Author

Topic: বাংলা (Bengali) - page 200. (Read 5730116 times)

member
Activity: 168
Merit: 58
June 28, 2023, 11:05:24 AM
ইমেজ সোর্স এর কোনো লিংক দিতে হয় না। শুধুমাত্র কোনো প্রকার কন্টেষ্ট যেখানে নিজের ছবি আপলোড দেয়ার রুলস সেখানে নিজের ছবি দিতে হবে। তাছাড়া ইমেজ কোনো রুলস ভায়োলেট করে না। ইমেজ এর কোনো কপিরাইট রুলস ফোরামে নাই। সুতরাং ইনটারনেট এ এভেইলেবল যেকোনো ইমেজ আপনি ফোরামে শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো সোর্স প্রোভাইড করতে হবে না। আশা করি ব্যাপার টা ক্লিয়ার।
আমি ভাই মনে করতাম পিকচার দিলেও ওইটাও কপি পোস্ট হিসেবে গন্য হবে। সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ আপনাকে।  Smiley

অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৮ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস!

ঈদ মোবারক আগামী 29 শে জুন (হয়তো ভুল ক্রমে আপনি ২৮ তারিখ দিয়েছেন)। ঈদের শুভেচ্ছা রইল সকল মুসলমান ভাইদের প্রতি ঈদের আগাম দাওয়াত। সকলেই মিলে আমরা কুরবানীতে অংশগ্রহণ করব এবং যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করতে পারে নাই তারা অবশ্যই সাহায্য করবেন।
বৃহস্পতিবার সকলের সুখের এবং হাসির দিন কামনা করি যেন আনন্দ উল্লাসে সবাই ঈদের আনন্দ সকলের মাঝে উপভোগ করতে পারেন।

আমি আবারো জানাই সকলকে ঈদ মোবারক। আমাদের সমাজে এমনও লোক দেখা যায় যারা সামর্থ্য থাকা সত্তেও আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করতে চায় না। আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করলে সম্পদ কমে না বরং সম্পদ বৃদ্ধি পায়। আর একটা কথা বলি যারা ভাগে কুরবানি দিতাছেন তারা সঠিক ভাবে গোস্ত বন্টন করবেন। কারো মনে জানি সন্দেহ থাকে না আমার ভাগে কম হলো ঠকলাম।
আল্লাহ পাক এবার যাদের কুরবানি করার সামর্থ্য দেন নাই, তাদের যেনো আগামী বছর আল্লাহ তায়ালা কুরবানী দেওয়ার  তৌফিক দান করেন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 28, 2023, 10:58:33 AM


আমাদের বাংলাদেশ কমিউনিটির সকল মেম্বারদের জানাই ঈদুল আজহার পবিত্র শুভেচ্ছা। বিশেষ আত্মত্যাগের মধ্যে দিয়ে আগামীকাল রোজ বৃহস্পতিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা পালিত হবে। যদিও আজকে সৌদি আরবের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বিশেষ বিশেষ কিছু জায়গায় পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ আগামীকাল পবিত্র ঈদুল আযহা পালন করবে। আপনাদের সবার ঈদুল আযহার আনন্দ প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক‌।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 28, 2023, 10:54:23 AM
অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৮ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস!

ঈদ মোবারক আগামী 29 শে জুন (হয়তো ভুল ক্রমে আপনি ২৮ তারিখ দিয়েছেন)। ঈদের শুভেচ্ছা রইল সকল মুসলমান ভাইদের প্রতি ঈদের আগাম দাওয়াত। সকলেই মিলে আমরা কুরবানীতে অংশগ্রহণ করব এবং যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করতে পারে নাই তারা অবশ্যই সাহায্য করবেন।
বৃহস্পতিবার সকলের সুখের এবং হাসির দিন কামনা করি যেন আনন্দ উল্লাসে সবাই ঈদের আনন্দ সকলের মাঝে উপভোগ করতে পারেন।

Sorry for my mistake  Cheesy Cheesy.
ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।

অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৮ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস!

ঈদ মোবারক আগামী 29 শে জুন (হয়তো ভুল ক্রমে আপনি ২৮ তারিখ দিয়েছেন)। ঈদের শুভেচ্ছা রইল সকল মুসলমান ভাইদের প্রতি ঈদের আগাম দাওয়াত। সকলেই মিলে আমরা কুরবানীতে অংশগ্রহণ করব এবং যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করতে পারে নাই তারা অবশ্যই সাহায্য করবেন।
বৃহস্পতিবার সকলের সুখের এবং হাসির দিন কামনা করি যেন আনন্দ উল্লাসে সবাই ঈদের আনন্দ সকলের মাঝে উপভোগ করতে পারেন।


হতে পারে উনি কুমিল্লা অথবা নোয়াখালীর বাসিন্দা। আমরা অনেকেই জানি যে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের অনেক এলাকায় সৌদির সাথে দিন মিলিয়ে ঈদ এবং রোজা পালন করে থাকে। সেই হিসাবে ওনার এলাকায় হয়তো আজকেই ঈদ উদযাপন করা হয়ে গেছে। যদিও এটা নিয়ে অনেকের অনেক দ্বীমত পোষন করে থাকেন এবং এটা একটা কন্ট্রোভারশিয়াল ম্যাটার। আমরা কারো বিশ্বাস নিয়ে এখানে কথা বলতে চাই না। যারা নোয়াখালী এবং কুমিল্লা এলাকায় ঈদ পালন করছেন, তাদেরকেও ঈদ মোবারক। কোরবানীর ঈদের উসিলায় আমরা আমাদের মনের অহংকার, হিংসা, রাগ সকল কিছুকে কোরবানী করে নতুন ভাবে শুরু করবো এই আশা করছি।

সকলকে আবারো ঈদ মোবারক!
Grin ভাই আসলে আমার খেয়াল ছিলনা আজকে ২৮ তারিখ তবে আমার ভুল হয়ে গেছে সারাদিন গরুর হাটে দৌড়াদৌড়ি করে মাথাটা পুরাই পাগলের মত হয়ে গেছে তাই একটু একটু ভুল হচ্ছে  Grin Grin
তবে ভাই আমি কুমিল্লা অথবা নোয়াখালীর বাসিন্দা নই এই কথাটা বলে পুরাই আমাকে বাংলাদেশ থেকে ছুড়ে ফেলে দিয়ে অন্য একটি রাষ্ট্রে ফেলে দিলেন  Grin
তবে কুমিল্লা এবং নোয়াখালী হয়তো তারা আমাদের এই দেশের বাহিরের কোন দেশ হবে  Grin তাই তারা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ উদযাপন করে Grin তবুও তাদেরকে ঈদের শুভেচ্ছা।
এই ঈদুল আযহার উপলক্ষে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম সেই সাথে সকলের জন্য কোরবানির দাওয়াত রইলো।
ঈদ মোবারক
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 28, 2023, 10:42:12 AM
অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৮ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস!

ঈদ মোবারক আগামী 29 শে জুন (হয়তো ভুল ক্রমে আপনি ২৮ তারিখ দিয়েছেন)। ঈদের শুভেচ্ছা রইল সকল মুসলমান ভাইদের প্রতি ঈদের আগাম দাওয়াত। সকলেই মিলে আমরা কুরবানীতে অংশগ্রহণ করব এবং যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করতে পারে নাই তারা অবশ্যই সাহায্য করবেন।
বৃহস্পতিবার সকলের সুখের এবং হাসির দিন কামনা করি যেন আনন্দ উল্লাসে সবাই ঈদের আনন্দ সকলের মাঝে উপভোগ করতে পারেন।


হতে পারে উনি কুমিল্লা অথবা নোয়াখালীর বাসিন্দা। আমরা অনেকেই জানি যে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের অনেক এলাকায় সৌদির সাথে দিন মিলিয়ে ঈদ এবং রোজা পালন করে থাকে। সেই হিসাবে ওনার এলাকায় হয়তো আজকেই ঈদ উদযাপন করা হয়ে গেছে। যদিও এটা নিয়ে অনেকের অনেক দ্বীমত পোষন করে থাকেন এবং এটা একটা কন্ট্রোভারশিয়াল ম্যাটার। আমরা কারো বিশ্বাস নিয়ে এখানে কথা বলতে চাই না। যারা নোয়াখালী এবং কুমিল্লা এলাকায় ঈদ পালন করছেন, তাদেরকেও ঈদ মোবারক। কোরবানীর ঈদের উসিলায় আমরা আমাদের মনের অহংকার, হিংসা, রাগ সকল কিছুকে কোরবানী করে নতুন ভাবে শুরু করবো এই আশা করছি।

সকলকে আবারো ঈদ মোবারক!
sr. member
Activity: 798
Merit: 377
June 28, 2023, 10:30:03 AM
অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৮ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।


ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস!

ঈদ মোবারক আগামী 29 শে জুন (হয়তো ভুল ক্রমে আপনি ২৮ তারিখ দিয়েছেন)। ঈদের শুভেচ্ছা রইল সকল মুসলমান ভাইদের প্রতি ঈদের আগাম দাওয়াত। সকলেই মিলে আমরা কুরবানীতে অংশগ্রহণ করব এবং যে সকল ভাইয়েরা অংশগ্রহণ করতে পারে নাই তারা অবশ্যই সাহায্য করবেন।
বৃহস্পতিবার সকলের সুখের এবং হাসির দিন কামনা করি যেন আনন্দ উল্লাসে সবাই ঈদের আনন্দ সকলের মাঝে উপভোগ করতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 28, 2023, 09:18:15 AM
পিকচারটি আপনি গুগল থেকে ডাউনলোড করে আপলোড দিয়েছেন। কাল ও দেখলাম মনে হয় একজনের একাউন্ট ব্যান খেয়েছেন। আপনী ব্যান খেতে না চাইলে লিংক এড করে দিন। আপনি নিজে থেকে ঈদ মোবারক বলে পোস্ট করতে পারতেন অন্য সোর্স থেকে পিক এনে লিংক ছাড়া পোস্ট দিলেন।
অরিজিনাল পোস্ট লিংক. গুগল
Photo link
ইমেজ সোর্স এর কোনো লিংক দিতে হয় না। শুধুমাত্র কোনো প্রকার কন্টেষ্ট যেখানে নিজের ছবি আপলোড দেয়ার রুলস সেখানে নিজের ছবি দিতে হবে। তাছাড়া ইমেজ কোনো রুলস ভায়োলেট করে না। ইমেজ এর কোনো কপিরাইট রুলস ফোরামে নাই। সুতরাং ইনটারনেট এ এভেইলেবল যেকোনো ইমেজ আপনি ফোরামে শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোনো সোর্স প্রোভাইড করতে হবে না। আশা করি ব্যাপার টা ক্লিয়ার।
member
Activity: 168
Merit: 58
June 28, 2023, 08:51:47 AM
সবাইকে জানাই অগ্রিম পবিত্র
 ঈদুর আযাহা

সবাইকে

 🌛ঈদ মোবারক🌜
 
 🐪🐐🐄🐃🐂🐏



পিকচারটি আপনি গুগল থেকে ডাউনলোড করে আপলোড দিয়েছেন। কাল ও দেখলাম মনে হয় একজনের একাউন্ট ব্যান খেয়েছেন। আপনী ব্যান খেতে না চাইলে লিংক এড করে দিন। আপনি নিজে থেকে ঈদ মোবারক বলে পোস্ট করতে পারতেন অন্য সোর্স থেকে পিক এনে লিংক ছাড়া পোস্ট দিলেন।
অরিজিনাল পোস্ট লিংক. গুগল
Photo link
newbie
Activity: 7
Merit: 7
June 28, 2023, 07:43:32 AM
সবাইকে জানাই অগ্রিম পবিত্র
 ঈদুর আযাহা

সবাইকে

 🌛ঈদ মোবারক🌜
 
 🐪🐐🐄🐃🐂🐏

https://i.postimg.cc/1zmvq15n/20230628-203733.jpg



sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 28, 2023, 06:57:04 AM
অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদুল আযহা

আগামী ২৯ জুন ২০২৩ রোজ বৃহস্পতিবার মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি আনন্দর দিন পবিত্র ঈদুল আযহা আর এই পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আমাদের বাংলা কমিটির সকল ভাইদের জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।
দীর্ঘ একটি বছর পর আমাদের এই ঈদ উদযাপিত হয় অনেক জমজমাট করে। অনেক লোকেরা আছে যাদের টাকা পয়সার অভাব নেই তারা এই দিনে গরীব-দুঃখীদের ও দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে থাকে। ঈদুল আযহার উপলক্ষে অনেক দরিদ্র লোক আছে যারা বছর এর মাঝে মাংস কেনার টাকা পর্যন্ত তাদের কাছে থাকে না এবং তারা খেতেও পারে না তবে ঈদুল আযহার মধ্যে সকলেই মিলে যেভাবে আনন্দ উৎসবে মেতে উঠে তখন সবাই এইদিনের উসিলায় তাদের কষ্টকে ভাগাভাগি করে নেয়।
কোরবানির ঈদে আমরা মুসলমানরা অনেক আনন্দের মধ্যে কাটিয়ে দেই ধনী-গরীব নির্বিশেষে সকলে মিলে ঈদুল আযহার নামাজ শেষে পশু কোরবানির জন্য মাঠে প্রবেশ করি এবং সকলে মিলে একসঙ্গে কাজ করি এর মত আনন্দ হয়তো আর কোথাও পাওয়া যায় না।
আমরা এভাবে আমাদের ধর্মীয় উৎসবগুলো বছরে দুইটি ঈদ পালন করি এবং সকল ধনী-গরিব মিলে একসঙ্গে আনন্দে কাটাই।
আমরা মুসলমানরা মূলত কোরবানি করি আর এই কুরবানী করাটি হচ্ছে ওয়াজিব আর এই কোরবানির চেয়ে উত্তম কোন কিছু হতে পারে না আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানির উসিলায় যেন সমস্ত দোয়া কবুল করে নেয়।
সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাই সেই সাথে ঈদের দাওয়াত রইলো কমিটির সকল ভাইদের এবং আল্লাহতায়ালা যেন এই ঈদুল আযহা আমাদের সকলকে আনন্দ উৎসবের সাথে ঈদ উদযাপন করার জন্য কবুল করে।

Photo collect Google..!
newbie
Activity: 6
Merit: 0
June 28, 2023, 04:34:24 AM
ঈদ আসতে 1 দিন বাকি !
 এতো খুশি কোথায় রাখি !
 বলাটা অনেক ইজি !
ঈদের কাজে সবাই বিজি !
একটি বছর ঘুরে আসবে সেই দিন !
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন !
 আনান্দ টা সবার মাঝে !
সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা !
          🌙 " ঈদ মোবারক"🌙
newbie
Activity: 22
Merit: 0
June 27, 2023, 10:48:19 PM
Bitcoin মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এই Bitcoin অনেক বেকার মানুষকে তার জীবনে সফল হওয়ার জন্য  পথ দেখাছে। আর Bitcoin অনেক সত্যতার  মাধ্যমে তারা তাদের  কাজ অনেক দিন ধরে করে আসছে। আর Bitcoinea কাজ করতে হলে অনেক সাবধানে  কাজ করতে হয়, কারণ  করো থেকে বা কারো কোনো কাজ যদি কেউ Copy করে সে নিজে কাজ জমা দেয় তাহলে তার আইডি নষ্ট  হয়ে যেতে পারে।


Copy তারাই করে । যাদের কোনো নিজস্ব যোগ্যতা বা পোস্ট করার মত অভিজ্ঞতা নাই। বিটকয়েন ফোরামে যেকোনো ধরনের পোস্ট করতে হলে । নিজে যা সঠিক মনে করব।  এবং যা পারবো তাই লিখে পোস্ট করব । এবং শেখার ইচ্ছা থাকলে সিনিয়রদের সহায়তা নিব। অন্য কোনো জায়গায় থেকে পোস্ট বাবা ইনফরমেশন যদি এনে থাকেন । তাহলে লিংক অবশ্যই পোষ্টের নিচে তুলে ধরবেন।
sr. member
Activity: 1386
Merit: 451
June 27, 2023, 05:05:15 PM

সর্বোচ্চ ১০ জন পোস্টদাতা
1. Bd officer (40)
2. Learn Bitcoin (37)
3. roksana.hee (37)
4. LDL (29)
5. Bitcoin_people (23)
6. Crypto Library (22)
7. Little Mouse (19)
8. Xal0lex (19)
9. NicNacCoin (16)
10. tjtonmoy (15)


সকল তথ্য নেওয়া হয়েছে Rikafiq এর এই পোস্ট থেকে: https://bitcointalksearch.org/topic/m.62469203
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইনফরমেশন গুলো এখানে আলাদা ভাবে উপস্থাপন করার জন্য।
নাম মেনশন করার জন্য আজকে একটু একটিভ হয়ে একটি পোস্ট করার আগ্রহ জাগলো। বাংলায় নিয়মিত নতুন নতুন মুখের আগমন ঘটছে ফলে বাংলায় পোস্ট সংখ্যা ঠিক আছে কিন্তু কিছু সিনিয়র ভাইদের এখানে পোস্ট সংখ্যা কমে গেছে। তবে আশা করি এই চলতি বছরে বাংলা স্বতন্ত্র লোকাল বোর্ড হয়ে যাবে ইনশাল্লাহ।



পিকচার ঃউৎস.
উপরের পিকচারটি মাধ্যমে আপনারা দেখতে পারেন। বিশ্বের কোন দেশে এক বছরের বেশি সময় ক্রিপ্টো সম্পদ ধরে রাখলে কত % কর দিতে হয়। অনেক দেশে করমুক্ত ০% করে দেয়া হয়েছে আবার দেখা যায় কত দেশে ৪৮% পর্যন্ত কর নিয়ে থাকে।
একটা বিষয় আমি এখনো বুঝিনা যে এই চিত্রে বেশ কিছু দেশ রয়েছে যাদের জিরো পার্সেন্ট ট্যাক্স নেওয়ার ইনফরমেশন রয়েছে এবং অনেকগুলো দেশ আছে যাদের 30 থেকে 40% এর উপরে ট্যাক্স নেওয়ার ইনফরমেশন রয়েছে। যারা ৪০% এর উপরে ট্যাক্স নেয় তারা মাঝেমধ্যে বিটকয়েনের উপর এমন সব পদক্ষেপ গ্রহণ করে তাতে মনে হচ্ছে বিটকয়েনের দফারফা করে ছাড়বে। তাহলে যারা জিরো পার্সেন্ট ট্যাক্স নিয়ে বিটকয়েনের বৈধতা দিয়ে রেখেছে তাদের ক্ষেত্রে সমস্যা হয় না কেন?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 27, 2023, 02:49:56 PM
আসসালামু আলাইকুম। আমরা চ্যাট জিপিটি এআই এর নাম সবাই শুনেছি এবং সবাই এর কাজ সম্পর্কে জানি। এটি যে কত দ্রুত মানুষের পরিচিতিতে এসেছে সেটাও সবাই জানি। এটি যে কত পাওয়ারফুল এআই  টুলস্ সেটাও সবাই জানি। কিন্তু কিছুদিন আগে চ্যাট জিপিটিকে টক্কর দেয়ার জন্য google তাদের এআই বার্ড লঞ্চ করেছে। বার্ড এর জন্য কোন আলাদা একাউন্ট খুলতে হয় না। google account দিয়েই এটা ব্যবহার করা যায়। আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি যার যার প্রয়োজন আছে ইউজ করে দেখতে পারেন।
https://bard.google.com/
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ ভাই আপডেটটির জন্য এটা সম্পর্কে এখনো পর্যন্ত জানতাম না আপনার পোস্ট থেকে চোখে পড়ল হালকা করে ছোট একটা টুর দিয়ে আসলাম এটার ভিতর ভালোই লাগলো। তবে এটা গুগল সার্চ বেজড তো এর জন্য এটার একটা প্লাস পয়েন্ট যে সকল আপডেট এটার মধ্যে জানতে পারবেন যা চ্যাট জিপিটি ফোর এর মধ্যে ২০২১ সাল পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে একুরেট টেক্সট এবং ইউজার ফ্রেন্ডলির এর দিক থেকে আমি মনে করি চ্যাট জিপিটিই উপরে থাকবে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 27, 2023, 01:06:23 PM
joeperry, Utopia এর হয়ে আবারো (১৮ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-18-5457629 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 27, 2023, 12:53:24 PM
Rikafiq অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জন্য একটি পরিসংখ্যান তৈরি করেন প্রতি মাসে, প্রত্যেক লোকাল বোর্ডে কি পরিমান পোষ্ট হয়, কি পরিমাণে একটিভ মেম্বার থাকে, কি পরিমান মেরিট সেন্ট ও রিসিভ হয়, এবং সর্বোচ্চ পোস্টদাতাদের নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন তৈরি করেন।
গত মে মাসের পরিসংখ্যান নিচে উল্লেখ করা হলো।
সত্যি আমাদের অনেক উন্নতি হয়েছে। দেখা যায় যারা লোকাল বোর্ড পেয়েছেন তাদের থেকে আমাদের লোকাল থ্রেডে বেশি পোস্ট করা হচ্ছে। মেরিট এর দিক দিয়েও আমরা কিছু লোকাল বোর্ডে থেকে এগিয়ে। এক্টিবিটির দিক দিয়েও আমরা এগিয়েছি। আমাদের লোকাল বোর্ড পেতে হলে মানসম্মত পোস্ট করতে হবে। আরও এক্টিবমেম্বার প্রয়োজন, এখানে অনেক সিনিয়র মেম্বার আছে যারা আমাদের লোকাল কমিউনিটিতে পোস্ট করেন না, তাদের প্রতি আমি আহ্বান করছি আপনার প্রতি দিন একটা করে পোষ্ট রাখার চেষ্টা করবেন। এতে আমাদের লোকাল থ্রেডের উন্নতি হবে, কেননা আপনাদের পোস্ট অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয়।

আর আজকে একটা পোস্ট দেখলাম একজনের একাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে। এ থেকে আমাদের নতুন যারা আছি তাদের শিক্ষা নেওয়া উচিন, ফরমের রুলস বিরোধী কোন কাজ করা যাবে না। কপি পেস্ট নিয়ে সিনিয়র ভাইয়েরা অনেক আলোচনা করেছেন অনেক নিষেধ করেছেন এর পরেও যদি কেউ কপি পোস্ট শুরু করে দেয়, তাহলে আর কিছু করার থাকবে না।



পিকচার ঃউৎস.
উপরের পিকচারটি মাধ্যমে আপনারা দেখতে পারেন। বিশ্বের কোন দেশে এক বছরের বেশি সময় ক্রিপ্টো সম্পদ ধরে রাখলে কত % কর দিতে হয়। অনেক দেশে করমুক্ত ০% করে দেয়া হয়েছে আবার দেখা যায় কত দেশে ৪৮% পর্যন্ত কর নিয়ে থাকে।
member
Activity: 168
Merit: 58
June 27, 2023, 11:47:19 AM
Bitcoin মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এই Bitcoin অনেক বেকার মানুষকে তার জীবনে সফল হওয়ার জন্য  পথ দেখাছে। আর Bitcoin অনেক সত্যতার  মাধ্যমে তারা তাদের  কাজ অনেক দিন ধরে করে আসছে। আর Bitcoinea কাজ করতে হলে অনেক সাবধানে  কাজ করতে হয়, কারণ  করো থেকে বা কারো কোনো কাজ যদি কেউ Copy করে সে নিজে কাজ জমা দেয় তাহলে তার আইডি নষ্ট  হয়ে যেতে পারে।
ভাই কেউ বিটকয়েনে কাজ করে না এটা ভুল কথা। বিটকয়েনে বিনিয়োগ করা যায় মাইনিং করা যায়। আপনি হয়তো বাউন্টির কথা বলছেন, এখন আর বাউন্টিতে কোন লাভ হয় না, সব প্রজেক্ট দেখা যায় স্কাম হয়ে থাকে। আবার অনেকে সিগনেচার ক্যাম্পেইন থেকে ইনকাম করে থাকে। আর ভাই কপি পোস্ট করলে একাউন্ট নষ্ট হতে পারে না ব্যান খেয়ে যাবে Cheesy
newbie
Activity: 20
Merit: 0
June 27, 2023, 09:50:20 AM
Bitcoin মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এই Bitcoin অনেক বেকার মানুষকে তার জীবনে সফল হওয়ার জন্য  পথ দেখাছে। আর Bitcoin অনেক সত্যতার  মাধ্যমে তারা তাদের  কাজ অনেক দিন ধরে করে আসছে। আর Bitcoinea কাজ করতে হলে অনেক সাবধানে  কাজ করতে হয়, কারণ  করো থেকে বা কারো কোনো কাজ যদি কেউ Copy করে সে নিজে কাজ জমা দেয় তাহলে তার আইডি নষ্ট  হয়ে যেতে পারে।

আপনার একাউন্টটি একদম নতুন এবং বাংলাদেশ লোকাল বোর্ডের একজন নতুন সদস্য। দয়া করে বাংলাদেশ লোকাল বোর্ডের সকল নিয়মগুলো জেনে পোস্ট করবেন। অনেকে নিয়মগুলো না জেনে বিভিন্ন রকমের ভুল করে থাকে। যার কারণে তাদের অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায়। কয়েকটি পোস্ট উপরে লক্ষ্য করে দেখবেন একটি পোস্ট করছে যেখানে নতুন ব্যবহারকারীর করণীয়, লোকাল বোর্ডের নিয়মসহ অন্যান্য লিংক দেওয়া আছে । উক্ত পোস্ট থেকে আপনি বাংলাদেশ লোকাল বোর্ডের সকল নিয়ম-কানুন জেনে নিতে পারেন ।

 পোস্ট লিংকটি: https://bitcointalksearch.org/topic/m.62465455
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 27, 2023, 09:27:01 AM
Rikafiq অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জন্য একটি পরিসংখ্যান তৈরি করেন প্রতি মাসে, প্রত্যেক লোকাল বোর্ডে কি পরিমান পোষ্ট হয়, কি পরিমাণে একটিভ মেম্বার থাকে, কি পরিমান মেরিট সেন্ট ও রিসিভ হয়, এবং সর্বোচ্চ পোস্টদাতাদের নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন তৈরি করেন।
গত মে মাসের পরিসংখ্যান নিচে উল্লেখ করা হলো।

মে ২০২৩ মাসের লোকাল বোর্ডগুলোতে মোট পোস্ট সংখ্যা


বাংলাদেশ লোকাল ল্যাংগুয়েজে মোট পোস্ট সংখ্যা: ৪০৫


মে ২০২৩ মাসে মোট আকটিভ মেম্বার সংখ্যা


 বাংলাদেশে মোট আকটিভ মেম্বার সংখ্যা: ৪৩

মে ২০২৩ মোট মেরিট শেয়ার লোকাল বোর্ড


বাংলাদেশে মোট মেরিট শেয়ার হয়েছে: ৩০০

সর্বোচ্চ ১০ জন পোস্টদাতা
1. Bd officer (40)
2. Learn Bitcoin (37)
3. roksana.hee (37)
4. LDL (29)
5. Bitcoin_people (23)
6. Crypto Library (22)
7. Little Mouse (19)
8. Xal0lex (19)
9. NicNacCoin (16)
10. tjtonmoy (15)


সকল তথ্য নেওয়া হয়েছে Rikafiq এর এই পোস্ট থেকে: https://bitcointalksearch.org/topic/m.62469203
newbie
Activity: 320
Merit: 0
June 27, 2023, 09:18:40 AM
Bitcoin মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। এই Bitcoin অনেক বেকার মানুষকে তার জীবনে সফল হওয়ার জন্য  পথ দেখাছে। আর Bitcoin অনেক সত্যতার  মাধ্যমে তারা তাদের  কাজ অনেক দিন ধরে করে আসছে। আর Bitcoinea কাজ করতে হলে অনেক সাবধানে  কাজ করতে হয়, কারণ  করো থেকে বা কারো কোনো কাজ যদি কেউ Copy করে সে নিজে কাজ জমা দেয় তাহলে তার আইডি নষ্ট  হয়ে যেতে পারে।
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
June 27, 2023, 07:55:50 AM
আসসালামুয়ালাইকুম....
আমি নিজেও একজন Newbie তারপরেও সকল Newbie এর উদ্দেশ্যে কিছু কথা বলছি...
অনেকেই বলে থাকে "ও যে বোঝেনা ও তাও বোঝেনা" বাংলাদেশ লোকাল বোর্ডে এমন অনেক ইউজার আছেন যারা এমন কাজটি করে থাকেন,তারা এখনো বাংলাদেশ লোকাল বোর্ডের নিয়ম কানুন গুলো না পড়ে না জেনে থ্রেড এ পোস্ট করতে আসে.
 প্রায় সকল সিনিয়র মেম্বার রায় বলে থাকে যে যারা জুনিয়ার মেম্বার আছেন তারা সবসময় বাংলাদেশ লোকাল বোর্ডের নিয়ম গুলো ভালো করে জেনে নিন কিন্তু অধিকাংশ ব্যবহারকারী এই নিয়মকানুনগুলো অনুসরণ করে না. আসলে ভাই সফলতা এমনি এমনি আসে না, সফলতা পাওয়ার জন্য ধৈর্য আর প্রচেষ্টা টাই সবচেয়ে বেশি প্রয়োজন. যেটা বুঝবেন না সেটা সম্পর্কে প্রশ্ন করুন জানার চেষ্টা করুন, কিন্তু এমনটা তো নয় যে আপনি সবকিছু না বুঝেই পোস্ট করবেন. বাংলাদেশ লোকাল বোর্ডের সকল মেম্বাররা একে অপরকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে, আপনার যদি কোন ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানার থাকে বা আপনি যেটা জানেন সেটা বলার থাকে তাহলে সেসব বিষয়ে পোস্ট করুন কিন্তু কখনো কারোর পোস্ট হুবহু কপি করে পোস্ট করার চেষ্টা করবেন না এতে আপনার একাউন্টটি ঝুঁকিপূর্ণ হবে.
সব সময় সিনিয়ার মেম্বারদের কে অনুসরণ করুন, এতে আপনার অভিজ্ঞতা বাড়বে অনেক বিষয় সম্বন্ধে সহজে বুঝতে পারবেন.

সকল মেম্বারদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন.
Jump to: