আজকে দুইটি প্রজেক্টের এয়ারড্রপ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো, তাই ভাবলাম দেখি সেগুলো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি কিনা। পুরাতন পোষ্টগুলো খুজতে যেয়ে একটি জিনিস দেখলাম যে, Base আর Syncswap প্রজেক্ট দুইটি বাদে সবগুলোই ভালো পরিমাণের এয়ারড্রপ দিয়েছে।
EigenLayer: এটির টেষ্টনেট সম্পর্কে এখানে টুইটার থ্রেড শেয়ার করেছিলাম। যাইহোক টেস্টনেটের জন্য তো কোনো এয়ারড্রপ দেয় নাই । কিন্তু যারা mainnet কিংবা LRT প্রজেক্টগুলোতে ETH রিস্টেকিং করেছেন, তারা অনেকেই ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছে। আমি নিজেই ১১০ $EIGEN টোকেনের এয়ারড্রপ পেয়েছি, যার বর্তমান মূল্য $404 এর মতো।
KTX Finance: এটি থেকে আমি নিজে $270 এর সমপরিমাণ টোকেন পেয়েছিলাম এবং টোকেনটি পরবর্তীতে ২ গুণ বৃদ্ধ পেয়েছিলো। তাই যারা টেষ্টনেট করেছিলাম কিংবা মেইননেটে ট্রেড করেছিলেন, তারা ভালো পরিমাণ এয়ারড্রপ পেয়েছিলাম।
Mantle: এটির টেষ্টনেট যারা অংশগ্রহণ করেছিলো, তারা কম পরিমাণে এয়ারড্রপ পেয়েছিলো। কারণ টিম পরবর্তীতে mantle Journey এর মাধ্যমে মেইননেট প্রজেক্টে অংশগ্রহণকারীদের মাঝে Miles ( পয়েন্ট বলা যায় ) বিতরণ করায়, মেইননেটের ব্যবহারকারীরা ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছিলো। আমি নিজে 338 $MNT টোকেন পেয়েছিলাম আর আমার চ্যানেলে বলেছিলাম যে, mantle পরবর্তীতে $১ এ যাবে এবং তেমনটিই হয়েছিলো। তাই তখন আমি MNT বিক্রি করে $340 এর বেশি পেয়ে যাই।
ZetaChain: আমি নিজে এটির এয়ারড্রপ পাই নাই, কারণ আমি এটির টেষ্টনেটের পয়েন্ট তেমন ফার্ম করি নাই। কিন্তু যারা প্রতিদিন/সপ্তাহে ব্যবহার করে পয়েন্ট ফার্মিং করেছিলো, তারা ভালো পরিমাণের ZETA টোকেন এয়ারড্রপ পেয়েছিলো।
এখন আসি এয়ারড্রপের নতুন আপডেট নিয়ে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করবো:
ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে, বাইন্যান্সের পরবর্তী প্রজেক্ট হইলো Scroll এবং অনেকেই এটির এয়ারড্রপ ফার্মিং করেছেন কিংবা এখনো করতেছেন। যাইহোক Scroll টিম ইতিমধ্যে এয়ারড্রপের অ্যালোকেশন ঘোষণা করেছে, কিন্তু কমিউনিটির অনেকেই এটির এয়ারড্রপ নিয়ে খুশি নয়।
০১) প্রথম কারণ হইলো, snapshot এখনো নেওয়া হয় নাই এবং এটি ১৯ অক্টোবর নেওয়া হবে। তার মানে অনেক whales চাইলেই এই কম সময়ে MARKs ( পয়েন্ট সিস্টেম ) ফার্মিং করে অন্যান্যদের থেকে বেশি এয়ারড্রপ পাবে।
০২) দ্বিতীয়ত Binance Launchpool এর মাধ্যমে whales রা ৫.৫% টোকেন পেয়ে যাচ্ছে । আর যারা টেষ্টনেট ব্যবহার করেছে কিংবা মেইননেট ব্যবহার করে MARKs ফার্মিং করেছে, তারা শুধু সময় আর অর্থ দুইটোই নষ্ট করলো। কেননা MARKs এর supply অনুযায়ী অনেকে মাত্র $৫০ এর এয়ারড্রপ পেতে পারে, যদি ৮০% এয়ারড্রপ অ্যালোকেশন MARKs এর উপর ভিত্তি করে এয়ারড্রপ দিয়ে থাকে।
০৩) Scroll এর CEO এর আগেই একটি টুইট করেছিল যেন zksync, starknet এর মতো কমিউনিটি থেকে গালিগালাজ না পায়। আর টোকেনমিকস ঘোষণার পর তো সবাই আশা ছেড়েই দিয়েছে।
যেহেতু এখনো snapshot নেয় নাই আর Binance Pre-market এ Scroll এর $SCR টোকেনটি ট্রেড হবে। তাই আপনাদের এখনো Scroll ফার্মিং করা উচিত কি নাহ,
সেটি এই টুইটে আলোচনা করেছি: https://x.com/officialbitbyte/status/1843752000976237028
এখানের অনেকেই হয়তো Blast চেইনের পয়েন্ট আর গোল্ড ফার্মিং করেছিলেন $BLAST এয়ারড্রপের জন্য। যারা এয়ারড্রপ পেয়েছিলেন, তাদেরকে আবারো অভিনন্দন। যাইহোক মূল বিষয় হইলো Blast চেইনের প্রজেক্ট Thruster Finance এর এয়ারড্রপ নিয়ে, যারা এটি ব্যবহার করেছিলেন কিংবা Hyperlock এ LP ফার্মিং করেছিলেন, তারা $THRUST টোকেনের এয়ারড্রপ পাবেন।
বিস্তারিত এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/officialbitbyte/status/1844002273741140271অভিনন্দন যদি কেউ এটির এয়ারড্রপ পেয়ে থাকেন।
Optimisim তাদের ৫ম এয়ারড্রপের ঘোষণা দিয়েছে, যেখানে তারা প্রায় ১০ মিলিয়ন $OP টোকেন এয়ারড্রপ করেছে। আর এটি superchain যেমন Base, Zora, Swan, Redstone, BOB প্রভৃতি চেইন ব্যবহারকারীদের জন্য, যারা কমপক্ষে ২০টির বেশি smart contract এর সাথে ট্রান্সজেকশন করেছে।
বিস্তারিত এই টুইটে পেয়ে যাবেন: https://x.com/officialbitbyte/status/1844082469777310181একটি বিষয় বলে রাখা ভালো যে, Optimism এর এখনো ৫৫০ মিলিয়ন টোকেন ভবিষ্যতে এয়ারড্রপ দেওয়ার জন্য রয়েছে। তাই সকলে টেলিগ্রাম কিংবা অন্যান্য এয়ারড্রপে গুরত্ব নাহ দিয়ে, Optimism এর বিভিন্ন superchain কিংবা ভবিষ্যতে যেসব টেকনোলজি আসবে, সেগুলো ব্যবহার করুন। তাহলে ভালো পরিমাণের এয়ারড্রপ পাবেন।