Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 15. (Read 5635751 times)

jr. member
Activity: 45
Merit: 12
October 11, 2024, 11:50:17 AM

পার্সোনালি আমি Rust ব্যবহার করি নাই, তাই তেমন কিছু জানিনা। তবে কোডের সিনটেক্সটা অনেকটা C আর C++ এর মতো লাগছে আমার কাছে।

সিন্টেক্সট একরকম মনে হলেও C, C++, Rust তিনটাই আলাদা ভাষা। C++ মুলত C এর উপর ভিত্তি করেই বানানো তবে C++ এর সিনটেক্সট C থেকে কিছুটা জটিল। আবার Rust C++ এর চাইতে আরো জটিল সিনটেক্সট এ তৈরি।

Rust মেমোরি সেফটি এবং কনকারেন্সি সমস্যা সমাধানের জন্য তৈরি করা উন্নত, নিরাপদ এবং আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি C++ এর বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 11, 2024, 11:04:07 AM
সিস্টেম প্রোগ্রামিং, ব্লকচেইন ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, এবং পারফরম্যান্স-ক্রিটিকাল অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো Rust. সিকিউরিটির উপর বিশেষভাবে জোর দিয়ে তৈরি করা হয়েছে এই ভাষা। এটি মেমোরি সেফটির ক্ষেত্রে অন্যান্য ভাষার তুলনায় অধিক কার্যকরী, কারণ এতে ম্যানুয়াল মেমোরি ম্যানেজমেন্টের পরিবর্তে একটি "বোরোশিপ চেকার" (ownership system) ব্যবহৃত হয় যার ফলে কম্পাইল টাইমেই মেমোরি সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে তা ধরতে পারে।
Rust-এর কিছু মূল বৈশিষ্ট্য:
  • মেমোরি সেফটি
  • কর্মদক্ষতা
  • কম্পাইল টাইমে ত্রুটি নির্ণয়
Rust এর ডেমো হিসাবে Rust ব্যাবিহার করে Hello Bitcointalk Forum লেখা একটি ডেমো দিলাম।
Code:
fn main() {
    println!("Hello Bitcointalk Forum");
}


পার্সোনালি আমি Rust ব্যবহার করি নাই, তাই তেমন কিছু জানিনা। তবে কোডের সিনটেক্সটা অনেকটা C আর C++ এর মতো লাগছে আমার কাছে।

Code:
#include 

    int main () {
        printf("Hello Bitcointalk!");
}
jr. member
Activity: 45
Merit: 12
October 11, 2024, 10:33:53 AM
সিস্টেম প্রোগ্রামিং, ব্লকচেইন ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, এবং পারফরম্যান্স-ক্রিটিকাল অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো Rust. সিকিউরিটির উপর বিশেষভাবে জোর দিয়ে তৈরি করা হয়েছে এই ভাষা। এটি মেমোরি সেফটির ক্ষেত্রে অন্যান্য ভাষার তুলনায় অধিক কার্যকরী, কারণ এতে ম্যানুয়াল মেমোরি ম্যানেজমেন্টের পরিবর্তে একটি "বোরোশিপ চেকার" (ownership system) ব্যবহৃত হয় যার ফলে কম্পাইল টাইমেই মেমোরি সংক্রান্ত কোনো ত্রুটি থাকলে তা ধরতে পারে।
Rust-এর কিছু মূল বৈশিষ্ট্য:
  • মেমোরি সেফটি
  • কর্মদক্ষতা
  • কম্পাইল টাইমে ত্রুটি নির্ণয়
Rust এর ডেমো হিসাবে Rust ব্যাবিহার করে Hello Bitcointalk Forum লেখা একটি ডেমো দিলাম।
Code:
fn main() {
    println!("Hello Bitcointalk Forum");
}
এই ব্যাপারে বিস্তারিত লেখার ইচ্ছা ছিলো কিন্তু প্রচন্ড মাথাব্যাথার কারণে লিখতে পারলাম না, তবে আগামীতে আবার কোনোদিন এই ব্যাপারে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 11, 2024, 03:56:16 AM
আসলে আমরা বাঙালীরা আসলেই খারাপ। অতি লোভের কারণে নিজেদের যে ক্ষতি করছি সেটা আমরা বুঝি না। মানুষের মনমানসিকতাই ঠিক নাই, অন্যরা জাহান্নামে যাক নিজে বাঁচি এই জিনিসটা সবাই চিন্তা করে। গতোকাল টেলিগ্রামে একজনের ব্যাপারে তোমাকে বলছিলাম যার টুটাল মেরিট এর ৭৫% মেরিট একজন লোক দিছে। আমার মনে হয় সে ও মেরিট নিয়ে দুই নাম্বারি করে।

ধন্যবাদ এটা আমাকে প্রাইভেট মেসেজে জানানোর জন্য।
মিস্টার Wonder Work, আপনি ভালোই করছিলেন। আপনি নিজেই একটা অল্ট একাউন্ট সেটা আমি জানি। যতক্ষন আপনি কোনো এবিউজ করছেন না, ততক্ষন সব ঠিক আছে। কিন্তু আপনি আরো অল্ট একাউন্ট খুলে সেটা দিয়ে মেরিট এবিউজ করার প্ল্যান করলে আমরা কাঠের চশমা পরে বসে থাকবো না। আপনার ক্রিপ্টো ইমাজিন একাউন্ট এ আপাতত নিউট্রাল ট্যাগ দিলাম। ভবিষ্যতে কন্টিনিউ করলে সবার নজরে নিয়ে আসতে বাধ্য হবো। আর যে বড় বড় ভাইয়েরা এখনো মেরিট ট্রেডিং করেন, মেরিট নিয়ে রেডি থেকে মেসেজ করেন মেরিট দেয়ার জন্য, আপনারাও রেডি থাকেন। আস্তে আস্তে সব গুলো কে ধোলাই করা হবে। অতি লোভে তাতি নষ্ট কথাটা ভুলে যাইয়েন না। Bitcoin_People ভাইয়া ভালো আছেন? HelliumZ, 2Pizza410000BTC, Fuso.hp, AirtelBuzz, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। নাকি? বাকি সবাই আশা করি ভালোই আছেন। সবাইকে কি মেনশন করে করে জিজ্ঞেস করতে হবে?
jr. member
Activity: 45
Merit: 12
October 10, 2024, 12:52:47 PM

সমর্থন আর অসমর্থনের কথা আপাতত বাদ দিলাম। আমরা এমন অনেক পাপের কাজ করি। যেমন আমি এখনো ক্যাসিনোর সিগন্যাচার ক্যাম্পেইনে আছি। কিন্তু যখন এথিকস এর ব্যাপার আসে, যেখানে আপনার উচিৎ সবার সাথে ফেয়ার থাকা, যেখানে আপনি ভালো ভালো পোষ্টগুলোতে মেরিট দিচ্ছেন না, কিন্তু আপনি এমন একজনের সাথে মেরিট লেনদেন করছেন যাকে মেরিট দিলে সেও আপনাকে মেরিট দিবে, তাহলে এটা এবিউজ এবং আপনি এবিউজার। এবং এটাই আমাদের থ্রেড এ হয়ে আসছে। আমি ২০২৩ সালের নভেম্বর মাসে একটা পোষ্ট এ পাবলিকলি কয়েকজনের নাম পোষ্ট করে তাদেরকে সতর্ক করেছিলাম। এখানে কেউ কাঠের চশমা পড়ে বসে থাকে না। তখন সতর্ক করার পর ভেবেছিলাম এসব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওনাদের এসব আচরন কখনোই থেমে নেই। আগে লোকাল থ্রেড ব্যাবহার করে এখানে মেরিট এবিউজ করতো, তারপর আমার পোষ্ট এর পর অনেকেই লোকাল থ্রেড ছেড়ে দিয়ে গ্লোবালে একটিভ হয়েছেন এবং সেখানেই মেরিট এবিউজ করতেছেন। এগুলো আসলে পানির মতো ক্লিয়ার যে আপনারা মেরিট এবিউজ করেন।

আসলে আমরা বাঙালীরা আসলেই খারাপ। অতি লোভের কারণে নিজেদের যে ক্ষতি করছি সেটা আমরা বুঝি না। মানুষের মনমানসিকতাই ঠিক নাই, অন্যরা জাহান্নামে যাক নিজে বাঁচি এই জিনিসটা সবাই চিন্তা করে। গতোকাল টেলিগ্রামে একজনের ব্যাপারে তোমাকে বলছিলাম যার টুটাল মেরিট এর ৭৫% মেরিট একজন লোক দিছে। আমার মনে হয় সে ও মেরিট নিয়ে দুই নাম্বারি করে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
October 09, 2024, 11:55:08 PM
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 09, 2024, 04:26:44 PM

আজকে দুইটি প্রজেক্টের এয়ারড্রপ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো, তাই ভাবলাম দেখি সেগুলো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি কিনা। পুরাতন পোষ্টগুলো খুজতে যেয়ে একটি জিনিস দেখলাম যে, Base আর Syncswap প্রজেক্ট দুইটি বাদে সবগুলোই ভালো পরিমাণের এয়ারড্রপ দিয়েছে।

EigenLayer: এটির টেষ্টনেট সম্পর্কে এখানে টুইটার থ্রেড শেয়ার করেছিলাম। যাইহোক টেস্টনেটের জন্য তো কোনো এয়ারড্রপ দেয় নাই । কিন্তু যারা mainnet কিংবা LRT প্রজেক্টগুলোতে ETH রিস্টেকিং করেছেন, তারা অনেকেই ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই ১১০ $EIGEN টোকেনের এয়ারড্রপ পেয়েছি, যার বর্তমান মূল্য $404 এর মতো।

KTX Finance: এটি থেকে আমি নিজে $270 এর সমপরিমাণ টোকেন পেয়েছিলাম এবং টোকেনটি পরবর্তীতে ২ গুণ বৃদ্ধ পেয়েছিলো। তাই যারা টেষ্টনেট করেছিলাম কিংবা মেইননেটে ট্রেড করেছিলেন, তারা ভালো পরিমাণ এয়ারড্রপ পেয়েছিলাম।

Mantle: এটির টেষ্টনেট যারা অংশগ্রহণ করেছিলো, তারা কম পরিমাণে এয়ারড্রপ পেয়েছিলো। কারণ টিম পরবর্তীতে mantle Journey এর মাধ্যমে মেইননেট প্রজেক্টে অংশগ্রহণকারীদের মাঝে Miles ( পয়েন্ট বলা যায় ) বিতরণ করায়, মেইননেটের ব্যবহারকারীরা ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছিলো। আমি নিজে 338 $MNT টোকেন পেয়েছিলাম আর আমার চ্যানেলে বলেছিলাম যে, mantle পরবর্তীতে $১ এ যাবে এবং তেমনটিই হয়েছিলো। তাই তখন আমি MNT বিক্রি করে $340 এর বেশি পেয়ে যাই।

ZetaChain: আমি নিজে এটির এয়ারড্রপ পাই নাই, কারণ আমি এটির টেষ্টনেটের পয়েন্ট তেমন ফার্ম করি নাই। কিন্তু যারা প্রতিদিন/সপ্তাহে ব্যবহার করে পয়েন্ট ফার্মিং করেছিলো, তারা ভালো পরিমাণের ZETA টোকেন এয়ারড্রপ পেয়েছিলো।



এখন আসি এয়ারড্রপের নতুন আপডেট নিয়ে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো:

ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে, বাইন্যান্সের পরবর্তী প্রজেক্ট হইলো Scroll এবং অনেকেই এটির এয়ারড্রপ ফার্মিং করেছেন কিংবা এখনো করতেছেন। যাইহোক Scroll টিম ইতিমধ্যে এয়ারড্রপের অ্যালোকেশন ঘোষণা করেছে, কিন্তু কমিউনিটির অনেকেই এটির এয়ারড্রপ নিয়ে খুশি নয়।
০১) প্রথম কারণ হইলো, snapshot এখনো নেওয়া হয় নাই এবং এটি ১৯ অক্টোবর নেওয়া হবে। তার মানে অনেক whales চাইলেই এই কম সময়ে MARKs ( পয়েন্ট সিস্টেম ) ফার্মিং করে অন্যান্যদের থেকে বেশি এয়ারড্রপ পাবে।
০২) দ্বিতীয়ত Binance Launchpool এর মাধ্যমে whales রা ৫.৫% টোকেন পেয়ে যাচ্ছে । আর যারা টেষ্টনেট ব্যবহার করেছে কিংবা মেইননেট ব্যবহার করে MARKs ফার্মিং করেছে, তারা শুধু সময় আর অর্থ দুইটোই নষ্ট করলো। কেননা MARKs এর supply অনুযায়ী অনেকে মাত্র $৫০ এর এয়ারড্রপ পেতে পারে, যদি ৮০% এয়ারড্রপ অ্যালোকেশন MARKs এর উপর ভিত্তি করে এয়ারড্রপ দিয়ে থাকে।
০৩) Scroll এর CEO এর আগেই একটি টুইট করেছিল যেন zksync, starknet এর মতো কমিউনিটি থেকে গালিগালাজ না পায়। আর টোকেনমিকস ঘোষণার পর তো সবাই আশা ছেড়েই দিয়েছে।

যেহেতু এখনো snapshot নেয় নাই আর Binance Pre-market এ Scroll এর $SCR টোকেনটি ট্রেড হবে। তাই আপনাদের এখনো Scroll ফার্মিং করা উচিত কি নাহ, সেটি এই টুইটে আলোচনা করেছি: https://x.com/officialbitbyte/status/1843752000976237028


এখানের অনেকেই হয়তো Blast চেইনের পয়েন্ট আর গোল্ড ফার্মিং করেছিলেন $BLAST এয়ারড্রপের জন্য। যারা এয়ারড্রপ পেয়েছিলেন, তাদেরকে আবারো অভিনন্দন। যাইহোক মূল বিষয় হইলো Blast চেইনের প্রজেক্ট Thruster Finance এর এয়ারড্রপ নিয়ে, যারা এটি ব্যবহার করেছিলেন কিংবা Hyperlock এ LP ফার্মিং করেছিলেন, তারা $THRUST টোকেনের এয়ারড্রপ পাবেন। বিস্তারিত এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/officialbitbyte/status/1844002273741140271

অভিনন্দন যদি কেউ এটির এয়ারড্রপ পেয়ে থাকেন।  Cheesy


Optimisim তাদের ৫ম এয়ারড্রপের ঘোষণা দিয়েছে, যেখানে তারা প্রায় ১০ মিলিয়ন $OP টোকেন এয়ারড্রপ করেছে। আর এটি superchain যেমন Base, Zora, Swan, Redstone, BOB প্রভৃতি চেইন ব্যবহারকারীদের জন্য, যারা কমপক্ষে ২০টির বেশি smart contract এর সাথে ট্রান্সজেকশন করেছে। বিস্তারিত এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/officialbitbyte/status/1844082469777310181

একটি বিষয় বলে রাখা ভালো যে, Optimism এর এখনো ৫৫০ মিলিয়ন টোকেন ভবিষ্যতে এয়ারড্রপ দেওয়ার জন্য রয়েছে। তাই সকলে টেলিগ্রাম কিংবা অন্যান্য এয়ারড্রপে গুরত্ব নাহ দিয়ে, Optimism এর বিভিন্ন superchain কিংবা ভবিষ্যতে যেসব টেকনোলজি আসবে, সেগুলো ব্যবহার করুন। তাহলে ভালো পরিমাণের এয়ারড্রপ পাবেন।
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 04:23:11 PM

তাইতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার উম্মতের কথা উল্লেখ করে বলেছে শেষ জামানার উম্মতদের মধ্যে কেউ যদি আমার একটি সুন্নত জীবিত রাখতে পারে তাহলে তার জন্য জান্নাত অবধারিত। তাহলে বুঝে নেন শেষ জামানায় কি রকম কঠিন হয়ে যাবে ঈমান ধরে রাখার জন্য। আমরা বুঝতেই পারবো না কোনটা হালাল এবং কোনটা হারাম। আমরা ইতিমধ্যে অনেক হারামকে হালাল মনে করে ব্যবহার করছে বিশেষ করে সুদ ঘুষ জঘন্যতম হারাম অথচ আমরা এটাকে বর্তমানে কোন ব্যাপারই মনে করছি না। তাছাড়া আরো অনেক বড় বড় ফিতনা রয়েছে যেগুলো আমরা মনে করছি না এগুলো ফিতনা। আল্লাহতালা আমাদের হেফাজত করুক এবং আমরা সঠিক পথে থাকতে পারি এই নিয়ামতটুকুই আল্লাহর কাছে আশা করছি।
সুদ ঘুষ তো আছেই সাথে অবাধ যৌনাচার এর আরেক নাম বর্তমানে মর্ডান ফ্যাশন। আমাদের সমাজে প্রচলিত ইসলাম আর আল্লাহর দেওয়া নবীজির দেখানো ইসলাম যে কতোটা আলাদা তা বেশীরভাগ মানুষ এখনো বুঝতে পারে না। মানুষ বিনা চিন্তায় একজন আরেকজন এর হক মেরে দিচ্ছে, দুর্বলের উপর অত্যাচার করছে। দাড়ি টুপিকে ব্যাকডেটেড বলা হচ্ছে অথচ দাড়ি আমাদের নবীর সুন্নত। দিন দিন মানুষের মধ্যে মনুষত্বের অভাব দেখা দিচ্ছে। কাউকে আজকাল সঠিক পথে চলার উপদেশ দেওয়া মানে খুব বড়ো রকমের অপরাধ করার সামিল।
full member
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 09, 2024, 04:11:30 PM
হ্যাঁ ভাই মানুষের ঈমান এতোটাই দুর্বল যে মানুষ মর্ডান হওয়ার নামে ধর্মকে আসলে অপমান করছে। ইসলাম কে মনে করে ব্যাকডেটেড। নবী মোহাম্মদ (সঃ) এর প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। নেক সুরতে শয়তান মানুষকে ধোঁকা দিচ্ছে অথচ মানুষ বুঝতেই পারতেছেনা।
তাইতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার উম্মতের কথা উল্লেখ করে বলেছে শেষ জামানার উম্মতদের মধ্যে কেউ যদি আমার একটি সুন্নত জীবিত রাখতে পারে তাহলে তার জন্য জান্নাত অবধারিত। তাহলে বুঝে নেন শেষ জামানায় কি রকম কঠিন হয়ে যাবে ঈমান ধরে রাখার জন্য। আমরা বুঝতেই পারবো না কোনটা হালাল এবং কোনটা হারাম। আমরা ইতিমধ্যে অনেক হারামকে হালাল মনে করে ব্যবহার করছে বিশেষ করে সুদ ঘুষ জঘন্যতম হারাম অথচ আমরা এটাকে বর্তমানে কোন ব্যাপারই মনে করছি না। তাছাড়া আরো অনেক বড় বড় ফিতনা রয়েছে যেগুলো আমরা মনে করছি না এগুলো ফিতনা। আল্লাহতালা আমাদের হেফাজত করুক এবং আমরা সঠিক পথে থাকতে পারি এই নিয়ামতটুকুই আল্লাহর কাছে আশা করছি।
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 03:55:29 PM
ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।
এরকম টা তো হবার কথাই ভাই। নবী মোহাম্মদ(সঃ) বলে গেছেন শেষ জামানায় ঈমান ধরে রাখা আর গরম কয়লা হাতের মধ্যে রাখা সমান হবে। যিনি আল আমিন হিসাবে মক্কার কাফিরদের কাছে পরিচিত ছিলেন উনার কথা তো মিথ্যা হতে পারেনা।

চারদিকে খেয়াল করলে বুঝা যায় কিভাবে খুব সহজভাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। পার্থিব লাভের আশায় মানুষ খুব সহজেই তার দ্বীন, ঈমানকে নষ্ট করে দিচ্ছে।
আল্লাহ আমাদের হেফাজত করুক
এটাই তো হচ্ছে। আমরা মুসলিম যারা আছি তারা আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথ অনুসরণ করলে অনেক কিছুই করা যাবে না। বিশেষ করে আমরা বিভিন্ন পূজা মন্ডপে খেয়ালে হোক বা বেখেয়ালে হোক দেখতে যাই এটা আমাদের মুসলিম হিসেবে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার বুঝে আসেনা। পূজা মন্ডপে গেলে সামান্যতম হলেও মনের ভিতর আনন্দ পুলকিত হতে পারে এক্ষেত্রে মৈন সমর্থন চলে আসতে পারে যা আমাদের মুসলমান হিসেবে কখনো উচিত নয়। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ফিতনা, প্রথা, ও উৎসব এমনভাবে মিশে যাবে সেটা আলাদা করা খুব কষ্ট হয়ে যাবে যা ইদানিং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বোঝা যায়। বিধর্মীদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের মুসলমান সমাজে ঘটা করে পালিত হয় যা শনাক্ত করা খুব কঠিন। পামকিন এর বিষয়টা ঠিক ঐরকম বোঝাই যাচ্ছে না এটা একটা আত্মাকে বিসর্জিত একটি উৎসব মাত্র যা মুসলমানদের জন্য নিষিদ্ধ ও কবিরা গুনাহের কাজ।
হ্যাঁ ভাই মানুষের ঈমান এতোটাই দুর্বল যে মানুষ মর্ডান হওয়ার নামে ধর্মকে আসলে অপমান করছে। ইসলাম কে মনে করে ব্যাকডেটেড। নবী মোহাম্মদ (সঃ) এর প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। নেক সুরতে শয়তান মানুষকে ধোঁকা দিচ্ছে অথচ মানুষ বুঝতেই পারতেছেনা।
full member
Activity: 448
Merit: 136
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
October 09, 2024, 03:50:10 PM
ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।
এরকম টা তো হবার কথাই ভাই। নবী মোহাম্মদ(সঃ) বলে গেছেন শেষ জামানায় ঈমান ধরে রাখা আর গরম কয়লা হাতের মধ্যে রাখা সমান হবে। যিনি আল আমিন হিসাবে মক্কার কাফিরদের কাছে পরিচিত ছিলেন উনার কথা তো মিথ্যা হতে পারেনা।

চারদিকে খেয়াল করলে বুঝা যায় কিভাবে খুব সহজভাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। পার্থিব লাভের আশায় মানুষ খুব সহজেই তার দ্বীন, ঈমানকে নষ্ট করে দিচ্ছে।
আল্লাহ আমাদের হেফাজত করুক
এটাই তো হচ্ছে। আমরা মুসলিম যারা আছি তারা আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথ অনুসরণ করলে অনেক কিছুই করা যাবে না। বিশেষ করে আমরা বিভিন্ন পূজা মন্ডপে খেয়ালে হোক বা বেখেয়ালে হোক দেখতে যাই এটা আমাদের মুসলিম হিসেবে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার বুঝে আসেনা। পূজা মন্ডপে গেলে সামান্যতম হলেও মনের ভিতর আনন্দ পুলকিত হতে পারে এক্ষেত্রে মৈন সমর্থন চলে আসতে পারে যা আমাদের মুসলমান হিসেবে কখনো উচিত নয়। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ফিতনা, প্রথা, ও উৎসব এমনভাবে মিশে যাবে সেটা আলাদা করা খুব কষ্ট হয়ে যাবে যা ইদানিং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বোঝা যায়। বিধর্মীদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের মুসলমান সমাজে ঘটা করে পালিত হয় যা শনাক্ত করা খুব কঠিন। পামকিন এর বিষয়টা ঠিক ঐরকম বোঝাই যাচ্ছে না এটা একটা আত্মাকে বিসর্জিত একটি উৎসব মাত্র যা মুসলমানদের জন্য নিষিদ্ধ ও কবিরা গুনাহের কাজ।
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 02:41:13 PM
ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।
এরকম টা তো হবার কথাই ভাই। নবী মোহাম্মদ(সঃ) বলে গেছেন শেষ জামানায় ঈমান ধরে রাখা আর গরম কয়লা হাতের মধ্যে রাখা সমান হবে। যিনি আল আমিন হিসাবে মক্কার কাফিরদের কাছে পরিচিত ছিলেন উনার কথা তো মিথ্যা হতে পারেনা।

চারদিকে খেয়াল করলে বুঝা যায় কিভাবে খুব সহজভাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। পার্থিব লাভের আশায় মানুষ খুব সহজেই তার দ্বীন, ঈমানকে নষ্ট করে দিচ্ছে।
আল্লাহ আমাদের হেফাজত করুক
newbie
Activity: 12
Merit: 8
October 09, 2024, 02:10:36 PM
আর সত্যি কথা বলতে মুসলিম হিসেবে, বিশেষ করে এই ইভেন্টকে আমি সমর্থন করতেছিনা। পিজ্জা বেকিং পর্যন্তও ঠিক ছিল, বাট এটা একটু ধর্মিও দিকে চলে যাচ্ছে। এই টাইপের ওয়েস্টার্ন উৎসব পালন না করাই বেটার।[/size]
ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 02:01:33 PM

লোকালে দেখতেছি হ্যালোইন ডে এবং পামকিন কারভিং কনটেস্ট নিয়ে বেশ আলোচনা চলতেছে। অনেকরে দেখলাম অংশ নেয়ার প্রস্তুতিও নিচ্ছে। এসব ইভেন্টে অংশ নিবেন ভালো কথা, নিতেই পারেন। বাট এসব ইভেন্টের অসীলায় মেরিট ফার্মিং এর যেই ট্রেন্ডটা চলে সেটা একটু দয়া করে বন্ধ রাখুন। আবারো বলতেছি। ইমনিই গ্লোবালে আমাদের অনেক বাজে রেপুটেশন বিল্ড হয়ে গেছে, বাঙালিদের কেউ সহ্য করতে পারে না, দেখলেই গণহারে ট্যাগ মারে। প্রতিবছর এইসব ইভেন্ট আসলেই একঝাক মেরিট ফার্মার একসাথে জড়ো হয়, আর স্প্যামবাস্টাররাও এদের অপেক্ষায় বসে থাকে, ট্যাগ মারার জন্য। মাথায় রাইখেন এইসব।

আর এখনো যারা আনাচে কানাচে ফার্মিং করে যাচ্ছেন তারা কিন্ত ঠিকই চিপায় পড়বেন। স্প্যামবাস্টাররা সবসময় কিন্তু বাঙালিদের চোঁখে চোঁখে রাখে। সেদিন সম্ভবতো একটা পোস্ট দেখলাম (নটিলডাহ'র), যেখানে তিনি ৬ মাস ধরে জাস্ট অপেক্ষা করে গেছেন এক চিটারকে ধরার জন্য। এইসব উদাহরণ মাথায় রাইখেন।

আর সত্যি কথা বলতে মুসলিম হিসেবে, বিশেষ করে এই ইভেন্টকে আমি সমর্থন করতেছিনা। পিজ্জা বেকিং পর্যন্তও ঠিক ছিল, বাট এটা একটু ধর্মিও দিকে চলে যাচ্ছে। এই টাইপের ওয়েস্টার্ন উৎসব পালন না করাই বেটার।

আমিও এই ব্যাপারে বলছিলাম বাংলা বোর্ড এ। এই উৎসব খ্রীষ্টানদের। একজন মুসলমান হিসাবে খ্রীষ্টানদের উৎসব উপলক্ষে আয়োজিত কন্টেষ্ট এ আমরা অংশগ্রহন করতে পারিনা। আবার এই কন্টেষ্ট সরাসরি তাদের ধর্মীয় সংস্কৃতি। এটা আমার ব্যাক্তিগত মতামত। যার যার ইচ্ছা অনুযায়ী যা কিছু সবাই করতে পারে। তবে আমি বিশ্বাস করি একজন মুসলমান হিসাবে এমন কিছু না করাই উত্তম যা আমাদের ধর্মে নিষিদ্ধ।

ইমনিই গ্লোবালে আমাদের অনেক বাজে রেপুটেশন বিল্ড হয়ে গেছে, বাঙালিদের কেউ সহ্য করতে পারে না, দেখলেই গণহারে ট্যাগ মারে
গ্লোবালে আমাদের বাঙালিদের বাজে রেপুটেশন কেনো হলো আর কেনো কেউ সহ্য করতে পারেনা একটু জানালে উপকৃত হতাম।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 09, 2024, 01:05:10 PM
লোকালে দেখতেছি হ্যালোইন ডে এবং পামকিন কারভিং কনটেস্ট নিয়ে বেশ আলোচনা চলতেছে। অনেকরে দেখলাম অংশ নেয়ার প্রস্তুতিও নিচ্ছে। এসব ইভেন্টে অংশ নিবেন ভালো কথা, নিতেই পারেন। বাট এসব ইভেন্টের অসীলায় মেরিট ফার্মিং এর যেই ট্রেন্ডটা চলে সেটা একটু দয়া করে বন্ধ রাখুন। আবারো বলতেছি। ইমনিই গ্লোবালে আমাদের অনেক বাজে রেপুটেশন বিল্ড হয়ে গেছে, বাঙালিদের কেউ সহ্য করতে পারে না, দেখলেই গণহারে ট্যাগ মারে। প্রতিবছর এইসব ইভেন্ট আসলেই একঝাক মেরিট ফার্মার একসাথে জড়ো হয়, আর স্প্যামবাস্টাররাও এদের অপেক্ষায় বসে থাকে, ট্যাগ মারার জন্য। মাথায় রাইখেন এইসব।

আর এখনো যারা আনাচে কানাচে ফার্মিং করে যাচ্ছেন তারা কিন্ত ঠিকই চিপায় পড়বেন। স্প্যামবাস্টাররা সবসময় কিন্তু বাঙালিদের চোঁখে চোঁখে রাখে। সেদিন সম্ভবতো একটা পোস্ট দেখলাম (নটিলডাহ'র), যেখানে তিনি ৬ মাস ধরে জাস্ট অপেক্ষা করে গেছেন এক চিটারকে ধরার জন্য। এইসব উদাহরণ মাথায় রাইখেন।

আর সত্যি কথা বলতে মুসলিম হিসেবে, বিশেষ করে এই ইভেন্টকে আমি সমর্থন করতেছিনা। পিজ্জা বেকিং পর্যন্তও ঠিক ছিল, বাট এটা একটু ধর্মীয় দিকে চলে যাচ্ছে। এই টাইপের ওয়েস্টার্ন উৎসব পালন না করাই বেটার।
member
Activity: 9
Merit: 0
October 09, 2024, 12:52:09 PM
আমি আজকে দেখলাম অনেকেই কুমড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সেখানে তাদের কুমড়ো আর্ট দেখে আমি সত্যিই খুশি হয়েছি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আজকে আমি দেখলাম আমাদের ফোরামের কয়েকজন ব্যক্তি সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এর মধ্যে আমি দেখতে পেলাম @Z_MBFM অসাধারণভাবে একটি আর্ট করেছে। তিনি দুর্দান্তভাবে একটি কুমড়ো আর্ট করতে পেরেছে যা দেখছে সত্যি আকর্ষণে দেখাচ্ছিল আমি তার এই আর্টের প্রশংসা করি। যাইহোক আমি সবার এই প্রতিযোগিতা দেখে আমিও শেখানে মিষ্টি কুমড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি ইতিমধ্যে মিষ্টি কুমড়ার জন্য বাজারে গিয়েছিলাম কিন্তু ভালো মানের মিষ্টি কুমড়া পাইনি যদিও বর্তমানে আমাদের দেশে খুব কমই রয়েছে এই সময়ে এই মৌসুমে পাওয়া খুবই কঠিন মিষ্টি কুমড়া। যাই হোক আমি গতকাল বাজারে যাব এবং সেখান থেকে একটি মিষ্টি কুমড়া ক্রয় করে নিয়ে আসব পরবর্তীতে কুমড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
যদিও আমার কেমন অভিজ্ঞতা নেই কুমড়ো যে আর্ট করার এটি আমার প্রথম কুমড়ো প্রতিযোগিতা হবে।
আমার অঞ্চলে কুমড়ো একদম সহজলভ্য। বাজারে যেকোনো ধরণের কুমড়ো পাওয়া যায়। আমি কুমড়ো প্রতিযোগিতাটি ঘুরে দেখেছি, অনেকেই অনেক সুন্দর সুন্দর আর্ট করেছে। আমিও চেষ্টা করবো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। আমি এর আগে কোনো দিন এমন প্রতিযোগিতা দেখিনি বা অংশগ্রহণ করিনি। জীবনের সর্বপ্রথম এমন প্রতিযোগিতা পেয়েছি এবং আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো। আমার আর্ট কেমন হবে আমি তা জানি না তবে আমি অংশগ্রহণ করেই সন্তুষ্ট হবো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
October 09, 2024, 11:25:48 AM
আমি আজকে দেখলাম অনেকেই কুমড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সেখানে তাদের কুমড়ো আর্ট দেখে আমি সত্যিই খুশি হয়েছি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আজকে আমি দেখলাম আমাদের ফোরামের কয়েকজন ব্যক্তি সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এর মধ্যে আমি দেখতে পেলাম @Z_MBFM অসাধারণভাবে একটি আর্ট করেছে। তিনি দুর্দান্তভাবে একটি কুমড়ো আর্ট করতে পেরেছে যা দেখছে সত্যি আকর্ষণে দেখাচ্ছিল আমি তার এই আর্টের প্রশংসা করি। যাইহোক আমি সবার এই প্রতিযোগিতা দেখে আমিও শেখানে মিষ্টি কুমড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি ইতিমধ্যে মিষ্টি কুমড়ার জন্য বাজারে গিয়েছিলাম কিন্তু ভালো মানের মিষ্টি কুমড়া পাইনি যদিও বর্তমানে আমাদের দেশে খুব কমই রয়েছে এই সময়ে এই মৌসুমে পাওয়া খুবই কঠিন মিষ্টি কুমড়া। যাই হোক আমি গতকাল বাজারে যাব এবং সেখান থেকে একটি মিষ্টি কুমড়া ক্রয় করে নিয়ে আসব পরবর্তীতে কুমড়ো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।
যদিও আমার কেমন অভিজ্ঞতা নেই কুমড়ো যে আর্ট করার এটি আমার প্রথম কুমড়ো প্রতিযোগিতা হবে।
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 01:55:27 AM

যদিও আমি দুইটাই চালাই, Windows (নট ক্রাক বাট জেনুইন লাইসেন্স) আর Linux বাট লিনাক্সের একটা সমস্যা কি জানেন? কোনটা ছেড়ে কোনটা ধরবো এটা বোঝে না কেউ, কনফিউশনে ভোগে। আমি এটা বলতেছি কারন আমি নিজে এটা নিয়ে একসময় অনেক পেরা খাইছি। এখন অবশ্য Ubuntu দেয়া আছে। ফোনের ক্ষেত্রেও সেইম। দুইদিন আগেই Android 14 কাস্টম রমে (Pixel OS) ছিলাম, আজকে আবার অন্য একটা কাস্টম রম (Nusuntara) ফ্লাস দিলাম, মানে নতুন বিল্ড আসলেই হাত চুলকায়, সাথে সাথে ফ্লাস মেরে টেস্ট দিই, আবার সাথে তো Custom Kernel থাকেই। শুধু এটা এটাই না, আকাম করে Kali Net Hunter ও দিসিলাম ফোনে। আরেকটা সমস্যা অনেকের কাছে আবার এপ্লিকেশন ইনস্টল করা পেরা লাগে, সবকিছুতে কমান্ড দেয়া লাগে এই লাগে সেই লাগে। এজন্য হয়তো Windows চালায়।

লিনাক্সের জন্য বাংলাদেশে কোনো ডেডিকেটেড কমিউনিটি আছে কিনা জানি না বাট মোবাইলের জন্য কিন্তু ব্যাপক সাপোর্ট আছে, সাথে প্রচুর ডেভলোপার। যেমন ধরেন Custom Rom/OS, Custom Kernel, Android Security Patch ইত্যাদি।


ভাই এই কথাটা সত্যি বলছেন যে কোনটা রেখে কোনোটা দিবে কনফিউজড হয়ে যায়। নতুন একটা ওএস দেখলেই ট্রাই করতে মনে চায়। তবে একটা সময় পরে আর এই কনফিউশন টা থাকে না। নতুন অবস্থায় সব জিনিসে কৌতূহল থাকা স্বাভাবিক।

 আমিও অনেক ওএস ইউজ করছি এখন আমারে পিডাইলেও আমি মাঞ্জারো (আর্ক বেইজড) ছেঁড়ে অন্য কোনো ডিস্ট্রো তে যাবো না। আর ভাই এপস ইনস্টল করতে কমান্ড দেওয়া লাগে সবসময় এটা ঠিক না, কারণ যেকোনো একটা সফটওয়্যার রিপ্রেজিটোরি ইনস্টল করে নিলে সেই প্যাকেজের  এপ স্টোরের মধ্যেই সব এপ্লিকেশন পাওয়া যায়। যেখান থেকে কমান্ড লাইন ছাড়াই ইনস্টল করা যায়।

বাংলাদেশে কোনো ডেডিকেটেড কমিউনিটি আছে একটা ছোটোখাটো Linux User's In Bangladesh নামে একটি ফেইসবুক গ্রুপ। তবে গ্লোবালি প্রত্যেকটা ডিস্ট্রোর ডেডিকেটেড কমিউনিটি আছে যেগুলাতো সকল সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
October 09, 2024, 01:42:51 AM
jr. member
Activity: 45
Merit: 12
October 09, 2024, 01:38:48 AM
হ্যালোইন ডে কী- কেনো কুমড়া খোদাই করা হয়?

বিটকয়েনটক ফোরামে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এটি আমি আমাদের এই লোকাল কমিনিটিতে শেয়ার করেছিলাম। অনেকেই দেখি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকেই অংশগ্রহণ করার পরিকল্পনা করেছেন। অনেকেই হয়তো জানতে পেরেছেন এই প্রতিযোগিতার টপিক Games and rounds বোর্ডে ছিলো কিন্তু মুভ করে Meta বোর্ডে নেওয়া হয়েছে৷ তাই আপনারা Meta বোর্ডে গিয়ে খুজে দেখবেন অথবা এখানে ক্লিক করুন

মুল কথায় আসা যাক। এখন হ্যালোউইন ডে কী? হ্যালোউইন ডে হলো খ্রিস্টানদের একটি বার্ষিক উৎসব। যেটা প্রতি বছর অক্টোবর মাসের ৩১ তারিখে পালন করা হয়ে থাকে। এই উৎসবটি পৃথিবীর বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে এমনকী আমাদের বাংলাদেশেও এই উৎসব পালন করা হয়ে থাকে। কেনো কুমড়া খোদাই করা হয়। আসলে কুমড়া খোদাই হ্যালোউইন ডে এর একটা অংশ।


খ্রিস্টানদের হ্যালোউইন ডে পালন করার মূল উদ্দেশ্য হলো মৃত আত্মাদের স্মরণ করা। তারা ঐদিন বিভিন্নভাবে, কেউ ভুতুড়ে পোশাক পরে, ভূতের গল্প বলা, কুমড়া খোদাই করে মৃত আত্মাদের স্মরণ করেন।
সোর্স
আচ্ছা ভাই হ্যালোউইন পশ্চিমা খ্রিস্টানদের একটি উৎসব। তবে আমরা কেনো তাদের উৎসবে অংশ নিচ্ছি? এর মাধ্যমে আমরা কি নিজেদের কালচার কে অপমানিত করছি না? আর যেহেতু এটা মৃত আত্মাদের স্বরণ করে উৎযাপন করা হয় সেহেতু একজন মুসলমান হিসাবে আমি কিভাবে এতে অংশ নিতে পারি যা স্পষ্টই ইসলামের দৃষ্টিতে হার এবং পাপ?

 যদি বলেন যে ফোরামের সাথে তো আর আত্মা স্বরণ এর সম্পর্ক নেই যাষ্ট কন্টেষ্ট এর আয়োজন করা হয়েছে তবে বলবো এর মূলে তো সেই হ্যালোউইন ই রয়েছে হ্যালোউইন না হলে তো এই কন্টেষ্ট আসতো না। ব্যাপার টা আসলে নেক সুরতে শয়তানের ধোঁকার মতো হয়ে গেলো না?
Pages:
Jump to: