বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে
।
স্ক্যাম কয়েন তা ঠিক তবে আপনি জেনে শুনেই বিনিয়োগ করেছেন। যতগুলো এক্সচেঞ্জই পাই কয়েন তালিকাভুক্ত করেছে, আমি যতদুর জানি, তারা সবাই এইটাকে স্পষ্টভাবে IOU কয়েন হিসেবে উল্লেখ করেছে। সুতরাং, তাদের দোষ আসলে নেই। আপনি যদি তাদের এনাউন্সমেন্ট পড়তেন, তাহলে নিশ্চয়ই জানতেন যে আপনি এই কয়েন উইথড্র করতে পারবেন না। যাই হোক, এইটা একটা অভিজ্ঞতা। আশা করি পরবর্তীতে আপনার এই অভিজ্ঞতা আপনাকে অনেক বড় লস থেকে বাচাবে।
ক্রিপ্টোকারেন্সি জগতে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যেগুলো একজন নন-ক্রিপ্টো ব্যবহারকারীর পক্ষে সহ্য করা খুবই কঠিন। কিন্তু, এইগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আরো শিখতেছি। সব ভুলকেই বাংলাদেশ ক্রিকেট দলের হারের মত অভিজ্ঞতা হিসেবেই নিচ্ছি
এটা আপনাকে প্রাইভেট ভাবে বলবো। এমনিতে নাম বললে চাকরি থাকবে না। হুদাই ডিসট্রাস্ট লিষ্টে এড করে দিবে। কিছু করার থাকবে না।
ওদের ডিস্ট্রাস্ট লিস্ট দেখলেই বোঝা যায় ওরা আসলে ফোরামের ট্রাস্ট সিস্টেম সম্পর্কে কম বুঝে
হুদাই হাবিজাবি দুনিয়ার সবাইরে ডিস্ট্রাস্ট লিস্টে ফালাই রাখে, যারা জীবনে কোনদিন কাউকে ফিডব্যাক দেয়নাই, তাদেরকেও ডিস্ট্রাস্ট লিস্টে রাখে। ফোরামে এইরকম আজাইরা কিছু পাবলিক আছে। এইগুলার কামই হইছে নিজেকে জাহির করার চেষ্টা। এইগুলাকে ইগ্নোর করে রাখবেন। সেটাই ভালো আমার মতে।