Author

Topic: বাংলা (Bengali) - page 192. (Read 5728142 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 18, 2023, 06:27:57 AM
তবে যে যাই বলুক না কেন  আমি মনে করি না যে হালভিং এরপর  উল্টো ঘটনা আমরা দেখতে পাবো।  কেননা  ওই যে এর ব্যবহার আর চাহিদা,  টাকার মান কমে কারণ টাকা প্রতিনিয়ত প্রিন্টিং করা হচ্ছে  এর কোন লিমিটেশন নাই আর অন্যদিকে  বিটকয়েন সীমিত  আর এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
উল্টো যে হবে না সেটা বলা যাচ্ছে না। সাধারনত ১০০০ বিটকয়েন সেল অর্ডার একসাথে আসলেই মারকেট ৩-৪% ডাউন হয়ে যায়। চিন্তা করেন যারা অনেক দিন যাবৎ হাভিং এর আশায় বিটকয়েন হোল্ড করে রেখেছে, তারা কিন্তু হাভিংয়ের পর তাদের প্রফিট ক্যাশ করার আশায় থাকবে। হাভিং এর পর যে পরিমান সেল অর্ডার মারকেট এ থাকবে, সেই তুলনায় যদি বায় অর্ডার না থাকে, তখন কিন্তু মারকেট ডাউন হয়ে যাবে। ৪ বছর আগে মানুষ বিটকয়েন নিয়ে এতা কিছু জানতো না। আগে এতোটা স্পেকুলেশন হয়নি। আগে সবাই প্রফিটের আসায় বিটকয়েন হোল্ড করতো না। এখন প্রায় সবাই প্রফিট করার আশায় হোল্ড করে। তো সবাই যদি হাভিংয়ের পর প্রফিট ক্যাশ করা শুরু করে, মারকেট এ কি হতে পারে? সবই প্রেডিকশন! আমি বলছি না যে এমন টা হবে। তবে পসিবিলিটি ফেলা দেয়ার মতো নয়!
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 18, 2023, 06:18:25 AM
এ পর্যন্ত তিনটি হ্যালভিং হয়েছে যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০২০ সালে এবং পরবর্তী হ্যালভিং ইভেন্ট ২০২৪ সালের এপ্রিল বা মে মাসে আশা করা যাচ্ছে। ২০১২ সালে হ্যালভিং এ মাইনিং রিওয়ার্ড ৫০ BTC থেকে ২৫ BTC হয়। এরপর ২০১৬ সালে ২৫ থেকে ১২.৫ BTC এবং সর্বশেষ ২০২০ সালে হ্যালভিং ইভেন্টে তার অর্ধেক ৬.২৫ BTC হয় মাইনিং রিওয়ার্ড। আশা করি এখন নিজেই বের করতে পারবেন ২০২৪ সাল বা তার পরবর্তীতে কত হবে।
বিটকয়েন হালভিং ২০০৯ সাল থেকে শুরু হয়েছে ২০২৪ সাল ও তারও পরবর্তী ২১৩৬ সাল পর্যন্ত হালভিং সময়সূচি শেয়ার করলাম। প্রত্যেকটা হালভিং ইভেন্ট এর পরে বিটকয়েনের দাম বেড়ে যায়। তাই যারা বিটকয়েনে বিনিয়োগ করতে যাচ্ছেন তাদের বিটকয়েন হালভিং ইভেন্ট আসার আগেই বিনিয়োগ করা উচিত।
Source

Source


২১৪০ সালে কি বিটকয়েন মাইনিং রিওয়ার্ড ভেঙ্গে অর্ধেক হয়ে ০ হবে?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 18, 2023, 04:08:22 AM
বিটকয়েন এর ব্লক টাইম গড়ে ১০ মিনিট। আরে প্রতি ২১০০০০ ব্লক পর হাভিং হয়, ২১ লক্ষ নয়। আপনি এইখানে মাইনিং পুল কেন বলছেন। মাইনিং রিওয়ার্ড বুঝাচ্ছেন?
বিটকয়েন হাভিং এর সাথে দাম বৃদ্ধির সম্পর্ক অবশ্যই আছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০০ বিটকয়েন সার্কুলেশন এ যোগ হচ্ছে। মাইনাররা তাদের খরচ মেইন্টেইন করতে বিটকয়েন বিক্রয় করছে। হাভিং এর পর প্রতিদিন ৪৫০ বিটকয়েন যোগ হবে। আমরা যদি চাহিদাকে কন্সটেন্ট ধরি, তবুও বিটকয়েন এর দাম দ্বিগুণ হওয়ার কথা সাধারণ যুক্তি অনুযায়ী। কিন্তু চাহিদাটা আসলে কন্সটেন্ট না, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে নিয়মিত।
যাই হোক, এইগুলো সব কাগজে কলমে হিসেব। এইরকমই যে হবে তার নিশ্চয়তা নেই। বরং, উল্টোও হতে পারে।
মাই মিসটেক,  শূন্য গণনা করতে গিয়ে একটি বেশি করে ফেলেছি। Tongue  হ্যাঁ ভাই মাইনিং রেওয়ার্ড  বলতে গিয়েই  পুল বলে ফেলেছি।
আর হ্যাঁ  এজন্যই আপনাকে আপনাকে মেনশন,  বিস্তারিত আরো সঠিক তথ্য সামনে আসা। Grin
তবে এটা সত্য যে  প্রতিটা  হালভিং এই যে ,  বিটকয়েনের প্রাইস  ঊর্ধ্বগতি হবে  এটা কোন  বিশ্লেষকই  গ্যারান্টি দিয়ে দেয় না।  কারণ তাদের মতে  হালভিং সম্পর্কিত  ডাটা এখনো আমাদের নিকট কম  কারণ এখনো পর্যন্ত হালভিং  মাত্র চারটি সংগঠিত হয়েছে।
তবে যে যাই বলুক না কেন  আমি মনে করি না যে হালভিং এরপর  উল্টো ঘটনা আমরা দেখতে পাবো।  কেননা  ওই যে এর ব্যবহার আর চাহিদা,  টাকার মান কমে কারণ টাকা প্রতিনিয়ত প্রিন্টিং করা হচ্ছে  এর কোন লিমিটেশন নাই আর অন্যদিকে  বিটকয়েন সীমিত  আর এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 18, 2023, 03:23:18 AM
যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে,  ফোরামে দেখতেছি বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে,  আর বেশিরভাগই  এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী  হালবিং এ  আকাশচুম্বি হবে।  বিটকয়েন হালবিং বিষয়টা কি?   আর এই সময় কেন  বিটকয়েন এর দাম  বাড়বে?
আশা করি উপরের ভাইদের আলোচনায় এখন বিষয়টা বুঝতে পেরেছেন আসলে বিটকয়েন হেলভিং এর সময় কি ঘটে। অর্থাৎ তখন মাইনিং রিওয়ার্ড অর্ধেক হয়ে যায়। আর যখন মাইনিং রিওয়ার্ড কমে যাবে তখন বিটকয়েন এর সার্কুলেটিং সাপ্লাই এ আগের হ্যালভিং এর থেকে অর্ধেক যোগ হবে। তখন স্বাভাবিকভাবে মার্কেটে বিটকয়েন এর যোগান ও কমে যাবে অন্যদিকে চাহিদা বৃদ্ধি পাবে। যখন চাহিদা ক্রমান্বয়ে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে কিন্তু যোগান একটা নির্দিষ্ট সময় পরপর কমে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে।

তবে ইতিহাস ঘাটলে দেখা যায় বিটকয়েনের মূল্য হ্যালভিং এর সময় বা পর পরই বৃদ্ধি পায় না বরং এটা হ্যালভিং এর পর ৬ থেকে ১২ মাস এর মধ্যে বৃদ্ধি পেতে দেখা যায়। আবারো হ্যালভিং এর আগে প্রাইস কিছুটা পাম্প করে। এ পর্যন্ত তিনটি হ্যালভিং হয়েছে যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০২০ সালে এবং পরবর্তী হ্যালভিং ইভেন্ট ২০২৪ সালের এপ্রিল বা মে মাসে আশা করা যাচ্ছে। ২০১২ সালে হ্যালভিং এ মাইনিং রিওয়ার্ড ৫০ BTC থেকে ২৫ BTC হয়। এরপর ২০১৬ সালে ২৫ থেকে ১২.৫ BTC এবং সর্বশেষ ২০২০ সালে হ্যালভিং ইভেন্টে তার অর্ধেক ৬.২৫ BTC হয় মাইনিং রিওয়ার্ড। আশা করি এখন নিজেই বের করতে পারবেন ২০২৪ সাল বা তার পরবর্তীতে কত হবে। আর কিছুটা হাইপ ও তৈরি হয় হ্যালভিং এর পরে তাই মার্কেট অস্বাভাবিক পাম্প লক্ষ্য করা যায় আবার বুল সিজন শেষে মোটামুটি একটা স্ট্যাবল প্রাইসে কিছুদিন থাকতে লক্ষ্য করা যায়। তাই সঠিক সময়ে মার্কেটে অবস্থান নেয়ার জন্য অবশ্যই হ্যাভিং এর আগেই ইনভেস্ট করাটাই সঠিক সিদ্ধান্ত। সব থেকে ভালো হয় যদি বিয়ার মার্কেটে ইনভেস্ট করা যায়।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 17, 2023, 06:35:27 PM
আর প্রতিটি ব্লক মাইনিং হতে  ১০ মিনিট করে  সময় লাগে  আর এভাবে  ২১ লক্ষ মাইনিং ব্লক পরপর  একটি বিটকয়েন হালবিং  সংগঠিত হয়,  আর সময় ধরলে প্রতি চার বছর পর পর সংঘটিত হয়। এইসব ব্লক মাইনিং এর জন্য  মাইনাররা  মাইনিং পুল হিসেবে বিটকয়েন পেয়ে থাকে,  নিচের ছবিটা  তে দেখতে পাবেন  প্রতিটি হালবিং  এ  ব্লক রেওয়ার্ড   অর্ধেকে নেমে যায়।
বিটকয়েন এর ব্লক টাইম গড়ে ১০ মিনিট। আরে প্রতি ২১০০০০ ব্লক পর হাভিং হয়, ২১ লক্ষ নয়। আপনি এইখানে মাইনিং পুল কেন বলছেন। মাইনিং রিওয়ার্ড বুঝাচ্ছেন?
বিটকয়েন হাভিং এর সাথে দাম বৃদ্ধির সম্পর্ক অবশ্যই আছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০০ বিটকয়েন সার্কুলেশন এ যোগ হচ্ছে। মাইনাররা তাদের খরচ মেইন্টেইন করতে বিটকয়েন বিক্রয় করছে। হাভিং এর পর প্রতিদিন ৪৫০ বিটকয়েন যোগ হবে। আমরা যদি চাহিদাকে কন্সটেন্ট ধরি, তবুও বিটকয়েন এর দাম দ্বিগুণ হওয়ার কথা সাধারণ যুক্তি অনুযায়ী। কিন্তু চাহিদাটা আসলে কন্সটেন্ট না, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে নিয়মিত।
যাই হোক, এইগুলো সব কাগজে কলমে হিসেব। এইরকমই যে হবে তার নিশ্চয়তা নেই। বরং, উল্টোও হতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 17, 2023, 04:16:39 PM
আসসালামু আলাইকুম ভাইয়েরা ,  আশা করি সবাই ভাল আছেন।  এটা  আমার  বাংলাদেশ কমিউনিটিতে প্রথম পোস্ট।  
আমি মূলত  এই ক্রিপ্টো  জগতে একদমই নতুন।  শখের বসে একাউন্ট খোলা হয়েছিল এক বন্ধুর কাছ থেকে ইনফরমেশন পেয়ে,  এখন কিছুটা খালি সময় কাটতেছে তাই ভাবলাম এখান থেকে  নতুন কিছু শেখা যাক।
যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে,  ফোরামে দেখতেছি বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে,  আর বেশিরভাগই  এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী  হালবিং এ  আকাশচুম্বি হবে।  বিটকয়েন হালবিং বিষয়টা কি?   আর এই সময় কেন  বিটকয়েন এর দাম  বাড়বে?
প্রথমে আপনাকে আমাদের  বাংলাদেশ থ্রেডে  স্বাগতম জানাচ্ছি।
এবার আসি আপনার বিটকয়েন হালবিং নিয়ে,  বিটকয়েন হালবিং নিয়ে কথা বলার আগে আপনাকে এটা জানতে হবে, ব্লক কি এবং   এর সময় সম্পর্কে ধারণা-
ব্লক কি এই বিষয়টি বোঝার জন্য কয়েন আলাপ থেকে  এই আর্টিকেলটি পড়তে পারেন।
ব্লক হল একটি রেকর্ড বইয়ের বিভিন্ন পৃষ্ঠার মত। একটি রেকর্ড বইয়ে ১০০ জন মানুষের রেকর্ড থাকতে পারে। যদি বলি উক্ত বইয়ের ৫০ তম ব্যক্তি, তাহলে ৫০তম ব্যক্তির রেকর্ডের পৃষ্ঠায় গিয়ে তার সম্পর্কে সব রেকর্ড দেখে নিতে পারেন। তেমনি, বিটকয়েন ব্লক হল কিছু লেনদেনের সব তথ্য ধারণ করে রাখা। প্রতিটা ব্লকে উক্ত ব্লকের সব লেনদেনের সকল তথ্য থাকে। একটি ব্লকে সর্বোচ্চ ১ মেগাবাইট কিংবা ৪ ভার্চুয়াল মেগাবাইট পর্যন্ত লেনদেনের তথ্য থাকতে পারে। source
আর প্রতিটি ব্লক মাইনিং হতে  ১০ মিনিট করে  সময় লাগে  আর এভাবে ২১০০০০ মাইনিং ব্লক পরপর  একটি বিটকয়েন হালবিং  সংগঠিত হয়,  আর সময় ধরলে প্রতি চার বছর পর পর সংঘটিত হয়। এইসব ব্লক মাইনিং এর জন্য  মাইনাররা  মাইনিং পুল হিসেবে বিটকয়েন পেয়ে থাকে,  নিচের ছবিটা  তে দেখতে পাবেন  প্রতিটি হালবিং  এ  ব্লক রেওয়ার্ড   অর্ধেকে নেমে যায়।

আর আমি মনে করি এই মাইনিং পুল  কমে যাওয়া  পাশাপাশি এর ব্যবহার ব্যাপক বৃদ্ধি পাওয়াই  হয়তো  প্রতিটি  বিটকয়েন হালবিইং  এর দাম কে আকাশচুম্বি করে তোলে।
তারপরও বিস্তারিত আরো ভালো ভাবে বুঝানোর জন্য Little Mouse  ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি,
newbie
Activity: 6
Merit: 1
July 17, 2023, 03:42:37 PM
আসসালামু আলাইকুম ভাইয়েরা ,  আশা করি সবাই ভাল আছেন।  এটা  আমার  বাংলাদেশ কমিউনিটিতে প্রথম পোস্ট। 
আমি মূলত  এই ক্রিপ্টো  জগতে একদমই নতুন।  শখের বসে একাউন্ট খোলা হয়েছিল এক বন্ধুর কাছ থেকে ইনফরমেশন পেয়ে,  এখন কিছুটা খালি সময় কাটতেছে তাই ভাবলাম এখান থেকে  নতুন কিছু শেখা যাক।
যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে,  ফোরামে দেখতেছি বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে,  আর বেশিরভাগই  এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী  হালবিং এ  আকাশচুম্বি হবে।  বিটকয়েন হালবিং বিষয়টা কি?   আর এই সময় কেন  বিটকয়েন এর দাম  বাড়বে?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 17, 2023, 01:36:08 AM
জয়েন করার ইচ্ছা পোষণ করেছিলাম অনেক আগে কিন্তু  ওদের সফটওয়্যার ইন্সটল করতে হয় দেখে একটু ভেজাল লাগে।  বহু তাকে সফটওয়্যার ইন্সটল করেছিলাম  তা  সফটওয়্যার টি রান করার সাথে সাথে  প্রচুর ইন্টারনেট স্পিড টানতে থাকে  এজন্য  আর বেশি  আগ্রহ পায়নি।
তবে তাদের  এইসব প্রমোশনাল  রাফেল  এ জয়েন করতে গিয়ে  তাদের মেইন ফোকাসগুলো আমার ভালই লাগছে,  এই যেমন ধরুন  আপনার ইমেইল টিমেল কিছু লাগছে না  তাদের নেটওয়ার্কে যুক্ত হতে  কমপ্লিটলি আলাদা লেগেছে তাদেরকে। দেখা যাক সামনে জয়েন হব ইনশাল্লাহ  Tongue
ভাই আমি নিজেই সেম আলসেমি থেকে জয়েন করতে অনেক দেড়ি করেছি। নেট কেমন টানে এগুলা আমি খেয়াল করি নাই। আপনার আই এস পি যদি বিডিআইএক্স সার্ভার সাপোর্ট করে বা বিডিআইএক্স এর জন্য বেশি স্পিড দেয়, সেটাকে আপনি গ্লোবাল স্পিড এ কনভার্ট করে নিতে পারেন। দারুন স্পিড পাবেন। তখন কোনটা কতো নেট কনজিউম করলো, এসব মাথায় আসবে না।
নেট কত কনজিউম করল এটা আমার নিকট ফ্যাক্ট না কারণ আমার যে ইন্টারনেট স্পিড এতে আমারও কোন সমস্যা হয় না। কিন্তু একবার শিক্ষা পাওয়ার পর থেকে এখন সবকিছু করতে গিয়ে ভয় করে। এই সফটওয়্যারটি ইন্সটল করেছিলাম ওপেন করার সাথে সাথে আমার ইন্টারনেট  এর আপলোড এবং ডাউনলোড স্পিড সব সময় 2 এমবি পার সেকেন্ড বা এর উপরে থাকে। যদিও আমি যতদূর জানি প্রজেক্টটা ভালোই খারাপ কোন রেকর্ড নেই তাদের তারপরেও জিনিসটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে।
আই মিন আমার ডাটা সব আপলোড হচ্ছে না তো  Roll Eyes । যাইহোক এই প্রজেক্টটি এখনো আমি পুরোপুরি ভালোভাবে এক্সপ্লোর করিনি হয়তোবা কোন সেটিং অন করা রয়েছে এজন্য এমন হচ্ছে আই ডোন্ট নো। আমার কথায় যেন আবার কেউ এটাকে স্ক্যাম ভেবে না বসে ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 16, 2023, 11:36:21 PM
@Learn Bitcoin ভাই @Shasan ভাই হবে, টাইপ মিস্টেক করে Sashan হয়েছে।

হ্যা ভাই, টাইপিং মিসটেক না, ওনার নামের বানান ভুলে গিয়েছিলাম। কনফিউজ্ড ছিলাম Shasan হবে নাকি Sashan হবে। আলসেমি করে চেক ও করি নাই। যাই হোক, মিসটেক টা ধরে দেয়ার জন্য ধন্যবাদ। তবে আমার মনে হয় এই ভূলটা অনেকেই করে থাকে।

আসসালামুয়ালাইকুম.........
@BD Crypto ভাই ও @Learn Bitcoin ভাই কোনো সদস্যের সমস্যা হলে খুব দ্রুত আপনারা সাড়া দিচ্ছেন....
বিশেষ করে @BD Crypto ভাই ও @Learn Bitcoin ভাই আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া. তিনি যেন আপনাদেরকে সর্বদা সুস্থতা ও সফলতা দান করেন এবং আমাদের পাশে সব সময় এমন ভাবে থাকার তৌফিক দান করেন... 🤲🤲🤲[আমিন]

ওয়ালা্ইকুম আস্সালাম!
ফোরামে যারা একটু বেশি সময় একটিভ থাকে, ওনারা এমনিতেই উত্তর দেয়ার মতো পোষ্ট দেখলে উত্তর দিয়ে থাকে। আমার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম না। অনেক সময় দেখবেন অনেক প্রশ্ন থাকে, আমি একটিভ থাকি তবুও উত্তর দেই না। এর কারণ হলো হয়তো আমি সেটার উত্তর জানি না। বা জানলেও কনফিউজ্ড থাকি। তবে আপনাকে ধন্যবাদ।

জয়েন করার ইচ্ছা পোষণ করেছিলাম অনেক আগে কিন্তু  ওদের সফটওয়্যার ইন্সটল করতে হয় দেখে একটু ভেজাল লাগে।  বহু তাকে সফটওয়্যার ইন্সটল করেছিলাম  তা  সফটওয়্যার টি রান করার সাথে সাথে  প্রচুর ইন্টারনেট স্পিড টানতে থাকে  এজন্য  আর বেশি  আগ্রহ পায়নি।
তবে তাদের  এইসব প্রমোশনাল  রাফেল  এ জয়েন করতে গিয়ে  তাদের মেইন ফোকাসগুলো আমার ভালই লাগছে,  এই যেমন ধরুন  আপনার ইমেইল টিমেল কিছু লাগছে না  তাদের নেটওয়ার্কে যুক্ত হতে  কমপ্লিটলি আলাদা লেগেছে তাদেরকে। দেখা যাক সামনে জয়েন হব ইনশাল্লাহ  Tongue
ভাই আমি নিজেই সেম আলসেমি থেকে জয়েন করতে অনেক দেড়ি করেছি। নেট কেমন টানে এগুলা আমি খেয়াল করি নাই। আপনার আই এস পি যদি বিডিআইএক্স সার্ভার সাপোর্ট করে বা বিডিআইএক্স এর জন্য বেশি স্পিড দেয়, সেটাকে আপনি গ্লোবাল স্পিড এ কনভার্ট করে নিতে পারেন। দারুন স্পিড পাবেন। তখন কোনটা কতো নেট কনজিউম করলো, এসব মাথায় আসবে না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 16, 2023, 03:53:42 PM
Shasan ভুলে গেছেন কি না জানি না। সব সময় আপনি পোষ্ট করেন। এই সপ্তাহে পোষ্ট করবেন ভেবে আমিও আর শেয়ার করি নাই। এ সপ্তাহে দেখলাম আপনি পারটিসিপেট ও করেন নাই। আবারো Joeperry Etopia ২০ তম রেফেল নিয়ে এসেছে। https://bitcointalksearch.org/topic/re-raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-20-5459307

আমি এই নিয়ে ৩-৪ বার পারসিপেট করলাম। এখনো একবারো জিততে পারি নাই। তবে অনেকেই দেখলাম কয়েকবার করে জিতেছে। আমার জানার ইচ্ছা Sashan ভাই কি একবারো এখানে থেকে প্রাইজ জিতেছেন? আমাদের থ্রেড থেকে আর কেউ কি পারটিসিপেট করছে? আমি গেমস এন্ড রাউন্স বোর্ড এ তেমন একটিভ না। যার কারনে প্রায়ই এসব রেফেল আসলেও আমি মিস করি।
জয়েন করার ইচ্ছা পোষণ করেছিলাম অনেক আগে কিন্তু  ওদের সফটওয়্যার ইন্সটল করতে হয় দেখে একটু ভেজাল লাগে।  বহু তাকে সফটওয়্যার ইন্সটল করেছিলাম  তা  সফটওয়্যার টি রান করার সাথে সাথে  প্রচুর ইন্টারনেট স্পিড টানতে থাকে  এজন্য  আর বেশি  আগ্রহ পায়নি।
তবে তাদের  এইসব প্রমোশনাল  রাফেল  এ জয়েন করতে গিয়ে  তাদের মেইন ফোকাসগুলো আমার ভালই লাগছে,  এই যেমন ধরুন  আপনার ইমেইল টিমেল কিছু লাগছে না  তাদের নেটওয়ার্কে যুক্ত হতে  কমপ্লিটলি আলাদা লেগেছে তাদেরকে। দেখা যাক সামনে জয়েন হব ইনশাল্লাহ  Tongue
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
July 16, 2023, 12:57:30 PM
আসসালামুয়ালাইকুম.........
আমাদের এই বাংলাদেশ লোকাল বোর্ডের সদস্যদের মধ্যে একটি বিষয় খেয়াল করে দেখতেছি
@BD Crypto ভাই ও @Learn Bitcoin ভাই কোনো সদস্যের সমস্যা হলে খুব দ্রুত আপনারা সাড়া দিচ্ছেন. এমন অনেক সদস্য আছে যারা খুব দ্রুত সাড়া দিয়ে থাকে. তারমধ্যে আপনারা একটু বেশি সাড়া দিচ্ছেন. আসলে এই বিষয়গুলো দেখলে খুব ভালো লাগে. বাংলাদেশ লোকাল বোর্ডের সকল সদস্যরা একে অপরকে এভাবে সহযোগিতা করে থাকে যার কারণে মডারেটর সাহেবের পোস্টগুলো খুব কম দেখা যায়. বাংলাদেশ লোকাল বোর্ডের সকল সিনিয়র ও জুনিয়র মেম্বারদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন.
বিশেষ করে @BD Crypto ভাই ও @Learn Bitcoin ভাই আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া. তিনি যেন আপনাদেরকে সর্বদা সুস্থতা ও সফলতা দান করেন এবং আমাদের পাশে সব সময় এমন ভাবে থাকার তৌফিক দান করেন... 🤲🤲🤲[আমিন]



newbie
Activity: 770
Merit: 0
July 16, 2023, 08:58:27 AM
ধন্যবাদ ভাই।

হয়ছে। 🥰🥰
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 16, 2023, 08:45:49 AM
আমি আজকে একটি নতুন Account খুলছি এবং এই account এ btc pay করে কপার মেম্বারসিপ buy করেছি, কিন্তু আমার একাউন্ট এ এখনো bran new Lekha ace. Coper হয়নি।
এটা কতদিন পর বা কখন হতে পারে, বা আইডিতে অন্য কোনো কাজ করতে হবে কিনা। একটু জানাবেন কেউ প্লিজ।
আশা করি আপনি সঠিক এমাউন্ট সেন্ড করে কপার মেম্বারশিপ buy করেছেন এবং আপনার ট্রানজেকশনটি কি ন্যূনতম ১টি কনফার্মেশন হয়েছে?। এখন আপনাকে আবার ওই লিংকে গিয়ে(যেখানে আপনি কিনেছেন) আপনার কপার মেম্বারশিপ এক্টিভেট করতে হবে। লিংকটি: https://bitcointalk.org/index.php?action=credit;promote

ওইখানে নির্দেশনা অনুযায়ী আপনাকে একটি ফরম সাবমিট করতে হবে যেটা উল্লেখ করা আছে। আশা করি ফরম সাবমিটের পরে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে আপনার একাউন্ট কপার মেম্বারশিপ এ আপগ্রেড হয়ে যাবে।
ছবিতে আপনি এই বিষয়ে দিকনির্দেনা দেখতে পাবেন:


তাছাড়া এমনিতেও ফোরামে কোন রাঙ্ক এ আপগ্রেড এর সময় ও সর্বোচ্চ ১ ঘন্টা লাগে । যেমন ধরুন আপনার পর্যাপ্ত এক্টিভিটি আছে এবং মেরিট পেয়েছেন তারপরে সর্বোচ্চ এক ঘন্টা লাগবে আপনার পরবর্তী রাঙ্ক শো করতে।
newbie
Activity: 770
Merit: 0
July 16, 2023, 08:31:27 AM
আমি আজকে একটি নতুন Account খুলছি এবং এই account এ btc pay করে কপার মেম্বারসিপ buy করেছি, কিন্তু আমার একাউন্ট এ এখনো bran new Lekha ace. Coper হয়নি।
এটা কতদিন পর বা কখন হতে পারে, বা আইডিতে অন্য কোনো কাজ করতে হবে কিনা। একটু জানাবেন কেউ প্লিজ।
jr. member
Activity: 35
Merit: 3
July 16, 2023, 08:10:12 AM
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
July 16, 2023, 04:21:08 AM
Sashan ভুলে গেছেন কি না জানি না। সব সময় আপনি পোষ্ট করেন। এই সপ্তাহে পোষ্ট করবেন ভেবে আমিও আর শেয়ার করি নাই। এ সপ্তাহে দেখলাম আপনি পারটিসিপেট ও করেন নাই। আবারো Joeperry Etopia ২০ তম রেফেল নিয়ে এসেছে। https://bitcointalksearch.org/topic/re-raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-20-5459307

আমি এই নিয়ে ৩-৪ বার পারসিপেট করলাম। এখনো একবারো জিততে পারি নাই। তবে অনেকেই দেখলাম কয়েকবার করে জিতেছে। আমার জানার ইচ্ছা Sashan ভাই কি একবারো এখানে থেকে প্রাইজ জিতেছেন? আমাদের থ্রেড থেকে আর কেউ কি পারটিসিপেট করছে? আমি গেমস এন্ড রাউন্স বোর্ড এ তেমন একটিভ না। যার কারনে প্রায়ই এসব রেফেল আসলেও আমি মিস করি।
@Learn Bitcoin ভাই @Shasan ভাই হবে, টাইপ মিস্টেক করে Sashan হয়েছে। সম্ভবত ভাই হয়তো কাজের চাপে বিষয়টি ভুলে গেছে। যা হোক আপনার মাধ্যমে আমরা রেফেল ড্র সম্পর্কে জানতে পারলাম। যারা অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে তারা অতি দ্রুত অংশগ্রহণ করুন।
তবে একটি বিষয় Shasan ভাই প্রায়ই প্অংশগ্রহণ করে থাকে । মনে হয় ভাই অনেকবার রেফেল ড্র জিতেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 16, 2023, 01:25:03 AM
Shasan ভুলে গেছেন কি না জানি না। সব সময় আপনি পোষ্ট করেন। এই সপ্তাহে পোষ্ট করবেন ভেবে আমিও আর শেয়ার করি নাই। এ সপ্তাহে দেখলাম আপনি পারটিসিপেট ও করেন নাই। আবারো Joeperry Etopia ২০ তম রেফেল নিয়ে এসেছে। https://bitcointalksearch.org/topic/re-raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-20-5459307

আমি এই নিয়ে ৩-৪ বার পারসিপেট করলাম। এখনো একবারো জিততে পারি নাই। তবে অনেকেই দেখলাম কয়েকবার করে জিতেছে। আমার জানার ইচ্ছা Sashan ভাই কি একবারো এখানে থেকে প্রাইজ জিতেছেন? আমাদের থ্রেড থেকে আর কেউ কি পারটিসিপেট করছে? আমি গেমস এন্ড রাউন্স বোর্ড এ তেমন একটিভ না। যার কারনে প্রায়ই এসব রেফেল আসলেও আমি মিস করি।
jr. member
Activity: 107
Merit: 2
July 15, 2023, 09:06:02 PM
হ্যালো বন্ধুরা আমাদের মাঝে একটি গুড নিউজ নিয়ে এসেছেন। @twitter তিনি টুইটারে একটি পোস্ট করেছেন যে, আমরা টুইটারে পোস্ট করে বা টুইটারে পোস্টে য়ে কমেন্ট করে টাকা ইনকাম করতে পারব। এবং সেই পোস্ট Elon Musk Tweets করেছেন নিজের প্রোফাইলে...

বিস্তারিত জানানো হলো

আশ্চর্য!  আজ আমরা আমাদের ক্রিয়েটর অ্যাড রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম চালু করেছি।

 আমরা ক্রিয়েটরদের জন্য বিজ্ঞাপনের আয় ভাগাভাগি অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ক্রিয়েটর মনিটাইজেশন অফারটি প্রসারিত করছি।  এর মানে হল যে নির্মাতারা তাদের পোস্টের উত্তর থেকে শুরু করে বিজ্ঞাপনের আয়ের একটি অংশ পেতে পারেন।  টুইটারে সরাসরি জীবিকা অর্জনে সাহায্য করার জন্য এটি আমাদের প্রচেষ্টার অংশ।

 আমরা এই মাসের শেষের দিকে প্রোগ্রামটি আরও বিস্তৃতভাবে চালু করছি এবং সমস্ত যোগ্য নির্মাতারা আবেদন করতে সক্ষম হবেন।

 নিজেকে সুন্দর কিছু পেতে যান!

 এখানে প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্য

এবং আরো কিছু বিস্তারিত জানানো হয়েছে। আপনারা দেখে আসবেন...
 
আপনাদের সুবিধার্থে আমি এই পোস্টের লিংক দিয়ে দিলাম।
https://twitter.com/Twitter/status/1679572360695824384?t=Eutn9Mvt7yetXt6C_3VHtg&s=19

ধন্যবাদ
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
July 15, 2023, 09:28:53 AM
আসসালামুয়ালাইকুম...
The New York Times
@nytimes নামে একটি টুইটার একাউন্টে একটি টুইট বার্তার মাধ্যমে জানানো হয় যে,
গত শুক্রবার 14/07/2023 ভারতের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ রোবোটিক ল্যান্ডার ও রোভারকে চাঁদের দিকে নিয়ে যাওয়া একটি রকেট যাত্রা করেছে। যদি এটি সফলভাবে অক্ষত অবস্থায় অবতরণ করে তবে এটি একটি কৃতিত্ব হবে যা এই শতাব্দীতে চীন ছাড়া অন্য কোন দেশ টেনে আনেনি।

টুইট লিংক: https://twitter.com/nytimes/status/1679914930471079936?s=20

 
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 15, 2023, 03:52:56 AM
আমি মনেকরি XRP আরো অনেক ভালো করবে এবং এর মূল্য আরো বৃদ্ধি পাবে।

আমি বলছি না যে XRP আরো ভালো করবে না, কিন্তু এই যে একটা ধারণা যে যেহেতু এটা ভালো করেছে বা করছে, তার মানে এটা আরো ভালো করবে। এটা আসালে একটা ভূল ধারনা। হতে পারে লং রানে আরো ভালো করতে পারে। কিন্তু শর্ট টার্ম এ এখন ভালো করেছে মানে এই নয় যে এটা ভালো করতেই থাকবে। যে কোনো একটা কয়েন পাম্প করার পর অবশ্যই এটা কারকেশন করবে। সবাই কিন্তু হোল্ড করার জন্য কয়েন কিনে না। সবার একটা টারগেট থাকে যে এটার দাম এতা হলে আমি সেল করে দিবো।

মারকেট এ যখন বায় অর্ডার বেশি থাকে, কয়েন তখন পাম্প করে। সেল অর্ডার বেশি থাকলে কয়েন প্রাইস কমে যায়। তো একটা কয়েন পাম্প করার পর কিন্তু সেল অর্ডার ও বাড়বে। সুতরাং, কোনো একটা কয়েন পাম্প করার পর যতক্ষন এটা কারেকশন না হচ্ছে, সেই কয়েন বায় করা বুদ্ধিমানের কাজ হবে না। বিটকয়েন ৭০ হাজার ডলারে যাওয়ার পরেও অনেকে কয়েন কিনেছে কারন তারা মনে করেছে এটা আরো বাড়বে। তারপর বিটকয়েন মারকেট আবার ১৬ হাজার ডলারেও এসছে।
Jump to: