দুই মিনিটের
এই রিপোর্ট টি দেখবেন। আশা করি বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের নষ্টের মুল কে। নিজে েপ্রশ্ন করে দেখেন তো ভাই দুনিয়ার অন্য কোনো ক্রিকেট বোর্ড এর প্রেসিডেন্ট মিডিয়ায় এতো বেশি কথা বলে কি না? দলের প্রত্যেক টা ডিসিশনে তিনি হস্তক্ষ্যাপ করেন। প্রত্যেকটা ক্রেডিট উনি নিজে নিতে চান। কেউ সেঞ্চুরী করলে উনি বলেন আমি আগেই বলেছিলাম সে সেঞ্চুরী করবে, আমি আগেই জানতাম আমরা জিতবো। আমি আগেই জানতাম ও এটা করবে, সে ওটা করবে। এর চাইতে বাচাল আর হিপোক্রেটস বোর্ড প্রেসিডেন্ট আমার জীবনে দেখি নাই। যাই হোক, তামিমের পারফরমেন্স আসলেই ভালো ছিলো না। কিন্ত সেটার সমাধান মিডিয়ায় অপমান করা নয়। জানি না কি সিদ্ধান্ত আসবে রাতে। তবে তামিম অনেক বেশী অভিমান করেছে, প্রধানমন্ত্রী কে সরাসরি না করতে হয়তো পারবে না, হয়তো বলবে আমি ভেবে দেখবো। আল্টিমেটলি ক্রিকেটে ফিরবে বলে মনে হয় না।
৬০০ তম পোষ্ট এটাই লিখতে হলো আমাকে?
আসলে ভাই কাকে রেখে কাকে দায়ী করব এটাই বুঝতেছিনা, এটা সত্যি যে বর্তমান বিসিবির চেয়ারম্যান এর কারণে আমাদের দেশের পঞ্চ পাণ্ডবদের দুইজন অলরেডি বিদায় নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, আর মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ফরম্যাট থেকে এদের কারোরই বিদায় ভালো মতন হয়নি আর এর পিছনেও কারণ হিসেবে ওই একটা মানুষের নাক গলানো এই দায়ী করা হচ্ছে।
আবার আজকে ৭১ টিভির একটি নিউজে দেখলাম যে তামিম ইকবাল এর সাথেবর্তমান কোচ হাতুড়ে সিংহের কিছু ঝামেলা হয়েছে । তাছাড়া ওভারঅল বলি যে বাংলাদেশের অতি উৎসাহী জনগণ পাশাপাশি মিডিয়াগন যেভাবে তাকে আনফ্রেন্ড আনফিট বলে যাচ্ছিল, ভুড়ি হয়ে গেছে, দৌড়াতে পারে না ইত্যাদি। যাই হোক আর দুজনের মত তামিম ইকবালক এভাবেই হয়তো বিদায় নিল, অলরেডি সাকিব আল হাসান এর ফেসবুক পোস্টে তামিম ইকবালের অবসরের বিষয়টি আরো ভালোভাবে বুঝা যাচ্ছে যে তিনি সত্যিই বিদায় নিতে যাচ্ছে।
তবে আমি আশা রাখবো যে লিওনেল মেসির মতন অবসরে গিয়েও আবার ব্যাক করবে, এবং সামনের আইসিসি ওয়ার্ল্ড কাপটি অন্তত খেলবে।
আর ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিনারের জন্য তাকে দাওয়াত করেছিল, সেটার কি অবস্থা সঠিক আপডেট এখন পর্যন্ত আমি জানিনা।