Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।
ধরুন, আমি নীতিমত্তভাবে বুঝেছি। Bc.games একটি কেলেঙ্কারী প্ল্যাটফর্ম হতে পারে এবং এটি ব্যবহার করা বেশ জোখমপূর্ণ হতে পারে। আপনি এটি ব্যবহার করতে থাকলে সাবধান থাকতে হবে। বিশেষভাবে, এই ধরনের কেলেঙ্কারী প্ল্যাটফর্মগুলি অধিকাংশই পুরোপুরি অবৈধ কাজে ব্যবহার হয়ে থাকতে পারে, যেমন অকানুকূল মূল্যে গেম বেচা, ধার্মিক প্রচার এবং মানবাধিকারের উপলব্ধি ব্যতিত অন্যান্য কাজ। এই প্ল্যাটফর্মগুলির সাথে জড়িত হওয়া সতর্কতা প্রদান করে যাতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা অর্থ হারিয়ে না যায়।
ভাই এইসব কি আজাইরা লিখছেন? আপনার কাছে রিকুয়েস্ট থাকবে এইসব গুগল Translator বা ChatGPT বা কপি পেস্ট করে ফোরাম টা স্প্যাম কইরেন না। বিশেষ করে আমাদের বাঙালি থ্রেডে কোনো ভাবেই না। এতে করে অন্যান্য থ্রেডের ইউজাররা আমাদের সম্পর্কে খারাপ ভাবে। এতে করে আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হয়। অনেক কষ্ট করে এই থ্রেডটা এতোদূর আনা হইছে। যদি বাঙালি হয়ে থাকেন বাঙালির মতো কথা বলেন, পোস্ট করেন।
এগুলো কি পোষ্ট করতেছেন ভাই? কেনো প্রকার অটো ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা নিষেধ। আপনি এই পোষ্ট এ কি বলতে চেয়েছেন আপনি নিজে জানেন তো? আমি তো কিছুই বুঝতে পারি নাই। ওপরে দেখলাম একটানা ২ টি পোষ্ট করছেন। এক টানা একের অধিক পোষ্ট করা যাবে না। দয়া করে ফোরামের রুলস ভায়োলেট করবেন না। তাহলে হুদাই একদিন ব্যান খেয়ে বসে থাকবেন তখন আর বসেব মেরিট দিয়ে কিছুই হবে না। শর্টকাট রাস্তায় মেরিট আর্ন করার চিন্দা বাদ দিয়ে অরিজিনাল কনটেন্ট জেনারেট করুন।
ভাই ওনি মূলত Bounty Hunter। ওনার পোস্টগুলো চেক করে তাই বোঝা যায়। মানসম্মত কোনো পোস্ট দেখলাম না। শুধু সোসিয়াল লিংক আর সোসিয়াল লিংক। ওনাকে দেখে মনে হয়না ওনি কিছু শিখতে আসছেন। হুদাই স্প্যাম পোস্ট করছে।
নেগেটিভ ট্যাস্ট আর ফিডব্যাক খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম। যেহেতু বল্লেন চিন্তার তেমন কিছু নেই তাই আর কথা বাড়ালাম না।
যদিও কোনো প্রজেক্ট দেখতে স্ক্যাম এরমতো মনে হয়, সেগুরো তে জয়েন করবেন না। তাছাড়া কিছু অভিয়াস জিসি আছে যেমন পন্জি স্কিম, এম এল এম, এসব কিন্তু ফোরামে স্প্রিডিং করা যাবে না। এগুলোর লিংক শেয়ার করলে নেগেটিভ ট্যাগ খেতে পারেন। এগুলো শেয়ার করলে কেউ বসে থাকবে না যে সেটা স্ক্যাম প্রজেক্ট ছিলো কি না। সবাই ধরেই নেয় যে এসব প্রজেক্ট স্ক্যাম। কারন আমার মনে হয় না এরকম কোনো প্রজেক্ট লং লাস্টিং ছিলো।
হ্যা ভাই এইজন্যই প্রশ্নটা করেছিলাম। আমি এখনো কোনো সিগনেচারে জয়েন করি নাই, তাই জয়েন করার আগে কি কি করনীয় আর কি কি জানা প্রয়োজন সেটা নিয়েই একটি ঘাটাঘাটি করতেছিলাম। আর আমি তো আর জেনেশুনে স্ক্যাম প্রমোট করতে যাবো না।
যাই হোক আর একটা প্রশ্ন। আপনি যেহেতু অনেক সিনিয়র তাই আপনার কাছেই বলি, আপনি কি কোনো ভালো সিগনেচার সম্পর্কে জানেন বা জড়িত আছে? মানে ভালো আর ট্রাস্টেট, স্ক্যাম না এমন!