Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 15. (Read 5964385 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 17, 2024, 08:17:25 AM
ভাই আমার মনে হয় আপনি স্থির ভাবে বিজনেসটায় বসতে পারতেছেন না। ভাই যেহেতু আপনি গ্রামের বাজার থেকে একটু বড় বাজারের দিকে শিফট করতেছেন সেহেতু বলবো আপনি যে পরিকল্পনা করেছেন সেটা ভালো কিন্তু ভাই বুঝে শুনে দোকানটা নিয়ে পরবর্তী সময়ে যেন আর নড়াচড়া করতে না হয় কারণ বিজনেস করতে হলে আপনাকে সেখানে স্থির হতে হবে। আশা করি আপনার এই যাত্রাটা ভালো হবে একটু ধৈর্য ধারণ করেন তখন তা ভালোমতো সাজিয়ে গুছিয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ ভালো কিছু দেবে। আমার অনেক ভালো লেগেছে আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন বিজনেস জিনিসটা আমার অনেক প্রিয়।

কয়েকদিন যাবৎ আসলে খুবই ব্যাস্ত সময় পার করছিলাম এই দোকান শিফট করা নিয়েই। আজকে মাত্র পিসিতে বসার সময় পেলাম। এই কয়েকদিন ধরে মোবাইলে আর ল্যাপটপে কাজ করছিলাম এবং খুবিই ব্যাস্ত সময়ের মাঝে ছিলাম। আজকে এখন একটু ফ্রি টাইম পেয়েই ফোরামে ঢু মারতে আসলাম। যে যাই বলুক না কেনো, আমি দোকান শিফট করেছি এর পেছনের প্রথম কারন হলো প্রত্যাশা মতো সেল না হওয়া। আমি যদি আমার ইনভেষ্টমেন্ট ফেলে রাখি এবং প্রতি মাসেই লস করি, তাহলে বিজনেস গ্রো করবে না। আমার দরকার ছিলো এমন একটা লোকেশন যেখানে আমি প্রত্যাশা মতো সেল করতে পারবো। যাই হোক, যেহেতু এইখানের বাজার একটু বড়, আশা করি এখানে সেল একটু বৃদ্ধি হবে। তবে সব কিছুর আগে আল্লাহর করুনার ওপর ভরসা করতে চাই। আল্লাহ চাইলে এবার ঘুরে দাড়ানোর চেষ্টা করবো।
member
Activity: 70
Merit: 31
November 17, 2024, 04:32:11 AM
ফোরামের প্ৰথম রাঙ্ক জুনিয়র মেম্বারে পদোন্নতি করতে পেরে আমি আজ সত্যিই খুব খুশি।  যদিও এটি  বড় কোনো পদোন্নতি নয় , কিন্তু আমার জন্য এটি অবশ্যই সেরা মুহূর্ত।  এমন মুহূর্ত আমি হয়তো পরবর্তী রাঙ্ক আপ করতে পেরেও পাবো না।  জুনিয়র মেম্বার হওয়ার মুহূর্তটা এই ফোরামে আমার জন্য সেরা মুহূর্ত।
full member
Activity: 238
Merit: 177
November 15, 2024, 02:20:29 PM
জেনে ভালো লাগলো যে আপনি ছাত্র থাকা অবস্থাতেই টিউশন করে নিজের খরচের পাশাপাশি অন্য কাজ করেও টাকা জমাচ্ছেন। ইনভেস্টমেন্ট এর যায়গায় আসলে কাউকেই সাজেশন দেয়া ঠিক না। কারণ ইনভেস্টমেন্ট মানেই লাভ/লস। যেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে লস হওয়ার সম্ভাবনাও আছে। আজকে আমার সাজেশনে কেউ কোনো কয়েনে ইনভেস্ট করে সামনের মাসে লসে ঢুকে গেলে সেটার জন্য আমাকে ব্লেইম করতেই পারে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ক্রিপ্টো মার্কেটে একেবারে নতুন না। তো, আশা করি কোথায় ইনভেস্ট করা উচিৎ, আর কোথায় করা উচিৎ না, সেটা আপনি অলরেডি বুঝতে পারেন।
জি ভাই আপনি ঠিকই বলেছেন কাউকে ইনভেস্ট করার কথাটা বলা এটা আসলে একটা রিক্স এর ব্যাপার হয়ে যায় কারণ পরবর্তী সময়ে যদি সে লাভ করতে পারে তাহলে কোন কথা নেই যদি পাই চান্স মার্কেট খারাপ হওয়ার কারণে যদি লস হয় তাহলে দেখা যাবে যে ব্লেম দেওয়ার শেষ নাই সেজন্য ভাই কাউকে এরকমভাবে সাজেশন দেওয়া উচিত নয় আমিও দেই না কখনো এরকম ভাবে। তবে যদি কেউ আইডিয়া দেয় তবে তাদের বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে সাহায্য করার চেষ্টা করি পরবর্তী সময়ে এসে কোনটাই ইনভেস্ট করবে কোন টোকেন কিনবে এটা তার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। আমি যখন কোন টোকেন কিনি তার আগে আমি টোকেন সম্পর্কে একটু এনালাইসিস করি বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন আর্টিকেল থেকে এর সম্পর্কে জানার চেষ্টা করি যদি মনে হয় না এটা ভালো হবে তাহলে আমি ওটা ইনভেস্ট করি।

আমার সমস্যা হচ্ছে লোকেশন নিয়ে। আমি মূলত গ্রাম এলাকায় থাকি। আর আমি যেই দোকান নিয়েছি, সেগুলো গ্রামে খুব কমই চলে। যাদের আগে থেকেই দোকান আছে, তাদের দোকান মোটামোটি রানিং আছে। এর পেছনের কারণ হলো, গ্রামের মানুষ সব সময় তাদের পূর্ব পরিচিত দোকান থেকেই মালামাল কিনতে পছন্দ করে। বাড়ি থেকেই প্ল্যান করে যায় যে বাজারে গিয়ে ওই দোকানে যাবো। সেটা বন্ধ থাকলেই কেবল অন্য দোকানে যায়। তো আমি চাচ্ছিলাম ছোট বাজার থেকে মুভ করে বড় বাজারে যেতে। সেখানে দোকানের ভাড়াও বেশি, এডভান্স ও বেশি, আবার অন্যান্য সকল খরচ তো আছেই। যাই হোক, চেষ্টা করে দেখি কি করা যায়।
ভাই আমার মনে হয় আপনি স্থির ভাবে বিজনেসটায় বসতে পারতেছেন না। ভাই যেহেতু আপনি গ্রামের বাজার থেকে একটু বড় বাজারের দিকে শিফট করতেছেন সেহেতু বলবো আপনি যে পরিকল্পনা করেছেন সেটা ভালো কিন্তু ভাই বুঝে শুনে দোকানটা নিয়ে পরবর্তী সময়ে যেন আর নড়াচড়া করতে না হয় কারণ বিজনেস করতে হলে আপনাকে সেখানে স্থির হতে হবে। আশা করি আপনার এই যাত্রাটা ভালো হবে একটু ধৈর্য ধারণ করেন তখন তা ভালোমতো সাজিয়ে গুছিয়ে নেন ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহ ভালো কিছু দেবে। আমার অনেক ভালো লেগেছে আপনি বিজনেস করার চেষ্টা করতেছেন বিজনেস জিনিসটা আমার অনেক প্রিয়।

যদিও আমাদের ছোটখাটো একটা বিজনেস আছে বাবার। আমাদের তাঁত শিল্পের একটা অংশ তুলে ধরলাম দেখেন। আমাদের বাসায় মূলত তাঁতের শাড়ি বানানো হতো সেইসাথে বিভিন্ন জায়গায় সেল হতো এখন সেটা স্থির করে ফেলেছি এখন আর আমাদের কাপড় সেল করার জন্য হাটেও যেতে হয় না আমাদের বাসা থেকেই সব সেল হয়ে যায়। এক সময় ছিল তাঁত শিল্প পরবর্তীতে আস্তে আস্তে হ্যাললোম করলাম তারপর হ্যাললোমের শাড়ি বানানো তে যে খরচ যায় তার থেকে পাওয়াল্লম ভালো হয়। এরপর আস্তে আস্তে দশটার মত পারলাম করা হয়েছে আমাদের। মোটামুটি আলহামদুলিল্লাহ এইখান থেকে আমাদের সবকিছু অনেক সুন্দর ভাবেই চালাচ্ছে আল্লাহ তা'আলা। প্রথমদিকে আমাদের অনেক সমস্যা হতো একসময় বন্ধ হয়ে যাওয়া অবস্থা হয়েছিল কোভিড-১৯ সময়। যাইহোক এখন সবকিছু কাটিয়ে ওঠে অনেকটা ভালোর দিকে এসেছে।

আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
এই প্রিয় মুরগির ব্যবসায়ী ভাই দয়া করে মুরগির দামটা একটু কমিয়ে আনুন না হলে তো আমরা মুরগি এত দাম দিয়ে কিনে খেতে পারব না ভাই। আমাদের জন্য একটু সহজলভ্য করে দেন ভাই। হাহাহা ভাই মজা করে বললাম কিন্তু কিছু মনে করবেন না। আপনার মুরগির ফার্মে প্রত্যেক চালানে কতটা করে মুরগির বাচ্চা আনেন? নাকি আপনি নিজেই আপনার ফার্মে ডিম ফোটান? তবে মুরগির খাবারের যে দাম তাতে লাভের অংকটা অনেক কম গেছে।

তারপর বলুন ভাই বিটকয়েনের আকাশচুম্বীক প্রাইজ পেডিকশন দেখে কেমন লাগলো আপনাদের। আর বিটকয়েনে বিনিয়োগ করে এই সময় কেউ কি রকম লাভ করতে পেরেছেন। আমি যদিও খুব বেশি বিনিয়োগ করতে পারেনি তবে অল্প ছোটখাটো বিনিয়োগ থেকেও আমি মোটামুটি ভালই লাভ এর অংক দেখতে পাচ্ছি। বিটকয়েনের দাম যেভাবে বাড়তেছিল প্রতিমুহূর্তে আমি ক্যান্ডেল দেখে মনে হচ্ছিল কোন দৌড় প্রতিযোগিতা দেখতেছি এত দ্রুত প্রাইজটা ৯২ পার করে ফেলেছিল। যাইহোক এরকম থাকলে মনে হয় খুব তাড়াতাড়ি ১০০k স্পর্শ করে ফেলবে।
বিটকয়েনে বিনিয়োগ করার আরো বেশি আত্মবিশ্বাস হয়ে গেছে আমার আমার এই দাঁড়ানো এত রাখার চেষ্টা করব সব সময়। আমার চিন্তা ভাবনা হচ্ছে যাই হোক অল্প পারি আর বেশি পারি যখন যেরকম পারবো সেরকমই বিনিয়োগ করে রাখবো। তবে আমি এই বিনিয়োগটা বন্ধ করব না চেষ্টা করব যত সম্ভব চালিয়ে যাবার জন্য.
hero member
Activity: 868
Merit: 530
November 15, 2024, 12:54:48 PM
টন কয়েন নিয়ে আমি এর আগেও কয়েকবার শুনেছি কিন্তু সেই টোকেন  আমি কখনো কিনি নাই।  বিটকয়েন মার্কেট বুলিশ হওয়ার পর আমি কিছুটা PEPE টোকেন কিনে রেখেছি।  আপাতত আমি প্রায় ৬০ শতাংশ এর মতো মুনাফা দেখতে পাচ্ছি।  কিন্তু কালকে পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৭৫ শতাংশ।  আজকে এর দাম কিছুটা নিচে দেখতে পাচ্ছি।  আজকে সারাদিনে প্রায় ১৫ শতাংশ মূল্য হারিয়েছে।  এখন কি আমার এই কয়েন আরো কিছু দিন ধরে রাখা উচিত? PEPE টোকেন কি আগামী কিছু দিনে বাড়তে পারে নাকি কমে যাবে? আমার লক্ষ ২x  রিটার্ন পাওয়া মাত্রই টোকেনগুলো বিক্রি করে দিবো এবং অন্য টোকেনে  ইনভেস্ট করবো , বেশি সম্ভব টন কয়েন কিনবো।  টন থেকে কত গুন রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে?

PEPE আর টন দুইটা আলাদা ক্যাটাগরির টোকেন। PEPE হচ্ছে একটা পিওর মিম টোকেন যেটাকে আমরা শিটকয়েন ও বলে থাকি। এটার মুভমেন্ট কখন কিরকম হবে কেউ বলতে পারে না। এসব টোকেন সাধারণত মারাক্তক আকারের ভলাটাইল হয়ে থাকে। যদি পাম্প করে, তাহলে ২০-৩০% পাম্প করে ফেলে। আবার যদি ডাউন হতে শুরু করে, একদিনেই ২০-৩০% ডাউন হয়ে যাবে।

অপর দিকে টন হচ্ছে একটা কয়েন। যেটার পেছনে টেলিগ্রামের ডেভেলপার টিম এবং মালিক রয়েছে। টনের নিজস্ব একটা ইকোসিস্টেম আছে অলরেডি। টন এর নিজের ব্লকচেইন আছে যেখানে অন্যান্য প্রজেক্ট ও লঞ্চ করা যাচ্ছে। এই ধরনের কয়েন খুব বেশি ভলাটাইল না। কিন্তু যেহেতু এটা ফান্ডামেন্টালি অনেক বেশি স্ট্রং, আশা করা যায় বুল রানে এই কয়েন অনেক বেশি রিটার্ন দিবে। তবে কোনোটাই ফাইনান্সিয়াল এডভাইস না। নিজে যাচাই বাছাই করে ইনভেস্ট করবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 15, 2024, 04:21:35 AM
বিটকয়েন ৯০ হাজার রেন্জ এ ঢোকার পরেই আমি মনে করি অনেক পুরাতন হোল্ডার রা কিছু ক্যাশ আউট করেছে। কয়েকদিন ধরে ৯০-৯৩ এ চলা অবস্থায় অনেকেই নিজেদের প্রফিট বুক করে নিচ্ছে। এটাই সম্ভবত কারেকশন নেয়ার কারন। বর্তমানে মার্কেটে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট করার মতো নিউজ বা অন্যান্য কোনো কারন দেখছি না। আমি জানি না এটা আসলেই কারেকশন কি না। কারন ভালো করে কারেকশন নিলে মার্কেট আবার ৭০ হাজার এ যেতে পারে।

প্রথম যখন ৭৪ হাজারের অল টাইম হাই বানালো, তারপর কিন্তু কারেকশন নিয়ে মার্কেট একদম ৫৪ হাজারে গিয়েছিলো। আমি প্যানিক সেলার সেখানেই কিছু সেল করে দিয়েছিলাম। এখন যেহেতু বিটকয়েন ৮৭ হাজারে আছে, এটা কারেকশন নিলে আবার ৭০ হাজারে আসতে পারে। তারপর ১০০ কে ক্রস করে একদম ১১০ বা ১২০ এ চলে যেতে পারে।
আসলে বর্তমানে বিটকয়েন যে সিচুয়েশনে রয়েছে মানে যে প্রাইজ রেঞ্জে রয়েছে এটাতে আসলে বলা বা প্রেডিকশন করা খুবই কঠিন যে মার্কেট সামনে একটা বড় কারেকশন নিবে নাকি এই ছোট কারেকশন এর মাধ্যমে আবারও পাম্প করে ফেলবে। যদি মার্কেট নব্বুই হাজারের উপরে থাকতো তাহলে একটা কথা ছিল কিন্তু এটা এখন আমার কাছে ডেঞ্জারাস স্টেশন মনে হচ্ছে।
আর তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 24 ঘন্টার মধ্যে ট্রেডিং ভলিউম কমেছে 28.44% এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মার্কেট ক্যাপ বিটকয়েনের মার্কেট কমেছে 2.0৯% এর মতন যেখানে বিটকয়েনের মার্কেট 1.834 ট্রিলিয়ন ডলারের এর উপরে উঠেছিল সেখানে বর্তমানে মার্কেট ক্যাপ রয়েছে 1.75 ট্রিলিয়ন ডলার। আমার তো এখন ভয় হচ্ছে আমরা কি অলরেডি বিটকয়েন এর এবারের সাইকেলের অল টাইম প্রাইস দেখে ফেলেছি?
আমার তো ইচ্ছা হচ্ছে এখন যদি বিটকয়েন ১ লাখ টাচ করে তাহলে আমি আমার সম্পূর্ণ বিটকয়েন গুলোকে ফেল করে দিব এবং পরবর্তীতে সেগুলো দিয়ে একটা ভালো অ্যাসেট কিনে ফোল্ডিং করে আবার ২০২৬ বা ২০২৭ সালের দিকে ইনভেসমেন্ট করব।
আর চিন্তা করতেছি এসেট হিসেবে গ্রামের থেকে কিছু জমি কিনব যেখানে অল্প টাকায় ভালো একটা জমি কেনা যাবে এবং পাশাপাশি পরবর্তীতে যদি ইচ্ছা থাকে তাহলে সেল করে আবার বিটকয়েনে ইনভেস্টমেন্ট করলে বিশাল প্রফিট হবে।
ইনভেসমেন্ট এমাউন্ট টাও বাড়ানো যাবে কারণ জমির দাম কখনো কমে না সব সময় বাড়ে। আর এখানে আমি আমার বাড়তি কোন ফান্ড ইনভেস্টমেন্ট করব না যা টাকা সম্পূর্ণ বিটকয়েন এর প্রফিট এবং আমার এই ফোরাম থেকে আর্নিং করে সেটিং করার অ্যামাউন্ট।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 14, 2024, 11:58:05 PM
একবার আমার মনে হচ্ছে যে আমি ১০০কে তে গেলে সেল দিয়ে দিব আবার মনে হচ্ছে না আরো কিছুদিন ওয়েট করব যদি এটা আরো বেশি পাম্প করে।
আমরা যদি বিটকয়েনের মার্কেট ক্যাপ দেখি মার্কেট ক্যাপ এবার আগের বুলসিজন এর তুলনায় এই বুলসিজন অ্যারাউন্ড ৪২ পার্সেন্ট পাম্প দিয়েছে. আর আমরা এবারের মার্কেট ক্যাপ এর অনুযায়ী বিটকয়েনের অলটাইম হাই প্রাইস কত হওয়া উচিত তাহলে বিটকয়েনের অলটাইম হাই  মার্কেট ক্যাপ অনুযায়ী এবার  97000 থেকে 98 হাজার এ থাকার কথা।

এখন দেখা যাক আবার বিটকয়েন কারেকশন নিচ্ছে।

বিটকয়েন ৯০ হাজার রেন্জ এ ঢোকার পরেই আমি মনে করি অনেক পুরাতন হোল্ডার রা কিছু ক্যাশ আউট করেছে। কয়েকদিন ধরে ৯০-৯৩ এ চলা অবস্থায় অনেকেই নিজেদের প্রফিট বুক করে নিচ্ছে। এটাই সম্ভবত কারেকশন নেয়ার কারন। বর্তমানে মার্কেটে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট করার মতো নিউজ বা অন্যান্য কোনো কারন দেখছি না। আমি জানি না এটা আসলেই কারেকশন কি না। কারন ভালো করে কারেকশন নিলে মার্কেট আবার ৭০ হাজার এ যেতে পারে।

প্রথম যখন ৭৪ হাজারের অল টাইম হাই বানালো, তারপর কিন্তু কারেকশন নিয়ে মার্কেট একদম ৫৪ হাজারে গিয়েছিলো। আমি প্যানিক সেলার সেখানেই কিছু সেল করে দিয়েছিলাম। এখন যেহেতু বিটকয়েন ৮৭ হাজারে আছে, এটা কারেকশন নিলে আবার ৭০ হাজারে আসতে পারে। তারপর ১০০ কে ক্রস করে একদম ১১০ বা ১২০ এ চলে যেতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
November 14, 2024, 01:41:22 PM
তারপর? কেমন আছেন সবাই?  Grin Grin

বিটকয়েন হোল্ডারদের তো ঈদ মনে হচ্ছে। বিটকয়েন অলরেডি ৮৯ হাজার ৫০০ তে গিয়েছিলো আজকে। বিটকয়েন যে গতিতে সামনের দিকে যাচ্ছে, এই মাসেই ১০০কে তে চলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ব্যাক্তিগত ভাবে আমি মনে করেছিলাম বিটকয়েন ৮৫ হাজারে যাওয়ার পর একটা কারেকশন নিবে, এবং কারেকশন নিয়ে বিটকয়েন ৬৫ থেকে ৭০ হাজারের দিকে যেতে পারে। কিন্তু মার্কেট একদম পজেটিভ মনে হচ্ছে। কোনো প্রকার নেগেটিভ নিউজ দেখা যাচ্ছে না। বর্তমানে যে ভলাটিলিটি দেখা যাচ্ছে, এটা একদমই নরমাল। কোনো নেগেটিভ নিউজ মার্কেটে হিট না করলে বিটকয়েন এভাবে সামনের দিকে আগাবে মনে হচ্ছে। আমি চাচ্ছিলাম বিটকয়েন একটা কারেকশন নিক। আবার এটাও ঠিক যে বিটকয়েন কারেকশন নিলেই অল্টকয়েন এর অবস্থা খারাপ হয়ে যাবে। আপাতত অল্টকয়েন ও পাম্প করছে।
আলহামদুলিল্লাহ  ভালো আছি।
গোপন খবর তো জেনেই গেছেন তাহলে আসলেই যারা বিটকয়েন হোল্ডিং করে আসতে ছিল তাদের মনে ঈদ চলতেছে তবে এখানে সবচাইতে বড় বিষয় হচ্ছে হোল্ডিং এমাউন্ট ধরে রাখা বা সেল দেওয়া।
একবার আমার মনে হচ্ছে যে আমি ১০০কে তে গেলে সেল দিয়ে দিব আবার মনে হচ্ছে না আরো কিছুদিন ওয়েট করব যদি এটা আরো বেশি পাম্প করে।
আমরা যদি বিটকয়েনের মার্কেট ক্যাপ দেখি মার্কেট ক্যাপ এবার আগের বুলসিজন এর তুলনায় এই বুলসিজন অ্যারাউন্ড ৪২ পার্সেন্ট পাম্প দিয়েছে. আর আমরা এবারের মার্কেট ক্যাপ এর অনুযায়ী বিটকয়েনের অলটাইম হাই প্রাইস কত হওয়া উচিত তাহলে বিটকয়েনের অলটাইম হাই  মার্কেট ক্যাপ অনুযায়ী এবার  97000 থেকে 98 হাজার এ থাকার কথা।

এখন দেখা যাক আবার বিটকয়েন কারেকশন নিচ্ছে।
member
Activity: 70
Merit: 31
November 14, 2024, 11:11:46 AM
কিন্তু এ কি , এখনও অল্টকয়েন সিজন শুরুই হয় ? আমি ঐটা দেখার জন্যও অনেক আগ্রহী। তবে অল্টকয়েন যদি সত্যি যদি ১০ বা ২০ গুন করে বাড়ে তো এইখানে অনেক সুন্দর একটি ব্যাবসা করা যেতে পারে।  অভিজ্ঞদেড় থাকে একটু পরামর্শ চাই আমি কি করতে পারি ?

কাহিনী মূলত এখানেই, কেউ জানে না কোন টোকেনের দাম বাড়বে, কেউ জানে না কোন টোকেনের দাম কমবে। কোন টোকেনে ইনভেস্ট করলে, রিটার্ন আসবে। আবার কোন টোকেনে ইনভেস্ট করলে আরো লস হবে। মুলত মিম টোকেন গুলোই ৪০ গুন ৫০ গুন অব্দি পাম্প করে থাকে। এছাড়াও অনেক অল্টকয়েন ১০ থেকে ২০ গুন পাম্প করে। কিন্তু সেগুলো কোন অল্টকয়েন, সেটাই কেউ জানে না আগে থেকে। আপনাকে নিজে রিসার্চ করে বের করতে হবে।

ধরেন, ব্যাক্তিগত ভাবে আমি মনে করি টুন কয়েন এই বুল রানে ৩০ ডলারের বেশি প্রাইস হবে। যেটার কারেন্ট প্রাইস ৫ ডলারের মতো। কিন্তু আমি চাই না আরেকজনকে এটা বলতে। আমার কথা শুনে কেউ ইনভেস্ট করলো, তারপর দেখা গেলো সেই টোকেনের দাম বাড়েনি। তখন সেটার দোষ আমার ঘাড়ে আসবে। সেজন্য সবাই নিজের পছন্দের টোকেনে ইনভেস্ট করা উচিৎ।

টন কয়েন নিয়ে আমি এর আগেও কয়েকবার শুনেছি কিন্তু সেই টোকেন  আমি কখনো কিনি নাই।  বিটকয়েন মার্কেট বুলিশ হওয়ার পর আমি কিছুটা PEPE টোকেন কিনে রেখেছি।  আপাতত আমি প্রায় ৬০ শতাংশ এর মতো মুনাফা দেখতে পাচ্ছি।  কিন্তু কালকে পর্যন্ত মুনাফা ছিল প্রায় ৭৫ শতাংশ।  আজকে এর দাম কিছুটা নিচে দেখতে পাচ্ছি।  আজকে সারাদিনে প্রায় ১৫ শতাংশ মূল্য হারিয়েছে।  এখন কি আমার এই কয়েন আরো কিছু দিন ধরে রাখা উচিত? PEPE টোকেন কি আগামী কিছু দিনে বাড়তে পারে নাকি কমে যাবে? আমার লক্ষ ২x  রিটার্ন পাওয়া মাত্রই টোকেনগুলো বিক্রি করে দিবো এবং অন্য টোকেনে  ইনভেস্ট করবো , বেশি সম্ভব টন কয়েন কিনবো।  টন থেকে কত গুন রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে?
hero member
Activity: 868
Merit: 530
November 14, 2024, 08:29:34 AM
কিন্তু এ কি , এখনও অল্টকয়েন সিজন শুরুই হয় ? আমি ঐটা দেখার জন্যও অনেক আগ্রহী। তবে অল্টকয়েন যদি সত্যি যদি ১০ বা ২০ গুন করে বাড়ে তো এইখানে অনেক সুন্দর একটি ব্যাবসা করা যেতে পারে।  অভিজ্ঞদেড় থাকে একটু পরামর্শ চাই আমি কি করতে পারি ?

কাহিনী মূলত এখানেই, কেউ জানে না কোন টোকেনের দাম বাড়বে, কেউ জানে না কোন টোকেনের দাম কমবে। কোন টোকেনে ইনভেস্ট করলে, রিটার্ন আসবে। আবার কোন টোকেনে ইনভেস্ট করলে আরো লস হবে। মুলত মিম টোকেন গুলোই ৪০ গুন ৫০ গুন অব্দি পাম্প করে থাকে। এছাড়াও অনেক অল্টকয়েন ১০ থেকে ২০ গুন পাম্প করে। কিন্তু সেগুলো কোন অল্টকয়েন, সেটাই কেউ জানে না আগে থেকে। আপনাকে নিজে রিসার্চ করে বের করতে হবে।

ধরেন, ব্যাক্তিগত ভাবে আমি মনে করি টুন কয়েন এই বুল রানে ৩০ ডলারের বেশি প্রাইস হবে। যেটার কারেন্ট প্রাইস ৫ ডলারের মতো। কিন্তু আমি চাই না আরেকজনকে এটা বলতে। আমার কথা শুনে কেউ ইনভেস্ট করলো, তারপর দেখা গেলো সেই টোকেনের দাম বাড়েনি। তখন সেটার দোষ আমার ঘাড়ে আসবে। সেজন্য সবাই নিজের পছন্দের টোকেনে ইনভেস্ট করা উচিৎ।
jr. member
Activity: 4
Merit: 0
November 13, 2024, 10:21:57 AM
আমার পুরো জীবন-কালে আমি যে পাম্প এর কথাগুলো শুনছিলাম , আমার মনে হয় তা এই বছরের পাম্প এর কাছে কিছুই না । আমি সত্যি এই বছরের পাম্প দেখে খুবই আকর্ষণীয় হয়েছে । আমার চোখে দেখা এটি প্রথম এবং খুবই আকর্ষণীয় পাম্প ।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পাম্প আসলে কিছুই না। ২০২১ সালেও বিটকয়েন ৫ দিনে ১০ হাজার ডলার + পাম্প করেছিলো। এইবার বিটকয়েন আরেকটু বেশি পাম্প করেছে।
আমি বিশ্বাস করতে পারছি না যে যায় বছরের পাম্প ও ২০২১ সালের পাম্প এর সামনে কিছুই না। আমি শুধু সবাইকে বলতে শুনেছি যে অদূর ভবিষতে একটি বিশাল বড় পাম্প হবে যা , আমাদের সবার জন একটি আনন্দের সময় হয়। আর এখন আমি তা অনুভব করতে পারছি।  এটি সত্যি খুবই আনন্দের। 

কিন্তু অল্টকয়েন সিজন এখনো শুরু হয়নি। অল্টকয়েন সিজন শুরু হলে দেখবেন একদিনে একটা অল্টকয়েন ১০ গুন পাম্প করেছে। যে টোকেন সকালে দেখলেন ১ সেন্ট, বিকালে দেখবেন সেটা ১০ সেন্ট হয়ে গেছে। তবে সব টোকেনের ক্ষেত্রে যে এরকম হবে, এমনটা নয়। বেশিরভাগ অল্টকয়েন এতো পরিমানে পাম্প করে না। তবে যে কয়েকটা করে, আমি অভাগা সেই টোকেন কিনতে পারি না আগে থেকে। একবার পাম্প হয়ে গেলে সেই টোকেন কেনা মানেই লস।
কিন্তু এ কি , এখনও অল্টকয়েন সিজন শুরুই হয় ? আমি ঐটা দেখার জন্যও অনেক আগ্রহী। তবে অল্টকয়েন যদি সত্যি যদি ১০ বা ২০ গুন করে বাড়ে তো এইখানে অনেক সুন্দর একটি ব্যাবসা করা যেতে পারে।  অভিজ্ঞদেড় থাকে একটু পরামর্শ চাই আমি কি করতে পারি ?
hero member
Activity: 868
Merit: 530
November 13, 2024, 07:42:26 AM
আমার পুরো জীবন-কালে আমি যে পাম্প এর কথাগুলো শুনছিলাম , আমার মনে হয় তা এই বছরের পাম্প এর কাছে কিছুই না । আমি সত্যি এই বছরের পাম্প দেখে খুবই আকর্ষণীয় হয়েছে । আমার চোখে দেখা এটি প্রথম এবং খুবই আকর্ষণীয় পাম্প ।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পাম্প আসলে কিছুই না। ২০২১ সালেও বিটকয়েন ৫ দিনে ১০ হাজার ডলার + পাম্প করেছিলো। এইবার বিটকয়েন আরেকটু বেশি পাম্প করেছে। কিন্তু অল্টকয়েন সিজন এখনো শুরু হয়নি। অল্টকয়েন সিজন শুরু হলে দেখবেন একদিনে একটা অল্টকয়েন ১০ গুন পাম্প করেছে। যে টোকেন সকালে দেখলেন ১ সেন্ট, বিকালে দেখবেন সেটা ১০ সেন্ট হয়ে গেছে। তবে সব টোকেনের ক্ষেত্রে যে এরকম হবে, এমনটা নয়। বেশিরভাগ অল্টকয়েন এতো পরিমানে পাম্প করে না। তবে যে কয়েকটা করে, আমি অভাগা সেই টোকেন কিনতে পারি না আগে থেকে। একবার পাম্প হয়ে গেলে সেই টোকেন কেনা মানেই লস।

কিন্তু আমি কিছু জায়গায় লোকেদের বলতে শুনেছি যে এত বেশি দাম বৃদ্ধি নাকি একটি বড় পরিসরে দাম কমে যাবার কারণ হতে পারে?
হতেও পারে, আবার নাও হতে পারে। বিটকয়েনের ক্ষেত্রে খুব বেশি এফেক্ট পড়বে না। কিন্তু অল্টকয়েন যেটা একদিনে ২০ গুন পাম্প করে, সেটা একদিনে ২০ গুন ডাম্প ও করতে পারে। ক্রিপ্টোতে এসব জিনিস মাথায় রেখেই ইনভেষ্ট করতে হয়।
jr. member
Activity: 4
Merit: 0
November 13, 2024, 07:15:17 AM
আমার পুরো জীবন-কালে আমি যে পাম্প এর কথাগুলো শুনছিলাম , আমার মনে হয় তা এই বছরের পাম্প এর কাছে কিছুই না । আমি সত্যি এই বছরের পাম্প দেখে খুবই আকর্ষণীয় হয়েছে । আমার চোখে দেখা এটি প্রথম এবং খুবই আকর্ষণীয় পাম্প ।

কিন্তু আমি কিছু জায়গায় লোকেদের বলতে শুনেছি যে এত বেশি দাম বৃদ্ধি নাকি একটি বড় পরিসরে দাম কমে যাবার কারণ হতে পারে?
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
November 12, 2024, 08:26:55 PM
paid2 আবার ও একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন "[FREE RAFFLE] - Custom eXch Cryptosteel Capsule (#22)!" এখানে যে কেউ আবেদন করতে পারবে। কিন্তু যারা ৫০০ মেরিট পেয়েছেন তারা ২টা স্লট নিতে পারবেন। মোট স্লট আছে ১০০ টি। দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। বিস্তারিতঃ https://bitcointalksearch.org/topic/--5518014
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 12, 2024, 01:45:09 AM
তারপর? কেমন আছেন সবাই?  Grin Grin

বিটকয়েন হোল্ডারদের তো ঈদ মনে হচ্ছে। বিটকয়েন অলরেডি ৮৯ হাজার ৫০০ তে গিয়েছিলো আজকে। বিটকয়েন যে গতিতে সামনের দিকে যাচ্ছে, এই মাসেই ১০০কে তে চলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ব্যাক্তিগত ভাবে আমি মনে করেছিলাম বিটকয়েন ৮৫ হাজারে যাওয়ার পর একটা কারেকশন নিবে, এবং কারেকশন নিয়ে বিটকয়েন ৬৫ থেকে ৭০ হাজারের দিকে যেতে পারে। কিন্তু মার্কেট একদম পজেটিভ মনে হচ্ছে। কোনো প্রকার নেগেটিভ নিউজ দেখা যাচ্ছে না। বর্তমানে যে ভলাটিলিটি দেখা যাচ্ছে, এটা একদমই নরমাল। কোনো নেগেটিভ নিউজ মার্কেটে হিট না করলে বিটকয়েন এভাবে সামনের দিকে আগাবে মনে হচ্ছে। আমি চাচ্ছিলাম বিটকয়েন একটা কারেকশন নিক। আবার এটাও ঠিক যে বিটকয়েন কারেকশন নিলেই অল্টকয়েন এর অবস্থা খারাপ হয়ে যাবে। আপাতত অল্টকয়েন ও পাম্প করছে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 11, 2024, 10:13:28 AM
লেখক : 1miau
অরিজিনাল টপিক :Make sure to avoid wasting BTC for too high fees – step by step guide (Electrum)



প্রতিটি বিটকয়েন ট্রানজেকশনে ট্রানজেকশন ফি প্রয়োজন হয়, তাই কিভাবে কম সময়ে কম খরচে ট্রানজেকশনটি করানো যায় তা জানা খুব গুরুত্বপূর্ণ। ট্রানজেকশনের গতি নির্ভর করে ট্রানজেকশন ফি এর উপর। বিটকয়েনে ট্রানজেকশন ফি কে মূলত Satoshi per byte (sat/byte) বলে। sat/byte যত বেশি হবে, আপনার ট্রানজেকশনটি পরবর্তী ব্লকে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভবনা তত বেশি হবে। মাইনাররা সবসময়ই ট্রানজেকশন ফি (sat/byte) অনুযায়ী তাদের ব্লক সিলেক্ট করে। এটিই যৌক্তিক, কারণ মাইনাররা শুধুমাত্র যে ব্লক রিওয়ার্ডই পায় তা না, সাথে ব্লকে থাকা সকল ট্রানজেকশন ফিও পায়।

সবগুলো ওয়ালেট আপনাকে ট্রানজেকশন ফি ম্যানুয়ালি সেট করতে দিবে না এবং যেগুলোতে করা যায় সেগুলোতেও খুব সাধারণ ডিফল্ট সেটিং দেয়া থাকে। ট্রানজেকশন ফি ম্যানুয়ালি সেট করার ক্ষেত্রে ইলেকট্রাম অনেক ভালো চয়েজ।

সবগুলো সেটিংস্ ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করার পরে, আপনার ট্রানজেকশনটির জন্য সঠিক ফি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ, যা বেশ কিছু নির্ভরযোগ্য ওয়েবসাইটের দ্বারা করা সম্ভব। কিন্তু প্রথমেই আপনাকে কাস্টমাইজড ফি অপশন চালু করে নিতে হবে।

এই গাইডটির জন্য আমি Jochen Hoenicke এর Mempool এবং ইলেকট্রাম ব্যবহার করছি।

সুতরাং, আপনি আপনার মূল্যবান বিটকয়েন সংরক্ষণ করা থেকে আর কয়েক ধাপ দূরে আছেন:



১.

প্রথমে, ইলেকট্রামে থাকা আপনার ওয়ালেটটি সিলেক্ট করুন। এরপর উপরের ডান কোনায় থাকা View অপশনে ক্লিক দিন এবং এরপর নিচে দেখানো ছবির মতো আপনি যে যে শর্টকাট চান সেগুলোতে ক্লিক দিন। এই গাইডটিতে আমি সবগুলো সিলেক্ট করেছি।






২.

পুরাতন ইলেকট্রাম ভার্সনে, আপনি টুলস্ এবং প্রিফারেস্ন মেনু থেকে ম্যানুয়ালি ফি সেট করতে পারবেন, কিন্তু বর্তমান ভার্সনগুলোতে সেটি করা সম্ভব না। ফি কাস্টমাইজ করার একমাত্র উপায় হলো ট্রানজেকশন করা। এজন্য আপনাকে আপনার ওয়ালেট এড্রেস এবং কি পরিমাণ বিটিসি পাঠাতে চান তা সেট করে Pay বাটনে চাপ দিতে হবে। এরপর নিচে দেখানো উইন্ডো দেখতে পাবেন।






৩.

এখন আপনি লক্ষ করবেন যে আপনি স্লাইডারের মাধ্যমে ফি কম বেশি করতে পারেন কিন্তু তা যথেষ্ট ভালো না। এজন্য আপনি আপনার ফি ম্যানুয়ালি সেট করতে নিচের ছবিতে নির্দেশিত আইকনে ক্লিক করুন।






৪.

আপনি যদি ৩ নাম্বার স্টেপটি সঠিকভাবে করে থাকেন, তাহলে আপনি চেকবক্স সংযুক্ত একটি মিনি উইন্ডো বার দেখতে পাবেন।





৫.

এরপর আপনাকে শুধুমাত্র আপনার ট্রানজেকশনটির জন্য পছন্দের অপশনগুলো সিলেক্ট করে নিতে হবে। Edit fees manually এই অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না কিন্তু।





৬.

এরপর আপনি লক্ষ করবেন স্লাইডার ছাড়াও আপনার কাছে এখন দুটি চেকবক্স রয়েছে ফি সেট করার জন্য, যেমনটা নিচে দেয়া ছবিতে দেখা যাচ্ছে। সবুজ কালারে হাইলাইট করা বক্সে, আপনি sat/byte হিসেবে আপনার পছন্দের ফি ম্যানুয়ালি ইডিট করে দিতে পারবেন। আর লাল কালারে হাইলাইট করা বক্সে আপনি BTC এবং mBTC তে কত ফি দিতে চান সেটা সেট করে দিতে পারবেন।






৭.

পরিশেষে, আপনাকে জানতে হবে আপনার ট্রানজেকশনটির জন্য কত ফি প্রয়োজন। আপনি নিচে দেয়া স্টেপগুলে ফলো করে সেটি জানতে পারবেন:

বর্তমান ট্রানজেকশন ফি কত তা জানার অনেকগুলো উপায় আছে। যার মধ্যে কিছু উপায় হলো; Mempool Observer Topic এই টপিকটি চেক করা এবং FeeBuddy বটটি চেক করা।

আরেকটা সহজ উপায় হলো সরাসরি বিটকয়েন মিমপুলে দেখা। মিমপুল এমন কোনো পুল নয় যেখানে সেরা মিমস্ সংগ্রহ রাখা হয়, এটি এমন একটি জায়গা যেখানে সকল আন-কনফার্মড বিটকয়েন ট্রানজেকশন গুলো এসে জড়ো হয়। এজন্য মিমপুলটি যখন ভরা থাকে তখন বেশি ট্রানজেকশন ফি এর প্রয়োজন হয় যাতে দ্রুত ট্রানজেকশন গুলো কনফার্ম হতে পারে, কারন অনেকগুলো ট্রানজেকশন কনফার্মেশনের জন্য অপেক্ষা করছে এবং পরবর্তী ব্লকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রতিযোগিতা করে যাচ্ছে (শুধুমাত্র সর্বাধিক ফি প্রাপ্ত ট্রানজেকশন গুলো এখানে প্রাধান্য পাবে), অপরদিকে কম ফি দিয়ে ট্রানজেকশন কনফার্ম করানোর সবথেকে ভালো সময় হলো যখন মিমফুল খালি অবস্থায় থাকে।

Jochen Hoenicke এর সাইটটিতে মিমপুলের ভালো একটি ছবি পাবেন: https://jochen-hoenicke.de/queue/#0,24h.

ওয়েবসাইটটিতে আপনি বিভিন্ন সময়ের ব্যবধান বেছে নিয়ে মিমপুলটিকে বিশ্লেষণ করতে পারবেন। এখানে টোটাল ৩ ধরনের গ্রাফ পাবেন:
- আন-কনফার্মড ট্রানজেকশনের সংখ্যা (মিমপুল)
- বকেয়া ফি BTC তে
- মিমপুলের আকার মেগাবাইটে

আমাদের কাজের জন্য, প্রথম এবং শেষ গ্রাফটি উপযুক্ত, যার মধ্যে শেষ গ্রাফটি সবথেকে বেশি কার্যকর, কারণ এটি মিমপুলের প্রকৃত আকার দেখায়। কারণ কখনো কখনো এমনও হয় যে অনেক বড় একটি ট্রানজেকশন (bytes) মিমপুলে এসে অপেক্ষা করছে, যা একক ট্রানজেকশন হিসেবে প্রথম গ্রাফটি তালিকাভুক্ত করে ফেলেছে, কিন্তু ট্রানজেকশনটির জন্য অনেক সাইজ প্রয়োজন (কারণ এগুলোর অনেকগুলো ইনপুট থাকে, উদাহরণস্বরূপ নন-সেগউইট ট্রানজেকশন)।


আন-কনফার্মড ট্রানজেকশনের সংখ্যা (মিমপুল):







মিমপুলের আকার মেগাবাইটে:





আপনি যখন মাউসকে গ্রাফ বারবার সরাবেন, তখন আপনি দেখতে পাবেন যে কোন রেখাটি কত সাতেশি প্রতি বাইট (sat/byte) নির্দেশ করে। এর দ্বারা আপনি আপনার ট্রানজেকশনটির জন্য কত ফি লাগতে পারে তার একটি ধারনা পাবেন। এরই সাথে আপনার পেছনের দিকেও একটু দেখা উচিত, গত কয়েক ঘন্টা ধরে কত মেগাবাইট (MB) ট্রানজেকশন মিমপুলে অপেক্ষা করেছে এবং মিমপুলটি ঠিকঠাক খালি হয়েছে কিনা। যদি সব ঠিকঠাক মনে হয়, সেক্ষেত্রে প্রতি বাইটের জন্য কিছু সংখ্যক সাতোশি বেছে নেয়াই যুক্তিসংগত। অবশ্যই, এটি নির্ভর করে আপনি কত দ্রুত আপনার ট্রানজেকশন পাঠাতে চান। যদি আপনার কোনোরকম তাড়া না থাকে, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো অপেক্ষা করুন বা কম ফি দিয়ে ট্রানজেকশন পাঠিয়ে দিন।

পরবর্তী ব্লকটি কখন পাওয়া যাবে তা হলো সবথেকে বড় অজানা বিষয়। কিছু বিরল ক্ষেত্রে, পরপর দুটি ব্লকের মাঝে এক ঘন্টার বেশি সময় লাগতে পারে। এসময় অনেকগুলো ট্রানজেকশন এসে জমা হয় পরবর্তী ব্লকে অন্তভুক্ত হওয়ার জন্য, ফলে এসময় একটু বিলম্ব হতে পারে কারণ একসাথে সব ট্রানজেকশন সম্পূর্ণ  হওয়া সম্ভব নয়। উপরন্তু, এমনও হতে পারে যে এইসময় অনেকগুলো ট্রানজেকশন মিমপুলে ঢুকে পড়বে এবং যদি তাদের ফি আপনার থেকে বেশি হয়, তবে সেগুলো আপনার আগেই নতুন ব্লকে অন্তভুক্ত হয়ে যাবে। সুতরাং, কম ট্রানজেকশন ফি দেয়ার একটু ঝুঁকিও রয়েছে।


উপরন্তু, আপনার সবসময় বিগত দিনগুলোর ট্রানজেকশন ভলিউম চেক করা উচিত। কারন, আপনি লক্ষ করবেন যে, বিগত দিনগুলোর ট্রানজেকশন ভলিউম একইরকম প্যাটার্ন ফলো করে:




- 08:00 CET (সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম) এর পর থেকে, ট্রানজেকশন ভলিউম বৃদ্ধি হওয়া শুরু করে, আর 23:00 এর দিকে মিমপুল ধীরে ধীরে খালি হতে থাকে (এই সময় গুলো পরিবর্তিত হতে পারে, কখনো আগে শুরু হয়ে যায়, আবার কখনো পরে)
- বিটকয়েন পাঠানোর সর্বোত্তম সময় হলো 02:00 থেকে 08:00 CET পর্যন্ত, এইসময় নিয়মিত মিমপুল খালি হয়
- সোমবার প্রায়ই ব্যস্ত থাকে
- সাপ্তাহিক ছুটির দিনে মিমপুল অন্যান্য দিনগুলোর তুলনায় বেশি খালি থাকে, এমনকি ভিড়ের সময়েও


মনে রাখবেন এই প্যাটার্ন গুলো যেকোনো সময় পরিবর্তিত হতে পারে, বিশেষ করে যখন BTC এর মূল্য বৃদ্ধি পায়, বা যখন অনেক ইউজার একসাথে ট্রানজেকশন করে।




সর্বশেষে, ছোট্ট একটি উদাহরণ:

আমি যখন এই স্ক্রিনশট তুলি তখন সময় ছিলো 01:00 CET (রাত), তখন মিমপুল নিচে প্রদর্শিত ছবি দেখা যাচ্ছিল (প্রতিদিনের বিবরণ)::


দিনটি ছিলো সোমবার, তাই প্রতিবারের মতো এবারও দিনের বেলা ট্রানজেকশন ভলিউম অনেক বেশি ছিলো। কিন্তু বর্তমানে, মিমপুলটি প্রায় খালি হওয়ার দিকে। এটি ধরে নেয়া যায় যে আগের সপ্তাহ গুলোর মতো আজ রাতেও মিমপুলটি বেশ কয়েকবার খালি থাকবে এবং এখনও পুরো রাত বাকি আছে।

আপনি যদি গ্রাফ বরাবর আপনার মাউসটি সরিয়ে ট্রানজেকশন সাইজ দেখেন, তাহলে আপনি লক্ষ করবেন যে শেষ ব্লকটি সম্পূর্ণরূপে পূর্ণ ছিলো না (প্রায় ০.৫৫ মেগাবাইট (সাধারণত একটি ব্লকে ১ মেগাবাইটের বেশি ধরে))। এই মুহূর্তে, আমি ২ satoshi / byte এর মতো ফি সেট করবো, এবং দেখা যাবে আমার ট্রানজেকশনটি ইতিমধ্যেই পরবর্তী ব্লকে অন্তর্ভুক্ত হয়ে গেছে।

আপনি গ্রাফটির দিকে তাকালে আরো দেখবেন যে কিছু কিছু ট্রানজেকশনের ক্ষেত্রে ট্রানজেকশন ফি অনেক বেশি দেয়া... তারা ১০০ satoshi / byte এর থেকেও বেশি ট্রানজেকশন ফি দিয়েছে, যদিও ২ satoshi / byte দিলেও তাদেও তাদের ট্রানজেকশনটি পরবর্তী ব্লকে অন্তভুক্ত হয়ে যেতো। ^^





অনুবাদ টি যাদের উদ্যোগে করা হয়েছে:


sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 10, 2024, 01:51:54 PM
এটি নিয়ে এখানে পোস্ট করা হইনি, কিন্তু আমার গ্রুপে এটি নিয়ে অনেকবার বলেসিলাম। যারা ট্রেড করেছিল, তারা অনেকে ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছে। যাইহক যদি এখানের কেউ এটিতে অংশগ্রহণ করে থাকেন, তাহলে নিজেদের Aptos ওয়ালেট চেক দিয়েন।


টকেনটির মোট সাপ্লাই মাত্র ১০০ মিলিয়ন কিন্তু টোকেনের বর্তমান মূল্য মাত্র $০.২৭ কিংবা এর থেকে কম। আমার বেক্তিগত মতামত হলো টোকেনটির মূল্য আরও বাড়বে, তাই যারা রিস্ক নিতে চান তারা নিজের রিস্কে টোকেনটি কিনতে পারেন ।

আমি যা এয়ারড্রপ পেয়েছি সেটির বর্তমান মূল্য $২৯০ এবং আমি টোকেনগুলো জমিয়ে রাখব। আমার টার্গেট $১ এবং সেটি এই বুলমার্কেটে আশা করা যায়।
https://www.coingecko.com/en/coins/merkle-trade

বিস্তারিত টুইটারে পাবেনঃ https://x.com/officialbitbyte/status/1855617756084998273


আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম!

শুধু বিটকয়েন নিয়ে পইড়া থাকলে হবে নাহ, মার্কেটে যেকোনো পরিস্থিতিতে আপনি কিংবা আমরা সবাই লাভ করতে পারবো। এইজন্য আমাদেরকে মার্কেটে কেমন narrative চলতেছে সেটি জানতে হবে। তাহলে বুল কিংবা বেয়ার যেকোনো মার্কেটে আমরা লাভ করতে পারবো। ল্যাপটপে আজকে আর বেশিকিছু লেখলাম নাহ, কিন্তু পরের পোস্টে বিষয়টি নিয়ে লেখব।  Wink
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
November 10, 2024, 12:02:19 AM
বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?

লাভ লস সব ব্যাবসাতেই আছে। মূলত আমার সেল এর চাইতে খরচ বেশি। যে কারনে আমি প্রতি মাসেই লস করতেছি। যেমন ধরেন, আমার এই গ্রামের বাজারে সেল আসে মাসে ৩০ হাজার টাকার মতো, যেটার লাভ ৩ থেকে ৪ হাজার টাকার বেশি না। অথচ প্রতি মাসেই আমার দোকানের ১০ হাজার টাকা খরচ আছে + আমার নিজের পরিশ্রম এবং সময়। দোকান গ্রামে বলেই এই অবস্থা হচ্ছে বলে আমার মনে হয়। কালকে সারাদিন অনেক বেশি ব্যাস্ত ছিলাম এগুলো নিয়েই।

ছোট বাজার থেকে দোকান সরিয়ে নিয়ে বড় বাজারে বসার চেষ্টা করতেছি। গতকাল দোকান মালিকের সাথে আলাপ আলোচনা এবং ডিড করতে গিয়েই এক প্রকার সারা সন্ধ্যা শেষ হয়েছে। ফাইনালি সব কিছু ঠিক থাকলে এই মাসেই দোকান সেখানে মুভ করে ফেলবো। আর আমার ফোরামের একটিভিটি কিছুদিন একদমই কম হবে সম্ভবত।
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
November 09, 2024, 10:12:39 PM
আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম! বাট সেটা আর করা হয় না কোনো না কোনো ভাবে টাকা এদিক সেদিক হয়ে যায়। আর যদি কিছু জমানো টাকা দিয়ে বিটকয়েন হোল্ডও করে রাখি তাহলে সেটাও ১ বছর হওয়ার আগেই কোনো এক ইমারজেন্সির জন্য ভাঙা লাগে। আমাদের মধ্যে কজনই বা পাক্কা হোল্ডার আছে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১০কে ছিলো, তখন থেকে ভাবতেছিলাম হোল্ড করবো, বাট করা হয়নি।

বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?

আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
ভাই এটা শুধু আপনি নন আমরা মানুষ মাত্রই এমন চিন্তা ভাবনা করে থাকি। দেখবেন শুধু বিটকয়েনে বিনিয়োগ নয় যে কোন কিছুই করতে চাইলে, যদি কোন কারণবশতে করতে না পারি। তাহলে যদি সেই কাজে লাভের সম্ভাবনা দেখি বা অন্যলোকের লাভ হইতাছে, তখন দেখবেন আমাদের আফসোস লাগবে যে কেন জিনিসটা করলাম না। পক্ষান্তরে যদি ওই কাজে লসের সম্ভাবনা থাকে বা অন্যলোকেদের লস হইতাছে তখন আবার ভালো লাগবে যে ওই কাজটি না করেই ভালো হয়েছে।
আমাদের আফসোস তো হবেই দেখলাম বিটকয়েন ৭৭ হাজার ডলার ছাড়িয়ে গেছিলো, সামনে আরও বাড়বে তখন আরও আফসোস হবে। যাইহোক, আমার কিছু হোল্ড করা আছে, যদিও খুবই সামান্য।

এই বিষয়ে শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি মুরগীর ফার্ম করছেন। এটা আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু আমাদের বাড়িতে যায়গা খুবই কম, পরিকল্পনা আছে রাস্তায় সাথে আমাদের ভালো জমি আছে সেখানে বাড়ি নিবো এর পর ফার্ম করবো। এছাড়া অর্থের সংকট আছে কিছু। ইনশাআল্লাহ ভবিষ্যতে মুরগীর ফার্ম করবো, আল্লাহ যেন তৌফিক দেন। আপনার জন্য শুভকামনা ভাই।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
November 09, 2024, 07:55:57 PM
যদিও এই দুই বছরে বেশ কয়েকবার আমাকে বড় আকারে বিটকয়েন সেল করতে হয়েছে বিজনেস এক্সপান্ড করার জন্য। কষ্টের ব্যাপার হলো রিয়েল লাইফ বিজনেস এখনো স্ট্যাবল করতে পারিনি। প্রতি মাসেই লস দিয়ে দিয়ে এখন লোকেশন চেঞ্জ করছি। এখানেও আরো কয়েক লাখ টাকা লেগে যাবে, যেটা লোন নিয়ে করতে হচ্ছে। আমার রিয়েল লাইফে ইনভেস্ট গুলো লস প্রজেক্ট মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি এখনো সব গুলো বিটকয়েন হোল্ড করতাম, তাহলে বেশ ভালো একটা রিটার্ন আশা করতে পারতাম।

আমারো মনে হতো ইশ যদি বিটকয়েন হোল্ড করতাম! বাট সেটা আর করা হয় না কোনো না কোনো ভাবে টাকা এদিক সেদিক হয়ে যায়। আর যদি কিছু জমানো টাকা দিয়ে বিটকয়েন হোল্ডও করে রাখি তাহলে সেটাও ১ বছর হওয়ার আগেই কোনো এক ইমারজেন্সির জন্য ভাঙা লাগে। আমাদের মধ্যে কজনই বা পাক্কা হোল্ডার আছে। আমার এখনো মনে আছে বিটিসি যখন ১০কে ছিলো, তখন থেকে ভাবতেছিলাম হোল্ড করবো, বাট করা হয়নি।

বাই দা ওয়ে, তোমার লস হয় কোন দিক দিয়ে? আমি যতদূর জানি তোমার না হার্ডওয়ার টাইপ বিজনেস! এগুলোতে লসও আছে?

আল্লাহ দিলে আমাদের একটা ছোটখাটো মুরগির ফার্ম আছে। মূলত ক্রিপ্টোর টাকা দিয়েই দাড় করানো। সামনে আরো এক্ষপান্ড করার চিন্তা আছে। লাভ লসের যদি কথা বলি তাহলে লাভের দিকেই আছি।  Grin
sr. member
Activity: 1498
Merit: 290
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 09, 2024, 12:46:32 PM
যদিও প্রতিদিন আপডেট এখানেও পোষ্ট করার চেষ্টা থাকে, কিন্ত গত কিছুদিন কম্পিউটারে বসি নাই। তার উপর macbook এ avro keyboard ব্যবহার করতে গেলেও "National ( Jatiyo )" লেআউটটা নাই। আর আমি ওই লেআউটটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই গত কিছুদিন টুইটার ও টেলিগ্রাম পোষ্ট করলেও এখানে আপনাদের জন্য পোষ্ট করা হয়নি। যাইহোক আজকে কিছু আপডেট/হালনাগাদ নিয়ে চলে আসলাম। যারা এয়ারড্রপ করতেছেন, তাদের কাজে লাগবে।



Lumoz $esMOZ Airdrop - টেস্টনেট ব্যবহারকারী এবং কিছু L1 ইকোসিস্টেমের ব্যবহারকারীদের জন্য


এটির যখন টেস্টনেট চলতেছিলো, তখন আমি নিজে সকলের জন্য শেয়ার করি নাই। কিন্তু যারা এটির টেস্টনেট করেছিল, তারা ভালো টোকেন এয়ারড্রপ পেয়েছে। কারণ ১:১ অনুপাতে পয়েন্টকে টোকেনেকে রূপান্তর করা হয়েছে এবং তার সাথে আবার বুস্টিংও রয়েছে।

যাইহোক এটির টেস্টনেট নাহ করলেও, যারা Ethereum, Aptos, Sui ইত্যাদি ইকোসিস্টেমের ব্যবহারকারী রয়েছেন, তারা নিজেদের ওয়ালেট কানেক্ট করে দেখেন। ৬ই ডিসেম্বর শেষ সময় ওয়ালেট কানেক্ট করে দেখার যে, আপনারা ওসব ইকোসিস্টেমে ব্যবহারকারী হিসেবে $esMOZ এয়ারড্রপ পাবেন কি নাহ।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, $esMOZ টোকেনটিকে ভেস্টিং করতে হবে এবং বিভিন্ন ভেস্টিং সময় ও টোকেন রূপান্তরের অনুপাত রয়েছে। $esMOZ কে $MOZ টোকেনে রূপান্তর করার পরই সেটি বিক্রি করতে পারবেন।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1854833767887913419




Hemi Network Testnet : এই প্রজেক্টি পয়েন্ট সিস্টেম ব্যবহার করতেছে এবং Leaderboard এর সর্বোচ্চতে পৌছাইতে সময় কম লাগবে। কেননা এটি ফার্মিং কেউ করতেছে নাহ, তাই সকলকে বলবো যে প্রতিদিনের task গুলো কইরেন। কারণ mainnet এ যাওয়ার পর টোকেন লিস্টিং কিংবা TGE হবে। হয়তো Liquidity/TVL এর জন্য মেইননেটে কিছু সময় পয়েন্ট ফার্মিং চালু রাখবে।

→ Twitter Thread: https://twitter.com/officialbitbyte/status/1839359214155866418
→ Blog: https://bitbytecrypto.medium.com/hemi-network-incentivized-testnet-step-by-step-tutorial-701437acb3f0

Hemi Testnet এ এখনো যোগদান করা যাবে এবং দুইটি টাস্ক যেমন swap ও create capsule প্রতিদিন/সপ্তাহে সম্পন্ন করলে পয়েন্ট পাবেন। অনেকেই এটিতে সময় দিতেছে নাহ, কারণ সহজেই বেশি পয়েন্ট পাওয়া যায় নাহ। তাই সকলকে বলবো যে, এটিতে অংশগ্রহণ করতে এবং পয়েন্ট সংগ্রহ করতে।

Hemi Network এর কিছু Galxe Quest রয়েছে, যদি আপনারা সেগুলো এখনো সম্পন্ন করে নাহ থাকেন। তাহলে আপনারা সেগুলো সম্পন্ন করে পয়েন্ট সংগ্রহ করুন।


Vanilla Finance টেলিগ্রাম বটে CONE ব্যবহার করে, শুধুমাত্র option ট্রেডিং করেন। আর লেভেল বাড়ান, কেননা আপনার লেভেল যত বেশি হবে তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত এখানে: https://t.me/bitbytecrypto_ann/1396

Vanilla Finance এর টেলিগ্রাম বট ব্যবহার করে CONE ট্রেডিং এর কথা বলেছিলাম। যারা এতদিন দিনে একবার হলেও ট্রেড করেছেন, আশা করি তাদের ইতিমধ্যে Cart Level অনেক বৃদ্ধি হয়েছে। Vanilla টেলিগ্রাম বটটির অনেকগুলো আপডেট এসেছিলো, আর সর্বশেষ আপডেটের পর টিম Airdrop/TGE এর বিষয়টি কিছুটা প্রকাশ করেছে এবং cart level আরও সহজ করেছে।

→ এখন থেকে আপনারা প্রতিদিনের Check-in করার মাধ্যমে Sugar ফ্রিতে পাবেন, যেটি আগে mainnet কিংবা আসল অর্থ দিয়ে ট্রেড করলেই পাওয়া যেত। আর Sugar ব্যবহার করে, আপনারা সহজেই cart level up করতে পারবেন।
→ আপনার এয়ারড্রপের পরিমাণ নির্ভর করবে আপনার cart level এর উপর। তাই যারা এখনো Join করেননি, তারা যোগদান করে টেস্টনেটে ট্রেড করুন এবং cart level বৃদ্ধি করেন।

বিস্তারিত এই টুইটে পাবেন : https://x.com/officialbitbyte/status/1855298484506862047

বিশেষ দ্রষ্টব্য: পূর্ববর্তী আপডেটের টুইটগুলো কোট ( quote ) করা হয়েছে, চাইলে সেগুলো দেখে আগের টাস্কগুলো সম্পন্ন করতে পারেন।
Pages:
Jump to: