Author

Topic: বাংলা (Bengali) - page 190. (Read 5727862 times)

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 20, 2023, 04:48:08 PM
আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ?  এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার ,  এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন?  ধন্যবাদ
Crypto Library ভাই আপনাকে সুন্দর করে বুঝিয়েছেন আমিও আপনাকে একটু বুঝানোর চেষ্টা করি। প্রথমে আপনি এডিট অপশনে ক্লিক করবেন আপনাকে বুঝানোর সাপেক্ষে আমি একটা স্কিনশট দিচ্ছি দেখে নিতে পারেন।


এর পরবর্তীতে আপনি আপনি যে পোস্টে এডিট করবেন, সেই পোস্টে যে লেখাগুলো বাদ দিতে চান দেই লেখা গুলো কেটে দিবেন।


সর্বশেষ আপনাকে টেক্সট এডিট করা হলে আপনাকে সেব অপশনে ক্লিক করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন।

বিশেষ দ্রষ্টব্য, পিকচার গুলি বিটকয়েনটক ফরম থেকে স্কিনশট নেওয়া


ভাই বাংলাদেশ ট্রেড হবে নাকি বাংলাদেশ থ্রেড হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 20, 2023, 04:36:21 PM
ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। এই জিনিস টা আসলে কিছু ডিটি মেম্বারের দরকার। আমি নাম বলতে চাই না। ফোরামে কিছু ডিটি মেম্বার আছে যারা হুদাই নিউট্রাল ট্যাগ দিয়ে বসে থাকে আর বলে এটা তার পারসোনাল নোট। তোমার পারসোনাল নোট তো আর কমিউনিটির জানার দরকার নাই। নিউট্রাল ট্যাগ তখনই দেওয়া উচিৎ যেটা কমিউনিটির জানা দরকার। যেমন শিট পোষ্টার, লোন নিয়েছে বা অন্যান্য নোট যেগুলো কমিউনিটির জানা উচিৎ।
আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই  Roll Eyes, ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো? এইটা কমিউনিটির জানার দরকার? আরো অনেক ইউজলেস নিউট্রাল ট্যাগ আছে। যেহেতু নিউট্র্যাল ট্যাগ এ কোনো ইফেক্ট পরে না, তাই এটা নিয়ে কথা হয় না।
ভাই ওইসব ডিটি মেম্বারদের নিয়ে  না কথা বলি,  নামটা মুখে নিয়ে আবার  নাম বললে চাকরি থাকবে না এমন হবে।
যাই হোক  পার্সোনাল নোট এর বিষয়টা এটা আমি Royse777  কে  অনেক আগে ব্যবহার করতে দেখেছিলাম।  যেমন ধরুন কোন ইউজারকে সে তার ক্যাম্পেইন গুলো থেকে ব্যান করে রাখছে  এরকম।
তাছাড়া ধরনের  তো অনেক ইউজার  এক একজন এক এক কাজের সাথে জড়িত  কে কোন কাজের সাথে জড়িত  এর জন্য ছোট্ট করে একটা পার্সোনাল দিয়ে রাখলে পরবর্তীতে তাকে চিনতে সুবিধা হবে,  প্রোফাইল  পোস্ট ঘেঁটে আর ডিটেলস জানতে হবে না।  যাই হোক আপনাকেও ধন্যবাদ।

ধন্যবাদ Crypto Library, ভাই আপনাকে  এর আগেও আপনার কয়েকটি  ইউজফুল  এইসব টেকনিক দেখেছি।
যদিও বর্তমানে  এগুলো ব্যবহার করার জন্য আমার কোন সার্ভিস নেই তারপরে আশা করি ভবিষ্যতে এবং অনেক আমার অনেক কাজের জন্য ব্যবহার করতে পারবো।
আর আপনার থেকে এরকম এগুলা আর কিছু  ট্রিকস পাবো।
আমার এইসব পোস্টের সার্থকতা এটাই  ভাই।
আর বলে রাখি শুধু সার্ভিস না এটা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন  উপরে অলরেডি একটু ডিটেলস বলে দিয়েছি।

আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ?  এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার ,  এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন?  ধন্যবাদ
এটা কোন কথা কইলেন ভাই  এডিট কিভাবে করবেন?  পোস্ট যেহেতু করতে পারছেন তাছাড়া কোট করতে পেরেছেন  এডিট করতে পারবেন না?
আচ্ছা যাই হোক তারপরেও বলে দেই-  জাস্ট এডিট অপশনে চাপ দিবেন  আর যে সব টেক্সট নিয়ে আপনার প্রশ্ন  সেটাকে রেখে বাকি সব টেক্সগুলো  রিমুভ করে দিবেন  নিজে একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম-
Code:
[quote author=Crypto Library link=topic=631891.msg62574742#msg62574742 date=1689803058]
[center][u][b]কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর্ডে কপি করার ইউজার স্ক্রিপ্ট[/b][/u][/center]
[/quote]
চাইলেও উপরের টেক্সট গুলো কপি করে পেস্ট করে দিতে পারেন Edit অপশনে ক্লিক করার পর ।

newbie
Activity: 6
Merit: 1
July 20, 2023, 04:28:17 PM
আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ?  এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার ,  এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন?  ধন্যবাদ
member
Activity: 108
Merit: 46
July 20, 2023, 04:10:04 PM
...
ধন্যবাদ Crypto Library, ভাই আপনাকে  এর আগেও আপনার কয়েকটি  ইউজফুল  এইসব টেকনিক দেখেছি।
যদিও বর্তমানে  এগুলো ব্যবহার করার জন্য আমার কোন সার্ভিস নেই তারপরে আশা করি ভবিষ্যতে এবং অনেক আমার অনেক কাজের জন্য ব্যবহার করতে পারবো।
আর আপনার থেকে এরকম এগুলা আর কিছু  ট্রিকস পাবো
full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 20, 2023, 02:31:43 PM
jr. member
Activity: 64
Merit: 1
July 20, 2023, 02:21:51 PM
আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?
যারা এই বিষয়ে জানেন তারা যদি একটু বিস্তারিত বলতেন এবং এটা কিভাবে চেক করব এই বিষয়ে বিস্তারিত বলতেন , তাহলে আমার মনে হয় এই প্রতারণা থেকে অনেকেই উপকৃত হতো.
প্রথমত আমি বলব মেঘ না চাইতে জল টাইপের টোকেনগুলো অর্থাৎ যেগুলো আপনার ওয়ালেটে মাগনা মাগনা এসেছে এবং যখন এটা এক্সচেঞ্জ করতে গিয়ে দেখতেছেন অনেক ভালো দেখাচ্ছে কেন ওপেন বুঝার প্রথম স্টেপি হল এটা।
তাছাড়া অনেক সময় স্ক্যামাররা ফেক নাম দিয়ে অনেক ভালো ভালো টোকেনের ডুপ্লিকেট করে স্ক্যাম করে থাকে, সো এই ক্ষেত্রে আপনি কয়েন মার্কেট বা কয়েনগীকো থেকে অরজিনাল স্মার্ট কন্ট্রাক্ট এর সাথে আপনার ওয়ালেটে আসা স্মার্ট কনট্রাক মিলিয়ে নিতে পারেন।
তাছাড়া মোট সাপ্লাই কত যেমন ধরুন মোট সাপ্লাই বিশ হাজার এবং আপনার নিকট টোকেন রয়েছে ১৮ হাজার কিংবা এর আশেপাশে আর এর সাথে যদি দেখেন একটা বিশাল পরিমাণ হোল্ডার রয়েছে তাহলেও বুঝতে পারবেন যে এটি স্ক্যামার।
বিস্তারিত ভালোভাবে দেখতে এই টপিকটি ভিজিট করতে পারেন- How to check a Scam token on BSC. এখানে স্ক্রিনশট দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তাছাড়া এসব লিংকে গিয়েও টোকেন ভেরিফাই করতে পারবেন- https://honeypot.is/
সবচেয়ে ভালো উপায় হলো https://tokensniffer.com/ এ স্ক্যান করে দেখা। এতে একদম সবকিছু ক্লিয়ার ভাবে দেখা আর বোঝা যায়
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 20, 2023, 10:25:27 AM
বিটকয়েন টক ফোরামের জন্য কাস্টম ইউজার নোট
প্রথম এর ব্যবহার বলে নেই,
এটির ব্যবহার মূলত আপনি  বিটকয়েন টক ফোরামের যে কোন ইউজারকে  বা ইউজারের প্রোফাইলে কাস্টম ভাবে নিজের মতন করে নোট দিয়ে রাখতে পারবেন,  যারা বিভিন্ন সার্ভিসের সাথে জড়িত তাদের নিকট এটা বেশি কার্যকরী।
মূলত এটাকে সহজ ভাষায় বলবো  নিজের পার্সোনাল ট্যাগিং।

ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। এই জিনিস টা আসলে কিছু ডিটি মেম্বারের দরকার। আমি নাম বলতে চাই না। ফোরামে কিছু ডিটি মেম্বার আছে যারা হুদাই নিউট্রাল ট্যাগ দিয়ে বসে থাকে আর বলে এটা তার পারসোনাল নোট। তোমার পারসোনাল নোট তো আর কমিউনিটির জানার দরকার নাই। নিউট্রাল ট্যাগ তখনই দেওয়া উচিৎ যেটা কমিউনিটির জানা দরকার। যেমন শিট পোষ্টার, লোন নিয়েছে বা অন্যান্য নোট যেগুলো কমিউনিটির জানা উচিৎ।

আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই  Roll Eyes, ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো? এইটা কমিউনিটির জানার দরকার? আরো অনেক ইউজলেস নিউট্রাল ট্যাগ আছে। যেহেতু নিউট্র্যাল ট্যাগ এ কোনো ইফেক্ট পরে না, তাই এটা নিয়ে কথা হয় না।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 20, 2023, 07:58:06 AM
newbie
Activity: 12
Merit: 1
July 20, 2023, 06:58:33 AM
যারা আমার মতো এই বাংলা লোকাল থ্রেডে নতুন, তাদের জন্য সিনিয়র মেম্বারদের কাছে কোনো মতামত আছে ? যে মতামত পেলে নতুনরা অনেক উপকৃত হবে ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 20, 2023, 01:30:30 AM
এই বাংলা লোকাল থ্রেডে কোন কোন বিষয় সম্পর্কে পোস্ট করা যাবে?
প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি. আর এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড  যে কোন ইনফরমেটিভ  বা  টেকনোলজি সম্পর্কে আলোচনা  বা পোস্ট করা যাবে। তাছাড়া যেহেতু আমাদের এইটা লোকাল থ্রেড , লোকাল বোর্ড না তাই এখানে অফটাপিক এর আলাদা চাইল্ডবোর্ড না থাকার কারণে অফ টপিক পোস্ট না করাই ভালো , অন্যান্য লোকাল বোর্ডে অফ টপিক বিষয়ক আলোচনা করার জন্য আলাদা চাইল্ড বোর্ডো রয়েছে
আর পোস্ট করার সময় শুধু মাথায় এটা রাখবেন যেন আপনার পোস্টগুলো  প্লাগোরিজম  বা স্প্যাম এর আন্ডারে না পরে। আর এর জন্য আমি আপনাকে বলব  বিটকয়েন টক ফোরামের  নিয়ম-কানুন গুলো ভালোভাবে একটু পড়ে নিতে এবং সেই অনুযায়ী পোস্ট করতে আপনি চাইলে নিজের  এই লিঙ্কে গিয়ে বাংলায় নিয়মকানুন গুলো দেখে নিতে পারেন। বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।
newbie
Activity: 12
Merit: 1
July 20, 2023, 01:02:42 AM
এই বাংলা লোকাল থ্রেডে কোন কোন বিষয় সম্পর্কে পোস্ট করা যাবে?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 19, 2023, 05:34:18 PM
আচ্ছা ভাই একটা প্রশ্ন করি, আপনার ইমেজ এ ইউজার নেম এর পাশাপাশি অনেকগুলো আইকন দেখা যাচ্ছে আমারটায় এগুলো নেই। এগুলো আসলে কি আমাকে একটু জানাবেন?
প্রথমেই আপনাকে বলব যে ,  এত বড় করে  কোট না করে,  যেটুকু নিয়ে প্রশ্ন সেটা  শুধু কোট করলে  সুন্দর দেখায়।  না হলে স্ক্রিনের একটা বড় অংশ   এই কোট  এর পিছনে চলে যায়।

যাই হোক ওই আইকন গুলো BPIP  এক্সটেনশন ব্যবহার করার জন্য ভিজিবল হয়েছে।  এখানে  কয়েকটি  প্রয়োজনীয় ফোরাম টুলস বা স্ক্র্যাপার,  যা ফোরাম রিলেটেড বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে থাকে ।
আপনি চাইলে BPIP  এক্সটেনশন টি  আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন- https://chrome.google.com/webstore/detail/bpip-extension/ecpfdlfjiabpdnlhmkmannofnmpdakkj
তাছাড়া পূর্বে আমার  মোবাইলে BPIP এক্সটেনশন  এড করা সম্পর্কিত  একটি পোস্ট রয়েছে চাইলে এটাও ভিজিট করতে পারেন-
আজকের যে ট্রিকটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি  এটির মাধ্যমে আপনারা BPIP  এক্সটেনশন  মোবাইলে ব্যবহার করতে পারবেন,  যেটা আমাদের অনেক সময় দরকার পড়ে কিন্তু এক্সটেনশনটি শুধু কম্পিউটারে ব্যবহার করা যায় বলে মোবাইলে ব্যবহার করতে পারি না.
প্রথমে তাদের উদ্দেশ্যে বলে নেই যারা জানে না BPIP  এক্সটেনশন  জিনিসটা কি ---
BPIP(Bitcointalk Public Information Project)  হল একটি ওয়েব  ব্রাউজার এক্সটেনশন  যা ক্রোম এবং মজিলা ফায়ারবক্সে ব্যবহারের মাধ্যমে  বিটকয়েন টাক ফোরামে  সরাসরি BPIP.org, ninjastic.space ,loyce.club  এইসব গুরুত্বপূর্ণ  ওয়েবসাইট  প্রবেশ করা যায়  এবং যার মাধ্যমে সহজে অতিরিক্ত  যে সব ডাটা দেখার প্রয়োজন হয়  তা দেখা যায়।  এই  মেইন থ্রেডটি  পড়লে আমি মনে করি সবকিছু আরো সহজ হবে- [β] BPIP Extension: user info & extra features add-on/extension, Firefox/Chrome
newbie
Activity: 6
Merit: 1
July 19, 2023, 05:25:58 PM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 19, 2023, 04:44:18 PM
কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর্ডে কপি করার ইউজার স্ক্রিপ্ট

ঘুরতে ঘুরতে  এই দুইটি tools  চোখে পড়লো তাই আবার শেয়ার করা। আশা করি অনেকেরই কাজে দিবে।

বিটকয়েন টক ফোরামের জন্য কাস্টম ইউজার নোট
প্রথম এর ব্যবহার বলে নেই,
এটির ব্যবহার মূলত আপনি  বিটকয়েন টক ফোরামের যে কোন ইউজারকে  বা ইউজারের প্রোফাইলে কাস্টম ভাবে নিজের মতন করে নোট দিয়ে রাখতে পারবেন,  যারা বিভিন্ন সার্ভিসের সাথে জড়িত তাদের নিকট এটা বেশি কার্যকরী।
মূলত এটাকে সহজ ভাষায় বলবো  নিজের পার্সোনাল ট্যাগিং।
এই যে যেমন ধরেন উদাহরণস্বরুপ Little Mouse ভাইকে  একটা নোট দিয়ে রাখলাম: Tongue

Code:
// ==UserScript==
// @name         BitcoinTalk User Notes
// @version      0.3.1
// @description  Adds an note field to each user on BitcoinTalk
// @author       TryNinja
// @match        https://bitcointalk.org/*
// @icon         https://www.google.com/s2/favicons?sz=64&domain=bitcointalk.org
// @grant GM.setValue
// @grant GM.getValue
// @grant GM_setValue
// @grant GM_getValue
// @namespace https://greasyfork.org/users/1070272
// ==/UserScript==

const enableModal = 1;

(async function() {
    'use strict';

    const addStyle = (css) => {
        const style = document.getElementById("GM_addStyleBy8626") || (() => {
        const style = document.createElement('style');
        style.id = "GM_addStyleBy8626";
        document.head.appendChild(style);
        return style;
        })();
        const sheet = style.sheet;
        sheet.insertRule(css, (sheet.rules || sheet.cssRules || []).length);
    }

    if (enableModal) {
        addStyle(`.modal {
            position: fixed;
            width: 100vw;
            height: 100vh;
            top: 0;
            left: 0;
            display: flex;
            align-items: center;
            justify-content: center;
        }`);

        addStyle(`.modal-bg {
            position: absolute;
            width: 100%;
            height: 100%;
        }`);

        addStyle(`.modal-container {
            min-width: 30vh;
            border-radius: 10px;
            background: #fff;
            position: relative;
            padding: 10px;
        }`);

        addStyle(`.modal-close {
            position: absolute;
            right: 15px;
            top: 15px;
            outline: none;
            appearance: none;
            color: red;
            background: none;
            border: 0px;
            font-weight: bold;
            cursor: pointer;
        }`);
    };

    const getValue = typeof GM_getValue === 'undefined' ? GM.getValue : GM_getValue;
    const setValue = typeof GM_setValue === 'undefined' ? GM.setValue : GM_setValue;

    const getParentNodeNth = (element, num) => {
        let parent = element;
        for (let i = 0; i < num; i++) {
            if (parent.parentNode) {
                parent = parent.parentNode;
            }
        }
        return parent;
    };

    const getNotes = async () => {
        let notes;
        try {
            notes = JSON.parse(await getValue('notes') ?? '{}');
        } catch (error) {
            notes = {};
        };
        return notes;
    };

    const setNotes = async notes => {
        if (typeof notes === 'string') {
            try {
                JSON.parse(notes);
                await setValue('notes', notes);
            } catch (error) {
                console.error('Notes value is an invalid JSON format')
            };
        } else if (typeof notes === 'object') {
            await setValue('notes', JSON.stringify(notes ?? {}));
        };
    };

    const getUserNote = async user => {
        const notes = await getNotes();
        if (!notes) {
            return null;
        }
        return notes[user];
    };

    const setUserNote = async (user, note) => {
        const notes = await getNotes();
        notes[user] = note;
        await setNotes(notes)
    };

    const texts = {
        addNote: '📜 Add Note',
        withNote: note => `📜 ${note}`
    };

    const addNote = async (user, element) => {
        const note = prompt('Input the note (empty to remove):');
        if (note) {
            element.innerHTML = texts.withNote(note);
            await setUserNote(user, note);
        } else if (note !== null) {
            element.innerHTML = texts.addNote;
            await setUserNote(user, note);
        }
    };

    const exportNotesToInput = async () => {
        const notesInput = document.querySelector('#notesInput');
        const notesImportExportDiv = document.querySelector('#notesImportExportDiv');
        const doneImportButton = document.querySelector('#doneImportButton');
        const notes = await getNotes();
        const notesJsonString = JSON.stringify(Object.keys(notes)
            .filter(user => notes[user]).reduce((obj, user) => ({...obj, [user]: notes[user]}), {}));

        notesInput.value = notesJsonString;
        notesImportExportDiv.querySelector('span').innerText = 'Export (copy the code)';
        notesImportExportDiv.style.display = 'flex';
        doneImportButton.style.display = 'none';
    };

    const importNotesFromInput = async () => {
        const notesInput = document.querySelector('#notesInput');
        const notesImportExportDiv = document.querySelector('#notesImportExportDiv');
        const doneImportButton = document.querySelector('#doneImportButton');

        notesInput.value = '';
        notesImportExportDiv.querySelector('span').innerText = 'Import (paste the code)';
        notesImportExportDiv.style.display = 'flex';
        doneImportButton.style.display = 'inline-block';
    };

    const importNotesFromInputDone = async () => {
        const notesInput = document.querySelector('#notesInput');
        const confirmImport = confirm('Are you sure you want to override your local notes?');

        if (confirmImport && notesInput.value) {
            setNotes(notesInput.value);
            loadUserNotesList();
        }
    };

    const insertNotesModal = async () => {
        let notesModal = document.querySelector('#userNotesModal');

        if (!notesModal) {
            const moreMenuBtn = document.querySelector('body');
            notesModal = document.createElement('div');

            notesModal.innerHTML = `
                
কোড গুলোকে ক্লিক বোর্ডে কপি করার  ইউজার স্ক্রিপ্ট
এটির কাজ হচ্ছে গিয়ে উপরে যে  কোডটি দেখতেছেন  এই সম্পূর্ণ কোডকে টেনে টেনে সিলেক্ট  করে কপি না করে এক ক্লিকেই কপি করার  জন্য পদ্ধতি।
উদাহরণ

Code:
// ==UserScript==
// @name         Copy Code to Clipboard
// @version      0.1
// @description  Click the codeheader to copy the content to your clipboard
// @author       TryNinja
// @match        https://bitcointalk.org/*
// @icon         https://www.google.com/s2/favicons?sz=64&domain=bitcointalk.org
// @namespace https://greasyfork.org/users/1070272
// ==/UserScript==

(function() {
      'use strict';
  
      const codeheaders = document.querySelectorAll('.codeheader');
  
      const copyCode = id => {
          const header = document.querySelector(`.${id}`);
          const copyBtn = document.querySelector(`.${id} > button`);
          const code = header.nextElementSibling;
          navigator.clipboard.writeText(code.innerText).then(() => {
              copyBtn.textContent = 'Code: (copied!)';
          });
      }
  
      for (const codeheader of codeheaders) {
          const rand = Math.floor(Math.random() * 10e6);
          const id = `code-${rand}`;
          codeheader.classList.add(id);
          codeheader.innerHTML = ``;
          const copyBtn = document.querySelector(`.${id} > button`);
          copyBtn.addEventListener('click', () => copyCode(id));
      }
  })();

উপরের  স্ক্রিপ্ট গুলোকে কাজে লাগানোর জন্য আপনাকে যা করতে হবে Tampermonkey  নামের এই এক্সটেনশন টি  প্রথমে ব্রাউজারে অ্যাড করে নিতে হবে তারপর এক্সটেনশন টি এড হওয়ার পর Tampermonkey  আইকনে ক্লিক করে  ক্রিয়েট এ নিউ স্ক্রিপ্ট এ ক্লিক করে উপরের  কোড গুলো  পাওয়া যাবে  বসিয়ে দিবেন  অল  দান।

greasyfork এ আপলোড করা TryNinja  এর স্ক্রিপ্ট গুলো সরাসরি  টেম্পার মানকিতে  এড করতে পারবেন।
https://greasyfork.org/en/scripts/465798-copy-code-to-clipboard
https://greasyfork.org/en/scripts/465800-bitcointalk-user-notes

আশা করি স্ক্রিপ্ট গুলো অনেকের হেল্প  করবে,  
আর  TryNinja  আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের স্ক্রিপ্ট  তৈরি করার জন্য।
newbie
Activity: 9
Merit: 1
July 19, 2023, 03:35:32 PM
আমার একটা প্রশ্ন ছিল.....?
আমরা অনেক সময় খেয়াল করে দেখি আমাদের ওয়ালেটে বিশেষ করে Trust ওয়ালেটে অনেক ধরনের নতুন টোকেন আসে .অনেক সময় আমরা না বুঝেই সেই টোকেন গুলোকে swap করতে যায় তখন টোকেন গুলোর মূল্যও দেখায়, এই সময় আমাদের ওয়ালেট থেকে BNB কেটে নেয় কিন্তু swap করা যায় না. এভাবে আমরা অনেকেই প্রতারণার শিকার হই বিভিন্ন ধরনের স্ক্যাম বা ফেক টোকেনের মাধ্যমে.
আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?
যারা এই বিষয়ে জানেন তারা যদি একটু বিস্তারিত বলতেন এবং এটা কিভাবে চেক করব এই বিষয়ে বিস্তারিত বলতেন , তাহলে আমার মনে হয় এই প্রতারণা থেকে অনেকেই উপকৃত হতো.
এরকম সিচুয়েশনে আমিও অনেকবার পড়েছিলাম,   বিশেষ করে এয়ার ড্রপগুলো করতে গিয়ে এই ধরনের অনেক ফেক টোকেন আমার ওয়ালেটে আসতো।  আর লোভে পড়ে আমি বারবার সোয়াব করতে যেতাম আর সাথে সাথে আমার বিএনবি কেটে যেত  অনেক সময় কিন্তু এগুলো থেকে আপনার ওয়ালেটের হোল ফান্ডও  চুরি হয়ে যেতে পারে তাই  নিজের লোভকে অবশ্যই  কন্ট্রোল করে  এইসব  ফিশিং ফেক স্ক্যাম টোকেন থেকে দূরে থাকতে হবে।
উপরে অলরেডি বড় ভাইয়েরা খুব সুন্দর করে  বুঝিয়ে দিয়েছেন,  তারপরও আমি
BD Crypto  ভাইয়ের একটি পোস্টকে কোড করে দিলাম  তিনি এখানে গুরুত্বপূর্ণ লিংক দিয়ে দিয়েছেন।
full member
Activity: 448
Merit: 130
July 19, 2023, 03:31:13 PM
আসসালামুয়ালাইকুম......
আমার একটা প্রশ্ন ছিল.....?
আমরা অনেক সময় খেয়াল করে দেখি আমাদের ওয়ালেটে বিশেষ করে Trust ওয়ালেটে অনেক ধরনের নতুন টোকেন আসে .অনেক সময় আমরা না বুঝেই সেই টোকেন গুলোকে swap করতে যায় তখন টোকেন গুলোর মূল্যও দেখায়, এই সময় আমাদের ওয়ালেট থেকে BNB কেটে নেয় কিন্তু swap করা যায় না. এভাবে আমরা অনেকেই প্রতারণার শিকার হই বিভিন্ন ধরনের স্ক্যাম বা ফেক টোকেনের মাধ্যমে.

আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?

যারা এই বিষয়ে জানেন তারা যদি একটু বিস্তারিত বলতেন এবং এটা কিভাবে চেক করব এই বিষয়ে বিস্তারিত বলতেন , তাহলে আমার মনে হয় এই প্রতারণা থেকে অনেকেই উপকৃত হতো.
ট্রাস্ট ওয়ালেটে অনেক সময় এয়ারড্রপ টোকেনর মূল্য অধিক দেখায় এগুলো প্রায় সবগুলোই মূলত ফেক এয়ারড্রপ টোকেন হয়ে থাকে অনেক সময় নাও হতে পারে। অনেক সময় দেখবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে বিভিন্ন ধরনের টোকেন চলে এসেছে তার মূল্য ৫০০ ডলার ১০০০ ডলার ১৫০০ ডলার দেখাচ্ছে। আপনি এক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকলে কয়েকটি পদ্ধতিতে টোকেন চেক করা যায় এটি আসল না নকল। আমি একটি পদ্ধতি বলছি আপনি এটি অনুসরণ করতে পারেন। একদম বেসিক থেকে শুরু করুন। সোশ্যাল মিডিয়ার লাল পতাকাগুলি পরীক্ষা করুন৷ একটি Google অনুসন্ধানে টোকেনের ঠিকানাটি পরীক্ষা করুন৷ Etherscan-এ চেক কোডটি যাচাই করা হয়েছে৷ Etherscan মন্তব্য বিভাগে পরীক্ষা করুন৷ DappRadar ব্ল্যাকলিস্টগুলি পরীক্ষা করুন৷ একটি টোকেন এক্সপ্লোরারে টোকেনের বিশদ পরীক্ষা করুন৷ কতগুলি এক্সচেঞ্জ হোস্ট করেছে তা পরীক্ষা করুন৷ একটি টোকেনের ব্যালেন্স পুলে তারল্যের পরিমাণ পরীক্ষা করুন৷ তৃতীয় পক্ষের বিশ্লেষণ সরঞ্জামগুলি পরীক্ষা করুন৷
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 19, 2023, 12:28:08 PM
আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?
যারা এই বিষয়ে জানেন তারা যদি একটু বিস্তারিত বলতেন এবং এটা কিভাবে চেক করব এই বিষয়ে বিস্তারিত বলতেন , তাহলে আমার মনে হয় এই প্রতারণা থেকে অনেকেই উপকৃত হতো.
প্রথমত আমি বলব মেঘ না চাইতে জল টাইপের টোকেনগুলো অর্থাৎ যেগুলো আপনার ওয়ালেটে মাগনা মাগনা এসেছে এবং যখন এটা এক্সচেঞ্জ করতে গিয়ে দেখতেছেন অনেক ভালো দেখাচ্ছে কেন ওপেন বুঝার প্রথম স্টেপি হল এটা।
তাছাড়া অনেক সময় স্ক্যামাররা ফেক নাম দিয়ে অনেক ভালো ভালো টোকেনের ডুপ্লিকেট করে স্ক্যাম করে থাকে, সো এই ক্ষেত্রে আপনি কয়েন মার্কেট বা কয়েনগীকো থেকে অরজিনাল স্মার্ট কন্ট্রাক্ট এর সাথে আপনার ওয়ালেটে আসা স্মার্ট কনট্রাক মিলিয়ে নিতে পারেন।
তাছাড়া মোট সাপ্লাই কত যেমন ধরুন মোট সাপ্লাই বিশ হাজার এবং আপনার নিকট টোকেন রয়েছে ১৮ হাজার কিংবা এর আশেপাশে আর এর সাথে যদি দেখেন একটা বিশাল পরিমাণ হোল্ডার রয়েছে তাহলেও বুঝতে পারবেন যে এটি স্ক্যামার।
বিস্তারিত ভালোভাবে দেখতে এই টপিকটি ভিজিট করতে পারেন- How to check a Scam token on BSC. এখানে স্ক্রিনশট দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তাছাড়া এসব লিংকে গিয়েও টোকেন ভেরিফাই করতে পারবেন- https://honeypot.is/
full member
Activity: 770
Merit: 184
July 19, 2023, 12:23:21 PM
আমরা অনেক সময় খেয়াল করে দেখি আমাদের ওয়ালেটে বিশেষ করে Trust ওয়ালেটে অনেক ধরনের নতুন টোকেন আসে .অনেক সময় আমরা না বুঝেই সেই টোকেন গুলোকে swap করতে যায় তখন টোকেন গুলোর মূল্যও দেখায়, এই সময় আমাদের ওয়ালেট থেকে BNB কেটে নেয় কিন্তু swap করা যায় না. এভাবে আমরা অনেকেই প্রতারণার শিকার হই বিভিন্ন ধরনের স্ক্যাম বা ফেক টোকেনের মাধ্যমে.

আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?
প্রথমত আমি বলতে চাই যারা ওয়ালেটে অনাকাঙ্খিত কোন টোকেনের অস্তিত্ব দেখতে পান তাদের অবশ্যই সেই টোকেন গুলো থেকে সতর্ক হতে হবে। মনে রাখা দরকার যদি আপনি ফ্রিতে কোন কাজ করা ছাড়াই টোকেন পেয়ে থাকেন তাহলে সেখানে কিছুই পাওয়ার আশা করাও উচিত নয়। ফ্রি টোকেন গুলো বরং আপনার অসর্তকতার কারনে ক্ষতি করতে পারে। একটি স্মার্ট কন্ট্রাক্ট আসল না নকল তা দেখা খুব কঠিন কিছু নয়। যদি সেই স্মার্ট কন্ট্রাক্ট এড্রেসের সাথে কোন টোকেনের নাম থাকে তাহলে আপনি সেটি পর্যবেক্ষন করতে পারেন যে সেই নামের কোন টোকেন আছে কিনা। যদি থাকে তাহলে সেই প্রজেক্টের সোস্যাল মিডিয়া থাকলে সেখানে আপনি কন্ট্রাক্ট এড্রেসটি ভেরিফাই করতে পারেন। আবার কন্ট্রাক্ট এড্রেসটি সচল কি না সেটিও পরীক্ষা করতে পারেন। সেই স্মার্ট কন্ট্রাক্ট টি ব্লকচেইনে কাজ করে কি না তাও দেখতে পারেন। যদি সহজেই আপনি দেখেন যে এটি ইনএকটিভ তাহলে আর রিসার্চ করার কোন প্রায়োজন নেই কারন সেই টোকেন গুলো এবং এর স্মার্ট কন্ট্রাক্ট গুলো সম্পুর্ণভাবে স্ক্যামারদের তৈরী করা ফাঁদ। আমি যতদুর জানি এই টোকেন গুলোকে সরানোর কোন রাস্তা নেই তবে এড়িয়ে গেলে তা কোন প্রবলেম ক্রিয়েট করতে পারবে না।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 19, 2023, 12:22:30 PM
কাট~
কি আর বলবো ভাই আপনি তো দীর্ঘদিন ধরেই বিটকয়েনটক ফরমে এক্টিভ আছেন। নিয়ম কানুন গুলো আপনার বেশ জানা আছে। ওই পিকচারটি আমি এডিট করেছিলাম আপনি পিকচারটি চুরি করে নিজে পোস্ট করলেন এটা কি ঠিক হয়েছে? আপনি ভাই আপনার পোস্টটি লিখেছেন খুবই সুন্দর হয়েছে। আপনি চাইলে পিকচারটি আপনার পোস্টে এড করার জন্য আমার পোস্ট কোট করতে পারতেন।

আরেকটা কথা আমাদের জানা উচিত, এটা আমাদের লোকাল বোর্ড নয় বরং এটা আমাদের বাংলা লোকাল থ্রেড। তাই আমরা বারবার বোর্ড না বলি। ইনশাআল্লাহ আশা রাখি আমরা খুব দ্রুতই লোকালবোর্ড পাবো তখন বিষয়টা মানানসই হবে। আর অবশ্যই আমরা সবাই আনন্দিত যে আমরা এতটা পথ অতিক্রম করতে পেরেছি। আশা করি এভাবে অনেক দূরে এগিয়ে যাব সবাই মিলে।
আমাদের এই বাংলা লোকাল থ্রেড একটা বোর্ডের মতো আমরা এখানে প্রায় সব ধরনের আলোচনাই করে থাকি। অনেক ভাই দেখা যায় আমাদের বাংলা লোকাল থ্রেড কে বোর্ড বলে থাকেন। আমিও মনে করি আমাদের বাংলা লোকাল থ্রেড একটা লোকাল বোর্ড এর মতো।
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
July 19, 2023, 11:40:37 AM
আসসালামুয়ালাইকুম......
আমার একটা প্রশ্ন ছিল.....?
আমরা অনেক সময় খেয়াল করে দেখি আমাদের ওয়ালেটে বিশেষ করে Trust ওয়ালেটে অনেক ধরনের নতুন টোকেন আসে .অনেক সময় আমরা না বুঝেই সেই টোকেন গুলোকে swap করতে যায় তখন টোকেন গুলোর মূল্যও দেখায়, এই সময় আমাদের ওয়ালেট থেকে BNB কেটে নেয় কিন্তু swap করা যায় না. এভাবে আমরা অনেকেই প্রতারণার শিকার হই বিভিন্ন ধরনের স্ক্যাম বা ফেক টোকেনের মাধ্যমে.

আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?

যারা এই বিষয়ে জানেন তারা যদি একটু বিস্তারিত বলতেন এবং এটা কিভাবে চেক করব এই বিষয়ে বিস্তারিত বলতেন , তাহলে আমার মনে হয় এই প্রতারণা থেকে অনেকেই উপকৃত হতো.
Jump to: