ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করি। অনেকেই হয়তো খেয়াল করেছেন মোডারেটর Xal0lex আমাদের বাংলাদেশ থ্রেড এ পোস্ট করছেন। ওনাকে সম্প্রতি আদার ল্যাংগুয়েজ এ যতো গুলা লোকাল থ্রেড আছে, সব গুলার দ্বায়িত্য দেয়া হয়েছে। এখন থেকে উনি নিয়মিত আমাদের থ্রেড চেক করবেন। সুতরাং যারা কপি পেস্ট করেন, রুলস ভায়োলেট করে পোস্ট করেন, তারা সাবধান। এবার হয়তো আপনাদের সাবধান করার সুযোগ আর পাওয়া যাবে না। তার আগেই ব্যান খেয়ে যাবেন।
@cyrus
@Xal0lex
এই দুইজন ভদ্রলোক আদার্স ল্যাঙ্গুয়েজ লোকাল থ্রেডের মোডারেটর হিসেবে নিয়োজিত আছেন। বিশেষ করে @Xal0lex মোডারেটর স্যার প্রতিনিয়ত আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে পোস্টগুলো চেক করছে। বিশেষ করে কেউ যদি সোর্স লিংক ছাড়া পোস্ট কপি করে অথবা ট্রান্সলেশন করে পোস্ট করে তাদেরকে তিনি সাবধান দিয়ে দিচ্ছেন। যথারীতি তিনি আমাদের লোকালে আমাদের মত একটিভ থাকছেন। তাই আমরা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে একজন গার্ডিয়ান পেলাম। আশা করছি অতি শীঘ্রই আমরা @Xal0lex এর তত্ত্বাবধানে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল পাব বলে আশা রাখছি।
Xal0lex কিন্তু আগে থেকেই আমাদের থ্রেড দেখাশোনা করছে না। cyrus আগে থেকেই আদার ল্যাংগুয়েজ এর থ্রেড গুলোর দ্বায়িত্বে ছিলো। কিন্তু cyrus ফোরামে এতা বেশি একটিভ না। যে কারনে এই মাসের ৯ তারিখে Xal0lex কে লোকাল বোর্ড এর আদার ল্যাংগুয়েজ এর থ্রেড গুলোর জন্য এপয়েন্ট করা হয়েছে। একই সাথে বিয়েতনামের লোকাল আনলক করা হয়েছে। যেটা Xal0lex নিজেই পোষ্ট করে কনফার্ম করেছেন।
It's time to edit the table a little. The Vietnamese local board is no longer blocked and a new moderator, Xal0lex, has been added to the "Other languages" section.
৫০% ট্যাক্স কি আপনার কাছে সঠিক মনে হচ্ছে? আমার তো মনে হয় ২০% ট্যাক্স ই বেশি হয়ে যায়। তবে এটা বাংলাদেশ। এখানে ৫০% ট্যাক্স আরোপ করলেও আপনার কিছুই করার থাকবে না। আর বিটকয়েন বৈধতা দিলে বাংলাদেশ সরকার অনেক রেভিনিউ পেতো যেটা এখন সরকার মিস করছে। ভেবে দেখেন আপনি বিটকয়েন থেকে ১০০০ টাকা লাভ করলেন আর সরকার ট্যাক্স হিসাবে ৫০০ টাকা পাচ্ছে। ভাবা যায় সরকার কতো টাকা রেভিনিউ পেতো? তবে ৫০% ট্যাক্স কোনোভাবেই কাম্য নয়। এর চাইতে অবৈধ থাকুক, সেটাই ভালো। নিজের সিকিউরিটি নিজের কাছে। আপনি সব যায়গা থেকে এননিমাস থাকেন তাহলেই হলো।
৫০ পার্সেন্ট ট্যাক্স বসালে বিষয়টা অনেকটা এমন হবে যে বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি ইল্লিগাল থেকে লিগাল করেছে যেন সাধারণ মানুষকে এর থেকে বিরত রাখতে পারে আর এর মধ্য দিয়ে বড় বড় রাঘব বোয়ালরা তাদের ফায়দা নিতে পারে, যেমন ধরুন যখন লিগালাইজেশন করা হবে তখন, এখন যারা অনেকেই গোপনে এর সাথে জড়িত রয়েছে তারা হয়তো তাদের আইডেন্টিটি উন্মোচন করবে এবং পরবর্তীতে সরকারকে অবশ্যই তাকে ট্যাক্স দিতেই হবে। আর এই দিক থেকে দেখা যাবে যে আয়ের অর্ধেক সরকারকে দিতে গিয়ে মানুষ এদিকে আরো অনুৎসাহিত হয়ে পড়বে যদিও আমার ধারণা বাংলাদেশ সরকার বৈধতা দান করলে এতটা অমানবিক হবে না।
যদি বৈধ করার পর এই পরিমান ট্যাক্স বসিয়ে দেয়, তবে এখন যেভাবে আসে সেভাবেই থাকুক। আমার বৈধ করার দরকার নাই। রাঘব বোয়ালরা অনেকেই এখনি বিটকয়েন ইউজ করতেছে। তারা এটা সামনে প্রকাশ করে না। গোপনে অনেকেই করছে এটা। কথায় আছে না, কেষ্ট করলে লীলা, আর আমরা করলে .......
পদ্মা সেতুতে ছবি তোলা নিয়ে নিষেধ আছে। সরকারের কয়টা নেতা সেই আইন মানে? ওনারা সগৌরবে সেই ছবি আবার তাদের প্রোফাইল আর ফেসবুক পেজে ছেড়ে বেড়ায়। যেটা বলতে চাচ্ছিলাম, বিটকয়েন সরকার মহলের অনেকেই ইউজ করে। শুধু প্রকাশ হয় না।