Author

Topic: বাংলা (Bengali) - page 180. (Read 5310003 times)

sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
July 24, 2023, 06:03:53 AM
যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।




একাউন্ট করার জন্য যা লাগে:

ভ্যালিড জিমেইল
ভেরিফাইড বাইনান্স একাউন্ট পে আইডি
USDT Bep20 address


@Learn Bitcoin ভাই আমার রেফারেল লিংক মুছে ফেললাম। তবে মাঝে মাঝে ভালো ভালো এয়ার্ডোব আসে এবং অনেকেই এই রকম এয়ার্ডোব থেকে ডলার আয় করে ।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 24, 2023, 04:25:17 AM
বিটকয়েন-এ বিনিয়োগ করা কি লাভজনক?
যারা ২০২১ সালের পূর্বে বিনিয়োগ করে দীর্ঘ সময় বিনিয়োগ ধরে রেখেছিলেন তারা বিটকয়েন থেকে অনেক প্রফিট পেয়েছেন। আপনি এই বিষয়ে আরেকটু চিন্তা করে দেখেন এই ২০২৩ সালে বিটকয়েন ১৫K ছিল যারা সঠিক সময়ে বিনিয়োগ করেছিল তারা এখন ১০০% লাভ দেখছেন । তাই বিটকয়েনে সঠিক সময়ে বিনিয়োগ করলে অবশ্যই লাভজনক হয়।

তবে বিটকয়েন একটি অনিশ্চিত বিনিয়োগ হিসাবে বিবেচিত হতে হবে এবং তার মূল্য বেশি উঠতে ও নিম্ন হতে পারে। এছাড়াও, বিটকয়েন হ্যাকিং এবং ক্র্যাশের ঝুঁকিও আছে এবং বিনিয়োগ করার আগে সম্পূর্ণ পরিষ্কার ধারণা নেওয়া উচিত।
ভাই আসলে ঝুঁকি ছাড়া সহজে সফলতা অর্জন করা যায় না। ধরে নিন আপনি কোন এক দেশে কাজের জন্য যাচ্ছেন সেখানে ৪-৫ লাখ টাকা লাগে বিদেশ যাইতে। আপনি সেখানে গেলেন কিন্তু কোন কাজ পেলেন না বাড়িতে ঘুরে আসলেন তাহলে কিন্তু আপনার লস হয়ে গেল। তাই বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ তবুও যারা ঝুঁকি নিয়ে বিটকয়েন বিনিয়োগ করেছিলেন তারা আজকে অনেকেই অনেক কিছু করেছেন। এখনো বিটকয়েনে বিনিয়োগ করার সঠিক সময় রয়েছে বিটকয়েন এর দাম কম। চাইলে আপনি এখনো বিটকয়েনে বিনিয়োগ করতে পারেন।
newbie
Activity: 12
Merit: 1
July 24, 2023, 02:21:12 AM
আমার Twitter Account Permanently Suspended হয়ে গেছে আমি এখন কীভাবে আমার Twitter Account Recover করব?
কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ।

Permanently Suspended Twitter Account  Recover করার কয়েকটি ধাপ

১. আপনাকে একটা আপিল করতে হবে।

২. সেই আপিলের Form বের করার জন্য প্রথমে আপনাকে Twitter এ ঢুকতে হবে।

৩. এরপর Profile এর উপর click করবেন এবং সবার নিচে Settings & Supports লেখার উপর click করতে হবে।

৪. তারপর Help Center এ click করবেন।

৫. About Suspended Account এ click করতে হবে।

৬. একটু নিচে file an appeal লেখা দেখতে পাবেন সেইখানে click করবেন।

৭. তারপর আপনাকে এ সেই File টি পূরণ করতে হবে।

৮. File টিতে Describe About your problem নামে একটা প্রশ্ন থাকবে সেইখানে আপনি এই লেখাটি বসাবেন।
My Twitter account (@Username) is now suspended. There have a small reason for suspensions my profile. I means my wrong work. I promise in future I don't do this work. So now please re-back me my twitter account.
Thanks

৯. উপরের লেখাটির, @Username এই জায়গায় আপনি আপনার Twitter Username দিবেন।

১০. আপনাকে অবশ্যই আপনার Suspended Account দিয়ে কাজগুলো করতে হবে।

১১. File টি জমা দেওয়ার পরে কয়েকদিনের মধ্যে Twitter থেকে আপনার Gmail এ Message এর মাধ্যমে তারা জানিয়ে দিবে যে, তারা আপনার Account টি Recover করবে কি করবে না।

আপনি যদি উপরের নিয়ম অনুসারে কাজ করেন তাহলে আশা করা যায় আপনি আপনার Twitter Account Recover করতে পারবেন।  
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 24, 2023, 01:52:55 AM
আমার Twitter Account Permanently Suspended হয়ে গেছে আমি এখন কীভাবে আমার Twitter Account Recover করব?
কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ।
Twitter account যদি পার্মানেন্টলি সাসপেন্ড হয় তাহলে আমি মনে করি না ওই টুইটার একাউন্ট আবার রিকভার করার কোন রাস্তা আছে। আমার আগে এরকম অনেক twitter account suspent হয়েছে কিন্তু সেগুলো আর কখনো রিকভার করতে পারেনি দুঃখের বিষয় এটাই যে আপনি আপনার ইমেইল চেঞ্জ করতে পারবেন না মানে রিমুভ করতে পারবেন না ওই সাসপেন্ড হওয়া একাউন্ট থেকে এর জন্য নতুন টুইটার একাউন্ট করার জন্য আমার আবার নতুন জিমেইল ব্যবহার করতে হয়েছে।
তারপরও  চাইলে আপনি নিজের এই  লিংক থেকে  দেখে দেখে আপিল করতে পারেন আপনার অ্যাকাউন্টটিকে আনলক করার জন্য- Easy Ways to Unlock or Unsuspend Your Twitter Account
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
July 24, 2023, 01:36:58 AM
আমার Twitter Account Permanently Suspended হয়ে গেছে আমি এখন কীভাবে আমার Twitter Account Recover করব?
কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 24, 2023, 12:55:06 AM
যাইহোক একটা স্মৃতিচারণ, প্রথমেই সবার নিকট মাপ চেয়ে নিতেছি এটা কোন ভালো টপিক এর মধ্যে হয়তো পড়ে না আলোচনা জন্য।...

...আবেগের বসে অনেক কিছুই বলে ফেললাম আর আননেসেসারি পোষ্টের জন্য কেউ রাগ করবেন না।

বিষয়টা কিন্তু ভাই আননেসেসারি না আমার মতে। এটা একটা সুন্দর উদাহারন। ফোরামে যারা নতুন আসে, তাদের এরকম প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক। আমি তো মনে করি, যারা প্রশ্ন করে, তারাই এগিয়ে যায়। যারা কোনো প্রশ্ন করে না, চুপচাপ নিজের মতো করে কাজ করতে থাকে, তারাই ভুল করে। আগে আমাদের থ্রেড এ অনেক কম মানুষ ছিলো। উত্তরের জন্য বেশি সময় অপেক্ষা করতে হতো। এখন তো আস্তে আস্তে লোকজন বাড়ছে। এইযে আজকের যে নতুন লোকজন এসে প্রশ্ন করছে, ২০২৪ বা ২৫ এ এসে এনারাও এরকম একটা পোষ্ট করবে, এটাই আমরা আশা করি। আমরা সবাই ফোরামের নতুন সময় কিছু না কিছু নিয়ে কনফিউজড থাকি। কেউ তো ফোরামে আসার আগেই সব কিছু শিখে আসে না। ফোরামে আসার পর সবাইকেই শিখতে হয়। আপনার পুরাতন পোষ্ট দেখে ভালো লাগলো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 23, 2023, 03:58:35 PM
আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley
আপনাকে অভিনন্দন আপনি জুনিয়র মেম্বার হয়েচেন। আশা করি খুব শীঘ্রই মেম্বার হবেন সে জন্য অগ্রিম শুভকামনা রইল। নিচে আপনের প্রস্নগুলর উত্তর দেওয়া হল।
সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আপনাকে প্রথমে ক্যাম্পেইনে আবেদন করতে হবে যদি তারা আপনাকে নায় তাহলে তাদের সিগনেচার আপনি আপনের প্রোফাইল এ অ্যাড করবেন।
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
আপনি এখন যেভাবে পোস্ট করতেচেন সেভাবেই পোস্ট করতে হবে। তবে বেশিরভাগ খেতেরে এই থ্রেড এ পোস্ট করলে হবে নাহ। ইংরেজি থ্রেড এ পোস্ট করতে হবে। কোথায় কোথায় পোস্ট করলে হবে নাহ সেটা ঐ ক্যাম্পেইনের নিওমে উল্লেখ থাকবে।
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?
সাধারন্ত ওই প্রজেক্ট সম্পর্কে কোন পোস্ট করতে বলা হবে নাহ। যদি আপনের ভাও লাগে সেক্ষেত্রে তাদের থ্রেড এ পোস্ট করতে পারেন।
যাইহোক একটা স্মৃতিচারণ, প্রথমেই সবার নিকট মাপ চেয়ে নিতেছি এটা কোন ভালো টপিক এর মধ্যে হয়তো পড়ে না আলোচনা জন্য।
আজকে ভুলক্রমে এই ২৪৯ নম্বর পেজে চাপ লেগেছিল আর  স্ক্রল করতে গিয়ে হঠাৎ করে Sashan ভাইয়ের এই পোস্টি চোখে পরল। জুনিয়র মেম্বার হয়েছি এজন্য সে নাকি আমাকে শুভেচ্ছা জানাচ্ছে।(ধন্যবাদ ভাই সে সময় হয়তো এটা বুঝিনি বলে দেয়া হয়নি) প্রথমে এই ফোরামে একাউন্ট খুলেছিলাম জাস্ট বাউনটি করবো বলে এক ফ্রেন্ডকে করতে দেখেছিলাম, প্রাথমিকভাবে কোন কিছুরই ধারণা ছিল না জুনিয়র মেম্বার কি সিনিয়র মেম্বার কি, প্রথমে কয়েকদিন জাস্ট বাউনটি বোর্ডে এক্সপ্লোর করেছি পরে একটু একটু যখন বুঝতে পারলাম তখন জুনিয়র মেম্বার, ফুল মেম্বার, সিনিয়র মেম্বার এইগুলোকে না জানি কি মনে করতাম যে এইগুলা কখনোই হইতে পারবো না। কিন্তু জানার ইচ্ছা বা শেখার ইচ্ছা ছিল প্রাথমিকভাবে মেরিট মনে হয় পেয়েছিলাম একটা প্রশ্ন বা টপিক ক্রিয়েট করে। এই যে শুরু , জার্নিটা আজ হিরো মেম্বার পর্যন্ত।
যাই হোক বড় একটা জার্নি এই ফোরামের সাথে অলরেডি হয়ে গিয়েছে আর আমি মনে করি এই জার্নিটা আরও দীর্ঘতম হবে।
আমি জানি হিরো মেম্বার হয়েছি বলে একবারে পাহাড় অর্জন করে ফেলেনি বা এমন কোন বড় কতুব হয়ে যাইনি। তবে ফোরাম থেকে নিজের পরিচয় হয়েছে নিজের একটা অবস্থান হয়েছে, স্টুডেন্ট অবস্থায় কয়েকটা ভালো পথ খুলে গিয়েছে।

এই পোস্টটি করা যে নতুনরা হাল ছাড়বেন না একদম জিরো থেকেই শুরু হয় এখন কিছু পারতেছেন না সামনে পারবেন, কারণ দেখতেই পাচ্ছেন।  কিছু পারেন না জাস্ট ফোরাম এক্সপ্লোর করেন ইংলিশে সমস্যা google translate ব্যবহার করেন এবং ফোরামের মেম্বারদের সাথে কমিউনিকেশন বাড়াবেন, এই যেমন ধরুন Little Mouse ভাইয়ের সাথে কমিউনিকেট করা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনকারেজ পাওয়া, হারিয়ে যাওয়া naim247 ভাইও কিন্তু কম যান না ওনার এক একটা ইনফরমেশন আমার পরবর্তী দরজা খুলে দিয়েছে ।
আর আমি মনে করি আপনাদেরও এগুলোই সামনে আগানোর পথ ধীরে ধীরে খুলে দেবে।

আবেগের বসে অনেক কিছুই বলে ফেললাম আর আননেসেসারি পোষ্টের জন্য কেউ রাগ করবেন না।
member
Activity: 108
Merit: 46
July 23, 2023, 02:25:29 PM
অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে কিনা তা শুধুমাত্র অ্যাডমিনই দেখতে পারেন। অ্যাডমিনকে জিজ্ঞাসা করা ছাড়া একটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে নির্ধারণ করার কোনো উপায় নেই
কেন ভাই উপরে কি  একটু পড়েন নাই Learn Bitcoin  ভাই অলরেডি  বলে দিয়েছে কিভাবে দেখা যাবে যে ব্যান হয়েছে কিনা এডমিন ছাড়াও দেখা যাবে BPIP.org  ওয়েবসাইটটি  সাইটটি চমৎকার আর  Learn Bitcoin  ভাই  আপনাকে ধন্যবাদ এই বি পি আই পি  এর এক্সটেনশন টির  খবর দেওয়ার জন্য।


Quote
ভাই রাগ করবেন না  এই ইমেজের সোর্স লিংক টা একটু  সাথে দিয়ে দিবেন, না হলে অনেকেই ভেবে বসবে যে , kraps712  অ্যাকাউন্ট যেটি ব্যান হয়েছে সেটি আপনারই alt-account, Kiss কারণ ইউজার ছাড়া অন্য কেউ  ইন ওই মেসেজটি দেখতেও পারে না ভাই স্ক্রিনশটও তুলতে পারেন না ।
  Kiss





hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 23, 2023, 01:47:58 PM
এটি সত্যিই অসাধারণ ভাই। এক্সটেনশনটি নেওয়ার পরে এখন সবকিছু ডিসপ্লে তে দেখা যায়। যাক আরো অনেক কিছু সহজ হয়ে গেল। ধন্যবাদ ভাই। ❤️❤️❤️
এইটা যে আমার কি পরিমান হেল্প করেছে বা অন্যদেরও করতেছে তা আসলে বর্ণনা করা যাইবে না। অনেক সময় বাঁচিয়ে দিতেছে আমাদের এইসব ফোরাম টুলস গুলো। তাই আমি সব সময় বিভিন্ন ফোরাম টুলস গুলো এক্সপ্লোর করি আর যেটা ভালো লাগে সেটা এই বাংলাদেশ থ্রেডে শেয়ার করি।
নতুন যারা যারা আছেন বা এই টুল সম্পর্কে জানেন না তাদেরকে বলব ফোরামে এরকম অনেক টুলস আছে কিন্তু ফোরামকে ভালোভাবে এক্সপ্লোর করতে আমি নিম্নের কয়েকটা কে সবার জন্য প্রেফার করব:
newbie
Activity: 12
Merit: 1
July 23, 2023, 11:43:48 AM
একটি বিটকয়েন টক আইডি সাসপেন্ডেড হলে সেটা কি অন্য একটি বিটকয়েন টক আইডি দিয়ে দেখার সুযোগ রয়েছে যে এটি সাসপেন্ডেড কিনা? নাকি থার্ড পার্টি সাইট এর হেল্প নেওয়া লাগে। কিছুদিন আগে একটি সাসপেন্ডেড আইডি নিয়ে আমাদের বাংলা লোকাল গ্রুপে কথা হচ্ছিল কিন্তু আমি ওই আইডির প্রোফাইলে ঢুকে কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কি আসলে সাসপেন্ডেড আইডি নাকি অন্য কিছু। দয়া করে বড় ভাইরা একটু হেল্প করবেন একটি আইডি সাসপেন্ডেড কিনা সেটা কিভাবে বের করা যায় বা বোঝা যায়। আমার জানা মতে এই সাইটের মাধ্যমে আইডি চেক করা যায়। https://bpip.org/
কিন্তু আমি জানতে চাচ্ছিলাম নরমালি বিটকয়েন টক আইডির মাধ্যমে সাসপেন্ডেড একাউন্ট দেখা যায় কিনা।

অ্যাকাউন্টটি ব্যান করা হয়েছে কিনা তা শুধুমাত্র অ্যাডমিনই দেখতে পারেন। অ্যাডমিনকে জিজ্ঞাসা করা ছাড়া একটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে নির্ধারণ করার কোনো উপায় নেই (তারা খুব কমই উত্তর দেবে)। শুধুমাত্র theymos এবং badbear এই দুজন অ্যাডমিনের কাছে সেই তথ্য আছে কিন্তু আমি মনে করি তারা তা প্রকাশ করবে না আর আমার মনে হয় আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে কিনা তা জানতে তাদের মধ্যে একজনকে বিরক্ত করা উচিত। আমি অ্যাডমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা উত্তর দেয় না। তবে আপনি যদি অ্যাকাউন্টের মালিক হন তবে আপনি লগইন করার সময় নিষেধাজ্ঞার বার্তা দেখতে পাবেন, অন্য ব্যবহারকারীরা অ্যাকাউন্টটি নিষিদ্ধ কি না তা খুঁজে পাবেন না।
https://ibb.co/FJ3qrZh
অ্যাডমিনরা খুব কমই উত্তর দেয় কারণ তারা যদি ব্যবহারকারীদের তাদের pm করার ক্ষমতা দেয় তবে সেখানে হাজার হাজার পিএম ইনবক্সে থাকবে যার উত্তর দেওয়া কঠিন।
আপনি এখানে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে পারেন: https://bitcointalk.org/index.php?board=24.0
অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে। সেখানে আপনার সমস্যা পোস্ট করুন। অ্যাডমিন আপনার প্রশ্নের উত্তর দেবেন যদি তিনি কাছাকাছি থাকেন বা কিছুক্ষণের মধ্যে।
full member
Activity: 367
Merit: 136
July 23, 2023, 11:30:02 AM
আমার জানামতে ফোরাম থেকে নরমালি দেখা যায় না। যদি না মোডারেটর রা শেয়ার করে যে অমুক আইডি টি ব্যান করা হয়েছে। আপনি যে সাইটটি মেনশন করেছেন, ম্যাক্সিমাম লোকজন এই সাইট ব্যাবহার করেই তথ্যগুলো চেক করে থাকে। তবে bpip একটি ব্রাউজার এক্সটেনশন ও আছে যেটা ব্যাবহার করলে আপনাকে bpip এর ওয়েবসাইট এ যাওয়া ছাড়াই ফোরামের প্রোফাইল ভিজিট করে দেখতে পারবেন কোনো একাউন্ট ব্যান হয়ে আছে কি না। আমাদের বাংলাদেশ থ্রেড এর প্রথম পেইজেই কয়েকটা ব্যান করা একাউন্ট এর পোষ্ট আছে।
এটি সত্যিই অসাধারণ ভাই। এক্সটেনশনটি নেওয়ার পরে এখন সবকিছু ডিসপ্লে তে দেখা যায়। যাক আরো অনেক কিছু সহজ হয়ে গেল। ধন্যবাদ ভাই। ❤️❤️❤️
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 23, 2023, 11:15:29 AM
একটি বিটকয়েন টক আইডি সাসপেন্ডেড হলে সেটা কি অন্য একটি বিটকয়েন টক আইডি দিয়ে দেখার সুযোগ রয়েছে যে এটি সাসপেন্ডেড কিনা? নাকি থার্ড পার্টি সাইট এর হেল্প নেওয়া লাগে। কিছুদিন আগে একটি সাসপেন্ডেড আইডি নিয়ে আমাদের বাংলা লোকাল গ্রুপে কথা হচ্ছিল কিন্তু আমি ওই আইডির প্রোফাইলে ঢুকে কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কি আসলে সাসপেন্ডেড আইডি নাকি অন্য কিছু। দয়া করে বড় ভাইরা একটু হেল্প করবেন একটি আইডি সাসপেন্ডেড কিনা সেটা কিভাবে বের করা যায় বা বোঝা যায়। আমার জানা মতে এই সাইটের মাধ্যমে আইডি চেক করা যায়। https://bpip.org/
কিন্তু আমি জানতে চাচ্ছিলাম নরমালি বিটকয়েন টক আইডির মাধ্যমে সাসপেন্ডেড একাউন্ট দেখা যায় কিনা।
আমার জানামতে ফোরাম থেকে নরমালি দেখা যায় না। যদি না মোডারেটর রা শেয়ার করে যে অমুক আইডি টি ব্যান করা হয়েছে। আপনি যে সাইটটি মেনশন করেছেন, ম্যাক্সিমাম লোকজন এই সাইট ব্যাবহার করেই তথ্যগুলো চেক করে থাকে। তবে bpip একটি ব্রাউজার এক্সটেনশন ও আছে যেটা ব্যাবহার করলে আপনাকে bpip এর ওয়েবসাইট এ যাওয়া ছাড়াই ফোরামের প্রোফাইল ভিজিট করে দেখতে পারবেন কোনো একাউন্ট ব্যান হয়ে আছে কি না। আমাদের বাংলাদেশ থ্রেড এর প্রথম পেইজেই কয়েকটা ব্যান করা একাউন্ট এর পোষ্ট আছে। উদাহারন স্বরুপ নিচের ছবি টি দেখতে পারেন

full member
Activity: 367
Merit: 136
July 23, 2023, 11:03:25 AM
একটি বিটকয়েন টক আইডি সাসপেন্ডেড হলে সেটা কি অন্য একটি বিটকয়েন টক আইডি দিয়ে দেখার সুযোগ রয়েছে যে এটি সাসপেন্ডেড কিনা? নাকি থার্ড পার্টি সাইট এর হেল্প নেওয়া লাগে। কিছুদিন আগে একটি সাসপেন্ডেড আইডি নিয়ে আমাদের বাংলা লোকাল গ্রুপে কথা হচ্ছিল কিন্তু আমি ওই আইডির প্রোফাইলে ঢুকে কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কি আসলে সাসপেন্ডেড আইডি নাকি অন্য কিছু। দয়া করে বড় ভাইরা একটু হেল্প করবেন একটি আইডি সাসপেন্ডেড কিনা সেটা কিভাবে বের করা যায় বা বোঝা যায়। আমার জানা মতে এই সাইটের মাধ্যমে আইডি চেক করা যায়। https://bpip.org/
কিন্তু আমি জানতে চাচ্ছিলাম নরমালি বিটকয়েন টক আইডির মাধ্যমে সাসপেন্ডেড একাউন্ট দেখা যায় কিনা।
newbie
Activity: 12
Merit: 1
July 23, 2023, 07:21:49 AM
আমি একটা Bitcointalk আইডি খুলেছি কিন্তু সেই আইডিটা Active করার জন্য আমার থেকে কিছু BNB টোকেন চাচ্ছে। এরকম কোনো উপায় নেই যে বিনামূল্যে আমার আইডিটা আমি বিনামূল্যে খুলতে পারি। কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।

একটি Bitcointalk আইডি বিনামূল্যে খোলার কয়েকটি ধাপ

১. আপনাকে অবশ্যই একটা VPN ডাইনলোড করে Country America, Canada বা অন্য যেকোনো দেশ সিলেক্ট করতে হবে। আমি সাজেশন করবো আপনি Tomato VPN দিয়ে আপনার কাজটা সম্পন্ন করবেন।

২. আপনাকে অবশ্যই একটা নতুন Gmail আইডি দিয়ে আপনার Bitcointalk আইডিটা খুলতে হবে।

৩. আপনাকে অবশ্যই আপনার Bitcointalk আইডির জন্য এমন একটা নাম বাছাই করতে হবে, সেই নামে যেন এর আগে কেউ কোনো Bitcointalk আইডি খুলেনি।

এই তিনটা ধাপ অনুসরণ করলে আপনার Bitcointalk আইডিটাকে আপনি বিনামূল্যে খুলতে পারবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 23, 2023, 06:49:35 AM
আমি একটা Bitcointalk আইডি খুলেছি কিন্তু সেই আইডিটা Active করার জন্য আমার থেকে কিছু BNB টোকেন চাচ্ছে। এরকম কোনো উপায় নেই যে বিনামূল্যে আমার আইডিটা আমি বিনামূল্যে খুলতে পারি। কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।
বিটকয়েনটক একাউন্ট খোলার পর কখনোই আপনার কাছে BNB টোকেন চাইবে না। ফোরাম শুধুমাত্র বিটকয়েন এ এভিল ফি গ্রহন করে থাকে। আপনার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হবে না। একাউন্টে ফি চাচ্ছে এতে আসলে আপনার দোষ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আপনার একই আইপি ব্যাবহার করে ফোরাম থেকে কেউ হয়তো ব্যান হয়েছে। যাই হোক, ফোরামে এভিল ফি দেয়া ছাড়াও হোয়াইটলিষ্ট হওয়া যায়। সেক্ষেত্রে যারা হোয়াইটলিষ্ট করে তাদেরকে আপনার কনভিন্স করতে হবে।

Remove Proxyban (evil fees) - email to get whitelisted for free এই থ্রেড এ যারা হোয়াইটলিষ্ট করে তাদের ইমেইল দেয়া আছে। আপনি চাইলে তাদেরকে ইমেইল করতে পারেন। আরেক ভাবে করা যায় তা হলো কেউ যদি ভাউচ করে তাহলে হয়তো হোয়াইট লিষ্ট করতে পারে। যেহেতু আপনার লো রেংক একাউন্ট, আপনার ভাউচ গ্রহন করবে বলে মনে হয় না। তবে বাকি টা আপনার ইচ্ছা।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
July 23, 2023, 06:30:02 AM
আমি একটা Bitcointalk আইডি খুলেছি কিন্তু সেই আইডিটা Active করার জন্য আমার থেকে কিছু BNB টোকেন চাচ্ছে। এরকম কোনো উপায় নেই যে বিনামূল্যে আমার আইডিটা আমি বিনামূল্যে খুলতে পারি। কারও জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 23, 2023, 02:45:46 AM
Pi এর মতো Play Store আরো অনেক App আছে, যেগুলো মাইন করে অনেক ভালো ইনকাম করা যায়। যেমন : Sidra Bank, Satoshi ইত্যাদি। আবার অনেক App আছে যেগুলো Fake। এ ধরনের Fake app ব্যবহার করলে আপনার অনেক তথ্য চুরি হওয়ার সম্ভবনা থাকে।
যে দুইটা এপ এর কথা বললেন, এরা কি পেমেন্ট দেয়া শুরু করেছে? বা অোপনি কি পেমেন্ট পেয়েছেন? যেমনটা আমি আগের পোষ্ট এ বলেছি, মোবাইল দিয়ে মাইনিং করা যায়, এমন কোনো এপ ই আমি বিশ্বাস করি না। মোবাইলের প্রসেসর খুব কম পাওয়ারফুল একটা জিনিস। এটা দিয়ে তেমন কেনো গানিতিক সমাধান সম্ভব নয়। মোবাইলের প্রসেসরের মাইনিং প্রফিট্যাবিলিটি অনেক আগে চেক করেছিলাম, সম্ভবত ১ বছরে ১০-১৫ টাকা মাইনিং করার মতো ক্ষমতা রাখে এসব প্রসেসর। এখন আপনাকে যদি কোনো কোম্পানি সত্যিই পেমেন্ট‘ করে, এখানেও ঝামেলা আছে। এরা যে আপনার তথ্য চুরি করবে না, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না।

আমরা বর্তমান সময়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম বিটকয়েন বিয়ার মার্কেটের মধ্যে অবস্থান করছি। ২০১৫ এর সালে বিয়ার মার্কেট ৩৮৬ দিন যাবত দীর্ঘছিলো। ২০১৯ সালে ২০৪ দিন ছিলো, ২০২০ সালে ৩৭ দিন যাবত দীর্ঘ ছিলো। কিন্তু বর্তমান সময়ে ২০২২-২০২৩ সালে এখন পর্যন্ত ৪৯০ দিন এর বেশি সময় ধরে বিয়ার মার্কেট চলছে। আমরা মনে হচ্ছে খুব শিগ্রই বুল মার্কেট দেখতে পাবো মনে হচ্ছে ২০২৪ সালে দেখতে পাবো।


শুধু ২০২৩ সালের কথা বললে আমারা অলরেডি বুল মারকেট এ আছি। ২০২৩ এর শুরুর প্রাইস ছিলো ১৬৫০০ ডলারের মতো। আর এখন তা প্রায় ডাবল। পয়েন্ট অফ ভিউ পাল্টিয়ে পজেটিভ হয়ে যান  Grin
newbie
Activity: 12
Merit: 1
July 23, 2023, 02:24:41 AM
Pi এর মতো Play Store আরো অনেক App আছে, যেগুলো মাইন করে অনেক ভালো ইনকাম করা যায়। যেমন : Sidra Bank, Satoshi ইত্যাদি। আবার অনেক App আছে যেগুলো Fake। এ ধরনের Fake app ব্যবহার করলে আপনার অনেক তথ্য চুরি হওয়ার সম্ভবনা থাকে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 23, 2023, 02:11:30 AM
এত দ্বিধাদন্তে থাকার দরকার নেই ভাই চোখ বন্ধ করে এটা থেকে দৌড় মারুন ভুলেও যেন ইনভেস্ট না করেন।  ক্রিপ্ত কারেন্সিতে স্ক্যামিং এর কথা তো আর নতুন করে বলতে হবে না ওয়ান কয়েন আরো কি কি যেন ছিল ভুলে গেছি যাই হোক 2019 সালে এটি যখন স্টার্ট হয় মানে পাই এপ্লিকেশনটি যখন ডেভেলপমেন্ট করা হয় তখন একটা হাইপের মধ্য দিয়ে এটা কোটি কোটি মানুষের একটা কমিউনিটি গড়ে তুলেছে।
যদিও এখন এর মাইনিং কম আগের মতন নেই তারপরও আমি একটা সাধারন জিনিস বলে যাই দেখেন কোটি কোটি মানুষের হাতে এই অ্যাপ্লিকেশনটি আছে বা ছিল এবং তারা বেশিরভাগই কিছু না কিছু মাইনিং করেছে তো এক্ষেত্রে মাইনিংহওয়া কয়েন এর সংখ্যা কিন্তু কম নয়, আর এর বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েট করতেছে কখন এই কয়েনটার একটা ভ্যালু এড হবে এবং সেটা সেল করে কিছু ইনকাম করবে, এখন এটা যদি লিস্টেড হয় বা এপ্সে থাকা কয়েন গুলো কখনো সেল করা যায় যদিও আদৌ এটা হবে কিনা জানিনা তারপরেও যখন এটা লিস্টেড হবে তখন বেশিরভাগ মানুষই এটা সেল করা শুরু করে দিবে এবং তখনই সাথে সাথে ঘটবে এটার ধর পতন। লুনার কথা হয়তো আমরা ভুলে যাইনি তাই না ভাই Grin

যেসব কয়েন বা টোকেন ফোন দিয়ে মাইনিং করা যায়, আমি কখনোই এমন কয়েন বিশ্বাস করি না। যখন পাই মাইনিং টা সামনে আসে সাথে সাথে বি কয়েন নামে আরেকটা আসে এটাও একই ভাবে কাজ করে, সবার দেখাদেখি আমিও কিছু মাইনিং করেছিলাম। কিছুদিন পরে দেখি আমার ফোনের এবং আমি আরো যার যার ফোনে ইনস্টল করে দিছিলাম তাদের ফোনের বিভিন্ন একাউন্ট গুলো কেউ একজন একসেস করেছে। যদিও টাকা পয়সা ছিলো না কোনো একাউন্ট এই। আমার অনেক প্রশ্ন আছে এধরনের এপ নিয়ে। কেনো বিশ্বাস করবো বলেন তো? সিষ্টেম ছিলো ২৪ ঘন্টা পর পর এটা চালু করে দিতে হয় আর ইন্টারনেট ছাড়াও মাইনিং হয়। কুছ যাদাই ন্যাহি হোগায়া ভাই?

এরা যে আপনার পারসোনাল ড্যাটা চুরি করছে না, তার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। টু ফেক্টর ছাড়া কোনো একাউন্ট ব্যাবহার করে সেটাতে টাকা রাখলে, পরে হ্যাক হয়ে গেলে প্রচুর পস্তাতে হবে। তাই অল্প কিছু লাভের জন্য এধরনের এ্যাপ আর ব্যাবহার করছি না। যেটা কবে মারকেট এ আসবে তার কোনো ঠিক নেই।

সেরা পাঁচটি লোকাল বোর্ডের তালিকা


এগুলো আসলে লোকাল বোর্ড নয়। এগুলো লোকাল থ্রেড। সব চাইতে বড় লোকাল বোর্ড রাশিয়ার।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 23, 2023, 02:08:55 AM
আমরা বর্তমান সময়ে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম বিটকয়েন বিয়ার মার্কেটের মধ্যে অবস্থান করছি। ২০১৫ এর সালে বিয়ার মার্কেট ৩৮৬ দিন যাবত দীর্ঘছিলো। ২০১৯ সালে ২০৪ দিন ছিলো, ২০২০ সালে ৩৭ দিন যাবত দীর্ঘ ছিলো। কিন্তু বর্তমান সময়ে ২০২২-২০২৩ সালে এখন পর্যন্ত ৪৯০ দিন এর বেশি সময় ধরে বিয়ার মার্কেট চলছে। আমরা মনে হচ্ছে খুব শিগ্রই বুল মার্কেট দেখতে পাবো মনে হচ্ছে ২০২৪ সালে দেখতে পাবো।
Jump to: