Author

Topic: বাংলা (Bengali) - page 220. (Read 5316288 times)

jr. member
Activity: 32
Merit: 3
May 25, 2023, 05:56:40 AM
আসসালামুয়ালাইকুম আমি একজন Bitcointalk এ নতুন সদস্য আমি প্রথম পোস্ট করলাম Bitcoin pizza প্রতিযোগিতায় আমি ফাস্ট টাইম pizza বানানোর চেষ্টা করলাম জানিনা আমার pizza কেমন হয়েছে তবে আবার যুদি কখনো এইরকম প্রতিযোগিতা আসে তখন আমি আরো ভালো করে বানানোর চেস্টা করবো আর আমি জানতাম না যে এই Bitcointalk ফোরামে বাংলায় কথা বলা যায় যাইহোক আমার খুব ভালো লেগেছে বাংলা ফোরাম দেখে @Bitcoin_people ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট Quote করার জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো বাংলাদেশের সকল ভাইদের অসংখ্য ধন্যবাদ |
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
May 24, 2023, 10:45:16 PM
sr. member
Activity: 1386
Merit: 451
May 24, 2023, 10:27:49 PM
[
আর আজকে একটা বিষয় খেয়াল করলাম আমাদের বাংলা লোকাল থ্রেডে ২ টা পোস্ট হয়তো দিয়েছিলেন @Mijanur_Rahman এই ভাইয়ে দেখলাম কিছু দিন আগে পাই বেকিং কনটেস্ট কেক বানিয়ে জমা দিয়েছিলেন। আজকে বিটকয়েন পিজ্জা কনটেস্টে সেই পাই বেকিং কন্টেস্টের একি পিকচার দিয়ে জমা দিয়েছেন। ভাই আপনে তো নিজে বানিয়ে দিতে পারতেন পুরান একি জিনিস জমা দেওয়ার কি ছিলো। শুধু আমাদের বাংলাদেশর সম্মান নষ্ট করলেন। আর প্রায় ১ সপ্তাহ সময় ছিলো আপনে যা পারেন বানিয়ে দিতে পারতেন।
পাই বেকিং কনটেস্টে  জমা দেওয়ার লিংক. https://bitcointalksearch.org/topic/1st-edition-bitcointalk-pie-baking-contest-5439781
পিজ্জা কনটেস্টে জমা দেওয়ার লিংক. https://bitcointalksearch.org/topic/m.62295617
@Mijanur_Rahman
পাই বেকিং কনটেস্টের নমুনাটি হুবহু পিজ্জা কনটেস্ট জমা দিয়েছেন ‌। কেন ভাই এমন করতে হবে কেন? আপনি কি মনে করেছেন যে আপনার এই চালাকি কেউ ধরতে পারবেনা। আপনি অতি দ্রুত নিজেকে সংশোধন করে নিন তা না হয় আপনাকে চিটিং এর অপবাদে আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে।
তাছাড়া পীজ্জা বানানো তো এমন কিছু কঠিন বিষয় না। আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে। তাছাড়া পিজ্জা বানানোর সিস্টেমটা প্রায়ই একই। আপনি আপনার নিকটস্থ শপিংমল অথবা বাজার থেকে বাঁধাকপি, ফুলকপি, ময়দা/পাউরুটি, ক্যাপসিকাম, টমেটো, আলু বোখরা ,সস, চিজ, সামান্য কিছু কালারিং এজেন্ট ইত্যাদি দিয়ে ইউটিউবের ভিডিওর মত সিস্টেমেটিকওয়াইতে কাজ করলেই আকর্ষণে পিজ্জা তৈরি হয়ে যাবে। এজন্য আপনাকে আপনার পূর্বের নমুনা নতুন নমুনা হিসেবে চালিয়ে যাওয়ার কোন ইঙ্গিত নেই। নিজে কাজ করুন, নিজের আত্মসম্মান বজায় রাখুন। অহেতুক আমাদের বাংলাদেশ কমিউনিটির বদনাম করবেন না। ধন্যবাদ বিষয়টি বুঝতে পেরেছেন।
staff
Activity: 2436
Merit: 2347
May 24, 2023, 02:35:38 PM
কেন আপনি উত্স একটি লিঙ্ক পোস্ট করবেন না? আপনি মনে করিয়ে দেওয়া প্রয়োজন? আমি মনে করি না আপনি চুরির জন্য নিষিদ্ধ হতে চান।

স্যার, আমি আশা করি এই ধরনের মারাত্মক কোন ভুল আমার দ্বারা ভবিষ্যতে কোনদিন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আমি আশা করি আমাদের বাংলাদেশে এই লোকাল থ্রেডের কেউই ভবিষ্যতে কোনদিন এই ধরনের কোন ভুল করার সাহস দেখাবে না।

আমি খুব আশা করি সেটা হবে। Wink
full member
Activity: 490
Merit: 119
May 24, 2023, 02:31:12 PM
কেন আপনি উত্স একটি লিঙ্ক পোস্ট করবেন না? আপনি মনে করিয়ে দেওয়া প্রয়োজন? আমি মনে করি না আপনি চুরির জন্য নিষিদ্ধ হতে চান।

স্যার, আমি আশা করি এই ধরনের মারাত্মক কোন ভুল আমার দ্বারা ভবিষ্যতে কোনদিন হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ভুলটা ধরিয়ে দেয়ার জন্য আমি আশা করি আমাদের বাংলাদেশে এই লোকাল থ্রেডের কেউই ভবিষ্যতে কোনদিন এই ধরনের কোন ভুল করার সাহস দেখাবে না।
staff
Activity: 2436
Merit: 2347
May 24, 2023, 02:23:43 PM
এটি আপনার পাঠ্য নয়। এটা স্বীকার করুন, আপনি এই লেখা কোথা থেকে পেয়েছেন? আপনি কি ChatGPT ব্যবহার করছেন? Wink

বিটকয়েন ম্যাগাজিন এ টুইটার প্রোফাইল থেকে এটা পেয়েছি, স্যার। টুইটারের টুইট লিংকটি এখানে দেয়া হলো।

কেন আপনি উত্স একটি লিঙ্ক পোস্ট করবেন না? আপনি মনে করিয়ে দেওয়া প্রয়োজন? আমি মনে করি না আপনি চুরির জন্য নিষিদ্ধ হতে চান।
full member
Activity: 490
Merit: 119
May 24, 2023, 02:16:56 PM
এটি আপনার পাঠ্য নয়। এটা স্বীকার করুন, আপনি এই লেখা কোথা থেকে পেয়েছেন? আপনি কি ChatGPT ব্যবহার করছেন? Wink

বিটকয়েন ম্যাগাজিন এ টুইটার প্রোফাইল থেকে এটা পেয়েছি, স্যার। টুইটারের টুইট লিংকটি এখানে দেয়া হলো।
staff
Activity: 2436
Merit: 2347
May 24, 2023, 01:58:22 PM
full member
Activity: 490
Merit: 119
May 24, 2023, 01:37:28 PM


বিটকয়েন হল একটি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা যা পূর্বের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি একটি ডিসট্রিবিউটেড লেজার প্রযুক্তি ব্যবহার করে, যা কার্যকর করে ক্রিপ্টোগ্রাফি এবং কনসেনস অ্যালগরিদম ব্যবহার করে ট্রানজেকশনগুলি সংরক্ষণ ও যাচাই করে।

মাস্টারকার্ড, যেমন আপনি বলেন, একটি বহুজাতিক আর্থিক পরিষেবা কর্পোরেশন, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড প্রদান করে এবং বিশ্বব্যাপী ব্যবহার হয়ে থাকে। মাস্টারকার্ড একটি প্রতিষ্ঠিত এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠান হওয়ার কারণে এর ব্যবহার একটি স্থিতিশীল অর্থনীতির অংশ হয়ে উঠেছে।

বিটকয়েন ও মাস্টারকার্ডের মধ্যে ক্যাপ মার্কেট মানে বাজার মূলধন এবং মোট মূল্যের পার্থক্য অন্যতম বিভাগ হয়ে উঠেছে। এটি একদিকে বিটকয়েনের সম্প্রদায় এবং বিনিয়োগকারীদের গুরুত্ব দেখায়, আর অন্যদিকে এর মধ্যে কাঠামোর পাল্টানো স্বাচ্ছন্দ্য এবং দ্রুত বৃদ্ধির মাধ্যমে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন বাজারে তুলনামূলকভাবে ক্রিপ্টোকারেন্সির প্রভাব ও গুরুত্ব সাবলীল করে এবং অর্থনীতিতে নতুন পাঠ লিখে দিয়েছে।

এই মজার ঘটনা দেখাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির প্রভাব এবং গ্রহণ সাধারণ অর্থনীতিতে দিনপ্রতিদিন বৃদ্ধি পেয়েছে এবং বৈশ্বিক পরিস্থিতিতে এর প্রভাব সাধারণ প্রশ্নগুলির ওপর বাধাধীন হয়েছে।

ইডিট

সোর্স লিংক: বিটকয়েন ম্যাগাজিন
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 24, 2023, 01:35:15 PM
যাহোক আজকে একটা পিজ্জা বানানোর কাজে ব্যস্ত থাকায় ফোরামে সময় দেওয়া হয় নাই।
সত্যি ভাই দেখে ভালো লাগলো যে কয়টা পিজ্জা বানিয়ে দিয়েছে বেশিরভাগ আমাদের বাংলা লোকাল থ্রেডের মেম্বার জমা দিয়েছে। অনেক খুশি হইতাম পিজ্জা কনটেস্টে যদি আমাদের বাংলাদেশী কোন ভাই উইন হতো। যাইহোক সবার জন্য দুয়া রইলো আমাদের বাংলা লোকাল থ্রেডের মেম্বার এর মধ্য যেন অত্যন্ত একজন উইনার হয়।

আর আজকে একটা বিষয় খেয়াল করলাম আমাদের বাংলা লোকাল থ্রেডে ২ টা পোস্ট হয়তো দিয়েছিলেন @Mijanur_Rahman এই ভাইয়ে দেখলাম কিছু দিন আগে পাই বেকিং কনটেস্ট কেক বানিয়ে জমা দিয়েছিলেন। আজকে বিটকয়েন পিজ্জা কনটেস্টে সেই পাই বেকিং কন্টেস্টের একি পিকচার দিয়ে জমা দিয়েছেন। ভাই আপনে তো নিজে বানিয়ে দিতে পারতেন পুরান একি জিনিস জমা দেওয়ার কি ছিলো। শুধু আমাদের বাংলাদেশর সম্মান নষ্ট করলেন। আর প্রায় ১ সপ্তাহ সময় ছিলো আপনে যা পারেন বানিয়ে দিতে পারতেন।
পাই বেকিং কনটেস্টে  জমা দেওয়ার লিংক. https://bitcointalksearch.org/topic/1st-edition-bitcointalk-pie-baking-contest-5439781
পিজ্জা কনটেস্টে জমা দেওয়ার লিংক. https://bitcointalksearch.org/topic/m.62295617
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 24, 2023, 01:27:55 PM
আমি সত্যিই জানতাম না যে বিটকয়েন থেকে বিকাশে সরাসরি টাকা লেনদেন করা যায়। এটাতো আমাদের বাংলাদেশীদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি।


এটা তো আসলে নতুন কিছু না। বাইনান্স ছাড়াও আরো কিছু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে আপনি পিটুপি ব্যাবহার করে বিকাশে টাকা নিতে পারবেন। তবে এখন ব্যাপার টা হলো এগুলা আসলে অরিজিনাল পিটুপি না। আর তাছাড়া এসব এক্সচেঞ্জ এ ট্রেড করতে হলে আপনাকে KYC করতে হবে। এটাই মনে হয় সবচাইতে ভয় পাওয়ার ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো আমরা এটা একদম ভয় পাই না।

তার চাইতে ভালো হবে Little Mouse ভাইয়ের এক্সচেঞ্জ সারভিস ব্যাবহার করা। এটা হচ্ছে রিয়েল পিটুপি। আপনি ওনাকে বিটকয়েন সেন্ড করবেন, উনি আপনাকে বিকাশে টাকা পাঠিয়ে দিবে। এটা বিয়ে ওনার একটা সারভিস থ্রেড ও আছে। আপাতত থ্রেড টা খুজে পাচ্ছি না। তবে আপনি লেনদেন করতে চাইলে ওনাকে নক করতে পারেন।

যাহোক লিটল মাউস ও তন্ময় ভাইয়ের পাশাপাশি  learn bitcoin ভাইকেও পার্সোনাল মেসেজ দিয়ে এ সম্পর্কে জানতে পারবো।
আপনারা আছেন বলেই কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারি। আপনারা যদি এগুলা আমাদের ধারণা না দিতেন তাহলে আমরা এই খুঁটিনাটি বিষয়ের কিছুই জানতে পারতাম না।
আমি ভাই তেমন জানি না। তবে যেটুকু জানি, সেটা বুঝলে অবশ্যই শেয়ার করবো আর হেল্প করার চেষ্টা করবো। না পারলে তো অন্যান্য ভাইয়েরা আছেই।
full member
Activity: 490
Merit: 119
May 24, 2023, 12:59:35 PM
Kissবিটকয়েন থেকে বিকাশ এ টাকা তোলার নিয়মKiss



বাইন্যান্স একটি পপুলার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেখানে আপনি বিটকয়েন কিনতে এবং সেগুলি আপনার বিকাশ একাউন্টে সরাসরি ডিপোজিট করতে পারেন। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি বাইন্যান্স এর সাহায্যে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা নিতে পারবেন:

ধাপ ১: বাইন্যান্সে একাউন্ট খুলুন।
১. প্রথমে বাইন্যান্স ওয়েবসাইটে যান (www.binance.com) এবং "সাইন আপ" (Sign Up) অপশনটি ক্লিক করুন।
২. আপনার ইমেইল ঠিকানা দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বা আপনার গুগল অ্যাকাউন্ট বা টেলিফোন নাম্বার দিয়ে সাইন আপ করুন।
৩. আপনার পাসওয়ার্ড সেট করুন এবং সিকিউরিটি চেক করুন।
৪. বাইন্যান্সে লগ ইন করুন আপনার তথ্য ব্যবহার করে।

ধাপ ২: বাইন্যান্সে বিটকয়েন ডিপোজিট করুন।
১. লগ ইন হওয়ার পর, আপনি বাইন্যান্সের ড্যাশবোর্ডে পৌঁছাবেন।
২. উপরের মেনু বারে থাকা "পার্সনাল সেন্টার" (Personal Center) অপশনটি ক্লিক করুন।
৩. "ডিপোজিট" (Deposit) সেকশনে যেতে পারেন।
৪. আপনি যে কয়েন ডিপোজিট করতে চান, সেটি সিলেক্ট করুন (মাঝের বাক্সের মাধ্যমে সহজে খুঁজে পাবেন)।
৫. আপনার বাইন্যান্স একাউন্টে ডিপোজিটের জন্য বিটকয়েন ঠিকানা (Bitcoin address) প্রদান করা হবে। এই ঠিকানাটি আপনি বিকাশ এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ব্যবহার করবেন।
৬. বিটকয়েন ঠিকানা কপি করে আপনার বিকাশ এপ্লিকেশনে ঢুকে "স্ক্যান এন্ড পেস্ট" বা "স্ক্যান কোড" বক্সে যান এবং ঠিকানাটি পেস্ট করুন।
৭. আপনি চাইলে একটি নীল আইকনে ক্লিক করে কিছু অতিরিক্ত সেটিংস (যেমন মিনিমাম ডিপোজিট পরিমাণ সেট করা) করতে পারেন। সেটিংগুলি আপনার পছন্দ অনুযায়ী সেট করুন।
৮. "ডিপোজিট" বাটনে ক্লিক করুন।
৯. আপনার নির্দিষ্ট বিটকয়েন ঠিকানায় বিটকয়েন পাঠানোর জন্য আপনার পাসওয়ার্ড দিতে হবে।

ধাপ ৩: বিকাশ থেকে টাকা পাঠানো।
১. আপনার বিকাশ অ্যাপটি খুলুন এবং "পিটুপি" অপশনটি নির্বাচন করুন।
২. "একাউন্ট নাম্বার" অপশনে বাইন্যান্স থেকে পেয়ে যাওয়া বিটকয়েন ঠিকানাটি পেস্ট করুন।
৩. আপনি চাইলে টাকার পরিমাণ সেট করতে পারেন।
৪. "পেশনাল মেসেজ" ফিল্ডে কিছু বিশেষ মেসেজ লিখতে পারেন (এটি ঐচ্ছিক)।
৫. "নির্বাচন করুন" বাটনে ক্লিক করুন।
৬. আপনার বিকাশ এপ পাসওয়ার্ড দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন।

এইভাবেই আপনি বাইন্যান্স এর মাধ্যমে বিটকয়েন থেকে বিকাশ এ টাকা পাঠাতে পারবেন। আপনার ট্রানজেকশনটি সম্পন্ন হলে আপনি আপনার বিকাশ একাউন্টে টাকা পাবেন। মনে রাখবেন যে, বাইন্যান্স থেকে টাকা পাঠানোর সময় ট্রানজেকশন ফি লাগতে পারে এবং সর্বনিম্ন ট্রানজেকশন পরিমাণ সেট করা থাকতে পারে। আপনার বিকাশ এপটির নীতিমালা এবং বাইন্যান্স এর শর্তাদি জানবেন এবং ট্রানজেকশন ফি এবং সর্বনিম্ন পরিমাণ সম্পর্কে সম্পূর্ণ জানতে অবশ্যই বাইন্যান্স ও বিকাশ এর ওয়েবসাইট বা অ্যাপটির জন্য সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন।


আমি সত্যিই জানতাম না যে বিটকয়েন থেকে বিকাশে সরাসরি টাকা লেনদেন করা যায়। এটাতো আমাদের বাংলাদেশীদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 24, 2023, 11:15:37 AM
ওয়ালেট Consolidated ব্যাপারটা আর কারো উপকারে আসুক বা না আসুক আমি কিন্তু এই বিষয়ে খুবই গুরুত্ব ফিল করছি। কয়েকদিন আগে লিটল মাউস ভাইয়ের ওয়ালেট কনসোলিডেট ব্যাপারটা নিয়ে একটি পোস্ট করেছিল সেদিন থেকেই আমি তাকে বিষয়টি নিয়ে পার্সোনালি একটু জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু সাহস পায়নি। এর আগে Little Mouse ভাইকে আমি টেলিগ্রামে আধা ঘন্টা জ্বালিয়েছি অনেক বিষয়ে সে আমাকে হেল্প করেছে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি তার কাছে জিজ্ঞেস করবো সেই সাহসটাই আর পাচ্ছিনা। তার কাছে জিজ্ঞেস করতে যতক্ষণ সমাধান করতে ততক্ষণ লাগে না কিন্তু একটাই মনে ইতস্ততা যে এই লোকটা আমাকে বারবার একই জিনিস জিজ্ঞেস করে বলদো নাকি। এই কথা ভাবতে ভাবতে আর জিজ্ঞেস করা হয় নাই। যাহোক আজকে একটা পিজ্জা বানানোর কাজে ব্যস্ত থাকায় ফোরামে সময় দেওয়া হয় নাই। বাংলা কমিউনিটিতে ঢুকেই দেখি আমাদের সিনিয়র ভাইয়েরা ইতিমধ্যে ওয়ালেট কনসোলিডেট বিষয় নিয়ে অনেক সমালোচনা আলোচনা করেছে । সবার পোস্ট পড়ে একটু ধারণা হইল আর কি। যাহোক লিটল মাউস ও তন্ময় ভাইয়ের পাশাপাশি  learn bitcoin ভাইকেও পার্সোনাল মেসেজ দিয়ে এ সম্পর্কে জানতে পারবো।
আপনারা আছেন বলেই কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারি। আপনারা যদি এগুলা আমাদের ধারণা না দিতেন তাহলে আমরা এই খুঁটিনাটি বিষয়ের কিছুই জানতে পারতাম না।
sr. member
Activity: 1008
Merit: 366
May 24, 2023, 10:51:53 AM
এইখানে অবশ্য একটা কথা বাদ দিয়েছি-
আপনি চাইলে প্রত্যেকটা utxo আলাদা করে ব্যবহার করতে পারেন।  সেক্ষেত্রে, আপনাকে Show Coin অপশন সক্রিয় করে যে utxo ব্যবহার করতে চান সেটা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার একটি utxo এ খুব বেশি বিটকয়েন থাকে না। চাইলেই আপনি বেশি ব্যবহার করতে পারবেন না।

@tjtonmoy
ভাই, কনসোলিডেট করা হয় একটা ওয়ালেট এর সবগুলো utxo কে। আলাদা ওয়ালেট এর সাথে এর কোন সম্পর্ক নেই।

এইবার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছি।  বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।  আসলে হয়তো এই পোস্টার না করলে এই বিষয়টা কখনো জানতেই পারতাম না যেভাবে ভুল ধারণার মধ্যে ছিলাম সেভাবেই থাকতো।  এইজন্য আমি বারবার বলি যেটা জানেন সেটা শেয়ার করুন, যেটা জানেন না বা অল্প জানেন সেটিও শেয়ার করুন। অন্যেরা অবশ্যই আপনার ভুল ধরে দিতে সাহায্য করবে।  আর Little Mouse ভাই আপনি অনেক কিছু জানেন এবং আপনার থেকে অনেক কিছু জানার আছে।  আশাকরি ভবিষ্যতে আপনার থেকে অনেক কিছু শিখতে পারবো।  আমাদের পাশে থাকবেন সব সময় এবং সুস্থ থাকবেন এই দোয়াটাই করি।
member
Activity: 196
Merit: 14
May 24, 2023, 10:42:15 AM
অনেকদিন অফলাইন ছিলাম আজকে আবার অনলাইন হইলাম। দেখে খুব ভালো লাগলো সিনিয়র ভাইয়েরা এখন একটু বেশিই এক্টিভ আগের চাইতে। বিশেষ করে little mouse,tjtonmoy,LDL এরা খুবই এক্টিভ।

আপনারা আরো এগিয়ে যান ভাই।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 24, 2023, 09:41:07 AM
আমার এড্রেস এ যতো গুলো ট্রান্জেকশন এড হবে, ততবার একটা করে utxo (unspent tx output) বৃদ্ধি পাচ্ছে। এটা বুঝলাম, কিন্তু এটার সাথে কি ট্রানজেকশন ফি এর কোনো কানেকশন আছে? ধরেন আমি একই এড্রেসে এ ১০ বার ১০ টা টানজেকশনে বিটকয়েন রিসিভ করলাম। এটা তো একই ওয়ালেট বা এড্রেস এ আছে। পরবর্তী তে আমি যখন ট্রানজেকশন করবো, এটার ট্রানজেকশন ফি এর সাথে utxo এর কোনো কানেকশন আছে?
যতক্ষণ পর্যন্ত এইগুলো আপনার ওয়ালেটে থাকবে এইগুলো utxo, যখনই আপনি এইগুলো ব্যবহার করে অন্য কাউকে পাঠাতে যাবেন সেগুলো ইনপুট নাম হয়ে যাবে। একটা ট্রাঞ্জেকশনে একটা ইনপিট থাকলে এইটার সাইজ যা হবে, একের অধিক ইনপুট থাকলে ট্রাঞ্জেকশন সাইজ বৃদ্ধি পাবে। খুবই স্বাভাবিক। তার ট্রাঞ্জেকশন সাইজ বৃদ্ধি মানে ফি বৃদ্ধি পাবে।
বিস্তারিত কয়েনআলাপ এর এই আর্টিকেল থেকে বুঝতে পারবেন- https://www.coinalap.com/বিটকয়েন-এর-ফি-কেন-বৃদ্ধি-প/

এইখানে অবশ্য একটা কথা বাদ দিয়েছি-
আপনি চাইলে প্রত্যেকটা utxo আলাদা করে ব্যবহার করতে পারেন।  সেক্ষেত্রে, আপনাকে Show Coin অপশন সক্রিয় করে যে utxo ব্যবহার করতে চান সেটা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনার একটি utxo এ খুব বেশি বিটকয়েন থাকে না। চাইলেই আপনি বেশি ব্যবহার করতে পারবেন না।

@tjtonmoy
ভাই, কনসোলিডেট করা হয় একটা ওয়ালেট এর সবগুলো utxo কে। আলাদা ওয়ালেট এর সাথে এর কোন সম্পর্ক নেই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 24, 2023, 09:35:24 AM
কনসোলিডেট এর ক্ষেত্রে আপনারা শুধু এড্রেস বলছেন, এইটা এড্রেস বললে ভুল হবে। এইটা বলতে হবে অব্যবহৃত আউটপুট(utxo), ট্রাঞ্জেকশন পাঠানোর সময় যার নাম হবে ইনপুট। এড্রেস বললে কেন ভুল হবে? কারন একটি এড্রেসে একাধিক ইনপুট থাকতে পারে। আপনি সিগ্নেচার ক্যাম্পেইনে একটা এড্রেস দিয়েই বিটকয়েন পাচ্ছেন। যতবার আপনি একই এড্রেসে বিটকয়েন পাচ্ছেন, ততবার একটা করে utxo বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছেন।


বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ভাই। প্রথমে এটা আমার মাথার ওপর দিয়ে গেলো। তারপর আবার আপনাকে টেলিগ্রামে নক দিলাম বুঝার জন্য।
আমার এড্রেস এ যতো গুলো ট্রান্জেকশন এড হবে, ততবার একটা করে utxo (unspent tx output) বৃদ্ধি পাচ্ছে। এটা বুঝলাম, কিন্তু এটার সাথে কি ট্রানজেকশন ফি এর কোনো কানেকশন আছে? ধরেন আমি একই এড্রেসে এ ১০ বার ১০ টা টানজেকশনে বিটকয়েন রিসিভ করলাম। এটা তো একই ওয়ালেট বা এড্রেস এ আছে। পরবর্তী তে আমি যখন ট্রানজেকশন করবো, এটার ট্রানজেকশন ফি এর সাথে utxo এর কোনো কানেকশন আছে?



দেখতে দেখতে ফোরামের বাংলা লোকাল থ্রেড এ এটা আমার ১০২ তম পোষ্ট। লোকাল বোর্ড বা থ্রেড একজনের জন্য কতো গুরুত্বপূর্ণ, তা আমার স্টাটস দেখলে বুঝতে পারবেন।
আমার মোট পোষ্ট এর ৩০% পোষ্ট করেছি লোকাল থ্রেড এ। আমার মোট ১৩৩ মেরিটের মধ্যে ৭২ টি মেরিট পেয়েছি লোকাল থ্রেড থেকে! সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ!
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 24, 2023, 08:25:17 AM
এবার আসি কিভাবে করবেন এবং এটা কখন করতে হবে। ধরেন আপনি যখন ইলেকট্রাম ওয়ালেট ব্যাবহার করেন, তখন একেক সময় এক এক এড্রেস এ কয়েন রিসিভ করে থাকেন। এখন ধরেন আপনার ১০ টা এড্রেস এ আপনি ০.০০১ বিটকয়েন করে রিসিভ করেছেন। প্রতিটা এড্রেস এ ০.০০১ বিটকয়েন করে আছে আর আপনার মোট ব্যালেন্স আছে ০.০১ বিটকয়েন। যখন আপনি একটা ০.০০৮ বা ০.০১ বিটকয়েন সেন্ড করতে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনার ৮ টি বা সব গুলো আউটপুট ব্যাবহার হয়ে যাবে। সব গুলো এড্রেস এর ব্যালেন্স আপনার একটা এড্রেস এ নিয়ে আসাকে এড্রেস কন্সলিডেট বলে। তো এজন্য আপনি আপনার ওয়ালেট এর অন্য একটি এড্রেস নিয়ে আপনার ওয়ালেট এর ফুল ব্যালেন্স সেন্ড করে দিবেন। এত করে আপনার সব গুলো এড্রেস এর ব্যালেন্স একটা এড্রেস এ চলে যাবে। হয়ে গেলো এড্রেস কন্সলিডেট।
কনসোলিডেট এর ক্ষেত্রে আপনারা শুধু এড্রেস বলছেন, এইটা এড্রেস বললে ভুল হবে। এইটা বলতে হবে অব্যবহৃত আউটপুট(utxo), ট্রাঞ্জেকশন পাঠানোর সময় যার নাম হবে ইনপুট। এড্রেস বললে কেন ভুল হবে? কারন একটি এড্রেসে একাধিক ইনপুট থাকতে পারে। আপনি সিগ্নেচার ক্যাম্পেইনে একটা এড্রেস দিয়েই বিটকয়েন পাচ্ছেন। যতবার আপনি একই এড্রেসে বিটকয়েন পাচ্ছেন, ততবার একটা করে utxo বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 24, 2023, 08:14:09 AM
এই বিষয়টি Little Mouse ভাই আগেই পোস্ট করেছেন যে কিভাবে ১ সাতোসি/বাইট ফি তে আপনি আপনার আলাদা আলাদা ওয়ালেট এর সব বিটকয়েন একটি ওয়ালেট এড্রেস এ নিতে পারবেন এবং একটি ইনপুট বানিয়ে পরে লো ফী তে ট্রান্সফার করতে পারবেন। ভাই নিজেই কন্সলিডেট বিষয়ে আগে বলেছেন তবে আমি মাথা মোটা বলে বুঝতে পারি নাই। তাই নিজে একটু ঘাটাঘাটি করে ভালো করে বোঝার চেস্টা করলাম। তো কিভাবে করবেন তার পুরো প্রোসেস আমি স্ক্রিনসট দিয়ে বুঝিয়ে দিচ্ছি।

ভাই আমার মনে হয় আপনি ভূল বুঝেছেন এবং এখন যেটা সেখালেন, সেটা আসলে এড্রেস কন্সলিডেট হয়নি। আর উনি ১ সাতোসি/বাইট ফি তে আলাদা আলাদা ওয়ালেট এর সব বিটকয়েন একটি ওয়ালেট এড্রেস এ নিতে পারবেন এটা বলেন নাই। বলেছেন যখন মিমপুল ফ্রি থাকবে বা ট্রানজেকশন ফি কম থাকবে, তখন ১ সাতোশি/বাইট ফি দিয়ে এড্রেস কন্সলিডেট করে নিতে পারেন।

এবার আসি কিভাবে করবেন এবং এটা কখন করতে হবে। ধরেন আপনি যখন ইলেকট্রাম ওয়ালেট ব্যাবহার করেন, তখন একেক সময় এক এক এড্রেস এ কয়েন রিসিভ করে থাকেন। ধরেন আপনার একটা এড্রেস এ ০.০০১ বিটকয়েন আছে। এখন আপনি চাচ্ছেন এখান থেকে কাউকে ০.০০০৫ বিটকয়েন সেন্ড করতে। আপনি যদি প্রিফারেন্স থেকে Use Change Address ইউজ করেন, তখন আপনি কোনো ওয়ালেট এ ০.০০০৫ বিটকয়েন সেন্ড করলে বাকি ০.০০০৫ বিটকয়েন আপনার একটা চেন্জ ওয়ালেট এ চলে যাবে।



এখন ধরেন আপনার ১০ টা এড্রেস এ আপনি ০.০০১ বিটকয়েন করে রিসিভ করেছেন। প্রতিটা এড্রেস এ ০.০০১ বিটকয়েন করে আছে আর আপনার মোট ব্যালেন্স আছে ০.০১ বিটকয়েন। যখন আপনি একটা ০.০০৮ বা ০.০১ বিটকয়েন সেন্ড করতে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনার ৮ টি বা সব গুলো আউটপুট ব্যাবহার হয়ে যাবে। সব গুলো এড্রেস এর ব্যালেন্স আপনার একটা এড্রেস এ নিয়ে আসাকে এড্রেস কন্সলিডেট বলে। তো এজন্য আপনি আপনার ওয়ালেট এর অন্য একটি এড্রেস নিয়ে আপনার ওয়ালেট এর ফুল ব্যালেন্স সেন্ড করে দিবেন। এত করে আপনার সব গুলো এড্রেস এর ব্যালেন্স একটা এড্রেস এ চলে যাবে। হয়ে গেলো এড্রেস কন্সলিডেট।

এখন আমিও যদি ভূল করে থাকি, ধরিয়ে দিবেন প্লিজ।
sr. member
Activity: 1008
Merit: 366
May 24, 2023, 07:39:43 AM
কিভাবে ইলেক্ট্রাম ওয়ালেট এর এড্রেস কন্সলিডেট করবেন?

(How to consolidate electrum wallet addresses!)

এই বিষয় নিয়ে কিছু ঘাটাঘাটি করতে যেয়ে যা কিছু জানলাম তা আজ আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আশা করি কারও উপকার এ আসবে!

প্রথমত আমরা ইলেক্ট্রাম ওয়ালেট ব্যবহার এর ক্ষেত্রে দেখি যে অনেক গুলো এড্রেস শো করে। এর মধ্যে থেকে কোনটি আপনি ব্যবহার করবেন তা নিয়ে হয়ত কনফিউজ হয়ে যান। আসলে প্রতিটি এড্রেস ই আপনার একটি ওয়ালেট এর ই। আপনি হয়ত দেখেছেন যে কিছু এড্রেস এর পাশে রিসিভিং এবং কিছু এড্রেস এর পাশে চেঞ্জ লেখা থাকে। এগুলো আসলে কি?
রিসিভিং এড্রেস এর মাধ্যমে আপনি যে কারো থেকে বিটকয়েন নিতে পারবেন। অর্থাৎ আপনি রিসিভিং এর সব এড্রেস এর মাধ্যমে অন্য ওয়ালেট থেকে নিজের ওয়ালেট এ বিটকয়েন ট্রান্সফার করতে পারবেন। তবে আলাদা আলাদা এড্রেস এ আলাদা আলাদা ভাবে প্রেরন কৃত ব্যালেন্স থাকবে। আর চেঞ্জ ওয়ালেট এড্রেস গুলো ব্যাবহৃত হয় আপনি যখন অন্য কোনো এক্সটারনাল ওয়ালেট এ বিটকয়েন পাঠাবেন তখন। এগুলো একবার ব্যবহার করার পর পরিবর্তন হয়ে যায়।

এখন আসি কন্সলিডেট কেন করবেন। বা কিভাবে করতে হয়। তার আগে একটি বিষয় নিয়ে আরও কথা বলতে চাই। তা হলো আপনার ওয়ালেট এর মাল্টি এড্রেস কিভাবে ইউজ হয়।
মনেকরি আপনার ১ নাম্বার ওয়ালেট এড্রেস এ ।০.৫ বিটিসি আছে এবং ২ নাম্বার ওয়ালেট এড্রেস এ ০.৫ বিটিসি আছে। এখন আপনি A ওয়ালেট এ ০.৭ বিটিসি পাঠাবেন। এক্ষেত্রে আপনার ১ এবং ২ নাম্বার ওয়ালেট এর সম্পূর্ণ ব্যালেন্স অর্থাৎ দুটো মিলে ১ বিটিসি এর থেকে ০.৭ বিটিসি কেটে নেওয়া হবে। এটি অটোমেটিক ভাবে ইলেক্ট্রাম ওয়ালেট করে নেয় আপনার কিছু করতে হয় না।

এই বিষয়টি Little Mouse ভাই আগেই পোস্ট করেছেন যে কিভাবে ১ সাতোসি/বাইট ফি তে আপনি আপনার আলাদা আলাদা (Edit: ওয়ালেট) ওয়ালেট এড্রেস এর সব বিটকয়েন একটি ওয়ালেট এড্রেস এ নিতে পারবেন এবং একটি ইনপুট বানিয়ে পরে লো ফী তে ট্রান্সফার করতে পারবেন। ভাই নিজেই কন্সলিডেট বিষয়ে আগে বলেছেন তবে আমি মাথা মোটা বলে বুঝতে পারি নাই। তাই নিজে একটু ঘাটাঘাটি করে ভালো করে বোঝার চেস্টা করলাম। তো কিভাবে করবেন তার পুরো প্রোসেস আমি স্ক্রিনসট দিয়ে বুঝিয়ে দিচ্ছি।







ইমেজ ফুল রেজুলেশন এ দেখতে এই লিঙ্ক এ যেতে পারেনঃ Postimage
এখানে গ্যালারিতে নাম্বার অনুযায়ী আপলোড করা আছে। ছবিতে সবকিছু টাইপ করে লিখে দেওয়া আছে আশা করি কারও বুঝতে সমস্যা হবে না। যদি হয় তাহলে অবশ্যই জানাবেন।

আর ভূল ত্রুটি হয়ে থাকলে ধরিয়ে দিবেন এবং সঠিক তথ্যটি শেয়ার করবেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে যেনো আরও পোস্ট নিয়ে আসতে পারি।

ইনফরমেশন গুলো নেওয়া হয়েছে এই সোর্স থেকেঃ Source
Jump to: