Author

Topic: বাংলা (Bengali) - page 176. (Read 5309595 times)

jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
August 04, 2023, 05:55:35 AM
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কী? ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল? কোন কোন সাইটে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা লাভজনক?
এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 04, 2023, 05:01:57 AM
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 03, 2023, 07:49:44 PM



লিংক: https://bitcointalksearch.org/topic/m.62641351
আরে ভাই আপনারে না নেগেটিভ ট্রাস্ট মেরে দিয়েছে। আপনি একাধিক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়েছেন। যারা বাউনটি করে থাকেন তারা আপাতত নিজেদেরকে বিরত রাখুন এবং ওই বাওনটির মধ্যে সীমাবদ্ধ থাকুন। অহেতুক কানেক্টেড একাউন্ট এখানে নিয়ে এসে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুর্নাম বাড়াবেন না। যারা বড় বড় ইউজার আছে এবং ডিটি রয়েছে তারা সব সময় মনে করে বাংলাদেশের সবাই হয়তো অ্যাকাউন্ট ফার্ম করে। তাদের সন্দেহ করার পিছনে একাধিক যুক্তিও অবশ্যই রয়েছে। বেশিরভাগ বাউন্টি account আমাদের বাংলাদেশের। একজন বাউন্টি হান্টার একাধিক একাউন্ট ক্রিয়েট করে বাউনটি কাজ অংশগ্রহণ করে থাকে এবং নিজের একাউন্টগুলোর মধ্যে টোকেন টেনেস্পার করে একাউন্ট কানেক্টেড করে নেয়। অনেক বাংলাদেশী বাউন্টি হান্টার বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে মেরিট পাওয়ার জন্য উঠেপড়ে লেগে যায়। এখানেই সীমাবদ্ধ থাকে না বরং বিভিন্ন গ্লোবাল সেকশনে মেরিট এর জন্য ব্যস্ত হয়ে পড়ে ফলে অ্যাকাউন্টগুলো ডিটি মেম্বারদের ইনভেস্টিগেশনে পড়ে যায়। এবং রিসার্চের ফলে একাউন্ট কানেকটেড প্রমাণিত হয়। এই সমস্ত কাজে বেশিরভাগ বাংলাদেশী বাউন্টি হান্টাররা জড়িত থাকা আমাদের বাংলাদেশী ইউজারদের দুর্নাম হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় আমাদের অ্যাকাউন্ট ফার্মিং ও মেরিট ফার্মিং হিসেবে দোষী সাব্যস্ত করা হয়।
আমি আপনাদের অনুরোধ করছি বাংলাদেশে এরকম কানেক্টেড একাউন্ট নিয়ে এসে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।
jr. member
Activity: 107
Merit: 2
August 03, 2023, 06:51:16 AM



হ্যালো বন্ধুরা আমরা যারা ট্রেডিং  করি তাদের জন্য Bitcoin মান্থলি  রিটার্ন চাট  একটি। এই মাসের যদি হিস্টোরিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন August  September মোস্ট অফ দ্যা টাইম এখানে প্রতিবছরে এই মাসে মার্কেট ডাউনে থাকে বা নিচে থাকে। আপনি দুই মাসেই দেখতে পারছেন চ্যাটে  (-) বেশি দেখা যাচ্ছে । সে ক্ষেত্রে আমাদের যে করণীয়  Bitcoin সব সময় হিস্টোরিটাই দেখে। সে ক্ষেত্রে আমাদের এই দুইটা মাসে দেখেশুনে   ট্রেড করতে হবে,,
তা না হলে আপনারা যারা নতুন আছেন ট্রেডিং য়ে হুট  করে বুঝে না বুঝে শুনে ট্রেড করে লস খেয়ে যাবেন ।
এখন বর্তমানে Bitcoin  যে পর্যায়ে আছে 29,108.40
এই Bitcoin  টি এ পর্যায়ে থাকবে না হয়তো। উপরে 🚀 উড়াল দিবে, না হয়তো নিচে ডাউন হয়ে যাবে। তাই দেখে শুনে বুঝে ট্রেনিং করবেন ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 03, 2023, 05:03:40 AM
বিটকয়েনের বুলরান vs বিয়ার মার্কেট নিয়ে একটা ওয়েবসাইট করতে চাচ্ছি যেখানে বিশেষ করে বড় বড় দরপতনগুলোকে বাবল(ডট) আকারে শেয়ার করা হবে এবং সেগুলোর পিছনের সম্ভাব্য কারণগুলোকে ইনভেস্টিগেশন এর মাধ্যমে বের করে একটা এনালাইসিস আকারে পোস্ট করব। এই প্রজেক্টটা করতে খরচ তেমন একটা নেই বললেই চলে। শুধু নিজেদের সময় দেয়া লাগবে। তবে একজন ভালো ওয়েব ডিজাইনার এবং ডেভ লাগবে। আমি অতীতে এইটা নিয়ে অনেকের সাথেই কথা বলেছি, টাকা দিয়ে কাজ করাতে চেয়েছিলাম কিন্তু খরচ আসলে অতিরিক্ত মনে হয়েছে। তাই সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করি নি। কেউ যদি প্রজেক্ট পার্টনার হিসেবে আলোচনা করতে চান, তাহলে আমাকে নক দিতে পারেন।

প্রজেক্ট প্ল্যান টা ভালো। কাজের প্রতি পেশনেট হলে শুরু করতে পারেন। প্ল্যান শুনে মনে হচ্ছে নন-প্রফিটেবল ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইট হতে যাচ্ছে। ভবিষ্যতে কে এড থেকে রেভিনিউ ইনকাম করার প্ল্যান আছে? এসব প্রজেক্ট পেশনেট না হলে কন্টিনিউ করা মুশকিল। আমার এমন অনেক হয়েছে যে আমি নিজেই এক্সচেন্জার ওয়েবসাইট খুলেছি, ব্লগ খুলেছি, পিটিসি সাইট বানিয়েছি, কিন্ত কন্টিনিউ করতে পারিনি আলসেমির কারনে।

কাজ করার প্রবল মন মানসিকতা থেকেই এগিয়ে যাওয়া সম্ভব। আপনি তো এমনিতেই অনেক বিজি থাকেন। নতুন প্রজেক্ট এ পর্যাপ্ত সময় লাগবে কিন্তু ভাই। আমি এসব ব্যাপারে তেমন বুঝি না। তবে কেউ ইন্টারেষ্টেড থাকলে জয়েন করতে পারেন। প্রজেক্ট প্ল্যান ভালো লেগেছে আমার।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 03, 2023, 01:54:04 AM
বিটকয়েনের বুলরান vs বিয়ার মার্কেট নিয়ে একটা ওয়েবসাইট করতে চাচ্ছি যেখানে বিশেষ করে বড় বড় দরপতনগুলোকে বাবল(ডট) আকারে শেয়ার করা হবে এবং সেগুলোর পিছনের সম্ভাব্য কারণগুলোকে ইনভেস্টিগেশন এর মাধ্যমে বের করে একটা এনালাইসিস আকারে পোস্ট করব। এই প্রজেক্টটা করতে খরচ তেমন একটা নেই বললেই চলে। শুধু নিজেদের সময় দেয়া লাগবে। তবে একজন ভালো ওয়েব ডিজাইনার এবং ডেভ লাগবে। আমি অতীতে এইটা নিয়ে অনেকের সাথেই কথা বলেছি, টাকা দিয়ে কাজ করাতে চেয়েছিলাম কিন্তু খরচ আসলে অতিরিক্ত মনে হয়েছে। তাই সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করি নি। কেউ যদি প্রজেক্ট পার্টনার হিসেবে আলোচনা করতে চান, তাহলে আমাকে নক দিতে পারেন।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 03, 2023, 12:10:25 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 02, 2023, 09:44:57 PM
Learn Bitcoin পর পর দুই মাসে সবার উপরে রয়েছেন এডা হইলো মিয়া ,  যেভাবে  গিয়ার আপ করছেন,  এতে বুঝা যাইতেছে যে  আমাকে তিন নম্বর জায়গা থেকে খুব শীঘ্রই হাঠিয়ে দিবেন।  যাই হোক  সামনের মাসের হ্যাটট্রিক করে নিন ,  আর অভিনন্দন   অলরেডি ৩০০+  মেরিট কমিউনিটিতে  পা দিয়ে ফেলেছেন।  যোগ্য লোকদের স্থান অবশ্যই উপরে হওয়া উচিত ,  Wink Grin

প্রথমে দোয়া রইলো আগে সুস্থ হোন, তারপর না হয় চার্ট তৈরী করা যাবে।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর কথাগুলোর জন্য। গিয়ার আপ তো না, আসলে পোষ্ট করার প্যাড়া থাকতে এমনিতেই হয়ে যায়। আমি কিন্তু কখনো চেক করি না যে এই মাসে কয়টা পোষ্ট করলাম। নরমালি পোষ্ট করতে থাকি, পরে দেখা যায় এতাগুলো পোষ্ট হয়ে গেছে। যাই হোক, মেরিট এর ব্যাপারে বলবো, আপাতত পরের পজিশনের এর জন্য অপেক্ষা করছি। একটিভিটি টা এমন একটা যায়গায় এসে থামে, তখন আফসোস লাগে। যাই হোক, নেক্সট একভিটি ডিসট্রিবিউশন ডেট ৯ তারিখে পড়েছে। আশা করছি সব ঠিক থাকলে ৯ তারিখ কিংবা ১০ তারিখ সিনিয়র মেম্বার হতে পারবো।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 02, 2023, 06:39:11 PM
]
প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি  যে আপডেট সময় মত না দিতে পারার জন্য,  অবশ্য এর পেছনে কারণও রয়েছে ,  বিগত কয়েকদিন যাবত প্রচন্ড ঠান্ডা এবং  জ্বর।  এখনো শরীরে জ্বর  রয়েছে,  আর এজন্যই আমার আগের ফরমেটই  একটিভিটি এনালাইসিস  করে দিলাম, নতুন এনালাইসিসে নতুন কিছু সংযোজন করতে চেয়েছিলাম  শরীর একটু সুস্থ হলে ইনশাল্লাহ এটা করে ফেলব।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক কষ্ট করে আপনি চার্ট গুলো তৈরি করেছেন। আর আমি আপনার সুস্থ কামনা করি, অতি শীঘ্রই আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুক।

যাইহোক এবারে আসি  আমাদের অ্যাক্টিভিটি নিয়ে,  অ্যাক্টিভিটি বলতে পোস্ট একটিভিটি এবং মেরিট অ্যাক্টিভিটি এর দিক থেকে  এ মাসে আমরা বিগত কয়েক মাস থেকে অনেকটাই পিছিয়ে যা আপনারা অলরেডি নিচে চার্টে দেখতে পাচ্ছেন একটা হিউজ ব্যবধান এসে গেছে।  আমি আসলে সঠিক বুঝতে পারতেছি না এটার কারণ কি !   ডেঙ্গুর প্রভাব কি আমাদের এই বাংলাদেশি থ্রেডেও  পরতেছে নাকি।
যাইহোক হাল ছাড়লে চলবে না  এই মাস থেকে পুনরায় কাম ব্যাক চাই  মাসের আজ মাত্র দুই তারিখ আর ২৮  দিন রয়েছে।  সবার জন্য শুভকামনা রইল-
প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [41]
2. Crypto Library [23]
3. BD Crypto [19]
ভাই এই মাসে অনেক কমে গেছে পোস্ট সংখ্যা। এই মাসে একটা বিষয় দেখলাম প্রথম ১০ জন পোস্ট দাতার লিস্টে ৩ জন সিনিয়র সদস্য। আমাদের এই লোকাল থ্রেডে সিনিয়র সদস্যরা পোস্ট করা কমিয়ে দিয়েছে। এভাবে থাকলে আমাদের লোকাল থ্রেডের উন্নতি আশা করা যাবে না। লোকাল বোর্ড ঘরে তুলতে হলে আমাদের প্রত্যেকেরই অনেক পরিশ্রম করতে হবে, ভালো ভালো পোস্ট করতে হবে। যাইহোক আমাদের এই মাসে আমরা সকলেই ৩০ টা করে পোস্ট করার চেষ্টা করবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 02, 2023, 12:13:57 PM
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি  যে আপডেট সময় মত না দিতে পারার জন্য,  অবশ্য এর পেছনে কারণও রয়েছে ,  বিগত কয়েকদিন যাবত প্রচন্ড ঠান্ডা এবং  জ্বর।  এখনো শরীরে জ্বর  রয়েছে,  আর এজন্যই আমার আগের ফরমেটই  একটিভিটি এনালাইসিস  করে দিলাম, নতুন এনালাইসিসে নতুন কিছু সংযোজন করতে চেয়েছিলাম  শরীর একটু সুস্থ হলে ইনশাল্লাহ এটা করে ফেলব।
যাইহোক এবারে আসি  আমাদের অ্যাক্টিভিটি নিয়ে,  অ্যাক্টিভিটি বলতে পোস্ট একটিভিটি এবং মেরিট অ্যাক্টিভিটি এর দিক থেকে  এ মাসে আমরা বিগত কয়েক মাস থেকে অনেকটাই পিছিয়ে যা আপনারা অলরেডি নিচে চার্টে দেখতে পাচ্ছেন একটা হিউজ ব্যবধান এসে গেছে।  আমি আসলে সঠিক বুঝতে পারতেছি না এটার কারণ কি !   ডেঙ্গুর প্রভাব কি আমাদের এই বাংলাদেশি থ্রেডেও  পরতেছে নাকি।
যাইহোক হাল ছাড়লে চলবে না  এই মাস থেকে পুনরায় কাম ব্যাক চাই  মাসের আজ মাত্র দুই তারিখ আর ২৮  দিন রয়েছে।  সবার জন্য শুভকামনা রইল-

জুলাই মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ২৮৬টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = ৫২টি



জুন মাসের  টোটাল পোস্ট হয়েছে            = ৪৯০টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে              = ২২০টি




প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [41]
2. Crypto Library [23]
3. BD Crypto [19]
4. 2Pizza410000BTC [13]
5. Bd officer [13]
6. King333 [13]
7. sj13 [11]
8. Dorimon45 [10]
9. Poorman2 [8]
10. Z_MBFM [8]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের  পোস্ট একটিভিটি
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  





Learn Bitcoin পর পর দুই মাসে সবার উপরে রয়েছেন এডা হইলো মিয়া ,  যেভাবে  গিয়ার আপ করছেন,  এতে বুঝা যাইতেছে যে  আমাকে তিন নম্বর জায়গা থেকে খুব শীঘ্রই হাঠিয়ে দিবেন।  যাই হোক  সামনের মাসের হ্যাটট্রিক করে নিন ,  আর অভিনন্দন   অলরেডি ৩০০+  মেরিট কমিউনিটিতে  পা দিয়ে ফেলেছেন।  যোগ্য লোকদের স্থান অবশ্যই উপরে হওয়া উচিত ,  Wink Grin
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 01, 2023, 11:16:11 PM
বাংলায় আমি খুব একটা বেশি এই মাসে পোস্ট করিনি যার কারণে অনেক পিছিয়ে গিয়েছি। তবে অন্যান্য মাসে তুলনায় এই মাসে খুব একটা বেশি পোস্ট হয়নি আমার মাত্র ৫ টা পোস্ট করেছি এক মাসের মধ্যে সত্যি এটা আমার জন্য লজ্জাজনক। তবে এই মাসে আমি অবশ্যই পোস্ট আরো বেশি করার চেষ্টা করব আসলে আমার অসুস্থতার কারণে বাংলা বোর্ডে আসা হয়না। তবে এখন থেকে চেষ্টা করব এই মাসে যাতে আমি ৫ নাম্বার পজিশন পর্যন্ত থাকতে পারি সেই চেষ্টা চালাবো।

ভাই আপনি যদি একটাও পোষ্ট করতে না পারেন, আপনাকে কেউ কিন্তু জোর করতে পারবে না। ৫ টি পোষ্ট করেছেন মানে এটা লজ্জাজনক নয়। এটা লজ্জার হবে কেনো ভাই? থবুও আপনি তো ৫ টা পোষ্ট করেছেন। এই ফোরামে এমন অনেক বাংলাদেশী আছে যারা নিজেরাই নিজেদের কে বাংলাদেশী বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে। তারা কখনো বাংলাদেশ থ্রেড এ পোষ্ট ই করেনি। আপনি সামনের মাসে এগিয়ে থাকার জন্য পোষ্ট করবেন যেনে ভালো লাগলো। আর আপনার সুস্থতা কামনা করছি।

আর প্রথম অবস্থানে Learn Bitcoin ভাই সর্বোচ্চ পোস্টদাতা এই মাসে এবং অন্যান্য মাসেও তিনি সর্বোচ্চ সময় দিয়ে থাকে আমাদের এই বাংলা লোকাল বোর্ডে। আমাদের বাংলা লোকাল বোর্ড মূলত তার অধিক পোস্টের কারণে এতগুলো পোস্ট প্রতি মাসে আমরা দেখতে পারি। তিনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন শেয়ার করেন আমাদের এই বাংলা বোর্ডে। Learn Bitcoin ভাইয়ের জন্য অগ্রিম অভিনন্দন তিনি অতি শীঘ্রই আমাদের বাংলা বোর্ড থেকে সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করবেন।

ধন্যবাদ ভাই। আমি একটিভিটির জন্য অপেক্ষা করছি আপাতত। ৩০০ নাম্বার মেরিট পেয়ে গেছি অলরেডি। এই মাসের ৯ তারিখে বা ১০ তারিখে সব ঠিক থাকলে রেংক আপ হয়ে যাবে। আমি একজন সাধারন ইউজার। টেকনিক্যাল কিছু নলেজ নাই আমার। লেখার মতো ইচ্ছা আছে, কিন্তু তেমন কিছু জানি না যে কি শেয়ার করবো।

এটা অবশ্যই সত্য কথা ভাই একটা পোস্ট না করলেও কেউ জোর করবে না তবে আগে অনেক পোস্ট করতাম কিন্তু এখন এত পোস্ট করতে পারি না তাই এটা আমার জন্য লজ্জার জনক বলে মনে করি। তবে এমন অনেক ব্যক্তি আছে যারা বাংলা বোর্ডে পোস্ট করব তো দূরের কথা তারা বাংলা বোর্ডের দিকে তাকায় না তারা বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে।
অবশ্যই ভাই এই মাসে বেশি পোস্ট করার চেষ্টা করব এবং সময় দেওয়ার জন্য চেষ্টা করব বাংলা বোর্ডে।

আপনার জন্য দোয়া করি যাতে আপনি সঠিকভাবে রেঙ্ক আপ করতে সক্ষম হন অবশ্যই একটিভিটি এর কারণে এখনো ফুল মেম্বার পদমর্যাদায় রয়েছেন।
আপনি দ্রুত এগিয়ে যান এবং যেহেতু আপনার ৩০০ টি যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে সে ক্ষেত্রে আপনি আপনার পরবর্তী টার্গেট পূরণ করতে অবশ্যই পারবেন আল্লাহতালা যাতে আপনাকে এই তৌফিকটি দান করে। এবং আপনি হিরো মেম্বার এর একটিভিটি না হওয়ার আগেই হিরো মেম্বারের মেরিট যাতে অর্জন করতে পারেন। আর আপনার মত একজন জ্ঞানী ওজার অবশ্যই আমাদের বাংলাদেশ বোর্ডের জন্য প্রশংসনীয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 01, 2023, 10:49:29 PM
বাংলায় আমি খুব একটা বেশি এই মাসে পোস্ট করিনি যার কারণে অনেক পিছিয়ে গিয়েছি। তবে অন্যান্য মাসে তুলনায় এই মাসে খুব একটা বেশি পোস্ট হয়নি আমার মাত্র ৫ টা পোস্ট করেছি এক মাসের মধ্যে সত্যি এটা আমার জন্য লজ্জাজনক। তবে এই মাসে আমি অবশ্যই পোস্ট আরো বেশি করার চেষ্টা করব আসলে আমার অসুস্থতার কারণে বাংলা বোর্ডে আসা হয়না। তবে এখন থেকে চেষ্টা করব এই মাসে যাতে আমি ৫ নাম্বার পজিশন পর্যন্ত থাকতে পারি সেই চেষ্টা চালাবো।

ভাই আপনি যদি একটাও পোষ্ট করতে না পারেন, আপনাকে কেউ কিন্তু জোর করতে পারবে না। ৫ টি পোষ্ট করেছেন মানে এটা লজ্জাজনক নয়। এটা লজ্জার হবে কেনো ভাই? থবুও আপনি তো ৫ টা পোষ্ট করেছেন। এই ফোরামে এমন অনেক বাংলাদেশী আছে যারা নিজেরাই নিজেদের কে বাংলাদেশী বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে। তারা কখনো বাংলাদেশ থ্রেড এ পোষ্ট ই করেনি। আপনি সামনের মাসে এগিয়ে থাকার জন্য পোষ্ট করবেন যেনে ভালো লাগলো। আর আপনার সুস্থতা কামনা করছি।

আর প্রথম অবস্থানে Learn Bitcoin ভাই সর্বোচ্চ পোস্টদাতা এই মাসে এবং অন্যান্য মাসেও তিনি সর্বোচ্চ সময় দিয়ে থাকে আমাদের এই বাংলা লোকাল বোর্ডে। আমাদের বাংলা লোকাল বোর্ড মূলত তার অধিক পোস্টের কারণে এতগুলো পোস্ট প্রতি মাসে আমরা দেখতে পারি। তিনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন শেয়ার করেন আমাদের এই বাংলা বোর্ডে। Learn Bitcoin ভাইয়ের জন্য অগ্রিম অভিনন্দন তিনি অতি শীঘ্রই আমাদের বাংলা বোর্ড থেকে সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করবেন।

ধন্যবাদ ভাই। আমি একটিভিটির জন্য অপেক্ষা করছি আপাতত। ৩০০ নাম্বার মেরিট পেয়ে গেছি অলরেডি। এই মাসের ৯ তারিখে বা ১০ তারিখে সব ঠিক থাকলে রেংক আপ হয়ে যাবে। আমি একজন সাধারন ইউজার। টেকনিক্যাল কিছু নলেজ নাই আমার। লেখার মতো ইচ্ছা আছে, কিন্তু তেমন কিছু জানি না যে কি শেয়ার করবো।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 01, 2023, 10:20:10 PM
জুলাই মাসের মোট পোস্ট হয়েছে=280 টি। জুলাই মাসে এক্টিব মেম্বার ৫১ জন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক উন্নতি হয়েছে দেখা যাচ্ছে। আগের কয়েকটি মাসের তুলনায় এই জুলাই মাসে পোস্ট সংখ্যা অনেক কম হয়েছে। প্র‍থম ২০ জন পোস্ট দাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো। @Learn বিতচইন ভাই সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছে।
1. Learn Bitcoin [41]
2. Crypto Library [23]
3. BD Crypto [18]
4. 2Pizza410000BTC [13]
5. Bd officer [13]
6. King333 [13]
7. sj13 [11]
8. Dorimon45 [10]
9. Poorman2 [8]
10. Z_MBFM [8]
11. Dimitri94 [7]
12. Little Mouse [7]
13. LDL [6]
14. RewFrew [6]
15. SuparCat [6]
16. roksana.hee [6]
17. shasan [6]
18. Bitcoin_people [5]
19. Mijanur_Rahman [5]
20. Tiger420 [5]

ইনফরমেশন এখান থেকে নেওয়া।।
Crypto Library ভাই এর কাছে থেকে আরো সুন্দর করে চার্টের মাধ্যমে দেখতে পাবো আশা করছি।
বাংলায় আমি খুব একটা বেশি এই মাসে পোস্ট করিনি যার কারণে অনেক পিছিয়ে গিয়েছি। তবে অন্যান্য মাসে তুলনায় এই মাসে খুব একটা বেশি পোস্ট হয়নি আমার মাত্র ৫ টা পোস্ট করেছি এক মাসের মধ্যে সত্যি এটা আমার জন্য লজ্জাজনক। তবে এই মাসে আমি অবশ্যই পোস্ট আরো বেশি করার চেষ্টা করব আসলে আমার অসুস্থতার কারণে বাংলা বোর্ডে আসা হয়না। তবে এখন থেকে চেষ্টা করব এই মাসে যাতে আমি ৫ নাম্বার পজিশন পর্যন্ত থাকতে পারি সেই চেষ্টা চালাবো।

আর প্রথম অবস্থানে Learn Bitcoin ভাই সর্বোচ্চ পোস্টদাতা এই মাসে এবং অন্যান্য মাসেও তিনি সর্বোচ্চ সময় দিয়ে থাকে আমাদের এই বাংলা লোকাল বোর্ডে। আমাদের বাংলা লোকাল বোর্ড মূলত তার অধিক পোস্টের কারণে এতগুলো পোস্ট প্রতি মাসে আমরা দেখতে পারি। তিনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন শেয়ার করেন আমাদের এই বাংলা বোর্ডে।
Learn Bitcoin ভাইয়ের জন্য অগ্রিম অভিনন্দন তিনি অতি শীঘ্রই আমাদের বাংলা বোর্ড থেকে সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করবেন।
sr. member
Activity: 490
Merit: 294
August 01, 2023, 12:19:36 PM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন
ফোরামে প্রথমে নিয়মিত একটিভ থাকুন এবং ভালো মানের পোস্ট করার চেষ্টা করুন। ফোরামে যদি আপনি ভালো মানেন পোস্ট শেয়ার করতে পারেন সে ক্ষেত্রে ভালো মানের পোষ্টের জন্য আপনি কিছু মেরিট অর্জন করতে পারেন আপনার অর্জিত মেরিট এবং নির্দিষ্ট পরিমাণ এক্টিভিটি হলে আপনি জুনিয়রমেম্বার হতে পারবেন। ফোরামে জুনিয়র মেম্বার হতে সাধারণত একটি মেরিট এবং ত্রিশটি এক্টিভিটির প্রয়োজন।

ফোরামে কিভাবে দ্রুত রেঙ্ক বৃদ্ধি করা যায় আমার মনে হয় আপনার সেই বিষয়ে আগেই ফোকাস করা উচিত নয় বরং আপনার এই মুহূর্তে ফোকাস করা উচিত ফোরামের নিয়ম কানুন সম্পর্কে জানা এবং এবং আপনি যেটা জানেন সেটা ফোরামের সাথে শেয়ার করা। মেরিট অর্জন করা যদি আপনার প্রধান লক্ষ্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কারণ মেরিট অর্জন প্রধান লক্ষ্য থাকলে পোষ্টের মান কখনোই ভালো হয় না তাই আগে পোষ্টের মান ভালো করার চেষ্টা করুন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 01, 2023, 10:40:29 AM
"Utopia P2P Ecosystem 💎 - Android APP Review campaign 🔎 (Newbies to Legendary)" Utopia অ্যাপ রিভিউ ক্যাম্পেইন চালু করেছে যারা আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন এখানে নিউবি থেকে লেজেন্ডারি পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবে।
উৎসঃ https://bitcointalksearch.org/topic/pausedutopia-p2p-ecosystem-android-app-review-campaign-5461687
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 01, 2023, 09:10:08 AM
@Learn Bitcoin ভাই এক নম্বর পজিশনে থাকবেনা কেন, তিনিই তো এখন আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি একটিভ ইউজার। অন্যান্য অনেক ইউজার আছে তারাও বিভিন্ন সময়ে এসে একটিভ হয় কিন্তু Learn Bitcoin ভাইকে আমরা সবসময় পাই। ভাই আরো বেশি পরিমাণে একটিভ থেকে আমাদের বাংলাদেশ লোকালের আরো বেশি উন্নতি করুক সেই প্রত্যাশা করছি।
পরিশেষে আমিও যে চার নম্বর পজিশনে রয়েছি সত্যিই অনেক বেশি আনন্দ লাগছে। সামনের দিনগুলোতে আরো ভালো করব ইনশাআল্লাহ ‌।

আমি ভেবেছিলাম এই মাসে আমার পোষ্ট সংখ্যা অনেক কমে যাবে। কারন, মাসের শুরুর দিকে আমি তেমন একটিভ ছিলাম না। কিন্তু শেষ ১৫ দিনে প্রতিদিনই পোষ্ট করেছি। কোনোদিন ২-৩ টা করে পোষ্ট ও করেছি। তবে আমি মনে করি একটিভিটির পেছনে সিগনেচার ক্যাম্পেইন এর ও হাত আছে। আমি যে ক্যাম্পেইনে আছি এটা লোকাল বোর্ড এর পোষ্ট কাউন্ট করে থাকে। তাছাড়া আমি সপ্তাহে প্রায় ৫০ টার ওপরে পোষ্ট করে থাকি।

তবে সবচাইতে বড় কারন হলো থ্রেড এর একটিভিটি। যদি কেউ কোনো পোষ্ট না করে, তাহলে আমারো তেমন কিছু লেখার বা রিপ্লাই দেয়ার মতো থাকে না। আপনারা সবাই যদি একটিভ থাকেন, সেখানে আমিও আমার মতামত শেয়ার করতে পারি। তবে এই মাসে ৪১ টা পোষ্ট হয়ে যাবে তা বুঝতে পারিনি।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 01, 2023, 05:32:29 AM
জুলাই মাসের মোট পোস্ট হয়েছে=280 টি। জুলাই মাসে এক্টিব মেম্বার ৫১ জন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক উন্নতি হয়েছে দেখা যাচ্ছে। আগের কয়েকটি মাসের তুলনায় এই জুলাই মাসে পোস্ট সংখ্যা অনেক কম হয়েছে। প্র‍থম ২০ জন পোস্ট দাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো। @Learn বিতচইন ভাই সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছে।
1. Learn Bitcoin [41]

4. 2Pizza410000BTC [13]

@Learn Bitcoin ভাই এক নম্বর পজিশনে থাকবেনা কেন, তিনিই তো এখন আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সবচেয়ে বেশি একটিভ ইউজার। অন্যান্য অনেক ইউজার আছে তারাও বিভিন্ন সময়ে এসে একটিভ হয় কিন্তু Learn Bitcoin ভাইকে আমরা সবসময় পাই। ভাই আরো বেশি পরিমাণে একটিভ থেকে আমাদের বাংলাদেশ লোকালের আরো বেশি উন্নতি করুক সেই প্রত্যাশা করছি।
পরিশেষে আমিও যে চার নম্বর পজিশনে রয়েছি সত্যিই অনেক বেশি আনন্দ লাগছে। সামনের দিনগুলোতে আরো ভালো করব ইনশাআল্লাহ ‌।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 01, 2023, 04:44:27 AM
জুলাই মাসের মোট পোস্ট হয়েছে=280 টি। জুলাই মাসে এক্টিব মেম্বার ৫১ জন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক উন্নতি হয়েছে দেখা যাচ্ছে। আগের কয়েকটি মাসের তুলনায় এই জুলাই মাসে পোস্ট সংখ্যা অনেক কম হয়েছে। প্র‍থম ২০ জন পোস্ট দাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো। @Learn বিতচইন ভাই সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছে।
1. Learn Bitcoin [41]
2. Crypto Library [23]
3. BD Crypto [18]
4. 2Pizza410000BTC [13]
5. Bd officer [13]
6. King333 [13]
7. sj13 [11]
8. Dorimon45 [10]
9. Poorman2 [8]
10. Z_MBFM [8]
11. Dimitri94 [7]
12. Little Mouse [7]
13. LDL [6]
14. RewFrew [6]
15. SuparCat [6]
16. roksana.hee [6]
17. shasan [6]
18. Bitcoin_people [5]
19. Mijanur_Rahman [5]
20. Tiger420 [5]

ইনফরমেশন এখান থেকে নেওয়া।।
Crypto Library ভাই এর কাছে থেকে আরো সুন্দর করে চার্টের মাধ্যমে দেখতে পাবো আশা করছি।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 31, 2023, 12:18:11 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২২ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-522nd-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5461592
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!



newbie
Activity: 12
Merit: 0
July 31, 2023, 11:48:20 AM
Newbie member থেকে jr member হতে কি কি করতে হই।  কারুর জানা থাকলে একটু বলবেন

Newbie member থেকে Jr member হতে হলে আপনাকে ৩০ টা Activity এবং ১ টা Merit দরকার। তবে আপনার কাছে ৩০টার বেশি Activity আছে কিন্তু কোনো Merit নেই। তাই আপনাকে ১টা মেরিট পেতে হবে।

আপনার প্রশ্ন হতে পারে, Merit কী, Merit কীভাবে পাওয়া যায়?

Merit কী?

উত্তর : Merit হলো একটি পুরষ্কার। যদি আপনার পোস্টগুলো আকর্ষণীয় এবং দরকারী হয় তাহলে অন্য Bitcointalk ব্যবহারকারীর দ্বারা আপনার পোস্টে Merit দেওয়া হয়। যদি আপনার পোস্টগুলো আকর্ষণীয় এবং দরকারী হলে অন্যরা তাদের s-merit আপনাকে পুরষ্কার হিসেবে দিবে।

Merit কীভাবে পাওয়া যায়?

উত্তর : Merit পেতে হলে আপনাকে তথ্যপূর্ণ, দরকারী, আকর্ষণীয় এবং ভালো মানের পোস্ট করতে হবে।
Jump to: