প্রতিদিন একটা পোষ্ট লেখার আইডিয়াটা আবারো আমার জন্য কাজ করেছে। এজন্য নিজেই মাস শেষে বুঝতে পারি না যে আমি এতাগুলো পোষ্ট করে ফেলেছি। এভাবে যদি কন্টিনিউ করতে পারি, একদিন এই থ্রেড এর অলটাইম টপ পোষ্টারদের মধ্যে আমার নাম ও থাকবে। আমি অলরেডি ৭ নাম্বারে চলে আসছি। আমি আশা করবো সবাই এভাবে একটিভ থাকবেন। আজকে সকালে দেখলাম আমারো ২৫০ মেরিট হয়ে গেছে। এখন শুধু একটিভিটি বাড়ার অপেক্ষা।
এইসব জিনিয়াস আইডিয়া উইথ কার্যকর করা আপনার কাছ থেকে থাকতো আর কার কাছ থেকে থাকবে। অলরেডি একজন পোটেনশিয়াল সিনিয়র মেম্বার হয়ে গিয়েছেন আপনি। নতুন অবস্থায় মাত্র ১২০ দিনে ২৪৭ টা মেরিট রয়েছে আপনার, ধরতে গেলে ১২০ দিনের আশেপাশেই আপনি আপনার একাউন্ট কে সিনিয়র মেম্বার হওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছেন এখন জাস্ট সময়ের দরকার অ্যাক্টিভিটি গুলো বাড়ানোর জন্য।
এই অসাধারণ অ্যাপ্রচ এবং অ্যাচিভমেন্ট এর জন্য আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনগুলোর জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা নিবেন।
ইনশাআল্লাহ সামনের মাসে অবশ্যই সেরা পোস্ট দাতা দের তালিকা আমরা সবাই থাকবো এবং @Crypto Library ভাই ১০ জনের তালিকা তৈরি করেছে আমি আরো ১০ জন বেশি করে মোট ২০ জনের তালিকা তৈরি করব এবং সেখানে আমরা সবাই কতগুলো পোস্ট দিয়েছি এবং কত নম্বর পজিশনে সেটা দেখতে পাবো।
সত্যি বলতে ভাই ২০ জন কেন আরও বেশি করা যায় সংখ্যাটাকে কিন্তু আমি আসলে প্রথম 10 জন সবচেয়ে বেশি পোস্টদাতা রেখেছি কারণ এর মধ্যে নতুনদের বা সবার মধ্যে একটা এক্সট্রা অনুভূতি কাজ করবে বেশি বেশি পোস্ট করার জন্য ওই প্রথম ১০ জনের সাড়ির মধ্যে থাকার জন্য আর এর জন্য মাত্র ১০ জন এর লিস্ট দেওয়া। প্রথমে আমি মনে করেছিলাম পাঁচ জনের দিব তারপরে ভেবে তুলতে দশজনের দিয়েছি, আমি আসলে মনে করি সংখ্যাটি আসলে যত বেশি থাকবে মানুষের আকর্ষণ তত বেশি থাকবে। এবং চেষ্টাও তত বেশি থাকবে।
তারপরও কে কয়টা পোস্ট করছেন এটা বুঝার জন্য কার অবস্থান কোথায় রয়েছে এটা নিচে উপস্থাপন করলাম
:
সর্বোচ্চ পোস্টদাতা এর প্রথম ৩০ জনের লিস্ট:1. Learn Bitcoin [33]
2. 2Pizza410000BTC [30]
3. Bd officer [30]
4. roksana.hee [27]
5. BD Crypto [23]
6. sj13 [19]
7. Worsh [17]
8. Poorman2 [15]
9. tjtonmoy [15]
10. Crypto Library [14]
11. Bitcoin_people [13]
12. Fuso.hp [13]
13. Dimitri94 [12]
14. LDL [12]
15. Gulttam2a2 [11]
16. synchronym [11]
17. wtsimis [11]
18. hand242 [10]
19. Little Mouse [9]
20. Nel Ghor [9]
21. Nothingtodo [9]
22. Offline33 [9]
23. Xal0lex [9]
24. Kraps712 [8]
25. Z_MBFM [8]
26. Mr.corol [7]
27. nahid5644 [7]
28. Popkon6 [6]
29. Tiger420 [6]
30. shasan [6]