DdmrDdmr এমন একজন মানুষ যার বিচরণ প্রায় ফোরামের সব জায়গায় রয়েছে , আমার অনেক পোস্টে ওনার মেরিট রয়েছে আমাদের লোকাল থ্রেডেও ও মাঝেমধ্যে তিনি এসে মেরিট দিয়ে যান, আজকে আমারও কিছু সৌভাগ্য হয়েছে এর অংশীদার হওয়ার। আর আমার এই সিনিয়র মেম্বার হওয়া পর্যন্ত যারা আমাকে সর্বোচ্চ মেরিট দিয়েছে তার মধ্যে তিনি হলেন দ্বিতীয় নম্বরে। আর উনার বানানো মেরিট ড্যাশবোর্ড দিয়ে এই ফোরামের অনেক এনালাইসিস হয়ে থাকে।
ভাই আসলে উনি আমাদের থ্রেড এ মেরিট দেয়ার জন্য আসে নাই। এটা নিয়ে আমি আমার আগের একটা পোষ্ট কোট করে দিলাম।
আসলে DdmrDdmr আমাদের থ্রেড এ মেরিট দেয়ার জন্য আসে নাই। উনি একজন মেরিট সোর্স। উনি ওনার বানানো একটা স্ক্রিপ্ট ব্যাবহার করে বিভিন্ন ক্রায়েটারিয়া অনুযায়ী মেরিট স্প্রে করে থাকেন। আজকের মেরিট স্প্রে এর ক্রায়েটারিয়া ছিলো যেসব পোস্ট উনি জানোয়ারির পর থেকে মেরিট সেন্ড করে নাই, অথচ মিনিমাম ৫ জন আগে মেরিট সেন্ড করেছেন, এরকম পোস্ট গুলোতে মেরিট দিয়েছেন। যেহেতু আপনি ৫ টি মেরিট পেয়েছেন, তার মানে আপনার এমন ৫ টি পোস্ট আছে যেটাতে আগে মিনিমাম ৫ জন মেরিট সেন্ড করেছিলো। এটা নিয়ে DdmrDdmr এর একটা থ্রেড আছে।
এছাড়াও উনি অন্য ক্রায়েটারিয়া দিয়েও মেরিট সেন্ড করে থাকেন। যেমন; আগে উনি যে পোস্ট মেরিট দিয়েছেন, আবারো সেই পোস্ট এ মেরিট দিয়ে থাকেন। তার মানে হলো আজকে আপনি যে ৫ পোস্ট এ মেরিট পেলেন, উনি আবার মেরিটেট বিফোর ক্রায়েটারিয়া ব্যাবহার করলে আপনি আবারো মেরিট পাবেন ☺️
ওনার থ্রেড এর আজকের আপডেট কোট করে দিলাম, তাছাড়াও ওনার থ্রেড ঘুরে আসতে পারেন আগের আপডেট গুলো দেখার জন্য;
Version 36 - 27/05/2023 (1221 posts merited (by me) in just under 21 minutes) -> 1221 sMerits
Merited all posts that:
- I have not merited before.
- Have received merits from at least five different people since january 2023.
The goal is to merit post I have either ignored or not come across in boards I do not visit, and that others seem to deem merit worthy, allowing me to unload a bunch of sMerits in the process.
- I have skipped some for now (28 - not enough Merits left).
হ্যাঁ ভাই পিজ্জা কম্পিটিশন অলরেডি চালু হয়ে গিয়েছে এটা আসলে দেখেছি কিন্তু সময় হচ্ছে না পিজ্জা বানানোর ভেবেছি কাল বা পরশু বানাতে বসবো। দোয়া করবেন আর বেশি পথ দূরে নেই হিরো মেম্বার হওয়ার জন্য ।
আমিও পিজ্জা কম্পিটিশনে অংশ গ্রহন করবো ভেবেছিলাম। সময় করে উঠতে পারছি না। হিরো মেম্বার হওয়ার জন্য আর অল্প কিছু মেরিট লাগবে আপনার। পিজ্জা কম্পিটিশনে পারটিসিপেট করলে ভালো একটা মেরিট বুষ্ট পেতেন এবং এই সপ্তাহেই হয়তো রেংক আপ হয়ে যেতো। আপনি মনে হয় কিছুদিন যাবৎ একটু বিজি আছেন। কয়েকদিন ফোরামে একদম পোষ্ট করেন নাই। চাপ নেয়ার কোনো দরকার নেই। ফোরামের চাইতে ক্যারিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফোরামের জন্য লেখাপড়ার ক্ষতি করার দরকার নাই। বেশি বিজি থাকলে যেই সিগনেচার ক্যাম্পেইনে আছেন, সেই ম্যানেজার কে আপনার অসুবিধার কথা বলে রাখতে পারেন। অনেক সময় মিনিমাম পোষ্ট না হলে ক্যাম্পেইন থেকে রিমুভ করে দেয়।