Author

Topic: বাংলা (Bengali) - page 218. (Read 5727862 times)

jr. member
Activity: 107
Merit: 2
June 05, 2023, 11:50:50 AM
তুমি যদি R15 নিয়ে কোথাও দাঁড়াও সবাই তোমার ঐ R15 কেই দেখবে, তোমাকে না। মার্ক জাকারবার্গ যদি BMW নিয়ে কোথাও দাঁড়ায় সবাই জাকারবার্গকে দেখবে, তার BMW কে না।
তুমি যদি ৫০০০ টাকার একটা গেঞ্জি আর প্যান্ট পরিধান করো সবাই তোমাকে ঐ গেঞ্জি আর প্যান্টকে দেখবে, তোমাকে নয়।
আর বিল গেটস যদি ৫০ টাকার গেঞ্জি পরিধান করে কেউ তার গেঞ্জিটাকে দেখবে না, সবাই কিন্তু ঐ বিল গেটসকেই দেখবে।

IPhone লাগবে, DSLR লাগবে, Bike লাগবে এসব বলে বাবা-মাকে এতো চাপ না দিয়ে,  ব্রান্ড এর পিছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো, নিজেকে এমনভাবে-এমন জায়গায় উপস্থাপিত  করো যেনো নিজেই নিজেকে একটা ব্রান্ড তৈরী করো। যেনো তোমার ঐ ২০টাকা দামের ছেঁড়া রুমালটা ও নিলামে বিক্রি হয় লক্ষ টাকায়।
আর তুমি যখন ব্রান্ড হয়ে যাবে তোমার প্রত্যেকটা জিনিস ব্রান্ড হয়ে যাবে।
তাই নিজেকে একটা ব্রান্ড হিসেবে গড়ে তুলো।
 তুমিও  ধৈর্য  সহকারে কাজ করো  বাংলা কমিউনিটিতে ভালো পোস্ট দিয়ে। বড় বড় ইউজারদের  কাছ থেকে  কিছু চেয়ে নিতে হবে না.. তোমাকে এমনিতেই দিয়ে যাবে তারা তোমার যোগ্যতা দেখে..মেরিট
আমার কথা একটু ভেবে দেখে এখানে কাজ  করুন  মনোযোগ সহকারে.. 

ধন্যবাদ সকল বাংলা কমিউনিটি  বোর্ডের সদস্যদের কে


full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 05, 2023, 11:49:10 AM
ধন্যবাদ @Learn Bitcoin ভাই আপনার এত সুন্দর এবং সাবলীল অনুবাদের জন্য। আমরা অনেক বাঙালি আছি যারা এত সুন্দর ইনফরমেশন এবং ইতিহাস যুক্ত পোস্ট গুলো নিজের ভাষায় সাবলীল ভাবে পড়তে পারি না। অনেকে আমরা ভালোভাবে বুঝতেও অক্ষম হই। তাই আপনার এই অনুবাদ আমাদের সকল বাঙ্গালী ভাইদের গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে কিছু জ্ঞান অর্জনের একটি ক্ষেত্র তৈরি করে দেয়। আমি মনে করি ফোরামে এটিও একটি জ্ঞান অর্জনের ক্ষেত্র। আমরা আশা রাখবো আপনি @GazetaBitcoin ভাইয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যুক্ত পোস্ট গুলো এবং অন্যান্য রাইটারের পোস্টগুলো সাবলীল ও মাতৃভাষায় অনুবাদ করে আমাদের মাঝে উপস্থাপন করবেন। আপনার এই কাজকে সাধুবাদ জানাই। ধন্যবাদ।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
June 05, 2023, 11:29:58 AM
ধন্যবাদ Learn Bitcoin আরো একটি ট্রান্সলেশনের জন্য! এটা আপনার ট্রান্সলেট করা ৩য় টপিক এবং, আবারো, ট্রান্সলেশনটি ভালো হয়েছে!

আমি আশা করি যে বাঙালিরা ইতিহাসের এই অংশটি পড়ে উপভোগ করবেন যা আমাদের আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে যে কয়েক দশক আগে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা কতটা কঠিন ছিল। সময় চলে যায়, ক্রিপ্টোকারেন্সি আর নিষিদ্ধ করা হয়নি, যাইহোক, শাসকরা এখনও ক্রিপ্টোকারেন্সি বন্ধ করার জন্য অনেক নোংরা কৌশল ব্যবহার করে। কিন্তু, ক্রিপ্টোগ্রাফির মতো, তাদের সমস্ত চেষ্টা ব্যার্থ। তখনো কেউ ক্রিপ্টো বন্ধ করতে পারেনি এবং আজও কেউ ক্রিপ্টোকে আটকাতে পারবে না!

পরিশেষে, কিন্তু শেষ নয়: বাংলা ইউজার রা যদি এই অনুবাদগুলি পড়ে উপভোগ করেন, আমার কাছে ভালো নিউজ আছে -- Learn Bitcoin বলেছেন তিনি আমার আরও কিছু টপিক অনুবাদ করবেন, তাই সাথে থাকুন! Roll Eyes Roll Eyes Roll Eyes
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 05, 2023, 11:03:12 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Governs try to limit access of public to information and freedom since ages




আজকের ইতিহাসের অংশটি আমার এই অন্যান্য পোস্টগুলির একটি সিক্যুয়াল হিসাবে আসছে: , এবং

সরকার চায় না যে জনসাধারণের কাছে তথ্যের অ্যাক্সেস থাকুক এবং প্রাচীনকাল থেকে তারা এটা বন্ধ করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করেছে। সবচাইতে পরিচিত উদাহরণ হল ১৪৪৮ সালে প্রিন্টিং প্রেসের উদ্ভাবন, কারণ এটা তথ্য অ্যাক্সেস এবং স্বাধীনতার দিকে একটি বিশাল পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। গুটেনবার্গের উদ্ভাবন জনসম্মুক্ষে চলে আসার পর, গভর্নমেন্ট আর তথ্যে মানুষের অ্যাক্সেস সীমিত করতে পারেনি। কারণ লেখা, বই এবং পাণ্ডুলিপি বিভিন্ন ভাষায় অনুবাদ করা যায় এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে ছড়িয়ে দেয়া যায়। বিকেন্দ্রীকরণ শুরু হয় সেই বছর থেকেই। ১৫১৭ সালে, মার্টিন লুথারের লেখা ৯৫ টি থিসিস হাজার হাজার কপিতে মুদ্রিত হয়েছিল এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং তার লেখাগুলি সমগ্র মহাদেশের জানতে পেরেছিলো। তার কর্মের ফলস্বরূপ তাকে চার্চ থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তাকে ছাড়া এবং ছাপাখানা ছাড়া, সম্ভবত, প্রতিবাদী সংস্কার ব্যর্থ হয়ে যেত।

যার কাছে তথ্য থাকে সে ক্ষমতা রাখে এবং সাধারনত অভিজাত, সরকার, সংস্থা, আইন প্রয়োগকারীতের হাতে তথ্য থাকে। অথবা চার্চ, যেমন লুথারের ক্ষেত্রে ঘটেছে। এবং তারা কখনই চায় না যে জনসাধারণ এটি অ্যাক্সেস করুক, কারণ এতে তাদের ক্ষমতা হারাতে হবে।

আধুনিক যুগে ফিরে আসা যাক, তবে পুরানো সময়ে। সাইফারপাঙ্কের সময় জন গিলমোর, তাদের একজন, এনএসএর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা ছিল। অথবা হয়তো আমার লেখা উচিত ছিল যে তাদের সাথে এনএসএর একটি ব্যক্তিগত প্রতিহিংসা ছিল? তাদের বিরুদ্ধে তথ্যের সবচেয়ে উল্লেখযোগ্য বিজয়গুলির মধ্যে একটি ১৯৮৯ সালে গিলমোর পরিচালিত করেছিল যেখানে তিনি একটি গোপন নথি প্রকাশ করেছিলেন। নথিটির লেখক জেরক্সের জন্য কাজ করছিলেন এবং NSA বিশেষভাবে নথিটি ধ্বংস করার জন্য জেরক্সকে অনুরোধ করেছিল। জন গিলমোর এই সেন্সরশিপের সাথে দ্বিমত পোষণ করেন এবং নথিটি ইন্টারনেটে পোস্ট করে দেন। অবশ্যই এটি দ্রুত হাজার হাজার বার ডাউনলোড করা হয়েছিল এবং গিলমোর এবং এনএসএর মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল।

১৯৯২ সালে জন গিলমোর এবং এনএসএর মধ্যে আরেকটি বড় যুদ্ধ হয়েছিল। সুস্পষ্ট কারণে (মুক্ত তথ্যের সেন্সরশিপ নিয়ে), উইলিয়াম ফ্রিডম্যানের পাণ্ডুলিপিগুলি - যাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোগ্রাফির পিতামহ হিসাবে বিবেচনা করা হয় - শ্রেণীবদ্ধ করা হয়েছিল, যদিও সেগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লেখা হয়েছিল। গিলমোর আবার দ্বিমত পোষণ করেন, তিনি মনে করেন যে ফ্রিডম্যানের কাজ আগ্রহী যে কেউ পাওয়া উচিৎ। তাই তিনি এনএসএকে একটি আইন আদালতে ডেকেছিলেন এবং তিনি তথ্যের স্বাধীনতা আইনে বইগুলিকে ডিক্লাসিফাই করার অনুরোধ করেছিলেন। অবশ্য, এনএসএ তার অনুরোধে েএড়িয়ে যায়, এইভাবে একটি বিচারের সময় সবকিছু নিষ্পত্তি করতে হয়েছিল। পরে, তিনি একটি পাবলিক লাইব্রেরিতে ফ্রিডম্যানের বইগুলি খুঁজে পায়। বিচার চলাকালীন তাকে জানানো হয়েছিল যে তিনি যদি শাসককে বইগুলি না দেন, তবে তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হবে যা ১০ বছরের জেল হতে পারে, কারণ তার কাছে শ্রেণীবদ্ধ উপকরণগুলি ছিল। NSA এখানেই থামেনি। সংস্থাটি বিভিন্ন পাবলিক স্পেসগুলিতে অন্য কোনও "বুদ্ধিমান" উপকরণ খুঁজে বের করার চেষ্টা করেছিল। গিলমোর বিচারককে জানিয়েছিলেন যে তিনি যা পেয়েছেন তা ইতিমধ্যেই পাবলিক হয়ে গেছে, যেহেতু বইগুলি একটি পাবলিক লাইব্রেরিতে ছিল এবং একই সাথে তিনি পুরো মামলা সম্পর্কে প্রেসের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরই বইগুলো ছাপা হয় এজিয়ান পার্ক প্রেস থেকে।

গিলমোরের মামলাটি পাবলিক হয়ে ওঠে এবং সেই মুহূর্ত থেকে সরকার পিছিয়ে যায়। অভিযোগগুলি বাদ দেওয়া হয়েছিল এবং পাণ্ডুলিপিগুলি প্রকাশ করা হয়েছিল। জন গিলমোর জিতেছেন। জনগণও জিতেছে, কারণ জনগণের তথ্য জনগণের হাতে ছিল, যেমনটি সবসময় হওয়া উচিত।

বাকস্বাধীনতার জন্য যুদ্ধ, গোপনীয়তার জন্য এবং শাসনব্যবস্থাকে অপ্রাসঙ্গিক হিসাবে উপস্থাপনের লড়াই অনেক আগে শুরু হয়েছিল। এটা এখন আমাদের হাতে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 05, 2023, 09:43:59 AM
কেন লং টার্মের জন্য লেভারেজড টোকেন ক্রয় করবেন না?

আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশী ভাইয়েরা। আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে লেভারেজড টোকেন ট্রেডিং নিয়ে অর্থাৎ Doge5L, Eth5L, Xtz5L এই টোকেন গুলো নিয়ে। প্রায় তিন-চার মাস আগে আমি Doge5L ও Eth5L এ ৩৫ ডলার ইনভেস্ট করি যেটা আমি লং টার্মের জন্য হোল্ড করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তা কমতে কমতে এখন প্রায় শূন্য পর্যায়ে। অর্থাৎ Leveraged Token গুলো লং টার্মের জন্য হোল্ড করা মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। আমি যখন Eth5L এ ইনভেস্ট করি তখন ইথেরিয়াম এর মূল্য প্রায় ১৭৫০ $ ছিল। আর এখন ইথারিয়াম এর মূল্য প্রায় ১৮৭০ ডলার কিন্তু অন্যদিকে আমার হোল্ডিং ব্যালেন্স অলমোস্ট শূন্যের কাছাকাছি। তাই অবশ্যই চেষ্টা করবেন যদি লেভারেজড টোকেন দিয়ে ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই শর্ট টার্ম এর জন্য করবেন। Long term এর জন্য হোল্ড করলে দেখবেন আপনার ব্যালেন্স দিন দিন কমছে। যদি আপনার ট্রেডিং বিষয়ে অভিজ্ঞতা ও সৎ সাহস থাকে তবে আপনি অল্প লেভারেজে ফিউচার ট্রেডিং করতে পারেন। মানে আমি বোঝাতে চাচ্ছি লেভারেজড  টোকেন এ ট্রেডিং করার চাইতে অল্প লেভারেজ নিয়ে ফিউচার ট্রেডিং করা ভালো। ৩৫ ডলারে এখন আমার বর্তমান ব্যালেন্স
newbie
Activity: 20
Merit: 0
June 05, 2023, 08:47:58 AM
বর্তমানে আমরা যারা অনলাইনে কাজ করে আয় করছি তারা সবাই ইথেরিয়াম সম্পর্কে অবগত আছি। ইথেরিয়াম হল ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ইথেরিয়াম পাওয়ার জন্য সহজ উপায় হল কয়েকটি ইথেরিয়াম ক্র‍য় করা। অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে যেখান থেকে আপনি ইথেরিয়াম কিনতে পারবেন,তবে আপনি কোনটি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনি কোথায় থাকেন,কীভাবে আপনি অর্থ প্রদান করবেন তার উপর। ডেভেলপাররা নতুন ডিপিএস তৈরিতে এই ইথেরিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। পুরো বিশ্বে যে কেউ ইথেরিয়াম নেটওয়ার্কে সংযোগ করতে সক্ষম। ইথেরিয়াম ব্লকচেইনের দেশীয় মুদ্রা ইথার ডিজিটাল অর্থে ব্যবহৃত হয়,সরাসরি তাৎক্ষণিকভাবে বিশ্বের যেকোনো লোকের কাছে পাঠানো যায়। ইথেরিয়াম ব্লকচেইনে আপনি মাইনিং করে সঞ্চয় করতে চাইলে কয়েনবেজে একাউন্ট করে সেখানে রাখতে পারেন।

আমরা অনেকেই নতুন বাংলাদেশ লোকাল থ্রেডের ব্যবহারকারী আছি, যারা বিভিন্ন রকম পোষ্টের শেয়ার করে থাকে, এ ক্ষেত্রে আমাদের কিছু সর্তকতা অবলম্বন করা উচিত যেগুলো আমাদের একাউন্ট কে ঝুঁকির সম্মুখীন করে তোলে। আমরা এমন কোন কথাবার্তা বলবো না যেগুলো বাংলাদেশ থ্রেডের ক্ষেত্রে ইতিবাচক হয়। এক্ষেত্রে আমরা প্রয়োজনে সিনিয়র মেম্বার গুলোকে অনুসরণ করবো। কারন আমরা যারা নতুন ইউজার তারা অনেকেই বিভিন্ন রকম ভুল করে থাকি। যার জন্য আমাদের অ্যাকাউন্টটি ঝুঁকির সম্মুখীন হয়। তাই আমরা যে কোন প্রকার পোস্ট করার জন্য অবশ্যই সিনিয়ার মেম্বারদের কে অনুসরণ করব।
staff
Activity: 2436
Merit: 2347
June 05, 2023, 05:55:57 AM
বর্তমানে আমরা যারা অনলাইনে কাজ করে আয় করছি তারা সবাই ইথেরিয়াম সম্পর্কে অবগত আছি। ইথেরিয়াম হল ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ইথেরিয়াম পাওয়ার জন্য সহজ উপায় হল কয়েকটি ইথেরিয়াম ক্র‍য় করা। অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে যেখান থেকে আপনি ইথেরিয়াম কিনতে পারবেন,তবে আপনি কোনটি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনি কোথায় থাকেন,কীভাবে আপনি অর্থ প্রদান করবেন তার উপর। ডেভেলপাররা নতুন ডিপিএস তৈরিতে এই ইথেরিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। পুরো বিশ্বে যে কেউ ইথেরিয়াম নেটওয়ার্কে সংযোগ করতে সক্ষম। ইথেরিয়াম ব্লকচেইনের দেশীয় মুদ্রা ইথার ডিজিটাল অর্থে ব্যবহৃত হয়,সরাসরি তাৎক্ষণিকভাবে বিশ্বের যেকোনো লোকের কাছে পাঠানো যায়। ইথেরিয়াম ব্লকচেইনে আপনি মাইনিং করে সঞ্চয় করতে চাইলে কয়েনবেজে একাউন্ট করে সেখানে রাখতে পারেন।

ভবিষ্যতে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে, ফোরামে পোস্ট লিখতে এআই ব্যবহার করা থেকে বিরত থাকুন।
member
Activity: 112
Merit: 34
June 05, 2023, 05:20:29 AM
বর্তমানে আমরা যারা অনলাইনে কাজ করে আয় করছি তারা সবাই ইথেরিয়াম সম্পর্কে অবগত আছি। ইথেরিয়াম হল ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ইথেরিয়াম পাওয়ার জন্য সহজ উপায় হল কয়েকটি ইথেরিয়াম ক্র‍য় করা। অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে যেখান থেকে আপনি ইথেরিয়াম কিনতে পারবেন,তবে আপনি কোনটি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনি কোথায় থাকেন,কীভাবে আপনি অর্থ প্রদান করবেন তার উপর। ডেভেলপাররা নতুন ডিপিএস তৈরিতে এই ইথেরিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। পুরো বিশ্বে যে কেউ ইথেরিয়াম নেটওয়ার্কে সংযোগ করতে সক্ষম। ইথেরিয়াম ব্লকচেইনের দেশীয় মুদ্রা ইথার ডিজিটাল অর্থে ব্যবহৃত হয়,সরাসরি তাৎক্ষণিকভাবে বিশ্বের যেকোনো লোকের কাছে পাঠানো যায়। ইথেরিয়াম ব্লকচেইনে আপনি মাইনিং করে সঞ্চয় করতে চাইলে কয়েনবেজে একাউন্ট করে সেখানে রাখতে পারেন।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 05, 2023, 04:57:16 AM
আমাদের এই লোকাল থ্রেডে অনেক নতুন মেম্বার এসেছেন, অনেক পোস্ট করা হচ্ছে দেখে অনেকটাই ভালো লাগছে। আজকে আমাদের থ্রেড নিয়ে একটা পোস্ট করি। এখন পর্যন্ত আমাদের এই লোকাল থ্রেডে মোট 9,912 টি পোস্ট করা হয়েছিল। অনেক পোস্ট ডিলিট করা হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ পোস্ট করেছেন যিনি তিনি হচ্ছেন আমাদের লোকাল কমিউনিটির একজন সুনামধন্য আমাদের বাংলা লোকাল কমিউনিটির গর্ব @Little Mouse ভাই। তিনি এখন পর্যন্ত মোট পোস্ট করেছেন ৪১৯টি। এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন @Review Master তিনি মোট পোস্ট করেছেন ২৮৯ টি। এবং তৃতীয় অবস্থানে রয়েছেন আমাদের লোকাল কমিনিউটির আরেকজন সুনামধন্য সদস্য @Crypto Library তিনি এখন পর্যন্ত ১৯১ টি পোস্ট করেছেন। চতুর্থ অবস্থানে রয়েছেন @sammikhan বর্তমানে এক্টিভ নেই তার মোট পোস্ট ১৫৮ টি। এবং পঞ্চম অবস্থানে রয়েছেন আমাদের লোকাল কমিউনিটি আরেকজন সুনামধন্য সদস্য @LDL তিনি মোট পোস্ট করেছেন ১৪৫ টি, হয়তো কিছুদিনের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে যাবেন। আমি শীর্ষে 20 জন পোস্টদাতার নাম ও কয়টি পোস্ট করেছেন উল্লেখ করছি।
1. Little Mouse [419]
2. Review Master [289]
3. Crypto Library [191]
4. sammikhan [158]
5. LDL [145]
6. shasan [142]
7. Learn Bitcoin [115]
8. roksana.hee [115]
9. Mr.corol [96]
10. tjtonmoy [82]
11. naim027 [79]
12. Bitcoin_people [72]
13. Gripson [70]
14. BitCoinDream [65]
15. DTalk [65]
16. wtsimis [65]
17. Fatemablabla [64]
18. Ariyan420 [62]
19. Pffrt [62]
20. Shahjahan0099 [61]
এই তথ্যটি ভুল হতে পারে, তথ্যটি এখান থেকে নেয়া হয়েছে
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 05, 2023, 04:44:03 AM
@learn Bitcoin এর এ বিষয়ে পোস্ট হয়তো আমি দেখিনি দেখলে তাহলে হয়তো পোস্ট করা থেকে বিরত থাকতাম। যাইহোক ধন্যবাদ আপনাকে।
আপনার সুবিধার জন্য আমোর আগের পোষ্ট টি কোট করে দিলাম।

প্রথমেই বলি আমার কাছে যা মেরিট ছিলো আমি তা শেয়ার করেছি। আপনার এই পোষ্ট নিয়ে একটু বলতে চাই। আমি জানি আপনার সিচুয়েশন টা কি। এখানে আমিও একসময় ছিলাম। একই কাজ আমরা অনেকেই হয়তো করেছি। কিন্তু আমার সাজেশন থাকবে পরবর্তীতে কেউ জেনো এরকম পোষ্ট না করে। আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনি হয়তো আমাকে দেখে করেছেন, আমি হয়তো আরেকজনকে দেখে করেছি। তবে এসব পোষ্ট কে গ্লোবাল মেম্বার রা মেরিট বেগিং বলে বিবেচনা করে থাকে। একই সাথে আপনাদের অন্য একটা কথা বলে রাখি, যখনই কেউ পরের রেংক এর কাছে চলে যাবেন, দয়া করে লিটল মাউস ভাইকে বা সাশান ভাই কে পি এম করবেন। আমরা সবাই মিলে চেষ্টা করবো। লিটল মাউস ভাই আপনাদের ভালো পোষ্ট গুলো মেরিট সোর্স এর কাছে সাবমিট করবেন। এটা নিয়ে ওনার সাথে একটু আলাপ হয়েছে। এসব ব্যাপার পাবলিকলি শেয়ার করা উচিৎ না। কিন্তু পোষ্ট করতে বাধ্য হলাম কারণ এরকম পোষ্ট আস্তে আস্তে একটা কালচারে পরিনত হয়ে যাবে। যেটা আমাদের জন্য ভালো হবে না।

আমি কিন্তু বলেছেলাম যে এটা দেখবেন আস্তে আস্তে একটা কালচারে পরিনত হবে। এবং এটাই হচ্ছে। যারা আমার পোষ্ট দেখেনি বা অন্যদের দেখেছে এভাবে পোষ্ট করে হেল্প চাচ্ছে, তারা এটাকে ভালো মনে করে এটাই ফলো করা শুরু করবে। এটা যে আমাদের জন্য কতো খারাপ একটা ব্যাপার হতে পারে, কেউ হয়তো বুঝতে পারছেন না। ফোরামে এমনিতেই বাংলাদেশী নাম শুনলেই মানুষ আমাদের সাথে অন্য রকম আচরন করে। যতো স্প্যাম হয়, যতো চিটিং হয়, সব আমাদের কাধে এসে পড়ে।

যাই হোক, আপনার এখনো ১২০ একটিভিটি হয়নি। একজন ফুল মেম্বারের জন্য ৩০ মেরিট অনেক কিছু। আপনার এক্টিভিটি হোক, এর মধ্যে আপনিও কিছু মেরিট আর্ন করতে পারবেন। আপনারা একটিভিটি হয়ে গেলে কাউকে পারসোনাল মেসেজ দিয়ে ডিসকাস করবেন। এভাবে পাবলিক পোষ্ট করে কেউ হেল্প চাইবেন না দয়া করে। আমাদের থ্রেড এখন মনিটরিং হচ্ছে। একজন মোডারেটর আমাদের সকল পোষ্ট ট্রান্সলেট করে পড়েন এবং উত্তর দেন। দয়া করে কেউ রুলস ভায়োলেট করবেন না।

আমাদের থ্রেড এর নতুন ট্রেন্ড হলো সিরিয়াল ধরে সবাইকে মেনশন করা  Undecided কেনো ভাই? সবাই তো থ্রেড এ আসে। সবাই আপনার পোষ্ট দেখবে। এভাবে সিরিয়াল ধরে সবাইকে মেনশন করাও উচিৎ নয়। দেখবেন এটাও একটা কালচার হয়ে যাবে এবং এটা সবাই গ্লোবাল বোর্ড এ গিয়েও করা শুরু করবে। Roksana.hee দেখলাম একটা ইংলিশ থ্রেড এ গিয়ে এভাবে সব গ্লোবাল ইউজারদের ঢালাও ভাবে মেনশন করে যাচ্ছে। এগুলো কে বলা হয় Merit Whoring / Merit Fishing.
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 05, 2023, 04:28:00 AM
এরকম বিষয় নয় এর আগেও কয়েকজন সদস্য যারা ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করেছে তারা এভাবেই পোস্ট করেছিল এবং তারা সেম ভাবেই পোস্ট করে এই সেকশন থেকে ভালো সাহায্য পেয়েছিল। আমিও তাদের পথ অনুসরণ করার চেষ্টা করেছি। প্রথমে যারা এভাবে পোস্ট করে ফুল মেম্বারের রেংক অর্জনে সাহায্য পেয়েছিল তাদেরকে যদি এরকম নিষেধাজ্ঞা দেওয়া হতো তাহলে হয়তো আমরা এই পথ অনুসরণ করতাম না।
হ্যাঁ আপনার সাথে একমত এই ধরনের পোস্ট আমি আগেও দেখেছি যেখানে মেরিটের জন্য সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু সত্যি বলতে আমি ফোরাম রুলস সম্পর্কে যতটুকু জানি মেরিট চাওয়া Merit Begging এর পর্যায়ে পড়ে যা সম্পূর্ণ ফোরাম রুলস বিরোধী। হয়তো আমাদের লোকাল থ্রেডে সিনিয়র ভাইয়েরা বিষয়টিকে ততটা নেগেটিভলি না নিয়ে আরো উৎসাহিত করেছেন যেন সবাই ফোরামে পরবর্তী রাঙ্ক অর্জন করতে পারে। আমরা যত বেশি উচ্চ র‍্যাঙ্ক অর্জন করতে পারব ততই আমাদের জন্য ভালো। আমাদের সবাইকে সবার পাশে দাঁড়ানোর অনুরোধ রইল বিশেষ করে সিনিয়র ভাইদের কারণ তারা আমাদের অভিভাবক সমতুল্য।
sr. member
Activity: 490
Merit: 294
June 05, 2023, 04:20:05 AM
ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব।
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@Popkon6
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer
@menstoined করে এভাবে এখানে মেরিট দিতে বলবেন না। এগুলা দৃষ্টিকটু দেখায়। গ্লোবাল থেকে দুই একজন উচ্চতার রেংক এর মেম্বাররা এখানে এসে এভাবে মেনশন করা দেখলে অনেক বেশি মাইন্ড করবে যা ইতোমধ্যেই @learn Bitcoin ভাইজান উল্লেখ করেছিলেন।
আপনার যদি একান্ত মেরিট প্রয়োজন হয় রেংক চেঞ্জ করার জন্য তাহলে ফোরামের দুজন বড় ভাই এখন তিনজন হয়েছে তাদের শরণাপন্ন হতে পারেন। কিন্তু পার্সোনাল মেসেজ এর মাধ্যমে হলে ভালো হয়। দয়া করে পরবর্তীতে কেউ এরূপ নিচু মানের কাজ করবেন না এতে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুর্নাম হবে সুনাম হবে না।
@Little Mouse
@Shasan
@Crypto Library
এই তিন ভাইকে আপনি পার্সোনাল মেসেজের মাধ্যমে বিস্তারিত জানাতে পারেন। এরা আপনাকে রেফার করে @Ratimov স্যারের কাছে আপনার প্রোফাইল পাঠিয়ে দিতে পারে। ফলে আপনার অনেক বেশি উপকার হওয়ার সম্ভাবনা থাকবে।
ধন্যবাদ পরবর্তীতে এরূপ ভুল আর করবেন না।
এরকম বিষয় নয় এর আগেও কয়েকজন সদস্য যারা ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করেছে তারা এভাবেই পোস্ট করেছিল এবং তারা সেম ভাবেই পোস্ট করে এই সেকশন থেকে ভালো সাহায্য পেয়েছিল। আমিও তাদের পথ অনুসরণ করার চেষ্টা করেছি। প্রথমে যারা এভাবে পোস্ট করে ফুল মেম্বারের রেংক অর্জনে সাহায্য পেয়েছিল তাদেরকে যদি এরকম নিষেধাজ্ঞা দেওয়া হতো তাহলে হয়তো আমরা এই পথ অনুসরণ করতাম না।

@learn Bitcoin এর এ বিষয়ে পোস্ট হয়তো আমি দেখিনি দেখলে তাহলে হয়তো পোস্ট করা থেকে বিরত থাকতাম। যাইহোক ধন্যবাদ আপনাকে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 05, 2023, 04:10:13 AM

তবে এখানে একটি সংশোধনের প্রয়োজন আছে সেটা হচ্ছে তিনি ১২০টি এক্টিভিটি হলেই মেরিটের জন্য ওই থ্রেড এ আবেদন করতে পারবেন না। কারণ রুলসের বিষয়ে উল্লেখ আছে যখন আপনার সর্বোচ্চ ২৫ টি মেরিট প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে যাওয়ার জন্য শুধুমাত্র তখনই আপনি আবেদন করতে পারবেন। এর আগে আমিও ভুলবশত রুলস না পড়েই আবেদন করে ফেলেছিলাম তখন কিছু সিনিয়র ভাইয়েরা আমার ভুলটি ধরিয়ে দিয়েছেন তাই আমিও চাই না আমার দেশি কোন ভাই রুলস না পড়ার কারণে নিউট্রাল ট্রাস্ট পাক।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি মেরিটের কথা উল্লেখ করেছেন ৭৫ মেরিট হলে কাউন্টডাউন দেওয়া যায়।
Quote
আমি নিজেও ফুল মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছি এবং আমার ও অল্প কিছু মেরিট এর প্রয়োজন তাও আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফল হব। সবার কাছে দোয়া চাই। সবাইকে আমার একাউন্টটি ভিজিট করার নিমন্ত্রণ রইল 🥰
দোয়া করি আপনিও খুব শীঘ্রই ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। আপনার ফুল মেম্বার হওয়ার আর মাত্র 31 টি মেরিটের প্রয়োজন। চেষ্টা করে যান ইনশাল্লাহ খুব শীঘ্রই সফলতা পেয়ে যাবেন। অগ্রিম শুভেচ্ছা,,,
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 05, 2023, 03:44:09 AM
এটা আমাদের গর্বের বিষয় যে আরো একজন সদস্য রেংকআপ করে ফুল মেম্বার হবেন। যাই হোক আপনাকে আরো কয়দিন ধৈর্য ধরতে হবে, আপনার ফুল মেম্বার একটিভিটি পূরণ করতে আরেকটি পিরিয়ড পার করতে হবেই। আপনার ১১০ অ্যাক্টিভিটি আছে ফুল মেম্বার হতে হলে ১২০ অ্যাক্টিভিটি প্রয়োজন। LDL ভাই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাকে আমি একটা পরামর্শ দিই, যখন আপনার ১২৬ এক্টিভিটি হবে তখন আপনি এই টপিকে [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank কাউন্টডাউন দিবেন, এখানে কাউন্টডাউন দিলে উচ্চ রেংকের মেম্বার এসে মেরিট পূরণ করে দিয়ে যান।
ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি থ্রেড শেয়ার করার জন্য কারণ এটা যাদের অল্প পরিমাণ মেরিটের প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে ওঠার জন্য তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তবে এখানে একটি সংশোধনের প্রয়োজন আছে সেটা হচ্ছে তিনি ১২০টি এক্টিভিটি হলেই মেরিটের জন্য ওই থ্রেড এ আবেদন করতে পারবেন না। কারণ রুলসের বিষয়ে উল্লেখ আছে যখন আপনার সর্বোচ্চ ২৫ টি মেরিট প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে যাওয়ার জন্য শুধুমাত্র তখনই আপনি আবেদন করতে পারবেন। এর আগে আমিও ভুলবশত রুলস না পড়েই আবেদন করে ফেলেছিলাম তখন কিছু সিনিয়র ভাইয়েরা আমার ভুলটি ধরিয়ে দিয়েছেন তাই আমিও চাই না আমার দেশি কোন ভাই রুলস না পড়ার কারণে নিউট্রাল ট্রাস্ট পাক। আমি নিজেও ফুল মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছি এবং আমার ও অল্প কিছু মেরিট এর প্রয়োজন তাও আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফল হব। সবার কাছে দোয়া চাই। সবাইকে আমার একাউন্টটি ভিজিট করার নিমন্ত্রণ রইল 🥰
newbie
Activity: 20
Merit: 0
June 05, 2023, 03:19:37 AM
আসসালামুয়ালাইকুম
দেশের পায়রাবন্দর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানী শেষ তাই সারা বাংলাদেশ লোডশেডিং চলছে এমত অবস্থায় যেমন গরম তেমনই মানসিক পেরেশান। এরই মাঝে নতুন অর্থবছরের বাজেট মানুষকে করে তুলেছে আরো দ্বিধাহীন প্রায় সকল প্রকার জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ কর প্রদান করতে বাধ্য করা হয়েছে। এক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বৈধতা সম্পর্কে এখনো তেমন কোনো ডিজিটাল সুরক্ষা নেওয়া হয়নি অথচ বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ দেখতে চায় মানুষ যেখানে ডিজিটাল নিরাপত্তার বিষয়টি এবারের অর্থবছরের বাজেটে তেমন কোনো সুযোগই পায়নি. জানিনা আমাদের ভবিষ্যৎ টা কোথায় গিয়ে ঠেকবে। তবে এটা জানি বাংলাদেশে একদিন ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে সফলতা পাবে। ঠিক এমন একটি বিষয়ে আমরা দেখতে পাই ফ্রিল্যান্সিং ব্যবহারকারীদের. যা বর্তমানে প্রতিযোগিতার দ্বারপ্রান্তে আছে। ঠিক তেমনি ভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর প্রতিযোগিতা চলবে এই বাংলার মাটিতে। তবে এক্ষেত্রে আমাদের ডিজিটাল নিরাপত্তার বিষয়টির ব্যাপক উন্নতি সাধন করতে হবে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 05, 2023, 03:19:25 AM
আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন, আজকে আমি খুবই আনন্দিত কারণ অনেক কষ্টের পর আমি ফুল মেম্বার রেংক এর অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছি। ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব। বাংলা বোর্ড থেকে নিজের রেঙ্ক বৃদ্ধি করা আমার জন্য অনেক গর্বের একটি বিষয়। আমাদের এই বাংলা সেকশনে সিনিয়র এবং জুনিয়র ভাই যারা আছেন বিশেষ করে,
@Bd officer
আপনারা যদি আমাকে অল্প একটু সাহায্য করেন তাহলে আমি আমার এই ফুল মেম্বারের র‍্যাঙ্ক খুব দ্রুতই অর্জন করতে পারব। আপনাদের সকলের প্রতি বিশ্বাস রেখেই আমি এই সাহায্য আপনাদের কাছে কামনা করছি আশা করছি আপনাদের সাহায্যের মাধ্যমে আমি ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করতে পারব।
এটা আমাদের গর্বের বিষয় যে আরো একজন সদস্য রেংকআপ করে ফুল মেম্বার হবেন। যাই হোক আপনাকে আরো কয়দিন ধৈর্য ধরতে হবে, আপনার ফুল মেম্বার এক্টিভিটি পূরণ করতে আরেকটি পিরিয়ড পার করতে হবেই। আপনার ১১২ এক্টিভিটি আছে ফুল মেম্বার হতে হলে ১২০ অ্যাক্টিভিটি প্রয়োজন। LDL ভাই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাকে আমি একটা পরামর্শ দিই, যখন আপনার ১২৬ এক্টিভিটি হবে তখন আপনি এই টপিকে [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank কাউন্টডাউন দিবেন, এখানে কাউন্টডাউন দিলে উচ্চ রেংকের মেম্বার এসে মেরিট পূরণ করে দিয়ে যান।
আপনার জন্য দুয়া করি অতিশিগ্রই ফুল মেম্বার হয়ে যাবেন।

ফুটবলের মাঠে বিটকয়েন

বিষয়টি একটু বুঝিয়ে বলি, কালকে সুইজারল্যান্ডের একটি ক্লাব পর্যায়ে ফাইনাল খেলায় বিটকয়েনের লোগো সংকলিত জার্সি পড়ে ফুটবল খেলোয়াড়রা  ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করে। বিষয়টি একটু অবাক করা লাগে কেননা এই সমস্ত ব্যাপার-স্যাপার বিটকয়েনের জনপ্রিয়তা বহু গুনে বাড়িয়ে দেয়।

#Bitcoin seen by millions at Swiss Cup football final 🇨🇭




টুইটারে দেখুন: https://twitter.com/BitcoinMagazine/status/1665357514731339776?t=QQ3HG5FOWF8BFFNPL8fAsQ&s=19
সত্যিই অবাক হয়ে গেলাম ফুটবল খেলায় জার্সিতে বিটকয়েনের লোগো লাগিয়ে খেলা হয়েছে। এই বিটকয়েনের লোগোটি হাজার হাজার দর্শক হয়তো দেখেছেন। হয়তো হাজার হাজার দর্শক এর মাঝে যারা বিটকয়েনের সাথে পরিচিত লাভ করে নি, তারাও হয়তো বিটকয়েন সম্পর্কে জানতে আগ্রহী হবেন। ধন্যবাদ জানাই সুইজারল্যান্ড এর ফুটবল ক্লাবকে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 05, 2023, 03:11:44 AM
ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব।
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@Popkon6
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer
@menstoined করে এভাবে এখানে মেরিট দিতে বলবেন না। এগুলা দৃষ্টিকটু দেখায়। গ্লোবাল থেকে দুই একজন উচ্চতার রেংক এর মেম্বাররা এখানে এসে এভাবে মেনশন করা দেখলে অনেক বেশি মাইন্ড করবে যা ইতোমধ্যেই @learn Bitcoin ভাইজান উল্লেখ করেছিলেন।
আপনার যদি একান্ত মেরিট প্রয়োজন হয় রেংক চেঞ্জ করার জন্য তাহলে ফোরামের দুজন বড় ভাই এখন তিনজন হয়েছে তাদের শরণাপন্ন হতে পারেন। কিন্তু পার্সোনাল মেসেজ এর মাধ্যমে হলে ভালো হয়। দয়া করে পরবর্তীতে কেউ এরূপ নিচু মানের কাজ করবেন না এতে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুর্নাম হবে সুনাম হবে না।
@Little Mouse
@Shasan
@Crypto Library
এই তিন ভাইকে আপনি পার্সোনাল মেসেজের মাধ্যমে বিস্তারিত জানাতে পারেন। এরা আপনাকে রেফার করে @Ratimov স্যারের কাছে আপনার প্রোফাইল পাঠিয়ে দিতে পারে। ফলে আপনার অনেক বেশি উপকার হওয়ার সম্ভাবনা থাকবে।
ধন্যবাদ পরবর্তীতে এরূপ ভুল আর করবেন না।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 05, 2023, 02:49:02 AM
ফুটবলের মাঠে বিটকয়েন

বিষয়টি একটু বুঝিয়ে বলি, কালকে সুইজারল্যান্ডের একটি ক্লাব পর্যায়ে ফাইনাল খেলায় বিটকয়েনের লোগো সংকলিত জার্সি পড়ে ফুটবল খেলোয়াড়রা  ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করে। বিষয়টি একটু অবাক করা লাগে কেননা এই সমস্ত ব্যাপার-স্যাপার বিটকয়েনের জনপ্রিয়তা বহু গুনে বাড়িয়ে দেয়।

#Bitcoin seen by millions at Swiss Cup football final 🇨🇭




টুইটারে দেখুন: https://twitter.com/BitcoinMagazine/status/1665357514731339776?t=QQ3HG5FOWF8BFFNPL8fAsQ&s=19
sr. member
Activity: 490
Merit: 294
June 05, 2023, 02:48:49 AM
আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন, আজকে আমি খুবই আনন্দিত কারণ অনেক কষ্টের পর আমি ফুল মেম্বার রেংক এর অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছি। ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব। বাংলা বোর্ড থেকে নিজের রেঙ্ক বৃদ্ধি করা আমার জন্য অনেক গর্বের একটি বিষয়। আমাদের এই বাংলা সেকশনে সিনিয়র এবং জুনিয়র ভাই যারা আছেন বিশেষ করে,
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@Popkon6
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer
আপনারা যদি আমাকে অল্প একটু সাহায্য করেন তাহলে আমি আমার এই ফুল মেম্বারের র‍্যাঙ্ক খুব দ্রুতই অর্জন করতে পারব। আপনাদের সকলের প্রতি বিশ্বাস রেখেই আমি এই সাহায্য আপনাদের কাছে কামনা করছি আশা করছি আপনাদের সাহায্যের মাধ্যমে আমি ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করতে পারব।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 05, 2023, 02:33:56 AM
এ কথা সত্য যে আমরা কিছু কতিপয় ছোট ইউজার যারা এখানে আসি শুধুমাত্র মেযরিট পয়েন্ট পাওয়ার জন্যই আসি। তবে এদিকে তো ভাবতে হবে তাদের কাছে মেরিট আছে কিনা। অবশ্যই তাদের কাছে মেরিট থাকলে তারা আমাদের সেগুলা দিয়ে দিবে। আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা যে সকল বড় ভাইদের কাছ থেকে মেরিট প্রত্যাশী তাদের তো মেরিট অর্জন করার সুযোগ দিতে হবে। আগে তারা মেরিট অর্জন করুক তারপর আমাদের দেওয়া হবে ‌
আমি একজন নবাগত সদস্য তবু আমার কথাই বলি, আমার যতগুলি s merit ছিল সবগুলোই বাংলা লোকাল কমিউনিটিতে দিয়েছি। যারা সিনিয়ার ভাই আছেন তাদের প্রোফাইলে দেখা যায় ৯০% -৯৫% s merit আমাদের লোকাল কমিউনিটিতে সেন্ট করে থাকেন।

আমার মত যারা নতুন ইউজার আছেন, আমি আপনাদেরকে বলি আপনারা নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। ভালো ভালো মানসম্মত পোস্ট করার চেষ্টা করবেন। আর কিছু কিছু ভাইদেরকে দেখা যায় দু'চারটা পোস্ট করেই হাল ছেড়ে দেয়। তাই আপনাদের কে আমি বলি কোন কিছুতে সফল হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। ভেঙ্গে পড়লে চলবে না।

আমাদের লোকাল কমিউনিটিতে অনেক নতুন মেম্বার এসেছেন তাদেরকে জানাই স্বাগতম। আপনারা নিয়মিত ভালো ইনফরমেটিভ পোস্ট করবেন এতে আমাদের লোকাল কমিউনিটির উন্নত হবে।
ধন্যবাদ সকলকে,,
Jump to: