Author

Topic: বাংলা (Bengali) - page 222. (Read 5316288 times)

sr. member
Activity: 1008
Merit: 366
May 22, 2023, 02:23:09 PM
~Snip
বিষয়টা দেখার পর আমিও একটু ঘাঁটাঘাটি করলাম। ঘাটাঘাটি থেকে যেটুকু জানতে পারলাম, সর্বপ্রথম সিগনেচার ছিল theymos এর বিটকয়েন ফসেট নিয়ে  একটি ক্যাম্পেইন।  তবে তার লিংকটি আমি খুজে পাই নাই। হয়তো আরকাইভে আছে।  অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না। 
তবে Little Mouse ভাইয়ের দেওয়া লিংকগুলো থেকে মনে হচ্ছে সেগুলো এখনো দেখার জন্য এভেইলেবল আছে।  আরেকটি সূত্র থেকে জানতে পারলাম Gavin Anderson নামের একজন ব্যক্তি ২০১০ সালে আরেকটি সিগনেচার চালু করেছিলেন যেখানে ৫ বিটকয়েন পার পোষ্ট হিসেবে রিওয়ার্ড দেওয়া হত।  যেহেতু লিঙ্ক প্রোভাইড করতে পারছি না সুতরাং বলতে পারবো না তথ্যটা কতটুকু সঠিক। তবে কেউ যদি এই ইনফরমেশনের সাহায্যে পোস্টগুলো খুজে বের করতে পারেন তাহলে অবশ্যই এখানে জানাবেন।  অপেক্ষায় থাকলাম আপনাদের রিপ্লাইয়ের। 
full member
Activity: 490
Merit: 119
May 22, 2023, 01:54:50 PM
শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।



কারো কাছে যদি প্রথম সিগনেচার ক্যাম্পেইনের লিংক থাকে, দিলে খুব উপকৃত হতাম

০.১ বিটকয়েন ৩ মাসের জন্য- https://bitcointalksearch.org/topic/closed-up-to-50-people-get-paid-010-btc-to-change-your-signature-15886
এইটা বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগ্নেচার ক্যাম্পেইন। তবে, এইখানে ০.১ বিটকয়েন ৩ মাসের জন্য দেয়া হলেও এইখানে কোন পোস্ট রিকুয়ারমেন্ট ছিল না। অনেকেই অংশগ্রহণ করেছিল এই ক্যাম্পেইনে। এইটা ছিল bitcoin2cash এর সিগ্নেচার ক্যাম্পেইন।
কিছুদিন আগে একটা টপিক দেখছিলাম যেখানে সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস নিয়ে লিখছিল। ওই টপিকটা খুজে পাচ্ছি না। খুজে পেলে আমি এইখানে আপডেট করবো।

ইডিট-
EVOLUTION OF SIGNATURE AD CAMPAIGNS (BEGINNING DAYS TO THE PRESENT)- https://bitcointalksearch.org/topic/evolution-of-signature-ad-campaigns-beginning-days-to-the-present-5246103
History - signature campaigns and bounties on Bitcointalk- https://bitcointalksearch.org/topic/history-signature-campaigns-and-bounties-on-bitcointalk-4567657

এই দুইটা টপিক পড়লে বুঝতে পারবেন সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস সম্পর্কে।

@Little Mouse ভাই, আপনার মূল্যবান তথ্যটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আমরা সবাই সব সময় আশা করি, আপনাদের মত বড় ভাই আমাদের পাশে থাকলে আমরা খুব তাড়াতাড়ি এই বাংলাদেশ লোকাল থ্রেডটিকে বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত করতে পারব, ইনশাআল্লাহ।

সেন্ট এবল মেরিট না থাকায় খুব কষ্ট লাগছে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 22, 2023, 01:42:12 PM
শুভ বিটকয়েন পিজা দিবস। আমি এই দিনটি তখনই উদযাপন করবো যখন আমি পিজার জন্য বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো। তাহলে সেটা সার্থক হবে আমার জন্যে।



কারো কাছে যদি প্রথম সিগনেচার ক্যাম্পেইনের লিংক থাকে, দিলে খুব উপকৃত হতাম

০.১ বিটকয়েন ৩ মাসের জন্য- https://bitcointalksearch.org/topic/closed-up-to-50-people-get-paid-010-btc-to-change-your-signature-15886
এইটা বিটকয়েনটক ফোরামের সর্বপ্রথম সিগ্নেচার ক্যাম্পেইন। তবে, এইখানে ০.১ বিটকয়েন ৩ মাসের জন্য দেয়া হলেও এইখানে কোন পোস্ট রিকুয়ারমেন্ট ছিল না। অনেকেই অংশগ্রহণ করেছিল এই ক্যাম্পেইনে। এইটা ছিল bitcoin2cash এর সিগ্নেচার ক্যাম্পেইন।
কিছুদিন আগে একটা টপিক দেখছিলাম যেখানে সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস নিয়ে লিখছিল। ওই টপিকটা খুজে পাচ্ছি না। খুজে পেলে আমি এইখানে আপডেট করবো।

ইডিট-
EVOLUTION OF SIGNATURE AD CAMPAIGNS (BEGINNING DAYS TO THE PRESENT)- https://bitcointalksearch.org/topic/evolution-of-signature-ad-campaigns-beginning-days-to-the-present-5246103
History - signature campaigns and bounties on Bitcointalk- https://bitcointalksearch.org/topic/history-signature-campaigns-and-bounties-on-bitcointalk-4567657

এই দুইটা টপিক পড়লে বুঝতে পারবেন সিগ্নেচার ক্যাম্পেইন এর ইতিহাস সম্পর্কে।
full member
Activity: 490
Merit: 119
May 22, 2023, 01:36:06 PM

প্রচুর হাসলাম ভাই আপনার এই ইলিশ মাছের  কথায়।  তো ভাই এবারের পিজ্জা কনটেস্টে  আশা করি একটা পিজজা ইলিশ মাছেরও বানাবেন।  হয়তো এর মাধ্যমে ইতিহাসে আপনার নামউঠে যেতে পারে বাংলাদেশে এই প্রথম আস্ত একটা ইলিশ মাছের পিজ্জা  বানালো আমাদের এই  ভাই Learn Bitcoin। Tongue আর আপনি চাইলে এটা আমরা btc এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করে আপনার সাথে  ইতিহাসে আমাদের নামটিও লিখে ফেললাম Tongue

@Crypto Library ও @Learn Bitcoin ভাই, আপনারা কি একাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন নাকি, আমরাও তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাই? আর সত্যি ইলিশ মাছের পিজ্জা খাবার লোভটা সামলাতে পারছিনা। @Learn Bitcoin ভাই, আমার তরফ থেকে একটা অর্ডার কনফার্ম করে রাখেন।

=======================================================================================================



পোস্টের লিংক

আমার মত অনেকেই হয়তো খুঁজেছেন, যে বিটকয়েনের প্রথম সিগনেচার ক্যাম্পেইন কোনটি ছিল? এবং সেই সিগনেচার ক্যাম্পেইনের প্রতিটি পোস্ট করার জন্য কত সম্মানি দেওয়া হতো? আমার মনে হয়, এই প্রথম সিগনেচার ক্যাম্পেইনের বিষয়টা সব সিগনেচার ক্যাম্পেইন হোল্ডারদের জানা উচিত।

কারো কাছে যদি প্রথম সিগনেচার ক্যাম্পেইনের লিংক থাকে, দিলে খুব উপকৃত হতাম বিশেষ করে @Little Mouse, @shasan, @Crypto Library, @tjtonmoy, @LDL, @ Popkon6, @NicNacCoin, @Dimitri94, @Learn Bitcoin, @Bitcoin_people ভাইয়েদের দৃষ্টি আকর্ষণ করছি।

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 22, 2023, 01:23:01 PM
Laszlo Hanycez যিনি দুটি পিজ্জা এর জন্য ১০ হাজার বিটকয়েন খরচ করে অর্ডার করেছিলে যার বাজার মূল্য বর্তমানে $২৭০ মিলিয়ন ডলার। Shocked প্রথমবার এই ঘটনাটি শুনলে শুধু মাথায় ঘুরতে থাকে এত ডলার দিয়ে মাত্র দুটি পিৎজা ক্রয় করেছিল।

আজকে দিনটার কথা শুনে সত্যিই আমার নিজের মাথা ঘুরাচ্ছে, মাত্র ২ টা পিজ্জার জন্য ১০০০০ হাজার বিটকয়েন খরচ করছিলেন। যার বর্তমান মুল্য সবার জানা আছে। আজকের দিনটি যতদিন বিটকয়েন এই পৃথিবীর বুকে টীকে থাকবে ততদিন এই ২২ মে পিজ্জা দিবস উদযাপন করবে। বর্তমানে মুল্য দেখে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু যখন বিটকয়েন $১০০k উপরে যাবে তখন তো যারা নতুনে শুনবেন টাসকি খেয়ে যাবে  Grin। প্রকৃতপক্ষে বিটকয়েন যদি সবাই ধরে রাখতো তাহলে এত মুল্য কোথায় থাকতো। Laszlo Hanycez তিনি সর্বপ্রথম ব্যবসাক্ষেত্রে বিটকয়েন ব্যবহার করা শুরু করেছিলেন। তার জন্যই ব্যাবসা ক্ষেতে বিটকয়েন সকলে ব্যবহার করতে পারছেন।

আমার পক্ষ থেকেও সবাইকে  বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা। দুর্ভাগ্যক্রমে আজকের এই দিনে নানান ব্যস্ততার কারণে একটা পিজ্জাও গিলতে পারলাম না।  তবে Laszlo Hanyecz মতন  সরাসরি  বিটকয়েন দিয়ে পেমেন্ট  করে হয়তো  পিজ্জা খেতে পারব না  কিন্তু আগামীকাল বিটকয়েন কে  টাকায় রূপান্তর করে একটা পিজ্জা কিনে খাব।

আজকে বিটকয়েন পিজ্জা দিবস কে স্মরণীয় করে রাখতে আমি একটা পিজ্জা কিনে বিটকয়েন পিজ্জা দিবস উদযাপন করেছি।
আমিও বিটকয়েন দিয়ে পেমেন্ট করে পিজ্জা কিনতে চেয়েছিলাম দুঃখের বিষয় আমাদের দেশে তো আর বিটকয়েন পেমেন্ট গ্রহন করা হয় না Cry

আমাদের লোকাল কমিনিউটির সকল সদস্য কে আমার পক্ষ থেকে বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 22, 2023, 01:04:40 PM
আমার পক্ষ থেকেও সবাইকে  বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা। দুর্ভাগ্যক্রমে আজকের এই দিনে নানান ব্যস্ততার কারণে একটা পিজ্জাও গিলতে পারলাম না।  তবে Laszlo Hanyecz মতন  সরাসরি  বিটকয়েন দিয়ে পেমেন্ট  করে হয়তো  পিজ্জা খেতে পারব না  কিন্তু আগামীকাল বিটকয়েন কে  টাকায় রূপান্তর করে একটা পিজ্জা কিনে খাব।  যদিও Laszlo Hanyecz ও  কিন্তু সরাসরি বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট করেছিল না  তার বিটকয়েন কে ডলারে এক্সচেঞ্জ করে অন্য একজন  ওই 10000 বিটকয়েনের  বদলে তার বাসায় পিজ্জাটি পাঠিয়েছিল. পিজ্জা  আমারও প্রিয় খাবার  সত্যি কথা বলতে এখন আমি যত পিজ্জা  বার্গার আর যা খাই  তার সবকিছুর পিছনে এই  বিটকয়নই।

ইতিহাসে 22 মে ২০১০ সালে ফ্লোরিডার একজন প্রোগ্রামার Laszlo Hanycez বিটকয়েনের ইতিহাসে প্রথম বিটকয়েনের বিনিময়ে প্রোডাক্ট কেনার রেকর্ড করে।

-শুধু কি একজন  কম্পিউটার প্রোগ্রামার  এবং পিজ্জা কেনাই তার একমাত্র অবদান,  আমরা অনেকেই  বিটকয়েন নেটওয়ার্কে তার আরো  অন্যান্য অবদান সম্পর্কে জানিনা-
-সে বিটকয়েনের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ  অবদান রেখেছেন, সে বিটকয়েন প্রটোকলকে এর ভালনাবিরিটি  ঠিক করা সহ  এই প্রটোকলকে আরো সুরক্ষিত এবং স্টেবল করে তুলতে সাহায্য করে।
-তাছাড়া তিনিই প্রথম জিপিইউ মাইনিং এর প্রবর্তক।  যখন সবাই সিপিইউ কেন্দ্রিক মাইনিং করতো তখন তিনি তার করা প্রোগ্রামিং কোড শেয়ারিং এর মাধ্যমে বিটকয়েন মাইনিং এর গতিকে আরো ত্বরান্বিত করেছিলেন।
-তাছাড়া তিনিই প্রথম ব্যক্তি যিনি MAC Os  এর জন্য বিটকয়েন কোড রিলিজ করেছিলেন যেটা bitcoin এডপশনের রাস্তা কে আরও বেশি সুগম করেছিল।

বিস্তারিত জানতে এই দুইটি আর্টিকেল পড়তে পারেন
বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?
Bitcoin’s 13th Pizza Day: Reflecting on the Transaction that Changed Crypto History

আমার আবেগী মন ভাবতেছিলো লাজলো যদি পিৎজা অর্ডার না করে ইলিশ মাছ অর্ডার করতো, তাহলে বিটকয়েন ইলিশ মাছ দিবস পালন হতো। আর পহেলা বৈশাখের মতো বিটকয়েন ইলিশ মাছ দিবসে আমরা হাগার হাগার ডলার, মানে বিটকয়েন কামাইতে পারতাম। পিৎজা যেমন বানানো যায়, ইলিশ তো আর ঘরে বানানো যেতো না। সবাইকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করতে হতো। এই সুযোগে কুবের মাঝি কিছু টাকা কামাইতো, আর কপিলার জন্য নতুন রঙ্গীন শাড়ি কিনতো। আর বলতো না, ”আমারে নিবা মাঝি?”  Cheesy
যাই হোক, Cyrus এর পোষ্ট দেখে মনে হচ্ছে কনটেষ্ট রেডি হচ্ছে। তোমাদের কাছে যা আছে, তোমরা তাই নিয়ে তৈরী থাকো  Grin
তবে মাল্টিপল একাউন্ট আর এন্ট্রি নিয়ে সাবধান। ধরা খাইলে জামিন নাই।
প্রচুর হাসলাম ভাই আপনার এই ইলিশ মাছের  কথায়।  তো ভাই এবারের পিজ্জা কনটেস্টে  আশা করি একটা পিজজা ইলিশ মাছেরও বানাবেন।  হয়তো এর মাধ্যমে ইতিহাসে আপনার নামউঠে যেতে পারে বাংলাদেশে এই প্রথম আস্ত একটা ইলিশ মাছের পিজ্জা  বানালো আমাদের এই  ভাই Learn Bitcoin। Tongue আর আপনি চাইলে এটা আমরা btc এর মাধ্যমে সরাসরি পেমেন্ট করে আপনার সাথে  ইতিহাসে আমাদের নামটিও লিখে ফেললাম Tongue

যাইহোক শখ করে  একটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম আর সেটিতে মাত্র একটি ক্যাপসিকামি ধরেছে এবং গাছটি মরে যাইতেছে কদিন আগে ছিরব ছিরব  করে ছিরিনি  মনে হয় এই কনটেস্ট এর জন্যই ওটা এখনও পর্যন্ত গাছে ঝুলে আছে।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
May 22, 2023, 10:00:26 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 22, 2023, 09:26:01 AM
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা
ধন্যবাদ ভাই। আপনাকেও পিৎজা দিবসের শুভেচ্ছা। বিটকয়েন ফোরামে থাকার কারনে সবাই তো এখন বিটকয়েনের সাথে পিৎজার কি সম্পর্ক তা জেনেই গেছেন। আপনারা কি জানেন পিৎজার উৎপত্তি কোন দেশে? ইতালি! হ্যা, ইতালির নেপলস শহরে এর উৎপত্তি হলেও মোটামোটি সারা পৃথিবীতেই এটা জনপ্রিয় হয়ে গেছে। আমার আবেগী মন ভাবতেছিলো লাজলো যদি পিৎজা অর্ডার না করে ইলিশ মাছ অর্ডার করতো, তাহলে বিটকয়েন ইলিশ মাছ দিবস পালন হতো। আর পহেলা বৈশাখের মতো বিটকয়েন ইলিশ মাছ দিবসে আমরা হাগার হাগার ডলার, মানে বিটকয়েন কামাইতে পারতাম। পিৎজা যেমন বানানো যায়, ইলিশ তো আর ঘরে বানানো যেতো না। সবাইকে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানী করতে হতো। এই সুযোগে কুবের মাঝি কিছু টাকা কামাইতো, আর কপিলার জন্য নতুন রঙ্গীন শাড়ি কিনতো। আর বলতো না, ”আমারে নিবা মাঝি?”  Cheesy

যাই হোক, Cyrus এর পোষ্ট দেখে মনে হচ্ছে কনটেষ্ট রেডি হচ্ছে। তোমাদের কাছে যা আছে, তোমরা তাই নিয়ে তৈরী থাকো  Grin
তবে মাল্টিপল একাউন্ট আর এন্ট্রি নিয়ে সাবধান। ধরা খাইলে জামিন নাই।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 22, 2023, 05:57:12 AM
Hotbit Crypto Exchange বন্ধ হতে চলেছে



Hotbit ক্রিপ্টো এক্সচেঞ্জ ২২ মে ২০২৩ থেকে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি তাদের এক অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে অ্যানাউন্সমেন্ট করেছে এবং পিন মেসেজ করে রেখেছে।
https://twitter.com/Hotbit_news/status/1660496999458963458?s=19
চাইলে আপনারা উপরে লিংকে প্রবেশ করে পুরো অ্যানাউন্সমেন্ট পড়ে আসতে পারেন। বিষয়টি এখানে লেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে শত শত ক্রিপ্টো হোল্ডার ,ট্রেডার ও ইনভেস্টর রয়েছে যারা বিভিন্ন এক্সচেঞ্জে তাদের বিনিয়োগ করা ডলার, ক্রিপ্টোকারেন্সি জমা করে রাখে। যারা বিষয়টি জানেনা তারা অতি দ্রুত বিষয়টি সম্পর্কে অবগত হয়ে হটবিট থেকে তাদের জমা করা সকল ক্রিপ্টোকারেন্সি আগামী ২১ জুনের মধ্যেই উত্তোলন করে নেয়।
It's time to take a bow 🙇
For 5 years and 4 months, the Hotbit team has been proud to participate in a wonderful crypto show with 5 million users. However, it is with great regret that we have made the decision to stop all CEX operations from May 22, UTC 04:00. We kindly ask all users to withdraw their remaining assets before June 21, UTC 04:00.

For any questions, please contact us via hotbit.zendesk.com/hc/en-us/reque…

This decision is based on three reasons: please check this announcement link for more detalis hotbit.zendesk.com/hc/en-us/artic…

সংবাদটি আমাদের বাংলাদেশ ভিত্তিক অনলাইন ক্রিপ্টোকারেন্সি  নিউজ পোর্টাল কয়েন আলাপ ইতিমধ্যে সংবাদ প্রকাশিত করেছে।

https://cointelegraph.com/news/hotbit-exchange-halts-operations-urges-users-to-withdraw-funds

https://t.me/coinalapnews/278
member
Activity: 182
Merit: 10
May 22, 2023, 04:21:28 AM
full member
Activity: 490
Merit: 119
May 22, 2023, 12:16:43 AM
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা
Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার।

প্রথমবার কেউ যদি দুইটা পিজার দাম ২৭০ মিলিয়ন ডলার এটার কথা চিন্তা করে। আমার মনে হয়, সে নিশ্চিত হার্ট ফেল করবে।


হ্যাঁ, আপনি সঠিকভাবে বলছেন যে 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই ঘটনাটি প্রথমবারের মত আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী প্রচারিত হয় কারণ এটি বিটকয়েনের ব্যবহারের একটি আদান-প্রদানের উদাহরণ ছিল এবং এটি দেখানোর মাধ্যমে প্রযুক্তিগত আর্থিক পদক্ষেপের জন্য একটি উদাহরণ স্থাপন করা হয়েছিল। এটি একটি অসাধারণ প্রতিষ্ঠানিক ও সামাজিক ইতিহাস যা বিটকয়েনের গুরুত্ব ও সংগ্রহশীলতার একটি উদাহরণ হিসাবে পরিচিত হয়েছে।

এই ইতিহাসিক ঘটনা কর্তৃপক্ষের দ্বারা "বিটকয়েন পিজ্জা দিবস" হিসাবে পালন করা হয়।

Laszlo Hanyecz একজন বিটকয়েন সমর্থক এবং প্রোগ্রামার ছিলেন, যার নাম 2010 সালের 22 মে তারিখে বিটকয়েনের ইতিহাসে একটি মাইলস্টোন প্রতিষ্ঠা হয়েছিল। সে দিন তিনি 10,000 বিটকয়েন দিয়ে দুটি বড় সাইজের পিজ্জা কিনেন, যা মূলত 41 ডলারের মান ছিল। এই ঘটনাটি হয়তো প্রথম বারের মতো আমাদের কাছে অস্থির মনে হতে পারে, কারণ তখন বিটকয়েনের মূল্য খুবই কম ছিল।

বিটকয়েন পিজা দিবস | সবচেয়ে দামী পিজা?


LDL
hero member
Activity: 742
Merit: 671
May 21, 2023, 07:49:03 PM
বিটকয়েন পিজ্জা দিবসের শুভেচ্ছা


Pic collected from Google & Binance Discover.

আজ 22 মে , ইতিহাসে এই দিনটিকে ঘিরে অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু আজকের দিনে যারা বিটকয়েন ও বিটকয়েন ফোরামের সাথে যুক্ত আছেন তারা হয়তো জানেন 22 মে বিটকয়েনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসে 22 মে ২০১০ সালে ফ্লোরিডার একজন প্রোগ্রামার Laszlo Hanycez বিটকয়েনের ইতিহাসে প্রথম বিটকয়েনের বিনিময়ে প্রোডাক্ট কেনার রেকর্ড করে।
তিনি তার গচ্ছিত 10000 বিটকয়েনের বিনিময়ে দুটি বড় সাইজের পিজ্জা অর্ডার করে যার ওই সময় মূল্য ছিল 41 ডলার। পাপাজন নামক একজন পিৎজা বিক্রেতা তার এই অর্ডার কনফার্ম করে এবং যেদিন কনফার্ম করে সেদিন তিনি পিজ্জা ডেলিভারি দিতে পারেনি বরং কয়েকদিন পরে তিনি পিজ্জা ডেলিভারি দিতে সক্ষম হন।
Laszlo Hanycez 10000 বিটকয়েনের বিনিময়ে যে দুটো পিজ্জা কিনেছিলেন তার বর্তমান বাজারমূল্য $270 মিলিয়ন ডলার।
তাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি যে দশ হাজার বিটকয়েন বিনিময়ে দুটি পিৎজা কিনেছিলেন বর্তমান সময়ে এসে তার খারাপ লাগে না। জবাবে তিনি বলেছিলেন আমার খারাপ লাগছে না বরং আমার কাছে এটা খুব গৌরবের মনে হচ্ছে কেননা বিটকয়েনের ভ্যালু তৈরি করতে গেলে এরকম পদক্ষেপ গ্রহণ করতেই হবে।
তাছাড়া তিনি যদি ওই সময়ে এরকম সাহসী পদক্ষেপ গ্রহণ না করতেন তাহলে আমরা বর্তমান সময়ে এসে বিটকয়েনের এত উচ্চতর ভ্যালু পেতাম না।
প্রতিবছর Laszlo Hanycez এর বিটকয়েন ও পিজ্জা কেনাবেচার ইতিহাসকে বিটকয়েন সমর্থকদের মনে করিয়ে দিতে ২২ মে বিটকয়েন সমর্থক গোষ্ঠী বিশ্বব্যাপী বিটকয়েন পিজ্জা দিবস পালন করে।
sr. member
Activity: 1386
Merit: 451
May 21, 2023, 05:40:46 PM


আলহামদুলিল্লাহ নিজে নিজে ট্রাই করে করে ফেলেছি বলব না , উপরের Crypto Library ও LDLভাইয়ের দেখানো রাস্তায় বিষয়টি আমার কাছে অনেক সহজ মনে হয়েছে।
প্রথমে ক্রোম ব্রাউজারের মাধ্যমে চেষ্টা করেছিলাম কিন্তু কোন এক্সটেনশন এড করা সিস্টেম আসে না পরে kiwi ব্রাউজার ডাউনলোড করে চেষ্টা করলাম এবং সফল হইলাম। তবে একটি বিষয় হলো প্রত্যেকবারই ক্ষেত্রেই ডেক্সটপ মুড অন করে রাখতে হবে তা না হলে code পেস্ট করার স্পেস ক্লিয়ার করা যায় না যেমনটি ফেস করেছিলেন LDL ভাই প্রথমে।
যাহোক এক দুইটা মেরিটের জন্য উপরের এই মেরিট কাউন্ট সিস্টেমটি ভালো লাগবে না তাই যারা একটু বেশি মেরিট পেয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি প্রযোজ্য। তাই যারা বেশি মেরিট পেয়েছে তাদের মেরিটের কাউন্ট সংখ্যার স্ক্রীনশট দিয়ে দিলাম আর কি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 21, 2023, 12:42:38 PM
@Crypto Library ভাই মোবাইল ফোনের মাধ্যমে KIwi browser দিয়ে।।। পরে কি হবে বুঝতে পারছি না।


আমার মোবাইল ফোনের ব্রাউজারে আপনার দেওয়া কোড পেস্ট করার মত কোন জায়গা আসে না। কি করলে কোড পেস্ট করার জায়গা আসবে
দেখে ভালো লাগলো যে আপনি শেয়ার করা ট্রিক্স টি ট্রাই করেছেন।
আপনি সঠিক রাস্তায় রয়েছেন এখানে সমস্যাটি হয়েছে এক্সটেনশন টি কম্পিউটার ব্রাউজার বেজড হওয়াতে মোবাইলের ক্ষেত্রে রেসপনসিভ ডিসপ্লে হয়নি এর ফলে এমন দেখাচ্ছে। আমিও প্রথমে এড করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম
তারপরও সমস্যা নাই সমস্যার সমাধান রয়েছে। সমাধানটি হলো গিয়া ওই যে, উপরের রাইট সাইডে থ্রি ডট দেখতেছেন ওই অপশনে ক্লিক করে অল্প করে স্ক্রোল ডাউন করে এই ডেক্সটপ অপশনটিতে হালকা করে চাপ দিন।

তো  ব্রাউজার এখন ডেস্কটপ ভিউতে থাকবে তারপর পূর্ব থেকে থাকা কোড গুলো সিলেক্ট অল দিয়ে সব মুছে ফেলুন এবং ফাইল অপশন থেকে সেবে ক্লিক করুন। অল ডান Wink
আশা করি বুঝতে পেরেছেন তারপরও সমস্যা হলে জিজ্ঞাসা করতে কোন দ্বিধাবোধ করবেন না।


edited:- ওহো কি জিনিসটা যে কমপ্লিট করেছেন এটার দিকে আমার চোখি পড়েনি,  যাইহোক এই প্রবলেমটা আরো অনেক মোবাইল ইউজাররা  ফেস করতে পারে।
আশা করি তাদের জন্য এই পোস্টটি  হেল্পফুল হবে


LDL
hero member
Activity: 742
Merit: 671
May 21, 2023, 06:55:43 AM
কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায়
•••••
@Crypto Library ভাই মাঝে মাঝে এমন সকল পোস্ট করে থাকে যা অত্যন্ত উপকারী ও টেকনোলজি নির্ভর। আমি মাঝেমধ্যে তার পোস্টগুলো পড়ে বিভিন্ন টেকনোলজি পূর্ণ ট্রিকস জানতে পারি। বেশি বাড়িয়ে বলছি না তাদের মত বুদ্ধিমত্তা ইউজার যদি বাংলায় না থাকতো তাহলে হয়তো আমরা বেশি কিছু জানতে পারতাম না। যেমন লিটন মাউস ভাই পরোপকারী, তাকে যদি আমি পার্সোনাল মেসেজের মাধ্যমে কোন সমস্যা বলি তাহলে সে আমার সমস্যার সমাধান না করা পর্যন্ত নিজেকে নিস্তার দেয় না।
ধন্যবাদ ভাইয়েরা আপনারা বাংলা লোকালে থাকলেই এরকম পোস্টের মত আরো হাজার জ্ঞানগর্ভ মূলক পোস্ট করতে পারব।

@Crypto Library ভাই মোবাইল ফোনের মাধ্যমে KIwi browser দিয়ে।।। পরে কি হবে বুঝতে পারছি না।



আমার মোবাইল ফোনের ব্রাউজারে আপনার দেওয়া কোড পেস্ট করার মত কোন জায়গা আসে না। কি করলে কোড পেস্ট করার জায়গা আসবে ।



ভাই কমপ্লিট করেছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।।।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 21, 2023, 04:44:35 AM
কোনো পোস্ট বা টপিকে টোটাল মেরিট দেখার উপায়
আমরা  আমাদের কোন পোস্টে বা টপিকে অনেক সময়  অনেক মেরিট পেয়ে থাকি এবং  আমি  এটাও জানি  যে মোট কতগুলো মেরিট পেলামএটা সবারই বারবার জানতে  বা দেখতে ইচ্ছে করে তো  এই স্ক্রিপ্টির সুবিধা হলঃ
-কোন পোস্টে বা টপিকে  মোট কতগুলো  মেরিট পেলেন এগুলো আলাদা আলাদা করে   কাউন্ট করতে হবে না সবগুলো মেরিট একত্রে  দেখাবে

আশা করি সবার একটু হলেও কাজে লাগবে Roll Eyes

এটি ব্রাউজারে  সেটআপ করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন:

১।  প্রথমে  ব্রাউজারে এই এক্সটেনশন টি এড করতে হবে Tampermonkey
-যারা মোবাইল ইউজার আছেন তারা Kiwi  ব্রাউজার ব্যবহার করে এটা ব্যবহার করতে পারবেন।
চাইলে Kiwi  ব্রাউজারে  কম্পিউটার   ব্রাউজারের এক্সটেনশন এড  করার উপায় সম্পর্কিত  আমার এই পোস্টটি দেখতে পারেন-
//** Kiwi ব্রাউজার  ব্যবহার করে  শুধু BPIP কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় সকল  এক্স টেনশন মোবাইলে ব্যবহার করতে পারবেন  শুধু  ক্রোম ওয়েব স্টোরে এগিয়ে  এড করে নিলেই হবে**//

২। তারপর ব্রাউজারে গিয়ে এক্সটেনশন অপশনে Tampermonkey  টিতে ক্লিক করে  ক্রিয়েট এ নিউ স্ক্রিপ্টে ক্লিক করুন নিচের ছবি ন্যায়


৩।তারপর নিচের স্ক্রিপটি কপি করে এখানে পেস্ট করে ফাইল মেনু থেকে সেভ অপশনে ক্লিক করুন-  কাজ শেষ

Code:
// ==UserScript==
// @name     Bitcointalk Post Merit Sum
// @version  1.0
// @grant    none
// @include        https://bitcointalk.org/index.php?topic=*
// @run-at         document-end
// ==/UserScript==

;[...document.querySelectorAll(".td_headerandpost")].forEach(post => {
    try {
        let sum = [...post.querySelectorAll(".smalltext i > a")]
            .map(e => {
                return parseInt(e.nextSibling.textContent.match(/\((.*)\)/)[1])
            })
            .reduce((acc, e) => acc + e, 0)
        if (sum > 0) {
            let sumElement = document.createElement("span")
            sumElement.textContent = `Total merit: ${sum} | `
            post.querySelector(".smalltext i").prepend(sumElement)
        }
    } catch (e) {
        console.error(e)
    }
})

৪। এখন  ফোরামে গিয়ে যে পোস্টটিতে  টোটাল  মেরিট দেখতে চান সেখানে ব্রাউজ করুন---হেয়ার  ইজ  আওয়ার আউটপুট Wink



সম্পূর্ণ স্ক্রিপটি এই পোস্ট থেকে নেওয়া- https://bitcointalksearch.org/topic/m.52264117
Thanks to hatshepsut93 for made this script

copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 20, 2023, 04:39:32 PM
joeperry, Utopia এর হয়ে আবারো (১২ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-12-5452765 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।



hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 20, 2023, 02:18:13 PM
আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।
Little mouse  ভাই অলরেডি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনি যদি ডেস্কটপ ইউজার হন  শুধু ডেস্কটপ এর কথা নয়, নন কাস্টডিয়াল ওয়ালেট গুলোর মধ্যে electrum ব্যবহার করা  কয়েকটা বিষয়ের জন্য উত্তম হবে  যেমন এখানে আপনি  স্ট্রং ফিচারস পাবেন, সিকিউরিটির দিক থেকেও এটি উত্তম।আর এটি ব্যবহার করা  একজন প্রফেশনালিজম  বিটকয়েনারের পরিচয়।
তবে আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী  যেহেতু আপনার ওয়ালেটে অলরেডি বিটকয়েন চলে আসছে এটা নিয়ে আর কিছু করা যাচ্ছে না।
তবে আমি আপনার সাথে  আমার একটা ব্যক্তিগত  ট্রিক্স  শেয়ার করছি,  আমিও প্রথমদিকে সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট নেওয়ার জন্য এরকম নন কাস্টডিয়াল ওয়ালেট ব্যবহার করেছি। পরে দেখলাম এখানে আমার  ট্রানজেকশন কস্ট বেশি পড়ে যাচ্ছে,  এর জন্য   নন কাস্টেডিয়াল থেকে সিগনেচার পেমেন্ট নেওয়ার জন্য  কাস্তোডিয়াল ওয়ালেটে শিফট হলাম। আর ওয়ালেট এড্রেস এর  সিকিউরিটি এর জন্য আমি Ku-coin  এক্সচেঞ্জার ব্যবহার করলাম, সরাসরি কু কয়েন এর
BTC এড্রেস এ আমি  পেমেন্ট নিয়ে থাকি এবং  পরবর্তীতে সেগুলো অন্য কোন  একচেঞ্জযারে  ট্রান্সফার করার জন্য সেগুলোকে  লো কষ্ট  ট্রানজেকশন ফি ওয়ালা alt-coin ব্যবহার করি এর ক্ষেত্রে আপনি Lite coin  বা TRX  ব্যবহার করতে পারেন।
আমি মূলত TRX  ব্যবহার করে থাকি Lite কয়েনে   ট্রানজেকশন ফি আরো কম কিন্তু আমি  ফাস্ট ট্রানজেকশন এর জন্য TRX  ব্যবহার করে থাকি।  কয়েকবার দেখেছি লাইট কয়েনের থেকে টি আর এক্স এ ট্রানজেকশন তাড়াতাড়ি হয়।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 20, 2023, 12:42:20 PM
আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। কিন্তু আজকে রাত্রে একটি সিগনেচার ক্যাম্পেইন থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু সেই পেমেন্ট উইথড করতে গিয়ে উচ্চতর ফি এর সম্মুখীন হয়েছি। আমাকে কেউ একজন সাজেস্ট করেন কোন বিটকয়েন ওয়ালেট ব্যবহার করলে ট্যান সেকশন বা লেনদেন ফি একটু কম হবে। আপাতত ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে চাচ্ছি না।
বিটকয়েন অন চেইন লেনদেনে বর্তমানে ফি একটা চরম ইস্যু, যদিও এখন অনেকটা কমে এসেছে তবে, এইটার কোন স্থায়ী সমাধান নেই। যাই হোক, বিভিন্ন ওয়ালেট ভেদে আপনি হয়ত কিছু ফি কমাতে পারবেন তবে তার মানে এই না যে খুব বেশি ফি কমাতে পারবেন। এছাড়া, কিছু ট্রিকস আছে যেগুলো অনুসরণ করতে পারেন। আগেই বলে রাখি, ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করাই শ্রেয় কারণ আপনি আপনার মন মত ফি দিতে পারবেন এইখানে।

১। সব ইনপুটকে একটা ইনপুটে রুপান্তর করে রাখাঃ একটা এড্রেসে কিংবা একের অধিক এড্রেসে আমরা যতবার বিটকয়েন রিসিভ করে থাকি সবগুলো এক একটা ইনপুট হিসেবে কাউন্ট হয়। একটা ট্রাঞ্জেকশনে যত বেশি ইনপুট এবং আউটপুট হবে, লেনদেনের সাইজ তত বৃদ্ধি পাবে। ফলস্বরুপ, আপনাকে বেশি পরিমাণ ফি দেয়া লাগবে। এর জন্য, আমরা যেটা করতে পারি- যখন ট্রাঞ্জেকশন ফি খুব কম থাকবে, মানে ১সাতোশি প্রতি বাইট, তখন আমরা সবগুলো ইনপুটকে কনসোলিডেট করবো মানে আপনার কাছে থাকা সব বিটকয়েন দিয়ে আপনার একই ওয়ালেটের যে কোন একটি এড্রেসে একটা ট্রাঞ্জেকশন ক্রিয়েট করবেন। এইটার মানে নিজের কাছে নিজেই বিটকয়েন পাঠানো। এতে অনেকগুলো ইনপুট একটা ইনপুটে রুপান্তর হবে এবং পরবর্তীতে যখন অনচেইন ফি বেশি থাকবে, আপনি খুব বেশি ফি দেয়া লাগবে না।

২। ট্রাঞ্জেকশনে আলাদা ইনপুট ব্যবহারঃ এইটা শুধু ডেস্কটপ ওয়ালেট যারা ব্যবহার করে তাদের জন্য প্রযোজ্য, মোবাইল ওয়ালেটে এই ফিচাওরটি নেই এখনো। ইলেকট্রাম ওয়ালেটে শো কয়েন অপশন চালু করুন। এইটা ভিউ অপশনে গেলে পাবেন। তারপর আপনার ওয়ালেট ইন্টারফেসে নতুন একটা অপশন দেখতে পাবেন কয়েন নামে। সেখানে ক্লিক করলে আপনি সব ইনপুট আলাদা আলাদা করে দেখতে পারবেন যেখান থেকে আপনি চাইলে যে কোন একটি ইনপুট ব্যবহার করতে পারবেন। তবে, এর লিমিটেশন হল আপনাকে ছোট এমাউন্ট পাঠাতে হবে। বড় এমাউন্ট পাঠাতে গেলে ঘুরেফিরে একই কথা হয়ে যাবে কারণ আপনাকে বেশি ইনপুট নির্বাচণ করতে হবে। যদি আপনার কোন ইনপুটে বেশি এমাউন্ট থাকে তাহলে সমস্যা নেই।

যাই হোক, প্রথম অপশনটা সবার অনুসরণ করা উচিত কারণ দ্বিতীয় অপশনটা শুধুমাত্র ডেস্কটপেই আছে।

বিটকয়েন নিয়ে অনেকেই অনেক ভবিষ্যতবানী করেছেন। বালাজী শ্রীনিবাসন তিনি বলেছিলেন আগামী ৯০ দিনের ভিতরে ১ বিটকয়েন ১ মিলিয়ন ডলার হবে। অলরেডি ৬০ দিন পারি হয়ে গেছে আদো বিটকয়েন $৩৫k উপরে দেখতে পেলাম না। তার ভবিষ্যৎ বাণীর আর মাত্র ৩০ দিন বাকী আছে। সত্যি এতি অসম্ভব ৩০ দিনের ভিতরে ১ মিলিয়ন ডলার হবে।

সর্বশেষে বিটকয়েনের দাম কত হবে আজ পর্যন্ত কেউ সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারবেনা যা একেবারেই অসম্ভব। তবুও অনেক বিশেষজ্ঞ আছেন যারা আনুমানিক ভাবি ভবিষ্যৎবাণী করে থাকে। বালাজী শ্রীনিবাসন এই ভদ্রলোকের ভবিষ্যৎবাণী এটিই থেকেই বোঝা যায়। বিটকয়েনের সঠিক ভবিষ্যৎ বাণী কেউই করতে পারবে না।
বালাজী শ্রীনিবাসন এই বাজি লাগানোর মুল উদ্দেশ্য কিন্তু বিটকয়েন এর দাম নিয়ে ভবিষ্যৎবাণী করা নয়, তার উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো ইউ.এস.ডি কতটা খারাপ পর্যায়ের সম্মুখীন হতে যাচ্ছে। হাইপার-ইনফ্লেশন খুব শীগ্রই দেখা যেতে পারে অর্থনীতিতে। আমাদের দেশের দিকেও যদি নজর দেন, জিনিসপত্রের দাম বৃদ্ধির হার অতিরিক্ত। খুব শীগ্রই জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।
বালাজী অলরেডি এই বাজির টাকা পে করে দিয়েছেন। একই ইস্যু নিয়ে তিনি আরো একটি বাজি ধরেছিলেন। দুইটা বাজিই তিনি হার মেনে নিয়ে পে করে দিয়েছেন। এর মধ্যে টুইটার ব্যবহারকারী সম্ভবত তার পুরো কিংবা অর্ধেক টাকা কোথাও দান করে দিয়েছেন। আমি পরেছিলাম কিছুদিন আগে কিন্তু এখন খুজে পাচ্ছি না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 20, 2023, 10:38:41 AM
Jump to: