ভাই আপনি শুধু একটি ছবি আপলোড সাইটের এর কথা বললেন। তবে এই ফর্মে শুধুমাত্র Imgur দ্বারা যে সকল ফটো আপলোড করে পোস্ট করা হয় সেগুলো দেখা যায় না।
তাছাড়া আপনি আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে ছবি আপলোড করে পোস্ট করলে আপনার ছবিগুলো দেখা যাবে।
আপনি এখান থেকে চেষ্টা করে দেখেন সবগুলো থেকেই ছবি দেখা যাবে।
https://imgbb.com/https://postimages.org/আরো কয়েকটি ওয়েবসাইট আছে যেখান থেকে ফটো আপলোড করে পোস্ট করলে সেই ছবিগুলো দেখতে পারবেন।
https://talkimg.com বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। তবে একটি 2.5MB এর ওপরে যদি ছবির সাইজ থাকে তাহলে আপলোড হবে না।
সে ক্ষেত্রে আপনার ছবির যদি সাইজ বেশি হয় তাহলে এই ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন এগুলো থেকে খুব সহজেই লিংক নিতে পারবেন।
আর আপনি ছবি বসাতে চান?
আপনার ছবি এখানে আগে এলাও করা হবে না। আপনি যে পর্যন্ত না একটি ম্যারিড উপাদান করতে পারবেন সে পর্যন্ত আপনার ছবি এখানে শো করবে না। এখানে ভালো পোস্ট করে আপনি মেরিড উপার্জন করুন
তার পরে আপনার ছবি এখানে শো করবে
মূলত তাকে আপনি ভালোভাবে বোঝাতে পারেননি, একজন ব্যক্তি যদি তার ছবি পোস্ট করে সেই ছবি দেখার জন্য তার সেই যোগ্যতার প্রয়োজন। তবে আপনি এখানে বলেছেন মেরিট হলেই ছবি দেখা যাবে কিন্তু বিষয়টা আসলে এরকম না আপনি লক্ষ্য করে দেখুন অনেক ইউজার আছে যাদের এক্টিভিটির কারণে জুনিয়র মেম্বার পর্যন্ত হতে পারছে না তাদের পোষ্টের তুলনায় মেরিট সংখ্যা বেশি তবুও কিন্তু তাদের ছবিগুলো দেখা যায় না। এর কারণ হলো এক্টিভিটি অ্যাক্টিভিটি না হলে কখনোই মেরিট দিয়ে রেঙ্ক আপ করা যায় না।
তবে যিনি এই পোস্টটি করেছে তিনি সব সময় বাঊন্টি সেকশনে পোস্ট করতো যার কারণে তিনি কোন যোগ্যতা অর্জন করতে পারেননি আর তার মধ্যে একটি মেরিট অর্জন করবে তার সেই দক্ষতা ও নেই। অবশ্য একজন ব্যক্তি যদি তার একাউন্টের বৃদ্ধি করতে চায় তাহলে অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণ ভালো পোস্ট করতে হবে অবশ্যই জ্ঞানমূলক তবে সে যোগ্যতা অর্জন করতে পারে।
sj13 ভাই আপনার অনেক বানান ভুল হয় দয়া করে বানানগুলো সঠিক করে দিবেন পোস্ট করার আগে অবশ্যই রিভিশন দিবেন।
১৮৭৪ পোস্ট কিন্তু কোন মেরিট নেই। অবাকই হলাম। সব পোট কি বাউন্টি সেকশনে?
তিনি সকল পোস্ট বাউন্ডারি সেকশনেই করেছেন। একটি মাত্র পোস্ট বাংলা লোকাল কমিউনিটিতে দিয়েছেন। আরেকটি পোস্ট Token altcoins সেকশনে দিয়েছেন।
তথ্যটি এখান থেকে নেওয়া।
তিনি শুধুমাত্র বাউনটি করে এতগুলো পোস্ট করেছে তার যথেষ্ট পরিমাণ এক্টিভিটি আছে কিন্তু কোন মেরিট সংগ্রহ করতে পারেনি। যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই ভালো মানের পোস্ট করা প্রয়োজন যা সে কখনোই কল্পনা করেনি কোথায় গেলে একটি যোগ্যতা অর্জন করতে পারবে। যাইহোক তিনি যদি ভালো মানের পোস্ট দিতে পারে তাহলে অবশেষে যোগ্যতা অর্জন করতে পারবে। আর তিনি যেহেতু প্রচুর পরিমাণে বাউন্টি করেছে তাই আমি মনে করি তিনি এমন কোন জ্ঞানমূলক পোস্ট করবে না যে তিনি যোগ্যতা অর্জন করতে পারবেন।
যদি তিনি একজন দক্ষ ব্যক্তি হন তাহলে অবশ্যই যোগ্যতা অর্জন করতে সহজ হবে।