Author

Topic: বাংলা (Bengali) - page 178. (Read 5725761 times)

newbie
Activity: 28
Merit: 2
August 14, 2023, 10:32:03 AM
https://talkimg.com/images/2023/08/14/GqQpG.jpeg
- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! 😭😭😭

- কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আমাদের মাঝে আর নেই! 😥

-আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক, আমিন 🤲
newbie
Activity: 4
Merit: 1
August 14, 2023, 10:13:37 AM
https://www.talkimg.com/images/2023/08/14/GqHcc.jpeg

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন😭

কোরআনের পাখি আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।

copy post 😥
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 14, 2023, 09:19:21 AM
PICTURE POST KORTE PARI NA KANO?KIVABE POST KORTE HOI.

এটা বাংলা থ্রেড। এখানে বাংলা ভাষায় পোস্ট করবেন। কিছু কিছু শব্দ যেগুলো ইংরেজিতে না লিখলেই নয় সেগুলো ইংরেজিতে পোস্ট করতে পারেন সমস্যা নাই।

ছবি পোস্ট করার জন্য প্রথমে আপনাকে ছবিটা যেকোনো ফ্রী হোস্টিং সাইটে ছবিটি হোস্ট করতে হবে তারপর সেই ছবিটির BB Code এইখানে পোস্টের মধ্যে লিখতে হবে। ছবিটা আপনা আপনি ঐ সাইট থেকে এখানে সো করবে।

Free Hosting Site: https://imgbb.com/







newbie
Activity: 770
Merit: 0
August 14, 2023, 09:06:28 AM
আমি Reddit এ নতুন কাজ শুরু করেছি।
subreddit Comment কিভাবে করে আমি এটা জানিনা। আশা করি যারা জানেন, তারা আমাকে সাহায্য করবেন। 
ধন্যবাদ।
hero member
Activity: 840
Merit: 522
August 14, 2023, 08:49:38 AM
আমার সমস্যা হয়নি যদি একটু কারণ আছে কেননা ওই শাখায় আমার একজন পরিচিত অফিসার আছে সে আমার সাথে তালবাহানা করতে পারেনি। কিন্তু অন্যান্য যারা সাধারন লোকজন থাকে তাদেরকে অবশ্যই একাধিক দিন ঝামেলা সম্মুখীন হতে হয়। এটা ব্যাংক কর্তৃপক্ষের কখনো উচিত নয় কেননা যারা ডিপিএস করে তারা মূলত অনেকগুলো টাকা একত্রে গোছানোর জন্যই ডিপিএস করে যেন সে তার বিপদে বা প্রয়োজনে কাজে লাগাতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ সেই ডিপিএস এর টাকা দিতে অনেক তালবাহানা করে যা মোটেই উচিত না।

আমি বছর খানেক আগে ফেইসবুকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে একজন গরীব বৃদ্ধ মহিলা লাইফ ইন্স্যুরেন্স অফিসে গিয়ে টাকা ফেরত পাওয়ার জন্য অনুরোধ করছে। ভদ্র মহিলার স্বামী লাইফ ইন্স্যুরেন্স করে মারা গেছেন। এখন বৃদ্ধ বয়সে মহিলা দুইদিন পর পর তাদের অফিসে গিয়ে টাকা পাচ্ছে না। তারপর সেই এলাকার কাউন্সিলর মহিলাকে সাথে নিয়ে সে অফিসে গিয়ে টাকা না দেয়ার কারন জানতে চায়। সেখানের কর্মকর্তারা এটার কোনো সঠিক জবাব দিতে পারে নি। তারপর তিনি তাদের এরিয়া ম্যানেজারের সাথে কথা বলে বলেন যদি আগামী এতা দিনে (একটা লিমিটি দিয়েছিলো) এর মধ্যে এনার টাকা ফেরত না দেন, তাহলে আমার এলাকায় অফিস চালাতে পারবেন না। সেই মহিলা টাকা পেয়েছিলো কি না আমরা জানি না। তবে আমাদের আশে পাশেই এরকম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে সাধারন মানুষের টাকা মেরে দিচ্ছে।

আপনার সেই ব্রাঞ্চ এ রোক না থাকলে আপনাকে কোনোভাবে নয় ছয় বুঝিয়ে পাঠিয়ে দিতো। সাধারন মানুষের সাথে এগুলোই হচ্ছে।

মাঝে মাঝে এসব ব্যাপারে লিখতে ইচ্ছে করে। কিন্তু চাকরির ফাকে লিখার সময় পাওয়া যায় না। আজকে বাউন্টি থেকে সরে গেলাম।
newbie
Activity: 28
Merit: 2
August 14, 2023, 07:02:26 AM

https://talkimg.com/images/2023/08/14/Ges7z.jpeg

উপরে নিউজটা ভালো করে পড়বেন

আমাদের বাংলাদেশে অনেক মানুষই আছে
জেনেশুনে থার্ড পার্টি অ্যাপসে ইনভেস্ট করে।
করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কেন ভাই টাকা কি এত সস্তা হয়ে গেছে। যে আপনারা একটি কাজের বিনিময়ে রাতারাতি কোটিপতি। হ্যাঁ প্রথমত আপনাদের থার্ড পার্টি অ্যাপসে ইনকাম দিবে, ওটা আপনাদের লোভ লোভে আকর্ষণ করবে। তারপরে আস্তে আস্তে মেম্বার গুলো একত্রে হলে বা অনেক মানুষ ইনভেস্ট করলে তারা ওই ওয়েবসাইটটি বা থার্ড পার্টি অ্যাপ সরিয়ে ফেলবে বা স্ক্যাম করবে । এমন কাজ অনেক হচ্ছে আমাদের বাংলাদেশে কারণ বাংলাদেশের মানুষ এখনো অবুঝ।
এখন Facebook বা আদার সাইট  কিছু দেখলেই ওটাই আমরা ইন্সটল করি বা কাজ করি।

আমি বার বার নিষেধ করছি যে লোভে পড়ে না জেনে কোন সাইটে ইনভেস্ট করবে ন না। তখন আমাকে ভুগোল বঝাইছেন যে এটা যাবেনা এটা সেটা!!! এখন কই এসবHuh  যাদের আমি নিষেধ করছি তারা আমাকে এখন কিছু বুঝিয়ে যান?!! আপনাদের টাকা নস্ট হইছে, খারাপ লাগে, আরে ভাই অনেক দিন ধরে অনলাইনে কাজ করি সুতরাং আমরা জানি কি হতে পারে, আপনার থেকে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি থাকতে পাড়ে । 
ভাই দেখেশুনে বুঝে কাজ করার সিদ্ধান্ত নিবেন। তা না হলে ইনভেস্ট করে  লস খেয়ে বসবেন ।

এটি স্ক্রিনশট মারা যুগান্তর  পত্রিকা থেকে নেওয়া
তাই লিংক দিতে পারলাম না
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 13, 2023, 05:11:08 PM

ভাইরে ভাই আমার জীবনের বাস্তব কিছু কাহিনীর সাথে আপনার ঘটে যাওয়া ঘটনাটির ১০০% মিল আছে।
+1

আমার বড় ভাই চাচাতো ভাই ভ্যান চালক, দুটো মেয়ে হওয়ায় সে একটু হতাশ। বিয়ে-শাদীর বিষয় নিয়ে চিন্তাভাবনা করে সব সময় যদিও বাচ্চা দুটোর বিয়ে হতে মিনিমাম আরো ১০ বছর লেগে যেতে পারে। তবুও ভাইজান প্রতিমাসে ২০০০ টাকার একটি প্যাকেজ ডিপিএস করে। মনে হয় ৯ মাস থেকে  ১০ মাস ডিপিএস রান করার পর হঠাৎ করে আমার কাছে আসে যে ডিপিএস রান করতে পারবে না। যাহোক একদিন গেলাম অফিসারদের সাথে কথা বলতে। অফিসাররা যেভাবে বলে তাতে করে ডিপিএস করার সময় তারা বিভিন্ন লোভ দেখিয়ে কোন সমস্যা নেই বলে অনুপ্রেরণা দেয় কিন্তু যখন কোন কারণে সেই ডিপিএস ভাঙতে যায় তখন শুরু হয় বিভিন্ন তালবাহানা। আমার টাকা আমি নেব অথচ মিনিমাম দুবছর, আপনার আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কেন ভাঙবেন কি করবেন ইত্যাদি ইত্যাদি হাজার প্রশ্ন। যদিও ঐদিন ভেঙ্গে ফেলার অ্যাপ্লিকেশন করি কিন্তু টাকা পেতে সমস্যা হতে হয়নি।
আমার সমস্যা হয়নি যদি একটু কারণ আছে কেননা ওই শাখায় আমার একজন পরিচিত অফিসার আছে সে আমার সাথে তালবাহানা করতে পারেনি। কিন্তু অন্যান্য যারা সাধারন লোকজন থাকে তাদেরকে অবশ্যই একাধিক দিন ঝামেলা সম্মুখীন হতে হয়। এটা ব্যাংক কর্তৃপক্ষের কখনো উচিত নয় কেননা যারা ডিপিএস করে তারা মূলত অনেকগুলো টাকা একত্রে গোছানোর জন্যই ডিপিএস করে যেন সে তার বিপদে বা প্রয়োজনে কাজে লাগাতে পারে। ব্যাংক কর্তৃপক্ষ সেই ডিপিএস এর টাকা দিতে অনেক তালবাহানা করে যা মোটেই উচিত না।

hero member
Activity: 840
Merit: 522
August 13, 2023, 01:08:07 PM
বিভিন্ন উপায়ে সঞ্চয় করা যায় যেমন ব্যাংকে ডিপিএস করে,লাইফ ইন্স্যুরেন্স করে,কেউ আবার মাটির ব্যাংকেও টাকা রাখে। ব্যাংকে ডিপিএস এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটিতে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা রাখতে হয় এগুলো ২/৫/১০/১৫ বছর পর টাকা উঠানো যায়। আমি মনে করি আমাদের এখনই সঞ্চয় করা উচিত এই যুবক বয়স থেকেই।

যেহেতু ব্যাংক, ডিপিএস এবং লাইফ ইন্স্যুরেন্স এর কথা এসছে, আমি একটু শেয়ার করতে চাই।
আমি আমার জীবনে কোনোদিন কাউকে এসব যায়গায় সঞ্চয় করার কথা বলবো না। কারন নিজের চোখে এবং নিজে যা ফেস করেছি, তারপর অন্য কাউকে এসব মেথডে সঞ্চয় করার জন্য উপদেশ দেয়ার সাহস করা ঠিক হবে না। বাংলাদেশের গ্রাম গন্জের আনাচে কানাচে যায়গায় দেখবেন নানান ধরনের লাইফ ইন্স্যুরেন্স এর অফিস করে বসে আছে। আপনারা নিজেরা কি কেউ লাইফ ইন্স্যুরেন্স ভেঙ্গে দেখেছেন? বা কারো এ ব্যাপারে কোনো এক্সপেরিয়েন্স আছে কি? বাংলাদেশের ৯৫% লাইফ ইন্স্যুরেন্স ধানাই পানাই কোম্পানি। আপনার লাইফ ইন্স্যুরেন্স এর কিস্তি গুলো চলা কালীন আপনার প্রয়োজন হলেও সেখান থেকে আপনি টাকা নিতে পারবেন না। নিতে পারলেও কোনো লাভ পাবেন না। আর সব চাইতে বড় তাল বাহানা শুরু হবে যখন এর মেয়াদ শেষ হবে। ধরেন আপনি ১০ বছর যাবৎ লাইফ ইন্স্যুরেন্স এর টাকা জমিয়ে আসছেন। ১০ বছরে জমেছে ৫ লাখ টাকা। লাভ সহ হয়তো আপনাকে ৭ লাখ দেয়ার কথা ছিলো। এবার আপনাকে হয়রানী করার পালা শুরু। প্রথমেই আপনাকে করতে হবে একটা টিন সার্টিফিকেট। সকল কাগজপত্র জমা দেয়ার পর শুরু হবে টাকা হাতে পাওয়ার অপেক্ষা। সেই অপক্ষো কবে শেস হবে কেউ জানে না। যদি ইউটিউব বা ফেইসবুকে লাইফ ইন্স্যুরেন্স প্রতারনা লিখে সার্চ করেন, হাজারো সার্চ রেজাল্ট পাবেন। যেখানে মানুষের লাইফ ইন্স্যুরেন্স এর মেয়াদ শেষ হয়েছে ৫ বছর আগে আর ৫ বছর ধরে টাকা জন্য অপেক্ষা করছে কিন্ত টাকা পাচ্ছে না। ধর্মের নাম করে বেশিরভাগ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খুলছে। এরা এম এল এম মতো কাজ করে। যিনি লোক ভর্তি করে দেয়, প্রথম ২-৩ কিস্তি থেকে ওনাকে কমিশন দেয়। এটা এক প্রকার স্ক্যাম। আপনার খুব ক্ষমতা থাকলে কিছু টাকা পেতে পারেন। আবার দেয়ার সময় এই চার্জ সেই চার্জ বলে টাকা কেটে রাখবে। আমি সব কোম্পাানির কথা বলছি না। তবে ম্যাক্সিমাম কোম্পানি এগুলোই করে থাকে। আমার বেশ কয়েক জন পরিচিত ভুক্তভোগি আছে।

এবার আসেন ব্যাংক এর ডিপিএস এর কথায়। ডিপিএস খোলার আগে যেসব নিয়মের কথা বলেছিলো, সব কিছুই আমার ফেভারে যায়। বিপত্তি বাদে যখন আর ডিপিএস চালাবো না বল্লাম তখন থেকে। ডাচ বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এ মাসে ২৫০০ টাকার ডিপিএস চালাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো ডিপিএস চালানোর চাইতে গোল্ড এ ইনভেষ্ট করা বেটার। তো ডিপিএস ভাংতে গিয়ে শোনলাম এখন ভাংগা যাবে না। মিনিমাম ১২ মাস হতে হবে। আবার ১২ টা কিস্তিও দিতে হবে। আমি যদি ১২ মাসে ১২ কিস্তি না দিয়ে ডিপিএস ক্লোজ করি, তাহলে ভ্যাট ট্যাক্স কাটবে। এতোদিন বলে আসছিলো লাভ সহ দিবে। সেই ভ্যাট ট্যাক্স এর পরিমান নাকি অনেক। ১২ মাসে ৩০ হাজার জমবে এর মধ্যে থেকে ৪৫০০ টাকার মতো কেটে রাখবে। বাধ্য হয়ে ১২ মাসে ১২ কিস্তি দিলাম। এবার এপ্লিকেশন করার পালা। এপ্লিকেশন জমা দেয়ার পর আজ না কাল, কাল না পরশু বলে বলে প্রায় ২০ দিন পরে একাউন্ট এ টাকা ক্রেডিট হলো। ব্যাংক এ টাকা রাখা মানে সেটা আর আপনার না। আপনার ইচ্ছামতো আপনি তুলতে পারবেন না।

১০ লাখ টাকা ব্যাংক এ রাখার পর ১০ বছর পর সেটার বভ্যালু হবে ১ লাখের মতো তার ও কম। একই সময়ে গোল্ড কিনে রাখলে ১০ বছর পর সেটার ভরিরে দাম সময়ের সাথে সাথে বাড়বে। বিটকয়ের এর রিটার্ন আরো ভালো আসতে পারে।

নোটঃ কোনো প্রকার ফিনান্সিয়াল এডভাইজ নয়। যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজে থেকে সব যাচাই করে সিদ্ধান্ত নিন।
newbie
Activity: 28
Merit: 2
August 13, 2023, 12:10:34 PM
আমাদের ডিজিটাল বাংলাদেশ নামে শুধু  কামে নেই

বর্তমানে নাগরিক সভ্যতার   ক্রমোন্নয়নে তথ্য প্রযুক্তি গৌরবময় উপস্থিতি বিশ্বসভ্যতাকে পৌঁছে দিয়েছে  আবিষ্কারের শীর্ষে।  প্রযুক্তির এ রহস্যময়ী আবেদনে সাডা দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও পা বাড়িয়েছে প্রযুক্তি ডিজিটাল সোপানে স্বাধীনতা ৪৪ বছর অতিক্রম করেছে বাংলাদেশ কিন্তু উন্নতি বলতে তেমন কিছুই দেখা যায়নি।  তাই বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে ডিজিটাল বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছে,। বর্তমানে বাংলাদেশর মানুষের কাছে আলোচিত বিষয় হলো ডিজিটাল বাংলাদেশ।  ইংরেজি Digital শব্দের অর্থ হল কম্পিউটার প্রযুক্তির সাথে সম্পর্ক স্থাপন বা সংযুক্ত হওয়া।  কৃষি, শিল্প, চিকিৎসা, শিক্ষা, বিনোদন যেদিকে তাকানো যায় সেখানেই দেখা যায় প্রযুক্তির আধিপত্য ।
তবে আরো এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ
তবেই একদিন বাস্তবায়ন হবে স্বপ্নের এক দেশ বা ডিজিটাল  স্মার্ট বাংলাদেশ

এটি বাংলাদেশ বোর্ড তাই বাংলাদেশ হিসেবে বল্লাম🙂
এটি আমার প্রথম পোস্ট বাংলাদেশ বোর্ডে করলাম
সিনিয়র ভাইয়েরা আমাকে সাপোর্ট করবেন
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 13, 2023, 10:29:47 AM
কাট~
আপনাকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে স্বাগতম। যেহেতু বাংলা লোকাল থ্রেড এখানে মেসেঞ্জার এর মতো করে ইংরেজি লিখে পোস্ট করা উচিত নয়। আপনি নতুন ফরমের নিয়ম কানুন গুলী মেনে চলবেন। পিকচার পোস্ট করতে হলে কপার মেম্বারশিপ অথবা জুনিয়র মেম্বার হতে হবে। আপনি এখনো নিউবি আপনি পিকচার পোস্ট দিলে পিকচার শো করবে না। আপনি পিকচার পোস্ট দিলে যদি কোন উচ্চা রেংকের মেম্বার কোট করে দেন তাহলে শো করবে। আপনি https://www.talkimg.com থেকে পিকচার আপলোড দিয়ে লিংক বের করে পোস্ট করবেন। আরও কোন বিষয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করবনে অবশ্যই বাংলা লিখে প্রশ্ন করবেন কেউ না কেউ সমাধান দিবেন।
newbie
Activity: 2
Merit: 0
August 13, 2023, 10:21:16 AM
PICTURE POST KORTE PARI NA KANO?KIVABE POST KORTE HOI.
member
Activity: 168
Merit: 58
August 13, 2023, 08:41:05 AM
অনেকদিন পর একটিভ হলাম নিজের ভুলের কারনে আজকে একাউন্টে নেগেটিভ ট্রাস্ট খেয়ে বসে আছি। মন-মানসিকতা খারাপ হওয়ার কারণে ফরমে একটিভ হই না। আজকে একাউন্টে কয়েকটা সেন্ড করার মতো মেরিট ছিলো কয়েকজন কে সেন্ড করে দিলাম এতে অনেকের উপকারে আসবে। জানিনা আমার এ ভুলের কোন ক্ষমা হবে কিনা। আমার একাউন্ট থেকে নেগেটিভ ট্রাস্ট কখনো তুলে নিবে কিনা।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 13, 2023, 05:03:52 AM
sr. member
Activity: 798
Merit: 377
August 13, 2023, 04:46:08 AM

সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কেননা আমরা যারা বেকার জীবন যাপন করছি ও অল্প বেতনে বিভিন্ন বেসরকারি ফার্মে ও প্রতিষ্ঠানে কর্মরত তাদের তো জীবনে বড় কিছু করার সম্ভাবনা নেই। যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা সরকারের বিভিন্ন প্রণোদনা ও রিটারমেন্ট অবসর ভাতা পান। কিন্তু আমাদের বুড়ো বয়সে গিয়ে আমরা কি করে খাব সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়ি। এক্ষেত্রে আমাদের সঞ্চয় ছাড়া অন্য কোন উপায় নেই। আমরা সপ্তাহ শেষে বা মাস শেষে যে পরিমাণ টাকা খরচ শেষে অবশিষ্ট থাকে সেগুলো অহেতুক খরচ না করে একটু একটু জমিয়ে সঞ্চয় করা অবশ্যই উচিত।


তবে আমাদের ব্যাংক ব্যবস্থা এতটুকুই নড়বড়ে যে আমরা সাধারণ মানুষ নিজেদের শেষ সম্বলগুলো ব্যাংকে জমা রাখতে হিমশিম খাচ্ছি। এরূপ অবস্থায় সিদ্ধান্ত নিয়েছি বাবার ব্যবসার সামান্য কিছু সাহায্য করায় যতটুকু টাকা হাত খরচের জন্য নিয়ে থাকি সেই থেকে আপনার মত কিছু টাকা জমিয়ে ভবিষ্যতে বড় ধরনের কিছু করব। সেই জন্য একটি প্লাস্টিকের ব্যাংক কিনে অল্প টাকা জমা করব ইনশাআল্লাহ। এতে আমার ব্যাংকে কোনরূপ সুদ বা ঝুঁকি নেই।
আপনি যথার্থ বলেছেন, সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কারন এই সঞ্চয় বিপদ এর সময় অনেক উপকারে আসে। আমরা যারা সরকারি চাকরি করছিনা তদের জন্য আরো গুরুত্বপূর্ণ সঞ্চয় করাটা। কারন আমাদের সরকার থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভবনা একেবারে কম। তাই আমাদের নিজেই নিজেদের কে বিপদ থেকে উত্তরনের পথ তৈরি করে রাখতে হবে। এজন্য অপ্রত্যাশিত বিপদের হাত থেকে বাচার জন্য আমাদেরকে সঞ্চয়ী হয়ে হবে।

এই পোস্টটি দেখে আমার ছোট দিনের কথা মনে পড়েছে কারণ ছোট্ট সময়ে আমরা মাটির তৈরি ব্যাংক ব্যবহার করতাম। বাবার দেওয়া কিছু অর্থ খরচ করে বাকিটুকু (প্লাস্টিকের ব্যাংক ও মাটির তৈরি ব্যাংক)ব্যাংকে জমা রাখতাম। তবে আমাদের (প্লাস্টিকের ব্যাংক ও মাটির তৈরি ব্যাংক) জমা রাখি সে পরিমাণে অর্থ থেকে যায়।
যেহেতু আমাদের সবার জীবনে এক সময় বৃদ্ধ বয়সে পৌঁছাতে হবে তাই যে অর্থ জমা রাখবেন সেটুকু দিয়েই আপনি বিটকয়েনে অর্থ জমা রাখেন আপনার অর্থ ৩× -৫×গুন বেশি বৃদ্ধি পাবে। যেহেতু সরকারি চাকরির কথা অনেকেই উল্লেখ করেছেন তাই সরকার তার শ্রমিকের মূল বেতন থেকেই অর্থ সঞ্চয় করে রাখে দেখে লাস্ট পর্যায়ে পাহাড় পরিমাণ সম্পদ দেখা যায়।
আপনারও পাহাড় পরিমান সম্পদ বৃদ্ধি করার প্রক্রিয়া জানা থাকতে হবে। আপনি যদি আপনার এই ব্যাংকে জমানো অর্থ দিয়েই বিটকয়েনে বিনিয়োগ করে রাখেন দীর্ঘকালীন সময়ের জন্য অবশ্যই আপনার শেষ সময়ে আপনার এই বিটকয়েন পাহাড় পরিমান সম্পদ দাঁড়াবে। কারণ ভবিষ্যতের দিকে বিটকয়েন দাম আরো বৃদ্ধি পেলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে তাই কোনরকম চিন্তাভাবনা না করেই একটি হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করে আপনার সম্পদ গচ্ছিত রাখতে পারেন। ব্যাংকের টাকার মতো বিটকয়েন আপনার বৃদ্ধ বয়সে কাজে লাগবে।


 উদাহরণ
 ভবিষ্যৎ ফিয়াট ১০০= ১০০ টাকা
ভবিষ্য বিটকয়েন ১BTC  = HuhHuh
full member
Activity: 546
Merit: 164
August 13, 2023, 04:27:49 AM
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 12, 2023, 09:50:52 PM

সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কেননা আমরা যারা বেকার জীবন যাপন করছি ও অল্প বেতনে বিভিন্ন বেসরকারি ফার্মে ও প্রতিষ্ঠানে কর্মরত তাদের তো জীবনে বড় কিছু করার সম্ভাবনা নেই। যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা সরকারের বিভিন্ন প্রণোদনা ও রিটারমেন্ট অবসর ভাতা পান। কিন্তু আমাদের বুড়ো বয়সে গিয়ে আমরা কি করে খাব সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়ি। এক্ষেত্রে আমাদের সঞ্চয় ছাড়া অন্য কোন উপায় নেই। আমরা সপ্তাহ শেষে বা মাস শেষে যে পরিমাণ টাকা খরচ শেষে অবশিষ্ট থাকে সেগুলো অহেতুক খরচ না করে একটু একটু জমিয়ে সঞ্চয় করা অবশ্যই উচিত।


তবে আমাদের ব্যাংক ব্যবস্থা এতটুকুই নড়বড়ে যে আমরা সাধারণ মানুষ নিজেদের শেষ সম্বলগুলো ব্যাংকে জমা রাখতে হিমশিম খাচ্ছি। এরূপ অবস্থায় সিদ্ধান্ত নিয়েছি বাবার ব্যবসার সামান্য কিছু সাহায্য করায় যতটুকু টাকা হাত খরচের জন্য নিয়ে থাকি সেই থেকে আপনার মত কিছু টাকা জমিয়ে ভবিষ্যতে বড় ধরনের কিছু করব। সেই জন্য একটি প্লাস্টিকের ব্যাংক কিনে অল্প টাকা জমা করব ইনশাআল্লাহ। এতে আমার ব্যাংকে কোনরূপ সুদ বা ঝুঁকি নেই।

আপনি যথার্থ বলেছেন, সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কারন এই সঞ্চয় বিপদ এর সময় অনেক উপকারে আসে। আমরা যারা সরকারি চাকরি করছিনা তদের জন্য আরো গুরুত্বপূর্ণ সঞ্চয় করাটা। কারন আমাদের সরকার থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভবনা একেবারে কম। তাই আমাদের নিজেই নিজেদের কে বিপদ থেকে উত্তরনের পথ তৈরি করে রাখতে হবে। এজন্য অপ্রত্যাশিত বিপদের হাত থেকে বাচার জন্য আমাদেরকে সঞ্চয়ী হয়ে হবে।
এটি মূলত আমাদের জন্য গরীবদের একটি ব্যাংক যা আমাদের ভবিষ্যতে কিছু বিপদের কাছ থেকে উদ্ধার করতে পারে। আমরা যদি প্রতি সপ্তাহে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করে এই পাত্রের মধ্যে জমা করে রাখি তাহলে একটি এক সময় ভালো পরিমাণ অর্থ জমা হবে। আমরা ছোট ছিলাম যখন তখন এইরকম মাটির ব্যাংক অথবা প্লাস্টিকের এই পাত্র গুলো কিনে বাড়িতে রেখে দিতাম এবং এখানে পাঁচ টাকা দশ টাকা ২০ টাকা করে জমিয়ে রাখতাম যাতে আমরা ভালো অর্থ এখান থেকে জমা করতে পারি। এবং যখন আমরা এই সঞ্চয় গুলো মাস শেষে বা বছর শেষে একসঙ্গে করতাম তখন অনেক অর্থ জমা হতো তা দিয়ে অনেক কিছু কিনতে পারতাম আসলে এটা আমাদের জন্য একটি সাশ্রয়ী ছিল।
কিন্তু বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি যেখানে কোন বিপদের জন্য অর্থ লোন নেওয়ার জন্য যদি ব্যাংকে যাওয়া হয় তাহলে সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সে ক্ষেত্রে আমরা যদি এই সমস্ত ঋণ না নিয়ে আমরা যারা চাকরি করি তারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমাদের সঞ্চয়কৃত অর্থ থেকে কিছু অর্থ সাশ্রয় করে রেখে দিলে তা আমাদের ভবিষ্যতে কাজে আসবে। এবং আমাদের পরিবারের যে ঘাটতি থাকে সেটা পূরণ করা সম্ভব হবে তাই সঞ্চয় করে রাখলে কখনোই ক্ষতি হবে না বরং নিজের জন্য লাভ হবে এবং বিপদে অনেক সময় এই অল্প অর্থ বিপদ থেকে রক্ষা করতে পারবে।
full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 12, 2023, 03:18:15 PM

সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কেননা আমরা যারা বেকার জীবন যাপন করছি ও অল্প বেতনে বিভিন্ন বেসরকারি ফার্মে ও প্রতিষ্ঠানে কর্মরত তাদের তো জীবনে বড় কিছু করার সম্ভাবনা নেই। যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা সরকারের বিভিন্ন প্রণোদনা ও রিটারমেন্ট অবসর ভাতা পান। কিন্তু আমাদের বুড়ো বয়সে গিয়ে আমরা কি করে খাব সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়ি। এক্ষেত্রে আমাদের সঞ্চয় ছাড়া অন্য কোন উপায় নেই। আমরা সপ্তাহ শেষে বা মাস শেষে যে পরিমাণ টাকা খরচ শেষে অবশিষ্ট থাকে সেগুলো অহেতুক খরচ না করে একটু একটু জমিয়ে সঞ্চয় করা অবশ্যই উচিত।


তবে আমাদের ব্যাংক ব্যবস্থা এতটুকুই নড়বড়ে যে আমরা সাধারণ মানুষ নিজেদের শেষ সম্বলগুলো ব্যাংকে জমা রাখতে হিমশিম খাচ্ছি। এরূপ অবস্থায় সিদ্ধান্ত নিয়েছি বাবার ব্যবসার সামান্য কিছু সাহায্য করায় যতটুকু টাকা হাত খরচের জন্য নিয়ে থাকি সেই থেকে আপনার মত কিছু টাকা জমিয়ে ভবিষ্যতে বড় ধরনের কিছু করব। সেই জন্য একটি প্লাস্টিকের ব্যাংক কিনে অল্প টাকা জমা করব ইনশাআল্লাহ। এতে আমার ব্যাংকে কোনরূপ সুদ বা ঝুঁকি নেই।
আপনি যথার্থ বলেছেন, সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কারন এই সঞ্চয় বিপদ এর সময় অনেক উপকারে আসে। আমরা যারা সরকারি চাকরি করছিনা তদের জন্য আরো গুরুত্বপূর্ণ সঞ্চয় করাটা। কারন আমাদের সরকার থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভবনা একেবারে কম। তাই আমাদের নিজেই নিজেদের কে বিপদ থেকে উত্তরনের পথ তৈরি করে রাখতে হবে। এজন্য অপ্রত্যাশিত বিপদের হাত থেকে বাচার জন্য আমাদেরকে সঞ্চয়ী হয়ে হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 12, 2023, 09:11:24 AM
আসলে Forsage.io কি ? সেখানে নাকি ১২ ডলার দিয়ে একাউন্ট করলে এক মাসের ভিতরেই নাকি ডলার আসতে শুরু করবে। আর যদি ৩১ ডলার দিয়ে একাউন্ট করা যায়। তাহলে নাকি কয়েকদিনের ভিতরেই ডলার আসা শুরু করবে।
সিনিয়র ভাইদের কাছে জানতে চাই। Forsage.io কি আর কিভাবে সম্ভব অটো ইনকাম। তবে আমারও আগ্রহ ছিল forsage.io account করার। এটা করা যাবে কিনা তা সিনিয়ার ভাইদের পরামর্শ চাচ্ছি।
ফরসেজ একটি এম.এল.এম স্ক্যাম। যে বা যারা এই প্রজেক্ট প্রমোট করে তারা হয় না বুঝে করে না হলে তারা সরাসরি এই স্ক্যামের সাথে যুক্ত। এই প্রজেক্ট থেকে দূরে থাকাটাই ভালো। সাম্প্রতিক mtfe ও একই ধরনের প্রজেক্ট। ক্রিপ্টোকারেন্সি নিউজ ওয়েবসাইট কয়েনআলাপ এই বছরের শুরুর দিকে এই নিয়ে একটা প্রবেদন করেছিল যেখানে তারা পঞ্জি স্কিমেরও বিস্তারিত তুলে ধরে। চাইলে পড়ে নিতে পারেন- https://www.coinalap.com/ফরসেজ-কি-forsage-io/

কিন্তু সে আমাকে খুলে বলেনি এই বিষয়ে যে মূলত এখানে রেফার না করলে কোন প্রফিট আসবেনা। আমি একাউন্টটি খুলি তখন কয়েকদিন অপেক্ষা করে কিন্তু কোন লাভ হয় না বরং ব্যালেন্স জিরো জিরোই থাকে। Grin
ওরা এইসব তথ্য কাউকে বলবে না। আগে নিজের রেফারে আপনাকে জয়েন করাবে। তারপর ধীরে ধীরে তাদের এই আজব নিয়মগুলো দেখবেন। আপনার বড় ভাই জেনেশুনে আপনাকে একটা স্ক্যাম প্রজেক্টে জয়েন করিয়েছে, শুধুমাত্র নিজের সুবিধার কথা চিন্তা করে। আর এইসব পঞ্জ স্কিমে এইসব মন মানসিকতার লোকগুলোই কাজ করে।
newbie
Activity: 28
Merit: 1
August 12, 2023, 09:01:50 AM
কাট

আপনি সঠিকভাবে বলছেন। সঞ্চয় একটি মহত্ত্বপূর্ণ অভ্যাস, এবং সম্পূর্ণ প্রয়োজন। ছোটখাটো টাকা সঞ্চয় করে সময়ের সাথে মোট অংকে পরিণত হয়, যা আপনার ভবিষ্যতে নিরাপদতা নিশ্চিত করতে সাহায্য করবে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 12, 2023, 09:01:29 AM

সঞ্চয়ী ও সাশ্রয়ী মনোভাব আমাদের সকলেরই থাকা উচিত কেননা আমরা যারা বেকার জীবন যাপন করছি ও অল্প বেতনে বিভিন্ন বেসরকারি ফার্মে ও প্রতিষ্ঠানে কর্মরত তাদের তো জীবনে বড় কিছু করার সম্ভাবনা নেই। যারা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা সরকারের বিভিন্ন প্রণোদনা ও রিটারমেন্ট অবসর ভাতা পান। কিন্তু আমাদের বুড়ো বয়সে গিয়ে আমরা কি করে খাব সেই চিন্তাতেই অস্থির হয়ে পড়ি। এক্ষেত্রে আমাদের সঞ্চয় ছাড়া অন্য কোন উপায় নেই। আমরা সপ্তাহ শেষে বা মাস শেষে যে পরিমাণ টাকা খরচ শেষে অবশিষ্ট থাকে সেগুলো অহেতুক খরচ না করে একটু একটু জমিয়ে সঞ্চয় করা অবশ্যই উচিত।


তবে আমাদের ব্যাংক ব্যবস্থা এতটুকুই নড়বড়ে যে আমরা সাধারণ মানুষ নিজেদের শেষ সম্বলগুলো ব্যাংকে জমা রাখতে হিমশিম খাচ্ছি। এরূপ অবস্থায় সিদ্ধান্ত নিয়েছি বাবার ব্যবসার সামান্য কিছু সাহায্য করায় যতটুকু টাকা হাত খরচের জন্য নিয়ে থাকি সেই থেকে আপনার মত কিছু টাকা জমিয়ে ভবিষ্যতে বড় ধরনের কিছু করব। সেই জন্য একটি প্লাস্টিকের ব্যাংক কিনে অল্প টাকা জমা করব ইনশাআল্লাহ। এতে আমার ব্যাংকে কোনরূপ সুদ বা ঝুঁকি নেই।
Jump to: