Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 14. (Read 5269074 times)

sr. member
Activity: 504
Merit: 266
September 23, 2024, 06:48:51 PM
আমি গতকাল একটা লোকাল থ্রেড এর একটা পোষ্টে Xal0lex সাহেবের কাছ থেকে মেরিট পাই। তারপর আজকে ওনার মেরিট হিষ্টোরি দেখে যা মনে হচ্ছে, তা হলো, উনি যেসব লোকাল বোর্ড এবং থ্রেড গুলো মোডারেট করছেন, সেগুলোতে তিনি মেরিট সোর্স হিসেবেও এসাইন হয়েছেন। যদিও মেরিট সোর্স রা কখনোই বলেন না যে তারা কোনে বোর্ড এর জন্য এসাইন করা হয়েছে। নিজেরা এগুলো বলতে পছ্ন্দ করেন না।

তবে Xal0lex এর মেরিট সেন্ড হিষ্টোরি দেখে মনে হচ্ছে হয়তো ওনাকে লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য মেরিট সোর্স হিসাবে এসাইন করা হয়েছে, অথবা উনি নিজে থেকেই ওনার সোর্স মেরিট গুলো লোকাল বোর্ড/থ্রেড গুলোতে দিচ্ছেন। যদিও এর পুরোটাই একটা স্পেকুলেশন। Xal0lex ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন, কারন আমি মনে করি আপনি এই পোষ্ট পড়বেন।

যদি এরকমটা হয়ে থাকে, তাহলে এটা আমাদের লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য আশির্বাদ স্বরুপ হয়ে আসবে।

Merit sources are not assigned to a specific section on the forum. Merit sources are assigned for the whole forum and can give merits in any section of the forum.

যোগ্যতা উৎস ফোরাম একটি নির্দিষ্ট বিভাগে বরাদ্দ করা হয় না. মেধার উৎস সমগ্র ফোরাম জন্য বরাদ্দ করা হয় এবং ফোরামের কোনো বিভাগে মেধার দিতে পারেন.
ইনি তো আমাদের বড় ভাইয়ের মতো এবং আমরা আমাদের এই ভাইয়ের কাছ থেকে অনেক ভালো ভালো ইনফরমেশন পেয়ে থাকি। আমাদের কাছে মনে হয় না উনি আমাদের মডারেটর মনে হয় উনি আমাদের বাংলা কমিউনিটির একজন সুদক্ষ মেম্বার। আমি অনেক মোড কে দেখেছি যারা সপ্তাহে দুই একদিন একটি থাকতো কিন্তু আমাদের এই Xal0lex মডারেটর ভাই প্রতিনিয়ত এক্টিভ থাকে এবং আমাদের বেশিরভাগ ভালো ভালো পোস্টে সে কনস্ট্রাক্টিভ রিপ্লাই দিয়ে থাকে। আমরা এরকম গার্ডিয়ান সমতুল্য মডারেটর পেয়ে সত্যিই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 23, 2024, 06:16:03 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#18)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-custom-exch-cryptosteel-capsule-18-5509996
full member
Activity: 420
Merit: 130
September 23, 2024, 05:37:31 PM
Hamster Kombat আবারো কি শুরু করল
26 সেপ্টেম্বর হাম্সটার কমবাট আমাদের হাতে মুলা ধরিয়ে দিবে ভাইজান। আপনি যদি আপনার হাম্সটার কমবাট ওয়ালেট চেক করে না থাকেন তাহলে আপনি চেক করে নিন। এতো বড়ো ধোঁকাবাজি, যারা চাবি ও রেফার করতে পেরেছে তাদের বেশি বেশি দিয়েছে। আমি চাবি নিতে পারিনি, রেফার করতে পারিনি তাই আমি আপাতত হাম্সটার কমবাট নামক প্রতারণা থেকে আপাতত মুক্ত। ৫৪৩ টি টোকেন পেয়েছি তাও আবার ১২ মাসের ভেসটিং । শা******র চিটার প্রজেক্ট।
বাইন্যান্স এক্সচেঞ্জে ফিডে পোস্ট দেখলাম যেখানে উল্লেখ করা আছে প্রায় 43 পার্সেন্ট একাউন্ট উপযুক্ত ধরেছে এবং বাকি অ্যাকাউন্টগুলো অনুপযুক্ত ধরেছে। একটা মানে বুঝলাম না আমার একজন রিলেটেড কিছুই করে নাই অথচ তার একাউন্ট চিটিং ধরেছে। আমারে মেসেজ দিয়ে বলল যে আমার একাউন্ট এরকম হওয়ার কারণ কি? আমি বললাম হয়তো আপনি কোন কিছু করেছেন যেখানে নিয়মবহির্ভূত কিন্তু ওই রিলেটেড যেভাবে বলল সে কিছুই করে নাই বরং তার অ্যাকাউন্ট চিটিং হিসেবে ট্যাগ মেরেছে।
যাহোক Hamster Kombat সেপ্টেম্বর ২৬ তারিখ আমাদের বাংলাদেশসহ বিশ্বের কয়েকটা দেশকে যেভাবে ধনী বানানোর গুঁজব উঠেছে আপাতত ওই দিন সবাই ঠান্ডা হয়ে যাবে। টেলিগ্রামে আর টেপা টেপি কিছুটা হলেও কমে যাবে। ট্যাপ ট্যাপ শুধুমাত্র কোম্পানির লাভ বরং ইউজারদের কোন ফায়দা হবে না।

সাধারণ জ্ঞান থাকলেই বুঝা যায় যে Hamster Kombat একটি ধোকা। বাংলায় একটি প্রবাদ আছে "যা রোটায়, তা ঘটায় না" এটি Hamster Kombat এর জন্য বাস্তব উদাহরণ।  আমি মনে করি Hamster kombat যদি প্রত্যেকটা ব্যবহারকারীকে ২ ডলার করেও দিতে চায় তাহলে এমন একটি পরিমাণে দিতে হবে যা তাদের কোম্পানির মার্কেট ভ্যালুও নয়। তারা ৫০% ব্যবহারকারীকেও $২ করে দিতে পারবে না এটি আমার বিশ্বাস।  সবাই বলছে ২৬ তারিখ বড়লোক হওয়ার দিন, আমি বলি ২৬ তারিখ নিজেকে জোকারে পরিণত করার দিন। যে সময় টিপাটিপিতে নষ্ট করেছে এই সময়টা অন্য কাজে ব্যয় করলে কিছু উপার্জন হতো বা কাজে লাগতো।
রাইট ভাই, এলাকার অনেক স্কুল কলেজের স্টুডেন্টরা এই সকল কাজের প্রতি খুব গুরুত্ব দিচ্ছে ফলে দেখা যাচ্ছে তাদের লেখাপড়ার সময় গুলো এই টিপাটিপি পিছনে ব্যয় হচ্ছে। যদি এই সকল টিপাটিপি বন্ধ না হয় তাহলে তাদের ক্যারিয়ারে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব এই সকল টিপাটিপি থেকে আমাদের তরুণ প্রজন্ম কে ফেরানো উচিত। তা না হলে তাদের ক্যারিয়ার ধ্বংসের পাশাপাশি আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের একটা বড় অংশ ড্যামেজ হয়ে যাবে।
staff
Activity: 2436
Merit: 2347
September 23, 2024, 03:43:25 PM
আমি গতকাল একটা লোকাল থ্রেড এর একটা পোষ্টে Xal0lex সাহেবের কাছ থেকে মেরিট পাই। তারপর আজকে ওনার মেরিট হিষ্টোরি দেখে যা মনে হচ্ছে, তা হলো, উনি যেসব লোকাল বোর্ড এবং থ্রেড গুলো মোডারেট করছেন, সেগুলোতে তিনি মেরিট সোর্স হিসেবেও এসাইন হয়েছেন। যদিও মেরিট সোর্স রা কখনোই বলেন না যে তারা কোনে বোর্ড এর জন্য এসাইন করা হয়েছে। নিজেরা এগুলো বলতে পছ্ন্দ করেন না।

তবে Xal0lex এর মেরিট সেন্ড হিষ্টোরি দেখে মনে হচ্ছে হয়তো ওনাকে লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য মেরিট সোর্স হিসাবে এসাইন করা হয়েছে, অথবা উনি নিজে থেকেই ওনার সোর্স মেরিট গুলো লোকাল বোর্ড/থ্রেড গুলোতে দিচ্ছেন। যদিও এর পুরোটাই একটা স্পেকুলেশন। Xal0lex ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন, কারন আমি মনে করি আপনি এই পোষ্ট পড়বেন।

যদি এরকমটা হয়ে থাকে, তাহলে এটা আমাদের লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য আশির্বাদ স্বরুপ হয়ে আসবে।

Merit sources are not assigned to a specific section on the forum. Merit sources are assigned for the whole forum and can give merits in any section of the forum.

যোগ্যতা উৎস ফোরাম একটি নির্দিষ্ট বিভাগে বরাদ্দ করা হয় না. মেধার উৎস সমগ্র ফোরাম জন্য বরাদ্দ করা হয় এবং ফোরামের কোনো বিভাগে মেধার দিতে পারেন.
newbie
Activity: 5
Merit: 0
September 23, 2024, 11:35:07 AM
 pepe miss korsi  Grin Grin
newbie
Activity: 9
Merit: 0
September 23, 2024, 08:07:47 AM
Hamster Kombat আবারো কি শুরু করল
26 সেপ্টেম্বর হাম্সটার কমবাট আমাদের হাতে মুলা ধরিয়ে দিবে ভাইজান। আপনি যদি আপনার হাম্সটার কমবাট ওয়ালেট চেক করে না থাকেন তাহলে আপনি চেক করে নিন। এতো বড়ো ধোঁকাবাজি, যারা চাবি ও রেফার করতে পেরেছে তাদের বেশি বেশি দিয়েছে। আমি চাবি নিতে পারিনি, রেফার করতে পারিনি তাই আমি আপাতত হাম্সটার কমবাট নামক প্রতারণা থেকে আপাতত মুক্ত। ৫৪৩ টি টোকেন পেয়েছি তাও আবার ১২ মাসের ভেসটিং । শা******র চিটার প্রজেক্ট।
বাইন্যান্স এক্সচেঞ্জে ফিডে পোস্ট দেখলাম যেখানে উল্লেখ করা আছে প্রায় 43 পার্সেন্ট একাউন্ট উপযুক্ত ধরেছে এবং বাকি অ্যাকাউন্টগুলো অনুপযুক্ত ধরেছে। একটা মানে বুঝলাম না আমার একজন রিলেটেড কিছুই করে নাই অথচ তার একাউন্ট চিটিং ধরেছে। আমারে মেসেজ দিয়ে বলল যে আমার একাউন্ট এরকম হওয়ার কারণ কি? আমি বললাম হয়তো আপনি কোন কিছু করেছেন যেখানে নিয়মবহির্ভূত কিন্তু ওই রিলেটেড যেভাবে বলল সে কিছুই করে নাই বরং তার অ্যাকাউন্ট চিটিং হিসেবে ট্যাগ মেরেছে।
যাহোক Hamster Kombat সেপ্টেম্বর ২৬ তারিখ আমাদের বাংলাদেশসহ বিশ্বের কয়েকটা দেশকে যেভাবে ধনী বানানোর গুঁজব উঠেছে আপাতত ওই দিন সবাই ঠান্ডা হয়ে যাবে। টেলিগ্রামে আর টেপা টেপি কিছুটা হলেও কমে যাবে। ট্যাপ ট্যাপ শুধুমাত্র কোম্পানির লাভ বরং ইউজারদের কোন ফায়দা হবে না।

সাধারণ জ্ঞান থাকলেই বুঝা যায় যে Hamster Kombat একটি ধোকা। বাংলায় একটি প্রবাদ আছে "যা রোটায়, তা ঘটায় না" এটি Hamster Kombat এর জন্য বাস্তব উদাহরণ।  আমি মনে করি Hamster kombat যদি প্রত্যেকটা ব্যবহারকারীকে ২ ডলার করেও দিতে চায় তাহলে এমন একটি পরিমাণে দিতে হবে যা তাদের কোম্পানির মার্কেট ভ্যালুও নয়। তারা ৫০% ব্যবহারকারীকেও $২ করে দিতে পারবে না এটি আমার বিশ্বাস।  সবাই বলছে ২৬ তারিখ বড়লোক হওয়ার দিন, আমি বলি ২৬ তারিখ নিজেকে জোকারে পরিণত করার দিন। যে সময় টিপাটিপিতে নষ্ট করেছে এই সময়টা অন্য কাজে ব্যয় করলে কিছু উপার্জন হতো বা কাজে লাগতো।
hero member
Activity: 770
Merit: 482
September 23, 2024, 07:58:36 AM
আমি গতকাল একটা লোকাল থ্রেড এর একটা পোষ্টে Xal0lex সাহেবের কাছ থেকে মেরিট পাই। তারপর আজকে ওনার মেরিট হিষ্টোরি দেখে যা মনে হচ্ছে, তা হলো, উনি যেসব লোকাল বোর্ড এবং থ্রেড গুলো মোডারেট করছেন, সেগুলোতে তিনি মেরিট সোর্স হিসেবেও এসাইন হয়েছেন। যদিও মেরিট সোর্স রা কখনোই বলেন না যে তারা কোনে বোর্ড এর জন্য এসাইন করা হয়েছে। নিজেরা এগুলো বলতে পছ্ন্দ করেন না।

তবে Xal0lex এর মেরিট সেন্ড হিষ্টোরি দেখে মনে হচ্ছে হয়তো ওনাকে লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য মেরিট সোর্স হিসাবে এসাইন করা হয়েছে, অথবা উনি নিজে থেকেই ওনার সোর্স মেরিট গুলো লোকাল বোর্ড/থ্রেড গুলোতে দিচ্ছেন। যদিও এর পুরোটাই একটা স্পেকুলেশন। Xal0lex ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন, কারন আমি মনে করি আপনি এই পোষ্ট পড়বেন।

যদি এরকমটা হয়ে থাকে, তাহলে এটা আমাদের লোকাল বোর্ড/থ্রেড গুলোর জন্য আশির্বাদ স্বরুপ হয়ে আসবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 23, 2024, 07:04:48 AM
Hamster Kombat আবারো কি শুরু করল
26 সেপ্টেম্বর হাম্সটার কমবাট আমাদের হাতে মুলা ধরিয়ে দিবে ভাইজান। আপনি যদি আপনার হাম্সটার কমবাট ওয়ালেট চেক করে না থাকেন তাহলে আপনি চেক করে নিন। এতো বড়ো ধোঁকাবাজি, যারা চাবি ও রেফার করতে পেরেছে তাদের বেশি বেশি দিয়েছে। আমি চাবি নিতে পারিনি, রেফার করতে পারিনি তাই আমি আপাতত হাম্সটার কমবাট নামক প্রতারণা থেকে আপাতত মুক্ত। ৫৪৩ টি টোকেন পেয়েছি তাও আবার ১২ মাসের ভেসটিং । শা******র চিটার প্রজেক্ট।
বাইন্যান্স এক্সচেঞ্জে ফিডে পোস্ট দেখলাম যেখানে উল্লেখ করা আছে প্রায় 43 পার্সেন্ট একাউন্ট উপযুক্ত ধরেছে এবং বাকি অ্যাকাউন্টগুলো অনুপযুক্ত ধরেছে। একটা মানে বুঝলাম না আমার একজন রিলেটেড কিছুই করে নাই অথচ তার একাউন্ট চিটিং ধরেছে। আমারে মেসেজ দিয়ে বলল যে আমার একাউন্ট এরকম হওয়ার কারণ কি? আমি বললাম হয়তো আপনি কোন কিছু করেছেন যেখানে নিয়মবহির্ভূত কিন্তু ওই রিলেটেড যেভাবে বলল সে কিছুই করে নাই বরং তার অ্যাকাউন্ট চিটিং হিসেবে ট্যাগ মেরেছে।
যাহোক Hamster Kombat সেপ্টেম্বর ২৬ তারিখ আমাদের বাংলাদেশসহ বিশ্বের কয়েকটা দেশকে যেভাবে ধনী বানানোর গুঁজব উঠেছে আপাতত ওই দিন সবাই ঠান্ডা হয়ে যাবে। টেলিগ্রামে আর টেপা টেপি কিছুটা হলেও কমে যাবে। ট্যাপ ট্যাপ শুধুমাত্র কোম্পানির লাভ বরং ইউজারদের কোন ফায়দা হবে না।
full member
Activity: 420
Merit: 130
September 23, 2024, 04:54:13 AM
ভাইয়া আমি বাউন্টি সম্পরকে একটা ধারনা চাই।
আপনাকে learn Bitcoin ভাইয়ের বাইরে কোন সাজেশন নেই যে দেব। তবে আপনি আপাতত বাউন্টি প্রজেক্ট নিয়ে কোন ঘাঁটাঘাঁটি না করাই ভালো। এখন আর বাউন্টি প্রজেক্ট কোন কিছুই দেয় না বরং আপনার কাছ থেকে মূল্যবান সময় অপচয় করে দেয়। ধন্যবাদ আপনাকে এই ফোরামে আসার জন্য। একটিভ থাকুন দেখবেন এক সময় আপনি বড় রেঙ্কের মেম্বার হতে পারবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 22, 2024, 11:13:41 PM
ভাইয়া আমি বাউন্টি সম্পরকে একটা ধারনা চাই।

আপনাকে ফোরামে স্বাগতম। প্রশ্নটা আরেকটু ডিটেইলে করতে হবে। যেমন বাউন্টি সম্পর্কে আপনি কি জানতে চান। হতে পারে, বাউটি ক্যাম্পেইনে পেমেন্ট পাওয়া যায় কি না। অথবা বাউন্টি কিভাবে করতে হয়, ইত্যাদি। সে ক্ষেত্রে যারা আপনার প্রশ্নের উত্তর দিবে, তারা বুঝতে পারবে যে আপনি কি জানতে চান। এখন আমি ধরে নিলাম আপনি যানতে চাচ্ছেন যে কিভাবে কাজ করবেন, উত্তর হলো, প্রতিটা ক্যাম্পেইনে আলাদা আলাদা রুলস থাকে, আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ার কাজ থাকে। কিছু ক্যাম্পেইনে টুইট, রিটুইট, কমেন্ট করার কাজ থাকে। সেই ক্যাম্পেইনের রুলস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে।

তবে ব্যাক্তিগত ভাবে আমি কাউকেই আর বাউন্টি ক্যাম্পেইনে সময় দিতে বলবো না, বা সাজেশন দিবো না। কারণ বেশিরভাগ প্রজেক্ট গুলোই মূলত স্ক্যাম করে। এরা মার্কেটে লিস্টিং হয় না। সারা মাস পরিশ্রমের পর যখন আপনার টোকেন লিস্টিং হবে না, সেই টোকেন আপনার কোনো কাজেও আসবে না। সুতরাং, ফোরামের পোষ্ট গুলো পড়তে থাকেন, সময় দেন। আস্তে আস্তে আপনিও র‍্যাংক আপ করতে পারবেন। র‍্যাংক আপ করলে সিগ্ন্যাচার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 22, 2024, 04:38:18 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৮২ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-582nd-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5509965

newbie
Activity: 9
Merit: 0
September 22, 2024, 11:03:35 AM
ভাইয়া আমি বাউন্টি সম্পরকে একটা ধারনা চাই।

আপনি বাউন্টি সম্পর্কে কেমন ধারণা চান?
 আমি যতটুকু জানি, বাউন্টির অবস্থা বর্তমানে খুব একটা ভাল নয়। বাউন্টিতে কয়েক ধরণের কাজ রয়েছে যেমন, টেলিগ্রাম প্রচারণা , আর্টিকেল প্রচারণা , স্বাক্ষর প্রচারণা,  টুইটার প্রচারণা,  ভিডিও প্রচারণা ইত্যাদি। প্রত্যেকটি প্রকারের কাজ সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই।
বাউন্টির পেমেন্ট সবসময়ই বিভিন্ন ক্রিপ্টো এর মাধ্যমে দেওয়া হয়। তবে আমি যতটুকু জানি বর্তমানে বাউন্টিতে ঠিকমতো পেমেন্ট দেওয়া হয় না।   
newbie
Activity: 5
Merit: 0
September 22, 2024, 09:44:32 AM
ভাইয়া আমি বাউন্টি সম্পরকে একটা ধারনা চাই।
full member
Activity: 420
Merit: 130
September 22, 2024, 08:17:38 AM
Hamster Kombat আবারো কি শুরু করল
26 সেপ্টেম্বর হাম্সটার কমবাট আমাদের হাতে মুলা ধরিয়ে দিবে ভাইজান। আপনি যদি আপনার হাম্সটার কমবাট ওয়ালেট চেক করে না থাকেন তাহলে আপনি চেক করে নিন। এতো বড়ো ধোঁকাবাজি, যারা চাবি ও রেফার করতে পেরেছে তাদের বেশি বেশি দিয়েছে। আমি চাবি নিতে পারিনি, রেফার করতে পারিনি তাই আমি আপাতত হাম্সটার কমবাট নামক প্রতারণা থেকে আপাতত মুক্ত। ৫৪৩ টি টোকেন পেয়েছি তাও আবার ১২ মাসের ভেসটিং । শা******র চিটার প্রজেক্ট।
full member
Activity: 532
Merit: 229
September 22, 2024, 07:18:31 AM
পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই আপনাকে, কিন্তু আপনি দুটি জায়গায় বানান ভুল করেছেন। অবশ্যই যুদ্ধ করে নেবেন কারণ আপনি এখন বড় হয়েছেন হয়তো আপনি বলেছেন সঠিক কিন্তু এটি কিবোর্ডে এভাবে উল্লেখ করেছে। তবে আমি চাই আপনি অবশ্যই এটি সঠিক করবেন কারণ এটা থেকেই সবাই শিক্ষা গ্রহণ করবে এবং সব ইউজাররা বড়দেরকে লক্ষ্য করে।
ধন্যবাদ।
আসলে ভাই ম্যানুয়ালি টাইপিং করতে অনেক সময় লাগে তো, তাই আমি ভয়েস টাইপিং ব্যবহার করে পোস্ট করি, তাই হয়তো বানানটি ভুল হয়েছে, কিন্তু ভাই আপনিও তো ভুল করে বসেছেন, ভাই আমি বানান এর সাথে কিভাবে যুদ্ধো করবো ?? ও তো কোনো মানুষ না (মজা করলাম ভাই, মনে কিছু নিয়েন না),, যাইহোক ভাই ভুল সবারই হয়, কেউ ইচ্ছে করে ভুল করে না. এবং আমাদের উচিত সেই ভুলকে ভালোভাবে সংশোধন করা. যাইহোক আমি এখন থেকে ভালোভাবে খেয়াল রাখবো এবং আপনিও নিজের পোষ্টের প্রতি খেয়াল রাইখেন ভাই.
newbie
Activity: 9
Merit: 0
September 22, 2024, 02:27:29 AM
বাংলাদেশ কমিউনিটি মেম্বারদের জন্য একটা কথা।
কিছুদিন আগে একটা ফেইসবুক গ্রুপে পোষ্ট করেছিলাম যে বিটকয়েনটক ফোরাম নিয়ে তাদের ধারণা কেমন। এই ব্যাপারে তারা কিছু জানে কি না। এখান থেকেও যে টুকিটাকি ইনকাম করা যায়, এই ব্যাপারে কেউ জানে কি না। সেই পোষ্ট এ অনেকেই আগ্রহ দেখিয়েছে ফোরামে জয়েন করার জন্য। সবাইকে আলাদা আলাদা মেসেজ করা সমস্যা এজন্য সবাইকে একটা ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে এড করে মেসেজে ফোরামের ব্যাপারে কিছু আইডিয়া দিয়েছি। অনেকেই ফোরামে জয়েন করতে আগ্রহী হয়েছে। আমার প্রথমে যদিও কোনো উদ্দেশ্য ছিলো না। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশী মেম্বার বাড়লে আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। আমরা সামনে আবারো লোকাল বোর্ড এর জন্য আবেদন করবো বলে ভাবছি। তো, সামনে আমাদের থ্রেড এ কিছু নতুন মেম্বার আসতে পারে। যে যখন একটিভ থাকবেন, তাদের কে হেল্প করার জন্য অনুরোধ করবো। এতে করে আমাদের কমিউনিটি আস্তে আস্তে বড় হবে। আর এই কাজে আমার সাথে আছেন আমাদের বড় ভাই ছোট ইদুর।

যদিও আমি ফোরামে জয়েন হওয়ার পর নিয়মিত যুক্ত থাকি না। আপনার পোস্টটি দেখার পর আমার বন্ধু আমাকে জোড়ালোভাবে ফোরামে যুক্ত  হতে বলে। আমাকে ফোরাম সম্পর্কে আরো নানান বিষয় তুলে ধরে। আমি এই ফোরামে এখন থেকে নিয়মিত সময় ব্যায় করবো এবং ফোরামের একজন নিয়মিত সদস্য হবো। আমি সর্বদা এই ফোরামের জন্য শ্রম দিয়ে যাবো যাতে আমার দ্বারা একজন ব্যক্তি উপকৃত হয়। বিশেষ করে বাংলাদেশের কমিউনিটিতে নবাগত অথবা কোনো বিষয়ে অনভিজ্ঞ ব্যক্তিতে সাহায্য করবো যদি আমি তার যোগ্য হই। ধন্যবাদ Learn Bitcoin এবং ছোট ইঁদুরকে সুন্দর একটি পদক্ষেপ গ্রহণের জন্য। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।
sr. member
Activity: 784
Merit: 372
September 22, 2024, 02:24:50 AM
এতে করে আমাদের কমিউনিটি আস্তে আস্তে বড় হবে। আর এই কাজে আমার সাথে আছেন আমাদের বড় ভাই ছোট ইদুর।

অবশ্যই এটি একটি সৎ এবং ভবিষ্যতে এগিয়ে চলার জন্য সবচেয়ে উপযুক্ত কৌশল, আমরা অবশ্যই ছোটদেরকে সাহায্য করবো কারণ আমরা সবাই যদি একসাথে মিলেমিশে না চলি তাহলে আমাদের এ বাংলা বোর্ডকে কখনো এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই এখানে সকলের সাহায্য কামনা করি, ধন্যবাদ, কারণ আমাদের চেয়ে অনন্য লোকাল বোর্ডে সদস্য সামান্য বেশি কিন্তু তারা গ্লোবাল বোর্ডে পরিণত হয়েছে। তাই আমরা সবাই যদি একটিভ থেকে আমাদের এই বাংলা বোর্ডকে গ্লোবাল বোর্ডে নিতে পারি তাহলে আমাদের সবচেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব হবে কারণ আমরা একজন মেরিট সোর্স সদস্য পাব।



অবস্যই ভাই, আপনার উদ্যোগটি আমাদের লোকাল বোর্ড কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উপকারী হবে. আমাদের কমিউনিটি যত বোরো হবে আমাদের লোকাল বোর্ডও তত বোরো হবে. আমাদের উচিত সেই নতুন মেম্বার দেড় ভালো ভাবে গাইড করা, তারা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য তাদের সাহায্য করা, এটি সত্যি ভালো একটি উদ্ধোগ। আমরা সকলেই যথাশাদ্ধ ভাবে হেল্প করার চেষ্টা করবো।
শুভ কামনা রইলো Learn Bitcoin এবং আমাদের বড় ভাই ছোট ইদুর ভাই এর জন্য, আপনারা কাজ চালিয়ে যান, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকবো।

পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই আপনাকে, কিন্তু আপনি দুটি জায়গায় বানান ভুল করেছেন। অবশ্যই যুদ্ধ শুদ্ধ করে নেবেন কারণ আপনি এখন বড় হয়েছেন হয়তো আপনি বলেছেন সঠিক কিন্তু এটি কিবোর্ডে এভাবে উল্লেখ করেছে। তবে আমি চাই আপনি অবশ্যই এটি সঠিক করবেন কারণ এটা থেকেই সবাই শিক্ষা গ্রহণ করবে এবং সব ইউজাররা বড়দেরকে লক্ষ্য করে।
ধন্যবাদ।
full member
Activity: 532
Merit: 229
September 21, 2024, 11:56:03 PM
বাংলাদেশ কমিউনিটি মেম্বারদের জন্য একটা কথা।
কিছুদিন আগে একটা ফেইসবুক গ্রুপে পোষ্ট করেছিলাম যে বিটকয়েনটক ফোরাম নিয়ে তাদের ধারণা কেমন। এই ব্যাপারে তারা কিছু জানে কি না। এখান থেকেও যে টুকিটাকি ইনকাম করা যায়, এই ব্যাপারে কেউ জানে কি না। সেই পোষ্ট এ অনেকেই আগ্রহ দেখিয়েছে ফোরামে জয়েন করার জন্য। সবাইকে আলাদা আলাদা মেসেজ করা সমস্যা এজন্য সবাইকে একটা ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে এড করে মেসেজে ফোরামের ব্যাপারে কিছু আইডিয়া দিয়েছি। অনেকেই ফোরামে জয়েন করতে আগ্রহী হয়েছে। আমার প্রথমে যদিও কোনো উদ্দেশ্য ছিলো না। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশী মেম্বার বাড়লে আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। আমরা সামনে আবারো লোকাল বোর্ড এর জন্য আবেদন করবো বলে ভাবছি। তো, সামনে আমাদের থ্রেড এ কিছু নতুন মেম্বার আসতে পারে। যে যখন একটিভ থাকবেন, তাদের কে হেল্প করার জন্য অনুরোধ করবো। এতে করে আমাদের কমিউনিটি আস্তে আস্তে বড় হবে। আর এই কাজে আমার সাথে আছেন আমাদের বড় ভাই ছোট ইদুর।
অবস্যই ভাই, আপনার উদ্যোগটি আমাদের লোকাল বোর্ড কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উপকারী হবে. আমাদের কমিউনিটি যত বোরো হবে আমাদের লোকাল বোর্ডও তত বোরো হবে. আমাদের উচিত সেই নতুন মেম্বার দেড় ভালো ভাবে গাইড করা, তারা যাতে এগিয়ে যেতে পারে তার জন্য তাদের সাহায্য করা, এটি সত্যি ভালো একটি উদ্ধোগ। আমরা সকলেই যথাশাদ্ধ ভাবে হেল্প করার চেষ্টা করবো।
শুভ কামনা রইলো Learn Bitcoin এবং আমাদের বড় ভাই ছোট ইদুর ভাই এর জন্য, আপনারা কাজ চালিয়ে যান, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকবো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 21, 2024, 10:15:17 PM
বাংলাদেশ কমিউনিটি মেম্বারদের জন্য একটা কথা।
কিছুদিন আগে একটা ফেইসবুক গ্রুপে পোষ্ট করেছিলাম যে বিটকয়েনটক ফোরাম নিয়ে তাদের ধারণা কেমন। এই ব্যাপারে তারা কিছু জানে কি না। এখান থেকেও যে টুকিটাকি ইনকাম করা যায়, এই ব্যাপারে কেউ জানে কি না। সেই পোষ্ট এ অনেকেই আগ্রহ দেখিয়েছে ফোরামে জয়েন করার জন্য। সবাইকে আলাদা আলাদা মেসেজ করা সমস্যা এজন্য সবাইকে একটা ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে এড করে মেসেজে ফোরামের ব্যাপারে কিছু আইডিয়া দিয়েছি। অনেকেই ফোরামে জয়েন করতে আগ্রহী হয়েছে। আমার প্রথমে যদিও কোনো উদ্দেশ্য ছিলো না। কিন্তু এখন মনে হচ্ছে বাংলাদেশী মেম্বার বাড়লে আমাদের কমিউনিটির জন্য ভালো হবে। আমরা সামনে আবারো লোকাল বোর্ড এর জন্য আবেদন করবো বলে ভাবছি। তো, সামনে আমাদের থ্রেড এ কিছু নতুন মেম্বার আসতে পারে। যে যখন একটিভ থাকবেন, তাদের কে হেল্প করার জন্য অনুরোধ করবো। এতে করে আমাদের কমিউনিটি আস্তে আস্তে বড় হবে। আর এই কাজে আমার সাথে আছেন আমাদের বড় ভাই ছোট ইদুর।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
September 21, 2024, 08:43:56 PM
Hamster Kombat আবারো কি শুরু করল

ভাবলাম যে হয়তো ২০ তারিখ হামস্টার কমবাটের নির্যাতন থেকে রেহাই পেলাম কিন্তু হামস্টার কনবাট আবারো তাদের নির্যাতন শুরু করে দিয়েছে অর্থাৎ সেকেন্ড রাউন্ড নিয়ে হাজির হয়েছে।
মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে হামস্টার কনবাট নাকি ২৬ তারিখ একটা প্রজন্মকে ধনী বানিয়ে দেবে কিন্তু এই চালাক প্রজেক্টটি মানুষের ইমোশন নিয়ে খেলছে। যদিও আমি ২০ তারিখ পর্যন্ত সিরিয়াসলি ছিলাম কিন্তু আজকের পরে আবারো দেখলাম তারা তাদের ইউটিউব বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শুধু তাদের চালাকির ধরণটা অন্যরকম, আগে ছিল কয়েন সংগ্রহ করা এখন হচ্ছে ডায়মন্ড সংগ্রহ করা। যদি ভালো প্রজেক্ট হত তাহলে তারা প্রথমদিকেই ইউজারদের পেমেন্ট দিয়ে ডিসমিস করে দিত। এর আগে বেশ কয়েকবার এটা নিয়ে আলোচনা হয়েছে এখানে নতুন করে আজকে আলোচনা করলাম তাদের এই দ্বিতীয় দফা প্রতারণার ধরন দেখে। আর ভাল লাগে না রে ভাই, একটু বেরোলেই দেখা যায় প্রত্যেক মানুষের হাতে এই হামস্টার কমবাটের ধনী হওয়ার গল্প।
ভাই শেষ পর্যন্ত হাতে এক আটি মুলা এবং হারিকেন দরাই দিলো। বাঙালি যেটা শুরু করে সেটাই ভাইরাল হয়, ৩০০ মিলিয়ন এর বেশি ইউজার তাইলে এখান থেকে কি আশা করা যায়। যেটা ট্রেন্ডিংয়ে ওঠে বাঙালি সেটার পিছনে দৌড় মারে। অনেকেই দেখি আশা করেছিলো অনেক টাকা পাবে, কতই না হামস্টার ভাইরাল ছিলো। দিনশেষে যারা লাফালাফি করেছিল তারা ৫-১০ ডলার পাবে নি।

আমিও দীর্ঘদিন এই হ্যামস্টার কাজ করেছিলাম, ভেবেছিলাম আমরা পুরনো ইউজার বেশি টোকেন পাবো, কিন্তু যারা শেষ মুহুর্তে এসে key টুলস ব্যবহার করে চাবি নিয়েছে তারাই আমার চেয়ে বেশি টোকেন পেয়েছে। এখানে যা দেখলাম তাদের টোকেন ডিস্ট্রিবিউশন মুলত চাবির উপর বেশি টোকেন দিয়েছে। ৪-৫ মাস এখানে কাজ করে দিন শেষে ১৬০০ টোকেন পাইলাম, এই ১৬০০ টোকেনে আর কত ডলার পাওয়া যাবে হা, হা।

২৬ তারিখে কি হবে? এইটা নিয়ে নিউজে দেখি ভাইরাল হয়েছে। আজকে ২২ তারিখ সবাই মুলা পেয়েছে, ২৬ তারিখে সবাই মুলা রান্না করে খাবে, হা হা। দেখা যাক লিস্টং প্রাইজ কত হয়। আর যারা এতদিন লাফালাফি করেছিলো তারা আজকে থেকে লাফালাফি কমিয়ে দিবে নি। যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছিল, তারা হাটুপতি হবে নি।  Grin
Pages:
Jump to: