আমার কাছেও জিনিসটা তেমনই মনে হইতেছে। আর নজরে পড়ার বিষয়টা নিয়ে যদি বলি, অলরেডি বিষয়টা নজরে পড়ছেই বলা যায়। ঠাস করে দেখবো কে জানি রেপুটেশনে পোস্ট করে বসছে, অস্বাভাবিক কিছুই না এটা। তাদের টার্গেটের মধ্যে আমাদের বোর্ড সবসময়ই ছিলো থাকবে আছে, সিসিটিভির মতো নজরদারি রাখে স্প্যামবাস্টার রা!। প্রথমে দেখছিলাম (সোর্স সোর্স সোর্স টিভি চ্যালেন, তারপর স্বাগতম স্বাগতম)।
রাখবেই বা না কেন? আসলে আমরা বাঙালিরা কি ভালো ?
যত রকমের স্ক্যামিং যত রকমের, যত রকমের অ্যাকাউন্ট ফার্মিং বলতে গেলে সব জায়গাতেই আমাদের নাম অলরেডি লেখানো রয়েছে শুধু আমাদের নাম না বলতে গেলে আমাদের সাউথ এশিয়ান রিজিউন এর বেশিরভাগ দেশেই মানুষগুলো এরকম। নাইজেরিয়ার লোকজনকেও বাদ দিবো না কারণ একজনকে লোন দিয়েছি একেক সময় একেক কথা বলে দিবে দিবে বলে সময় বাড়াচ্ছে ।
যাইহোক এবার আমাদের কথা বলি বাংলাদেশের কিছু মেম্বারদের পাস্ট কিছু ইন্সিডেন্ট দেখলাম আর এজন্যই পূর্ব থেকে আমাদের নাম এবং রেপুটেশন ফোরামে খারাপ হয়ে রয়েছে যদিও বর্তমানে সেটা কিছুটা রিকভারি করতে শুরু করেছে। আশা করি সকলের প্রচেষ্টায় এটা অব্যাহত থাকবে এবং আমরাও টার্গেটেড অবস্থা থেকে মুক্তি পাবো।
ভাই কি যে বলবো! কে জানি প্রতিদিন ভোরবেলা নেটের তার প্লাস দিয়ে কেটে রেখে চলে যায়। এপর্যন্ত দুইবার কাটছে, ধরতেও পারিনা, বড় বাগানের মধ্যে দিয়ে লাইন, গাছের উপর দিয়ে বায়ানো, তারপরেও। আর একবার নেটের লাইনে ক্যাচাল লাগলে সারাদিনে আর নেট পাবো না। থাকি গ্রামে, না এখানে ভালো লাইন আছে না লোকবল আছে না যন্ত্রপাতি। এমন পরিস্থিতের মধ্যে যদি কেউ এমন শয়তানি করে। ভোরবেলা নেট গেছে, মাত্র লোকেরা আসছে, তার জোড়া দিতে! যদিও তাদেরও কিছু করার নাই। মন চাইতেছে যে এই আকাম করছে তার চুলগুলো ছিড়ি!
এটা তো ভাই শুধু আপনার না আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকার ঘটনা আমার এলাকায় যদিও এখন এই ধরনের কোন ঘটনা ঘটে না তবে আজ থেকে 10 বছর আগে যখন নতুন ইন্টারনেট আসলো এবং কয়েকজন লোকাল লোক ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা শুরু করলো,
তাদের মধ্যে এই ঝামেলা আমি দেখতে পেয়েছি যে একজনের নেটে আরেকজন সমস্যা করিয়ে দিচ্ছে আই মিন ইউজারদের যেন সার্ভিস ঠিকমতো না দিতে পারে এজন্য জায়গায় জায়গায় তার কেটে রাখে। আর যদি নতুন কোন সার্ভিস প্রোভাইডাররা বিজনেস নিয়ে ওই এলাকায় যায় তাহলে এই সমস্যাটা তাদের সাথে বেশি হয়। যাই হোক আফসোস কইরেন না মনে রাখবেন চোরের দশ দিন গৃহস্থের একদিন।