হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। এই বিষয়টি এখানে শেয়ার করা ঠিক হচ্ছে কি'না আদৌ তা জানি'না ভুল হলে ক্ষমা করবেন। আমি ইদানিং দেখতে পারছি যে সোশ্যাল মিডিয়া অনেক তোলপাড় শুরু হয়ে গিয়েছে। Trust Wallet এই Forsage.io ওয়েবসাইটা নিয়ে। বিশেষ করে Tik Tok facebook এই সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে অনেক পোস্ট আমি দেখতে পারছি আসলে জানিনা এই ওয়েবসাইট টা কেমন। এটা কি আদৌ রিয়েল সাইট নাকি ফেক যদি আপনারা জানেন বা এ বিষয়টি করে থাকেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।
এই বিষয়টি নিয়ে আমাকে অনেক মানুষই প্রশ্ন করছে বা মেসেজ করছে। তাই আমি আপনাদের মাঝে এই বিষয়টি শেয়ার করলাম।
আশা করছি উত্তর পাবো
ধন্যবাদ ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। এই সাইটটা সম্পর্কে আমি এর আগেও দুই একবার শুনেছি এবং আজ ঘাটাঘাটি করে যা জানতে পারলাম এটা হচ্ছে একটি নতুন স্ক্যামের ফাঁদ। আমি কেন এটা বলছি সেটা বিস্তারিত নিচে বলব।
অনেকে দেখলাম এই সাইটটিকে সম্পূর্ণ ডিসেন্টালাইজড ব্লকচেইন সাইট আরো এই সেই কত কিছু বলে প্রমোট করছে কিন্তু তাদের প্রমোশনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের রেফার আর্ন করা বা গ্রুপ বাড়ানো। আপনি নিশ্চয়ই MTFE সম্পর্কে শুনেছেন যেটা একটি এমএলএম সাইট অর্থাৎ একজনের পেমেন্ট আর একজনকে দিবে এভাবে রেফারের মাধ্যমে সংখ্যা বাড়াবে আর অদূর ভবিষ্যতে স্ক্যাম করবে। ঠিক তেমনি কিন্তু নতুন উপায়ে স্ক্যামার রা তৈরি করেছে আরো একটি এমএলএম সাইট কিন্তু নাম দিয়েছে ডিসেন্ট্রালাইজড। কিন্তু এটা আদৌ ডিসেন্টালাইজড না। এখন আমার কিছু প্রশ্ন:
১. কেন এখান থেকে আর্ন করতে গেলে ইনভেস্টমেন্ট করে প্ল্যান কিনতে হবে?
২. এই ইনভেস্টমেন্টের টাকা গুলো কোথায় যাবে বা আমাদের প্রোফিট কোথা থেকে জেনারেট হবে?
৩. আমার রেফার বোনাসের উৎস কি?
উত্তরগুলো যেকোন ইনভেস্টমেন্ট প্রজেক্ট এর সময়েই ভাবা উচিত। আপনি যদি এগুলো না জেনে লোভে পড়ে টাকা ইনভেস্ট করেন তাহলে ধরা খাবেন আপনার নিজের ভুলেই।
স্ক্যামার রা দিনে দিনে অনেক নতুন টেকনিক নিয়ে বাজারে আসবে এটা স্বাভাবিক কিন্তু আমরা কোথায় ইনভেস্ট করছি বা কোথায় কাজ করছি সেই সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা অতি জরুরী। এই সাইট টা দেখলাম ফেসবুক ইউটিউব ও অনন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর তারা ভাইরাল করছে শুধুমাত্র রেফার বোনাসের জন্য। তাহলে এটা কিভাবে ডিসেন্টালাইজড হয় এবং রিয়েল সাইট হয়?
আরেকটি সাবধানতা হচ্ছে এই সাইটে কাজ করতে গেলে ট্রাস্ট ওয়ালেটের সাথে একাউন্ট কানেক্ট করতে হয় যা একাউন্টে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই আশা করবো এই সব নতুন মোড়কে আসা প্রতিটি স্ক্যাম এর ফাঁদ থেকে নিজেদের সাবধান ও সতর্ক রাখবেন।
আরেকটা বিষয়: আপনি ইনডিরেক্টলি আপনার স্ক্রিনশট এর মাধ্যমে নিজের রেফারেল লিংক ও প্রমোট করে ফেলছেন। এগুলো থেকে বিরত থাকবেন এবং নিজের ফান্ডকে সিকিউর রাখবেন।