Author

Topic: বাংলা (Bengali) - page 225. (Read 5726580 times)

jr. member
Activity: 107
Merit: 2
May 28, 2023, 02:06:19 PM
https://talkimg.com/images/2023/05/28/e19d591807d22072831a176e43dc7e84.jpeg

আসসালামু আলাইকুম ,,


 আমার কিছু প্রশ্ন ছিল
 আমি অনেক দিন যাবত ধরে এখানে অনেক পোস্ট করেছি এবং অনেক পোস্টে রিপ্লাই দিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত কোন Merit পেলাম না? আমি এমন কি কাজ করলে
Merit পেতে পারি,, আমাকে একটু হেল্প করবেন মেরিট কিভাবে নেওয়া যায়। আমি যদি Merit পেয়ে যায়  তাহলে আমার কাজের প্রতি
এবং এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে ।
এবং আমার মনে হয় এখানে একমাত্র ব্যক্তি আছে Merit ছাড়া  সেটা  হচ্ছে আমি....
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 28, 2023, 12:20:23 PM
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 28, 2023, 11:48:29 AM
অবশেষে পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, বাড়ির সাংসারিক কাজে একটু ব্যস্ত থাকায় অংশগ্রহণ করতে একটু দেরি হয়ে গেল। তবুও অনেকে জমা দিয়েছে দেখে ভাবলাম আজই জমা দিয়ে দেই। পিজ্জা আমি আজ বেলা সাড়ে তিনটার দিকে কমপ্লিট করেছি কিন্তু পেজের শুরুতে দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং পরিশেষে একটি ফ্রেশ পেজে জমাও দিয়ে দিলাম। বাড়িতে পিজ্জা বানানো এটা আমার প্রথম অভিজ্ঞতা। ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সে প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের বাংলাদেশ লোকাল কমিউনিটি থেকে প্রায় অনেকে অংশগ্রহণ করেছে এবং সবাই খুব ভালো মানের পিজ্জা তৈরি করতে পেরেছে। দোয়া করি সবাই প্রতিযোগিতায় ভালো করুক।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি অবশেষে পিজ্জা কনটেস্ট অংশগ্রহণ করেছেন। আপনার বানানো পিজ্জা টা অনেক সুন্দর হয়েছে। আপনার প্রতি দুয়া রইলো আপনি পিজ্জা কনটেস্টে বিজয়ী হন বা না হন, আপনি যেন অতি শীঘ্রই হিরো মেম্বার হতে পারেন।

আমি আগেও বলেছিলাম, প্রার্থনা করি আমাদের লোকাল কমিনিউটির কোন এক জন সদস্য যেন পিজ্জা কনটেস্টে বিজয়ী হতে পারে। আমি সবার প্রতি এই শুভ কামনা করি। সবাই যেন পিজ্জা কনটেস্টে বিজয়ী হতে পারেন।

ধন্যবাদ বাংলা কমিনিউটির সকল পিজ্জা অংশগ্রহণকারীদের।  Kiss
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 28, 2023, 11:32:12 AM
আসলে DdmrDdmr আমাদের থ্রেড এ মেরিট দেয়ার জন্য আসে নাই। উনি একজন মেরিট সোর্স। উনি ওনার বানানো একটা স্ক্রিপ্ট ব্যাবহার করে বিভিন্ন ক্রায়েটারিয়া অনুযায়ী মেরিট স্প্রে করে থাকেন। আজকের মেরিট স্প্রে এর ক্রায়েটারিয়া ছিলো যেসব পোস্ট উনি জানোয়ারির পর থেকে মেরিট সেন্ড করে নাই, অথচ মিনিমাম ৫ জন আগে মেরিট সেন্ড করেছেন, এরকম পোস্ট গুলোতে মেরিট দিয়েছেন। যেহেতু আপনি ৫ টি মেরিট পেয়েছেন, তার মানে আপনার এমন ৫ টি পোস্ট আছে যেটাতে আগে মিনিমাম ৫ জন মেরিট সেন্ড করেছিলো। এটা নিয়ে DdmrDdmr এর একটা থ্রেড আছে।
এছাড়াও উনি অন্য ক্রায়েটারিয়া দিয়েও মেরিট সেন্ড করে থাকেন। যেমন; আগে উনি যে পোস্ট মেরিট দিয়েছেন, আবারো সেই পোস্ট এ মেরিট দিয়ে থাকেন। তার মানে হলো আজকে আপনি যে ৫ পোস্ট এ মেরিট পেলেন, উনি আবার মেরিটেট বিফোর ক্রায়েটারিয়া ব্যাবহার করলে আপনি আবারো মেরিট পাবেন ☺️
ওনার থ্রেড এর আজকের আপডেট কোট করে দিলাম, তাছাড়াও ওনার থ্রেড ঘুরে আসতে পারেন আগের আপডেট গুলো দেখার জন্য;
ধন্যবাদ ভাই  কোট করার জন্য। আমি আসলে  কালকের এই  লোকাল থ্রেডে পোস্টটি  করার পর  মেটাতে তার এই টপিকটি দেখতে পেয়েছিলাম ।  যাই হোক পরে আর এডিটিং করিনি।  তবে ধন্যবাদ আপনাকে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।  আমিও আসলে পূর্বে একই চিন্তা করেছিলাম যে  উনি কোন বট  ইউজ করেন মেরিট  দেওয়ার জন্য ।  কেননা মাঝেমধ্যে দেখা গিয়েছে  অনেক আগের পোস্টে তিনি একটি দুইটি করে মেরিট দিতেছে।  তাছাড়া অনেক সময় আমরা যখন তাকে মেনশন করি হয়তো সেখান  থেকেও তিনি ভিজিট করেন।

Quote
আমিও পিজ্জা কম্পিটিশনে অংশ গ্রহন করবো ভেবেছিলাম। সময় করে উঠতে পারছি না। হিরো মেম্বার হওয়ার জন্য আর অল্প কিছু মেরিট লাগবে আপনার। পিজ্জা কম্পিটিশনে পারটিসিপেট করলে ভালো একটা মেরিট বুষ্ট পেতেন এবং এই সপ্তাহেই হয়তো রেংক আপ হয়ে যেতো। আপনি মনে হয় কিছুদিন যাবৎ একটু বিজি আছেন। কয়েকদিন ফোরামে একদম পোষ্ট করেন নাই। চাপ নেয়ার কোনো দরকার নেই। ফোরামের চাইতে ক্যারিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফোরামের জন্য লেখাপড়ার ক্ষতি করার দরকার নাই। বেশি বিজি থাকলে যেই সিগনেচার ক্যাম্পেইনে আছেন, সেই ম্যানেজার কে আপনার অসুবিধার কথা বলে রাখতে পারেন। অনেক সময় মিনিমাম পোষ্ট না হলে ক্যাম্পেইন থেকে রিমুভ করে দেয়।
হ্যাঁ পিজ্জা বানানোর প্রসেস অলরেডি  চালু হয়ে গিয়েছে  আটা ময়দাতে ইস্ট দিয়ে রেখেছি।  আর একটু পরে আর কাজগুলো কমপ্লিট করে হয়তো পোস্ট দেওয়া হয়ে যাবে । হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বর্তমানে একটু বিজি থাকার কারণে ফোরামে আগে যেরকম টাইম দেওয়া হতো ঠিক তেমন দিতে পারতেছি না।  ম্যানেজারকে এখনো বলিনি তবে  মিনিমাম  রিকোয়ারমেন্ট  পূরণ করে যাচ্ছি শুধু।
যাই হোক সাপোর্ট  গুলোর জন্য  ধন্যবাদ।  Cheesy Wink
sr. member
Activity: 1386
Merit: 451
May 28, 2023, 11:18:22 AM
Happy Bitcoin Pizza celebration 2023





অবশেষে পিজ্জা কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, বাড়ির সাংসারিক কাজে একটু ব্যস্ত থাকায় অংশগ্রহণ করতে একটু দেরি হয়ে গেল। তবুও অনেকে জমা দিয়েছে দেখে ভাবলাম আজই জমা দিয়ে দেই। পিজ্জা আমি আজ বেলা সাড়ে তিনটার দিকে কমপ্লিট করেছি কিন্তু পেজের শুরুতে দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং পরিশেষে একটি ফ্রেশ পেজে জমাও দিয়ে দিলাম। বাড়িতে পিজ্জা বানানো এটা আমার প্রথম অভিজ্ঞতা। ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সে প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের বাংলাদেশ লোকাল কমিউনিটি থেকে প্রায় অনেকে অংশগ্রহণ করেছে এবং সবাই খুব ভালো মানের পিজ্জা তৈরি করতে পেরেছে। দোয়া করি সবাই প্রতিযোগিতায় ভালো করুক।

@Crypto Library
@learn Bitcoin
আপনারা অংশগ্রহণ করুন। আপনাদের অপেক্ষায় আছি।
sr. member
Activity: 490
Merit: 294
May 28, 2023, 10:54:00 AM
আসসালামু আলাইকুম সবাইকে, বেশ কিছুদিন যাবত আমি আমাদের এই লোকাল বোর্ড নিয়মিতই পর্যবেক্ষণ করছি। এবং আমি সবার পোস্ট পড়েছি কিন্তু কখনো রিপ্লাই করিনি।কিন্তু এই বোর্ডের আন্তরিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ। তাই আমি নিজের আত্মপ্রকাশ করতে বাধ্য হলাম। আমি মনে করি আমাদের এই লোকাল বোর্ড থেকে আমি শতভাগ সাপোর্ট পাবো এবং যদি কোন বিষয়ে আমি অজানা থাকি তাহলে আমি এই লোকাল বোর্ডের মাধ্যমে সে সকল বিষয় সম্পর্কে জানতে পারব। এই লোকাল বোর্ডে একটিভ কিছু ভাইয়েরা আছেন যাদের নাম উল্লেখ না করলেই নয়,
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer।
আমি খুবই আনন্দিত নিজেকে বাংলা লোকাল বোর্ডের সদস্য দাবি করাতে। আশা করছি সবাই আমাকে স্বাগতম জানাবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 28, 2023, 10:25:57 AM
DdmrDdmr  এমন একজন মানুষ যার বিচরণ প্রায় ফোরামের সব জায়গায় রয়েছে ,  আমার অনেক পোস্টে ওনার মেরিট রয়েছে  আমাদের লোকাল থ্রেডেও  ও মাঝেমধ্যে তিনি এসে মেরিট দিয়ে যান, আজকে আমারও কিছু সৌভাগ্য হয়েছে  এর অংশীদার হওয়ার। আর আমার  এই সিনিয়র মেম্বার হওয়া পর্যন্ত যারা আমাকে সর্বোচ্চ মেরিট দিয়েছে তার মধ্যে তিনি হলেন দ্বিতীয় নম্বরে।  আর উনার বানানো মেরিট ড্যাশবোর্ড দিয়ে  এই ফোরামের অনেক এনালাইসিস হয়ে থাকে।
ভাই আসলে উনি আমাদের থ্রেড এ মেরিট দেয়ার জন্য আসে নাই। এটা নিয়ে আমি আমার আগের একটা পোষ্ট কোট করে দিলাম।

আসলে DdmrDdmr আমাদের থ্রেড এ মেরিট দেয়ার জন্য আসে নাই। উনি একজন মেরিট সোর্স। উনি ওনার বানানো একটা স্ক্রিপ্ট ব্যাবহার করে বিভিন্ন ক্রায়েটারিয়া অনুযায়ী মেরিট স্প্রে করে থাকেন। আজকের মেরিট স্প্রে এর ক্রায়েটারিয়া ছিলো যেসব পোস্ট উনি জানোয়ারির পর থেকে মেরিট সেন্ড করে নাই, অথচ মিনিমাম ৫ জন আগে মেরিট সেন্ড করেছেন, এরকম পোস্ট গুলোতে মেরিট দিয়েছেন। যেহেতু আপনি ৫ টি মেরিট পেয়েছেন, তার মানে আপনার এমন ৫ টি পোস্ট আছে যেটাতে আগে মিনিমাম ৫ জন মেরিট সেন্ড করেছিলো। এটা নিয়ে DdmrDdmr এর একটা থ্রেড আছে।

এছাড়াও উনি অন্য ক্রায়েটারিয়া দিয়েও মেরিট সেন্ড করে থাকেন। যেমন; আগে উনি যে পোস্ট মেরিট দিয়েছেন, আবারো সেই পোস্ট এ মেরিট দিয়ে থাকেন। তার মানে হলো আজকে আপনি যে ৫ পোস্ট এ মেরিট পেলেন, উনি আবার মেরিটেট বিফোর ক্রায়েটারিয়া ব্যাবহার করলে আপনি আবারো মেরিট পাবেন ☺️

ওনার থ্রেড এর আজকের আপডেট কোট করে দিলাম, তাছাড়াও ওনার থ্রেড ঘুরে আসতে পারেন আগের আপডেট গুলো দেখার জন্য;

Version 36 - 27/05/2023 (1221 posts merited (by me) in just under 21 minutes) -> 1221 sMerits
Merited all posts that:
- I have not merited before.
- Have received merits from at least five different people since january 2023.
The goal is to merit post I have either ignored or not come across in boards I do not visit, and that others seem to deem merit worthy, allowing me to unload a bunch of sMerits in the process.
- I have skipped some for now (28 - not enough Merits left).

Quote
হ্যাঁ ভাই পিজ্জা  কম্পিটিশন অলরেডি চালু হয়ে গিয়েছে  এটা আসলে দেখেছি কিন্তু সময় হচ্ছে না পিজ্জা বানানোর  ভেবেছি কাল বা পরশু বানাতে বসবো।  দোয়া করবেন আর বেশি পথ দূরে নেই হিরো মেম্বার হওয়ার জন্য ।
আমিও পিজ্জা কম্পিটিশনে অংশ গ্রহন করবো ভেবেছিলাম। সময় করে উঠতে পারছি না। হিরো মেম্বার হওয়ার জন্য আর অল্প কিছু মেরিট লাগবে আপনার। পিজ্জা কম্পিটিশনে পারটিসিপেট করলে ভালো একটা মেরিট বুষ্ট পেতেন এবং এই সপ্তাহেই হয়তো রেংক আপ হয়ে যেতো। আপনি মনে হয় কিছুদিন যাবৎ একটু বিজি আছেন। কয়েকদিন ফোরামে একদম পোষ্ট করেন নাই। চাপ নেয়ার কোনো দরকার নেই। ফোরামের চাইতে ক্যারিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফোরামের জন্য লেখাপড়ার ক্ষতি করার দরকার নাই। বেশি বিজি থাকলে যেই সিগনেচার ক্যাম্পেইনে আছেন, সেই ম্যানেজার কে আপনার অসুবিধার কথা বলে রাখতে পারেন। অনেক সময় মিনিমাম পোষ্ট না হলে ক্যাম্পেইন থেকে রিমুভ করে দেয়।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 28, 2023, 07:57:57 AM
এয়ারড্রপ অংশগ্রহণ কি নিরাপদ?
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে থাকি, এমন কেউ নেই এয়ারড্রপ সম্পর্কে জানিনা। আমরা সকলেই কমবেশি এয়ারড্রপ এর কথা শুনেছি। অনেকেই আবার এয়ারড্রপ কাজ করে বড়লোক হয়েছেন। বর্তমান সময়ে এয়ারড্রপ গুলি বেশিরভাগ স্কাম হয়ে থাকে। এয়ারড্রপ এর পুরুস্কার তো পাওয়া যায় না বরং অনেকে যায়গায় ওয়ালেট কানেক্ট করতে বলে। ওয়ালেট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যারা এয়ারড্রপে কাজ করি সকলের উচিত যেনতেনো এয়ারড্রপ কাজ করা যাবে না। এ জন্য আপনাকে শুধুমাত্র ভালো এয়ারড্রপ গুলোতে কাজ করতে হবে। ভালো ভালো এয়ারড্রপ এর লিংক গুলি কয়েনে আলাপের টেলিগ্রামে শেয়ার করবে। যারা এয়ারড্রপ কাজ করেন কয়েন আলাপে টেলিগ্রামে জয়েন হতে পারেন
নিউজ বিস্তারিত
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 28, 2023, 04:20:32 AM
2012  BTC halving
Price = $182
After a year = $510

2016 BTC halving
Price = $661
After a year= $2,600

2020 BTC halving
Price = $8,600
After a year = $58,000

2024 WILL BE THE NEXT HALVING,

NEW MILLIONAIRES WILL BORN 🔥

https://twitter.com/Ashcryptoreal/status/1662717483193716736?s=19

প্রথম হালভিং এর ক্ষেত্রে যে দাম ছিল ঠিক পরের বছর দাম 2.8 গুন বৃদ্ধি পেয়ে ছিল।
দ্বিতীয়বার হাল্ভিং এর ক্ষেত্রে যে দাম ছিল পরের বছর দাম বৃদ্ধি পেয়ে প্রায় চার গুণ হয়।
তৃতীয় বছর হাল্ভিং সময় যে দাম ছিল পরের বছর দাম বৃদ্ধি পেয়ে প্রায় ৭ গুণ হয়েছিল।
এবছর হাল্ভিং এর সময় যে দাম থাকবে পরের বছর প্রায় ১০ গুন বা 12 গুণ হলে অবশ্যই দাম লক্ষের কাছাকাছি চলে যাবে।

আপনাদের কি অভিমত?
staff
Activity: 2436
Merit: 2347
May 28, 2023, 03:06:07 AM
Xal0lex
Moderator

ত্রুটিপূর্ণ স্ক্রীনশট link.

https://prnt.sc/sy9drXSXZafW

আমাদের ফোরামে এই ধরণের লিঙ্কগুলি কাজ করে না। চিত্র পোস্ট করার জন্য https://www.talkimg.com/ সেবা ব্যবহার করুন।

jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
May 28, 2023, 02:52:32 AM
Xal0lex
Moderator

ত্রুটিপূর্ণ স্ক্রীনশট link.

https://prnt.sc/sy9drXSXZafW


staff
Activity: 2436
Merit: 2347
May 28, 2023, 02:40:11 AM
Xal0lex
Moderator

ত্রুটিপূর্ণ স্ক্রীনশটটি তৈরি করেছি কিন্তু পোস্ট রিপ্লেতে স্কিনশটের ছবিটি অ্যাড করতে পারছি না। দয়া করে আমাকে সাহায্য করুন। 🙏🙏🙏

একটি স্বতন্ত্র পোস্টে চিত্রের লিঙ্কটি পোস্ট করুন।
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
May 28, 2023, 02:26:09 AM
Xal0lex
Moderator

ত্রুটিপূর্ণ স্ক্রীনশটটি তৈরি করেছি কিন্তু পোস্ট রিপ্লেতে স্কিনশটের ছবিটি অ্যাড করতে পারছি না। দয়া করে আমাকে সাহায্য করুন। 🙏🙏🙏
staff
Activity: 2436
Merit: 2347
May 28, 2023, 02:06:16 AM
Xal0lex
Moderator
 আমি যখন কোনো পোস্ট এর  "Quote" বাটনটি ক্লিক করছি তখনই আমার ডেক্সটপ স্ক্রিনে এই লেখা টি দেখাচ্ছে।

[An Error Has Occurred!
The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you]


ত্রুটি স্ক্রীনশট তৈরি করুন এবং স্ক্রীনশটে উপরে একটি লিঙ্ক থাকা আবশ্যক। এইভাবে দেখান:

jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
May 28, 2023, 02:00:01 AM
Xal0lex
Moderator
 আমি যখন কোনো পোস্ট এর  "Quote" বাটনটি ক্লিক করছি তখনই আমার ডেক্সটপ স্ক্রিনে এই লেখা টি দেখাচ্ছে।

[An Error Has Occurred!
The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you]
staff
Activity: 2436
Merit: 2347
May 28, 2023, 01:51:31 AM
Xal0lex
Moderator
 আপনার পোস্টেও উদ্ধৃত করার চেষ্টা করেছি কিন্তু তাও হয় না.

[An Error Has Occurred!
The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you]

ঠিক সেম ওই লেখায় আসে।

এটা সম্ভব না। পোস্ট উদ্ধৃত করতে "Quote" বোতামটি চাপতে হবে। আপনি কি এই বোতামি চাপছেন এবং তখন আপনাকে একটি ত্রুটি দেখানো হচ্ছে? এটি কি সত্য?
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
May 28, 2023, 01:46:58 AM
Xal0lex
Moderator
 আপনার পোস্টেও উদ্ধৃত করার চেষ্টা করেছি কিন্তু তাও হয় না.

[An Error Has Occurred!
The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you]

ঠিক সেম ওই লেখায় আসে।
staff
Activity: 2436
Merit: 2347
May 28, 2023, 01:24:53 AM
আমার পোস্ট উদ্ধৃত করার চেষ্টা করুন.
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
May 28, 2023, 01:18:43 AM
আমি একজন নতুন ইউজার এই প্রথম বাংলাদেশ ফরম ব্যবহার করছি কিন্তু আমি কোন পোষ্টের রিপ্লাই করতে পারতেছি না কেন। যে কোন পোষ্টের রিপ্লে করতে গেলে এই লেখাটি আসতেছে,

[একটি ত্রুটি উৎপন্ন হয়েছে!

আপনি যে পোস্টটি উদ্ধৃত করার চেষ্টা করছেন সেটি হয় বিদ্যমান নেই, মুছে ফেলা হয়েছে বা আপনি আর দেখতে পাবেন না.
(An Error Has Occurred!
The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you.)]

আমি তেমন কিছু বুঝতে পারতেছিনা, কেন এই লেখাগুলো আসতেছে।
এই বিষয়ে কেউ যদি আমাকে একটু সাহায্য করতেন, তাহলে উপকৃত হতাম।


full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 27, 2023, 06:50:46 PM
যদিও এখানে দেয়া ঠিক হচ্ছে না তবুও আপনাদের মাঝে পিজ্জা প্রতিযোগিতার আনন্দ শেয়ার করছি।




Jump to: