Author

Topic: বাংলা (Bengali) - page 178. (Read 5309494 times)

sr. member
Activity: 1008
Merit: 366
July 29, 2023, 01:12:18 PM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।
ভাই অনলাইন জগৎ এ ক্লাউড মাইনিং বলে কিছু নাই। ক্লাউড মাইনিং এর বিষয়ে জানতে চাচ্ছেন আপনি যা বরাবরই স্ক্যাম হয়ে থাকে। মাইনিং করতে হার্ডওয়্যার ডিভাইস লাগে। এগুলা করতে মেশিন পাওয়ার লাগে যা আপনি আপনার মোবাইল এর প্রোসেসর দিয়ে করতে পারবেন না। করা সম্ভব কিন্তু শত বছর লেগে যাবে। আর যারা মাইনিং ফার্ম খুলে রেখেছে এবং ইনকাম করতেছে, তারা কেনো আপনাকে তাদের থেকে শেয়ার দেবে অ্যাাপ ইউজ করার জন্য? এগুলা ভুয়া ভাই। অনলাইন সম্পর্কে আপনার ধারনা আছে অবশ্যই, একটু ঘাটাঘাটি করেন। তাহলেই বুঝবেন।

ফ্রান্স, ব্রাজিলকে 2-1 গোলে রোমাঞ্চকর খেলায় হারিয়েছে যার মানে তাদের গ্রুপ গ্রুপ পর্বের চূড়ান্ত খেলায় নামবে।
New link: https://twitter.com/nytimes/status/1685306715078565889?s=20


এইসব পোস্ট এর মানে বুঝলাম না ভাই।
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
July 29, 2023, 10:59:56 AM
ফ্রান্স, ব্রাজিলকে 2-1 গোলে রোমাঞ্চকর খেলায় হারিয়েছে যার মানে তাদের গ্রুপ গ্রুপ পর্বের চূড়ান্ত খেলায় নামবে।


New link: https://twitter.com/nytimes/status/1685306715078565889?s=20
jr. member
Activity: 107
Merit: 2
July 29, 2023, 03:19:49 AM


যারা ট্রেড করে  তাদের জন্য Bitcoin / BTC  নিউজ
ভালো করে বুঝে শুনে ইনভেস্ট করবেন

Bitcoin Update 🔴
বিটকয়েন বর্তমান প্রাইস ২৯২৭০$. বিটকয়েন আবারও রেজিস্টেন্স লেভেল ব্রেক করতে ব্যার্থ হয়েছে। সুতরাং এটা কিন্তু ভাল দিক না মার্কেটের জন্য।  মার্কেট বা বিটকয়েন ভাল হতে হলে ২৯৫০০০$ লেভেলের উপরে থাকতে হবে, তা না হলে বিটকেয়ন ২৮০০০$ এর নিচে আসতে পারে। তাই আমাদের এখন শক্ত স্টপ লিমিট ব্যবহার করা উচিত।

তাই  এখন যা করবেন ভেবে চিন্তে বুঝেশুনে করবেন।  তা না হলে হুট করে ইনভেস্ট করে লস খেয়ে যাবেন।

newbie
Activity: 4
Merit: 0
July 28, 2023, 04:25:49 PM
টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh
টুইটারে আপনি খুব সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং ফলোয়ার গুলো একটিভ ফলোয়ার হবে মনে বট নয়।
এরজন্য কয়েকটি কার্যকারী উপায় আছে যেমন : কিছু ওয়েবসাইট আছে দেখবেন YoulikeHits সহ আরো অন্যান্য এগুলোতে পয়েন্ট কালেক্ট করে আপনার প্রোফাইল এর এড দিতে হয় তখন আপনাকেও অন্যরা ফলো করবে তবে ফলোয়ার গুলো টিকবে কিনা এটা নিশ্চিত না। তবে সবচেয়ে কার্যকরী যে উপায় টা হচ্ছে আপনি টুইটারে #FollowHelp বা #FollowBack ইত্যাদি লিখে সার্চ করবেন। দেন রিসেন্ট যেই টুইট গুলো আসবে ওইখানে যারা লাইক বা রিপ্লাই দিবে তাদের ফলো করবেন। দেখবেন তারাও ব্যাক করছে। আরেকটা বিষয় হল এমন  ফলোহেল্প এর  একটিভ টুইট গুলো আরো পেতে যারা রিটুইট বা রিপ্লাই করছে তাদের টাইমলাইন ভিজিট করবেন। এভাবে খুব সহজেই প্রতিদিন ১৫০-২০০ ফলোয়ার বা তারও বেশি বাড়াতে পারবেন। তবে আপনাকে একটানা ফলো দেয়া থেকে বিরত থাকতে হবে এবং মাঝে মাঝে কিছুটা ব্রেক নিতে হবে। আপনি মিনিটে ৪/৫ টা করে ফলো করলে আশাকরি একাউন্ট রেস্ট্রিকটেড হবেনা।

সাজেশন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি আজকে ট্রাই করে দেখব
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 28, 2023, 03:38:31 PM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।

মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা যায়। আর যারা মাইনিং করে তাদের বলা হয় মাইনার।

সেরা কয়েকটি মাইনিং অ্যাপ
১. Satoshi
২. Bee Network
৩. CatStar
৪. B-Love Network
৫. OM
৬. Remint Network
৭. Sweatcoin
৮. Punk Panda
৯. Pi
১০. Sidra Bank
প্রকৃতপক্ষে মাইনিং একটি ক্রিপ্টো কারেন্সি তৈরির প্রক্রিয়া নয়। প্রকৃতপক্ষে মাইনিং হল ক্রিপ্টো কারেন্সিতে নতুন নতুন ব্লক যোগ করার প্রক্রিয়া। প যখন আপনি কোন ক্রিপটো কারেন্সি লেনদেন করবেন তখন এই লেনদেনগুলোকে ব্লকে সংযুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় মাইনিং।
ক্রিপটো কানেন্সি মাইনিং কি এবং কিভাবে কাজ করে বা আরো বিস্তারিতভাবে জানতে আপনি CoinAlap এই আর্টিকেলটি দেখতে পারেন:
ক্রিপ্টোকারেন্সি মাইনিং কি?

আর আপনি যে ধরনের মাইনিং এর কথা বললেন এগুলো কে সাধারণত ভার্চুয়াল মাইনিং বলা হয় যাকে আমি কোন মাইনিং ই মনে করি না। কিছু নতুন নতুন প্রজেক্ট আছে এরা জাস্ট সরাসরি এয়ারড্রপ না দিয়ে ভার্চুয়াল মাইনিং এর নাম করে একটিভ ইউজার বাড়ায়। এসব প্রজেক্টের বেশিরভাগই স্ক্যাম টাইপের হয় তবে সবগুলো না। ভার্চুয়াল মাইনিং এর জগতে সবচেয়ে বড় একটি উদাহরণ হল: PI Network যা এখনো মার্কেটে ট্রেডিং শুরু হয়নি। আপনি হয়তো একসাথে অনেকগুলো ভার্চুয়াল মাইনিং প্রজেক্ট এ কাজ করতে পারেন তবে তার মধ্যে দুই একটা প্রজেক্ট আপনাকে মোটামুটি পেমেন্ট দিতে পারে আর বেশিরভাগই আপনার যাবতীয় তথ্য সংগ্রহ করবে বা স্ক্যাম করবে। তাই এই ধরনের প্রজেক্ট থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 28, 2023, 08:01:01 AM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।

এ্যাপ দিয়ে যেসব মাইনিং হয়, সব গুলোই ফেইক। এপ দিয়ে কখনো কোনো মাইনিং করা যায় না। আর মোবাইল ফোন ডিভাইস মাইনিং এর জন্য উপযোগী নয়। এসব মাইনিং এপ সাধারনত মোবাইলের ডাটা চুরি করে থাকে। কিছু কিছু এপ অল্প পরিমানে পেমেন্ট ও দিয়ে থাকে। তবে এগুলো কোনো অথেনটিক উপায় নয়। মোবালের প্রসেসর দিয়ে মনেরো মাইনিং করা যায়। একটানা ১২ মাস মাইনিং করলে যে টাকা আসবে, সেটা দিয়ে একটা কোল্ড ড্রিংকস কিনে খেতে পারবেন না। সুতরাং নিজের প্রােইভেসি এবং সিকিউরিটির চিন্তুা থাকলে এপ দিয়ে মাইনিং এর কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সত্যিকারের একটা ভালো মাইনারের দাম লাখ টাকার ওপরে। এতো সহজে মোবাইলে মাইনিং করা গেলে দুনিয়ায় বেকার থাকতো না কেউ।

মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা যায়। আর যারা মাইনিং করে তাদের বলা হয় মাইনার।

সেরা কয়েকটি মাইনিং অ্যাপ
১. Satoshi
২. Bee Network
৩. CatStar
৪. B-Love Network
৫. OM
৬. Remint Network
৭. Sweatcoin
৮. Punk Panda
৯. Pi
১০. Sidra Bank

অল্প বিদ্যা ভয়ংকরী। যেসব এপ আপনি সাজেশন করলেন, এগুলো কি আপনি নিজে ব্যাবহার করে দেখেছেন? এরা আসলে পেমেন্ট করে? নাকি প্রশ্ন দেখে নেট থেকে সার্চ করে একটা লিষ্ট বানিয়ে দিলেন শুধু? কোনো কিছু শেয়ার করার আগে ভেবে চিন্তে শেয়ার করবেন। আপনার জন্য কেউ বিপদে পরুক, সেটা নিশ্চই চাইবেন না।
newbie
Activity: 12
Merit: 0
July 28, 2023, 06:57:10 AM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।

মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা যায়। আর যারা মাইনিং করে তাদের বলা হয় মাইনার।

সেরা কয়েকটি মাইনিং অ্যাপ
১. Satoshi
২. Bee Network
৩. CatStar
৪. B-Love Network
৫. OM
৬. Remint Network
৭. Sweatcoin
৮. Punk Panda
৯. Pi
১০. Sidra Bank
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
July 28, 2023, 06:55:58 AM
আমি মাইনিং করে আয় করতে চায়। কারও ভালো কোনো মাইনিং অ্যাপ থাকলে আমাকে জানাবেন প্লিজ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 28, 2023, 05:24:43 AM
কয়েকদিন আগে মেটা বোর্ড এর একটা পোষ্ট এ আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করেছিলাম। আমার মনে হলো একই পোষ্ট আমাদের লোকাল থ্রেড এ পোষ্ট করি।
যদিও পরের রেংক এর জন্য আমার যথেষ্ঠ মেরিট আছে। আমি কোনো হাই রেংক মেম্বার নই। আমি একজন ফুল মেম্বার। কিছু কিছু ক্ষেত্রে ফুল মেম্বার ও বড় রেংক মনে হয় যেখানে নতুন রা সবচাইতে বেশি আসে। আমি সাধারনত ভালো পোষ্ট এ মেরিট দেই সেটা নিউবি হোক বা লিজেন্ডারি মেম্বারের হোক। কিন্তু এ আই আসার পর বুঝা মুশকিল হয়ে গেছে যে আসলে এটা কি কেউ নিজে লেখেছে নাকি এ আই জেনারেটেড। সুতরাং, কোনো নিউ মেম্বারকে মেরিট দেওয়ার আগে আমি তার ‍উদ্দেশ্য টা দেখতে চাই। যদি আমি দেখি সে বেশ কয়েকটা ভালো পোষ্ট করেছে এবং সেগুলো তার নিজের লেখা, আমি তাকে মেরিট দিতে পারি। যারা নতুন, আপনার নিজেকে আসলে কিছুটা প্রমান করতে হবে। ফোরামে সময় এবং শ্রম দিতে হবে। আমি মনে করি বেশিরভাগ মানুষ এভাবেই ভাবেন।

আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন এবং আপনি চাচ্ছেন আপনার প্রথম ভালো পোষ্ট এই মেরিট পেতে, এটা এভাবে হবে না। আপনাকে সময় দিতে হবে এবং ফোরামে পরিচিত হতে হবে এবং সবার সাথে মিশতে হবে। যদি মানুষ আপনার নাম দেখেই চিনতে পারে এবং আপনি ভালো কন্টেন্ট লিখেন, আপনি মেরিট পেতে শুরু করবেন। আমাকে ৫ মাস সময় ব্যায় করতে হয়েছে প্রথম ১০ টি মেরিট পাওয়ার জন্য। পরের ১০০ টি মেরিট পেয়েছি পরের মাত্র ৫ দিনে। আমি আরো ১৫০ টি মেরিট পেয়েছি পরের ৯০ দিনে। শেষ ৯০ দিনে আমার পোষ্ট কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে কারন আমি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করে পোষ্ট কাউন্টের দিকে নজর দিয়েছি। বেশিরভাগ লিজেন্ডারি মেম্বাররা গড়ে প্রতি ৩০ দিনে ৫০ টি মেরিট আর্ন করে ইভেন যদিও তারা খুব একট্রা অরডিনারি কিছু না লিখে। কারন তারা ফোরামে পরিচিত এবং কমিউনিটি তাদেরকে জানে এবং তারা কপি পেষ্ট বা এ আই ব্যাবহার করার সম্ভাবনা নেই।

অপরদিকে, একজন নিউবি এখনো নিজেকে প্রমান করেনি। সে কপি পেষ্ট করতে পারে, বা সে এ আই ব্যাবহার করতে পারে কনটেন্ট লেখার জন্য। সে হয়তো ফোরামের নিয়ম ভংগ করার জন্য ব্যান হতে পারে। বেশিরভাগ ব্যান হওয়া একাউন্ট নতুন কারন তারা ফোরামের পরিবেশের সাথে পরিচিত না এবং তারা নিয়ম সম্পর্কে তেমন জানে না। কেউ এমন কাউকে মেরিট দিতে চাইবেনা যে ফোরামে ব্যান হতে পারে। সুতরাং, আপনি যদি নতুন হয়ে থাকেন আর ভেবে থাকেন যে কমিউনিটি আপনাকে ইগনোর করছে, ব্যাপারটা এমন নয়। মানুষ আপনার পোষ্ট দেখছে এবং এগুলো সময়মতো মূল্যায়ন হবে। আপনি সময় ব্যায় করুন এবং পরিশ্রম করুন যেনো বুঝা যায় আপনি এখানে থাকবেন এবং আপনি ভালো লিখেন।

আমার অরিজিনাল পোষ্টঃ https://bitcointalksearch.org/topic/m.62599531
sr. member
Activity: 546
Merit: 309
July 28, 2023, 03:41:50 AM
যাদের কাছে টুইটার আছে তারা আপডেট করে নিলে  নতুন লোগো ও নাম দেখতে পাবেন।
হা হা হা এলন মাস্ক তার x.com কে আবারো চালু করতে চাচ্ছেন। x.com ছিলো এলন মাস্ক এর প্রথম অনলাইন বিজনেস যা ছিলো একটা অনলাইন ব্যাংক। পরে এলন মাস্ক তার x.com নিয়ে paypal এর সাথে যুক্ত হয় এবং এর পরেও সে যখন paypal এর CEO হিসেবে দায়িত্ব পালন করেন তখন তিনি পেপাল এর নাম আবারো x.com করার সিদ্ধান্ত নেয় কিন্তু অন্যান্য বোর্ড মেম্বার এটিকে মেনে নেয় না । এর পর এক সময় পেপালকে Ebay এর কাছে বিক্রি করে দেওইয়া হয়। এবং এলন মাস্ক তার ভাগের টাকা দিয়ে শুরু করে বৈদ্যুতিক গাড়ির কোম্পানি TESLA আর SpaceX । এখন সে টুইটার কেনার পর টুইটার এর উপর তার সেই X নামটি প্রয়োগ করলো। তার এই পাগলামিগুলাই তারে অন্যের থেকে আলাদা হিসেবে সবার মাঝে উপস্থাপন করে। বিষয়টা দেইখা অনেক মজা পাইলাম।

SSC দের জন্য কিছু কথা 2023

হয়তো এখানে শেয়ার করা ঠিক হচ্ছে কিনা তা জানি না।
ভাই জানেন যে এইসব জিনিষ ফোরামে পোস্ট করা ঠিক না তার পরেউ কেনো করেন। বুঝিনা আপনি তো এখানে নতুন না । অনেকদিন যাবত এখানে আছেন তারপরেও কেনো এসন কাজ করেন। এটা ক্রিপ্টো রিলেটেড ফোরাম তাই এখানে ক্রিপ্টো রিলেটেড বিসয় ব্যাতিত অন্য কিছু পোস্ট করবে না । এগুলো এখানে আবর্জনার মতো দেখায় এসব কাজের জন্যই আমাদের বাংলা বোর্ডের কোনো ডেভেলপ হয় না। আমি বুঝি না আপনারা এগুলো বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করে প্রতিনিয়ত এমন করেই যান যতই বার বার না করা হয়।
jr. member
Activity: 107
Merit: 2
July 28, 2023, 02:05:54 AM



SSC দের জন্য কিছু কথা 2023

হয়তো এখানে শেয়ার করা ঠিক হচ্ছে কিনা তা জানি না।

 এই বাংলা বোর্ডে বাংলাদেশ থেকে কে কোন পর্যায়ে লেখাপড়া করছেন তা আমি জানি  না । কিন্তু এখানে অনেকেই এবার  SSC পরীক্ষা দিয়েছেন।  আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন হয়তো 10:30 এ রেজাল্ট পেয়ে গেছেন।  অনেকে আনন্দিত বাট অনেকেই আনন্দ না, আপনারা যারা  পাশ করে হয়তো অনেক আনন্দে মেতে আছেন। এবং য়ারা ফেল করেছে তাকে নিয়ে ঠাট্টা করছেন এগুলো কিন্তু ঠিক নয়। হুম হয়তো বা অনেকেই ফেল করে সুইসাইড পর্যায় চলে যাচ্ছি তাই যারা পাশ করেছেন,তারা ফেল করার ছেলে মেয়েদেরকে একটু সাহস দিবেন বা কোন বাজে কথা বলবেন না। কারণ আপনি যদি এখন  একটা বাজে কথা  বলেন তাহলে সেই ছেলেটা সুইসাইটে পর্যায় চলে যেতে বাধ্য থাকবে ।
অনেকেই ভাবছেন সুইসাইড করব  কিন্তু আপনি যদি আপনার জীবন থেকে থাকে তাহলে আপনি আমার পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন। কিন্তু  আপনার জীবন যদি চলে যায় তাহলে কি আর ফিরে পাবেন না। তাই যা করবে   ভেবেচিন্তে  ডিসিশন নিবেন আপনার সাথে আপনার পরিবার আছে এটা মাথায় রাখবেন ।

যারা ভালো রেজাল্ট করেছেন তাদেরকে Congratulation এবং মিষ্টি পাঠিয়ে দিয়েন...

যারা এখনো রেজাল্ট দেখতে পারেননি তারা এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন  লিংক ।
http://www.educationboardresults.gov.bd/

বা এসএমএস পাঠিয়ে রেজাল্ট দেখতে পারেন..
16222 এই নাম্বারে
কি লিখতে হবে বলে দিচ্ছি
SSC বোর্ড   রোল
দিয়ে sms পাঠিয়ে দিন
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 28, 2023, 12:49:41 AM
কাট~
অলরেডি টুইটার লোগো পরিবর্তন করেছে। প্লে স্টোরে গিয়ে Twitter লিখে সার্চ করলে X নামে ও নতুন লগো চলে আসে।

যাদের কাছে টুইটার আছে তারা আপডেট করে নিলে  নতুন লোগো ও নাম দেখতে পাবেন।
Imgur থেকে পিকচার লিংক বের করে দিলে বর্তমানে পিকচার দেখা যায় না। আপনি https://www.talkimg.com থেকে পিকচার লিংক বের করে পোস্ট দিতে পারেন।
newbie
Activity: 12
Merit: 0
July 28, 2023, 12:23:04 AM
টুইটারের লোগো পরিবর্তন

টুইটার থেকে এবার হারিয়ে যাচ্ছে জনপ্রিয় নীল পাখির লোগোটি। সেই জায়গায় যুক্ত হবে নতুন লোগো। পরিবর্তন হবে প্রতিষ্ঠানটির নামও। গত সোমবার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন লোগো প্রকাশ করা হয়েছে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোতে অবস্থিত প্রতিষ্ঠানটির সদরদপ্তরের দেয়ালে প্রদর্শন করা হয় কালো বেক গ্রাউন্ডের উপর সাদা এক্স অক্ষরের নতুন লোগোটি।

https://i.imgur.com/YCpIn0w.jpg

এছাড়াও টুইটারের মালিক ইলোন মাস্ক ও এর প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো সামাজিক যোগাযোগমাধ্যমেটিতেই উন্মোচন করেন নতুন এই লোগো। এতে করে এখন থেকেই প্রতিষ্ঠানটির জনপ্রিয় নীল পাখিটি আর দেখা যাবে না। এছাড়া twitter.com এর জায়গায় ওয়েবসাইটটি দেখা যাবে x.com নামে। এর আগে ইলোন মাস্ক ১৯৯৯সালে x.com নামে একটি অনলাইন আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন। যা পরিবর্তন হয়ে পরে paypal নামে পরিচিত হয়। গত বছর অক্টোবরে প্রায় চার হাজার চারশ কোটি মার্কিন ডলারে টুইটারের মালিকানা কেনেন ইলোন মাস্ক। এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেন তিনি। জানা গেছে চীনা সুপার অ্যাপ উইচ্যাটের মতো টুইটারেও মেসেজিং, অর্থ লেনদেন, কেনাকাটাসহ বিভিন্ন ধরনের নতুন ফিউচার যুক্ত করার পরিকল্পনা করছেন মাস্ক।

ছবিটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 27, 2023, 03:47:59 PM
টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh
টুইটারে আপনি খুব সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং ফলোয়ার গুলো একটিভ ফলোয়ার হবে মনে বট নয়।
এরজন্য কয়েকটি কার্যকারী উপায় আছে যেমন : কিছু ওয়েবসাইট আছে দেখবেন YoulikeHits সহ আরো অন্যান্য এগুলোতে পয়েন্ট কালেক্ট করে আপনার প্রোফাইল এর এড দিতে হয় তখন আপনাকেও অন্যরা ফলো করবে তবে ফলোয়ার গুলো টিকবে কিনা এটা নিশ্চিত না। তবে সবচেয়ে কার্যকরী যে উপায় টা হচ্ছে আপনি টুইটারে #FollowHelp বা #FollowBack ইত্যাদি লিখে সার্চ করবেন। দেন রিসেন্ট যেই টুইট গুলো আসবে ওইখানে যারা লাইক বা রিপ্লাই দিবে তাদের ফলো করবেন। দেখবেন তারাও ব্যাক করছে। আরেকটা বিষয় হল এমন  ফলোহেল্প এর  একটিভ টুইট গুলো আরো পেতে যারা রিটুইট বা রিপ্লাই করছে তাদের টাইমলাইন ভিজিট করবেন। এভাবে খুব সহজেই প্রতিদিন ১৫০-২০০ ফলোয়ার বা তারও বেশি বাড়াতে পারবেন। তবে আপনাকে একটানা ফলো দেয়া থেকে বিরত থাকতে হবে এবং মাঝে মাঝে কিছুটা ব্রেক নিতে হবে। আপনি মিনিটে ৪/৫ টা করে ফলো করলে আশাকরি একাউন্ট রেস্ট্রিকটেড হবেনা।
full member
Activity: 602
Merit: 144
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 27, 2023, 02:53:17 PM
আমি এই ফোরামের নতুন তাই সবার কাছ থেকে একটা হেল্প চাই

আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh

টুইটারে ঢুকে নতুন যে পোস্টগুলো দেখবেন সেই পোস্টগুলোতে লাইক আর রিটুইট করবেন।
তাহলে আপনার টুইটার আইডির ফলোয়ার বাড়বে।
এভাবে টুইটারে ভালো ফলোয়ার বাড়ানো সম্ভব। এছাড়া কিছু ফলো গেইন এর একাউন্ট আছে যেখানে পোস্ট করার সাথে সাথে অনেক লোকজন লাইক রিটুইট করে ওখানে সবাই সবাইকে ফলো করে এরকম ২/৩ টা একাউন্ট এ লাইক রিটুইট করলে প্রতিদিন ১০০-২০০ ফলোয়ার বাড়ানো সম্ভব।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 27, 2023, 11:33:02 AM

আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh
বাউন্টি করার জন্য? তাহলে টুইয়েন্ডস সর্বোত্তম। যদিও এই ফলোয়ারগুলো কোন কাজের হয় না, তারা একদম ইন্টারেক্টিভ না। https://twiends.com/
তবে, যদি কোন প্রজেক্টের জন্য ফলোয়ার দরকার হয়, তাহলে উচিত ন্যাচারালি গ্রো করা। অন্যথায়, ফলোয়ার অনেক পাবেন কিন্তু আপনার পোস্টে কোন ইন্টারেকশন পাবেন না।

যারা এইখান থেকে আয় করার উদ্দেশ্য নিয়ে জয়েন করছেন তাদের উচিত আসলে এই ফোরাম সম্পর্কে জানা, এই ফোরামের সঠিক ব্যবহার জানা। তাহলে আয় করা খুবই সহজ হয়ে যাবে। পক্ষান্তরে, এই ফোরামে যদি আয় করার পিছনেই ছুটতে থাকেন, তাহলে লাভের বেলায় শুন্য। কিছুই করতে পারবেন না।
newbie
Activity: 12
Merit: 0
July 27, 2023, 11:25:28 AM
আমি এই ফোরামের নতুন তাই সবার কাছ থেকে একটা হেল্প চাই

আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh

টুইটারে ঢুকে নতুন যে পোস্টগুলো দেখবেন সেই পোস্টগুলোতে লাইক আর রিটুইট করবেন।
তাহলে আপনার টুইটার আইডির ফলোয়ার বাড়বে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 27, 2023, 10:51:24 AM
এই বাংলা লোকাল থ্রেডে এটাই আমার সর্বপ্রথম পোষ্ট। তবে এই থ্রেডে বেশ কয়েকদিন আগেই এসেছি। অনেকে অনেক পোষ্ট করেছে, সেগুলো পড়েছি । আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে, আমি বিটকয়েনটক থেকে আয় করতে এবং শিখতে চাই।
আপনাকে বাংলাদেশ লোকাল থ্রেডে স্বাগতম। আপনি bounty থেকে আয় করতে পারবেন। এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়ার টুইটার, ফেসবুক ইত্যাদি মাধ্যমে কাজ করে আয় করতে পারবেন। service থেকে সিগনেচার ক্যাম্পাইনে জয়েন হয়ে কাজ করে আয় করতে পারবেন, এর জন্য একাউন্ট কমপক্ষে  ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে হবে। আপনি ফরমে নিয়মিত একটিভ থাকবেন ভালো ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ একদিন আপনিও আপনার একাউন্টের রেংক আপ করাতে পারবেন।

উপরে উল্লেখিত নিয়ম কারণগুলি ভালোভাবে পড়ে নিবেন আশা করি এখান থেকে আপনার সকল প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন।
newbie
Activity: 4
Merit: 0
July 27, 2023, 10:50:17 AM
আমি এই ফোরামের নতুন তাই সবার কাছ থেকে একটা হেল্প চাই

আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh
newbie
Activity: 12
Merit: 0
July 27, 2023, 10:33:06 AM
এই বাংলা লোকাল থ্রেডে এটাই আমার সর্বপ্রথম পোষ্ট। তবে এই থ্রেডে বেশ কয়েকদিন আগেই এসেছি। অনেকে অনেক পোষ্ট করেছে, সেগুলো পড়েছি । আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে, আমি বিটকয়েনটক থেকে আয় করতে এবং শিখতে চাই। যারা আমার মতো নতুন, তাদের জন্য সিনিয়র বড় ভাইদের কাছে কোনো উপদেশ আছে ? যে উপদেশগুলো পেলে নতুন মেম্বারদের উন্নতি হবে।

বর্তমানে দেখছি অনেক বিটকয়েনটক আইডি ব্যান হয়ে যাচ্ছে। কিভাবে ব্যান হওয়ার হাত থেকে আমাদের বিটকয়েনটক একাউন্টটি বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো? এ সম্পর্কে জানতে হলে আমাদের সিনিয়র বড় ভাইদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। তাই বড় ভাইদের কাছ থেকে এ সম্পর্কে সকল তথ্য জানতে চাই।
Jump to: