Author

Topic: বাংলা (Bengali) - page 196. (Read 5312223 times)

jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
June 23, 2023, 07:25:00 AM
আমি কিভাবে আমার Bitcointalk আইডির Merit বাড়াবো?
আপনাকে বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। আপনার ফোরাম একাউন্ট ঘুরে দেখলাম আপনি একজন নিয়মিত বাউন্টি হান্টার এবং বাউন্টি  টাস্ক ব্যতীত এটাই আপনার প্রথম পোস্ট। আর আপনি প্রথম পোস্টেই মেরিট নিয়ে জিজ্ঞাসা করছেন।
যাইহোক ভাই ফোরামে নিজেকে গ্রো করতে বা র্যাংক আপ করতে মেরিটের প্রয়োজন হয়। আপনি যখন ফোরামে নিয়মিত পোস্ট করবেন এবং অন্যকে হেল্প করবেন এবং ফোরামে অবদান রাখবেন আশা করি আপনি বিটকয়েন ফোরাম মেরিট অর্জন করতে পারবেন।

১. তবে শুরুতে আপনার যদি মেরিট সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই পোস্টটি দেখতে পারেন মেরিট সংক্রান্ত ধারণা

২.যেহেতু আপনি বিটকয়েনটকে নতুন সেহেতু করনীয় জানতে এই পোস্টটি পড়ুন আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

৩. আর ফোরামে মেরিট পাওয়ার জন্য ভালো পোস্ট করার বিকল্প নেই। তাই ভালো পোস্টদাতা হতে ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! এই পোস্টের দিকনির্দেশনা গুলো ফলো করতে পারেন।

আর পরিশেষে একটি উপদেশ কখনোই কপি পেস্ট করবেন না, ফোরামের রুলস ভঙ্গ করবেন না আর জ্ঞান অর্জন করুন এবং অন্যকে সাহায্য করুন।


ধন্যবাদ BD Crypto ভাইকে কারণ আমিও বাংলা লোকাল থ্রেডে নতুন এবং আমিও আমার Bitcointalk আইডির Merit বাড়াতে চাই।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 23, 2023, 07:05:49 AM
আমি কিভাবে আমার Bitcointalk আইডির Merit বাড়াবো?
আপনাকে বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। আপনার ফোরাম একাউন্ট ঘুরে দেখলাম আপনি একজন নিয়মিত বাউন্টি হান্টার এবং বাউন্টি  টাস্ক ব্যতীত এটাই আপনার প্রথম পোস্ট। আর আপনি প্রথম পোস্টেই মেরিট নিয়ে জিজ্ঞাসা করছেন।
যাইহোক ভাই ফোরামে নিজেকে গ্রো করতে বা র্যাংক আপ করতে মেরিটের প্রয়োজন হয়। আপনি যখন ফোরামে নিয়মিত পোস্ট করবেন এবং অন্যকে হেল্প করবেন এবং ফোরামে অবদান রাখবেন আশা করি আপনি বিটকয়েন ফোরাম মেরিট অর্জন করতে পারবেন।

১. তবে শুরুতে আপনার যদি মেরিট সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই পোস্টটি দেখতে পারেন মেরিট সংক্রান্ত ধারণা

২.যেহেতু আপনি বিটকয়েনটকে নতুন সেহেতু করনীয় জানতে এই পোস্টটি পড়ুন আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

৩. আর ফোরামে মেরিট পাওয়ার জন্য ভালো পোস্ট করার বিকল্প নেই। তাই ভালো পোস্টদাতা হতে ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! এই পোস্টের দিকনির্দেশনা গুলো ফলো করতে পারেন।

আর পরিশেষে একটি উপদেশ কখনোই কপি পেস্ট করবেন না, ফোরামের রুলস ভঙ্গ করবেন না আর জ্ঞান অর্জন করুন এবং অন্যকে সাহায্য করুন।
member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
June 23, 2023, 06:04:22 AM
~snip
আমি তো ২০২১ থেকে স্ক্রিপ্ট এর সাহায্যে উইন্ডোজ একটিভ করি। প্রব্লেম এ পরছিলাম একবার, যেখানে আমার ই দোষ ছিলো। অনলাইন থেকে কিছু সফটওয়্যার ডাউনলোড করছিলাম। যেগুলোতে কিছু ভাইরাস ছিলো। যার কারনে পরে নতুন করে উইন্ডোজ দিতে হয়েছে। পরের বার এন্টিভাইরাস ইউজ করা শুরু করি। এখন পর্যন্ত কোনো সমস্যার শিকার হই নি। উইন্ডোজ ডিফেন্ডার ও ভালো কাজ করে, তবে তা সবসময় সঠিক সলুশন দিতে পারে না।
যেই OS ই ব্যাবহার করেন না কেনো, এন্টিভাইরাস রাখা টা জরুরি বলে আমি মনে করি। আমার যে প্রবলেম টা হয়েছিলো তা হচ্ছে আমি কপি করা এড্রেস পেস্ট করলে অন্য একটি এড্রেস পেস্ট হইত। কি লগার বা অন্য কোনো ভাইরাস এইটা। কেউ পিসি ইউজার হইলে অনেক ক্ষেত্রে এড্রেস পেস্ট করার সময় আমরা খেয়াল করি না। পরবর্তী তে ডাবল চেক করে নিয়েন। সমস্যা দেখা দিলে উইন্ডোজ দিতে হয় না। একটি এন্টিভাইরাস দিলেই ঠিক হয়ে যাবে। বেস্ট এন্টিভাইরাস যা রিকোমেন্ড করব তা হলঃ Kaspersky, Malwarebytes, McAfee. অনেক ঘাটাঘাটি করে এই ৩টা খুজে পেয়েছি যা এই ভাইরাস এর জন্য বেস্ট।

এছারাও আরো অনেক সমস্যা দেখা দেয়, সবথেকে ভালো হয় পিসি বা ল্যাপ্টপে উইন্ডোজ দিতে পারে এমন কাউকে দিয়ে অফিসিয়াল ISO ফাইল ডাউনলোড করে সেটা ব্যাবহার করা, এবং অনলাইনে অনেকেই অফার দিয়ে "এ্যাক্টিভেটোর কেয়" বিক্রি করে থাকে তাদের কাছ থেকে নেয়া ভালো তাহলে উইওন্ডোজের অফিসিয়াল সাপোর্ট পাওয়া যায়। কিছু টাকা খরচ হলেও নিজের নিরাপত্তার জন্যে জেনুইন "কেয়" ব্যাবহার করাই ভালো।

আমি কম্পিউটারের দোকানে নিয়ে গেলে ইনস্টল করার জন্য 500 টাকা চার্য ধার্য করেছিলেন। তখন নতুন হিসেবে আমার কাছে সিস্টেম ইনস্টল করা বেশ কঠিন মনে হত। তাছাড়া আমার সেই বিষয় তেমন কোন ধারনাও ছিল না। আমি তখন তাদের কে যখন বললাম যে আমাকে এটা শিখিয়ে দেন তারা সেটি শেখাতে অস্বিকৃতি জানিয়েছিলেন। তারা বলেছিলেন এই ওপারেটিং সিস্টেম ক্রয় করতে হবে যার মুল্য অনেক বেশি সেটি শোনার পর আমি আর কখনই ওপারেটিং সিস্টেম ক্রয়ের কথা চিন্তা করিনি। সব সময়ই কপিরাইট করা ডিস্ক দিয়েই কাজ করতাম। সেই সময় আমাদের দেশে ইন্টারনেটের ব্যাপক ব্যাবহার ছিল না সেই সাথে হ্যাকারদের উৎপাত তেমন ছিল না এখন যতটা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময় এবং নিরাপত্তার স্বার্থে অবশ্যই আমাদের ওরিজিন্যাল সিস্টেম ব্যবহার করা উচিত যা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সাহযা করবে।

ঠিক বলেছেন, কিছু প্রতিষ্ঠান এখন স্কুল বা কলেজ এর নামে বাল্ক লাইসেন্স কিনে খুব কম দামে সেল করে থাকে, বছরের শেষদিকে এইসব অফার বেশি পাওয়া যায়। ব্ল্যাক ফ্রাইডেতে গতো বছর $10 ডলারেও পাওয়া গেছে।

Edited.
full member
Activity: 742
Merit: 157
June 23, 2023, 06:02:52 AM
উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।

আমরা বেশিরভাগ মানুষ পাইরেসি করা উইওন্ডোস ব্যাবহার করে অভ্যস্থ, আমরা বেশিরভাগ মানুষ ইউন্ডোস ব্যাবহার করি কিন্ত দোকান থেকে সিস্টেম সেটাপ দিয়ে নিয়ে আসি, আর দোকানদার গুলো পাইরেসি করা ইউন্ডোস দিয়ে দেয় আমাদেরকে এই কারনেও অনেক সময় আমরা হ্যাকিং এর শিখার হয়ে থাকি। আপনার সাথে আমিও একমত যে উইন্ডোস অফিসিয়াল না হলে অনেক সফটওয়্যার এর ফুল শুবিধা পাওয়া যায়না । প্রোফেশনাল এনিমেশনের কাজ করে তাদের জন্যে সমস্যা বেশি হয় ।
আমাদের দেশে মানুষ অল্প টাকা দিয়েই ব্যবহার করা যায় এমন সিস্টেমই পছন্দ করে। কাউকে যদি বলা হয় যে একটি ওপারেটিং সিস্টেম ক্রয় করতে হবে যার মুল্য 20,000 টাকা বা তার বেশি তাহলে আমার মনে হয় 90 শতাংশ ব্যবহারকারী সেই সিস্টেম ব্যবহার করবে না। হাতে গোনা করপোরেট লেভেলের কিছু মানুষ বা প্রতিষ্ঠান সেটি ব্যবহারের আগ্রহ প্রকাশ করবে। এই ক্ষেত্রে আমার একটি ঘটনা মনে পরল। 2002 সালে যখন প্রথম কম্পিউটার ক্রয় করেছিলাম তখন আমার ওপারেটিং সিস্টেম ছিল Windows 98। নতুন চালানো শিখছিলাম সেই সময় কোন কারনে আমার সিস্টেমটি ফল করে। আমি কম্পিউটারের দোকানে নিয়ে গেলে ইনস্টল করার জন্য 500 টাকা চার্য ধার্য করেছিলেন। তখন নতুন হিসেবে আমার কাছে সিস্টেম ইনস্টল করা বেশ কঠিন মনে হত। তাছাড়া আমার সেই বিষয় তেমন কোন ধারনাও ছিল না। আমি তখন তাদের কে যখন বললাম যে আমাকে এটা শিখিয়ে দেন তারা সেটি শেখাতে অস্বিকৃতি জানিয়েছিলেন। তারা বলেছিলেন এই ওপারেটিং সিস্টেম ক্রয় করতে হবে যার মুল্য অনেক বেশি সেটি শোনার পর আমি আর কখনই ওপারেটিং সিস্টেম ক্রয়ের কথা চিন্তা করিনি। সব সময়ই কপিরাইট করা ডিস্ক দিয়েই কাজ করতাম। সেই সময় আমাদের দেশে ইন্টারনেটের ব্যাপক ব্যাবহার ছিল না সেই সাথে হ্যাকারদের উৎপাত তেমন ছিল না এখন যতটা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময় এবং নিরাপত্তার স্বার্থে অবশ্যই আমাদের ওরিজিন্যাল সিস্টেম ব্যবহার করা উচিত যা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সাহযা করবে।
newbie
Activity: 126
Merit: 0
June 23, 2023, 05:57:02 AM
আমি কিভাবে আমার Bitcointalk আইডির Merit বাড়াবো?
sr. member
Activity: 1008
Merit: 366
June 23, 2023, 05:51:24 AM
~snip
আমি তো ২০২১ থেকে স্ক্রিপ্ট এর সাহায্যে উইন্ডোজ একটিভ করি। প্রব্লেম এ পরছিলাম একবার, যেখানে আমার ই দোষ ছিলো। অনলাইন থেকে কিছু সফটওয়্যার ডাউনলোড করছিলাম। যেগুলোতে কিছু ভাইরাস ছিলো। যার কারনে পরে নতুন করে উইন্ডোজ দিতে হয়েছে। পরের বার এন্টিভাইরাস ইউজ করা শুরু করি। এখন পর্যন্ত কোনো সমস্যার শিকার হই নি। উইন্ডোজ ডিফেন্ডার ও ভালো কাজ করে, তবে তা সবসময় সঠিক সলুশন দিতে পারে না।
যেই OS ই ব্যাবহার করেন না কেনো, এন্টিভাইরাস রাখা টা জরুরি বলে আমি মনে করি। আমার যে প্রবলেম টা হয়েছিলো তা হচ্ছে আমি কপি করা এড্রেস পেস্ট করলে অন্য একটি এড্রেস পেস্ট হইত। কি লগার বা অন্য কোনো ভাইরাস এইটা। কেউ পিসি ইউজার হইলে অনেক ক্ষেত্রে এড্রেস পেস্ট করার সময় আমরা খেয়াল করি না। পরবর্তী তে ডাবল চেক করে নিয়েন। সমস্যা দেখা দিলে উইন্ডোজ দিতে হয় না। একটি এন্টিভাইরাস দিলেই ঠিক হয়ে যাবে। বেস্ট এন্টিভাইরাস যা রিকোমেন্ড করব তা হলঃ Kaspersky, Malwarebytes, McAfee. অনেক ঘাটাঘাটি করে এই ৩টা খুজে পেয়েছি যা এই ভাইরাস এর জন্য বেস্ট।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 23, 2023, 12:18:45 AM
উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।

আমরা বেশিরভাগ মানুষ পাইরেসি করা উইওন্ডোস ব্যাবহার করে অভ্যস্থ, আমরা বেশিরভাগ মানুষ ইউন্ডোস ব্যাবহার করি কিন্ত দোকান থেকে সিস্টেম সেটাপ দিয়ে নিয়ে আসি, আর দোকানদার গুলো পাইরেসি করা ইউন্ডোস দিয়ে দেয় আমাদেরকে এই কারনেও অনেক সময় আমরা হ্যাকিং এর শিখার হয়ে থাকি। আপনার সাথে আমিও একমত যে উইন্ডোস অফিসিয়াল না হলে অনেক সফটওয়্যার এর ফুল শুবিধা পাওয়া যায়না । প্রোফেশনাল এনিমেশনের কাজ করে তাদের জন্যে সমস্যা বেশি হয় ।

দোকান থেকেও সেসব ক্র্যাকার সফটওয়্যার ব্যাবহার করেই উইনডোস একটিভ করে দেয়া হয়। যেসব সফটওয়্যার গুলোতে ট্রোজান, বা অন্যান্য ভাইরাস থাকতে পারে। একটা হ্যাকার গ্রুপ যারা এটা বানায়, তারা তো আর আপনাকে ফ্রি ফ্রি কোনো জিনিস দিয়ে দিবে না। তারাও আপনার সিস্টেম থেকে ডাটা চুরি করে থাকে এসব সফটওয়্যার এর মাধ্যমে। কেউ কেউ পারসোনাল ডাটা ব্ল্যাক মারকেট এ বিক্রি করে থাকে, আবার কেউ হ্যাকিং এর কাজে ব্যবহার করে থাকে। তবে আমি যে একটিভেশন কি এর কথা বলছি, এগুলো সাধারনত রিটেইলারদের দেয়া হয়ে থাকে। এসব কি ব্যাবহার করার জন্য কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করার দরকার পরে না। যেহেতু কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই, আশা করছি এগুলো ইউজ করলে কোনো সমস্যা হবে না।

যাই হোক। আমার কাছে অফিস ২০২১ এর একটা একটিভেশন কি আছে। একদম ফ্রি এবং কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। কারো লাগলে বলবেন।
member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
June 22, 2023, 09:43:29 PM
উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।

আমরা বেশিরভাগ মানুষ পাইরেসি করা উইওন্ডোস ব্যাবহার করে অভ্যস্থ, আমরা বেশিরভাগ মানুষ ইউন্ডোস ব্যাবহার করি কিন্ত দোকান থেকে সিস্টেম সেটাপ দিয়ে নিয়ে আসি, আর দোকানদার গুলো পাইরেসি করা ইউন্ডোস দিয়ে দেয় আমাদেরকে এই কারনেও অনেক সময় আমরা হ্যাকিং এর শিখার হয়ে থাকি। আপনার সাথে আমিও একমত যে উইন্ডোস অফিসিয়াল না হলে অনেক সফটওয়্যার এর ফুল শুবিধা পাওয়া যায়না । প্রোফেশনাল এনিমেশনের কাজ করে তাদের জন্যে সমস্যা বেশি হয় ।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
June 22, 2023, 08:26:04 PM
sr. member
Activity: 490
Merit: 294
June 22, 2023, 12:07:44 PM
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
June 22, 2023, 09:27:40 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 22, 2023, 04:14:12 AM
আমিও এটাই জানতাম। তবে এই কি টা একটা ট্রাস্টেড সোর্স থেকে পেয়েছি। আর এটা কোনো ক্র্যাকিং সফটওয়্যার যেহেতু ব্যাবহার করা লাগে নাই, আশা করি কোনো সমস্যা হবে না। আমি এটা পিসি অনলাইনে রেখেই একটিভ করেছি। কোনো প্রকার সমস্যা ফেস করিনি। চলছে কয়েকদিন যাবৎ। আমিও কিউরিয়াস, একটা কি কিভাবে কয়েকটা ডিভাইসে একটিভ করা যায়।
আর কেউ কি ব্যবহার করে দেখেছেন  কারো কম্পিউটারে  এটি use  করা গিয়েছে কিনা? গিয়ে থাকলে Learn Bitcoin ভাই  আমাকেও জিনিসটা একটু কচি করে PM এ পাঠিয়ে দিয়েন.  Wink নতুন  একটা ল্যাপটপ নিয়েছি এটা কাজে লেগে গেলে তো ভালোই ,  না হলে সেই  হ্যাকারদের করা ক্র্যাকার এর সাহায্যই নিতে হবে  আর যা মোটেও  নিরাপদ নয়।

ভাই আপনাকে ইনবক্সে একটিভেশন কি টা দিয়েছি। আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন। যেহেতু এটাতে কোন প্রকার সফটওয়্যার বা ক্র্যাকার ব্যাবহার করতে হচ্ছে না, আশা করি এটা একদম নিরাপদ। এই কি টা যেখান থেকে পেয়েছি, তারা বলছে এটা দিয়ে ২০০০ ডিভাইস একটিভ করা যাবে। যেহেতু তারা এটা অনলাইনে পাবলিশ করেছে, অলরেডি অনেক মানুষ হয়তো এটা একটিভ করে ফেলেছে। তাই বলতে পারছি না আর কতোগুলো ডিভাইস একটিভ করা যাবে। তবে আমি আমার ডিভাইস টা একটিভ করে নিয়েছি। মজার ব্যাপার হলো, এই কি গুলাই বিভিন্ন ফেসবুক পেজ বুস্ট করে ৩৯৯ টাকা করে সেল করা হয়। যারা শেয়ার করেছে, তাদের প্রশ্ন করেছিলাম। তারা বলেছে ভাই এগুলাই অনেকে টাকা দিয়ে বিক্রি করে থাকে। তবে যারা নেট এ একটিভ থাকে আর খোজ খবর রাখে, তারা হুদাই টাকা নষ্ট করবে কেনো?
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 22, 2023, 01:41:58 AM
ফোনের চালু থাকা অপশনের মাধ্যমেই হতে পারে আপনার ওয়ালেট হ্যাক
 Realme ফোনের সাহায্যে চীন ব্যবহারকারিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে চীনে পাঠিয়ে দিচ্ছে।
এই হীন কর্মকাণ্ড ফোনের একটি সেটিংসের মাধ্যমে করে থাকে ‌‌। যাদের ফোনে এই অপশনটি চালু আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলুন। অবশ্য এই অপশনটি ফোনে অটোমেটিক ভাবে আগেই চালু করা থাকে। এটা কিছু কিছু ফোনে Inhanced intelligent service নামে পরিচিত। এটি চালু করা থাকলে বন্ধ করে ফেলুন ‌
অপশনটি বন্ধ করতে আপনাকে আমাকে যা করতে হবে।

প্রথমে Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর Additional Setting যেতে হবে
যাওয়ার পর System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি Restart করুন।
হ্যাঁ এটা স্বাভাবিক হ্যাঁক হওয়ার ঘটনা ঘটতেই পারে। তবে শুধুমাত্র মোবাইল ফোনে কোন অপশন চালু রাখলে হ্যাক হয়ে যাবে এমনটি নয়। আমি একজন oppo ফোন ইউজার কিন্তু আমার ফোনে সেটিং অপশনে আপনার দেওয়া ইন্সট্রাকশন ফলো করে দেখলাম এরকম কোন অপশন চালু নেই। আমি inhanced intelligent service অপশনটি খুঁজে পেলাম না। তবে অন্য কোন ফোনে আছে কিনা সেটা বলতে পারলাম না।
আপনার এরকম ফোনের অপশনের বাইরেও কিছু কতিপয় জিনিস আছে যেগুলো আপনি সতর্কতার সহিত ব্যবহার করবেন।

  • আপনার মোবাইল ফোনটি যত্রতত্র ফেলে রাখবেন না এতে চুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
  • আপনার ফোনে যদি ওয়াইফাই অথবা মোবাইল ডাটা ইউজ করার প্রয়োজন না থাকে তাহলে যত সম্ভব এগুলো অফ করে রাখুন এতে আপনার ওয়াইফাই এর সার্ভার কেউ প্রবেশ করতে পারবে না
  • আপনার ফোনে লোকেশন অপশনটি যথাসম্ভব বন্ধ রাখার চেষ্টা করবেন। লোকেশন চালু রাখলে আপনার ডিভাইসটি হ্যাকারদের প্রবেশাধিকার এলাকা চলে আসতে পারে।
  • আপনি যখন গুগল প্লে স্টোর থেকে কোন অ্যাপস ডাউনলোড করবেন তখন অহেতুক আপনার আইডেন্টিফিকেশন কোন তথ্য দেবেন না। আপনি বিশ্বস্ত কোন এপস ডাউনলোড ছাড়া অহেতুক মনের খেয়াল মত কোন অ্যাপস ডাউনলোড দেবেন না।
  • আপনি টেলিগ্রাম অথবা অন্য কোন এয়ার্ডোবের চ্যানেলগুলোতে দেওয়া কোন লিংকে প্রবেশ করে কোন একাউন্ট করবেন না অথবা আপনার ওয়ালেট কানেক্ট করবেন না। ওই সমস্ত লিংকে প্রবেশ করে কোন অ্যাপস ডাউনলোড দেবেন না।
  • আপনি যথাসম্ভব আপনার ডিভাইসের পাসওয়ার্ড অথবা কোন একাউন্টের পাসওয়ার্ড একটু লম্বা করার চেষ্টা করবেন এবং বিভিন্ন ক্যারেক্টার লেটার ও সিম্বল সম্বলিত পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 21, 2023, 09:19:05 PM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 21, 2023, 04:29:50 PM
আমিও এটাই জানতাম। তবে এই কি টা একটা ট্রাস্টেড সোর্স থেকে পেয়েছি। আর এটা কোনো ক্র্যাকিং সফটওয়্যার যেহেতু ব্যাবহার করা লাগে নাই, আশা করি কোনো সমস্যা হবে না। আমি এটা পিসি অনলাইনে রেখেই একটিভ করেছি। কোনো প্রকার সমস্যা ফেস করিনি। চলছে কয়েকদিন যাবৎ। আমিও কিউরিয়াস, একটা কি কিভাবে কয়েকটা ডিভাইসে একটিভ করা যায়।
আর কেউ কি ব্যবহার করে দেখেছেন  কারো কম্পিউটারে  এটি use  করা গিয়েছে কিনা? গিয়ে থাকলে Learn Bitcoin ভাই  আমাকেও জিনিসটা একটু কচি করে PM এ পাঠিয়ে দিয়েন.  Wink নতুন  একটা ল্যাপটপ নিয়েছি এটা কাজে লেগে গেলে তো ভালোই ,  না হলে সেই  হ্যাকারদের করা ক্র্যাকার এর সাহায্যই নিতে হবে  আর যা মোটেও  নিরাপদ নয়।

বিটকয়েন গত সপ্তাহে ২৪ হাজার ডলারে পর্যন্ত স্পর্শ হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সময়ে বিটকয়েনের বাজার ২৯৭৮০ ডলার পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে আমরা বিওয়ারিশ মার্কেট থেকে কিছুটা হলেও ষাঁড়ের বাজার এর দিকে অগ্রসর হচ্ছি।
আমি বিটকয়েন হালভিং ঘরি থেকে দেখতে পাচ্ছি চূড়ান্ত হালবিং পর্যন্ত ২৯৯ দিনের অপেক্ষামাত্র।
মার্কেটে এত কিছু হয়ে গিয়েছে আজকে খেয়ালই করিনি  কলেজের একটি ফাংশনে ব্যস্ত থাকায়  মার্কেটে ঢুকাই হয়নি ,  যাই হোক আপনার এই পোস্টটি দেখার পর তাড়াতাড়ি গিয়ে দেখলাম  অনেকটা স্বপ্নের মত লাগলো হুট করে একটা ভালো pump দিয়েছে. যাই হোক  আমার মনে হয় এতদিনের  যে ডাম্প  আমরা দেখলাম সেটা হয়তো   বিভিন্ন FUD  এবং বাইনান্সের  ইস্যুটির জন্য সাময়িক ভাবে দেখা গিয়েছিল। এখন  আশা করা যাচ্ছে যে কয়েন আবার তার নিজ ট্রাকে দৌড় দিতে চাচ্ছে। তাই যে যেভাবে পারেন অলস টাকাগুলো দিয়ে  বিটকয়েন কিনে রাখুন।

Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর Additional Setting যেতে হবে
যাওয়ার পর System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি Restart করুন।
আপনাকে ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য,  শুধু  এইসব ফোনের অপশন বা সেটিংসের  কথা নয়  আমি আরো কিছু এড করতে চাই যে,  আমরা যে  প্রায়সই  প্লে স্টোর থেকে নানান অ্যাপস ডাউনলোড করি  সেটা হোক বিনোদনের জন্য বা কোন কাজের জন্য  এই অ্যাপসগুলোও  দেখে শুনে ডাউনলোড দিবেন।  আর  এইসব  এপ্স এর মধ্যে যেগুলো  স্ট্রং  এক্সেসিবিলিটি এর জন্য পারমিশন চায় সেগুলো ইনস্টলই করবেন না।

আর সবাই  ফিসিং লিংক হতে না হলে আমার মত একবার ফিসিং লিংকে গেলে সব খাওয়াবেন।  একটা ডাউনলোড আর ক্লিকের মাধ্যমে  আমার  প্রায় দেড়শ ডলারের মতন  গায়েব হয়ে গিয়েছিল  পাশাপাশি ফেসবুক , ইনস্টাগ্রাম,  টেলিগ্রাম  আরো কয়েকটি সোশ্যাল মিডিয়ার সকল একাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল  তাই আগে থেকেই সাবধান হয়ে থাকা জরুরি
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 21, 2023, 03:35:55 PM
ফোনের চালু থাকা অপশনের মাধ্যমেই হতে পারে আপনার ওয়ালেট হ্যাক




আমরা প্রতিনিয়ত কোন না কোন ওয়ালেট, তথ্য, পাসওয়ার্ড,ব্যাংকের যাবতীয় তথ্য,ব্যক্তিগত ইনফরমেশন ইত্যাদি চুরি বা হ্যাক হওয়ার খবর শুনে থাকি। অতি সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে Realme ফোনের সাহায্যে চীন ব্যবহারকারিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে চীনে পাঠিয়ে দিচ্ছে।
এই হীন কর্মকাণ্ড ফোনের একটি সেটিংসের মাধ্যমে করে থাকে ‌‌। যাদের ফোনে এই অপশনটি চালু আছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলুন। অবশ্য এই অপশনটি ফোনে অটোমেটিক ভাবে আগেই চালু করা থাকে। এটা কিছু কিছু ফোনে Inhanced intelligent service নামে পরিচিত। এটি চালু করা থাকলে বন্ধ করে ফেলুন ‌
অপশনটি বন্ধ করতে আপনাকে আমাকে যা করতে হবে।

প্রথমে Setting অপশনে যেতে হবে
যাওয়ার পর Additional Setting যেতে হবে
যাওয়ার পর System settings অপশনে ক্লিক করুন।
যাওয়ার পর Inhanced intelligent service অপশনটি যদি চালু থাকে তাহলে বন্ধ করুন।
সবশেষে আপনার ফোনটি Restart করুন।

আমার এই পোস্টটি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ ইউজার ফোন ব্যবহার করে থাকি। আমাদের মত সাধারণ ছোট ছোট ইউজাররা সর্বদা ওয়ালেট হ্যাকের মত ঘটনার সম্মুখীন হচ্ছে।যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে মোবাইল ফোন ব্যবহার কারীরা একটু হলেও সচেতন হতে পারবে।

জাগোনিউজ২৪ এর প্রতিবেদন: https://www.jagonews24.com/m/technology/news/863336

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 21, 2023, 12:35:35 PM
এখানে অনেকেই আছেন যাঁরা বান্টি ক্যাম্পেইনের কাজ করে থাকে. আবার অনেকে আছেন যারা ক্যাম্পেইনের কাজ দিয়ে থাকেন. আমি বিভিন্ন টেলিগ্রাম  গ্রুপে অনেকের মন্তব্য করতে দেখেছি যে যারা কাজ করে তারা ঠিকমতো পেমেন্ট পায়না.এক্ষেত্রে তারা বান্টি ক্যাম্পেইনের ম্যানেজারকে বেশিরভাগ সময় দোষারোপ করে থাকে আসলে এই বিষয়টি কতটা যুক্তিযুক্ত.তারা বলে তোদের পারিশ্রমিক বান্টি ক্যাম্পিয়ান এর ম্যানেজার মেরে দিয়েছে. আবার কয়েক সপ্তাহে কাজ করার পরে সেই ক্যাম্পেইনকে unwatch  করে দেওয়া হয়. আসলে তাদের কথা কতটা যুক্তিসঙ্গত...?
যারা বাউন্টি করে তারা আসলে বেশিরভাগ সময় কোন কিছুরই খোঁজ খবর রাখে না, পেমেন্ট না পেলে মনগড়া কিছু কথা বলে দেয়। কিন্তু এইখানে আসলেই কি বাউন্টি ম্যানেজারের দোষ আছে কি না কিংবা মূল ঘটনা কি হয়েছে, তারা সেগুলো জানতেও চায় না কিংবা অনেক সময় জেনেও অযথাই আজেবাজে কথা বলে। এইটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। টেন আপ বাউন্টি রিওয়ার্ড বন্টনে আমি অনেক সময় নিয়েছিলাম কারণ টিম আমাকে পর্যাপ্ত ট্রাঞ্জেকশন ফি দেয় নি। কিন্তু কিছু বাউন্টি হান্টারের কথাবার্তা এবং মনোভাব দেখে মনে হল টাকাটা আমি মেরে দিয়েছি।
কিছুদিন আগে মুরাত ভাইয়ের একটা ক্যাম্পেইনের প্রজেক্ট পুরো রিওয়ার্ড মুরাতকে দেয় নি। কিন্তু হান্টাররা বার বার মুরাতকে দোষারোপ করছিল। পরে দেখা যায় মুরাতকে টোকেন দিয়েছে ৬২ হাজার, বাকিটা টিম দেয় নাই। এইরকম অনেক ক্যাম্পেইনে হয়ে থাকে।
যারা বাউন্টি করছে তাদের উদ্দেশ্যে বলা- আপনারা পেমেন্ট এসক্রো না করা হলে সেসব বাউন্টিতে অংশগ্রহণ করবেনা না, তাহলেই হল। তখন কেউ লুকোচুরি খেলতে পারবে না কিংবা পেমেন্ট মার যাওয়ার সম্ভাবনাও থাকবে না।
আমি ৩টা ক্যাম্পেইন ম্যানেজ করেছি, যদিও কোনটাতেই ফান্ড এসক্রো করা ছিল না, তবে রিওয়ার্ড দেয়া হয়েছিল।
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
June 21, 2023, 10:52:38 AM
এখানে অনেকেই আছেন যাঁরা বান্টি ক্যাম্পেইনের কাজ করে থাকে. আবার অনেকে আছেন যারা ক্যাম্পেইনের কাজ দিয়ে থাকেন. আমি বিভিন্ন টেলিগ্রাম  গ্রুপে অনেকের মন্তব্য করতে দেখেছি যে যারা কাজ করে তারা ঠিকমতো পেমেন্ট পায়না.এক্ষেত্রে তারা বান্টি ক্যাম্পেইনের ম্যানেজারকে বেশিরভাগ সময় দোষারোপ করে থাকে আসলে এই বিষয়টি কতটা যুক্তিযুক্ত.তারা বলে তোদের পারিশ্রমিক বান্টি ক্যাম্পিয়ান এর ম্যানেজার মেরে দিয়েছে. আবার কয়েক সপ্তাহে কাজ করার পরে সেই ক্যাম্পেইনকে unwatch  করে দেওয়া হয়. আসলে তাদের কথা কতটা যুক্তিসঙ্গত...?
অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই.....
full member
Activity: 420
Merit: 130
June 21, 2023, 10:40:50 AM
sr. member
Activity: 784
Merit: 372
June 21, 2023, 10:37:00 AM
বিটকয়েন গত সপ্তাহে ২৪ হাজার ডলারে পর্যন্ত স্পর্শ হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সময়ে বিটকয়েনের বাজার ২৯৭৮০ ডলার পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে আমরা বিওয়ারিশ মার্কেট থেকে কিছুটা হলেও ষাঁড়ের বাজার এর দিকে অগ্রসর হচ্ছি।

আমি বিটকয়েন হালভিং ঘরি থেকে দেখতে পাচ্ছি চূড়ান্ত হালবিং পর্যন্ত ২৯৯ দিনের অপেক্ষামাত্র।



উৎস: https://buybitcoinworldwide.com/halving/

এবং আস্তে আস্তে সময় ফিরে আসছে বিটকয়েনের দাম উন্নতির দিকে যেতে শুরু করেছে। আমি আমার নিজে থেকে বলতে চাই এটাই হয়তো মার্কেট নিম্নগতি হওয়া (কারণবশত মার্কেট নিম্নগতি আবারো হতে পারে)শেষ ছিল।
তাই আমি বলতে চাই এটাই হয়তো আমাদের বিনিয়োগ করা শেষ সুযোগ। যদি কোন ভাই বিটকয়েন ে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই বিনিয়োগ করতে পারেন কারণ মে মাসে বিটকয়েনের দাম ৩১ হাজার ডলার পর্যন্ত হয়েছিল। তাই আপনি লক্ষ্য করে দেখেন এবার হয়তো ৩১ হাজার ডলার অতিক্রম করার সম্ভাবনা অনেক বেশি যা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারতেছি।

হয়তো এই বিটকয়েনের বর্তমান সময়ের জন্য আপনারা অনেকেই আফসোস করতে থাকবেন কেন আপনারা বিনিয়োগ করেন না। কারণ দীর্ঘ মেয়াদী বিনিয়োগ এবং সত্যিকারের ট্রেড করতে চাইলে বিটকয়েন এর সাথে লেগে থাকুন।
Jump to: