Author

Topic: বাংলা (Bengali) - page 199. (Read 5730149 times)

full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 30, 2023, 11:07:33 AM
নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যেগুলো খেয়াল করলে সহজে ট্রেড করতে ও প্রাইস প্রেডিক্ট করতে পারবেন:

আমরা অনেকেই নতুন আছি যারা ভুলভাল ট্রেড করে ট্রেডিংকে Gambling বানিয়ে ফেলেছি। এর মধ্যে বেশিরভাগই নতুন ট্রেডার যারা খুব একটা এনালাইসিস না করেই ট্রেডিং শুরু করে এবং এই শুরুর দিকের গুরুত্বপূর্ণ সময়ে লস খেয়ে আস্থা হারিয়ে ফেলে। আমি নিচে কিছু বিষয় আলোচনা করেছি যেগুলো সম্পর্কে বলা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে যাতে আপনি ট্রেডিং এর সময় কিছুটা হেল্প পাবেন বলে আশা করা যায়।

১. ফান্ডামেন্টাল এনালাইসিস বা মৌলিক বিশ্লেষণ করা: ফান্ডামেন্টাল এনালাইসিস ক্রিপ্টো ট্রেডিং এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মনে করুন আপনি একটি কয়েন বা টোকেন কেনার কথা ভাবছেন এখন আপনার প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত জানা খুবই দরকার। আপনার জানতে হবে প্রজেক্ট টা কেমন, এর ভিত্তি কি, ভবিষ্যতে প্রজেক্টটি কতটা গুরুত্ব পাবে। এছাড়া এর Market Cap ও Circulating Supply সম্পর্কে ধারণা রাখা ও প্রজেক্টটির অন্তর্নিহিত মূল্য কি এবং প্রজেক্টটি কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড এ বিষয়ে জানার চেষ্টা করতে হবে।

২. মুভিং অ্যাভারেজ ও চার্ট এনালাইসিস ব্যবহার করা: টেকনিকের এনালাইসিস এর জন্য দুটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে চার্ট এনালাইসিস করা ও মুভিং এভারেজ ব্যবহার করা। প্রাইস চার্ট সাধারণত সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন সম্পর্কে ধারণা পেতে ব্যবহার করা হয় আর মুভিং এভারেজ থেকে ট্রেন্ড সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়াও চার্ট থেকে ব্রেক আউট, ব্রেক ডাউন সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় ধারণা পাওয়া যায় যা থেকে আমরা কয়েনটি পাম্প করবে বা নিচে নামবে তা প্রেডিক্ট করতে পারি । সাধারণত সাপোর্ট জন থেকে প্রাইস কিছুটা উপরে যায় আর রেজিস্টেন্স জোন থেকে প্রাইস কিছুটা নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। চার্ট এনালাইসিস করে আপনারা টেক প্রফিট ও স্টপ লস সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন।

৩. শুরুতে অন্যদের এনালাইসিস থেকে শিখুন: TradingView টেকনিক্যাল এনালাইসিস এর জন্য একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে আপনি দেখতে পারবেন অনেক ব্যবহারকারী বিভিন্ন কয়েন ও পেয়ারে তাদের এনালাইসিস শেয়ার করেছে। সেখানে তাদের এনালাইসিসের বিস্তারিত পোস্ট পাবেন। অনেকে দেখবেন বিটকয়েন পাম্প করবে প্রেডিক্ট করছে আবার অনেকে ডাম্প করবে বলছে। পরবর্তীতে বিজয়ী এনালাইসিস থেকে শেখার চেষ্টা করুন এবং পরাজিত এনালাইসিস থেকে ভুলগুলো খুঁজে বের করুন। এটা আপনাকে নিজের এনালাইসিস এর সময় অনেক হেল্প করবে।

৪. ইমোশনাল ট্রেডিং থেকে বিরত থাকুন ও ট্রেন্ড ফলো করুন: প্রায়ই অনেক অভিজ্ঞ ট্রেডারও ইমোশনাল ট্রেডিং এর কারনে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। অনেক  সময় আপনার প্রেডিক্ট এর বাইরে প্রাইস মুভ করে তখন অনেকেই FOMO( Fear Of Missing Out) বা FUD( Fear, Uncertainty and Doubt) এর শিকার হয়ে ভুল সিদ্ধান্ত নেয়। এগুলো থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখতে হবে। আবার কখনোই ট্রেন্ড এর বিপরীতে ট্রেড নেয়া উচিত নয়।

৫. আসন্ন নিউজ এবং ইভেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে: অনেক  ক্রিপ্টোকারেন্সি নিউজ ও ইভেন্টের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট সময়ে প্রাইস মুভমেন্ট করে। যেমন ধরুন কোন একটি বড় এক্সচেঞ্জে লিস্টিং হলে সাধারণত প্রাইস পাম্প করে আবার হ্যালভিং এর পরে বিটকয়েন সাধারণত হিউজ পাম্প করে। এ ধরনের নিউজ ও ইভেন্ট সম্পর্কে ধারণা রাখলে আপনার ট্রেডিং এ সঠিক সিদ্ধান্ত নেয়া আরো সহজ হয়ে যাবে।

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 30, 2023, 08:35:10 AM
টুইটারে কিছু নতুন নতুন ইনফরমেশন খুঁজতে গিয়ে কতগুলো ক্রিপটো কারেন্সি রিলেটেড এক কথায় প্রকাশের মত কিছু বাগধারা খুঁজে পেয়েছিলাম। কিন্তু কোথায় কোন সোর্স থেকে নিচের ফেসগুলো খুজে পেয়েছি সেটার লিংক আমার কাছে নেই। তবে কিছু ক্রিপ্ট কারেন্সি রিলেটেড বাগধারা গুলো দিয়ে কাকে বা কি বোঝানো হয়েছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা হলো ।




jr. member
Activity: 107
Merit: 2
June 29, 2023, 11:26:18 PM
আসসালামু আলাইকুম
পবিত্র  ঈদ উল আযহারের শুভেচ্ছা। আমরা খুবই আনন্দিত পবিত্র ঈদ উল আযহার খুব আনন্দ সহকারে উদযাপন  করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
আমরা ঈদ উল আযহার শেষ করে আজকে দ্বিতীয় দিন পবিত্র জুম্মার দিন পেয়েছি তাই আমরা আল্লাহর কাছে এই কোরবানির কবুল করার জন্য আল্লাহর কাছে মোনাজাত করব যেন আমাদের কোরবানি কবুল করে নেন আমিন 🤲।

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি☺️ পরিবারকে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। ঈদ মানে একে অপরের সাথে সকল দণ্ডবিবাদ ভুলে কাঁধে কাঁধ রেখে আল্লাহর কাছে মোনাজাত করে আমাদের পশু কোরবানি দিয়ে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেবো।  দিয়ে ঈদ উল আযহার আনন্দ পালন করব ইনশাআল্লাহ

এই পবিত্র ঈদের দিনে আমাদের মাঝে অনেকেই  নেই। অনেক পরিবারের মানুষই আছে তাদের পরিবার ছেড়ে সেই দূর প্রবাসে  ঈদ  উদযাপন করছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করুন আমিন 🤲

সবাইকে ঈদের শুভেচ্ছা সবার ঈদ সুন্দর ও হাসিমুখে কাটুক এই কামনাই করি ঈদ মোবারক।

🌺
  💕🍃🌹🍃💕
💕.•°``°•.¸.•°``°•.💕
💕(    💚💚         💕
💕`•.¸   💗   ¸.•` 💕
     💕° •.¸¸.•° 💕  
           💕💕
             💕  💕
┌────♣─────┐
            😍পবিত্র🫂
               ❤
      ঈ্ঁদে্ঁর্ঁ শু্ঁভে্ঁচ্ছো্ঁ
               🧡
        ঈ্ঁদ্ঁ মু্ঁবা্ঁর্ঁক্ঁ
               💙
       ༊᭄
└────♣─────┘
         🌹🍃🌹🍃
    
     ┊┊┊┊┊      
     ┊┊┊┊💚  
     ┊┊┊💚    
     ┊┊💚        
     ┊💚
           ❤ঈঁদ💘মোবারক💘
              ঈঁদ💘মোবারক💘
                ঈঁদ💘মোবারক💘
                   ঈঁদ💘মোবারক💘
                      ঈঁদ💘মোবারক💘
                         ঈঁদ💘মোবারক💘
ঈঁদ💘মোবারক💘
  ঈঁদ💘মোবারক💘
     ঈঁদ💘মোবারক💘
        ঈঁদ💘মোবারক💘
           ঈঁদ💘মোবারক💘
              ঈঁদ💘মোবারক💘
                ঈঁদ💘মোবারক💘
                   ঈঁদ💘মোবারক💘
                      ঈঁদ💘মোবারক💘
                         ঈঁদ💘মোবারক💘
ঈঁদ💘মোবারক💘
  ঈঁদ💘মোবারক💘
     ঈঁদ💘মোবারক💘
        ঈঁদ💘মোবারক💘
           ঈঁদ💘মোবারক💘
              ঈঁদ💘মোবারক💘
                ঈঁদ💘মোবারক💘
                   ঈঁদ💘মোবারক💘
                      ঈঁদ💘মোবারক💘
                        
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 29, 2023, 08:44:29 AM
আসসালামু আলাইকম প্রিয় ভাইয়েরা, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, সবার ঈদ কাটুক পরিবারের সাথে আর বয়ে আনুক অনাবিল আনন্দ। ঈদ মোবারক
আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল ছিল। ছোট একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমি সাধারণত ছোট খাটো একজন ট্রেডার যদিও এখন মাঝে মাঝে ট্রেড করি। যেহেতু আমি এখন স্টুডেন্ট তাই মাঝে মাঝে প্রয়োজনে বিটকয়েন সেল দিয়ে নিজের জন্য টাকা খরচ করি। তবে আজকে আমার মনে হলো সবাইকে ঈদ সালামি দিব তাও আমার বিটকয়েন সেল করে। সারাদিন খুব বৃষ্টি ছিল ঈদের নামাজ শেষ করে Binance এ P2P তে বিটকয়েন সেল করে নগদ এর মাধ্যমে টাকা উঠিয়ে আনলাম। তারপর আমার ছোট ভাই বোন সহ চাচাতো ছোট ভাইবোন দের একটা মোটামুটি ভাল পরিমাণের সালামি দেই (পরিমাণ শেয়ার না করি)। সবাই খুবই খুবই খুশি দেখে আমার ঈদ টা সত্যিই ধন্য। যদিও এটা খুব স্বাভাবিক এবং ছোট একটি ঘটনা কিন্তু বিশ্বাস করুন আমার কাছে খুবই স্পেশাল ছিল।
আসলেই বিটকয়েন বিক্রি করে ছোটদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার মজাটা ভাষায় প্রকাশ করার মতো না।
full member
Activity: 490
Merit: 119
June 29, 2023, 04:59:43 AM
ঈদুল আযাহার শুভেচ্ছা ও অভিনন্দন। এই পবিত্র ঈদুল আযহা সুখ বয়ে আসুক সকলের জীবনে। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক প্রতিটি প্রাণ। ঈদ মোবারক!
jr. member
Activity: 33
Merit: 2
June 29, 2023, 04:23:47 AM

সবাইকে


 🌼🌹🌼🌹🌼🌹
🌼🌹🌼🌹🌼🌹
🌼🌹
🌼🌹
🌼🌹🌼🌹
🌼🌹
🌼🌹
🌼🌹🌼🌹🌼🌹
🌼🌹🌼🌹🌼🌹


🌼🌹🌼🌹
     🌼🌹
     🌼🌹
     🌼🌹
     🌼🌹
     🌼🌹
     🌼🌹
     🌼🌹
🌼🌹🌼🌹


🌼🌹🌼🌹🌼🌹
🌼🌹🌼🌹🌼🌹🌼
🌹🌼                 🌹🌼
🌹🌼                  🌹🌼
🌹🌼                   🌹🌼
🌹🌼                  🌹🌼
🌹🌼                 🌹🌼
🌹🌼🌹🌼🌹🌼🌹
🌼🌹🌼🌹🌼🌹



🌼🌹🌼                  🌹🌼🌹
🌼🌹 🌼🌹      🌼🌹 🌼🌹
🌼🌹   🌼🌹 🌼🌹    🌼🌹
🌼🌹      🌼🌹🌼       🌹🌼
🌹🌼         🌹🌼         🌹🌼
🌹🌼                            🌹🌼
🌹🌼                            🌹🌼
🌹🌼                            🌹🌼


    🌼🌹🌼🌹🌼
  🌹🌼🌹🌼🌹🌼
🌹🌼              🌹🌼
🌹🌼              🌹🌼
🌹🌼              🌹🌼
🌹🌼              🌹🌼
🌹🌼              🌹🌼
  🌹🌼🌹🌼🌹🌼
    🌹🌼🌹🌼🌹


🌼🌹🌼🌹🌼
🌹🌼🌹🌼🌹🌼
🌹🌼            🌹🌼
🌹🌼          🌹🌼
🌹🌼🌹🌼🌹
🌼🌹          🌼🌹
🌼🌹            🌼🌹
🌼🌹🌼🌹🌼🌹
🌼🌹🌼🌹🌼


                  🌼  🌹
              🌼🌹🌼🌹
            🌼🌹    🌼🌹
          🌼🌹        🌼🌹
        🌼🌹 🌼 🌹 🌼🌹
      🌼🌹🌼 🌹 🌼🌹🌼
    🌹🌼                    🌹🌼
  🌹🌼                        🌹🌼
🌹🌼                            🌹🌼


🌼🌹🌼🌹🌼
🌹🌼🌹🌼🌹🌼
🌹🌼            🌹🌼
🌹🌼            🌹🌼
🌹🌼🌹🌼🌹🌼
🌹🌼🌹🌼🌹
🌼🌹       🌼🌹
🌼🌹          🌼🌹
🌼🌹             🌼🌹


    🌼🌹🌼🌹🌼
  🌹🌼🌹🌼🌹🌼
🌹🌼              🌹🌼
🌹🌼              🌹🌼
🌹🌼              🌹🌼
🌹🌼              🌹🌼
🌹🌼              🌹🌼
  🌹🌼🌹🌼🌹🌼
    🌹🌼🌹🌼🌹


🌼🌹             🌼🌹
🌼🌹          🌼🌹
🌼🌹       🌼🌹
🌼🌹   🌼🌹
🌼🌹🌼🌹
🌼🌹   🌼🌹
🌼🌹       🌼🌹
🌼🌹          🌼🌹
🌼🌹          🌙🕌l
sr. member
Activity: 336
Merit: 292
20BET - Premium Casino & Sportsbook
June 29, 2023, 12:46:27 AM
Eid Mubarak to all my Muslim Bangladeshi Brothers 

We all Pakistani Bitcointalk Community wish that Almighty Allah fill all our Bangali brothers life with blessings and do not suffer in any mode of the world. Wherever there are Muslims, they are all one like a body. I cannot write local language and writing in English, hope for accepting love from Pakistan.

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 28, 2023, 11:51:38 PM
Eid Ul Adha Mubarak to all Bangladesh Community from Pakistan



Eid Ul Adha Mubarak to our Beloved Bangladesh Community Brothers! 🇧🇩❤️🇵🇰

~~

Eid Mubarak!

@LDL
@Bitcoin_people
@Learn Bitcoin
@Bd officer
@Crypto Library
@Popkon6
@Little Mouse
@NicNacCoin
@shasan
@tjtonmoy
@Other Members



I understand that I am not member of this community and I apologize if posting this message violates any forum rules. I am here to share this moment of joy with all my Bangladeshi brothers from Pakistan

@Unknown Op Thank you very much brother. On behalf of Bangladesh, we wish all the members of Pakistan a very happy Eid-ul-Azha.
I pray to Almighty Allah that the joy of this Eid will be auspicious for all of our Bangladesh and Pakistan Board.
On the occasion of the holy Eid-ul-Azhar, thousands of greetings and prayers to the Muslim brothers all over the world so that we all can live a happy life. May Allah grant us this blessing.
Once again, on behalf of Bangladesh, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak to all Muslim brothers of Pakistan. 🥰🇧🇩🇵🇰
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 28, 2023, 10:04:40 PM
Eid Ul Adha Mubarak to all Bangladesh Community from Pakistan
Eid Ul Adha Mubarak brother. Thank you for visiting our local thread and wishing us. I hope everything is fine in Pakistan as well. Enjoy your Eid with your friends and family. May Allah accept your sacrifice.
Quote
I understand that I am not a member of this community and I apologize if posting this message violates any forum rules. I am here to share this moment of joy with all my Bangladeshi brothers from Pakistan
It's completely fine to post in any local section. We welcome everyone to post here but we encourage using the Bengali language. I also post in Pakistan's Local thread and you guys always welcome me as well.
sr. member
Activity: 560
Merit: 365
Pakistan Local Board Request
June 28, 2023, 09:37:47 PM
Eid Ul Adha Mubarak to all Bangladesh Community from Pakistan



Eid Ul Adha Mubarak to our Beloved Bangladesh Community Brothers! 🇧🇩❤️🇵🇰

We send our sincere greetings and best wishes to our beloved brothers in the Bangladeshi community on this auspicious occasion of Eid ul Adha. May you experience happiness, serenity and wealth throughout this festive occasion.

Let's embrace the fraternity and unity that links us across borders as we commemorate this great occasion. We are united by a shared faith and a connection that is not limited by geography.

Once Again Eid Mubarak to whole Bangali Community. May you experience great joy, comradery and spiritual enlightenment over this holiday season. May each new day bring us closer as a brotherhood and as a relationship.

Eid Mubarak!

@LDL
@Bitcoin_people
@Learn Bitcoin
@Bd officer
@Crypto Library
@Popkon6
@Little Mouse
@NicNacCoin
@shasan
@tjtonmoy
@Other Members



I understand that I am not member of this community and I apologize if posting this message violates any forum rules. I am here to share this moment of joy with all my Bangladeshi brothers from Pakistan



Also Advance Congrats @LDL to promote into Hero Rank
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 28, 2023, 09:37:06 PM
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 28, 2023, 08:29:49 PM
আজকের এই ঈদের দিনে সকলকে জানাই বৃষ্টির শুভেচ্ছা Grin.
আল্লাহতালা রহমতের বৃষ্টি নাজিল করেছেন এই কুরবানীর ঈদের দিন আজকে ঈদের নামাজ শেষ করে কোরবানি কোথায় করা যায় সেই টেনশনে রয়েছে সকলেই।
বৃষ্টি ছাড়ার মত কোন সুবিধা দেখতেছি না আজকের কোরবানির ঈদটা এই বৃষ্টির মধ্যে মানুষের কাজকর্ম করা খুবই কঠিন হয়ে পড়বে। যদি আল্লাহ তা'আলা চায় তাহলে হয়তো আমরা ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারব।
আজকে বৃষ্টি না ছাড়লে সকলেরই সমস্যা তাই আমরা আল্লাহ তায়ালার কাছে দোয়া করব যাতে বৃষ্টির ছেড়ে যায় এবং আমরা ভালোভাবে কুরবানী দিয়ে ঈদের আনন্দটা উপভোগ করতে পারি।
আবারো সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ভালোবাসা।

সেই সাথে আমাদের বাংলা লোকাল বোর্ডের একজন সদস্যকে জানাই অভিনন্দন এবং ঈদ মোবারক।
@LDL আজকে তিনি হিরো মেম্বার পদমর্যাদার যোগ্যতা অর্জন করেছেন শুধুমাত্র একটিভিটির কারণে তার ‍্যাঙ্ক আপ হচ্ছে না। তবে এটি অবশ্যই আমাদের লোকাল বোর্ডের জন্য খুবই প্রশংসনীয় যে তিনি এত পদমর্যাদা অর্জন করেছে অল্প সময়ের মধ্যে।
তাই আবারো তাকে অভিনন্দন এবং ভালোবাসা।
সকলকে ঈদ মোবারক ঈদের দিন সকলের ভালোভাবে কাটুক এই দোয়াই করি সবার জন্য।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 28, 2023, 08:04:01 PM
Grin ভাই আসলে আমার খেয়াল ছিলনা আজকে ২৮ তারিখ তবে আমার ভুল হয়ে গেছে সারাদিন গরুর হাটে দৌড়াদৌড়ি করে মাথাটা পুরাই পাগলের মত হয়ে গেছে তাই একটু একটু ভুল হচ্ছে  Grin Grin
তবে ভাই আমি কুমিল্লা অথবা নোয়াখালীর বাসিন্দা নই এই কথাটা বলে পুরাই আমাকে বাংলাদেশ থেকে ছুড়ে ফেলে দিয়ে অন্য একটি রাষ্ট্রে ফেলে দিলেন  Grin
তবে কুমিল্লা এবং নোয়াখালী হয়তো তারা আমাদের এই দেশের বাহিরের কোন দেশ হবে  Grin তাই তারা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ উদযাপন করে Grin তবুও তাদেরকে ঈদের শুভেচ্ছা।
এই ঈদুল আযহার উপলক্ষে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম সেই সাথে সকলের জন্য কোরবানির দাওয়াত রইলো।
ঈদ মোবারক

সবার প্রথমে বলতে চাই, নোয়াখালী বিভাগ চাই!  Cool
যাই হোক, যদিও আমরা এগুলো নিয়ে মজা করে থাকি, তবে নোয়াখালীর মানুষজন এগুলো কে অনেক সিরিয়াসলি দেখে থাকেন। যদি কেউ অই অঞ্চলের হয়ে থাকেন, মনে কষ্ট নিবেন না। আমরা শুধুমাত্র মজার ছলেই এগুলো বলে থাকি।

সবাইকে আমার পক্ষ থেকে  ঈদুল আযহার শুভেচ্ছা।  দোয়া রইল সবার জন্য  যেন জীবনের  উপর দিয়ে যাওয়া ঝড় ঝাপটা গুলো হালকা হয়ে উড়ে যায়। ঈদের দাওয়াত আর চাইলামও না দিলাম না  কারণ অ্যানিনিউমাস  থাকাটাই ভালো।
ঈদ মোবারক সবাইকে।
ভাই আপনকেও ঈদের শুভেচ্ছা। আশা করি ঈদের দিনের উসিলায় সকলেই সকল ভেদাভেদ ভুলে অন্যকে ক্ষমা করে নিজে ক্ষমা চেয়ে নিজেদের মনের অহংকার কোরবানী করে সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যাবো।

এরি ফাকে ছোট একটা  প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে চাই, যে Sign করা message  চেক করার ক্ষেত্রে কি ওই প্লাটফর্মি ব্যবহার করতে হয়,  যে প্ল্যাটফর্ম দ্বারা মেসেজটি Sign  করা হয়েছে? আমি কয়েকটা মেসেজ ভেরিফিকেশন করতে গিয়ে   ভেরিফিকেশন করতে পারলাম না,নাকি আমি নিজেই  সঠিক পদ্ধতি ,  বা কোন ভুল করতেছি এর জন্য  হয়নি  এটাও বুঝতেছিনা, পাশাপাশি মেসেজ ভেরিফিকেশন করার জন্য ভালো কোন ওয়েবসাইট  সাজেশন চাচ্ছি ?
ইলেক্ট্রামে সাইন করা মেসেজ ইলেক্ট্রামে চেক করা যায়। আমি কখনো চেক করি নাই। তবে আপনার কথা শোনার পর সার্চ করে একটা ওয়েবসাইট পেয়েছি যেটার নাম https://www.verifybitcoinmessage.com/ এখানে আপনি মেসেজ ভেরিফাই করতে পারবেন যদি মেসেজটি bech32 address থেকে সাইন করা হয়ে থাকে। তবে মাল্টি সিগনেচার ওয়ালেট হলে বা টাইমলক ওয়ালেট হলে এই ওয়েবসাইট কাজ করবে না। আমি একটা মেসেজ ভেরিফাই করার চেষ্টা করেছি, ভুল মেসেজ দিয়েও দেখেছি



ঈদ মোবারক।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

আজকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। প্রত্যেক মুসলমান নর-নারীর জীবন হয়ে উঠুক অনাবিল আনন্দময় ও বরকতময়। আল্লাহ পাক প্রত্যেকটি মুসলমানের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসুক সেই প্রত্যাশা রইল। পরিশেষে প্রত্যেক মুসলমানের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করছি।

ঈদ মোবারক ভাই!
আজকে ঈদের দিনের খুশিতে আপনার ফাইনাল টাচ টা দিয়ে দিলাম। আমার কাছে এস মেরিট ছিলো না। আজকে পেয়েছি তাই ঈদের আনন্দ ভাগ করলাম।
৫০০ মেরিট এর জন্য কংগ্রাচুলেশন্স! আর ঈদের অনেক শুভেচ্ছা।


LDL
hero member
Activity: 742
Merit: 671
June 28, 2023, 06:39:53 PM
ঈদ মোবারক।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

আজকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। প্রত্যেক মুসলমান নর-নারীর জীবন হয়ে উঠুক অনাবিল আনন্দময় ও বরকতময়। আল্লাহ পাক প্রত্যেকটি মুসলমানের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসুক সেই প্রত্যাশা রইল। পরিশেষে প্রত্যেক মুসলমানের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 28, 2023, 03:20:52 PM
এরি ফাকে ছোট একটা  প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে চাই, যে Sign করা message  চেক করার ক্ষেত্রে কি ওই প্লাটফর্মি ব্যবহার করতে হয়,  যে প্ল্যাটফর্ম দ্বারা মেসেজটি Sign  করা হয়েছে? আমি কয়েকটা মেসেজ ভেরিফিকেশন করতে গিয়ে   ভেরিফিকেশন করতে পারলাম না,নাকি আমি নিজেই  সঠিক পদ্ধতি ,  বা কোন ভুল করতেছি এর জন্য  হয়নি  এটাও বুঝতেছিনা, পাশাপাশি মেসেজ ভেরিফিকেশন করার জন্য ভালো কোন ওয়েবসাইট  সাজেশন চাচ্ছি ?
Sign Message  বিষয়টা কি ভাই ?
 আমি আসলে জানতে চাচ্ছি এটার কাজ কি ?  মনে হয় ফোরামে  একটা পোস্ট দেখেছিলাম  সেখানে এটা করলে মেরিট দিত। আমাকে একটু বিস্তারিত বলবেন------
মেসেজ সাইনিং হচ্ছে  owner  যাচাই করার একটা পদ্ধতি,   যেমন ধরুন ব্যাংকে টাকা উঠাতে গেলে  বা কোন দলিলপত্র  ইত্যাদি তে মালিক যাচাই করার জন্য  আমরা যে সিগনেচার দেই।  এটা মূলত ডিজিটাল সিগনেচার।
আরেকটু সহজ করে বললেঃ
ধরুন এই  ওয়ালেটটি  bc1qf7w26caegj0kjxuf802dhnk0tn0sz5wlcaysre আমার,  এটা তো শুধু আমি দাবি করলে চলবে না। এটির জন্য তো আমার প্রমাণ দেখাতে হবে  এটি প্রমাণ করার জন্য মেসেজ সাইনিং   করা যায় এমন সফটওয়্যার ব্যবহার করে  আমার  এই  ওয়ালেটটির প্রাইভেট কি দ্বারা  অ্যাক্সেস করে মেসেজ ক্রিয়েট করতে হবে আর এই পদ্ধতিকে বলা হয়   মেসেজ সাইনিং ।  
আর আপনি যে পোস্টটি দেখেছেন  Newbies  দের উৎসাহিত করার জন্য ।OgNasty এই  থ্রেডটি খুলেছিল [Merit] Hey Newbies! Can You Sign A Message?, যদিও আমি জানিনা টপ একটি এখন ডেড কিনা তারপরেও  আপনি চাইলে এখানে মেসেজ সাইন ইন করতে পারেন।  
আর যদি মেসেজ সাইন ইন করতে না পারেন তাহলে  এই টপিকটি ভিজিট করতে পারেন,  How to sign a message?! এখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া রয়েছে। আর যদি বুঝতে সমস্যা হয়  জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করবেন না।

 
আমরা যারা যারা ku-coin exchanger  ব্যবহার করি তাদের সবার নিকটে  হয়তো অলরেডি এই নোটিফিকেশন গিয়েছে যে তারা KYC  ভেরিফিকেশন মেন্ডেটরি করতে যাচ্ছে.
আর এটি স্টার্ট হবে 15 জুলাই ২০২৩ থেকে.  ১৫ জুলাই এর পর থেকে  নতুন যারা ku-coin  এ রেজিস্টার করবে তাদেরকে KYC  ভেরিফিকেশন বাধ্যতামূলকভাবে  পূরণ করতে হবে
আর যারা অলরেডি registered  কিন্তু কেআইসি ভেরিফিকেশন করা নেই,  তাদের  ডিপোজিট এড্রেস  বন্ধ হয়ে যাবে.  তবে  আসার বাণী একটাই   আপনি ফান্ড উইথড্র করতে পারবেন।
যারা যারা পেমেন্ট পাওয়ার জন্য যেসব জায়গায়  ku-coin থেকে সরাসরি  ওয়ালেট এড্রেস  তারা  এখন থেকে হয় KYC  ভেরিফিকেশন কমপ্লিট করুন অথবা ওয়ালেট এড্রেসটি চেঞ্জ করে  অন্য ওয়ালেট এড্রেস দিন।  নয় তো আপনার পেমেন্ট  গচ্চা যেতে পারে
newbie
Activity: 9
Merit: 1
June 28, 2023, 03:13:26 PM
এরি ফাকে ছোট একটা  প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে চাই, যে Sign করা message  চেক করার ক্ষেত্রে কি ওই প্লাটফর্মি ব্যবহার করতে হয়,  যে প্ল্যাটফর্ম দ্বারা মেসেজটি Sign  করা হয়েছে? আমি কয়েকটা মেসেজ ভেরিফিকেশন করতে গিয়ে   ভেরিফিকেশন করতে পারলাম না,নাকি আমি নিজেই  সঠিক পদ্ধতি ,  বা কোন ভুল করতেছি এর জন্য  হয়নি  এটাও বুঝতেছিনা, পাশাপাশি মেসেজ ভেরিফিকেশন করার জন্য ভালো কোন ওয়েবসাইট  সাজেশন চাচ্ছি ?
Sign Message  বিষয়টা কি ভাই ?
 আমি আসলে জানতে চাচ্ছি এটার কাজ কি ?  মনে হয় ফোরামে  একটা পোস্ট দেখেছিলাম  সেখানে এটা করলে মেরিট দিত। আমাকে একটু বিস্তারিত বলবেন------

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 28, 2023, 01:19:41 PM
সবাইকে আমার পক্ষ থেকে  ঈদুল আযহার শুভেচ্ছা।  দোয়া রইল সবার জন্য  যেন জীবনের  উপর দিয়ে যাওয়া ঝড় ঝাপটা গুলো হালকা হয়ে উড়ে যায়। ঈদের দাওয়াত আর চাইলামও না দিলাম না  কারণ অ্যানিনিউমাস  থাকাটাই ভালো।
ঈদ মোবারক সবাইকে।

এরি ফাকে ছোট একটা  প্রশ্ন জিজ্ঞাসা করে নিতে চাই, যে Sign করা message  চেক করার ক্ষেত্রে কি ওই প্লাটফর্মি ব্যবহার করতে হয়,  যে প্ল্যাটফর্ম দ্বারা মেসেজটি Sign  করা হয়েছে? আমি কয়েকটা মেসেজ ভেরিফিকেশন করতে গিয়ে   ভেরিফিকেশন করতে পারলাম না,নাকি আমি নিজেই  সঠিক পদ্ধতি ,  বা কোন ভুল করতেছি এর জন্য  হয়নি  এটাও বুঝতেছিনা, পাশাপাশি মেসেজ ভেরিফিকেশন করার জন্য ভালো কোন ওয়েবসাইট  সাজেশন চাচ্ছি ?
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
June 28, 2023, 12:23:27 PM
আসসালামুয়ালাইকুম.....
সবাইকে জানাই ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন. সকল মুসলিম ভাইদের জন্য আমার আল্লাহর কাছে দোয়া রইল, তিনি যেন সবাইকে তার নেককার বান্দা হিসেবে কবুল করেন. সকল মিথ্যা কথাবার্তা ও কার্যক্রম থেকে বিরত রাখেন এবং নেক হায়াত দান করেন.
[আমিন]
আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ রইল, ঈদুল আযহার দিনে আপনারা সকলে আপনাদের বাবা-মার কাছ থেকে দোয়া চাইবেন আর যদি কখনো ভুল করে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিবেন....
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 28, 2023, 12:13:01 PM
ঈদ মোবারক
"ঈদ মোবারক"
ঈদ মোবারক

আমাদের লোকাল থ্রেডের সকল প্রান প্রিয় ভাইয়েদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। যখম ছোট ছিলাম তখন ঈদ আসলে কত আনন্দ করতাম বাজি ফাটাইতাম। আব্বা-মা ৫-১০ টাকা দিতো কত খুশি হয়ে ঈদে যাইতাম। এখম বড় হয়ে গেছি, ওই ছেলেবেলার আনন্দটা এখন আর করা হয় না। সকালে হলে ঈদ অথচ ওই ছেলেবেলার আনন্দটা এখন আর মনের ভিতর নেই। সত্যি কথা ভাই আমরা যরা বড় হয়েছি, আমাদের মাঝে থেকে ঈদের আনন্দ টা ওই ছেলেবেলার মতো আর হয় না। সবার জন্য দুয়া সকলে সুস্থ থাকুন পরিবারের সাথে হাসি খুশী ভাবে ঈদ উদযাপন করুন।
jr. member
Activity: 34
Merit: 2
June 28, 2023, 12:01:19 PM
,.•°``°•.¸.•°``°•.
(      পবিত্র      )
`•.¸             ¸.•`
      ° •.¸¸.•°   
                   .•°``°•.¸.•°``°•.
                  (ঈদুল আজহা'র)
                   `•.¸             ¸.•`
                   ‌      ° •.¸¸.•°   
   .•°``°•.¸.•°``°•.
  (      অগ্রীম      )
   `•.¸             ¸.•`
        ° •.¸¸.•°   

                 .•°``°•.¸.•°``°•.
                (    শুভেচ্ছা     )
                  `•.¸            ¸.•`
                       ° •.¸¸.•°   

       .•°``°•.¸.•°``°•.
     ( ঈদ মোবারক )
       •.¸             ¸.•`
           ° •.¸¸.•💚✨

:🕌┏━━━﷽━━━━┓🕌
🕋🌙𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🌙🕋
🕌┗━━━ ﷽━━━━┛🕌
Jump to: