Author

Topic: বাংলা (Bengali) - page 167. (Read 5722458 times)

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 01, 2023, 12:15:12 AM
এবারের আগস্ট মাসে আমাদের পোস্টের সংখ্যা ভালো উন্নতি হয়েছে। আগস্ট মাসে মোট পোস্ট হয়েছে ৩৬৬ টি যা জুলাই মাসের থেকে বেশি পোস্ট হয়েছে। এ মাসেও সর্বোচ্চ পোস্ট করে Learn Bitcoin ভাই 46 পোস্ট করে প্রথম স্থানে রয়েছে। আমাদের আরও একজন ভাই DYING_S0UL তিনি ৪২ পোস্ট করে ২ অবস্থানে রয়েছে। আমাদের আরও উন্নতি করতে হবে, পোস্টের সংখ্যা বাড়াতে হবে। ১ম ১০ জন পোস্ট দাতা নাম ও পোস্ট সংখ্যা উল্লেখ করা হলো।
1. Learn Bitcoin [46]
2. DYING_S0UL [42]
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [25]
5. Bd officer [23]
6. LDL [16]
7. Lion02 [14]
8. Z_MBFM [14]
9. Little Mouse [13]
10. Shishir99 [13]

তথ্য এখান থেকে নেওয়া।
এই মাসে আমি বাংলা লোকাল বোর্ডে অনেক পোস্ট করেছি দেখা যাচ্ছে, এর আগের মাসে মাত্র তিনটা না চারটা পোস্ট করেছিলাম তবে এই মাসে আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছি আমাদের লোকাল বোর্ডে। যাইহোক দেখে অনেক ভালো লাগছে যে তৃতীয় অবস্থানে আমার নাম এসেছে সত্যিই অবিশ্বাস্য।
আমি তো ভেবেছিলাম হয়তো ১০ জনের লিস্টের নিচে থাকবো আমার নাম কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় অবস্থানে গিয়েছি।
যাই হোক এই সেপ্টেম্বর মাসে আরো একটিভ থাকার চেষ্টা করব বাংলা লোকাল বোর্ডে, এবং সকলেই যাতে এরকম একটিভ থাকে এই আশাই করি তবে আমরা হয়তো ভবিষ্যতে নিজস্ব একটি লোকাল বোর্ড পেতে পারি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 01, 2023, 12:08:07 AM

ওকি আমি আবার এতোগুলো পোস্ট কবে করলাম!!!  Huh যাই হোক এই ninjastic কিভাবে ব্যবহার করে কেউ যদি একটু বুঝায় দিতেন ভালো হতো। আমি কখনো ঐটা ব্যবহার করিনি। আগা মাথা কিছুই বুঝতেছিনা কই দিয়ে কি হবে।
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
August 31, 2023, 11:51:16 PM
মাশাল্লাহ মাশাল্লাহ..
 LDL ভাই আপনি যেভাবে বুঝালেন মনে হয় আপনি ও Learn Bitcoin দুজনই স্টুডেন্ট পড়ান। কারণ অনেকেই আছে তারা ঠিকই বুঝে কিন্তু অন্যজনকে বুঝাতে পারে না। কিন্তু আপনারা দুজন যেভাবে বোঝালেন আমার মনে হয় সবাই বুঝতে পারবে।

বাংলাদেশ লোকাল বোর্ডে একটিভ থাকা এবং আগস্ট মাসের সর্বাধিক পোস্টদাতা হওয়ার জন্য Learn Bitcoin ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 31, 2023, 09:24:44 PM


6. LDL [16]

এখন থেকে প্রতিদিন নিয়মিত এক্টিভ থাকার চেষ্টা করব। সবাইকে খুব একটিভ দেখে খুব আনন্দিত হচ্ছি‌। এভাবেই সকলেই পরিশ্রম করে লোকাল বোর্ডের উন্নয়ন সাধনে কাজ করবো।
অনেক বড় বড় ইউজাররা তাদের পোস্টে DCA লেখে কিন্তু এই Dollar Cost Averaging সংক্ষেপে DCA বিষয়টি মূলত কি?
এটি কি বিটকয়েনের জন্য সহায়ক না প্রতিবন্ধক? কেউ যদি একটু বিস্তারিত বলতেন তাহলে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতাম।

ডলার কোষ্ট এভারেজ মূলত একটা মেথড। মানুষ কয়েকভাবে বিটকয়েন কিনে থাকে। কেউ সরাসরি অর্ডার করে কিনে, কেউ আবার একটা প্রাইস টার্গেট করে অর্ডার প্রেস করে রাখে, যখন বিটকয়েনের প্রাইস নির্দিষ্ট দামে চলে আসে, তখন তার অর্ডার হিট করে। আবার অনেকে প্রতি সপ্তাহে অল্প অল্প করে কিনতে থাকে। ধরেন আমার বাজেট ১০০০ ডলার, আমি এই ১ হাজার ডলারের বিটকয়েন কিনবো। এখন আমি চাইলে আজকেই ১ হাজার ডলারের বিটকয়েন কিনতে পারি। এতে করে আজকের যে দাম, আমাকে সেই দামেই কিনতে হচ্ছে। আগামীকাল যদি দাম কমে যায়, তাহলে আমি লসে থাকবো। আবার বেড়ে গেলে লাভে থাকবো। কিন্তু সব চাইতে ভালো হবে যদি আমি এই ১ হাজার ডলার কে ৫ ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে ২০০ ডলার করে বিটকয়েন কিনি। এত করে কি হবে? ধরেন আজকে বিটকয়েনেরে দাম ২৬ হাজার ডলার, আজকে আমি ২০০ ডলারের কিনলাম, আগামী সপ্তাহে দেখা গেলো বিটকয়েনের দাম ২৪ হাজার ডলার, তার পরের সপ্তাহে আরো কম বা বেশি। এতে করে মারকেট এর একটা এভারেজ প্রাইসে আমার বিটকয়েন কেনা হলো। এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে কেনার একটা মেথোড, এটাকেই মূলত ডলার কোষ্ট এভারেজ বা সংক্ষেপ এ DCA বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন।
Learn Bitcoin ভাই যেভাবে একজন আদর্শ শিক্ষকের মত বোঝাচ্ছেন তাতে এখন আর না বোঝার কিছু নেই। ভাই মনে হয় পোলাপান পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। যাহোক আমি ভাইয়ের সাথে আর একটু যোগ করে দেই। ‌।‌
D=Dollars/টাকা
C= Cost/মূল্য/দাম
A=Average/গড়
গড়= বিভিন্ন সময়ে বিনিয়োগ ÷ মোট বিনিয়োগ সংখ্যা

ধরেন আপনি ৫০০ টাকার বাজেটের মধ্যে ডিম কিনতে চান। ধরেন ডিমের দাম বাংলাদেশে প্রতিনিয়ত আপডাউন হচ্ছে। আপনি পাঁচটি ক্যাটাগরিতে ডিম কিনলেন ।
১ম ক্যাটেগরি ৪০ টাকা হালি ১৫ টি ডিম= ১৫০ টাকা
২য় ক্যাটেগরি ৪৮ টাকা হালি ১০ টি ডিম= ১২০ টাকা
৩য় ক্যাটেগরি ৩৬ টাকা হালি ১০ টি ডিম= ৯০ টাকা
৪র্থ ক্যাটেগরি ৫২ টাকা হালি ৮ টি ডিম = ১০৪ টাকা
৫ম ক্যাটেগরি ৩৬ টাকা হালি ৪ টি ডিম =৩৬ টাকা

মোট টাকা=৫০০
মোট ডিম=৪৭
Average Cost =৫০০÷৪৭ =১০.৬৪ টাকা
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 31, 2023, 08:25:01 PM
অনেক বড় বড় ইউজাররা তাদের পোস্টে DCA লেখে কিন্তু এই Dollar Cost Averaging সংক্ষেপে DCA বিষয়টি মূলত কি?
এটি কি বিটকয়েনের জন্য সহায়ক না প্রতিবন্ধক? কেউ যদি একটু বিস্তারিত বলতেন তাহলে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতাম।

ডলার কোষ্ট এভারেজ মূলত একটা মেথড। মানুষ কয়েকভাবে বিটকয়েন কিনে থাকে। কেউ সরাসরি অর্ডার করে কিনে, কেউ আবার একটা প্রাইস টার্গেট করে অর্ডার প্রেস করে রাখে, যখন বিটকয়েনের প্রাইস নির্দিষ্ট দামে চলে আসে, তখন তার অর্ডার হিট করে। আবার অনেকে প্রতি সপ্তাহে অল্প অল্প করে কিনতে থাকে। ধরেন আমার বাজেট ১০০০ ডলার, আমি এই ১ হাজার ডলারের বিটকয়েন কিনবো। এখন আমি চাইলে আজকেই ১ হাজার ডলারের বিটকয়েন কিনতে পারি। এতে করে আজকের যে দাম, আমাকে সেই দামেই কিনতে হচ্ছে। আগামীকাল যদি দাম কমে যায়, তাহলে আমি লসে থাকবো। আবার বেড়ে গেলে লাভে থাকবো। কিন্তু সব চাইতে ভালো হবে যদি আমি এই ১ হাজার ডলার কে ৫ ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে ২০০ ডলার করে বিটকয়েন কিনি। এত করে কি হবে? ধরেন আজকে বিটকয়েনেরে দাম ২৬ হাজার ডলার, আজকে আমি ২০০ ডলারের কিনলাম, আগামী সপ্তাহে দেখা গেলো বিটকয়েনের দাম ২৪ হাজার ডলার, তার পরের সপ্তাহে আরো কম বা বেশি। এতে করে মারকেট এর একটা এভারেজ প্রাইসে আমার বিটকয়েন কেনা হলো। এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে কেনার একটা মেথোড, এটাকেই মূলত ডলার কোষ্ট এভারেজ বা সংক্ষেপ এ DCA বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 31, 2023, 08:15:16 PM
এবারের আগস্ট মাসে আমাদের পোস্টের সংখ্যা ভালো উন্নতি হয়েছে। আগস্ট মাসে মোট পোস্ট হয়েছে ৩৬৬ টি যা জুলাই মাসের থেকে বেশি পোস্ট হয়েছে। এ মাসেও সর্বোচ্চ পোস্ট করে Learn Bitcoin ভাই 46 পোস্ট করে প্রথম স্থানে রয়েছে। আমাদের আরও একজন ভাই DYING_S0UL তিনি ৪২ পোস্ট করে ২ অবস্থানে রয়েছে। আমাদের আরও উন্নতি করতে হবে, পোস্টের সংখ্যা বাড়াতে হবে। ১ম ১০ জন পোস্ট দাতা নাম ও পোস্ট সংখ্যা উল্লেখ করা হলো।
1. Learn Bitcoin [46]
2. DYING_S0UL [42]
3. Bitcoin_people [27]
4. 2Pizza410000BTC [25]
5. Bd officer [23]
6. LDL [16]
7. Lion02 [14]
8. Z_MBFM [14]
9. Little Mouse [13]
10. Shishir99 [13]

তথ্য এখান থেকে নেওয়া।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
August 31, 2023, 07:26:04 PM


অনেক বড় বড় ইউজাররা তাদের পোস্টে DCA লেখে কিন্তু এই Dollar Cost Averaging সংক্ষেপে DCA বিষয়টি মূলত কি?
এটি কি বিটকয়েনের জন্য সহায়ক না প্রতিবন্ধক? কেউ যদি একটু বিস্তারিত বলতেন তাহলে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতাম।
hero member
Activity: 840
Merit: 522
August 31, 2023, 08:33:28 AM
বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।

এটা আসলে বিটকয়েনটক হবে। আমরা অনেকেই ছোটবেলা আরকাইভ কে আরচিব বলতাম, এটা কোনো ব্যাপার না। আপনি কি আপনার আগের পোষ্ট এর রিপ্লাইগুলো চেক করেছেন? আপনাকে নিয়ে কিন্তু একটু সমালোচনা হয়েছে। আর আপনাকে কিছু পরামর্শ ও দেয়া হয়েছে আপনার আগের পোষ্ট এ। আপনি যদি আগের পোষ্ট গুলো না পড়ে নতুন করে আবার পোষ্ট করেন, তাহলে আপনি শিখবেন কিভাবে? আর আগের পোষ্ট যদি পড়ে থাকেন, সেটার রিপ্লাই যদি না দেন, তাহলে তো বুঝার কোনো উপায় থাকে না যে আপনি পোষ্ট গুলো পড়েছেন কি না। নইলে একই সাজেশন বার বার দেয়া লাগবে। আমি আর সাজেশন দিতে চাই না। অলরেডি অনেক সাজেশন দেয়া হয়েছে, সেগুলো ফলো করুন। কাজ করার আগে নিজের নাম টা বড় করুন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 31, 2023, 04:13:27 AM
বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।

বিটকয়েনটক কোন কাজ করার জায়গা না। বরং এটি একটা শিক্ষণীয় ফোরাম। আপনি এখানে বিটকয়েন সম্পর্কিত যাবতীয় যা আছে সকল তথ্য পাবেন। আপনাকে একটা কথা বলে রাখি, এটা কোনো সোসিয়াল মিডিয়া প্লাটফর্ম না যে আপনার না মনে চাইবে যেভাবে মনে চাইবে যা ইচ্ছা পোস্ট করবেন। এই ফোরামটি অনেক কঠোর নিয়ম কানুনের ব্যাপরে। সো আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অবশ্যই। আপনার সর্বপ্রথম উচিত এই ফোরামের নিয়ম কানুন পড়ে নেয়া। (উপরের ভাই ব্রাদার রা যেসব লিংক দিয়েছে তা চেক করে নিবেন)

এখন আসি আয় করার কথায়। আপনি এখান থেকে অনেক ভাবেই আয় করতে পারবেন। কিন্তু প্রথমে আপনাকে শিখতে হবে এই ফোরামটি কিভাবে চলে। এখানে আপনি চাইলে বাউন্টির কাজ করতে পারেন। বাউন্টি মূলত বিভিন্ন কোম্পানির জন্য প্রচার প্রচারণার কাজ। এই কাজের জন্য আপনাকে ফেসবুক, টুইটার ইত্যাদি একাউন্ট থাকা অবশ্যক। অনেকেই বাউন্টি করে বাট আমি আপনাকে এটা করার উপদেশ দিবো না। বাউন্টি ছাড়াও আপনি সিগ্নেচার করতে পারবেন। কিন্তু এর জন্য আপনার মিনিমাম ফুল মেম্বার রাঙ্কের আইডি প্রয়োজন। এর জন্য আপনার ১২০ এক্টিভিটি এবং ১০০ মেরিট লাগে। তো আপনি যদি এই ফোরামে লেগে থাকেন, সময় দেন তাহলে আস্তে আস্তে উপরে উঠে যাবেন।

একটা কথা বলে রাখি, এখানে কোনো ধরনের কপি, পেস্ট, অন্যের পোস্ট কাজ চুরি এসব করা যাবে না। কোনো রকম অসৎ কাজে যদি ধরা পড়েন তাহলে আপনার আইডি ব্যান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
full member
Activity: 490
Merit: 119
newbie
Activity: 2
Merit: 0
August 31, 2023, 02:56:09 AM
বিটকয়েন টলকে কিভাবে কাজ করব।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 30, 2023, 12:20:43 PM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 30, 2023, 11:24:32 AM
কোট

ভাই বিটকয়েনটকে এক্টিভিটি কিভাবে কাজ করে এটা একটু বুঝায় বলবেন! অনেক উপকার হতো। আমি এই সম্পর্কিত ইংরেজিতে যে পোস্টগুলো আছে সবগুলোই পড়েছি, দেখেছি। ঐগুলো আলাদা করে মেনশন করার দরকার নাই। এসবকিছুর পরের এটা বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আমি জানি এখানে একটা ১৪ এক্টিভিটির লিমিট সেট করা আছে। আমি আমার এই আইডিটা ১ বছরের মতো খুলেছি। কিন্তু কিছু ব্যক্তিগত কারনে ফোরামে এক্টিভ ছিলাম না। তো এখন কথা হলো আমি মূলত গত একদুই মাসের মতো ভালোভাবে এক্টিভ আছি। এই কয় মাসে প্রথম প্রথম আমার এক্টিভিটি বাড়ছে। তারপর হঠাৎ করে ৬৮ এর পর আর বাড়ে না। আবার কিছুদিন পর দেখলাম ২ টা বেড়ে আবার থেমে আছে। আমি প্রতিদিনই ২-৩ টা পোস্ট করি। আমি জানি সময়ের সাথে ইমনিই বাড়বে, এটা নিয়ে প্যারা নেয়ার প্যারা নাই কোনো। বাট আমি বিষয়টা জানার জন্য বোঝার উদ্দেশ্য পোস্টটা করলাম। একেবারে বলতে পারেন শিখার নিয়তে। ধন্যবাদ।

আপনি একাউন্ট যখনই করেন না কেনো সেটার সাথে মূলত একটিভিটির কোনো কানেকশন নেই। যেহেতু আপনি একটিভিটি পিরিয়ড সম্পর্কে জানেন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। একটিভিটি পিরিয়ড শুরুর দিন থেকে শেষ দিনের ভেতরে যদি আপনি ১ টা পোস্ট করেন, তাহলে সেই পিরিয়ডের ১৪ টা একটিভিটি আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। ধরেন নতুন একটিভিটি পিরিয়ড হচ্ছে ১ থেকে ১৪ তারিখ। পরের একটিভিটি পিরিয়ড হচ্ছে ১৫ থেকে ২৮ তারিখ। দুইটা পিরিয়ডের মধ্যে আপনি যদি ৩০ টা পোস্ট করেন, আপনার রিজার্ভ করা ২৮ টা একটিভিটিই আপনি পাবেন। আপনি এর থেকে বেশি একটিভিটি পাবেন না যদি না আপনার আগেই কিছু রিজার্ভ একটিভিটি না থাকে। আবার ১ থেকে ১৪ তারিখের ভেতরে ১ টা পোস্ট করলেন, আবার ১৫ থেকে ২৮ তারিখের ভেতরে আরেকটা পোস্ট করলেন, তবুও কিন্তু আপনার ২৮ টা একটিভিটি রিজার্ভ করা থাকবে। কিন্তু রিয়েল টাইমে আপনি দুইটা পোস্ট এর জন্য মাত্র দুইটা একটিভিটি পাবেন।

একজন চাইলে ১০ টা পোস্ট করেই ১৪০ একটিভিটি রিজার্ভ করে রাখতে পারে। এজন্য তাকে ১০ টা আলাদা আলাদা একটিভিটি পিরিয়ডে পোস্ট গুলো করতে হবে। কিন্তু তার ১০ টা পোস্ট এর জন্য কিন্তু তার প্রোফাইলে ১০ টা একটিভিটিই শো করবে। ধরেন এখন ১৪০ একটিভিটি রিজার্ভ করা আছে। এখন যদি সেই ব্যাক্তি ১ দিনেই আরো ১৩০ টা পোস্ট করে, তার একটিভিটি ১ দিনেই ১৪০ এ গিয়ে ঠেকবে।

আশা করি বুঝতে পেরেছেন। তবুও কনফিউশান থাকলে বলবেন, আরো বিস্তারিত আলোচনা করা যাবে।

আপনার এখন ৭০ টা একটিভিটি কারন আপনি ৫ টা একটিভিটি পিরিয়ড ধরে পোস্ট করছেন। আপনার পোস্ট সংখ্যা ১৩২। আপনি এখন থেকে যদি আর একটা পোস্ট ও না করেন, আর সামনের একটিভিটি পিরিয়ডে মাত্র ১ টা পোস্ট করেন, আপনার একটিভিটি হয়ে যাবে ৮৪। মানে ১ পোস্ট এর জন্যই যে ১৪ টা রিজার্ভ করা একটিভিটি ছিলো, সেটা এড হয়ে যাবে। প্রতি ১৪ দিন পর পর একটিভিটি ডিস্ট্রিবিউট হয়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 30, 2023, 11:11:17 AM
কোট

ভাই বিটকয়েনটকে এক্টিভিটি কিভাবে কাজ করে এটা একটু বুঝায় বলবেন! অনেক উপকার হতো। আমি এই সম্পর্কিত ইংরেজিতে যে পোস্টগুলো আছে সবগুলোই পড়েছি, দেখেছি। ঐগুলো আলাদা করে মেনশন করার দরকার নাই। এসবকিছুর পরের এটা বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। আমি জানি এখানে একটা ১৪ এক্টিভিটির লিমিট সেট করা আছে। আমি আমার এই আইডিটা ১ বছরের মতো খুলেছি। কিন্তু কিছু ব্যক্তিগত কারনে ফোরামে এক্টিভ ছিলাম না। তো এখন কথা হলো আমি মূলত গত একদুই মাসের মতো ভালোভাবে এক্টিভ আছি। এই কয় মাসে প্রথম প্রথম আমার এক্টিভিটি বাড়ছে। তারপর হঠাৎ করে ৬৮ এর পর আর বাড়ে না। আবার কিছুদিন পর দেখলাম ২ টা বেড়ে আবার থেমে আছে। আমি প্রতিদিনই ২-৩ টা পোস্ট করি। আমি জানি সময়ের সাথে ইমনিই বাড়বে, এটা নিয়ে প্যারা নেয়ার প্যারা নাই কোনো। বাট আমি বিষয়টা জানার জন্য বোঝার উদ্দেশ্য পোস্টটা করলাম। একেবারে বলতে পারেন শিখার নিয়তে। ধন্যবাদ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 30, 2023, 10:32:56 AM
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।

নাম শুনলেই কেমন জানি লাগে!  Undecided মানে লাইক সিরিয়াসলি!!! পৃথিবীতে নামের অভাব পড়ছিল নাকি! আর কিছু পাইলো না, শেষমেশ মুরগি চোরের বাপ! ভাইরে ভাইরে। দুনিয়ায় কতো যে নমুনা দেখা লাগবে।

এগুলা নিয়া আসলে কমেন্ট করা ঠিক হবে কি না বুঝতেছি না। কমেন্ট করলে উনি মন খারাপ করবেন। তবে এরকম ইউজারনেম শুধু বিটকয়েনটক এ না, বরং সোশ্যাল মিডিয়া গুলোতে সব চাইতে বেশি দেকা যায়। সোশ্যাল মিডিয়ায় দেখবেন প্রেমিক পুরুষ, এন্জেল সাদিয়া, আমি হিরো, আমি অমুক, তমুক নামের কোনো অভাব নাই। আপনার মাথায় যা আসে তা লিখেই সার্চ করে দেখেন ফেইসবুকে সেই নামেই আইডি পাবেন।

তো এটা আসলে বাংলাদেশিদের জন্য নতুন কিছু নয়। তবে ইন্টারন্যাশনাল ফোরাম হিসাবে নামে চুজ করাটাও জরুরী। অনেকে ইউনিক ইউজারনেম খুজতে গিয়ে এরকম নাম ব্যাবহার করে থাকেন। তবে এসব নাম অনেক বেশি দৃষ্টিকটু। অবশ্যই এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার। কারো ইউজারনেম তার ট্যালেন্ট বহন করে না। ট্যালেন্ট থাকলে ইউজারনেম যাই হোক না কেনো, কেউ আটকিয়ে রাখতে পারবে না। তবে মানুষ আপনাকে প্রথমে বিচার করবে এই ইউজারনেম দেখেই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 30, 2023, 04:38:17 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।

নাম শুনলেই কেমন জানি লাগে!  Undecided মানে লাইক সিরিয়াসলি!!! পৃথিবীতে নামের অভাব পড়ছিল নাকি! আর কিছু পাইলো না, শেষমেশ মুরগি চোরের বাপ! ভাইরে ভাইরে। দুনিয়ায় কতো যে নমুনা দেখা লাগবে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 30, 2023, 03:30:27 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
murgichurer baba(মুরগি চোরের বাপ)
আপনার নাম যে রকম তাতে ভাই ‌বিটকয়েনটক এসে কোন লাভ নেই। কারণ আপনার মুরগি চোর ছেলে আছে সে আপনাকে মুরগি চুরি করে নিয়ে আসবে এবং আপনি সেই চুরি করা মুরগি বাজারে সেল দিবেন।
আপনার উদ্দেশ্য একটি কথা বলতে চাই, আপনি কোন প্রকৃতির মানুষ তা আমি মন্তব্য করতে চাই না তবে আপনার নাম আপনাকে আপনার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দেয়। এই পৃথিবীতে আপনি নামের অভাব পাবেন না অথচ আপনার আইডির যে নাম দিয়েছেন তাতে করে এই নামটি আপনার পরিবার ও পরিবারের সদস্যদের প্রত্যেকের পরিচয় বহন করে। আপনি এমন কিছু করবেন না যাতে করে সেই কাজ বা নামের মাধ্যমে আপনার চারিত্রিক সনদ ও পরিবারের সদস্যদের অপমান হয়।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 30, 2023, 02:25:21 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
আপনি যেহেতু একজন নতুন ইউজার তাই আপনাকে স্বাগতম জানাই বাংলা লোকাল বোর্ডে আশা করি আপনি এখানে দীর্ঘদিন সময় দিলে এবং ভালো পোস্ট করতে পারলে আপনি ভালো একটি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
আপনি যেহেতু একজন নতুন ইউজার তাই সব সময় সতর্কতা অবলম্বন করবেন কখনোই কপি পেস্ট করবেন না বা ট্রান্সলেট করে পোস্ট করবেন না তাহলে আপনার একাউন্টে সমস্যা হবে।
আপনি ফোরামের নিয়ম অনুসরণ করুন প্রথম পেজে সকল গাইডলাইন দেওয়া আছে সেগুলো লক্ষ্য করুন অবশ্যই বুঝতে পারবেন।
https://bitcointalksearch.org/topic/m.7033740
আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
newbie
Activity: 672
Merit: 0
August 30, 2023, 02:22:48 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।

 ➡️বিটকয়েন টলকে নতুনদের জন্য....
১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
Link: https://bitcointalksearch.org/topic/m.54068442
২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব
Link: https://bitcointalksearch.org/topic/m.54670086
৩. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!
Link: https://bitcointalksearch.org/topic/m.58292760
৪. মেরিট সংক্রান্ত ধারণা
Link: https://bitcointalksearch.org/topic/m.53602200
৫. ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার
Link: https://bitcointalksearch.org/topic/m.53828556
৬. সার্ভিস বোর্ডের মাধ্যমে আয় করার উপায়
Link: https://bitcointalksearch.org/topic/m.54812130
৭. বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন
Link: https://bitcointalksearch.org/topic/m.55551271
newbie
Activity: 2
Merit: 0
August 30, 2023, 02:12:26 AM
আমি বিটকয়েন টলকে নতুন। আমি বিটকয়েন টলকের  কাজ সম্পর্কে জানিনা।  তাই সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
Jump to: