আমিও এটাই জানতাম। তবে এই কি টা একটা ট্রাস্টেড সোর্স থেকে পেয়েছি। আর এটা কোনো ক্র্যাকিং সফটওয়্যার যেহেতু ব্যাবহার করা লাগে নাই, আশা করি কোনো সমস্যা হবে না। আমি এটা পিসি অনলাইনে রেখেই একটিভ করেছি। কোনো প্রকার সমস্যা ফেস করিনি। চলছে কয়েকদিন যাবৎ। আমিও কিউরিয়াস, একটা কি কিভাবে কয়েকটা ডিভাইসে একটিভ করা যায়।
আর কেউ কি ব্যবহার করে দেখেছেন কারো কম্পিউটারে এটি use করা গিয়েছে কিনা? গিয়ে থাকলে Learn Bitcoin ভাই আমাকেও জিনিসটা একটু কচি করে PM এ পাঠিয়ে দিয়েন.
নতুন একটা ল্যাপটপ নিয়েছি এটা কাজে লেগে গেলে তো ভালোই , না হলে সেই হ্যাকারদের করা ক্র্যাকার এর সাহায্যই নিতে হবে আর যা মোটেও নিরাপদ নয়।
বিটকয়েন গত সপ্তাহে ২৪ হাজার ডলারে পর্যন্ত স্পর্শ হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সময়ে বিটকয়েনের বাজার ২৯৭৮০ ডলার পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে আমরা বিওয়ারিশ মার্কেট থেকে কিছুটা হলেও ষাঁড়ের বাজার এর দিকে অগ্রসর হচ্ছি।
আমি বিটকয়েন হালভিং ঘরি থেকে দেখতে পাচ্ছি চূড়ান্ত হালবিং পর্যন্ত ২৯৯ দিনের অপেক্ষামাত্র।
মার্কেটে এত কিছু হয়ে গিয়েছে আজকে খেয়ালই করিনি কলেজের একটি ফাংশনে ব্যস্ত থাকায় মার্কেটে ঢুকাই হয়নি , যাই হোক আপনার এই পোস্টটি দেখার পর তাড়াতাড়ি গিয়ে দেখলাম অনেকটা স্বপ্নের মত লাগলো হুট করে একটা ভালো pump দিয়েছে. যাই হোক আমার মনে হয় এতদিনের যে ডাম্প আমরা দেখলাম সেটা হয়তো বিভিন্ন FUD এবং বাইনান্সের ইস্যুটির জন্য সাময়িক ভাবে দেখা গিয়েছিল। এখন আশা করা যাচ্ছে যে কয়েন আবার তার নিজ ট্রাকে দৌড় দিতে চাচ্ছে। তাই যে যেভাবে পারেন অলস টাকাগুলো দিয়ে বিটকয়েন কিনে রাখুন।
Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর Additional Setting যেতে হবে
যাওয়ার পর System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি Restart করুন।
আপনাকে ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য, শুধু এইসব ফোনের অপশন বা সেটিংসের কথা নয় আমি আরো কিছু এড করতে চাই যে, আমরা যে প্রায়সই প্লে স্টোর থেকে নানান অ্যাপস ডাউনলোড করি সেটা হোক বিনোদনের জন্য বা কোন কাজের জন্য এই অ্যাপসগুলোও দেখে শুনে ডাউনলোড দিবেন। আর এইসব এপ্স এর মধ্যে যেগুলো স্ট্রং এক্সেসিবিলিটি এর জন্য পারমিশন চায় সেগুলো ইনস্টলই করবেন না।
আর সবাই ফিসিং লিংক হতে না হলে আমার মত একবার ফিসিং লিংকে গেলে সব খাওয়াবেন। একটা ডাউনলোড আর ক্লিকের মাধ্যমে আমার প্রায় দেড়শ ডলারের মতন গায়েব হয়ে গিয়েছিল পাশাপাশি ফেসবুক , ইনস্টাগ্রাম, টেলিগ্রাম আরো কয়েকটি সোশ্যাল মিডিয়ার সকল একাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল তাই আগে থেকেই সাবধান হয়ে থাকা জরুরি