আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার র্যাংক জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা
আপনাকে অভিনন্দন আপনি জুনিয়র মেম্বার হয়েচেন। আশা করি খুব শীঘ্রই মেম্বার হবেন সে জন্য অগ্রিম শুভকামনা রইল। নিচে আপনের প্রস্নগুলর উত্তর দেওয়া হল।
সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আপনাকে প্রথমে ক্যাম্পেইনে আবেদন করতে হবে যদি তারা আপনাকে নায় তাহলে তাদের সিগনেচার আপনি আপনের প্রোফাইল এ অ্যাড করবেন।
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
আপনি এখন যেভাবে পোস্ট করতেচেন সেভাবেই পোস্ট করতে হবে। তবে বেশিরভাগ খেতেরে এই থ্রেড এ পোস্ট করলে হবে নাহ। ইংরেজি থ্রেড এ পোস্ট করতে হবে। কোথায় কোথায় পোস্ট করলে হবে নাহ সেটা ঐ ক্যাম্পেইনের নিওমে উল্লেখ থাকবে।
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?
সাধারন্ত ওই প্রজেক্ট সম্পর্কে কোন পোস্ট করতে বলা হবে নাহ। যদি আপনের ভাও লাগে সেক্ষেত্রে তাদের থ্রেড এ পোস্ট করতে পারেন।
যাইহোক একটা স্মৃতিচারণ, প্রথমেই সবার নিকট মাপ চেয়ে নিতেছি এটা কোন ভালো টপিক এর মধ্যে হয়তো পড়ে না আলোচনা জন্য।
আজকে ভুলক্রমে এই ২৪৯ নম্বর পেজে চাপ লেগেছিল আর স্ক্রল করতে গিয়ে হঠাৎ করে Sashan ভাইয়ের এই পোস্টি চোখে পরল। জুনিয়র মেম্বার হয়েছি এজন্য সে নাকি আমাকে শুভেচ্ছা জানাচ্ছে।(ধন্যবাদ ভাই সে সময় হয়তো এটা বুঝিনি বলে দেয়া হয়নি) প্রথমে এই ফোরামে একাউন্ট খুলেছিলাম জাস্ট বাউনটি করবো বলে এক ফ্রেন্ডকে করতে দেখেছিলাম, প্রাথমিকভাবে কোন কিছুরই ধারণা ছিল না জুনিয়র মেম্বার কি সিনিয়র মেম্বার কি, প্রথমে কয়েকদিন জাস্ট বাউনটি বোর্ডে এক্সপ্লোর করেছি পরে একটু একটু যখন বুঝতে পারলাম তখন জুনিয়র মেম্বার, ফুল মেম্বার, সিনিয়র মেম্বার এইগুলোকে না জানি কি মনে করতাম যে এইগুলা কখনোই হইতে পারবো না। কিন্তু জানার ইচ্ছা বা শেখার ইচ্ছা ছিল প্রাথমিকভাবে মেরিট মনে হয় পেয়েছিলাম একটা প্রশ্ন বা টপিক ক্রিয়েট করে। এই যে শুরু , জার্নিটা আজ হিরো মেম্বার পর্যন্ত।
যাই হোক বড় একটা জার্নি এই ফোরামের সাথে অলরেডি হয়ে গিয়েছে আর আমি মনে করি এই জার্নিটা আরও দীর্ঘতম হবে।
আমি জানি হিরো মেম্বার হয়েছি বলে একবারে পাহাড় অর্জন করে ফেলেনি বা এমন কোন বড় কতুব হয়ে যাইনি। তবে ফোরাম থেকে নিজের পরিচয় হয়েছে নিজের একটা অবস্থান হয়েছে, স্টুডেন্ট অবস্থায় কয়েকটা ভালো পথ খুলে গিয়েছে।
এই পোস্টটি করা যে নতুনরা হাল ছাড়বেন না একদম জিরো থেকেই শুরু হয় এখন কিছু পারতেছেন না সামনে পারবেন, কারণ দেখতেই পাচ্ছেন। কিছু পারেন না জাস্ট ফোরাম এক্সপ্লোর করেন ইংলিশে সমস্যা google translate ব্যবহার করেন এবং ফোরামের মেম্বারদের সাথে কমিউনিকেশন বাড়াবেন, এই যেমন ধরুন Little Mouse ভাইয়ের সাথে কমিউনিকেট করা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনকারেজ পাওয়া, হারিয়ে যাওয়া naim247 ভাইও কিন্তু কম যান না ওনার এক একটা ইনফরমেশন আমার পরবর্তী দরজা খুলে দিয়েছে ।
আর আমি মনে করি আপনাদেরও এগুলোই সামনে আগানোর পথ ধীরে ধীরে খুলে দেবে।
আবেগের বসে অনেক কিছুই বলে ফেললাম আর আননেসেসারি পোষ্টের জন্য কেউ রাগ করবেন না।