Author

Topic: বাংলা (Bengali) - page 221. (Read 5727515 times)

staff
Activity: 2436
Merit: 2347
May 31, 2023, 01:32:39 PM
-snip-
একটু লেটে করে ফেললাম আবার

🍕🎉 শুভ বিটকয়েন পিজা দিবস! 🎉🍕 এই দিনে, ২২ মে, আমরা ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করি যখন প্রথমবারের মত বিশ্বব্যাপী বিটকয়েন লেনদেনটি 2010 সালে দুটি পিজা ক্রয়ের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি মাইলফলক ছিল যা একটি বিপ্লবী ডিজিটাল মুদ্রা এবং একটি বিশ্বব্যাপী ঘটনা শুরু করে। আসুন আমরা এই ইভেন্টটির তাত্পর্যের প্রশংসা করার জন্য একটি মুহূর্ত নিই এবং তখন থেকে আমরা কতদূর এসেছি। কি মাত্র কয়েকটি বিটকিনের মূল্যের সময় এখন ক্রিপ্টোকরেন্সের ইতিহাসে একটি বিশেষ স্থান ধারণ করে। আপনার প্রিয় বিটকয়েন বা ক্রিপ্টো গল্পটি নীচের মন্তব্যগুলিতে ভাগ করুন এবং একটি বন্ধুকে ট্যাগ করুন যা bitcoin.💫 এর জাদু সম্পর্কে জানতে হবে

 "ধন্যবাদ"

কেন আপনি অন্য কারো টেক্সট নিয়েছেন এবং উত্সের একটি লিঙ্ক প্রদান করেননি?
full member
Activity: 490
Merit: 119
May 31, 2023, 12:11:04 PM
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 31, 2023, 11:58:55 AM
Congratulations @Bd officer

আমাদের বাংলা লোকাল বোর্ডের আর একজন সদস্য যিনি কয়েকদিনের মধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে। এই মাসে তিনি বাংলা লোকাল বোর্ডে সর্বোচ্চ পোস্ট করেছেন। আমাদের বাংলা লোকাল বোর্ডে প্রতিনিয়ত একটিভ ইউজার @Bd officer তিনি মেধার দিক দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছেন। এতদিন তিনি নবাগত ছিল আর এখন তিনি জুনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করেছে। তিনি যেভাবে আমাদের বাংলা লোকাল বোর্ড থেকে এগিয়ে যাচ্ছেন অবশ্যই ভবিষ্যতে ভালো একটি অবস্থানে যেতে পারবে এই শুভকামনা আর আমার পক্ষ থেকে। জুনিয়র মেম্বার পদমর্যাদার অবস্থানে রয়েছে বর্তমানে কিন্তু তার মেধা মেম্বার এর অবস্থানে অবশ্যই আমরা তাকে সাপোর্ট করলে অতি দ্রুত ফুল মেম্বারের মেধা অর্জন করতে সক্ষম হবে।
সেই সাথে আমি @Bd officer কে আমার পক্ষ থেকে অসংখ্য ভালবাসা ও শুভেচ্ছা।

sr. member
Activity: 798
Merit: 377
May 31, 2023, 11:55:30 AM


@Congratulation Bd officer
রেঙ্ক ছোট হোক এবং বড় যার পরিবর্তন হয় সেই একমাত্র খুশির আনন্দ বুঝতে পারে। আমরাও এক সময় ছোট ছিলাম তাই সবাই অল্প অল্প করে সামনের সুদূর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। তাই নতুন একজন ইউজার আমাদের মাঝে জুনিয়র মেম্বার পদে পদোন্নতি হয়েছে কিন্তু অ্যাক্টিভিটি অভাবে মেম্বার হতে পারছে না।
আমি বিডি অফিসার কে বলতে চাই আপনি নিয়মিত একটিভ থাকলে অবশ্যই সিনিয়র ভাইদের সাপোর্ট পাবেন। আমার খেয়াল আছে আমি সহ আরো তিন থেকে চারজন লোকের দুই থেকে তিন মাসের মধ্যে ব্যাপক রেঙ্ক পরিবর্তন হয়েছে।
তাই আমি আশা রাখবো আপনিও আরো উন্নতির দিকে যেতে পারবেন আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উপরের দিকে আসতে থাকুন।
ধন্যবাদ।
jr. member
Activity: 48
Merit: 7
May 31, 2023, 11:53:50 AM
আজকে কি বলবো বলার কোনো ভাষা নেই, যদিও আমি মাত্র jr.Member পদমর্যাদা অর্জন করলাম এটাই আমার কাছে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছি। আমি এই মে মাসেই বিটকয়েনটক ফরমে আমার একাউন্ট টি খুলেছি। আমি এই মাসে আমার যতটা দিয়ে সম্বব আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের লোকাল কমিউনিটির সিনিয়র সদস্যদেরকে সবসময় অনুসরণ করে আসছি। আর আজকে একটা বিষয় খেয়াল করছি আমাদের লোকাল থ্রেডের এই মাসের পোস্ট করার দিক দিয়ে প্রথম হয়েছি। আমি কল্পনাও করতে পারিনি যেখানে আমাদের লোকাল থ্রেডে অনেক সিনিয়র সদস্য রয়েছে এর মাঝে প্রথম হয়েছি। মুলকথা হচ্ছে,লোকাল কমিউনিটি ছাড়া সহজেই বড় হওয়া যায় না।
ধন্যবাদ বাংলা লোকাল থ্রেডের সকল সদস্যদের।
অভিনন্দন  প্রিয় ভাই @Bd officer । আপনি মাত্র এক মাস হতে না হতেই জুনিয়র মেম্বার পদোন্নতি করেছেন ।আপনি খুব তাড়াতাড়ি মেম্বার হয়ে যাবেন। আমি ও খুব শীঘ্রই জুনিয়র মেম্বার পদোন্নতি করবো আপনাদের ভালোবাসায়।আপনার প্রত্যেকটি পোষ্ট খুব তথ্যবহুল যেখান থেকে অনেক কিছু শেখা যায়। আশা করি বাংলা বোর্ডের জন্য এভাবেই ভালো কিছু দিবেন সবসময়। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আরো এগিয়ে যান ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 31, 2023, 11:37:06 AM
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 31, 2023, 11:34:54 AM
আজকে কি বলবো বলার কোনো ভাষা নেই, যদিও আমি মাত্র jr.Member পদমর্যাদা অর্জন করলাম এটাই আমার কাছে মনে হচ্ছে বিশ্ব জয় করে ফেলেছি। আমি এই মে মাসেই বিটকয়েনটক ফরমে আমার একাউন্ট টি খুলেছি। আমি এই মাসে আমার যতটা দিয়ে সম্বব আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের লোকাল কমিউনিটির সিনিয়র সদস্যদেরকে সবসময় অনুসরণ করে আসছি। আর আজকে একটা বিষয় খেয়াল করছি আমাদের লোকাল থ্রেডের এই মাসের পোস্ট করার দিক দিয়ে প্রথম হয়েছি। আমি কল্পনাও করতে পারিনি যেখানে আমাদের লোকাল থ্রেডে অনেক সিনিয়র সদস্য রয়েছে এর মাঝে প্রথম হয়েছি। মুলকথা হচ্ছে,লোকাল কমিউনিটি ছাড়া সহজেই বড় হওয়া যায় না।
ধন্যবাদ বাংলা লোকাল থ্রেডের সকল সদস্যদের।
member
Activity: 112
Merit: 34
May 31, 2023, 11:34:00 AM
@Bd officer ভাইয়া আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি  নিউ বাই সদস্য থেকে জুনিয়র মেম্বারর র‍্যাঙ্ক অর্জন করে নিয়েছেন। দোয়া করছি ভাই যাতে আপনি সামনে আরও এগিয়ে যেতে পারেন।আমি নতুন সদস্য হওয়ায় আশা করছি আপনার কাছে থেকে অনেক সাহায্য পাবো। আপনাকে বাংলা লোকাল বোর্ড ফোরামের  পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া। আপনার ভবিষ্যতে চলার পথ অনেক সহজ এই দোয়া কামনা করি। আবারও অনেক অনেক অভিনন্দন ভাইয়া।
sr. member
Activity: 798
Merit: 377
May 31, 2023, 11:30:18 AM

@Congratulations LDL
আপনি একজন আমাদের বাংলা বোর্ডের নয়ন মনি। কারণ আপনার মত এতো ভালো টালেন্ট ইউজার খুবই কম রয়েছে, এখন আক্টিবিটি হওয়ার অপেক্ষা। এবং নিয়মিত একটিভ থেকে আমাদের এই বাংলা ফোরামকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা সবারই থাকবে। দোয়া করি আপনি যেন লিজেন্ডারি মেম্বারে এর মেরিট অর্জন করতে পারেন। একমাত্র এরকম পাওয়া জ্ঞানী মানুষদের পক্ষেই সম্ভব আমরা অল্প জ্ঞানী বলে আমাদের এক্টিভিটি বেশি হয়ে যায় কিন্তু মেরিট সংখ্যা পিছনে থাকে।
যাই হোক আমাদের বাংলা বোর্ডের পক্ষ থেকে আপনার জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করি।



আনন্দের সাথে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই @LDL । আপনি বাংলা বোর্ডের জন্য অনেক সময় দিয়েছেন ।আপনি আপনার নিজ যোগ্যতায় সিনিয়র মেম্বার পদোন্নতি করেছেন এটা আপনার আরো আগেই প্রাপ্য ছিল। আমি আপনাকে অনেক বেশি অনুসরণ করি। আপনার প্রত্যেকটি পোষ্ট খুব তথ্যবহুল যেখান থেকে অনেক কিছু শেখা যায়। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আরো এগিয়ে যান।

তোমার জন্য quote উপহার।
কিন্তু ভাই ইমগুর থেকে এখন আর ফোরামে ছবি ভেসে উঠবে না (দেখা যাবে না) তাই আপনি নিচে দেওয়া লিংকে ঢুকে https://www.talkimg.com/ এই জায়গা থেকে ছবি পোস্ট করেন।
যদি এখান থেকে বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন।
jr. member
Activity: 48
Merit: 7
May 31, 2023, 11:18:42 AM


আনন্দের সাথে অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই @LDL । আপনি বাংলা বোর্ডের জন্য অনেক সময় দিয়েছেন ।আপনি আপনার নিজ যোগ্যতায় সিনিয়র মেম্বার পদোন্নতি করেছেন এটা আপনার আরো আগেই প্রাপ্য ছিল। আমি আপনাকে অনেক বেশি অনুসরণ করি। আপনার প্রত্যেকটি পোষ্ট খুব তথ্যবহুল যেখান থেকে অনেক কিছু শেখা যায়। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আরো এগিয়ে যান।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 31, 2023, 11:15:14 AM
 Bd officer ।
আপনাকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোডের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। একদিনে একই সাথে দুজনকে ‍্যাঙ্ক অর্জনের জন্য শুভেচ্ছা জানানো সত্যি অনেক বেশি আনন্দের। ফোরাম ে প্রতিনিয়ত এভাবে রেঙ্ক আপ হোক এটাই চাই। আপনারা সাহায্য সহযোগিতা করলে একদিন আমরাও আপনাদের শুভেচ্ছা পোস্ট দেখতে পাব পড়তে পাব। তাই আপনাদের সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য। আপনারা বড় হয়েছেন এবং আপনারা চাইলে আমাদের মত ছোট ইউজার কেউ আপনারা উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারবেন। তাই আমরা ছোট ইউজাররা সব সময় আপনাদের সাহায্য প্রার্থী
member
Activity: 112
Merit: 34
May 31, 2023, 11:06:40 AM
@LDL ভাইয়া অভিনন্দন আপনাকে আপনি Sr. Member পদমর্যাদা অর্জন করেছেন। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ড ফোরামের একজন সিনিয়র এবং অভিজ্ঞ মেম্বার। আপনি আমাদের ছোট ইউজারদের সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন এবং আমি এখানে নতুন আশা করছি আপনার কাছে থেকে অনেক সাহায্য পাবো। দোয়া করি ভাই আপনি যেন সামনে আরও এগিয়ে যেতে পারেন।আবারো অভিনন্দন ভাইয়া আপনাকে।
sr. member
Activity: 490
Merit: 294
May 31, 2023, 11:04:36 AM
@Bd officer অভিনন্দন আপনাকে আপনি আজকে নিউ বাই সদস্য থেকে জুনিয়র মেম্বারর র‍্যাঙ্ক অর্জন করেছেন। আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে আরও একটি ধাপ অতিক্রম করলেন। প্রত্যেকটা ইউজারের স্বপ্ন থাকে পর্যায়ক্রমে ফোরামের ছোট র‍্যাঙ্ক থেকে বড় র্যাঙ্ক অর্জন করার। আপনি সে পথেই এগোচ্ছেন। এবং আরো একটি প্রতিবেদন দেখলাম যেখানে এই মাসে আপনি সর্বোচ্চ সংখ্যক পোস্ট করেছেন। ‌ আপনার এই চেষ্টা আশা করছি বিফলে যাবে না। আপনার জন্য শুভকামনা রইল।
sr. member
Activity: 1386
Merit: 451
May 31, 2023, 10:53:21 AM
°


আপনাকে সুস্বাগতম।
এভাবে আপনি আপনার উন্নয়ন চালিয়ে যান ভবিষ্যতে আপনি হিরো মেম্বার হওয়ার আগে লিজেন্ডারি মেম্বারে মেরিট পেয়ে যাবেন।
আপনার শরীর অসুস্থ এ কথা শুনে খারাপ লাগছে তবে কিছু করার নেই আল্লাহপাক অতি দ্রুত আপনাকে সুস্থ করে দিবেন। আপনি প্রতিনিয়ত সৎভাবে ফোরামের সময় দিয়ে থাকুন , ভবিষ্যতে আপনাকে আমরা আরো বড় পজিশনে দেখতে চাই।

ইডিটেড:
@Bd officer
আপনাকেও ধন্যবাদ কেননা ছোট ইউজার হলে কি হবে আপনি কিন্তু নিউ বাই থেকে সরাসরি মেম্বার পদের মেরিট অর্জন করে ফেলেছেন। তাছাড়া আপনি এই মাসে সর্বোচ্চ পোষ্ট দাতা। আপনি বাংলাদেশ লোকাল কমিউনিটি তে একটিভ থাকুন দেখবেন ভবিষ্যতে আপনার এক্টিভিটি হওয়ার আগেই ফুল মেম্বার পদমর্যাদা পেয়ে গেছেন। নিঃসন্দেহে এই সমস্ত পদমর্যাদা আমাদের বাংলা কম্যুনিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে লোকাল বোর্ড পেতে এগুলা সাহায্য করবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 31, 2023, 10:52:57 AM
হঠাৎ আজকে এশার নামাজের পর কমিউনিটিতে ঢুকে দেখি আমার সিনিয়র মেম্বার পদমর্যাদা পেয়ে গেছি।

প্রথমেই আপনাকে কংগ্রাচুলেশনস ভাই! হার্ড ওয়ার্ক সব সময় রেজাল্ট দিয়ে থাকে। আপনি আমাদের থ্রেডের সবচাইতে একটিভ দের মধ্যে একজন। আজকে যেহেতু একটিভিটি ডিস্ট্রিবিউশন ডেট ছিলো, অনেকেই আজকের একটিভিটি তে র‍্যাংক আপ করেছেন। আমাদের Bd officer আজিকের একটিভি পেয়ে Jr. Member হয়েছেন। তাকেও অভিনন্দন। Bd Officer, আপনি বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছেন, এভাবেই কাজ করতে থাকুন। আপনিও খুব দ্রুত র‍্যাংক আপ করে ফেলবেন। আর LDL ভাই, সামনের আরো অনেক পথ চলা বাকি। আপনি হিরো মেম্বার হতে হতে দেখবেন আপনার লিজেন্ডারি হওয়ার মেরিট হয়ে গেছে। একজন হিরো মেম্বার হতে হলে পুরো এক বছর সময় লাগে। যদি একটিভিটি পিরিয়ড মিস না করে থাকেন। আর লিজেন্ডারি হতে ২ বছর লাগে।

আর নিজের শরীরের যত্ন নিন। নিয়মিত ডাক্তার দেখান এবং মেডিসিন গ্রহন করুন। সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। শরীর হচ্ছে সব চেয়ে বড় সম্পদ। সুতরাং এটার প্রতি অবহেলা চলবে না।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 31, 2023, 10:35:04 AM
হঠাৎ আজকে এশার নামাজের পর কমিউনিটিতে ঢুকে দেখি আমার সিনিয়র মেম্বার পদমর্যাদা পেয়ে গেছি। শরীরটা বেশ কয়েক সপ্তাহ ধরে খুব খারাপ যাচ্ছে , আজকে হঠাৎ আমার এই পদমর্যাদা দেখে খুবই ভালো লাগছে। মেরুদন্ডের হাড়ে বেশ কয়েকদিন ধরে ব্যাথা অনুভব করছি। ফলে বাংলা কমিউনিটিতে খুব একটা বেশি একটিভ হতে পারছি না। অন্যান্য মাসে পোস্ট দিয়ে প্রথম স্থান অধিকার করি কিন্তু এবার আমার পোষ্ট সংখ্যা অনেক কমে গেছে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমার যেন শরীরটা আল্লাহ তাআলা ভালো রাখে।
আজকে আমার রেঙ্ক চেঞ্জ হওয়ার পিছনে কয়েকজন মেম্বারের অবদান অনস্বীকার্য। তাদের সহযোগিতা না পেলে আমি হয়তো আমার র‍্যাঙ্ক পরিবর্তন করতে পারতাম না। @Little Mouse, Shasan, Crypto Library, Review Master, tjtonmoy, learn bitcoin, Bitcoin People, NicNacCoin, popkon6,Mr Corol অন্যান্য প্রমুখ এই সমস্ত ভাইয়ের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এসব ভাইয়েরা যদি বাংলা কমিউনিটিতে সাহায্য সহযোগিতা না করতো তাহলে আমি এত দূর আসতে পারতাম না।
পরিশেষে একটি কথা বলে শেষ করব, সর্বদা সৎ ভাবে ফোরামে থেকে একে অন্যকে সাহায্য সহযোগিতা করলে অবশ্যই আল্লাহ তায়ালা একদিন কামিয়াবী করবেন। আল্লাহতালা কোন বান্দাকে নিরাশ করে না যে বান্দা সর্বদা সৎভাবে থেকে পরিশ্রম করে।
আপনারা সৎভাবে থেকে ফোরামে সময় দিন এবং বাংলা কমিউনিটিতে সর্বদা পরিশ্রম করে যান ফলে একদিন না একদিন আমরা সফলকাম হবই হব।
sr. member
Activity: 490
Merit: 294
May 31, 2023, 10:10:53 AM
@LDL অভিনন্দন আপনাকে আপনি এখন এই ফোরামের একজন সিনিয়র সদস্য যদিও কিছুদিনের মধ্যেই আপনি হিরো মেম্বারের সম্মাননা গ্রহণ করতে চলেছেন। আপনার প্রোফাইলে সিনিয়র মেম্বারের র‍্যাঙ্ক শো করবে দেখার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম অবশেষে আমাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে। দীর্ঘ একটা সময়ের পর অবশেষে আপনার নামের পাশে সিনিয়র মেম্বারের ট্যাগ দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয়। আমাদের বাংলা সেকশন নিয়মিতই ডেভেলপমেন্ট হচ্ছে। ‌ আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবং হিরো মেম্বার এর রেঙ্ক অর্জনে আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল।

বর্তমান যুগে অনলাইনের দুনিয়ায় নিরাপত্তা একটি বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর যখন কথা আসে  এসেট,ইনভেস্টের কথা তখন আমাদের আরও বেশি সতর্ক থাকতে হয়। ক্রিপ্টো ব্লকচেইনগুলি হ্যাক করা কঠিন কাজ হয়ে থাকলেও হ্যাকাররা নানা পথ অবলম্বন করে থাকে হ্যাক করার জন্য। তাই অনলাইনে আমাদের যে কোন কার্যকলাপের জন্য ঝুঁকির বিষয়টা সর্বদা মাথায় রাখতে হয়। বর্তমানে ক্রিপ্টোকারেন্সিগুলি সরকারি নিয়ন্ত্রণের অধীনে নেই,ক্রিপ্টো মুদ্রার লেনদেনগুলি কোন নির্দিষ্ট আইনের সুরক্ষিত সাথে জড়িত নেই। তাহলে কীভাবে ক্রিপ্টো মুদ্রাগুলো সুরক্ষিত রাখবেন?
আপনি ভালো একটি পয়েন্ট সকলের সামনে তুলে ধরেছেন যেহেতু ক্রিপ্ত কারেন্সি নিয়ে সরকারের কোন হস্তক্ষেপ নেই তাই যদি আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তা আমাদের অর্থগুলো চুরি হয় তাহলে সে ক্ষেত্রে আমরা থানায় এ বিষয়ে কোনো মামলা করতে পারবো না কারণ আমাদের দেশে এই রিলেটেড সমস্ত কিছু অবৈধ। তাই আমরা যারা ক্রিপ্ত কারেন্সি সাথে জড়িত আছি তাদের সকলের অনেক সচেতন থাকা উচিত বিশেষ করে আমরা যে একাউন্টে আমাদের অর্থগুলো রাখব সেই অ্যাকাউন্ট যাতে হাই সিকিউরিটি সম্পন্ন হয় তা আমাদের নিশ্চিত করতে হবে। প্রথমত নিজের গোপন কোন তথ্য কারো কাছে শেয়ার করা যাবে না সে আপনার যতই কাছের হোক না কেন। সব সময় নিজের তথ্যগুলো গোপন রাখার চেষ্টা করবেন। ডিজিটাল মুদ্রা গুলো রাখার জন্য হার্ডওয়ার ওয়ালেট অনেক নিরাপদ কিন্তু আমাদের দেশে যেহেতু হার্ডওয়ার ওয়ালেট ব্যবহারের নিয়ম নেই সেক্ষেত্রে আপনি উচ্চ সিকিউরিটি সম্পন্ন কিছু মোবাইল ওয়ালেট ব্যবহার করতে পারেন যেগুলো সিকিউরিটির দিক বিবেচনা করে অনেকটাই শক্তিশালী। ইলেকট্র্রাম ওয়ালেট এবং মাইসেলিয়াম ওয়ালেট আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আমি মনে করি।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 31, 2023, 09:54:06 AM

""অভিনন্দন""
অভিনন্দন @LDL ভাই আপনি Sr. Member পদমর্যাদা অর্জন করে ফেলেছেন। আপনি আমাদের বাংলা লোকাল বোর্ডের একজন জ্ঞানী মেম্বার। আপনি প্রতিনিয়ত আমাদের ছোট ইউজারদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন। আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন আরো সামনে আঘাতে পারেন।

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
May 31, 2023, 09:52:47 AM
Congratulations LDL

অসংখ্য অভিনন্দন জানাই @LDL আপনাকে প্রচুর পরিমাণে সময় ব্যয় করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রমের পর আপনি সিনিয়র মেম্বার রেংক পদমর্যাদা অর্জন করেছেন এটা আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য অনেক আনন্দের। আপনার মত একজন ইন্টেলিজেন্ট ব্যাক্তি আমাদের বাংলা লোকাল বোর্ডে থাকা মানে আমরা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার আশা রাখতে পারি ১০০%। আপনি এখন সিনিয়র মেম্বার রেংক অর্জন করেছেন কিন্তু আপনার মেধা হিরো মেম্বার এর কাছাকাছি অতি শীঘ্রই আপনি হিরো মেম্বরের মেধা অর্জন করবেন।
আমাদের বাংলা লোকাল বোর্ড থেকে আরো একজন সদস্যের র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে এটা আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় বিষয় সেইসাথে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং শুভকামনা।

full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 31, 2023, 09:41:29 AM
Congratulations @LDL ভাই আপনি অতি দ্রুত নিজেকে সিনিয়র মেম্বার হিসেবে প্রতিষ্ঠিত করলেন। আপনি অতি অল্প সময়ে এত তাড়াতাড়ি সিনিয়ার মেম্বার পদমর্যাদা পেলেন তা সত্যিই অবাক করার বিষয়। শুধু সিনিয়ার মেম্বার না আপনি অতি অল্প সময়ের মধ্যেই সিনিয়র মেম্বার হতে না হতে হিরো মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলেছেন। আমি আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করছি। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
Jump to: