Author

Topic: বাংলা (Bengali) - page 177. (Read 5725286 times)

newbie
Activity: 28
Merit: 1
August 15, 2023, 05:41:03 AM
কাট

"Learn Bitcoin" ভাই, আপনার সুন্দর এবং সাবলীল অনুবাদের জন্য আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ । আপনি যে ভাবে বাঙালি ভাইদের জন্য ইনফরমেশন এবং ইতিহাস যুক্ত পোস্ট তৈরি করেন, তা সত্যিই স্বাক্ষরে নির্মিত। অনেকে এই জ্ঞান সম্পর্কে বুঝতে অসমর্থ হলেও, আপনার স্বল্প বুদ্ধিমত্তা দিয়ে তাদের বুঝতে সাহায্য করার উদ্দেশ্যে আপনার অনুবাদ ব্যবহার করা হচ্ছে। আপনার অনুবাদগুলি আমাদের সকল বাঙ্গালি ভাইকে গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে জ্ঞান অর্জনের একটি উপায় তৈরি করেছে। আমরা এই উপায়ে আপনার এবং @GazetaBitcoin ভাইয়ের মৌলিক ইনফরমেশন যুক্ত পোস্টগুলি এবং অন্যান্য লেখকের পোস্টগুলি পড়তে পারে এবং বৃদ্ধি করতে পারে। আমরা আশা করছি আপনি আগামীতেও এই সমান প্রয়াসে আমাদের সাথে থাকবেন। আপনার এই সমর্থন আমাদের উৎসাহিত করছে এবং আমরা আপনার এই বিশেষ প্রচেষ্টা উচ্চমান করতে চাই। ধন্যবাদ আবার আপনার অগোচর উপকারের জন্য!
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
August 15, 2023, 05:23:38 AM
মেরিট পাওয়ার জন্য সিনিয়র মেম্বারদের কাছ থেকে উপদেশ চাচ্ছি।

বিটকয়েনটক ফোরামে মেরিট পেতে আপনাকে অন্য ব্যবহারকারীর মেরিট পয়েন্ট অর্জন করতে হবে। আপনি যদি কোনও পোস্ট দেন যা অন্য ব্যবহারকারীরা উপযুক্ত, সূচনামূলক বা সাহায্যকর মনে করে, তাদের মেরিট পয়েন্ট প্রদান করতে পারে। যদি কেউ আপনার পোস্টে মেরিট পয়েন্ট প্রদান করে, তাহলে আপনি মেরিট প্রাপ্ত হবেন।

মেরিট পাওয়ার জন্য আপনার পোস্টগুলি গুণমানমূলক এবং উপকারী হতে হবে যা আপনার সংম্পাদনা, সতর্কতা, সহানুভূতি, প্রশ্নোত্তর এবং সামগ্রিক যোগাযোগের প্রাথমিক উপকারিতা প্রদর্শন করবে।

মেরিট পাওয়ার জন্য আপনাকে অধিক পোস্ট তৈরি করার চেষ্টা করতে হতে পারে এবং এটি একটি প্রাক্তন ব্যবহারকারীর মন্তব্যগুলির প্রতি সামর্থ্য প্রদর্শনের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে।
newbie
Activity: 28
Merit: 1
August 15, 2023, 05:22:21 AM
মেরিট পাওয়ার জন্য সিনিয়র মেম্বারদের কাছ থেকে উপদেশ চাচ্ছি।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
August 15, 2023, 05:09:50 AM
আবারো দারুন কাজ প্রিয় Learn Bitcoin! এটা অলরেডি আমার ৬ষ্ঠ টপিক যেটা আপনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন! এবং যেহেতু আপনি অলরেডি শাসকরা যুগ যুগ ধরে তথ্য ও স্বাধীনতায় জনসাধারনের একসেস লিমিট করে আসছে অনুবাদ করেছেন, এই অনুবাদ টিকে আরো ২ টি টপিক অনুসরন করবে, কারন এটা ৪ টা প্রবন্ধের একটা সিরিজের প্রথমটা এবং আপনি ইতিমধ্যে শেষ অংশ অনুবাদ করেছেন  Smiley৷ সব গুলো টপিক কোনো না কোনো ভাবে সাধারনত ক্রিপ্টোকারেন্সি এবং ক্রিপ্টোগ্রাফি, নাম প্রকাশ না করার প্রতি রাষ্ট্রের বৈরী মনোভাব প্রকাশ করে।

এই বিষয়ের ৪টা সিক্যুয়েলে, পাঠকরা বিটকয়েনারদের বিরুদ্ধে সরকারের ক্রিয়াকলাপ সম্পর্কে জানবে। সরকার কেন CDBCs (কেন্দ্রীয় ব্যাঙ্কের ডিজিটাল মুদ্রা) ইস্যু করতে চায় এবং কীভাবে ধনীরা আইন মেনে চলা নাগরিকদের থেকে তথ্য গোপন রাখার চেষ্টা করে। আশা করি আপনি এটা পড়ে উপভোগ করবেন  Smiley
newbie
Activity: 28
Merit: 2
August 15, 2023, 05:08:29 AM

https://talkimg.com/images/2023/08/15/Gxzl2.jpeg

এটা আমার নিজের হাতে তোলা ছবি। তাই এতটা সুন্দর হয়নি

আমার এই পোস্টটি এখানে করা ঠিক হচ্ছে কিনা তা জানি না।
আমি জাতি ধর্ম বা দল নিয়ে এই  পোস্টটি করি নাই

আজকে আমাদের বাংলাদেশের জাতীয় শোক দিবস।

আমরা বাঙালি বাংলাদেশি আমাদের বাসস্থান। বাংলাদেশ আমাদের গৌরব ময়
বাংলাদেশ আমাদের ঐতিহাসিক। বাংলাদেশ আমাদের যেমনই হোক না কেন এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ 🇧🇩

স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা🇧🇩
সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল
সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল
sr. member
Activity: 616
Merit: 322
August 15, 2023, 05:04:29 AM
আজকে কয়েন আলাপে খুবই সুন্দর একটি ওয়ালেট সম্পর্কে আর্টিকেল লিখেছেন। আমরা অনেক নিউজে শুনছি অনেকের ওয়ালেট হ্যাক হয়ে কিপ্টো সম্পদ হাড়িয়েছে। যারা দীর্ঘদিন কিপ্টোকারেন্সি, বিটকয়েন হোল্ড করে রাখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল।
এইটা অনেক আগের একটা আর্টিকেল। যাই হোক, প্রসঙ্গ যখন হার্ডওয়্যার ওয়ালেটের, তখন বলতেই হয় সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট আসলে ক্লোজ সোর্স। মানে এর পিছনে প্রোগ্রাম সম্পর্কে আমরা জানি না। সেদিক থেকে অবশ্যই ট্রেজর সবচেয়ে সর্বত্তম হার্ডওয়্যার ওয়ালেট। সেইফপালে যদিও এখনো কোন খারাপ কিছু পরিলক্ষিত হয় নি, কিন্তু ক্লোজ সোর্সের হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার না করাই ভালো। যদিও আমি নিজেই এই ওয়ালেট ব্যবহার করছি।
এছাড়াও, শুধু বিটকয়েন যারা হোল্ড করতে চান, তাদের জন্য অবশ্যই মাল্টি সিগ্নেচার ওয়ালেট ভালো বিকল্প। কারো আগ্রহ থাকলে জানাতে পারেন, আমি গাইডলাইন লিখবো।
আমি হার্ডওয়্যার ওয়ালেট কিনতে চাই একবার Sefepal কেনার জন্য আগ্রহী হয়ে উঠেছিলাম কিন্তু এর প্রতি পূর্ন আস্থা রাখতে পারলাম না তাই সিদ্ধান্ত বাতিল করলাম। আমি ট্রেজর এর হার্ডওয়্যার ওয়ালেট কিনতে চাই কিন্তু এর ডেলিভারি নিয়ে আশংকায় আছি কারন যেহেতু ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে এখনো অবৈধ এবং যখন আমি হার্ডওয়্যার ওয়ালেট কিনবো তখন অবশ্যই সবার একটা সন্দেহ থাকবে যে আমার কাছে হয়তবা অনেক বড় এমাউন্টের ক্রিপ্টো আছে কারন কম এমাউন্টের ক্রিপ্টো সচারাচর একটি Non-custodial ওয়ালেটেই সুরক্ষিত থাকে। অথর্চ আমি এটি কিনবো হার্ডওয়্যার ওয়ালেটের এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য। যেহেতু এটি আসবে বিদেশ থেকে তাই এটি নিয়ে কাস্টমে কোনো ঝামেলা করবে কি না এটা নিয়ে আমার ভয় হয়। এর জন্য এটি আমি অর্ডার করি না। যদি কেউ কিনে থাকে তাদের থেকে এর প্রসেস সম্পর্কে জানার জন্য আমি আগ্রহী। কেউ বিস্তারিত জানাবেন
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 15, 2023, 04:42:03 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Governs are coming for traders!




এটা কোনো রসিকতা না।
আমি ইদানিং আমার এক আইনজীবি বন্ধুর সাথে কথা বলেছি, সে আমাকে একটা পরিস্থিতির কথা বলেছে (রোমানিয়ার সরকার ট্রেডারদেরকে তাড়া করার ব্যাপারে)। আরো স্পষ্ট করে বললে, প্রশাসন তার কিছু ক্লাইন্ট কে তদন্ত করছে, যাদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু বড় অংকের টাকা ট্রান্সফার করার ব্যাখ্যা দিতে হবে।

ট্রেডার রা আইনজীবীর কাছে এসেছিলো কারণ তারা জানেন না কীভাবে তাদের ট্রেডিং ইনকাম কে ন্যায়সংগত প্রমান করবে। এবং আইনজীবী আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি তাকে কোনভাবে সাহায্য করতে পারবো কি না।

মূলত, রোমানিয়ায়, এই বছর ৩০/২৯১০ আইন পাস হওয়ার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ আইন প্রফিটের ওপর ট্যাক্স দেয়ার ব্যাপারে, ক্রিপ্টো ট্রেডিংয়ের প্রফিট সহ, কিন্তু আইন প্রয়োগকারী শুধু মাত্র যারা ট্যাক্স দিচ্ছে না তাদের পেছনে নয়, বরং তাদের পিছনেও যাদের ব্যাংক একাউন্টে বড় এমাউন্ট এর টাকা ট্রান্সফার হয়েছে।

আমি আমার বন্ধুকে বলেছি সে তার ক্লাইন্টদেরকে বলতে যে তারা যে সমস্ত ক্রিপ্টো এক্সচেঞ্জের সাথে কাজ করে সেগুলি থেকে যেকোন সম্ভাব্য ডাটা কালেক্ট করতে, যাতে কেনার মূল্য প্রমাণ করা যায়, এবং বিক্রয় মূল্যও প্রমান করা যায়। আরেকটি আইডিয়া ছিল সরাসরি এক্সচেঞ্জের সাথে যোগাযোগ করা, যারা কোম্পানি হিসাবে কাজ করে এবং যারা আইন অনুযায়ী মানি প্রসেসর হিসাবে কাজ করার অনুমতি আছে, এবং তাদেরকে লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসা করা। যদি সম্ভব হয়, স্ট্যাম্প করা যেহেতু এক্সচেন্জগুলো কেওয়াইসি এবং এএমএল ব্যাবহার করে, প্রয়োজন অনুযায়ী অফিসিয়াল কাগজপত্রও দেওয়া উচিত।

আমার বন্ধু আমাকে সাজেশনের জন্য ধন্যবাদ দিয়ে বললো সে এই উপায়গুলো ট্রাই করবে।

TL;DR: সরকার আসছে! সাবধান!
আমি কখনই সেন্ট্রালাইজ্ড ক্রিপ্টো এক্সচেঞ্জের ফ্যান ছিলাম না, কারণ তারা বিটকয়েনের পেছনের আইডিয়ার ঠিক বিপরীতকে এডাপ্ট করে: ডিসেন্ট্রালাইজেশন এবং ছদ্মনাম। এবং যদি সবাই ফিয়াট টাকার পরিবর্তে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে (অর্থাৎ সকল "ক্রিপ্টোনিয়ান" শুধুমাত্র ক্রিপ্টো-টু-ক্রিপ্টো লেনদেন করে), তাহলে সেখানে কোনো কর যোগ্য ইনকাম থাকবে না। কিন্তু কেউ (বা, প্রায় কেউই) এইভাবে কাজ করে না। তবে যা অবশিষ্ট থাকে তা হল, সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জগুলি বিশ্বস্ত থার্ড পার্টির আইডিয়াটা রেখেছে, যে টা সাতোশি সম্পূর্ণভাবে নির্মূল করতে চেয়েছিলেন। এবং, যদি এটা যেভাবে ব্যবহার করার জন্য বানানো হয়েছে সেভাবে ব্যবহার করা হয়, বিটকয়েন প্রকৃতপক্ষে সকল বিশ্বস্ত থার্ড পার্টি নির্মূল করবে।

বেশিরভাগ ব্যবহারকারীরা সুবিধার জন্য সেন্ট্রালাইজ্ড ক্রিপ্টো এক্সচেঞ্জে যায়, কারণ তারা ঝুঁকিগুলি বোঝে না বা তাদের অল্টারনেটিভ সম্পর্কে ধারনা না থাকার কারণে৷
১. সুবিধাটা বুঝলাম। মূলত, আপনার একটা ওয়ালেটে আপনার ফান্ড আছে (প্রকৃতপক্ষে আপনি যেটার মালিক না, কারণ এক্সচেন্জ এই টাকার প্রকৃত মালিক) এবং আপনি যে কোনো সময় সেটা অ্যাক্সেস করতে পারেন। এবং আপনি যখন চান লেনদেন করতে পারেন।

২. ঝুঁকি, তবে, একাধিক। "আপনার" এক্সচেঞ্জ ওয়ালেট আসলে আপনার না, এটা এক্সচেঞ্জের। কেন? কারণ আপনার কাছে প্রাইভেট কী নেই। দেখেন Mt. Gox, Binance (দুইবার), Criptsy, Cyptopia, Bitfinex ইত্যাদির সাথে কি ঘটেছে৷ যদি এক্সচেঞ্জের মালিক এক্সিট স্ক্যাম এর সিদ্ধান্ত নেয় তাহলেও একই ঘঠনা ঘটে৷ প্রাইভেট কী না থাকলে, আপনি ফান্ড এর মালিক না।

আরেকটি ঝুঁকি নির্ধারিত হয়েছে যে সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জগুলি ব্যাংক হিসাবে কাজ করে এবং গ্রাহকদের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে, সরকারের মাধ্যমে KYC এবং AML (নো ইউর কাস্টমার এবং অ্যান্টি মানি লন্ডারিং) পদ্ধতি প্রয়োগ করতে বাধ্য করা হয়। এবং ব্যক্তিগত তথ্যের জন্য সরকার সবচেয়ে ক্ষুধার্ত একটি এনটিটি। আপনার ব্যক্তিগত তথ্য দেওয়া, আপনার নিজের গোপনীয়তা/এনোনিমিটি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হওয়া আপনাকে ফ্রাইং প্যানে নিয়ে ওঠাবে, আজ বা কাল, যারা এই "সার্ভিস গুলি" ব্যবহার করেছে, যেমনটা Coinbase ক্লায়েন্টদের সাথে ঘটেছে। যদি ইউজারদের কাছে সমস্ত লেনদেনের প্রমাণ থাকে এবং যদি তারা তাদের ট্যাক্স পরিশোধ করে থাকে, তাহলে তারা ঠিক আছে। এছাড়াও, যারা বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে, তাদের সাথেও সবকিছু ঠিকঠাক হওয়া উচিত, যারা কোনও লাভ করে নি, তবে এই প্রমাণগুলিও কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। যাইহোক, এমনকি "আইন মেনে চলা নাগরিক" অবশ্যই কর্তৃপক্ষের তদন্ত করা পছন্দ করবে না।

মেইন সমস্যা হল যাদের কাছে এই ধরনের কোনো প্রমাণ নেই এবং যারা ট্যাক্স দেয় না তাদের নিয়ে। এরা, সরকারের কাছে অপরাধী হিসেবে গন্য হবে, কর ফাঁকিবাজ হিসেবে।

আমি ভালো একটি প্রশ্নে একমত যে "যদি দেশ ক্রিপ্টোকারেন্সিকে টাকা হিসাবে গ্রহণ না করে, তাহলে কেন এটাতে ট্যাক্স আরোপ করে?"। উত্তরটা এরকম: কারণ এটা ইনকাম জেনারেট করে। এমন ও হতে পারে, যদি গাছের পাতা কেনা বেচা করা যেতো, তবে পাতা বিক্রির লাভের ওপর ও ট্যাক্স দিতে হবে।

এভাবে, আমরা প্রশ্ন শুনতে পারি "কিভাবে আমরা আমাদের গোপনীয়তা রক্ষা করব?"।

৩. ক্রিপ্টোতে নতুনরা সেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জের দিকে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো বিকল্প ব্যাবস্থা সম্পর্কে না জানা। কিন্তু বিকল্প আছে।
একটা প্রথম সমাধান পিয়ার-টু-পিয়ার ডিসেন্ট্রালাইজ্ড এক্সচেঞ্জ, যেখানে লেনদেনগুলি সরাসরি ইউজারদের মধ্যে সম্পাদিত হয়, তারা সম্পূর্ণ এননিমাস, এবং এক্সচেন্জের ভূমিকা ইউজারদের তাদের টাকা / প্রাইভেট কি জমা না রেখে শুধুমাত্র একজন আরেক জনের সাথে যোগাযোগ করতে সহায়তা করা।
এছাড়াও, ক্যাশ-ইন/ক্যাশ-আউট বিটকয়েন এটিএম আরেকটি বিকল্প হতে পারে। কারণ এই ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রকাশ করার প্রয়োজন নেই। যদিও, এই টার্মিনালগুলি ক্রিপ্টো কেনা/বেচার জন্য ফ্রেন্ডলি প্রাইস দেয় না। তবে গোপনীয়তার একটা মূল্য আছে।
ফাইনালি, আপনি আপনার পরিচিত লোকদের সাথে পিয়ার-টু-পিয়ার লেনদেন করতে পারেন, বা অনেক ভালো রেপুটেশন যাদের আছে এই ক্ষেত্রে, এবং সেইসাথে যাদেরকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন না তাদের সাথে অ্যামাজন / আলি এক্সপ্রেস লেনদেনের মতো করে লেনদেন করতে পারেন।

ওপরের সকল সাজেশন তাদের জন্য যারা ক্রিপ্টো থেকে ফিয়াট মানি এক্সচেন্জ করতে চায়। যাইহোক, লেনদেন সম্পূর্ণরূপে ক্রিপ্টো-থেকে-ক্রিপ্টো হলেও, এনোনিমিটি আরও ভালভাবে মেনটেইন করা যায়। এছাড়া, উপরের সবগুলোর একটাও কিভাবে ট্যাক্স ফাকি দেয় তা রেফার করে না। প্রত্যেক নাগরিককে তার ট্যাক্স দেয়া উচিৎ। কিন্তু সেন্ট্রালাইজড ক্রিপ্টো এক্সচেঞ্জের সাথে কাজ করা শুধু ইউজারদের সরকারের কাছে এক্সপোজ করে না, বরং তাদের ফান্ডকেও বিপদগ্রস্থ করে।

ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সচেতনতা বাড়াতে সেন্ট্রালাইজেড ক্রিপ্টো এক্সচেঞ্জের অবদান স্বীকার করে আমি এখানে শেষ করছি। তাদেরকে ছাড়া, সম্ভবত, খুব কম লোক বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারতো। ইকো সিষ্টেম এ এক্সচেন্জ এর বিপুল অবদান ছিলো এবং আছে। কিন্তু তবুও, তারা অনেক কুসংস্কার আনতে পারে। এখন, যারা এগুলো ব্যাবহার করবে, তারা কিভাবে কাজ করে জেনে ব্যাবহার করতে পারে।

এডিট: এই টপিকটি লেখা শেষ করার পরেই সরকার ট্রেডারদের পেছনে লাগার আরেকটি উদাহারন মনে পড়লো।

এছাড়াও রোমানিয়াতে, প্রথম ক্রিপ্টো এক্সচেঞ্জ BTCxChange বন্ধ হওয়ার পরে, এর মালিক কোম্পানিটা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য কাগজপত্র তৈরি করেছিলেন। কার্যত, এই ক্ষেত্রে, সাইটটি (অপারেশন) বন্ধ হয়ে আছে, কিন্তু কোম্পানি সম্পূর্ন ভাবে বন্ধ হওয়ার আগ অব্দি রেজিষ্ট্রিতে থাকে।

বন্ধ হওয়া BTCxChange এর মালিক ম্যাক্স নিকুলা রিসেন্টলি বলেছেন যে আজও, এক্সচেঞ্জ সাইটটা বন্ধ করার ১.৫ বছর পরেও, তিনি কোম্পানিটি সম্পূর্ন ভাবে বন্ধ করতে পারেনি কারণ ANAF (IRS-এর রোমানিয়ান ভার্শন) তিনি এক্সচেন্জ বন্ধ করার অনুরোধ করার পর একটি তদন্ত শুরু করেছে। যেটা খুব গুরুত্বপূর্ণ, তা হলো তাকে কর্তৃপক্ষকে তার সমস্ত গ্রাহকদের নাম এবং ডেটা সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়েছে, যা কয়েনবেসেও ঘটেছিল। এই ক্ষেত্রে, কোম্পানিকে চালু রাখার জন্য গ্রাহকদের তথ্য প্রকাশ করতে রিকোয়েষ্ট বাধ্য করা হয়েছিল, এখন কোম্পানি (এখনও) বন্ধ করার জন্যও এই তথ্য দিতে হবে।

Coinbase-এর তুলনায় আরও চমকপ্রদ ব্যাপার হলো যে, যেখানে আদালতের সিদ্ধান্ত ব্যাবহার করা হয়েছে, BTCxChange-এর ক্ষেত্রে ANAF শুধুমাত্র একটা আনুষ্ঠানিক অনুরোধ করেছে। ম্যাক্স নিকুলা বলেছিলো যে সাইটটি বন্ধ করার পরে তিনি গ্রাহকদের কোনো তথ্য রাখেননি, তাই তদন্ত এখনও চলছে, কোম্পানি এখনও বন্ধ হয়নি, তবে এটা অন্য গল্প।

যা গুরুত্বপূর্ণ তা হল কয়েনবেসের ইতিহাস বারবার ঘটছে এবং আমি মনে করি যে বিশ্বব্যাপী আরও শত শত একই রকম ঘটনা আছে।

এডিট ২: কেওয়াইসি রিলেটেড আরও বিপদ জানার জন্য দয়া করে এই টপিক টি পড়ুন যা এই টপিকের সমপূরক: কেন কেওয়াইসি অত্যন্ত বিপজ্জনক – এবং ইউজলেস।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 15, 2023, 02:41:08 AM

এইটা অনেক আগের একটা আর্টিকেল। যাই হোক, প্রসঙ্গ যখন হার্ডওয়্যার ওয়ালেটের, তখন বলতেই হয় সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট আসলে ক্লোজ সোর্স। মানে এর পিছনে প্রোগ্রাম সম্পর্কে আমরা জানি না। সেদিক থেকে অবশ্যই ট্রেজর সবচেয়ে সর্বত্তম হার্ডওয়্যার ওয়ালেট। সেইফপালে যদিও এখনো কোন খারাপ কিছু পরিলক্ষিত হয় নি, কিন্তু ক্লোজ সোর্সের হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার না করাই ভালো। যদিও আমি নিজেই এই ওয়ালেট ব্যবহার করছি।
এছাড়াও, শুধু বিটকয়েন যারা হোল্ড করতে চান, তাদের জন্য অবশ্যই মাল্টি সিগ্নেচার ওয়ালেট ভালো বিকল্প। কারো আগ্রহ থাকলে জানাতে পারেন, আমি গাইডলাইন লিখবো।

বাংলাদেশের প্রেক্ষিতে হার্ডওয়ার ওয়ালেট, কোল্ড ওয়ালেট, হট ওয়ালেট সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি যতোদূর জানি বাংলাদেশে এসব পাওয়া যায় না, এইসব ক্রয়বিক্রয় বিদেশে বা অন্য কোনো উপায়ে করতে হয়। এরই সাথে আমি শুনছিলাম এগুলো নাকি কাস্টমস বা অন্যানা জায়গায় অনেক ঝামেলার সম্মুখীন হয়।

বাংলাদেশে যতো ক্রিপ্টো ইউজার আছে বেশিরভাগই সর্ফটও্যারভিক্তিক ওয়ালেট গুলো ব্যবহার করে থাকে। অনেকগুলো ওপেনসোর্স আবার অনেকগুলো ক্লোজডসোর্স।

আশা করি এই বিষয়ে বিস্তারিত একটা গাইডলাইন লিখবেন এবং এগুলো কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কিভাবে ব্যবহার করা হয় এইসব। এরই সাথে ওপেনসোর্স আর ক্লোজডসোর্স হার্ডওয়ার ওয়ালেট এবং Ledger সম্পর্কে লিখবেন। সম্প্রীত শুনলাম ledger নাকি নিরাপদ না। এগুলোর সুবিধা অসুবিধা তুলে ধরলে নতুন যারা এই সেক্টরে আসছে তাদের বুঝতে অনেক সুবিধা হয়।   
newbie
Activity: 28
Merit: 1
August 15, 2023, 12:11:25 AM

বাংলাদেশ থেকে কাবা শরিফে ঢোকার অনুমতি প্রাপ্ত একমাত্র ব্যক্তি হলেন দেলওয়ার হোসাইন সাঈদী। এ কথাটি তিনি তার এক ওয়াজ মাহফিলে বলেছিলেন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 14, 2023, 11:46:55 PM

একদিন শাহবাগ প্রজন্ম চত্বরে মরহুম মাওলানা সাঈদীর ফাঁসির দাবিতে মে সকল নাস্তিকরা আন্দোলন করেছিলেন আজ সেই নাস্তিকের দল গুলো কই। কই সেই ইমরান নাস্তিক ও মরিয়ম রা যারা দেলোয়ার হোসেন সাঈদীর ও মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চে বিক্ষোভ ও চিল্লাচিল্লি করছিল। আল্লাহ তায়ালা তোমাদের দুনিয়াতে জীবিত অবস্থায় আত্বসন্মান বিলীন করে দিয়েছে অথচ শহীদ মাওলানা সাঈদীকে আল্লাহ তায়ালা এমন মর্যাদা দান করেছেন। যেখানে তার ফাঁসি দাবীর জন্য আন্দোলন করা হতো সেখানে গতকাল রাতে রাতভর সাঈদী ভক্তরা দোয়া ও কোরআন তেলাওয়াত করে তার রুহের মাগফিরাত কামনা করেছে। শেষ রাতের দিকে হাজার হাজার ভক্ত তাহাজ্জুদের সালাত আদায় করেছে। তাহলে আপনারাই বলুন যাকে আল্লাহ সম্মান দেন তাকে যতই আপনারা দমিয়ে রাখুক না কেন রাখতে পারবেন না কারণ আল্লাহতালা যাকে সম্মান দেয় দুনিয়ার কোন শক্তি নেই তাকে দমিয়ে রাখতে পারে।

আল্লাহ তায়ালা তার দীনের মেহমানকে জান্নাত বাসী করুন। আমীন।।।

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 14, 2023, 09:41:42 PM
sr. member
Activity: 798
Merit: 377
August 14, 2023, 08:57:41 PM


ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন😭

কোরআনের পাখি আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন।
copy post 😥

- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! 😭😭😭
- কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আমাদের মাঝে আর নেই! 😥
-আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক, আমিন 🤲

আজ আমার মন অনেক খারাপ। আজ রাত ৮:৪০ মিনিটে আমদের সকলের প্রিয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তিদি দীর্ঘদিন বাংলাদেশের আদালত থেকে সাজা প্রাপ্ত হয়ে কারাগারে সাজা ভোগ করছিলেন। তিনি বিশ্বনিন্দত একজন আলেমেদীন ছিলেন।আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি বিশ্বনিন্দিত ইসলামিক স্কলার এবং আন্তর্জাতিক মানের একজন ইসলামিক বক্তাও ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের অধিকাংশ লোকই আজ শোকাহত।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা এমন একটি দেশে বসবাস করছি যেখানে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী তিনি দীর্ঘকালীন সময় ধরে অর্থাৎ ২০১০ সাল থেকে জেলখানায় বন্দী হয়ে রয়েছে। কিন্তু তার চিকিৎসা ব্যবস্থা ঠিক মত করা হয়নি লাস্ট চিকিৎসা হয়েছিল ২০১৬ সালে তারপর থেকে  বর্তমান 2023 সাল পর্যন্ত সময়ে কোন চিকিৎসা ব্যবস্থা করা হয়নি।
মানুষ এত নিষ্ঠুর হতে পারে তা আমি কখনো চিন্তা ভাবনা করতে পারিনি হাসপাতালের নিচে অবস্থান রত(মৃত দেলোয়ার হোসেন সাঈদী পুত্র) পুত্র মাসুদ বিন সাঈদী গতরাত প্রথমদিকে অর্থাৎ ৮:৩৭ সম্ভবত মিনিটের দিকে মারা যায়। কিন্তু আজকে ১৫ তারিখ পর্যন্ত তার ছেলে বাবার সাথে দেখা করতে পারিনি। বাবার সাথে দেখা করার জন্য প্রশাসনের অনুমতি লাগবে এই ধরনের ছলনাময়ী প্রশাসনের কথা অনুযায়ী অপেক্ষামাত্র রয়েছে (মৃত দেলোয়ার হোসেনের সাঈদীর) ছেলে মাসুদ বিন সাঈদী।

আমি এখানে উপস্থিত:
মূল কথা হলো তার পরিবারের সাথে দেখা করতে দিলে কি এমন ক্ষতি হবে?
এই ধরনের কর্মকাণ্ড করছে পুলিশ প্রশাসন তাদের একটাই কথা উপরের নির্দেশ লাগবে। কোথা থেকে নির্দেশ আনতে হবে তা সম্পূর্ণ বলছে না।

বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তাই যে যেখানে উপস্থিত সকলে একটু গায়েবানা জানাজার নামাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 14, 2023, 05:31:09 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৪ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-524th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5463120
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!


full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 14, 2023, 03:30:06 PM
আজ আমার মন অনেক খারাপ। আজ রাত ৮:৪০ মিনিটে আমদের সকলের প্রিয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তিদি দীর্ঘদিন বাংলাদেশের আদালত থেকে সাজা প্রাপ্ত হয়ে কারাগারে সাজা ভোগ করছিলেন। তিনি বিশ্বনিন্দত একজন আলেমেদীন ছিলেন।আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি বিশ্বনিন্দিত ইসলামিক স্কলার এবং আন্তর্জাতিক মানের একজন ইসলামিক বক্তাও ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের অধিকাংশ লোকই আজ শোকাহত।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 14, 2023, 01:05:38 PM
আজকে কয়েন আলাপে খুবই সুন্দর একটি ওয়ালেট সম্পর্কে আর্টিকেল লিখেছেন। আমরা অনেক নিউজে শুনছি অনেকের ওয়ালেট হ্যাক হয়ে কিপ্টো সম্পদ হাড়িয়েছে। যারা দীর্ঘদিন কিপ্টোকারেন্সি, বিটকয়েন হোল্ড করে রাখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল।
এইটা অনেক আগের একটা আর্টিকেল। যাই হোক, প্রসঙ্গ যখন হার্ডওয়্যার ওয়ালেটের, তখন বলতেই হয় সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট আসলে ক্লোজ সোর্স। মানে এর পিছনে প্রোগ্রাম সম্পর্কে আমরা জানি না। সেদিক থেকে অবশ্যই ট্রেজর সবচেয়ে সর্বত্তম হার্ডওয়্যার ওয়ালেট। সেইফপালে যদিও এখনো কোন খারাপ কিছু পরিলক্ষিত হয় নি, কিন্তু ক্লোজ সোর্সের হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার না করাই ভালো। যদিও আমি নিজেই এই ওয়ালেট ব্যবহার করছি।
এছাড়াও, শুধু বিটকয়েন যারা হোল্ড করতে চান, তাদের জন্য অবশ্যই মাল্টি সিগ্নেচার ওয়ালেট ভালো বিকল্প। কারো আগ্রহ থাকলে জানাতে পারেন, আমি গাইডলাইন লিখবো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 14, 2023, 12:04:10 PM

আমি ছোট ইউজার হিসেবে যেটুকু জানি। বা বাংলা বোর্ডের বা থ্রেড এর যে সকল রুলস গুলো আছে সুন্দরভাবে বুঝলাম। যে এই বোর্ডে বা থ্রেড আদার কোন অ্যাপ বা ওয়েবসাইট  পিক এর  লিঙ্ক বের করে শেয়ার করা এই বাংলা বোর্ডে এলাও করা হয় না  যেমন : Imgur " Lightshot আর অন্যান্য

আপনি যদি ছবি দেখাতে  চান তাহলে। এই লিঙ্ককে গিয়ে ছবি আপলোড দিয়ে Link বের করে ছাড়তে পাড়বেন এই ওয়েবসাইটের লিংক এলাও করা হয়  বাংলাদেশ এই বোর্ডে  
Link: https://talkimg.com


প্রথমত আপনি ঠিকমতো কোট করেননি, আপনার লেখা আমার লেখার সাথে যুক্ত হয়ে গিয়েছে। ইডিট করে নেন। আপনি যেকোন হোস্টিং সাইট ব্যবহার করুন কোনো সমস্যা নাই। আমি কখনো কোথাও কোনো রুলস দেখিনি যে ঐ নির্দিষ্ট সাইট থেকেই হোস্ট করতে হবে।  এখানে কোনো ধারাবাধা কিছু নেই। (কিছু ভুল বললে সংশোধন করে দিয়েন)

২য় আপনি আমার লেখাই ঘুরেফিরে পোস্ট করছেন। সরাসরি লিংক দেয়ার থেকে সরাসরি ছবি দেয়া আমি বেটার মনে করি। আপনি পোস্টে ছবির লিংক দিয়ে তাকে ঐ লিংকে যেতে বলতেছেন। কেউই ইচ্ছাকৃতভাবে এমন লিংকে ঢুকবে না। কারণ অনেক সময় এসব লিংক Malicious/Phishing হয়ে থাকে। আমি কি বলতে চেয়েছি আপনি সম্ভবতো বুঝেছেন। এজন্য যদি কোনো ছবি শেয়ার করতে চান তাহলে BB Code Format এ ছবি শেয়ার করবেন। এতে করে লিংকে ঢুকে ছবি দেখতে হবে না। Bitcoin Talk সরাসরি আপনার ছবিটা দেখাবে যেমনটি আমার পোস্টে দেখাচ্ছে।

আপনার ক্ষেত্রে ছবি দেখা যাচ্ছেনা কারণ আপনার মেরিট আর পোস্ট সম্ভবতো কম।

newbie
Activity: 28
Merit: 1
August 14, 2023, 11:52:50 AM
আমি Reddit এ নতুন কাজ শুরু করেছি।
subreddit Comment কিভাবে করে আমি এটা জানিনা। আশা করি যারা জানেন, তারা আমাকে সাহায্য করবেন। 
ধন্যবাদ।

Reddit এ কোম্পানিয়া, আইডিয়া, বা আপনার আগ্রহে যেকোনো বিষয়ে কমেন্ট করতে, আপনার প্রিয় subreddit-এ যেতে হবে:

1.  এ লগ ইন করুন অথবা সাইন আপ করুন, যদি প্রয়োজন হয়।

2. আপনি যে subreddit-এ কমেন্ট করতে চান, সেই subreddit-এ যেতে "Search" বাক্স ব্যবহার করে অথবা Reddit এর মুখপৃষ্ঠে ক্লিক করে সাবরেডিট নির্দেশিকা দেখুন।

3. সেবাট আপনার পছন্দের subreddit খুঁজে পেলে, সেখানে "Join" বাটন বা "Subscribe" বাটন থাকতে পারে, যেটি আপনাকে সেবাটে যোগ করবে।

4. এরপর, subreddit-এ চলে যান এবং "Create Post" বা "Comment" বাটনে ক্লিক করে কমেন্ট লিখতে শুরু করুন।
আপনার কমেন্ট লিখে শেষ হলে, আপনি একটি "Submit" বা "Post" বাটন পাবেন, যেটি আপনার কমেন্ট সাবরেডিটে পোস্ট করবে।

5. আপনি যদি এখনো নিশ্চিত নেই কোন subreddit-এ কমেন্ট করতে হলে, তাহলে subreddit-এর সব reddit-এর বারে অনুসন্ধান করে দেখুন বা তাদের সাবরেডিট নির্দেশিকা পড়েন।

এই স্টেপগুলি মাধ্যমে, আপনি আপনার পছন্দসই subreddit-এ সহজেই কমেন্ট লিখতে পারবেন!
newbie
Activity: 28
Merit: 2
August 14, 2023, 11:48:21 AM
PICTURE POST KORTE PARI NA KANO?KIVABE POST KORTE HOI.

এটা বাংলা থ্রেড। এখানে বাংলা ভাষায় পোস্ট করবেন। কিছু কিছু শব্দ যেগুলো ইংরেজিতে না লিখলেই নয় সেগুলো ইংরেজিতে পোস্ট করতে পারেন সমস্যা নাই।

ছবি পোস্ট করার জন্য প্রথমে আপনাকে ছবিটা যেকোনো ফ্রী হোস্টিং সাইটে ছবিটি হোস্ট করতে হবে তারপর সেই ছবিটির BB Code এইখানে পোস্টের মধ্যে লিখতে হবে। ছবিটা আপনা আপনি ঐ সাইট থেকে এখানে সো করবে।

Free Hosting Site: https://imgbb.com/


 Smiley Smiley Huh

আমি ছোট ইউজার হিসেবে যেটুকু জানি। বা বাংলা বোর্ডের বা থ্রেড এর যে সকল রুলস গুলো আছে সুন্দরভাবে বুঝলাম। যে এই বোর্ডে বা থ্রেড আদার কোন অ্যাপ বা ওয়েবসাইট  পিক এর  লিঙ্ক বের করে শেয়ার করা এই বাংলা বোর্ডে এলাও করা হয় না  যেমন : Imgur " Lightshot আর অন্যান্য

আপনি যদি ছবি দেখাতে  চান তাহলে। এই লিঙ্ককে গিয়ে ছবি আপলোড দিয়ে Link বের করে ছাড়তে পাড়বেন এই ওয়েবসাইটের লিংক এলাও করা হয়  বাংলাদেশ এই বোর্ডে  
Link: https://talkimg.com



এই ওয়েবসাইটে কিভাবে ছবি আপলোড দিবেন এবং  লিংক কিভাবে বের করবেন।
তা দেখানো হলো
 
১: https://talkimg.com/images/2023/08/14/GqvB1.jpeg

2: https://talkimg.com/images/2023/08/14/GqyzW.jpeg

3: https://talkimg.com/images/2023/08/14/GqJhJ.jpeg

 আর আপনার ছবি তখনই শো করা হবে যখন আপনার অ্যাক্টিভিটি প্লাস ম্যারিড বা কোন মেম্বার হলে তখন ছবি দেখানো যাবে
আশা করছি বোঝাতে পেরেছি।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 14, 2023, 11:24:52 AM
হার্ডওয়্যার ওয়ালেট কি? সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউ
আজকে কয়েন আলাপে খুবই সুন্দর একটি ওয়ালেট সম্পর্কে আর্টিকেল লিখেছেন। আমরা অনেক নিউজে শুনছি অনেকের ওয়ালেট হ্যাক হয়ে কিপ্টো সম্পদ হাড়িয়েছে। যারা দীর্ঘদিন কিপ্টোকারেন্সি, বিটকয়েন হোল্ড করে রাখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল।

আর্টিকেটি পড়ে জানতে পারবেন।
১. হার্ডওয়্যার ওয়ালেট কি?
২. সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট রিভিউ।
৩. কিভাবে সেইফপাল ওয়ালেট ব্যবহার করবেন?
৪. সেইফপাল ওয়ালেট রিভিউ।
বিস্তারিত: এখানে ক্লিক করে দেখুন।
newbie
Activity: 672
Merit: 0
August 14, 2023, 11:21:08 AM
বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একজন কিংবদন্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন😢😓😓
যিনি আল্লাহর পথ চেনানোর জন্য এদেশের অন্যতম একজন সেরা বক্তা  ছিলেন।   
আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে,, আমাদের প্রিয় বক্তার দ্বীনের  কাজগুলো কবুল করে,শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন। আমিন... 🤲🤲🤲🤲

https://www.talkimg.com/images/2023/08/14/GqIpo.jpeg
Jump to: