Author

Topic: বাংলা (Bengali) - page 218. (Read 5315723 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 27, 2023, 11:21:32 AM
আজকে একটি বিষয় খেয়াল করলাম কিছু আমাদের বাংলার সদস্যদের প্রত্যেকেই @DdmrDdmr সাহেব থেকে মেরিট পেয়েছেন। আমিও পেয়েছি ৫টির মতো। যাহোক একটি বিষয় খুব ভালো লাগলো তাদের মত গ্লোবালের স্বনামধন্য ইউজাররা বাংলাতে মাঝেমধ্যে ঢুকে আমাদেরকে মেরিট দিয়ে যায়। আমরা যদি তাদের থেকে এভাবে মেরিট না পাই তাহলে হয়তো আমাদের রেঙ্ক বৃদ্ধি পাওয়া সম্ভব হতো না। আমাদের কমিউনিটিতে এক্টিভ ইউজার দরকার ‌। আর এখানে সর্বদা একটিভ থাকলে গ্লোবাল থেকে মেরিট সোর্স এসে আমাদেরকে মেরিট দিয়ে পুরস্কৃত করবেন। তবে একটি বিষয় খেয়াল করলাম আমাদের এখান থেকে বেশ কয়েকজন ফুল মেম্বার হয়েছেন এবং বেশ কয়েকজন পোটেনশিয়াল হিরো মেম্বার হওয়ার পথে।
তাদের মধ্যে.. ‌‌
1. Crypto Library
2. NicNacCoin
আপনারা দুজন পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করলেই আল্লাহ ভরসা হিরো মেম্বার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা হিরো মেম্বার হয়ে আমাদের ফোরামের সদস্যদের সহযোগিতা ও সেবা করবেন।

DdmrDdmr  এমন একজন মানুষ যার বিচরণ প্রায় ফোরামের সব জায়গায় রয়েছে ,  আমার অনেক পোস্টে ওনার মেরিট রয়েছে  আমাদের লোকাল থ্রেডেও  ও মাঝেমধ্যে তিনি এসে মেরিট দিয়ে যান, আজকে আমারও কিছু সৌভাগ্য হয়েছে  এর অংশীদার হওয়ার। আর আমার  এই সিনিয়র মেম্বার হওয়া পর্যন্ত যারা আমাকে সর্বোচ্চ মেরিট দিয়েছে তার মধ্যে তিনি হলেন দ্বিতীয় নম্বরে।  আর উনার বানানো মেরিট ড্যাশবোর্ড দিয়ে  এই ফোরামের অনেক এনালাইসিস হয়ে থাকে।
হ্যাঁ ভাই পিজ্জা  কম্পিটিশন অলরেডি চালু হয়ে গিয়েছে  এটা আসলে দেখেছি কিন্তু সময় হচ্ছে না পিজ্জা বানানোর  ভেবেছি কাল বা পরশু বানাতে বসবো।  দোয়া করবেন আর বেশি পথ দূরে নেই হিরো মেম্বার হওয়ার জন্য ।

সমগ্রহ বিশ্বেই কর ব্যবস্থা বৈচিত্রময় হয়ে থাকে। এটি সাধারনত সেই দেশের সরকার সংশ্লিষ্ঠ সকলের সাথে বসে একটি সীধান্ত নিয়ে করের পরিমান নির্ধারন করে। যার কারেনে ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন হারে সেই দেশের মানুষের উপর কর আরোপ করে। উন্নত বিশ্বে ব্যেক্তিগত কর এবং ব্যাবসায়িক দুটি ভিন্ন হয়ে থাকে। কোন কোন দেশের করের মাত্রা প্রায় 50 শতাংশের কাছাকাছি হয়ে থাকে। আবার কিছু দেশ আছে সেখানে ব্যেক্তিগত কর প্রদান করা হয় না কিন্তু অ্যানান্য ক্ষেত্রে যেমন পন্য বা পরিসেবায়  কর বেশি হয়ে থাকে। কোন কোন দেশে উচ্ছবিত্তদের জন্য একটি ধরনের কর এবং নিম্নদের জন্য আর এক ধরনের কর দেওয়ারও ব্যবস্থা রয়েছে।
একটি দেশের উন্নতির লক্ষ্যে কর প্রদান করা প্রতিটি নাগরিকেরই দায়িত্ব। বাংলাদেশের প্রেক্ষাপটেও এটি একই রকম হওয়া উচিত।
আমরা তো ভাই সবদিক থেকেই পিছিয়ে রয়েছি ,  যেমন দেখুন ডেনমার্কের মাথাপিছু আয় কত আর বাংলাদেশের মাথাপিছু আয় কত।  ওদের মাথাপিছু আয় হিসেব করলে ৫০পার্সেন্ট ট্যাক্স পে করেও  ওরা ওদের ওই টাকা দিয়ে  ভালোভাবে মানসম্মত জীবন যাপন করতে পারবে ।  আমাদের দেশে ঠিক উল্টোটা রয়েছে যেমন রয়েছে দুর্নীতি তেমনি রয়েছে ট্যাক্স নিয়ে ছেলে খেলা।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 27, 2023, 10:51:27 AM
যেদিন বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি সিকিউরিটি সিস্টেমকে বৈধতা দেবে সেইদিন বাংলাদেশের প্রতিটি মানুষ বিটকয়েন সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান লাভ করবে।
বিটকয়েন নিয়ে জানার জন্য এর বৈধতার প্রয়োজন নেই। আপনি চাইলেই অনলাইনে সব কিছু শিখতে পারবেন। বৈধতা হয়তো এটাত বিস্তার বাড়াবে এবং ব্যাবহারকারী বাড়াবে৷ বাংলাদেশে অলরেডি কিছু ব্লকচেইন ডেভেলপার আছে। তবে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে না আপাতত। আপনার অজান্তেই হয়তো আপনি কোনো শিটকয়েন হোল্ড করছেন যেটার ডেভেলপার হয়তো বাংলাদেশি। নিজের ক্রিপ্টোকারেন্সি বানানো এখন কোনো ব্যাপার ই না।

কাট

দয়া করে বানানো গল্প শেয়ার করবেন না। আমার জানামতে এমন কোনো খবর কখনোই শুনি নাই যেখানে বিটকয়েন দিয়ে বার্গার কেনা হতো। আপনি হয়তো পিজ্জার কথা শুনেছেন। কোন দেশে বিটকয়েন বার্গার ডে পালিত হয়? দয়া করে রেফারেন্স দিবেন। রেফারেন্স ছাড়া আষারে গল্প বলে লাভ নেই।

যে টুইট গুলো পোস্ট করেছেন, সাথে সেই টুইটএর লিংক পোস্ট করবেন। নয়তো কপি পেস্ট এর জন্য আইডি ব্যান খেয়ে যাবেন।
S00
newbie
Activity: 212
Merit: 0
May 27, 2023, 09:55:41 AM
বাংলাদেশের  বিটকয়েনের ওপর সাধারণ মানুষের বেশি  একটা ধারণা নেই।  বাহিরের রাষ্ট্রে যেভাবে বিটকয়েন এর উপর ধারণা রয়েছে ওই পর্যায়ে যেতে হলে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। বাহিরে রাষ্ট্রের রাস্তার ওপর বিলবোর্ড টানিয়ে বিটকয়েনের  ধারণা দেওয়া হয় এবং বিটকয়েন এর বাণিজ্য করা হয় আমরা বাহিরে যে কোন একটি বিশ্বের ওপর তাকালে দেখা যায় যেসব কোম্পানি আছে সবগুলো বিটকয়েনে ওপর নির্ভরশীল হয়ে থাকে তারা কিপ্ট কারেন্সির সাথে সংযুক্ত তারা বিটকয়েনের উপর অনেক আস্থা রাখে

এবং  ২০০৮ সালের  দিকে তাকালে  
তখন বিটকয়েনের প্রচলিত ছিল না তখন বিটকয়েনের মূল্য ছিল খুবই কম।  আমি একটি পোস্টে দেখেছি তখন একটি  পিজ্জা কিনতে গেলে অনেকগুলো বিটকয়েন দিতে হতো একটি পিজ্জা মালিক তিনি অনেকগুলো বিটকয়েনের বিনিময়ে একটি পিজ্জা দিযে থাকতো । তবে কিছুদিন পর দেখা গেল যে বিটকয়েনের চাহিদা দিন দিন আকাশের দিকে উড়াল দিচ্ছে তখন থেকে এই পর্যন্ত বিটকয়েনের মার্কেট উপরের দিকে উঠছে আমি আশা করছি বিটকয়েনের চাহিদা দিন দিন অনেক দূর এগিয়ে যাবে।।

এখন বিটকয়েন পিজ্জা হলিডে পালন করা হয় বিভিন্ন রাষ্ট্রে। এবং কিপটো কারেন্সিতেয় পালন হয়

এবং আমি এইমাত্র একটি বিটকয়েনের পোস্ট দেখতে পেলাম টুইটার একাউন্টে @BTC_Archive তিনি বলেছেন JP MORGAN: Gold at $2,000 implies a #Bitcoin price of $45,000 - Barron’s
https://twitter.com/BTC_Archive/status/1662177196515917824?t=YyKV8Aj5V1nwUf0oae9vng&s=19

এবং আরো  বলেছেন
@BTC_Archive
This is my first bear-market in #Bitcoin and it’s fascinating to see the change in the community now that the hype is completely dead.

Doing my best to stay focused and build for the next wave.

Ignore the drama.
Stack. HODL. Build 💪
https://twitter.com/BTC_Archive/status/1662408078136844288?t=-yc2vCRLph0R97TlnMZCEg&s=19


এইছিলো আজকের বিটকয়েনের কিছু কথা জানি অনেক কিছু মিছটেক হয়েগিয়েছে
পরবর্তীতে আরো ধারনা দিওয়া হবেবিটকয়েনের

...ধন্যবাদ..
newbie
Activity: 672
Merit: 0
May 27, 2023, 09:37:36 AM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 27, 2023, 08:50:38 AM
জার্মানির বার্লিন শহরে রাস্তার উপর দিয়ে বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণ করার জন্য বিলবোর্ড তৈরি করা হয়েছে। আসলে পৃথিবীর মানুষ বিটকয়েনের গুরুত্ব ও তাৎপর্য বুঝে বিশ্বব্যাপী বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণের উদ্যোগ গ্রহণ করছে। ইএল সালভাদরে ইউনিভার্সিটি পর্যায়ে বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণের জন্য কোর্স ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। অথচ আমরা জাতি হিসেবে কতটা পিছিয়ে আছি সেটা আপনারা সকলেই জানেন।



https://twitter.com/BitcoinMagazine/status/1662444756700479488?s=19
দিন যাচ্ছে মানুষের মনে বিটকয়েনের প্রতি আস্থা বাড়ছে। একযুগ এর বেশি সময় ধরে বিটকয়েন টিকে রয়েছে, মানুষের অন্তরে বিটকয়েন জায়গা করে নিচ্ছে। আমরা জাতি হিসেবে বিটকয়েনে অনেকটাই পিছিয়ে রয়েছি। আমাদের বাংলাদেশ নিয়ে বলি যখন বিটকয়েন বৈধ করা হবে। তখন আমার মনে হয় আমাদের বাংলাদেশ বিটকয়েন সম্পর্কে ইংরেজি বইতে (প্যারাগ্রাপ) দেখতে পাবো এবং বাংলা বইতে বিটকয়েন সম্পর্কে হয়তো রচনা দেখতে পাবো। আমাদের দেশেও বিটকয়েন ইস্কুল বা বিশ্ববিদ্যালয় পড়ানো হবে। সম্পূর্ণ কথাটি আমি আমার নিজে থেকেই বলা এই তথ্য নিয়ে কোন জায়গায় কোন পোস্ট বা নিউজ দেখতে পাইনি।  

এমন এক সময় আসবে বিটকয়েন পুরো বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করবে। সবাই বিটকয়েন ব্যবহার করতে শুরু করবে হয়তো।

আজকে আরেকটা বিষয় দেখতে পেলাম। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল প্রেমিক এমন কোন লোক নেই যে তাকে চিনেন না। রোনালদো বিটকয়েন ও বাইনান্স নিয়ে কিছু হয়তো কাজ শুরু করে দিয়েছে। বিটকয়েনে ম্যাগাজিনে একটি টুইট দেখতে পেলাম, রোনালদো বাইন্যান্সের লোগো দেওয়া একটি টি-শার্ট পরে ছবি আপলোড দিয়েছেন।

Source


কাট
ধন্যবাদ আপনাকে আপনি বাংলাদেশী হয়ে পিজ্জা কনটেস্টে অংশগ্রহণ করেছেন। পিজা কনটেস্টে বেশিরভাগ আমাদের বাংলা লোকাল কমিনিউটির মেম্বাররা অংশগ্রহণ করেছে। পিজা কনটেস্টে আমাদের এখনো অনেক বাংলাদেশের ভাইয়েরা আছেন তারা এখনো অংশগ্রহণ করেননি। যাইহোক এক তারিখ পর্যন্ত কনটেস্টে চলমান থাকবে। যারা এখনো অংশগ্রহণ করেননি তারা অংশগ্রহন করার চেষ্টা করবেন।



Jack051 আপনি ঠিকই বলেছেন এটি অনেক আগেই নতুন ব্যবহারকারীর জন্য বিস্তারিত জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই আমাদের লোকাল কমিউনিটিতে অনেক মেম্বার যুক্ত হয়েছেন। অনেকটাই ভালো লাগছে আমাদের লোকাল কমিউনিটির সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সদস্য বৃদ্ধি হয়েও কোন লাভ হচ্ছে না। আমার মত অনেক নিউবি একাউন্ট অনেক সদস্য  দেখা যায় এক লাইনের পোস্ট করে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করছি আপনাদের পোস্টগুলি অবশ্যই ২-৩ লাইনের উপরে রাখার চেষ্টা করবেন। মানসম্মত পোষ্টের মতো দেখা যাবে। আমাদের লোকাল কমিউনিটির উন্নত হবে। গত কয়েকদিন ধরেই আমাদের লোকাল কমিউনিটিতে পোষ্টের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় অতি শীঘ্রই আমাদের লোকাল থ্রেড লোকাল বোর্ডে পরিনত হবে।

newbie
Activity: 826
Merit: 0
May 27, 2023, 08:49:43 AM
আসসালামু আলাইকুম, যারা আমার মত নতুন ইউজার।।  মেরিট কি?  কি ভাবে পাবেন?  কি কাজে লাগে?  মেম্বার হবো কি ভাবে?   কি করনিও।  সকল পশ্নের উওর দেয়া হয়েছে এখানে https://bitcointalksearch.org/topic/m.53602200

আপনি যে বিষয়ে বলছেন এই এই বিষয়ে অনেক আগেই  DTalk ভাই বিস্তারিত  বলেছেন।


Jack051 আপনি ঠিকই বলেছেন এটি অনেক আগেই নতুন ব্যবহারকারীর জন্য বিস্তারিত জানানো হয়েছে।
member
Activity: 112
Merit: 34
May 27, 2023, 08:22:15 AM






আমি এই প্রথম বিটকয়েন পিজ্জা  কনটেস্টে পার্টিসিপেন্ট করলাম।এই কনটেস্টে পার্টিসিপেন্ট করতে পেরে আমার দারুন লাগছে। আমি ঘরোয়া ভাবে এই পিৎজা তৈরি করেছি। আমি গ্লোবাল কনটেস্টে আমার তৈরি করা পিজ্জা সাবমিট করেছি এবং এই জায়গায়ও আমি আমার পিজ্জা তৈরির প্রক্রিয়া শেয়ার করলাম।

LDL
hero member
Activity: 742
Merit: 671
May 27, 2023, 08:12:07 AM
জার্মানির বার্লিন শহরে রাস্তার উপর দিয়ে বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণ করার জন্য বিলবোর্ড তৈরি করা হয়েছে। আসলে পৃথিবীর মানুষ বিটকয়েনের গুরুত্ব ও তাৎপর্য বুঝে বিশ্বব্যাপী বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণের উদ্যোগ গ্রহণ করছে। ইএল সালভাদরে ইউনিভার্সিটি পর্যায়ে বিটকয়েনের উপর শিক্ষা গ্রহণের জন্য কোর্স ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। অথচ আমরা জাতি হিসেবে কতটা পিছিয়ে আছি সেটা আপনারা সকলেই জানেন।



https://twitter.com/BitcoinMagazine/status/1662444756700479488?s=19
newbie
Activity: 672
Merit: 0
May 27, 2023, 08:05:54 AM
আসসালামু আলাইকুম, যারা আমার মত নতুন ইউজার।।  মেরিট কি?  কি ভাবে পাবেন?  কি কাজে লাগে?  মেম্বার হবো কি ভাবে?   কি করনিও।  সকল পশ্নের উওর দেয়া হয়েছে এখানে https://bitcointalksearch.org/topic/m.53602200

আপনি যে বিষয়ে বলছেন এই এই বিষয়ে অনেক আগেই  DTalk ভাই বিস্তারিত  বলেছেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 27, 2023, 06:44:02 AM
আজকে একটি বিষয় খেয়াল করলাম কিছু আমাদের বাংলার সদস্যদের প্রত্যেকেই @DdmrDdmr সাহেব থেকে মেরিট পেয়েছেন। আমিও পেয়েছি ৫টির মতো। যাহোক একটি বিষয় খুব ভালো লাগলো তাদের মত গ্লোবালের স্বনামধন্য ইউজাররা বাংলাতে মাঝেমধ্যে ঢুকে আমাদেরকে মেরিট দিয়ে যায়।

আসলে DdmrDdmr আমাদের থ্রেড এ মেরিট দেয়ার জন্য আসে নাই। উনি একজন মেরিট সোর্স। উনি ওনার বানানো একটা স্ক্রিপ্ট ব্যাবহার করে বিভিন্ন ক্রায়েটারিয়া অনুযায়ী মেরিট স্প্রে করে থাকেন। আজকের মেরিট স্প্রে এর ক্রায়েটারিয়া ছিলো যেসব পোস্ট উনি জানোয়ারির পর থেকে মেরিট সেন্ড করে নাই, অথচ মিনিমাম ৫ জন আগে মেরিট সেন্ড করেছেন, এরকম পোস্ট গুলোতে মেরিট দিয়েছেন। যেহেতু আপনি ৫ টি মেরিট পেয়েছেন, তার মানে আপনার এমন ৫ টি পোস্ট আছে যেটাতে আগে মিনিমাম ৫ জন মেরিট সেন্ড করেছিলো। এটা নিয়ে DdmrDdmr এর একটা থ্রেড আছে।

এছাড়াও উনি অন্য ক্রায়েটারিয়া দিয়েও মেরিট সেন্ড করে থাকেন। যেমন; আগে উনি যে পোস্ট মেরিট দিয়েছেন, আবারো সেই পোস্ট এ মেরিট দিয়ে থাকেন। তার মানে হলো আজকে আপনি যে ৫ পোস্ট এ মেরিট পেলেন, উনি আবার মেরিটেট বিফোর ক্রায়েটারিয়া ব্যাবহার করলে আপনি আবারো মেরিট পাবেন ☺️

ওনার থ্রেড এর আজকের আপডেট কোট করে দিলাম, তাছাড়াও ওনার থ্রেড ঘুরে আসতে পারেন আগের আপডেট গুলো দেখার জন্য;

Version 36 - 27/05/2023 (1221 posts merited (by me) in just under 21 minutes) -> 1221 sMerits
Merited all posts that:
- I have not merited before.
- Have received merits from at least five different people since january 2023.
The goal is to merit post I have either ignored or not come across in boards I do not visit, and that others seem to deem merit worthy, allowing me to unload a bunch of sMerits in the process.
- I have skipped some for now (28 - not enough Merits left).
sr. member
Activity: 784
Merit: 372
May 27, 2023, 03:40:51 AM
ম্যাট্রিক্সপোর্টের গবেষণা প্রধান ব্লকওয়ার্কসকে বলেছেন, হংকং টাইকুন এবং ভাল পুঁজিযুক্ত পারিবারিক অফিসে সমৃদ্ধ যা শহরে চলে আসা ক্রিপ্টো সংস্থাগুলিকে অর্থায়ন করতে পারে।

হংকং এর ক্রিপ্টোকে নতুন করে আলিঙ্গন করা বিনিময়ের মধ্যে উত্তেজনার ঢেউ জাগিয়েছে, অনেকগুলি এখন শহর রাজ্যের দ্বারা উপস্থাপিত সুযোগগুদি দখল করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।
সোর্স
হংকং শহরে স্ক্রিপ্টোর এক নতুন বাজার উত্তেজনার সৃষ্টি হয়েছে যা সকল মানুষকে আকৃষ্ট করার জন্য বিদ্যমান। আমি লক্ষ্য করেছি যে হংকং শহরে বিভিন্ন exchange ভিড় জমেছে সাধারণত বিভিন্ন ট্রেডিং প্লাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে যা অদূর ভবিষ্যতে ব্যাপক সাড়া ফেলবে। বর্তমানে এল সালভাদর যেমন বিটকয়েন গ্রহণের পর থেকে স্বর্ণের শহরে পরিণত হচ্ছে এল সালভাদর শহর।
তবে এই নতুন প্রতিভাদন মুহূর্ত এল সালভাদর জন্য এক স্বর্গরাজ্য তেমনি হতে চলেছে হংকং। কিন্তু আমি মনে করি এভাবেই একদিন হংকংয়ের যাত্রা শুরু হবে কারণ হংকং বর্তমান সময়ের জন্য বিভিন্ন এক্সচেঞ্জ গড়ে তুলেছে এভাবেই যাত্রা এগিয়ে যাবে। তবে আমি মনে করি হংকং এর সবচেয়ে বিটকয়েনের বিষয় প্রাধান্য দেওয়াই উত্তম বলে আমি মনে করি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 27, 2023, 03:39:11 AM
আজকে একটি বিষয় খেয়াল করলাম কিছু আমাদের বাংলার সদস্যদের প্রত্যেকেই @DdmrDdmr সাহেব থেকে মেরিট পেয়েছেন। আমিও পেয়েছি ৫টির মতো। যাহোক একটি বিষয় খুব ভালো লাগলো তাদের মত গ্লোবালের স্বনামধন্য ইউজাররা বাংলাতে মাঝেমধ্যে ঢুকে আমাদেরকে মেরিট দিয়ে যায়। আমরা যদি তাদের থেকে এভাবে মেরিট না পাই তাহলে হয়তো আমাদের রেঙ্ক বৃদ্ধি পাওয়া সম্ভব হতো না। আমাদের কমিউনিটিতে এক্টিভ ইউজার দরকার ‌। আর এখানে সর্বদা একটিভ থাকলে গ্লোবাল থেকে মেরিট সোর্স এসে আমাদেরকে মেরিট দিয়ে পুরস্কৃত করবেন। তবে একটি বিষয় খেয়াল করলাম আমাদের এখান থেকে বেশ কয়েকজন ফুল মেম্বার হয়েছেন এবং বেশ কয়েকজন পোটেনশিয়াল হিরো মেম্বার হওয়ার পথে।
তাদের মধ্যে.. ‌‌
1. Crypto Library
2. NicNacCoin
আপনারা দুজন পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করলেই আল্লাহ ভরসা হিরো মেম্বার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা হিরো মেম্বার হয়ে আমাদের ফোরামের সদস্যদের সহযোগিতা ও সেবা করবেন।
jr. member
Activity: 32
Merit: 3
May 27, 2023, 01:01:31 AM
ম্যাট্রিক্সপোর্টের গবেষণা প্রধান ব্লকওয়ার্কসকে বলেছেন, হংকং টাইকুন এবং ভাল পুঁজিযুক্ত পারিবারিক অফিসে সমৃদ্ধ যা শহরে চলে আসা ক্রিপ্টো সংস্থাগুলিকে অর্থায়ন করতে পারে।

হংকং এর ক্রিপ্টোকে নতুন করে আলিঙ্গন করা বিনিময়ের মধ্যে উত্তেজনার ঢেউ জাগিয়েছে, অনেকগুলি এখন শহর রাজ্যের দ্বারা উপস্থাপিত সুযোগগুদি দখল করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।
সোর্স
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
May 27, 2023, 12:29:46 AM
বর্তমান বিশ্বে Bitcoin এর অগ্রগতি এবং cryptocurrency এর বিপ্লবী প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অর্থনীতিতে ঝর তুলেছে বা অর্থনীতিতে অবদান রাখছে।। আমরা তো bitcoin সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু এই সকল সুপরিচিত তথ্য বাদেও Bitcoin সম্পর্কে অসংখ্য আকর্ষণীয় এবং কম পরিচিত তথ্য রয়েছে যা জেনে আপনি অবাক হবেন ।। আজকের এই পোস্ট আমি Bitcoin সম্পর্কে ৯টি আকর্ষণীয় তথ্য তুলে ধরছি ।।

বিটকয়েন সম্পর্কে 9টি বিস্ময়কর তথ্য


 


1. সাতোশি নাকামতো : Bitcoin এর আবিষ্কার

সাতোশি নাকামতো , Bitcoin এর আবিষ্কার 2008 সালে সাতোশি নাকামতো নামক ছদ্দবেশী ব্যাক্তি অথবা সংস্থা Bitcoin আবিষ্কার করেন ।।তবে সাতোশি নাকামোতোর আসল পরিচয় একটি রহস্য রয়ে গেছে ।। সাতোশির পরিচয় উন্মোচন করার জন্য অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও, এটি ক্রিপ্টোকারেন্সিগুলির বিশ্বের সবচেয়ে স্থায়ী রহস্যগুলির মধ্যে একটি রহস্য হয়ে থেকে গেছে।।

 2. সাতোশি নাকামোতোর অজানা Bitcoin ওয়ালেট :

বিটকয়েনের প্রথম দিকে, এটা বিশ্বাস করা হয় যে সাতোশি নাকামোতো উল্লেখযোগ্য সংখ্যক বিটকয়েন খনন করেছিলেন।। এই বিটকয়েনগুলি একটি অজানা ঠিকানা সহ একটি ওয়ালেটে সংরক্ষণ করা হয়েছিল যা সাধারণত "সাতোশি নাকামোতো ওয়ালেট" নামে পরিচিত।। এটি অনুমান করা হয় যে এই ওয়ালেটে প্রায় এক মিলিয়ন বিটকয়েন রয়েছে, যা এটিকে অস্তিত্বের সবচেয়ে মূল্যবান ওয়ালেটগুলির মধ্যে একটি করে তুলেছে।।সাতোশির বিশাল বিটকয়েন হোল্ডিংয়ের রহস্যময় প্রকৃতি ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে একটি বড় রহস্যর সাথে যুক্ত করেছে ।।

3. FBI এর বিশাল ক্রিপ্টো ওয়ালেট:

এই সকল ঘটনার মধ্যে আশ্চর্য জনক ঘটনা "Federal Bureau of Investigation (FBI)" বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলির একটির দখল পেয়েছে৷। 2013 সালে, FBI কুখ্যাত সিল্ক রোড মার্কেটপ্লেস থেকে যথেষ্ট পরিমাণে বিটকয়েন জব্দ করেছিল এবং সেখান থেকে FBI এর জব্দ কৃত Bitcoin ছিল আনুমানিক 144,000 ।। FBI এর ক্রিপ্টো ওয়ালেট বিশ্বের অন্যতম মূল্যবান ওয়ালেট হয়ে উঠেছে, যার আনুমানিক মূল্য $120 মিলিয়নেরও বেশি।।

4. জেমস হাওয়েলস এর হারানো ভাগ্য :

জেমস হাওয়েলস ছিলেন একজন ব্রিটিশ আইটি কর্মী ।। তিনি তার কর্মের প্রতি ব্যাপক মনোযোগী ছিলেন কিন্তু তার ভাগ্য তার সাথে ছিল না ।।  তার বিটকয়েন ওয়ালেট ধারণকারী একটি হার্ড ড্রাইভ তিনি ভুল বশত বাতিল করেছিলেন।।  পরবর্তীতে তিনি এটি পুনরুদ্ধার করার অনেক চেষ্টা করেন কিন্তু তিনি তাতে সক্ষণ হন নি ।। এটি অনেক দুর্ভাগ্যজনক ঘটনা তার ওয়ালেট 7,500 Bitcoin ছিলো যার মুল্য সেই সময় মিনিয়ন ডলার এর কাছাকাছি ছিল ।। এটি ক্রিপ্টোকারেন্সি নিরাপদে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে একটি সতর্কতামূলক গল্প হিসেবে কাজ করে।।

5. আইরিশ গ্রামে বিটকয়েন গ্রহণ :

2014 সালে Sneem নামক একটি ছোট আইরিশ গ্রাম বিটকয়েন গ্রহণ করার জন্য আন্তর্জাতিক প্রশংসা পেয়েছে।। একজন স্থানীয় হোটেল ব্যবসায়ী, Richard Branson এবং তার BitPay team বিশ্বের প্রথম বিটকয়েন-বান্ধব গ্রাম তৈরি করতে সহযোগিতা করেছে।। বিটকয়েনের মাধ্যমে অর্থ প্রদানে আগ্রহী পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে এই উদ্যোগ টি গ্রহণ করা হয় ।। উল্লেখযোগ্যভাবে, Sneem-এর 802 জন গ্রামবাসী বিটকয়েনকে অর্থপ্রদানের মাধ্যম হিসেবে গ্রহন করে, যা গ্রামের অগ্রগামী মনোভাব এর চিত্র তুলে ধরে ।।

6. বিটকয়েন একটি 3D মডেল বেলুন :

বিটকয়েন এবং মহাকাশ অনুসন্ধানের সমন্বয়ে একটি অসাধারণ কৃতিত্ব রয়েছে ।। একদল উত্সাহী বিটকয়েন লোগোর একটি 3D মডেল মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।। "Bitcoin in Orbit" নামক এই অনন্য প্রকল্পে 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে তৈরি বিটকয়েন লোগো বহনকারী একটি উচ্চ-উচ্চতা বেলুন চালু করা হয় ।। পৃথিবীতে ফিরে আসার আগে বেলুনটি প্রায় 34 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল ।। এই প্রতীকী অঙ্গভঙ্গি বিটকয়েন সম্প্রদায়ের বিশ্বব্যাপী নাগাল এবং উচ্চাকাঙ্ক্ষা প্রদর্শন করেছে ।।

7. Lamborghini বিলাসবহুল গাড়ির জন্য Bitcoin গ্রহণ করে

বিটকয়েনের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বিলাসবহুল গাড়ির ডিলারশিপের জন্য ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার পথ প্রশস্ত করেছে।। 2013 সালে, ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে একটি ল্যাম্বরগিনি ডিলারশিপ বিটকয়েনকে অর্থপ্রদান হিসাবে গ্রহণকারী প্রথমদের একজন হয়ে পরিচিতি গ্রহণ করেছে ।। একজন গ্রাহক সেই সময়ে প্রায় $100,000 মূল্যের 91.4 বিটকয়েনের বিনিময়ে একটি Lamborghini Gallardo কিনে ইতিহাস তৈরি করেছিলেন।। এই যুগান্তকারী লেনদেন হাই এন্ড ক্রয়ের বিনিময়ের মাধ্যম হিসাবে বিটকয়েনের ক্রমবর্ধমান বাস্তব বিশ্ব উপযোগিতা এবং মূল্য প্রদর্শন করেছে।। যা একটি bitcoin এর ইতিহাস হয়ে থেকে গেছে ।।

8. বিটকয়েন মাইনিংয়ে চীনের আধিপত্য :

বিটকয়েন মাইনিং প্রথম দিনগুলিতে চীন একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এবং খনির কার্যক্রমের কেন্দ্রস্থল হয়ে ওঠেছে ।। এক পর্যায়ে এটি অনুমান করা হয়েছিল যে  বিশ্বব্যাপী বিটকয়েন মাইনিং কার্যকলাপের প্রায় 60% চীন থেকে হয়ে থাকে ।। এর কারণ হলো সস্তা বিদ্যুৎ এবং বিশেষায়িত খনির হার্ডওয়্যার অ্যাক্সেস সহ দেশের অনুকূল পরিস্থিতি শিল্পে এর আধিপত্যে ।। যাইহোক, ক্রিপ্টোকারেন্সির বিষয়ে চীনের অবস্থান সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে।। যার ফলে নিয়ন্ত্রক পরিবর্তন হয়েছে এবং খনির কার্যক্রমের বৈশ্বিক বন্টনে পরিবর্তন হয়েছে।।

9. Bitcoin Pizza Day:

22 মে, 2010-এ বিটকয়েনের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত ঘটে যখন  Laszlo Hanyecz বিটকয়েন ব্যবহার করে প্রথম নথিভুক্ত বাস্তব-বিশ্বের লেনদেন করেন।। তিনি বিখ্যাতভাবে দুটি পাপা জন এর পিজ্জার জন্য 10,000 বিটকয়েন বিনিময় করেছিলেন।। এই লেনদেন, এখন #bitcoinpizzaday নামে পরিচিত।। যা আমাদের সকলের কাছে পরিচিত ।।

Source

newbie
Activity: 162
Merit: 0
May 26, 2023, 11:20:25 PM
আসসালামু আলাইকুম, যারা আমার মত নতুন ইউজার।।  মেরিট কি?  কি ভাবে পাবেন?  কি কাজে লাগে?  মেম্বার হবো কি ভাবে?   কি করনিও।  সকল পশ্নের উওর দেয়া হয়েছে এখানে https://bitcointalksearch.org/topic/m.53602200

আপনি যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা অনেক আগেই এখানে উল্লেখ করা হয়েছে এবং কি পোষ্ট করা হয়েছে।

Dtalk ভাই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে গেছেন কিভাবে ভালো মানের পোস্ট করলে মেরিট পাওয়া যায়।
S00
newbie
Activity: 212
Merit: 0
May 26, 2023, 02:15:16 PM
আসসালামু আলাইকুম, যারা আমার মত নতুন ইউজার।।  মেরিট কি?  কি ভাবে পাবেন?  কি কাজে লাগে?  মেম্বার হবো কি ভাবে?   কি করনিও।  সকল পশ্নের উওর দেয়া হয়েছে এখানে https://bitcointalksearch.org/topic/m.53602200
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
May 26, 2023, 09:43:59 AM
আজ পবিত্র জুমার দিনে বাংলাতে চলে আসলাম। এখানে জানি সবার সাপোর্ট পাব। দীর্ঘদিন বাউন্টি প্রজেক্টগুলোতে কাজ করেছিলাম কিন্তু বর্তমান সময়ে বাউন্টি প্রজেক্ট গুলোর অবস্থা খুবই বাজে। তাই এখানে আমি কাজ করে আমার র‍্যাংক পরিবর্তন করতে চাই।

তাছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে আমি পোস্ট করলাম। এক বছর আগে বিকাশ সেভিংস থেকে আমি একটি সেভিংস একাউন্ট তৈরি করার সময় আমার মায়ের নামে একটি ইটিন (eTIN) তৈরি করার অ্যাপ্লিকেশন করি এবং আমি তাদের দেওয়া একটি eTIN নাম্বার সেভিংস করার সময় জমা দেই। আমি মাস তিনেক আগে সেভিংসটি ভেঙে ফেলি। আমি কিভাবে আমার ইটিন নাম্বার ক্যানসেল করব কেউ যদি আমাকে একটু বলেন খুব উপকার হইত।





আপনাকে বাংলা লোকাল বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি এতদিন যাবৎ বিটকয়েন ফোরামে রয়েছেন কিন্তু আমাদের দেশীও বোর্ডে আসেননি তবে এতদিন পর আসলেন হয়তো আপনি বুঝতে পেরেছেন ভবিষ্যতে এগিয়ে যেতে হলে অবশ্যই কমনিটির প্রয়োজন অনেক জরুরী। তবে আপনি যেহেতু বাংলা বোর্ডে এসেছেন অবশ্যই আপনি সকলের সাপোর্ট পাবেন ও রেংক বৃদ্ধি করতে পারবেন তবে আপনি এখানে দীর্ঘ সময় ব্যয় করবেন। অবশ্য আপনাকে সকলেই সাহায্য সহযোগিতা করবে।
তবে আপনার সমস্যাটি হয়তো বিকাল সাপোর্ট এর সাথে কথা বলে ঠিক করতে পারেন এখানে আমাদের কেউ এই সমস্যা সমাধান পাবেন না তাই আপনাকে বিকাশ কমনিটির সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 26, 2023, 09:26:50 AM
তাছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে আমি পোস্ট করলাম। এক বছর আগে বিকাশ সেভিংস থেকে আমি একটি সেভিংস একাউন্ট তৈরি করার সময় আমার মায়ের নামে একটি ইটিন (eTIN) তৈরি করার অ্যাপ্লিকেশন করি এবং আমি তাদের দেওয়া একটি eTIN নাম্বার সেভিংস করার সময় জমা দেই। আমি মাস তিনেক আগে সেভিংসটি ভেঙে ফেলি। আমি কিভাবে আমার ইটিন নাম্বার ক্যানসেল করব কেউ যদি আমাকে একটু বলেন খুব উপকার হইত।
প্রথমত, আপনার ই-টিন বাতিল করার জন্য আপনাকে তিন বছর 0 রিটার্ন জমা দিতে হবে।  0 রিটার্ণ তারাই জমা দিতে পারবে যাদের করযোগ্য কোনো আয় নেই। আপনার কর যোগ্য আয় আছে কি না কিভাবে বুঝবেন? কোনো পুরুষের যদি আয় ৩ লক্ষ টাকার বেশি হয়, অথবা কোনো মহিলার আয় যদি ৩ লক্ষ ৫০ হাজার টাকার বেশি হয়, তাহলে এটাকে এটাকে কর যোগ্য আয় হিসেবে ধরা হবে। সে ক্ষেত্রে আপনাকে কর প্রদান করতে হবে। তবে আপনার আয় যদি এর কম হয়ে থাকে, তাহলে আপনি 0 রিটার্ন প্রদান করতে পারবেন। 0 রিটার্ন প্রদান করার জন্য আপনাকে সারকেল অফিসে যেতে হবে না। https://etaxnbr.gov.bd/ এ আপনার ই-টিন নম্বরটি দিয়ে রেজিষ্ট্রেশন করে ঘরে বসে অনলাইনে 0 রিটার্ন দাখিল করতে পারবেন।

আমি সাজেষ্ট করবো ইউটিউব টিউটোরিয়াল দেখে নিতে। ভুল করলে নতুন ঝামেলায় পড়তে পারেন। আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারেন - Online এ Zero Return জমা A to Z | ঘরে বসেই জিরো রিটার্ন দাখিলের নিয়ম। পর পর ৩ বছর জিরো রিটার্ন দেয়ার পর আপনি আপনার সার্কেল অফিসে গিয়ে দরখাস্ত করবেন ই-টিন টি বন্ধ করার জন্য। সে ক্ষেত্রে আপনাকে আপনার টি সার্টিফিকেট, এন আই ডি কার্ড, এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সার্কেল অফিসে গিয়ে দরখাস্ত করবেন।

বর্তমানে একবার ই-টিন করে ফেললে তা আর বাতিল করা যাচ্ছে না। অনেকেই ৩ বছর ০ রিটার্ন দিয়ে বন্ধ করার আবেদন দেয়ার পর তাদের ই-টিন স্থগিত করা হয়েছে। স্থগিত মানে হলো, যতোদিন আপনার কর যোগ্য আয় হবে না, আপনাকে কর দিতে হবে না। কিন্তু যখনি আপনার কর যোগ্য আয় হবে, NBR থেকে আপনাকে কর দেয়ার জন্য বলা হবে। বা আপনার নিজে থেকেই কর দিতে হবে। আমিও একটা দরকারে ই-টিন করেছিলাম। এবছর থেকে ০ রিটার্ন জমা দিবো।
newbie
Activity: 162
Merit: 0
May 26, 2023, 09:14:00 AM
আসসালামু আলাইকুম,  আমি আজকেই প্রথম  বান্টি থ্রেডে পোস্ট করলাম। আমি একজন বিটকয়েন্ট টেল এর ইউজার কিন্তু আমি অতটা পারদর্শী নয়  ভুল হলে আমাকে সবাই  ক্ষমা করবেন।


আমি যতটুকু জানি এখানে অভিজ্ঞতা অর্জন করার জন্য অবশ্যই সময় দিতে হবে। সিনিয়রদের পোস্টগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 26, 2023, 08:52:22 AM
আজ পবিত্র জুমার দিনে বাংলাতে চলে আসলাম। এখানে জানি সবার সাপোর্ট পাব। দীর্ঘদিন বাউন্টি প্রজেক্টগুলোতে কাজ করেছিলাম কিন্তু বর্তমান সময়ে বাউন্টি প্রজেক্ট গুলোর অবস্থা খুবই বাজে। তাই এখানে আমি কাজ করে আমার র‍্যাংক পরিবর্তন করতে চাই।

তাছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে আমি পোস্ট করলাম। এক বছর আগে বিকাশ সেভিংস থেকে আমি একটি সেভিংস একাউন্ট তৈরি করার সময় আমার মায়ের নামে একটি ইটিন (eTIN) তৈরি করার অ্যাপ্লিকেশন করি এবং আমি তাদের দেওয়া একটি eTIN নাম্বার সেভিংস করার সময় জমা দেই। আমি মাস তিনেক আগে সেভিংসটি ভেঙে ফেলি। আমি কিভাবে আমার ইটিন নাম্বার ক্যানসেল করব কেউ যদি আমাকে একটু বলেন খুব উপকার হইত।



উপরের ছবিটি একটু ভালো কোরে লক্ষ্য করুন, মার্ক করে দেয়া আছে,  আপনি যে টিন সার্টিফিকেট টি করেছেন সেখানে "ট্যাক্স জোন" বা "ট্যাক্স সার্কেল" এর ঠিকানা দেয়া আছে , এটার মানে হচ্ছে আপনাকে  যে জোনের অফিসের ঠিকানা দেয়া হয়েছে সেখানেই আপনাকে ট্যাক্স বা রিটার্ন জমা দিতে হবে। আর আপনি যদি বাতিল করতে চান তাহলে উক্ত সেই ঠিকানার অফিস থেকেই বাতিল করতে পারবেন।
 

সরকার কীভাবে আমাদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির উপর কর ধার্য করবে? কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে কর গ্রহন করবেন? আমি এখন বিটকয়েনে বিনিয়োগ করেছি তা আমি ছাড়া কেউ জানে না। যখন আমাদের দেশে বিটকয়েন বৈধ করা হবে তাহলে কি সরকার জানতে পারবে আমার কাছে বিটকয়েন আছে আমি বিনিয়োগ করেছি? আমি যদি সরকারকে আমার বিনিয়োগের মুনাফা থেকে কর প্রদান না করি। তা হলে কি আমার কাছে থেকে কর নিতে পারবে?

ভাই একটা দেশ এমনিতেই কি টিকে থাকে ?? আমাদের সরকার সতো কোটি টাকার উন্নত প্রোযুক্তি ব্যাবহার করে থাকে, সরকার ইচ্ছা করলে আপনার সকল ডিভাইস এবং আপনার সমস্থ লেনদেন ট্রাক করতে সক্ষন কিন্তু সরকার এগুলা নিয়ে মাথা ঘামায় না কারন তাদের সময় নাই এইসব ছোটোখাটো বিষয়  নিয়ে নাড়াচাড়া করার, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে পারপাস জানতে চাওয়া হয়না, কিন্তু আপনি যে কোনো ব্যাংকে গেলেই ৫০ হাজার টাকার উপরে টাকা পাঠাতে গেলেই দেখবেন, কোন পারপাস এ টাকা পাঠাচ্ছে সেটা উল্ল্যেখ করা লাগে (অল্প কিছু মানুষের বিজনেস এ্যাকাউন্ট আছে তাদের এ্যাকাউন্টে যে লিমিট দেয়া আছে তার বেশি করতে গেলে পারপাস চেয়ে থাকে তাছারা তারা ১০লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারে, পারপাস ছাড়া), প্রতিটা ব্যাংক এখন সব লেনদেন গুলো খুব ভালো ভাবে দেখছে। আপনি ১মাসের মধ্যে একটা সাধারন এ্যাকাউন্টে ১০ লক্ষ্য টাকা লেনদেন করেন তাহলেই বুঝতে পারবেন কতোগুলা কাগজ দেয়া লাগে।
Jump to: