Author

Topic: বাংলা (Bengali) - page 195. (Read 5729239 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 08, 2023, 09:38:44 PM
Hello Boss, এইটা দেখায় ; Sorry, you cannot post new topics in this board!  Roll Eyes
আমার এই  Archival  পোস্ট করা খুবই দরকার। কারন কোন কিছু পোস্ট করার আগে তা চেক করে নেওয়া ভালো, সব ঠিকঠাক আছে কিনা। এজন্য কিছু দিন ধরে চেষ্টা করে কিছুই লাভ হচ্ছে না  দয়া করে কেউ জানলে সাহায্য করুন। আমার কিছু পোস্ট টেস্ট করার আছে।  🙏🙏🙏 আশা করি সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ হবে!

আরকাইভাল সেকশনে নিউবি রা পোষ্ট করতে পারে না। মিনিমাম রেংক রিকোয়ারমেন্ট আমার জানা নেই। এছাড়াও সিরিয়াস ডিসকাশনে পোষ্ট করতে হলে মিনিমাম রেংক জুনিয়র মেম্বার, আর আইভরি টাওয়ার সেকশনে পোষ্ট করতে হলে মিনিমাম ফুল মেম্বার হতে হবে। আপনার পোষ্ট আগে থেকে চেক করার প্রয়োজন হলে প্রিভিউ সিস্টেম এর ব্যাবহার করতে পারেন। কোনো কিছু পোষ্ট করার আগে প্রিভিউ থেকে দেখে নিবেন। নিউবি রেংক হিসেবে আপনার এটা এতো জরুরী কেনো হচ্ছে যেখানে অনেক লিজেন্ডারি মেম্বার আজ অব্দি আরকাইভাল সেকশন ইউজ ই করে নাই।
newbie
Activity: 4
Merit: 0
July 08, 2023, 08:51:51 PM
আমাকে কেউ সাহায্য করুন, আমি বিটকয়েন  Archival  পোস্ট করতে চাই নিজস্বভাবে দরকার। দয়া করে আমাকে কেউ সাহায্য করেন, কিভাবে পোস্ট করতে পারি, সিনিয়রদের পরামর্শ চাচ্ছি।দয়া করে কেউ সাহায্য করুন 🙏🙏🙏।  ধন্যবাদ
কেন new topic এ click করলে হচ্ছে না? নিচের link এ click করে দেখুন তো...

https://bitcointalk.org/index.php?action=post;board=59.0

Hello Boss, এইটা দেখায় ; Sorry, you cannot post new topics in this board!  Roll Eyes
আমার এই  Archival  পোস্ট করা খুবই দরকার। কারন কোন কিছু পোস্ট করার আগে তা চেক করে নেওয়া ভালো, সব ঠিকঠাক আছে কিনা। এজন্য কিছু দিন ধরে চেষ্টা করে কিছুই লাভ হচ্ছে না  দয়া করে কেউ জানলে সাহায্য করুন। আমার কিছু পোস্ট টেস্ট করার আছে।  🙏🙏🙏 আশা করি সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ হবে!
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
July 08, 2023, 07:19:48 PM

আজকে সুন্দর একটি তথ্য দেখতে পেলাম আমাদের বাংলা লোকাল থ্রেড নিয়ে। শুনলে আপনারাও অবাক হবেন, আমি নিজেও অবাক হয়েছি। যাইহোক আমি পুরানো পোস্ট গুলি পড়তে গিয়ে একটা বিষয় লক্ষ্য করলাম। আমাদের থ্রেড ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। আমাদের থ্রেডে প্রায় ৪০০ পেজ হতে চলেছে ২০১৪-২০২২ সাল পর্যন্ত মাত্র ২৯৭ পেজ পোস্ট হয়েছে। কিন্তু ২০২৩ সাল মাত্র ৬ মাস চলছে এর মাধ্যেই আমাদের ১০০ পেজ পোস্ট হয়েছে দেখে সত্যি অবাক হয়েছি। এ বছরে আমাদের লোকাল থ্রেডের অনেক উন্নতি হয়েছে অনেক নতুন মেম্বার এসেছেন। আমরা খুব শিগ্রই ইনশাআল্লাহ লোকাল বোর্ডে পাবো। কিছু কিছু বাংলাদেশী সিনিয়র ভাইয়েরা আছেন তারা একটু রেংক আপ করে আমাদের বাংলা থ্রেড ছেরে গেছে। আবার অনকেই ২-১ টা মেরিট পেয়ে লোকাল ছেরে দিয়েছেন। আমাদের বাংলা থ্রেড কে উন্নতি করতে হলে অবশ্যই এক্টিব মেম্বার প্রয়োজন তাই যারা বাংলা থ্রেডে আসেন না। আপনারা বাংলা বাংলা মায়ের ভাষায় অত্যন্ত মাসে ৫-৬ টা পোস্ট করার চেষ্টা করবেন।

বাংলাদেশ লোকালে কোন সালে কতটি পেজ হয়েছে সেটা ম্যানুয়ালি বের করার চেষ্টা করেছি যদিও কিছু কিছু বছর একটি পেজেই সীমাবদ্ধ রয়েছে। ২০১৪-১৫-১৬ এই তিন বছর একটি পেজের মধ্যে রয়েছে ধরতে গেলে ওই সময়টা বাংলাদেশ লোকালের জন্য কলঙ্কজনক অধ্যায় বলে ধরে নিলেও নেওয়া যেতে পারে। ওই সময় যদি বাংলাদেশ লোকালে নিয়মিত পোস্ট থাকতো তাহলে হয়তো ওই সময়েই বাংলাদেশ নিজস্ব লোকাল বোর্ড পেতে পারত। যাহোক অতীতের বছরগুলোর তুলনায় বর্তমানে লোকালে এক্টিভিটি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে যা আপনাদের সামনে একটি ছোট্ট তথ্য উপস্থাপন করলাম।

বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের বার্ষিক পেইজ সংখ্যা

২০১৪- প্রথম যাত্রা শুরু-১ পেইজ
২০১৫- ১ পেইজ
২০১৬- ০ পেইজ - একটি পোস্টও নেই
২০১৭- ১১ পেইজ
২০১৮- ৯৫ পেইজ
২০১৯- ২১ পেইজ
২০২০- ৭৫ পেইজ
২০২১- ৪৬ পেইজ
২০২২- ৪৮ পেইজ
২০২৩-আজ অবধি ১০০ পেইজ হয়েছে।

২০২৩ সালে বাংলাদেশ লোকালের activity অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা সকলেই জানেন। তাই নিয়মিত একটিভ থেকে বাংলাদেশ লোকাল বোর্ড পেতে যা যা করনীয় তাই করতে হবে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
July 08, 2023, 12:36:32 PM
আমাকে কেউ সাহায্য করুন, আমি বিটকয়েন  Archival  পোস্ট করতে চাই নিজস্বভাবে দরকার। দয়া করে আমাকে কেউ সাহায্য করেন, কিভাবে পোস্ট করতে পারি, সিনিয়রদের পরামর্শ চাচ্ছি।দয়া করে কেউ সাহায্য করুন 🙏🙏🙏।  ধন্যবাদ
কেন new topic এ click করলে হচ্ছে না? নিচের link এ click করে দেখুন তো...

https://bitcointalk.org/index.php?action=post;board=59.0
full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 08, 2023, 12:26:27 AM
কোরবানির ঈদকে সামনে রেখে কাঁচামরিচ ও আধার দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল এবং কোরবানি ঈদের সকল প্রকার ইমেজ শেষ হয়ে গেলেই দাম ইনশাল্লাহ কমে যাবে। চিন্তার বিষয় নেই যৎ সামান্য মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আজকের এই কাঁচামরিচের দামের হঠাৎ বৃদ্ধি পেয়েছিল।
কাঁচামরিচ নিয়ে কথা হচ্ছে আমার নিজে চাষ করা থেকে মতামত দিই। হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বৃদ্ধির পিছনে ঈদ এবং অসাধু ব্যবসায়ীদের দোষারোপ করলে হবে না। কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় পিছন অন্যতম কারণ রয়েছে এবছরে কাঁচা মরিচের উৎপাদন কম। উদাহরণস্বরূপ আমার বাবা একজন ছোটখাটো ব্যবসায়ী সাথে জমি চাষাবাদ করেন, কিন্তু আমি প্রতিবছর আমাদের ৩ শতাংশ জমিতে প্রতিবছর মরিচের চাষ করে থাকি, যাতে আমাদের বাজার থেকে ক্রয় করা না লাগে। নিজেরা খেয়ে দৈনিক প্রায় ১ কেজির মতো মরিচ উঠানো যেতো, দেখা যায় সপ্তাহে ৭-৮ কেজি মরিচ বিক্রি করা যেতো। কিন্তু এ বছরে আমাদের মরিচের এমন অবস্থা হয়েছে দৈনিক ৫০ গ্রাম করে উঠান যায় না। মরিচের পাতাগুলি কোঁকড়িয়ে (মোড়ানো) গেছে। শুধু আমাদের মরিচে হইছে তা নয় আশেপাশে অনেক চাষীদের দেখি সেম অবস্থা। আমার মনে হয় এই কারনে মরিচের দাম এবছরে বৃদ্ধি পেয়েছে। আমার মরিচ চাষের উপর ভিত্তি করে কথা গুলো বললাম এটিও একটি কারন হতে পারে। জানি না কি কারনে মরিচের দাম এত বেড়ে গেলো।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাচা মরিচ নিয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য। কিন্তু আপনি বলেছেন মরিচ গাছের পাতা কোঁকড়িয়ে যাচ্ছে এটার কারনে মরিচের ফলন কম। আমি মনেকরি না এটা কাচা মরিচের দাম বাড়ার জন্য সবচেয়ে বড় কারন। এটার জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে, তাহা প্রয়োগ করতে পরলে এই পাতা  কোঁকড়িয়ে যাওয় থেকে দ্রুত রক্ষা পাওয়া যায়।

আমি মনেকরি কতিপয় অসাধু ব্যবসায়ী এর জন্য দায়ী এবং সরকারের বাজার মনিটরিং সেল এর ব্যরতথা এর মুলদায়ী।
newbie
Activity: 4
Merit: 0
July 08, 2023, 12:03:18 AM
আমাকে কেউ সাহায্য করুন, আমি বিটকয়েন  Archival  পোস্ট করতে চাই নিজস্বভাবে দরকার। দয়া করে আমাকে কেউ সাহায্য করেন, কিভাবে পোস্ট করতে পারি, সিনিয়রদের পরামর্শ চাচ্ছি।দয়া করে কেউ সাহায্য করুন 🙏🙏🙏।  ধন্যবাদ
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 07, 2023, 10:48:11 PM
ভূ/য়া সিআইপি তাওহীদের বি’রুদ্ধে অনুসন্ধানে মিললো প্র’তা’র’ণা’র আরো চাঞ্চল্যকর তথ্য.

আমরা অনেকেই অনেক কিছু বুঝে বা না বুঝে অনেক ধরনের কাজ করে থাকি, বিশেষ করে প্রতারনা , কোনোভাবে কিছু টাকা পয়শা হলেই ন্যায় অন্যাই অনেক ধরনের কাজ কর্ম করে থাকি যার ফলাফল শেষ পর্যন্ত খারাপ ই হয়ে থাকে, এর আগে একটা পোস্টে বলেছিলাম খুলনার অনেক কেই ধরেছে গোয়েন্দা পুলিশে, উপরে ভূ/য়া সিআইপি বলে যাকে ধরা হয়েছে  তার মতো আরো অনেক মানুষ এমন আছে। Roll Eyes

সতর্কতা পুর্ব পরিচিত ছাড়া নতুন কারো সাথে লেনদেন না করাই ভালো,  বিশেষ করে আমরা যারা বিটকয়েন এর সাথে যুক্ত আছি।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
July 07, 2023, 09:50:09 PM

দিন যাবে ক্রমাগতভাবে বিটকয়েনে বিনিয়োগকারী সংখ্যা বেড়ে যাবে।  


দিন দিন বিটকয়েনের ব্যবহারকারী সংখ্যা বেড়ে যাচ্ছে একে বলে বিটকয়েনের বিপ্লব (Bitcoin Revolution), অপরদিকে ডলার ব্যবহারকারী সংখ্যা কমে যাচ্ছে একে বলে ডি- ডলারাইজেশন (De-Dollarision)
এটা যে শুধু ডলারের ক্ষেত্রে হচ্ছে এমনটি নয় বরং সকল কারেন্সির ক্ষেত্রে এরকমটি হচ্ছে। অন্য সকল দেশের কারেন্সির ব্যাপারে কিছু বলতে পারব না কিন্তু বাংলাদেশি টাকার ক্ষেত্রে একটু বিশ্লেষণ করা যায়। ধরেন কয়েকদিন হল বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেছে ১০৯ টাকা দরে তাহলে বুঝে নিন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি টাকা ধরে ডলার বিক্রি করার রেকর্ড হয়ে গেছে। এখানেই যে রেকর্ড হবে এমনটি নয় বরং সামনের দিনগুলোতে আরো বেশি ধরে ডলার বিক্রি করতে হবে। আমরা বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, অনেকেই হয়তো ভেবে নিচ্ছেন বেশি ধরে ডলার বিক্রি করা মানেই তো বাংলা টাকার লাভ কিন্তু না ভাই বিষয়টি উল্টো। কোন দেশের টাকার মানদণ্ড কল্পনা করা হয় ডলারের সাথে তুলনা করে। যখন কোন দেশের কারেন্সির মান ডলারের মানের সাথে তুলনা করলে বৃদ্ধি পায় তখন মনে রাখতে হবে ওই কারেন্সির মান কমে গেছে অর্থাৎ মূল্যস্ফিতি হয়েছে যেমনটি ঘটেছে বাংলা টাকার ক্ষেত্রে। অর্থাৎ ডলারের সাথে টাকার মান বেড়েছে মানেই হচ্ছে বাংলা টাকা মান কমে গেছে দেশে প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতি বজায় রয়েছে। এক্ষেত্রে জনসাধারণের কি ক্ষতি হচ্ছে বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলে সহজ হয়ে যাবে। ধরেন আমার বাড়িতে টাংকের মধ্যে বাবা-মায়ের গরু বেচা কিছু জমানো টাকা ছিল, মোটামুটি দেড় বছর আগে বিক্রি করে টাকা গচ্ছিত রাখা ছিল। আগে মোটামুটি একটু বড় মাপের গরু বিক্রি করে ৭৫ হাজার টাকা টাংকে গচ্ছিত রাখা আছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়াতে অর্থাৎ মুদ্রাস্ফিতি হওয়াতে  এই ৭৫ হাজার টাকার মূল্য অটোমেটিকভাবে হ্রাস পেয়েছে সেটা আমরা কেউ বুঝতেই পারি নাই। অনেকই বলবে হয়তো ৭৫ হাজার টাকা তো ৭৫ হাজার টাকায় রয়েছে কিন্তু না দেড় বছর আগে আপনি যে গুরু বিক্রি করেছেন সেই আকারে গরু বর্তমানে কিনতে গেলে আপনাকে ১৫০০০০ টাকার উপরে গুনতে হবে। তাহলে বিষয়টি দাড়াইলো যে প্রতিনিয়ত টাকার মান কমে যাচ্ছে এবং ডলারের মান বৃদ্ধি পাচ্ছে ফলে এক সময় আমরা অন্যান্য সস্তা দেশের মত ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে যাব এবং হাতে করে হাট সদাই নিয়ে আসব।
ঠিক পৃথিবীর মানুষগুলো বিটকয়েনের উপর একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো অটোমেটিকভাবে বিটকয়েনের উপর বিনিয়োগ করে ফেলেছে।


এক্ষেত্রে আমাদের বাংলাদেশীরা পিছিয়ে রয়েছে এমনটি নয় বরং আমরাও তো চুপিসারে বিটকয়েনের উপর বিনিয়োগ করে ফেলছি। আমি এর পর একটি পোস্ট লিখব যেখানে পৃথিবীর অন্যান্য দেশের মতোই বাংলাদেশ ে চুপিসারে বিটকয়েনের উপর বিনিয়োগ করছে তার একটি সংখ্যা প্রকাশ করতে। আমি ইন্টারনেট ঘেটে অবশ্যই সেই তথ্যগুলো যাচাই করেছি এবং একটি সুন্দর পোস্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করছি।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 07, 2023, 08:43:13 PM
বিটকয়েন পরশ পাথর

বিটকয়েন পরশপাথর বিষয়টি একটু খটকা খটকা লাগছে কিন্তু সত্যি বলতে কি যখন বিটকয়েন যার কাছে যায় বিটকয়েনের ছোঁয়াতে তার মুখের ভাষা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। অতীতে যারা বিটকয়েনের ঘোর বিরোধিতা করেছিল তারা বর্তমান সময়ে এসে বিভিন্ন টিভি চ্যানেল, ম্যাগাজিন, সংবাদপত্র ও অনুষ্ঠানে গিয়ে বিটকয়েনের উপর প্রশংসামূলক বিবৃতি দিয়ে আসে। যদিও এরা অতীতে বিটকয়েনের উপর বিনিয়োগ করেছিল না কিন্তু বর্তমানে বিনিয়োগ করে তারা বিটকয়েনের ভক্ত হয়ে গেছেন।
দিন যাবে ক্রমাগতভাবে বিটকয়েনে বিনিয়োগকারী সংখ্যা বেড়ে যাবে। এক সময় আমাদের বাংলাদেশে বিটকয়েন বৈধ করে দেওয়া হবে। এখনো গোপনীয়তা বজায় রেখে আমাদের বাংলাদেশী অনেক লোক বিটকয়েনে বিনিয়োগ করেছেন। যখন কোন কিছু নতুনে বের হয় তখন মানুষ সেটা কে বিশ্বাস করে না, কিন্তু দিন যায় আস্তে আস্তে মানুষের মনে বিশ্বাস চলে আসে। তেমনি বিটকয়েনের বেলায় সেরকম হয়েছে একটা টুইটারে টুইটে একটা পিকচার দেখলাম।

Source
আশা করি পিকচার টি দেখে আপনারা বুঝতে পেরেছেন, দিন যাবে বিটকয়েনে বিনিয়োগ কারীর সংখ্যা বেড়ে যাবে।


আজকে সুন্দর একটি তথ্য দেখতে পেলাম আমাদের বাংলা লোকাল থ্রেড নিয়ে। শুনলে আপনারাও অবাক হবেন, আমি নিজেও অবাক হয়েছি। যাইহোক আমি পুরানো পোস্ট গুলি পড়তে গিয়ে একটা বিষয় লক্ষ্য করলাম। আমাদের থ্রেড ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। আমাদের থ্রেডে প্রায় ৪০০ পেজ হতে চলেছে ২০১৪-২০২২ সাল পর্যন্ত মাত্র ২৯৭ পেজ পোস্ট হয়েছে। কিন্তু ২০২৩ সাল মাত্র ৬ মাস চলছে এর মাধ্যেই আমাদের ১০০ পেজ পোস্ট হয়েছে দেখে সত্যি অবাক হয়েছি। এ বছরে আমাদের লোকাল থ্রেডের অনেক উন্নতি হয়েছে অনেক নতুন মেম্বার এসেছেন। আমরা খুব শিগ্রই ইনশাআল্লাহ লোকাল বোর্ডে পাবো। কিছু কিছু বাংলাদেশী সিনিয়র ভাইয়েরা আছেন তারা একটু রেংক আপ করে আমাদের বাংলা থ্রেড ছেরে গেছে। আবার অনকেই ২-১ টা মেরিট পেয়ে লোকাল ছেরে দিয়েছেন। আমাদের বাংলা থ্রেড কে উন্নতি করতে হলে অবশ্যই এক্টিব মেম্বার প্রয়োজন তাই যারা বাংলা থ্রেডে আসেন না। আপনারা বাংলা বাংলা মায়ের ভাষায় অত্যন্ত মাসে ৫-৬ টা পোস্ট করার চেষ্টা করবেন।

full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 07, 2023, 04:13:26 PM
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 07, 2023, 08:54:04 AM
একটা একাউন্ট বিক্রি করব মেরিট আছে 3 টি কিন্তু একটিভিটি আছে মাত্র 12 টি পোস্ট করলে 3 দিনের মধ্য জুনিয়র মেম্বার হওয়া জাবে কেউ কিনলে নিতে পারেন দাম একদম কম 🙂👇

contact me on telegram: @Omor_Alywas_On_Fire
এই ধরনের পোস্ট যখন দেখি তখন নিজেকে খুব ছোট মনে হয় একে তো আপনি অ্যাকাউন্ট বিক্রি করবেন। আপনি যেহেতু আন্তর্জাতিক বোর্ডে বিক্রি করবেন তাহলেই ইংরেজিতে পোস্ট করতেন। আপনি যদি ইংরেজিতে পোস্ট করতেন তাহলে অন্তত বাংলাদেশের নাম বা বাংলা পাশাপাশি নাম খারাপ হতো না। আপনাদের সবার কাছে অনুরোধ এ ধরনের কোন পোস্ট করবেন না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 07, 2023, 08:37:40 AM
আমার ভাই এটাই শেষ পোস্ট, আমি আর এইরকম পোস্ট এখানে করবো না। আপনার কথাই ভাই ১০০ তে ১০০ ঠিক কেননা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এত বানিয়ে মিথ্যা বলতে পারে এটা সবার জানা। আমি এর আগেও একটি পোস্টে উল্লেখ করেছিলাম কেউ যদি একই পদে জবাবদিহিতা ছাড়া বছরের পর বছর অতিক্রম করে তাহলে সেই পদে ক্ষমতার অপব্যবহার করা বাধ্যতামূলক হয়ে পড়ে। পাপন সাহেব দীর্ঘ বছর ধরে একই পদে রয়েছেন তাই তার যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি উৎপল শুভ্রের নেওয়া একটি ইন্টারভিউতে যেসব কথা বলেছেন সেটা বাংলাদেশের একটি বাচ্চা পোলাপানের কাছেও বললে হাসতে হাসতে প্রসাব করে দেবে। কারো যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে উৎপল শুভ্রের ও নাজমুল হাসান পাপনের সাক্ষাৎকারের লেখাটি একটু পড়বেন।
নিচে সাক্ষাৎকারের লিংক দেওয়া হল: https://www.prothomalo.com/sports/sports-interview/idp14tsrdm

ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল


তো যেমনটা কালকে বলেছিলাম। কালকে অবসরের ঘোষনা আসার পর পর ই প্রধানমন্ত্রী তামিম ইকবালকে তার বাস ভবনে দাওয়াত করেন। তামিম গতকালকেই ঢাকায় চলে আসেন। আজকে তামিম তার স্ত্রী এবং মাশরাফি ভাই কে নিয়েয় প্রধানমন্ত্রীর বাস ভবনে যান। সাথে আরো ছিলেন পাপন সাহেব। প্রায় ৩ ঘন্টা সেখানে অবস্থান করার পর ওনারা ভবন থেকে বের হোন। সেখানে প্রধানমন্ত্রী তামিম কে অবসর প্রত্যাহার করে ক্রিকেটে ফেরার জন্য নির্দেশ করেন। সাথে তামিম কে আগামী দেড় মাসের ছুটি প্রদান করেন প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে তামিম ফিটনেস নিয়ে কাজ করবেন। এশিয়া কপেই তামিম ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

এশিয়া কাপে তামিমকেই অধিনায়ক হিসাবে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে পাপন সাহেব বলেন ”ইনশাল্লাহ”।

Image Source: Prothomalo.com
newbie
Activity: 5
Merit: 0
July 07, 2023, 07:14:25 AM
member
Activity: 168
Merit: 58
July 07, 2023, 07:03:38 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশেরই কোন এক ইউজার যে কিনা ফোরামের Bounties (Altcoins) বোর্ডে ৩ টা মেরিটসহ একটা ফোরাম একাউন্ট সেল করার জন্য পোস্ট দিয়েছে । উনি ফোরামের রুলস ভঙ্গ করেছেন এখন উনার বিষয়ে কি পদক্ষেপ নেয়া যেতে পারে। উনাকে নিয়ে কি রেপুটেশন বোর্ডে পোস্ট করব?
আমার মনে তার একাদিক একাউন্ট থাকতে পারে। কেননা তিনি যে একাউন্ট ব্রিক্রি করতে চেয়েছিলেন ওই একাউন্ট তার হবে। তিনি একজন স্কামার এর জন্য তার শাস্তি পাওয়া উচিত। রেপুটেশন বোর্ডে আপনি রিপোর্ট করতে পারেন। আসলে ভাই বাংগালী কে যতই আপনি আমি সতর্ক্য করি কোন লাভ হবে না। এ ধরনের লোক কে শাস্তির আওতায় আনা উচিত।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 07, 2023, 06:48:17 AM
সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশেরই কোন এক ইউজার যে কিনা ফোরামের Bounties (Altcoins) বোর্ডে ৩ টা মেরিটসহ একটা ফোরাম একাউন্ট সেল করার জন্য পোস্ট দিয়েছে । উনি ফোরামের রুলস ভঙ্গ করেছেন এখন উনার বিষয়ে কি পদক্ষেপ নেয়া যেতে পারে। উনাকে নিয়ে কি রেপুটেশন বোর্ডে পোস্ট করব? কারণে উনি ভবিষ্যতেও এ ধরনের পোস্ট করতে পারেন অথবা একাউন্ট সেল করতে বা করার জন্য অন্য কারোর অর্থ স্ক্যাম করতে পারেন।

আবার চালাকি করে একটু পরে একাউন্ট বিক্রির পোস্টটা ইডিট করে দিয়েছে। তবে আমার কাছে স্ক্রিনশট ও Archive আছে।

Scammer Profile Link: https://bitcointalksearch.org/user/m15lover10-3558064
Account Selling Post Archive: https://archive.ph/MEUWX

আর ওই স্ক্যামারের পোস্টের স্ক্রিনশট:

বিদ্র: মেরিট কেনাবেচা ও অ্যাকাউন্ট কেনাবেচা দুটোই অপরাধ এবং এর জন্য আপনার অ্যাকাউন্টটি Red Trust খাবে। তাই এগুলো থেকে সাবধান আর এদের টার্গেটই থাকে আমাদের বাংলাদেশী লোকাল এর মেম্বাররা। আর কেউ ফাঁদে পা দিলেও দেখবেন টাকা মেরে দিছে আর নয়তো প্রমাণ পেলে Red Trust খাবেন ।
full member
Activity: 546
Merit: 164
July 07, 2023, 06:14:10 AM
jr. member
Activity: 107
Merit: 2
July 07, 2023, 04:06:32 AM
আমি যদি কখনো আমাদের দেশের সরকারি বড় ধরনের কর্মকর্তা  হতাম হোক সেটা পুলিশ কিংবা র‍্যাব তাহলে সবার আগে আমি আমার দেশের জন্য  কাজ করতাম বিশেষ করে  নেশার বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিতাম। তার কারণ এই নেশার কারণে আমাদের সমাজের ইয়াং জেনারেশনগুলো অনেক আসক্তি হচ্ছে। আমার এক প্রতিবেশী তাদের ফ্যামিলি অনেক ভালো তার বাবা মা দুজনেই চাকরি করে অথচ তার একটা ছেলে এই ছেলেকে নিয়ে তাদের ছিল অনেক পরিকল্পনা। এই নেশার কারণে তার যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল নষ্ট হয়ে গেছে। যখন সে পড়াশোনায় করতো তার বাবা-মা তাকে নিয়ে স্বপ্ন দেখত তার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এখন তার বাবা মা তাকে সুস্থ জীবন দেওয়ার জন্য তাকে রিহাবে পাঠিয়েছেন। এইজন্য আমার মনে হয় যদি কখনো আমি ক্ষমতা পাই আমি অবশ্যই চেষ্টা করব এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ বিরত থাকে।

আপনার কথাগুলো এমনি ভালো লেগেছে। বাট একটা কথা এখানে রয়ে গেছে এই নেশার পিছনে কারা  দায়ী ? বলতে পারেন। আপনি বলেছেন যে আপনি যদি সরকারি কর্মকর্তা হতেন তাহলে পদক্ষেপ নিতেন । আপনার মত আমার মত অনেক কর্মকর্তায় আছে ভাই তারা দেশের জন্য কি করছে আর আপনি একা সরকারি কর্মকর্তা হয়ে কি করবেন। এখানে সরকারি কর্মকর্তা কোন বেশি দোষী নেই কারণ কি জানেন আমরা নিজেরাই তো ভালো না।  আমরা যে জিনিসটা জানি বা জে জিনিসটা খেলে আমাদের ক্ষতি আমরা সেই জিনিসটাই বেশি করে খাই । এতে তো সরকারের কোন দোষ নেই। আমরা জেনে শুনে তারপরও সেই জিনিসটা বেশি করে করি কেন।
নেশা মানুষ কেন করে।  তার পিছনে হয়তো অনেক কারণ আছে কারণ একটা সুস্থ স্বাভাবিক মানুষ সে সহজেই নেশা করতে চাই না। তাকে বাধ্য করা হয় নেশা করার জন্য।  সেই কারণেই সে নেশায় আসক্ত হয়ে পড়ে।
সেই কারণে যে আমরা সরকারকে দোষ দেবো সেটা কি ঠিক । আমরা যে ধূমপান করি বা সিগারেট খাই  সিগারেটের খোলের গায়ের উপর  সুন্দর ভাবে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।  আমরা জেনে শুনে তারপরও কেন খায়। কেন সিগারেট কি সরকার বন্ধু করতে পারেনা ? সিগারেট সরকারি লাইসেন্স প্রাপ্ত সিগারেটের গায়ের উপর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা দিয়েও তারপরও আবার কেন তৈরি করে। কেন আমাদের বাঙ্গালীদেরকে বাঁচতে কই আবার মেরে ফেলে।
ভাই আগে আমরা নিজেরা ভালো হই,  তারপরে সমাজকে ভালো করি আস্তে আস্তে রাষ্ট্র পরিণত হবে ভালোর দিকে.. কথাটি কেউ খারাপ দিখে নেবেন না ভুল হলে ক্ষমা করবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 07, 2023, 02:12:06 AM
দুই মিনিটের এই রিপোর্ট টি দেখবেন। আশা করি বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের নষ্টের মুল কে। নিজে েপ্রশ্ন করে দেখেন তো ভাই দুনিয়ার অন্য কোনো ক্রিকেট বোর্ড এর প্রেসিডেন্ট মিডিয়ায় এতো বেশি কথা বলে কি না? দলের প্রত্যেক টা ডিসিশনে তিনি হস্তক্ষ্যাপ করেন। প্রত্যেকটা ক্রেডিট উনি নিজে নিতে চান। কেউ সেঞ্চুরী করলে উনি বলেন আমি আগেই বলেছিলাম সে সেঞ্চুরী করবে, আমি আগেই জানতাম আমরা জিতবো। আমি আগেই জানতাম ও এটা করবে, সে ওটা করবে। এর চাইতে বাচাল আর হিপোক্রেটস বোর্ড প্রেসিডেন্ট আমার জীবনে দেখি নাই। যাই হোক, তামিমের পারফরমেন্স আসলেই ভালো ছিলো না। কিন্ত সেটার সমাধান মিডিয়ায় অপমান করা নয়। জানি না কি সিদ্ধান্ত আসবে রাতে। তবে তামিম অনেক বেশী অভিমান করেছে, প্রধানমন্ত্রী কে সরাসরি না করতে হয়তো পারবে না, হয়তো বলবে আমি ভেবে দেখবো। আল্টিমেটলি ক্রিকেটে ফিরবে বলে মনে হয় না।
৬০০ তম পোষ্ট এটাই লিখতে হলো আমাকে?
আসলে ভাই কাকে রেখে কাকে দায়ী করব  এটাই বুঝতেছিনা,  এটা সত্যি যে বর্তমান বিসিবির চেয়ারম্যান এর কারণে  আমাদের  দেশের পঞ্চ পাণ্ডবদের  দুইজন অলরেডি বিদায় নিয়েছিলেন  মাশরাফি বিন মুর্তজা,  আর মাহমুদুল্লাহ রিয়াদ   টেস্ট ফরম্যাট থেকে এদের কারোরই বিদায়  ভালো মতন হয়নি আর এর পিছনেও কারণ হিসেবে ওই একটা মানুষের নাক গলানো এই দায়ী করা হচ্ছে। 
আবার  আজকে ৭১ টিভির  একটি নিউজে দেখলাম যে  তামিম ইকবাল এর সাথেবর্তমান কোচ  হাতুড়ে সিংহের  কিছু  ঝামেলা হয়েছে ।  তাছাড়া ওভারঅল বলি যে  বাংলাদেশের  অতি উৎসাহী জনগণ  পাশাপাশি মিডিয়াগন  যেভাবে তাকে আনফ্রেন্ড আনফিট বলে যাচ্ছিল, ভুড়ি হয়ে গেছে, দৌড়াতে পারে না ইত্যাদি।  যাই হোক আর দুজনের মত তামিম ইকবালক এভাবেই হয়তো বিদায় নিল,  অলরেডি সাকিব আল হাসান  এর ফেসবুক  পোস্টে  তামিম ইকবালের অবসরের  বিষয়টি  আরো ভালোভাবে বুঝা যাচ্ছে যে তিনি সত্যিই বিদায় নিতে যাচ্ছে।
তবে আমি আশা রাখবো যে  লিওনেল মেসির মতন  অবসরে  গিয়েও আবার ব্যাক করবে, এবং সামনের   আইসিসি ওয়ার্ল্ড কাপটি  অন্তত খেলবে।
আর ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী  ডিনারের জন্য তাকে দাওয়াত করেছিল,  সেটার কি অবস্থা  সঠিক আপডেট এখন পর্যন্ত আমি জানিনা।
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 06, 2023, 11:10:11 PM

দুই মিনিটের এই রিপোর্ট টি দেখবেন। আশা করি বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের নষ্টের মুল কে। নিজে েপ্রশ্ন করে দেখেন তো ভাই দুনিয়ার অন্য কোনো ক্রিকেট বোর্ড এর প্রেসিডেন্ট মিডিয়ায় এতো বেশি কথা বলে কি না? দলের প্রত্যেক টা ডিসিশনে তিনি হস্তক্ষ্যাপ করেন। প্রত্যেকটা ক্রেডিট উনি নিজে নিতে চান। কেউ সেঞ্চুরী করলে উনি বলেন আমি আগেই বলেছিলাম সে সেঞ্চুরী করবে, আমি আগেই জানতাম আমরা জিতবো। আমি আগেই জানতাম ও এটা করবে, সে ওটা করবে। এর চাইতে বাচাল আর হিপোক্রেটস বোর্ড প্রেসিডেন্ট আমার জীবনে দেখি নাই। যাই হোক, তামিমের পারফরমেন্স আসলেই ভালো ছিলো না। কিন্ত সেটার সমাধান মিডিয়ায় অপমান করা নয়। জানি না কি সিদ্ধান্ত আসবে রাতে। তবে তামিম অনেক বেশী অভিমান করেছে, প্রধানমন্ত্রী কে সরাসরি না করতে হয়তো পারবে না, হয়তো বলবে আমি ভেবে দেখবো। আল্টিমেটলি ক্রিকেটে ফিরবে বলে মনে হয় না।

৬০০ তম পোষ্ট এটাই লিখতে হলো আমাকে?
আমার ভাই এটাই শেষ পোস্ট, আমি আর এইরকম পোস্ট এখানে করবো না। আপনার কথাই ভাই ১০০ তে ১০০ ঠিক কেননা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এত বানিয়ে মিথ্যা বলতে পারে এটা সবার জানা। আমি এর আগেও একটি পোস্টে উল্লেখ করেছিলাম কেউ যদি একই পদে জবাবদিহিতা ছাড়া বছরের পর বছর অতিক্রম করে তাহলে সেই পদে ক্ষমতার অপব্যবহার করা বাধ্যতামূলক হয়ে পড়ে। পাপন সাহেব দীর্ঘ বছর ধরে একই পদে রয়েছেন তাই তার যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি উৎপল শুভ্রের নেওয়া একটি ইন্টারভিউতে যেসব কথা বলেছেন সেটা বাংলাদেশের একটি বাচ্চা পোলাপানের কাছেও বললে হাসতে হাসতে প্রসাব করে দেবে। কারো যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে উৎপল শুভ্রের ও নাজমুল হাসান পাপনের সাক্ষাৎকারের লেখাটি একটু পড়বেন।
নিচে সাক্ষাৎকারের লিংক দেওয়া হল: https://www.prothomalo.com/sports/sports-interview/idp14tsrdm
member
Activity: 112
Merit: 34
July 06, 2023, 01:41:02 PM
আমি যদি কখনো আমাদের দেশের সরকারি বড় ধরনের কর্মকর্তা  হতাম হোক সেটা পুলিশ কিংবা র‍্যাব তাহলে সবার আগে আমি আমার দেশের জন্য  কাজ করতাম বিশেষ করে  নেশার বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিতাম। তার কারণ এই নেশার কারণে আমাদের সমাজের ইয়াং জেনারেশনগুলো অনেক আসক্তি হচ্ছে। আমার এক প্রতিবেশী তাদের ফ্যামিলি অনেক ভালো তার বাবা মা দুজনেই চাকরি করে অথচ তার একটা ছেলে এই ছেলেকে নিয়ে তাদের ছিল অনেক পরিকল্পনা। এই নেশার কারণে তার যে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল নষ্ট হয়ে গেছে। যখন সে পড়াশোনায় করতো তার বাবা-মা তাকে নিয়ে স্বপ্ন দেখত তার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এখন তার বাবা মা তাকে সুস্থ জীবন দেওয়ার জন্য তাকে রিহাবে পাঠিয়েছেন। এইজন্য আমার মনে হয় যদি কখনো আমি ক্ষমতা পাই আমি অবশ্যই চেষ্টা করব এই নেশা থেকে যেন আমাদের যুব সমাজ বিরত থাকে।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন ভাই এই নেশা জিনিসটাই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। হাজারো বাবা-মার স্বপ্ন নিমিষে শেষ করে দিচ্ছে।নেশার টাকা জোগাতে চুরি করেও থাকে। সবদোষ কি সন্তানদের দিলে হবে? আমার মতে বাবা-মার শাসনে কিছু ক্রুটি থাকে যার জন্য তার ছেলে লাইন থেকে বেলাইন এ চলে যায়। আপনি বলেছেন সরকারি বড় ধরনের কর্মকর্তা হলে আপনি আপনার দেশের জন্য কাজ করতেন। র‍্যাব,পুলিশ এরা সবাই দেশের জন্য কাজ করে থাকে এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে ঘুষের প্রবণতা বেশি। যেটি আপনাকে খুব সহজেই লোভের দিকে টেনে নিয়ে যাবে। আমার নিজ চোখে দেখেছি পুলিশ একটি ছেলেকে মাদক নিয়ে আটক করে নিয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই কিছু টাকা দিয়ে ছেলেটি ফিরে এসেছে। কিন্তু সবাই একই ধরনের তা কিন্তু নয়। চারপাশে হাজারো খারাপ মানুষের ভিড়ে একজন ভালো মানুষ থাকে এবং তাকে চুপ থাকতে হয়। মূলত আমাদের দেশটি দুর্নীতি দিয়ে ভরা। আপনি সরকারি কর্মকর্তা হয়ে যত ভালো কাজ করবেন তত উপরের লেভেল থেকে চাপ আসবে বেশি। র‍্যাব,পুলিশ অভিযান চালিয়ে অনেক মাদক দ্রব্য আটক করে যা সাধারণত আমরা টেলিভিশন বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাই। কিন্তু তারপরও দেখা যায় চারপাশে মাদকের ছড়াছড়ি তাহলে এগুলো কি প্রশাসনের চোখ এড়িয়ে আসে নাকি প্রশাসন দেখে না দেখার চেষ্টা করে? হয়ত আপনার কাছে ভালো উপায় আছে যাতে আপনি ক্ষমতা পেলে নেশাকে দমিয়ে রাখতে পারবেন। দুর্নীতির কারণে আপনি আপনার ক্ষমতার ব্যবহার সঠিকভাবে করতে পারবেন না।
Jump to: