Author

Topic: বাংলা (Bengali) - page 176. (Read 5724774 times)

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 16, 2023, 11:16:41 AM
ঘটতে পারে ডলারের পতন: স্বর্ণ, রুপা ও বিটকয়েন কিনে রাখার পরামর্শ

অর্থনীতি বিষয়ক বিখ্যাত বই 'রিচ ড্যাড পুওর ড্যাড'-এর লেখক রবার্ট কিয়োসাকি বলেছেন, অর্থনৈতিক মন্দার সৃষ্টি হলে স্বর্ণ, রুপা ও বিটকয়েনের দাম ব্যাপক বৃদ্ধি পাবে। কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ব্রিকস হলো শিল্পোন্নত দেশ রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত একটি জোট। চলতি মাসের শেষদিকে জোনেসবার্গে বৈঠকে বসবে তারা। সেখানেই এই ঘোষণা আসতে পারে।

১১ জুলাই টুইটে তিনি বলেন, স্বর্ণ সহায়ক ক্রিপ্টো মুদ্রা আনতে পারে ব্রিকস। এমনটি হলে ডলারের দাপট শেষ হবে। বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য কমবে। এতে স্বর্ণ, রুপা ও বিটকয়েনের দর বেড়ে যাবে। প্রতি বিটকয়েনের মূল্য ১ লাখ ২০ হাজার ডলারে উঠতে পারে।

এর আগে ৩ জুলাই কেনিয়ায় রুশ দূতাবাস এক টুইটে জানায়, আসন্ন সম্মেলনে স্বর্ণ সহায়ক মুদ্রা চালু করার প্রস্তুতি নিচ্ছে ব্রিকস।  এর সদস্যভুক্ত দেশগুলো সেই পরিকল্পনাই করছে।

তবে ২০ জুলাই তা অস্বীকার করেন ব্রিকসে দক্ষিণ আফ্রিকার দূত অনিল সুখলাল। তিনি বলেন, আমাদের এক দেশ আরেক দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার চিন্তাভাবনা করছে। বাণিজ্যিক নিষ্পত্তি দেশীয় কারেন্সিতে লেনদেনের চেষ্টা চলছে।

সম্পূর্ণ নিউজটি channel 24 থেকে মুল অংশ গুলো কপি করে পোস্ট করেছি, বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে দেখুন
newbie
Activity: 28
Merit: 2
August 16, 2023, 10:36:36 AM

#বিটকয়েন ট্রেডিং ভলিউম সর্বনিম্ন পয়েন্টে (5 বছরের ডেটা)

https://talkimg.com/images/2023/08/16/MuJoT.jpeg

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 16, 2023, 10:05:10 AM
আমি প্রোগ্রামিং জানিই না লল।

সারাদিন অনেকটা মন খারাপ নিয়েই কাটাচ্ছিলাম। আপনার এই কথায় আমার কি পরিমাণ যে হাসি পাইছে বলে বোঝাতে পারবো না। লেখা পড়েই গড়াগড়ি দিয়ে হাসা শুরু করছি। This really made my day.  Cheesy
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 16, 2023, 08:53:57 AM
যেহেতু এটি বাংলাদেশে পাওয়া যায় না তাই আপনার একটি Duel currency Debit/cradit /Master card / Visa card ইত্যাদি প্রয়োজন হবে অর্ডার করতে তা না হলে পারবেন না।
আপনি কোন কিছু নিশ্চিত না হয়ে এইভাবে আসলে ভুক উত্তর দেয়া উচিত নয়। কারণ ভুল উত্তর মানুষকে কনফিউশানে ফেলে দেয়। আপনি যেটা জানবেন সেটার উত্তর লিখবেন। না জানলে এড়িয়ে যাবেন। যত ধরনের হার্ডওয়্যার ওয়ালেট আছে সবগুলো আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্দার করতে পারবেন। এইখানে যে বা যারা হার্ডওয়্যার ওয়ালেট ক্রয় করতে চায়, তাদের অবশ্যই ক্রিপ্টোকারেন্সি আছে এবং তারা সেটা দিয়ে পে করতে পারবে।

@Little Mouse, ভাই আমি সিকিউরিটির ভয়ে হার্ডওয়্যার ওয়ালেট কিনতে চাই না। আনার সময় ঝামেলা হবে কি না সেজন্য। আপনি সেফপাল আনালে আমার জন্য একটা আনবেন প্লিজ।
যদি আমি ৮-১০ টা ওয়ালেটের অর্ডার পাই এবং সবাই আমাকে টাকা দেন, কেবল তখনই আমি অর্ডার করবো এবং বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করবো। এরপর সবার এড্রেস দিলে আমি আপনাদের এড্রেসে পাঠাই দিব। অথবা, আমরা একটা মিট আপ করতে পারি  Cheesy
যাই হোক, দাম কত পরবে সে ব্যাপারে পরবর্তীতে জানানো হবে। আগে আগ্রহী ৮-১০ জন লাগবে যারা হার্ডওয়্যার ওয়ালেট ক্রয় করতে চান। আর আমার উপর এই বিশ্বাস রাখতে হবে যে আমি আপনাদের ওয়ালেটে কোনরকম ম্যানিপুলেট করার চেষ্টা করবো না (আমি প্রোগ্রামিং জানিই না লল)।
newbie
Activity: 28
Merit: 2
August 16, 2023, 06:36:03 AM
দেশের ৬ প্রতিষ্ঠানে সাইবার হামলার খবর এলো


https://talkimg.com/images/2023/08/16/MXh1m.jpeg

দেশের ৬ প্রতিষ্ঠানে সাইবার হামলার খবর এলো
সাইবার হামলার শঙ্কা থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার সাড়ে ৩৮ ঘণ্টা বন্ধ ছিল। এরইমধ্যে ৬টি প্রতিষ্ঠানে সাইবার হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজিডি ই–গভ সার্ট-এর পরিচালক সাইফুল আলম।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যভান্ডারের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা যথাযথ ব্যাকআপ (বিকল্প সংরক্ষণব্যবস্থা) নেই। ডিআরএস না থাকায় জাতীয় এই তথ্যভান্ডার অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এটি সময় টিভি চ্যানেলের থেকে নেওয়া হয়েছে। কপি করে

বিস্তারিত লিঙ্কে ক্লিক করে দেখে আসুন আরো....।
https://www.somoynews.tv/news/2023-08-16/Mu6S9KS1
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 16, 2023, 05:33:13 AM
ভারতীয় হ্যাকারের দখলে দেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!

নিউজটি হুবহু কপি পেস্ট করেই তুলে ধরা হল

ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসে হয়েছে বলে জানা গেছে।
১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

জানা গেছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।

এদিকে দেশের ১৭টি সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১ সূত্র জানান, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো। ভারতের মতো আমরাও মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। যাতে আর কখনও বাংলাদেশ সাইবার স্পেসে নজর দেবার দুঃসাহস না করে।

ইত্তেফাক নিউজ: পড়ে আসুন

এখন আমাদের কোন তথ্যই নিরাপদ নয় কেননা কয়েকদিন আগে ৫ কোটি বাঙ্গালির তথ্য ফাঁস হয়েছে এবং সেই রেশ কাটতে না কাটতেই আবারো হ্যাকারদের দখল রয়েছে আমাদের পুরো ব্যাংকিং সিস্টেম। পরিশেষে মনে হচ্ছে আমাদের সবকিছু অন্যের দখলে চলে যাবে।যারা ব্যাংকে টাকা রেখেছেন তারা অতি দ্রুত উত্তোলন করে নিন এবং যার যতটুকু সাধ্য আছে ফিজিক্যাল অ্যাসিস্টের উপর বিনিয়োগ করুন। এমনও তো হতে পারে যে আপনি সারা জীবন ব্যাংকের সঞ্চয় করে রাখলেন এবং শেষ মুহূর্তে এসে আপনার যাবতীয় সম্পদ অন্যরা ভোগ করলো।
sr. member
Activity: 616
Merit: 322
August 16, 2023, 04:04:03 AM

এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।
ভাই থার্ড পার্টির মাধ্যমে অর্ডার করলে রিস্ক মনে হয় তবে যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করা যায় তাহলে হয়তো ভালো হবে। যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আপনি থার্ড পার্টির মাধ্যমে অর্ডার করতে পারেন এটা ভালো হবে, তবে অপরিচিত লোকের মাধ্যমে অর্ডার করাটা ভালো হবে না।
রিস্ক এর কিছু নাই কারন এটার দাম খুব বেশি না। বাংলাদেশে Amazon এর পন্য আনার জন্য অনেক বিশ্বস্ত ওয়েবসাইট আছে তারা এনে দেয় তবে সময় লাগে ২০-৩০ দিন কোনো কোনো সময় এর বেশিও লাগতে পারে।


১. ledger ($80-$100) Amazon এ পাবেন তাদের অফিসিয়াল Website থেকেও পাবেন
আপনার কাছে যদি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থাকে তাহলে দিন আমি একটু দেখব। Amazon এর অনেকগুলো লিংক রয়েছে স্কামাদের তাই আপনি যদি অফিসিয়াল কোনটা সেই লিংক টা দিতেন তাহলে উপকৃত হতাম।
ledger এর ওয়েবসাইটে গেলেই পাবেন এর এখান থেকে আপনি পছন্দমতো কালারও চয়েজ করেত পারবেন https://shop.ledger.com/pages/new-ledger-nano-colors


এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।

 Cheesy Cheesy Grin  Grin

আমি হাসবো নাকি কাদবো বলেন ভাই।
ভাই একটু কাদেন  Grin
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 16, 2023, 12:02:12 AM
এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।

 Cheesy Cheesy Grin  Grin

আমি হাসবো নাকি কাদবো বলেন ভাই।

কোন থার্ডপার্টি ওয়েবসাইট যেমন আমাজন থেকে ভুলেও কোন হার্ডওয়্যার ওয়ালেট নিতে যাবেন না। সেগুলো ম্যানিপুলেট করা হতে পারে যাতে পরবর্তীতে আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সেস করতে পারে।

কয়েকটা পোষ্ট আগেই কিন্তু লিটল মাউস ভাই এখানে বললো কেনো আমাজন থেকে নেয়া উচিৎ হবে না। এগুলো ম্যানুপুলেট করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে তাদের যে অফিসিয়াল য়েবসাইট আছে যেমন, https://www.ledger.com/ https://trezor.io/ এগুরো থেকে সরাসরি অর্ডার করতে পারেন। অথবা দেশের বাইরে পরিচিত বিশ্যস্ত কেউ থাকলে আনতে পারেন। আরেকটা অফার আছে সবার জন্য, Betnomi এর ইভেন্ট এর কাষ্টম প্রিন্টেড একটা লেজার হার্ডওয়্যার ওয়ালেট সেল করা হবে। কেউ যদি কিনতে চান, তাহলে GazetaBitcoin এর সাথে যোগাযোগ করতে পারেন। উনি সেল করবে। উনি রেপুটেড একজন ফোরাম মেম্বার, সুতরাং ভয় পাওয়ার কারন নেই।

@Little Mouse, ভাই আমি সিকিউরিটির ভয়ে হার্ডওয়্যার ওয়ালেট কিনতে চাই না। আনার সময় ঝামেলা হবে কি না সেজন্য। আপনি সেফপাল আনালে আমার জন্য একটা আনবেন প্লিজ।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 15, 2023, 11:51:43 PM


এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।
ভাই থার্ড পার্টির মাধ্যমে অর্ডার করলে রিস্ক মনে হয় তবে যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করা যায় তাহলে হয়তো ভালো হবে। যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আপনি থার্ড পার্টির মাধ্যমে অর্ডার করতে পারেন এটা ভালো হবে, তবে অপরিচিত লোকের মাধ্যমে অর্ডার করাটা ভালো হবে না।

Quote
১. ledger ($80-$100) Amazon এ পাবেন তাদের অফিসিয়াল Website থেকেও পাবেন
আপনার কাছে যদি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থাকে তাহলে দিন আমি একটু দেখব। Amazon এর অনেকগুলো লিংক রয়েছে স্কামাদের তাই আপনি যদি অফিসিয়াল কোনটা সেই লিংক টা দিতেন তাহলে উপকৃত হতাম।
sr. member
Activity: 616
Merit: 322
August 15, 2023, 11:26:42 PM

কেউ যদি সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি ৮-১০ টা একসাথে অর্ডার পাই তাহলে আমি আমার দায়িত্বে আনিয়ে দিতে পারবো। আগ্রহী হলে জানাবেন।

এগুলোই কোনটাই কেমন খরচ পরে তা যদি একটু জানাতেন!

এগুলোর দাম খুব বেশিও না আবার কমও না এবং যেহেতু এটি বাংলাদেশে পাওয়া যায় না তাই আপনার একটি Duel currency Debit/cradit /Master card / Visa card ইত্যাদি প্রয়োজন হবে অর্ডার করতে তা না হলে পারবেন না।

কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন : আপনার যদি কোনো ব্যাংকের কার্ড থাকে তাহলে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট। পাসপোর্ট দিয়ে আপনার কার্ডে ডলার এন্ডোসমেন্ট করতে হবে তারপর ইন্টারন্যাশনালি সবকিছু কিনতে পারবেন অন্যথায় পারবেন না।

হার্ডওয়্যার ওয়ালেটের দাম :
১. ledger ($80-$100) Amazon এ পাবেন তাদের অফিসিয়াল Website থেকেও পাবেন
২. TREZOR ($70-$200+) Amazon এ পাবেন এবং তাদেত অফিস Website থেকেও পাবেন
৩. SafePal ($50-$105) তাদের অফিসিয়াল Website এ পাবেন

এগুলো যেহেতু Amazon এ আছে তাই কোনো 3rd party সাইটের মাধ্যমে অর্ডার করা যেতে পারে। আমি নিজেও এটি চেষ্টা করবো।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 15, 2023, 10:40:41 AM
আচ্ছা, কয়েকদিনে আমাদের থ্রেড এ বেশ কয়েকজন নতুন একাউন্ট নিয়ে এসছেন। আপনাদের সবাইকে স্বাগতম।
আমাকে একটা জিসিন বলেন তো, আপনাদের ম্যাক্সিমাম পোষ্ট গুলো দেখে মনে হচ্ছে আপনারা চ্যাট জিপিটি তে জেনারেট করে এখানে পোষ্ট করছেন। আবার ট্রান্সলেট করে পোষ্ট করছেন। কেনো বলুন তো? আপনারা তো অবশ্যই বাংলাদেশী। বাংলাদেশী বলেই তো বাংলায় পোষ্ট করছেন। তবে এরকম চ্যাট জিপিটি ব্যাবহার বা ট্রান্সলেটর ব্যাবহার করে কেনো পোষ্ট করতে হবে? চ্যাট জিপিটি বাংলায় কি এমন লিখছে যেগুলো আপনারা বাংলায় নিজের ভাষায় লিখতে পারবেন না?

চ্যাট জিপিটি বা ট্রান্সলেটর যে ধরনের কম্প্লিকেটেড বাক্য ব্যাবহার করে পোষ্ট লেখে, এগুলো রবীন্দ্রনাথ এর আমলে ব্যাবহার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বা পাবলিক ফোরামে এরকম গুরু গম্ভীর ভাবে পোষ্ট করলে পোষ্ট এর কিছুই বুঝার উপায় থাকে না। আপনারা কি মনে করেন এগুলো কেউ বুঝতে পারবে না?

আমিও কদিন ধরে এমন পোস্ট দেখতেছিলাম। লেখার দিকে চোখ রাখলে মনে হয়, এ সম্ভবতো কাজী নজরুল বা রবীন্দ্রনাথের নাতিনাতনি। তাদের বাংলা ভাষা দেখে আমি নিজেই নিজের বাংলা ভাষা ভুলে গেছি। পরিস্থিতিটা এমন। বাঙালি বাঙালির মতো কথা বলবে। এতো কবি সাহিত্য টাইম পোস্ট করে তারা কি পায় বুঝিনা। এরা মনে হয় ফোরাম রুলসও ঠিকঠাক পড়ে নি, কারণ কেউই জেনেশুনে এমন Ai Made পোস্ট করতো না।

আপনারা কি চান ভাই? এমনিতেই বাঙালিদের কেউই সহ্য করতে পারেনা। অন্য দেশ বাদই দিলাম নিজের দেশই দেখতে পারে না। যেখানে যায় সেখানেই দুর্নাম ছড়ায়। এই ফোরামে সবচেয়ে বেশি বাউন্টিতে চিট করছে সম্ভবতো বাঙালিরা। আগে অনেক বাউন্টি দেখতাম, অনেক বড় ভাইরা করতো। মানে যেখানে যায় সেইটারই ভাত মেরে দেয়।   Cry

আমি হয়তে ছোট মুখে বড় কথা বলে ফেল্লাম বাট আমার নিজের কাছেই খারাপ লাগে যখন অন্য কেউ যে আমাকে পার্সোনালি চিনেই না আমাকে আমার জাতির জন্য খারাপ ভেবে বসে। যারা এসব Ai পোস্ট করছেন তারা আশা করি এমন পোস্ট করে এই থ্রেডটা স্প্যাম করবেন না। পোস্ট করলে করুন, কেউই মানা করেনি, শুধু সুন্দর আর সিম্পল ভাষায় করুন, যেটি সবাই বুঝতে পারে।  Smiley


কেউ যদি সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি ৮-১০ টা একসাথে অর্ডার পাই তাহলে আমি আমার দায়িত্বে আনিয়ে দিতে পারবো। আগ্রহী হলে জানাবেন।

এগুলোই কোনটাই কেমন খরচ পরে তা যদি একটু জানাতেন!
newbie
Activity: 28
Merit: 1
August 15, 2023, 10:39:20 AM
কাট
Safepal wallet কি ভালো হবে?? নাকি ledger wallet দুটির মধ্যে কোনটি সবচেয়ে ভালো হবে?

SafePal" এবং "Ledger" দুটিই জনপ্রিয় ক্রিপ্টো ওয়ালেট। আপনি যদি আপনার বৈশিষ্ট্যগুলি সংরক্ষণ করতে চান, অধিক নিজস্ব নিরাপত্তা পছন্দ করেন এবং বেশি স্থানীয় নিরাপত্তা চান তাহলে আপনার জন্য SafePal ওয়ালেটটা ভালো হবে।
আর আপনি যদি উচ্চ স্তরের নিরাপত্তা, নেটওয়ার্ক সংরক্ষণ, বেশি স্থানীয় নিরাপত্তা এবং বড় নগদ পরিমাণ টাকা রাখতে চান তাহলে আপনার জন্য Ledger ওয়ালেটটা ভালো হবে।

আপনার পছন্দ এবং প্রাথমিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কোন ওয়ালেটটা ভালো সেটা আপনি বেছে নিতে পারেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 15, 2023, 10:35:28 AM
তবে ভাই আমার প্রশ্ন হল Safepal wallet কি ভালো হবে?? নাকি ledger wallet দুটির মধ্যে কোনটি সবচেয়ে ভালো হবে?
ট্রেজর আর সেটা অবশ্যই যেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয়কৃত হয়। কোন থার্ডপার্টি ওয়েবসাইট যেমন আমাজন থেকে ভুলেও কোন হার্ডওয়্যার ওয়ালেট নিতে যাবেন না। সেগুলো ম্যানিপুলেট করা হতে পারে যাতে পরবর্তীতে আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সেস করতে পারে। কিন্তু অফিসিয়াল হলে সেই ঝামেলা নেই। ট্রেজর নিতে বলেন ভাই। আর ট্রেজর সম্ভব হলে দুইটা অর্ডার করতে পারেন, আমি একটা নিব।

কেউ যদি সেইফপাল হার্ডওয়্যার ওয়ালেট নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি ৮-১০ টা একসাথে অর্ডার পাই তাহলে আমি আমার দায়িত্বে আনিয়ে দিতে পারবো। আগ্রহী হলে জানাবেন।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 15, 2023, 10:18:41 AM

 যাই হোক, সরাসরি অর্ডার না করে বাইরে কেউ পরিচিত থাকলেও অর্ডার করতে পারেন।

আমার এক বন্ধু সিঙ্গাপুরে থাকে সেখানে পড়ালেখা করছে হয়তো কয়েক মাসের মধ্যে বাড়িতে ফিরবে আমি তাকে একটি হার্ডওয়ার ওয়ালেট এর কথা বলেছি কিন্তু সে প্রথমে ভালোভাবে বুঝতে পারেনি কিন্তু পরবর্তীতে আমি থাকি বুঝিয়ে বলার পর বুঝেছেন। আমি তাকে একটি সেফপাল হার্ডওয়ার ওয়ালেট কিনে আনতে বলেছি সে বলেছে আসার সময় সে নিয়ে আসবে। তবে একটু একটু ভয়ও লাগছে যেহেতু আমাদের দেশে ক্রিস্টোকারেন্সি অবৈধ সেজন্য, যদি পরবর্তীতে সমস্যায় পড়তে হয় তাই।
তবে ভাই আমার প্রশ্ন হল Safepal wallet কি ভালো হবে?? নাকি ledger wallet দুটির মধ্যে কোনটি সবচেয়ে ভালো হবে?

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 15, 2023, 10:11:11 AM
চ্যাট জিপিটি বা ট্রান্সলেটর যে ধরনের কম্প্লিকেটেড বাক্য ব্যাবহার করে পোষ্ট লেখে, এগুলো রবীন্দ্রনাথ এর আমলে ব্যাবহার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বা পাবলিক ফোরামে এরকম গুরু গম্ভীর ভাবে পোষ্ট করলে পোষ্ট এর কিছুই বুঝার উপায় থাকে না। আপনারা কি মনে করেন এগুলো কেউ বুঝতে পারবে না?
ভাই এইগুলো আমাদের বাঙ্গালীদের জন্য ব্যাপার না, এটা নিত্য নতুন ঘটনা না আমরা বাঙালিরা এ ধরনের ভুল বেশি করে থাকি। আমাদের বাঙ্গালীদের অনেক দুর্নাম ফরমে কেউ আমাদের দেখলে অপমান করে থাকে, গ্লোবালে বড় ইউজাররা আমাদের দেখতে পারে না। যারা নতুন আসে তাদের মাঝে এ ধরনের কার্যকলাপ গুলি দেখা যায়। অনেক সতর্ক করার পরেও কোন লাভ হয় না। তারা এই ধরনের কার্যকলাপ করে, মনে করে তাদেরকে কেউ ধরতে পারবেনা। তারা হয়তো এখন কিছু মনে করে না কিন্তু যখন একাউন্ট বড় হবে তখন এই ভুলের কারনে একাউন্ট নষ্ট হয়ে যাবে। যারা নতুনে আসছেন তাদের উচিত প্রথমে ফরমের নিয়ম কানুন গুলী সুন্দর ভাবে পড়ে মেনে চলা।
এটা Binance থেকে  স্ক্রিনশট মারা তাই লিঙ্গ দিতে পারলাম না।
ভাই এই লাইন টা পড়ে আমার একটু হাসি আসলো Grin বানান টা একটু ঠিক করে দেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 15, 2023, 10:06:52 AM
বাংলাদেশের প্রেক্ষিতে হার্ডওয়ার ওয়ালেট, কোল্ড ওয়ালেট, হট ওয়ালেট সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি যতোদূর জানি বাংলাদেশে এসব পাওয়া যায় না, এইসব ক্রয়বিক্রয় বিদেশে বা অন্য কোনো উপায়ে করতে হয়। এরই সাথে আমি শুনছিলাম এগুলো নাকি কাস্টমস বা অন্যানা জায়গায় অনেক ঝামেলার সম্মুখীন হয়।

বাংলাদেশে যতো ক্রিপ্টো ইউজার আছে বেশিরভাগই সর্ফটও্যারভিক্তিক ওয়ালেট গুলো ব্যবহার করে থাকে। অনেকগুলো ওপেনসোর্স আবার অনেকগুলো ক্লোজডসোর্স।
বাংলাদেশের প্রেক্ষিতে বলাটা আসলে এইখানে বেমানান। যাই হোক, বাংলাদেশ থেকে অনলাইনে হার্ডওয়্যার ওয়ালেট অর্ডার করাটা অনেকেই বিপজ্জনক বলছেন। আমি নিজেও তাই বলি যদিও আমি যখন সেইফপাল অর্ডার করি তখন কোন ঝামেলার সম্মুখীন হই নি। আমি আমার ঠিকানা দিয়েছি এবং সরাসরি আমার পোস্ট অফিসে পন্যটি গ্রহণ করি। দুইটা হার্ডওয়্যার ওয়ালেট এবং একটা সেইফপাল সাইফার স্টীল ক্রিপ্টো সীড ব্যাক আপ এর জন্য অতিরিক্ত ২২০০ বা ৩০০০ টাকার মত খরচ দিতে হয়েছিল। যারা হার্ডওয়্যার ওয়ালেট আনতে চান, তাদের বলব যে আপনারা ঝুঁকি নিয়ে অর্ডার করে দেখতে পারেন। আমার মনে হয় না খুব বেশি ঝামেলা হবে। অন্যথায়, পরিচিত কাউকে দিয়ে বাইরে রিসিভ করান এবং পরবর্তীতে আপনার জন্য নিয়ে আসতে বলুন। আমি লেজার ন্যানো এস ওইভাবেই সংগ্রহ করেছি।


আমি ট্রেজর এর হার্ডওয়্যার ওয়ালেট কিনতে চাই কিন্তু এর ডেলিভারি নিয়ে আশংকায় আছি কারন যেহেতু ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে এখনো অবৈধ
যারা দায়িত্বে আছে তারা জানবে বলে মনে হয় আপনার? আমাকে জিজ্ঞেস করেছিল এইগুলা কি। আমি বলছি যে এইগুলা পেনড্রাইভ, উনারা আর কিছুই বলে নি। যাই হোক, সরাসরি অর্ডার না করে বাইরে কেউ পরিচিত থাকলেও অর্ডার করতে পারেন।
hero member
Activity: 840
Merit: 522
August 15, 2023, 10:04:08 AM
"Learn Bitcoin" ভাই, আপনার সুন্দর এবং সাবলীল অনুবাদের জন্য আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ । আপনি যে ভাবে বাঙালি ভাইদের জন্য ইনফরমেশন এবং ইতিহাস যুক্ত পোস্ট তৈরি করেন, তা সত্যিই স্বাক্ষরে নির্মিত। অনেকে এই জ্ঞান সম্পর্কে বুঝতে অসমর্থ হলেও, আপনার স্বল্প বুদ্ধিমত্তা দিয়ে তাদের বুঝতে সাহায্য করার উদ্দেশ্যে আপনার অনুবাদ ব্যবহার করা হচ্ছে। আপনার অনুবাদগুলি আমাদের সকল বাঙ্গালি ভাইকে গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে জ্ঞান অর্জনের একটি উপায় তৈরি করেছে। আমরা এই উপায়ে আপনার এবং @GazetaBitcoin ভাইয়ের মৌলিক ইনফরমেশন যুক্ত পোস্টগুলি এবং অন্যান্য লেখকের পোস্টগুলি পড়তে পারে এবং বৃদ্ধি করতে পারে। আমরা আশা করছি আপনি আগামীতেও এই সমান প্রয়াসে আমাদের সাথে থাকবেন। আপনার এই সমর্থন আমাদের উৎসাহিত করছে এবং আমরা আপনার এই বিশেষ প্রচেষ্টা উচ্চমান করতে চাই। ধন্যবাদ আবার আপনার অগোচর উপকারের জন্য!

মনে মনে কি ভাবছেন যে এসব পোষ্ট করে সহজেই মেরিট আর্ন করতে পারবেন? মেরিট আর্ন করা এতো সহজ নয়। আপনার পোষ্ট টি এ আই জেনারেট করা এটা দেখেই বুঝা যাচ্ছে। ফোরামে এসেই যদি এ আই জেনারেটেড পোষ্ট করতে থাকেন, আমার মনে হয় না আপনি বেশি দিন টিকতে পারবেন। আপনার এই পোষ্ট টি এ আই দিয়ে পোষ্ট করার সাথে সাথেই অন্য একজন আপনার থ্রেড পোষ্ট করে ধরিয়ে দিয়েছে যে আপনি এ আই দিয়ে পোষ্ট টি করেছেন। কি দরকার শর্টকাট করতে গিয়ে ধরা খেয়ে বসে থাকার? এখন যদি আপনাকে কয়েকজন নেগেটিভ ফিডব্যাক দেয়, আপনার কিছু করার থাকবে? বাংলাদেশ কমিউনিটির কেউ যদি রিপোর্ট না ও করে, গ্লোবালে পোষ্ট করলে মাফ পাবেন না। সুতরাং, আপনার প্রতি অনুরোধ থাকবে এ আই ব্যাবহার না করার জন্য। আর যে পোষ্ট গুলো করেছেন, সেগুলো ডিলেট করে দেয়ার জন্য।

ধন্যবাদ!
newbie
Activity: 28
Merit: 2
August 15, 2023, 09:53:50 AM
https://talkimg.com/images/2023/08/15/M23rJ.jpeg

Binance মার্কেটে  একটি নিউজ দেখতে পেলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম।
ট্রেডিং বিষয়ে...
Binance Will Delist SNM, SRM and YFII on 2023-08-22

কারো এই কয়েনগুলো কেনা থাকলে দ্রুত সেল করে দেন 🔥

এটা Binance থেকে  স্ক্রিনশট মারা তাই লিঙ্ক দিতে পারলাম না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 15, 2023, 09:23:56 AM
আচ্ছা, কয়েকদিনে আমাদের থ্রেড এ বেশ কয়েকজন নতুন একাউন্ট নিয়ে এসছেন। আপনাদের সবাইকে স্বাগতম।
আমাকে একটা জিসিন বলেন তো, আপনাদের ম্যাক্সিমাম পোষ্ট গুলো দেখে মনে হচ্ছে আপনারা চ্যাট জিপিটি তে জেনারেট করে এখানে পোষ্ট করছেন। আবার ট্রান্সলেট করে পোষ্ট করছেন। কেনো বলুন তো? আপনারা তো অবশ্যই বাংলাদেশী। বাংলাদেশী বলেই তো বাংলায় পোষ্ট করছেন। তবে এরকম চ্যাট জিপিটি ব্যাবহার বা ট্রান্সলেটর ব্যাবহার করে কেনো পোষ্ট করতে হবে? চ্যাট জিপিটি বাংলায় কি এমন লিখছে যেগুলো আপনারা বাংলায় নিজের ভাষায় লিখতে পারবেন না?

চ্যাট জিপিটি বা ট্রান্সলেটর যে ধরনের কম্প্লিকেটেড বাক্য ব্যাবহার করে পোষ্ট লেখে, এগুলো রবীন্দ্রনাথ এর আমলে ব্যাবহার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বা পাবলিক ফোরামে এরকম গুরু গম্ভীর ভাবে পোষ্ট করলে পোষ্ট এর কিছুই বুঝার উপায় থাকে না। আপনারা কি মনে করেন এগুলো কেউ বুঝতে পারবে না?
sr. member
Activity: 616
Merit: 322
August 15, 2023, 06:20:25 AM
মেরিট পাওয়ার জন্য সিনিয়র মেম্বারদের কাছ থেকে উপদেশ চাচ্ছি।
এই বিষয় নিয়ে পূর্বের অনেক আলোচনা আছে এই ফোরামে আমাদের বাংলা বোর্ড সহ আরো অন্যান্য যায়গায় এটি সম্পর্কে অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যে। আপনি যদি Google এ সার্চ করেন যে (How to earn merit Bitcointalk) তাহলে সার্চ রেজাল্টে অনেক টপিক লিংক দেখতে পাবেন সেগুলো ফলো করতে পারেন। আর এখানে যেকোনো প্রশ্ন জিজ্ঞেস করার আগে একবার Google এ সার্চ করবেন (আপনি কী জানতে চান এটি লিখে শেষে  Bitcointalk লিখে দিবেন) তাহলে সেই সম্পর্কে Bitcointalk এ কোন টপিক থাকলে তা সার্চ রেজাল্টে দেখাবে।  এটি বলার কারন হচ্ছে আপনি এখানে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে অন্য কারো উত্তর পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু আপনি যদি এমন ভাবে সার্চ করে বের করেন সে ক্ষেত্রে আপনি নিজে নিজেই এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন এতে আপনি দ্রুত সেই বিষয়টি শিখতে পারবেন। এবং আপনি নিজের প্রচেষ্টায় যে জিনিসটা একবার শিখবেন তা সহজে ভুলবেন না। জ্ঞানী ব্যক্তিরা সবসময় এটিই করেন। আমি আপনাকে মেরিট পাওয়ার কিছু টিপস দিতে পারি যা সচরাচর সব সময় সবাই দিয়ে থাকে

- আপনার পোস্ট কোয়ালিটি ভালো করুন
- আপনার পোষ্টের মধ্যে এমন কোন ইনফরমেশন যোগ করুন যা অন্যের জন্য হেল্পফুল হয়
- আগে টপিক বুঝুন এবং তারপর টপিক বুঝে একটি সুন্দর পোস্ট করুন সেখানে
- সবার মাঝে নতুন কোন ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করুন যা সবার জন্য শিক্ষনীয় কিছু হয়
- না বুঝে উল্টাপাল্টা কোন পোস্ট করবেন না, কারো পোস্ট কপি করবেন না, গুগল থেকে বা অন্য কোন মাধ্যম থেকে পাওয়া কোন ইনফরমেশন সোর্স লিংক ছাড়া পোস্ট করবেন না। এক্ষেত্রে আপনার একাউন্ট প্লাগারিজন হিসেবে ব্যান হতে পারে।
- সব সময় অন্যদের হেল্প করার মন-মানসিকতা রাখুন। এবং অন্যদের হেল্প করার জন্য যথেষ্ট চেষ্টা করুন যতটা আপনারা জানেন
- এলোমেলো ভাবে পোস্ট না করে সুন্দরভাবে গুছিয়ে পোস্ট করুন যাতে দেখতে সেটি অনেক সুন্দর লাগে এবং পড়তে সুবিধা হয়

এই সবগুলো বিষয় মেনে চলার জন্য আপনাকে আগে এই ফোরাম এবং বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে হবে যার জন্য আপনাকে এখানে সময় ব্যয় করতে হবে।
Jump to: