাইরাসের বিস্তার কমাতে সাহায্য করতে পারে তা বলা হয়েছিল। কাগজী মুদ্রার পরিবর্তে বিটকয়েনের ব্যবহার সংক্রমণের হার অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম।

এখানে বিটকয়েনের আরো একটি সুবিধা রয়েছে: সেটি হলো ইউক্রেনে থাকা মানুষদের সাহায্য করা, তাদেরকে কাগজী মুদ্রা গ্রহণ থেকে থামাতে পারলেও, বিটকয়েনকে কেউ থামাতে পারবে না। G7 ভুক্ত দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিলেও সেটি রাশিয়ান মুদ্রা রুবেলকে দুর্বল করতে যথেষ্ট ছিল না। রুবেলকে দুর্বল করতে বিটকয়েন বেশ ভূমিকা রাখতে পারবে। এটি হয়তো যথেষ্ট হবেনা কিন্তু এতে সামান্য কিছু হলেও হবে! এবং এটি আমরা যতো বেশি ব্যবহার করতে থাকবে ততোবেশি শক্তিশালী হতে থাকবে, এবং একসময় সাহায্যরূপে আমাদের কাছে ফিরে আসবে। এতে হয়তো খুব বেশি কিছু হবে না, অন্তত আমরা সবাই বিটকয়েনের মাধ্যমে ইউক্রেনকে এভাবেই সাহায্য করতে পারি।

এজন্য আমরা সবাই বিটকয়েনকে সাহায্য করি ইউক্রেনকে সাহায্য করি!

sr. member
Activity: 546
Merit: 309
August 16, 2023, 01:19:33 PM
যেহেতু এটি বাংলাদেশে পাওয়া যায় না তাই আপনার একটি Duel currency Debit/cradit /Master card / Visa card ইত্যাদি প্রয়োজন হবে অর্ডার করতে তা না হলে পারবেন না।
আপনি কোন কিছু নিশ্চিত না হয়ে এইভাবে আসলে ভুক উত্তর দেয়া উচিত নয়। কারণ ভুল উত্তর মানুষকে কনফিউশানে ফেলে দেয়। আপনি যেটা জানবেন সেটার উত্তর লিখবেন। না জানলে এড়িয়ে যাবেন। যত ধরনের হার্ডওয়্যার ওয়ালেট আছে সবগুলো আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্দার করতে পারবেন। এইখানে যে বা যারা হার্ডওয়্যার ওয়ালেট ক্রয় করতে চায়, তাদের অবশ্যই ক্রিপ্টোকারেন্সি আছে এবং তারা সেটা দিয়ে পে করতে পারবে।
আপনি অফিসিয়ালভাবে কিনতে গেলে Card, paypal, Bitpay সবগুলো মেথডেই কিনতে পারবেন। কিন্তু যেহেতু এগুলা Amazon এ পাওয়া যায়, যদি Amazon থেকে কিনতে চান বা Amazon এর পন্য অন্য কোনো 3rd পার্টি এজেন্সির মাধ্যমে দেশে আনতে চান সে ক্ষেত্রে আপনি ক্রিপ্টো দিয়ে কোনোভাবেই পেমেন্ট করতে পারবেন না। এর কারনেই আমি এই টুকু উল্লেখ করছিলাম। এই বিষয়টিতে একেবারে ফালাইয়া দেওয়ার মতো কিছু দেখতাছি না ভাই।
newbie
Activity: 28
Merit: 2
August 16, 2023, 12:37:09 PM
মুক্তি পেলো বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’
https://talkimg.com/images/2023/08/16/MuWiP.jpeg

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে বানানো বহুল আলোচিত তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’ মুক্তি দেয়া হয়েছে। গত সোমবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পেয়েছে। আর মঙ্গলবার (১৫ আগস্ট) থেকে এটি বিশ্বের অন্যান্য প্রান্তেও মুক্তি দেয়া হয়।
২০১৬ সালের হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮০ মিলিয়ন বা ৮ কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেয় হ্যাকাররা।
দুর্ধর্ষ ওই হ্যাকিংয়ের ঘটনা নিয়ে এবার তথ্যচিত্র প্রকাশ করে ঝড় তুলেছে হলিউডের ইউনিভার্সাল পিকচার্স। গেল সোমবার যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা। মঙ্গলবার থেকে এটি দেখা যাচ্ছে বিশ্বের অন্যান্য প্রান্তেও।
 তথ্যচিত্রটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ায় দেখা দিয়েছে সার্ভার জটিলতাও। সামাজিক যোগাযোগে ‘বিলিয়ন ডলার হাইস্ট’ নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
 
তথ্যচিত্রটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ায় দেখা দিয়েছে সার্ভার জটিলতাও। সামাজিক যোগাযোগে ‘বিলিয়ন ডলার হাইস্ট’ নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

একদল হ্যাকার কীভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয় এবং হ্যাকারদেরই সামান্য একটি ভুল টাইপের কারণে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার হাতিয়ে নেয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক, তাই দেখানো হয়েছে তথ্যচিত্রে।
 
বিলিয়ন ডলার হাইস্টের পরিচালক ড্যানিয়েল গর্ডন তথ্যচিত্রে বলেন, মানবজাতি বর্তমানে চারটি ক্ষেত্রে অস্তিত্ব নিয়ে হুমকির মুখে রয়েছে। আর এগুলো হলো মহামারি, বিধ্বংসী অস্ত্র, জলবায়ুর পরিবর্তন ও সাইবার ঝুঁকি। মূলত সাইবার ঝুঁকির ভয়াবহ দিকগুলোই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তথ্যচিত্রটিতে।
 
বেশ কয়েকটি দেশ, টাইম জোন ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এ সাইবার অপরাধের ঘটনাকে তথ্যপূর্ণ উপস্থাপনের মাধ্যমে দমবন্ধ করা এক বিনোদনে পরিণত করেছেন পরিচালক ড্যানিয়েল গর্ডন। অ্যানিমেশন ও হ্যাকিংয়ের বিভিন্ন আর্কাইভাল ফুটেজের পাশাপাশি ব্রিটিশ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মিশা সাক্ষাৎকারের মাধ্যমে রিজার্ভ চুরি ও সাইবার নিরাপত্তার বিষয়টিও অসামান্য দক্ষতায় পর্দায় ফুটিয়ে তোলেন তিনি।
 
‘বিলিয়ন ডলার হাইস্ট’ যৌথভাবে প্রযোজনা করেছে জেনারেল ফিল্ম করপোরেশ এবং ইনজিনিয়াস মিডিয়া। আর এটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বাজারে নিয়ে এসেছে ইউনিভার্সাল পিকচার্স। এরইমধ্যেই আইএমডিবি বা ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেজে ৭ দশমিক ৭ রেটিং অর্জনেও সক্ষম হয়েছে তথ্যচিত্রটি।

এটা সম্পূর্ণ কপি করা হয়েছে। সময় টিভি চ্যানেলের ওয়েবসাইট থেকে
লিঙ্ক : https://www.somoynews.tv/news/2023-08-16/VJPL5SJX
 বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।।।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 16, 2023, 11:16:41 AM
ঘটতে পারে ডলারের পতন: স্বর্ণ, রুপা ও বিটকয়েন কিনে রাখার পরামর্শ

অর্থনীতি বিষয়ক বিখ্যাত বই 'রিচ ড্যাড পুওর ড্যাড'-এর লেখক রবার্ট কিয়োসাকি বলেছেন, অর্থনৈতিক মন্দার সৃষ্টি হলে স্বর্ণ, রুপা ও বিটকয়েনের দাম ব্যাপক বৃদ্ধি পাবে। কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ব্রিকস হলো শিল্পোন্নত দেশ রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত একটি জোট। চলতি মাসের শেষদিকে জোনেসবার্গে বৈঠকে বসবে তারা। সেখানেই এই ঘোষণা আসতে পারে।

১১ জুলাই টুইটে তিনি বলেন, স্বর্ণ সহায়ক ক্রিপ্টো মুদ্রা আনতে পারে ব্রিকস। এমনটি হলে ডলারের দাপট শেষ হবে। বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য কমবে। এতে স্বর্ণ, রুপা ও বিটকয়েনের দর বেড়ে যাবে। প্রতি বিটকয়েনের মূল্য ১ লাখ ২০ হাজার ডলারে উঠতে পারে।

এর আগে ৩ জুলাই কেনিয়ায় রুশ দূতাবাস এক টুইটে জানায়, আসন্ন সম্মেলনে স্বর্ণ সহায়ক মুদ্রা চালু করার প্রস্তুতি নিচ্ছে ব্রিকস।  এর সদস্যভুক্ত দেশগুলো সেই পরিকল্পনাই করছে।

তবে ২০ জুলাই তা অস্বীকার করেন ব্রিকসে দক্ষিণ আফ্রিকার দূত অনিল সুখলাল। তিনি বলেন, আমাদের এক দেশ আরেক দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার চিন্তাভাবনা করছে। বাণিজ্যিক নিষ্পত্তি দেশীয় কারেন্সিতে লেনদেনের চেষ্টা চলছে।

সম্পূর্ণ নিউজটি channel 24 থেকে মুল অংশ গুলো কপি করে পোস্ট করেছি, বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে দেখুন
newbie
Activity: 28
Merit: 2
August 16, 2023, 10:36:36 AM

#বিটকয়েন ট্রেডিং ভলিউম সর্বনিম্ন পয়েন্টে (5 বছরের ডেটা)

https://talkimg.com/images/2023/08/16/MuJoT.jpeg

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 16, 2023, 10:05:10 AM
আমি প্রোগ্রামিং জানিই না লল।

সারাদিন অনেকটা মন খারাপ নিয়েই কাটাচ্ছিলাম। আপনার এই কথায় আমার কি পরিমাণ যে হাসি পাইছে বলে বোঝাতে পারবো না। লেখা পড়েই গড়াগড়ি দিয়ে হাসা শুরু করছি। This really made my day.  Cheesy
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 16, 2023, 08:53:57 AM
যেহেতু এটি বাংলাদেশে পাওয়া যায় না তাই আপনার একটি Duel currency Debit/cradit /Master card / Visa card ইত্যাদি প্রয়োজন হবে অর্ডার করতে তা না হলে পারবেন না।
আপনি কোন কিছু নিশ্চিত না হয়ে এইভাবে আসলে ভুক উত্তর দেয়া উচিত নয়। কারণ ভুল উত্তর মানুষকে কনফিউশানে ফেলে দেয়। আপনি যেটা জানবেন সেটার উত্তর লিখবেন। না জানলে এড়িয়ে যাবেন। যত ধরনের হার্ডওয়্যার ওয়ালেট আছে সবগুলো আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্দার করতে পারবেন। এইখানে যে বা যারা হার্ডওয়্যার ওয়ালেট ক্রয় করতে চায়, তাদের অবশ্যই ক্রিপ্টোকারেন্সি আছে এবং তারা সেটা দিয়ে পে করতে পারবে।

@Little Mouse, ভাই আমি সিকিউরিটির ভয়ে হার্ডওয়্যার ওয়ালেট কিনতে চাই না। আনার সময় ঝামেলা হবে কি না সেজন্য। আপনি সেফপাল আনালে আমার জন্য একটা আনবেন প্লিজ।
যদি আমি ৮-১০ টা ওয়ালেটের অর্ডার পাই এবং সবাই আমাকে টাকা দেন, কেবল তখনই আমি অর্ডার করবো এবং বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করবো। এরপর সবার এড্রেস দিলে আমি আপনাদের এড্রেসে পাঠাই দিব। অথবা, আমরা একটা মিট আপ করতে পারি  Cheesy
যাই হোক, দাম কত পরবে সে ব্যাপারে পরবর্তীতে জানানো হবে। আগে আগ্রহী ৮-১০ জন লাগবে যারা হার্ডওয়্যার ওয়ালেট ক্রয় করতে চান। আর আমার উপর এই বিশ্বাস রাখতে হবে যে আমি আপনাদের ওয়ালেটে কোনরকম ম্যানিপুলেট করার চেষ্টা করবো না (আমি প্রোগ্রামিং জানিই না লল)।
newbie
Activity: 28
Merit: 2
August 16, 2023, 06:36:03 AM
দেশের ৬ প্রতিষ্ঠানে সাইবার হামলার খবর এলো


https://talkimg.com/images/2023/08/16/MXh1m.jpeg

দেশের ৬ প্রতিষ্ঠানে সাইবার হামলার খবর এলো
সাইবার হামলার শঙ্কা থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার সাড়ে ৩৮ ঘণ্টা বন্ধ ছিল। এরইমধ্যে ৬টি প্রতিষ্ঠানে সাইবার হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজিডি ই–গভ সার্ট-এর পরিচালক সাইফুল আলম।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভান্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভান্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এটি সময় টিভি চ্যানেলের থেকে নেওয়া হয়েছে। কপি করে

বিস্তারিত লিঙ্কে ক্লিক করে দেখে আসুন আরো....।
https://www.somoynews.tv/news/2023-08-16/Mu6S9KS1
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 16, 2023, 05:33:13 AM
ভারতীয় হ্যাকারের দখলে দেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!

নিউজটি হুবহু কপি পেস্ট করেই তুলে ধরা হল

ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসে হয়েছে বলে জানা গেছে।
১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

জানা গেছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।

এদিকে দেশের ১৭টি সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১ সূত্র জানান, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো। ভারতের মতো আমরাও মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। যাতে আর কখনও বাংলাদেশ সাইবার স্পেসে নজর দেবার দুঃসাহস না করে।

ইত্তেফাক নিউজ: পড়ে আসুন

এখন আমাদের কোন তথ্যই নিরাপদ নয় কেননা কয়েকদিন আগে ৫ কোটি বাঙ্গালির তথ্য ফাঁস হয়েছে এবং সেই রেশ কাটতে না কাটতেই আবারো হ্যাকারদের দখল রয়েছে আমাদের পুরো ব্যাংকিং সিস্টেম। পরিশেষে মনে হচ্ছে আমাদের সবকিছু অন্যের দখলে চলে যাবে।যারা ব্যাংকে টাকা রেখেছেন তারা অতি দ্রুত উত্তোলন করে নিন এবং যার যতটুকু সাধ্য আছে ফিজিক্যাল অ্যাসিস্টের উপর বিনিয়োগ করুন। এমনও তো হতে পারে যে আপনি সারা জীবন ব্যাংকের সঞ্চয় করে রাখলেন এবং শেষ মুহূর্তে এসে আপনার যাবতীয় সম্পদ অন্যরা ভোগ করলো।
sr. member
Activity: 546
Merit: 309
August 16, 2023, 04:04:03 AM

এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।
ভাই থার্ড পার্টির মাধ্যমে অর্ডার করলে রিস্ক মনে হয় তবে যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করা যায় তাহলে হয়তো ভালো হবে। যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আপনি থার্ড পার্টির মাধ্যমে অর্ডার করতে পারেন এটা ভালো হবে, তবে অপরিচিত লোকের মাধ্যমে অর্ডার করাটা ভালো হবে না।
রিস্ক এর কিছু নাই কারন এটার দাম খুব বেশি না। বাংলাদেশে Amazon এর পন্য আনার জন্য অনেক বিশ্বস্ত ওয়েবসাইট আছে তারা এনে দেয় তবে সময় লাগে ২০-৩০ দিন কোনো কোনো সময় এর বেশিও লাগতে পারে।


১. ledger ($80-$100) Amazon এ পাবেন তাদের অফিসিয়াল Website থেকেও পাবেন
আপনার কাছে যদি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থাকে তাহলে দিন আমি একটু দেখব। Amazon এর অনেকগুলো লিংক রয়েছে স্কামাদের তাই আপনি যদি অফিসিয়াল কোনটা সেই লিংক টা দিতেন তাহলে উপকৃত হতাম।
ledger এর ওয়েবসাইটে গেলেই পাবেন এর এখান থেকে আপনি পছন্দমতো কালারও চয়েজ করেত পারবেন https://shop.ledger.com/pages/new-ledger-nano-colors


এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।

 Cheesy Cheesy Grin  Grin

আমি হাসবো নাকি কাদবো বলেন ভাই।
ভাই একটু কাদেন  Grin
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 16, 2023, 12:02:12 AM
এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।

 Cheesy Cheesy Grin  Grin

আমি হাসবো নাকি কাদবো বলেন ভাই।

কোন থার্ডপার্টি ওয়েবসাইট যেমন আমাজন থেকে ভুলেও কোন হার্ডওয়্যার ওয়ালেট নিতে যাবেন না। সেগুলো ম্যানিপুলেট করা হতে পারে যাতে পরবর্তীতে আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সেস করতে পারে।

কয়েকটা পোষ্ট আগেই কিন্তু লিটল মাউস ভাই এখানে বললো কেনো আমাজন থেকে নেয়া উচিৎ হবে না। এগুলো ম্যানুপুলেট করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে তাদের যে অফিসিয়াল য়েবসাইট আছে যেমন, https://www.ledger.com/ https://trezor.io/ এগুরো থেকে সরাসরি অর্ডার করতে পারেন। অথবা দেশের বাইরে পরিচিত বিশ্যস্ত কেউ থাকলে আনতে পারেন। আরেকটা অফার আছে সবার জন্য, Betnomi এর ইভেন্ট এর কাষ্টম প্রিন্টেড একটা লেজার হার্ডওয়্যার ওয়ালেট সেল করা হবে। কেউ যদি কিনতে চান, তাহলে GazetaBitcoin এর সাথে যোগাযোগ করতে পারেন। উনি সেল করবে। উনি রেপুটেড একজন ফোরাম মেম্বার, সুতরাং ভয় পাওয়ার কারন নেই।

@Little Mouse, ভাই আমি সিকিউরিটির ভয়ে হার্ডওয়্যার ওয়ালেট কিনতে চাই না। আনার সময় ঝামেলা হবে কি না সেজন্য। আপনি সেফপাল আনালে আমার জন্য একটা আনবেন প্লিজ।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 15, 2023, 11:51:43 PM


এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।
ভাই থার্ড পার্টির মাধ্যমে অর্ডার করলে রিস্ক মনে হয় তবে যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করা যায় তাহলে হয়তো ভালো হবে। যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আপনি থার্ড পার্টির মাধ্যমে অর্ডার করতে পারেন এটা ভালো হবে, তবে অপরিচিত লোকের মাধ্যমে অর্ডার করাটা ভালো হবে না।

Quote
১. ledger ($80-$100) Amazon এ পাবেন তাদের অফিসিয়াল Website থেকেও পাবেন
আপনার কাছে যদি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থাকে তাহলে দিন আমি একটু দেখব। Amazon এর অনেকগুলো লিংক রয়েছে স্কামাদের তাই আপনি যদি অফিসিয়াল কোনটা সেই লিংক টা দিতেন তাহলে উপকৃত হতাম।
Jump to: