Author

Topic: বাংলা (Bengali) - page 193. (Read 5728960 times)

full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 15, 2023, 03:43:29 AM
আলহামদুলিল্লাহ আমরা মার্কেট কে ভাল পজিশন এ দেখতে পাচ্ছি কারন হল XRP কয়েন SEC এর করা মামলায় জয়ী লাভ করে যার কারনে XRP কয়েন ভাল পাম্প করছে।  তার সাথে সাথে টোটাল ক্রিপ্টো মার্কেট পজিটিভ দেখাচ্ছে। তাই FMO তে পড়ে কোনো কয়েন কিনবেন না। মার্কেট কে স্থিতিশীল হতে দিন।
হ্যা XRP আজকে হিউজ পাম্প করেছে এবং পুরো ক্রিপ্টো মার্কেট আজকে গ্রিন হয়ে গেছে। মার্কেট এই সুযোগে কতটা ভালো হবে তা সঠিক জানিনা কারণ মার্কেট এনালাইসিস করার পূর্ন জ্ঞান এখনো আমার হয়নি। এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে কোন কিছু গ্যারান্টিও দেওয়া যাবে না। তবে যেহেতু xrp এর জন্য একটি সুখবর আছে তাই XRP অনেকটা পাম্প করতে পারে। তবে আমি কাউকে উৎসাহিত করবো না যে XRP তে ইনভেস্ট করুন। সবাই যার যার ব্যক্তিগত রিসার্চ এর উপর ভিত্তি করে ইনভেস্ট করুন এটাই আমি বলবো।

Quote
তাই এখন করনীয় কি ?
এখন করনীয় হচ্ছে আপনি শর্ট ট্রেডিং এর জন্য যে কয়েন কিনছিলেন আশা করি লাভ এ আছেন!!  সেগুলা সেল না দিয়ে স্টপ লিমিট বসিয়ে রাখেন, যত উপরে যাবে স্টপ লিমিট ও উপরে নিয়ে যাবেন। আর স্টপ লিমিট হিট করলে ও তো ভাল লাভ হবে।  আশা করি বুঝতে পারছেন।
এই তথ্যটি এক বড় ভাইয়ের থেকে নেওয়া।
হ্যাঁ এটা একটি ভালো কৌশল হতে পারে মার্কেট থেকে কিছু প্রফিট সংগ্রহ করার জন্য। কারন লং টার্ম হোল্ড করলে XRP কতটা প্রফিট দিতে পারবে এতে কোন গ্যারান্টি নেই। কারণ XRP কে সচারচর পাম্প করতে দেখা যায় না ও এটির দাম অধিক হারে বৃদ্ধিও পায় না। তবে এখন তারা মামলায় জিততে পারেছে এই কারণে তাদের ওপর একটি হাইপ চলছে এটা কতদিন চলবে তা আমাদের অজানা।
XRP গত ২৪ ঘন্টায় প্রচুর পাম্প করছে। এর মূল কারণ SEC এর করা মামলায় xrp জয়লাভ করেছে। এই ভালো সংবাদের কারনে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া  অনেক ভালো একটা কয়েন। আগে থেকে এর জনপ্রিয়তা রয়েছে। যার কারনে ভালো সংবাদের সাথে সাথে বিনিয়োগকারীরা xrp কেনা শুরু করেছে। আমি মনেকরি XRP আরো অনেক ভালো করবে এবং এর মূল্য আরো বৃদ্ধি পাবে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 14, 2023, 11:31:50 AM
আসসালামুয়ালাইকুম
আমার একটা প্রশ্ন ছিল....?
কোন লোকাল বোর্ড থেকে যেমন ইন্ডিয়ান,পাকিস্তানি, কানাডিয়ান, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ইত্যাদি লোকাল বোর্ড থেকে কোন ব্যক্তির পোস্ট বা আমি নিজেই যে পোস্ট করেছিলাম সেই পোস্টটি অন্য কোন লোকাল বোর্ডে কপি করে পোস্ট করতে পারবো.
ধরেন আমি একটি বাংলাদেশ লোকাল বোর্ডে ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং বিষয়ে একটি পোস্ট করেছিলাম. এখন এই পোস্টটি কপি করে অন্য ভাষায় রূপান্তরিত করে অন্য যে কোন লোকাল বোর্ডে কি পোস্ট করতে পারবো.
এই বিষয়ে সবাই যদি একটু আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম.
যদি লেখাটি আপনার নিজের হয় তাহলে আপনি যেকোনো জায়গায় ট্রান্সলেট করে পোস্ট করতে পারবেন। তবে যেহেতু আপনি অন্য বোর্ডের ভাষা জানেন না তখন আপনার ট্রান্সলেশন শুদ্ধ হবে না। আর গুগল ট্রান্সলেশন ব্যবহার করে পোস্ট করা যাবে না।
আর যদি অন্যান্য বোর্ড থেকে কোন ব্যক্তির পোস্ট আপনার লোকাল বোর্ডে ট্রান্সলেশন করে পোস্ট করেন তাহলে অবশ্যই আপনাকে সোর্স লিংক সংযুক্ত করে দিতে হবে। কেননা সেটা না করলে আপনি Plagiarism এর আওতাভুক্ত হবেন এবং ব্যান খেতে পারেন। আর আপনি যেই ভাষা জানেন না সেই ভাষায় ট্রান্সলেশন করতে যাবেন না এবং google translation ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকবেন।

আমি একজন বান্টি ইউজার আমি প্রকৃতপক্ষে বান্টি ক্যাম্পেয়ানে কাজ করি। আপনাদের জানা মতে বান্টি ছাড়াও কি কোন কাজ করা যায় ফ্রিতে।   আপনাদের জানা মতে যদি কোন ওয়েবসাইট থাকে ফ্রিতে ইনকাম করার তাহলে আমাকে বলবেন প্লিজ আমি কাজ করতে চাই ।
ফোরামের বাউন্টি ছাড়া অন্য যে কোন কাজ করতে গেলে আপনার স্কিল থাকতে হবে এমনকি ফোরামের সিগনেচার ক্যাম্পেইন জয়েন হতে ও নিজের যোগ্যতায় রেংক আপ করতে হবে। তবে ফোরামের বাইরে আপনি কিছু কাজ করতে পারেন যা প্যাসিভ আর্নিং এর জন্য ভালো সুযোগ। যেমন কিছু কিছু Retroactive Airdrop ও Testnet এয়ার ড্রপ রয়েছে যেগুলো ভালো প্রফিট দিতে পারে। কিছু কিছু ভালো প্রজেক্টের Airdrop বের হয় যেগুলো থেকে আপনি ভালো এমাউন্ট পেতে পারেন বিশেষ করে নতুন Exchange সাইটের এয়ারড্রপগুলো। তাই নিজে রিসার্চ করে ভাল ভাল প্রজেক্ট এ জয়েন করলে আশাকরি ভাল একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন। আপনার জন্য শুভকামনা।
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
July 14, 2023, 11:17:25 AM
আসসালামুয়ালাইকুম
আমার একটা প্রশ্ন ছিল....?
কোন লোকাল বোর্ড থেকে যেমন ইন্ডিয়ান,পাকিস্তানি, কানাডিয়ান, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ইত্যাদি লোকাল বোর্ড থেকে কোন ব্যক্তির পোস্ট বা আমি নিজেই যে পোস্ট করেছিলাম সেই পোস্টটি অন্য কোন লোকাল বোর্ডে কপি করে পোস্ট করতে পারবো.
ধরেন আমি একটি বাংলাদেশ লোকাল বোর্ডে ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং বিষয়ে একটি পোস্ট করেছিলাম. এখন এই পোস্টটি কপি করে অন্য ভাষায় রূপান্তরিত করে অন্য যে কোন লোকাল বোর্ডে কি পোস্ট করতে পারবো.
এই বিষয়ে সবাই যদি একটু আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম.
jr. member
Activity: 107
Merit: 2
July 14, 2023, 04:54:31 AM
ট্রেডিং বিটকয়েন আপডেট :
বিটকয়েন সাপ্তাহিক চার্টে প্রধান রেজিশট্যান্স জোন টেস্ট করে! মার্কেট উপরে যেতে হলে বা নতুন রেলি শুরু করতে হলে বিটকয়েনকে ৩২০০০$ এর উপরে সাপ্তাহিক ক্যান্ডেল ক্লোজ করতে হবে। তবে যি এটা করতে না পারে তাহলে মার্কেট কিন্তু আবার ২৫০০০০$ সাপোর্ট জোন এ আসতে পারে। তাই সব ট্রেড এ স্টপ লস ব্যবহার করেন।
sr. member
Activity: 616
Merit: 322
July 14, 2023, 04:37:08 AM
আলহামদুলিল্লাহ আমরা মার্কেট কে ভাল পজিশন এ দেখতে পাচ্ছি কারন হল XRP কয়েন SEC এর করা মামলায় জয়ী লাভ করে যার কারনে XRP কয়েন ভাল পাম্প করছে।  তার সাথে সাথে টোটাল ক্রিপ্টো মার্কেট পজিটিভ দেখাচ্ছে। তাই FMO তে পড়ে কোনো কয়েন কিনবেন না। মার্কেট কে স্থিতিশীল হতে দিন।
হ্যা XRP আজকে হিউজ পাম্প করেছে এবং পুরো ক্রিপ্টো মার্কেট আজকে গ্রিন হয়ে গেছে। মার্কেট এই সুযোগে কতটা ভালো হবে তা সঠিক জানিনা কারণ মার্কেট এনালাইসিস করার পূর্ন জ্ঞান এখনো আমার হয়নি। এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে কোন কিছু গ্যারান্টিও দেওয়া যাবে না। তবে যেহেতু xrp এর জন্য একটি সুখবর আছে তাই XRP অনেকটা পাম্প করতে পারে। তবে আমি কাউকে উৎসাহিত করবো না যে XRP তে ইনভেস্ট করুন। সবাই যার যার ব্যক্তিগত রিসার্চ এর উপর ভিত্তি করে ইনভেস্ট করুন এটাই আমি বলবো।

Quote
তাই এখন করনীয় কি ?
এখন করনীয় হচ্ছে আপনি শর্ট ট্রেডিং এর জন্য যে কয়েন কিনছিলেন আশা করি লাভ এ আছেন!!  সেগুলা সেল না দিয়ে স্টপ লিমিট বসিয়ে রাখেন, যত উপরে যাবে স্টপ লিমিট ও উপরে নিয়ে যাবেন। আর স্টপ লিমিট হিট করলে ও তো ভাল লাভ হবে।  আশা করি বুঝতে পারছেন।
এই তথ্যটি এক বড় ভাইয়ের থেকে নেওয়া।
হ্যাঁ এটা একটি ভালো কৌশল হতে পারে মার্কেট থেকে কিছু প্রফিট সংগ্রহ করার জন্য। কারন লং টার্ম হোল্ড করলে XRP কতটা প্রফিট দিতে পারবে এতে কোন গ্যারান্টি নেই। কারণ XRP কে সচারচর পাম্প করতে দেখা যায় না ও এটির দাম অধিক হারে বৃদ্ধিও পায় না। তবে এখন তারা মামলায় জিততে পারেছে এই কারণে তাদের ওপর একটি হাইপ চলছে এটা কতদিন চলবে তা আমাদের অজানা।
jr. member
Activity: 107
Merit: 2
July 14, 2023, 04:01:49 AM
আমরা যারা ট্রেডিং  করি তাদের জন্য একটি নিউজ। আপনাদের মাঝে শেয়ার করলাম,  আশা করছি বুঝতে পারবেন।

Market🔴 Update :

আলহামদুলিল্লাহ আমরা মার্কেট কে ভাল পজিশন এ দেখতে পাচ্ছি কারন হল XRP কয়েন SEC এর করা মামলায় জয়ী লাভ করে যার কারনে XRP কয়েন ভাল পাম্প করছে।  তার সাথে সাথে টোটাল ক্রিপ্টো মার্কেট পজিটিভ দেখাচ্ছে। তাই FMO তে পড়ে কোনো কয়েন কিনবেন না। মার্কেট কে স্থিতিশীল হতে দিন।

আর একটা পজিটিভ দিক হল Btc dominence 48.7 মানে ডাম্প করছে এটাও ভাল দিক Alts  coin এর জন্য।

তাই এখন করনীয় কি ?

এখন করনীয় হচ্ছে আপনি শর্ট ট্রেডিং এর জন্য যে কয়েন কিনছিলেন আশা করি লাভ এ আছেন!!  সেগুলা সেল না দিয়ে স্টপ লিমিট বসিয়ে রাখেন, যত উপরে যাবে স্টপ লিমিট ও উপরে নিয়ে যাবেন। আর স্টপ লিমিট হিট করলে ও তো ভাল লাভ হবে।  আশা করি বুঝতে পারছেন।

এই তথ্যটি এক বড় ভাইয়ের থেকে নেওয়া।
sr. member
Activity: 616
Merit: 322
July 14, 2023, 04:01:29 AM
আমি একজন বান্টি ইউজার আমি প্রকৃতপক্ষে বান্টি ক্যাম্পেয়ানে কাজ করি। আপনাদের জানা মতে বান্টি ছাড়াও কি কোন কাজ করা যায় ফ্রিতে।   আপনাদের জানা মতে যদি কোন ওয়েবসাইট থাকে ফ্রিতে ইনকাম করার তাহলে আমাকে বলবেন প্লিজ আমি কাজ করতে চাই ।
আমি একজন বেকার মানুষ  কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই।
প্লিজ আমাকে জানাবেন
ধন্যবাদ
বান্টি নাকি বাউন্টি  Huh

আপনার একাউন্টের যে র‍্যাংক তাতে বাউন্টি ক্যাম্পেনে কাজ করা ছাড়া অন্য কোনো উপায়ে এই ফোরাম থেকে টাকা ইনকাম করা সম্ভব না। তবে আপনার যদি Full member + র‍্যাংকের কোন অ্যাকাউন্ট থাকত সে ক্ষেত্রে আপনার সিগনেচার ক্যাম্পেনে জয়েন হতে পারতেন এবং সেখান থেকে সপ্তাহিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি এই ফোরামের বাইরে কোথাও থেকে টাকা ইনকাম করতে চান সে ক্ষেত্রে আপনাকে যে কোন একটি Skill ডেভেলপ করতে হবে এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজের সন্ধান করতে হবে। বর্তমানে ওয়েব ডেভলপার, ওয়েব ডিজাইনার,  UI/UX ডিজাইন, ডিজিটাল মার্কেটিং  এগুলোতে প্রচুর পরিমাণ কাজ রয়েছে আপনি যদি এগুলো থেকে যে কোন একটির ওপর এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ভালো কাজ পাবেন এবং ইনকামও ভালো করতে পারবেন। তবে newbie একাউন্ট নিয়ে ফোরামে বাউন্টি ছাড়া অন্য কোন কাজ করে ইনকাম করার সুযোগ পাবেন না।
newbie
Activity: 826
Merit: 0
July 14, 2023, 03:48:43 AM
আমি একজন বান্টি ইউজার আমি প্রকৃতপক্ষে বান্টি ক্যাম্পেয়ানে কাজ করি। আপনাদের জানা মতে বান্টি ছাড়াও কি কোন কাজ করা যায় ফ্রিতে।   আপনাদের জানা মতে যদি কোন ওয়েবসাইট থাকে ফ্রিতে ইনকাম করার তাহলে আমাকে বলবেন প্লিজ আমি কাজ করতে চাই ।
আমি একজন বেকার মানুষ  কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই।
প্লিজ আমাকে জানাবেন
ধন্যবাদ
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 13, 2023, 09:46:26 AM
সে আমার কাছে স্বীকার করেছে নিবে কিন্তু পরবর্তীতে আমি আর তেমন কিছু জিজ্ঞেস করিনি। গতকাল রাতে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো ওর ফিউচার থেকে পুরো ব্যালেন্স গায়েব করে ফেলেছে। ভাই আপনারা বলেন, ফিন্যান্স ফিউচার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা অবস্থায় কি দরকার ফিউচারে গিয়ে এভাবে এতগুলো টাকা লস খাওয়ার। সে টোটাল ৩০০০ প্লাস ডলার লস খেয়েছে। যেই প্রফিট করছিল ৭০০ ডলার ওইটা সহ টোটাল প্রায় ৪০০০ ডলার এক রাতে লস করেছে।
আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুজে পাইনি কারণ সে আর কোন ভাবে দাঁড়াতে পারবেনা। পরবর্তীতে জানলাম সে নাকি ব্যাংক থেকে লোন করে এই টাকা ঢুকিয়েছিল।

আমাদের বাংলাদেশে যারা আমরা ক্রিপ্টোর সাথে জড়িত, দয়া করে ফিউচারের ট্রেড করবেন না। যদি করেন তাহলে অল্প ডলার দিয়ে আইসুলেট করবেন। কখনোই ক্রস করবেন না। লস খেয়েছে সে, কিন্তু আমার নিজেরও অনেক বড় একটা শিক্ষা হলো।
যতটুকু বুঝতে পারলাম হয়তো সে ইমোশনাল ট্রেডিং এর শিকার নয়তো সে Gambling এর মত করে ফিউচার ট্রেড করেছে। প্রতিটা ট্রেডে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ও ফান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো স্ট্রাটেজি থাকা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেডিং করা মানে শুধু প্রফিট করা নয়, লস কে কমিয়ে ফেলাও ট্রেডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ কিছু ট্রেডে আপনার লস করবেন এটা স্বাভাবিক কিন্তু কতটুকু লস আপনি করতে চান এটা নিজেই নির্ধারণ করতে পারবেন। ছোট ছোট লস সহজেই রিকভার করা যায় কিন্তু মূলধন হারিয়ে ফেললে পথে বসতে হয়। যদি তার ফিচার ট্রেডিং ও রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতো তাহলে এক রাতে সে ৪০০০$ লস করতোনা। এজন্যই বলা হয় অল্প বিদ্যা ভয়ংকরী। আবার সে Revenge Trading এরও শিকার হতে পারে। অনেক সময় আমরা লস হলে সেটা মেনে না নিয়ে রাগের বসে উল্টো আরো বেশি ফান্ড ইনভেস্ট করে Trade করে বসি এতে আমাদের লস হওয়াটাই আশা করা যায়। আবার FOMO , FUD এগুলো তো আছেই।

দ্বিতীয়ত সে যে ভুলটি করেছে তা হল সে ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেড করেছে , অবশ্যই ফিচার ট্রেড সেই পরিমাণ অর্থ দিয়ে করা উচিত যে লসটা আপনি বহন করতে পারবেন। আর ফিউচার ট্রেডে সে যেহেতু একদিনে এত লস করেছে তাই অবশ্যই সে অধিক লেভারেজ ব্যবহার করেছে যা একদম ই অনুচিত। বিশেষ করে যারা ট্রেডিং এ এখনো প্রো না তাদের জন্য সর্বোচ্চ ৫× লেভারেজ ব্যবহার করা উচিত। আর যতটুকু বোঝা যাচ্ছে সে Altcoins এ ফিউচার ট্রেড করেছে এক্ষেত্রে তাকে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল কেননা এগুলো খুব সহজেই Manipulate করা যায়। আর অবশ্যই পুরো Asset অবশ্যই একটি কয়েনে ইনভেস্ট না করে ভিন্ন ভিন্ন কয়েনে ইনভেস্ট করা উচিত।

আমাদের বাংলাদেশে যারা আমরা ক্রিপ্টোর সাথে জড়িত, দয়া করে ফিউচারের ট্রেড করবেন না। যদি করেন তাহলে অল্প ডলার দিয়ে আইসুলেট করবেন। কখনোই ক্রস করবেন না। লস খেয়েছে সে, কিন্তু আমার নিজেরও অনেক বড় একটা শিক্ষা হলো।
আমি বলব আপনার বন্ধু নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে এবং একমাত্র সে নিজেই তার এই লসের জন্য দায়ী। এগুলো থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে তা সংক্ষেপে উপরের আলোচনা থেকে মেইন পয়েন্টগুলোর নিচে লিখে দিচ্ছে:

  • ফিউচার ট্রেড শুধুমাত্র এক্সপার্টদের জন্য যারা সব ধরনের এনালাইসিস জানে এবং ভালো ট্রেডিং স্ট্রাটেজি ও রিস্ক ম্যানেজমেন্ট রয়েছে
  • অবশ্যই খুব দক্ষ না হলে কম লেবারের নিয়ে ফিউচার ট্রেড করা উচিত যেমন সর্বোচ্চ ৫× নেয়া যেতে পারে তবে অবশ্যই Stop Loss ব্যবহার করতে হবে লস কমানোর জন্য
  • Altcoin এ ফিউচার ট্রেড করার সময় আরো বেশি সতর্ক থাকতে হবে কেননা এগুলো কি খুব সহজেই Manipulate করা যায় আবার অনেক কয়েন স্কাম করে বা টিম টোকেন সেল দিয়ে হিউজ ডাম্প করে। আর কখনোই একটি কয়েনে পুরো Asset ট্রেড না করে ১০% করে ট্রেড করা যেতে পারে।
  • আর অবশ্যই ততটুকু ফান্ড দিয়ে ট্রেড করবেন যতটুকু লস হলে আপনি বহন করতে পারবেন তবে অবশ্যই ব্যাংক থেকে লোন নিয়ে নয় যা কোন দুর্ঘটনা হলে আপনাকে অধিক বিপদে ফেলবে।
  • ইমোশন দিয়ে ট্রেড না করে অবশ্যই Analysis দিয়ে ট্রেড করতে হবে যেকোনো ট্রেডিং এ সফলতা পাওয়ার জন্য।

আশা করি নতুন যারা ক্রিপ্টো ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করতে চাচ্ছেন তারা একটু হলেও বিষয়গুলো পর্যালোচনা করে দেখবেন এবং সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিবেন
full member
Activity: 367
Merit: 136
July 13, 2023, 08:14:30 AM
আমার ছোট ভাইয়ের বন্ধু বিটকয়েন সম্পর্কে জানার জন্য অধিক আগ্রহের সাথে আমার সাথে কিছুদিন চলাফেরা করেছে এবং বর্তমানেও চলাফেরা করতেছে। তো অনেকদিন আগে আমার কাছ থেকে কিছু ডলার কিনেছে। বিন্যান্স থেকে ট্রেড করবে। আমি পরে সাভার চলে গিয়েছিলাম আমার একটা কাজের উদ্দেশ্যে। আমি চার মাস ছিলাম সাভার। এর মধ্যে শুনি উনি ট্রেডে লস খেয়ে আবার ডলার কিনেছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে। এইদিকে ওর সাথে আমার ছোট ভাই ও ট্রেড করে লস খেয়ে বসে আছে। পরবর্তীতে জানতে পারলাম ঘূর্ণিঝড় সিত্রাঙ এর সময় আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বন্ধু অনেক ডলার লস খেয়েছে বিনান্স ফিউচার ট্রেড থেকে। পরবর্তীতে তারা আর দাঁড়াতে পারছিল না।
যাইহোক অনেকদিন পর আবার হঠাৎ আমাকে বলে ডলার কিনে দিতাম। ছোট ভাইয়ের বন্ধুকে অনেক বুঝালাম তারপরও সে ডলার কিনবে। পরে আমি তাকে আড়াই লাখ টাকার ডলার কিনে দিলাম। ডলার কিনে দেওয়ার পর দুদিন তাকে আমি ডলার পাঠাইনি কেননা এ দুদিন তাকে স্পট ট্রেড নিয়ে বিস্তারিত বুঝিয়েছিলাম। পরবর্তীতে ঈদের দু-তিনদিন আগে ওকে আমি ডলার দিয়েছিলাম। প্রথম প্রথম আমাকে তেমন কিছু জিজ্ঞেস করেনি কোন টোকেন দিয়ে ট্রেড করবে বা এমন কিছু।
 
পরবর্তীতে আমি আমার নিজের বিন্যান্স  একাউন্ট লগইন করে দেখি আমার ফিউচারে কিছু বলার জমা হয়ে আছে। আমি খুবই অবাক হলাম এই ডলার আসলো কোথায় থেকে।ওর অ্যাকাউন্ট আমার রেফার দিয়ে খোলা হয়েছিল। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করার পরে সে স্বীকার করল সে আবার বিনান্সে ফিউচারে ট্রেড করে। যখন স্বীকার করল তখন নাকি সে প্রায় 700 ডলার প্রফিট করে ফেলেছে। আমি তাকে বললাম তুমি ফিউচারের ট্রেড করতে ভালো লাগলে 500 ডলার রেখে বাকি পুরো ডলার স্পটে নিয়ে যাও।

সে আমার কাছে স্বীকার করেছে নিবে কিন্তু পরবর্তীতে আমি আর তেমন কিছু জিজ্ঞেস করিনি। গতকাল রাতে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো ওর ফিউচার থেকে পুরো ব্যালেন্স গায়েব করে ফেলেছে। ভাই আপনারা বলেন, ফিন্যান্স ফিউচার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা অবস্থায় কি দরকার ফিউচারে গিয়ে এভাবে এতগুলো টাকা লস খাওয়ার। সে টোটাল ৩০০০ প্লাস ডলার লস খেয়েছে। যেই প্রফিট করছিল ৭০০ ডলার ওইটা সহ টোটাল প্রায় ৪০০০ ডলার এক রাতে লস করেছে।
আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুজে পাইনি কারণ সে আর কোন ভাবে দাঁড়াতে পারবেনা। পরবর্তীতে জানলাম সে নাকি ব্যাংক থেকে লোন করে এই টাকা ঢুকিয়েছিল।

আমাদের বাংলাদেশে যারা আমরা ক্রিপ্টোর সাথে জড়িত, দয়া করে ফিউচারের ট্রেড করবেন না। যদি করেন তাহলে অল্প ডলার দিয়ে আইসুলেট করবেন। কখনোই ক্রস করবেন না। লস খেয়েছে সে, কিন্তু আমার নিজেরও অনেক বড় একটা শিক্ষা হলো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
July 12, 2023, 09:44:33 PM
আচ্ছা ভাই কেউ কি আমাকে একটু Blackrock  সম্পর্কে জানাবেন  কয়েকদিন যাবত চারপাশে শুধু blackrock  নামটি শুনে যাচ্ছি  আসলে এটা কি ?  অনেক জায়গায় অনেক বড় বড় লেখা আমি শর্টকাটে বাংলায় আপনাদের কাছ থেকে  এই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি---

BlackRock নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি আমেরিকান বহু-জাতীয় বিনিয়োগ কোম্পানি।1988 সালে প্রতিষ্ঠিত, প্রাথমিকভাবে একটি এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্থায়ী আয় প্রাতিষ্ঠানিক সম্পদ ব্যবস্থাপক হিসাবে। BlackRock হলো বিশ্বের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপক, যেখানে 14 এপ্রিল, 2023 সাল পর্যন্ত ব্যবস্থাপনায় US$9.09 ট্রিলিয়ন সম্পদ রয়েছে। BlackRock 30টি দেশে 70টি অফিস এবং 100টি দেশে ক্লায়েন্ট নিয়ে বিশ্বব্যাপী কাজ করে। BlackRock হল এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের iShares গ্রুপের ম্যানেজার এবং দ্য ভ্যানগার্ড গ্রুপ এবং স্টেট স্ট্রিট সহ, এটি বিগ থ্রি ইনডেক্স ফান্ড ম্যানেজারদের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এর আলাদিন সফ্টওয়্যারটি অনেক বড় আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ পোর্টফোলিওর উপর নজর রাখে এবং এর BlackRock সলিউশন বিভাগ আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে। ব্ল্যাকরক ফরচুন 500 তালিকায় 184তম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম কর্পোরেশনের রাজস্বের ভিত্তিতে।

https://i.imgur.com/4g31leD.jpg

BlackRock এর সদর দফতর নিউ ইয়র্ক সিটির হাডসন ইয়ার্ডসে।
ভাই আপনি একজন নতুন ইউজার তাই আপনাকে সর্বপ্রথম উচিত ছিল প্রথম পেজের রুলস গুলোর ফলো করা এবং সুন্দরভাবে সেগুলো পড়ে তারপর বুঝে শুনে একটি পোস্ট করা। কিন্তু আপনি তা না করে শুরুতেই কপি পেস্ট করা শুরু করে দিয়েছে এটা আমাদের বাংলা বোর্ডের জন্য খুবই ক্ষতিকারক বলে আমি মনে করি। আমাদের বাংলা লোকাল বোর্ডের এরকম কপি পেস্ট এর কারণে বেশিরভাগ জায়গায় আমরা আটকে যাই কিন্তু তবুও আমাদের ইউজাররা এসকল বিষয়ে মনোযোগ না দিয়ে শুধু কপি পেস্ট করে ট্রান্সলেট করে পোস্ট করে দেয়। আপনি হয়তো ভেবেছেন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে পোস্ট করলেই হয়তো আপনি এখানে ভালো মানের পোস্ট করে ফেলেছেন এটা ভাববে লোকে কিন্তু এটি সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা হবে যদি এটা ভেবে থাকেন।
আপনি এমন ভাবে কপি-পেস্ট করেছেন যা হুবহু ট্রান্সলেট করে পোস্ট করেছেন হয়তো কেউ বুঝবে না কিন্তু এখানে অনেক লোকেরাই রয়েছে যারা আপনার চেয়েও অধিক জ্ঞানী এবং তারা আপনার সম্পূর্ণ স্পামিং গুলো অতি সহজে ধরে ফেলবে।
আপনি এই পোস্টটি করেছেন হুবহু কপি এবং ট্রান্সলেট করে আপনার উচিত ছিল এরকম একটি কপি পেস্ট করার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং যেহেতু পোস্ট করেছেন তাই এর সোর্স সিলিং দিয়ে দেওয়া।
আপনি যদি কোন ইনফরমেশন শেয়ার করেন তাহলে অবশ্যই আপনাকে সেখানকার সোস লিঙ্ক দিতে হবে তা না হলে আপনার একাউন্টে ক্ষতি হবে এবং ব্যান্ড হতে পারে।
https://en.m.wikipedia.org/wiki/BlackRock



বাংলায় কথা বলা এবং নিজের মতামত প্রকাশ করা সত্যিই এক অভূতপূর্ণ অনুভূতি। এখানে নিজের মতো করে কথা বলার যে আনন্দ তা আসলেই বলার বাইরে। আমি নতুন কিভাবে কি বলব কোন বিষয় নিয়ে বেশি আলোচনা করব সেগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। যদি সিনিয়ররা একটু বলতেন যে আমি কোন বিষয়ের উপর কথা বলতে পারি বা আমাকে কোন বিষয়গুলো মেনে চলতে হবে কিভাবে এবং কি পোস্ট করলে আমার মেরিট বাড়বে যদি কেউ সাহায্য করতেন তাহলে খুবই উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ
আপনাকে অভিনন্দন জানাই যে আপনি বাংলা বোর্ডে আপনার অনুভূতিগুলো প্রকাশ করেছেন। তবে আপনাকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে যে এখানে শুধু মেরিটের কথা আলোচনা করলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব হবে না সে ক্ষেত্রে আপনি নিজে ভালোভাবে দক্ষতা অর্জন করুন এবং ফোরামের রুলস অনুসরণ করুন। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণ যাতে করে আপনি বিটকয়েন সম্পর্কে এবং এই ফোরাম সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন। আপনাকে অবশ্যই এখানে সকলে সাহায্য সহযোগিতা করবে তবে আপনাকে ভালো বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেগুলো বিষয় নিয়ে আলোচনা করলে আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। আপনি আমাদের সাথে সময় দিতে থাকেন এবং সমস্ত বিষয় সম্পর্কে ধারণা নিতে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার অবস্থানকে ভালো একটি পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে পারবেন।  Wink
member
Activity: 121
Merit: 25
July 12, 2023, 01:26:38 PM
বাংলায় কথা বলা এবং নিজের মতামত প্রকাশ করা সত্যিই এক অভূতপূর্ণ অনুভূতি। এখানে নিজের মতো করে কথা বলার যে আনন্দ তা আসলেই বলার বাইরে। আমি নতুন কিভাবে কি বলব কোন বিষয় নিয়ে বেশি আলোচনা করব সেগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। যদি সিনিয়ররা একটু বলতেন যে আমি কোন বিষয়ের উপর কথা বলতে পারি বা আমাকে কোন বিষয়গুলো মেনে চলতে হবে কিভাবে এবং কি পোস্ট করলে আমার মেরিট বাড়বে যদি কেউ সাহায্য করতেন তাহলে খুবই উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ
sr. member
Activity: 1008
Merit: 366
July 12, 2023, 03:49:25 AM
~SNIP
ভাই এইটা থেকে বাচার একটি কার্যকরী উপায় হচ্ছে কাস্টম রম ব্যবহার করা। গুগল এর সার্ভিস গুলো ব্যবহার এর জন্য মাইক্রো-জি (Micro-G) এর সাহায্য নেওয়া। অনেকে বলে ফোন রুট করলে আপনি অনেক এক্সেস হারিয়ে ফেলেন এবং আপনার প্রাইভেসি অনেক লো হয়ে যায়। তবে আমার মত এ, আপনি যদি এটির সঠিক ব্যবহার জানেন, তাহলে এর থেকে সেফ আর আপনি থাকতে পারবেন না।

কাস্টম রম গুলো সাধারন রম গুলোর মতই হয়, তবে স্টক রম গুলোর ইন্ডিভিজুয়াল সেটিংস গুলো আপনি এক্সেস করতে পারবেন না যা কাস্টম রম গুলো তে সম্ভব। মনে করেন আপনার বাবার জমি তে আপনি চাষাবাদ করে খাচ্ছেন কিন্তু জমি টা আপনার না। তেমনি স্টক রম ও সেম। কোম্পানি আপনাকে একটি ডিভাইস দিয়ে রেখেছে যা আপনি ব্যবহার করতেছেন কিন্তু তার সম্পূর্ন মালিকানা আপনার কাছে নেই। আর রুট করা ফোন হচ্ছে আপনার নিজস্ব মালিকানাধীন ডিভাইস। এটিকে আপনি নিজের ইচ্ছা মত সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন।

তবে আপনাকে জানতে হবে এটির ফুল ব্যবহার কিভাবে করতে হয়। অন্যথায় আপনি আরও বেশি সমস্যায় পরতে পারেন। সুতরাং আমি সবাইকে এটি রিকোমেন্ড করব না। যদি আপনি জানেন যে আপনি কি করছেন, শুধুমাত্র তখনই কাজটি করবেন। এবং ভবিষ্যতে কিছু হইলে তার দায়িত্ব সম্পূর্ন আপনার।

নিজের মত রিসার্স করে যদি মনে হয় এটি আপনি সঠিক ভাবে করতে পারবেন, তাহলে ট্রাই করে দেখতে পারেন। এই বিষয়ে আমার যথেষ্ট ধারনা নেই। যা জানি তা বেসিক। তবে কেউ করতে চাইলে যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে বলতে পারেন।

[বিঃ দ্রঃ রুট করলে ফোনের ওয়ারেন্টি থাকলে তা বাতিল হয়ে যায়। সুতরাং করার আগে নিজে চেক করে নিবেন। ]
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 12, 2023, 12:33:25 AM
সেম হেয়ার ব্রাদার,  আরো অনেকেরও দেখছি একবারে ৭-৮টা পোস্ট পরপর,  প্রথমবার এটি হওয়ার পর যখন বিষয়টি বুঝলাম পরে  জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে  নিজের প্রোফাইলে লাস্ট পোস্টে গিয়ে দেখতাম যে পোস্ট হয়েছে কিনা।  আবার  গত কয়েক মাস আগে  বিটকয়েন ফোরাম  প্রায় এক ঘণ্টার মতো ডাউন ছিল,  মাঝে মাঝে বিষয়গুলো আসলে অনেকের নিকট  কষ্টদায়ক হয়ে ওঠে  কেননা  ধরেন আপনার কোন  কাজ পরে রয়েছে এবং   লাস্ট ঘন্টা রয়েছে ওই কাজগুলো জমা দেওয়ার জন্য তখন এই সমস্যাটা হলে  কি করা যাবে?
আসলে দোষটা কে দিব  ক্লাউড ফেয়ারকে নাকি দুষ্ট কোন মানুষ জনদের  কারণ ফোরামে অনেক জায়গায় দেখলাম  এটার জন্য DDOS  এটা কেউ অনেকে দোষষে,  বুঝলাম না বিটকয়েন টক ফোরামের আবার ভালো রকম শত্রুও রয়েছে।

বিটকয়েনটক এর শত্রু আছে কি না জানি না। তবে শুনেছিলাম ক্লাউডফ্লেয়ার এর ইস্যুটা আরো বেশ কিছু ওয়েবসাইট এফেক্ট করেছিলো। সত্য মিথ্যা জানি না। আরেকটা ব্যাপার হলো বিটকয়েনটক এর শত্রু না থাকলেও অনেক মানুষ আছে যারা এসব করে টাকা কামায়। কি মনে করে DDOS চালায় কে জানে। চোটখাটো গ্রুপ থাকতে পারে যারা ওয়েবসাইট ডাউন করে দিয়ে এডমিন কে ইমেইল করে টাকার জন্য।

হতে পারে দুষ্টু পোলাপাইনরা ভাবে যেহেতু বিটকয়েন এর ওয়েবসাইট, এডমিন এর কাছ থেকে বিটকয়েন নেয়া যাবে। অনেক কিছুই কারন হতে পারে। জানি না আসল কারন কি। তবে DDOS চারাই এই দুইটা কারনেই। হয়তো টাকার জন্য, নইলে সাইট ডাউন করে ফেলে রাখার জন্য।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 11, 2023, 05:30:09 PM
আচ্ছা ভাই কেউ কি আমাকে একটু Blackrock  সম্পর্কে জানাবেন  কয়েকদিন যাবত চারপাশে শুধু blackrock  নামটি শুনে যাচ্ছি  আসলে এটা কি ?  অনেক জায়গায় অনেক বড় বড় লেখা আমি শর্টকাটে বাংলায় আপনাদের কাছ থেকে  এই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি---
এইটা তো ভাই হালকা গুগল করলেই পাওয়া যায়। তারপরেও শর্টকাটে যদি বলতে চাই তাহলে blackrock হলো একটি আমেরিকান মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট কোম্পানি প্রাথমিকভাবে এরা রিস্ক ম্যানেজমেন্ট এবং ফিক্সড ইনকাম রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। বর্তমানে তারা ৯.০৯ ট্রিলিয়ন ডলার অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে ওয়ার্ল্ডের বড় একটি অ্যাসেট ম্যানেজার কোম্পানি। বিস্তারিত জানতে এই লিংকটি দেখতে পারেন- https://en.m.wikipedia.org/wiki/BlackRock

যদিও আমি ভাই  প্রোগ্রামিং বা  কোডিং  এ সম্পর্কে বেশি কিছু জানিনা,  তবে  ইউটিউব এ  ঝংকার মাহবুব  কে ফলো করতে পারেন  ওনার কিছু ভিডিও আমি দেখেছি,  তার কথাগুলো অনেক ভালো লাগে। তাছাড়া উনি মনে হয়  কোর্স করিয়ে থাকেন।
ধন্যবাদ ভাই আপনার সাজেশন এর জন্য, হ্যাঁ ঝংকার মাহবুব বর্তমানে বাংলাদেশের টপ লিড করতেছে প্রোগ্রামিং হিরো নিয়ে। আমি অলরেডি প্রোগ্রামিং হিরোতে কোর্সটির জন্য দিয়েছিলাম কিন্তু এটার ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তাই এটার অল্টারনেটিভ পাশাপাশি অবস্থান করতেছে এরকম আরেকটা প্লাটফর্ম খুজতেছি। তাদের নেক্সট ব্যাচ স্টার্ট হতে আরো অনেক দেরি আছে ডিসেম্বর হবে।
newbie
Activity: 9
Merit: 1
July 11, 2023, 04:18:44 PM
আচ্ছা ভাই কেউ কি আমাকে একটু Blackrock  সম্পর্কে জানাবেন  কয়েকদিন যাবত চারপাশে শুধু blackrock  নামটি শুনে যাচ্ছি  আসলে এটা কি ?  অনেক জায়গায় অনেক বড় বড় লেখা আমি শর্টকাটে বাংলায় আপনাদের কাছ থেকে  এই সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি---

আচ্ছা ভাই আমাদের এখানে কেউ কি MERN ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে  জড়িত আছেন?  আসলে আমি নিজেকে  ফুললি MERN stack  এ শিফট করতে চাচ্ছি। 
এর জন্য ভালো কোন প্লাটফর্মের  কোর্স জানা থাকলে আমাকে সাজেস্ট করবেন (: ,,,,,,  আর সাথে থেকে সামনে হেল্প করবেন
যদিও আমি ভাই  প্রোগ্রামিং বা  কোডিং  এ সম্পর্কে বেশি কিছু জানিনা,  তবে  ইউটিউব এ  ঝংকার মাহবুব  কে ফলো করতে পারেন  ওনার কিছু ভিডিও আমি দেখেছি,  তার কথাগুলো অনেক ভালো লাগে। তাছাড়া উনি মনে হয়  কোর্স করিয়ে থাকেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 11, 2023, 01:52:02 PM
আরো অবাক করা তথ্য শুনতে চান? আমি যতদূর জানি, আমরা যে মাইক্রোফোন এক্সেসের পারমিশন দিয়ে থাকি বিভিন্ন এপকে, সেটা ব্যবহার করে তারা আমাদের কাস্টম এড সার্ভ করতে পারে। আমার ক্ষেত্রে এমনও হয়েছে আমি আমার ওয়াইফের সাথে লকেট নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুকে ঢুকেই দেখি লকেটের এড। জেনে অবাক হবেন, আমার ওয়াইফের সাথে আলোচনা কিন্তু সামনাসামনি বসে করেছি, ফোনে নয়।
এইটা তো ভাই  ছিল মাইক্রোফোনের কথা,  আমার ক্ষেত্রে অনেক সময় এমন হয়েছে যে একটা জিনিস মনে মনে চিন্তা করতেছে এগুলো সামনে এসে পড়ছে,   এটার  কথা কি বলবো ভাই বলেন :")
আমাদের এক ইন্সট্রাক্টর বলতো যে এই গুগল আমাদের মন কেউ পড়তে পারে সেটা সেদিন  থেকে বিশ্বাস করা শুরু করছি।  এইগুলা তো টেকনোলজি এর  জাস্ট  প্রথম পর্যায়ে,  সামনে  এলন মাস্ক  নিউরো লিংক আনার চেষ্টা করতেছে  সেগুলা আরো কি ভয়াবহ হবে সেটা চিন্তা করতেছি-

ক্লাউডফ্লার কয়েকদিন পর পর আকাম করে। এই আকামের জন্য ফোরামে পোষ্ট করতেই পারছিলাম না। আবার একই পোষ্ট কয়েকবার করে ফেলেছি। পরে আবার ডিলেট করতে হয়েছিলো। আবার একই কারনে স্ক্র্যাপার বট গুলো কাজ করছে না। লয়সের স্ক্র্যাপার, ট্রাইনিনজার স্ক্র্যাপার, বিপিআইপি স্ক্র্যাপার সবগুলোই থমকে গেছিলো। হঠাৎ করেই কোনো মেনশন বা মেরিট নটিফিকেশন পাচ্ছিলাম না। কালকে এডমিন লয়সের এবং ট্রাইনিনজার বট হোয়াইলিষ্ট করে দিছে। যার কারনে এগুলো আবার কাজ করা শুরু করছে। কিন্তু বিপিআইপির ভদ তো নাই, সাচমুন মনে হয় থেমস কে পি এম করে নাই। যার কারনে বিপিআইপি এখনো আপডেট হয় নাই। আমি সাচমুনের থ্রেড এ একটু আগে পোষ্ট করেছি। আশা করি বিপিআইপিও কাজ করা শুরু করবে। কি একটা অবস্থায় পড়ে আছি। একই আইপি থেকে ডেস্কটপে পোষ্ট করতে পারছি, কিন্তু মোবাইল দিয়ে ফোরাম একসেস করতে পারছি না।
সেম হেয়ার ব্রাদার,  আরো অনেকেরও দেখছি একবারে ৭-৮টা পোস্ট পরপর,  প্রথমবার এটি হওয়ার পর যখন বিষয়টি বুঝলাম পরে  জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে  নিজের প্রোফাইলে লাস্ট পোস্টে গিয়ে দেখতাম যে পোস্ট হয়েছে কিনা।  আবার  গত কয়েক মাস আগে  বিটকয়েন ফোরাম  প্রায় এক ঘণ্টার মতো ডাউন ছিল,  মাঝে মাঝে বিষয়গুলো আসলে অনেকের নিকট  কষ্টদায়ক হয়ে ওঠে  কেননা  ধরেন আপনার কোন  কাজ পরে রয়েছে এবং   লাস্ট ঘন্টা রয়েছে ওই কাজগুলো জমা দেওয়ার জন্য তখন এই সমস্যাটা হলে  কি করা যাবে?
আসলে দোষটা কে দিব  ক্লাউড ফেয়ারকে নাকি দুষ্ট কোন মানুষ জনদের  কারণ ফোরামে অনেক জায়গায় দেখলাম  এটার জন্য DDOS  এটা কেউ অনেকে দোষষে,  বুঝলাম না বিটকয়েন টক ফোরামের আবার ভালো রকম শত্রুও রয়েছে।


আচ্ছা ভাই আমাদের এখানে কেউ কি MERN ওয়েব ডেভেলপমেন্ট এর সাথে  জড়িত আছেন?  আসলে আমি নিজেকে  ফুললি MERN stack  এ শিফট করতে চাচ্ছি। 
এর জন্য ভালো কোন প্লাটফর্মের  কোর্স জানা থাকলে আমাকে সাজেস্ট করবেন (: ,,,,,,  আর সাথে থেকে সামনে হেল্প করবেন
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 11, 2023, 02:00:14 AM
বাই দা রাস্তা,  কারো  কি পোস্ট করতে সমস্যা হচ্ছে?  শুধু লোডিং আর লোডিং দেখাচ্ছে?  আমার কালকে থেকে সমস্যা হচ্ছে  আবার গিয়ে ক্লাউড নিয়ে কোন সমস্যা হলো নাকি?

ক্লাউডফ্লার কয়েকদিন পর পর আকাম করে। এই আকামের জন্য ফোরামে পোষ্ট করতেই পারছিলাম না। আবার একই পোষ্ট কয়েকবার করে ফেলেছি। পরে আবার ডিলেট করতে হয়েছিলো। আবার একই কারনে স্ক্র্যাপার বট গুলো কাজ করছে না। লয়সের স্ক্র্যাপার, ট্রাইনিনজার স্ক্র্যাপার, বিপিআইপি স্ক্র্যাপার সবগুলোই থমকে গেছিলো। হঠাৎ করেই কোনো মেনশন বা মেরিট নটিফিকেশন পাচ্ছিলাম না। কালকে এডমিন লয়সের এবং ট্রাইনিনজার বট হোয়াইলিষ্ট করে দিছে। যার কারনে এগুলো আবার কাজ করা শুরু করছে। কিন্তু বিপিআইপির ভদ তো নাই, সাচমুন মনে হয় থেমস কে পি এম করে নাই। যার কারনে বিপিআইপি এখনো আপডেট হয় নাই। আমি সাচমুনের থ্রেড এ একটু আগে পোষ্ট করেছি। আশা করি বিপিআইপিও কাজ করা শুরু করবে। কি একটা অবস্থায় পড়ে আছি। একই আইপি থেকে ডেস্কটপে পোষ্ট করতে পারছি, কিন্তু মোবাইল দিয়ে ফোরাম একসেস করতে পারছি না।
sr. member
Activity: 616
Merit: 322
July 11, 2023, 01:40:50 AM
ফেসবুক ইনস্ট্রাগ্রাম এবং লিংকডিন বা টিকটক যাই বলি এগুলো বর্তমানে মানুষের জীবনের সাথে ওতপ্রতভাবে জরিত। মানুষ এগুলো তাদের বন্ধু ভাবতে শুরু করেলেও গোপনীয়তা আইন থাকা সত্বেও কেউই সেটিকে আমলে নেয় না ফলে ব্যবহারকারীর তথ্য সর্বদা ঝুকিতে থাকে।

ভাই, সোশ্যাল মিডিয়াগুলো আমরা প্রতিদিনের একটা রুটিন বানিয়ে ফেলেছি। যখনই ফ্রি টাইম থাকে, দেখবেন মনের অজান্তেই আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছেন। এখন সবাই যেহেতু করছে, এখান থেকে কাউকে আটকানো যাবে না। তাই নিজে সতর্ক থাকতে হবে। আপনি কোন এ্যাপে কি একসেস দিচ্ছেন, সেটা খেয়াল রাখতে হবে। মজার ব্যাপার কি জানেন? এই যে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি নিজেই একসেস দেয়ার সময় দেখিনি যে আমি কি একসেস দিয়েছিলাম।

আর সোশ্যাল মিডিয়ার কথা কি বলবো? বাংলাদেশ এর সরকারি একটা ওয়েবসাইট থেকে কিছুদিন আগে প্রচুর পরিমানে ডাটা লিক হয়েছে। যা ডার্ক ওয়েবে এখন পাওয়া যাচ্ছে। একদিন দেখবেন আপনার নামে কেউ একজন একাউন্ট খুলে সেটা দিকে আকাম কুকাম করে বসে থাকবে। সেটার অপরাধ আসবে আপনার ঘাড়ে। ডাটা লিকের দায় কি সরকার এড়াতে পারে?
নিজের ব্যক্তিগত কাজকর্মের পর যখন মোবাইলটা হাতে নেই তখন মনে কয়েকটা মাত্র উদ্দেশ্য থাকে তা হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ফোরামে কিছুটা সময় ব্যয়  করা। অল্প কিছুক্ষণ মোবাইল ছাড়া থাকলে মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবো অস্থির লাগে আর মোবাইল কাছে থাকলে শুধুমাত্র সোসিয়াল মিডিয়া ব্যবহার তা না হলে ফোরাম গুতাগুতি এ ছাড়া আর কোনো কাজ নাই। ফোরামে সময় ব্যয় করাটা আমাদের জন্য পজেটিভ দিক তা হলে এখান থাকে অনেক কিছু শিখতে পারছি যা এই টেকনোলজির যুগে অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার নিজের কথাই বলি আমি যখন ফোরামে আসি ৫-১০ মিনিট থাকার পর মনে হয় একটু ইউটিউব কিংবা টিকটক থেকে ঘুরে আসি আর সেখানে গেলে কিভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় না বুঝতেই পারি। সোসিয়াল মিডিয়াগুলো এমনভাবে তাদের অ্যালগরিদমকে সাজিয়েছে যা মানুষকে এমনভাবে  নেশায় আসক্ত করে যা জুয়ার নেশা বা অ্যালকোহলের নেশার থেকেও ভয়াবহ।

সোশ্যাল মিডিয়া গুলো পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্যও দায়ী। যেমনটা আমার ক্ষেত্রেও অনেক ঘটে এখন ফেসবুক কিংবা টিকটক অথবা ইউটিউবে উদ্দেশ্যহীনভাবে কোন কিছু দেখতে শুরু করি তখন হঠাৎ করেই দেখা যায় বিভিন্ন রকম ভিডিও সামনে চলে আসে যা আমাদের খুবই আকৃষ্ট করে এবং সেখান থেকে নজর সরাতে দেয় না। এবং সেই সময় যদি পরিবারের কোন সদস্য কোন কিছু জিজ্ঞেস করে কিংবা কোন কাজ করতে বলে তখন সেই কথাগুলো আমাদের অনেক বিরক্ত লাগে এবং একপর্যায়ে তার সাথে খারাপ আচরনও করে থাকি। এ সকল মেন্টালিটি আমাদের তৈরি করতে বাধ্য করে এই সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনগুলো। এগুলো যে আমাদের কত বড় ক্ষতি করে চলেছে তা আমরা জেনেও এগুলোর নেশা কাটিয়ে উঠতে পারিনা। আমি নিজেও বুঝতে পারি যে এগুলো আমাদের কত বড় ক্ষতি করছে। এবং এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু কখন যে আবার মনের অজান্তেই সেগুলোর সাথে জড়িয়ে যাই তা বুঝতেই পারি। একটি গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে ৩০ মিনিটে অনেক বিরক্ত বোধ করি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢুকলে ঘন্টার পর ঘন্টা চলে গেল আমাদের বিরক্ত লাগে না। এই হলো সোসিয়াল মিডিয়ার মারাত্মক অ্যাডিকশন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 10, 2023, 09:37:54 PM
ফেসবুক ইনস্ট্রাগ্রাম এবং লিংকডিন বা টিকটক যাই বলি এগুলো বর্তমানে মানুষের জীবনের সাথে ওতপ্রতভাবে জরিত। মানুষ এগুলো তাদের বন্ধু ভাবতে শুরু করেলেও গোপনীয়তা আইন থাকা সত্বেও কেউই সেটিকে আমলে নেয় না ফলে ব্যবহারকারীর তথ্য সর্বদা ঝুকিতে থাকে।

ভাই, সোশ্যাল মিডিয়াগুলো আমরা প্রতিদিনের একটা রুটিন বানিয়ে ফেলেছি। যখনই ফ্রি টাইম থাকে, দেখবেন মনের অজান্তেই আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকে গেছেন। এখন সবাই যেহেতু করছে, এখান থেকে কাউকে আটকানো যাবে না। তাই নিজে সতর্ক থাকতে হবে। আপনি কোন এ্যাপে কি একসেস দিচ্ছেন, সেটা খেয়াল রাখতে হবে। মজার ব্যাপার কি জানেন? এই যে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আমি নিজেই একসেস দেয়ার সময় দেখিনি যে আমি কি একসেস দিয়েছিলাম।

আর সোশ্যাল মিডিয়ার কথা কি বলবো? বাংলাদেশ এর সরকারি একটা ওয়েবসাইট থেকে কিছুদিন আগে প্রচুর পরিমানে ডাটা লিক হয়েছে। যা ডার্ক ওয়েবে এখন পাওয়া যাচ্ছে। একদিন দেখবেন আপনার নামে কেউ একজন একাউন্ট খুলে সেটা দিকে আকাম কুকাম করে বসে থাকবে। সেটার অপরাধ আসবে আপনার ঘাড়ে। ডাটা লিকের দায় কি সরকার এড়াতে পারে?
Jump to: