Author

Topic: বাংলা (Bengali) - page 180. (Read 5726041 times)

newbie
Activity: 5
Merit: 0
August 10, 2023, 06:28:20 AM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি আপনার টোকেন উথড্র করতে পারছেন না বলে এটাকে কেলেঙ্কারি মনে করছেন।

আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে JB কয়েন নিয়ছ। এটা মূলত রেজিস্ট্রেশন করার পর ফ্রিতে দেওয়া হয় বোনাস হিসেবে। যার বর্তমানে কোন ভ্যালু নেই। এই JB কয়েন কিন্তু ডেইলি টাস্ক, এবং লেবেল আপের মাধ্যমে ও ফ্রিতে পাওয়া যায়।
member
Activity: 112
Merit: 34
August 10, 2023, 02:52:50 AM
আপনাকে অনেক ধন্যবাদ। ফোরামে পোষ্ট না করার বিশেষ কোনো কারন আছে কি?
ফোরামে পোস্ট না করার পিছনে বিশেষ কোন কারণ নেই ভাই। আসলে পোস্ট না করার পিছনে একটি মজার কারণ রয়েছে। কোন বিষয় নিয়ে পোস্ট করতে গেলে দেখা যায় ফোরামের অন্য সদস্য সে বিষয়ে পোস্ট দিয়ে ফেলেছে বিষয়টা খুবই হাস্যকর। তাই পরে বুঝে উঠতে পারি না যে কি বিষয় নিয়ে পোস্ট দিব। আবার একটি উপকারী দিকও আছে আপনাদের মত সিনিয়র মেম্বাররা যখন নতুন মেম্বারদের সমস্যা পোস্টের মাধ্যমে সমাধান করে দেন তখন আমি সেগুলো পরে আমার সমস্যার সমাধান করে ফেলি। আর যেগুলো বিষয় নিয়ে একটু সমস্যার সম্মুখীন হই সেগুলো নিয়েও এই বাংলা লোকাল থ্রেডে আলোচনা করা হয় এর জন্য বেশি পোস্ট করি না। তবে এখন থেকে বাংলা লোকাল থ্রেডে নিয়মিত পোস্ট এবং একটিভ থাকার চেষ্টা করব।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 10, 2023, 01:47:57 AM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

ধরুন, আমি নীতিমত্তভাবে বুঝেছি। Bc.games একটি কেলেঙ্কারী প্ল্যাটফর্ম হতে পারে এবং এটি ব্যবহার করা বেশ জোখমপূর্ণ হতে পারে। আপনি এটি ব্যবহার করতে থাকলে সাবধান থাকতে হবে। বিশেষভাবে, এই ধরনের কেলেঙ্কারী প্ল্যাটফর্মগুলি অধিকাংশই পুরোপুরি অবৈধ কাজে ব্যবহার হয়ে থাকতে পারে, যেমন অকানুকূল মূল্যে গেম বেচা, ধার্মিক প্রচার এবং মানবাধিকারের উপলব্ধি ব্যতিত অন্যান্য কাজ। এই প্ল্যাটফর্মগুলির সাথে জড়িত হওয়া সতর্কতা প্রদান করে যাতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা অর্থ হারিয়ে না যায়।

ভাই এইসব কি আজাইরা লিখছেন? আপনার কাছে রিকুয়েস্ট থাকবে এইসব গুগল Translator বা ChatGPT বা কপি পেস্ট করে ফোরাম টা স্প্যাম কইরেন না। বিশেষ করে আমাদের বাঙালি থ্রেডে কোনো ভাবেই না। এতে করে অন্যান্য থ্রেডের ইউজাররা আমাদের সম্পর্কে খারাপ ভাবে। এতে করে আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হয়। অনেক কষ্ট করে এই থ্রেডটা এতোদূর আনা হইছে। যদি বাঙালি হয়ে থাকেন বাঙালির মতো কথা বলেন, পোস্ট করেন।

এগুলো কি পোষ্ট করতেছেন ভাই? কেনো প্রকার অটো ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা নিষেধ। আপনি এই পোষ্ট এ কি বলতে চেয়েছেন আপনি নিজে জানেন তো? আমি তো কিছুই বুঝতে পারি নাই। ওপরে দেখলাম একটানা ২ টি পোষ্ট করছেন। এক টানা একের অধিক পোষ্ট করা যাবে না। দয়া করে ফোরামের রুলস ভায়োলেট করবেন না। তাহলে হুদাই একদিন ব্যান খেয়ে বসে থাকবেন তখন আর বসেব মেরিট দিয়ে কিছুই হবে না। শর্টকাট রাস্তায় মেরিট আর্ন করার চিন্দা বাদ দিয়ে অরিজিনাল কনটেন্ট জেনারেট করুন।

ভাই ওনি মূলত Bounty Hunter। ওনার পোস্টগুলো চেক করে তাই বোঝা যায়। মানসম্মত কোনো পোস্ট দেখলাম না। শুধু সোসিয়াল লিংক আর সোসিয়াল লিংক। ওনাকে দেখে মনে হয়না ওনি কিছু শিখতে আসছেন। হুদাই স্প্যাম পোস্ট করছে।

নেগেটিভ ট্যাস্ট আর ফিডব্যাক খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম। যেহেতু বল্লেন চিন্তার তেমন কিছু নেই তাই আর কথা বাড়ালাম না।
যদিও কোনো প্রজেক্ট দেখতে স্ক্যাম এরমতো মনে হয়, সেগুরো তে জয়েন করবেন না। তাছাড়া কিছু অভিয়াস জিসি আছে যেমন পন্জি স্কিম, এম এল এম, এসব কিন্তু ফোরামে স্প্রিডিং করা যাবে না। এগুলোর লিংক শেয়ার করলে নেগেটিভ ট্যাগ খেতে পারেন। এগুলো শেয়ার করলে কেউ বসে থাকবে না যে সেটা স্ক্যাম প্রজেক্ট ছিলো কি না। সবাই ধরেই নেয় যে এসব প্রজেক্ট স্ক্যাম। কারন আমার মনে হয় না এরকম কোনো প্রজেক্ট লং লাস্টিং ছিলো।

হ্যা ভাই এইজন্যই প্রশ্নটা করেছিলাম। আমি এখনো কোনো সিগনেচারে জয়েন করি নাই, তাই জয়েন করার আগে কি কি করনীয় আর কি কি জানা প্রয়োজন সেটা নিয়েই একটি ঘাটাঘাটি করতেছিলাম। আর আমি তো আর জেনেশুনে স্ক্যাম প্রমোট করতে যাবো না।

যাই হোক আর একটা প্রশ্ন। আপনি যেহেতু অনেক সিনিয়র তাই আপনার কাছেই বলি, আপনি কি কোনো ভালো সিগনেচার সম্পর্কে জানেন বা জড়িত আছে? মানে ভালো আর ট্রাস্টেট, স্ক্যাম না এমন!
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 10, 2023, 01:33:50 AM
হ্যা ভাইয়া আমি ঐটা নিয়েই একটু কনফিউজড ছিলাম। কেউই তো জানবে না যতক্ষণ না প্রজেক্টটা স্ক্যাম করে। আর অন্য কেউ না দেখলেও ডিটি মেম্বাররা তো রেগুলার মনিটর/চেক করে কোথাও কোনো স্ক্যাম প্রমোট হচ্ছে কিনা। নেগেটিভ ট্যাস্ট আর ফিডব্যাক খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম। যেহেতু বল্লেন চিন্তার তেমন কিছু নেই তাই আর কথা বাড়ালাম না। BTW আবারো স্বাগতম Sr. Member এ রাঙ্ক আপ হওয়ায়।  Grin
যদিও কোনো প্রজেক্ট দেখতে স্ক্যাম এরমতো মনে হয়, সেগুরো তে জয়েন করবেন না। তাছাড়া কিছু অভিয়াস জিসি আছে যেমন পন্জি স্কিম, এম এল এম, এসব কিন্তু ফোরামে স্প্রিডিং করা যাবে না। এগুলোর লিংক শেয়ার করলে নেগেটিভ ট্যাগ খেতে পারেন। এগুলো শেয়ার করলে কেউ বসে থাকবে না যে সেটা স্ক্যাম প্রজেক্ট ছিলো কি না। সবাই ধরেই নেয় যে এসব প্রজেক্ট স্ক্যাম। কারন আমার মনে হয় না এরকম কোনো প্রজেক্ট লং লাস্টিং ছিলো।

Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।
যেই জিনিস টা জানেন না, সেটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো মানে হয় না। Bc.games থ্রেড এ আমি আপনার পোষ্ট দেখলাম। যে JB Coin কয়েন এর জন্য আপনি তাদের কে স্ক্যাম সাইট বলছেন কারন আপনি JB Coin উইথড্র করতে পারছেন না, সে কয়েন এর কোনো ব্লকচেইন ই নাই। এটার কোনো ভ্যালুও নাই। এটা হচ্ছে Bc.games এর একটা টোকেন মানি যেটা দিয়ে প্লেয়ার রা গেমস গুলো চেক করে থাকে।

@Learn Bitcoin অভিনন্দন ভাই আপনাকে সিনিয়র মেম্বারের পদ অর্জন করার জন্য। আপনি বাংলা লোকাল থ্রেডের একজন একটিভ মেম্বার। আমি কোন পোস্ট করি না ঠিকই কিন্তু আপনার প্রায়ই পোস্টই আমি দেখি যেগুলো গুণগত পোস্ট হয় এজন্যই আপনি অল্প সময়ের মধ্যে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। দুয়া করি ভাই আপনি ভবিষ্যতে এর থেকে আরও বড় পদ অর্জন করবেন। আপনার কাছে থেকে আমার মত ছোট ইউজারদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে ধৈর্য ধরে থাকলে এবং গুনগত মানের পোস্ট করলে একদিন বড় হওয়া যায়। আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
আপনাকে অনেক ধন্যবাদ। ফোরামে পোষ্ট না করার বিশেষ কোনো কারন আছে কি?
member
Activity: 112
Merit: 34
August 10, 2023, 12:34:26 AM
@Learn Bitcoin অভিনন্দন ভাই আপনাকে সিনিয়র মেম্বারের পদ অর্জন করার জন্য। আপনি বাংলা লোকাল থ্রেডের একজন একটিভ মেম্বার। আমি কোন পোস্ট করি না ঠিকই কিন্তু আপনার প্রায়ই পোস্টই আমি দেখি যেগুলো গুণগত পোস্ট হয় এজন্যই আপনি অল্প সময়ের মধ্যে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন। দুয়া করি ভাই আপনি ভবিষ্যতে এর থেকে আরও বড় পদ অর্জন করবেন। আপনার কাছে থেকে আমার মত ছোট ইউজারদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে ধৈর্য ধরে থাকলে এবং গুনগত মানের পোস্ট করলে একদিন বড় হওয়া যায়। আবারও আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 10, 2023, 12:08:32 AM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।

ধরুন, আমি নীতিমত্তভাবে বুঝেছি। Bc.games একটি কেলেঙ্কারী প্ল্যাটফর্ম হতে পারে এবং এটি ব্যবহার করা বেশ জোখমপূর্ণ হতে পারে। আপনি এটি ব্যবহার করতে থাকলে সাবধান থাকতে হবে। বিশেষভাবে, এই ধরনের কেলেঙ্কারী প্ল্যাটফর্মগুলি অধিকাংশই পুরোপুরি অবৈধ কাজে ব্যবহার হয়ে থাকতে পারে, যেমন অকানুকূল মূল্যে গেম বেচা, ধার্মিক প্রচার এবং মানবাধিকারের উপলব্ধি ব্যতিত অন্যান্য কাজ। এই প্ল্যাটফর্মগুলির সাথে জড়িত হওয়া সতর্কতা প্রদান করে যাতে আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা অর্থ হারিয়ে না যায়।

এগুলো কি পোষ্ট করতেছেন ভাই? আপনাকে একটা মেরিট দিয়েছিলাম ভালো পোষ্ট দেখে, আর আপনি এসব শুরু করে দিলেন? প্রথম পেইজ থেকে রুলস গুলো আবার পড়ে নিবেন। ফোরামে কেনো প্রকার অটো ট্রান্সলেটর ব্যাবহার করে পোষ্ট করা নিষেধ। আপনি এই পোষ্ট এ কি বলতে চেয়েছেন আপনি নিজে জানেন তো? আমি তো কিছুই বুঝতে পারি নাই। ওপরে দেখলাম একটানা ২ টি পোষ্ট করছেন। এক টানা একের অধিক পোষ্ট করা যাবে না। দয়া করে ফোরামের রুলস ভায়োলেট করবেন না। তাহলে হুদাই একদিন ব্যান খেয়ে বসে থাকবেন তখন আর বসেব মেরিট দিয়ে কিছুই হবে না। শর্টকাট রাস্তায় মেরিট আর্ন করার চিন্দা বাদ দিয়ে অরিজিনাল কনটেন্ট জেনারেট করুন।
newbie
Activity: 3
Merit: 0
August 09, 2023, 05:12:41 PM
Bc.games একটি কেলেঙ্কারী এটি ব্যবহার করবেন না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 09, 2023, 12:59:20 PM
কোনো কারণবশত যদি কোম্পানি টি বেআইনি বা স্ক্যাম হয়ে থাকে অথবা মেনেজারাও খারাপ হয়ে থাকে (কথার কথা)। সেক্ষেত্রে করণীয় কি? আমার আ্যাকাউন্টে তো তখনো তাদের সিগনেচার ঝুলতেছে।
আপনি আপনার এলাকায় একটা প্রজেক্ট প্রমোট করছেন। যখন আপনি জানতে পারলেন যে প্রজেক্টটা আসলে স্ক্যাম, তখন আপনি কি করবেন? জেনেশুনে আপনার এলাকার মানুষকে স্ক্যাম খাওয়াবেন নাকি ভাববেন যে আমার জন্য অন্য কেউ যেন ক্ষতির শিকার না হয়।
একই থিওরি এইখানেও চিন্তা করতে হবে। যখনই আপনি জানতে পারবেন আপনি যে প্রজেক্ট প্রমোট করছেন সেটা স্ক্যাম, সেই ক্যাম্পেইন থেকে সরে আসবেন। সিম্পল। জেনেশুনে স্ক্যাম প্রমোট করলে মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না অবশ্যই।

প্রথমটা হচ্ছে AI কী আর দ্বিতীয়টা হচ্ছে পোস্টগুলো কোথায় পোস্ট করব।
এ আই কি এইটা গুগল মকরলে খুভ সহজেই উত্তর পেয়ে যাবেন কিংবা ইউটিউবে বাংলায় অনেক কন্টেন্ট পাবেন।
আর সিগ্নেচার ক্যাম্পেইনের পোস্ট কোথায় করবেন? ওইটা আপনার ক্যাম্পেইনের নিয়মের মধ্যেই লেখ্যা থাকবে। কোন বোর্ডে পোস্ট করলে কাউন্ট করবে কিংবা করবে না এইসব লেখা থাকবে। বাউন্টির সিগ ক্যাম্পেইন করলে মোটামুটি বেশিরভাগ বোর্ডের পোস্ট কাউন্ট করবে।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
August 09, 2023, 12:49:25 PM
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
August 09, 2023, 11:27:46 AM
আপনাকে এই অবস্থানে পৌঁছাতে এবং বড় সফলতা অর্জন করার জন্য অভিনন্দন! আপনি একটি শিক্ষক ও উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এসেছেন, এবং আপনার উপকারকর্ম সর্বদা আমাদের মধ্যে স্থায়ী স্থান পেয়েছে। সাফল্যের আগে আপনি এগিয়ে যাওয়া সমস্ত প্রয়াসের মূল কারণ হিসেবে আপনার সংকল্প এবং কঠোর পরিশ্রমের প্রশংসা যাক। আমি আপনার ভবিষ্যতের জন্য সেরা শুভকামনা জানাতে চাই।

sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 09, 2023, 11:17:05 AM
বিটকয়েনটক এর অফিশিয়াল রুলস এ কোনো প্রজেক্ট কে প্রমোট করার ব্যাপারে নিষেধ নেই যদি না সেটা ফিশিং বা ম্যালওয়্যার না হয়। বিটকয়েনটক স্ক্যাম মোডারেট করে না। তার মানে যে কেউ চাইলেই তার ইচ্ছামতো ফোরামে স্ক্যাম সাইট প্রমোট করতে পারে। তবে স্ক্যাম মোডারেট না হলেও ফোরামে ডিটি মেম্বার রয়েছে। যারা স্ক্যাম প্রোজেক্ট গুলো দেখলে মানুষ কে সতর্ক করে থাকে। আর স্ক্যাম যারা প্রমোট করে তাদের কে সাধারনত নেগেটিভ ট্যাগ/ ফিডব্যাক দিয়ে থাকে। তবে হুট করেই একজন মেম্বার কাউকে নেগেটিভ ট্যাগ দিবে না যতোক্ষন এটা প্রমান না হচ্ছে যে প্রজেক্ট টি স্ক্যাম। বাউন্টি প্রজেক্ট স্ক্যাম করলেও ফোরামে মেম্বার রা খুব বেশি একটা কেয়ার করে না। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই।

হ্যা ভাইয়া আমি ঐটা নিয়েই একটু কনফিউজড ছিলাম। কেউই তো জানবে না যতক্ষণ না প্রজেক্টটা স্ক্যাম করে। আর অন্য কেউ না দেখলেও ডিটি মেম্বাররা তো রেগুলার মনিটর/চেক করে কোথাও কোনো স্ক্যাম প্রমোট হচ্ছে কিনা। নেগেটিভ ট্যাস্ট আর ফিডব্যাক খাওয়া নিয়ে একটু চিন্তায় ছিলাম। যেহেতু বল্লেন চিন্তার তেমন কিছু নেই তাই আর কথা বাড়ালাম না। BTW আবারো স্বাগতম Sr. Member এ রাঙ্ক আপ হওয়ায়।  Grin
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 09, 2023, 11:07:35 AM
Bounty Signature Campaign এ কীভাবে কাজ করতে হয় এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।
আরে ভাই বাউন্টি সিগনেচার ক্যাম্পেইন ও Bitcoin পেয়িং সিগনেচার ক্যাম্পেইন একই রকম। এর জন্য আপনাকে আগে একাউন্টের যোগ্যতা অর্জন করতে হবে। অনেক ম্যানেজার আছে বাউন্টি সিগনেচার ক্যাম্পেইনের এর জন্য ন্যূনতম ফুল মেম্বার পদমর্যাদা নিয়োগ দিয়ে থাকেন।

ভাই আমার একটা প্রশ্ন ছিলো। বিটকয়েনটকে তো স্ক্যাম প্রজেক্ট, সাইট ইত্যাদি প্রমোট করা নিষিদ্ধ আমি যতোদূর জানি। এর আমরা যখন বাউন্টি সিগনেচার করি তখন তো একটা কোম্পানি কে রিপ্রেজেন্ট করে থাকি। কোনো কারণবশত যদি কোম্পানি টি বেআইনি বা স্ক্যাম হয়ে থাকে অথবা মেনেজারাও খারাপ হয়ে থাকে (কথার কথা)। সেক্ষেত্রে করণীয় কি? আমার আ্যাকাউন্টে তো তখনো তাদের সিগনেচার ঝুলতেছে।
আসলে বিটকয়েনটক এর অফিশিয়াল রুলস এ কোনো প্রজেক্ট কে প্রমোট করার ব্যাপারে নিষেধ নেই যদি না সেটা ফিশিং বা ম্যালওয়্যার না হয়। বিটকয়েনটক স্ক্যাম মোডারেট করে না। তার মানে যে কেউ চাইলেই তার ইচ্ছামতো ফোরামে স্ক্যাম সাইট প্রমোট করতে পারে। তবে স্ক্যাম মোডারেট না হলেও ফোরামে ডিটি মেম্বার রয়েছে। যারা স্ক্যাম প্রোজেক্ট গুলো দেখলে মানুষ কে সতর্ক করে থাকে। আর স্ক্যাম যারা প্রমোট করে তাদের কে সাধারনত নেগেটিভ ট্যাগ/ ফিডব্যাক দিয়ে থাকে। তবে হুট করেই একজন মেম্বার কাউকে নেগেটিভ ট্যাগ দিবে না যতোক্ষন এটা প্রমান না হচ্ছে যে প্রজেক্ট টি স্ক্যাম। বাউন্টি প্রজেক্ট স্ক্যাম করলেও ফোরামে মেম্বার রা খুব বেশি একটা কেয়ার করে না। সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই।

Congratulations learn Bitcoin ভাইয়া। আপনার জন্য দোয়া রইলো যেনো আপনিও অন্যদের মতো লেজেন্ডারি রাঙ্কের মেম্বার হতে পারে। আর আমাদের জন্যও দোয়া রাইখেন। এখনো অনেক কিছু শেখার বাকি আপনাদের কাছ থেকে। আশা করি ভবিষ্যতে সাহায্য করবেন।
আপনাকে ধন্যবাদ। ফোরামে সময় ব্যায় করুন। সবার সাথে পরিচিত হোন। কিছু নিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। নতুন নতুন জিনিস শিখুন। শুভ কামনা।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 09, 2023, 11:00:41 AM
Bounty Signature Campaign এ কীভাবে কাজ করতে হয় এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।
আরে ভাই বাউন্টি সিগনেচার ক্যাম্পেইন ও Bitcoin পেয়িং সিগনেচার ক্যাম্পেইন একই রকম। এর জন্য আপনাকে আগে একাউন্টের যোগ্যতা অর্জন করতে হবে। অনেক ম্যানেজার আছে বাউন্টি সিগনেচার ক্যাম্পেইনের এর জন্য ন্যূনতম ফুল মেম্বার পদমর্যাদা নিয়োগ দিয়ে থাকেন।

ভাই আমার একটা প্রশ্ন ছিলো। বিটকয়েনটকে তো স্ক্যাম প্রজেক্ট, সাইট ইত্যাদি প্রমোট করা নিষিদ্ধ আমি যতোদূর জানি। এর আমরা যখন বাউন্টি সিগনেচার করি তখন তো একটা কোম্পানি কে রিপ্রেজেন্ট করে থাকি। কোনো কারণবশত যদি কোম্পানি টি বেআইনি বা স্ক্যাম হয়ে থাকে অথবা মেনেজারাও খারাপ হয়ে থাকে (কথার কথা)। সেক্ষেত্রে করণীয় কি? আমার আ্যাকাউন্টে তো তখনো তাদের সিগনেচার ঝুলতেছে।


এগুলো আসলে ড্রিম। কখনো এগুলো এচিভ করতে পারলে ভালো লাগবে। তবে আমার র‍্যাংক আপ করার পেছনে আমার লোকাল থ্রেড এর অবদান সবচাইতে বেশি। আমি যতোগুলো পোস্ট করেছি, তার প্রায় ৩৩% পোস্ট আমার লোকাল থ্রেড এ আর সব চাইতে বেশি মেরিট ও আমি এখান থেকেই পেয়েছি। সুতরাং আপনাদের সবাইকে ছাড়া এটা সম্ভব হতো না। সবার কাছে কৃতজ্ঞতা!
Congratulations learn Bitcoin ভাইয়া। আপনার জন্য দোয়া রইলো যেনো আপনিও অন্যদের মতো লেজেন্ডারি রাঙ্কের মেম্বার হতে পারে। আর আমাদের জন্যও দোয়া রাইখেন। এখনো অনেক কিছু শেখার বাকি আপনাদের কাছ থেকে। আশা করি ভবিষ্যতে সাহায্য করবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 09, 2023, 10:58:10 AM




এক সময়ে এই ভাইটি এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে অনেক একটিভ থাকতে খুব সম্ভবত মেম্বার থাকাকালীন অবস্থা এই ভাইটিকে আমরা অনেক পোস্ট করতে দেখতাম।

প্রথমেই আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার কাছে পর্যাপ্ত ‍সেন্ডএবল মেরিট নাই। যা আছে তাই শেয়ার করলাম।

LDL ভাই, এক সময় না ভাই। লোকাল থ্রেড এ আমি সব সময় একটিভ থাকি। প্রতি মাসেই ৩০+ পোষ্ট করে থাকি বাংলা থ্রেড এ। গত মাসেও ৪০+ পোষ্ট করেছি। আপনি যদি কম আসেন তাহলে তো কম ই দেখবেন  Grin , মজা করলাম। আশা করি আপনিও আমাদের লোকাল থ্রেড এ আগের মতো একটিভ থাকবেন। আজকে আবারো চেককরলাম, আমার টোটোল পোষ্ট এর ২০% লোকাল থ্রেড এ করেছি। অল টাইম পোষ্টারদের মধ্যেও ২০৩ টি পোষ্ট করে ৪ নাম্বারে আছি। মোট ৩২০ মেরিটের মধ্যে লোকাল থ্রেড থেকে ১০৯ টি মেরিট পেয়েছি। লোকাল থ্রেড এর সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ!

আপনার আগামী র জার্নি সুন্দর হোক এই আশা রাখি। আর আশা রাখি অবশ্যই চেষ্টা করবেন আমাদের লোকাল থ্রেডের মেম্বার গুলোকে অ্যাপ্রিশিয়েট করতে যদি তাদের কাজ আপনার ভালো লেগে থাকে।
আপনাকেও অনেক বেশি ধন্যবাদ। লোকাল থ্রেড এর মেম্বারদের এপ্রিশিয়েট করার কথা যদি বলেন, আমার স্টাটস কথা বলবে এখানে। আমি আমার ফোরাম লাইফে মোট ১৬০ টি মেরিট সেন্ড করেছি যার মধ্যে শুধুমাত্র বাংলোদেশ থ্রেড এ সেন্ড করেছি ১০৬ টি মেরিট। যেখানে বাংলাদেশ থ্রেড থেকে পেয়েছি ১০৯ টি মেরিট। তাছাড়া বাংলাদেশ থ্রেড এর বাইরেও বাংলাদেশি ইউজারদের কে ১১ টি মেরিট সেন্ড করেছি। তার মানে মোট ১১৭ টি মেরিট বাংলাদেশি ইউজার রাই পেয়েছে যেখানে আমি মোট মেরিট ই সেন্ড করেছি ১৬০ টি।
full member
Activity: 504
Merit: 212
August 09, 2023, 10:49:55 AM
আজকে বিটকয়েন ফোরামের নিয়ম অনুসারে একটিভিটি বাড়ার কথা, যদি এক্টিভিটি বাড়ে তাহলে আজকে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ এর সবচেয়ে বর্তমানে একটিভ মেম্বার @ Learn Bitcoin ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলবেন। যদিও ভাই তার ফুল মেম্বারের পদমর্যাদা থাকা অবস্থায় সিনিয়র মেম্বারদের মেরিট অর্জন করে ফেলেছে। এত দ্রুত সফলতা পাওয়া ইউজার ফোরামে খুব কম পাওয়া যায়, ভাই এর মধ্যে একজন। ভাই যদি আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ এর মেম্বার না হয়ে যদি অন্য কোন গ্লোবালের মেম্বার হতো তাহলে তাকে আমরা অন্যরকম পদমর্যদায় দেখতে পেতাম।
যাহোক ভাই বাংলাদেশের গর্ব আমাদের অহংকার। আমরা ভাইয়ের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করব যেন ভাই ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করতে পারে। আমরাও যেন ভাইয়ের মত ভবিষ্যতে সফলকাম হতে পারি।

Learn Bitcoin ভাই Advance সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা দিলাম।

মনে রাখার জন্য ধন্যবাদ ভাই। আমি অপেক্ষা করছিলাম। একটিভিটি ডিস্ট্রিবিউট টাইম ৫ টার পরে ছিলো। আমি ৫ টার পরে পোস্ট ও করেছি। একটিভিটি আপডেট হতে সময় লাগবে। শুভ কামনার জন্য আপনাকে আবারো ধন্যবাদ! তবে এটা খুব বড় কোনো অর্জন না। সিনিয়র মেম্বার ফোরামে আসলে কোনো রেপুটেশন না। আমি আর ১০ জন সাধারণ মানুষের মতোই এভারেজ একজন ইউজার। তবে আমার টারগেট আমিও একদিন লিজেন্ডারি র‍্যাংক এ যাবো, ফোরামে হেল্প পোস্ট গুলোতে কন্ট্রিবিউট করে রেপুটেশন অর্জন করবো।

এগুলো আসলে ড্রিম। কখনো এগুলো এচিভ করতে পারলে ভালো লাগবে। তবে আমার র‍্যাংক আপ করার পেছনে আমার লোকাল থ্রেড এর অবদান সবচাইতে বেশি। আমি যতোগুলো পোস্ট করেছি, তার প্রায় ৩৩% পোস্ট আমার লোকাল থ্রেড এ আর সব চাইতে বেশি মেরিট ও আমি এখান থেকেই পেয়েছি। সুতরাং আপনাদের সবাইকে ছাড়া এটা সম্ভব হতো না। সবার কাছে কৃতজ্ঞতা!

অন্য লোকাল বোর্ড এর জন্যে এটা বেশি কিছু না ও হতে পারে কিন্তু আমাদের লোকাল বোর্ড এর জন্যে এটা অনেক বড়ো বিষয়। বাংলাদেশী বোর্ড এ অর্গানিক পোস্টার অনেক কম।  নতুন যারা আসে তারা এসেই কিছু না বুঝেই স্প্যাম করা শুরু করে। আমি LittleMouse ভাইকে এই ফোরামে শুরু থেকে লিজেন্ডারি মেম্বার হতে দেখেছি। আপনাদের মতো মেম্বাররা বোর্ডের অন্য মেম্বারদের জন্যে অনুপ্রেরণা। লিজেন্ডারি মেম্বার রাঙ্ক এর যাত্রাতে আপনাকে শুভকামনা। 

Congratulations and Good luck to you brother learn Bitcoin
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 09, 2023, 10:09:32 AM
Congratulations Brother @learn Bitcoin
Good luck to you


হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন learn Bitcoin ভাই আপনি দীর্ঘ সময় অপেক্ষার পর আপনি অবশেষে অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে এবং ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার রেঙ্কে স্থানান্তর করেছেন। আপনার এই রেঙ্ক আপ আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য খুবই প্রশংসনীয় এবং আনন্দের আপনার মত এমন একজন জ্ঞানী ব্যক্তি পেয়ে আমরা সকলেই অনেক আনন্দিত। আমি আপনার জন্য আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করি যাতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং আপনি এই ফোরামে থেকে ভালো একটি পর্যায়ে পৌঁছাতে পারে।
অসংখ্য ভালবাসা এবং অভিনন্দন সেই সাথে আপনি পরবর্তী রেঙ্ক বৃদ্ধি করার লক্ষ্যে এগিয়ে যান এবং হিরো মেম্বার পদমর্যাদা অর্জন করুন।  Cheesy
Best of luck..
Cheers

full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
August 09, 2023, 10:02:35 AM
তবে আমার টারগেট আমিও একদিন লিজেন্ডারি র‍্যাংক এ যাবো, ফোরামে হেল্প পোস্ট গুলোতে কন্ট্রিবিউট করে রেপুটেশন অর্জন করবো।

এগুলো আসলে ড্রিম। কখনো এগুলো এচিভ করতে পারলে ভালো লাগবে। তবে আমার র‍্যাংক আপ করার পেছনে আমার লোকাল থ্রেড এর অবদান সবচাইতে বেশি। আমি যতোগুলো পোস্ট করেছি, তার প্রায় ৩৩% পোস্ট আমার লোকাল থ্রেড এ আর সব চাইতে বেশি মেরিট ও আমি এখান থেকেই পেয়েছি। সুতরাং আপনাদের সবাইকে ছাড়া এটা সম্ভব হতো না। সবার কাছে কৃতজ্ঞতা!
CONGRATULATIONS   প্রিয় Learn Bitcoin ভাই। আপনার অবদান ফোরামে ও বাংলা লোকাল থ্রেডে অনস্বীকার্য। আপনার ডেডিকেশন অনুযায়ী সিনিয়র মেম্বার পর্দা মর্যাদা একটি ধাপ মাত্র কেননা আমরা আশা রাখছি একদিন আপনি আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। পরিশ্রম যে কখনো বৃথা যায় না তার একটি উৎকৃষ্ট উদাহরণ আপনি। আমি বলব যারা নতুন ইউজার এবং ফোরামে সফলতা অর্জনের চেষ্টা করছেন তারা Learn Bitcoin ভাইয়ের ডেডিকেশন ও অবদান দেখে শিখতে পারেন। কেননা অনেকেই দেখছি ১০-১২টা পোস্ট করেই হাপিয়ে যান নয়তো মাঝপথে আশা ছেড়ে দেন।

আপনার আগামী র জার্নি সুন্দর হোক এই আশা রাখি। আর আশা রাখি অবশ্যই চেষ্টা করবেন আমাদের লোকাল থ্রেডের মেম্বার গুলোকে অ্যাপ্রিশিয়েট করতে যদি তাদের কাজ আপনার ভালো লেগে থাকে।

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 09, 2023, 09:43:50 AM
""অভিনন্দন""

Learn Bitcoin ভাইকে সিনিয়র মেম্বার হওয়ার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি অল্প সময়ের মধ্যে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করতে পেরেছেন। আপনার জন্য দুয়া আপনি আর বড় হন। আপনার মতো উইজার দেখে আমার মতো নতুন্দের সামনে আগাতে অনুপ্রেরণা যোগায়। যাইহোক আপনার সামনের দিনগুলো ভালো কাটুক। আপনার জন্য দুয়া ও ভালোবাসা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 09, 2023, 09:43:04 AM
এক সময়ে এই ভাইটি এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে অনেক একটিভ থাকতে খুব সম্ভবত মেম্বার থাকাকালীন অবস্থা এই ভাইটিকে আমরা অনেক পোস্ট করতে দেখতাম। মোটামুটি কয়েক মাস চলে গেছে এই ভাইটি হঠাৎ করে ফুল মেম্বার থেকে আর সিনিয়র মেম্বার পর্যন্ত হয়ে গেছে। ভালো লাগছে আজকে আমাদের এই থ্রেড আরেকজন সিনিয়র মেম্বার পেল। অবশ্য ভাইকে সিনিয়র মেম্বার হিসেবে পেয়ে আনন্দিত যেমন হলাম ঠিক এই ভাইকে আমরা ভবিষ্যতে হিরো, লিজেন্ডারি মর্যাদা দেখেও এইরূপ আনন্দিত হতে পারি সেই প্রত্যাশা কামনা করছি।

যাহোক ভাই কনগ্রাচুলেশন, শুরু হোক আপনার পরবর্তী পদমর্যাদা পাওয়ার যাত্রা।

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 09, 2023, 09:31:40 AM
আজকে বিটকয়েন ফোরামের নিয়ম অনুসারে একটিভিটি বাড়ার কথা, যদি এক্টিভিটি বাড়ে তাহলে আজকে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ এর সবচেয়ে বর্তমানে একটিভ মেম্বার @ Learn Bitcoin ভাই সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করে ফেলবেন। যদিও ভাই তার ফুল মেম্বারের পদমর্যাদা থাকা অবস্থায় সিনিয়র মেম্বারদের মেরিট অর্জন করে ফেলেছে। এত দ্রুত সফলতা পাওয়া ইউজার ফোরামে খুব কম পাওয়া যায়, ভাই এর মধ্যে একজন। ভাই যদি আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ এর মেম্বার না হয়ে যদি অন্য কোন গ্লোবালের মেম্বার হতো তাহলে তাকে আমরা অন্যরকম পদমর্যদায় দেখতে পেতাম।
যাহোক ভাই বাংলাদেশের গর্ব আমাদের অহংকার। আমরা ভাইয়ের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করব যেন ভাই ভবিষ্যতে আরও বড় সফলতা অর্জন করতে পারে। আমরাও যেন ভাইয়ের মত ভবিষ্যতে সফলকাম হতে পারি।

Learn Bitcoin ভাই Advance সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা দিলাম।

মনে রাখার জন্য ধন্যবাদ ভাই। আমি অপেক্ষা করছিলাম। একটিভিটি ডিস্ট্রিবিউট টাইম ৫ টার পরে ছিলো। আমি ৫ টার পরে পোস্ট ও করেছি। একটিভিটি আপডেট হতে সময় লাগবে। শুভ কামনার জন্য আপনাকে আবারো ধন্যবাদ! তবে এটা খুব বড় কোনো অর্জন না। সিনিয়র মেম্বার ফোরামে আসলে কোনো রেপুটেশন না। আমি আর ১০ জন সাধারণ মানুষের মতোই এভারেজ একজন ইউজার। তবে আমার টারগেট আমিও একদিন লিজেন্ডারি র‍্যাংক এ যাবো, ফোরামে হেল্প পোস্ট গুলোতে কন্ট্রিবিউট করে রেপুটেশন অর্জন করবো।

এগুলো আসলে ড্রিম। কখনো এগুলো এচিভ করতে পারলে ভালো লাগবে। তবে আমার র‍্যাংক আপ করার পেছনে আমার লোকাল থ্রেড এর অবদান সবচাইতে বেশি। আমি যতোগুলো পোস্ট করেছি, তার প্রায় ৩৩% পোস্ট আমার লোকাল থ্রেড এ আর সব চাইতে বেশি মেরিট ও আমি এখান থেকেই পেয়েছি। সুতরাং আপনাদের সবাইকে ছাড়া এটা সম্ভব হতো না। সবার কাছে কৃতজ্ঞতা!

Learn Bitcoin


Congratulations

Jump to: