Author

Topic: বাংলা (Bengali) - page 223. (Read 5726946 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 29, 2023, 06:06:23 PM

আপনি এখনো নিউবি। তাই আপনার ইমেজটা শো করছেনা, এজন্য আমি আপনার ইমেজটা কোট করলাম। অভিনন্দন Crypto Library ভাই বাংলা থ্রেডে একটিভ থেকে একজন বাংলাদেশী হিসেবে হিরো মেম্বার র‍্যাঙ্ক অর্জন করার জন্য।

iwantmyhomepaidwithbtc2 একটি ফ্রি বিটকয়েন রেফেল নিয়ে এসেছেন নিয়মগুলো পড়ে আপনি ও এই ফ্রি রেফেলে অংশগ্রহণ করতে পারেন। লিংকঃ https://bitcointalksearch.org/topic/fun-fair-and-transparent-btc-giveaway-round-4-5454444
Here we go for another Fun, fair and transparent BTC giveaway !  Cool Cool Cool

To avoid abuses, here are some basic rules:

-I will use bitmover's tool for the draw like we did for the other rounds
-No account registered after the 1st of May 2023 will be added to the list
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 29, 2023, 01:31:02 PM
@Crypto Library অভিনন্দন এবং অন্যান্য যারা পদোন্নতি পেয়েছেন।  Cheesy

সকলে মেনশন মারেন আর আমি ফোরামে ঢু মাইরা যাই। যদিও সময় হয় নাহ তেমন। যাইহোক সবাই চালিয়ে যান, এবার বাংলাদেশের নিজস্ব বোর্ড তাহলে পাইতেছেন সবাই। অগ্রিম শুভেচ্ছা সবাইকে।  Cheesy

গুরুত্বপূর্ণ কিছু পোষ্টের লিংক দিলাম, যাদের সময় আছে তারা পইড়া নিয়েন।  Wink
https://twitter.com/officialbitbyte/status/1662452940114923521
https://twitter.com/officialbitbyte/status/1659224141939998722
https://twitter.com/officialbitbyte/status/1656037561280888834
https://twitter.com/officialbitbyte/status/1655216901134651400


মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  Grin। ততোদিন দোয়া রাইখেন।
member
Activity: 184
Merit: 65
May 29, 2023, 01:19:58 PM
jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 12:48:51 PM





একটু লেটে করে ফেললাম আবার
বিটকয়েন পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে। আপনি যেহেতু ইতোমধ্যেই পার্টিসিপেন্ট করেছেন তাই আমি মনে করি আপনার পার্টিসিপেন্ট করা দেরি হয়ে যায়নি।

🍕🎉 শুভ বিটকয়েন পিজা দিবস! 🎉🍕 এই দিনে, ২২ মে, আমরা ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করি যখন প্রথমবারের মত বিশ্বব্যাপী বিটকয়েন লেনদেনটি 2010 সালে দুটি পিজা ক্রয়ের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি মাইলফলক ছিল যা একটি বিপ্লবী ডিজিটাল মুদ্রা এবং একটি বিশ্বব্যাপী ঘটনা শুরু করে। আসুন আমরা এই ইভেন্টটির তাত্পর্যের প্রশংসা করার জন্য একটি মুহূর্ত নিই এবং তখন থেকে আমরা কতদূর এসেছি। কি মাত্র কয়েকটি বিটকিনের মূল্যের সময় এখন ক্রিপ্টোকরেন্সের ইতিহাসে একটি বিশেষ স্থান ধারণ করে। আপনার প্রিয় বিটকয়েন বা ক্রিপ্টো গল্পটি নীচের মন্তব্যগুলিতে ভাগ করুন এবং একটি বন্ধুকে ট্যাগ করুন যা bitcoin.💫 এর জাদু সম্পর্কে জানতে হবে

 "ধন্যবাদ"


প্রথমত আপনি বিটকয়েন পিজ্জা কনটেস্ট এ পার্টিসিপেন্ড করেছেন খুবই ভালো কথা কিন্তু আপনি যে তিনটা ছবি শেয়ার করেছেন সেখানে প্রথমটা এবং তৃতীয় টার কি কাজ। প্রথম ছবি এবং তৃতীয় ছবি আপনি গুগল থেকে ডাউনলোড করে শেয়ার করেছেন। আপনার বিটকয়েন
পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার জন্য প্রথম এবং তৃতীয় ছবির কোন প্রয়োজনীয়তা নাই। এ ধরনের কনটেস্টে সাধারণত আমরা নিজে হাতে কিছু তৈরি করি এবং সেগুলোই সাবমিট করি কিন্তু এখানে ডাউনলোড করা কোন ছবির প্রয়োজন নেই। আপনি যদি কনটেস্টে দুইটা ছবি আপলোড করে থাকেন তাহলে রিমুভ করে দিন। আপনি হয়তো দুই নাম্বার ছবি দিয়ে পিজ্জা বোঝাতে চেয়েছেন। কিন্তু মোটেও এটা পিজ্জা মত লাগছে না। যেহেতু এখনো সময় আছে তাই আপনি নতুন করে পিজ্জা তৈরি করে কনটেস্টে পার্টিসিপেন্ট করুন। চেষ্টা করবেন সুন্দর একটি পিজ্জা তৈরি করার।

আপনার পিজ্জা দেখে মনে হচ্ছে একটা ব্রেড কিনে তার ওপর সস মাখিয়ে কিছু পরিমাণ তিল ছিটিয়ে উপরে একটা পেঁয়াজ কেটে দিয়েছেন।



ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য" আমার ভুলটি খুব দ্রুত ধরে দেওয়ার জন্য। আমি বুঝতে পারি নাই এখানে google থেকে ছবি ডাউনলোড দিয়ে  দেওয়া যাবে না। তাই আমি সেই ছবিগুলো এডিট করে নিজ হাতে তোলা  পারিবারিক  তৈরি করা পিজ্জা ছবিগুলো
এখানে দিয়ে  দিলাম।  আশা করছি ভালো লাগবে ছবিগুলো

আমি ছোট ইউজার আমার এখান থেকে অনেক কিছু শেখা বাকি  আশা করছি আমাকে শিখিয়ে দিবেন

 "ধন্যবাদ "

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 29, 2023, 12:41:35 PM
যারা যারা  আমাকে  অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এন্ড @Learn Bitcoin  ব্রাদার  থ্যাংকস ফর দ্য মেনশন অন  দ্যাট টপিক। Wink

ধন্যবাদ ভাই। আপনাকে অনেক অনেক অভিনন্দন!
২৪ ঘন্টার কম সময়ে আপনি ৪৩ টি মেরিট আর্ন করেছেন। আমার মনে আছে আমি যখন পোস্ট করেছি গতকাল, তখন আপনার ২৯ টি মেরিট দরকার ছিলো। আর এখন আপনার মেরিট ৫১৩! হোয়াট এ পুশ! অবশ্যই আপনার পিজ্জা টা অনেক গুলো মেরিট ডিজার্ভ করে। তবে লোকাল কমিউনিটি থেকে যারা হেল্প করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ! আমরা সবাই মিলে সবাইকে নিয়ে এগিয়ে যাবো। এটাই হবে আমাদের টারগেট। কেউ একজন এগিয়ে গেলো, আমার মেরিট তার থেকে কম, তাকে মেরিট দিলে সে এগিয়ে যাবে, এরকম ধারনা কারো থাকলে দয়া করে এটা থেকে বেরিয়ে আসুন। অন্যান্য মেরিট সোর্স রা যেমন কাউকে নেক্সট র‍্যাংক এর কাছে দেখলে মেরিট পুশ দিয়ে র‍্যাংক আপ করে দেয়, আমাদের কমিউনিটির কাউকে নেক্সট র‍্যাংক এর কাছে দেখলে সবাই এভাবেই এগিয়ে আসবেন আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ!


অনেকেই দেখছি ভুল বাল তথ্য দিয়ে পোস্ট করছেন। অনেকে আবার নেট থেকে ছবি নিয়ে পিজ্জা কন্টেস্ট এ দিচ্ছেন। অনেকে কপি পেস্ট করছেন। দয়া করে এসব বন্ধ করুন। কোয়ালিটি কন্টেন্ট বানান। মেরিট আপনার কাছে ছুটে আসবে। আমাদের কমিউনিটি অনেক বেশি হেল্পফুল!
member
Activity: 112
Merit: 34
May 29, 2023, 12:32:19 PM
@Crypto library অভিনন্দন ভাইয়া আপনাকে হিরো মেম্বারের মত পদ অর্জন করার জন্য। এটি খুব আনন্দের বিষয় বাংলা ফোরাম থেকে আপনি হিরো মেম্বার হয়েছেন।দোয়া করি ভাই আপনি যেন সামনে লিজেন্ডারি মেম্বার পদ অর্জন করতে পারেন।আমি এখানে নতুন আশা করছি আপনাদের মত বড় ভাইদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো। আপনি সবসময় একটিভ থেকে আমাদের অবশ্যই সাহায্য করবেন এই কামনা করি।আপনার জন্য দোয়া সবসময় থাকবে যেন আপনার ভবিষ্যৎ এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছেতে পারেন। শুভকামনা রইলো ভাইয়া। আবারও আপনাকে অভিনন্দন অভিনন্দন ভাইয়া।
sr. member
Activity: 490
Merit: 294
May 29, 2023, 12:14:03 PM





একটু লেটে করে ফেললাম আবার
বিটকয়েন পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে। আপনি যেহেতু ইতোমধ্যেই পার্টিসিপেন্ট করেছেন তাই আমি মনে করি আপনার পার্টিসিপেন্ট করা দেরি হয়ে যায়নি।

🍕🎉 শুভ বিটকয়েন পিজা দিবস! 🎉🍕 এই দিনে, ২২ মে, আমরা ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করি যখন প্রথমবারের মত বিশ্বব্যাপী বিটকয়েন লেনদেনটি 2010 সালে দুটি পিজা ক্রয়ের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি মাইলফলক ছিল যা একটি বিপ্লবী ডিজিটাল মুদ্রা এবং একটি বিশ্বব্যাপী ঘটনা শুরু করে। আসুন আমরা এই ইভেন্টটির তাত্পর্যের প্রশংসা করার জন্য একটি মুহূর্ত নিই এবং তখন থেকে আমরা কতদূর এসেছি। কি মাত্র কয়েকটি বিটকিনের মূল্যের সময় এখন ক্রিপ্টোকরেন্সের ইতিহাসে একটি বিশেষ স্থান ধারণ করে। আপনার প্রিয় বিটকয়েন বা ক্রিপ্টো গল্পটি নীচের মন্তব্যগুলিতে ভাগ করুন এবং একটি বন্ধুকে ট্যাগ করুন যা bitcoin.💫 এর জাদু সম্পর্কে জানতে হবে

 "ধন্যবাদ"


প্রথমত আপনি বিটকয়েন পিজ্জা কনটেস্ট এ পার্টিসিপেন্ড করেছেন খুবই ভালো কথা কিন্তু আপনি যে তিনটা ছবি শেয়ার করেছেন সেখানে প্রথমটা এবং তৃতীয় টার কি কাজ। প্রথম ছবি এবং তৃতীয় ছবি আপনি গুগল থেকে ডাউনলোড করে শেয়ার করেছেন। আপনার বিটকয়েন
পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার জন্য প্রথম এবং তৃতীয় ছবির কোন প্রয়োজনীয়তা নাই। এ ধরনের কনটেস্টে সাধারণত আমরা নিজে হাতে কিছু তৈরি করি এবং সেগুলোই সাবমিট করি কিন্তু এখানে ডাউনলোড করা কোন ছবির প্রয়োজন নেই। আপনি যদি কনটেস্টে দুইটা ছবি আপলোড করে থাকেন তাহলে রিমুভ করে দিন। আপনি হয়তো দুই নাম্বার ছবি দিয়ে পিজ্জা বোঝাতে চেয়েছেন। কিন্তু মোটেও এটা পিজ্জা মত লাগছে না। যেহেতু এখনো সময় আছে তাই আপনি নতুন করে পিজ্জা তৈরি করে কনটেস্টে পার্টিসিপেন্ট করুন। চেষ্টা করবেন সুন্দর একটি পিজ্জা তৈরি করার।

আপনার পিজ্জা দেখে মনে হচ্ছে একটা ব্রেড কিনে তার ওপর সস মাখিয়ে কিছু পরিমাণ তিল ছিটিয়ে উপরে একটা পেঁয়াজ কেটে দিয়েছেন।
jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 11:41:36 AM









একটু লেটে করে ফেললাম আবার

🍕🎉 শুভ বিটকয়েন পিজা দিবস! 🎉🍕 এই দিনে, ২২ মে, আমরা ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করি যখন প্রথমবারের মত বিশ্বব্যাপী বিটকয়েন লেনদেনটি 2010 সালে দুটি পিজা ক্রয়ের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি মাইলফলক ছিল যা একটি বিপ্লবী ডিজিটাল মুদ্রা এবং একটি বিশ্বব্যাপী ঘটনা শুরু করে। আসুন আমরা এই ইভেন্টটির তাত্পর্যের প্রশংসা করার জন্য একটি মুহূর্ত নিই এবং তখন থেকে আমরা কতদূর এসেছি। কি মাত্র কয়েকটি বিটকিনের মূল্যের সময় এখন ক্রিপ্টোকরেন্সের ইতিহাসে একটি বিশেষ স্থান ধারণ করে। আপনার প্রিয় বিটকয়েন বা ক্রিপ্টো গল্পটি নীচের মন্তব্যগুলিতে ভাগ করুন এবং একটি বন্ধুকে ট্যাগ করুন যা bitcoin.💫 এর জাদু সম্পর্কে জানতে হবে

 "ধন্যবাদ"

sr. member
Activity: 490
Merit: 294
May 29, 2023, 11:39:07 AM
@Crypto library
অভিনন্দন ভাই আপনাকে ফোরামের হিরো মেম্বারের পদমর্যাদার গুরুত্বপূর্ণ র‍্যাঙ্ক অর্জনের জন্য। আমাদের বাংলা কমিউনিটি থেকে হিরো মেম্বার এর রেংক অর্জন করা আমাদের জন্য অনেক গৌরবের একটি বিষয়। যদিও এই বিশাল জার্নি আপনার জন্য এত সহজ ছিল না। কিন্তু আপনি সবসময় নিরবস পরিশ্রম করেছেন এবং সব সময় চেষ্টা করে গেছেন যার ফলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। আপনার সামনে এখন লক্ষ্য লিজেন্ডারি মেম্বারের রেঙ্ক অর্জন করা। আশা করছি আপনি এই র‍্যাংক অর্জনেও সফল হবেন। আপনার ভবিষ্যৎ সুন্দর হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ‌
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 29, 2023, 10:55:29 AM
আলহামদুলিল্লাহ অবশেষে  আরেকটি প্রতীক্ষার  অবসান ঘটলো।  প্রথমেই আমার লোকাল কমিউনিটি  এর সকল মেম্বারদের  অসংখ্য ধন্যবাদ জানাই,  লোকাল কমিউনিটি থেকে এত স্ট্রং সাপোর্ট পেয়েছি যে সেটা আমার চিন্তার বাইরে ছিল। আমি মনে করি এর ধারাবাহিকতা  সকলের  ক্ষেত্রেই বজায় থাকতে হবে ,  আমাদের এই ইউনিটি গুলোই  আমাদের লোকাল কমিউনিটি  কে আরো স্ট্রং করবে  আরো নতুন নতুন  ভালো মেম্বারদের মুখ আমরা দেখব।  
আমার মনে পড়ে যাচ্ছে সেই Newbie  অ্যাকাউন্ট নিয়ে ফোরামে ঢুকলাম  বাংলাদেশ থ্রেডে  আসলাম  প্রথমে তো  পোস্ট দিতেই পারতাম না কিভাবে পোস্ট দিতে  হয়।  তারপর একটু একটু করে শিখা Little Mouse  ভাই , naim027  ভাই,  Review Master ভাই  এনাদের পোস্টকে ফলো করা এনাদের কাছ থেকে  হেল্প নেওয়া  এবং আর এনাদেরই  ওই এক দুইটা মেরিট আমাকে  সামনে অগ্রসর হওয়ার জন্য  অ্যাপ্লিশিয়েশন করেছে।  তখন ভাবিনি আসলে এ পর্যন্ত আসতে পারবো  এটা আমার চিন্তার বাইরে ছিল।  কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা বুঝলাম  সময় দিলে বা একটা জিনিসের লেগে থাকলে  অবশ্যই একটা ভালো  আউটকাম আসবে।  আমার এই কথাগুলো  বলার মানে হল গিয়ে,  যারা নিউবি আমাদের থ্রেডে  ভিজিট করতে আসে তাদেরকে সাহায্য করা,  ভুলগুলো সুন্দর করে ধরিয়ে দেওয়া  আর একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া ,  তাহলে হয়ত নিউবি  এরকম আরো অনেক হিরো মেম্বার পাওয়া যাবে।
প্রায় দেড় বছর লাগলো অবশ্য মাঝখানো অনেক ফাঁকি ঝুঁকি দেওয়া হয়েছে।  আর এতদিনে আমি যা শিখলাম তা হলো গিয়ে এক্সপ্লোর করার থেকে বেটার কোন কিছু নেই,  যতই  এক্সপ্লোর করবেন  তত আপনার জন্য বেটার অপরচুনিটি এর রাস্তা খুলে যাবে ।
যদিও আমি এখন হিরো মেম্বার হয়েছি এখনো আমার অনেক কিছু জানার রয়েছে আমার মনে হয় না আমি ১০০% এর মধ্যে ১ পার্সেন্টো শিখতে পেরেছি । আবারও সেই একই কথা  এখনো অনেক পথ চলার রয়েছে  আর এই পথে আপনাদের সাপোর্ট আবারও কাম্য থাকবে।

যারা যারা  আমাকে  অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এন্ড @Learn Bitcoin  ব্রাদার  থ্যাংকস ফর দ্য মেনশন অন  দ্যাট টপিক। Wink

আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
ব্রাদার  জুনিয়র মেম্বার না তাই আপনি ছবি এড করতে পারবেন না আপনার পোস্টে। আর হ্যাঁ ভাই মেরিট পাওয়ার জন্য পোস্টে ছবি ম্যান্ডেটরি  না,  ফোরাম এক্সপ্লোর করে নতুন কিছু জানুন এবং শিখুন আর যা কিছু আপনার ভেতরে রয়েছে তা শেয়ার করুন অবশ্যই এটি ভালো কোন কিছু যা অন্য একজন ইউজারের জন্য হেল্পফুল হবে।
তাছাড়া আপনার যদি একান্তই ছবি এড করার প্রয়োজন হয় তাহলে আপনি কপার মেম্বারশিপ কিনে নিতে পারেন।


sr. member
Activity: 616
Merit: 322
May 29, 2023, 10:31:15 AM
এক্ষেত্রে আপনি Little Mouse এর talkimg.com সাইটটি ব্যবহার করতে পারেন।
ভাই এইরকম ভুলভাল তথ্য না শেয়ার করলেও পারেন। এইটা আমার সাইট না। joker_jossue এর সাইট এইটা।
ওহ দুঃখিত ভাই তারাতারি লিখতে যেয়ে ভূল করে ফেলছি। আমি পোস্ট ইডিট করে ঠিক করে দিয়েছি। দয়ে করে কিছু মনে করবেন না। ধন্যবাদ আপনার তাৎক্ষণিক রিপ্লাই দিয়ে ভূল ধরিয়ে দেয়ার জন্য।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 29, 2023, 09:50:40 AM
এক্ষেত্রে আপনি Little Mouse এর talkimg.com সাইটটি ব্যবহার করতে পারেন।
ভাই এইরকম ভুলভাল তথ্য না শেয়ার করলেও পারেন। এইটা আমার সাইট না। joker_jossue এর সাইট এইটা।
sr. member
Activity: 616
Merit: 322
May 29, 2023, 09:47:32 AM
আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
আপনি আপনার সব পোস্টের সাথে ছবি পোস্ট করতে না পারার একটি কারণে হতে পারে তাহলো মনে হচ্ছে আপনি Image পোস্ট করার জন্য imgur.com সাইটটি বেছে নিয়েছেন যা পূর্বে বহুলভাবে এই  ফোরামের জন্য ব্যবহার করা হতো। কিন্তু এদের কিছু আপডেটের কারণে imgur  হোস্টকৃত  সকল ইমেজ ফোরামে সাপর্ট করা ছেড়ে দেয়। পরবর্তীতে এটি ঠিক করা হলেও Theymos imgur কে এই ফোরামের জন্য ব্যান করেছেন। আর এর কারনে Imgur ওয়েবসাইটের কোনো লিংক আপনি এখানে পোস্ট করতে পারবেন না। পোস্ট করার সময় একটি ওয়ার্নিং দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি joker_jossue এর talkimg.com সাইটটি ব্যবহার করতে পারেন। তবে আপনার Rank মিনিমাম jr হওয়ার আগে আপনার ইমেজ এখানে শো হবে না।

Quote
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
একটি লো কোয়ালিটির পোস্টে মেরিট দিলে একে মেরিটের অপচয় হিসেবে গণ্য করা হয়। আপনার যদি একান্তই ছবি পোস্ট করা প্রয়োজন হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি copper Membership ক্রয় করতে পারেন  যার খরচ পড়বে 0.00108934 BTC যা ডলারে কনভার্ট করলে হয় বর্তমান বিটকয়েনের দাম অনুযায়ী $30.3  Copper Membership কিনলে আপনি একটি৷ মেম্বার র‍্যাংক যত ওয়ার্ডের সিগনেচার স্পেস পায় ততটুকু আপনিও পাবেন। এবংকি যেকোনো ইমেজও ডিস্প্লে হবে আপনার। আশা করি সব বুঝতে পারছেন। ধন্যবাদ
member
Activity: 182
Merit: 10
May 29, 2023, 09:34:08 AM
@Xal0lex
Moderator
@shasan
@Crypto Library

আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
 
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
 

ফোরামে মেরিট চাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এবং পোষ্টের উপর নির্ভর করে মেরিট পেতে পারেন।
আপনি যদি তথ্যবহুল এবং শিক্ষনীয় পোস্ট করেন তাহলে মেরিট পেতে পারেন।
আর আপনি যখন জুনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করতে পারেন তাহলে আপনার ছবিগুলো সবার সামনে প্রদর্শিত হবে।
staff
Activity: 2436
Merit: 2347
May 29, 2023, 09:18:52 AM
আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?

আপনার ছবিগুলি প্রদর্শিত করতে হলে, আপনাকে কমপক্ষে একজন Jr.Member সদস্য হতে হবে। এবং এই র্যাঙ্ক অর্জন করতে আপনাকে কমপক্ষে ১টি মেরিট পাওয়া উচিত।

পি.এস. এবং হ্যাঁ, merits প্রার্থনা করা বন্ধ করুন। ফোরামে এটি নিষিদ্ধ। আপনি আবার আপনার পোস্টগুলিতে merits জন্য প্রার্থনা করলে আমি সেগুলিকে মুছে দেবো।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 29, 2023, 08:43:07 AM
কাট~
ধুর ভাই আপনে বুঝেন না নাকি, আপনাকে Popkon6 ভাই অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আমি আপনাকে কিছু কথা বলেছিলাম। তবু আপনি আবার বলছেন আপনার মেরিট নেই মেরিট চেয়ে বসছেন। আপনাকে বলি আবারো, মেরিট চাওয়ার দরকার নেই। আপনার যদি ভালো মানসম্মত পোস্ট হয় তাহলে আপনাকে সিনিয়র ভাইয়েরা আপনা আপনি মেরিট সেন্ড করে দেবে। আর আপনি কি এমন পোস্ট করেছেন যে আপনার ওই পোস্টটি মেরিট দিব। তাই ভাই আপনি বেশি উত্তেজিত হবেন না। মেরিট পাওয়ার জন্য উত্তেজিত হলে মেরিট কোনদিনও পাবেন না। তাই ভাই ফরমে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। দেখবেন একদিন আপনি সাকসেস হয়ে যাবেন।
আশা করি এ ধরনের আর মেরিট চাওয়ার পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন।

Quote
আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
আপনি Newbie দেখে আপনার পিক দেখা যায় না। পিক শো করানোর জন্য মিনিমাম jr member লাগে।
jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 08:08:22 AM
@Xal0lex
Moderator
@shasan
@Crypto Library

আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
 
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
 
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
May 29, 2023, 07:28:01 AM


অভিনন্দন

@Crypto Library ভাই আপনাকে অসংখ্য অভিনন্দিত।। আপনার এই উন্নতি তে আমরা অনেক আনন্দিত ।। আপনি আমাদের লোকাল বোর্ড এর সীর্ষ রানক ধরি ব্যাক্তিদের মধ্যে গন্নিত হয়েছেন ।। আপনার এই পদ উন্নতির জন্য আমরা সকলে অনেক অনেক অনেক আনন্দিত আসা করি আপনি ভবিষ্যতে আরো উন্নতি করবেন এবং আমাদের লোকাল বোর্ডকে একটি শীর্ষ স্থানে নিয়ে যেতে সাহায্য করবেন ।। আবার আপনাকে অসংখ্য অভিনন্দন ।।
staff
Activity: 2436
Merit: 2347
May 29, 2023, 06:54:11 AM
Xal0lex
Moderator
 আমি যখন কোনো পোস্ট এর  "Quote" বাটনটি ক্লিক করছি তখনই আমার ডেক্সটপ স্ক্রিনে এই লেখা টি দেখাচ্ছে।

[An Error Has Occurred!
The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you]

এই লিংকে আপনার প্রোফাইলে যান https://bitcointalk.org/index.php?action=profile।

এই লিংকটি ফলো করুন।



দেখুন এই আইটেমটি হাইলাইট করা আছে কি না? যদি হাইলাইট করা থাকে, তবে এটি অচল করুন।



এবং পৃষ্ঠার নীচে "Change profile" ক্লিক করুন।
full member
Activity: 490
Merit: 119
May 29, 2023, 05:28:09 AM


@Crypto Library ভাই,
সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। আসলে ওই দিনটার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিটকয়েনটক বাংলাদেশ থ্রিডে নতুন একজন হিরো মেম্বার পাওয়াতে আমরা সবাই আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রিডটাকে ভুলে যাবেন না এবং সব সময় মাথার উপর বটগাছ হিসেবে আপনাকে আমরা পাশে চাই। যাইহোক, @Crypto Library ভাই, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং পরের সপ্তাহে আমাদের সবার প্রিয় @LDL ভাই, সিনিয়র মেম্বারে পদোন্নতি লাভ করবে।

সবার অংশগ্রহণে বিটকয়েনটক লোকাল থ্রিডটা যত দ্রুত সম্ভব একটা বোর্ডে পরিণত হোক এই কামনা করি। বিটকয়েনটক বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত হোক, জয় হোক বাংলার মানুষের জয় হোক বিটকয়েনটক বাংলাদেশ বোর্ডের।

Admins need to fix the forum captcha because DdmrDdmr and LoyceV are somehow bypassing it.  Cheesy



Source

@fillippone ভাই-এর,
Original post link

বিটকয়েনটক ফোরাম লগইন করতে প্রতিনিয়ত আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে ক্যাপচা। এই ক্যাপচা সমস্যা সমাধান নিয়ে রেপুটেশন বোর্ডে একটা পোস্ট পেলাম। @Veleor ভাইয়ের, পোস্টটা দেখে ভালো লাগলো তাই বাংলাদেশ লোকাল থ্রেডে শেয়ার করলাম। আশা করি বিটকয়েনটক ফোরামের এডমিন বা বিজ্ঞ মডারেটর এই বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। বিটকয়েনটক ফোরাম কিভাবে আরও বেশি ব্যবহার উপযোগী করে তোলা যায় তার জন্য অনুরোধ রইল বিজ্ঞ মডারেটরদের কাছে।
এই বিষয়ে @Little Mouse ভাইয়ের পরামর্শ আশা করছি।

Jump to: