Author

Topic: বাংলা (Bengali) - page 224. (Read 5726988 times)

sr. member
Activity: 798
Merit: 377
May 29, 2023, 05:19:31 AM

Congratulations
আমাদের এই বাংলা বোর্ডে হিরো মেম্বার অতীতে আছে কিনা আমার জানা নেই কিন্তু আজ @Crypto Library উচ্চতর র‍্যাঙ্ক অর্জন করে একজন হিরো মেম্বার তালিকা এসেছেন। তাই দোয়া করি আপনি বর্তমানের মতোই একটিভ থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন।
এবং দোয়া করি পরবর্তী লিজেন্ডারি মেম্বার পদে অতি দ্রুতই যেন উচ্চপদ মর্যাদা গ্রহণ করতে পারেন। যদিও এটি দীর্ঘতম পথ তবুও আপনার কাছে অতি ক্ষুদ্র সময় বলে আমি মনে করি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 29, 2023, 05:11:20 AM
Quote
বাংলাদেশ থেকে যদি কেউ মাইনিং করতে চায় তাহলে অবশ্যই জিপিউ মাইনিং এর দিকে নজর দেয়া উচিত। বর্তমানে জিপিউ মাইনিং এর জন্য নিচের কয়েনগুলো মাইনিং করা যেতে পারে-
১। র‍্যাভেনকয়েন(RavenCoin)
২। লাইটকয়েন (LiteCoin)
৩। জেডক্যাশ (Zcash)

জিপিউ দিয়ে সাধারনত ইথেরিয়াম মাইনিং বা রেভেন কয়েন মাইনিং করা হয়ে থাকে। এর মাঝে ইথেরিয়াম মাইনিং সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন কথা হচ্ছে ইথারিয়াম মাইনিং করতে গেলে কিছু প্রয়োজনীয় সেটাপ প্রয়োজন। ইথেরিয়াম মাইনিং শুরু করতে আপনার যে জিনিস গুলো লাগবে।

- মাদারবোর্ড ।
- রাইজার কার্ড , প্রসেসর , র‍্যাম ,
- এসএসডি / পেনড্রাইভ ।
- জিপিউ ।
- পাওয়ার সাপ্লাই ।
- কুলিং সিস্টেম ।
- বিদ্যুৎ।
- ইন্টারনেট ।

আপনার দেয়া তথ্যগুলো সেপ্টেম্বর ১৫, ২০২২ অব্ধি সঠিক ছিলো। তবে আজকের বাজারে জিপিউ মাইনিং করা হলো মৃত হাতি পালন করার মতো। সেপ্টেম্বর ১৫, ২০২২ ইথেরিয়াম প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ ষ্টেক এ মুভ করে এবং এর নাম দেয়া হয় ইথেরিয়াম 2.0। একমাত্র ইথেরিয়াম মাইনিং এর কারনে কম্পিউটার পার্টসের বাজার গরম ছিলো। যেদিন ইথেরিয়াম প্রুফ অফ ষ্টেক এ মুভ করে, সেদিন থেকে মূলত ইথেরিয়াম মাইনিং বন্ধ হয়ে যায়। একমাত্র ইথেরিয়াম মাইনিং প্রফিটেবল ছিলো। তার পাশাপাশি রাভেন কয়েন মাইনিং করাও প্রফিটেবল ছিলো। বর্তমানে যে এলগোরিদম গুলো বা যে কয়েন গুলো মারকেট এ মাইনেবল আছে, তার সবই আন প্রফিটেবল।

মানে ধরেন আপনার একটা জিপিউ দিয়ে মাইনিং হচ্ছে ১ ডলার। আপনার বিদ্যুৎ বিল আসবে ১.২ ডলার। শুধুমত্র nVidia কিছু গ্রাফিক্স কার্ড আছে, যেমন TRX 4090, 4080, 4070ti, এগুলা দিয়ে কিছু কয়েন মাইনিং করা প্রফিটেবল আছে। এসব মডেলের একটা গ্রাফিক্স কার্ড লাখ টাকার ওপরে দাম। আর এগুলা দিয়ে ডেইলি প্রফিট আসবে 0.29 ডলার। বর্তমানে জিপিউ মাইনিং এ ১০ টাকা ইনভেষ্ট করা মানে লস।

সুতরাং যারা জিপিউ মাইনিং এর কথা ভাবছেন, ভুলে যান। অন্য কিছু চিন্তা করতে পারেন।

Quote
সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন থাকলো যে কেউ যদি বাংলাদেশ থেকে বিটকয়েন মাইনিং শুরু করতে চায় তাহলে তাদের মূল্যবান পরামর্শ দিবেন এবং এই সেটআপটা করতে কি পরিমান খরচ হতে পারে? এটা কি আদৌ লাভজনক?
বর্তমানে ASIC মাইনার ছাড়া বিটকয়েন মাইনিং করা যায় না। বাংলাদেশে ASIC মাইনার ইম্পোর্ট করা অনেক ঝামেলা। যদি করে ফেলতে পারেন, তাহলে বিটকয়েন মাইনিং শুরু করতে পারবেন। বিটকয়েন মাইনিং এখনো লাভজনক। তবে এটা ডিপেন্ড করে আপনি কোন মডেলের ASIC মাইনার কিনবেন। বর্তমানে খুব অল্প সংখ্যক এসিক মাইনার প্রফিটেবল। আপনি চাইলে এই ওয়েবসাইটে কোন কোন মাইনার মেশিন প্রফিটেবল আছে তা দেখে আসতে পারেন https://www.asicminervalue.com/

Crypto Library বেশি কি বলবো জানি না। তবে এখানেই শেষ নয়। এখান থেকে নতুন যাত্রা শুরু হলো।
কংগ্রাচুলেশন্স!
jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 04:41:20 AM


আসসালামু আলাইকুম,, BTC  নিউজ

বিটকয়েন BTC মূল্যের খবর আজ - প্রযুক্তিগত বিশ্লেষণ  এবং মূল্য পূর্বাভাস! এই ছবি এবং পোস্ট য়ে  আমি বিটকয়েন BTC ক্রিপ্টোকারেন্সি মূল্য সম্পর্কে কথা বলবো  এবং একটি প্রযুক্তিগত বিশ্লেষণ করবো।  গণনা সম্পর্কেও কথা বলি এবং পরবর্তী মূল্য কোথায় যেতে পারে তা নিয়ে আলোচনা করবো এখানে ।

আমি গত কয়েক মাসে এবং বছরে   দেখলাম যে BTC অনেক মার্কেট আপডাউন করেছে।
যেমন
BTC লো মার্কেট ছিল 24-12-2022  তখন প্রাইস ছিল BTC $16548.3  

তবে কিছুদিন পর
 BTC মার্কেট আবার উপরের দিকে রান করে যেমন 14-04-2023
BTC $31020.0  প্রাইজ হয়

তবে বর্তমানে BTC  প্রাইজ আছে
$27851.5


আপনারা দেখতে পারছেন যে কিছুদিনের ব্যবধানে btc কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিলো।

BTC খুবই দ্রুত গতিতে আপডাউন করছে মার্কেট

তবে আমার জানামতে BTC মার্কেট আবার উপরের দিকে রান করতে পারে যেমন, BTC $31020.0 + উঠবে সম্ভাবনা।।

আমার মন্তব্যটি আজকে লোকাল বোর্ডে পোস্ট করলাম
আপনার মতামত টি জানাবেন

আমি উপরে একটি ছবি ও লিংক দিয়েছি  ক্রিপ্টো কারেন্টসি থেকে স্ক্রিনশট মেরে
আপনারা সেই ছবি টা দেখবেন।




আমার লেখা কোন প্রকার ভুল থাকলে ক্ষমা করবেন
    ” ধন্যবাদ "
sr. member
Activity: 616
Merit: 322
May 29, 2023, 04:38:35 AM
''Crypto Library আপনাকে অভিনন্দন''

২০১৮ সালের প্রথম থেকেই এয়াড্রপ সিস্টেমে মেরিট দেওয়া বন্ধ করে দেওয়া হয় ফোরাম থেকে। এরপর থেকে একজন ফোরাম সদস্য Member পদমর্যাদা অর্জন করতেও হিমশিম খেয়ে যায়। এখন বাংলাদেশ বোর্ডে অনেকে এক্টভ হওয়ায় এবং একে অপরের মাঝে মেরিট বিতরণ করায় Member, Full Member পর্যন্ত হওয়া অনেকটা সহজ হয়ে উঠেছে। কিন্তু Hero - Legendary হওয়া খুব সহজ কাজ নয়  কিন্তু আপনি এটি অর্জন করে দেখিয়েছেন। তাই এটি দেখে সকল বাংলাদেশী Bitcointalk কমিউনিটি মেম্বারদের মোটিভেশন পাওয়া উচিৎ যে চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব। তাই সবার আরো এক্টিভ ও চতুর হওয়া উচিত ও Hero - Legendary র‍্যাংক অর্জন করে বাংলা বোর্ড আর শক্তিশালী করা উচিৎ।
Code:
Little Mouse
shasan
Crypto Library
এই ৩ জন বাংলাদেশ থেকে কোনো প্রকার মেরিট এয়ারড্রপ সুবিধা না পেয়ে নিজেদের প্রচেষ্টায় Hero - Legendary র‍্যাংক অর্জন করেছেন। এটা আমাদের বাংলাদেশ বোর্ডের গর্ব। পরবর্তী Hero Member হতে যাচ্ছে LDL. তিনিও অনেক এক্টিভ সদস্য বাংলা বোর্ডের।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 29, 2023, 04:24:21 AM


""অভিনন্দন""
""অভিনন্দন""
""অভিনন্দন""
অভিনন্দন @Crypto Library ভাইকে। বর্তমান আমাদের লোকাল কমিনিউটিতে hero member একাউন্ট দেখতে পারছি না। আপনি  hero member পদমর্যাদা অর্জন করেছেন। আপনার জন্য দুয়া ও ভালোবাসা আপনি যেনো আরো সামনে আগাতে পারেন
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 29, 2023, 04:19:34 AM
Congratulations 🎉🎉
@Crypto Library ভাই আপনি দীর্ঘ সময় পর একটি উচ্চ রেংক অর্জন করতে সক্ষম হয়েছেন আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা।
sr. member
Activity: 616
Merit: 322
May 29, 2023, 04:18:11 AM

আসসালামু আলাইকুম Huh
আমি গতকাল একটি পোস্ট করেছিলাম ওখানে কিছু প্রশ্ন করেছিলাম তো আপনাদের ভালবাসায় আমাকে অনেক  প্রশ্নের উত্তর  দিয়েছেন। তো  এভাবে আমাকে সাপোর্ট করলে আমি খুব দ্রুত Merit  পেয়ে যাব
আপনার উদ্দেশ্য যদি থাকে মেরিট পাওয়ার তাহলে আপনি পজ্জা কন্টেষ্টে জয়েন করতে পারেন। যদিও কোনো Newbie একাউন্ট পুরস্কার বিজয়ের জন্য গ্রহণ করা হবে না। কিন্তু অন্তত কিছু মেরিট পেতে পারেন। তবে দয়া করে সেখানে কোনো স্পামিং করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না।


 আশা করছি। আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন নতুন নতুন সুন্দর  পোস্ট উপহার দেবো আপনাদের মাঝে ।
এখানে আমাদের সুন্দর পোস্ট উপহার দেওয়ার কিছু নেই। আপনি যদি ভালো পোস্ট করতে পারেন তাহলে এটি আপনার একাউন্টের রেপুটেশন বাড়াবে পাশাপাশি আপনি মেরিট পেয়ে আপনার একাউন্টের র‍্যাংক বাড়াতে পারবেন। এক্ষেত্রে এটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত লাভ। কিন্তু আপনি ভালো পোস্ট করতে পারলে আপনি আমাদের বাংলাদেশী ভাই হিসেবে আমাদের লোকাল বোর্ডের হয়তোবা কিছুটা সুনাম হতে পারে। তবে শুধুমাত্র বাংলা বোর্ডেই সীমাবদ্ধ থাকলে হবে না। রেপুটেশন বাড়ানোর জন্য আপনাকে ফোরামের গুরুত্বপূর্ণ টপিক গুলোতে যেতে হবে। যেমন - Meta, Beginners & Help, Bitcoin Discussion, Mining, Development & Technical Discussion ইত্যাদি।


আমার কিছু প্রশ্ন  ছিল
আমি কি এখানে পার্সোনাল কোন পোস্ট করতে পারি বাংলাদেশের ঐতিহ্য বিষয়ে
আপনার প্রথমেই এটি মাথায় রাখতে হবে যে এটি একটি ফোরাম এবং এই ফোরামটি তৈরি করা হয়েছে বিটকয়েন ও ক্রিপ্টো রিলেটেড আলোচনা করার জন্য। এবং এখানে তাই করা হয়। তাই আপনি এখানে  বাংলাদেশী গান, বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের ঐতিহ্য ইত্যাদি কোন কিছু নিয়ে আলোচনা করতে পারেন না। তবে ফাইনান্সিয়াল কোন বিষয় নিয়ে অবশ্য আলোচনা করতে পারেন। ধন্যবাদ
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 29, 2023, 04:16:51 AM
স্বাগতম!
স্বাগতম !!
স্বাগতম!!!
Crypto Library



আজকে বাংলাদেশ কমিউনিটিতে আরেকটি হিরো মেম্বারের পদমর্যাদা আসলো যা খুবই ভালো লাগছে। সবার আগে কনগ্রাচুলেশন জানানোর জন্য অপেক্ষা করছি কিন্তু NicNacCoin ভাই সবার আগে কনগ্রাচুলেশন জানিয়ে দিল। যাহোক আজকে খুব ভালো লাগলো আরেকটি আমরা হিরো মেম্বার পদমর্যাদা পেলাম এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি আরেক ধাপ এগিয়ে আসলো স্বতন্ত্র লোকাল বোর্ড পাওয়ার ক্ষেত্রে।
full member
Activity: 770
Merit: 184
May 29, 2023, 04:16:38 AM
অভিনন্দন @Crypto library আপনি সফলতার আর একটি সিরি অতিক্রম করলেন। আপনার নিরলস প্রচেস্টা আপনাকে আপনার কাঙ্খিত জায়গায় স্বল্প সময়ের মধ্যে পৌছৈ দিতে সক্ষম হয়েছে। বর্তমানে আমাদের বাংলা থ্রেডে একটিভ কোন হিরো মেম্বার নেই যারা বাংলাতে নিয়মিত পোস্ট করে। আপনার এই সফলতা আমাদের জন্য অনুপ্রেরনা হয়ে থাকবে। বর্তমান সময়ে বাংলা ফোরামে কয়েকজন ইউজারের মধ্যে আপনি অন্যতম। আশা করছি আগামিতে আমরা আপনার মত আরও কয়েকজন হিরো মেম্বার পাব তার মধ্যে এগিয়ে রয়েছে আমাদের বাংলা থ্রেডে @NicNacCoin ভাই আমরা চাই উনিও খুব দ্রুত হিরো মেম্বার হয়ে আমাদের মধ্যে নেতৃত্ব দিবেন।

আমি @Crypto library ভাইয়ের অনুভুতি সম্পর্কে জানতে চাচ্ছি। @Crypto library ভাই আপনি হিরো মেম্বর হওয়ায় যে আনন্দ তা যদি আমাদের মধ্যে প্রকাশ করেন বা আপনার আগামিতে টার্গেট কি? সেই বিষয়ে আমরা অধির আগ্রহ নিয়ে আছি আমরা আপনার মুখের ভাষা শুনতে চাই। আমরা কিভাবে কাজ করলে আরও দ্রুত এগিয়ে যেতে পারি সেই বিষয়ে আপনার পরামর্শ চাচ্ছি।
sr. member
Activity: 1386
Merit: 451
May 29, 2023, 04:13:19 AM
কনগ্রাচুলেশন @Crypto library

নিজস্ব মেধা ও মননের সাহায্যে ফোরামে একটি সম্মানজনক পদমর্যদা অর্জন করলেন এর জন্য জানাই বিটকয়েন ফোরামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। যাহোক ফোরামে যখন কোন একজন সদস্য একটি পদমর্যাদা লাভ করে তখন নিজের কাছে খুব গর্ব মনে হয় ও খুব খুশি লাগে। আজকে Crypto Library ভাইকে হিরো মেম্বারের শুভেচ্ছা জানাতে গিয়ে দারুন আনন্দ লাগছে। আশা করছি অতি শীঘ্রই আরো কিছু মেম্বারকে পদমর্যাদা অর্জন করতে দেখতে পাবো। আপনারা সবাই দোয়া করবেন সৎ নিষ্ঠাবান হয়ে ফোরামে যেন সময় কাটাতে পারি এবং একে অন্যকে যেন সাহায্যের হাত বাড়াতে পারি।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 29, 2023, 03:38:16 AM
আসসালামু আলাইকুম সবাইকে, বেশ কিছুদিন যাবত আমি আমাদের এই লোকাল বোর্ড নিয়মিতই পর্যবেক্ষণ করছি। এবং আমি সবার পোস্ট পড়েছি কিন্তু কখনো রিপ্লাই করিনি।কিন্তু এই বোর্ডের আন্তরিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ। তাই আমি নিজের আত্মপ্রকাশ করতে বাধ্য হলাম। আমি মনে করি আমাদের এই লোকাল বোর্ড থেকে আমি শতভাগ সাপোর্ট পাবো এবং যদি কোন বিষয়ে আমি অজানা থাকি তাহলে আমি এই লোকাল বোর্ডের মাধ্যমে সে সকল বিষয় সম্পর্কে জানতে পারব। এই লোকাল বোর্ডে একটিভ কিছু ভাইয়েরা আছেন যাদের নাম উল্লেখ না করলেই নয়,
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer।
আমি খুবই আনন্দিত নিজেকে বাংলা লোকাল বোর্ডের সদস্য দাবি করাতে। আশা করছি সবাই আমাকে স্বাগতম জানাবেন।
বাংলা লোকাল বোর্ড এ আপনাকে স্বাগতম।আপনি এতদিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।আপনি এখানে অনেল সাহায্য সহযোগিতা পাবেন।আপনি এখানে কিছু অজানা তথ্য যেটা আপনার অজানা সেটা আশা করি এই বাংলা লোকাল বোর্ড থেকে জানতে পারবেন।এখানে অনেক সিনিয়র ভাইয়ারা যাদের অনেক অভিজ্ঞতা আপনি যেটা না বুঝবেন সেটা আপনি তাদের কাছে থেকে সহজেই জেনে নিতে পারবেন।আপনি এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন যেমন বিটকয়েন আরও অনেক কিছু আছে।আপনি এখানে ভালমানের পোস্ট করতে পারলে মেরিটও পেয়ে যাবেন।আশা করছি আপনি বাংলা লোকাল বোর্ড সাথেই থাকবেন।
আরে ভাই আপনি নতুন এটা ঠিক আছে কিন্তু আপনি যে একজন ইউজারকে উপদেশ দিচ্ছেন এটা খুব ভালো। তবে এদিকে লক্ষ্য রাখতে হবে আপনি যে পোস্টগুলো করেছেন এখানে দাড়ি কমার কোন স্পেস নেই বাংলা লেখা লিখবেন তবুও এত ভুল। নিজের দেশের মাতৃভাষা লিখতেও যদি এরকম ভুল করে নেন তাহলে কেমন হয় আপনি হয়তো পোস্ট করে পরবর্তীতে পোস্ট ডিভিশন করেন না। আপনার এখানে কয়েকটি বানানো ভুল আছে তাই আমি আপনাকে বলতে চাই পরবর্তীতে পোস্ট করার সময় অবশ্যই রিভিশন দিবেন ও দাড়ি কমা গুলো লক্ষ্য করে পোস্ট করবেন।
Quote
আপনি এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন যেমন বিটকয়েন আরও অনেক কিছু আছে
আরেকটা বিষয় আপনি এখানে বলেছেন অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন বিটকয়েন ও আরো অনেক কিছু এটা কোন যুক্তি হলো আপনার। এটা বিটকয়েনটল্ক ফোরাম আমরা সকলে জানি এখানে বিটকয়েন , ক্রিপ্টোকারেন্সির বিষয় নিয়েই আলোচনা করা হয় অন্য কোন আজেবাজে জিনিস এখানে আলোচনা করা হয় না। অবশ্যই পরবর্তীতে পোস্ট করার সময় আপনি লক্ষ্য করে পোস্ট করবেন এবং ভালো মানের পোস্ট করার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ!
member
Activity: 112
Merit: 34
May 29, 2023, 02:56:55 AM
আসসালামু আলাইকুম সবাইকে, বেশ কিছুদিন যাবত আমি আমাদের এই লোকাল বোর্ড নিয়মিতই পর্যবেক্ষণ করছি। এবং আমি সবার পোস্ট পড়েছি কিন্তু কখনো রিপ্লাই করিনি।কিন্তু এই বোর্ডের আন্তরিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ। তাই আমি নিজের আত্মপ্রকাশ করতে বাধ্য হলাম। আমি মনে করি আমাদের এই লোকাল বোর্ড থেকে আমি শতভাগ সাপোর্ট পাবো এবং যদি কোন বিষয়ে আমি অজানা থাকি তাহলে আমি এই লোকাল বোর্ডের মাধ্যমে সে সকল বিষয় সম্পর্কে জানতে পারব। এই লোকাল বোর্ডে একটিভ কিছু ভাইয়েরা আছেন যাদের নাম উল্লেখ না করলেই নয়,
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer।
আমি খুবই আনন্দিত নিজেকে বাংলা লোকাল বোর্ডের সদস্য দাবি করাতে। আশা করছি সবাই আমাকে স্বাগতম জানাবেন।
বাংলা লোকাল বোর্ড এ আপনাকে স্বাগতম।আপনি এতদিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।আপনি এখানে অনেল সাহায্য সহযোগিতা পাবেন।আপনি এখানে কিছু অজানা তথ্য যেটা আপনার অজানা সেটা আশা করি এই বাংলা লোকাল বোর্ড থেকে জানতে পারবেন।এখানে অনেক সিনিয়র ভাইয়ারা যাদের অনেক অভিজ্ঞতা আপনি যেটা না বুঝবেন সেটা আপনি তাদের কাছে থেকে সহজেই জেনে নিতে পারবেন।আপনি এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন যেমন বিটকয়েন আরও অনেক কিছু আছে।আপনি এখানে ভালমানের পোস্ট করতে পারলে মেরিটও পেয়ে যাবেন।আশা করছি আপনি বাংলা লোকাল বোর্ড সাথেই থাকবেন।
jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 01:52:20 AM
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 29, 2023, 01:26:28 AM
joeperry, Utopia এর হয়ে আবারো (১৪ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-14-5454337 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।


sr. member
Activity: 490
Merit: 294
May 28, 2023, 10:52:02 PM
Happy Bitcoin Pizza Day🎉 2023












Hey bro you think no one will understand if you edit photo here. It is clear that you have edited the pizza by downloading it from Google.
I will draw the attention of seniors to look into this matter.

I think it's completely edited. Spamming





Original photo link: https://www.sainsburysmagazine.co.uk/recipes/mains/courgette-lemon-and-mozzarella-pizza
কি দরকার আছে? সামান্য কয়টা মেরিটের জন্য অন্য সোর্স থেকে পিজ্জার ছবি ডাউনলোড করে তাতে এডিট করে নিজের বলে চালিয়ে দেওয়া। জীবনে কি মেরিটাই সবচেয়ে বড় প্রয়োজন নাকি নিজের আত্মসম্মান টাও।
@Bitcoin _People, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের বাংলা কমিউনিটি থেকে উক্ত চিটিং কর্মকাণ্ড টি ধরিয়ে দেওয়ার জন্য। সামান্য পিজ্জা তৈরীর প্রতিযোগিতা এখানে কি কঠিন প্রতিযোগিতা । আপনাকে তো আর রোবট তৈরি করতে বলেনি অথবা কোন পরীক্ষামূলক কোন প্রোগ্রামিং করতে বলেনি। শুধুমাত্র পিৎজার ক্ষেত্রে এরকম কারচুপি করাটা কখনো উচিত হয়নি।
আমি বিষয়টি এখানে বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলা কমিউনিটি থেকে কেউ যাতে এরূপ কর্মকান্ড করে না বসে সেজন্য এখানে সতর্কতামূলক নির্দেশনা দিচ্ছি। আশা করি আমাদের বাংলাদেশ কমিউনিটির থেকে এরূপ প্রতারণামূলক কর্মকাণ্ড কেউ করবে না ইনশাআল্লাহ।
যেখানে একটা পিজ্জা তৈরি করতে ৪০০ থেকে ৫০০ টাকা লাগে সেখানে এই সামান্য কিছু টাকার জন্য এভাবে অন্য জায়গায় থেকে পিজ্জা ছবি কালেক্ট করে সেই ছবি এডিট করে পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার কোন মানে হয় না।@Bitcoin_people ভালো একটি কাজ করেছেন। আশা করছি একজনের ভুল থেকে 10 জন শিক্ষা নিবেন। আর আপনারা যদি মনে করেন এভাবে পিজ্জা নিজের হাতে তৈরি না করে অন্য জায়গায় থেকে পিজ্জার ছবি চুরি করে এনে দিলেই মেরিট পাবেন তাহলে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই ধরনের কার্যক্রম খুঁজে বের করা খুবই সহজ। এবং আপনি যে জায়গা থেকেই ছবিগুলো কালেক্ট করেন না কেন সেটা অবশ্যই ধরা পড়বে। তাই আপনারা আগে থেকেই সতর্ক হোন। পরিশ্রম করুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন দেখবেন সফলতা এমনি আসছে।
sr. member
Activity: 1386
Merit: 451
May 28, 2023, 09:58:29 PM
Happy Bitcoin Pizza Day🎉 2023












Hey bro you think no one will understand if you edit photo here. It is clear that you have edited the pizza by downloading it from Google.
I will draw the attention of seniors to look into this matter.

I think it's completely edited. Spamming





Original photo link: https://www.sainsburysmagazine.co.uk/recipes/mains/courgette-lemon-and-mozzarella-pizza
কি দরকার আছে? সামান্য কয়টা মেরিটের জন্য অন্য সোর্স থেকে পিজ্জার ছবি ডাউনলোড করে তাতে এডিট করে নিজের বলে চালিয়ে দেওয়া। জীবনে কি মেরিটাই সবচেয়ে বড় প্রয়োজন নাকি নিজের আত্মসম্মান টাও।
@Bitcoin _People, আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের বাংলা কমিউনিটি থেকে উক্ত চিটিং কর্মকাণ্ড টি ধরিয়ে দেওয়ার জন্য। সামান্য পিজ্জা তৈরীর প্রতিযোগিতা এখানে কি কঠিন প্রতিযোগিতা । আপনাকে তো আর রোবট তৈরি করতে বলেনি অথবা কোন পরীক্ষামূলক কোন প্রোগ্রামিং করতে বলেনি। শুধুমাত্র পিৎজার ক্ষেত্রে এরকম কারচুপি করাটা কখনো উচিত হয়নি।
আমি বিষয়টি এখানে বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলা কমিউনিটি থেকে কেউ যাতে এরূপ কর্মকান্ড করে না বসে সেজন্য এখানে সতর্কতামূলক নির্দেশনা দিচ্ছি। আশা করি আমাদের বাংলাদেশ কমিউনিটির থেকে এরূপ প্রতারণামূলক কর্মকাণ্ড কেউ করবে না ইনশাআল্লাহ।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 28, 2023, 07:39:53 PM

আসসালামু আলাইকুম ,,
 আমার কিছু প্রশ্ন ছিল
 আমি অনেক দিন যাবত ধরে এখানে অনেক পোস্ট করেছি এবং অনেক পোস্টে রিপ্লাই দিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত কোন Merit পেলাম না? আমি এমন কি কাজ করলে
Merit পেতে পারি,, আমাকে একটু হেল্প করবেন মেরিট কিভাবে নেওয়া যায়। আমি যদি Merit পেয়ে যায়  তাহলে আমার কাজের প্রতি
এবং এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে ।
এবং আমার মনে হয় এখানে একমাত্র ব্যক্তি আছে Merit ছাড়া  সেটা  হচ্ছে আমি....

ভাই আসুন, আমি আপনাকে বলি
প্রথমত লোভ হল মেরিট পেয়ে জুনিয়র মেম্বার রাঙ্ক অর্জন করা। কিন্তু আপনার প্রোফাইলে (চার নাম্বার পেজ) লিংক: https://bitcointalksearch.org/user/sj13-3452917 পর্যন্ত আমি গিয়েছিলাম এটাই তার প্রমাণ। (Proof of authentication and Tweet - Retweet) ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। এবং প্রথম পেজে তিনটি মাত্র পোস্ট তার মধ্যে মেরিট পাওয়া এবং পিজ্জা নিয়ে দুটি পোস্টে লিখেছেন। এইখানে মেরিট দেওয়ার মত আমি জায়গা খুঁজে পাই না।

এবং দ্বিতীয়ত, আপনি নিজেকে হতভাগা বলেছেন সবার কাছেই কিছু না কিছু মেরিট রয়েছে কিন্তু আপনার কাছে মেরেড নেই
Quote
আমার মনে হয় এখানে একমাত্র ব্যক্তি আছে Merit ছাড়া  সেটা  হচ্ছে আমি

আপনি বিশেষ করে সিনিয়র ভাইদের প্রোফাইলে গিয়ে লক্ষ্য করেন তাহলে আপনি নিজেই নিজের প্রশ্নের জবাব পাবেন। আমি আমার নিজের থেকে বলছি (!! আমি আপনার প্রোফাইলে গিয়ে মেরে দেওয়ার মত জায়গা খুঁজে পাই না)।
আপনি ভাল ভাল পোস্ট করেন তথ্যবহুল বিটকয়েন নিয়ে আলোচনা করুন তাহলে অবশ্যই আপনার পোস্ট দেখে মুগ্ধ হয়েই সবাই মেরিট দেবে। এভাবে বললে কেউ আপনাকে মেরে দেবে না তাই বিটকয়েনের আপডেট তথ্য নিয়ে আলোচনায় আসুন তাহলে আপনার মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে।
এই ভাই বাউন্টিতেই সব পোস্ট দিয়েছেন প্রায় ৯৫% বাউন্টি পোস্ট। মাত্র ৩ টা পোস্ট লোকাল কমিনিউটিতে দিয়েছে। তিনি আবার একটা পিজ্জা তৈরি করেছিলেন, পিজ্জাটি পিজ্জা কনটেস্ট জমা না দিয়ে আমাদের লোকাল কমিউনিটিতে জমা দিয়েছিলেন। তিনি সর্বদাই বাউন্টি পোস্ট করে থাকেন মাত্র তিনটা পোস্ট লোকালে কমিউনিটিতে দিয়েছেন।
@sj13 আপনাকে বলি তাড়াহুড়া করলে কিছুই হবে না। এমনও লোক আছে আমাদের বাংলা লোকাল কমিউনিটিতে 50 টি এর  বেশি পোস্ট করেছেন এখন পর্যন্ত কোন মেরিট পান নি। যাইহোক কষ্ট না করলে মিলবে না কৃষ্ট। আপনি ফরমে সময় দিন ভাল ভাল পোস্ট করার চেষ্টা করুন। আর আপনার ঐ পিজ্জাটি পিজ্জা কনটেস্টে জমা দিন।

@Popkon6 ভাই আপনি আপনার ওই পোস্টে মাঝখানে কোট করতে একটু ভুল করছেন। যাইহোক আমাদের পোস্ট লিখতে একটু ভুল হয়ে থাকে। আপনি আপনার পোস্টটি এডিট করে ভুলটা সমাধান করে নিন।
@sj13 ভাইয়ের লিখা কিছু টা মাঝখানে কোট করে দিতে চেয়েছিলেন [/quote][/quote] এভাবে রাখছেন,, ঠিক করে দিন,,,আমি উপরে কোট করে ঠিক করে নিয়েছি।
sr. member
Activity: 798
Merit: 377
May 28, 2023, 07:01:58 PM

আসসালামু আলাইকুম ,,
 আমার কিছু প্রশ্ন ছিল
 আমি অনেক দিন যাবত ধরে এখানে অনেক পোস্ট করেছি এবং অনেক পোস্টে রিপ্লাই দিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত কোন Merit পেলাম না? আমি এমন কি কাজ করলে
Merit পেতে পারি,, আমাকে একটু হেল্প করবেন মেরিট কিভাবে নেওয়া যায়। আমি যদি Merit পেয়ে যায়  তাহলে আমার কাজের প্রতি
এবং এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে ।
এবং আমার মনে হয় এখানে একমাত্র ব্যক্তি আছে Merit ছাড়া  সেটা  হচ্ছে আমি....

ভাই আসুন, আমি আপনাকে বলি
প্রথমত লোভ হল মেরিট পেয়ে জুনিয়র মেম্বার রাঙ্ক অর্জন করা। কিন্তু আপনার প্রোফাইলে (চার নাম্বার পেজ) লিংক: https://bitcointalksearch.org/user/sj13-3452917 পর্যন্ত আমি গিয়েছিলাম এটাই তার প্রমাণ। (Proof of authentication and Tweet - Retweet) ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। এবং প্রথম পেজে তিনটি মাত্র পোস্ট তার মধ্যে মেরিট পাওয়া এবং পিজ্জা নিয়ে দুটি পোস্টে লিখেছেন। এইখানে মেরিট দেওয়ার মত আমি জায়গা খুঁজে পাই না।

এবং দ্বিতীয়ত, আপনি নিজেকে হতভাগা বলেছেন সবার কাছেই কিছু না কিছু মেরিট রয়েছে কিন্তু আপনার কাছে মেরেড নেই
আমার মনে হয় এখানে একমাত্র ব্যক্তি আছে Merit ছাড়া  সেটা  হচ্ছে আমি
আপনি বিশেষ করে সিনিয়র ভাইদের প্রোফাইলে গিয়ে লক্ষ্য করেন তাহলে আপনি নিজেই নিজের প্রশ্নের জবাব পাবেন। আমি আমার নিজের থেকে বলছি (!! আমি আপনার প্রোফাইলে গিয়ে মেরে দেওয়ার মত জায়গা খুঁজে পাই না)।
আপনি ভাল ভাল পোস্ট করেন তথ্যবহুল বিটকয়েন নিয়ে আলোচনা করুন তাহলে অবশ্যই আপনার পোস্ট দেখে মুগ্ধ হয়েই সবাই মেরিট দেবে। এভাবে বললে কেউ আপনাকে মেরে দেবে না তাই বিটকয়েনের আপডেট তথ্য নিয়ে আলোচনায় আসুন তাহলে আপনার মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে।


Talking.com আপনার লিংক নেওয়া হয়নি এবং আমি শুদ্ধ করে লিংকটা নিয়েছি।
আমি যেভাবে দিয়েছি এভাবে লিংক দিতে হবে [img width=100 200 -700]http://ছবির লিংক[/img]
আমি কয়েকটি সংখ্যা দিয়েছি এর মধ্যে পছন্দ করে নিন  তাহলে লিংক হয়ে যাবে এবং ছবিটা ছোট বড় হবে সংখ্যা দেয়ার উপর নির্ভর করবে।
member
Activity: 184
Merit: 65
May 28, 2023, 02:23:55 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রতিনিয়ত টোকেন আসতে থাকে,সবগুলো আসল টোকেন এমন না,এদের মধ্যে স্ক্যাম/ফেইক টোকেনও থাকে,যা কিনলে প্রতারিত হতে হবে।তাই মিমি টোকেনের যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ । মার্কেটে প্রতারিত এবং ফেইক টোকেনগুলি থেকে সাবধান থাকা গুরুত্বপূর্ণ।

মিমি টোকেন ফেইক পরীক্ষা করার জন্য নিম্নলিখিত উপায়গুলি অনুসরণ করতে পারেন:

*অফিসিয়াল ওয়েবসাইট পরীক্ষা:
মিমি টোকেনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এবং তাদের দেওয়া প্রদত্ত তথ্য পরীক্ষা করুন।
*সাম্প্রতিক সংবাদপত্র পরীক্ষা করুন: বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সংবাদপত্র ও ওয়েবসাইটে  মিমি টোকেন সম্পর্কিত সংবাদ সন্ধান করুন। উদাহরণস্বরূপ, সংবাদপত্রে যদি মিমি টোকেন একটি প্রজেক্ট সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, তবে এটি একটি সঠিক তথ্য সংক্রান্ত হতে পারে।

*ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির মাধ্যমে যাচাই: ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির অভিজ্ঞ সদস্যদের সাথে যোগাযোগ করুন এবং মিমি টোকেন সম্পর্কে তথ্য জিজ্ঞাসা করুন। এটি আপনাকে সঠিক ধারণা দিতে পারবে,যদি অন্যান্য লোকের মতামত ও অভিজ্ঞতা সংগ্রহ করতে পারেন।

*সাম্প্রতিক মার্কেট অ্যানালাইসিস পরীক্ষা করুন: বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস প্ল্যাটফর্ম ব্যবহার করে মিমি টোকেনের বর্তমান মূল্য এবং চার্ট পরীক্ষা করুন। এটি আপনাকে মিমি টোকেনের বিপণন অবস্থান সম্পর্কে সঠিক ধারণা দিবে।

*মিমি টোকেন সম্পর্কে গবেষণা করুন: প্রথমে মিমি কয়েনের উদ্দেশ্য, ব্যবহারমূলকতা, এবং লক্ষ্য সম্পর্কে ধারণা নিন। এটি আপনাকে প্রাথমিকভাবে বোঝার সাহায্য করবে এবং তথ্যগুলি দ্বারা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

*কমিউনিটি এবং সামাজিক মিডিয়ার উপস্থিতি পর্যবেক্ষণ করুন:
মিমি কয়েনগুলি সাধারণত সক্রিয় কমিউনিটি এবং সক্রিয় সামাজিক মিডিয়া উপস্থিতি রাখে। রেডিট, টুইটার, টেলিগ্রাম বা পোষ্ট প্রদত্ত ফোরাম গুলো দেখুন। কমিউনিটির সদস্যদের সাথে যোগাযোগ করুন, আলোচনা পড়ুন এবং আপনার আগ্রহী মিমি কয়েনের সম্পর্কে মন্তব্য পড়ুন।

*প্রকল্প দলকে পর্যবেক্ষণ করুন: মিমি কয়েনের পিছনের দলকে মূল্যায়ন করুন। দলের অভিজ্ঞতা, যোগ্যতা এবং সফলতার পথ সম্পর্কে তথ্য সন্ধান করুন। বিশ্বস্ত, বিশ্বস্ততা এবং মিমি কয়েনের উন্নয়ন ও প্রচারে দলটি সক্রিয় আছে কি নিরীক্ষণ করুন।

উইটপেপার এবং পথপ্রদর্শিকা পর্যালোচনা করুন: সঠিক মিমি কয়েন প্রকল্পের জন্য উইটপেপারে দেওয়া তথ্যগুলি পর্যালোচনা করুন। প্রকল্পের লক্ষ্য, টোকেনমিক্স, এবং ভবিষ্যতের উন্নয়নের জন্যে পথপ্রদর্শিকা নিশ্চিত করুন। উইটপেপার পর্যালোচনা করে প্রকল্পের ভিশন, টোকেনমিক্স, এবং বৃদ্ধিতের পরিকল্পনা বুঝতে পারবেন।

টোকেনমিক্স এবং বিতরণ বিশ্লেষণ করুন: মিমি কয়েনের টোকেনমিক্স পর্যালোচনা করুন, যেমন মোট সরবরাহ, বিতরণ মেকানিজম, এবং টোকেনের বন্টন। মিমি কয়েন যে ভাবে বন্টন করা হয়েছে তা মূল্যায়ন করুন। একটি টোকেনের বিতরণ মডেল যথাযথ এবং টেকসই কিনা সেটি পর্যালোচনা করুন। বড় সংখ্যক টোকেন একটি নির্দিষ্ট ব্যক্তির হাতে থাকলে (হলোকাঠি) বিনিয়ামক দিতে সতর্ক হন, কারন এটি মূল্য পরিচালনা করতে পারে।

বাজার প্রবৃদ্ধি এবং লিকুয়িডিটি বিবেচনা করুন: মিমি কয়েন সম্পর্কিত বাজারের প্রবৃদ্ধি মনিটর করুন। বিশ্বস্ত ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্মগুলিতে আপনার আগ্রহী মিমি কয়েনের ক্রয়-বিক্রয়ের পরিমাণ এবং লিকুয়িডিটি পর্যবেক্ষণ করুন। লিকুয়িডিটি বেশি থাকলে আপনি সহজেই মিমি কয়েন ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

ঝুঁকিপূর্ণ বিশ্লেষণ করুন: মিমি কয়েনে নির্মিত বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে বোধ করুন। মিমি কয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে নিবেশ করলে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মনোযোগ দিন। মিমি কয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করুন এবং আপনি কি এই ঝুঁকি নিয়ে আগ্রহী সেটি মন্তব্য করুন।

*নির্ভরযোগ্য মতামত অনুসন্ধান করুন: মিমি কয়েন সম্পর্কিত সর্বশেষ সংবাদ, বিশ্লেষণ এবং নির্ভরযোগ্য মতামত নিয়ে আপডেট থাকুন। মন্তব্যদাতাদের, বিশ্লেষকদের এবং প্রমুখ ক্রিপ্টোকারেন্সি নিউজ সম্প্রদায়ের অধীনে থাকুন এবং তথ্য সংগ্রহ করুন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।


আমি বিগত ৩-৪ মাসে মোটামুটি উপরে উল্লেখ্য বিষয়গুলো বিশ্লেষণের মাধ্যমে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আয় করেছি,আপনি মিমি টোকেন সম্পর্কে জানতে প্রথমে এই সাইটে প্রবেশ করুনঃ
১.https://dexscreener.com/new-pairs
এই সাইটে নতুন মিমি টোকেন সবগুলো খুঁজে পাবেন।টোকেন মার্কেটে কতদিন ধরে আসলো,লিকিউডিটি কত?কতজন ক্রয় করলো?কতজন বিক্রয় করলো,মোট ভলিউম কত? সবকিছুই পাবেন।টোকেনের কন্টাক্ট এড্রেস পাবেন।টোকেনের সামাজিক মাধ্যম ও পেয়ে যাবেন।বিশেষ করে টুইটার একাউন্ট।টোকেনের অডিট সাপোর্ট কোম্পানির নামও পেয়ে যাবেন। 






*দ্বিতীয় ধাপে আপনি টোকেনের আরো বিস্তারিত জানতে এই সাইটে প্রবেশ করুনঃ
২.https://bscheck.eu/bsc
উপরের (১নং)সাইট থেকে পাওয়া যে কোন নেটওয়ার্কের টোকেনের কন্ট্রাক্ট এড্রেস কপি করে
(২নং)সাইটের সার্চে বক্সে দিয়ে আপনি যে কোন নেটওয়ার্কের,যেমনঃ Bsc,Eth,polygon ইত্যাদি টোকেনের আরো বিস্তারিত,যেমন টোকেনের তৈরির বয়স,টোটাল সাপ্লাই,টোটাল হোল্ডার,টোটাল বার্ণ সম্পর্কে জানতে পারবেন।এখানে আরো জরুরি টোকেনটি আদৌ ফেইক কিনা তাও জানতে পারবেন। এক কথায় আপনার জানা তথ্যের সোর্সের সাথে মিলিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।









মনে রাখবেন, মিমি কয়েন বা কোনও ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে প্রবেশ  করবার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। বিনিয়োগ করার আগে আপনার ব্যক্তিগত পরিস্থিতি, বিনিয়োগের পদ্ধতি এবং সুরক্ষা ব্যবস্থাপনা বিবেচনা করতে হবে। এছাড়াও, বিনিময় প্ল্যাটফর্মগুলি ভালভাবে পরীক্ষা করা জরুরি এবং নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে।
full member
Activity: 490
Merit: 119
May 28, 2023, 02:11:25 PM
ক্রিপ্টোকারেন্সি মাইনিং এ কাজটা কি?

আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে থাকি, আমার মনে হয় এমন কেউ নেই যারা ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পর্কে কম বেশি জানি না? ক্রিপ্টোকারেন্সি মাইনিং হলো ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির লেজার ট্রানজেকশনগুলির যাচাই এবং রেকর্ড রাখার প্রক্রিয়া। এটি ব্লকচেইন প্রয়োগ করে ক্রিপ্টোকারেন্সির প্রয়োজনীয় সিকিউরিটি ও কনসেনস নিশ্চিত করে। নিউজ বিস্তারিত

আমি অনেক দিন যাবত ধরে এখানে অনেক পোস্ট করেছি এবং অনেক পোস্টে রিপ্লাই দিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত কোন Merit পেলাম না? আমি এমন কি কাজ করলে
Merit পেতে পারি,, আমাকে একটু হেল্প করবেন মেরিট কিভাবে নেওয়া যায়। আমি যদি Merit পেয়ে যায়  তাহলে আমার কাজের প্রতি
এবং এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে ।

মেরিট পাওয়ার জন্য কিছু টিপস:
ভাল মানের পোস্ট (যা মানসম্পন্ন, সূক্ষ্মভাবে লিখিত এবং অর্থপূর্ণ উত্তর প্রদান করে এবং কারো সমস্যার সমাধান করে।)
সক্রিয় অংশগ্রহণ (ফোরামে অংশগ্রহণ করা কোন সদস্যের, প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এবং সোর্স লিংক দিয়ে সহযোগিতা করতে পারেন। প্রশ্ন করার আগে আপনার নিজের মতামত পরীক্ষা করুন এবং যদি সম্ভব হয় তা ভাল ভাবে পর্যালোচনা করুন। বিষয়গুলি নতুন এবং সম্পর্কিত হতে পারে এবং অন্যদের সাথে আলোচনা উত্থাপন করার যোগ্য হতে হবে।)

মেরিট সংগ্রহের জন্য পর্যাপ্ত পোস্ট ও সক্রিয়তা প্রদর্শন করলে, ফোরামে আপনি মেরিট পেতে পারবেন। মেরিট পাওয়ার পরে, আপনার কাজের সম্ভাবনা বাড়বে এবং আপনি একজন সক্ষম ও বিশ্বস্ত উপকারী সদস্য হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন।
Jump to: