সম্প্রতি দেখলাম বাংলাদেশ লোকাল কমিউনিটি থেকে অনেকেই উচ্চপদে চলে গিয়েছেন। রেঙ্ক আপ হাওয়ার পরে আমাদের অনেকেরই চিন্তা থাকে কিভাবে এটার সুবিধা নেওয়া যায়। তো সর্বপ্রথম আমাদের মাথায় আসে সিগনেচার ক্যাম্পেইন করা। এক্ষেত্রে আমাদেরকে মোস্ট অফ দা টাইম ইংরেজিতে পোস্ট করতে হয়।
আজকে আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে হাজির হইলাম যেখানে একটি ব্রাউজার এক্সটেনশন নিয়ে কথা বলব। জানিনা এটি কার কতটা সাহায্য করবে, তবে এটি দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি।
- তো মূলকথায় আসি। এটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
প্রথমত আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে আপনার প্রয়োজন হবে এমন একটি ব্রাউজার, যেটাতে আপনি পিসিতে ইউজ করা এক্সটেনশন গুলো ব্যবহার করতে পারবেন। আমার রিকমেন্ডেড ব্রাউজার হচ্ছে
Kiwi browser। এটি আপনি খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
আপনাকে প্রথমত সেটিংস থেকে এক্সটেনশন সিলেক্ট করতে হবে এবং উপরে প্লাস আইকনে
ফ্রম স্টোরে চাপ দিতে হবে এবং সার্চ করতে হবে
ল্যাঙ্গুয়েজ টুল।(Language Tool)। এটি সম্পর্কে বিস্তারিত স্ক্রিনশটে দেওয়া আছে যা আপনি নিচে দেখে নিতে পারেন।
পিসি ইউজাররা কিভাবে এক্সটেনশন এড করতে হয় তা হয়তো জানেন। আপনাদেরও একইভাবে সার্চ করে ল্যাঙ্গুয়েজ টুল নামের এই এক্সটেনশন টি ক্রম অথবা আপনার প্রিয় ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। - তো এখন আসে এটি কিভাবে আপনাকে সাহায্য করবে।
ইংরেজিতে লেখার সময় বানান ভুল অথবা গ্রামারের কোন ভুল থাকলে তা হাইলাইট হয়ে শো করবে। শব্দটির উপরে চাপ দিলে আপনাকে সঠিক বানান এবং গ্রামারের সঠিক ব্যবহার দেখিয়ে দিবে এবং চাপ দিলে তা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এমনকি, দাড়ি কমা এর সঠিক ব্যবহার ও এইটায় পেয়ে জাবেন। যেভাবে স্ক্রিন সট এ দেখানো হয়েছে।
এখন হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা তো গুগল কীবোর্ড এর সাহায্যেও এটি করতে পারি। তবে গুগলে শুধুমাত্র অটো কারেকশনে আপনার ভুল উচ্চারণ শুধরিয়ে দেওয়া হয়, কিন্তু গ্রামারটিকাল কোন ভুল ধরিয়ে দেওয়া হয় না। সুতরাং এটির ব্যবহার অনেক সুবিধা জনক। আমি আরো বেশ কিছু এক্সটেনশন নিয়ে ঘাটাঘাটি করেছি এবং এটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। কারণ এখানে আপনার কোন একাউন্ট তৈরি করতে হয় না। শুধুমাত্র ব্রাউজারে এড করলেই আপনি এটি ব্যবহার করতে পারবেন।
বিস্তারিত process স্ক্রিনশটে দেওয়া আছে। আশা করি এটি কারো সাহায্যে আসবে।