Author

Topic: বাংলা (Bengali) - page 196. (Read 5729137 times)

full member
Activity: 546
Merit: 164
July 06, 2023, 10:43:51 AM
আমি যদি কখনো আমাদের দেশের সরকারি বড় ধরনের কর্মকর্তা  হতাম হোক সেটা পুলিশ কিংবা র‍্যাব তাহলে সবার আগে আমি আমার দেশের জন্য  কাজ করতাম বিশেষ করে  নেশার বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিতাম। তার কারণ এই নেশার কারণে আমাদের সমাজের ইয়াং জেনারেশনগুলো অনেক আসক্তি হচ্ছে। আমার এক প্রতিবেশী তাদের ফ্যামিলি অনেক ভালো তার বাবা মা দুজনেই চাকরি করে অথচ তার একটা ছেলে এই ছেলেকে নিয়ে তাদের ছিল অনেক পরিকল্পনা। এই নেশার কারণে তার যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল নষ্ট হয়ে গেছে। যখন সে পড়াশোনায় করতো তার বাবা-মা তাকে নিয়ে স্বপ্ন দেখত তার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এখন তার বাবা মা তাকে সুস্থ জীবন দেওয়ার জন্য তাকে রিহাবে পাঠিয়েছেন। এইজন্য আমার মনে হয় যদি কখনো আমি ক্ষমতা পাই আমি অবশ্যই চেষ্টা করব এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ বিরত থাকে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 06, 2023, 09:42:55 AM
তামিম বিশ্বকাপ খেলুক এটা সবাই চায়, বিশেষ করে বাংলাদেশের এক ঝাঁক তারকা সবাই চায় তামিম ইকবাল বিশ্বকাপ পর্যন্ত খেলুক এবং তারপর অবসর করুক। কিন্তু হঠাৎ করে তামিম ইকবালের এই অবসর গ্রহণ টা ক্রিকেটাঙ্গনের কেউ ভালো মনে গ্রহণ করতে পারবেনা।
অবশ্যই টিম ম্যানেজমেন্টের মধ্যে কিছু হয়েছে এজন্য সিরিজ চলাকালীন সময়ে একটি মাত্র ম্যাচ খেলেই অবসর গ্রহণের সিদ্ধান্ত আসাটা ঐরকম কিছুই ইঙ্গিত বহন করছে।
যাহোক প্রধানমন্ত্রী যখন ডিনারে আমন্ত্রণ করেছেন সেহেতু পজেটিভ নেগেটিভ যে কোন একটি সিদ্ধান্ত আসবেই। তবে আমরা ক্রিকেট ভক্তরা তামিম ইকবাল বিশ্বকাপ পর্যন্ত খেলুক সেই প্রত্যাশা করছি।

তবে তামিম ইকবাল অনেক কিছু বলতে চেয়েছিলেন কিন্তু কান্না তবে কান্না জড়িত কন্ঠে অনেক কিছু বলতে পারলেন না। তবে যেটুকু বলতে পারলেন না সেটুকুর ভাষা কিন্তু বাংলাদেশের মানুষেরা বুঝতে পেরেছে। এই দেশের মানুষ অনেক কিছু বুঝেও না বুঝার ভান করে থাকে এটা নতুন কিছু না।

দুই মিনিটের এই রিপোর্ট টি দেখবেন। আশা করি বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের নষ্টের মুল কে। নিজে েপ্রশ্ন করে দেখেন তো ভাই দুনিয়ার অন্য কোনো ক্রিকেট বোর্ড এর প্রেসিডেন্ট মিডিয়ায় এতো বেশি কথা বলে কি না? দলের প্রত্যেক টা ডিসিশনে তিনি হস্তক্ষ্যাপ করেন। প্রত্যেকটা ক্রেডিট উনি নিজে নিতে চান। কেউ সেঞ্চুরী করলে উনি বলেন আমি আগেই বলেছিলাম সে সেঞ্চুরী করবে, আমি আগেই জানতাম আমরা জিতবো। আমি আগেই জানতাম ও এটা করবে, সে ওটা করবে। এর চাইতে বাচাল আর হিপোক্রেটস বোর্ড প্রেসিডেন্ট আমার জীবনে দেখি নাই। যাই হোক, তামিমের পারফরমেন্স আসলেই ভালো ছিলো না। কিন্ত সেটার সমাধান মিডিয়ায় অপমান করা নয়। জানি না কি সিদ্ধান্ত আসবে রাতে। তবে তামিম অনেক বেশী অভিমান করেছে, প্রধানমন্ত্রী কে সরাসরি না করতে হয়তো পারবে না, হয়তো বলবে আমি ভেবে দেখবো। আল্টিমেটলি ক্রিকেটে ফিরবে বলে মনে হয় না।

৬০০ তম পোষ্ট এটাই লিখতে হলো আমাকে?
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 06, 2023, 09:22:17 AM
আজ রাত ৮ টায় প্রধানমন্ত্রী তামিম কে রাতে ডিনার করার আমনত্রন জানিয়েছেন। প্রধানমন্ত্রী হয়তো তামিমকে বিশ্বকাপে ফেরার অনুরোধ করতে পারেন। সেটা আজ রাতেই আরো বিস্তারিত জানা যাবে।
তামিম বিশ্বকাপ খেলুক এটা সবাই চায়, বিশেষ করে বাংলাদেশের এক ঝাঁক তারকা সবাই চায় তামিম ইকবাল বিশ্বকাপ পর্যন্ত খেলুক এবং তারপর অবসর করুক। কিন্তু হঠাৎ করে তামিম ইকবালের এই অবসর গ্রহণ টা ক্রিকেটাঙ্গনের কেউ ভালো মনে গ্রহণ করতে পারবেনা।
অবশ্যই টিম ম্যানেজমেন্টের মধ্যে কিছু হয়েছে এজন্য সিরিজ চলাকালীন সময়ে একটি মাত্র ম্যাচ খেলেই অবসর গ্রহণের সিদ্ধান্ত আসাটা ঐরকম কিছুই ইঙ্গিত বহন করছে।
যাহোক প্রধানমন্ত্রী যখন ডিনারে আমন্ত্রণ করেছেন সেহেতু পজেটিভ নেগেটিভ যে কোন একটি সিদ্ধান্ত আসবেই। তবে আমরা ক্রিকেট ভক্তরা তামিম ইকবাল বিশ্বকাপ পর্যন্ত খেলুক সেই প্রত্যাশা করছি।

তবে তামিম ইকবাল অনেক কিছু বলতে চেয়েছিলেন কিন্তু কান্না তবে কান্না জড়িত কন্ঠে অনেক কিছু বলতে পারলেন না। তবে যেটুকু বলতে পারলেন না সেটুকুর ভাষা কিন্তু বাংলাদেশের মানুষেরা বুঝতে পেরেছে। এই দেশের মানুষ অনেক কিছু বুঝেও না বুঝার ভান করে থাকে এটা নতুন কিছু না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 06, 2023, 08:56:59 AM
তামিমের সংবাদ সম্মেলন আমি লাইভ দেখেছি। একথা অনস্বীকার্য যে তামিম বাংলাদেশ ক্রিকেটে অনেক অবদান রেখেছে। তবে, এইটাও মিথ্যা নয় যে অনেকদিন ধরেই সে অফ ফর্মে। আমি জানি না হঠাৎ কেন তামিম অবসর ঘোষনা করল। সে একটা সিরিজ চলাকালীন অবসর ঘোষনা করা উচিত হয় নি। তার অবসর আসলে আরো সুন্দর হতে পারতো। ক্রিকেট বোর্ডের দোষ যদি তামিম দেয় তাহলে সেটা হবে বোকামি। সে অফ ফর্মে এবং সে জন্যই সে অবসর নিয়েছে। এইখানে কারো দোষ দেয়াটা উচিত নয়।
সিদ্ধান্ত হুট করেই এসেছে। তামিমের এমন কোনো পরিকল্পনা ছিল বলে মনে হয় না। হাথুরু তামিমের কাছে জানতে চেয়েছিলো সে ফিট কি না। খেলার জন্য প্রস্তুত কি না। তামিম উত্তরে বলেছিলো আমি খেলে দেখতে চাই আমি ফিট কি না। তারপর হাথুরু পাপন সাহেব কে ফোন দিয়ে ব্যাপার টা জানায় এবং এটা নিয়ে পাপন সাহেব এবং হাথুরুর প্রায় আধা ঘন্টা কথা হয়। আমরা কম বেশি সবাই জানি পাপন সাহেব গনমাধ্যমে বেফাস মন্তব্য করার জন্য ওস্তাদ। উনি কোনো এক জায়গায় বলেছেন এটা মেনে নেওয়া যায় না। সে এ ধরনের কথা বলতে পারে না। আন্তর্জাতিক ম্যাচ খেলে কেউ তার ফিটনেস যাচাই করতে পারে না। এটা নিয়ে পাপন সাহেব রাগান্বিত কিছু মন্তব্য করেছেন। তারপর কালকের ম্যাচ এ তামিমের বাজে পারফরম্যান্স এর পর তার এ সিদ্ধান্ত আসে।

আজ রাত ৮ টায় প্রধানমন্ত্রী তামিম কে রাতে ডিনার করার আমনত্রন জানিয়েছেন। প্রধানমন্ত্রী হয়তো তামিমকে বিশ্বকাপে ফেরার অনুরোধ করতে পারেন। সেটা আজ রাতেই আরো বিস্তারিত জানা যাবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 06, 2023, 08:23:49 AM
BlackRock CEO Larry Fink ২০১৭ সালে অক্টোবর মাসে তার দেওয়া একটি সাক্ষাৎকারে বিটকয়েন নিয়ে যা তা বলেছিলেন। ওই সময় তিনি বিটকয়েনের ঘোর বিরোধিতা করেছিলেন এবং বিটকয়েনকে মানিলন্ডারিং এর জন্য একটি উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। তাছাড়া তিনি বিটকয়েনের উপর বিনিয়োগ করতে নিষেধ করেছিলেন। নিচে তার প্রমাণস্বরূপ তুলে ধরা হলো।
এইটা দেখে আমার জেমি ডিমনের অনেক পুরনো একটা মিমের কথা মনে পড়ে গেলো। সম্ভবত, ২০১৮ সালে আমি প্রথম এই মিম দেখেছিলাম।

ফিন্যান্সিয়াল মার্কেটে যারা বড় বড় প্লেয়ার আছে তাদের কথা আসলে বিশ্বাস করা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ, তারা কখন কি উদ্দেশ্য নিয়ে কি বলে তার বিশ্বাস নেই। তাদের প্রতিটি কথার পিছনে অনেক কারণ থাকতে পারে। বিশেষ করে এইটা মার্কেট ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করা হয়। আর জেমি ডিমনের এই মিম তা খুব সুন্দরভাবে তুলে ধরে। প্রসঙ্গত, জেমি ডিমন জেপি মরগান ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।



অবশ্য কালকে আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্সের কারণে হয়তো হঠাৎ করে তার এই অবসর নেওয়ার সিদ্ধান্ত আসে। ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট থেকে তার নামে বেশ কিছু বাজে পারফর্মেশন্সের জন্য গুঞ্জন উঠেছিল এবং তারা মন্তব্য করেছিল তামিম ইকবালকে অবসর গ্রহণের জন্য। তাদের মন্তব্যই আজ সত্য বলে প্রমাণিত করে দিলেন এবং নিজেকে ক্রিকেট ফরমেট থেকে বিদায় জানিয়ে দিলেন।
তামিমের সংবাদ সম্মেলন আমি লাইভ দেখেছি। একথা অনস্বীকার্য যে তামিম বাংলাদেশ ক্রিকেটে অনেক অবদান রেখেছে। তবে, এইটাও মিথ্যা নয় যে অনেকদিন ধরেই সে অফ ফর্মে। আমি জানি না হঠাৎ কেন তামিম অবসর ঘোষনা করল। সে একটা সিরিজ চলাকালীন অবসর ঘোষনা করা উচিত হয় নি। তার অবসর আসলে আরো সুন্দর হতে পারতো। ক্রিকেট বোর্ডের দোষ যদি তামিম দেয় তাহলে সেটা হবে বোকামি। সে অফ ফর্মে এবং সে জন্যই সে অবসর নিয়েছে। এইখানে কারো দোষ দেয়াটা উচিত নয়।
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 06, 2023, 03:39:52 AM
অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল



বাংলাদেশের কম বেশি সবাই ক্রিকেট খেলা দেখে বা ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে। যেহেতু বাংলাদেশ ফুটবলে তেমন একটি সুবিধামতো পজিশন তৈরি করতে পারেনি কিন্তু ক্রিকেটে বাংলাদেশ অনেক ভালো কিছু অর্জন করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ক্রিকেটকে যারা প্রাণবন্ত করে রেখেছিল তাদের মধ্যে পঞ্চপান্ডব নামে পাঁচজন খেলোয়ার ছিল এবং বর্তমানেও আছে। তামিম ইকবাল, শাকিব, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। এদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা অনেক আগে অবসর নিয়েছেন। কিন্তু আজ হঠাৎ করে তামিম ইকবাল সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক সকল ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। আমি তামিম ইকবালের খেলা তার ক্যারিয়ারের শুরু থেকেই দেখে আসছি, কেউ যদি বলে তামিম ইকবাল বাংলার ক্রিকেটের জন্য কোন কিছু করেনি সেটা মেনে নেওয়া যায় না। অবশ্য কালকে আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরমেন্সের কারণে হয়তো হঠাৎ করে তার এই অবসর নেওয়ার সিদ্ধান্ত আসে। ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট থেকে তার নামে বেশ কিছু বাজে পারফর্মেশন্সের জন্য গুঞ্জন উঠেছিল এবং তারা মন্তব্য করেছিল তামিম ইকবালকে অবসর গ্রহণের জন্য। তাদের মন্তব্যই আজ সত্য বলে প্রমাণিত করে দিলেন এবং নিজেকে ক্রিকেট ফরমেট থেকে বিদায় জানিয়ে দিলেন।
বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা ও নিজেকে উৎসর্গ করার মধ্যে দিয়ে আজ এই মহান তারকার বিদায়কে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব। বাংলাদেশ তামিম ইকবালের মত আরো ভালো ভালো খেলোয়ার জন্ম নেই সেই প্রত্যাশা রইল।
সময় টেলিভিশন নিউজ: https://www.somoynews.tv/news/2023-07-06/90CSM907
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
July 05, 2023, 08:25:33 PM
বিটকয়েন পরশ পাথর

বিটকয়েন পরশপাথর বিষয়টি একটু খটকা খটকা লাগছে কিন্তু সত্যি বলতে কি যখন বিটকয়েন যার কাছে যায় বিটকয়েনের ছোঁয়াতে তার মুখের ভাষা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। অতীতে যারা বিটকয়েনের ঘোর বিরোধিতা করেছিল তারা বর্তমান সময়ে এসে বিভিন্ন টিভি চ্যানেল, ম্যাগাজিন, সংবাদপত্র ও অনুষ্ঠানে গিয়ে বিটকয়েনের উপর প্রশংসামূলক বিবৃতি দিয়ে আসে। যদিও এরা অতীতে বিটকয়েনের উপর বিনিয়োগ করেছিল না কিন্তু বর্তমানে বিনিয়োগ করে তারা বিটকয়েনের ভক্ত হয়ে গেছেন।



BlackRock CEO Larry Fink ২০১৭ সালে অক্টোবর মাসে তার দেওয়া একটি সাক্ষাৎকারে বিটকয়েন নিয়ে যা তা বলেছিলেন। ওই সময় তিনি বিটকয়েনের ঘোর বিরোধিতা করেছিলেন এবং বিটকয়েনকে মানিলন্ডারিং এর জন্য একটি উল্লেখযোগ্য হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। তাছাড়া তিনি বিটকয়েনের উপর বিনিয়োগ করতে নিষেধ করেছিলেন। নিচে তার প্রমাণস্বরূপ তুলে ধরা হলো।


কিন্তু কালকের দেওয়া একটি টিভি চ্যানেলে তার একটি সাক্ষাৎকার সম্পূর্ণ প্রচার করা হয় এবং সেখানে তিনি বিটকয়েনের উপর একটি পজিটিভ মন্তব্য করেন এবং তিনি উল্লেখ করেন যে আগামী প্রজন্মের জন্য একটি বিপ্লব হবে। তিনি বিটকয়েনকে একটি ডিজিটাল গোল্ড হিসেবে আখ্যায়িত করে তার ভক্তদের বিনিয়োগের জন্য উৎসাহ প্রদান করে।



তো বিটকয়েনকে যারা অতীতে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল তারা বর্তমানে কোন বিষয়কে বুঝে বিনিয়োগ করার জন্য এত আগ্রহী হয়ে উঠেছে। নাকি বিটকয়েন সামনের দিনগুলোতে আরো ভালো পজিশনে চলে যাবে। যখন বিশ্বের বড় বড় ধনী লোকেরা বিটকয়েনের উপর বিনিয়োগ শুরু করবে তখন বুঝে নেওয়া হবে বিটকয়েন উর্ধ্বমুখী অবস্থানে চলে যাবে। তাই যারা এখন পর্যন্ত বিটকয়েনের উপর বিনিয়োগ করা হয়নি তাদের জন্য এটাই মনে হচ্ছে উপযুক্ত সময়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 05, 2023, 10:37:22 AM
আশা করি এখানে যারা আছেন সবাই এই ধরনের বিষয়ে যথেষ্ট সচেতন। তারপরও আপনাদের মাথায় রাখতে হবে নতুন ভাবে এই ধরনের সাইটগুলো দিনে দিনে আসতেই থাকবে কারণ স্ক্যামার রা তো আর ভালো হয়ে যাবে না। তাই নিজের মূলধন ইনভেস্ট করার আগে দশবার ভেবে দেখবেন আর সন্দেহ হলে এড়িয়ে যাবেন। আমার এই ভুল থেকে আমি যেটুকু শিক্ষা পেয়েছি আমি চাই আপনারা সেই ভুল না করেও নিজের সতর্কতা সম্পর্কে আরও সচেতন হন।

 আপনার ঘটনা শুনে খুবই কষ্ট লাগলো। যে কোনো যায়গায় ইনভেস্ট করার আগে আপনাকে ভাবতে হবে যে রিটার্ন কিভাবে আসবে। সেই কোম্পানি যে আপনাকে কম দামে পন্য দেয়ার কথা বলছে, তারা তো নিজেদের লস করে পন্য দিবে না। তাহলে তারা এতো কমে কিভাবে অফার করছে? হিসাব সোজা, ওনারা প্রত্তেক ব্ল্যাক ফ্রাইডে, অমুক দিন তমুক দিন নানান অফার দিয়ে থাকে। ধরেন ব্ল্যাক ফ্রাইডে তে ওনারা ১০০ টি ইয়ামাহা বাইক এর অরডার পেলো যেটার বাজার মূল্য ২ লক্ষ টাকা। কিন্তু গ্রাহক দের কে ১ লাখ ৫০ হাজার টাকায় অফার করলো। ওনারা ১০০ টি বাইক এর জন্য পেমেন্ট নিলো ১ কোটি ৫০ লাখ টাকা। এদিকে ওনারা ইয়ামাহা থেকে ২০ টা বাইক নিলো যার মধ্যে ১০ টার জন্য ২০ লাখ টাকা পেমেন্ট করেছে এবং বাকি ১০ টা বাকিতে নিলো। এখন ইয়ামাহা কোম্পানিও অই কোম্পানির কাছে ২০ লাখ টাকা পাবে। তারা এবার এই ২০ টা বাইক ডেলিভারি দিবে এবং বাকি ৮০ জনকে একের পর এক তারিখ দিতে থাকবে। আবারো সামনের শুক্রবার একই অফার দিবে এবং এভাবে চলতেই থাকবে। এটা শুধু বাইকের হিসাব দিলাম প্রত্তেক টা পন্য নিয়ে এভাবে মারকেটিং করে বাজার দর থেকেও ২৫% বা ৫০% কম মূল্যে গ্রাহক দের কে পন্য দেয়ার অফার করে। যে ২০ জন পন্য ডেলিভারি পাচ্ছে, তারা মূলত আবার ইনভেস্ট করছে এবং আরো বন্ধু বান্ধব এবং অন্যান্য লোকজনদের কে তাদের পন্য দেখাচ্ছে। এতে করে ইভ্যালি বা এ ধরনের কোম্পানি সেই ২০ জনের কাছ থেকেই আরো ২০ জন গ্রাহক পাচ্ছে। এই সাইকেল টা চলতেই থাকবে যতোদিন এদের পালানোর মতো একটা এমাউন্ট না হয়। তারপর হুট করে একদিন সব গায়েব হয়ে যাবে।

সাধারণ মানুষ বুঝতেও পারবে না কিভাবে কি হলো। এসব বিজনেস এর প্রোটোটাইপ ব্ল্যাক মারকেট এ পাওয়া যায়। অনেকে এসব বিজনেজ করে বেড়াচ্ছে। সবাই একটু সতর্ক হলেই এসব স্ক্যাম থেকে বাচা সম্ভব। যে কোনো অফার দেখে যদি মনে হয় এটা কেমনে সম্ভব, জীবনেও সেই পন্য কিনবেন না। যদি দেখেন নতুন আইফোন ১৪ ম্যাক্স ২০ হাজার টাকায় পাচ্ছেন, ভাই সেটা কপি ফোন। কেউ আপনাকে লস করে প্রোডাক্ট দিবে না। কম দামে জিনিস খোজার চাইতে বেশি টাকা দিয়ে জেনুইন প্রোডাক্ট কিনে নিয়ে আসুন। দরকার হলে কিস্তি তে কিনেন। তবুও স্ক্যাম এ যাবেন না।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 05, 2023, 09:37:31 AM
এখন ইনভেস্টমেন্ট করে অনলাইন থেকে ইনকাম করার যেসব সোর্স আমি আজ অব্দি পেয়েছি, তার সবই আসলে স্ক্যাম। আমার জানামতে ভালো কোনো প্ল্যাটফর্ম পেলাম না যেখানে ইনভেস্ট করে প্রফিট পাওয়া যাবে। এক্সচেঞ্জ গুলোতে স্টেকিং করে কিছু প্রফিট পাওয়া যায় যা খুবই নগন্য। এবার আসেন অন্যান্য প্ল্যাটফর্ম গুলো। আপনাদের কি কারো এস পি সি বা জিকা বাজার, অথবা রিং আইডির কথা মনে আছে? আমার এলাকার প্রায় অনেক মানুষ এসব প্লাটফর্ম গুলাতে ইনভেস্ট করে স্ক্যাম এর পাল্লায় পরেছে। সব ধরনের MLM & Ponzi Scheme সাইট গুলাই স্ক্যাম। এগুলা প্রথম দিকে সবাইকে পেমেন্ট করে, পরে আস্তে আস্তে পেমেন্ট করা বন্ধ করে দেয়।
কি আর বলব ভাই মনে করিয়ে দিলেন দুঃখের কথা। তাই নিজের কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি কারণ এই ধরনের স্ক্যাম সাইট অতীতে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আসবে হয়তো নতুন মোড়কে। তাই আমাদের সাবধানতা অতীব জরুরী।

ঘটনা কয়েক বছর আগের যখন আমি খুব করে চেয়েছিলাম আমার নিজের টাকায় একটা ল্যাপটপ হোক, যদিও সে স্বপ্ন এখনো পূরণ হয় নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। পাশের বাড়ির এক কাকা ইভ্যালিতে, আলেশা মার্ট এ ইনভেস্ট করে দুইটা বাইক, টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনেছিল। তার সাথে প্রায়ই কথা হতো এবং সে অনেককেই ইনভেস্ট করার জন্য উপদেশ দিয়েছিল। যদিও আমি এইসব Ponzi, MLM সাইট সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম কেননা আমার অনলাইন জার্নির শুরুর দিকে কয়েকবার ছোট ছোট স্ক্যামের শিকার হয়েছি এগুলো থেকে। তাই কেউ আমাকে রিং আইডি বা এই ধরনের কোন সাইটের কথা বললে আমি নিজেই বলতাম দয়া করে ইনভেস্ট করিস না দিন শেষে পস্তাবি। আমি অনেক ফ্রেন্ডকেই এই ধরনের সাইটে ইনভেস্ট করতে না বলেছি। কিন্তু ওই ভাইয়ের কথায় আর নিজে সতর্ক না থাকায় জীবনের সবচেয়ে বড় স্ক্যাম এর শিকার হয়েছি। সবশেষে নিজের জমানো বিটকয়েন সেল করে ইঅরেঞ্জে ৫২ হাজার টাকা ইনভেস্ট করি। আরেকটু নিশ্চিত ছিলাম যে মাশরাফি বিন মুর্তজা ইঅরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল এবং সংসদ সদস্য। তাই কেন জানি মনে হচ্ছিল হয়তো পার পেয়ে যাব। আমি চাইছিলাম একটু ভালো কনফিগারেশন এর ল্যাপটপ তাই একটা কোর আই ফাইভ এর ল্যাপটপ অর্ডার দেই সাথে একটি অপ্পো ফোন। তারপর আর কি বাকিটা ইতিহাস। আমিও ইনভেস্ট করলাম আর তারপরে থেকেই সরকার সহ সবাই সচেতন হওয়া শুরু করলো বাট এতদিন তারা নিশ্চিন্তে Ponzi সাইট প্রমোট করে গেছে।

মাঝে আমাদের একটি ফ্রিজের জন্য বাবাকে বললাম ইভালিতে অর্ডার দিতে পারো, বাবা বলল 10 হাত দূরে যা। তখনই বুঝতে পারছিলাম হয়তো কপালে খারাপ কিছু আছে। এরপর আর কি স্টুডেন্ট লাইফে তখন নিঃস্ব হয়ে গেলাম। এতটা সচেতন থাকার পরেও আমি নিজেও এই ভুলটা করেছি।

আশা করি এখানে যারা আছেন সবাই এই ধরনের বিষয়ে যথেষ্ট সচেতন। তারপরও আপনাদের মাথায় রাখতে হবে নতুন ভাবে এই ধরনের সাইটগুলো দিনে দিনে আসতেই থাকবে কারণ স্ক্যামার রা তো আর ভালো হয়ে যাবে না। তাই নিজের মূলধন ইনভেস্ট করার আগে দশবার ভেবে দেখবেন আর সন্দেহ হলে এড়িয়ে যাবেন। আমার এই ভুল থেকে আমি যেটুকু শিক্ষা পেয়েছি আমি চাই আপনারা সেই ভুল না করেও নিজের সতর্কতা সম্পর্কে আরও সচেতন হন।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 05, 2023, 08:44:27 AM
আমার মতে টাকা দিয়ে চাকরি নেওয়ার থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে বিনিয়োগ করে ভালো টাকা আয় করতে পারব।
অনলাইন থেকে ইনকাম করার কথা যদি বলেন, সেটা এক প্রকার, আরেক প্রকার হচ্ছে ইনভেস্টমেন্ট করা। এখন ইনভেস্টমেন্ট করে অনলাইন থেকে ইনকাম করার যেসব সোর্স আমি আজ অব্দি পেয়েছি, তার সবই আসলে স্ক্যাম। আমার জানামতে ভালো কোনো প্ল্যাটফর্ম পেলাম না যেখানে ইনভেস্ট করে প্রফিট পাওয়া যাবে। এক্সচেঞ্জ গুলোতে স্টেকিং করে কিছু প্রফিট পাওয়া যায় যা খুবই নগন্য। এবার আসেন অন্যান্য প্ল্যাটফর্ম গুলো। আপনাদের কি কারো এস পি সি বা জিকা বাজার, অথবা রিং আইডির কথা মনে আছে? আমার এলাকার প্রায় অনেক মানুষ এসব প্লাটফর্ম গুলাতে ইনভেস্ট করে স্ক্যাম এর পাল্লায় পরেছে। সব ধরনের MLM & Ponzi Scheme সাইট গুলাই স্ক্যাম। এগুলা প্রথম দিকে সবাইকে পেমেন্ট করে, পরে আস্তে আস্তে পেমেন্ট করা বন্ধ করে দেয়।
newbie
Activity: 22
Merit: 0
July 05, 2023, 02:55:22 AM
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 05, 2023, 12:35:41 AM
আমার মতে টাকা দিয়ে চাকরি নেওয়ার থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে বিনিয়োগ করে ভালো টাকা আয় করতে পারব।
এ সমস্যাটি বাংলাদেশে সর্বাধিক কারণ বাংলাদেশের শিক্ষিত বেকার অধিক। এখন আপনি যদি বলেন বিভিন্ন ধরনের প্লাটফর্মে বিনিয়োগ করবেন তাহলে আমি বলব আপনি এখনো বোকার স্বর্গে আছেন। অনলাইনে বিভিন্ন ধরনের প্লাটফর্ম আছে কিন্তু আপনার ফান্ডকে সিকিউর রাখতে অবশ্যই ডিসেন্ট্রালাইজড প্লাটফর্মে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ টা এমন যেন না হয় যে আপনি Gambling, Ponzi বা MLM প্ল্যাটফর্মে বিনিয়োগ করলেন। সবচাইতে ভালো হবে আপনি কোন ডিসেনট্রালাইজড এক্সচেঞ্জে সম্ভাব্য মুনাফা সুলভ ক্রিপ্টো কারেন্সি গুলো কিনতে পারেন। এর জন্য আমি মনে করি বিটকয়েন ইনভেস্টমেন্ট সবচেয়ে নিরাপদ এবং প্রফিটেবল। তবে বিষয়টা যেন এমন না হয় যে আপনার যতটুকু সম্পদ ছিল পুরোটাই বিটকয়েন ইনভেস্ট করে দিলেন বা ব্যাংক থেকে লোন নিয়ে, ধার নিয়ে ইনভেস্ট করলেন এগুলো থেকে বিরত থাকবেন। ক্রিপ্টো কারেন্সি তুলনামুলক রিস্কি ও প্রফিটেবল। তবে আপনি সব ইনভেস্ট করলেন আর মার্কেট কোন একটি খারাপ নিউজে অনেক নিচে নেমে গেল তখন আম ও যাবে ছালাও যাবে। তাই যতটুকু রিস্ক আপনি নিতে পারবেন বা যতটুকু আপনি লস করলে ভবিষ্যতে পুষিয়ে নিতে পারবেন ঠিক ততটুকু ইনভেস্ট করবেন। ভাল ভাল রেজাল্ট পেলে ইনভেস্টমেন্ট দিনে দিনে বাড়াতে পারেন।

ইতিমধ্যে আমি শুনেছি বিটকয়েন,ইথিরিয়াম,বিএনবি,পলিগন ইত্যাদির দাম অনেক কমেছে।আমি এগুলো মধ্যে কিছু কিনতে সিদ্ধান্ত নিয়েছি যতটুকু আমার সামর্থ্য আছে। এগুলো কেনার সঠিক সময় কি এখনই? আমি এর সঠিক পরামর্শের আশা করছি আপনারদের কাছ থেকে এবং আমি আমার সিদ্ধান্ত সঠিক নিয়েছি নাকি অবশ্যই সেটাও আমাকে বলবেন।
অবশ্যই এখনই সঠিক সময় এবং যতটুকু এনালাইসিস এর মাধ্যমে বোঝা যাচ্ছে বিয়ার সিজন প্রায় শেষের দিকে এবং মার্কেট কিছুটা উপরের দিকে এগোচ্ছে। কোন ব্যাড নিউজ মার্কেটে না আসলে হয়তো বা আমরা আরো কিছুটা পাম্প দেখতে পারব। তবে আমি মনে করি আপনার সিদ্ধান্ত একটু পরিবর্তন আনলে ভালো হবে। আপনি শুধুমাত্র বিটকয়েন কে ফোকাস করুন। কয়েকদিন আগে দেখলাম পলিগন চেইন অ্যাটাক এর শিকার হয়েছে। অন্যান্য কারেন্সি গুলো বিটকয়েনের মত ততটা ডিসেন্টালাইজড না তাই ইনভেস্টমেন্টে নিরাপত্তার খাতিরে বিটকয়েন কে পছন্দ করা সর্বোত্তম সিদ্ধান্ত।
member
Activity: 112
Merit: 34
July 05, 2023, 12:13:14 AM
বর্তমানে আমাদের দেশে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সোনার হরিণ বললেই চলে। যা অনকে চেষ্টা করেও পাওয়া যায় না।অনেক যুবক আছে যারা লেখাপড়া শেষ করেও বেকার বসে আছে।যার আত্নীয়,মামা,খালু আছে তাদের প্রশয় দেওয়া হয় বেশি। তাহলে সেক্ষেত্রে আমাদের উপায় কি? আমাদের দেশে একটি সরকারি চাকরি নিতে গেলে ঘুষ দিতে হয় ৭-১৫ লাখ টাকা। চাকরি নিতে গেলে লেখাপড়ার সার্টিফিকেট দেখাতে গেলে বলে কয় টাকা এনেছেন সেটা বলেন বিষয়টা খুবই হাস্যকর বলে মনে হবে কিন্তু এটাই বাস্তবতা। আমার মতে টাকা দিয়ে চাকরি নেওয়ার থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে বিনিয়োগ করে ভালো টাকা আয় করতে পারব। অনেকে বলে ব্যবসা করেন।বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে তাতে আমার মনে হয়না কেউ ব্যবসা করতে চাইবে। ব্যবসায় কি সবাই সফল হতে পারে? আমি যে অনলাইনে বিনিয়োগ করে সফল এর কোন গ্যারান্টি নেই কিন্তু আমি আমার মেধাকে কাজে লাগিয়ে বিনিয়োগ করে সফল হতে পারি। অনলাইনে বিভিন্ন ধরনের কাজ আছে যেখানে কাজ করে টাকা আয় করা সম্ভব। ইতিমধ্যে আমি শুনেছি বিটকয়েন,ইথিরিয়াম,বিএনবি,পলিগন ইত্যাদির দাম অনেক কমেছে।আমি এগুলো মধ্যে কিছু কিনতে সিদ্ধান্ত নিয়েছি যতটুকু আমার সামর্থ্য আছে। এগুলো কেনার সঠিক সময় কি এখনই? আমি এর সঠিক পরামর্শের আশা করছি আপনারদের কাছ থেকে এবং আমি আমার সিদ্ধান্ত সঠিক নিয়েছি নাকি অবশ্যই সেটাও আমাকে বলবেন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
July 04, 2023, 10:44:00 PM

আপনার বা সবার  কাছে একটি প্রশ্ন আপনারা কি বলতে পারবেন ElonMusk কেন টুইটার কিনেছিল? Twitter কেনার আসল রহস্য কি?
টুইটার সারা বিশ্বে এত  জনপ্রিয় কেন ?
এই বিষয়গুলি শেয়ার করলে আমরা খুবই উপকৃত হব। কারণ এই বিষয় গুলো অনেকেরই ভালোভাবে জানা নেই ।
বিশ্বের বড় বড় ধন কুবের যারা আছেন তারা মাঝে মাঝে এমন সব কর্ম করে থাকেন যার অর্থ আমরা কেউ বুঝতে পারবো না। অথচ তারা ওই কর্ম থেকে বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করে থাকবেন। ইলন মাস্ক বিশ্বের এক নম্বর ধনী অথচ তিনি একটি জনপ্রিয় প্লাটফর্ম টুইটার কিনছেন এটা নিশ্চিত করে তার ব্যবসায়িক কোন উদ্দেশ্য হাসিল করার জন্য কিনেছেন। তিনি টুইটার কিনেছিলেন মূলত টুইটার প্ল্যাটফর্মভিত্তিক একটি কয়েন বাজারে উন্মুক্ত করার জন্য কিন্তু তিনি এখন পর্যন্ত twitter প্লাটফর্মের উপর ভিত্তি করে কোন কয়েন এ পর্যন্ত বাজারে আনেন নি। ভবিষ্যতে ডগি কয়েন ও তার প্লান করা টুইটার কয়েন এর সাথে কোন একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন এ নিয়ে তার একটি বড় পরিকল্পনা রয়েছে। ধনী লোকদের পরিকল্পনা ফাঁস হয় না আর ফাঁস হলেও পরিকল্পনা চেঞ্জ করতে বেশি সময় লাগে না।



সোর্স
আপনারা অনেকেই হয়তো জেনেছেন মিলন মাস্ক ও ফেসবুকের প্রবক্তা মার্ক জুকারবার্গের সাথে সামনে একটি রেসলিং বা কুস্তি প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতাম মূলত টুইটার বনাম ফেসবুকের প্রতিযোগিতা। ধনী লোকরা সামান্য কিছু ইঙ্গিত দিলেই তার উপর হাজার হাজার অর্থ বহন করে এরকম ইঙ্গিতের সৃষ্টি হয়। তাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাকে মূলত টুইটার বেশি জনপ্রিয় না ফেসবুক বেশি জনপ্রিয় সেইটার ইঙ্গিত বহন করবে। তাদের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দুজন প্রতিযোগী মিলন মাস্ক ও মার্ক জুকারবার্গ ইতিমধ্যে প্রস্তুতিমূলক সকল অনুশীলন শুরু করে দিয়েছে। আপনারা সেই প্রতিযোগিতা দেখতে চাইলে অবশ্যই নিউজ আপডেট জেনে রাখবেন।
jr. member
Activity: 107
Merit: 2
July 04, 2023, 10:17:29 PM
আসসালামুয়ালাইকুম.....
গত জুলাই-2,2023 এ @plotset এর টুইটার প্রোফাইলে 20 জনের তালিকা করে বিলিয়নেয়ার লেদারবোর্ড আপডেট করা হয়েছে -
যার প্রথমে রয়েছে @ElonMusk ধন-সম্পদের সিংহাসনে ধরে রেখেছে তার পরিবার! তার ধন-সম্পদের পরিমাণ $234B
দ্বিতীয় ব্যক্তি @BernardArnault তার ধন-সম্পদের পরিমাণ $200B
এবং তৃতীয় ব্যক্তি @JeffBezos তার ধন-সম্পদের পরিমাণ $154B




টুইট লিংক: https://twitter.com/plotset/status/1675414537552445440?s=20

আপনাকে ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য  আমাদের মাঝে ।

আপনার বা সবার  কাছে একটি প্রশ্ন আপনারা কি বলতে পারবেন ElonMusk কেন টুইটার কিনেছিল? Twitter কেনার আসল রহস্য কি?
টুইটার সারা বিশ্বে এত  জনপ্রিয় কেন ?
এই বিষয়গুলি শেয়ার করলে আমরা খুবই উপকৃত হব। কারণ এই বিষয় গুলো অনেকেরই ভালোভাবে জানা নেই ।
sr. member
Activity: 1008
Merit: 366
July 04, 2023, 01:14:58 PM
এসব কথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা বা ডলারের চেয়ে বিটকয়েন সবচেয়ে বেশি নিরাপদ কেননা টাকা ও ডলারের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটি কাজ করে তাহলে inflation বা মুদ্রা স্ফিতি। বিটকয়েনের সাপ্লাই ২১মিলিয়ন একদম নির্ধারিত হওয়ায় মুদ্রানীতি, মুদ্রাস্ফিতি, সুদহারনীতি,টাকা ছাপানোর নীতি ইত্যাদি কোন প্রভাব নেই। তাই বাংলাদেশের টাকার চেয়ে বিটকয়েন শতগুণ ভালো সেটা বলার অপেক্ষা রাখে না।
বিটকয়েন এখনও টেস্টিং ফেজ এ আছে, সুতরাং আমি বলবনা যে বিটকয়েন পারফেক্ট। তবে ইনফ্লেশন এর দিক থেকে চিন্তা করলে বিটকয়েন অবশ্যই যে কোনো ফিয়াট কারেন্সি কে বিট করে। তবে বিটকয়েন মার্কেট এর প্রাইস ওঠা নামা করার জন্য এটি এখনও পারফেক্ট হয়ে উঠতে পারে নাই পেমেন্ট মেথড হিসেবে। মার্কেট এর এই কন্ডিশন এর জন্য অনেক জায়গায় বিটকয়েন কে এখনো স্ট্রাগল করতে হয়।

যতদিন ১ বিটকয়েন = ১ বিটকয়েন এ পরিনত না হচ্ছে, তত দিন মার্কেট এর এই কন্ডিশন এর কারণ এ বিটকয়েন গ্লোবাল সাইজ এ একসেপটেড হবে না আমার মনে হয়। অথবা যত দিন বিটকয়েন একটি স্থীতিশীল পর্যায়ে আসে তত দিন এটি বলা মুশকিল। প্রাইস এর এইভাবে ওঠা নামার কারণটিকে ইস্যু বানিয়ে অনেক দেশই বিটকয়েন কে তাদের রিজার্ভ কারেন্সি হিসেবে মেনে নিতে অস্বীকার করেছে।

বিটকয়েন এর ইনফ্লেশন এর প্রব্লেম নাই, তবে দাম এর ওঠা নামা এর থেকে কম কিছু না। তবে সঠিক সময় এ মার্কেট এ এন্ট্রি নিতে পারলে এটিকে সামলানো সম্ভব। আপনি লাভ ও করতে পারেন সঠিক পদক্ষেপ নিতে পারলে। বিটকয়েন এখনও পারফেক্ট না এইটাই বলা এই পোস্ট এর মূল কারণ।
jr. member
Activity: 44
Merit: 2
Need Campaign Manager? TG ID:@GRTonmoy11
July 04, 2023, 11:32:44 AM


এইরকম কিভাবে করতে হয় ওয়েবসাইট এর এইখানে যেমন আমি ওইখানে ওয়েবসাইট লেখলাম এখন ওয়েবসাইট লেখার এইখানে ক্লিক করলে আমাকে ওয়েবসাইট এর ভিতরে নিয়ে জাবে । এইরকম কিভাবে করতে হয় কেউ জানলে একটু আমাকে জানাবেন ধন্যবাদ ।

আপনার প্রোফাইলে যান। এই পৃষ্ঠায় যান।



এখানে আপনি টেলিগ্রামের নাম এবং আপনার প্রোফাইলের একটি লিঙ্ক লিখুন।


Xal0lex আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি একজন Moderator হয়েও আমাদেরকে অনেক হেল্প করেন আপনার জন্য শুভকামনা রইলো প্রিয় স্যার ।
staff
Activity: 2436
Merit: 2347
July 04, 2023, 10:55:19 AM


এইরকম কিভাবে করতে হয় ওয়েবসাইট এর এইখানে যেমন আমি ওইখানে ওয়েবসাইট লেখলাম এখন ওয়েবসাইট লেখার এইখানে ক্লিক করলে আমাকে ওয়েবসাইট এর ভিতরে নিয়ে জাবে । এইরকম কিভাবে করতে হয় কেউ জানলে একটু আমাকে জানাবেন ধন্যবাদ ।

আপনার প্রোফাইলে যান। এই পৃষ্ঠায় যান।



এখানে আপনি টেলিগ্রামের নাম এবং আপনার প্রোফাইলের একটি লিঙ্ক লিখুন।

jr. member
Activity: 44
Merit: 2
Need Campaign Manager? TG ID:@GRTonmoy11
July 04, 2023, 09:49:45 AM


এইরকম কিভাবে করতে হয় ওয়েবসাইট এর এইখানে যেমন আমি ওইখানে ওয়েবসাইট লেখলাম এখন ওয়েবসাইট লেখার এইখানে ক্লিক করলে আমাকে ওয়েবসাইট এর ভিতরে নিয়ে জাবে । এইরকম কিভাবে করতে হয় কেউ জানলে একটু আমাকে জানাবেন ধন্যবাদ ।
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
July 04, 2023, 03:52:13 AM
আসসালামুয়ালাইকুম.....
গত জুলাই-2,2023 এ @plotset এর টুইটার প্রোফাইলে 20 জনের তালিকা করে বিলিয়নেয়ার লেদারবোর্ড আপডেট করা হয়েছে -
যার প্রথমে রয়েছে @ElonMusk ধন-সম্পদের সিংহাসনে ধরে রেখেছে তার পরিবার! তার ধন-সম্পদের পরিমাণ $234B
দ্বিতীয় ব্যক্তি @BernardArnault তার ধন-সম্পদের পরিমাণ $200B
এবং তৃতীয় ব্যক্তি @JeffBezos তার ধন-সম্পদের পরিমাণ $154B




টুইট লিংক: https://twitter.com/plotset/status/1675414537552445440?s=20
Jump to: