Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 14. (Read 5635595 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 14, 2024, 10:26:57 PM
OP update করে দিয়েছি ভাই।
আগের যে ৭টি পয়েন্ট ছিল সেই সাতটি পয়েন্টও রাখা উচিত ছিল ভাই স্পেশালি বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন গুলো।  আমি বলব শিশির ভাইয়ের এই পোস্ট এবং আগের 7 টি পোষ্ট লিংক আবারও অ্যাড করার অনুরোধ করছি।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
October 14, 2024, 03:52:02 PM
বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

আপনাকেও ধন্যবাদ ভাই।
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। কিছু কিছু পোষ্ট পড়ে অনেক বেশি হাসি পাইছিলো। কিছু পোষ্ট দেখে অনেক রাগ হয়েছিলো। আবার কিছু পোষ্ট দেখে অনেক খুশি হয়েছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার লোকাল থ্রেড চার্ট গুলো কম্পাইল করার জন্য। আমি অলরেডি বিটকয়েন ড্রিম ভাইকে মেসেজ করেছি থ্রেড টা আপডেট করার জন্য। আশা করি উনি অনলাইনে আসলেই থ্রেড আপডেট করবো।

OP update করে দিয়েছি ভাই।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
October 14, 2024, 12:14:32 PM
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে।
ভাই আপনি ১৫ দিনের বেশি সময় ব্যয় করে হলেও যে কাজটা করেছেন এটা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে কারণ ৫০০ প্লাস পড়ে পড়ে লোকাল থ্রেডের মেম্বাররা কখনো এগুলো পড়তে যাইতো না। আসলে এটা খুঁজে খুঁজে বের করাটাও অনেকটা কঠিন কাজ হয়ে যেত বা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেত। যদিও কিছু কিছু পোস্ট পূর্বেই গোছানো ছিল কিন্তু সবগুলো এভাবে সাজানো গুছানোর মধ্যে ছিল না আপনি যে সবগুলো পেজ পড়ে শর্টকাটের ভিতরে সকল গুরুত্বপূর্ণ পোস্টগুলো একত্রিত করে এনেছেন এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় পোস্ট হয়েছে। আমাদের আর এত কষ্ট করে বিভিন্ন ধরনের পোস্ট খুঁজতে হবে না আপনার এইটা বুক মার্ক করে রেখে দিয়েছি আমি প্রয়োজন মত দেখে নেওয়া যাবে। তবে ভাই এই পর্যন্তই শেষ না সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আসবে এই লোকালে তখনও সেগুলো খেয়াল করে গুরুত্ব সহকারে এই পোস্টে এনে যোগ করে দেবেন যদি এটা ধরে রাখেন তাহলে একটা পোস্টের মাধ্যমে সবকিছু পেয়ে যাবে সবাই। আপনাকে অবশ্যই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কাজ গুছানোর জন্য।
hero member
Activity: 840
Merit: 522
October 14, 2024, 07:59:37 AM
বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

আপনাকেও ধন্যবাদ ভাই।
আইডিয়া তো মূলত আপনাদেরই। তবে এর জন্য আমাকে ১৫ দিনের বেশি সময় ব্যয় করতে হয়েছে। সব গুলো পেইজ পড়ার কারনে আমি বাংলাদেশ থ্রেড এর অনেক কিছুই জানতে পারছি। কিছু কিছু পোষ্ট পড়ে অনেক বেশি হাসি পাইছিলো। কিছু পোষ্ট দেখে অনেক রাগ হয়েছিলো। আবার কিছু পোষ্ট দেখে অনেক খুশি হয়েছি। যাই হোক, পোষ্ট পড়ে পড়ে নানান অভিজ্ঞতা হয়েছে আমার। আর সবচাইতে ভালো লাগছে কাজ টা শেষ করতে পেরে। আপনাকেও অনেক ধন্যবাদ আপনার লোকাল থ্রেড চার্ট গুলো কম্পাইল করার জন্য। আমি অলরেডি বিটকয়েন ড্রিম ভাইকে মেসেজ করেছি থ্রেড টা আপডেট করার জন্য। আশা করি উনি অনলাইনে আসলেই থ্রেড আপডেট করবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 14, 2024, 01:40:18 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 13, 2024, 08:06:09 PM
আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।

ভাই, আসলে ক্ষেপার কিছু নাই। আমাদের লোকালে যেটা হচ্ছে, মানে লোকাল মেম্বার রা বাইরে গিয়ে যেসব কাজ করছে, সেটা আমাদের চোখে সবার আগে পড়া উচিৎ এবং অন্য কেউ সেগুলো নিয়ে গ্লোবাল বোর্ড এ থ্রেড খুলে আলাপ করার আগে আমাদের উচিৎ এগুলো এখানেই সমাধান করা। আজকে আমি বা আপনি লোকালে আলাপ করার ফলে যে রেজাল্ট আসছে, গ্লোবালে একই আলাপ হলে কি একই রেজাল্ট আসতো বলে আপনার মনে হয়? আমার কখনোই মনে হয় না।

গ্লোবাল কোনো মেম্বার যদি রেপুটেশনে থ্রেড খুলে ১০ জনের অপিনিয়ন চায়, আপনার কি মনে হয় বাংলাদেশি দের পক্ষে থাকবে কেউ? থাকবে না। এর পেছনে কারণ হলো আমাদের রেপুটেশন আগে থেকেই খারাপ। অনেক মেম্বার আছে যারা ২০১৬-১৭ সাল থেকে এই ফোরামে আছে। তারা ব্যান খেয়ে, ট্যাগ খেয়ে কি ফোরাম ছেড়ে চলে গেছে বলে আপনার মনে হয়? তারা এখনো এই ফোরামেই আছে।

একটু নাড়াচাড়া করলেই মাটির নিচ থেকে নর্দমার মতো পচা গন্ধ বের হতে শুরু করবে। এখানে এতোগুলো নাম পাবলিকলি পোষ্ট করার পরেও ওনারা এসব বন্ধ না করে কন্টিনিউ করে যাচ্ছে। এর মানে হচ্ছে গোয়ায় বাশ ঢুকার আগ অব্দি ওনারা এবিউজ করেই যাবেন। বাশ ঢুকলে তখন আস্তে করে চুপ করে যাবে। অল্টকয়েন্টক ফোরামে আমি এখন লোকাল মোডারেটর এটা তো জানেন। সেখানে একই টিম কারমা এবিউজ করছিলো। সেখানের এডমিন তো আর থেমস এর মতো না। সে একাউন্ট গুলো চেক করে রেড ডট বসিয়ে দিছে। এবার করো কারমা এবিউজ।

তবে আমি চাই না এখানেও এরকম কিছু হোক। যে কারনে অনেক কেই প্রাইভেট মেসেজে বুঝিয়েছি। যদি ওনারা মেনে চলেন, তাহলে ভালো। নইলে গ্লোবাল মেম্বার লাগবে না, আমি নিজেই একটা থ্রেড ওপেন করে ধুতি খুলে ছেড়ে দেবো। 
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 13, 2024, 03:08:09 PM
আচ্ছা এখানেই আবার রিপ্লাই দেই, PM এ মেইবি ঠাডা পড়ছে।

আমি কখন বল্লাম CLI তে সুবিধা, GUI তে অসুবিধা? যারা CLI প্রেফার করে এডভান্স ইউজার তাদের জন্য মূলত এটা। আর নিচে যা বল্লেন সেটা ঠিক অবশ্য, CLI তুলনামূলক ভালো পারফরমেন্স দেয়, GUI এর তুলনায়। লাস্ট লাইনে মেইবি ভুল বোঝাবুঝি হইছে, LM ভাই আমাকে আস্ক করছিলো, এই টুলটার এক্সট্রা কি সুবিধা আছে, সেটা উত্তরে আমি বলছিলাম যে এই মুহূর্তে আমার জানা নাই, জানতে পারলে জানাচ্ছি, এখানে আমি CLI বা GUI এর সুবিধা অসুবিধার কিছু মিন করি নাই।


পিএম এ অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি কোন জায়গায় আপনি সুবিধার কথা বলছিলেন যাইহোক এখন বুঝলাম ভুল বুঝাবুঝি হইছে। বাট সুবিধার কথা কিন্তু কইছিলেন  Tongue




ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
কোড এডিট করতে জানলে এডিটর কোনো ফ্যাক্ট না। খাতার সাদা পাতায় ও কোড লেখা যায়। আমি অনেক ক্ষেত্রে এখনো Notepad++ ব্যাবহার করি। অনেক সিনিয়র কোডার আছে যাদের সামনে আমার মতো সাধারন কোডার এর টাইম নাই তারা এখনো Notepad++ ব্যাবহার করে। যার যেটা পছন্দ সেটাই সে ব্যাবহার করবে, এটা হলো যার যার ব্যাক্তিগত পছন্দ।
কথা ঠিক, কোডিং করতে জানলে এডিটর ফ্যাক্ট না।
কিন্তু ভাই কোন সিনিয়র কোডার রয়েছে ভাই নামটা একটু বলেন তারে একটু দেখি যে এই যুগে যদি note++ করে সে মানুষ না ভাই মানুষের চাইতে উচ্চ লেভেল এ রয়েছে। 
(এখানে ভাই আমার কথার মিনিং হচ্ছে "কাজকে সুবিধা করা" আর "সময় বাঁচানো" এটা না যে কে কি রকম কোডার বা কত বড় কোডার। )

ভাই "সময় অনেক দামি জিনিস" দুনিয়া যত আপগ্রেড হচ্ছে তত সময়ের দাম বাড়তেছে আর তাই বেশিরভাগ মানুষ এখন সময় বাঁচায় এমন সব কোড এডিটর বা কম্পাইলার ব্যবহার করতেছে। আর এর মধ্যে VS code একটা রেভুলেশন।
ভবিষ্যতে তো দেখবেন কোডিংও করতেছে না জাস্ট কমান্ড দিতেছে কোডাররা। অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে ব্যবহার করে এটা করা স্টার্ট হয়ে গিয়েছে, আমার নিজের অনেক প্রোগ্রামার বন্ধু রয়েছে যারা বড় বড় আইটি কোম্পানিতে জব করতেছে ওরা সময় বাঁচানোর জন্য আর কাজকে আরো সহজ করার জন্য এ আই ব্যবহার করে।
jr. member
Activity: 45
Merit: 12
October 13, 2024, 02:48:20 PM

ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
কোড এডিট করতে জানলে এডিটর কোনো ফ্যাক্ট না। খাতার সাদা পাতায় ও কোড লেখা যায়। আমি অনেক ক্ষেত্রে এখনো Notepad++ ব্যাবহার করি। অনেক সিনিয়র কোডার আছে যাদের সামনে আমার মতো সাধারন কোডার এর টাইম নাই তারা এখনো Notepad++ ব্যাবহার করে। তারা যে অন্য এডিটর ইউজ করতে পারেনা এমন কোনো বিষয় না। তারা সবসময় এটাতে করে আসছে এখনো এটাতেই করে। যার যেটা পছন্দ সেটাই সে ব্যাবহার করবে, এটা হলো যার যার ব্যাক্তিগত পছন্দ।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 13, 2024, 02:40:38 PM
সত্যি কথা বলতে আমি নিজেও ইলেকট্রাম চালাই। আর সুবিধা অসুবিধার যদি কথা বলি তাহলে আমার চোখে আহামরি তেমন কিছু পড়তেছেনা। জাস্ট পার্থক্য হলো ইলেকট্রাম, বিটকয়েন কোর এসব GUI বেইসড আর এটা CLI বেইসড, ইন্টারফেস আলাদা। এছাড়া আরো কোনো সুবিধা আছে কিনা তা এই মুহূর্তে আমার জানা নেই, জানতে পারলে অবশ্যই জানাচ্ছি....
ধুর মিয়া আপনি আবার কি কন, CLI বেইসড ইন্টারফেস আবার কবে সুবিধা হইলো। CLI  এর অসুবিধা এর জন্য মানুষ GUI বেইসড ইন্টারফেস এর আবিষ্কার করল আপনি আবার সেই প্রাচীনকালে চইলা যান।

তবে ভাই এটা অস্বীকার করা যাবে না CLI বেইসড ইন্টারফেস ওয়ালা অ্যাপ্লিকেশন বলুন বা অপারেটিং সিস্টেম বলুন এগুলোর সুবিধা হল এরা লো কনফিগারেশনেরেও ভালো কর পারফরম্যান্স করতে পারে। তবে এটা যারা কোডিং প্রোগ্রামিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য উপযুক্ত সবার জন্য না।
আচ্ছা এখানেই আবার রিপ্লাই দেই, PM এ মেইবি ঠাডা পড়ছে।

আমি কখন বল্লাম CLI তে সুবিধা, GUI তে অসুবিধা? যারা CLI প্রেফার করে এডভান্স ইউজার তাদের জন্য মূলত এটা। আর নিচে যা বল্লেন সেটা ঠিক অবশ্য, CLI তুলনামূলক ভালো পারফরমেন্স দেয়, GUI এর তুলনায়। লাস্ট লাইনে মেইবি ভুল বোঝাবুঝি হইছে, LM ভাই আমাকে আস্ক করছিলো, এই টুলটার এক্সট্রা কি সুবিধা আছে, সেটা উত্তরে আমি বলছিলাম যে এই মুহূর্তে আমার জানা নাই, জানতে পারলে জানাচ্ছি, এখানে আমি CLI বা GUI এর সুবিধা অসুবিধার কিছু মিন করি নাই।



Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন।
ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা স্যাইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।
তাও ভালো লিস্টে Notepad বলে নাই, আমাদের যখন শেখানো হইছিল তখন Codeblocks এর জামানা ছিলো, এখন সবাই VS code চালাই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
October 13, 2024, 02:21:40 PM
যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে।
প্রকাশ্যে শুধু এটুকই বললাম। বেশি কিছু বলতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। কালকে বড় ভাই আমাকে বলছিলো যে, কাদের এক্সপোজ করবেন? থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়বে। এরা সবাই বাংলাদেশী। একটু কঠোর হলে পুরা কমিউনিটির ৭০% লোক নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে। এমনিতেই তো আমাদের কমিউনিটির মেম্বারদের কোনো রেপুটেশন নাই। কিন্তু আমি বিগত ১ বছর যাবৎ চেষ্টা করছি এগুলো বন্ধ হোক। সবাই সবার প্রতি ফেয়ার থাকুক। কোনো প্রকার এবিউজ না হোক।
আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।
আপনারা দুইজন দেখা যায় আবার খেপছেন। তবে ভাই ইনিসিয়েটেডগুলো দরকার ছিল কারণ হচ্ছে আবারো পাম্পকিন কার্ভিং কনটেস্ট এসেছে, আপনার এই অ্যাক্টিভিটি গুলা অনেকটাই তাদের মেরিট এর অপব্যবহার করতে থেকে বিরত রাখবে যাতে করে এটা তাদের জন্যই ভালো, "কারণ চোরের ১০ দিন গৃহস্থের একদিন" একদিন না একদিন যারা এই মেরিট এর অপব্যাবহার করে তারা ধরা খাবে তাই আগে থেকেই এদের সতর্ক থাকা ভালো।

যাই হোক যারা এই ধরনের গ্যাং এ রয়েছেন তাদের মনে হয় আমার আর নতুন করে ওয়ার্নিং করতে হবে না। আমি একটা কথা বলি সেটা হল একটা ফুল মেম্বার হতে মেরিট লাগে ১০০ টা এবং সিনিয়র মেম্বার হতে মেরিট লাগে ২৫০টা এবং হিরো মেম্বার হতে মেরিট লাগে ৫০০টা লেজেন্ডারি র‍্যাঙ্কের কথা বাদ দিলাম এখন ফুল মেম্বার হতে ১০০ টার মধ্যে কয়টা  মেরিট অপব্যবহার করে নিতে পারবেন?
5-10 টা মেরিট বা ধরেন 20 টাই মেরিট বা ধরেন ৫০ টা মেরিট না হয় আপনারা অপব্যবহার করে নিলেন কিন্তু বাকি ৫০ টা বা বাকি আড়াইশোটা বা বাকি সাড়ে চারশটা তোর নিজেদের ভালো একটিভিটির জন্যই পাবেন, সো অযথা খুবই অল্প পার্সেন্ট এই মেরিট এর অপব্যবহার করা বাদ দিয়ে নিজের পূর্বের ভাল পোস্টগুলো এর দিকে খেয়াল রাখুন এবং এবং কি মিসিং আছে বর্তমানে আপনার সেটা আপনি নিজেই বুঝতে পারবেন সেগুলো ঠিক করুন এবং সেই স্ট্রেটেজিতে পোস্ট করুন। অযথা এই Lm, Z_MBFM বা আমরা অন্য যারা আছি এদের দ্বারা ক্রিটিসাইজ কেন হবেন। জানি সিগনেচার ক্যাম্পেইন অনেকের রুটি রোজির প্রধান অবলম্বন আর এই অবলম্বন সেই সোনার ডিম পারা হাঁসের মতন জবাই করে দিবেন না অল্প কয়টা মেরিট এর জন্য। সো কনটেস্ট এসেছে অংশগ্রহণ করুন সমস্যা নেই মেরিট অ্যাবিউজ কইরেন না।

জানিনা কে আমার কথা কে কিভাবে নিবেন কারণ পোষ্টের মধ্যে ভালো খারাপ দুটোই মিক্স করে বলেছি, ভালো লাগলে ভালো আর খারাপ লাগলে কিছু করার নাই আমরা বাঙালি ভাই। আর এখন আমার বাংলা গ্রামীণ ভাষায় একটা পচা কথা মনে পড়ে গেল " গু*য়া তোমার, এখন তোমার গু*য়া তুমি বাঁশ দিয়ে ফারবা নাকি কাঁচি দিয়ে ফারবা এটা তোমার বিষয়"


সত্যি কথা বলতে আমি নিজেও ইলেকট্রাম চালাই। আর সুবিধা অসুবিধার যদি কথা বলি তাহলে আমার চোখে আহামরি তেমন কিছু পড়তেছেনা। জাস্ট পার্থক্য হলো ইলেকট্রাম, বিটকয়েন কোর এসব GUI বেইসড আর এটা CLI বেইসড, ইন্টারফেস আলাদা। এছাড়া আরো কোনো সুবিধা আছে কিনা তা এই মুহূর্তে আমার জানা নেই, জানতে পারলে অবশ্যই জানাচ্ছি....
ধুর মিয়া আপনি আবার কি কন, CLI বেইসড ইন্টারফেস আবার কবে সুবিধা হইলো। CLI  এর অসুবিধা এর জন্য মানুষ GUI বেইসড ইন্টারফেস এর আবিষ্কার করল আপনি আবার সেই প্রাচীনকালে চইলা যান।

তবে ভাই এটা অস্বীকার করা যাবে না CLI বেইসড ইন্টারফেস ওয়ালা অ্যাপ্লিকেশন বলুন বা অপারেটিং সিস্টেম বলুন এগুলোর সুবিধা হল এরা লো কনফিগারেশনেরেও ভালো কর পারফরম্যান্স করতে পারে। তবে এটা যারা কোডিং প্রোগ্রামিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য উপযুক্ত সবার জন্য না।


আর যারা CLI কি বা GUI কি বুঝতেছেন না আর বলতেছেন এরা কি আবোল-তাবোল কইতেছে তাদেরকে বলতেছি এটা ভাই কিছুই না শর্ট ফর্ম, Command Line Interface আরেকটি হইল  Graphical interface,
Command line interface মানে হইল আপনাকে টাইপিং করে কমান্ড করতে হবে একটা অ্যাপ্লিকেশনবা সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে।
আর গ্রাফিক্যাল ইন্টারফেস এর সবচাইতে সহজ উদাহরণ মাউস দিয়ে ক্লিক করার মাধ্যমে ব্যবহার করতাছেন বা গ্রাফিক্যাল যা কিছু আপনি সামনে দেখতেছেন সেটাই হইল গ্রাফিক্যাল ইন্টারফেস।  গ্রাফিক্যাল ইন্টারফেস এর একটা সুবিধা হল  এরা ইউজার ফ্রেন্ডলি যে কেউ সহজেই এটাকে ব্যবহার করতে পারে কিন্তু কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতে হইলে নলেজ লাগে কমান্ডগুলো সম্পর্কে। একটা জিনিস দেখবেন যে এপ্লিকেশনে গ্রাফিক্যাল জিনিসপত্র যত বেশি আমি বলতে চাইতেছে গ্রাফিক্স বেশি সেই ইন্টারফেস তত বেশি ভারী এবং সেটাকে ব্যবহার করতে হলে তত ভালো কনফিগারেশন এর কম্পিউটার বা ডিভাইস লাগবে।
তাই বর্তমানে দেখবেন যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপসগুলো যত সুবিধা হচ্ছে ব্যবহার করতে তত বেশি ভারী হচ্ছে আই মিন আগে ফেসবুক যেখানে ১০০ এমবি জায়গা দখল করতো এখন দেখবেন পাঁচ ছয় জিবি খাইতেছে।
কমান্ড লাইন ইন্টারফেসে বিষয়গুলো আবার ভিন্ন এখানে গ্রাফিক্স নাই খালি কমান্ড মারো আর কাজ কর।
আগের জামানায় কম্পিউটার ব্যবহার করতে হলে শুধুমাত্র  কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতে হতো তখন যেমন আপনি এখন একটি ফোল্ডারে ডাবল ক্লিক করেই ফোল্ডারের ভিতরে ঢুকতেছেন কমান্ড লাইন ইন্টারফেস এ আপনাকে এটা করার জন্য cd foldername ব্যাক এ আসতে হইলে cd.. আবার ড্রাইভ চেঞ্জ করতে হলে drivename: তারপরও যদি আমার দ্বারা বুঝতে না পারেন গুগলে সার্চ করে বুঝে নেন।



Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন। বেষ্ট কয়েকটি এডিটর হলো
  • JetBrains CLion
  • IntelliJ IDEA (With Rust Plugin)
  • Neovim
  • Sublime Text
ধুর মিয়া আপনি আবার Sublime Text রে ম্যানশন করছেন ডিপ্লোমা এর কলেজ লাইফে একটা কাইসসা ইন্সট্রাক্টর ছিল সে বুঝতো না বালের মাথা খালি করতো হাতা পাতা, আর সেই ইন্সট্রাক্টর Sublime Text ব্যবহার করাইতো আমার কাছে জঘন্যতম একটা কোড এডিটর,
তবে ইস্ট অর ওয়েস্ট VS Code ইস দ্যা বেস্ট, এমন কোন প্লাগইন খুঁজে পাবেন না  যা এখানে নাই।




বাই দ্যা ওয়ে শিশির ভাইকে ধন্যবাদ, আমার বহুদিন থেকে এই ধরনের আইডিয়াটা মাথায় ঘুরপাক খাচ্ছিল কয়েকবার বলেছিলামও যেটাকে আপনি আঞ্জাম দিয়েছেন আর অবশ্যই বিশাল সময় খরচ করেছেন এর পেছনে।
বাংলা কমিউনিটি থেকে আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন লোকাল থ্রেডকেই আমরা অনেকটা লোকাল বোর্ডের মতন করে ব্যবহার করতে পারব।

আর BitCoinDream ভাইকে বলব শিশির ভাইয়ের এই পোস্টটাকে অবশ্যই অবশ্যই ওপিতে রাখবেন। আমি অলরেডি তার এই পোস্টকে বুক মার্ক করে রেখেছি মাঝে মধ্যে নিজের পোস্টটা নিজে খুঁজে পাই না এটা আমাকে বহুত সাহায্য করবে।

┏━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┓
 ফোরাম রিলেটেড ইনফরমেটিভ পোষ্ট গুলো|Meta
 বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ|Local Meta
 টুলস এবং টিউটোরিয়াল পোষ্ট গুলো|Beginners and Help
 বিটকয়েন এবং ক্রিপ্টো ও টেক রিলেটেড তথ্যবহুল পোষ্ট|Technical Discussion
 গুরুত্বপূর্ণ অনুবাদ গুলো|Translations
 অন্যান্য গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো|Others
┗━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━━━•❅•°•❈•°•❅•━━━━━┛
jr. member
Activity: 45
Merit: 12
October 13, 2024, 11:43:17 AM
Rust কোডিং করার জন্য কোন code editor সফটওয়্যার ব্যবহার করছেন ? visual studio তে এটা সাপোর্ট করে ?আর এটি শেখার জন্য আপনিকি শুধুমাত্র google বা Chatgpt বা YouTube ইউজ করছেন নাকি আপনি শেখার জন্য কোন ধরনের কোর্স করছেন ? ভবিষ্যতের দিনগুলোতে এটির গুরুত্ব অনেক বেড়ে যাবে তাই এখন এটি শেখাটা অনেক ভালো সিদ্ধান্ত তাতে মার্কেটপ্লেসে ভালো কিছু করা যেতে পারে। আমি রিসেন্টলি CSE কমপ্লিট করেছি আর কোডিং বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও Rust শিখবো তাই সোর্সগুলো শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন
Rust কোডিং সহ যাবতীয় কোড লেখার জন্য আমি আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন। বেষ্ট কয়েকটি এডিটর হলো
  • JetBrains CLion
  • IntelliJ IDEA (With Rust Plugin)
  • Neovim
  • Sublime Text
আমি শেখার জন্য কোনো কোর্স করিনি। আমি একসময় প্রফেশনাল কোডার ছিলাম বাংলাদেশে ২০১২-২০১৬ পর্যন্ত যতো কমিউনিটি সাইট ছিলো সবগুলাতেই আমার করা কিছু না কিছু কোড আছে। প্রফেশন হিসাবে নিতে চাইলে ইউটিউব, গুগল, চ্যাটিজিপিটি দিয়ে কিছু হবেনা। প্রফেশনাল কারো থেকে কাজ শিখতে হবে।
ভাই আপনারা যদি কেউ ভালো কোডিং পারেন এবং ওয়েবসাইট ডিজাইন করতে পারেন তাহলে আমি আপনাদের দিয়ে কিছু কাজ করাবো আমার। আমার ওয়েবসাইট গুলো সাধারণত WordPress এবং Elementary দিয়ে ডিজাইন করে কাজ করি। তবে আপনারা যদি প্রফেশনাল লেভেলের কাজ করে দিতে পারেন তাহলে আমার কিছু ওয়েবসাইটের কাজ করাবো আপনাদের দিয়ে। যদি ভাই হেল্প করতে পারেন তাহলে জানাইয়েন ভাই।
বিস্তারিত আমাকে জানান। সম্ভব হলে করে দিবো। তবে ভালো কাজ চাইলে প্যামেন্ট ভালো হতে হবে। লো কোয়ালিটির কাজ চাইলে যোগাযোগ করার প্রয়োজন নাই।
full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
October 13, 2024, 10:52:18 AM
আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।
আপনি যে উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো একটা উদ্যোগ বাংলা কমিউনিটির মেম্বারদের জন্য। আপনি সবাইকে সতর্ক করতেছেন যেন তারা এটা না করে। এই সতর্ক বার্তা পাওয়ার পর সবাই যদি সতর্ক না হয় তাহলে বিষয়টা কি রকম হয়ে গেল। আসলে যদি সবাই তাদের বিষয়গুলো ভুল ভ্রান্তি গুলো শুধরে নিয়ে ভালোভাবে এগিয়ে আসে তাহলে বিষয়টা অনেক ভালো হবে। এখান থেকে যারা বোঝার তারা অবশ্যই বুঝে যাবে আর যারা বুঝবে না আসলে তারা কিভাবে কি করতেছে জানিনা।

আর ভাই লোকাল  থ্রেড  জেল থেকে কন্ট্রোল হচ্ছে এই জিনিসটা এক সময় আমিও ভেবেছিলাম আসলে এটা কেমন গতিতে আগাচ্ছে এটা নিয়েও আমার এক সময় প্রশ্ন উঠেছিল কিন্তু পরে আর এটা কিছু বলা হয়নি। যাইহোক আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনার উদ্যোগকে আমি সম্মান করি। এভাবে যদি সবাই সতর্ক হয়ে ভালো হয়ে যায় তাহলে আশা করি এই ভালো কাজগুলো দ্বারা আমরা গ্লোবালে আমাদের খারাপ রেপোর্টেশনটা দূর করতে পারব। আর যদি এত বোঝানোর পরেও কেউ বের হতে না পারে তাহলে তাদের নিজেদের ব্যক্তিগত দিক থেকে পিছনে পড়ে যাবে। আমরা আমাদের ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে আসবো এবং ফেয়ার থাকবো তাহলে আর কোন পিছুটান আমাদের থাকবে না।

Rust এর ডেমো হিসাবে Rust ব্যাবিহার করে Hello Bitcointalk Forum লেখা একটি ডেমো দিলাম।
Code:
fn main() {
    println!("Hello Bitcointalk Forum");
}
এই ব্যাপারে বিস্তারিত লেখার ইচ্ছা ছিলো কিন্তু প্রচন্ড মাথাব্যাথার কারণে লিখতে পারলাম না, তবে আগামীতে আবার কোনোদিন এই ব্যাপারে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ।
Rust কোডিং করার জন্য কোন code editor সফটওয়্যার ব্যবহার করছেন ? visual studio তে এটা সাপোর্ট করে ?আর এটি শেখার জন্য আপনিকি শুধুমাত্র google বা Chatgpt বা YouTube ইউজ করছেন নাকি আপনি শেখার জন্য কোন ধরনের কোর্স করছেন ? ভবিষ্যতের দিনগুলোতে এটির গুরুত্ব অনেক বেড়ে যাবে তাই এখন এটি শেখাটা অনেক ভালো সিদ্ধান্ত তাতে মার্কেটপ্লেসে ভালো কিছু করা যেতে পারে। আমি রিসেন্টলি CSE কমপ্লিট করেছি আর কোডিং বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও Rust শিখবো তাই সোর্সগুলো শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন
ভাই আপনারা যদি কেউ ভালো কোডিং পারেন এবং ওয়েবসাইট ডিজাইন করতে পারেন তাহলে আমি আপনাদের দিয়ে কিছু কাজ করাবো আমার। আমার ওয়েবসাইট গুলো সাধারণত WordPress এবং Elementary দিয়ে ডিজাইন করে কাজ করি। তবে আপনারা যদি প্রফেশনাল লেভেলের কাজ করে দিতে পারেন তাহলে আমার কিছু ওয়েবসাইটের কাজ করাবো আপনাদের দিয়ে। যদি ভাই হেল্প করতে পারেন তাহলে জানাইয়েন ভাই।
sr. member
Activity: 616
Merit: 322
October 13, 2024, 01:41:39 AM
যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে।

প্রকাশ্যে শুধু এটুকই বললাম। বেশি কিছু বলতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। কালকে বড় ভাই আমাকে বলছিলো যে, কাদের এক্সপোজ করবেন? থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়বে। এরা সবাই বাংলাদেশী। একটু কঠোর হলে পুরা কমিউনিটির ৭০% লোক নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে। এমনিতেই তো আমাদের কমিউনিটির মেম্বারদের কোনো রেপুটেশন নাই। কিন্তু আমি বিগত ১ বছর যাবৎ চেষ্টা করছি এগুলো বন্ধ হোক। সবাই সবার প্রতি ফেয়ার থাকুক। কোনো প্রকার এবিউজ না হোক।
আমিও সবসময় তাই চাই কেউ যদি তার মূল্যবান সময় এখানে ব্যয় করে ভালো কিছু করতে পারে তাহলে করুক এটি তার অ্যাচিভমেন্ট আমি এটির প্রশংসা করি। তবে তাই বলে মেরিট অ্যাবিউজ করবে এটা ফোরামের রুলস এর বিরুদ্ধে। বলতে গেলে অনেক কিছুই বলতে পারি হয়তো বা আমি আপনার থেকে অনেক বেশি কিছুই জানি তবে বলি না এ কারণেই সবাই পরিশ্রম করতেছে এভিউজ করার জন্যও পরিশ্রম করতে হয় সময় ব্যয় করতে হয়। সবাই অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে একাউন্ট একটি পর্যায়ে নিয়ে গেছে তাই আমি চাই তারা প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টগুলোকে শক্তভাবে টিকিয়ে রাখুক। তবে যদি নিজেই নিজের ক্ষতি চায় তাহলে তো কিছু বলার নেই। এখানে আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলি না যা বলি সবার উদ্দেশ্যে তবে যদি কারো ব্যক্তিগতভাবে আঘাত লাগে এবং সে তার কারণে উল্টো কারো ক্ষতি করতে চায় সেক্ষেত্রে সেও পার পাবে না। আমরা সবাই বাঙ্গালী আমি চাই সবাই মিলেমিশে একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করুন যেন একটা লোকাল বোর্ড পাওয়া যায়। এবং এই ফোরাম এর মধ্যে বাংলাদেশের একটি ভালো সুনাম থাকে। অতীতে কি করছে সেটি জানার আগ্রহ কিংবা সময় কোনোটিই আমার নেই আমি বলব আজকে এই মুহূর্ত থেকে সবাই সতর্ক হয় এবং একটি বৈধ উপায়ে কোন প্রকার অ্যাবিউজ না করে নিজের  ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু করি তাতে একাউন্টের সাথে সাথে রেপুটেশনটাও গড়ে উঠবে। এটি সবার উদ্দেশ্যে বলছি সবাই মাথায় রাখবেন যদি কেউ কারো পিছনে লাগেন তাহলে আপনি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। যুদ্ধ করে হয়তোবা কেউ একজন জিতে যাবে তবে উভয়পক্ষ রক্তাক্ত হবে এটা মাথায় রাখবেন। আশা করি প্রত্যেকে এই বিষয়টি বুঝতে পেরেছেন।

Quote
আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।
আমি হঠাৎ করে মধ্যরাতে কিছু শুনলাম যা আমাকে অবাক করল এবং একই সাথে হাসালো। যাই হোক সবাই যার যার যোগ্যতা দিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু করুক এটি শুধুযে তার একার জন্য ভালো তা নয় বাংলা কমিউনিটের জন্যও ভালো। যার কারণে আমি প্রত্যেকের সাকসেসের অনেক প্রশংসা করি তাই বলে চিট করে পরীক্ষায় গোল্ডেন পাওয়া যাবে না ।অবশ্যই গোল্ডেন পেতে হবে নিজের মাথা দিয়ে নিজের জ্ঞান দিয়ে। নকল করে চিট করে কেউ যদি ধরা না পড়ে গোল্ডেন পায় তাহলে ভালো আমি তার প্রশংসা করব। তবে ধরা পড়লে এক্সপেল হতে হবে এটা সবার মনে থাকা জরুরী।

কনটেস্টে অংশগ্রহণ করুক এটা কোন সমস্যা নয় আমি এটিকে সমস্যা মনে করি না। অনেক বড় বড় গ্লোবাল মেম্বাররাও এখানে অংশগ্রহণ করে কারণ এখানে বিটকয়েনের একটি পুরস্কার রয়েছে। কনটেস্টে অংশগ্রহণ করে মেরিট পাক এটা অনেক ভালো আমি সাপোর্ট করি ।তবে নিজের মাল্টি অ্যাকাউন্ট দিয়ে সেখানে মেরিট দেওয়াটা কোনভাবেই আমি সাপোর্ট করিনা। আর আমি প্রকাশ্যেই বলছি আমার চোখে যদি এমন কিছু পরে আমি তাকে সরাসরি রেড ট্যাগ দিতে বাধ্য হব। কারণ এত বার বার এত কিছু বলার পরও যদি কেউ এরকম করে তাকে বারবার ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 13, 2024, 01:25:06 AM
অরিজিনাল টপিক : Bitcoin Message Tool - command-line signer & verifier
কম বেশি আমরা সবাই মনে হয় ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করি। বিটকয়েন কোর ব্যবহারকারীও আছেন এইখানে সম্ভবত। ইলেকট্রাম থেকেই আমরা যে কোন বার্তা সাইন করতে এবং ভেরিফাই করতে পারি। এই যে টুল শেয়ার করলেন এইটার এক্সট্রা কি সুবিধা আছে?

সত্যি কথা বলতে আমি নিজেও ইলেকট্রাম চালাই। আর সুবিধা অসুবিধার যদি কথা বলি তাহলে আমার চোখে আহামরি তেমন কিছু পড়তেছেনা। জাস্ট পার্থক্য হলো ইলেকট্রাম, বিটকয়েন কোর এসব GUI বেইসড আর এটা CLI বেইসড, ইন্টারফেস আলাদা। এছাড়া আরো কোনো সুবিধা আছে কিনা তা এই মুহূর্তে আমার জানা নেই, জানতে পারলে অবশ্যই জানাচ্ছি....



যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে
প্রকাশ্যে শুধু এটুকই বললাম। বেশি কিছু বলতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। কালকে বড় ভাই আমাকে বলছিলো যে, কাদের এক্সপোজ করবেন? থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়বে। এরা সবাই বাংলাদেশী। একটু কঠোর হলে পুরা কমিউনিটির ৭০% লোক নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে। এমনিতেই তো আমাদের কমিউনিটির মেম্বারদের কোনো রেপুটেশন নাই। কিন্তু আমি বিগত ১ বছর যাবৎ চেষ্টা করছি এগুলো বন্ধ হোক। সবাই সবার প্রতি ফেয়ার থাকুক। কোনো প্রকার এবিউজ না হোক।

আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।

Z_MBFM রেপুটেশন শেষ হওয়ার কিছু নাই এখানে, কারণ থাকলে তো শেষ হবে। যেকোনো গ্লোবালকে জিগান বাঙালি কমিউনিটি নিয়ে আপনার চিন্তাধারা কি, বলবে আরে এরা তো চিটার।

LB আপাতত লোকাল বোর্ডের চিন্তা বাদ দেও। এপ্লাই করলে উল্টা দেখবা জিনিসটা নিয়ে মকারি/কমেডি শুরু হয়ে গেছে। উল্টো ব্যাকফায়ার হয়ে যাবে।

লল, একটা জিনিস নোটিস করছো? আমার তোমার সতর্কবার্তা দেয়ার পর, মেনশন করা একজনও লোকালে কোনো পোস্ট করে নি যদিও গ্লোবালে ঠিকই করে যাচ্ছে, হয় চিপায় চাপায় বসে আসে, না হয় PM এ এসে কান্নাকাটি করতেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 13, 2024, 01:00:05 AM
যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে।

প্রকাশ্যে শুধু এটুকই বললাম। বেশি কিছু বলতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। কালকে বড় ভাই আমাকে বলছিলো যে, কাদের এক্সপোজ করবেন? থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়বে। এরা সবাই বাংলাদেশী। একটু কঠোর হলে পুরা কমিউনিটির ৭০% লোক নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে। এমনিতেই তো আমাদের কমিউনিটির মেম্বারদের কোনো রেপুটেশন নাই। কিন্তু আমি বিগত ১ বছর যাবৎ চেষ্টা করছি এগুলো বন্ধ হোক। সবাই সবার প্রতি ফেয়ার থাকুক। কোনো প্রকার এবিউজ না হোক।

আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 12, 2024, 10:16:07 PM

অরিজিনাল টপিক : Bitcoin Message Tool - command-line signer & verifier
কম বেশি আমরা সবাই মনে হয় ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করি। বিটকয়েন কোর ব্যবহারকারীও আছেন এইখানে সম্ভবত। ইলেকট্রাম থেকেই আমরা যে কোন বার্তা সাইন করতে এবং ভেরিফাই করতে পারি। এই যে টুল শেয়ার করলেন এইটার এক্সট্রা কি সুবিধা আছে?
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 12, 2024, 12:48:01 PM
লেখক : witcher_sense
অরিজিনাল টপিক : Bitcoin Message Tool - command-line signer & verifier




পরিচয়

সম্পূর্ণ ওপেন সোর্স লাইটওয়েট একটি CLI (কমান্ড লাইন ইন্টারফেস) টুল, যা বিটকয়েন মেসেজ সাইনিং এবং ভেরিফিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে। কোনো রকম গোপনীয় তথ্য প্রকাশ না করে কোনো এড্রেসের মালিকানা প্রমান করার সবথেকে সহজ উপায় হচ্ছে বিটকয়েন মেসেজ সাইনিং।

এই টুলটি একান্তভাবে BIP137-এ উল্লেখ করা স্পেসিফিকেশন অনুসরণ করে:

"...এটি এমন এক সময় গৃহীত হয় যখন P2PKH এড্রেসের জন্য ডিজিট্যালি বিটকয়েন মেসেজ সাইনিং এর কোনো BIP লেখা হয় নি, যাইহোক পরবর্তীতে SegWit (P2SH এবং bech32) এড্রেসগুলোর প্রবর্তনের সাথে, কোনটা P2PKH, কোনটা P2SH বা কোনটা bech32 তা একে অপরের থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানের জন্য মূলত একটি স্ট্যান্ডার্ড BIP ফরম্যাটের প্রস্তাব করা হয় যার মাধ্যমে ক্লায়েন্টরা এইসব ভিন্ন ভিন্ন এড্রেস ফরম্যাটকে আলাদা করতে পারবে।"

দয়া করে এটি মনে রাখবেন:

"যেহেতু এই ফরম্যাটটিতে P2PKH কী অন্তর্ভুক্ত, সেজন্য এটি পূববর্তী ভার্সনগুলোর সাথেও কম্প্যাটিবল, তবে এটি মনে রাখবেন যে কিছু কিছু সফটওয়্যার হেডার টাইপ চেক করে থাকে এবং নতুন SegWit হেডারগুলোকে ক্রটি হিসেবে চিন্তিত করতে পারে।"

আরো তথ্য: https://github.com/bitcoin/bips/blob/master/bip-0137.mediawiki

যেসব ওয়ালেট সম্পূর্ণরূপে BIP137 সিগ্নেচার টাইপ সাপোর্ট করে:

1) Trezor
2) Sparrow ওয়ালেট
3) Coldcard?
4) ...

এই টুলটি মূলত এই স্ট্যান্ডার্ডের ব্যবহার বাড়ানোর একটি প্রচেষ্টা।

ইনস্টলেশন

1)pip এর মাধ্যমে ইনস্টল করার ক্ষেত্রে, নিচের কমান্ডটি রান করুন:

Code:
pip install bitcoin-message-tool

আপনি এই আপ্লিকেশনটির জন্য একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবেন এবং চাইলে সেখান থেকে এটি রান করা যাবে, উদাহরণস্বরূপ Poetry ব্যবহার করে এটি করা যায়।

নতুন একটি ফোল্ডার তৈরি করুন (বিটকয়েন মেসেজ টুল সংক্ষেপে bmt অথবা আপনার যা মনে চায় বেছে নিন):

Code:
poetry new bmt

Code:
cd ./bmt

নতুন একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করুন:

Code:
poetry install
Code:
poetry shell

PyPi কমান্ডটি ব্যবহার করে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন:
Code:
poetry add bitcoin-message-tool

টার্মিনালে এপ্লিকেশনটি রান করার জন্য নিচের কমান্ডটি দিন:

Code:
python3 -m bitcoin_message_tool

আপনি যদি কোনো রকম আর্গুমেন্ট ছাড়াই এপস্ টি রান করেন, সেক্ষেত্রে আপনি একটি হেল্প মেসেজ দেখতে পাবেন।

2) বিকল্পভাবে, আপনি এই কমান্ডটির মাধ্যমে সরাসরি গিটহাব থেকে সোর্স কোডটি ডাউনলোড করে নিতে পারবেন।:

Code:
git clone https://github.com/shadowy-pycoder/bitcoin_message_tool.git

আথবা আপনি রিপোজিট্যারি ফোর্ক করুন এবং তারপর সেই ফোর্ক করা ভার্সনটি ক্লন করে নিন

নিচের কমান্ডটি দিয়ে requirements.txt ইনস্টল করে নিন:

Code:
pip install -r /path/to/requirements.txt

ফোর্কড বা ক্লোন করা রিপোজিট্যারি থেকে এপ্লিকেশনটি রান করার জন্য, নিচের কমান্ডটি দিন:

Code:
python3 /path/to/bmt.py -h

কিভাবে বিটকয়েন মেসেজ টুল ব্যবহার করবেন

নিম্নলিখিত পরীক্ষাটির মাধ্যমে এই CLI টুলটি ব্যবহার কিভাবে একটি বিটকয়েন মেসেজ সাইন এবং ভেরিফাই করা যাবে তার স্পষ্ট ধারণা দিবে:

সাধারণ ব্যবহার:

Code:
python -m bitcoin_message_tool -h

or

python bmt.py -h
usage: python3 bmt.py [-h] {sign,verify} ...

Bitcoin message signing/verification tool

positional arguments:
{sign,verify}

options:
-h, --help     show this help message and exit


মেসেজ সাইনিং:

Code:
python bmt.py sign -h
usage: python3 bmt.py sign [-h] -p -a {p2pkh,p2wpkh-p2sh,p2wpkh} -m [MESSAGE ...] [-d] [-v]

options:
-h, --help            show this help message and exit

Sign messsage:
-p, --privkey         private key in wallet import format (WIF)
-a {p2pkh,p2wpkh-p2sh,p2wpkh}, --addr_type {p2pkh,p2wpkh-p2sh,p2wpkh}
                        type of bitcoin address
-m [MESSAGE ...], --message [MESSAGE ...]
                        Message to sign
-d, --deterministic   sign deterministtically (RFC6979)
-v, --verbose         print prettified message

উদাহরণ: কমপ্রেস্ট প্রাইভেট কী এবং p2pkh এড্রেসের জন্য নন-ডিটারমিনিস্টিক (ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট নির্ধারণ করা যায় না) সিগ্নেচার

Code:
$python bmt.py sign -p -a p2pkh -m ECDSA is the most fun I have ever experienced

PrivateKey(WIF):
দয়া করে মনে রাখবেন যে প্রাইভেট কী কিন্তু টার্মিনালে দেখা যাবে না।

আউটপুট:

Code:
Bitcoin address: 175A5YsPUdM71mnNCC3i8faxxYJgBonjWL
Message: ECDSA is the most fun I have ever experienced
Signature: IBuc5GXSJCr6m7KevsBAoCiX8ToOjW2CDZMr6PCEbiHwQJ237LZTj/REbDHI1/yelY6uBWEWXiOWoGnajlgvO/A=

 -v/--verbose flag ব্যবহার করে একই আউটপুট:

Code:
-----BEGIN BITCOIN SIGNED MESSAGE-----
ECDSA is the most fun I have ever experienced
-----BEGIN BITCOIN SIGNATURE-----
175A5YsPUdM71mnNCC3i8faxxYJgBonjWL

IBuc5GXSJCr6m7KevsBAoCiX8ToOjW2CDZMr6PCEbiHwQJ237LZTj/REbDHI1/yelY6uBWEWXiOWoGnajlgvO/A=
-----END BITCOIN SIGNATURE-----

মেসেজ ভেরিফিকেশন:

Code:
python bmt.py verify -h
usage: python3 bmt.py verify [-h] -a ADDRESS -m [MESSAGE ...] -s SIGNATURE [-v] [-r]

options:
-h, --help            show this help message and exit

Verify messsage:
-a ADDRESS, --address ADDRESS
                        specify bitcoin address
-m [MESSAGE ...], --message [MESSAGE ...]
                        Message to verify
-s SIGNATURE, --signature SIGNATURE
                        bitcoin signature in base64 format
-v, --verbose         print full message
-r, --recpub          recover public key

উদাহরণ: verbose mode এ মেসেজ ভেরিফিকেশন

Code:
python bmt.py verify -a 175A5YsPUdM71mnNCC3i8faxxYJgBonjWL \
> -m ECDSA is the most fun I have ever experienced \
> -s HyiLDcQQ1p2bKmyqM0e5oIBQtKSZds4kJQ+VbZWpr0kYA6Qkam2MlUeTr+lm1teUGHuLapfa43JjyrRqdSA0pxs= \
> -v

আউটপুট:

Code:
True
Message verified to be from 175A5YsPUdM71mnNCC3i8faxxYJgBonjWL

আরো উদাহরণ এবং সোর্স কোড এখানে পাওয়া যাবে: https://github.com/shadowy-pycoder/bitcoin_message_tool

Sparrow ওয়ালেট দিয়ে করা পরীক্ষা

আসুন এবার আমরা আসল একটি ওয়ালেট দিয়ে তৈরি করা SegWit সিগ্নেচার ভেরিফাই করে দেখি::



ফলাফল:



এবার আসুন এই টুল দিয়ে তৈরি করা একটি SegWit সিগ্নেচার ভেরিফাই করে দেখি:



ফলাফল:





অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:


sr. member
Activity: 616
Merit: 322
October 12, 2024, 02:17:49 AM
যাক অবশেষে কঠোর হচ্ছেন। আমি প্রথম দিকে কিছুদিন অনেক চিল্লাপাল্লা করছি। কিন্তু কোন কাজ হয়নি এবং আমি তাদের কাছে হেরে গিয়েছিলাম এবং বুঝতে পারছি যে বাঙালির খাইছলত কখনোই যাবে না। যার কারনে রাগ করে বাংলাতে আসি না। এখানে একটি বিষয় সবসময় দেখা যায় যদি কেউ একটি টপিক তুলে দেয় তাহলে এক সিরিয়ালে সেই জিনিস নিয়েই ঘুরাইয়া প্যাচাইয়া একই কথা কয়েকটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যেমন এখন কুমড়া নিয়ে শুরু করে দিছে। এভাবে কেউ কেউ তার সিগনেচার ক্যাম্পেইনের রিকোয়ারমেন্ট পূরণ করে আবার কেউ কেউ মেরিট আদান প্রদান করে। যাই হোক আপনি অনেক কথা বলছেন আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তবে যেহেতু কঠোর হয়েছেন এভাবেই কঠোর থাকুন তাতে বাংলাতে পোস্ট কেউ না করুক তাতে সমস্যা নেই। তবে অন্ততপক্ষে স্পামিং এবং মেরিট ফার্মিং না হোক।

কঠোর হচ্ছি তেমনটা বলবো না। কারন কঠোর হলে মেইন একাউন্ট এ নেগেটিভ ট্যাগ মেরে বসে থাকতাম। তবে এটা ফিডব্যাক সিষ্টেম এর এবিউজ হবে। তাউ যে কোনো ক্ষেত্রে নিউট্র্যাল ব্যাবহার করতে চাচ্ছি। তবে আমি এখনো তেমন কাউকে নিউট্র্যাল ট্যাগ দেই নি একটা একাউন্ট ছাড়া। যেহেতু ডিটি নেটওয়্যার্কে আছি মোটামোটি কয়েকমাস ধরে, তাই ফিডব্যাবক দেয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। আমার কাছে অলরেডি মেরিট এবিউজ এর প্রমান আছে। আগেও ছিলো। এখনো আছে। কারা কারা প্রাইভেট মেসেজে, টেলিগ্রামে মেসেজ করে করে মেরিট এক্সচেন্জ করে, এটা মোটামোটি আমি জানি। তবুও একেবারে কঠোর হচ্ছি না। তবে হতে কতক্ষন?
যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে।

আমি আরেকটি বিষয় উল্লেখ করে দিতে চাই যে আমি লক্ষ্য করেছি এখান থেকে কিছু ম্যারিটি ফর্মাররা পজিটিভ ফিডব্যাক ফার্ম করার চেষ্টা করছেন Sahsan এর থেকে বারবার লোন নিয়ে নিয়ে। যখন কেউ দেখতে পাচ্ছে যে Sahsan লোন নেওয়ার কারণে কোন একটি একাউন্টে পজিটিভ ট্রাস্ট দিয়েছে সেই সাথে সাথে অনেকগুলো একাউন্ট সিরিয়াল ধরছেন লোন নেওয়ার জন্য। আমি বলবো না যে কেউ লোন নিয়েন না। কারো লোনের প্রয়োজন হতেই পারে। তবে কিছু কিছু বিষয় খেয়াল করলে অনেকটা সন্দেহজনক মনে হয় । আমি তাদেরকেও বলবো ভাইয়েরা একটু সতর্ক হন।

Kara3    2023-10-08    Reference    Plagiarism activitys

আপনার উচিৎ এই দুইটা ফিডব্যাক রিভিউ করা। কারন আপনার রেংক আপ হচ্ছে, ফোরামে ট্রাস্ট ইনক্লুশন পাওয়ার জন্য ফিডব্যাকের সঠিক ব্যাবহার জরুরী। AirtelBuzz দেখলাম আপনাকে রেফারেন্স ছাড়া নেগেটিভ ফিডব্যাক দিয়ে বসে আছে। যদিও সে নিজেই একটা মেরিট বেগার/এবিউজার। সে নিজেই নেগেটিভ ডিজার্ভ করে। তবে নিউট্যাল রাখাই ভালো। লোকাল বলে অনেক ছাড় পাচ্ছে অনেকেই।
ঠিক আছে আমি এই দুটো রিভিউ করবো আবার। AirtelBuzz কে আমি একটি ন্যাচারাল ট্রাস্ট দিয়েছিলাম তার বিপরীতে সে কোন সোর্স ছাড়া রাগের বশবর্তী হয়ে আমার প্রোফাইলে নেগেটিভ ট্রাস্ট দিয়ে রেখেছিল। আমি এটি তখনই লক্ষ্য করেছি তবে আমি তাকেও কিছু বলিনি। এখন আমি জানি এটি সম্পূর্ণই বৃত্তিহীন। আর এটি আমার প্রোফাইলে খুব বেশি ইফেক্ট খেলবে না। তবে আপনি পোস্ট করার পর পরই মনে হচ্ছে সে এটি দেখে ফিডব্যাকটি ডিলিট করে দিয়েছে। যাই হোক আর কিছু বললাম না
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 11, 2024, 11:12:20 PM
যাক অবশেষে কঠোর হচ্ছেন। আমি প্রথম দিকে কিছুদিন অনেক চিল্লাপাল্লা করছি। কিন্তু কোন কাজ হয়নি এবং আমি তাদের কাছে হেরে গিয়েছিলাম এবং বুঝতে পারছি যে বাঙালির খাইছলত কখনোই যাবে না। যার কারনে রাগ করে বাংলাতে আসি না। এখানে একটি বিষয় সবসময় দেখা যায় যদি কেউ একটি টপিক তুলে দেয় তাহলে এক সিরিয়ালে সেই জিনিস নিয়েই ঘুরাইয়া প্যাচাইয়া একই কথা কয়েকটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যেমন এখন কুমড়া নিয়ে শুরু করে দিছে। এভাবে কেউ কেউ তার সিগনেচার ক্যাম্পেইনের রিকোয়ারমেন্ট পূরণ করে আবার কেউ কেউ মেরিট আদান প্রদান করে। যাই হোক আপনি অনেক কথা বলছেন আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তবে যেহেতু কঠোর হয়েছেন এভাবেই কঠোর থাকুন তাতে বাংলাতে পোস্ট কেউ না করুক তাতে সমস্যা নেই। তবে অন্ততপক্ষে স্পামিং এবং মেরিট ফার্মিং না হোক।

কঠোর হচ্ছি তেমনটা বলবো না। কারন কঠোর হলে মেইন একাউন্ট এ নেগেটিভ ট্যাগ মেরে বসে থাকতাম। তবে এটা ফিডব্যাক সিষ্টেম এর এবিউজ হবে। তাউ যে কোনো ক্ষেত্রে নিউট্র্যাল ব্যাবহার করতে চাচ্ছি। তবে আমি এখনো তেমন কাউকে নিউট্র্যাল ট্যাগ দেই নি একটা একাউন্ট ছাড়া। যেহেতু ডিটি নেটওয়্যার্কে আছি মোটামোটি কয়েকমাস ধরে, তাই ফিডব্যাবক দেয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। আমার কাছে অলরেডি মেরিট এবিউজ এর প্রমান আছে। আগেও ছিলো। এখনো আছে। কারা কারা প্রাইভেট মেসেজে, টেলিগ্রামে মেসেজ করে করে মেরিট এক্সচেন্জ করে, এটা মোটামোটি আমি জানি। তবুও একেবারে কঠোর হচ্ছি না। তবে হতে কতক্ষন?

আপনার দেয়া ফিডব্যাক গুলোর সাথে আমি একমত। তবে আপনার দুইটা ফিডব্যাক সঠিক ব্যাবহার হয়নি। দুইটা ন্যাগেটিভ ট্যাগ আমি হলে নিউট্রাল দিতাম।

Kara3    2023-10-08    Reference    Plagiarism activitys

আপনার উচিৎ এই দুইটা ফিডব্যাক রিভিউ করা। কারন আপনার রেংক আপ হচ্ছে, ফোরামে ট্রাস্ট ইনক্লুশন পাওয়ার জন্য ফিডব্যাকের সঠিক ব্যাবহার জরুরী। AirtelBuzz দেখলাম আপনাকে রেফারেন্স ছাড়া নেগেটিভ ফিডব্যাক দিয়ে বসে আছে। যদিও সে নিজেই একটা মেরিট বেগার/এবিউজার। সে নিজেই নেগেটিভ ডিজার্ভ করে। তবে নিউট্যাল রাখাই ভালো। লোকাল বলে অনেক ছাড় পাচ্ছে অনেকেই।
sr. member
Activity: 616
Merit: 322
October 11, 2024, 02:30:57 PM

সমর্থন আর অসমর্থনের কথা আপাতত বাদ দিলাম। আমরা এমন অনেক পাপের কাজ করি। যেমন আমি এখনো ক্যাসিনোর সিগন্যাচার ক্যাম্পেইনে আছি। কিন্তু যখন এথিকস এর ব্যাপার আসে, যেখানে আপনার উচিৎ সবার সাথে ফেয়ার থাকা, যেখানে আপনি ভালো ভালো পোষ্টগুলোতে মেরিট দিচ্ছেন না, কিন্তু আপনি এমন একজনের সাথে মেরিট লেনদেন করছেন যাকে মেরিট দিলে সেও আপনাকে মেরিট দিবে, তাহলে এটা এবিউজ এবং আপনি এবিউজার। এবং এটাই আমাদের থ্রেড এ হয়ে আসছে। আমি ২০২৩ সালের নভেম্বর মাসে একটা পোষ্ট এ পাবলিকলি কয়েকজনের নাম পোষ্ট করে তাদেরকে সতর্ক করেছিলাম। এখানে কেউ কাঠের চশমা পড়ে বসে থাকে না। তখন সতর্ক করার পর ভেবেছিলাম এসব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওনাদের এসব আচরন কখনোই থেমে নেই। আগে লোকাল থ্রেড ব্যাবহার করে এখানে মেরিট এবিউজ করতো, তারপর আমার পোষ্ট এর পর অনেকেই লোকাল থ্রেড ছেড়ে দিয়ে গ্লোবালে একটিভ হয়েছেন এবং সেখানেই মেরিট এবিউজ করতেছেন। এগুলো আসলে পানির মতো ক্লিয়ার যে আপনারা মেরিট এবিউজ করেন।
যাক অবশেষে কঠোর হচ্ছেন। আমি প্রথম দিকে কিছুদিন অনেক চিল্লাপাল্লা করছি। কিন্তু কোন কাজ হয়নি এবং আমি তাদের কাছে হেরে গিয়েছিলাম এবং বুঝতে পারছি যে বাঙালির খাইছলত কখনোই যাবে না। যার কারনে রাগ করে বাংলাতে আসি না। এখানে একটি বিষয় সবসময় দেখা যায় যদি কেউ একটি টপিক তুলে দেয় তাহলে এক সিরিয়ালে সেই জিনিস নিয়েই ঘুরাইয়া প্যাচাইয়া একই কথা কয়েকটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যেমন এখন কুমড়া নিয়ে শুরু করে দিছে। এভাবে কেউ কেউ তার সিগনেচার ক্যাম্পেইনের রিকোয়ারমেন্ট পূরণ করে আবার কেউ কেউ মেরিট আদান প্রদান করে। যাই হোক আপনি অনেক কথা বলছেন আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তবে যেহেতু কঠোর হয়েছেন এভাবেই কঠোর থাকুন তাতে বাংলাতে পোস্ট কেউ না করুক তাতে সমস্যা নেই। তবে অন্ততপক্ষে স্পামিং এবং মেরিট ফার্মিং না হোক।

Rust এর ডেমো হিসাবে Rust ব্যাবিহার করে Hello Bitcointalk Forum লেখা একটি ডেমো দিলাম।
Code:
fn main() {
    println!("Hello Bitcointalk Forum");
}
এই ব্যাপারে বিস্তারিত লেখার ইচ্ছা ছিলো কিন্তু প্রচন্ড মাথাব্যাথার কারণে লিখতে পারলাম না, তবে আগামীতে আবার কোনোদিন এই ব্যাপারে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ।
Rust কোডিং করার জন্য কোন code editor সফটওয়্যার ব্যবহার করছেন ? visual studio তে এটা সাপোর্ট করে ?আর এটি শেখার জন্য আপনিকি শুধুমাত্র google বা Chatgpt বা YouTube ইউজ করছেন নাকি আপনি শেখার জন্য কোন ধরনের কোর্স করছেন ? ভবিষ্যতের দিনগুলোতে এটির গুরুত্ব অনেক বেড়ে যাবে তাই এখন এটি শেখাটা অনেক ভালো সিদ্ধান্ত তাতে মার্কেটপ্লেসে ভালো কিছু করা যেতে পারে। আমি রিসেন্টলি CSE কমপ্লিট করেছি আর কোডিং বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও Rust শিখবো তাই সোর্সগুলো শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন
Pages:
Jump to: