বাজারে একাধিক ডিসেন্ট্রালাইজড ওয়ালেট বিদ্যমান।তার মধ্যে কিছু জনপ্রিয় ওয়ালেটের নাম নিচে দেওয়া হলোঃ
প্রথমত আপনার সরবরাহকৃত ওয়ালেট লিস্টের বাহিরেও বর্তমানে মার্কেটে অনেক ভালো ওয়ালেট রয়েছে এবং সেগুলো মেটামাস্ক কিংবা পুরাতন ওয়ালেট থেকেও অনেক ভালো। এটি বলার কারণ হলো MEV Bot এটাক। যারা জানেন নাহ, তাদের জন্য সহজে MEV BOT কি সেটি বলে নেই এবং মেটামাস্কের চেয়ে ভালো ওয়ালেটটির নাম বলবো।
MEV BOT কি?-> MEV এর পূর্ণরূপ হলো Maximal Extractable Value কিংবা Miner Extractable Value এবং এটির ব্যবহারের/কাজের বিভিন্ন প্রকার/ধরণ রয়েছে। যার মধ্যে একটি হলো Sandwich Attack, যেটিতে MEV BOT কোনো টোকেনের আপনার ক্রয়ের আগেই ক্রয় করে মূল্য বৃদ্ধি করায় এবং আপনি ক্রয়ের সাথে সাথে বিক্রয় করে দিয়ে লাভ করে থাকে। এমন ধরনের অনেক ঘটনা নিত্যদিন ঘটতেছে, বিশেষ করে নতুন টোকেনগুলোর ক্ষেত্রে কিংবা যখন কোনো টোকেনের হাইপ তৈরি হয়। MEV BOT এর আরো বিস্তারিত আলোচনা রয়েছে, তবে এইটুকুই যথেষ্ট আজকের বিষয়রে জন্য।
যখন MEV BOT এর প্রসঙ্গ চলেই এসেছে, তখন আপনাদেরকে বলবো যে, যারা মেটামাস্ক ব্যবহার করতেছেন তারা flashbot এর RPC ব্যবহার করুন। এটি আপনাকে কিছুটা সুরক্ষিত রাখবে।
মেটামাস্ক ব্যবহার করলে কিন্তু আপনি জানতে পারেন নাহ যে, ট্রান্সজেকশনটি কি করতে যাচ্ছে কিংবা আপনার slippage এর কারণে কত টোকেন পেতে যাচ্ছেন। এখন আসি, মেটামাস্কের চেয়ে ভালো একটি ওয়ালেটের কথা নিয়ে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে
Rabby Wallet এবং এর প্রধান কারণ হলো আপনার ট্রান্সজেকশনটি কি করতে যাচ্ছে সেটি Rabby Wallet আপনাকে দেখাবে। যেমন: আপনি টোকেন সোয়াপ করবেন এবং বেশি slippage এর জন্য আপনি জানতেই পারবেন নাহ যে, আপনি কত টোকেন পেতে যাচ্ছেন। কিন্তু Rabby Wallet আপনাকে ট্রান্সজেকশন কনফার্ম করার আগেই দেখাবে যে, আপনি কত টোকেন পেতে যাচ্ছেন কিংবা কত টোকেন আপনার ওয়ালেট থেকে যাবে। এটি যদিও সরাসরি আপনাকে MEV BOT এর এটাক থেকে রক্ষা করবে নাহ, কিংবা আপনাকে ধারণা দেবে যে, ট্রান্সজেকশনটি MEV BOT এর Sandwich Attack এর সম্মুখীন হতে যাচ্ছে নাকি।
মেটামাস্ক(MetaMask): হল একটি ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, যা Ethereum ব্লকচেইনের একটি ওয়ালেট।
শুধুমাত্র ইথিরিয়াম ব্লকচেইনের জন্য নাহ,
বরং EVM Chain এর জন্যও। যারা EVM Chain কি জানেন নাহ। তাদের জন্য বলবো যে, আমার লেখা এই ব্লগটি পড়তে পারেন:
https://mirror.xyz/bitbytecrypto.eth/CFYBbghwQ7gl4rBjyoTWFxSbHKtlQ9O0xTwADk9Mj5Mসহজে বললে, EVM Chain এর পূর্ণরূপ হলো Ethereum Virtual Machine এবং এটি ব্যবহার করে যে কেউ চাইলে নতুন consensus ব্যবহার করে একটি নতুন ব্লকচেইন তৈরি করতে পারবে এবং সেটির ব্লক কনফার্মের নিজস্ব একটি পদ্ধতি থাকবে। আমরা যে BSC, Polygon, Arbitrum চেইনগুলো ব্যবহার করি, সেগুলো মূলত EVM Chain.