Author

Topic: বাংলা (Bengali) - page 198. (Read 5312894 times)

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 20, 2023, 11:36:50 AM
একটা "Tender" ওয়েবসাইট তৈরি করার জন্য আমার একজন লারাভেল ডেভলপার লাগবে। যদি কারো পরিচিত ডেভলপার থেকে থাকে, তাহলে আমাকে জানাতে পারেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করেন।
আপনি যে পেমেন্ট অফার করেছেন আমার মনে হয় না কেউ আগ্রহী হবে। আমি আপনার ওই টপিক পড়েছি। যা বুঝলাম আমার কাছে বেশ কয়েকদিনের কাজ মনে হল। এত বড় কাজের জন্য ২০০ ডলার পেমেন্ট খুবই ছোট এমাউন্ট। স্পেশ্যালি ভালো একজন ডেভেলপারের জন্য এইটা অনেক ছোট। আমি বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি এবং দেখেছি বেশিরভাগ ডেভ অনেক বেশি চার্জ করে। এই এমাউন্ট দিয়ে আপনি কাউকে হায়ার করতেও পারেন, তার পিছনে আপনাকে অনেক সময় দিতে হবে অথবা আপনি যা চান সে তার সিকিভাগও করে দিতে পারবে না। অযথা সময় এবং রেপুটেশন দুইটাই যাবে। আমার মনে হয় পেমেন্ট আপনি ডেভ থেকে শুনেন, সেইটাই ভালো হয়।
আমি আজকে সম্ভবত আপনার একটা গ্রাফিক্স ডিজাইনের পোর্টফলিও ওয়েবসাইট দেখেছি। এইটা কি আপনার? কাজগুলো কি আপনি নিজে করেন? এইখানে আমি এবং অন্য একজন ক্যাম্পেইন ম্যানেজার একজন গ্রাফিক্স ডিজাইনার খুঁজছি। আপনারা যদি বিটকয়েনটকে এনাউন্সমেন্ট টপিক, বাউন্টি টপিকগুলো ডিজাইন, সিগ্নেচার ডিজাইন অর্থাৎ বিটকয়েনটকের কাজগুলোতে যেসব গ্রাফিক্স স্কিল লাগে, সেগুলো সরবরাহ করতে পারেন তাহলে আমাকে নক দিতে পারেন।

এক্ষেত্রে প্রতি জন আবেদনকারীর জন্য দিতে হয় 500 টাকা, যদি এই চাকরির জন্য 60 লাখ লোক ফর্ম  সম্পূর্ণ করেন। তাহলে মোট টাকার পরিমাণ =(500×6000000)
 =300,0000000
=300 কোটি টাকা
কোন চাকুরীতে বাংলাদেশে ৬০ লক্ষ মানুষ আবেদন করে একটু বলবেন কি? আমার জানাশোনা মতে ৫/৬ লাখের বেশি আবেদন কোথাও হয় না। আর আবেদন ফি ৫০০ টাকাই বা কয়টা চাকুরীতে নেয়?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 20, 2023, 06:28:15 AM
আয়ের পথ যেটাই হোক বা ইনকাম কম বা বেশি হোক, কখনও সেটিকে ছোট মনে করা ঠিক না। আর জীবনে প্রথম ধাপ টা খুবই কঠিন। প্রথম পদক্ষেপ টি নিয়ে ফেললে পরে বাকি কাজ গুলোতে এডযাস্ট হইতে অনেক সহজ হয়। আর আপনি যখন নিজের কমফোর্ট জোন থেকে বাইরে আসবেন, নতুন লোক দের সাথে মিশবেন, আপনার নতুন এক্সপেরিয়েন্স হবে। নতুন রাস্তা খুজে পাবেন কিভাবে ভালো চাকরি খোজ যায়।
আপানর বন্ধুরা কি নিজে সাকসেসফুল? যদি লাইফে সাকসেস চান, তাহলে সাকসেসফুল লোকদের সাথে নিজের আইডিয়া শেয়ার করেন। আর লাইফে রিস্ক নিতে হবে, নাইলে সাকসেসফুল হওয়া পসিবল না। বিজনেস এ প্রতিদিন প্রয়োজন এমন জিনিশ নিয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে আপনি বিজনেস এর ফান্ডামেন্টাল বুঝে গেলে পরবর্তীতে আপনি যে কোনো জিনিশ নিয়ে ব্যাবসা করতে পারবেন। তখন ডিমান্ড আর সাপ্লাই এর বিষয় টা বুঝে জাবেন।
ছোট থেকে শুরু করেন, ভালো কিছু করতে পারবেন।


আসলে ব্যাপারটা এমন নয় যে আমি কিছু চেষ্টা করিনি। করেছি অনেক কিছুই। ৫ বছরের মতো একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি। করোনার পরবর্তী সময়ে চাকুরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আবার অনলাইনেও টুকিটাকি কাজ করেছি। গ্রামের বাজারে একটা দোকান দিয়ে মোবাইল এর মালামাল সহ টেলিকম বিজনেস নিয়েছিলাম। ৪ লাখ টাকার মতো গ্রামের বাজারে ইনভেষ্ট করে শেষ অব্দি খালি হাতে ঘরে বসে আছি। তবে একবারে যে বসে আছি তা বলবো না। কাজ এখনো করছি। তবে চিন্তা করছি ভবিষ্যৎ নিয়ে। যতোদিন আপনি এমন একটা ইনকাম সোর্স বানাতে না পারবেন যেখান থেকে আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম হবে, তাহলে আপনাকে মরার আগ অব্দি কাজ করে যেতেই হবে। আমাদের সবার উচিৎ এমন কিছু করা, যেনো জীবনের শেষ সময়ে কঠোর পরিশ্রম না করা লাগে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 19, 2023, 07:59:29 PM
আয়ের পথ যেটাই হোক বা ইনকাম কম বা বেশি হোক, কখনও সেটিকে ছোট মনে করা ঠিক না। আর জীবনে প্রথম ধাপ টা খুবই কঠিন। প্রথম পদক্ষেপ টি নিয়ে ফেললে পরে বাকি কাজ গুলোতে এডযাস্ট হইতে অনেক সহজ হয়।
কথাটি অনেক মূল্যবান, জীবনের প্রথম পদক্ষেপ নেওয়াটাই সত্যিকারের আসল কাজ।
বাংলাদেশে গ্রামীন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে নিজস্ব উদ্যোগে কিছু করাটা কতটা কষ্টসাধ্য বিষয় সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। গ্রামে সাধারণত হাঁস মুরগির খামার, গরুর খামার, পরিশেষে মনোহারী দোকান দিয়ে সাথে ফ্লেক্সিলোডের দোকান দেওয়া ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তবে এই সমস্ত উদ্যোগগুলো গ্রামীণ অর্থনীতিতে মোটামুটি লাভজনক কিন্তু পদক্ষেপটি কার্যকর করাটা অনেকটা কষ্টসাধ্য। আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা গ্রামীণ অর্থনীতিতে বসবাস করি তারা যদি একটু শিক্ষিত হই অর্থাৎ কলেজ থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পড়াটা শেষ করে এসব উদ্যোগ গ্রহণ করতে যায় তখন হাজারো কথার বান আমাদের কানে এসে উদ্যোক্তার বারোটা বাজিয়ে দিয়ে যায়‌।
প্রতিবেশী আত্মীয়-স্বজনেরা ও কিছু সময় বন্ধুরাও বলে ওঠে সারা জীবন পড়ালেখা করে লাস্টে ফ্লেক্সিলোডের দোকান দিলি, আত্মীয়-স্বজনের মধ্যে বলাবলি করে অমুকের পোলা লাস্টে মনোহারি দোকান দিল, এমনকি বলে ওঠে লাস্টে গরুর খামারি স্থান হলো। এই সমস্ত কথার বান আমাদের অন্তরে লালিত স্বপ্নকে কবর দিতে বাধ্য করে।
যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত নানামুখী মন্তব্য আমলে না নিয়ে তার লালিত উদ্যোগ কাজে লাগায় তারাই পরবর্তী জীবনে সাকসেস হয়। আগে উদ্যোগটি বাস্তবায়ন করার জন্য একনিষ্ঠ মনোযোগ দিতে হবে তারপরে আল্লাহ তাআলা অবশ্যই সাকসেস করবেন।
full member
Activity: 490
Merit: 119
June 19, 2023, 03:30:40 PM
একটা "Tender" ওয়েবসাইট তৈরি করার জন্য আমার একজন লারাভেল ডেভলপার লাগবে। যদি কারো পরিচিত ডেভলপার থেকে থাকে, তাহলে আমাকে জানাতে পারেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করেন।
sr. member
Activity: 1008
Merit: 366
June 19, 2023, 03:28:25 PM
আর আপনি যদি গ্রামে বাস করেন, তাহলে নিজে উদ্যোগতা হওয়াও কঠিন। আবার ছোটখাট ইনভেস্টমেন্ট দিয়ে কাজ ও হয় না। কয়েকদিন আগে বাজারে বসে আমার বন্ধুদের সাথে আলাপ করছিলাম যে কি করবো। চাকরি বাকরি চাইলে হয়তো করা যায়। তবে অনেকের যোগ্যতা অনুযায়ী পদ বা বেতন পাওয়া অনেক কষ্ট সাধ্য ব্যাপার। আবার অনেক অযোগ্য লোকজন অনেক ভালো ভালো পদে বসে আছেন যারা সেটার যোগ্য নয়।
আয়ের পথ যেটাই হোক বা ইনকাম কম বা বেশি হোক, কখনও সেটিকে ছোট মনে করা ঠিক না। আর জীবনে প্রথম ধাপ টা খুবই কঠিন। প্রথম পদক্ষেপ টি নিয়ে ফেললে পরে বাকি কাজ গুলোতে এডযাস্ট হইতে অনেক সহজ হয়। আর আপনি যখন নিজের কমফোর্ট জোন থেকে বাইরে আসবেন, নতুন লোক দের সাথে মিশবেন, আপনার নতুন এক্সপেরিয়েন্স হবে। নতুন রাস্তা খুজে পাবেন কিভাবে ভালো চাকরি খোজ যায়।
আপানর বন্ধুরা কি নিজে সাকসেসফুল? যদি লাইফে সাকসেস চান, তাহলে সাকসেসফুল লোকদের সাথে নিজের আইডিয়া শেয়ার করেন। আর লাইফে রিস্ক নিতে হবে, নাইলে সাকসেসফুল হওয়া পসিবল না। বিজনেস এ প্রতিদিন প্রয়োজন এমন জিনিশ নিয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে আপনি বিজনেস এর ফান্ডামেন্টাল বুঝে গেলে পরবর্তীতে আপনি যে কোনো জিনিশ নিয়ে ব্যাবসা করতে পারবেন। তখন ডিমান্ড আর সাপ্লাই এর বিষয় টা বুঝে জাবেন।
ছোট থেকে শুরু করেন, ভালো কিছু করতে পারবেন।

~কাট
বিষয় টা যতটা কঠিন মনে করতেছেন ওতটা কঠিন ও না। গ্রাম এ থেকেও অনেক কিছু করা যায়। খাবার আইটেম কিন্তু শহরের বিল্ডিং এ চাষ করা হয়না। গ্রামে মাঠে চাষ করা হয়, এবং বেচে থাকার জন্য কিন্তু খাদ্য আবশ্যক। এখন ভেবে দেখেন গ্রাম এ থেকে আপনি কত কিছু করতে পারেন।
চিন্তা ভাবনা বদলান, জীবন বদলে যাবে।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 19, 2023, 02:53:04 PM
joeperry, Utopia এর হয়ে আবারো (১৭ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-17-5456819 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।

full member
Activity: 742
Merit: 157
June 19, 2023, 12:13:49 PM
তাই সবার উদ্দেশ্যে বলছি চাকরির পিছনে না দৌড়িয়ে এমন একটি অভিজ্ঞতা অর্জন করুন যার মাধ্যমে আপনি একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা এমন একটি মুক্ত পেশায় অভিজ্ঞতা অর্জন করুন, যেখানে আপনি নিজেই নিজের বস হিসেবে কাজ করবেন.

অভিজ্ঞতা অর্জন করলেই আপনি যে উদ্যক্তা হতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশ এ অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি এখনও বেকার বসে আছে। নিজের একটি ব্যাবসা করতে গেলেও টাকার প্রয়োজন। আপনার বাবার সম্পত্তি না থাকলে আপনি সেটিও করতে পারবেন না। এটলিস্ট বাংলাদেশ এ এইটা সম্ভব না। Opportunity ই নাই এই দেশ এ। চাকরি খারাপ জিনিশ না। আপনি যদি নিজের সাথে খাপ খাইয়ে এবং নিজের যোগ্যতা দিয়ে কোনো চাকরি নিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই চাকরি থেকে আপনি টাকা জমিয়ে নিজের একটি ব্যাবসা চালু করতে পারবেন। অথবা চাকরির সাথে সাথে আপনি একটি ব্যাবসা ও চালাইতে পারবেন।
সিস্টেম টাই ব্রোকেন, এইখানে আপনি হাজার চাইলেও নিজের যোগ্যতা দিয়ে কিছু করতে পারবেন না। আর করলেও অন্যরা আপনার পা ধরে টেনে নামাবে। এইটাই বাংলাদেশ।
তবে বলতে চাই, চাকরির পিছনে দৌড়ানো খারাপ কিছু না। পেয়ে গেলে তো চিন্তা মুক্ত, আর চাকরির পাশাপাশি আপনার অভিজ্ঞতা বাড়ান। তাহলে চাকরির এডভান্টেজ ও পাবেন এবং অভিজ্ঞতা থাকেল তা পরে কাজে লাগিয়ে নিজের মত কিছু করতে পারবেন। তবে একটি ছেড়ে অন্যটি কে মূখ্যভাবে নেওয়া টা যুক্তিসম্মত না।

আর আপনি যদি গ্রামে বাস করেন, তাহলে নিজে উদ্যোগতা হওয়াও কঠিন। আবার ছোটখাট ইনভেস্টমেন্ট দিয়ে কাজ ও হয় না। কয়েকদিন আগে বাজারে বসে আমার বন্ধুদের সাথে আলাপ করছিলাম যে কি করবো। চাকরি বাকরি চাইলে হয়তো করা যায়। তবে অনেকের যোগ্যতা অনুযায়ী পদ বা বেতন পাওয়া অনেক কষ্ট সাধ্য ব্যাপার। আবার অনেক অযোগ্য লোকজন অনেক ভালো ভালো পদে বসে আছেন যারা সেটার যোগ্য নয়। যেহেতু গ্রামে থাকি, এখানে কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রেস্টুরেন্ট বিজনেস একটা ভারো ব্যাবসা। তবে গ্রামের মানুষ নিজের ঘরে খেতেই বেশি ভালোবাসে। গ্রামে এটার চিন্তা করে লাভ নাই। সবাই একটাই সাজেশন করে গরু পালন করার জন্য। অনেক কাজ শিখেছি করার মতো। তবে মারকেট প্লেস এ ক্লাইন্ট পাওয়াও একটা কষ্টসাধ্য ব্যাপার যদি আপনি বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করেন।
ভাই আমি আপনার সাথে সহমত দিচ্ছি যে একজন উদ্যোগক্তা হওয়া অত্যন্ত কঠিন কাজ বিশেষ করে গ্রাম্য এড়িয়াতে। কারন সেখানে অনেক প্রতিকুল পরিবেশ সৃস্টি হয়ে থাকে। তবে আমাদের একটি বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না সেটি হল যে যদি আমরা উদ্যোগক্তা হতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে ঝুঁকি নিতে হবে পাশাপাশি একটি লক্ষ্যে স্থির খাকতে হবে সর্বপরী পজিটিভ দৃস্টিভঙ্গি থাকতে হবে।

আমরা প্রায়শই মনের ভেতরে লুকানো অনেক কিছুই প্রকাশ করতে পারি না। অনেকেই মনে মনে চিন্তা করি এটা করব ঐটা করব ইত্যাদি। কিন্তু সেটি কখনই ইমপ্লিমেনটেশন করার কথা ভাবি না। ফলে আমাদের সেই উদ্যোগক্তা হওয়ার স্বপ্ন সুপ্তই থেকে যায়। একজন উদ্যোক্তা এবং সাধারন মানুষের মধ্যে পার্থক্য হল যে সেই উদ্যোগক্তা স্বপ্ন দেখেছে এবং সেই অনুযায়ি তা বাস্তবে রুপ দিয়েছে আর সাধারন মানুষ সেটিকে শুধুমাত্র মনের ভিতরেই রেখে দিয়েছে। উদ্যোগক্তা হওয়া অবশ্যই একটি কঠিন কাজ।

উদ্যোগক্তা হওয়ার ক্ষেত্রে নেতিবাচক দিক গুলোর পাশাপাশি ইতিবাচক দিক গুলো বিবেচনা করা জরুরী। সেই সব মানুষদের থেকে দুরে থাকা যারা শুধুমাত্র নেতিবাচক দিক গুলোকে প্রতিফলিত করে। তবে সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তা হল একজন উদ্যোগক্তা হতে হলে তাকে অবশ্যই বিভিন্ন প্রতিকুল অবস্থায় নিজেকে স্থির রাখার মানুসিকতা তৈরী করতে হবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 19, 2023, 09:53:11 AM
তাই সবার উদ্দেশ্যে বলছি চাকরির পিছনে না দৌড়িয়ে এমন একটি অভিজ্ঞতা অর্জন করুন যার মাধ্যমে আপনি একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা এমন একটি মুক্ত পেশায় অভিজ্ঞতা অর্জন করুন, যেখানে আপনি নিজেই নিজের বস হিসেবে কাজ করবেন.

অভিজ্ঞতা অর্জন করলেই আপনি যে উদ্যক্তা হতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশ এ অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি এখনও বেকার বসে আছে। নিজের একটি ব্যাবসা করতে গেলেও টাকার প্রয়োজন। আপনার বাবার সম্পত্তি না থাকলে আপনি সেটিও করতে পারবেন না। এটলিস্ট বাংলাদেশ এ এইটা সম্ভব না। Opportunity ই নাই এই দেশ এ। চাকরি খারাপ জিনিশ না। আপনি যদি নিজের সাথে খাপ খাইয়ে এবং নিজের যোগ্যতা দিয়ে কোনো চাকরি নিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই চাকরি থেকে আপনি টাকা জমিয়ে নিজের একটি ব্যাবসা চালু করতে পারবেন। অথবা চাকরির সাথে সাথে আপনি একটি ব্যাবসা ও চালাইতে পারবেন।
সিস্টেম টাই ব্রোকেন, এইখানে আপনি হাজার চাইলেও নিজের যোগ্যতা দিয়ে কিছু করতে পারবেন না। আর করলেও অন্যরা আপনার পা ধরে টেনে নামাবে। এইটাই বাংলাদেশ।
তবে বলতে চাই, চাকরির পিছনে দৌড়ানো খারাপ কিছু না। পেয়ে গেলে তো চিন্তা মুক্ত, আর চাকরির পাশাপাশি আপনার অভিজ্ঞতা বাড়ান। তাহলে চাকরির এডভান্টেজ ও পাবেন এবং অভিজ্ঞতা থাকেল তা পরে কাজে লাগিয়ে নিজের মত কিছু করতে পারবেন। তবে একটি ছেড়ে অন্যটি কে মূখ্যভাবে নেওয়া টা যুক্তিসম্মত না।

আর আপনি যদি গ্রামে বাস করেন, তাহলে নিজে উদ্যোগতা হওয়াও কঠিন। আবার ছোটখাট ইনভেস্টমেন্ট দিয়ে কাজ ও হয় না। কয়েকদিন আগে বাজারে বসে আমার বন্ধুদের সাথে আলাপ করছিলাম যে কি করবো। চাকরি বাকরি চাইলে হয়তো করা যায়। তবে অনেকের যোগ্যতা অনুযায়ী পদ বা বেতন পাওয়া অনেক কষ্ট সাধ্য ব্যাপার। আবার অনেক অযোগ্য লোকজন অনেক ভালো ভালো পদে বসে আছেন যারা সেটার যোগ্য নয়। যেহেতু গ্রামে থাকি, এখানে কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রেস্টুরেন্ট বিজনেস একটা ভারো ব্যাবসা। তবে গ্রামের মানুষ নিজের ঘরে খেতেই বেশি ভালোবাসে। গ্রামে এটার চিন্তা করে লাভ নাই। সবাই একটাই সাজেশন করে গরু পালন করার জন্য। অনেক কাজ শিখেছি করার মতো। তবে মারকেট প্লেস এ ক্লাইন্ট পাওয়াও একটা কষ্টসাধ্য ব্যাপার যদি আপনি বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করেন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 18, 2023, 05:10:48 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫১৬ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-516th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5456776
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!
I will load all these cards with 0.00005 BTC…I will leave the rest for you to load to match the face value




             KEEP ON HODLING FELLAS!!!  
 
sr. member
Activity: 1008
Merit: 366
June 18, 2023, 01:26:22 PM
তাই সবার উদ্দেশ্যে বলছি চাকরির পিছনে না দৌড়িয়ে এমন একটি অভিজ্ঞতা অর্জন করুন যার মাধ্যমে আপনি একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা এমন একটি মুক্ত পেশায় অভিজ্ঞতা অর্জন করুন, যেখানে আপনি নিজেই নিজের বস হিসেবে কাজ করবেন.

অভিজ্ঞতা অর্জন করলেই আপনি যে উদ্যক্তা হতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশ এ অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি এখনও বেকার বসে আছে। নিজের একটি ব্যাবসা করতে গেলেও টাকার প্রয়োজন। আপনার বাবার সম্পত্তি না থাকলে আপনি সেটিও করতে পারবেন না। এটলিস্ট বাংলাদেশ এ এইটা সম্ভব না। Opportunity ই নাই এই দেশ এ। চাকরি খারাপ জিনিশ না। আপনি যদি নিজের সাথে খাপ খাইয়ে এবং নিজের যোগ্যতা দিয়ে কোনো চাকরি নিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই চাকরি থেকে আপনি টাকা জমিয়ে নিজের একটি ব্যাবসা চালু করতে পারবেন। অথবা চাকরির সাথে সাথে আপনি একটি ব্যাবসা ও চালাইতে পারবেন।
সিস্টেম টাই ব্রোকেন, এইখানে আপনি হাজার চাইলেও নিজের যোগ্যতা দিয়ে কিছু করতে পারবেন না। আর করলেও অন্যরা আপনার পা ধরে টেনে নামাবে। এইটাই বাংলাদেশ।
তবে বলতে চাই, চাকরির পিছনে দৌড়ানো খারাপ কিছু না। পেয়ে গেলে তো চিন্তা মুক্ত, আর চাকরির পাশাপাশি আপনার অভিজ্ঞতা বাড়ান। তাহলে চাকরির এডভান্টেজ ও পাবেন এবং অভিজ্ঞতা থাকেল তা পরে কাজে লাগিয়ে নিজের মত কিছু করতে পারবেন। তবে একটি ছেড়ে অন্যটি কে মূখ্যভাবে নেওয়া টা যুক্তিসম্মত না।
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
June 18, 2023, 09:45:12 AM
একটু ভেবে দেখুন তো দেশের রাজস্ব আয় দিনদিন কোথায় হারিয়ে যাচ্ছে, সরকার প্রতিনিয়ত বলছে রাজস্ব আয় কমে যাচ্ছে রাজস্ব আয় নেই, প্রতিবছর আমাদেরকে প্রতিটা বাজেটে ভর্তুকি দিতে হয়.  কেন...? সরকারের এত আয়ের উপার্জনের উৎস থাকা সত্ত্বেও কেন সরকার এ কথাগুলো বলছে .
একটা উদাহরণের মাধ্যমে চলুন দেখা যাক....

 ধরেন একটি সরকারি চাকরির নিয়োগের জন্য 100 জন্য লোক নেয়া  হবে, এক্ষেত্রে প্রতি জন আবেদনকারীর জন্য দিতে হয় 500 টাকা, যদি এই চাকরির জন্য 60 লাখ লোক ফর্ম  সম্পূর্ণ করেন। তাহলে মোট টাকার পরিমাণ =(500×6000000)
 =300,0000000
=300 কোটি টাকা
এখন যদি এই 100 জন কে প্রতি মাসে 25 হাজার টাকা করে বেতন দিতে হয় তাহলে প্রতি মাসে দিতে হবে =100×25000
=2500000
=25 লক্ষ টাকা
প্রতি বছর খরচ হবে =12×2500000      [12 মাস= 1 বছর]
=30,000,000 টাকা
=3 কোটি টাকা
আর 40 বছরে খরচ হবে =40×30,000,000
=1200,000,000
=120কোটি টাকা
তাহলে 40 বছরে সরকারের খরচ 120 কোটি টাকা। আর চাকরির ফরম পুরনের জন্য সরকারের আয় ছিল 300 কোটি টাকা। এখন যদি এই 300 কোটি টাকা থেকে 120 কোটি টাকা বাদ দেই, তাহলে সরকারের মোট আয় থাকে 180 কোটি টাকা।
এ বিষয়টি থেকে কী বুঝলেন...?
সরকার আমাদের টাকা দেয় নাকি আমাদের থেকে টাকা নেয়..?🤣🤣🤣
তাই সবার উদ্দেশ্যে বলছি চাকরির পিছনে না দৌড়িয়ে এমন একটি অভিজ্ঞতা অর্জন করুন যার মাধ্যমে আপনি একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বা এমন একটি মুক্ত পেশায় অভিজ্ঞতা অর্জন করুন, যেখানে আপনি নিজেই নিজের বস হিসেবে কাজ করবেন.


sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 18, 2023, 09:41:57 AM
আজকে বিশ্ব বাবা দিবস দুয়া করি সকলের বাবার জন্য যাদের বাবা বেচে আছেন তারা যেন সুস্থ থাকেন, এবং যাদের বাবা বেচে নেই তাদের বাবা যেন পরকালে সুখ শান্তিতে থাকতে পারেন। যার বাবা নেই সেই বুঝে বাবার বেদনা।
যাইহোক বিটকয়েন তৈরি হয়েছে থেকে প্রতিবছর বাবা দিবসে বিটকয়েনের দাম কত ছিলো, আজকে সেই বিষয় নিয়ে একটা নিউজ শেয়ার করি। আপনারা দেখতে পারেন ২০২১ সালে বাবা দিবসে বিটকয়েনের দাম সর্বোচ্চ ছিলো এবং ২০০৯ সালে বাবা দিবসে বিটকয়েনের দাম সর্বনিম্ন ছিলো।

 নিউজ লিংক
staff
Activity: 2436
Merit: 2347
June 18, 2023, 05:10:26 AM
আমার accunt e Trust -1 দেওয়া হয়েছে এটি কি + করার জন্য কি কোন ব্যবস্থা আছে🙏

যদি ও আমার কনো ভুল ছিল না।আমার post copy করে অন্য জন post করেছিল তার জন্য আমাকে trust -1 দেওয়া হয়েছে!

তুমি মিথ্যে বলছ. আপনার পোস্টটি কপি করা হয়নি, আপনি পোস্টটি কপি করেছেন। আপনি যে পোস্টটি কপি করেছেন তা 25 ফেব্রুয়ারি, 2022-এ লেখা এবং একই BSC ঠিকানা সহ আপনার পোস্টটি 28 ফেব্রুয়ারি, 2022-এ লেখা। তাহলে কে কার কাছ থেকে কপি করেছে? অথবা হতে পারে Moron1244 এর অ্যাকাউন্টটি আপনার?
newbie
Activity: 82
Merit: 0
June 18, 2023, 12:10:02 AM
are u from bangladesh?
I live in Banglades. And you?
I am from Bangladesh bro.

আমার activity 28 টা হয়ে আটকে আছে কেন?  😭😭 প্লিজ হেল্প মি।
bro...জুনিয়র মেম্বার হতে গেলে একটা একাউন্ট কমপক্ষে ৩০ দিনের পুরনো হতে হয়.....আর তাই আপনি যতই পোস্ট করেন ৩০ টা এক্টিভিটি হতে ৩০ দিন ই লাগবে...
Thank you so mach vai.
full member
Activity: 490
Merit: 119
June 17, 2023, 11:41:44 PM
আমার accunt e Trust -1 দেওয়া হয়েছে এটি কি + করার জন্য কি কোন ব্যবস্থা আছে🙏

যদি ও আমার কনো ভুল ছিল না।আমার post copy করে অন্য জন post করেছিল তার জন্য আমাকে trust -1 দেওয়া হয়েছে!

আরে ভাই আপনি চুরি করবেন অথচ ধরা খাবেন না, নিজেকে খুব চালাক মনে করেন নাকি! আসলে যে নিজেকে বেশি চালাক মনে করে সে ততো তাড়াতাড়ি ধরা পড়ে যায়, ভাইয়া। একটা একাউন্টে নেগেটিভ ট্রাস্ট কেউ এত সহজে দেয় না, এটা আপনাকে বুঝতে হবে। কিছুদিন আগেও @Bitcoin_people ভাইকে নিয়ে কথা উঠেছিল। আপনি হয়তো সেটা দেখে থাকতে পারেন বা একটু পড়ে দেখতে পারেন। আপনার পোস্ট যদি কেউ চুরি করে, তাহলে আপনার বিটকয়েন এড্রেস এবং ওনার বিটকয়েন এড্রেসটা সিম কিভাবে হলো, ভাই।

আপনার নেগেটিভ ট্রাস্ট পোস্ট লিঙ্ক

আশা করি ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না।
newbie
Activity: 252
Merit: 0
June 17, 2023, 10:23:48 PM
আমার accunt e Trust -1 দেওয়া হয়েছে এটি কি + করার জন্য কি কোন ব্যবস্থা আছে🙏

যদি ও আমার কনো ভুল ছিল না।আমার post copy করে অন্য জন post করেছিল তার জন্য আমাকে trust -1 দেওয়া হয়েছে!
full member
Activity: 490
Merit: 119
June 17, 2023, 08:24:40 PM
@Little Mouse, @Shasan, @Crypto Library, @LDL, @Bitcoin_People ভাই সহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করছি, বিটকয়েন টক বাংলাদেশ ফোরামে কোন পোস্টটি সর্বোচ্চ সংখ্যক মেরিট লাভ করছে। বাংলাদেশের টপ আনার মেরিট পোস্ট ছিল= ৩৩ মেরিটের। আমি অনেক খোঁজাখুঁজি করেও সেই পোস্টটি বের করতে পারিনি। যদি সিনিয়র ভাইরা কেউ সেই পোস্টটি বের করতে সহযোগিতা করতেন তাহলে খুব উপকৃত হইতাম। ভাই এমন কোন টুলস আছে কি? যে টুলস দিয়ে শুধু একটি থ্রেডের লিং দিয়েই সেই থ্রেডের টপ মেরিট আর্নার বা কোয়ালিটি পোস্টগুলো দেখা যাবে। যদি কারো কাছে এইরকম টুলসে্র নাম জানা থাকে, আমাকে একটু জানাবেন প্লিজ।
newbie
Activity: 75
Merit: 0
June 17, 2023, 10:06:06 AM
আমি Bitcoine Accunt এ নতুন
আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt  এর প্রতি কাজ করতে!😊
এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি যদি একটু ঘাটাঘাটি করে দেখতেন তাহলে অবশ্যই এর সমাধান পেয়ে যেতেন। তাছাড়াও আমাদের এই লোকাল থ্রেডের প্রথম পেজে বিটকয়েন ফোরামের নিয়ম সহ আরো অনেক বিষয় পিন করে রাখা হয়েছে। আপনার উচিত প্রথম পেজে সকল লিংকে ঢুকে সবগুলি ভালোভাবে পড়ে নেওয়া। যারা নতুনে আসেন তারাই এই ধরনের প্রশ্ন করে থাকেন। যাইহোক আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, প্রথমে আপনাকে ১ টি মেরিট পেতে হবে এবং ৩০ এক্টিবিটি থাকতে হবে।
আপনার সুবিধার জন্য আমি কোট করে দিলাম দেখে নিতে পারেন।
১। নিউবি- ০ মেরিট
২। জুনিয়র মেম্বার- ১ মেরিট + ৩০ এক্টিভিটি
৩। মেম্বার- ১০ মেরিট + ৬০ এক্টিভিটি
৪। ফুল মেম্বার- ১০০ মেরিট + ১২০ এক্টিভিটি
৫। সিনিয়র মেম্বার- ২৫০ মেরিট + ২৪০ এক্টিভিটি
৬। হিরো মেম্বার- ৫০০ মেরিট + ৪৮০ এক্টভিটি
৭। লিজেন্ডারি মেম্বার- ১০০০ মেরিট + ৭৭৫ থেকে ১০৩০ এক্টিভিটি
যারা নতুনে আসেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্রথমে অবশ্যই প্রথম পেজে সকল নিয়ম কানুন গুলি ভালোভাবে পড়ে নিবেন।

আমরা সকলেই জানি বিটকয়েন স্ট্যান্ডার্ড বইটির লেখক Saifedean Ammous। বিটকয়েন স্ট্যান্ডার্ড থেকে 133টি আশ্চর্যজনক উক্তি শেয়ার করেছেন Bitcoin News। যদি কারো উক্তি গুলো পড়ার ইচ্ছা তাহলে অবশ্যই লিংকে ঢুকে পরে নিতে পারেন।


ভাই আপনাকে অংসখ্য ধন্যবাদ আপনি আমাকে quote করে না দিলে আমার বের করতে অনেক সমায় লাগতো
আমি দেখলাম অনেক কিছু সিখলাম ও কেমনে মেরিট নিতে হয়

আমি এখন থেকে অনেকে ভালো ভালো post করার চেষ্টা করন🥰


আমি Bitcoine Accunt এ নতুন
আমি জানি না কেমন করে Newbie থেকে Jr.member বানাতে হয় কেই যদি যেনে থাকেন আমার এ একটু সাহায্য করতেন যে কেমন করে Jr. Member বানাতে হয় তাহলে আমি অনেক খুশি হতাম আমার আরো ইচ্ছা বাড়তো Bitcoin accunt  এর প্রতি কাজ করতে!😊

আপনাকে আপনার নিজের র‍্যাঙ্ক বাড়ানোর জন্য আপনাকে ভাল ভাল কোয়ালিটি ফুল পোস্ট করতে হবে। আপনি যত ভালো ভালো পোস্ট করবেন এবং সেই পোষ্টের মাধ্যমে বিটকয়েনটক ইউজারা নতুন কোন জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। দেখবেন আপনার রেঙ্ক বেড়ে গেছে। আপনার ব্যাংক বাড়ানোর জন্য আমি নিচে কিছু বিটকয়েনটক ফোরামের গাইডলাইন লিংক দিয়ে দিলাম। আপনি একটু পড়ে নেবেন।

Newbies - Read before posting: https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727

FAQ: Everything you need to know about forum 'activity, account ranks, and merit: https://bitcointalksearch.org/topic/faq-everything-you-need-to-know-about-forum-activity-account-ranks-and-merit-2766177

Merit & new rank requirements: https://bitcointalksearch.org/topic/merit-new-rank-requirements-2818350

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি আমাকে link দিয়ে বুজিয়ে দেওয়ার জন্য
❤️❤️আপনি অনেক এগিয়ে  যাবেন দুয়া করি আপনার জন্য ❤️❤️
jr. member
Activity: 34
Merit: 2
June 17, 2023, 09:26:10 AM
আসসালামু আলাইকুম কলিজার ভাই Fuso.hp আপনাকে অনেক অনেক অভিনন্দন Full Member হওয়ার জন্য আপনার  জন্য দোয়া রইল যাতে আপনি আরব এগিয়ে যেতে পারেন  সবাইকে সাহায্য করতে পারেন 🥰
newbie
Activity: 7
Merit: 7
June 17, 2023, 09:00:07 AM


Fuso.hp ভাই আপনাকে অভিনন্দন জানাতে দেরি হলেও  আপনাকে অনেক অনেক অভিনন্দন Full Member হওয়ার জন্য  আপনার পরিশ্রমের কারণে  আপনি সফলতা পাইছেন আপনার জন্য দোয়া রইল আপনি আরো এগিয়ে যান আপনি ফরমের সবাইকে অনেক সাহায্য করেন আমি জানি একটা আইডি বড় বানাতে গেলে অনেক পরিশ্রম লাগে তো ভালো থাকবেন সবাই আপনাদের জন্য দোয়া রইল আমার🤗🫶🤜

Jump to: