আর আপনি যদি গ্রামে বাস করেন, তাহলে নিজে উদ্যোগতা হওয়াও কঠিন। আবার ছোটখাট ইনভেস্টমেন্ট দিয়ে কাজ ও হয় না। কয়েকদিন আগে বাজারে বসে আমার বন্ধুদের সাথে আলাপ করছিলাম যে কি করবো। চাকরি বাকরি চাইলে হয়তো করা যায়। তবে অনেকের যোগ্যতা অনুযায়ী পদ বা বেতন পাওয়া অনেক কষ্ট সাধ্য ব্যাপার। আবার অনেক অযোগ্য লোকজন অনেক ভালো ভালো পদে বসে আছেন যারা সেটার যোগ্য নয়।
আয়ের পথ যেটাই হোক বা ইনকাম কম বা বেশি হোক, কখনও সেটিকে ছোট মনে করা ঠিক না। আর জীবনে প্রথম ধাপ টা খুবই কঠিন। প্রথম পদক্ষেপ টি নিয়ে ফেললে পরে বাকি কাজ গুলোতে এডযাস্ট হইতে অনেক সহজ হয়। আর আপনি যখন নিজের কমফোর্ট জোন থেকে বাইরে আসবেন, নতুন লোক দের সাথে মিশবেন, আপনার নতুন এক্সপেরিয়েন্স হবে। নতুন রাস্তা খুজে পাবেন কিভাবে ভালো চাকরি খোজ যায়।
আপানর বন্ধুরা কি নিজে সাকসেসফুল? যদি লাইফে সাকসেস চান, তাহলে সাকসেসফুল লোকদের সাথে নিজের আইডিয়া শেয়ার করেন। আর লাইফে রিস্ক নিতে হবে, নাইলে সাকসেসফুল হওয়া পসিবল না। বিজনেস এ প্রতিদিন প্রয়োজন এমন জিনিশ নিয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে আপনি বিজনেস এর ফান্ডামেন্টাল বুঝে গেলে পরবর্তীতে আপনি যে কোনো জিনিশ নিয়ে ব্যাবসা করতে পারবেন। তখন ডিমান্ড আর সাপ্লাই এর বিষয় টা বুঝে জাবেন।
ছোট থেকে শুরু করেন, ভালো কিছু করতে পারবেন।
~কাট
বিষয় টা যতটা কঠিন মনে করতেছেন ওতটা কঠিন ও না। গ্রাম এ থেকেও অনেক কিছু করা যায়। খাবার আইটেম কিন্তু শহরের বিল্ডিং এ চাষ করা হয়না। গ্রামে মাঠে চাষ করা হয়, এবং বেচে থাকার জন্য কিন্তু খাদ্য আবশ্যক। এখন ভেবে দেখেন গ্রাম এ থেকে আপনি কত কিছু করতে পারেন।
চিন্তা ভাবনা বদলান, জীবন বদলে যাবে।