Hamster Kombat আবারো কি শুরু করল
ভাবলাম যে হয়তো ২০ তারিখ হামস্টার কমবাটের নির্যাতন থেকে রেহাই পেলাম কিন্তু হামস্টার কনবাট আবারো তাদের নির্যাতন শুরু করে দিয়েছে অর্থাৎ সেকেন্ড রাউন্ড নিয়ে হাজির হয়েছে।
মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে হামস্টার কনবাট নাকি ২৬ তারিখ একটা প্রজন্মকে ধনী বানিয়ে দেবে কিন্তু এই চালাক প্রজেক্টটি মানুষের ইমোশন নিয়ে খেলছে। যদিও আমি ২০ তারিখ পর্যন্ত সিরিয়াসলি ছিলাম কিন্তু আজকের পরে আবারো দেখলাম তারা তাদের ইউটিউব বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শুধু তাদের চালাকির ধরণটা অন্যরকম, আগে ছিল কয়েন সংগ্রহ করা এখন হচ্ছে ডায়মন্ড সংগ্রহ করা। যদি ভালো প্রজেক্ট হত তাহলে তারা প্রথমদিকেই ইউজারদের পেমেন্ট দিয়ে ডিসমিস করে দিত। এর আগে বেশ কয়েকবার এটা নিয়ে আলোচনা হয়েছে এখানে নতুন করে আজকে আলোচনা করলাম তাদের এই দ্বিতীয় দফা প্রতারণার ধরন দেখে। আর ভাল লাগে না রে ভাই, একটু বেরোলেই দেখা যায় প্রত্যেক মানুষের হাতে এই হামস্টার কমবাটের ধনী হওয়ার গল্প।
ভাই শেষ পর্যন্ত হাতে এক আটি মুলা এবং হারিকেন দরাই দিলো। বাঙালি যেটা শুরু করে সেটাই ভাইরাল হয়, ৩০০ মিলিয়ন এর বেশি ইউজার তাইলে এখান থেকে কি আশা করা যায়। যেটা ট্রেন্ডিংয়ে ওঠে বাঙালি সেটার পিছনে দৌড় মারে। অনেকেই দেখি আশা করেছিলো অনেক টাকা পাবে, কতই না হামস্টার ভাইরাল ছিলো। দিনশেষে যারা লাফালাফি করেছিল তারা ৫-১০ ডলার পাবে নি।
আমিও দীর্ঘদিন এই হ্যামস্টার কাজ করেছিলাম, ভেবেছিলাম আমরা পুরনো ইউজার বেশি টোকেন পাবো, কিন্তু যারা শেষ মুহুর্তে এসে key টুলস ব্যবহার করে চাবি নিয়েছে তারাই আমার চেয়ে বেশি টোকেন পেয়েছে। এখানে যা দেখলাম তাদের টোকেন ডিস্ট্রিবিউশন মুলত চাবির উপর বেশি টোকেন দিয়েছে। ৪-৫ মাস এখানে কাজ করে দিন শেষে ১৬০০ টোকেন পাইলাম, এই ১৬০০ টোকেনে আর কত ডলার পাওয়া যাবে হা, হা।
২৬ তারিখে কি হবে? এইটা নিয়ে নিউজে দেখি ভাইরাল হয়েছে। আজকে ২২ তারিখ সবাই মুলা পেয়েছে, ২৬ তারিখে সবাই মুলা রান্না করে খাবে, হা হা। দেখা যাক লিস্টং প্রাইজ কত হয়। আর যারা এতদিন লাফালাফি করেছিলো তারা আজকে থেকে লাফালাফি কমিয়ে দিবে নি। যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছিল, তারা হাটুপতি হবে নি।