Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 15. (Read 5268887 times)

jr. member
Activity: 35
Merit: 3
September 21, 2024, 10:32:51 AM
পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

ভাই, পেপে এখন অতীত। সেদিন যারা আমার কথায় লাগাইছিলেন, এখন মালামাল।

এখন এই টোকেনটা খেয়াল করেন। পারলে $১০০ লাগায়ে ভুইলা যান। আবার ২০২৫ এ দেখবেন।

https://www.geckoterminal.com/pulsechain/pools/0x6da4f7c69fb5c30188a5215a8db1e1f0fbdf84c7

বর্তমান দাম = $০.০০০০১৩৬৮

আগামী চার মাসে দশমিকের পরের চারখান শুন্য উড়ায়ে দেওয়ার টার্গেট নিছে।

বর্তমান দাম = $০.০০০০৫০৬৯

দাম প্রায় চারগুণ হইসে দেখি ...কেউ আবার কিনেন না যেন... আপনারা কিনলেই উর্ধগতি স্তব্ধ হইয়া যাইবো। Grin
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
September 21, 2024, 06:13:47 AM
ami bangladeshi . new kivabe ay forum a valo kora jabe parle akta guideline dian boss
বিটকয়েন ফোরামে আপনাকে স্বাগতম। বিটকয়েন ফোরামে ভালো পজিশন তৈরি করার জন্য অবশ্যই আপনাকে মানসম্মত ইনফরমেটিভ পোস্ট করতে হবে। ভালো মানের পোস্ট যদি আপনি করতে পারেন যেখান থেকে মানুষ শিক্ষা নিতে পারবে এবং ভালো কিছু শিখতে পারবে তবে আপনি মেরিট উপার্জনের মাধ্যমে র‍্যাঙ্ক পরিবর্তন করতে পারবেন। যদি আপনি আপনার পরিশ্রম দ্বারা সুন্দর পোস্টের মাধ্যমে র‍্যাঙ্ক পরিবর্তন করতে পারেন তবে আপনি এই বিটকয়েন ফোরাম থেকে ভবিষ্যতে অর্থ উপার্জন করতে পারবেন।

তবে সবসময় মনে রাখবেন বিটকয়েন ফোরাম প্রতারণা করার চেষ্টা করবেন না যদি প্রতারণা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বিটকয়েন ফোরাম থেকে ছিটকে পরে যাবেন। যে কোন সমস্যার জন্য প্রয়োজনে বিটকয়েন ফোরামের অভিজ্ঞ মেম্বারদের কাছে সাহায্য চাইতে পারেন আমি মনে করি আপনার সমস্যার সমাধান খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। আশা করি বিটকয়েন ফোরাম আপনার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
newbie
Activity: 4
Merit: 0
September 20, 2024, 09:36:05 PM
8. _a_k_t _a_ (two words, 9 letters)

অনুগ্রহ পূর্বক গেম এর নিয়ম গুলো অনুসরন করবেন। অভিনন্দন ১ম, ২য় & ৩য় রাউন্ড এর সব বিজয়ীদের জন্য

8. _a_k_t _a_ (two words, 9 letters) = Market Cap (এটি সাধারণত একটি নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়)


আমি অনেক সময় ধরে চিন্তা ভাবনা করে 8 নম্বর এর উত্তর খুঁজে বাহির করে পোস্ট করে ব্রাউজার রিলোড দিয়েই দেখি আমার উপর এ একজন একই রকম পোস্ট করেছে  Cry Cry। এখন আমি কি করবো ? Cry
সবকিছুই ঠিক আছে এবং আমিও গেস করতেছি যে আপনার উত্তরটাও সঠিক। আমিও ঠিক একই উত্তর এর কথা ভেবেছিলাম।

কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কি এই গেমস এর রুলস দেখে তারপর খেলতে আসছেন? নাকি দেখেছেন একটা গেমসের মধ্যে মেরিট বিতরণ করা হচ্ছে এর জন্য লাফিয়ে অল্ট অ্যাকাউন্ট তৈরি করে এসে পড়েছেন? আপনাদের মতন লোকেদের জন্যই এই ধরনের গেমস বা কনটেস্ট গুলো ফোরামে সমালোচিত হয়।

দয়া করে নিয়ম গুলো ফলো করে তারপর গেমস খেলবেন।
খেলার কিছু নিয়ম -

১.সেপ্টেম্বর ১ এর পরে খোলা কোনো একাউন্ট এই গেম এ অংশগ্রহন করতে পারবে না।

ধন্যবাদ আপনাকে আমাকে নিয়ম গুলো দেখানোর জন্য। কিন্তু আমি এইটাই বুঝলাম না আপনার বলা (নাকি দেখেছেন একটা গেমসের মধ্যে মেরিট বিতরণ করা হচ্ছে এর জন্য লাফিয়ে অল্ট অ্যাকাউন্ট তৈরি করে এসে পড়েছেন?) এই লাইন এর মানে কি? আমি গেমস এর নিয়ম পড়েছিলাম না , কারণ আমি সেটি খুঁজে পাই নি।  আর এ ছাড়া আপনাদের গেমস এর মাধ্যমে আমি অনেক দিন পর নিজের মাথা খাটিয়েছি, এবং ক্রিপ্টর সম্পর্কে অনেক নতুন নতুন শব্দ আমি শিখেছি। আমি ভেবেছিলম এই ভাবে গেমস খেলে আমি নতুন নতুন আরো কিছু হয়তো শিখতে পারবো। কিন্তু আপনারা তো আমাকে বাঁধা দিছেন। আমি খুবই দুঃখিত , আমি জানতাম না আপনারা নতুনদের এই ধরণের পোস্ট-এ  বিরক্ত বোধ করেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 20, 2024, 06:31:55 PM
Hamster Kombat আবারো কি শুরু করল

ভাবলাম যে হয়তো ২০ তারিখ হামস্টার কমবাটের নির্যাতন থেকে রেহাই পেলাম কিন্তু হামস্টার কনবাট আবারো তাদের নির্যাতন শুরু করে দিয়েছে অর্থাৎ সেকেন্ড রাউন্ড নিয়ে হাজির হয়েছে।
মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে হামস্টার কনবাট নাকি ২৬ তারিখ একটা প্রজন্মকে ধনী বানিয়ে দেবে কিন্তু এই চালাক প্রজেক্টটি মানুষের ইমোশন নিয়ে খেলছে। যদিও আমি ২০ তারিখ পর্যন্ত সিরিয়াসলি ছিলাম কিন্তু আজকের পরে আবারো দেখলাম তারা তাদের ইউটিউব বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শুধু তাদের চালাকির ধরণটা অন্যরকম, আগে ছিল কয়েন সংগ্রহ করা এখন হচ্ছে ডায়মন্ড সংগ্রহ করা। যদি ভালো প্রজেক্ট হত তাহলে তারা প্রথমদিকেই ইউজারদের পেমেন্ট দিয়ে ডিসমিস করে দিত। এর আগে বেশ কয়েকবার এটা নিয়ে আলোচনা হয়েছে এখানে নতুন করে আজকে আলোচনা করলাম তাদের এই দ্বিতীয় দফা প্রতারণার ধরন দেখে। আর ভাল লাগে না রে ভাই, একটু বেরোলেই দেখা যায় প্রত্যেক মানুষের হাতে এই হামস্টার কমবাটের ধনী হওয়ার গল্প।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
September 20, 2024, 12:18:11 PM
ami bangladeshi . new kivabe ay forum a valo kora jabe parle akta guideline dian boss
বিটকয়েন টক ফোরামে এবং বাংলা লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম। প্রথমে আপনাকে পরামর্শ দিবো আপনি এই বাংলা থ্রেডে পোস্ট করলে অবশ্যই বাংলাতে লিখবেন, কারন যেহেতু লোকাল থ্রেড তাই এখানে সবাই নিজেদের ভাষায় এখানে আলোচনা করে থাকেন। আপনি একদম নতুন তাই আপনার প্রথমে এই ফোরামের নিয়ম কানুন গুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেওয়া উচিত।  আপনি যেহেতু লোকাল থ্রেড খুজে পেয়েছেন, আশা করি প্রথম পেজে দেওয়া নিয়ম কানুন গুলো দেখতে পেয়েছেন তাই আপনি সেই গুরুত্বপূর্ণ লিংক গুলোতে ক্লিক করে পড়ে নিবেন। যদি আপনি প্রথম পেজে নিয়ম কানুন গুলো পড়তেন তাহলে এখানে প্রশ্ন করার প্রয়োজন হতো না।

আর আপনি নিয়মিত এখানে সময় দেওয়ায় চেষ্টা করবেন। আপনি যতবেশি পড়বেন যতবেশি জ্ঞান অর্জন করতে পারবেন। ২-১ দিন আগে এই থ্রেডের প্রথম পেজে কিছু গুরুত্বপূর্ণ পোস্টের লিংক এড করে দেওয়া হয়েছে, সেগুলো পড়বেন।

যেটা আপনাকে মনে রাখতে হবে, বাংগালীরা প্রথমে শটকাট করার চেষ্টা করে, তাই আমি আপনাকে পরামর্শ দিবো আপনি কোন ধরনের চুরি করে পোস্ট করবেন না। ফোরামে এক্টিব থাকুন জ্ঞান অর্জন করুন, আপনি যতটা জানের অন্যদের সাহায্য করার চেষ্টা করবেব।

নিয়ম কানুন, প্রথমে যা জানা জরুরি, প্রথম পেজে দেওয়া আছে তবুও এখানে কোট করে দিচ্ছি।।
newbie
Activity: 5
Merit: 0
September 20, 2024, 11:48:52 AM
ami bangladeshi . new kivabe ay forum a valo kora jabe parle akta guideline dian boss
hero member
Activity: 770
Merit: 482
September 20, 2024, 12:48:05 AM
বাঙালি কথাটা কোথা থেকে এসেছে জানেন?

বন + জঙ্গল = বঙ্গাল

বঙ্গালের অপভ্ৰংশ হলো বাংলা

আর বঙ্গালী থেকে এসেছে বাঙালি
মনগড়া কথা না বলে সঠিক সোর্স দিয়েন।

বিষয়টা কালকে আমিও পড়েছি, কিন্তু ভেরিফাই করার প্রয়োজন মনে করিনি। ধরেই নিয়েছি যেহেতু উন বলেছেন, হয়তো সঠিক হবে। আজকে আপনার পোষ্ট দেখার পর ইন্টারনেটে ঘেটে এমন কোনো তথ্য আমার চোখে পড়েনি। আজকে ইন্টারনেট থেকে যতটুকু বুঝলাম, বঙ্গ থেকেই বাঙ্গালী শব্দ এসেছে। কিন্তু উইকপিডিয়ার তথ্য অনুযায়ী বাঙালি এবং বাংলা উভয় শব্দের উৎপত্তি হচ্ছে বাঙ্গালা শব্দ থেকে, যা ছিল ফার্সী ভাষায় এই অঞ্চলের আদি নাম।

"বাঙালি" শব্দটি এমন একজন ব্যক্তি বর্ণনা করে, যার ভাষাগত, বংশগত ও সাংস্কৃতিক পরিচয় মূলত বাংলার মাটি থেকে উদ্ভূত এবং এ ইন্দো-আর্য বাঙালি জাতিটি বঙ্গের অন্যান্য অনার্য জাতি থেকে আলাদা। বাঙালি এবং বাংলা উভয় শব্দের উৎপত্তি হচ্ছে বাঙ্গালা শব্দ থেকে, যা ছিল ফার্সী ভাষায় এই অঞ্চলের আদি নাম। মুসলমানদের প্রসারের আগে বাঙ্গালা বা বাংলা নামে কোনো অঞ্চলের অস্তিত্বই ছিল না, কারণ এই অঞ্চলটি তখন অসংখ্য ভূ-রাজনৈতিক উপরাজ্যে বিভক্ত ছিল। যেমন: দক্ষিণাঞ্চল বঙ্গ ( যার নাম থেকেই বাঙ্গালা শব্দ এসেছে বলে সাধারণত ধারণা করা হয় ), পশ্চিমাঞ্চল রাঢ়, উত্তরাঞ্চল পুণ্ড্রবর্ধন ও বরেন্দ্র ও পূর্বাঞ্চল সমতট ও হরিকেল উপরাজ্যে বিভক্ত ছিল। প্রাচীন কালে এই অঞ্চলের বাসিন্দারা এসকল বিভক্ত নাম দিয়ে তাদের সাংস্কৃতিক পরিচয় দিতেন। যেমন: মহাভারতের মতো বৈদিক গ্রন্থগুলিতে পুণ্ড্র নামের একটি জাতির উল্লেখ আছে।

ইব্রাহিমীয় ও ভারতীয় ধর্মগুলির ইতিহাসবিদেরা মনে করেন, প্রাচীন বঙ্গরাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বঙ্গ নামক এক ব্যাক্তি, যিনি এই অঞ্চলে প্রথম বসবাস করা শুরু করেন। ইব্রাহিমীয় বংশবিজ্ঞানীরা ধারণা করতেন যে, বঙ্গ ছিল নূহের ছেলে হামের নাতি।[৪০][৪১][৪২] ধারণা করা হয়, 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে প্রথম 'বঙ্গ' শব্দের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপুর্ব ৩০০ সালে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 20, 2024, 12:01:14 AM
বাঙালি কথাটা কোথা থেকে এসেছে জানেন?

বন + জঙ্গল = বঙ্গাল

বঙ্গালের অপভ্ৰংশ হলো বাংলা

আর বঙ্গালী থেকে এসেছে বাঙালি
মনগড়া কথা না বলে সঠিক সোর্স দিয়েন।
hero member
Activity: 770
Merit: 482
September 18, 2024, 11:25:56 PM
সময় দিয়ে সংকলনের জন্যে Shishir99 আর DYING_S0UL কে অনেক ধন্যবাদ। আপনাদের post দুটি quote করে first post এ add করলাম।

ভাই, আপনাকে ধন্যবাদ মেইন পোষ্ট এ কোট করার জন্য। আসলে আমরা একটা ইনফরমেটিভ পোষ্ট আর্কাইভ বানানোর চেষ্টা করতেছি। আমার কাজ এখনো চলমান। আমি অলরেডি ১৫০ পেইজ পড়েছি এবং দরকারি পোষ্ট গুলোর তালিকা বানাচ্ছি। কাজ শেষ হলে আপনাকে ইনবক্স করার প্ল্যান ছিলো। আপনি যে পোষ্ট টা কোট করেছেন, এটা মূলত ট্রান্সলেশন ক্যাটাগরি। এটা ছাড়াও আরো বেশ কিছু ক্যাটাগরি আছে। আমার চলমান কাজ গুলো আপনি এখানে চেক করতে পারেন। আর আপনি যে DYING_S0UL এর পোষ্ট কোট করেছেন, আমার পোষ্ট এও সেই পোষ্ট গুলো আছে। ওনার টা হচ্ছে শুধু ওনার পোষ্ট গুলো, আর আমার এখানে ওনার সহ আরো কয়েকজনের পোষ্ট আছে। আমার কাজ শেষ হলে আমি আপনাকে লিংক দিয়ে ইনবক্স করবো।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 18, 2024, 05:25:29 PM

বাঙালি কথাটা কোথা থেকে এসেছে জানেন?

বন + জঙ্গল = বঙ্গাল

বঙ্গালের অপভ্ৰংশ হলো বাংলা

আর বঙ্গালী থেকে এসেছে বাঙালি

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ন এলাকা ছিল বন জঙ্গলে ভরা। এই অঞ্চলকে বহির্বিশ্ব বঙ্গাল বা বাংলা বলে জানতো। এখানকার অধিবাসীদের ভাষা ছিল বাংলা আর তাদের বঙ্গালী বা বাঙালি বলা হতো। বিবর্তনের পথে সেখান থেকে আমরা অনেকদূর এগিয়ে এসেছি। কিন্তু, অন্যের পুকুরে বিষ দেওয়া, বাগানের ফল চুরি করা, নেটের তার কেটে দেওয়া... এগুলোর মূলে আছে সেই বন-জঙ্গলের সময়কার আদিম প্রবৃত্তি। প্রান্তিক জনতাকে এর থেকে বার করে সভ্য করার কাজ সহজ নয়।
ভাই আপনি এতো সুন্দর করে বাঙ্গালী কথাটা বুঝিয়ে দিয়েছেন যার কোন তুলনা হয় না। আচ্ছা ভাই ২৬ শে সেপ্টেম্বর সারা পৃথিবীতে একযোগে আসতেছে অথচ বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল হয়ে যাচ্ছে এই ২৬ শে সেপ্টেম্বর। আজ সন্ধ্যায় একটি চা স্টলে বসে আছি হঠাৎ করে একটি লোক এসে বলল ২৬ শে সেপ্টেম্বর নাকি শেখ হাসিনা দেশে আসছে। আরে বাঙ্গালী ভালো করে খোঁজ করে দেখো হঠাৎ করে শিরোনামে ২৬ শে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে এটা দেখেই কিভাবে তুমি অনুমান করলে ২৬ শে সেপ্টেম্বর শেখ হাসিনা দেশে আসছে। বাঙালিরা কথার সারমর্ম বোঝার আগেই মিথ্যাটাই আগে ভাইরাল করে দেয়।
বাঙালির দোষ দিয়ে কোন লাভ নেই বরং এটি আমাদের জন্য একটি ঐতিহ্য হিসেবে ধরে নিতে হবে।
আচ্ছা ২৬ তারিখ আমাদের দেশে একটা আলোচিত বিষয় পরিণত হবে না কেন?
আমরা জাতি হিসেবে অথবা ঐতিহ্যগতভাবে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য লুকায়িত করে আছে সেটা হচ্ছে এই নিল ওই নিল যাহ কান নিয়েছে চিলে, কানের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কবিতাটি যদি কেউ পড়ে থাকেন তাহলে এটা সারমর্ম বুঝতে পারবেন। আমাদের বাঙ্গালীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেটা শুনি সেটা অন্যের কাছে তার চেয়ে বেশি করে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা যত বেশি বাড়িয়ে বাড়িয়ে উপস্থাপন করব তত বেশি মিথ্যে দিয়ে বিষয়টি বোঝাতে হবে। এভাবে মিথ্যা দিয়ে বিষয়টি বোঝাতে বোঝাতে এক সময় ওই মিথ্যাটাই সত্য হয়ে যায়।
২৬ তারিখে Hamster Kombat পেমেন্ট দেওয়ার কথা। আপনি যদি সোসিয়াল মিডিয়াতে নিয়মিত যাতায়াত করে থাকেন তাহলে বিষয়টা আপনার বোঝার বাকি থাকার কথা না। ফেসবুক, টিকটক, বিভিন্ন শর্ট ভিডিওতে বিষয়টি এমনভাবে ভাইরাল হয়েছে যে পৃথিবীর অন্য কোন ঘটনা এভাবে ভাইরাল হয়েছে কিনা আমার জানা নেই।
হবেই না কেন?
৩০০ মিলিয়ন ইউজার
মানে ৩০০ মিলিয়ন বিষয়টি যদি আমি অল্প কিছু জনসংখ্যা নিয়ে গঠিত দেশগুলোর সাথে তুলনা করি তাহলে আমার মনে হয় ৩০টিরও বেশি দেশে জনসংখ্যা একত্রিত করে তুলনা করলে হামস্টার কমবাটের সমান হবে। মানে ৩০ টি দেশের জনসংখ্যা একত্রিত করলে হামিস্টার কমবাটের কমিউনিটি মেম্বারের সমান।
তাহলে বুঝেন ভাইরাল হবে না কেন?

এবার আসি আমার দেশের প্রেক্ষাপটে?
ধরেন আমার দেশের জনগণ বিষয়টি ভিন্ন খাতে নেবে না কেন? আমরা জুলাই আগস্ট এই দুটো মাসকে রক্তাক্ত অধ্যায়ের বিভীষিকাময় মাস বলে আখ্যায়িত করেছি। এখন পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। যেকোনো সময় যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকদিন আগে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে সেখানে টুপ করে বা চট করে বাংলাদেশে প্রবেশের বিষয়টি ফুটে উঠেছে। এই কথাটা যদি আপনার বা আমার মত সোশ্যাল মিডিয়ায় একটিভ মেম্বাররা জানে তাহলে বিষয়টা সম্পর্কে সচেতন থাকবে। কিন্তু কোন কম জানা লোক যদি বিষয়টি শুনে থাকে সে মনে রাখবে হয়তো শেখ হাসিনা যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে।
২৬ শে সেপ্টেম্বর আমাদের হ্যামস্টার কনবাট পেমেন্ট করবে এটা আমরা যারা অনলাইনে একটিভ থাকি তারা বিষয়টি জানি। কিন্তু চাই স্টলে বসে থাকা চাচা টাইপের কিছু লোকেরা এ বিষয়টি জানে না। এমনকি হামিস্টার কমবাট এটাই কি তারা বলতে পারবে না। তাদের মনে একটাই ধান্দা যেহেতু ২৬ শে সেপ্টেম্বর বিষয়টি খুব আলোচিত সেহেতু এই দিনেই হয়তো শেখ হাসিনা বাংলাদেশের প্রবেশ করবে। এ কারণেই আওয়ামীপন্থী কিছু লোকজনেরা মুখে মুখে বলে বেড়াচ্ছে আর আমাদের টেনশন করার দরকার নেই আমরা আগামী ২৬ তারিখে আবার বাংলাদেশের ক্ষমতায় আসবো।
sr. member
Activity: 504
Merit: 266
September 18, 2024, 04:11:32 PM

বাঙালি কথাটা কোথা থেকে এসেছে জানেন?

বন + জঙ্গল = বঙ্গাল

বঙ্গালের অপভ্ৰংশ হলো বাংলা

আর বঙ্গালী থেকে এসেছে বাঙালি

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ন এলাকা ছিল বন জঙ্গলে ভরা। এই অঞ্চলকে বহির্বিশ্ব বঙ্গাল বা বাংলা বলে জানতো। এখানকার অধিবাসীদের ভাষা ছিল বাংলা আর তাদের বঙ্গালী বা বাঙালি বলা হতো। বিবর্তনের পথে সেখান থেকে আমরা অনেকদূর এগিয়ে এসেছি। কিন্তু, অন্যের পুকুরে বিষ দেওয়া, বাগানের ফল চুরি করা, নেটের তার কেটে দেওয়া... এগুলোর মূলে আছে সেই বন-জঙ্গলের সময়কার আদিম প্রবৃত্তি। প্রান্তিক জনতাকে এর থেকে বার করে সভ্য করার কাজ সহজ নয়।
ভাই আপনি এতো সুন্দর করে বাঙ্গালী কথাটা বুঝিয়ে দিয়েছেন যার কোন তুলনা হয় না। আচ্ছা ভাই ২৬ শে সেপ্টেম্বর সারা পৃথিবীতে একযোগে আসতেছে অথচ বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল হয়ে যাচ্ছে এই ২৬ শে সেপ্টেম্বর। আজ সন্ধ্যায় একটি চা স্টলে বসে আছি হঠাৎ করে একটি লোক এসে বলল ২৬ শে সেপ্টেম্বর নাকি শেখ হাসিনা দেশে আসছে। আরে বাঙ্গালী ভালো করে খোঁজ করে দেখো হঠাৎ করে শিরোনামে ২৬ শে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে এটা দেখেই কিভাবে তুমি অনুমান করলে ২৬ শে সেপ্টেম্বর শেখ হাসিনা দেশে আসছে। বাঙালিরা কথার সারমর্ম বোঝার আগেই মিথ্যাটাই আগে ভাইরাল করে দেয়।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 18, 2024, 03:59:22 PM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 18, 2024, 02:11:14 PM
আমার কাছেও জিনিসটা তেমনই মনে হইতেছে। আর নজরে পড়ার বিষয়টা নিয়ে যদি বলি, অলরেডি বিষয়টা নজরে পড়ছেই বলা যায়। ঠাস করে দেখবো কে জানি রেপুটেশনে পোস্ট করে বসছে, অস্বাভাবিক কিছুই না এটা। তাদের টার্গেটের মধ্যে আমাদের বোর্ড সবসময়ই ছিলো থাকবে আছে, সিসিটিভির মতো নজরদারি রাখে স্প্যামবাস্টার রা!। প্রথমে দেখছিলাম (সোর্স সোর্স সোর্স টিভি চ্যালেন, তারপর স্বাগতম স্বাগতম)।
রাখবেই বা না কেন? আসলে আমরা বাঙালিরা কি ভালো ?
যত রকমের স্ক্যামিং যত রকমের, যত রকমের অ্যাকাউন্ট ফার্মিং বলতে গেলে সব জায়গাতেই আমাদের নাম অলরেডি লেখানো রয়েছে শুধু আমাদের নাম না বলতে গেলে আমাদের  সাউথ এশিয়ান রিজিউন এর বেশিরভাগ দেশেই মানুষগুলো এরকম। নাইজেরিয়ার লোকজনকেও বাদ দিবো না কারণ একজনকে লোন দিয়েছি একেক সময় একেক কথা বলে দিবে দিবে বলে সময় বাড়াচ্ছে ।

যাইহোক এবার আমাদের কথা বলি বাংলাদেশের কিছু মেম্বারদের পাস্ট কিছু ইন্সিডেন্ট দেখলাম আর এজন্যই পূর্ব থেকে আমাদের নাম এবং রেপুটেশন ফোরামে খারাপ হয়ে রয়েছে যদিও বর্তমানে সেটা কিছুটা রিকভারি করতে শুরু করেছে। আশা করি সকলের প্রচেষ্টায় এটা অব্যাহত থাকবে এবং আমরাও টার্গেটেড অবস্থা থেকে মুক্তি পাবো।

ভাই কি যে বলবো! কে জানি প্রতিদিন ভোরবেলা নেটের তার প্লাস দিয়ে কেটে রেখে চলে যায়। এপর্যন্ত দুইবার কাটছে, ধরতেও পারিনা, বড় বাগানের মধ্যে দিয়ে লাইন, গাছের উপর দিয়ে বায়ানো, তারপরেও। আর একবার নেটের লাইনে ক্যাচাল লাগলে সারাদিনে আর নেট পাবো না। থাকি গ্রামে, না এখানে ভালো লাইন আছে না লোকবল আছে না যন্ত্রপাতি। এমন পরিস্থিতের মধ্যে যদি কেউ এমন শয়তানি করে। ভোরবেলা নেট গেছে, মাত্র লোকেরা আসছে, তার জোড়া দিতে! যদিও তাদেরও কিছু করার নাই। মন চাইতেছে যে এই আকাম করছে তার চুলগুলো ছিড়ি!
এটা তো ভাই শুধু আপনার না আমাদের  বাংলাদেশের বিভিন্ন এলাকার ঘটনা আমার এলাকায় যদিও এখন এই ধরনের কোন ঘটনা ঘটে না তবে আজ থেকে 10 বছর আগে যখন নতুন ইন্টারনেট আসলো এবং কয়েকজন লোকাল লোক ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা শুরু করলো,
তাদের মধ্যে এই ঝামেলা আমি দেখতে পেয়েছি যে একজনের নেটে আরেকজন সমস্যা করিয়ে দিচ্ছে আই মিন ইউজারদের যেন সার্ভিস ঠিকমতো না দিতে পারে এজন্য জায়গায় জায়গায় তার কেটে রাখে। আর যদি নতুন কোন সার্ভিস প্রোভাইডাররা বিজনেস নিয়ে ওই এলাকায় যায় তাহলে এই সমস্যাটা তাদের সাথে বেশি হয়। যাই হোক আফসোস কইরেন না মনে রাখবেন চোরের দশ দিন গৃহস্থের একদিন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 18, 2024, 07:40:36 AM
আগে বাংলা বোর্ডে আসলে দেখতে পেতাম তেল দেওয়া নিয়ে সবাই ব্যাস্ত আর বিশেষ করে একটা জিনিস তা হলো কে র‍্যাংক আপ করলো তার পোস্টার নিয়ে মিছিল জাতীয় নির্বাচনে মতো। আর এখন দেখতাছি যে ওয়ার্ড গেমের রাউন্ড আসতেই আছে আর বাংলাতে শুরু এগুলাই চলতাছে। এখন এটাই ট্রেন্ডিংয়ে আছে। যাইহোক ভাই আমি আপনাকে দোষারোপ করতেছি না। সমস্যা হলো বাংলাদেশের কোনো লোকাল বোর্ড নাই। যাই পোস্ট করা সহ সব এক যায়গাতেই তাই সব জগাখিচুরি হয়ে যায়৷ তাই আমি আপনাকে পরামর্শ দিবো যে আস্তে ধীরে এই গেমের রাউন্ড চালান বাংলাদেশ টপিকটা কেনন যেনো একঘেয়েমি হয়ে গেছে। প্রতিটা রাউন্ড শেষ হবার পর অন্তত ১ সপ্তাহের গ্যাপ রাখেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে।
খারাপ সাজেশন দেননি কারণ  গ্লোবাল কোন মেম্বার অথবা ফোরাম এর কোন অফিসিয়াল স্টাফ যদি আমাদের বাংলা থ্রেড কে বোর্ড করা যায় কিনা এর জন্য আমাদের একটিভিটি এনালাইসিস করতে আসে তাহলে তারা এই ধরনের অ্যাক্টিভিটি দেখে ইমপ্রেস নাও হতে পারে।
তাই আমি বলব Mahiyammahi আপু অথবা ভাই যেটাই হোন না কেন এই গেমসগুলো মাসে দুইবার অথবা চারবার দেওয়ার চেষ্টা করুন আর আপনার এসমেরিট গুলোকে অন্যান্য ভালো পোস্ট দাতাদেরও দান করুন।
আমার কাছেও জিনিসটা তেমনই মনে হইতেছে। আর নজরে পড়ার বিষয়টা নিয়ে যদি বলি, অলরেডি বিষয়টা নজরে পড়ছেই বলা যায়। ঠাস করে দেখবো কে জানি রেপুটেশনে পোস্ট করে বসছে, অস্বাভাবিক কিছুই না এটা। তাদের টার্গেটের মধ্যে আমাদের বোর্ড সবসময়ই ছিলো থাকবে আছে, সিসিটিভির মতো নজরদারি রাখে স্প্যামবাস্টার রা!। প্রথমে দেখছিলাম (সোর্স সোর্স সোর্স টিভি চ্যালেন, তারপর স্বাগতম স্বাগতম)।



ধন্যবাদ আপনার সাজেশন এর জন্য, আমি এটা মাথায় রাখব।
খারাপ ভাবে কিছু বলতেছিনা বাট, বিষয়টায় একটু ব্রেক দেয়া উচিত এখন। এভাবে প্রতিদিন না করে মাসিক কনটেস্ট করতে পারেন। হয়তো এমন ছোটখাটো ভাবে না করে আরো বড় ভাবে কিছু কনটেস্টের অর্গানাইজ করলেন! আর সব ভালোকিছুর মধ্যে যে মেরিট থাকতে হবে তাও না। মেরিট বিহীন কনটেস্ট ও করে দেখেন। কতজন অংশ নেয়, দেখেন একটু। আর আপনি বিরাটবড় মেম্বারও নন যে আপনার কাছে বস্তা বস্তা এসমেরিট থাকবে, স্বাভাবিক। একটু ব্রেকে রাখেন আপাতত।



ভাই কি যে বলবো! কে জানি প্রতিদিন ভোরবেলা নেটের তার প্লাস দিয়ে কেটে রেখে চলে যায়। এপর্যন্ত দুইবার কাটছে, ধরতেও পারিনা, বড় বাগানের মধ্যে দিয়ে লাইন, গাছের উপর দিয়ে বায়ানো, তারপরেও। আর একবার নেটের লাইনে ক্যাচাল লাগলে সারাদিনে আর নেট পাবো না। থাকি গ্রামে, না এখানে ভালো লাইন আছে না লোকবল আছে না যন্ত্রপাতি। এমন পরিস্থিতের মধ্যে যদি কেউ এমন শয়তানি করে। ভোরবেলা নেট গেছে, মাত্র লোকেরা আসছে, তার জোড়া দিতে! যদিও তাদেরও কিছু করার নাই। মন চাইতেছে যে এই আকাম করছে তার চুলগুলো ছিড়ি!

সাবজেক্টের বাহিরে যাওয়ার জন্য সরি। সারাদিনের হতাশা এখানে একটু প্রকাশ করলাম। Cry
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 17, 2024, 01:53:37 PM
member
Activity: 119
Merit: 46
September 17, 2024, 01:48:55 PM

 সমস্যা হলো বাংলাদেশের কোনো লোকাল বোর্ড নাই। যাই পোস্ট করা সহ সব এক যায়গাতেই তাই সব জগাখিচুরি হয়ে যায়৷ তাই আমি আপনাকে পরামর্শ দিবো যে আস্তে ধীরে এই গেমের রাউন্ড চালান বাংলাদেশ টপিকটা কেনন যেনো একঘেয়েমি হয়ে গেছে। প্রতিটা রাউন্ড শেষ হবার পর অন্তত ১ সপ্তাহের গ্যাপ রাখেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে।
ধন্যবাদ আপনার সাজেশন এর জন্য, আমি এটা মাথায় রাখব।

2. Governance Token= "ক্রিপ্টোকারেন্সির টোকেন" যা ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের বা প্রকল্পের পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়।

8. _a_k_t _a_ (two words, 9 letters)
8. MarketCap= ক্রিপ্টোকারেন্সির টোকেনের মোট বাজার মূল্যকে বজায়।

সঠিক উত্তর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে।

ওরে ভাই চতুর্থ রাউন্ড পর্যন্ত এসে গিয়েছে আমি না প্রথম তিন রাউন্ড মিস করে ফেললাম।
দুঃখিত ভাইয়া রাউন্ড গুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য,  আশা করছি পরবর্তি রাউন্ড গুলোতে জয়েন করবেন। আর এইবার একটু সময় নিয়ে রাউন্ড গুলো দিব যাতে কেও মিস না করে

Quote
যাইহোক আপনাকে সাজেশন দিব যখন একটা ওয়ার্ড শেষ হয়ে যাবে আই মিন সেটায় আপনি বিজয়ী খুজে পাবেন তখন তার পেছনে মারকিং করে দেবেন সেটা শেষ হয়ে গিয়েছে। আমি আসলে খুঁজতে খুঁজতে কনফিউজ হয়ে যাই আমি যেটার জবাব দিচ্ছি সেটার জবাব হয়তো আরেকজন দিয়ে দিয়েছে।

ধন্যবাদ ভাইয়া সাজেশন এর জন্য,  আমি এখনো শিখছি। আশা করি ফোরাম এ সময় স্পেন্ট করলে আরেকটু গুছিয়ে নিতে পারবো নিজেকে আপনাদের সহায়তায়

Quote

6. Mad Lads NFT (3 words,  10 letters) ম্যাড ল্যাডস হলো ১০ হাজার এনিমি এবং পিকি ব্লাইন্ডার এর এনএফটি । বিস্তারিত এখানে

সঠিক উত্তর আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আমার ব্যাক্তিগত ভাবে  Mad Lads এর NFT গুলো খুব ভালো লাগে। কিন্তু এদের প্রাইজ গুলো অনেক বেশি হওয়ায় কেনার সামর্থ হয়ে উঠে নি৷ পরবর্তী তে যদি NFT এর সিজন শুরু হয় তাহলে এটা টপ গেইনার থাকবে + অনেক এয়ারড্রপ দিবে নিসন্দেহে।
sr. member
Activity: 546
Merit: 309
September 17, 2024, 01:24:35 PM
snip
আগে বাংলা বোর্ডে আসলে দেখতে পেতাম তেল দেওয়া নিয়ে সবাই ব্যাস্ত আর বিশেষ করে একটা জিনিস তা হলো কে র‍্যাংক আপ করলো তার পোস্টার নিয়ে মিছিল জাতীয় নির্বাচনে মতো। আর এখন দেখতাছি যে ওয়ার্ড গেমের রাউন্ড আসতেই আছে আর বাংলাতে শুরু এগুলাই চলতাছে। এখন এটাই ট্রেন্ডিংয়ে আছে। যাইহোক ভাই আমি আপনাকে দোষারোপ করতেছি না। সমস্যা হলো বাংলাদেশের কোনো লোকাল বোর্ড নাই। যাই পোস্ট করা সহ সব এক যায়গাতেই তাই সব জগাখিচুরি হয়ে যায়৷ তাই আমি আপনাকে পরামর্শ দিবো যে আস্তে ধীরে এই গেমের রাউন্ড চালান বাংলাদেশ টপিকটা কেনন যেনো একঘেয়েমি হয়ে গেছে। প্রতিটা রাউন্ড শেষ হবার পর অন্তত ১ সপ্তাহের গ্যাপ রাখেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে।


Quote
3. S_ _rd_ _g (one word,  8 letters)

 Sharding (এটা একটা ডেটাবেস ব্যবস্থাপনা যেটা মূলত বড় বড় ডেটা ছোট আকারে ভাগ করার কাজ করে আমার জানা মতে এমনটাই কাজ করে) আমি CSE করার সময় এটা পড়েছিলাম  Cool
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 17, 2024, 11:21:39 AM
<✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂✂>

ওরে ভাই চতুর্থ রাউন্ড পর্যন্ত এসে গিয়েছে আমি না প্রথম তিন রাউন্ড মিস করে ফেললাম।

যাইহোক আপনাকে সাজেশন দিব যখন একটা ওয়ার্ড শেষ হয়ে যাবে আই মিন সেটায় আপনি বিজয়ী খুজে পাবেন তখন তার পেছনে মারকিং করে দেবেন সেটা শেষ হয়ে গিয়েছে। আমি আসলে খুঁজতে খুঁজতে কনফিউজ হয়ে যাই আমি যেটার জবাব দিচ্ছি সেটার জবাব হয়তো আরেকজন দিয়ে দিয়েছে।

যাই হোক চতুর্থ রাউন্ডে আমার আনসার হলো

6. Mad Lads NFT (3 words,  10 letters) ম্যাড ল্যাডস হলো ১০ হাজার এনিমি এবং পিকি ব্লাইন্ডার এর এনএফটি । বিস্তারিত এখানে

member
Activity: 108
Merit: 46
September 17, 2024, 11:21:36 AM
8. _a_k_t _a_ (two words, 9 letters)

অনুগ্রহ পূর্বক গেম এর নিয়ম গুলো অনুসরন করবেন। অভিনন্দন ১ম, ২য় & ৩য় রাউন্ড এর সব বিজয়ীদের জন্য

8. _a_k_t _a_ (two words, 9 letters) = Market Cap (এটি সাধারণত একটি নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়)


আমি অনেক সময় ধরে চিন্তা ভাবনা করে 8 নম্বর এর উত্তর খুঁজে বাহির করে পোস্ট করে ব্রাউজার রিলোড দিয়েই দেখি আমার উপর এ একজন একই রকম পোস্ট করেছে  Cry Cry। এখন আমি কি করবো ? Cry
সবকিছুই ঠিক আছে এবং আমিও গেস করতেছি যে আপনার উত্তরটাও সঠিক। আমিও ঠিক একই উত্তর এর কথা ভেবেছিলাম।

কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কি এই গেমস এর রুলস দেখে তারপর খেলতে আসছেন? নাকি দেখেছেন একটা গেমসের মধ্যে মেরিট বিতরণ করা হচ্ছে এর জন্য লাফিয়ে অল্ট অ্যাকাউন্ট তৈরি করে এসে পড়েছেন? আপনাদের মতন লোকেদের জন্যই এই ধরনের গেমস বা কনটেস্ট গুলো ফোরামে সমালোচিত হয়।

দয়া করে নিয়ম গুলো ফলো করে তারপর গেমস খেলবেন।
খেলার কিছু নিয়ম -

১.সেপ্টেম্বর ১ এর পরে খোলা কোনো একাউন্ট এই গেম এ অংশগ্রহন করতে পারবে না।
newbie
Activity: 4
Merit: 0
September 17, 2024, 10:59:32 AM
8. _a_k_t _a_ (two words, 9 letters)

অনুগ্রহ পূর্বক গেম এর নিয়ম গুলো অনুসরন করবেন। অভিনন্দন ১ম, ২য় & ৩য় রাউন্ড এর সব বিজয়ীদের জন্য

8. _a_k_t _a_ (two words, 9 letters) = Market Cap (এটি সাধারণত একটি নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়)


আমি অনেক সময় ধরে চিন্তা ভাবনা করে 8 নম্বর এর উত্তর খুঁজে বাহির করে পোস্ট করে ব্রাউজার রিলোড দিয়েই দেখি আমার উপর এ একজন একই রকম পোস্ট করেছে  Cry Cry। এখন আমি কি করবো ? Cry
Pages:
Jump to: